নবম দশম রসায়ন ৮ম অধ্যায় রসায়ন ও শক্তি বহুনির্বাচনী MCQ

নবম দশম রসায়ন ৮ম অধ্যায় রসায়ন ও শক্তি বহুনির্বাচনী MCQ নিচে দেওয়া হলো। যা এসএসসি রসায়ন ৮ম অধ্যায় রসায়ন ও শক্তি বহুনির্বাচনী প্রশ্ন হিসেবে গণ্য হবে।

এসএসসি রসায়ন ৮ম অধ্যায় রসায়ন ও শক্তি বহুনির্বাচনী

১. বিদ্যুৎ পরিবহনের কৌশলের উপর ভিত্তি করে পরিবাহী কত প্রকার?
ক এক √ দুই
গ তিন ঘ চার

ইলেকট্রোপ্লেটিং

উপরের চিত্রের আলোকে ২ ও ৩ নং প্রশ্নের উত্তর দাও :

২. উদ্দীপকের প্রক্রিয়া লোহার-
ক পরিমাণ বৃদ্ধি করে √ ক্ষয়রোধ করে
গ দৃঢ়তা বৃদ্ধি করে ঘ বিশুদ্ধতা বৃদ্ধি করে
৩. উপরের চিত্রে-
i. Ni ক্ষয়প্রাপ্ত হয়
ii. Fe অ্যানোড তড়িৎদ্বার হিসেবে কাজ করে
iii. ইলেকট্রনের আদান-প্রদান ঘটে
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ ii ও iii
√ i ও iii ঘ i, ii ও iii
৪. ড্রাইসেলে নিচের কোনটি জারক হিসেবে কাজ করে?
ক Zn দণ্ড √ MnO2
গ কার্বন দণ্ড ঘ NH4+

নবম দশম রসায়ন ৮ম অধ্যায় রসায়ন ও শক্তি MCQ

৫. গ্লুকোজ সেন্সরে তড়িৎ বিশ্লেষ্য কোনটি?
ক ধাতুর পাতলা আবরণ খ গ্লুকোজ
√ রক্ত ঘ হাতের চামড়া
৬. Cl – Cl বন্ধন ভাঙতে কত কিলোজুল শক্তি লাগে?
√ ২৪৪ খ ৩২৬
গ ৪১৪ ঘ ৪৩১
৭. সূর্যের মধ্যে কোন ধরনের বিক্রিয়া ঘটে?
ক নিউক্লিয়ার ফিসন √ নিউক্লিয়ার ফিউসন
গ জারণ-বিজারণ ঘ পারমাণবিক পুনর্বিন্যাস
৮. নিচের কোনটি জৈব জ্বালানি?
√ ইথানল খ কেরোসিন
গ সিএজি ঘ পেট্রোল
৯. ড্রাইসেলে নিচের কোনটি জারক হিসাবে কাজ করে?
√ Zn দণ্ড খ MnO2
গ কার্বন দণ্ড ঘ NH4+
১০. ১ মোল মিথেন গ্যাস পোড়ালে কী পরিমাণ শক্তি পাওয়া যায়?
√ ৮৯১০০০ জুল খ ১৮৯১০০ জুল
গ ৮৯০১০০ জুল ঘ ৮৯১০০ জুল
১১. Cr দ্বারা Fe এর উপরে ইলেকট্রোপ্লেটিং করার সময় শেষ পাত্রে কোন যৌগটি থাকবে?
ক CuSO4 খ FeSO4
√ Cr২(SO4)২ ঘ NiSO4
১২. পানির তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ পরিবাহিতা বাড়ানোর জন্য কোনটি ব্যবহার করা হয়?
ক MgCO2 খ Na২CO৩
√ H2SO4 ঘ MnO4
১৩. ব্রিডার চুল্লি-
i. একটি পারমাণবিক চুল্লি
ii. এটি বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়
iii. এতে ফিসন বিক্রিয়া ঘটে
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii
গ ii ও iii √ i, ii ও iii
১৪. 238U স্বতঃস্ফ‚র্তভাবে ভেঙে গিয়ে উৎপন্ন হয়-
i. ২৩৪Th
ii. ৪২He২+
iii. ২০৬Pb
নিচের কোনটি সঠিক?
√ i ও ii খ i ও iii
গ ii ও iii ঘ i, ii ও iii

অ্যানোড কর্তৃক আকৃষ্ট হয়

উপরের চিত্রানুসারে ১৫ ও ১৬নং প্রশ্নের উত্তর দাও :
১৫. উদ্দীপকের কোষের অ্যানোড কর্তৃক আকৃষ্ট হয়-
i. H+
ii. SO4২-
iii. OH-
নিচের কোনটি সঠিক?
ক i ও ii √ ii ও iii গ i ও iii ঘ i, ii ও iii
১৬. কোষে লঘু H2SO4 এর পরিবর্তে লঘু HCl নিলে ক্যাথোডে কোন বিক্রিয়া সংঘটিত হবে?
ক ২Cl- – 2e- → Cl২ খ ৪০H- – 4e- → ২H2O + O2
√ ২H+ + 2e- → H2 ঘ O2- – 2e- → O2

