Uncategorized

সপ্তম শ্রেণির বাংলা ২য় সারাংশ ও সারমর্ম

১. সারাংশ ও সারমর্ম কোনো পদ্য বা গদ্যের মূলভাব বা বক্তব্যকে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করার নামই সারমর্ম বা সারাংশ। সাধারণত পদ্যের ভাব সংক্ষেপে প্রকাশকে সারমর্ম এবং গদ্যের বক্তব্য সংক্ষেপে প্রকাশ করাকে সারাংশ বলে। সারমর্ম বা সারাংশ লেখার সময় : ১. যে পাঠটুকুর সারমর্ম বা সারাংশ রচনা করতে হবে, সেটুকু মনোযোগ দিয়ে পড়তে হবে। ২. বাড়তি বিষয় বর্জন করতে হবে। কখনো কোনো পাঠের মূল ভাব উপমা রূপকের আড়ালে থাকতে পারে, তা বুঝে মূল ভাব লিখতে হবে। ৩. সারাংশ বা সারমর্মে উপমা, রূপক-এসব বাদ দিয়ে লিখতে হবে। ৪. প্রত্যক্ষ উক্তি বর্জন করে পরোক্ষ উক্তিতে লিখতে হবে। ৫. মূল অংশে উদ্ধৃতি থাকলে প্রয়োজনে সেই উদ্ধৃতির ভাবটুকু উদ্ধৃতি ছাড়া লিখতে হবে।  সারাংশ [ পাঠ্য বই থেকে ] ১. সময় ও ¯্রােত কাহারও অপেক্ষায় বসে থাকে না, চিরকাল চলিতে থাকে। সময়ের নিকট অনুনয় করো, ইহাকে ভয় দেখাও ভ্র“ক্ষেপও করিবে না, সময় চলিয়া যাইবে, আর ফিরিবে না। নষ্ট স্বাস্থ্য ও হারানো ধন পুনঃপ্রাপ্ত হওয়া যায়, কিন্তু সময় একবার গত হইয়া গেলে আর ফিরিয়া আসে না। গত সময়ের জন্য অনুশোচনা করা নিষ্ফল। যতই কাঁদ না গত সময় আর ফিরিয়া আসিবে না। সারাংশ : সময় চিরবহমান। শত চেষ্টা করলেও সময়ের গতিকে কেউ রুদ্ধ করতে পারে না। চেষ্টা ও শ্রম দিয়ে হয়তো লুপ্ত-স্বাস্থ্য বা ধ্বংস হওয়া ধন-সম্পদ পুনরায় উদ্ধার করা যায়। কিন্তু চলে যাওয়া সময়কে শত চেষ্টায়ও কখনোই ফিরিয়ে আনা যায় না। ২. অপরের জন্য তুমি প্রাণ দাও, আমি তা বলতে চাইনে। অপরের ক্ষুদ্র ক্ষুদ্র দুঃখ তুমি দূর করো। অপরকে একটুখানি সুখ দাও। অপরের সঙ্গে একটুখানি মিষ্টি কথা বল। পথের অসহায় মানুষটির দিকে একটু করুণ চাহনি নিক্ষেপ করো, তাহলেই অনেক হবে। চরিত্রবান, মানবতাসম্পন্ন মানুষ নিজের চেয়ে পরের অভাবে বেশি অধীর হন, পরের দুঃখকে ঢেকে রাখতে গৌরববোধ করেন। সারাংশ : মানুষের জন্য অনেক বড় কিছু করতে না পারলেও ছোট ছোট কাজের দ্বারাও আমরা মানুষের উপকারে আসতে পারি। সাধ্যমতো সহায়তা দিয়ে অন্যের মনে আশার সঞ্চার করতে পারি। মানবিক অচরণ দিয়ে অসহায় মানুষকে সান্ত¡না দিতে পারি। এভাবেই মহৎ মানুষেরা তাঁদের মহত্তে¡র পরিচয় দেন। ৩. অভাব আছে বলিয়াই জগৎ বৈচিত্র্যময়। অভাব না থাকিলে জীব সৃষ্টি বৃথা হইতো। অভাব আছে বলিয়াই অভাব পূরণের জন্য এতো উদ্যম, এতো উদ্যোগ। আমাদের সংসার অভাবক্ষেত্র বলিয়াই কর্মক্ষেত্র। অভাব না থাকিলে সকলকেই স্থাণু, স্থবির হইতে হইতো, মনুষ্যজীবন বিড়ম্বনাময় হইতো। মহাজ্ঞানীরা জগৎ হইতে দুঃখ দূর করিবার জন্য ব্যগ্র। কিন্তু জগতে দুঃখ আছে বলিয়াই তো আমরা সেবার সুযোগ পাইয়াছি। সেবা মানবজীবনের ধর্ম। দুঃখ আছে বলিয়াই সে সেবার পাত্র যত্রতত্র সদাকাল ছড়াইয়া রহিয়াছে। যিনি অন্নদান, বস্ত্রদান, জ্ঞানদান, বিদ্যাদান করেন তিনি যেমন জগতের বন্ধু, তেমনি যিনি দুঃখে আমাদের সেবার পাত্রে অজস্র দান করিতেছেন, তিনিও মানবের পরম বন্ধু। দুঃখকে শত্র“ মনে করিও না, দুঃখ আমাদের বন্ধু। সারাংশ : অভাব বা প্রয়োজনের কারণেই মানুষ সৃষ্টি করে। সৃষ্টির প্রেরণাই মানুষের কাজের উৎস। অভাব না থাকলে মানুষ অলস হয়ে যেত। দুঃখ আছে বলেই মহামানবগণ সেবার হাত প্রসারিত করেন। দুঃখে যিনি এগিয়ে আসেন, তিনি মানবের পরমবন্ধু। দুঃখের আগুনে পুড়েই মানুষ খাঁটি সোনা হয়। তাই দুঃখকে শত্র“ ভাবা ঠিক নয়। [ অতিরিক্ত অংশ ] ৪. আনন্দ প্রকাশ জীবনীশক্তির প্রবলতারই প্রকাশ। আনন্দকে আমরা বুঝি রূপ-রস-শব্দ-স্পর্শ-গন্ধ ইত্যাদির সাহায্যে, ইন্দ্রিয়সকলের সাহায্যে। মানুষ যখন আনন্দ পায় তখন সে তার মনকে প্রকাশ করতে চায়Ñ নানা রূপে। তাই সৃষ্টি হলো