নবম-দশম শ্রেণির বাংলা ২য় বাক্য প্রকরণ

প্রথম পরিচ্ছেদ : বাক্য প্রকরণ
১. কোন বাক্যাংশটি গুরুচণ্ডালী দোষযুক্ত? [দি.বো. ১০] জ
ক ঘোড়ার গাড়ি খ শবদাহ
গ ঘোটকের গাড়ি ঘ মড়াপোড়া
২. ‘নষ্ট হওয়া স্বভাব যার’Ñ এককথায় কী হবে? [কু.বো. ১২; ব.বো. ০৯] জ
ক অবিনশ্বর খ নষ্টস্বভাব
গ নশ্বর ঘ বিনষ্ট
৩. ‘যা পূর্বে দেখা যায় নি’Ñ এককথায় কী হবে? [চ.বো. ০৩] ঝ
ক অদৃষ্ট খ দৃষ্টপূর্ব গ অপূর্ব ঘ অদৃষ্টপূর্ব
৪. ‘বিশ্বজনের মধ্যে হিতকর’Ñ এককথায় কী হবে? [চ.বো. ০৭] চ
ক বিশ্বজনীন খ বিশ্বজনিন গ বিখ্যাত ঘ বনস্পতি
৫. সরল উদ্দেশ্য কাকে বলে? [রা.বো. ০৭; কু.বো. ০৪] জ
ক পদক্রম অনুসারী কর্তৃপদকে খ একবচন সংবলিত কর্তৃপদকে
গ একটিমাত্র পদবিশিষ্ট কর্তৃপদকে ঘ সরল বাক্যে অবস্থিত কর্তৃপদকে
৬. ভাষার মূল উপকরণ কী? [ঢা.বো. ১২; চ.বো. ০২; সি.বো. ১০] ছ
ক ধ্বনি খ বাক্য গ শব্দ ঘ বর্ণ
৭. ‘শবপোড়া’ শব্দটির কী দোষ দেখা যায়? [কু.বো. ০৮; চ.বো. ১৩, ০৭; য.বো. ০১; সি.বো. ০৪; ঢা.বো. ১০; রা.বো. ০৯] চ
ক গুরুচণ্ডালী খ আকাক্সক্ষার ভুল প্রয়োগ
গ উপমার প্রয়োগ ভুল ঘ দুর্বোধ্যতা
৮. ‘যা বলা যায় না’Ñ এককথায় কী হবে? [ঢা.বো. ১৩, ০২]
বা, ‘যা বলার যোগ্য নয়’Ñ তাকে এককথায় কী বলে? [ঢা.বো. ০৬] চ
ক অকথ্য খ অব্যক্ত গ অনুক্ত ঘ দুর্বাচ্য
৯. ‘যার কোথাও উঁচু কোথাও নীচু’Ñএর সংকুচিত পদ কোনটি? [সি.বো. ০১] চ
ক বন্ধুর খ উঁচু-নীচু গ বন্দুর ঘ অসমতল
১০. ‘ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি’Ñ তাঁকে এককথায় কী বলা হয়? [ঢা.বো. ০৮; সি.বো. ১১, ০৮; য.বো. ০৩; চ.বো. ০১] চ
ক ইতিহাসবেত্তা খ ঐতিহাসিক
গ ইতিহাস স্রষ্টা ঘ ইতিহাস রচয়িতা
১১. ‘যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে’Ñ এককথায় কী বলে? [ঢা.বো. ০৯; ব.বো. ১১, ০২; কু.বো. ০৯; সি.বো. ০১; দি.বো. ১০; কু.বো. ১৩; য.বো. ১৩] চ
ক অবিমৃশ্যকারী খ অচিন্ত্য
গ অপরিণামদর্শী ঘ অবিসংবাদী
১২. ‘হনন করার ইচ্ছা’কেÑ এ কথায় কী বলে? [চ.বো. ০২; ব.বো. ০১] চ
ক জিঘাংসা খ জিগীষা গ দিদৃক্ষা ঘ জুগুন্সা
১৩. ‘তার চুল পেকেছে কিন্তু বুদ্ধি পাকে নি’Ñ এটা কোন বাক্য? [ব.বো. ০১; ঢা.বো. ০৬] চ
ক যৌগিক বাক্য খ সাধারণ বাক্য
গ মিশ্র্য বাক্য ঘ সরল বাক্য
১৪. ‘সকল আলেমগণ আজ উপস্থিত’Ñ বাক্যটি কোন দোষে দুষ্ট? [রা.বো., ব.বো. ০১; কু.বো. ১০; ঢা.বো. ১৩] ঝ
ক গুরুচচণ্ডালী দোষে খ দুর্বোধ্যতা দোষে
গ বিদেশি শব্দ দোষে ঘ বাহুল্য দোষে
১৫. ‘যা বার বার দুলছে’Ñ এর সঠিক বাক্য সংকোচন কোনটি? [ঢা.বো. ২০০০] ছ
ক দুল্যমান খ দোদুল্যমান গ দোলায়মান ঘ ঝুলন্ত
১৬. একটি সার্থক বাক্য গঠনে কী কী শর্ত থাকতে হয়? [ব.বো. ১০, ০৩] চ
ক আসত্তি, যোগ্যতা ও আকাক্সক্ষা
খ আকাক্সক্ষা ও আসত্তি, বাকবিধি ও যোগ্যতা
গ আসত্তি ও যোগ্যতা ঘ আকাক্সক্ষা ও আসত্তি
১৭. বাক্যের মৌলিক উপাদান কী? [য.বো. ০৪; কু.বো. ০২; রা.বো. ০৮] ঝ
ক যোগ্যতা খ আসত্তি গ আকাক্সক্ষা ঘ শব্দ