এসএসসি রসায়ন অষ্টম অধ্যায় রসায়ন ও শক্তি MCQ পাঠ্যাংশ অনুযায়ী

৮.১ রাসায়নিক শক্তি

১৭. যে আসক্তির বলে মৌলসমূহ একে অপরের সাথে যুক্ত থাকে তাকে কী বলে? (জ্ঞান)
√ রাসায়নিক বন্ধন খ অষ্টক সূত্র
গ মৌলের যোজ্যতা ঘ আন্তঃআণবিক শক্তি
১৮. আন্তঃআণবিক শক্তি কী? (অনুধাবন)
ক পরমাণুসমূহের পরস্পর আকর্ষণ √ অণুসমূহের পরস্পর আকর্ষণ
গ পরমাণুসমূহের পরস্পর বিকর্ষণ ঘ অণুসমূহের পরস্পর বিকর্ষণ
১৯. কোনটির আন্তঃআণবিক শক্তি বেশি? (অনুধাবন)
ক কেরোসিন √ সাধারণ লবণ
গ পানি ঘ নাইট্রোজেন
২০. আন্তঃআণবিক শক্তির ক্রমানুযায়ী কোনটি সঠিক? (অনুধাবন)
√ বরফ > জলীয় বাষ্প > পানি খ বরফ < পানি < জলীয় বাষ্প
গ জলীয় বাষ্প < পানি < বরফ ঘ পানি < বরফ < জলীয় বাষ্প
২১. কোন পদার্থের আন্তঃআণবিক শক্তি সবচেয়ে কম? (অনুধাবন)
√ নাইট্রোজেন খ পানি
গ সাধারণ লবণ ঘ কেরোসিন তেল
২২. পানি থেকে তাপ বের করে নিলে কী পাওয়া যায়? (উচ্চতর দক্ষতা)
√ বরফ খ পানি
গ বাষ্প ঘ বায়ু
২৩. কোন পদার্থটির আন্তঃআণবিক শক্তি সবচেয়ে কম? (অনুধাবন)
ক পাথর খ পেট্রোল
গ লোহা √ কার্বন ডাইঅক্সাইড
২৪. অণুসমূহের মধ্যকার আকর্ষণকে কী বলে? (জ্ঞান)
ক মাধ্যাকর্ষণ খ অভিকর্ষ
√ আন্তঃআণবিক শক্তি ঘ পারমাণবিক শক্তি
২৫. পদার্থের তিন অবস্থায় রূপান্তরের কারণ কী? (উচ্চতর দক্ষতা)
√ তাপের প্রভাব খ অণুর বিন্যাস
গ পরমাণুর বিন্যাস ঘ রাসায়নিক পরিবর্তন
২৬. আন্তঃআণবিক শক্তি সবচেয়ে কম কোন পদার্থের? (অনুধাবন)
ক কঠিন √ গ্যাসীয়
গ তরল ঘ মৌলিক
২৭. যদি রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন যৌগের মোট শক্তি বিক্রিয়কসমূহের মোট শক্তির চেয়ে কম হয় তাহলে কী ঘটবে? (উচ্চতর দক্ষতা)
ক শক্তির শোষণ ঘটবে খ শক্তির পরিবর্তন ঘটবে
√ শক্তির উদ্ভব ঘটবে ঘ শক্তির রূপান্তর ঘটবে
২৮. যদি রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন যৌগের মোট শক্তি বিক্রিয়কসমূহের মোট শক্তির চেয়ে বেশি হয় তাহলে কী ঘটবে? (উচ্চতর দক্ষতা)
ক শক্তির উদ্ভব ঘটবে খ শক্তির রূপান্তর ঘটবে
গ শক্তির পরিবর্তন ঘটবে √ শক্তির শোষণ ঘটবে
২৯. তাপের পরিবর্তনের ভিত্তিতে রাসায়নিক বিক্রিয়াকে কত ভাগে ভাগ করা যায়? (জ্ঞান)
√ দুই খ তিন
গ চার ঘ পাঁচ
৩০. কোনটি পানিতে রাখলে পানি গরম হয়? (অনুধাবন)
ক CaCO৩ খ CaCl২
গ Ca(OH)২ √ CaO
৩১. CH3CH3(g) + Cl২(g) → CH3CH2Cl(g) + HCl(g) এ বিক্রিয়ায় C–H, H–H, C–Cl, O–H, Cl–Cl, O = O ও H–Cl এর বন্ধন শক্তি যথাক্রমে ৪১৪, ৪৩৫, ৩২৬, ৪৬৪, ২৪৪, ৪৯৮ ও ৪৩১ kJ/mole। এখানে ΔH এর মান কত হবে? (প্রয়োগ)
ক ৩১৫ kJ খ – ৪২৫kJ
গ –৭৫ kJ √ –৯৯kJ
৩২. Cl২ অণুতে Cl – Cl বন্ধন শক্তির মান কত কিলোজুল প্রতি মোল? (জ্ঞান)
ক ৪১৪ খ ৩২৬
√ ২৪৪ ঘ ৪৩১
৩৩. ১ মোল H–H বন্ধন ভাঙতে ৪৩৫kJ শক্তি শোষিত হয়, ১ মোল O–O বন্ধন ভাঙতে ৪৯৮kJ শক্তি শোষিত হলে H2 + ১/২ O2 → H2O এই বিক্রিয়ার ক্ষেত্রে কোনটি সঠিক? (প্রয়োগ)
ক ৪৬৯ kJ তাপ উৎপন্ন হবে খ ৪৬৯ kJ তাপ শোষিত হবে
√ ২৪৪ kJ তাপ উৎপন্ন হবে ঘ ২৪৪ kJ তাপ শোষিত হবে
৩৪. ১ম পানির তাপমাত্রা ১0C বাড়াতে প্রয়োজনীয় তাপশক্তিকে কী বলা হয়? (জ্ঞান)
ক এক জুল √ এক ক্যালরি
গ এক কিলোজুল ঘ এক কিলোক্যালরি
৩৫. তাপ রাসায়নিক সমীকরণে প্রমাণ তাপমাত্রা কত? (জ্ঞান)
ক ১০C ঈ খ ২৭৩ K
√ ২৯৮ K ঘ ২৮৮ K
৩৬. কোনো রাসায়নিক বিক্রিয়ার তাপ পরিবর্তনকে কী দ্বারা প্রকাশ করা হয়? (জ্ঞান)
ক ΔA √ ΔH
গ ΔQ ঘ ΔT
৩৭. এক মোল H – H বন্ধনে কত কিলোজুল শক্তি শোষিত হয়? (জ্ঞান)
ক ৩২৬ kJ খ ২৪৪ kJ
√ ৪৩৫ kJ ঘ ৪৩১ kJ
৩৮. রাসায়নিক বিক্রিয়ায় তাপশক্তি পরিবর্তনের কারণ কী? (অনুধাবন)
ক রাসায়নিক বন্ধন ভাঙা খ রাসায়নিক বন্ধন গড়া
√ রাসায়নিক বন্ধন ভাঙা ও গড়া ঘ ইলেকট্রন আদান-প্রদান
৩৯. কোনো রাসায়নিক বিক্রিয়ার সময় বন্ধন সৃষ্টিতে নির্গত শক্তির পরিমাণ বন্ধন ভাঙার প্রয়োজনীয় শক্তির চেয়ে বেশি হলে বিক্রিয়াটি কেমন? (অনুধাবন)
ক তাপহারী √ তাপোৎপাদী
গ উভমুখী ঘ একমুখী
৪০. এক গøাস পানিতে এক টুকরা ধাতব খণ্ড ছেড়ে দিলে তাপমাত্রা ১০০ সেলসিয়াস বেড়ে যায়। এর প্রকৃতি কীরূপ হবে? (প্রয়োগ)
ক তাপহারী √ তাপউৎপাদী
গ সমতাপীয় ঘ সমচাপীয়
৪১. যে বিক্রিয়ায় তাপ শোষিত হয় তাকে কী বলে? (জ্ঞান)
√ তাপহারী বিক্রিয়া খ তাপোৎপাদী বিক্রিয়া
গ তাপরোধী বিক্রিয়া ঘ তাপশোষী বিক্রিয়া
৪২. বিক্রিয়ার তাপশক্তি শোষিত হলে ΔH-এর মান কেমন হবে? (অনুধাবন)
√ ধনাত্মক খ ঋণাত্মক
গ নিরপেক্ষ ঘ চার্জযুক্ত
৪৩. তাপহারী বিক্রিয়ায় তাপের কী ঘটে? (অনুধাবন)
ক উৎপাদন ঘটে খ পরিবর্তন ঘটে
√ শোষণ ঘটে ঘ বিয়োজন ঘটে
৪৪. কোন ধরনের বিক্রিয়ায় ΔH ঋণাত্মক? (অনুধাবন)
ক তাপহারী √ তাপোৎপাদী
গ প্রশমন ঘ পানিযোজন
৪৫. খাবার সোডার মধ্যে এক ফোঁটা লেবুর রস যোগ করলে তাপমাত্রার কীরূপ পরিবর্তন ঘটবে? (প্রয়োগ)
ক বাড়বে খ অপরিবর্তনীয় থাকবে
গ দ্বিগুণ হবে √ কমবে
৪৬. রাসায়নিক বিক্রিয়ার তাপ পরিবর্তনের পরিমাণকে কোন এককে প্রকাশ করা হয়? (জ্ঞান)
ক কিলোক্যালরি খ ক্যালরি
গ জুল √ কিলোজুল
৪৭. কোনো রাসায়নিক বিক্রিয়ার পরিবর্তিত তাপকে কী বলে? (জ্ঞান)
ক দহন তাপ খ দ্রবণ তাপ
গ প্রশমন তাপ √ বিক্রিয়া তাপ
৪৮. দহন তাপের সঠিক সংজ্ঞা কোনটি? (উচ্চতর দক্ষতা)
ক ১ম বস্তুকে অক্সিজেন সম্পূর্ণরূপে দহন করলে তাপশক্তির পরিবর্তন
খ ১ mole অক্সিজেন কোন বস্তুকে দহন করলে তাপশক্তির পরিবর্তন
গ ১atm চাপে কোন বস্তুর দহনে শক্তির পরিবর্তন
√ ১ atm চাপে অক্সিজেনে ১ mole পরিমাণ দহনের ফলে তাপশক্তির পরিবর্তন
৪৯. উৎপাদ যৌগসমূহের মোট শক্তি যদি বিক্রিয়ক যৌগসমূহের মোট শক্তির চেয়ে বেশি হয় তবে ঐ রাসায়নিক পরিবর্তনকে কী বলা হয়? (জ্ঞান)
ক তাপ উৎপাদী বিক্রিয়া √ তাপহারী বিক্রিয়া
গ জারণ-বিজারণ বিক্রিয়া ঘ প্রশমন বিক্রিয়া
৫০. কাঠ, কয়লা ও গ্যাস বাতাসে পোড়ালে কী হয়? (অনুধাবন)
ক তাপ শোষণ হয় √ তাপ উৎপন্ন হয়
গ বিস্ফোরণ ঘটে ঘ ভৌত পরিবর্তন ঘটে
৫১. চুন পানিতে দিলে কোন ধরনের বিক্রিয়া হয়? (প্রয়োগ)
ক প্রশমন খ তাপহারী
√ তাপ উৎপাদী ঘ জারণ-বিজারণ
৫২. খাবার সোডার সংকেত কী? (জ্ঞান)
ক Na২CO৩ খ H2CO৩
গ CH3COOH √ NaHCO3
৫৩. খাবার সোডা মৃদু এসিডের সাথে বিক্রিয়া করে কোন ধরনের বিক্রিয়া করে? (প্রয়োগ)
√ তাপহারী খ তাপ উৎপাদী
গ পানিযোজন ঘ প্রতিস্থাপন
৫৪. বিক্রিয়কের মোট শক্তি উৎপাদের মোট শক্তি অপেক্ষা বেশি হলে ঐ রাসায়নিক বিক্রিয়াকে কী বলা হয়? (জ্ঞান)
√ তাপ উৎপাদী খ তাপহারী
গ জারণ-বিজারণ ঘ প্রশমন
৫৫. সকল দহন বিক্রিয়া কোন ধরনের? (জ্ঞান)
√ তাপ উৎপাদী বিক্রিয়া খ তাপহারী বিক্রিয়া
গ প্রশমন বিক্রিয়া ঘ রেডক্স বিক্রিয়া
৫৬. তাপ উৎপাদী বিক্রিয়ায় বিক্রিয়ক ও উৎপাদের শক্তির সম্পর্ক কোনটি? (অনুধাবন)
√ বিক্রিয়কের মোট শক্তি > উৎপাদের মোট শক্তি
খ বিক্রিয়কের মোট শক্তি < উৎপাদের মোট শক্তি
গ বিক্রিয়কের মোট শক্তি ≥ উৎপাদের মোট শক্তি
ঘ বিক্রিয়কের মোট শক্তি = উৎপাদের মোট শক্তি