চিত্রশিল্পী, নৃত্যশিল্পী, সংগীতশিল্পী, কবি, সাহিত্যিক। পুরাকালের গুহামানুষ থেকে শুরু করে বর্তমান যুগ পর্যন্ত মানুষ নিজের পাওয়া আনন্দকে সুন্দরকে অন্য মানুষের মধ্যে বিস্তার করতে চেয়েছে। তাই সৃষ্টি হয়েছে নানান আঙ্গিকের শিল্পকলা। সারাংশ : মানুষের জীবনীশক্তির প্রকাশ ঘটে আনন্দে। তার সমস্ত ইন্দ্রিয় দিয়ে আনন্দকে সে উপলব্ধি করে। সেই আনন্দানুভূতি সবার কাছে জানাতে চায়। তাই ছবি, গান, কবিতা, নাচ, ভাষ্কর্য ইত্যাদি শিল্পকলার মাধ্যমে মানুষ তার আনন্দকে প্রকাশ করে। এই আনন্দ ও সুন্দরের বোধ মানুষের মনকে তৃপ্ত করে। ৫. একজন মানুষ ভালো কি মন্দ আমরা তা বুঝতে পারি তার ব্যবহার দিয়ে। সে ভদ্র কি অভদ্র তাও বুঝতে পারি তার ব্যবহার দিয়ে। ব্যবহার ভালো হলে লোকে তাকে ভালো বলে। তাকে পছন্দ করে। ব্যবহার খারাপ হলে লোকে তাকে খারাপ বলে। তাকে অপছন্দ করে। তার সঙ্গে মিশতে চায় না। তার সঙ্গে কাজ করতে চায় না। তাকে কাছে ডাকতে চায় না। তোমার ব্যবহার দিয়েই তোমার মনুষ্যত্বের পরিচয়। সারাংশ : সুন্দর ব্যবহারের মধ্যেই মনুষ্যত্বের পরিচয় নিহিত। মানুষের কথাবার্তা, মনোভাব ও আদব-কায়দার মধ্যে দিয়েই সুন্দর ব্যবহারের প্রকাশ ঘটে। ভালো ব্যবহার দিয়ে সহজেই অপরের ভালোবাসা পাওয়া যায়। সুন্দর স্বভাবের মধ্যেই মানুষের সৌন্দর্য ফুটে ওঠে। ৬. সূর্যের আলোতে রাতের অন্ধকার কেটে যায়। শিক্ষার আলো আমাদের অজ্ঞানতার অন্ধকার দূর করে। আমাদের দৃষ্টিতে চারপাশের জগৎ আরো সুন্দর হয়ে ওঠে। আমরা জীবনের নতুন অর্থ খুঁজে পাই; শিক্ষার আলো পেয়ে আমাদের ভিতরের মানুষটি জেগে ওঠে। আমরা বড় হতে চাই, বড় হওয়ার জন্য চেষ্টা করি। আমরা সুন্দর করে বাঁচতে চাই, বাঁচার মতো বাঁচতে চাই। আর সুন্দর করে বাঁচতে হলে চাই জ্ঞান। সেই জ্ঞানকে কাজেও লাগানো চাই। শিক্ষার ফলে আমাদের ভিতর যে শক্তি লুকানো থাকে তা ধীরে ধীরে জেগে ওঠে। আমরা মানুষ হয়ে উঠি। সারাংশ : সূর্যের আলো যেমন অন্ধকার দূর করে, তেমনি শিক্ষার আলো মনের অন্ধকার দূর করে দেয়। আমাদের প্রত্যেকের ভেতরে শক্তি লুকানো আছে। শিক্ষা এ শক্তির বিকাশে সাহায্য করে। শিক্ষার ফলে আমরা জ্ঞান ও দক্ষতা লাভ করে নিজের শক্তিকে কাজে লাগাই। যথার্থ মানুষ হয়ে উঠি। ৭. ছাত্রজীবন আমাদের ভবিষ্যৎ জীবনের বীজ বপনের সময়। এ সময় যে যেমন বীজ বপন করবে, ভবিষ্যৎ জীবনে সে সেরূপ ফল ভোগ করবে। এ সময় যদি আমরা নিষ্ঠার সঙ্গে জ্ঞানের অনুশীলন করে যাই তবে ভবিষ্যৎ সম্ভাবনাময় হবে। আর যদি হেলায় সময় কাটিয়ে দিই, তাহলে জীবনের মহৎ উদ্দেশ্য ব্যর্থ হতে বাধ্য। যে শিক্ষা জীবন ও জীবিকার পথে কল্যাণকর, যে শিক্ষা মানুষকে উন্নত চরিত্রের অধিকারী করে, তা-ই সর্বোৎকৃষ্ট শিক্ষা। ছাত্রদের জীবন গঠনে শিক্ষকসমাজ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তাঁদের সুষ্ঠু পরিচালনার মধ্যে দিয়ে ছাত্রদের জীবন গঠিত হয় এবং উন্মুক্ত হয় মহত্তর সম্ভাবনার পথ। সারাংশ : ছাত্রজীবন মানব জীবনের শ্রেষ্ঠতম সময়। ভবিষ্যত জীবনের সাফল্য এ সময়ের কর্মকাণ্ডের ওপরই নির্ভর করে। তাই ছাত্রজীবন থেকেই সুন্দর জীবন গঠনের চর্চা শুরু করতে হবে। ছাত্রদের জ্ঞানার্জন ও চরিত্র গঠনে শিক্ষকের ভ‚মিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাঁদের সঠিক নির্দেশনা পেলে শিক্ষার্থীর জীবন বিকশিত হয়। ৮. বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু চরিত্র তদপেক্ষাও অধিকতর মূল্যবান। অতএব কেবল বিদ্বান বলেই কোনো লোক সমাদর লাভের যোগ্য বলে বিবেচিত হতে পারে না। চরিত্রহীন ব্যক্তি যদি নানা বিদ্যায় আপনার জ্ঞান-ভান্ডার পূর্ণ করেও থাকে তথাপি তার সঙ্গ পরিত্যাগ করাই শ্রেয়। প্রবাদ আছে যে, কোনো কোনো বিষধর সাপের মস্তকে মণি থাকে। মণি মূল্যবান বটে কিন্তু তাই বলে যেমন মণি লাভের নিমিত্ত বিষধর সাপের সাহচর্য বুদ্ধিমানের কাজ নয়,

