hsc

ধাতব লবণের সাথে লঘু ক্ষারের বিক্রিয়া

ধাতব লবণের সাথে লঘু ক্ষারের বিক্রিয়া আ্যালুমিনিয়াম নাইট্রেট [Al(NO₃)₃] , ফেরাস নাইট্রেট [Fe(NO₃)₂], ফেরিক নাইড্টেট [Fe(NO₃)₃], জিংক নাইট্রেট [Zn(NO₃)₂] ইত্যাদি ধাতব লবণের সাথে লঘু ক্ষার বিক্রিয়া করে সংশ্লিষ্ট ধাতব হাইড্রোক্সাইড উৎপন্ন করে। উল্লেখ্য, এখানে শুধু ধাতব নাইট্রেট লবণ ব্যবহার করা হয়েছে। ধাতব নাইট্রেট লবণ ব্যতীত ধাতব ক্লোরাইড, ধাতব সালফেট, ধাতব কার্বনেট ইত্যাদি লবণ ব্যবহার করলেও সংশ্লিষ্ট ধাতব হাইড্রোক্সাইড উৎপন্ন হবে। নিচে ধাতব নাইট্রেট লবণের সাথে লঘু ক্ষারের বিক্রিয়া দেখানো হলো। যেমন: [Al(NO₃)₃] এর সাথে লঘু NaOH এর বিক্রিয়া একটি টেস্টটিউবে Al(NO₃)₃ এর দ্রবণ নিয়ে এর মধ্যে কয়েক ফোঁটা লঘু NaOH দ্রবণ যোগ করলে আ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড [Al(OH)₃] এবং NaNO₃ উৎপন্ন হয়। Al(OH)₃ সাদা বর্ণের অধঃক্ষেপ হিসেবে টেস্টটিউবের নিচে জমা হয় এবং সোডিয়াম নাইট্রেট ‘NaNO₃ পানিতে দ্রবীভূত অবস্থায় থাকে। এটি পানিতে কোনো বর্ণ প্রদান করে না। সংশ্লিষ্ট বিক্রিয়া: Al(NO₃)₃ + 3NaOH    →  Al(OH)₃ ↓ + 3NaNO₃ ফেরাস নাইট্রেট [Fe(NO₃)₂], এর সাথে লঘু NaOH এর বিক্রিয়া  একটি টেস্টটিউবে Fe(NO₃)₂ এর দ্রবণ নিয়ে এর মধ্যে কয়েক ফোঁটা লঘু NaOH দ্রবণ যোগ করলে ফেরাস হাইড্রোক্সাইড Fe(OH)₂ এর সবুজ বর্ণের অধঃক্ষেপ উৎপন্ন হয় এবং NaNO₃ পানিতে দ্রবীভূত অবস্থায় থাকে। সংশ্লিষ্ট বিকিয়া: Fe(NO₃)₂ + NaOH  → Fe(OH)₂ ↓ + 2NaNO₃ ফেরিক নাইভ্ট্রেট Fe(NO₃)₃ এর সাথে NaOH এর বিক্রিয়া  একটি টেস্টটিউবে Fe(NO₃)₃ এর দ্রবণ নিয়ে এর মধ্যে কয়েক ফোঁটা লঘু NaOH দ্রবণ যোগ করলে Fe(OH)₃ এর লালচে বাদামি বর্ণের অধঃক্ষেপ উৎপন্ন