নবম দশম শ্রেণির রসায়ন ১১তম অধ্যায় খনিজ সম্পদ-জীবাশ্ম বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর (MCQ)

নবম দশম/এসএসসি রসায়ন দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থা এর পাঠ সম্পর্কিত গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হলো।

এসএসসি রসায়ন ১১তম অধ্যায় বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর

 

1. প্রাকৃতিক গ্যাসে শতকরা কত ভাগ ইথেন থাকে?
ক 3 ভাগ খ 4 ভাগ
গ 6 ভাগ √ 7 ভাগ
2. নিচের কোন যৌগটি ব্রোমিন দ্রবণের লাল বর্ণকে বর্ণহীন করতে পারে?
ক C3H8 খ C3H8O
গ C3H6O √ C3H4
বিক্রিয়া : CH3 – C ≡ CH Br2→ X Br2→ ণ
উপরের বিক্রিয়া থেকে 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও :
3. ণ যৌগটির নাম কী?
ক 1, 1-ডাইব্রোমো প্রোপেন খ 1, 2-ডাইব্রোমো প্রোপেন
√ 1, 1, 2, 2-টেট্রাব্রোমো প্রোপেন ঘ 1, 2-ড্রাইব্রোমোপ্রোপিন
4. উদ্দীপকের ‘ঢ’ যৌগটি-
i. সংযোজন বিক্রিয়া দেয় ii. প্লাস্টিক তৈরিতে ব্যবহৃত হয়
iii. ণ অপেক্ষা কম সক্রিয়
নিচের কোনটি সঠিক?
√ i ও ii খ ii ও iii গ i ও iii ঘ i, ii ও iii

5. নিচের কোন যৌগটি পানিতে দ্রবণীয়?
ক C6H6 খ CH3 – O – CH3
গ CCl4 √ KOH
6. C4H10 এর গলনাঙ্ক কত?
ক -19০0C খ – 1830C
√ -1380C ঘ 13০0C
7. কোনটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন?
ক C2H6 √ C3H6
গ C3H8 ঘ C4H10
8. কোনটি কৃত্রিম পলিমার?
√ পলিস্টার খ পাট
গ তুলা ঘ চুল
9. কোনটি এস্টারের কার্যকরী মূলক?
ক -OH খ -COOH
√ -COOR ঘ -CHO
1০. প্রাকৃতিক গ্যাসে সাধারণত কত শতাংশ প্রোপেন পাওয়া যায়?
ক 3% খ 5%
√ 6% ঘ 7%
11. ডাইমিথাইল ইথারের স্ফুটনাঙ্ক কত?
ক 780C খ 240C
√ -240C ঘ -780C
12. অপরিশোধিত তেলকে কত তাপমাত্রায় আংশিক পাতন করলে কেরোসিন পাওয়া যায়?
ক 7০0C খ 12০0C
√ 17০0C ঘ 27০0C
13. C3H6 যৌগটি শনাক্তকরণে নিচের কোন দ্রবণ ব্যবহার করা যায়?
i. ব্রোমিন দ্রবণ
ii. K2Cr2O7 দ্রবণ
iii. KMnO4 দ্রবণ
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii
গ ii ও iii ঘ i, ii ও iii
নিচের উদ্দীপকের আলোকে 14 ও 15 নং প্রশ্নের উত্তর দাও :
CH3 – CH = CH2(g) KMnO4→H2O ণ
14. উপরিউক্ত বিক্রিয়ার বিক্রিয়কের কার্বনের শতকরা সংযুতি কত?
ক 14.29% খ 25.০%
গ 75% √ 85.71%
15. উদ্দীপকের ণ যৌগটি-
i. হচ্ছে প্রোপিলিন গøাইকল
ii. হচ্ছে 1, 2-ডাই হাইড্রোক্সি প্রোপেন
iii. জলীয় KMnO4 এর গোলাপি বর্ণকে বর্ণহীন করে
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii
গ ii ও iii √ i, ii ও iii

নবম দশম রসায়ন ১১তম অধ্যায় বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর (পাঠ্যাংশ অনুযায়ী)

11.1 জীবাশ্ম জ্বালানি
* জেনে রাখ
⇒ কয়লা, তেল ও প্রাকৃতিক গ্যাস জীবাশ্ম জ্বালানির উদাহরণ।
⇒ উচ্চ তাপ ও চাপে বায়ুর অনুপস্থিতিতে উদ্ভিদ ও প্রাণিদেহ হাজার হাজার বছরে ক্ষয়প্রাপ্ত হয়ে জীবাশ্ম জ্বালানিতে পরিণত হয়।
⇒ প্রায় সকল জ্বালানির মূল উপাদান কার্বন ও কার্বন যৌগ।
⇒ হাইড্রোকার্বন হলো কার্বন ও হাইড্রোজেনের যৌগ।
⇒ প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন 8০%।
⇒ বাংলাদেশে এ পর্যন্ত পাওয়া প্রাকৃতিক গ্যাসের 99.99% মিথেন।
» সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
16. কোনটি জীবাশ্ম জ্বালানি? (অনুধাবন)
√ খনিজ তেল খ গোবর
গ পাটকাঠি ঘ শুকনো পাতা
17. ভ‚গর্ভে শিলাস্তরে খনিজ তেলের উপরে উচ্চচাপে বিভিন্ন হাইড্রোকার্বনের যে মিশ্রণ পাওয়া যায়, তাকে কী বলে? (অনুধাবন)
ক পেট্রোলিয়াম √ প্রাকৃতিক গ্যাস
গ কোল ঘ আলকাতরা
18. প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদানের নাম কী? (জ্ঞান)
ক ইথেন খ প্রোপেন
গ বিউটেন √ মিথেন
19. পচা জৈব পদার্থ থেকে কী নির্গত হয়? (জ্ঞান)
√ মিথেন খ বিউটেন
গ অকটেন ঘ প্রোপেন
2০. কোন উপাদানের জন্য জীবাশ্ম জ্বালানিকে পোড়ানো যায়? (অনুধাবন)
√ C ও H-এর জন্য খ C ও N-এর জন্য
গ C, H ও O-এর জন্য ঘ C, H, O ও N-এর জন্য
21. জীবাশ্ম জ্বালানি মূলত কিসের যৌগ? (অনুধাবন)
ক সালফারের √ কার্বনের
গ হাইড্রোজেনের ঘ নাইট্রোজেনের
22. প্রাকৃতিক গ্যাসের মধ্যে মিথেনের পরিমাণ কত? (জ্ঞান)
ক 6০% খ 7০%
√ 8০% ঘ 9০%
23. উদ্ভিদদেহ মাটির নিচে পরিবর্তিত হয়ে কিসে রূপান্তরিত হয়? (জ্ঞান)
ক পচা আবর্জনা খ ইথেন
গ তেল √ কয়লা
24. জ্বালানিকে দহন করলে কী উৎপন্ন হয়? (অনুধাবন)
√ তাপশক্তি খ সৌরশক্তি
গ শব্দশক্তি ঘ রাসায়নিক শক্তি
25. পেট্রোলিয়াম প্রধানত কিসের মিশ্রণ? (জ্ঞান)
√ হাইড্রোকার্বন খ হ্যালোজেন
গ অ্যালকোহল ঘ জৈব এসিড
26. প্রাকৃতিক গ্যাসের বর্ণ কিরূপ? (জ্ঞান)
ক কালো খ বাদামি
গ সবুজ √ বর্ণহীন
27. সব জ্বালানির মূল উপাদান কী? (জ্ঞান)
√ C খ S
গ O ঘ N
28. কোক সৃষ্টি হয় কোনটি থেকে? (অনুধাবন)
√ কয়লা খ প্রাকৃতিক গ্যাস
গ তেল ঘ মিথেন
29. কোনটি থেকে জীবাশ্ম জ্বালানি তৈরি হয়? (অনুধাবন)
ক ক্যালসিয়াম কার্বনেট খনিজ থেকে
খ সমুদ্রের তলার মাটি থেকে
√ মৃত গাছপালা ও প্রাণিদেহ থেকে
ঘ ভ‚গর্ভের কঠিন শিলাখণ্ড থেকে
3০. খনিতে প্রাকৃতিক গ্যাসের সাথে আর কী পাওয়া যায়? (অনুধাবন)
ক ইথেন √ খনিজ তেল
গ প্রোপেন ঘ বিউটেন
31. প্রাকৃতিক গ্যাসে কোনগুলোর উপস্থিতি নেই? (অনুধাবন)
ক মিথেন ও ইথেন খ প্রোপেন ও বিউটেন
গ আইসো বিউটেন ও পেনটেন √ অক্সিজেন ও নাইট্রোজেন
32. উদ্ভিদ ও প্রাণিদেহ জীবাশ্ম জ্বালানিতে পরিণত হতে কোন শর্তটি অবশ্যই দরকার? (উচ্চতর দক্ষতা)
ক বায়ুর উপস্থিতি √ বায়ুর অনুপস্থিতি
গ গাঁজন ঘ সংশ্লেষণ ও বিযোজন
33. প্রাণিদেহ মাটির নিচে পরিবর্তিত হয়ে কিসে রূপান্তরিত হয়? (জ্ঞান)
ক বিটুমিনে খ ন্যাপথায়
গ কয়লায় √ পেট্রোলিয়ামে
34. মিথেন বা ইথেন গ্যাসকে বায়ুতে পোড়ালে একটি গ্যাস নির্গত হয় যা বৈশ্বিক উষ্ণতা বাড়াতে ভ‚মিকা রাখে। এ গ্যাসটি কী? (উচ্চতর দক্ষতা)
ক কার্বন মনোঅক্সাইড √ কার্বন ডাইঅক্সাইড
গ অক্সিজেন ঘ নাইট্রাস অক্সাইড
35. কয়লার প্রধান উপাদান কী? (জ্ঞান)
ক হাইড্রোজেন √ কার্বন
গ বিউটেন ঘ ইথেন
36. কয়লা থেকে গ্যাস নির্গত হওয়ার পর প্রাপ্ত অবশেষকে কী বলে? (প্রয়োগ)
ক ন্যাপথা খ বিটুমিন
√ কোক ঘ আলকাতরা
37. জ্বালানির দহনে প্রাপ্ত শক্তি বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। এ শক্তির কাজের সাথে কোনটি অমিল প্রকাশ করে? (উচ্চতর দক্ষতা)
ক বিদ্যুৎ উৎপাদন খ মোটর ইঞ্জিন চালানো
গ রান্নার কাজ √ নৌকা চালানো
» বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
38. জ্বালানির দহন থেকে প্রাপ্ত শক্তি ব্যবহৃত হয়- (অনুধাবন)
i. মোটর ইঞ্জিন চালাতে
ii. বিমান চালাতে
iii. বায়োগ্যাস উৎপাদনে
নিচের কোনটি সঠিক?
ক র √ i ও ii
গ i ও iii ঘ i, ii ও iii
39. কয়লা ও প্রাকৃতিক গ্যাস পোড়ালে তার মধ্যে সঞ্চিত শক্তি বের হয়- (অনুধাবন)
i. আলোকশক্তি রূপে
ii. তড়িৎশক্তি রূপে
iii. তাপশক্তি হিসেবে
নিচের কোনটি সঠিক?
ক i ও ii √ i ও iii
গ ii ও iii ঘ i, ii ও iii
»» অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের উদ্দীপকটি পড় এবং 4০ ও 41 নং প্রশ্নের উত্তর দাও :
বাংলাদেশের অধিকাংশ শহরে বাসাবাড়িতে পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ করা হয়। যা রান্নার কাজে ব্যবহার করা হয়।
4০. উদ্দীপকের গ্যাসটির সংকেত কী? (প্রয়োগ)
ক C3H6 খ C2H6
গ C2H4 √ CH4
41. উদ্দীপকের দহন বিক্রিয়ায়- (প্রয়োগ)
i. তাপশক্তি শোষিত হয়
ii. CO2 ও H2O উৎপন্ন হয়
iii. বর্ণহীন গ্যাস বিক্রিয়া করে
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii
√ ii ও iii ঘ i, ii ও iii
নিচের সমীকরণটি লক্ষ কর এবং 42 ও 43 নং প্রশ্নের উত্তর দাও :
CH4 + 2O2 → CO2 + 2H2O + তাপ
42. উদ্দীপকের হাইড্রোকার্বন কিসের উপাদান? (অনুধাবন)
√ প্রাকৃতিক গ্যাস খ কয়লা
গ প্লাস্টিক ঘ রাবার
43. বিক্রিয়াটি-
i. তাপোৎপাদী
ii. বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়
iii. দহন নামে পরিচিত
নিচের কোনটি সঠিক? (প্রয়োগ)
ক i ও ii খ i ও iii
গ ii ও iii √ i, ii ও iii

