এসএসসি পদার্থবিজ্ঞান ৪র্থ অধ্যায় কাজ ক্ষমতা ও শক্তি বহুনির্বাচনী(MCQ) প্রশ্ন উত্তর
নবম দশম শ্রেণির বা এসএসসি পদার্থবিজ্ঞান ৪র্থ অধ্যায় কাজ ক্ষমতা ও শক্তি বহুনির্বাচনী(MCQ) প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো। এখান থেকে ৪র্থ অধ্যায় কাজ ক্ষমতা ও শক্তি এমসিকিউ গুলো পড়লে শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি সম্পূর্ণ হবে। ৪র্থ অধ্যায় কাজ ক্ষমতা ও শক্তি MCQ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১. কাজের একক কোনটি? √ জুল খ নিউটন গ কেলভিন ঘ ওয়াট ২. একটি বস্তুকে টান টান করলে এর মধ্যে কোন শক্তি জমা থাকে? ক গতিশক্তি √ বিভব শক্তি গ তাপ শক্তি ঘ রাসায়নিক শক্তি ৩. m ভরের একটি বস্তুকে 20 m, 30 m, 40 m ও 50 m উপরে রাখা হলো। কোন অবস্থানে তার বিভব শক্তি সবচেয়ে বেশি? ক 20 m খ 30 m গ 40 m √ 50 m নিচের লেখচিত্র অনুসারে ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাও : ৪. লেখচিত্রের কোন অংশে বেগ সময়ের সমানুপাতে বৃদ্ধি পায়? √ OA অংশে খ AB অংশে গ CD অংশে ঘ DE অংশে ৫. সর্বোচ্চ গতিশক্তি কত? ক ১.২৫ × ১০৫ J √ ৫ × ১০৪ J গ ১.২৫ × ১০৪ J ঘ ৬.২ × ১০৩ J ৬. শক্তির সংরক্ষণশীলতা নীতি থেকে পাওয়া যায়Ñ i. শক্তির সৃষ্টি ও বিনাশ নাই। মহাবিশ্বের মোট শক্তি নির্দিষ্ট ও অপরিবর্তনীয়। ii. অনবায়নযোগ্য শক্তি দ্রæত নিঃশেষ হয়ে যাবে, তাই নবায়নযোগ্য শক্তি ব্যবহার করতে হবে। iii. শক্তিকে রক্ষা করতে এর কার্যকর ব্যবহার এবং সিস্টেম লস কমানো জরুরি। নিচের কোনটি সঠিক? ক র খ ii গ iii √ i, ii ও iii ৭. কাজের মাত্রা কোনটি? ক MLT-1 খ MLT-2 √ ML2T-2 ঘ ML-2T-2 ৮. এক কিলোওয়াট-ঘণ্টা সমান কত জুল? ক ৩.৬ × ১০৪ খ ৩.৬ × ১০৫ √ ৩.৬ × ১০৬ ঘ ৩.৬ × ১০৭ ৯. ৫০ শম ভরের কোনো ব্যক্তি ২৫ সে. মি. ২০টি সিঁড়ি উঠতে কত কাজ করবেন? ক ২৪৩০ J খ ২৪৪০ J √ ২৪৫০ J ঘ ২৪৬০ J ১০. পারমাণবিক সাবমেরিনে নিউক্লীয় শক্তিকে কোন শক্তিতে রূপান্তরিত করা হয়? ক বিদ্যুৎ শক্তি খ রাসায়নিক শক্তি গ আলোক শক্তি √ যান্ত্রিক শক্তি ১১. ৭৫ স উঁচু দালান থেকে বস্তু ছেড়ে দিলে ভ‚মিতে কত বেগে আঘাত করবে? [ম = ৯.৮ ms-2] √ ৩৮.৩ ms-1 খ ৭৫ ms-1 গ ৭৩৫ ms-1 ঘ ১৪৭০ ms-1 ১২. ৬৫ শম ভরের একজন দৌড় প্রতিযোগী ৯ ms-1 বেগে দৌড়ালে তার গতিশক্তি কত হবে? ক ২৬৩২.২৫ J √ ২৬৩২.৫ J গ ২৬৩২.৭৫ J ঘ ৫২৬৫ J ১৩. পেট্রোলিয়াম থেকে নিচের কোনটি পাওয়া যায়? √ টেরিলিন খ আলকাতরা গ অ্যামোনিয়া ঘ বেনজিন ১৪. ৬০ শম ভরের একজন দৌড়বিদের গতিশক্তি ১৯২০ J হলে, তার বেগ কত? √ ৮ ms-1 খ ১৬ ms-1 গ ৩২ ms-1 ঘ ৬৪ ms-1 ১৫. ৭০০ J তড়িৎ শক্তি ব্যবহার করে একটি বৈদ্যুতিক মোটর দ্বারা ৪০ ঘ ওজনের একটি বস্তুকে ১০ স উচ্চতায় ওঠানো হলো। মোটরটির দক্ষতা কত? √ ৫৭.১৪% খ ৪২.৮৬% গ ৫.৭১% ঘ ১.৪৩% ১৬. এক অশ্ব-ক্ষমতা কত ওয়াট? [সি. বো. ’১৫ ] ক ৫৪৬ খ ৬৪৬ √ ৭৪৬ ঘ ৮৪৬ ১৭. ৪০ শম ভরের এক বালক ১২ ং −এ উঁচু ৬ স সিঁড়ি অতিক্রম করলে তার ক্ষমতা কত ড (ওয়াট)? ক ২০ খ ৩২.