১৮. ‘কোনোভাবেই যা নিবারণ করা যায় না’Ñ এর এককথায় প্রকাশ কোনটি? [রা.বো. ০২; য.বো. ১২, ০৮; ব.বো. ০৬; দি.বো. ১৪, ০৯; ঢা.বো. ১১; সি.বো. ১৩] চ
ক অনিবার্য খ দুর্নিবার গ দুর্দমনীয় ঘ রোরুদ্যমান
১৯. ‘যার উপস্থিত বুদ্ধি আছে’Ñ বাক্যের এককথায় প্রকাশ কোনটি? [কু.বো. ০৩] চ
ক প্রত্যুৎপন্নমতি খ প্রতুৎপন্নমতি
গ বুদ্ধিমতি ঘ বুদ্ধিমান
২০. ‘যা বলা হয় নি’Ñ এককথায় কী হবে? [চ.বো. ০৭] ছ
ক না কথা খ অনুক্ত
গ নির্বাক ঘ মুক
২১. ‘যার জ্যোতি বেশিক্ষণ স্থায়ী থাকে না’Ñ তাকে এককথায় কী বলে? [য.বো. ০২] ছ
ক উরগ খ ক্ষণপ্রভা
গ অনুসূয়া ঘ অনুচ্চার্য
২২. ‘তার বয়স হয়েছে, কিন্তু বুদ্ধি পাকে নি’Ñ উদাহরণটি কোন বাক্যের? [সি.বো. ০৯; রা.বো. ০৭, ১০, ০৩; য.বো. ০২; কু.বো. ০৯; দি.োবা. ১০; ব.বো. ০৫] জ
ক সরল বাক্য খ জটিল বাক্য
গ যৌগিক বাক্য ঘ সংযুক্ত বাক্য
২৩. ‘সত্য কথা না বলে বিপদে পড়েছি’Ñ এটা কোন বাক্য?
[সি.বো. ১১; চ.বো. ০২; য.বো. ০৯] ছ
ক যৌগিক বাক্য খ সরল বাক্য
গ জটিল বাক্য ঘ মিশ্র বাক্য
২৪. বাক্যস্থিত পদসমূহের অর্থগত ও ভাবগত মেলবন্ধনের নাম কী? [ব.বো. ১৩; কু.বো. ১৩, ২০০০; ঢা.বো. ০৩; রা.বো. ১১, ০৬; য.বো. ১৩, ০৪, ০৯] ঝ
ক আসত্তি খ আকাক্সক্ষা গ পূর্ণতা ঘ যোগ্যতা
২৫. ‘যেই তার দর্শন পেলাম, সেই আমরা প্রস্থান করলাম’Ñ এটি কোন জাতীয় বাক্য? [য.বো. ০৩; সি.বো. ০৭] ঝ
ক সরল বাক্য খ যৌগিক বাক্য
গ মৌলিক বাক্য ঘ মিশ্র বাক্য
২৬. বাক্যের একক কী? [ঢা.বো. ০৪; ব.বো. ১০, ০৩; সি.বো. ০৫, ০৬] ঝ
ক উক্তি খ বিভক্তি গ উপসর্গ ঘ শব্দ
২৭. আকাক্সক্ষা, আসত্তি, যোগ্যতাÑ বাক্যের কী? [রা.বো. ২০০০] জ
ক অংশ খ বৈশিষ্ট্য গ গুণ ঘ প্রকারভেদ
২৮. ‘আমার হৃদয় মন্দিরে আশার বীজ উপ্ত হইল’Ñ বাক্যটিতে কোন দোষ আছে? [রা.বো. ১১; য.বো. ১১; কু.বো. ১১; ঢা.বো. ০৮, ০১; ব.বো. ০৫; সি.বো. ০৯] জ
ক বাগ্ধারার দোষ খ গুরুচণ্ডালী দোষ
গ উপমার ভুল প্রয়োগ ঘ বাহুল্য দোষ
২৯. ‘মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে’Ñ বাক্যটি কোন বাক্যের উদাহরণ? [কু.বো. ০১; রা.বো. ১১, ২০০০; ব.বো. ০৮; সি.বো. ১০; চ.বো. ১৩; ঢা.বো. ১৩] চ
ক সরল বাক্য খ যৌগিক বাক্য
গ জটিল বাক্য ঘ মিশ্র বাক্য
৩০. বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্যে এক পদের পর অন্য পদ শোনার ইচ্ছাকে বলেÑ [রা.বো. ০৩]
বা, বাক্যে এক পদের পর অন্য পদ শোনার ইচ্ছাকে কী বলে? [ব.বো. ০১] চ
ক আকাক্সক্ষা খ যোগ্যতা
গ আসত্তি ঘ অর্থসংগতি
৩১. বাক্যের অর্থ সংগতি রক্ষার জন্যে সুশৃঙ্খল পদবিন্যাসকে কী বলে? [ঢা.বো. ০৮; ব.বো. ০৭; য.বো. ০২, ০৬, ০৫; চ.বো. ০৪, ০১; কু.বো. ০৫, ০৯; সি.বো. ০৫, ১০; রা.বো. ১২] ছ
ক আকাক্সক্ষা খ আসত্তি
গ যোগ্যতা ঘ ইচ্ছা
৩২. ‘ইন্দ্রিয়কে জয় করেছেন যিনি’Ñ এককথায় প্রকাশ কোনটি? [রা.বো. ০৭; কু.বো. ০১; য.বো. ১০] চ
ক জিতেন্দ্রিয় খ ইন্দ্রজিত
গ জীবন্মৃত ঘ কৃতদার