11.2 পেট্রোলিয়ামের উপাদানসমূহ

» সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
44. অপরিশোধিত তেলকে কোন পদ্ধতিতে বিভিন্ন অংশে পৃথক করা হয়? (জ্ঞান)
ক পরিস্রাবণ √ আংশিক পাতন
গ কেলাসন ঘ শীতলীকরণ
45. বাংলাদেশের কোথায় তেল পরিশোধন করা হয়? (জ্ঞান)
ক খুলনায় √ চট্টগ্রামে
গ কুমিল্লায় ঘ সিলেটে
46. তরল সোনা কী? (জ্ঞান)
ক প্রাকৃতিক গ্যাস √ পেট্রোলিয়াম
গ কয়লা ঘ সিলিকা জেল
47. পেট্রোলিয়ামের উপাদানগুলো পৃথক করা হয় কোন পদ্ধতিতে? (জ্ঞান)
√ আংশিক পাতন খ গলন
গ স্ফুটন ঘ ঊর্ধ্বপাতন
48. পেট্রোল ইঞ্জিনের জ্বালানি হিসেবে কোনটি ব্যবহৃত হয়? (অনুধাবন)
√ গ্যাসোলিন খ ডিজেল
গ ন্যাপথা ঘ বিটুমিন
49. Crude oil এর অপর নাম কী? (অনুধাবন)
ক রিফাইনার খ তরল সোনা
√ অপরিশোধিত তেল ঘ পেট্রোলিয়াম
5০. পেট্রোলিয়ামের বিভিন্ন উপাদানের নামকরণ করা হয় কিসের ভিত্তিতে? (জ্ঞান)
ক গলনাঙ্ক √ স্ফুটনাঙ্ক
গ বর্ণ ঘ ভৌত অবস্থা
» বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
51. পেট্রোলিয়ামের পরিশোধন- (অনুধাবন)
i. আংশিক পাতনের সাহায্যে করা হয়
ii. উপাদানের স্ফুটনাঙ্কের ওপর ভিত্তি করে করা হয়
iii. পরিশোধনাগারে করা হয়
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii
গ রর, ররর √ i, ii ও iii
52. অপরিশোধিত তেল- (অনুধাবন)
i. হাইড্রোকার্বন ও জৈব যৌগের মিশ্রণ
ii. আংশিক পাতন পদ্ধতিতে পৃথক হয়
iii. রিফাইনারিতে পরিশোধিত হয়
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii
গ ii ও iii √ i, ii ও iii
»» অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের উদ্দীপকটি পড় এবং 53 ও 54 নং প্রশ্নের উত্তর দাও :
মধ্যপ্রাচ্য থেকে আমদানিকৃত Cৎঁফব ঙরষ বাংলাদেশের চট্টগ্রামে তেল পরিশোধানাগারে প্রয়োজনীয় উপাদানে পৃথক করা হয়।
53. উদ্দীপকের উপাদানসমূহের কিসের ভিত্তিতে পৃথক করা হয়? (প্রয়োগ)
√ স্ফুটনাঙ্ক খ গলনাঙ্ক
গ আপেক্ষিক গুরুত্ব ঘ আণবিক ভর
54. পৃথকীকৃত উপাদানগুলোর মধ্যে রয়েছে-
i. কেরোসিন
ii. LPG
iii. CNG
নিচের কোনটি সঠিক? (প্রয়োগ)
√ i ও ii খ i ও iii
গ ii ও iii ঘ i, ii ও iii

