অষ্টম পরিচ্ছেদ : অনুসর্গ বা কর্মপ্রবচনীয় শব্দ ১. ‘বিনে স্বদেশী ভাষা মিটে কি আশা’Ñ এ বাক্যে ‘বিনে’ অনুসর্গটি কোন অর্থ প্রকাশ করেছে? [ঢা.বো. ১৪, ০৮, ০৩; সি.বো. ১০; য.বো. ০৯; কু.বো. ০১; চ.বো. ০৫, ০৭] ঝ ক সঙ্গে খ প্রয়োজনে গ নিমিত্তে ঘ ব্যতিরেকে/অভাবে ২. ‘দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে’Ñ এখানে ‘বিনা’Ñ [কু.বো. ০৫, ০৬; ব.বো. ০৩; রা.বো. ০৩; সি.বো., চ.বো. ০৬; য.বো. ১৩] ছ ক উপসর্গ খ অনুসর্গ গ বিভক্তি ঘ কারক ৩. ‘শত্রæর সহিত সন্ধি চাই না’Ñ এখানে ‘সহিত’ অনুসর্গ কী অর্থে ব্যবহৃত হয়েছে? [য.বো. ০১] ঝ ক অবধি অর্থে খ সমগামিতা অর্থে গ বিনা অর্থে ঘ সমসূত্রে অর্থে ৪. ‘শরতের পর আসে বসন্ত’Ñ বাক্যটিতে ‘পরে’ অনুসর্গটি যে অর্থ প্রকাশ করছেÑ [ঢা.বো. ১৩; চ.বো. ১৩, ১০; দি.বো. ০৯; য.বো. ০২; সি.বো. ১২, ০৮] ঝ ক বিরতি খ অবধি গ স্বল্প বিরতি ঘ দীর্ঘ বিরতি ৫. ‘কি হেতু এসেছ তুমি কহ বিস্তারিয়া’Ñ ‘হেতু’ অনুসর্গটি কী অর্থ প্রকাশ করেছে? [ঢা.বো. ০৯; সি.বো. ০৭; কু.বো., ব.বো. ০৩, ০৪; রা.বো. ১২, ০৩, ০৬; য.বো. ০৪] ঝ ক ব্যাপার খ প্রার্থনা গ নিমিত্ত ঘ প্রসঙ্গ ৬. ‘সীমার মাঝে অসীম তুমি’Ñ বাক্যে অনুসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? [ঢা.বো. ১১; য.বো. ০৯, ০৭; ব.বো. ০৮, ০৭; সি.বো ০৩] জ ক ব্যাপ্তি অর্থে খ ঐকদেশিক অর্থে গ মধ্যে অর্থে ঘ নিকট অর্থে ৭. ‘দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে’Ñ বাক্যটিতে কোনটি অনুসর্গÑ [ব.বো. ১০] চ ক বিনা খ সুখ গ মহীতে ঘ কি ৮. ‘বন্ধুসহ ছেলেটি স্থান ত্যাগ করল’Ñএখানে ‘সহ’ কোন অর্থে অনুসর্গ? জ ক সমসূত্রে খ বিরুদ্ধগামিতা গ সহগামিতা ঘ ব্যতিরেকে ৯. ‘নিমেষ তরে ইচ্ছা করে বিকট উল্লাসে’Ñ বাক্যে অনুসর্গ কোনটি? [রা.বো. ০২; কু.বো. ০৮] ছ ক নিমেষ খ তরে গ ইচ্ছা ঘ বিকট ১০. কোনটিতে ‘সক্ষমতা’ অর্থে অনুসর্গ ব্যবহৃত হয়েছে? [চ.বো. ০৩] ছ ক আসামির পক্ষে উকিল কে খ রাজার পক্ষে সবকিছুই সম্ভব গ তুমি কোন পক্ষে ঘ শুক্লপক্ষের দ্বিতীয়া তিথির চাঁদ উঠেছে ১১. কর্মপ্রবচনীয় শব্দ কোনগুলো? চ ক মাঝারে, বশত, সহিত খ মরিমরি, বাঃ, বেশ গ যেমন, যথা, যত ঘ টুংটাং, শনশন, টলমল ১২. অনুসর্গ কী? [চ.বো. ০৭; রা.বো. ০৭; সি.বো. ০৯, ০৪] বা, অনুসর্গ কোন পদ? [চ.বো. ১২; ব.বো. ১১; ঢা.বো. ০৬; কু.বো. ০৭] ঝ ক শব্দ বিভক্তি খ উপসর্গ গ ক্রিয়া বিভক্তি ঘ অব্যয় ১৩. অনুসর্গ কী কাজ করে? [য.বো. ১১; চ.বো. ০২; ঢা.বো. ০৪] ঝ ক বিভক্তির কাজ করে খ শব্দের অর্থ স্পষ্টতর করে গ শব্দের অর্থের পরিবর্তন করে ঘ বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে ১৪. যে সকল অব্যয়সূচক শব্দ কখনও স্বাধীন পদরূপে আবার কখনও শব্দ বিভক্তিরূপে ব্যবহৃত হয় তাদেরকে কী বলে? [রা.