৬৬ √ ১৯৬ ঘ ৭৮৪ ১৮. গাড়ির ইঞ্জিনে শক্তির রূপান্তরের ক্ষেত্রে কোনটি সঠিক? ক যান্ত্রিক শক্তি রাসায়নিক শক্তি খ রাসায়নিক শক্তি তড়িৎ শক্তি গ তাপ শক্তি রাসায়নিক শক্তি √ রাসায়নিক শক্তি যান্ত্রিক শক্তি ১৯. কর্মদক্ষতা- i. ১০০% এর অধিক হতে পারে না ii. একটি এককবিহীন রাশি iii. লভ্য কার্যকর শক্তি ও মোট প্রদত্ত শক্তির অনুপাদ নিচের কোনটি সঠিক? ক i ও ii খ i ও iii গ ii ও iii √ i, ii ও iii ২০. বিভব শক্তি সঞ্চিত থাকে- i. পানি যখন পাহাড়ের উপরে থাকে ii. আমটি গাছ থেকে নিচে পড়লে iii. টেবিলের উপর বই থাকলে নিচের কোনটি সঠিক? ক i ও ii খ ii ও iii √ i ও iii ঘ i, ii ও iii ২১. নবায়নযোগ্য শক্তি হচ্ছে i. জোয়ার ভাটা ii. বায়ো গ্যাস iii. ভ‚তাপীয় শক্তি নিচের কোনটি সঠিক? ক i ও ii খ i ও iii গ ii ও iii √ i, ii ও iii ২২. নির্দিষ্ট ভরের কোনো বস্তুর গতিশক্তি ঊ এবং বেগ ঠ হলে- i. ঊ ঠ২ ii. ঊ ঠ iii. ঊ ঠ নিচের কোনটি সঠিক? √ i ও ii খ i ও iii গ ii ও iii ঘ i, ii ও iii ২৩. কোনো বস্তুর বিভব শক্তি বেশি হবে, যদি- i. বলের মান বেশি হয় ii. বস্তর ভর বৃদ্ধি পায় iii. বস্তুর অধিক সরণ ঘটানো হয় নিচের কোনটি সঠিক? ক i ও ii খ i ও iii √ ii ও iii ঘ i, ii ও iii উপরের উদ্দীপকের আলোকে ২৪ ও ২৫ নং প্রশ্নের উত্তর দাও : চিত্রে ১০০ গ্রাম বস্তুর গতি অবস্থা দেখান হয়েছে। ২৪. অ বিন্দুতে বস্তুটির গতিশক্তি কত? ক ১০ J √ ২০ J গ ৩০ J ঘ ৪০ J ২৫. বস্তুটির i. বেগ সুষম ii. ত্বরণ সুষম iii. উপর প্রযুক্ত বল সুষম নিচের কোনটি সঠিক? ক i ও ii খ i ও iii গ ii ও iii √ i, ii ও iii নিচের চিত্রটি পর্যবেক্ষণ কর। চিত্রে ঈ বিন্দু হতে ১০৫ মস ভরের একটি বস্তু মুক্তভাবে পড়ছে। তার ভিত্তিতে ২৬ ও ২৭ নং প্রশ্নের উত্তর দাও : ২৬. ই বিন্দুতে বস্তুটির বিভব শক্তি কত? ক ৮১.২৫ J √ ৮০.৬৭ J গ ৮১২.৫ J ঘ ৮.০৬৭ J ২৭. চিত্রের বস্তুটির ক্ষেত্রে- i. কৃতকাজ ধনাত্মক ii. ঈ বিন্দুতে বিভব শক্তি = ই বিন্দুতে মোট শক্তি iii. বিভব শক্তি বস্তুর ভরের ওপর নির্ভর করে নিচের কোনটি সঠিক? ক i ও ii খ ii ও iii √ i ও iii ঘ i, ii ও iii উপরের চিত্রের আলোকে ২৮ ও ২৯ নং প্রশ্নের উত্তর দাও : ২৮. চ অবস্থানে বস্তুটির বিভব শক্তি কত? ক ১৯৬ J খ ২৯৪ J গ ৪৯০ J √ ৫৮৮ J ২৯. বস্তুটি পতনের ক্ষেত্রে- i. অ বিন্দুতে ঊঢ় = ২ঊক ii. ই বিন্দুতে ঊঢ় > ঊক iii. ঈ বিন্দুতে ঊঢ় = ঊক নিচের কোনটি সঠিক? ক i ও ii √ i ও iii গ ii ও iii ঘ i, ii ও iii ৪.১ কাজ সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ৩০. কোনো বস্তুর ওপর প্রযুক্ত বল এবং বলের দিকে বস্তুর অতিক্রান্ত দূরত্ব দ্বারা কী পরিমাপ করা হয়? (জ্ঞান) √ কাজ খ বেগ গ ত্বরণ ঘ ক্ষমতা ৩১. বল ও সরণের গুণফলকে কী বলে? (জ্ঞান) ক শক্তি খ ক্ষমতা গ ত্বরণ √
এসএসসি পদার্থবিজ্ঞান ৪র্থ অধ্যায় কাজ ক্ষমতা ও শক্তি বহুনির্বাচনী(MCQ) প্রশ্ন উত্তর Read More »