11.3 পেট্রোলিয়ামের বিভিন্ন অংশের ব্যবহার
* জেনে রাখ
⇒ পেট্রোলিয়ামে শতকরা 2 ভাগ পেট্রোলিয়াম গ্যাস, 5 ভাগ পেট্রোল এবং 1০ ভাগ ন্যাপথা থাকে।এগুলোর হাইড্রোকার্বনে কার্বন সংখ্যা যথাক্রমে 1 থেকে 4, 5 থেকে 1০ ও 7 থেকে 14 পর্যন্ত।
⇒ পেট্রোলিয়ামে শতকরা 13 ভাগ কেরোসিন থাকে। এ অংশের হাইড্রোকার্বনে 11 থেকে 16 পর্যন্ত কার্বন সংখ্যা থাকে।
⇒ পেট্রোলিয়ামে শতকরা 2০ ভাগ ডিজেল তেল থাকে। এ অংশের হাইড্রোকার্বনে 16 থেকে 2০ পর্যন্ত কার্বন সংখ্যা থাকে।
⇒ পেট্রোলিয়ামে শতকরা 5০ ভাগ লুব্রিকেটিং তেল ও বিটুমিন থাকে। বিটুমিন অংশের হাইড্রোকার্বনে কার্বন সংখ্যা 7০ থেকে বেশি থাকে।
» সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
55. পেট্রোলকে নিচের কোনটি বলা যায়? (অনুধাবন)
ক লুব্রিকেটিং তেল খ বিটুমিন
গ নেপথালিন √ গ্যাসোলিন
56. পেট্রোল ইঞ্জিনের জ্বালানি হিসেবে নিচের কোনটি ব্যবহৃত হয়? (অনুধাবন)
ক ন্যাপথা খ ডিজেল
গ বিটুমিন √ গ্যাসোলিন
57. পেট্রোলিয়ামের উপাদান কী কী? (অনুধাবন)
√ কার্বন ও হাইড্রোজেন খ কার্বন ও অক্সিজেন
গ মিথেন ও কার্বন ঘ মিথেন ও হাইড্রোজেন
58. পেট্রোলিয়ামের কোন অংশটি রাস্তা মেরামতের কাজে ব্যবহার করা হয়? (অনুধাবন)
ক প্যারাফিন খ লুব্রিকেটিং তেল
√ বিটুমিন ঘ ডিজেল
59. LPG গ্যাস মূলত কী? (জ্ঞান)
ক গ্যাস অয়েল √ পেট্রোলিয়াম গ্যাস
গ মিথেন গ্যাস ঘ লুব্রিকেটিং অয়েল
6০. পেট্রোলিয়ামের আংশিক পাতন প্রক্রিয়ায় বিভিন্ন উপাদানসমূহকে পৃথক করতে কত তাপমাত্রায় উত্তপ্ত করা হয়? (অনুধাবন)
ক 24০0C খ 27০0C
√ 4০০0C ঘ 56০0C
61. পেট্রোলিয়ামের আংশিক পাতন প্রক্রিয়ায় 2০0C তাপমাত্রার নিচে পেট্রোলিয়ামের যে অংশ গ্যাসীয় অবস্থায় থাকে তার নাম কী? (জ্ঞান)
ক ন্যাপথা খ কেরোসিন
গ ডিজেল তেল √ পেট্রোলিয়াম গ্যাস
62. আংশিক পাতন টাওয়ারের বিভিন্ন অংশের তাপমাত্রা কোন সীমার মধ্যে থাকে? (অনুধাবন)
ক 2০ – 2০০0C খ 3০ – 3০০0C
√ 2০ – 4০০0C ঘ 5০ – 5০০0C
63. পেট্রোলিয়ামের আংশিক পাতন প্রক্রিয়ায় অংশ কলামের 21-7০0C তাপমাত্রা অঞ্চল থেকে পৃথকীকৃত অংশকে কী বলে? (অনুধাবন)
√ গ্যাসোলিন খ বিটুমিন
গ জ্বালানি তেল ঘ ডিজেল তেল
64. ন্যাপথার কার্বন শিকলের দৈর্ঘ্য কত? (জ্ঞান)
ক C2 – C1০ খ C11 – C16
√ C7 – C14 ঘ C2০ – C35
65. পেট্রোলিয়ামের আংশিক পাতনের সর্বশেষ ধাপ থেকে কোনটি পাওয়া যায়? (অনুধাবন)
ক কেরোসিন খ ডিজেল তেল
গ জ্বালানি তেল √ বিটুমিন
66. অশোধিত পেট্রোলিয়ামের হাইড্রোকার্বনে কার্বন সংখ্যা কত থাকে? (জ্ঞান)
ক C1 থেকে C1০ পর্যন্ত খ C5 থেকে C2০ পর্যন্ত
গ C1০ থেকে C3০ পর্যন্ত √ C1 থেকে C7০ পর্যন্ত
67. LPG বা পেট্রোলিয়াম গ্যাসে কার্বন শিকলের দৈর্ঘ্য কত? (জ্ঞান)
ক C1 থেকে C3 পর্যন্ত √ C1 থেকে C4 পর্যন্ত
গ C2 থেকে C6 পর্যন্ত ঘ C5 থেকে C12 পর্যন্ত
68. অশোধিত পেট্রোলিয়াম তেলের আংশিক পাতনে কত তাপমাত্রায় LPG পাতিত হয়? (জ্ঞান)
√ 2০0C খ 3০0C
গ 6০0C ঘ 7০0C
69. গ্যাসোলিন বা পেট্রোলে কার্বন শিকলের দৈর্ঘ্য কত? (জ্ঞান)
ক C1 – C5 পর্যন্ত খ C1 – C1০ পর্যন্ত
√ C5 – C1০ পর্যন্ত ঘ C12 – C3০ পর্যন্ত
7০. অশোধিত পেট্রোলিয়াম তেলের আংশিক পাতনে গ্যাসোলিন বা পেট্রোল কত তাপমাত্রায় পাতিত হয়? (জ্ঞান)
ক 1০-6০0C √ 21-7০0C
গ 3০-750C ঘ 35-1750C
71. পেট্রোলিয়াম গ্যাস সাধারণত কোন কাজে ব্যবহৃত হয়? (অনুধাবন)
ক গ্যাস টারবাইনের জ্বালানিরূপে
√ রান্নার গ্যাস চুল্লিতে জ্বালানিরূপে
গ লাইট পেট্রোলিয়াম দ্রাবকরূপে
ঘ ভারী যানবাহনের জ্বালানিরূপে
72. গ্যাসোলিন মূলত কোন কাজে ব্যবহৃত হয়? (অনুধাবন)
ক স্টোভের জ্বালানিরূপে
খ দ্রæতগামী জেট ইঞ্জিনের জ্বালানিরূপে
√ মাইক্রোবাস ও প্রাইভেট কারের জ্বালানিরূপে
ঘ ট্রেন ও ট্রাকের জ্বালানিরূপে
73. কেরোসিনের পাতন তাপমাত্রা কত? (জ্ঞান)
√ 121 – 17০0C খ 175 – 2750C
গ 24০ – 4০০0C ঘ 27০ – 4০০0C
74. কেরোসিনে কার্বন শিকলের দৈর্ঘ্য কত? (জ্ঞান)
ক C1 – C6 খ C5 – C1০
গ C5 – Cl12 √ C11 – C16
75. ডিজেল অয়েলের পাতন তাপমাত্রা কত? (জ্ঞান)
√ 171 – 27০0C খ 24০ – 4০০0C
গ 27০ – 4০০0C ঘ 4০০ এর ঊর্ধ্বে
76. ডিজেলের কার্বন শিকলের দৈর্ঘ্য কত? (জ্ঞান)
ক C4 – C5 খ C5 – C1০
গ C1০ – C15 √ C16 – C2০
77. অশোধিত পেট্রোলিয়াম তেলের আংশিক পাতনে কত কার্বন শিকল বিশিষ্ট বিটুমিন পাওয়া যায়? (জ্ঞান)
ক C15 – C18 খ C18 – C2০
গ C3০ এর ঊর্ধ্বে √ C7০ এর ঊর্ধ্বে
78. বিটুমিনে কার্বন সংখ্যার সীমা কত? (জ্ঞান)
ক > C2০ খ > C2০
গ > C4০ √ > C7০
79. অশোধিত তেলের শতকরা কত ভাগ কেরোসিন? (জ্ঞান)
ক 1০ খ 11
গ 12 √ 13
8০. পেট্রোকেমিক্যাল শিল্পের বিভিন্ন রাসায়নিক যৌগ প্রস্তুতিতে কী ব্যবহার করা হয়? (জ্ঞান)
ক গ্যাসোলিন খ কেরোসিন
√ ন্যাপথা ঘ ডিজেল তেল
81. পেট্রোলিয়ামের আংশিক পাতন প্রক্রিয়ায় লুব্রিকেটিং তেল ও জ্বালানি তেল পৃথক করা হয় কোন তাপমাত্রা অঞ্চল থেকে? (অনুধাবন)
ক 21 – 7০0C গ 171 – 27০0C
খ 71 – 12০0C √ 271 – 34০0C
82. পেট্রোলিয়ামের আংশিক পাতন প্রক্রিয়ায় 34০0C তাপমাত্রায় উপাদানসমূহ পৃথক করার পর অবশিষ্ট অংশকে কী বলে? (জ্ঞান)
ক কেরোসিন খ জ্বালানি তেল
গ ন্যাপথা √ বিটুমিন
83. পেট্রোলিয়ামে শতকরা কতভাগ ডিজেল থাকে? (জ্ঞান)
ক 1০% √ 2০%
গ 3০% ঘ 4০%
84. ইঞ্জিনের পিচ্ছিলকারক হিসেবে কী ব্যবহৃত হয়? (জ্ঞান)
ক জ্বালানি তেল √ লুব্রিকেটিং তেল
গ ডিজেল ঘ কেরোসিন
85. পেট্রোলিয়ামে শতকরা কত ভাগ লুব্রিকেটিং তেল ও বিটুমিন থাকে? (জ্ঞান)
ক 3০% খ 4০%
গ 45% √ 5০%
86. পরীক্ষাগারে এবং শিল্প কারখানায় ব্যবহৃত সকল হাইড্রোকার্বন নিচের কোনটি থেকে উৎপন্ন হয়? (অনুধাবন)
√ পেট্রোলিয়াম খ ন্যাপথা
গ প্রাণিদেহ ঘ কয়লা
87. লুব্রিকেটিং তেল ও জ্বালানি তেলের কার্বন শিকলের দৈর্ঘ্য কত? (জ্ঞান)
ক C5 – C1০ খ C11 – C16
গ C7 – C14 √ C2০ – C35
» বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
88. ন্যাপথার ব্যবহার ক্ষেত্র-
i. সার ও প্লাস্টিক শিল্পে
ii. ফার্মাসিউটিক্যালস ও রাবার শিল্পে
iii. রাস্তাঘাট ও ইমারত নির্মাণে
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
ক র √ i ও ii
গ i ও iii ঘ i, ii ও iii
89. LPG গ্যাস ব্যবহৃত হয়-
i. রান্নার কাজে
ii. তাপ উৎপাদন কাজে
iii. জাহাজের জ্বালানি হিসেবে
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
√ i ও ii খ i ও iii
গ ii ও iii ঘ i, ii ও iii
9০. C2০ থেকে C35 পর্যন্ত কার্বন সংখ্যা থাকে-
i. লুব্রিকেটিং তেলে
ii. জ্বালানি তেলে
iii. কেরোসিন তেলে
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
ক র খ রর
√ i ও ii ঘ i, ii ও iii

11.4 হাইড্রোকার্বন

» সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
93. অ্যালকেনসমূহের সাধারণ আণবিক সংকেত কোনটি? (অনুধাবন)
ক CnH2n খ CnH2n+1
√ CnH2n+2 ঘ CnHn
94. বেনজিন কী ধরনের যৌগ? (জ্ঞান)
ক অ্যালিফেটিক যৌগ খ অ্যালিসাইক্লিক যৌগ
গ হেটারোসাইক্লিক যৌগ √ অ্যারোমেটিক যৌগ
95. প্রোপেনের আণবিক সংকেত কী? (অনুধাবন)
ক C2H6 √ C3H8
গ C5H12 ঘ C6H14
96. উচ্চতর অ্যালকেনসমূহের ভৌত অবস্থা সাধারণত কিরূপ? (অনুধাবন)
√ কঠিন খ তরল
গ বায়বীয় ঘ কেলাস
97. কোন যৌগটি অ্যালকাইন? (অনুধাবন)
ক C3H8 খ C3H6
গ C2H4 √ C2H2
98. কোন পদার্থ দ্বারা জৈব যৌগে অসম্পৃক্ততা নির্ণীত হয়? (জ্ঞান)
√ ব্রোমিন পানি খ ক্লোরিন পানি
গ হাইড্রোজেন ঘ অ্যামোনিয়া
99. অ্যাসিটিলিনের গাঠনিক সংকেত কোন্টি? (অনুধাবন)
√ H – C ≡ C – H খ H – C ≡ N
গ H – O – O -H ঘ O= C = O
1০০. অ্যালকেনগুলোর জন্য কোনটি সঠিক? (উচ্চতর দক্ষতা)
ক সবসময় গ্যাসীয় হয়
খ অ্যালকিনের চেয়ে সক্রিয় হয়
গ পানিতে দ্রবণীয়
√ শুধু একক সমযোজী বন্ধন বিদ্যমান
1০1. কোন যৌগটি অ্যালকেন? (অনুধাবন)
√ C3H8 খ C3H6
গ C2H4 ঘ C4H12
1০2. CH3 – CH2 – CH = CH2 যৌগটির নাম কী? (অনুধাবন)
√ বিউটিন খ বিউটেন
গ প্রোপিন ঘ পেন্টেন
1০3. মিথেনের ( CH4) গলনাঙ্ক কত? (জ্ঞান)
√ -182.50C খ -3830C
গ -2830C ঘ -1০130C
1০4.