সপ্তম শ্রেণির বাংলা ২য় সারাংশ ও সারমর্ম Read More »

সপ্তম শ্রেণির বাংলা ২য় বাক্যসংকোচন বা বাগধারা বহুনির্বাচনী প্রশ্নউত্তর

১০.৪ বাক্যসংকোচন ৩৫৯. “কেথাও উঁচু কোথাও নিচু”- এক কথায় প্রকাশ করলে কী হয়?  বন্ধুর খ উঁচু-নিচু গ অসমতল ঘ অমসৃণ ৩৬০. “যিনি বক্ততা দানে পটু” তাকে এক কথায় কি বলে? ক বক্তা খ বাচাল  বাগ্মমী ঘ মিতভাতী ৩৬১. “যা বলা যায় না” -এক কথায় কী? অথবা, যা বলার যোগ্য নয় তাকে এক কথায় কী বলে?  অকথ্য খ অব্যক্ত গ অনুক্ত ঘ দুর্বাচ্য ৩৬২. “মৃতের মতো অবস্থা যার”-তাকে এক কথায় কী বলে? ক মুমুর্স  মুমূর্ষু গ মুমুর্ষ ঘ মুমুর্ষূ ৩৬৩. “যিনি ভালো ব্যাকরণ জানেন”-বাক্যটি এক কথায় কী হবে? ক ব্যাকরণ বিশেষজ্ঞ খ ব্যাকরণবিদ গ বৈয়াকরণিক  বৈয়াকরণ ৩৬৪. বাক্য সংক্ষেপণ কয়ভাগে বিভক্ত হতে পারে? ক ২ ভাগে  ৩ ভাগে গ ৪ ভাগে ঘ ৫ ভাগে ৩৬৫. ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি-তাকে এক কথায় কী বলা হয়? অথবা, ‘ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি’-বাক্যটির সংক্ষেপণের উদাহরণ কোনটি?  ইতিহাসবেত্তা খ ঐতিহাসিক গ ইতিহাস স্রষ্টা ঘ ইতিহাস রচয়িতা ১০.৫ বাগ্ধারা ৩৬৬. ‘কই মাছের প্রাণ’ বলতে কী বুঝায়?  যা সহজে মরে না খ এক জাতের মাছ গ মাছের প্রাণ স্থায়ী নয় ঘ কই মাছ খুব শক্তিশালী ৩৬৭. নিচের কোন বাক্যে অধচন্দ্র বাগ্ধারার সঠিক প্রয়োগ হয়েছে? ক বালকটিকে অর্ধচন্দ্র দেখাও  চোরটিকে অর্ধচদ্র দিয়ে বের কর গ আকাশে অর্ধচন্দ্র দেখা যায় ঘ মা শিশুকে অধচন্দ্র দেখাছে ৩৬৮. ‘তামার বিষ’ বাগ্ধারাটির অর্থ কী? ক অর্থের অভাব খ অর্থের প্রাচুর্য  অর্থের কুপ্রভাব ঘ অর্থের অহংকার ৩৬৯. ‘চির অশান্তি’ অর্থে কোন বাগ্ধারাটি যথোপযুক্ত? ক ভরাডুবি খ তামার বিষ গ পটল তোলা  রাবণের চিতা ৩৭০. কোন বাগধারাটি ভিন্ন অর্থ প্রকাশক? ক মণিকাঞ্চন যোগ খ সোনায় সোহাগা গ আম-দুধে মেশা  আদায় কাঁচকলায় ৩৭১. ‘আকাশ কুসুম’ কথাটির অর্থ কী? ক বিপদে পড়া খ একমাত্র অবলমবন  অসম্ভব কল্পনা ঘ ভয়াবহ সন্ধ্যা ৩৭২. ‘গোঁফখেজুরে’ কোন অর্থে ব্যবহৃত হয়? ক ডাকাবুকা খ তুলসী বনের বাঘ গ তামার বিষ  অলস ৩৭৩. ‘শাঁখের করাত’ বাগ্ধারাটি অর্থ কী? ক রোগ বিশেষ  উভয় সংকট গ অন্ধ অনুকরণ ঘ অনুকরপ্রিয়তা ৩৭৪. ‘মুহ‚র্তে অভিমান ভোলা’ এ অর্থে কোন বাগধারাটি ব্যবহৃত হয়ে থাকে? ক বিড়াল তপস্বী  বিড়ালের আড়াই পাক গ ভেজা বিড়াল ঘ ভুঁইফোঁড় ৩৭৫. নিচের কোন বাগ্ধারাটি দ্বারা ‘পার্থক্য’ অর্থ বোঝায়?  ইতরবিশেষ খ আকাশ পাতাল গ রুই-কাতলা ঘ আকাশ কুসুম ৩৭৬. ‘শরতের শিশির’ বাগ্ধারাটির অর্থ কী? ক সচেতন হওয়া খ কাশফুলের শিশির গ দুঃসময়ের বন্ধু  ক্ষণস্থায়ী ৩৭৭. ‘চক্ষুদান করা’ বাগ্ধারাটির অর্থ কী? ক কাউকে চোখ দান করা খ চুরি করা গ দুঃসময়ের বন্ধু  ক্ষণস্থায়ী ৩৭৮. ‘ফপরদালালি’Ñবাগ্ধারাটির অর্থ কী?  অতিরিক্ত চালবাজি খ কাণ্ডজ্ঞানহীন গ গোপনে কাজ সমাধা ঘ অযথা শ্রম ৩৭৯. কোন বাগ্ধারাটির অর্থ ‘বেহায়া’?  ঠোঁটকাটা খ কানকাটা গ জিলাপির প্যাঁচ ঘ চিনির বলদ ৩৮০. ‘সৌভাগ্যের বিষয়’ অর্থে কোন বাগ্ধারাটির ব্যবহৃত হতে পারে? ক কেউকেটো  একাদশে বৃহস্পতি গ এলাহি কাণ্ড ঘ গোঁফখেজুরে ৩৮১. কোন বাগধারাটির অর্থ অপূর্ব মিলন?  মণিকাঞ্চন যোগ খ আম দুধে মেশা গ আদায় কাঁচকলায় ঘ শিরে সংক্রান্তি ৩৮২. ‘শকুনি মামা’ অর্থ কী? ক কুৎসিত মামা খ সৎমামা  কুচক্রী লোক ঘ পাতানো মামা ৩৮৩. ‘বাঁ হাতের কাজ’ বাগ্ধারাটির অর্থ কী? ক অপকর্ম  ঘুষ খাওয়া গ কঠিন ঘ মোলাকাত করা ৩৮৪. কোন বাগ্ধারাটির অর্থ বিরাট আয়োজন? ক কপাল ফেরা খ আধকপালে  এলাহি কাণ্ড ঘ কড়ায়গণ্ডায় ৩৮৫. ‘অহি-নক‚ল’ বাগ্ধারাটির অর্থ কী?  ভীষণ শত্রæতা খ সামান্য লোক গ উঠেপড়ে লাগা ঘ কঠিন অবস্থা ৩৮৬. ‘এসপার ওসপার’ বাগ্ধারাটির অর্থ কী? ক এদিক অথবা ওদিক  মীমাংসা গ এই পারে অথবা ঐ পারে ঘ এ রকম অথবা ঐ রকম ৩৮৭. ‘গোবর গণেশ’ বাগ্ধারাটির অর্থ কী? ক গোবরের মতো আবর্জনা খ বোকা গ চালাক  মুর্খ ৩৮৮. ‘গোড়ায় গলদ’ বাগ্ধারাটির অর্থ কী? ক বেশি ভুল খ ভুল জিনিস  শুরুতে ভুল ঘ অল্প ভুল ৩৮৯. ‘গোল্লায় যাওয়া’ বাগ্ধারাটির অর্থ কী?  নষ্ট হওয়া খ খারাপ কাজে যাওয়া গ অসৎ কাজ করা ঘ দোষের কাজ করা ৩৯০. ‘নিখাদ’ অর্থে ‘কাঁচা শব্দের ব্যবহার কোনটি? ক কাঁচা কথা  কাঁচা ইট গ কাঁচা বয়স ঘ কাঁচা সোনা ৩৯১. ‘উভয় সংকট’-এর প্রবাদ হলো- ক কিল খেলে কিল চুরি খ গাছে না উঠতেই এক কাঁদি  কুল রাখি না শ্যাম রাখি ঘ ঘর থাকতে বাবুই ভেজা ৩৯২. ‘দুধের মাছি’-প্রবাদটির অর্থ কী?  সুসময়ের বন্ধু খ স্বার্থপর ব্যক্তি গ বেহায়া ঘ চালবাজ লোক