 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনী প্রশ্নোত্তর
৫৭. চুন পানিতে দিলে- (অনুধাবন)
i. তাপ উৎপন্ন হয়
ii. তাপ শোষিত হয়
iii. ΔH ঋণাত্মক হয়
নিচের কোনটি সঠিক?
ক i ও ii √ i ও iii গ ii ও iii ঘ ii ও iii
৫৮. C(s) + O2(g) → CO2(g) ; ΔH = ৩৯৪ kJ এ বিক্রিয়ায়- (উচ্চতর দক্ষতা)
i. ১ মোল C, ১ মোল O2-এর সাথে বিক্রিয়া করে ১ মোল কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে
ii. ৩৯৪ কিলোজুল তাপ শোষিত হয়
iii. একটি তাপ উৎপাদী বিক্রিয়া
নিচের কোনটি সঠিক?
ক i ও ii √ i ও iii গ ii ও iii ঘ i, ii ও iii
৫৯. খাবার সোডা ও ভিনেগারের বিক্রিয়ায়-
i. তাপের শোষণ ঘটে
ii. কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়
iii. বিক্রিয়া মিশ্রণে তাপমাত্রা বাড়তে দেখা যায়
নিচের কোনটি সঠিক?
√ i ও ii খ i ও iii গ ii ও iii ঘ i, ii ও iii
৬০. তাপ উৎপাদী বিক্রিয়ার উদাহরণ- (অনুধাবন)
i.C(s) + O2(g) → CO2(g) + তাপ
ii. CaO(s) + H2O(l) → Ca(OH)২(aq) + তাপ
iii. ২H2(g) + O2(g) → ২H2O(l) + তাপ
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii গ ii ও iii √ i, ii ও iii
৬১. তাপহারী বিক্রিয়ার উদাহরণ- (অনুধাবন)
i. NaHCO3(aq) + CH3COOH(aq) → CH3COONa(aq) + CO2(g) + H2O(l)
ii. N2 (g) + O2(g) → ২NO
iii. N2 (g) + ৩H2(g) → ২NH৩(g)
নিচের কোনটি সঠিক?
√ i ও ii খ i ও iii গ ii ও iii ঘ i, ii ও iii
 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনী প্রশ্নোত্তর
নিচের চিত্র দেখে ৬২ ও ৬৩ নং প্রশ্নের উত্তর দাও :

৬২. উদ্দীপকের চিত্র-১ এর শক্তি চিত্র কোন ধরনের বিক্রিয়ার? (অনুধাবন)
√ তাপ উৎপাদী খ তাপহারী
গ প্রশমন ঘ অধঃক্ষেপণ
৬৩. চিত্র-২ এর ক্ষেত্রে- (উচ্চতর দক্ষতা)
i.বিক্রিয়ায় তাপের শোষণ ঘটে
ii. ΔH-এর মান ধনাত্মক
iii. উৎপাদের মোট শক্তি > বিক্রিয়কের মোট শক্তি
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii গ ii ও iii √ i, ii ও iii
নিচের চিত্র থেকে ৬৪ ও ৬৫ নং প্রশ্নের উত্তর দাও :

৬৪. ২ থেকে ৩-এ পরিণত হওয়ার সময় কী ঘটে? (উচ্চতর দক্ষতা)
ক আন্তঃআণবিক শক্তি বাড়ে √ আন্তঃআণবিক শক্তি কমে
গ আন্তঃআণবিক দূরত্ব কমে ঘ ভরের পরিবর্তন ঘটে
৬৫. কী ভেদে চিত্রের এরূপ পরিবর্তন ঘটে? (অনুধাবন)
√ অবস্থা ভেদে খ গঠন ভেদে
গ পদার্থ ভেদে ঘ রূপভেদে
নিচের চিত্রদ্বয় লক্ষ কর এবং ৬৬ ও ৬৭নং প্রশ্নের উত্তর দাও :

৬৬. ১নং চিত্রের বেলায় কোনটি প্রযোজ্য? (উচ্চতর দক্ষতা)
√ বিক্রিয়কের মোট শক্তি উৎপাদের মোট শক্তি অপেক্ষা বেশি
খ বিক্রিয়কের মোট শক্তি উৎপাদের মোট শক্তি অপেক্ষা কম
গ বিক্রিয়কের মোট শক্তি উৎপাদের মোট শক্তির সমানুপাতিক
ঘ বিক্রিয়ক এবং উৎপাদের শক্তির ভারসাম্যে ভিন্নতা আছে
৬৭. ২নং চিত্রে সংঘটিত বিক্রিয়ার উদাহরণ- (প্রয়োগ)
i. ঈ(s) + O2(g) → CO2(g)
ii. NaHCO3(aq) + CH3COOH(aq) → CH3COONa(aq) + CO2(g) + H2O(l)
iii. N2 (g) + O2(g) খ ২NO(g)
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii √ ii ও iii ঘ i, ii ও iii
নিচের বিক্রিয়াটি দেখে ৬৮ ও ৬৯ নং প্রশ্নের উত্তর দাও :
CH4(g) + ২O2(g) → CO2(g) + ২H2O(g) , ΔH = –৮৯০ kJ
৬৮. প্রদত্ত বিক্রিয়ায় কী ঘটেছে? (প্রয়োগ)
√ C – H বন্ধন ভাঙে ও C = O বন্ধন গড়ে
খ C – O বন্ধন ভাঙে ও C = O বন্ধন গড়ে
গ H – H বন্ধন ভাঙে ও O – O বন্ধন গড়ে
ঘ C – O বন্ধন ভাঙে ও C = O বন্ধন গড়ে
৬৯. উক্ত বিক্রিয়াটি কোন ধরনের বিক্রিয়া? (উচ্চতর দক্ষতা)
√ তাপ উৎপাদী খ তাপহারী
গ সংশ্লেষণ ঘ প্রশমন

৮.২ রাসায়নিক শক্তিকে তাপ, বিদ্যুৎ ও আলোকশক্তিতে পরিবর্তন

৭০. মিথেনের দহনের ক্ষেত্রে কোনটি ঘটে? (উচ্চতর দক্ষতা)
ক কার্বন-কার্বন বন্ধন ভেঙে যায়
খ কার্বন-কার্বন বন্ধন সৃষ্টি হয়
গ কার্বন-হাইড্রোজেন বন্ধন সৃষ্টি হয়
√ কার্বন-অক্সিজেন বন্ধন সৃষ্টি হয়
৭১. দহন কী? (অনুধাবন)
ক আগুনে পোড়ানো √ O2 দ্বারা জারণ
গ বাতাসে পোড়ানো ঘ O2 তৈরি করা
৭২. ঈ ও ঐ সমৃদ্ধ জৈব যৌগের দহনে কী তৈরি হয়? (প্রয়োগ)
ক CO2, H2 খ CO, H2O
গ C6H6,,H2O √ CO2, H2O
৭৩. দহনের ফলে CH4 এর C-H বন্ধন ভেঙে কী ধরনের বন্ধন গঠিত হয়? (অনুধাবন)
ক C-O খ H-O
√ C-O ও H-O ঘ H-H ও C-H
৭৪. কোনো জিনিস পোড়ালে কী উৎপন্ন হয়? (জ্ঞান)
ক তাপ √ তাপ ও আলো
গ আলো ঘ শক্তি
৭৫. জ্বালানি পোড়ালে সৃষ্ট তাপ ও আলোক কী হিসেবে চারদিকে ছড়িয়ে পড়ে? (প্রয়োগ)
ক অবলোহিত রশ্মি খ রঞ্জন রশ্মি
√ তড়িৎ-চুম্বকীয় রশ্মি ঘ লেজার রশ্মি
৭৬. তমার বাসায় প্রাকৃতিক গ্যাস পুড়িয়ে রান্না হয়। এতে কী সৃষ্টি হয়? (প্রয়োগ)
ক রাসায়নিক শক্তি খ শব্দ শক্তি
গ যান্ত্রিক শক্তি √ তাপ ও আলোক শক্তি
৭৭. বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে টারবাইন ঘুরানো হয়। টারবাইন ঘোরানোর ফলে কী শক্তির উদ্ভব হয়? (প্রয়োগ)
ক আলোক শক্তি খ যান্ত্রিক শক্তি
√ বিদ্যুৎ শক্তি ঘ তাপ শক্তি
৭৮. মিথেন গ্যাসে কখন আগুন ধরে? (জ্ঞান)
ক হাইড্রোজেনের সংস্পর্শে এলে খ কার্বনের সংস্পর্শে এলে
গ নাইট্রোজেনের সংস্পর্শে এলে √ অক্সিজেনের সংস্পর্শে এলে
৭৯. জ্বালানির দহনে উৎপন্ন আলো ও তাপ তড়িৎ-চুম্বকীয় রশ্মি হিসেবে চারদিকে ছড়িয়ে পড়ে কেন? (উচ্চতর দক্ষতা)
√ বিক্রিয়কের মোট শক্তি উৎপাদের মোট শক্তি অপেক্ষা বেশি বলে
খ বিক্রিয়কের মোট শক্তি উৎপাদের মোট শক্তি অপেক্ষা কম বলে
গ বিক্রিয়কে রাসায়নিক শক্তি অধিক সঞ্চিত থাকে বলে
ঘ উৎপাদে রাসায়নিক শক্তি অধিক সঞ্চিত থাকে বলে
৮০. হাইড্রোজেন ফুয়েল সেল কী? (অনুধাবন)
√ এক ধরনের তড়িৎ বিশ্লেষ্য কোষ
খ এক ধরনের গ্যালভানিক কোষ
গ এক ধরনের তাপ ইঞ্জিনে ব্যবহৃত টারবাইন
ঘ এক ধরনের জ্বালানি কোষ
৮১. তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়ার সাহায্যে সরাসরি বিদ্যুৎ উৎপাদন করা যায়- (অনুধাবন)
ক গ্যালভানিক সেলে √ হাইড্রোজেন ফুয়েল সেলে
গ ড্রাইসেলে ঘ লেড স্টোরেজ ব্যাটারিতে
৮২. প্রাকৃতিক গ্যাসের দহনের বিক্রিয়া কোনটি? (অনুধাবন)
√ CH4 + O2 → CO2 + ২H2O + Δ
খ CH4 + Cl২ → CH3Cl + HCl
গ CH4 + O2 → CO + H2O + H2
ঘ CH4 + O2 → CO2 + H2O
৮৩. ড্রাইসেলের সাহায্যে টর্চ জ্বালানো হয়। এটি শক্তির কোন রূপান্তরের উদাহরণ? (প্রয়োগ)
√ বিদ্যুৎ শক্তি থেকে আলোকশক্তি
খ আলোক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি
গ রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি
ঘ বিদ্যুৎ শক্তি থেকে রাসায়নিক শক্তি
৮৪. কয়লা পোড়ালে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কী উৎপন্ন হয়? (জ্ঞান)
√ কার্বন কণা খ CO2
গ বিদ্যুৎ ঘ ধাতু
 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনী প্রশ্নোত্তর
৮৫. রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা যায়- (প্রয়োগ)
i. ড্রাইসেল ও লেড স্টোরেজ ব্যাটারির সাহায্যে
ii. ড্যানিয়াল সেল ও হাইড্রোজেন ফুয়েল সেলের সাহায্যে
iii. গ্যালভানোমিটার ও অ্যামিটারের সাহায্যে
নিচের কোনটি সঠিক?
√ i ও ii খ i ও iii গ ii ও iii ঘ i, ii ও iii
৮৬. রাসায়নিক শক্তি থেকে তাপ ও আলোক শক্তি পরিবর্তনের উদাহরণ- (অনুধাবন )
i. C(s) + O2(g) → CO¬২(g) + তাপ
ii. CH4(g) + ২O2(g) → CO2(g) + ২H2O(l) + তাপ
iii. ২H2(g) + O2(g) → ২H2O(l) + তাপ
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii গ ii ও iii √ i, ii ও iii
 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনী প্রশ্নোত্তর
নিচের চিত্র দেখে ৮৭ ও ৮৮ নং প্রশ্নের উত্তর দাও :