হেক্সেন

যৌগটির নাম কী? (প্রয়োগ)
ক আইকোসেন খ বেনজিন
গ হেক্সাডেকেন √ হ-হেক্সেন
1০5. একজন ছাত্রকে এক জোড়া অ্যালিফেটিক ও অ্যারোমেটিক যৌগের গাঠনিক সংকেত বেছে নিতে বলা হলে, সে নিচের কোনটি নেবে? (উচ্চতর দক্ষতা)
অ্যালিফেটিক ও অ্যারোমেটিক

1০6. যৌগটির নাম কী? (প্রয়োগ)

সাইক্লোহেক্সেন

ক বেনজিন √ সাইক্লোহেক্সেন
গ হ-হেক্সেন ঘ হেক্সাইন
1০7. অ্যারোমেটিক যৌগের উদাহরণ কোনটি? (জ্ঞান)
ক C3H8 √ C6H6
গ C3H6 ঘ C2H5OH
1০8. CH3 – CH2 – CH2 = CH – CH3 এ যৌগটির নাম কী? (প্রয়োগ)
ক পেন্টেন √ পেন্টিন
গ হেক্সেন ঘ হেপ্টেন
1০9. ন্যাপথালিন কোন শ্রেণির যৌগ? (অনুধাবন)
ক হেটারোসাইক্লিক খ অ্যালিফোটিক
গ অ্যালিসাইক্লিক √ অ্যারোমেটিক
11০. কোনটি বিউটেনের সংকেত? (জ্ঞান)
√ C4H10 খ C4H6
গ C4H7 ঘ C4H8
111. বেনজিনের আণবিক সংকেত কোনটি? (অনুধাবন)
ক C2H2 √ C6H6
গ C6H12O6 ঘ CH3OH
112. অ্যালকাইনসমূহের সংকেত কী? (অনুধাবন)
ক CnH2n+2 খ CnHn
√ CnH2n-2 ঘ CnH2n
113. কোনটি ইথিনের সংকেত? (অনুধাবন)
ক CH2 খ H3C – C H3
গ C2H2 √ C2H4
114. কোন যৌগটি অসম্পৃক্ত? (অনুধাবন)
ক CH3H3C CH2 – OH √ CH3 – CH = CH2
গ CH3 – CH2 – CH3 ঘ CH3 – C – C H3
115. CH3 – CH2 – CH2 – C ≡ CH যৌগটির নাম কী? (প্রয়োগ)
ক পেন্টিন √ পেন্টাইন
গ পেন্টেন ঘ পেন্টানয়িক এসিড
116. কোন যৌগটি অ্যালকিন? (অনুধাবন)
ক C3H8 √ C3H6
গ C2H6 ঘ C4H12
117. অ্যালকাইনের কার্যকরী মূলক কোনটি? (প্রয়োগ)
ক >C = C < √ -C ≡ C –
গ -C – C ঘ >C = ঙ
118. CH3 – C ≡ C – C H3 যৌগটির নাম কী? (অনুধাবন)
ক বিউটেন খ বিউটিন
√ বিউটাইন ঘ হ-বিউটিন

12০. অ্যালকেনসমূহ সাধারণভাবে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে চায় না কেন? (উচ্চতর দক্ষতা)
ক এরা রাসায়নিকভাবে বন্ধন দ্বারা যুক্ত থাকে বলে
খ এদের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক উচ্চ বলে
গ এরা স্বাভাবিক অবস্থায় গ্যাসীয় থাকে বলে
√ এরা একক সমযোজী বন্ধন দ্বারা গঠিত বলে
121. অ্যালকেনসমূহকে প্যারাফিন বলা হয় কেন? (উচ্চতর দক্ষতা)
√ এরা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না বলে
খ এদের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক নিম্ন বলে
গ এরা স্বাভাবিক অবস্থায় গ্যাসীয় বলে
ঘ এরা দহন বিক্রিয়ায় অংশগ্রহণ করে বলে
122. প্যারাফিন শব্দের অর্থ কী? (জ্ঞান)
ক আসক্ত খ কঠিন
গ গ্যাসীয় √ আসক্তিহীন
123. অ্যালকেনের অপূর্ণ দহনের সময় কোন গ্যাস উৎপন্ন হয়? (প্রয়োগ)
√ CO খ CH4
গ CO2 ঘ CFC
124. গ্রিজ ও ময়লাকে সহজে দ্রবীভ‚ত করতে কোনটি ব্যবহৃত হয়? (অনুধাবন)
ক CH3Cl খ CHCl3
√ CCl4 ঘ CH2Cl2
125. কত অ্যাটমোসফিয়ার চাপে ইথিনকে তাপ দিলে তা প্লাস্টিকে পরিণত হয়? (অনুধাবন)
ক 5০০ ধঃস √ 1০০০ ধঃস
গ 155০ ধঃস ঘ 167০ ধঃস
126. জৈব যৌগের অসম্পৃক্ততা কোন পদার্থ দ্বারা নির্ণীত হয়? (অনুধাবন)
√ Br2 খ CH3COOH
গ ঐব ঘ H2CO3
127. পলিইথিলিনের সঠিক সংকেত কোনটি? (অনুধাবন)
ক (-CH2 = CH2-)n √ (-CH2 – CH2-)n
গ (CH2 = CH2)n ঘ (-CH3 – CH3-)n
128. কোন যৌগটি অ্যালকোহল? (অনুধাবন)
√ CH3 – CH2 – OH খ CH3 – CH = CH2
গ CH3 – CH2 – CH3 ঘ CH2 – CH2 – CH3

CH3
129. কোন যৌগটি অসম্পৃক্ত? (অনুধাবন)
ক পেন্টানল খ ডাইক্লোরো প্রোপেন
√ বিউটিন ঘ ইথাইল ব্রোমাইড
13০. মুক্ত শিকল হাইড্রোকার্বন কত প্রকার? (জ্ঞান)
√ 2 খ 3
গ 4 ঘ 5
131. সম্পৃক্ত অ্যালিসাইক্লিকের সাধারণ সংকেত কোনটি? (অনুধাবন)
ক CnH2n-1 খ CnH2n+1
√ CnH2n ঘ CnH2n+1

133. একটি অ্যালিফেটিক হাইড্রোকার্বন কখন সম্পৃক্ত হাইড্রোকার্বন হয়? (অনুধাবন)
√ যখন কার্বন শিকলের সব কার্বন পরমাণু একক বন্ধন দ্বারা যুক্ত থাকে
খ যখন কার্বন শিকলের সব কার্বন পরমাণু দ্বিবন্ধন দ্বারা যুক্ত থাকে
গ যখন কার্বন শিকলের সব কার্বন পরমাণু ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকে
ঘ যখন কার্বন শিকলের কার্বন পরমাণুগুলো চক্রাকারে যুক্ত থাকে
134. কোনটি অ্যালকেনের সদস্য? (অনুধাবন)
√ C2H6 খ C2H4
গ C2H2 ঘ C3H6
135. কিসের ওপর ভিত্তি করে হাইড্রোকার্বনসমূহকে দুইটি প্রধান শ্রেণিতে ভাগ করা হয়েছে? (জ্ঞান)
√ কার্বন শিকল খ বন্ধন প্রকৃতি
গ সক্রিয়তা ঘ কার্যকরী মূলক
136. অ্যালকিনকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয় কেন? (অনুধাবন)
ক সিগমা বন্ধনের উপস্থিতির জন্য
√ দ্বিবন্ধনের উপস্থিতির জন্য
গ রাসায়নিকভাবে বেশি সক্রিয় হওয়ায়
ঘ শাখাযুক্ত কার্বন শিকল হওয়ায়
137. একটি মুক্ত শিকল বা অ্যালিফেটিক হাইড্রোকার্বনে কার্বন শিকলে দুই কার্বন পরমাণু ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকলে তাকে কী বলা হয়? (জ্ঞান)
ক অ্যালকিন √ অ্যালকাইন
গ সাইক্লোঅ্যালকেন ঘ সাইক্লোঅ্যালকিন
138. কোন হাইড্রোকার্বনটি অ্যালকাইন? (অনুধাবন)
√ C2H2 খ C2H4
গ C3H5 ঘ C3H6
139. কোনটিতে কার্বন-কার্বন ত্রিবন্ধন আছে? (উচ্চতর দক্ষতা)
ক C2H4 √ C4H6
গ C4H8 ঘ C5H10