সপ্তম শ্রেণির বাংলা ২য় বাক্যসংকোচন বা বাগধারা বহুনির্বাচনী প্রশ্নউত্তর Read More »

সপ্তম শ্রেণির বাংলা ২য় সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ বহুনির্বাচনী প্রশ্নউত্তর

১০.৩ সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ ৩৪৪. “লক্ষ টাকা রোজগার করাই আমার লক্ষ্য”এখানে ‘লক্ষ’ ও ‘লক্ষ্য’ শব্দ দুটি কী?  সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ খ সমোচ্চারিত অীভিন্ন অর্থবোধক শব্দ গ পারিভাষিক শব্দ ঘ দেশি ও তৎসম শব্দ ৩৪৫. ‘শুচি’ এর সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ কোনটি? ক শুচী খ সুচি  সূচি ঘ ষুচী ৩৪৬. “সাক্ষর হলেই মানুষ স্বাক্ষর দিতে পারে” এখানে ‘সাক্ষর’ শব্দের অর্থ কী? ক দস্তখত  অক্ষরজ্ঞান সম্পন্ন গ নিরক্ষর ঘ মূর্খ ৩৪৭. ‘উপাদান’ ও ‘উপাধান’-এই দুটি সমোচ্চারিত শব্দের অর্থ কী?  উপকরণ ও বালিশ খ বালিশ ও পথ্য গ পথ্য ও বিছানা ঘ শীতল ও চাদর ৩৪৮. ‘অংশ’ এর সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ কোনটি? ক অংষ  অংস গ অংশো ঘ অস্থায়ী ৩৪৯. “নিজে অন্ন খেয়ে অন্যকেও দাও”-এখানে ‘অন্ন’ শব্দের অর্থ কী?  ভাত খ অপর গ গরিব ঘ অসহায় ৩৫০. ‘কুল’ -শব্দের সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ কোনটি? ক কোল  ক‚ল গ কৌল ঘ কোনোটিই নয় ৩৫১. “গাঁ থেকে ফিরে তার গা খারাপ করলো” এখানে ‘গাঁ’ শব্দের অর্থ কী? ক শরীর খ পচন গ স্থান  গ্রাম ৩৫২. ‘অবিরাম বৃষ্টিধারা দেখতে অভিরাম লাগছে’ এখানে ‘অভিরাম’ শব্দের অর্থ কী? ক অনবরত  সুন্দর গ বিশ্রী ঘ উজ্জ্বল ৩৫৩. ‘দিন’ এর সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ কোনটি?  দীন খ দ্বিন গ ধিন ঘ দিণ ৩৫৪. “এই নির্জন দ্বীপের জঙ্গলে অনেক দ্বিপ আছে।” এখানে ‘দ্বিপ’ শব্দের অর্থ কী? ক জলবেষ্টিত স্থান খ হরিণ গ বাঘ  হাতি ৩৫৫. “পানিতে পাণি দিও না”-এখানে ‘পাণি’ শব্দের অর্থ কী? ক জল  হাত গ পা ঘ আঙ্গুল ৩৫৬. ‘বিনা’ শব্দের সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ কোনটি? ক বিণা খ বীনা গ ভিনা  বীণা ৩৫৭. “লঙ্কার রাজা রাবণের দশ মুখ”-এখানে ‘মুখ’ শব্দটির অর্থ হচ্ছে- র. বদন রর. প্রবেশ পথ ররর. আনন নিচের কোনটি ঠিক? ক র খ র ও রর  র ও ররর ঘ র, রর ও ররর ৩৫৮. ‘আপণ’ ও ‘আপন’ শব্দের অর্থ হচ্ছে- র. দোকান রর. অন্য ররর. নিজ নিচের কোনটি ঠিক? ক র খ র ও রর  র ও ররর ঘ র, রর ও ররর

সপ্তম শ্রেণির বাংলা ২য় সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ বহুনির্বাচনী প্রশ্নউত্তর Read More »

সপ্তম শ্রেণির বাংলা ২য় বিপরীতার্থক শব্দ বহুনির্বাচনী প্রশ্নউত্তর

১০.২ বিপরীতার্থক শব্দ ৩২৩. ‘অনুরাগ’-এর বিপরীত শব্দ কোনটি? ক রাগান্বিত খ রাগের প্রকাশ বিরাগ ঘ অনুরক্ত ৩২৪. কোনটি ‘উৎকর্ষ’ শব্দের বিপরীত শব্দ? ক উৎকৃষ্ট খ অপকৃষ্ট গ নিকৃষ্ট  অপকর্ষ ৩২৫. ‘আরোহণ’ শব্দের বিপরীত শব্দ কোনটি?  অবরোহণ খ অবতরণ গ তিরোহণ ঘ বিসর্জন ৩২৬. কোনটি ‘পুরস্কার’-এর বিপরীত শব্দ?  তিরস্কার খ পুরস্কৃত গ অপরিষ্কার ঘ তিরস্কৃত ৩২৭. ‘বন্ধুর’ শব্দের বিপরীত শব্দ কোনটি? ক শত্রæর  মসৃণ গ অমসৃণ ঘ সমতল ৩২৮. ‘পুষ্টি’-এর বিপরীত শব্দ কোনটি? ক মিষ্টি খ বৃষ্টি  অপুষ্টি ঘ তুষ্টি ৩২৯. ‘ব্যষ্টি’ শব্দের বিপরীত শব্দ কোনটি? ক যষ্টি খ গোষ্ঠী গ হৃষ্ট  সমষ্টি ৩৩০. ‘শ্বেত’ শব্দের বিপরীত শব্দ কোনটি?  কৃষ্ণ খ শ্বেতী গ স্বাতী ঘ শুভ্র ৩৩১. কোনটি ‘হ্রস্ব’-শব্দের বিপরীত শব্দ?  দীর্ঘ খ ঋষী গ বৃদ্ধি ঘ হ্রাস ৩৩২. ‘আবির্ভাব’-শব্দের সঠিক বিপরীত শব্দ কোনটি? ক অভাব খ তামার বিষ  তিরোভাব ঘ অনুভব ৩৩৩. ‘সদয়’-শব্দের বিপরীত শব্দ কোনটি? ক সুহৃদ খ নিরস  নির্দয় ঘ সদাশয় ৩৩৪. ‘ব্যর্থ’-শব্দের সঠিক বিপরীত শব্দ কোনটি?  সার্থক খ স্বার্থক গ পরার্থ ঘ অনর্থ ৩৩৫. ‘ঘাত’-শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? ক আঘাত খ আহত  প্রতিঘাত ঘ নির্ঘাত ৩৩৬. ‘ভ‚ত’-শব্দের বিপরীত শব্দ কোনটি?  ভবিষ্যৎ খ সংশয় গ পেতœী ঘ শয়তান ৩৩৭. ‘আকুঞ্চন’ শব্দের বিপরীত শব্দ কোনটি? ক বিস্তারিত  প্রসারণ গ বিস্থৃতি ঘ আবশ্যক ৩৩৮. ‘চোখা’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? ক চোখি  ভোঁতা গ ডালা ঘ বোবা ৩৩৯. ‘প্রসারণ’-এর বিপরীতার্থক শব্দ কী? ক সারাংশ  আকুঞ্চন গ আকর্ষণ ঘ বহিরঙ্গ ৩৪০. ‘সচেষ্ট’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? ক প্রচেষ্ট  নিশ্চেষ্ট গ যথেষ্ট ঘ নিরত ৩৪১. নিচের কোনটি ‘গৃহী’ শব্দের বিপরীত শব্দ? ক অরণ্যবাসী খ গৃহাবাসী  সন্ন্যাসী ঘ আদিবাসী ৩৪২. বিপরীতার্থক শব্দ- র. রচনাকে সুন্দর করে রর. ভাব প্রকাশের মাধুর্য বৃদ্ধি করে ররর. বক্তব্যকে প্রবহমান সৌন্দর্য দান করে নিচের কোনটি ঠিক? ক র খ র ও রর গ র ও ররর  র, রর ও ররর ৩৪৩. ‘উত্তম’, শব্দটির যথার্থ বিপরীতার্থক শব্দের ব্যবহার হয়েছে কোন বাক্যটিতে? ক উত্তম মধ্যমের সঙ্গে চলে  উত্তম নিশ্চিন্তে চলে নিকৃষ্টের সাথে গ উত্তম নিশ্চিন্তে চলে নিকৃষ্টের সাথে ঘ উত্তম নিশ্চিন্তে চলে মধ্যমের সঙ্গে