৩৩. ‘মৃতের মতো অবস্থা যার’Ñ এক কথায় কী হবে? [ব.বো. ০৩; রা.বো. ১২, ০৬, ০১; সি.োব. ০৬; কু.বো. ০৫] ছ
ক মুর্মূষু খ মুমূর্ষু গ মৃতবৎ ঘ মৃতপ্রায়
৩৪. ‘যে শুনেই মনে রাখতে পারে’Ñ তাকে এককথায় কী বলে? [ঢা.বো. ০৪; সি.বো. ০৩] জ
ক মনোযোগী খ মেধাবী গ শ্রæতিধর ঘ স্মৃতিবান
৩৫. ‘যে ব্যক্তির দুহাত সমান চলে’Ñ তাকে কী বলে? [কু.বো. ০৭; য.বো. ০২; চ.বো. ০৬; ব.বো. ০৮] জ
ক দোহাতী খ কুশাল গ সব্যসাচী ঘ দ্বিজ
৩৬. ‘যে নারীর স্বামী ও পুত্র নেই’Ñ এক কথায় কী হবে? [দি.বো. ১২; ব.বো. ০৪; ঢা.বো. ০৩; কু.বো. ০৭] ঝ
ক অনূঢ়া খ কুমারী গ নির্বাক ঘ অবীরা
৩৭. ‘যা চেটে খেতে হয়’Ñএর বাক্য সংকোচন কী? [ব.বো. ০৪; ঢা.বো. ০৩; কু.বো. ০৭] চ
ক লেহ্য খ লেহ গ চূষ্য ঘ চকলেট
৩৮. ‘যে সকল অত্যাচারই সয়ে যায়’Ñএর সংক্ষেপণ কী হবে? [রা.বো. ১২, য.বো. ১১, ০৭; ঢা.বো. ০৪; রা.বো. ০৩; কু.বো. ০৬] চ
ক সর্বংসহা খ সর্বসহ্যকারী গ সহনশীল ঘ সহ্যশীল
৩৯. ‘যে উপকারীর অপকার করে’Ñ তাকে এককথায় কী বলে?
[সি.বো. ১২, ০৯; ঢা.বো. ০৩; কু.বো. ০৬; য.বো. ০৯, ০৫; ব.বো. ০৫] জ
ক অকৃতজ্ঞ খ কৃতজ্ঞ গ কৃতঘœ ঘ পাপী
৪০. ‘সকল আলেমগণ এ ব্যাপারে আমাদের সমর্থন দান করেন’Ñ এটি কোন দোষ সৃষ্টি করেছে? [রা.বো. ০৩] চ
ক বাহুল্য দোষ খ দুর্বোধ্যতা
গ অতিশায়ন ঘ ভুল উপমা
৪১. ‘জ্ঞানী লোক সকলের শ্রদ্ধা পান’Ñ এটা কোন ধরনের বাক্য? [দি.বো. ১২; কু.বো. ০৭; ঢা.বো. ১৪, ৩, ০৮, ০৪; ব.বো. ১৩, ০৩; রা.বো. ০৬; সি.বো., চ.বো. ০৬; য.বো. ১০] ছ
ক জটিল খ সরল গ যৌগিক ঘ বিযুক্ত বাক্য
৪২. ‘যা সাধারণের মধ্যে দেখা যায় না এমন’Ñ বাক্যের সংকোচন কোনটি? [ঢা.বো. ১১; কু.বো. ০৪] ছ
ক অসাধারণ খ অনন্য সাধারণ
গ অদৃষ্টপূর্ব ঘ দুর্লভ
৪৩. কোন বাক্যটি অধিক যোগ্যতাসম্পন্ন? [চ.বো. ০৭] ছ
ক কদম ফুলের নাম কদম্ব
খ বর্ষার বৃষ্টিতে প্লাবনের সৃষ্টি হয়
গ তুমি কি আশ্চর্য ঘ সূর্যের বালু ঘড়ি
৪৪. প্রয়োজনের অতিরিক্ত শব্দ ব্যবহারে বাক্য কোন গুণটি হারায়? [কু.বো. ০৩; সি.বো. ০৭] ছ
ক বাহুল্য খ যোগ্যতা গ আকাক্সক্ষা ঘ আসত্তি
৪৫. “তোমার হাত দুটি ইস্পাতের মতো নরম”Ñ বাক্যটিতে কোন গুণের অভাব আছে? [চ.বো. ০৮] জ
ক আসত্তি খ আকাক্সক্ষা গ যোগ্যতা ঘ শৃঙ্খলা
৪৬. কোনটি ভুল বাক্য? [দি.বো. ১০] ঝ
ক সব মানুষই মরণশীল খ মানুষ মরণশীল
গ মানুষেরা মরণশীল ঘ সকল মানুষেরাই মরণশীল
৪৭. কোনটির যথেচ্ছ পরিবর্তন করলে শব্দ তার যোগ্যতা হারায়? [রা.বো. ০৮] জ
ক পদের খ বাক্যের গ বাগধারার ঘ সমার্থক শব্দের
৪৮. শ্মশানযাত্রীরা মড়া দাহ করে ঘরে ফিরছেন। বাক্যটিÑ [চ.বো. ০৯] ঝ
ক যোগ্যতা গুণসম্পন্ন খ বাহুল্য দোষে দুষ্ট
গ দুর্বোধ্য ঘ গুরুচণ্ডালী দোষে দুষ্ট
৪৯. কোন বাক্যাংশটি গুরুচণ্ডালী দোষযুক্ত? [দি.বো. ১০] ঝ
ক ঘোড়ার গাড়ি খ শবদাহ
গ মরাপোড়া ঘ ঘোটকের গাড়ি
৫০. বাক্যে দুটি অংশ থাকেÑ এ দুটি কী? [রা.বো. ০৫; কু.বো. ০৭; সি.বো. ১৩] জ
ক ক্রিয়া ও কর্ম খ কর্তা ও কর্ম