141. অ্যালকেনের কোন মিশ্রণকে প্রাকৃতিক গ্যাস বলা হয়? (অনুধাবন)
√ মিথেন থেকে বিউটেন (C1 – C4) পর্যন্ত
খ মিথেন থেকে হেক্সেন (C1 – C6) পর্যন্ত
গ ইথেন থেকে বিউটেন (C2 – C4) পর্যন্ত
ঘ ইথেন থেকে হেক্সেন (C2 – C6) পর্যন্ত
142. কোন মিশ্রণকে উত্তপ্ত করে মিথেন তৈরি করা হয়? (জ্ঞান)
ক CO ও HCl √ CO ও H2
গ CO ও NH3 ঘ CO2 ও N2
143. কার্বন মনোক্সাইড ও হাইড্রোজেন থেকে মিথেন উৎপন্ন করতে কোন প্রভাবক ব্যবহার করা হয়? (জ্ঞান)
ক Pt √ Ni
গ Co ঘ Zn
144. অ্যালকেনের কোন যৌগগুলো বর্ণহীন গ্যাস? (উচ্চতর দক্ষতা)
√ C1 – C4 খ C4 – C8
গ C8 – C12 ঘ C12 – C16
145. কোন জৈব যৌগটি বর্ণহীন, গন্ধহীন ও মোম সাদৃশ কঠিন পদার্থ? (অনুধাবন)
ক C12H26 খ C14H3০
গ C15H32 √ C18H38
146. হাইড্রোজেনের সাথে CO মিশ্রিত করে মিশ্রণটিকে 25০0C উষ্ণতায় সূ² নিকেল চ‚র্ণের ওপর দিয়ে প্রভাবিত করলে কী উৎপন্ন হয়? (জ্ঞান)
ক মিথানল খ মিথান্যাল
√ মিথেন ঘ মিথানোয়িক এসিড
147. সাধারণ তাপমাত্রায় কোনটি গ্যাসীয়? (অনুধাবন)
√ বিউটেন খ পেন্টেন
গ হেক্সেন ঘ মিথানোয়িক এসিড
148. সাধারণ তাপমাত্রায় কোনটি কঠিন? (অনুধাবন)
ক ডেকেন খ ডোডেকেন
গ ট্রাইডেকেন √ হেক্সাডেকেন
149. কোনটির উপস্থিতির জন্য অ্যালকিন যুত বিক্রিয়া প্রদর্শন করে? (জ্ঞান)
ক কার্বন-কার্বন একক বন্ধন √ কার্বন-কার্বন দ্বিবন্ধন
গ কার্বন-কার্বন -বন্ধন ঘ কার্বন-হাইড্রোজেন -বন্ধন
15০. অ্যালকিন কোন বিক্রিয়ায় অ্যালকেনে পরিণত হয়? (জ্ঞান)
ক জারণ খ পলিমারকরণ
√ সংযোজন ঘ সমাণুকরণ
151. অ্যালকিনের হাইড্রোজেনেশন বিক্রিয়ায় কোন প্রভাবক ব্যবহার করা হয়? (জ্ঞান)
ক Zn খ O2
গ Al √ Ni
152. HCl এর জলীয় দ্রবণে ইথিন যোগ করলে কোনটি উৎপন্ন হয়? (প্রয়োগ)
ক CH3 – CH3 √ CH3 – CH2Cl
গ ClCH2 – CH2Cl ঘ CH3 – CH(Cl)Cl
153. পলিথিন কিসের পলিমার? (জ্ঞান)
ক ক্লোরোইথিন √ ইথিলিন
গ ইথাইন ঘ প্রোপিলিন
154. পলিথিন তৈরিতে কোন প্রভাবক ব্যবহার করা হয়? (জ্ঞান)
√ O2 খ TiCl3
গ AlCl3 ঘ Fe2O3
155. কোনটি পলিভিনাইল ক্লোরাইড (চঠC)-এর মনোমার? (অনুধাবন)
ক প্রোপিলিন √ ক্লোরোইথিন
গ ভিনাইল অ্যাসিটেট ঘ প্রোপিন নাইট্রাইল
156. ঢ + H2 Ni18০0C–→ CH3 – CH2 – CH3; ঢ যৌগের নাম কী? (প্রয়োগ)
ক প্রোপানল খ প্রোপান্যাল
√ প্রোপিন ঘ প্রোপানোন
157. ব্রোমিন কী বর্ণের তরল পদার্থ? (জ্ঞান)
ক সাদা √ লাল
গ বেগুনি ঘ গোলাপি
158. H2C = CH – CH2 – CH3 +ঐBr  ঢ ; ঢ যৌগটির নাম কী? (প্রয়োগ)
ক 3-ব্রোমো বিউটেন √ 2-ব্রোমো বিউটেন
গ 1, 2-ডাই ব্রোমো বিউটেন ঘ 2-ব্রোমো বিউটিন

16০. কোনটি অসম্পৃক্ত যৌগ? (অনুধাবন)
ক C3H8 √ C3H6
গ C5H12 ঘ C2০H42

162. পাঁচ থেকে পনেরো কার্বন সংখ্যাবিশিষ্ট সম্পৃক্ত হাইড্রোকার্বনসমূহ কোন অবস্থায় থাকে? (জ্ঞান)
ক কঠিন √ তরল
গ অর্ধতরল ঘ গ্যাসীয়
163. পেন্টেনের স্ফুটনাঙ্ক কত? (জ্ঞান)
ক 160C খ 260C
√ 360C ঘ 460C
164. আইকোসেন যৌগটির ভৌত অবস্থা কেমন? (জ্ঞান)
√ কঠিন খ তরল
গ গ্যাসীয় ঘ অর্ধতরল
165. কোনটি ক্লোরোফরমের সংকেত? (অনুধাবন)
ক – CH2-CH2- খ CH2Cl2
√ CHCl3 ঘ CCl4
166. ড্রাইওয়াশ করতে নিচের কোনটি ব্যবহৃত হয়? (জ্ঞান)
√ CCl4 খ CHCl3
গ CH2Cl2 ঘ CH3Cl
167. কোনটি উত্তম জ্বালানি? (অনুধাবন)
√ C8ঐ18 খ C18H36
গ C19H4০ ঘ C2০H42
168. কোনটি আংশিক সম্পৃক্ত? (অনুধাবন)
√ মার্জারিন খ উদ্ভিজ্জ তেল
গ C1০H2০ ঘ C5H10
169. ইথিন জলীয় KMnO4 দ্বারা জারিত হয়ে কী উৎপন্ন করে? (জ্ঞান)
ক ইথানল √ ইথিলিন গøাইকল
গ ইথানোয়িক এসিড ঘ ইথাইল ক্লোরাইড
17০. কোনটি শিল্পক্ষেত্রে জৈব যৌগ তৈরির বিক্রিয়া? (উচ্চতর দক্ষতা)
ক 2 CH4 → C2H2 + 3H2
খ C18H38 → C6H14 + 6 C2H4
√ CধC2 + H2O → C2H2+ Cধ(OH)4
ঘ C2H6 + O2 → 2CO2 + 3H2O
171. কোন জৈব যৌগটি জ্বালানিরূপে ব্যবহৃত হয়? (অনুধাবন)
ক CH2 = CH2 খ CH3 – CH3
√ CH3 CH2 – OH ঘ CH3 – CHO
172. পলিইথিন কত তাপমাত্রায় উৎপন্ন হয়? (জ্ঞান)
ক 15০0C √ 2০০0C
গ 25০0C ঘ 3০০0C
173. প্রাকৃতিক গ্যাস থেকে কত তাপমাত্রায় ইথাইন উৎপন্ন হয়? (জ্ঞান)
ক 1০০০0C খ 12০০0C
√ 15০০0C ঘ 18০০0C
174. কোনটিতে ব্রোমিনের বর্ণ বিনষ্ট হয়? (অনুধাবন)
ক CH4 খ C2H6
√ C2H2 ঘ C3H8
» বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
175. CnH2n+2 সাধারণ সংকেত বিশিষ্ট যৌগসমূহের-
i. দহন ক্রিয়ায় CO2 ও H2O উৎপন্ন হয়
ii. রাসায়নিক শিল্পে গুরুত্ব অনেক
iii. তাপীয় বিযোজনে নতুন যৌগ সৃষ্টি হয়
নিচের কোনটি সঠিক? (উচ্চতর দক্ষতা)
ক i ও ii খ i ও iii
গ ii ও iii √ i, ii ও iii
176. হাইড্রোকার্বনের তাপীয় বিয়োজনে-
i. 7০ বায়ুচাপ ও প্রায় 75০0C তাপমাত্রা লাগে
ii. ক্ষুদ্র শিকলবিশিষ্ট অ্যালকেন ও অ্যালকিনের মিশ্রণ পাওয়া যায়
iii. ঝরO2 প্রভাবক ব্যবহৃত হয়
নিচের কোনটি সঠিক? (প্রয়োগ)
√ i ও ii খ i ও iii
গ ii ও iii ঘ i, ii ও iii
177. ভিক্স-
i. এক ধরনের মলম
ii. রাসায়নিকভাবে খুবই সক্রিয়
iii. তরল ও কঠিন মোমের মিশ্রণ
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
ক i ও ii √ i ও iii
গ ii ও iii ঘ i, ii ও iii
178. অসম্পৃক্ত যৌগ-
i. CH2 = CH – CH3
ii. CH ≡ C – C ঐ = CH2
iii. CH2 = CH – COOH
নিচের কোনটি সঠিক? (প্রয়োগ)
ক i ও ii খ ii ও iii
গ i ও iii √ i, ii ও iii
179. CH3 – CH = CH2 যৌগের-
i. রাসায়নিক সক্রিয়তা অনেক বেশি
ii. দ্বিবন্ধনের প্রথমটি শক্তিশালী হলেও দ্বিতীয়টি তুলনামূলক দুর্বল
iii. পলিমারকরণ সম্ভব
নিচের কোনটি সঠিক? (উচ্চতর দক্ষতা)
ক i ও ii খ i ও iii
গ ii ও iii √ i, ii ও iii
18০. অ্যালিফেটিক হাইড্রোকার্বনে কার্বন শিকলের-
i. দুইটি কার্বন পরমাণু দ্বিবন্ধন দ্বারা যুক্ত থাকতে পারে
ii. দুই প্রান্ত অবশ্যই মুক্ত থাকে
iii. দুইটি কার্বন পরমাণু ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকতে পারে
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
ক i ও ii খ i ও iii
গ ii ও iii √ i, ii ও iii
181. সম্পৃক্ত হাইড্রোকার্বন-
i. শিকলে একক বন্ধন থাকে
ii. প্যারাফিন নামে পরিচিত
iii. যৌগের সাধারণ সংকেত CnH2n
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
√ i ও ii খ i ও iii
গ ii ও iii ঘ i, ii ও iii
182. ক্লোরিন মিথেনের সাথে বিক্রিয়া করলে প্রধান উৎপাদ হিসেবে পাওয়া যায়-
i. ক্লোরোমিথেন
ii. হাইড্রোজেন ক্লোরাইড
iii. ডাইক্লোরোমিথেন ও হাইড্রোজেন ক্লোরাইড
নিচের কোনটি সঠিক? (উচ্চতর দক্ষতা)
ক র √ i ও ii
গ ii ও iii ঘ i, ii ও iii
»» অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের সংকেতগুলো লক্ষ কর এবং 183 ও 184 নং প্রশ্নের উত্তর দাও :
H3C – C H3 H2C = CH2 ঐC ≡ CH
(1) (2) (3)
183. উদ্দীপকের-
i. (2) নং যৌগটি পলিমার গঠন করে
ii. (2) ও (3) নং যৌগ ব্রোমিন দ্রবণকে বর্ণহীন করে
iii. (1) নং যৌগের সাথে 71মস ক্লোরিন সংযোজিত হতে পারে
নিচের কোনটি সঠিক? (উচ্চতর দক্ষতা)
√ i ও ii খ i ও iii
গ ii ও iii ঘ i, ii ও iii
184. (1) নং যৌগ + Cl2 = ঢ + HCl ; বিক্রিয়ায় ঢ-এর সংকেত কী? (প্রয়োগ)
ক CH3Cl খ CH2Cl2
√ CH3 CH2Cl ঘ CH3CH2OH
নিচের গাঠনিক সংকেত থেকে 185 ও 186 নং প্রশ্নের উত্তর দাও:

185. এটি কোন যৌগের সংকেত? (অনুধাবন)
ক অ্যালিফেটিক √ অ্যারোমেটিক
গ অজৈব ঘ ধাতব
186. উক্ত যৌগটির কার্যকরী মূলক কোনটি? (অনুধাবন)
ক – C ≡ C – খ – C – H
√ – C = C – ঘ = C – H
নিচের উদ্দীপকটি পড় এবং 187 ও 188 নং প্রশ্নের উত্তর দাও :
হাসান একটি হাইড্রোকার্বন নিয়ে ক্ষারীয় KMnO4 দ্বারা বিক্রিয়া ঘটিয়ে দেখল যে KMnO4 এর গোলাপি বর্ণ দূরীভ‚ত হয়। যৌগটি পলিমার বিক্রিয়াও প্রদর্শন করে।
187. উদ্দীপকে উল্লিখিত যৌগটি হতে পারে-
i. অ্যালকিন
ii. অ্যালকাইন
iii. অ্যালকেন
নিচের কোনটি সঠিক? (প্রয়োগ)
ক র √ i ও ii
গ i ও iii ঘ i, ii ও iii
188. অ্যালকোহল থেকে উদ্দীপকে উল্লিখিত যৌগটি উৎপন্ন করা যায়। যৌগটি উৎপাদনকালে নিরুদক হিসেবে কী প্রয়োজন হয়? (উচ্চতর দক্ষতা)
ক HCl খ P2O3
গ HNO3 √ H2SO4

নবম দশম রসায়ন ১১তম অধ্যায় বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর (সমন্মিত)