বো. ০৪; কু.বো. ০৬] ঝ ক নাম প্রকৃতি খ কৃৎ প্রত্যয় গ উপসর্গ ঘ অনুসর্গ ১৫. বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে কোনটি ব.বো. ০৬] ছ ক উপসর্গ খ কর্মপ্রবচনীয় গ প্রত্যয় ঘ বিভক্তি ১৬. ‘সন্ধ্যা অবধি অপেক্ষা করব’Ñঅনুসর্গটি কোন অর্থে ব্যবহৃত? [য.বো. ০৬] জ ক সাথে খ নিমিত্ত গ পর্যন্ত ঘ নিকট ১৭. ‘তোমার কাছে সুখ চেয়ে পেলাম শুধু লজ্জা’Ñ এ বাক্যে অনুসর্গ কোনটি? [ঢা.বো. ০৬, ০১] ঝ ক লজ্জা খ সুখ গ তোমার ঘ কাছে ১৮. ‘মাঝে’ অনুসর্গটি নিচের কোন বাক্যে ঐকদেশিক অর্থে ব্যবহৃত হয়েছে? [কু.বো. ১০] ছ ক সীমার মাঝে অসীম তুমি খ এদেশের মাঝে একদিন সব ছিল গ নিমিষের মাঝেই সব শেষে ঘ আছ তুমি প্রভু জগৎ মাঝারে ১৯. ‘আছ তুমি প্রভু জগৎ মাঝারে’Ñ এখানে ‘মাঝারে’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? [কু.বো. ১১, ০৯; রা.বো. ১১, ০৭; ব.বো. ১১, ০৮, ০৩; সি.বো. ১১, ০৬; য.বো. ১০; চ.বো. ১১; দি.বো. ১৩] জ ক বাইরে খ মধ্যে গ ব্যাপ্তি ঘ সঙ্গে ২০. প্রতি, বিনা, মাঝে ইত্যাদি কিসের উদাহরণ? [দি.বো. ১০] চ ক অনুসর্গ খ উপসর্গ গ প্রত্যয় ঘ বচন ২১. ‘দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে’Ñ বাক্যটিতে অনুসর্গ ব্যবহৃত হয়েছেÑ [রা.বো. ১০] চ ক প্রাতিপদিকের পরে খ বিশেষণের পরে গ বিভক্তিযুক্ত শব্দের আগে ঘ প্রাতিপদিকের আগে ২২. কর্মপ্রবচনীয় শব্দ কোনগুলো? [রা.বো. ০৯; কু.বো. ০৪; চ.বো. ০৮] চ ক বিনা, সনে, পরে খ মরি মরি, বাঃ, বেশ গ যেমন, যথা, যত ঘ টুংটাং, শনশন, টলমল ২৩. ‘দিয়ে পর্যন্ত’ ইত্যাদি কিসের উদাহরণ? [চ.বো. ১০; ব.বো. ১৩] জ ক প্রকৃতি খ প্রত্যয় গ অনুসর্গ ঘ উপসর্গ ২৪. “এদেশের মাঝে একদিন সব ছিল”Ñ এ বাক্যে ‘মাঝে’ অনুসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? [রা.বো. ২০০০; কু.বো. ১০] চ ক একদেশিক/ঐকদেশিক খ মধ্যে অর্থে গ ব্যাপ্তি অর্থে ঘ নিমিত্ত অর্থে ২৫. কোনগুলো কর্মপ্রবচনীয় শব্দ? [য.বো. ০৮] ছ ক অনু, উপ খ পক্ষে, জন্যে গ যেন, যে ঘ কিংবা, নতুবা ২৬. অনুসর্গের আর কী নাম রয়েছে? [দি.বো. ১১] ছ ক অনন্বয়ী অব্যয় খ কর্মপ্রবচনীয় অব্যয় গ পদাশ্রিত অব্যয় ঘ বিভক্তি ২৭. অনুসর্গ কোন পদ? [ঢা.বো. ০৬] ঝ ক বিশেষ্য খ সর্বনাম গ ক্রিয়া ঘ অব্যয় ২৮. “মণপ্রতি পাঁচ টাকা লাভ দিব”Ñ এ বাক্যে কী অর্থে অনুসর্গের ব্যবহার হয়েছে? ছ ক নিমিত্ত খ প্রত্যেক গ ন্যায় ঘ জন্য ২৯. ‘তোমার তরে এনেছি মালা গাঁথিয়া’Ñএখানে ‘তরে’ অনুসর্গটি কী অর্থ প্রকাশ করছে? [ব.বো. ০৯] জ ক মত খ হেতু গ নিমিত্ত ঘ নিকট