গ উদ্দেশ্য ও বিধেয় ঘ বিশেষ্য ও বিশেষণ
৫১. বাক্যের উদ্দেশ্য কত প্রকার? [ব.বো. ০৮] চ
ক দুই প্রকার খ তিন প্রকার গ চার প্রকার ঘ পাঁচ প্রকার
৫২. অমিতের ভাই এসেছেÑ বাক্যে কীভাবে উদ্দেশ্যের স¤প্রসারণ ঘটেছে? [রা.বো. ০২] জ
ক বিশেষণ সহযোগে খ সমার্থক বাক্যাংশ সহযোগে
গ সম্বন্ধ পদ সহযোগে
ঘ অসমাপিকা ক্রিয়া বিশেষণ সহযোগে
৫৩. “হাসিমের ভাই এসেছে।”Ñ এ বাক্যে ‘হাসিমের’ পদটি কিসের স¤প্রসারক? [ঢা.বো. ০৫] ঝ
ক ক্রিয়ার স¤প্রসারক খ বিধেয়ের স¤প্রসারক
গ বিশেষণের স¤প্রসারক ঘ উদ্দেশ্যের স¤প্রসারক
৫৪. “যারা অত্যন্ত পরিশ্রমী তারাই উন্নতি করে”Ñ বাক্যে উদ্দেশ্যের স¤প্রসারণ কীভাবে ঘটেছে? [ঢা.বো. ৯৬; সি.বো. ১০] চ
ক সমার্থক বাক্যাংশ যোগে খ ক্রিয়া বিশেষণ যোগে
গ বিশেষণ যোগে
ঘ বিশেষণ স্থানীয় বাক্যাংশ যোগে
৫৫. ‘কর্ম সম্পাদনে পরিশ্রমী’Ñ বাক্যটির সঠিক বাক্য সংকোচন কোনটি? [য.বো. ০৪; দি.বো. ১৩; চ.বো. ১৩] ছ
ক কর্মী খ কর্মঠ গ পরিশ্রমী ঘ কর্মপটু
৫৬. ‘যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ’- এককথায় কী বলে? [চ.বো. ০৯; রা.বো. ০৯, ০৪; সি.বো. ১০; ব.বো. ১৩] ঝ
ক দুর্গম খ বিপদসংকুল
গ অরণ্যজনপদ ঘ শ্বাপদসংকুল
৫৭. বিশুদ্ধ বাক্য গঠনের জন্য কয়টি বিষয়ের প্রতি লক্ষ রাখতে হয়? [রা.বো. ০৭] ছ
ক পাঁচটি খ তিনটি গ চারটি ঘ ছয়টি
৫৮. ‘চাটুকার পরিবৃত হয়েই বড় সাহেব থাকেন’Ñ এখানে উদ্দেশ্যের স¤প্রসারণ হয়েছে কীভাবে? [ঢা.বো. ৯৬; সি.বো. ১০] ছ
ক বিশেষণ স্থানীয় বাক্যাংশ যোগে
খ অসমাপিকা ক্রিয়া বিশেষণ যোগে
গ বিশেষণ যোগে ঘ সমার্থক বাক্যাংশ যোগে
৫৯. কোন বাক্যটিতে ক্রিয়া বিশেষণ যোগে বিধেয় স¤প্রসারিত হয়েছে? [চ.বো. ০৩] চ
ক ঘোড়া দ্রæত চলে খ ইনি আমার ভাই
গ তোমাকে যেতে হবে ঘ কুখ্যাত দস্যুদল ধরা পড়েছে
৬০. গঠন অনুযায়ী বাক্য কত প্রকার? [রা.বো. ০৮] ছ
ক দুই প্রকার খ তিন প্রকার গ চার প্রকার ঘ পাঁচ প্রকার
৬১. যে বাক্যে একটি মাত্র কর্তা এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকে কোন বাক্য বলে? [কু.বো. ০৩] চ
ক সরল বাক্য খ জটিল বাক্য
গ যৌগিক বাক্য ঘ খণ্ড বাক্য
৬২. কোনটি সরল বাক্যের উদাহরণ? [য.বো. ৯৬] ছ
ক যে পরিশ্রম করে, সে-ই সুখ লাভ করে
খ পুকুরে পদ্মফুল ফুটে
গ যে ভিক্ষা চায়, তাকে দান করো
ঘ উদয়াস্ত পরিশ্রম করব, তথাপি অন্যের দ্বারস্থ হব না
৬৩. “রতন নিঃশব্দে গৃহে প্রবেশ করিল”Ñ বাক্যটি গঠন অনুসারেÑ [য.বো. ০৭] চ
ক সরল বাক্য খ জটিল বাক্য
গ যৌগিক বাক্য ঘ আশ্রিত খণ্ডবাক্য
৬৪. সরল বাক্য কোনটি? [রা.বো. ০১] ছ
ক যদিও তিনি অত্যন্ত দরিদ্র, তথাপি তার অন্তঃকরণ
অতিশয় উচ্চ
খ বঙ্গবন্ধু তাঁর তেজোদীপ্ত ভাষণে জাতিকে স্বাধীনতার
পথ দেখালেন
গ যদি বিপদ আসে, তাহলেও আমি এই মহৎ সংকল্প
থেকে পেছাব না
ঘ মুক্তিসেনারা পাকসেনাদের ওপর চূড়ান্ত আঘাত হানলেন
এবং স্বাধীনতা ছিনিয়ে আনলেন
৬৫. “তার বয়স হলেও বুদ্ধি হয় নি।”Ñ এটি কোন বাক্য?