3০1. ড্রাইওয়াশ করতে কোনটি ব্যবহৃত হয়?
ক C2H4 √ CCl4
গ CHCl3 ঘ CH3Cl
3০2. নিচের কোনটি কার্বনের যৌগ?
ক ফরমালিন খ প্রাকৃতিক গ্যাস
গ কেরোসিন √ সবগুলো
3০3. নন-স্টিক পত্র তৈরি হয় কি থেকে?
√ টেফলন খ চঠC
গ পলি প্রোপিন ঘ মেলামাইন
3০4. নিচের কোনটি বিষাক্ত?
ক (NH4)2SO4 √ HgSO4
গ Na2SO4 ঘ AlCl3
3০5. কোনটি কঠিন যৌগ?
ক C6H12 খ C8H16
গ C1০H22 √ C16H34
3০6. সাধারণত কত তাপমাত্রায় ইথিলিন পলিথিন পরিণত হয়?
ক 1০০0C √ 2০০0C
গ 3০০0C ঘ 4০০0C
3০7. প্রাকৃতিক পলিমার কোনটি?
ক নাইলন খ পলিস্টার
গ টেফলন √ প্রোটিন
3০8. পেট্রোলিয়ামের শতকরা কতভাগ LPG?
ক 1% √ 2% গ 3% ঘ 4%
3০9. একটি হাইড্রোকার্বনের আণবিক ভর 56 হলে হাইড্রোকার্বনটির সংকেত কোনটি?
ক C3H8 √ C4H8
গ C4H10 ঘ C5H12
31০. আইকোসেন এ কয়টি C পরমাণু থাকে?
ক 18 খ 19
√ 2০ ঘ 21
311. ফ্যাটি এসিড ও ইথানলের বিক্রিয়ায় কোন যৌগটি উৎপন্ন হয়?
ক ইথার খ অ্যালডিহাইড
√ এস্টার ঘ সাবান
312. ইনসুলিন কোনটির পলিমার?
ক গøুকোজ খ অ্যালডিহাইড
গ ফ্যাটি এসিড √ অ্যামাইনো এসিড
313. TFE তে কতটি দ্বি-বন্ধন আছে?
ক ০ √ 1
গ 2 ঘ 3
314. প্রাকৃতিক গ্যাস হচ্ছে-
ক বাষ্পীয় পদার্থ খ অজৈব পদার্থ
√ হাইড্রোকার্বন ঘ আয়নিক যৌগ
315. CH3 – CH2Br + NaOH(ধয়)  ? + NaBr
ক CH3 – CH2Br খ CH3 – CHBr
√ CH3 – CH2OH ঘ CH3 – CHO
316. নিচের কোনটি ডোডেকেন এর সংকেত?
ক C1০H12 খ C1০H24
√ C12H26 ঘ C13H28
317. অ্যাসিটিলিন ও বেনজিনের স্থূল সংকেত কোনটি?
ক C6H6 খ C2H6
গ C4H4 √ CH
318. কোনটি বদ্ধ শিকল হাইড্রোকার্বন?
ক C4H10 খ C3H6
√ C3H8 ঘ C2H6
319. ইথারের কার্যকরী মূলক কোনটি?
√ R – O – R খ – COOR
গ – CHO ঘ – COOH
32০. ী + 3O2(g) = 2CO2(g) + 3H2O(g) বিক্রিয়াটিতে ী যৌগটির নাম কী?
√ মিথেন খ ইথেন
গ ইথানল ঘ মিথানল
321. অ্যালকেন অপূর্ণ দহনে নিচের কোনটি উৎপন্ন করে?
ক CO2(g) √ CO(g)
গ ঘO2(g) ঘ ঝO2(g)
322. আমেরিকার গাড়িতে পেট্রোলের সাথে শতকরা কত ভাগ ইথানল ব্যবহার করা হয়?
ক 5% খ 15%
√ 1০% ঘ 25%
323. সিলিন্ডারের রান্না কাজে ব্যবহৃত জ্বালানি কোনটি?
ক মিথেন খ ইথেন
√ বিউটেন ঘ অকটেন
324. কোনটি সম্পৃক্ত হাইড্রোকার্বন?
ক C2H4 খ C2H2
গ C3H6 √ C4H10
325. উদ্ভিদদেহ মাটির নিচে পরিবর্তিত হয়ে কীসে রূপান্তরিত হয়?
ক মিথেন খ ইথেন
গ তেল √ কয়লা
326. নিচের কোনটি ব্রোমিন দ্রবণের বর্ণকে বর্ণহীন করতে পারে?
ক C3H8 খ C3H8O
গ C3H6O √ C3H4
327. আইকোসেনের সংকেত কোনটি?
ক C16H34 √ C2০H42
গ C2H16 ঘ C9H2০
328. নিচের কোনটি অ্যারোমেটিক যৌগ?
ক C3H8 √ C6H6
গ C2H6 ঘ C2H5OH
329. ঢ + 3H2 Ni 18০0C–→ ণ; ঢ যৌগটিতে কতটি দ্বিবন্ধন আছে?
√ 2 খ 3
গ 4 ঘ 5
33০. পিঁপড়ার দেহে কোন এসিড থাকে?
√ HCOOH খ CH3COOH
গ CH3CH2COOH ঘ CH3(CH3)2COOH
331. অ্যালকাইনের সাধারণ সংকেত?
√ CnH2n – 2 খ CnH2n + 1
গ CnH2n ঘ CnH2n+1
332. CO2 + H2 25০0C-→Ni
ক CO খ H2O
√ CH4 ঘ C2H4
333. প্রাকৃতক গ্যাসে প্রোপেনের পরিমাণ কত?
ক 3% খ 4%
গ 5% √ 6%
334. কোনটি জলীয় KMnO4 এর গোলাপি বর্ণ বিনষ্ট করে?
√ C4H8 খ C4H10
গ C5H12 ঘ C6H14
335. কোনটি বদ্ধ শিকল যৌগ?
ক হ-বিউটেন খ আইসো বিউটেন
√ সাইক্লো বিউটেন ঘ হ-প্রোপেন
336. CO ও H2 ব্যবহার করে কত তাপমাত্রায় উত্তপ্ত করলে অ্যালকেন পাওয়া যায়?
ক 15০0C খ 2০০0C
√ 25০0C ঘ 3০০0C
337. সাইক্লোহেক্সেনের আণাবিক সংকেত কোনটি?
ক C6H6 খ C6H14
√ C6H12 ঘ C4 = H10
338. মিথেন ও Cl2 এর বিক্রিয়া সূর্যালোকে কয়টি ধাপে সম্পন্ন হয়?
ক 2 খ 3
√ 4 ঘ 5
339. পেট্রোলিয়ামের বর্ণ কিরূপ হয়?
ক কালো খ বর্ণহীন
√ কালো বাদামি ঘ বাদামি
34০. প্রাকৃতিক গ্যাস জ্বালালে কোনটি পাওয়া যায়?
ক CH4 খ C2H6
√ CO2 ঘ O2
341. প্রাকৃতিক গ্যাসে পেন্টেনের পরিমাণ কত?
√ 3% খ 4%
গ 6% ঘ 7%
342. বাংলাদেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ কত?
ক 8০% খ 98.99%
গ99.98% √ 99.99%
343. পেট্রোলিয়ামে শতকরা কত ভাগ ন্যাপথা থাকে?
ক 9% √ 1০%
গ 15% ঘ 26%
344. নিচের কোনটি অ্যালকিন?
ক C6H14 খ C4H10
গ C4H7 √ C6H12
345. হাইড্রোকার্বনকে কয়ভাগে ভাগ করা যায়?
√ 2 খ 3
গ 4 ঘ 5
346. অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে কত ভাগে ভাগ করা যায়?
√ 2 খ 3
গ 4 ঘ 5
347. 1, 2- ডাইব্রোমো ইথিনের সংকেত কোনটি?
ক CHBr = CHBr √ CH2Br = CH2Br
গ CHBr2 = CHBr2 ঘ CHই2ৎ = CHই2ৎ
348. কোনটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন?
ক CH3-CH3 খ CH3-CH2-CH3
গ CH3-CH2-CH3-CH √ CH3-CH=CH2
349. হেক্সাডেকেনের স্ফুটনাংক কত?
√ 1350C খ -1640C
গ – 420C ঘ 360C
35০. অ্যালিফেটিক হাইড্রোকার্বন কত প্রকার?
ক সম্পৃক্ত ও অসম্পৃক্ত √ মুক্ত শিকল ও বদ্ধ শিকল
গ সাইক্লিক ও নন সাইক্লিক ঘ আবদ্ধ ও মুক্ত বন্ধন
351. বিউটেনের স্ফুটনাঙ্ক কত?
√ – 10C খ 360C
গ – 420C ঘ 690C
352. যৌগটি কী?
ক অ্যালকেন √ অ্যালিসাইক্লিক
গ অ্যারোমেটিক ঘ হেটারোসাইক্লিক
353. কোনটি টেফলনের মনোমার?
ক CH2 = CH – CH3 খ CH2 = CHCl2
√ Cঋ2 = Cঋ2 ঘ CH2 = CH3
354. কোনটি প্রাকৃতিক পলিমার?
ক স্টার্চ √ নাইলন
গ পলিস্টার ঘ চঠC
355. কোন জাতীয় যৌগ পলিমার গঠন করে?
ক জৈব এসিড √ অ্যালকিন
গ অ্যালকেন ঘ অ্যালকোহল
356. পলিথিনের মনোমার কোনটি?
ক CH – CH √ CH2 = CH2
গ CH2 = CH – CH3 ঘ CH4
357. থার্মোসেটিং পলিমার কোনটি?
√ বাকেলাইট খ চঠC
গ চঠঅ ঘ পলিথিন
358. ইথানলকে সালফিউরিক এসিডের উপস্থিতিতে কোনটি দ্বারা জারিত করে ইথানয়িক এসিড উৎপন্ন করা হয়?
ক অক্সিজেন খ ম্যাঙ্গানাস এসিটেট
গ পটাসিয়াম সালফেট √ পটাসিয়াম ডাইক্রোমেট
359. পরীক্ষাগারে কিসের উপস্থিতিতে ইথানয়িক এসিড উৎপন্ন হয়?
ক HCl √ H2SO4
গ ঘঐO3 ঘ H2O
36০. অ্যালকিন পানি বাষ্পের সাথে বিক্রিয়া বিক্রিয়া করে অ্যালকোহল উৎপন্ন করার সময় প্রভাবক হিসেবে ব্যবহৃত হয় কোনটি?
ক KMnO4 খ H2SO4
গ Ni √ H3চঙ4
361. টেরিলিন তৈরিতে ব্যবহৃত হয়-
i. ইথেন-1, 2 ডাইওল
ii. বেনজিন-1, 4 ডাইকার্বক্সিলিক এসিড
iii. এডিপিক এসিড
নিচের কোনটি সঠিক?
√ i ও ii খ i ও iii গ ii ও iii ঘ i, ii ও iii
362. জ – CH = CH2 + ঐBr → জ – CH2 – CH2ই, বিক্রিয়াটিতে-
i. সংযোজন ঘটে
ii. অ্যালকিন থেকে অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন হয়
iii. জ = ঐ হলে বিক্রিয়ক হবে ইথিলিন
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii গ ii ও iii √ i, ii ও iii
363. নিচের কোন যৌগটির উপস্থিতিতে ইথানল ইথিনে পরিণত হয়?
i. H2SO4
ii. Al2O3
iii. CH3COOH
নিচের কোনটি সঠিক?
ক র খ i ও iii গ ii ও iii √ i ও ii
364. জীবাশ্ম জ্বালানির উদাহরণ হলো-
i. একটি চর্বি
ii. একটি তেল
iii. সয়াবিন তেল হতে পাওয়া যায়
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii গ ii ও iii √ i, ii ও iii
365. মার্জারিন-
i. একটি চর্বি
ii. একটি তেল
iii. সয়াবিন তেল হতে পাওয়া যায়
নিচের কোনটি সঠিক?
ক i ও ii √ i ও iii গ ii ও iii ঘ i, ii ও iii
366. ইথিন হতে অ্যালকোহল তৈরি করতে ব্যবহার করা যাবে-
i. প্রভাবক হিসেবে H3চঙ4
ii. বিকারক হিসেবে ঐBr
iii. জলীয় NaOH
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii গ ii ও iii √ i, ii ও iii
367. C18H38 এর তাপ জারণে উৎপন্ন হয়-
i. C8H16
ii. C2০H4০
iii. H2
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii গ ii ও iii √ i ও iii
368. জী(ষ) + KOH  অ + কী + H2O থেকে সরাসরি উৎপাদন সম্ভব-
i. এলকেন
ii. অ্যালকোহল
iii. ফ্যাটি এসিড
নিচের কোনটি সঠিক?
√ i ও ii খ i ও iii গ ii ও iii ঘ i, ii ও iii
369. C2H5OH -→Al2O3 ঢ; বিক্রিয়াটিতে-
i. বিক্রিয়ক এক ধরনের অ্যালকোহল
ii. ঢ যৌগটিতে অসম্পৃক্ততা রয়েছে
iii. পানি অপসারিত হয়
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii গ ii ও iii √ i, ii ও iii
37০. নিচের যৌগ দুটি লক্ষ কর এবং সঠিক উত্তর চি‎িহ্নত কর-
CH3 – CH = CH2 CH3 – CH2- CH3
(অ) (ই)
i. উভয়ে মুক্ত শিকল হাইড্রোকার্বন
ii. অ-সম্পৃক্ত হাইড্রোকার্বন
iii. ই- অসম্পৃক্ত হাইড্রোকার্বন
নিচের কোনটি সঠিক?
√ র খ রর গ ররর ঘ i, ii ও iii
371. H2C = CH2(g) + Br2(g) CCl4→ CH2Br – CH2Br
i. বিক্রিয়াটি অসম্পৃক্ততার পরীক্ষায় ব্যবহার করা হয়
ii. Br2 লাল বর্ণ দূরীভ‚ত
iii. অ্যালকেন দেয় না
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii গ ii ও iii √ i, ii ও iii
372. জৈব যৌগ-
i.
ii. CH3 – (CH2)9 – CH = CH
iii. CO2
নিচের কোনটি সঠিক?
ক র √ i ও ii গ ii ও iii ঘ i, ii ও iii
নিচের বিক্রিয়ার আলোকে 373 ও 374 নং প্রশ্নের উত্তর দাও :
CH3CH2OH H2SO4-→H2O H2C = CH2
373. বিক্রিয়াটিতে H2SO4 কী হিসেবে কাজ করে?
ক প্রভাবক √ নিরুদক
গ বিজারক ঘ বিরঞ্জক
374. বিক্রিয়ায় উল্লিখিত-
i. ঢ যৌগকে জারিত করলে CO2 পাওয়া যায়
ii. ঢ জারিত হয়ে অ্যালডিহাইড দেয়
iii. ণ হতে ঢ পাওয়া যায়
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii গ ii ও iii √ i, ii ও iii
নিচের তথ্য থেকে 375 ও 376 নং প্রশ্নের উত্তর দাও :
CH2ঙ স্থূল সংকেতবিশিষ্ট অ যৌগের বাষ্প ঘনত্ব 9০.
375. অ যৌগটির আণবিক সংকেত-।
√ C6H12O6 খ C2H5OH
গ C2H2O4 ঘ C3H6O3
376. উক্ত যৌগটিতে-।
i. কার্বনের পরিমাণ 4০%
ii. যৌগটি পানিতে দ্রবণীয়
iii. কার্বন হাইড্রোজেন ও অক্সিজেনের মোট পরমাণুর সংখ্যা 24টি
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii গ ii ও iii √ i, ii ও iii
C12H26 5০০0C-→Al2O3.CৎO3C1০H22 + অ
উপরের উদ্দীপকের ভিত্তিতে 377 – 379 নং প্রশ্নের উত্তর দাও :
377. অ যৌগটির নাম কি?
ক ইথেন খ মিথেন
গ প্রোপিন √ ইথিন
378. অ যৌগটি-
i. হলো অসম্পৃক্ত হাইড্রোকার্বন
ii. অ্যালকিন
iii. সংযোজন বিক্রিয়ায় অংশ নেয়
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii গ ii ও iii √ i, ii ও iii
379. অ যৌগটি-
i. একটি অ্যালকোহল তৈরি সম্ভব
ii. হতে পলিথিন তৈরি করা হয়
iii. হতে প্লাস্টিক বোতল তৈরি করা সম্ভব
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii গ ii ও iii √ i, ii ও iii
নিচের বিক্রিয়ার আলোকে 38০ ও 381 নং প্রশ্নের উত্তর দাও :
CH2 = CH2 + H2 18০ – 2০০0C–→Ni CH3 – CH3
38০. উপরের বিক্রিয়াটি কী ধরনের?
ক পলিমারকরণ খ জারণ
গ পানিযোজন √ হাইড্রোজেনেশন
381. এ ধরনের বিক্রিয়ার মাধ্যমে তৈরি করা যায়-
ক প্লাস্টিক খ এস্টার
গ চঠC √ মার্জারিন
নিচের বিক্রিয়ার আলোকে 382 ও 383 নং প্রশ্নের উত্তর দাও :
CH3 – CH2OH + H2SO4  ঢ ঐBr-→ ণ
382. ঢ যৌগ থেকে কোন পলিমার পাওয়া যায়?
ক পলিভিনাইল ক্লোরাইড খ পলিপ্রোপিন
গ টেফলন √ পলিথিন
383. উদ্দীপকের বিক্রিয়ায় উৎপন্ন-
i. ণ যৌগ থেকে ইথানল প্রস্তুত করা সম্ভব
ii. ঢ পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিটালডিহাইড উৎপন্ন করে
iii. ঢ ইথাইন অপেক্ষা বেশি সক্রিয়
নিচের কোনটি সঠিক?
ক i ও ii √ i ও iii গ ii ও iii ঘ i, ii ও iii
নিচের উদ্দীপকটি 384 ও 385 নং প্রশ্নের উত্তর দাও :
C3H7ও + KOH(ধয়) ঢ K2Cr2O7-→ ণ
384. ণ যৌগটির সংকেত কোনটি?
ক CH3COOH খ C3H7COOH
√ C2H5COOH ঘ HCOOH
385. ‘ঢ’ যৌগটি-
i. পানীয় হিসেবে ব্যবহৃত হয়
ii. উন্নত দেশে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়
iii. তিন কার্বন বিশিষ্ট অ্যালকোহল
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii গ ii ও iii √ i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় 386 ও 387 নং প্রশ্নের উত্তর দাও :
C12H26 Al2O3 5০০0C–→Cৎ2O3
386. অ কী?
ক বিউটেন খ প্রোপেন
গ ইথেন √ ইথিন
387. অ থেকে তৈরি করা সম্ভব-
i. ইথানল
ii. পলিথিন
iii. ইথিলিন গøাইকল
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii গ ii ও iii √ i, ii ও iii
“5০ঢ” সংকেতটির আলোকে 388 ও 389 নং প্রশ্নের উত্তর দাও :
388. মৌলটি পর্যায় সারণির কোন গ্রুপে?
ক 13 √ 14
গ 15 ঘ 16
389. মৌলটি-
i. একটি মুদ্রা ধাতু
ii. এর ধর্ম ঝর এর অনুরূপ
iii. এর আকার 1 এর চেয়ে বড়
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii গ ii ও iii √ i, ii ও iii
নিচের বিক্রিয়াটি লক্ষ এবং 39০ ও 391 নং প্রশ্নের উত্তর দাও :
H2C = CH2 + Br2  CH2Br
39০. উপরোক্ত বিক্রিয়ায় উৎপন্ন যৌগটির নাম কী?
ক ডাইব্রোমো ইথেন খ 1, 1 ডাইব্রোমো ইথেন
√ 1, 2 ডাইব্রোমো ইথেন ঘ 2, 2 ডাইব্রোমো ইথেন
391. উক্ত বিক্রিয়ায়-
i. অসম্পৃক্ত হাইড্রোকার্বন শনাক্ত হয়
ii. ব্রোমিনের বর্ণ বিনষ্ট হয়
iii. গোলাপি বা বেগুনি বর্ণের সৃষ্টি হয়
নিচের কোনটি সঠিক?
ক র √ i ও ii গ i ও iii ঘ i, ii ও iii
নিচের যৌগ দুটি লক্ষ কর এবং 392 ও 393 নং প্রশ্নের উত্তর দাও :
(অ) CH3-CH2OH (ই) CH3 -CH2 – CH3
392. ই- যৌগটির স্ফুটনাংক কত?
ক 780C খ -240C
√ -420C ঘ 720C
393. অ- যৌগটির –
i. ভৌত অবস্থা তরল
ii. পানিতে দ্রবণীয়
iii. এটি অ্যালকোহল
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii গ ii ও iii √ i, ii ও iii
নিচের তথ্য থেকে 394 ও 395 নং প্রশ্নের উত্তর দাও :
হH2C  CH  (-CH2 – CH-)হ
। ।
ঢ ঢ