চিত্র : জ্বলন্ত মোমবাতি
৮৭. চিত্রের দ্বারা- (উচ্চতর দক্ষতা)
i. তাপশক্তি ও আলোকশক্তি উৎপন্ন হয়
ii. CO2 ও H2O উৎপন্ন হয়
iii. অক্সিজেন যুক্ত পদার্থের সৃষ্টি হয়
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii গ ii ও iii √ i, ii ও iii
৮৮. চিত্রের ঘটনাটি কোন ধরনের বিক্রিয়ার উদাহরণ? (অনুধাবন)
√ তাপউৎপাদী খ তাপহারী
গ অধঃক্ষেপণ ঘ প্রশমন
নিচের বিক্রিয়াটি লক্ষ কর এবং ৮৯ ও ৯০ নং প্রশ্নের উত্তর দাও :
CH4(g) + ২O2(g) → CO2(g) + ২H2O(l) + তাপ
৮৯. বিক্রিয়ায় কোন বন্ধনগুলোর ভাঙন ঘটেছে? (অনুধাবন)
ক চারটি C – H ও দুটি C = O খ চারটি C- H ও দুটি H = O
গ দুটি C = O ও দুটি H = O √ চারটি C-H ও দুটি O = O
৯০. এ বিক্রিয়াটির ক্ষেত্রে প্রযোজ্য- (উচ্চতর দক্ষতা)
i. বিক্রিয়াটি তাপউৎপাদী
ii. বিক্রিয়কের মোট শক্তি > উৎপাদের মোট শক্তি
iii. CH4 এর জারণ ঘটেছে
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii গ ii ও iii √ i, ii ও iii

৮.৩ রাসায়নিক শক্তি থেকে পাওয়া বিভিন্ন শক্তি কাজে লাগানো

৯১. কোনটি খনিজ জ্বালানি নয়? (অনুধাবন)
ক কয়লা খ পেট্রোলিয়াম
গ প্রাকৃতিক গ্যাস √ মোম
৯২. কোনটি খনিজ জ্বালানি? (অনুধাবন)
ক লাকড়ি √ কয়লা
গ কাঠ ঘ অক্সিজেন
৯৩. কী ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হয়? (জ্ঞান)
√ খনিজ জ্বালানি খ হাইড্রোজেন
গ অক্সিজেন ঘ নাইট্রোজেন
৯৪. নিচের কোন শক্তির প্রভাব মানুষের জীবনে সবচেয়ে বেশি? (জ্ঞান)
√ বিদ্যুৎ শক্তি খ রাসায়নিক শক্তি
গ যান্ত্রিক শক্তি ঘ পারমাণবিক শক্তি
৯৫. কাজ করার ক্ষমতাকে মূলত কী বলে? (জ্ঞান)
√ শক্তি খ ক্ষমতা
গ তাপ ঘ সামর্থ্য
৯৬. সিরামিকস জাতীয় কারখানায় কোনটি ব্যবহৃত হয়? (অনুধাবন)
ক আলোক শক্তি √ তাপ শক্তি
গ চুম্বক শক্তি ঘ শব্দ শক্তি
৯৭. কোনটি ভড়ংংরষ ভঁবষ এর উদাহরণের সাথে ভিন্নতা দেখায়? (অনুধাবন)
ক কয়লা খ পেট্রোলিয়াম
গ প্রাকৃতিক গ্যাস √ বায়োগ্যাস
৯৮. আধুনিককালে সবচেয়ে জনপ্রিয় শক্তির উৎস কাকে বলা হয়? (জ্ঞান)
ক রাসায়নিক শক্তি √ বিদ্যুৎ শক্তি
গ যান্ত্রিক শক্তি ঘ গতি শক্তি
৯৯. কীভাবে বিদ্যুৎ উৎপাদন করা হয়? (উচ্চতর দক্ষতা)
ক যান্ত্রিক শক্তিকে আলোক শক্তিতে রূপান্তরিত করে
√ তাপ শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে
গ তাপশক্তিকে আলোক শক্তিতে রূপান্তরিত করে
ঘ চুম্বক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে
১০০. বৈদ্যুতিক বাল্বের মধ্য দিয়ে বিদ্যুৎপ্রবাহ চালনা করলে বিদ্যুৎশক্তি রূপান্তরিত হয়- (প্রয়োগ)
√ আলোক শক্তিতে খ তাপশক্তিতে
গ যান্ত্রিক শক্তিতে ঘ রাসায়নিক শক্তিতে
১০১. নিচের কোনটির জন্য খনিজ জ্বালানি পোড়ানো যায়? (অনুধাবন)
√ C ও H-এর জন্য খ C ও N-এর জন্য
গ C,H ও O-এর জন্য ঘ C, H, O ও N-এর জন্য
 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনী প্রশ্নোত্তর
১০২. তাপশক্তি ব্যবহার করা হয়- (প্রয়োগ)
i. কলকারখানায় কাঁচামাল গলাতে
ii. মাটি দিয়ে বিভিন্ন জিনিসপত্র তৈরিতে
iii. লৌহ ও ইস্পাত কারখানায়
নিচের কোনটি সঠিক?
ক i ও iii খ i ও iii গ ii ও iii √ i, ii ও iii
১০৩. কয়লা, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস পোড়ালে রাসায়নিক শক্তি রূপান্তরিত হয়- (অনুধাবন )
i. শব্দ শক্তিতে
ii. তাপশক্তিতে
iii. আলোকশক্তিতে
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii √ ii ও iii ঘ i, ii ও iii
 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনী প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ১০৪ ও ১০৫ নং প্রশ্নের উত্তর দাও :
কাগজ, পেট্রোল, স্পিরিট, কেরোসিন প্রভৃতি দাহ্য বস্তুতে তাপ প্রয়োগ করলে বায়ুর সংস্পর্শে এরা জ্বলে ওঠে।
১০৪. এখানে কোন শক্তির উদ্ভব ঘটে? (প্রয়োগ)
ক তাপশক্তি খ আলোক শক্তি
√ তাপ ও আলোক শক্তি ঘ বিদ্যুৎশক্তি
১০৫. এসব শক্তির মূল উপাদান- (অনুধাবন)
i. কার্বন
ii. হাইড্রোজেন
iii. অক্সিজেন
নিচের কোনটি সঠিক?
√ i ও ii খ i ও iii গ ii ও iii ঘ i, ii ও iii
নিচের অনুচ্ছেদ পড়ে ১০৬ ও ১০৭ নং প্রশ্নের উত্তর দাও :
কৃষক বকর ট্রাক্টরের তাপ ইঞ্জিনে ডিজেল পুড়িয়ে জমি চাষ করে।
১০৬. বকরের ব্যবহৃত যন্ত্রে কী শক্তি সঞ্চিত থাকে? (প্রয়োগ)
√ রাসায়নিক শক্তি খ গতিশক্তি
গ আণবিক শক্তি ঘ আলোক শক্তি
১০৭. বকরের ব্যবহৃত জ্বালানি থেকে পাওয়া শক্তিকে কাজে লাগানো যায়- (প্রয়োগ)
i. বিদ্যুৎ উৎপাদনে
ii. লৌহ ও ইস্পাত শিল্পে
iii. সিরামিকস কারখানায়
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii গ ii ও iii √ i, ii ও iii