হয় এবং সোডিয়াম নাইট্রেট NaNO₃ পানিতে দ্রবীভূত অবস্থায় থাকে। সংশ্লিষ্ট বিক্রিয়া: Fe(NO₃)₃ + NaOH  →  Fe(OH)₃ ↓+ NaNO₃ Cu(NO₃)₂ এর সাথে লঘু NaOH এর বিকিয়া একটি টেস্টটিউবে Cu(NO₃)₂ এর দ্রবণ নিয়ে এর মধ্যে কয়েক ফোঁটা লঘু NaOH দ্রবণ যোগ করলে কপার হাইড্রোক্সাইড  Cu(OH)₂ এর হালকা নীল বর্ণের অধঃক্ষেপ উৎপন্ন হয় এবং সোডিয়াম নাইট্রেট NaNO₃ পানিতে দ্রবীভূত অবস্থায় থাকে । সংশ্লিষ্ট বিক্রিয়া: Cu(NO₃)₂ + NaOH → Cu(OH)₂ ↓+ 2NaNO₃ Zn(NO₃)₂ এর সাথে লঘু NaOH এর বিকিয়া একটি টেস্টটিউবে Zn(NO₃)₂ এর দ্রবণ নিয়ে এর মধ্যে কয়েক ফোঁটা লঘু NaOH ভ্রবণ যোগ করলে জিংক হাইড্রোক্সাইড Zn(OH)₂ এর সাদা বর্ণের অধঃক্ষেপ উৎপন্ন হয় এবং সোডিয়াম নাইন্টরেট NaNO₃ পানিতে দ্রবীভূত অবস্থায় থাকে । সংশ্লিষ্ট বিক্রিয়া: Zn(OH)₂ + NaOH → Zn(OH)₂ ↓ + 2NaNO₃ উপরের বিক্রিয়াগুলোতে দেখা যায়, ধাতব নাইট্রেট যৌগের সাথে ক্ষার দ্রবণ বিক্রিয়া করলে ঐ ধাতুর হাইড্রোক্সাইডের অধঃক্ষেপ উৎপন্ন হয়। আ্যামোনিয়াম লবণের সাথে ক্ষারের বিক্রিয়া একটি পাত্রে আমোনিয়াম ক্লোরাইড (NH₄Cl) নিয়ে এর মধ্যে ক্ষার (NaOH যোগ করলে আ্যামোনিয়া গ্যাস (NH)₃, সোডিয়াম ক্লোরাইড (NaCl) লবণ এবং পানি (H₂O) উৎপন্ন হয়। NH₄Cl + NaOH  →  (NH)₃ + NaCl + H₂O আ্যামোনিয়াম লবণের সাথে ক্ষারের একটি বৈশিষ্ট্পূর্ণ বিক্রিয়া আছে। যেকোনো আ্যামোনিয়াম লবণের সাথে ক্ষার বিক্রিয়া করে (NH)₃ গ্যাস উৎপন্ন করে। যেমন: NH₄Cl + KOH  →  (NH)₃ + KCl + H₂O 2NH₄Cl + Ca(OH)₂  →  2(NH)₃ + CaCl₂ + 2H₂O 2NH₄Cl + CaO  →  2(NH)₃ + CaCl₂ + H₂O ধাতব লবণের সাথে লঘু ক্ষারের বিক্রিয়া। ধাতব কার্বনেটের সাথে এসিডের বিক্রিয়া। এসিড ও ক্ষারের বিক্রিয়া। ক্ষারের ধর্ম