394. উপরের বিক্রিয়াটি কোন ধরনের বিক্রিয়া?
ক সংযোজন খ বিয়োজন
√ পলিমাকরণ ঘ জারণ
395. বিক্রিয়াটিতে ব্যবহৃত বিক্রিয়ক অণুটিকে কী বলে?
√ মনোমার খ অ্যানোমার
গ পলিমার ঘ অ্যান্টিমার

SSC Chemistry chapter 11 MCQ

» বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
396. জীবাশ্ম জ্বালানি হলো-
i. কয়লা ও প্রাকৃতিক গ্যাস
ii. পেট্রোল ও ডিজেল
iii. বায়োগ্যাস ও বায়ুপ্রবাহ
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
ক র খ রর
√ i ও ii ঘ i, ii ও iii
397. CH4, C2H6, C3H8, C4H10 প্রভৃতি গ্যাস-
i. পেট্রোলিয়ামের উপরে জমা থাকে
ii. জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়
iii. কার্বন ও নাইট্রোজেনের যৌগ
নিচের কোনটি সঠিক? (উচ্চতর দক্ষতা)
√ i ও ii খ i ও iii
গ ii ও iii ঘ i, ii ও iii
398. পেট্রোলিয়ামের আংশিক পাতনে প্রাপ্ত হয়-
i. 1210C – 17০0C তাপমাত্রায় কেরোসিন
ii. 1710C – 27০0C তাপমাত্রায় ডিজেল
iii. 710C – 12০0C তাপমাত্রায় ন্যাপথা
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
ক i ও ii খ i ও iii
গ ii ও iii √ i, ii ও iii
399. পেট্রোলিয়ামের আংশিক পাতন কলামের 271-34০0C তাপমাত্রা অঞ্চল থেকে পৃথক হয়-
i. লুব্রিকেটিং অয়েল
ii. জ্বালানি তেল
iii. বিটুমিন
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
ক র খ রর
√ i ও ii ঘ i ও iii
4০০. (- গ – হ – গ – হ – গ – হ – ) গঠনে-
i. সাধারণত দ্বিবন্ধনবিশিষ্ট অ্যালকিন অণু মনোমার থাকতে পারে
ii. বিভিন্ন একযোজী মূলক যুক্ত থাকতে পারে
iii. কোনো ক্ষুদ্র অণু অপসারিত হয় না
নিচের কোনটি সঠিক? (প্রয়োগ)
ক i ও ii খ i ও iii
গ ii ও iii √ i, ii ও iii
4০1. জ – CH = CH2 + ঐBr  জ – CH2 – CH2 – Br; বিক্রিয়াটিতে-
i. হ্যালোজেন সংযোজন ঘটে
ii. অ্যালকিন থেকে অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন হয়
iii. জ = ঐ হলে বিক্রিয়ক হবে ইথিন
নিচের কোনটি সঠিক? (উচ্চতর দক্ষতা)
ক i ও ii খ i ও ii
গ ii ও iii √ i, ii ও iii
4০2. গ্যাসহোল-
i. একটি জ্বালানি
ii. এস্টার শ্রেণির যৌগ
iii. পেট্রোলের সাথে 1০-2০% ইথানল যোগে তৈরি হয়
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
ক i ও ii √ i ও iii
গ ii ও iii ঘ i, ii ও iii
»» অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের ছকটি লক্ষ কর এবং 4০3 – 4০5 নং প্রশ্নের উত্তর দাও :
পাতন তাপমাত্রা কার্বন সংখ্যা পেট্রোলিয়ামের উপাদান
1. 210C – 7০0C C5 – C1০ গ্যাসোলিন
2. 710C – 12০0C C7 – C14 ঢ
3. 1210C – 17০0C ? কেরোসিন
4০3. উদ্দীপকের 1ম উপাদানটি-
i. পেট্রোল নামে পরিচিত
ii. প্রাইভেট কারে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়
iii. রাস্তা নির্মাণের কাজে লাগে
নিচের কোনটি সঠিক? (উচ্চতর দক্ষতা)
√ i ও ii খ i ও iii
গ ii ও iii ঘ i, ii ও iii
4০4. ‘ঢ’ উপাদানটির নাম কী হবে? (প্রয়োগ)
ক LPG খ পেট্রোল
√ ন্যাপথা ঘ ডিজেল
4০5. ‘?’ চিহ্নিত স্থানে কোনটি বসবে? (অনুধাবন)
ক C5 – C1০ খ C7 – C16
গ C9 – C16 √ C11 – C16
নিচের সমীকরণটি লক্ষ কর এবং 4০6 ও 4০7 নং প্রশ্নের উত্তর দাও :
হH2C = CH2 2০০0C-→1০০০ধঃস[ – CH2 – CH2 -]হ
4০6. উদ্দীপকের বিক্রিয়াটি কী ধরনের? (অনুধাবন)
ক সমানুকরণ খ প্রশমন
গ জারণ-বিজারণ √ পলিমারকরণ
4০7. উদ্দীপকের-
i. উৎপাদ পলিমারটি অ্যালকেন অণু
ii. মনোমার KMnO4 -কে বিবর্ণ করে
iii. পলিমারটি সহজেই কাটা যায়
নিচের কোনটি সঠিক? (জ্ঞান)
√ i ও ii খ i ও iii
গ ii ও iii ঘ i, ii ও iii
নিচের সমীকরণটি লক্ষ কর এবং 4০8 ও 4০9 নং প্রশ্নের উত্তর দাও :
H2C = CH2(g) + H2O(g) H2 SO4 HgSO4 ণ(ষ)
4০8. ণ-কে জারিত করলে কী যৌগ উৎপন্ন হয়? (প্রয়োগ)
√ জৈব এসিড খ এস্টার
গ অ্যালকিন ঘ অ্যালকোহল
4০9. ‘ণ’ যৌগটি –
i. 2-কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড
ii. অ্যালকোহল থেকে তৈরি করা যায়
iii. অ্যালকেন থেকে সরাসরি পাওয়া যায়
নিচের কোনটি সঠিক? (উচ্চতর দক্ষতা)
√ i ও ii খ i ও iii
গ ii ও iii ঘ i, ii ও iii

Leave a Reply