[কু.বো. ০৯; দি.বো. ১০] চ
ক সরল বাক্য খ জটিল বাক্য
গ যৌগিক বাক্য ঘ মিশ্র বাক্য
৬৬. কোনটি জটিল বাক্য? [রা.বো. ৯৩] ছ
ক সে মনোযোগ দিয়ে পড়াশোনা করে এবং পরীক্ষায় পাস করে
খ যেহেতু তিনি জ্ঞানী, সেহেতু সকলে তাকে সম্মান করে
গ পরবর্তী গাড়ি দু ঘন্টা পরে আসবে
ঘ রবীন্দ্রনাথ নিজেই গীতাঞ্জলি ইংরেজিতে অনুবাদ করেন
৬৭. কোনটি জটিল বাক্য? [য.বো. ৯৯] চ
ক লেখাপড়া করে যেই, গাড়ি-ঘোড়া চড়ে সেই
খ তোমাকে সাথে নিয়ে আমি ঢাকা যাব
গ তোর বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয়নি
ঘ আমি বহু কষ্টে এ পর্যন্ত এসেছি
৬৮. “যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যে হয়”Ñ বাক্যটি গঠন অনুসারেÑ [য.বো. ০৮]
বা, “যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যে হয়”Ñ কোন বাক্য? [ঢা.বো. ১০] জ
ক যৌগিক বাক্য খ সরল বাক্য
গ জটিল বাক্য ঘ আশ্রিত খণ্ডবাক্য
৬৯. যে-ই তার দর্শন পেলাম সে-ই আমরা প্রস্থান করলামÑ এটি কোন জাতীয় বাক্য? [য.বো. ০৩; সি.বো. ০৭] ঝ
ক সরল বাক্য খ যৌগিক বাক্য
গ মৌলিক বাক্য ঘ মিশ্র বাক্য
৭০. “যদি সত্য বল তাহলে মুক্তি পাবে”Ñ উদাহরণটি কোন বাক্যের? [কু.বো. ১২; রা.বো. ৯৪] ঝ
ক সংযুক্ত বাক্যের খ যৌগিক বাক্য
গ মিশ্র বাক্য ঘ মৌলিক বাক্য
৭১. “এ গ্রামে যে দরগা আছে, সেটি পাঠান যুগে নির্মিত হয়েছে।”Ñ কোন বাক্যের উদাহরণ? [য.বো. ১২; সি.বো. ০২] জ
ক সরল বাক্য খ যৌগিক বাক্য
গ মিশ্র বাক্য ঘ মৌলিক বাক্য
৭২. নিচের কোনটি জটিল বাক্যের উদাহরণ? [চ.বো. ০৫] জ
ক রহমান গান গায়, আর আছিয়া নাচে
খ আমার খাওয়া হয়েছে
গ যেমন পড়বে তেমন ফল পাবে
ঘ সত্য বলি নি, তাই বিপদে পড়েছি
৭৩. কোনটি জটিল বাক্যের উদাহরণ? [চ.বো. ০৩] ঝ
ক মন দিয়ে পড়লে পরীক্ষায় ভালো করা যায়
খ সত্য কথা বলি নি, তাই বিপদে পড়েছি
গ আমি অনেক কষ্ট করেছি, তাই শিক্ষা লাভ করেছি
ঘ যখন বিপদ আসে তখন দুঃখও আসে
৭৪. “আমি বহুবার স্কুল পালিয়েছি কিন্তু রবীন্দ্রনাথ হতে পারি নি”Ñ গঠন অনুসারে বাক্যটিÑ [কু.বো. ০৪] জ
ক সরল বাক্য খ মিশ্র বাক্য
গ সরল বাক্য ঘ যৌগিক বাক্য
৭৫. “রতন নিঃশব্দে গৃহে প্রবেশ করিল এবং আদেশ প্রতীক্ষায় একবার নীরবে প্রভুর মুখের দিকে চাহিল।”Ñ বাক্যটি গঠন অনুসারেÑ [চ.বো. ০৮] জ
ক সরল বাক্য খ জটিল বাক্য
গ যৌগিক বাক্য ঘ আশ্রিত বাক্য
৭৬. ‘আমি বহু কষ্ট করেছি, ফলে শিক্ষা লাভ করেছি।’Ñ গঠন অনুসারে বাক্যটিÑ [চ.বো. ১১] জ
ক সরল বাক্য খ জটিল বাক্য