ধাতব লবণের সাথে লঘু ক্ষারের বিক্রিয়া Read More »

কোন ক্ষারকগুলো পানিতে দ্রবণীয় এবং কোনগুলে অদ্রবণীয়।

কোন ক্ষারকগুলো পানিতে দ্রবীভূত হবে এবং কোনগুলো পানিতে দ্রবীভূত হবেনা তা আমরা বুঝবো কিভাবে? এ সম্পর্কে ধারণা না থাকলে ক্ষারক ও ক্ষার সঠিকভাবে চেনা যাবেনা। তবে নিচের বিষয়গুলো আয়ত্বে রাখলে ক্ষারক ও ক্ষার সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যাবে। তথ্যঃ  ১. সাধারণত পর্যায় সারণীর গ্রুপ-১ এর ক্ষার ধাতু সমূহের অক্সাইড বা হাইড্রোক্সাইড পানিতে দ্রবণীয় হয়। ২. গ্রুপ-২ এর Ca, Sr, ও Ba এর অক্সাইড বা হাইড্রোক্সাইড পানিতে দ্রবীভূত হয়। ৩. উভধর্মী অক্সাইডগুলো(O²⁻) সাধারণত পানিতে অদ্রবণীয় হয়। এক্ষেত্রে মনে রাখাতে হবে Cu, Zn, Pb, Al, Be এর অক্সাইড উভধর্মী অক্সাইড হয়। আরো মনে রাখতে হবে, দুর্বল তড়িৎ ধনাত্বক ধাতুর অক্সাইড গুলো উভধর্মী হয়।  উভধর্মী অক্সাইড গুলো হলো: Al₂O₃, ZnO, PbO, CuO এ অক্সাইড গুলো শুধু ক্ষারক হিসেবে ব্যবহার হয়। ৪. দুর্বল তড়িৎ ধনাত্বক ধাতুর হাইড্রোক্সাইড সমূহ পানিতে অদ্রবনীয়। যেমনঃ Al(OH)₃, Fe(OH)₃ প্রভৃতি যৌগ পানিতে অদ্রবণীয় তাই এর শুধু ক্ষারক হবে। মনে রাখা ভালোঃ  উভধর্মী অক্সাইডগুলো একই সঙ্গে দুর্বল এসিড ও দুর্বল ক্ষারক হিসেবে আচরণ করে,  এজন্য এদের উভধর্মী অক্সাইড বলা হয়। যে সব ধাতু তাদের বাইরের কক্ষপথের ২টি বা ৩টি ইলেকট্রন ত্যাগ করতে পারে সে সকল ধাতু  দুর্বল তড়িৎ ধনাত্বক ধাতু হিসেবে আচরণ করে। কারণ ২ বা ৩টি ইলেকট্রন ত্যাগ করতে একটি বেশি শক্তির প্রয়োজন হয়। আরো পড়ুনঃ ক্ষারক ও ক্ষার চেনার সহজ উপায়

কোন ক্ষারকগুলো পানিতে দ্রবণীয় এবং কোনগুলে অদ্রবণীয়। Read More »