সপ্তম শ্রেণির বাংলা ২য় বিপরীতার্থক শব্দ বহুনির্বাচনী প্রশ্নউত্তর Read More »

সপ্তম শ্রেণির বাংলা ২য় একই শব্দের বিভিন্ন অর্থে প্রয়োগবানান বহুনির্বাচনী প্রশ্নউত্তর

১০. শব্দার্থ ১০.১ একই শব্দের বিভিন্ন অর্থে প্রয়োগ ৩০৭. নিচের কোন বাক্যে কাঁচা অর্থ অপক্ব? ক চিঠিটা কাঁচা হাতের লেখা খ কাপড়টির রং একেবারেই কাঁচা  আমগুলো এখনো কাঁচা ঘ কাঁচা ঘরবাড়ী বন্যায় টেকে না ৩০৮. নিচের কোন বাক্যে হাত শব্দটি ভিক্ষা করা অর্থে ব্যবহৃত হয়েছে?  হাত পাতা খুবই ঘৃণার কাজ খ জামাটি বহু হাতবদল হয়েছে গ গ্রামের লোকের ওপর তার হাত আছে ঘ মাঝির হাত পাকা ৩০৯. “অর্থ অনর্থের মূল”-এখানে ‘অর্থ কী অর্থ প্রকাশ করছে?  টাকাকড়ি খ উদ্দেশ্য গ অর্থকরী ঘ অর্থ উপার্জন ৩১০. “জ্ঞানী-গুণীর কথা সকলেরই মেনে চলা উচিত”-এখানে ‘কথা’ কী অর্থ প্রকাশ করছে? ক অঙ্গীকার খ অনুরোধ গ প্রসঙ্গ  উপদেশ ৩১১. ভিন্নার্থক শব্দের ব্যবহার- র. ভাষার শ্রীবৃদ্ধি করে রর. অর্থের সংকোচন করে ররর. অর্থের বিস্তার ঘটায় নিচের কোনটি ঠিক? ক র খ র ও রর  র ও ররর ঘ র, রর ও ররর ৩১২. “বুদ্ধিজীবীরা দেশের মাথা”-এখানে ‘মাথা’ কী অর্থে ব্যবহৃত হয়েছে? ক অপক্ব খ বৃদ্ধি গ মস্তক  শ্রেষ্ঠ ৩১৩. “ঘুম থেকে উঠার চেয়ে পর্বতে উঠা খুবই কষ্টকর।”-এখানে শেষের ‘উঠা’ শব্দটি কী বোঝায়? ক উত্তোলন  আরোহণ গ অবরোহণ ঘ উচ্চারণ ৩১৪. “জ্ঞানী-গুণীরা কখনো কথা ভঙ্গ করেন না।”-এখানে ‘কথা’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? ক উপদেশ খ অনুরোধ  অঙ্গীকার ঘ প্রসঙ্গ ৩১৫. “সে কানকাটা স্বভাবের।”-এখানে ‘কান’ ব্যবহৃত হয়েছে কী বুঝাতে? ক অঙ্গবিশেষ খ প্রতিবন্ধকতা গ আড়িপাতা  নির্লজ্জ ৩১৬. “তার গা ভর্তি লোম দেখে আমার গা কেঁপে উঠলো।”-এখানে শেষের ‘গা’ শব্দটি দ্বারা কী বোঝানো হয়েছে?  ভয়বোধ করা খ শরীর গ ক্রোধের উদ্রেক হওয়া ঘ পলায়ন করা ৩১৭. “ছেলেটির ওপর চোখ রেখো”-এ বাক্যে ‘চোখ’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? ক রোগ বিশেষ খ সতর্ক হওয়া গ চক্ষুশুল  দৃষ্টি রাখা ৩১৮. ‘ব্যাপারটিতে তোমার হাত রয়েছে।’- এখানে ‘হাত’ শব্দটি দ্বারা কী বোঝায়? ক দক্ষতা খ হস্তান্তর  প্রভাব ঘ বশে আনা ৩১৯. “অঙ্ক শেষ করে সোহেল টাকার অঙ্ক লিখতে ভুলে গেছে” এখানে শেষের ‘অঙ্ক’ শব্দটি দ্বারা কী বোঝানো হয়েছে? ক রেখা খ গণিত গ নাটকের অংশ  সংখ্যা ৩২০. “কাজ করতে গিয়ে তোমার উপদেশ শুনে কাজ হয়েছে” এখানে প্রথম ব্যবহৃত ‘কাজ’ দ্বারা কী বোঝানো হয়েছে?  চাকরি খ সুফল গ কারুকার্য ঘ কোনোটিই নয় ৩২১. “এই পাকা বাড়িটি পাকা মিস্ত্রী দ্বারা তৈরি”-এ বাক্যে দ্বিতীয় ‘পাকা’ দ্বারা কী বোঝানো হয়েছে?  শ্রেষ্ঠ খ বৃহৎ গ সম্ভ্রান্ত ঘ উচ্চ ৩২২. “কাঁচা টমেটো রান্না করার ব্যাপারে সুমি একেবারেই কাঁচা”-এ বাক্যে দ্বিতীয় ‘কাঁচা’-এর অর্থ কী? ক অপক্ব  অপটু গ অসিদ্ধ ঘ অস্থায়ী