গ যৌগিক বাক্য ঘ আশ্রিত খণ্ডবাক্য
৭৭. কোনটি জটিল বাক্য? [রা.বো. ০২] জ
ক আমি বহু কষ্ট করেছি, ফলে শিক্ষালাভ করেছি
খ মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে
গ যদিও তাঁর টাকা আছে তথাপি তিনি দান করেন না
ঘ তার বয়স হয়েছে, কিন্তু বুদ্ধি হয়নি
৭৮. নিচের কোনটি জটিল বাক্যের উদাহরণ? [য.বো. ০৪] ঝ
ক তিনি অত্যন্ত দরিদ্র কিন্তু তার অন্তঃকরণ অতিশয় উচ্চ মিথ্যা
খ মিথ্যা কথা বলি নি কিন্তু বিপদে পড়েছি
গ সত্য কথা না বলে বিপদে পড়েছি
ঘ যদিও তিনি অত্যন্ত দরিদ্র, তথাপি তাঁর অন্তঃকরণ
অতিশয় উচ্চ
৭৯. “রতন পোস্ট অফিসের চারিদিকে কাঁদিয়া কাঁদিয়া বেড়াইতে লাগিল?”Ñ বাক্যটি গঠন অনুসারেÑ [রা.বো. ০৯] জ
ক জঠিল বাক্য খ যৌগিক বাক্য
গ সরল বাক্য ঘ আশ্রিত খণ্ডবাক্য
৮০. “যে পরিশ্রম করে, সেÑই সুখ লাভ করে”Ñ এটি কোন বাক্য? [ঢা.বো. ১২, ৯৯] ছ
ক সরল বাক্য খ মিশ্র জটিল বাক্য
গ যৌগিক বাক্য ঘ খণ্ড বাক্য
৮১. ‘এখন থেকেই তোমার পড়া উচিত, তবেই পরীক্ষায় প্রথম হতে পারবে।’Ñ এটা কোন বাক্যের উদাহরণ? [ঢা.বো. ০৫] ছ
ক যৌগিক বাক্য খ জটিল বাক্য
গ সরল বাক্য ঘ মিশ্র বাক্য
৮২. পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে তাকে কী বলে? [চ.বো. ০৪]
বা, কোন প্রকার বাক্যে পরস্পর নিরপেক্ষ একাধিক বাক্য থাকে? [দি.বো. ০৯] চ
ক যৌগিক বাক্য খ সরল বাক্য
গ মিশ্র বাক্য ঘ প্রধান খণ্ড বাক্য
৮৩. সত্য কথা বলি নি, তাই বিপদে পড়েছি।Ñএটি কীরূপ বাক্য? [সি.বো. ১১] ছ
ক সরল বাক্য খ যৌগিক বাক্য গ মিশ্র বাক্য ঘ কঠিন বাক্য
৮৪. কোনটি যৌগিক বাক্যের উদাহরণ? [ঢা.বো. ০৯] জ
ক পুকুরে পদ্মফুল ফুটেছে খ জাল ফ্যালো মাছ পাবে
গ উদয়াস্ত পরিশ্রম করব, তথাপি অন্যের দ্বারস্থ হব না
ঘ যে পরিশ্রম করে সেই সুখলাভ করে
৮৫. যৌগিক বাক্য কোনটি? [ঢা.বো. ১১] জ
ক সত্য কথা না বলে বিপদে পড়েছি
খ যদিও তার টাকা আছে তথাপি সে দান করে না
গ তাঁর টাকা আছে, কিন্তু তিনি দান করেন না
ঘ তার বয়স হলেও বুদ্ধি হয় নি
৮৬. “হয় রওনা হও, নতুবা গাড়িতে ওঠো।”Ñ কোন বাক্যের উদাহরণ? [ঢা.বো. ৯৪; কু.বো. ৯৩] ছ
ক সরল বাক্য খ যৌগিক বাক্য
গ জটিল বাক্য ঘ নেতিবাচক বাক্য
৮৭. “তিনি অত্যন্ত দরিদ্র কিন্তু অন্তঃকরণ খুব উদার।”Ñ কোন বাক্যের উদাহরণ? [ঢা.বো. ৯৫; রা.বো. ৯২; কু.বো. ৯২] ঝ
ক জটিল বাক্য খ মিশ্র বাক্য
গ সরল বাক্য ঘ যৌগিক বাক্য
৮৮. “বিদ্যাহীন ব্যক্তি সমাজে উপেক্ষিত হয়”Ñ এই সরল বাক্যটির যথার্থ জটিল বাক্য কোনটি? [কু.বো. ০৫] চ