ক্ষারক ও ক্ষার চেনার সহজ উপায়

ক্ষারক ও ক্ষার চেনার সহজ উপায় অনেকের ক্ষার এবং ক্ষারক সম্মন্ধে সঠিক ধারণা নেই। ক্ষার এবং ক্ষারকের মধ্যে পার্থক্য কোথায়? ক্ষার এবং ক্ষারকের গঠন দেখতে একই রকম হলেও তাদের মধ্যে কিন্তু বিস্তর পার্থক্য রয়েছে। নিচের বিষয়গুলো বুঝতে পারলে এ সম্মন্ধে আর কোন সমস্যা থাকবেনা বলে আশা করা যায়। ক্ষারক চেনার উপায়ঃ i) ক্ষারক হলো ধাতব অক্ষাইড (O²⁻) বা হাইড্রোক্ষাইড (OH⁻)     অর্থাৎ ধাতু + অক্সাইড = ক্ষারক         Na+O²⁻ = Na₂O     ধাতু + হাইড্রোক্সাইড = ক্ষারক     K + OH⁻ = KOH ii) ক্ষারক পদার্থ এসিডকে প্রশমিত করে লবণ ও পানি উৎপন্ন করে।     যেমনঃ KOH +HCl → KCl +H₂O                 ক্ষার     এসিড    লবণ    পানি iii) ক্ষারক পদার্থ পানিতে দ্রবীভূত হতেও পারে আবার দ্রবীভূত নাও হতে পারে। অর্থাৎ যে সব ধাতব অক্সাইড বা হাইড্রোক্সাইড পানিতে দ্রবণীয় তারা ক্ষারক এবং পানিতে অদ্রবণীয় তারাও ক্ষারক। অর্থাৎ ক্ষারক = পানিতে দ্রবনীয় অথবা অদ্রবনীয় অক্সাইড বা হাইড্রোক্সাইড।     যেমনঃ NaOH , KOH প্রভৃতি যৌগ পানিতে দ্রবীভূত হয়। সুতরাং এরা ক্ষারক।      আবার (OH)₃ , CuO প্রভৃতি যৌগ পানিতে দ্রবনীয় হয়না তবুও এরা ক্ষারক। iv) ক্ষারকের pH এর মান 7 এর বেশী হবে। v) ক্ষারক পদার্থের শেষে O²⁻ (অক্সাইড) বা OH⁻ (হাইড্রোক্সাইড) মূলক অবশ্যই থাকবে। vi) ক্ষারকগুলো জলীয় দ্রবণে OH আয়ন উৎপন্ন করবে। vii) এটি লাল লিটমাসকে নীল করে। ক্ষারকের উদাহরণঃ  পানিতে দ্রবণীয় ক্ষারকসমূহঃ  NaOH, KOH, LiOH, Ca(OH)₂, Ba(OH)₂ পানিতে অদ্রবণীয় ক্ষারকসমূহঃ Al(OH)₃, CuO, FeO, Fe(OH)₂, NH₃ মনে রাখাঃ NH₄OH একটি ক্ষারক যদিও এটি ধাতব হাইড্রোক্সাইড নয়। এটি ব্যতিক্রম। ক্ষার চেনার সহজ উপায়ঃ i) ক্ষার হলো ধাতব অক্সাইড ধাতব অক্ষাইড (O²⁻) বা হাইড্রোক্ষাইড (OH⁻) বিশিষ্ট যৌগ।     যেমানঃ Ca(OH)₂, KOH, CaO, ii)  ক্ষার পদার্থ এসিডকে প্রশমিত করে লবণ ও পানি উৎপন্ন করে। iii) ক্ষার অবশ্যই পানিতে দ্রবীভূত হবে। যদি পানিতে দ্রবীভূত না হয় তাহলে সেটি ক্ষার হবেনা।     ∴ ক্ষার= পানিতে দ্রবীভূত ধাতব অক্সাইড/হাইড্রোক্সাইড     NaOH পানিতে দ্রবীভূত হয়ে বলে  এটি ক্ষার বা ক্ষারক কিন্তু Al(OH)₃ পানিতে দ্রবীভূত হয় না তাই এটি শুধু ক্ষারক, ক্ষার নয়। iv) ক্ষারের pH এর মান 7 এর বেশী হবে। v) ক্ষার পদার্থের শেষে O²⁻ (অক্সাইড) বা OH⁻ (হাইড্রোক্সাইড) মূলক অবশ্যই থাকবে।     NaOH        CaO         ↓                ↓     OH⁻            O²⁻    যুক্ত আছে vii) ক্ষারগুলো জলীয় দ্রবণে OH আয়ন উৎপন্ন করবে। ক্ষারের উদাহরণঃ      NaOH, KOH, LiOH, Ca(OH)₂, Ba(OH)₂, Cs(OH)2, NH₄OH, ইত্যাদি  সকল ক্ষারই ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়। মনে রাখুনঃ- ক্ষারক শব্দটির মধ্যে ক্ষার আছে কিন্তু ক্ষার শব্দটিকে ’ক’ নাই অর্থাৎ ক্ষারক নাই।     যেমনঃ NaOH = ক্ষার + ক্ষারক                 Al(OH)₃ = শুধু ক্ষারক                                   ক্ষারক                     ↙        ↘         পানিতে             পানিতে         অদ্রবণীয়            দ্রবণীয় (ক্ষার) লেখাটি ভালো লাগলে শেয়ার করুন। আরো দেখুনঃ পানিতে দ্রবণীয়/অদ্রবণীয ধাতব অক্সাইড চেনার সহজ উপায়। ক্ষারক ও ক্ষার চেনার সহজ উপায়। ক্ষার ও ক্ষারকের উদাহরণ। ক্ষার ও ক্ষারকের বৈশিষ্ট্য। ক্ষার ও ক্ষারক মনে রাখার কৈশল। ক্ষার কাকে বলে। ক্ষারক কাকে বলে। ক্ষারক ক্ষার কী