সপ্তম শ্রেণির বাংলা ২য় একই শব্দের বিভিন্ন অর্থে প্রয়োগবানান বহুনির্বাচনী প্রশ্নউত্তর Read More »

সপ্তম শ্রেণির বাংলা ২য় বানান বহুনির্বাচনী প্রশ্নউত্তর

৯. বানান ২৭৪. বাংলা বানানের নিয়ম বেঁধে দেওয়ার ক্ষেত্রে কোন প্রতিষ্ঠানা অগ্রণী ভ‚মিকা পালন করে? ক ঢাকা বিশ্ববিদ্যালয় খ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড গ কলকাতা বিশ্ববিদ্যালয়  বাংলা একাডেমি ২৭৫. নিচের কোন বানানটি অশুদ্ধ? ক বরণ খ চরণ  ধরণ ঘ হরণ ২৭৬. বাগ্ধ্বনিকে বর্ণ বা হরফের সাহায্যে লিখিত রূপ দেওয়ার প্রক্রিয়াকে কী বলে? ক লেখ্যরীতি খ লেখ্য ভাষা গ শব্দভাণ্ডার  বানান ২৭৭. প্রতিটি ভাষার ক্ষেত্রেই প্রয়োজন- র. সুনিয়ন্ত্রিত বানান পদ্ধতি রর. শব্দের অলিখিত রূপ ররর. সুশৃঙ্খল বানান পদ্ধতি নিচের কোনটি ঠিক? ক র খ র ও রর  র ও ররর ঘ র, রর ও ররর ২৭৮. যৌগিক শব্দ গঠনের ক্ষেত্রে বানানের নিয়মে কোনো পরিবর্তন আসবে কিনা, তা জানার একমাত্র উপায় কী?  বানানরীতি খ শব্দের উৎস গ শব্দের অর্থ ঘ শব্দের গঠন ২৭৯. কলকাতা বিশ্ববিদ্যালয় প্রস্তাবিত ‘বাংলা বানানের নিয়ম’-এর প্রথম সংরস্করণ কত সালে প্রকাশিত হয়? ক ১৯২৬  ১৯৩৬ গ ১৯৪৬ ঘ ১৯৫৬ ২৮০. বাংলাদেশে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কত সালে বাংলা বানানের একটি নীতিমালা প্রণয়ন করে? ক ১৯৮৬ খ ১৯৮৮  ১৯৮৮ ঘ ১৯৮৯ ২৮১. বাংলা একাডেমি ‘প্রমিত বাংলা বানানের নিয়ম’ কত সালে প্রকাশিত হয়?  ১৯৯২ সালের জানুয়ারি মাসে খ ১৯৯২ সালের ফেব্রæয়ারি মাসে গ ১৯৯২ সালের মার্চ মাসে ঘ ১৯৯২ সালের এপ্রিল মাসে ২৮২. উৎসগত দিক থেকে বাংলা ভাষার শব্দসমূহ কয় ভাগে বিভক্ত? ক দুই খ তিন গ চার  পাঁচ ২৮৩. সংস্কৃত ভাষা থেকে যেসব শব্দ সরাসরি বাংলায় এসেছে, সেগুলোকে বলা হয়-  তৎসম শব্দ খ তদ্ভব শব্দ গ দেশি শব্দ ঘ বিদেশি শব্দ ২৮৪. বাংলা বানানের নিয়ম জানা প্রয়োজন কেন? ক পরীক্ষায় বেশি নম্বর পাওয়ার জন্য খ শুদ্ধ ভাষায় কবিতা লেখার জন্য গ নিয়ম রক্ষার জন্য  ভাষার সামগ্রিক শৃঙ্খলা রক্ষার জন্য ২৮৫. পাঁচ ভাগে বিভক্ত উৎসগত শব্দগুলোর মধ্যে সংস্কৃত উৎসজাত শব্দ হচ্ছে- ক তৎসম, অর্ধ-তৎসম, দেশি  তৎসম, অর্ধ-তৎসম, তদ্ভব গ অর্থ-তৎসম, তদ্ভব, বিদেশি ঘ তদ্ভব, দেশি, বিদেশি ২৮৬. অনার্য জাতির ভাষা থেকে কোন শব্দগুলো বাংলা ভাষায় এসেছে? ক তৎসম খ তদ্ভব  দেশি ঘ বিদেশি ২৮৭. বাংলা ভাষায় ব্যবহৃত বিদেশি শব্দগুলোর মধ্যে প্রধান হচ্ছে- র. আরবি, ফারসি, তুর্কি রর. পর্তুগিজ, ইংরেজি, ফরাসি ররর. জাপানি, চীনা, গুজরাটি নিচের কোনটি ঠিক? ক র  র ও রর গ র ও ররর ঘ র, রর ও ররর ২৮৮. ণত্ব ও ষত্ব বিধান কোন শব্দের বানানের ক্ষেত্রে প্রযোজ্য?  