ক যে ব্যক্তি বিদ্যাহীন সে সমাজে উপেক্ষিত হয়
খ সমাজে বিদ্যাহীন ব্যক্তি আছে তারা উপেক্ষিত
গ বিদ্যাহীনেরাই সমাজে উপেক্ষিত হয়
ঘ সকল বিদ্যাহীনই সমাজে উপেক্ষিত হয়
৮৯. ‘আপনাকে কেন্দ্র করে যার চিন্তা’Ñ একে এককথায় কী বলে? [রা.বো. ১১] চ
ক আত্মকেন্দ্রিক খ পণ্ডিতম্মন্য
গ আত্মসচেতন ঘ স্বার্থপর
৯০. “বিশ্বজনের হিতকর”Ñ এককথায় প্রকাশ কোনটি? [চ.বো. ০৭] জ
ক হিতকর খ বিশ্বজনহিত গ বিশ্বজনীন ঘ বিশ্বজনক
৯১. “ইন্দ্রিয়কে জয় করেছেন যিনি”Ñ এককথায় প্রকাশ কোনটি? [রা.বো. ০৭, য.বো. ১০, কু.বো. ০১] চ
ক জিতেন্দ্রিয় খ ইন্দ্রজিৎ গ জীবন্মৃত ঘ কৃতদার
৯২. নষ্ট হওয়া স্বভাব যারÑ এককথায় কী হবে? [ব.বো. ০৯] জ
ক অবিনশ্বর খ নষ্ট স্বভাব গ নশ্বর ঘ বিনষ্ট
৯৩. ‘বিদেশ থাকে যে’Ñ এর এককথায় প্রকাশÑ [সি.বো.] জ
ক বিদেশি খ স্বদেশিÑবিদেশি
গ প্রবাসী ঘ প্রোষিতভর্তৃকা
৯৪. “যা নিবারণ করা কষ্টকর”Ñ এর সংকুচিত রূপ কোনটি?
[রা.বো. ০৮; দি.বো. ১১] ঝ
ক দুর্দমনীয় খ অনিবার্য গ অদম্য ঘ দুর্নিবার
৯৫. ‘যা দমন করা কষ্টকর’Ñ এর সংক্ষিপ্ত রূপ কোনটি? [চ.বো. ১০] ছ
ক অদম্য খ দুর্দমনীয় গ দুর্নিবার ঘ অদৃষ্টপূর্ব
৯৬. “যে নারীর চেহারা দেখতে সুন্দর”Ñ এককথায় কী হবে?
[চ.বো. ০৫] চ
ক সুদর্শনা খ অপরূপা গ রূপসী ঘ ললনা
৯৭. যে ব্যক্তি পূর্বজন্মের কথা স্মরণ করতে পারেÑ [সি.বো. ০৫] চ
ক জাতিস্মর খ ভুজঙ্গম গ লব্ধপ্রতিষ্ঠ ঘ প্রত্যুৎপন্নমতি
৯৮. “হনন করার ইচ্ছা”Ñ কে এককথায় কী বলে? [ঢা.বো. ৯৯; ব.বো. ০১] চ
ক জিঘাংসা খ জিগীষা গ দিদৃক্ষা ঘ জুগুপ্সা
৯৯. “অনুসন্ধান করার ইচ্ছা”Ñ কে কী বলে? [ঢা.বো. ৯৪; য.বো. ২০০০, ৯৪] ছ
ক অনুচিকির্ষা খ অনুসন্ধিৎসা
গ প্রতিচিকীর্ষা ঘ অনুচ্চার্য
১০০. ‘দীপ্তি পাচ্ছে এমন’Ñ এককথায় কী? [য.বো. ২০০০; চ.বো. ০৮] চ
ক দেদীপ্যমান খ দীপ্তিময় গ দীপ্যমান ঘ দেদীপ্যমাণ
১০১. “যে নারীর হিংসা নেই”Ñ এর সংকুচিত রূপ হলোÑ [রা.বো. ০১] চ
ক অনসূয়া খ অহিংসুক গ অনুসূরা ঘ অসূয়াবতী
১০২. “যা বাক্য ও মনের অগোচরে”Ñ তাকে কী বলে? [ঢা.বো. ৯৩; রা.বো. ২০০০; কু.বো. ৯৬] ঝ
ক অনাস্বাদিতপূর্ব খ বিবমিষা
গ মনসিজ ঘ অবাঙ্মানসগোচর
১০৩. “যা অধ্যয়ন করা হয়েছে” তাকে এককথায় বলেÑ [রা.বো. ১৩] ঝ
ক দুর্জয় খ দুর্লভ গ অনুক্ত ঘ অধীত
১০৪. “লাভ করার ইচ্ছা”Ñ কে এককথায় কী বলে? [চ.বো. ০৩] জ
ক লোপ খ লোভ গ লিপ্সা ঘ বুভুক্ষা
১০৫. “যে সকল অত্যাচার সয়ে যায়”Ñ এর সংক্ষেপণ কী হবে?