ক্ষারক ও ক্ষার চেনার সহজ উপায় Read More »

number of noun for all class

number of noun for all class Number of Noun Number কাকে বলেঃ যাহা দ্বারা কোনো বস্তু বা প্রাণীর সংখ্যা বুঝায় তাকে Number বলে। Number দুই প্রকার। যথা: (i) Singular  (ii)Plural বি:দ্র: Number শুধুমাত্র countable noun এর common, collective noun  এ number পরিবর্তন হয়ে থাকে। কিন্তু Proper(কিছু), material, ও Abstract noun এ number পরিবর্তন হয়না। #নিচে Singular থেকে Plural করার কিছু নিয়ম সংক্ষেপে দেওয়া হলো। Singular Plural Singular Plural s, ss, sh, ch(চ), x, z ব্যতিক্রক ch(ক) +es bus ass dish branch fox fez stomach busses asses dishes branches foxes fezes stomachs consonant +y i+es Army Armies vowel+y +s Monkey Monkeys f, fe v+es Leaf knife Leaves knives if, ief, eef, oof, rf +s Cliff Belief hoof Dwarf Cliffs Beliefs hoofs Dwarfs consonant +o +es Mango Mangoes vowel+o +s Cuckoo Cuckoos um a Bacterium Bacteria on a Pheno menon Pheno mena is es Crisis Crises us i অথবা +es Radius Radii/ Radiuses u +x/s Bureau Bureaux/ Bureaus a +s/e/ta Alumna Alumnae ix/ex ices অথবা +es Index Indices/ Indexes     Singular Plural Noun cat, mouse cats, mice Pronoun I, me, you, he, him, she, her, it we, us, you, they, them Determiner this, that, a, an, my, your, his, her, its these, those, our, your, their Verb am, is, was, has, I play, he plays are, were, have, they play   # শেষে ‘O’ এর পূর্বে consonant থাকার পরও কিছু শব্দের শেষে শুধু ‍s যুক্ত হয়। Singular Plural Canto Cantos Dynamo Dynamos Photo Photos Piano Pianos Quango Quangos Quarto Quartos   # কতগুলো noun এর মাঝের vowel পরিবর্তন করে Plural করতে হয়। Singular Plural Foot Feet Goose Geese Man Men Tooth Teeth Woman Women   # কিছু শব্দের শেষে en, ren, ne যোগ করে Plural করতে হয়। Singular Plural Brother Brethren/ Brothers Child Children Ox Oxen Cow kine / Cows   # কিছু ব্যতিক্রম নিয়ম Singular Plural Louse Lice Mouse Mice Dormouse Dormise Madam Madames Seraph Seraphim/ Seraphs Cherub Cherubim/ Cherubs Bandit Banditti/ Bandits   Singular Norman Brahman German Mussalman Plural NormanS Brahmans Germans Mussalmans   # সংখ্যা, প্রতীক, বা বর্ণের শেষে apostrophe (‘s) যোগ করে Plural করতে হয়। Singular Plural B.A B.A’s i i’s Five Five’s   0 Plural 1 Singular 2 Plural 3 Plural   # একাংশ ব্যতিত সকল ভগ্নাংশ Plural হবে। (one third) is singular but (two third) is Plural. # কিছু শব্দ আছে যেগুলো সব সময় Singular: abuse, advice, alphabet, bread, furniture, information, knowledge, poetry, issue, offspring, scenery, canon, cannon, corps, deer, dozen, hundred, thousand, pice, public, score, series, sheep, species, swine,  ইত্যাদি #  কিছু শব্দ আছে যেগুলো দেখতে plural এর মত কিন্ত এরা Singular: Ethics, gallows, innings, mathematics, news, physics, politics, economics, optics, wages, athletics ইত্যাদি # কিছু শব্দ আছে যেগুলো সব সময় Plural: alms, amends, aborigines, ashes, assets, belongings, bowels, environs, fetters, measles, numps, nuptials, poultry, proceeds, savings, scissors, spectacles, surroundings, tidings, trousers, vitals ইত্যাদি # কিছু