ষষ্ঠ শ্রেণির বাংলা কতকাল ধরে
কতকাল ধরে আনিসুজ্জামান লেখক পরিচিতি নাম আনিসুজ্জামান। জন্ম পরিচয় জন্ম : ১৯৩৭ খ্রিষ্টাব্দে। জন্মস্থান : কলকাতা। পেশা/কর্মজীবন অধ্যাপনা : ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরিটাস অধ্যাপক। সাহিত্য সাধনা প্রবন্ধ গবেষণা : মুসলিম মানস ও বাংলা সাহিত্য, মুসলিম বাংলার সাময়িকপত্র, মুনীর চৌধুরী, স্বরূপের সন্ধানে, পুরনো বাংলা গদ্য প্রভৃতি। এছাড়া তিনি বাংলা একাডেমি থেকে প্রকাশিত বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের প্রধান সম্পাদক। পুরস্কার ও সম্মাননা দাউদ পুরস্কার, পদ্মভ‚ষণ (ভারত), বাংলা একাডেমি পুরস্কার ও একুশে পদকসহ বিভিন্ন পুরস্কার ও পদকে ভ‚ষিত হন। বহুনির্বাচনি প্রশ্নোত্তর বিষয়ক্রম অনুযায়ী বহুনির্বাচনি প্রশ্নোত্তর লেখক পরিচিতি সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১. আনিসুজ্জামান জন্মগ্রহণ করেন কোথায়? (জ্ঞান) কলকাতায় খ দিলিতে গ ময়মনসিংহে ঘ বরিশালে ২. আনিসুজ্জামান কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন? (জ্ঞান) ক ১৮৩৭ খ ১৮৪৭ গ ১৯৪৭ ১৯৩৭ ৩. আনিসুজ্জামান কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন? (জ্ঞান) ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ কৃষি বিশ্ববিদ্যালয়ের গ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘ কলকাতা বিশ্ববিদ্যালয়ের ৪. আনিসুজ্জামান কোন কোন সাহিত্য পুরস্কারের গৌরব অর্জন করেন? বাংলা একাডেমি ও একুশে পদক খ একুশে ও ইউনেস্কো গ বাংলা একাডেমি ও একুশে পদক ঘ দাউদ পুরস্কার ও ইউনেস্কো ৫. নিচের কোনটি লেখক আনিসুজ্জামানের সম্পাদনা গ্রন্থ? (জ্ঞান) ক মুনীর চৌধুরী খ স্বরূপের সন্ধানে গ পুরনো বাংলা গদ্য বাংলা সাহিত্যের ইতিহাস ৬. আনিসুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন পদে কর্মরত? (জ্ঞান) ক প্রভাষক খ অধ্যাপক এমিরিটাস অধ্যাপক ঘ সহকারী অধ্যাপক বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর ৭. আনিসুজ্জামান ছিলেন (অনুধাবন) র. মননশীল প্রাবন্ধিক রর. গবেষক ররর. বিশিষ্ট শিক্ষাবিদ নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর ৮. আনিসুজ্জামান বিভিন্ন পুরস্কার ও পদকে ভ‚ষিত হওয়ার কারণ (অনুধাবন) র. সাহিত্য-সাধনা রর. গবেষণা ররর. মানব কল্যাণে অবদান নিচের কোনটি সঠিক? র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর ৯. আনিসুজ্জামানের লেখা গ্রন্থ (অনুধাবন) র. মুনীর চৌধুরী রর. স্বরূপের সন্ধানে ররর. পুরনো বাংলা গদ্য নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর ন্ধ মূলপাঠ সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১০. অনেক পুরোনো কথা ঢাকা পড়েছে কীভাবে? (জ্ঞান) ক রাতের আঁধারে খ মেঘের আড়ালে গ যুগের খেলায় আলো-আঁধারের খেলায় ১১. রাজারা এলেন কত বছর আগে? (জ্ঞান) ক নয়শো-দশশো বছর আগে খ এগারোশ-বারোশ বছর আগে তেইশ-চব্বিশ শ বছর আগে ঘ একুশ-বাইশ শ বছর আগে ১২. কোন ইতিহাসের সবটা আজও ভালো করে জানা নেই আমাদের? (জ্ঞান) ক মুক্তিযুদ্ধের ইতিহাসের বাংলাদেশের ইতিহাসের গ রাজাদের ইতিহাসের ঘ নারীদের ইতিহাসের ১৩. হাজার বছর আগে সব পুরুষেই কী পরত? (জ্ঞান) ক লুঙ্গি খ শেরওয়ানি গ পায়জামা ধুতি ১৪. হাজার বছর আগে মখমলের কাপড় পরত কারা? (জ্ঞান) শুধু মেয়েরা খ ধনী গরিব সবাই গ শুধু ধনীরা ঘ শুধু গরিবরা ১৫. হাজার বছর আগে জুতো ব্যবহার করত কারা? (জ্ঞান) ক গরিব লোকজন খ সাধারণ লোকজন গ মেয়েরা যোদ্ধা বা পাহারাদাররা ১৬. হাজার বছর আগে বাবরি চুল রাখত কারা? (জ্ঞান) ক মেয়েরা ছেলেরা গ বৃদ্ধরা ঘ রাজারা ১৭. প্রাচীন বাঙালি মেয়েরা চোখে কী দিত? (জ্ঞান) কাজল খ টিপ গ সুরমা ঘ আলতা ১৮. প্রাচীন বাঙালি সমাজে সোনার অলংকার পরত কারা? (জ্ঞান) ক শুধু যুবতিরা বড়লোকেরা গ মেয়েরা ঘ পুরুষরা ১৯. প্রাচীনকালে সাধারণ লোকে রান্নাবান্না করত কীসের পাত্রে? (জ্ঞান) ক কাঠের পাত্রে খ লোহার পাত্রে মাটির পাত্রে ঘ সোনার পাত্রে ২০. প্রাচীনকালে যাতায়াতের প্রধান উপায় ছিল কী? (জ্ঞান) ক লঞ্চ খ রেলগাড়ি গ বাস নৌকা ২১. মানুষের দাম কখন বেশি ছিল? (জ্ঞান) ক প্রাচীনকালে খ মধ্যযুগে যখন রাজরাজড়া ছিল না ঘ যখন রাজরাজড়া ছিল ২২. যখন রাজরাজড়া ছিল না তখন লোকজন কীভাবে কাজ করত? (অনুধাবন) ক জমিদারের পরামর্শে নিজেরাই যুক্তি পরামর্শ করে গ যার যার নিজের মতো করে ঘ নিজেরাই রাজ্য তৈরি করে ২৩. কখন নিয়মকানুন দেখা দিল? (জ্ঞান) রাজা এলে খ ৩০-৪০ বছর আগে গ মন্ত্রীদের নির্দেশে ঘ সামন্তদের স্বার্থে ২৪. হাজার বছর পূর্বে শাড়ির সঙ্গে ওড়না ব্যবহার করত কারা? (জ্ঞান) সচ্ছল নারীরা খ রাজ-পরিবারের নারীরা গ কর্মজীবী নারীরা ঘ সব নারীরা ২৫. হাজার বছর পূর্বে কারা ধুতির সঙ্গে চাদর পরত? (জ্ঞান) ক রাজা-মন্ত্রীরা খ পুরোহিতরা গ আইন ব্যবসায়ীরা সচ্ছল পুরুষরা ২৬. বাঙালির কাছে সবচাইতে বেশি কদর