[ঢা.বো. ০৪; রা.বো. ০৩; য.বো. ১১, ০৭; কু.বো. ০৬] জ
ক সর্বংসহা খ সর্ব সহ্যকারী গ সহনশীল ঘ সহ্যশীল
১০৬. ‘কোনোভাবেই যা নিবারণ করা যায় না’Ñ এককথায় কী হবে? [ঢা.বো. ১১; য.বো. ০৮; ব.বো. ০৬] ঝ
ক দুর্নিবার খ দুর্দমনীয় গ অদম্য ঘ অনিবার্য
১০৭. “যা চেটে খাওয়া যায়”Ñ তাকে এককথায় কী বলে? [রা.বো. ০৩; কু.বো. ০৮] ঝ
ক চব্য খ চুষ্য গ পেয় ঘ লেহ্য
১০৮. ‘যা ভাষায় প্রকাশ করা যায় না’Ñ তাকে এককথায় কী বলে? [ব.বো. ১০] ঝ
ক অব্যক্ত খ অবর্ণনীয় গ অনুদ্বার্য ঘ অনির্বচনীয়
১০৯. ‘যে নারী পূর্বে অপরের বাগদত্তা ছিল’Ñ তাকে এককথায় কী বলে? [চ.বো. ০৪] চ
ক অন্যপূর্বা খ প্রোষিতভর্তৃকা গ অভিসারিণী ঘ মনসীজ
১১০. ‘সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা’Ñ এককথায় কী বলে? [ঢা.বো. ১০; রা.বো. ০৮; সি.বো. ০৪] ঝ
ক সংবর্ধনা খ অভিনন্দন গ ক্ষণজন্মা ঘ প্রত্যুদগমন
১১১. তৎসম শব্দের সঙ্গে দেশীয় শব্দের প্রয়োগ কখনও কখনও কী সৃষ্টি করে? [ব.বো. ০৪৪; সি.বো. ১০; রা.বো. ০৭; য.বো. ১৩] জ
ক বাহুল্য দোষ খ দুর্বোধ্যতা
গ গুরুচণ্ডালী ঘ কোনোটিই নয়
১১২. ‘যতই করিবে দান, তত যাবে বেড়ে’Ñ এটি কোন প্রকারের বাক্য? [ব.বো. ০৪; কু.বো. ০৬; য.বো. ১৩] ছ
ক সরল বাক্য খ জটিল বাক্য
গ যৌগিক বাক্য ঘ কোনোটিই নয়
১১৩. ‘যে নারীর হাসি পবিত্র’Ñ তাকে এককথায় কী বলে? [চ.বো. ১১; য.বো. ০৬] জ
ক সূচিস্মিতা খ সূচিস্মিতা গ শুচিস্মিতা ঘ শূচিষ্মিতা
১১৪. ‘যিনি বিদ্যা লাভ করেছেন’Ñ তাকে এককথায় কী বলে?
[ঢা.বো. ০৭] চ
ক কৃতবিদ্যা খ বিদ্বান গ জ্ঞানী ঘ কৃতবিদ
১১৫. ‘দুই বার জন্মে যে’Ñ সঠিক এককথায় প্রকাশ কোনটি?
[রা.বো. ০৭] জ
ক পুনর্জন্ম খ প্রত্যাবর্তন গ দ্বিজ ঘ অগ্রজ
১১৬. ‘যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না’Ñ তাকে এককথায় কী বলে? [দি.বো. ১২; ঢা.বো. ০৯; ব.বো. ০৮] ঝ
ক পরগাছা খ মাকাল ফল গ বর্ণচোরা ঘ বনস্পতি
১১৭. ‘যে বিষয়ে কোনো বিতর্ক নেই’Ñ বাক্যটির সঠিক বাক্যসংকোচন কোনটি? [ঢা.বো. ০১] জ
ক অপরিণামদর্শী খ অবিমৃশ্যকারী
গ অবিসংবাদী ঘ অকালদর্শী
১১৮. ‘শুভক্ষণে জন্ম যার’Ñ তাকে এককথায় কী বলে? [য.বো. ০১] জ
ক শুভজ খ শুভজন্মা গ ক্ষণজন্মা ঘ শুভঙ্কর
১১৯. কোনটি যৌগিক বাক্য? [য.বো. ০১] জ
ক বিপদ আসলে দুঃখও আসে খ দুঃখ ছাড়া বিপদ আসে না
গ বিপদ এবং দুঃখ একসময়ে আসে ঘ বিপদ দেখলে দুঃখ আসে
১২০. ‘হাতিগুলো আকাশে উড়ছে’Ñ বাক্যটিতে কোন গুণের অভাব রয়েছে? [রা.বো. ০১] জ
ক আসত্তির খ আকাক্সক্ষার গ যোগ্যতার ঘ গঠনের
১২১. ‘ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি’Ñ এর এককথায় প্রকাশ কোনটি? [রা.বো. ০৫] ঝ
ক ইতিহাসিক খ ঐতিহাসিক
গ ইতিহাস বিশেষজ্ঞ ঘ ইতিহাসবেত্তা
১২২. ‘তার টাকা আছে কিন্তু তিনি দান করেন না’Ñ এটা কী বাক্য? [ঢা.বো. ২০০০] ছ
ক মিশ্র বাক্য খ যৌগিক বাক্য
গ সরল বাক্য ঘ সাধারণ বাক্য
১২৩. আশ্রিত খণ্ডবাক্য কত প্রকার? [সি.বো. ০৯; ব.বো. ০৬] ছ
ক দুই খ তিন গ চার ঘ পাঁচ
১২৪. ‘যে ভিক্ষা চায় তাকে দান করো’Ñ এটি কোন বাক্য? [রা.বো. ০৫] চ
ক মিশ্র বাক্য খ যৌগিক বাক্য
গ সরল বাক্য ঘ খণ্ড বাক্য

Leave a Reply