৮.৪ রাসায়নিক শক্তির যথাযথ ব্যবহার

১০৮. জীবাশ্ম জ্বালানিতে কোন শক্তি সঞ্চিত থাকে? (জ্ঞান)
ক তাপ শক্তি খ আলোক শক্তি
গ আণবিক শক্তি √ সৌরশক্তি
১০৯. পেট্রোল, প্রাকৃতিক গ্যাস, কয়লা ইত্যাদি কী? (অনুধাবন)
ক রাসায়নিক পদার্থ খ ভৌত পদার্থ
√ উদ্ভিদ ও প্রাণিজাত পদার্থ ঘ জৈব ও অজৈব পদার্থ
১১০. জীবাশ্ম জ্বালানি অপচয় করা উচিত নয় কেন? (উচ্চতর দক্ষতা)
ক অফুরন্ত বলে খ সীমিত বলে
গ নবায়নযোগ্য বলে √ নবায়ন অযোগ্য বলে
১১১. পানি + কার্বন ডাইঅক্সাইড → শর্করা + অক্সিজেন এ বিক্রিয়াটি সালোকসংশ্লেষণের। এটি সম্পন্ন করার জন্য কী প্রয়োজন? (প্রয়োগ)
√ ক্লোরোফিল ও সূর্যের আলো খ রাসায়নিক শক্তি ও গতিশক্তি
গ যান্ত্রিক শক্তি ও স্থিতি শক্তি ঘ দহন শক্তি ও তাপশক্তি
১১২. উদ্ভিদ সূর্য থেকে শক্তি তার দেহে কী প্রক্রিয়ায় সঞ্চয় করে? (জ্ঞান)
ক শ্বসন খ প্রস্বেদন
√ সালোকসংশ্লেষণ ঘ ব্যাপন
১১৩. শক্তির কোন উৎসটির মজুদ ক্রমশ কমছে? (অনুধাবন)
ক বায়ু খ সৌরবিদ্যুৎ
√ জীবাশ্ম জ্বালানি ঘ নিউক্লিয়ার শক্তি
১১৪. সাংগু কী? (জ্ঞান)
√ গ্যাসক্ষেত্র খ কয়লাখনি
গ ঐতিহাসিক স্থান ঘ প্রতœতাত্তি¡ক স্থান
১১৫. জীবাশ্ম জ্বালানির মজুদ আনুমানিক কত বছরে শেষ হয়ে যাবে? (জ্ঞান)
√ ১০০ খ ২০০
গ ৩০০ ঘ ৪০০
১১৬. জীবাশ্ম জ্বালানি সৃষ্টির রহস্য কী? (জ্ঞান)
ক ভূমিকম্প √ উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহ
গ আগ্নেয়গিরি ঘ ভৌগোলিক পরিবর্তন
১১৭. কোন প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ খাদ্য তৈরি করে? (জ্ঞান)
ক প্রস্বেদন খ ইমবাইবিশন
√ সালোকসংশ্লেষণ ঘ মাটিতে নাইট্রোজেন সংবন্ধন
১১৮. জীবাশ্ম জ্বালানি দ্রুত শেষ হয়ে যাওয়ার কারণ কী? (অনুধাবন)
ক উৎপাদনের হার বেশি
খ মজুদের হার কম
√ Liচের হার মজুদের হারের তুলনায় বেশি
ঘ জ্বালানি অপচয়ের হার বেশি
১১৯. কোন শক্তি আমাদের চাহিদার সিংহভাগ জোগান দিয়ে থাকে? (অনুধাবন)
√ খনিজ জ্বালানি খ সৌরশক্তি
গ বায়োগ্যাস ঘ পানি শক্তি
১২০. আমরা বিকল্প শক্তির সন্ধান করছি কেন? (উচ্চতর দক্ষতা)
ক জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে
√ প্রচলিত শক্তি নিঃশেষ হয়ে যাচ্ছে
গ জমির উর্বরতা কমে যাচ্ছে
ঘ আবহাওয়ায় বিপর্যয় নেমে আসছে
১২১. জীবাশ্ম জ্বালানি কী ধরনের যৌগ? (জ্ঞান)
ক ঝ ও ঙ খ ঐ ও ঘ
√ ঈ ও ঙ ঘ চ ও ঝ
১২২. রাসায়নিক শক্তি ব্যবহারে আমাদের করণীয় কী? (উচ্চতর দক্ষতা)
ক টেকসই উন্নয়ন করা
খ সুষম ব্যবহার নিশ্চিত করা
গ নবায়ন যোগ্য উৎসের সন্ধান করা
√ পরিমিত ব্যয় করা
১২৩. আমাদের শক্তি চাহিদার সিংহভাগ জোগান দেয় কোনটি? (অনুধাবন)
ক উদ্ভিজ্জ জ্বালানি খ প্রাকৃতিক জ্বালানি
√ জীবাশ্ম জ্বালানি ঘ বারিমণ্ডল
 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনী প্রশ্নোত্তর
১২৪. রাসায়নিক শক্তি ব্যবহারে সচেতন হওয়া দরকার- (উচ্চতর দক্ষতা)
i. শক্তির পরিমাণ নির্দিষ্ট ও অপরিবর্তনীয় বলে
ii. শক্তির চাহিদা দিন দিন বাড়ছে বলে
iii. জীবাশ্ম জ্বালানির পরিমাণ সীমিত বলে
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii গ ii ও iii √ i, ii ও iii
১২৫. জীবাশ্ম জ্বালানি হলো- (অনুধাবন)
i. সূর্য থেকে প্রাপ্ত শক্তি
ii. ভ‚পৃষ্ঠের সঞ্চিত শক্তি
iii. রাসায়নিক বিক্রিয়ায় প্রাপ্ত শক্তি
নিচের কোনটি সঠিক?
√ i ও ii খ i ও iii গ ii ও iii ঘ i, ii ও iii
 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনী প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ১২৬ ও ১২৭নং প্রশ্নের উত্তর দাও :
কাঠ কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, পেট্রোল, ডিজেল, কেরোসিন, গাছের শুকনো পাতা ইত্যাদিকে আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করি। জীব থেকে উৎপত্তি বলে এসব জ্বালানিকে জীবাশ্ম জ্বালানি বলে।
১২৬. উক্ত জ্বালানির উপাদান কী কী? (জ্ঞান)
√ কার্বন ও হাইড্রোজেন খ কার্বন ও অক্সিজেন
গ মিথেন ও কার্বন ঘ মিথেন ও হাইড্রোজেন
১২৭. উক্ত জ্বালানি সংকট নিরসনে ভ‚মিকা রাখতে পারে- (উচ্চতর দক্ষতা)
i. বায়োগ্যাস ও সৌরশক্তি
ii. বায়ুশক্তি ও পারমাণবিক শক্তি
iii. বিদ্যুৎশক্তি ও যান্ত্রিক শক্তি
নিচের কোনটি সঠিক?
ক র খ রর √ i ও ii ঘ i, ii ও iii

৮.৫ জ্বালানি বিশুদ্ধতার গুরুত্ব

 সাধারণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর
১২৮. উদ্ভিদ সালোকসংশ্লেষণ সম্পন্ন করার জন্য কোন গ্যাস শোষণ করে? (অনুধাবন)
√ CO2 খ CO
গ O2 ঘ SO3
১২৯. নিচের কোনটি বিশুদ্ধ জ্বালানি থেকে সৃষ্টি হয়? (অনুধাবন)
ক CO √ CO2
গ NO2 ঘ N2O
১৩০. যানবাহন থেকে নির্গত ধোঁয়ায় কোনটি থাকে না? (অনুধাবন)
ক CO খ CO2
গ N2O √ NO2
১৩১. কোনটি বৃষ্টির পানির সাথে মিশে এসিড বৃষ্টি সৃষ্টি করে? (জ্ঞান)
√ SO2 খ CO2
গ CO ঘ N2O
১৩২. সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রিক অক্সাইড বৃষ্টির পানির সাথে মিশে কী তৈরি করে? (জ্ঞান)
ক শিলা বৃষ্টি √ এসিড বৃষ্টি
গ ক্ষার বৃষ্টি ঘ বজ্র বৃষ্টি
১৩৩. যানবাহন ও কলকারখানার কালো ধোঁয়ায় কী কী গ্যাস থাকে? (জ্ঞান)
ক H2, CO, SO2 খ CO2, CO,
গ CaO, CO2, MgO √ CO, CO2, SO2
১৩৪. অপর্যাপ্ত বায়ুতে জ্বালানি পোড়ালে কী তৈরি হয়? (প্রয়োগ)
ক C √ CO
গ CO৩ ঘ H2O
১৩৫. ফটোক্যামিক্যাল ধোঁয়ায় কী কী গ্যাস থাকে? (অনুধাবন)
ক CO, NO, CH √ CO, N2O, CH4
গ CO2, NO2, CH4 ঘ CH4, CO2, N2 O3
১৩৬. অক্সিজেনের তিনটি পরমাণু মিলে কী তৈরি হয়? (প্রয়োগ)
ক এক অণু অক্সিজেন √ এক অণু ওজোন
গ এক অণু অক্সাইড ঘ এক অণু পানি
১৩৭. ফটোক্যামিক্যাল ধোঁয়ার প্রতিক্রিয়া কী? (উচ্চতর দক্ষতা)
ক বায়ুমণ্ডলের তাপমাত্রা কমে যায়
খ বায়ুমণ্ডলের তাপমাত্রা বেড়ে যায়
গ বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ বেড়ে যায়
√ ওজোনস্তরের মারাত্মক ক্ষয়সাধন হয়
১৩৮. যানবাহনের ধোঁয়া থেকে কোন গ্যাস নির্গত হয়? (অনুধাবন)
ক CO2 ও SO2 √ CO, N2O ও CH4
গ H2 ও N2 ঘ SO3 ও H2SO3
১৩৯. কাঠ, প্রাকৃতিক গ্যাস ও পেট্রোলিয়াম পোড়ালে কী উৎপন্ন হয়? (জ্ঞান)
√ CO2 গ্যাস, পানি ও তাপ খ CO2 ও CO গ্যাস
গ পানি ও তাপ ঘ CO, CO2 ও CH4 গ্যাস
 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনী প্রশ্নোত্তর
১৪০. CO, N2O ও অব্যবহৃত মিথেন বায়ুতে মিশে- (প্রয়োগ)
i. ফটোকেমিক্যাল ধোঁয়া সৃষ্টি করে
ii. বিশুদ্ধ জ্বালানিতে পরিণত হয়
iii. ওজোন স্তরের ব্যাপক ক্ষতি করে
নিচের কোনটি সঠিক?
ক i ও ii √ i ও iii গ ii ও iii ঘ i, ii ও iii
 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনী প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৪১ ও ১৪২ নং প্রশ্নের উত্তর দাও :
শিল্প কারখানা থেকে SO2 ও NO2 গ্যাসগুলো নির্গত হয়ে বায়ুকে দূষণ করছে। বায়ুমণ্ডলে এসব গ্যাস বৃষ্টির পানির সাথে মিশে H2SO4 ও ঐNO3 এ পরিণত হয়। বৃষ্টির পানির সাথে এ এসিডগুলো ভূপৃষ্ঠে এসে পতিত হলে একে এসিড বৃষ্টি বলে।
১৪১. এ ধরনের ঘটনা কোথায় ঘটে? (প্রয়োগ)
ক গ্রামীণ অঞ্চলে খ পাহাড়ি অঞ্চলে
গ বনাঞ্চলে √ শিল্পাঞ্চলে
১৪২. উক্ত ঘটনার প্রভাবে- (উচ্চতর দক্ষতা)
i. মাটির খনিজ লবণ ধুয়ে যায়
ii. প্রাণী ও উদ্ভিদদেহে বিষক্রিয়া সৃষ্টি হয়
iii. পরিবেশ দূষণ থেকে রক্ষা পায়
নিচের কোনটি সঠিক?
ক র √ i ও ii গ ররর ঘ i ও iii