ছিল কোন খাবারটির? সরু সাদা চালের গরম ভাত খ মৌরলা মাছের তরকারি গ শুঁটকি মাছ ঘ হরিণের মাংস ২৭. প্রাচীনকালে শুঁটকির চল কোন অঞ্চলে বেশি ছিল? (জ্ঞান) ক উত্তরাঞ্চলে দক্ষিণাঞ্চলে গ পূর্বাঞ্চলে ঘ পশ্চিমাঞ্চলে ২৮. প্রাচীনকালে বিয়ে বাড়িতে বা উৎসবে কী দেয়া হতো? (জ্ঞান) ক ছাগমাংস খ গরুর মাংস হরিণের মাংস ঘ শূকরের মাংস ২৯. প্রাচীনকালে কোন মাংসটি সবাই খেত? (জ্ঞান) ছাগমাংস খ গরুর মাংস গ পাখির মাংস ঘ হরিণের মাংস ৩০. প্রাচীনকালে পাখির মাংস খাওয়া হতো কখন? (জ্ঞান) ক বড়লোকদের বাড়িতে বিয়ে বাড়িতে বা উৎসবে গ সাধারণের বাড়িতে ঘ শিকারিদের বাড়িতে ৩১. সেকালে সমাজের নিচুস্তরের মানুষ কী খেত? (জ্ঞান) ক পাখির মাংস খ শুঁটকি গ ডাল শামুক ৩২. বাঙালির নিত্য প্রিয় খাবার ছিল কোনটি? [সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়] ক্ষীর, দই, পায়েস, ছানা খ ডাল ও ইলিশ মাছ গ খেজুর-নারিকেল, জাম-জামরুল ঘ কলা-বেল, লিচু-আনারস ৩৩. বাঙালির প্রিয় ফল ছিল কোনটি? (জ্ঞান) ক আম-জাম, পেয়ারা-লিচু আম-কাঁঠাল, তাল-নারকেল গ খেজুর-নারিকেল, জাম-জামরুল ঘ কলা-বেল, লিচু-আনারস ৩৪. সেকালে কোন খাবারটির চল ছিল বেশি? (জ্ঞান) ক ডাল শুঁটকি খ মুরগির মাংস খাজা-মোয়া-নাড়– ঘ বাহারি ফল ৩৫. ‘ইতিহাস বলতে শুধু রাজরাজড়াদের কথাই বোঝায় না’ এই বাক্যে কী বোঝানো হয়েছে? (অনুধাবন) ক ইতিহাস বলতে রানিদের কথা বোঝায় খ ইতিহাস বলতে পাখিদের কথা বোঝায় ইতিহাস বলতে সব মানুষের কথা বোঝায় ঘ ইতিহাস বলতে পুরোনো কথা বোঝায় ৩৬. প্রাচীন বাঙালিদের বেশ ঝোঁক ছিল কোন দিকে? (জ্ঞান) ক খাবারের দিকে খ রাজার দিকে গ দেশের দিকে সাজসজ্জার দিকে ৩৭. সামন্ত-মহাসামন্তের দল কীভাবে এলেন? (অনুধাবন) ক মন্ত্রীর সঙ্গে খ যোদ্ধার সঙ্গে রাজার সঙ্গে ঘ প্রজার সঙ্গে ৩৮. বর্তমান মেয়েদের সঙ্গে তৎকালীন মেয়েদের সাদৃশ্য কোন বিষয়ে? (প্রয়োগ) ক শাড়ি পরায় আঁচল দিয়ে ঘোমটা দেয়ায় গ ওড়না পরায় ঘ চাদর পরায় ৩৯. ‘উপমার’ প্রয়োগ হয়েছে কোন চরণটিতে? (অনুধাবন) চাঁদের কিরণের মতো বালা খ হাতির দাঁতের পালকি গ কাজলের টিপ ঘ রিঠা ফুলের দুল ৪০. প্রাচীন সংস্কৃত কবি সংসার জীবনের কোন ছবি তুলে ধরেননি? (অনুধাবন) ক পরনে ছেঁড়া কাপড় খ ক্ষুধায় চোখ বসে গেছে গ ক্ষুধায় পেট বসে গেছে খাদ্যের সম্ভার ৪১. প্রাচীনকালে কোন খেলার বেশ প্রচলন ছিল? (জ্ঞান) কুস্তি খ ক্রিকেট
ষষ্ঠ শ্রেণির বাংলা কতকাল ধরে Read More »