Noun আছে যেগুলো Singular ও Plural উভয় হিসেবেই  ব্যবহার হয়: Deer, Sheep, canon, gross, pice, apparatus, swine, apices, innings, corps, salmon, fruit, fish, ইত্যদি # নিচের শব্দগুলোর Plural form লিখে অনুশীলন কর। Radius, Oasis, Genus, Forum, Focus, Crisis, Medium, Agendum, Analysis, Axis, Basis, Curriculum, Formula, Force, Good, Wood, Sand, Advice, Physic, Spoonful, Armchair, Bookcase, Handful, Sister-in-law, Father-in-law, Passer-by, Washer-man, Maid-servant, Step-daughter, Glass, Bus, Bush, Tax, Topaz, Branch, Class, Brush, Box, Brunch, Inch, Watch, Match, Cow, Boy, Girl, Cat, House, Hand, Eye, Tiger, Desk, Fisherman, Workman, Boatman, Man-of-war, Salesman # নিচের শব্দগুলোর Singular form লিখে অনুশীলন কর। Asses, dishes, monarchs, flies, leaves, babies, wives, Mangoes, studies, pian heroes, staffs, chiefs, feet, geese, mice, oxen, lice, boatmen, brahamans, spoonful step-brothers, fathers-in-law, lords-jtstices, men-servants, book-cases. ‘  # নিচের শব্দগুলোর opposite number লিখে অনুশীলন কর। Loaves, bus, boxes, days, cliff, radio, foot, workmen, Norman, passer-by commanders-in-chief, memorandum, criterian, data, hypothesis, theses, fez, key.  # পরিক্ষায় Number থেকে যেভাবে প্রশ্ন আসে তার আলোকে কিছু প্রশ্ন দেওয়া হলো। বি:দ্রঃ মনে রাখতে হবে noun+s/es= plural কিন্তু Verb+s = Singular যেমন pens হচ্ছে plural এবং plays হচ্ছে Singular He has Seven—-(ox). There are three—- (M.A.) in our village. He lost all his —- (tooth). The green —– (leaf) look beautiful. He has five —– (man-servant) in his house. The cat killed two —- (mouse). I saw two ——(cuckoo) on the tree. He is good at —— (physic). His —— (father-in-law) is a doctor. A —- (lice) fell from her head. # নিচের বাক্যগুলির Subject কে Singular করে প্রয়োজনীয় অন্যান্য পরিবর্তন কর। These oranges are very sweet.  Those mangoes are not ripe.  Three boys were present yesterday.  Good children are liked by all.  There are ten benches in this room.  The windows facing the street are broken.  The thieves were arrested last night.  # নিচের বাক্যগুলির Subject কে Plural করে প্রয়োজনীয় অন্যান্য পরিবর্তন কর। The boy is playing in the play ground.  The girl is dancing gracefully.  A bird is singing on the tree.  The owl sleeps in the day-time.  A bad boy hides his faults.  The book was on the table.  The shop was closcd yestereday.  # নিচের অনুচ্ছেদটির boy শব্দটিকে boys দিয়ে প্রতিস্থাপন করে অন্যান্য পরিবর্তন কর। The boy gets up at six in the morning. He washes his hands and face and cleans his teeth. He takes his breakfast with his parents. Then he reads up to 9 a.m. Then he has his bath. After lunch he starts for school at 10 a.m. He returns home at 4 p.m. and then he takes some tiffin and goes to the play ground. Coming back home at 6 p.m. he reads his lessons attentivety. He takes his dinner at 10 p.m. and then goes to bed.  number of noun for all class. class 6, class7, class 8. class9 সকল শ্রেণির জন্য  ইংরেজি গ্রামার number of noun.

number of noun for all class Read More »

Scroll to Top