৮.৬ রাসায়নিক শক্তি ব্যবহারের নেতিবাচক প্রভাব

 সাধারণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর
১৪৩. দিনে দিনে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়াকে কী বলা হয়? (জ্ঞান)
√ বৈশ্বিক উষ্ণায়ন খ গ্রিন হাউজ গ্যাস
গ ওজোনস্তর ঘ আকস্মিক বিপর্যয়
১৪৪. গ্রিন হাউজ প্রভাবের ফলে কী হয়? (অনুধাবন)
ক বায়ুমণ্ডলের তাপমাত্রা কমে যায়
√ বায়ুমণ্ডলের তাপামাত্রা বেড়ে যায়
গ বায়ুমণ্ডলের O2-এর পরিমাণ বেড়ে যায়
ঘ বায়ুর আর্দ্রতা হ্রাস পায়
১৪৫. গাছ সালোকসংশ্লেষণের জন্য বায়ু থেকে কী গ্রহণ করে? (জ্ঞান)
ক O2 খ N2
√ CO2 ঘ NH৩
১৪৬. বর্তমান সময়ে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির হার অব্যাহত থাকার জন্য কোনটি দায়ী? (অনুধাবন)
√ CO2 খ O3
গ N2O ঘ NH৩
১৪৭. সূর্য থেকে আসা ক্ষতিকর অতিবেগুনি রশ্মি পৃথিবীতে প্রবেশের সুযোগ তৈরি হওয়ার কারণ কী? (অনুধাবন)
ক CO2 গ্যাস বৃদ্ধি খ N2O গ্যাস বৃদ্ধি
গ NH৩ গ্যাস বৃদ্ধি √ ওজোনস্তর নষ্ট করা
১৪৮. এষড়নধষ ধিৎসরহম-এর জন্য CO2 গ্যাস দায়ী কেন? (উচ্চতর দক্ষতা)
√ এর তাপধারণ ক্ষমতা বেশি খ এর যৌগ গঠন করার ক্ষমতা বেশি
গ এ গ্যাস ওজনে ভারী ঘ উদ্ভিদকুলের নিধন
১৪৯. পৃথিবীপৃষ্ঠে টষঃৎধ-ঠরড়ষবঃ ৎধু আসতে বাধা প্রদান করে কোনটি? (জ্ঞান)
ক আয়নোস্ফিয়ার √ ওজোন
গ CO2 ঘ O2
১৫০. বায়ুমণ্ডলে CO2-এর পরিমাণ বৃদ্ধির কারণ কী? (অনুধাবন)
ক এর তাপ ধারণ ক্ষমতা বেশি খ এ গ্যাস ওজনে হালকা
√ নির্বিচারে উদ্ভিদ নিধন ঘ এর রাসায়নিক সক্রিয়তা অত্যধিক
১৫১. জ্বালানির দহনে প্রাপ্ত কোন গ্যাসটি উদ্ভিদের জন্য অপরিহার্য? (অনুধাবন)
ক CO √ CO2
গ SO2 ঘ NO
১৫২. আমাদের দেশে ঋতুচক্রের পরিবর্তনের জন্য দায়ী কোনটি? (অনুধাবন)
√ গ্রিন হাউজ গ্যাস খ ওজোন গ্যাস
গ শিল্পায়ন ঘ কার্বন ডাইঅক্সাইড
১৫৩. বায়ুমণ্ডলে সূর্যের আলোর ছাকনি হিসেবে কাজ করে কোন গ্যাস? (জ্ঞান)
ক CO2 খ CO
গ N2O √ O3
১৫৪. বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণ কোনটি? (অনুধাবন)
ক ভূমিকম্প √ ওজোনস্তর ক্ষয়
গ অত্যধিক Liা ঘ প্রাকৃতিক দুর্যোগ
 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনী প্রশ্নোত্তর
১৫৫. পৃথিবীর বায়ুমণ্ডলের ওজোনস্তরকে নষ্ট করে- (প্রয়োগ)
i. CO2 ও NO
ii. SO2 ও NH৩
iii. H2ঝ ও চ২ঙ৫
নিচের কোনটি সঠিক?
ক র √ i ও ii গ ii ও iii ঘ i, ii ও iii
১৫৬. গ্রিন হাউজ প্রতিক্রিয়ার প্রভাবে- (উচ্চতর দক্ষতা)
i. CO2 তাপ বিকিরণে বাধা দেয়
ii. পৃথিবীর তাপমাত্রা বেড়ে যায়
iii. ভূপৃষ্ঠের তাপ মহাশূন্যে হারিয়ে যায়
নিচের কোনটি সঠিক?
ক র খ রর √ i ও ii ঘ i, ii ও iii
১৫৭. বায়ুমণ্ডলের তাপমাত্রা বেড়ে যাওয়ায়- (অনুধাবন)
i. মেরু অঞ্চলের বরফ গলতে শুরু করছে
ii. সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাচ্ছে
iii. পৃথিবীর নিম্নাঞ্চল পানিতে তলিয়ে যাচ্ছে
নিচের কোনটি সঠিক?
ক র খ i ও ii গ i ও iii √ i, ii ও iii
 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনী প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৫৮ ও ১৫৯ নং প্রশ্নের উত্তর দাও :
আজ দেশে দেশে গ্রিন হাউজ প্রভাব আলোচিত একটি বিষয়।
১৫৮. এ বিষয়টির জন্য কোন গ্যাসটিকে প্রধানত দায়ী মনে করা হয়? (অনুধাবন)
ক O2 √ CO2
গ O3 ঘ N2
১৫৯. এ ঘটনার ফলে- (উচ্চতর দক্ষতা)
i. পৃথিবীর তাপমাত্রা বাড়ছে
ii. সমুদ্রের পানির উচ্চতা বাড়ছে
iii. প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকছে
নিচের কোনটি সঠিক?
ক র খ রর √ i ও ii ঘ i, ii ও iii