তৎসম খ ণত্ব বিধান গ অর্ধ তৎসম ঘ খাঁটি বাংলা ২৮৯. যে রীতি অনুসারে তৎসম শব্দের বানানে দন্ত-ন-এর পরিবর্তে মূর্ধন্য-ণ ব্যবহৃত হয় তাকে কী বলে? ক তৎসম বিধান  ণত্ব বিধান গ ষত্ব বিধান ঘ আট বিধান ২৯০. ‘ঋণ’ বানানে ‘ণ’ হলো কোন নিয়মে?  ‘ঋ’ এর পর ‘ণ’ হয় খ শব্দের প্রথমে ‘ঋ’-কারের পর ‘ণ’ হয় গ দুই বর্ণের বানানে ‘ণ’ হয় ঘ ‘ঋণ’ বানানে স্বভাবতই ‘ণ’ হয় ২৯১. নিচের কোন বানানটি সঠিক? ক ত্রিন  তৃণ গ তৃন ঘ তৃনো ২৯২. তৎসম শব্দের বানানে ‘র’ এর পর ‘ণ’ হয় এই নিয়মের আলোকে কোন বানানটি শুদ্ধ? ক পরিবাহণ  কিরণ গ পরিবান ঘ পরিব্রজণ ২৯৩. নিচের কোন বানানটি শুদ্ধ?  মুদ্রণ খ চিত্রন গ আমন্ত্রন ঘ মিশণ ২৯৪. তৎসম শব্দের বানানে রেফ এর পর ‘ণ’ হয় এই নিয়মে কোন বানানটি শুদ্ধ? ক জার্ণি  অর্ণব গ মূর্ধন্য ঘ অর্গাণ ২৯৫. নিচের কোন বানানটি শুদ্ধ?  আকর্ষণ খ নয়ণ গ আলুণি ঘ উত্তোলণ ২৯৬. নিচের কোন বানানটি ণত্ব বিধানের নিয়মে হয়েছে? ক ক্যান্টনমেণ্ট  কণ্টক গ মুভেমন্ট ঘ হাণ্ট ২৯৭. নিচের কোন বানানটি ণত্ব বিধানের নিয়মানুষারে হয়েছে?  পণ্ডিত খ প্রতিষ্ঠাণ গ আনমণ ঘ সেণ্টার ২৯৮. কোন বানানগুচ্ছটি শুদ্ধ? ক চরন, ভাষণ, জাগরণ খ ঘর্ষণ, সাজোয়াণ, ঋণ গ নয়ণ, দীর্ণ, লক্ষণ  ঘণ্টা, দূষণ, বরণ ২৯৯. প্র, পরি, নিরÑ এই তিনটি উপসর্গের পর ‘ণ’ হয় এই নিয়মে কোন বানানটি সঠিক?  প্রণয় খ প্রচলণ গ পরিদর্শণ ঘ প্রদাণ ৩০০. কোন বানানটি শুদ্ধ? ক অভিবাদণ খ অভিযান  প্রণতি ঘ প্রদাণ ৩০১. কোন বানানটিতে স্বভাবতই ণত্ব বিধানের প্রয়োগ ঘটেছে? ক দীর্ণ খ কণ্ঠ  গৌণ ঘ অপরাহ্ন ৩০২. কোন বানানটিতে ণত্ব বিধানের প্রয়োগ ঘটে নি? ক কণ্টক  দুরন্ত গ গণিত ঘ পণ্য ৩০৩. কোন বানানটি সঠিক?  ত্রিনয়ন খ চন্দ্রায়ন গ অপরাহ্ন ঘ নগন্য ৩০৪. তৎসম শব্দের বানানে ‘ঋ’ বা ঋ-কারের পর ‘ষ’ হয় এই নিয়মে কোন বানানটি গঠিত হয়েছে? ক বর্ষণ  কৃষক গ ঈর্ষা ঘ মহর্ষি ৩০৫. বাংলা বানানে র-এর পর মূর্ধন্য-ণ ব্যবহারের উদাহরণ কোনটি?  কিরণ, বিতরণ খ ব্যাকরণ, ঘৃণা গ উচ্চারণ, তৃণ ঘ চরণ, চিত্রণ ৩০৬. ই-কারান্ত উপসর্গের পর কতকগুলো ধাতুর দন্ত্য-স মূর্ধন্য হয়। যেমন- র. পরিষদ, বিষাদ রর. অনুসঙ্গ, অনুষ্ঠান ররর. অভিষেক, প্রতিষ্ঠান নিচের কোনটি ঠিক? ক র খ র ও রর  র ও ররর ঘ র, রর ও ররর