৮.৭ ইথানলকে জ্বালানি হিসেবে ব্যবহার

 সাধারণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর
১৬০. উত্তর আমেরিকাসহ উন্নত দেশসমূহে খনিজ জ্বালানির সাথে কোনটি মেশানো হয়? (জ্ঞান)
√ ইথাইল অ্যালকোহল খ মিথাইল অ্যালকোহল
গ পেট্রোল ঘ অকটেন
১৬১. ফুয়েল সেলের জ্বালানি কোনগুলো? (অনুধাবন)
√ মিথানল, ইথানল খ ইথানল, ফেনল
গ ইথানল, পেট্রোল ঘ অ্যালকোহল, অ্যালডিহাইড
১৬২. ব্রাজিলে খনিজ জ্বালানির সাথে শতকরা কত ভাগ ইথানল মেশানো বাধ্যতামূলক? (জ্ঞান)
√ ২৫ খ ১৫
গ ১০ ঘ ৫
১৬৩. কোন প্রক্রিয়ায় ইথানল প্রস্তুত করা হয়? (জ্ঞান)
ক পPb √ গাঁজন
গ রেPb ঘ দহন
১৬৪. ইথানল কী ধরনের জ্বালানি? (জ্ঞান)
ক খনিজ খ জীবাশ্ম
√ জৈব ঘ প্রাকৃতিক
১৬৫. কোনটিকে জৈব জ্বালানি বলা হয়? (অনুধাবন)
√ ঈ২ঐ৫OH- খ ঈ৩ঐ৭OH-
গ CH3OH- ঘ CH3ঙCH3-
১৬৬. কেরোসিন, পেট্রোল, ডিজেল প্রভৃতির মতো ইথানলকে বায়ুতে পোড়ালে কী উৎপন্ন হয়? (প্রয়োগ)
ক আলো √ তাপ
গ বিদ্যুৎ ঘ শব্দ
১৬৭. আমেরিকার সকল মোটরগাড়ি খনিজ জ্বালানির সাথে শতকরা কত ভাগ ইথানল মিশ্রিত করে রাস্তায় চলাচল করছে? (জ্ঞান)
ক ২৫% খ ১৫%
গ ২০% √ ১০%
১৬৮. আলু, ভুট্টা, ইক্ষু প্রভৃতি থেকে গাঁজন প্রক্রিয়ার মাধ্যমে উৎপন্ন করা যায়- (প্রয়োগ)
√ ইথানল খ মিথানল
গ খনিজ তেল ঘ জীবাশ্ম জ্বালানি
১৬৯. ইথানলকে জৈব জ্বালানি বলা হয় কেন? (উচ্চতর দক্ষতা)
ক প্রাকৃতিক খনিজ উৎস থেকে উৎপাদন করা যায় বলে
খ বায়ুর CO2 উৎপাদনে ব্যবহৃত হয় বলে
√ শ্বেতসার জাতীয় শস্যদানা থেকে উৎপন্ন করা যায় বলে
ঘ প্রকৃতি থেকে সহজে আহরিত হয় বলে
 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনী প্রশ্নোত্তর
১৭০. ঈ২ঐ৫OH যৌগটি- (প্রয়োগ)
i. পোড়ালে তাপ সৃষ্টি হয়
ii. দাহ্য তরল রাসায়নিক পদার্থ
iii. ফুয়েল সেলের জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii
গ ii ও iii √ i, ii ও iii
১৭১. ইথানল উৎপাদন করা যায়- (প্রয়োগ)
i. আলু, ভুট্টা, ইক্ষু থেকে
ii. উদ্ভিজ্জ সেলুলোজ থেকে
iii. অজৈব যৌগ থেকে
নিচের কোনটি সঠিক?
√ i ও ii খ i ও iii
গ ii ও iii ঘ i, ii ও iii
 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনী প্রশ্নোত্তর
নিচের সমীকরণটি লক্ষ কর এবং ১৭২ ও ১৭৩ নং প্রশ্নের উত্তর দাও :
শ্বেতসার গাঁজন→ ঢ (তরল)
১৭২. ঢ যৌগের নাম কী? (প্রয়োগ)
ক মিথানল খ মিথেন
√ ইথানল ঘ ইথেন
১৭৩. ঢ যৌগটি- (উচ্চতর দক্ষতা)
i. জৈব জ্বালানি
ii. সেলুলোজ থেকে উৎপাদন সম্ভব নয়
iii. দহনে CO2 ও H2O উৎপন্ন করে
নিচের কোনটি সঠিক?
ক i ও ii √ i ও iii
গ ii ও iii ঘ i, ii ও iii

SSC Chemistry chapter 8 mcq all part

৩৬৫. ১ মোল O = O বন্ধনে কত শক্তি প্রয়োজন হয়?
ক ২৪৪ kJ/mole খ ২৪১ kJ/mole
√ ৪৯৮ kJ/mole ঘ ৯২৮ kJ/mole
৩৬৬. Cl – Cl বন্ধন ভাঙার প্রয়োজনীয় শক্তি কোনটি?
√ ২৪৪ kJ খ ৪১৪ kJ
গ ৩২৬ kJ ঘ ৪৩১ kJ
৩৬৭. কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়কসমূহের মোট শক্তি ঊ২ এবং উৎপাদসমূহের মোট শক্তি ঊ১ হলে তাপহারী বিক্রিয়ার জন্য কোনটি সঠিক?
ক ঊ২ > ঊ১ খ ঊ২ = ঊ১
√ ঊ১ > ঊ২ ঘ ঊ১  ঊ২
৩৬৮. সোডিয়াম বাইকার্বনেট-
i. সোডা অ্যাশ নামে পরিচিত
ii. খাবার সোডা নামে পরিচিত
iii. লেবুর রসের বিক্রিয়ায় CO2, লবণ ও পানি উৎপন্ন করে
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii
গ ii ও iii √ i, ii ও iii
৩৬৯. ঋড়ংংরষ ভঁবষং নয় কোনটি?
ক প্রাকৃতিক গ্যাস খ কয়লা
গ পেট্রোলিয়াম √ বায়োগ্যাস
৩৭০. এসিড বৃষ্টির মূল উপাদান কী?
ক ঈ খ ঐ
গ ঙ √ ঝ
৩৭১. জ্বালানির আংশিক দহনে কোন গ্যাস উৎপন্ন হয়?
ক CO2 √ CO
গ SO2 ঘ CH4
৩৭২. বাতাসে জলীয়বাষ্পের সাথে অ¤ø তৈরি করে-
i. NO2
ii. CO2
iii. SO2
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii √ ii ও iii ঘ i, ii ও iii
৩৭৩. কোন গ্যাসটির তাপ ধারণ ক্ষমতা বেশি?
ক CO √ CO2
গ SO2 ঘ NO
৩৭৪. কোনটি গ্রিন হাউজ গ্যাস নামে পরিচিত?
ক CO খ SO2
গ NO2 √ CO2
৩৭৫. ইথানলকে পোড়ালে কী উৎপন্ন হয়?
√ তাপ খ তাপমাত্রা
গ হাইড্রোজেন ঘ অক্সিজেন
৩৭৬. কোন দেশে অ্যালকোহলকে পরিবেশ বান্ধব জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়?
ক জাপান খ বাহামা
√ ব্রাজিল ঘ বতসোওয়ানা
৩৭৭. জারণ-বিজারণের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করা সম্ভব। এটি প্রথম কে আবিষ্কার করেন?
ক ডাল্টন ও ভোল্টা খ নিউটন ও ভোল্টা
√ গ্যালভানি ও ভোল্টা ঘ অ্যাভোগেড্রো ও ভোল্টা
৩৭৮. পরিবাহী সাধারণত কত প্রকার?
√ ২ খ ৩
গ ৪ ঘ ৫
৩৭৯. নিচের কোনটি ইলেকট্রনিক পরিবাহী?
ক চিনি খ গ্লুকোজ
√ গ্রাফাইট ঘ গলিত লবণ
৩৮০. নিচের কোনটি ড্যানিয়াল কোষের ক্যাথোড?
ক Ni Ni২+(aq) √ Ag Ag+(aq)
গ Zn Zn২+(aq) ঘ Cu Cu২+(aq)
৩৮১. গ্যালভানিক কোষে ক্যাথোডে কোনটি উৎপন্ন হয়?
√ Cu(s) খ Zn(s)
গ Zn২+(aq) ঘ Cu২+(aq)
৩৮২. লবণ সেতুর কাজ কী?
ক কোষের দুই অংশে ক্যাটায়ন সরবরাহ করা
খ সেতুর মধ্য দিয়ে আয়ন চলাচল
গ তড়িৎ প্রবাহের হার পরিবর্তন করা
√ কোষের দুই প্রান্তে আয়নের আধিক্য কমানো
৩৮৩. কোনটি ড্রাইসেলের উপাদান নয়?
ক MnO2 খ NH4Cl
গ ZnCl২ √ অষCl৩
৩৮৪. ড্রাইসেলের তড়িৎ বিভব কত?
√ ১.৫ ঠড়ষঃ খ ২.০ ঠড়ষঃ
গ ৪.৫ ঠড়ষঃ ঘ ৬ ঠড়ষঃ
৩৮৫. ব্যাটারির অপর নাম কী?
√ ড্রাইসেল খ আইপিএস
গ গ্যালভানি সেল ঘ সঞ্চায়ক কোষ
৩৮৬. ড্রাইসেলে কোনটি বিজারিত হয়?
ক ঈ খ Zn
√ MnO2 ঘ NH4Cl
৩৮৭. পরিত্যক্ত ব্যাটারিতে নিচের কোনটি পাওয়া যাবে?
ক তামা খ দস্তা
√ সিসা ঘ পারদ
৩৮৮. ফুয়েল সেলে ক্যাথোডে কী বিজারিত হয়?
ক H2 খ ঈ২ঐ৬
√ O2 ঘ ঈ২ঐ৫OH
৩৮৯. মানবদেহের রক্তে থাকে-
i. আয়ন
ii. প্রোটন
iii. ইলেকট্রন
নিচের কোনটি সঠিক?
√ i ও ii খ i ও iii গ ii ও iii ঘ i, ii ও iii
৩৯০. হাইড্রোজেন গ্যাস-
i. বায়ু অপেক্ষা ভারী
ii. ফুয়েল সেলের সবচেয়ে ভালো জ্বালানি
iii. পরিবেশবান্ধব জ্বালানি
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii √ ii ও iii ঘ i, ii ও iii
৩৯১. পানির তড়িৎ বিশ্লেষণে তড়িৎদ্বার হিসেবে কোনটি ব্যবহৃত হয়?
ক Cu খ Zn √ Pt ঘ H2SO4
৩৯২. একমোল ইউরেনিয়াম-২৩৫ নিউক্লিয়ার ফিসন বিক্রিয়ায় কত জুল শক্তি উৎপন্ন করে?
ক ২.২  ১০৭ খ ২.২  ১০১৩
গ ২.০  ১০ √ ২.০  ১০২৩
৩৯৩. বিদ্যুৎ উৎপাদনে কোন বিক্রিয়া ব্যবহৃত হয়?
√ ফিসন খ ফিউসন
গ চেইন ঘ ভাঙন
৩৯৪. পারমাণবিক সংখ্যা কত এর বেশি হলে মৌল তেজস্ক্রিয়তা প্রদর্শন করে?
ক ৮২ √ ৮৩ গ ৯২ ঘ ৭২
৩৯৫. উত্তর আমেরিকার বিদ্যুতের মোট চাহিদার কত ভাগ পারমাণবিক চুল্লি থেকে উৎপন্ন হয়?
ক ১০% √ ২০%
গ ৩০% ঘ ৪০%
৩৯৬. ২৩৫ ৯২ ট +১০ হ → ১৪৪ ৫৬ ইধ + ৩৬অ + ২টি নিউট্রন + বিপুল শক্তি; অ এর ভরসংখ্যা নিচের কোনটি হবে বলে তোমার ধারণা?
√ ৯০ খ ৯২
গ ৯৬ ঘ ৯৪
৩৯৭. কোনটি থেকে থোরিয়াম-২৩৪ উৎপন্ন হয়?
ক সিসা-২০৬ √ ইউরেনিয়াম-২৩৮
গ পোলোনিয়াম-২১০ ঘ স্ট্রোনসিয়াম-২৩৫
৩৯৮. ফিসন বিক্রিয়া কী ধরনের বিক্রিয়া?
ক প্রশমন খ তাপহারী
√ নিউক্লিয়ার ঘ সংশ্লেষণ
৩৯৯. ফিসন বিক্রিয়া কী ধরনের বিক্রিয়া?
ক প্রশমন খ তাপহারী
√ নিউক্লিয়ার ঘ সংশ্লেষণ

 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনী প্রশ্নোত্তর
৪০০. রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা হয়- (অনুধাবন )
i. রেডিও-টিভিতে
ii. বৈদ্যুতিক বাতি-পাখাতে
iii. ইটের গাঁথুনিতে
নিচের কোনটি সঠিক?
√ i ও ii খ i ও iii গ ii ও iii ঘ i, ii ও iii
৪০১. বিকল্প শক্তি হিসেবে ব্যবহৃত হতে পারে- (প্রয়োগ)
i. সৌরশক্তি
ii. পারমাণবিক শক্তি
iii. বিদ্যুৎ শক্তি
নিচের কোনটি সঠিক?
√ i ও ii খ i ও iii গ ii ও iii ঘ i, ii ও iii
৪০২. একটি তড়িৎদ্বার ও তড়িৎকোষ নিম্নরূপ- (উচ্চতর দক্ষতা)
Ni Ni২+∥Ag Ag+
i. নিকেল ক্যাথোড
ii. লবণ সেতু ব্যবহার না করলে অ্যানোড পাত্রে Ni২+ আয়নের আধিক্য
iii. লবণ সেতু ব্যবহার না করলে ক্যাথোড পাত্রে Ag+ আয়নের ঘাটতি হয়
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii √ ii ও iii ঘ i, ii ও iii
৪০৩. CH4 + Cl২ = CH3Cl + HCl বিক্রিয়াটি- (অনুধাবন)
i. দ্বিবিযোজন
ii. তাপহারী
iii. ΔH = -৯৯ kJ
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii √ ii ও iii ঘ i, ii ও iii
৪০৪. তড়িৎবিশ্লেষণ কোষ সম্পর্কিত নিচের তথ্যগুলো লক্ষ কর- (উচ্চতর দক্ষতা)
i. এ কোষে রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়
ii. দ্রবণে সৃষ্ট আয়ন দ্বারা তড়িৎ প্রবাহ ঘটে
iii. অ্যানোড ধনাত্মক এবং ক্যাথোড ঋণাত্মক চার্জযুক্ত হয়
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii গ ii ও iii √ i, ii ও iii
৪০৫. বৈশ্বিক উষ্ণতার কারণ হলো- (অনুধাবন)
i. পারমাণবিক চুলি­র ব্যবহার
ii. শিল্প-কারখানার কালো ধোঁয়া ও বর্জ্য
iii. জীবাশ্ম জ্বালানির ব্যবহার
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii গ ii ও iii √ i, ii ও iii
৪০৬. জ্বালানির দহনে আলো ও তাপ উৎপন্ন হওয়ার কারণ- (উচ্চতর দক্ষতা)
i. উৎপন্ন পদার্থের শক্তি জ্বালানিতে থাকা স্থিত শক্তির তুলনায় কম থাকায়
ii. তাপউৎপাদী বিক্রিয়ার বৈশিষ্ট্য অনুসরণ করায়
iii. বন্ধন ভেঙে গিয়ে নতুন বন্ধন গঠিত হওয়ায়
নিচের কোনটি সঠিক?
√ i ও ii খ i ও iii গ ii ও iii ঘ i, ii ও iii
 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনী প্রশ্নোত্তর
মিথেন ও ক্লোরিন গ্যাসের বিক্রিয়া থেকে ৪০৭-৪০৯ নং প্রশ্নের উত্তর দাও।
H – H ।ঈ।H – H + Cl – Cl → H – H ।ঈ।ঐ – Cl + ঐ – Cl
এখানে C – H বন্ধন শক্তি : ৪১৪ kJ/mole
ঈ – Cl বন্ধন শক্তি : ৩২৬ kJ/mole
Cl – Cl বন্ধন শক্তি : ২৪৪ kJ/mole
ঐ – Cl বন্ধন শক্তি : ৪৩১ kJ/mole
৪০৭. এ বিক্রিয়ায় বন্ধন ভাঙার প্রয়োজনীয় শক্তি কত? (প্রয়োগ)
ক ৯৯ kJ খ ১৯৯ kJ
√ ৬৫৮ kJ ঘ ৭৫৭ kJ
৪০৮. উক্ত বিক্রিয়াটি কোন ধরনের বিক্রিয়া? (উচ্চতর দক্ষতা)
√ তাপোৎপাদী খ তাপহারী
গ প্রশমন ঘ তাপবিয়োজন
৪০৯. এখানে ঈ– ঐ বন্ধন ভেঙে কোন বন্ধন সৃষ্টি হয়েছে? (অনুধাবন)
√ ঈ – Cl খ ঐ – Cl
গ H – H ঘ Cl – Cl
নিচের সমীকরণটি লক্ষ কর এবং ৪১০ ও ৪১১নং প্রশ্নের উত্তর দাও :
১ঐ + ১ঐ → উৎপাদ
৪১০. উদ্দীপকের বিক্রিয়ায় উৎপাদ কোনটি? (প্রয়োগ)
ক প্রোটিয়াম খ ডিউটেরিয়াম
গ ট্রিটিয়াম √ হিলিয়াম
৪১১. উদ্দীপকের বিক্রিয়াটি- (উচ্চতর দক্ষতা)
i. সূর্যের মধ্যে ঘটে
ii. নিউক্লিয়ার ফিউসন বিক্রিয়া
iii. ফিসন বিক্রিয়া
নিচের কোনটি সঠিক?
ক i ও ii √ i ও iii গ ii ও iii ঘ i, ii ও iii
নিচের তথ্যের আলোকে ৪১২ ও ৪১৩নং প্রশ্নের উত্তর দাও :
ু২(g) + ু২(g) = ২ুু(g)
ু-ু, ু-ু ও ু-ু এর বন্ধন শক্তি যথাক্রমে ৩০ kJ /mole. ৪০kJ/mole ও ৩৬ kJ/mole
৪১২. উদ্দীপকের বিক্রিয়াটি কোন ধরনের? (প্রয়োগ)
√ সংশ্লেষণ খ বিশ্লেষণ
গ বিয়োজন ঘ প্রণয়ন
৪১৩. বিক্রিয়াটিতে- (উচ্চতর দক্ষতা)
i. তাপের উদগীরণ ঘটে
ii. চাপ প্রয়োগে সম্মুখ বিক্রিয়ায় গতিবেগ বাড়ে
iii. জারণ ও বিজারণ উভয় ঘটে
নিচের কোনটি সঠিক?
ক i ও ii √ i ও iii গ ii ও iii ঘ i, ii ও iii
নিচের অনুচ্ছেদ পড় এবং ৪১৪ ও ৪১৫ নং প্রশ্নের উত্তর দাও :
তড়িৎ রাসায়নিক বিক্রিয়ায় যে তড়িৎদ্বার তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে ইলেকট্রন প্রদান করে, তাকে ঢ বলে। আর যা ইলেকট্রন গ্রহণ করে তাকে ণ বলে।
৪১৪. ঢ ও ণ তে বিক্রিয়া কীভাবে সংঘটিত হয়? (অনুধাবন)
√ স্বতঃস্ফ‚র্তভাবে খ অতি ধীরে
গ প্রভাবকের উপস্থিতিতে ঘ তাপের প্রভাবে
৪১৫. ঢ ও ণ তে – (প্রয়োগ)
i. জারণ-বিজারণ যুগপৎ ঘটে
ii. তড়িৎ রাসায়নিক বিক্রিয়া হয়
iii. অ্যানোড বিক্রিয়া : গ → গ+ + ব-
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii গ ii ও iii √ i, ii ও iii

 

Share to help others:

Leave a Reply