সপ্তম শ্রেণির বাংলা ২য় বানান বহুনির্বাচনী প্রশ্নউত্তর Read More »

সপ্তম শ্রেণির বাংলা ২য় বিরামচিহ্ন বহুনির্বাচনী প্রশ্নউত্তর

৮. বিরামচিহ্ন ২৫২. বিরাম চি‎েহ্নর কাজ হলো- র. বাক্যকে ভাব অনুসারে অর্থবহ করা রর. বাক্যাংশ সংগ্রথিত ও পৃথক করা ররর. বাক্যের সমাপ্তি নির্দেশ করা নিচের কোনটি ঠিক? ক র খ র ও রর গ র ও ররর  র, রর ও ররর ২৫৩. ঊর্ধ্ব কমার অপর নাম কী? ক ঊর্ধ্ব চিহ্ন  লোপ চিহ্ন গ দ্যোতক চিহ্ন ঘ উদ্ধৃতি চিহ্ন ২৫৪. মধ্যবর্তী পদের কোনো একটি বর্ণের ওপরে কোন চিহ্ন বসে? ক কমা খ বর্জন চিহ্ন  ঊর্ধ্ব কমা ঘ হাইফেন ২৫৫. প্রত্যক্ষ উক্তির পূর্বে কোন চিহ্ন বসে?  কমা খ ঊর্ধ্বকমা গ উদ্ধৃতি চিহ্ন ঘ সেমিকোলন ২৫৬. এক জাতীয় একাধিক শব্দ বাক্যে পাশাপাশি বসলে শব্দগুলোর মাঝে কোন চিহ্ন বসে? ক সেমিকোলন খ ড্যাশ  কমা ঘ ঊর্ধ্বকমা ২৫৭. লেখার সময় যে সব চিহ্ন ব্যবহার করে বিরাম নির্দেশ করা হয় তাকে কোন চিহ্ন বলে?  বিরামচিহ্ন খ প্রতীক চিহ্ন গ নির্দেশিক চিহ্ন ঘ সাংকেতিক চিহ্ন ২৫৮. বাক্যে প্রশ্ন বোঝানোর জন্য কোন চি‎হ্ন বসে?  প্রশ্নবোধক চি‎হ্ন খ ড্যাশ গ কমা ঘ দাঁড়ি ২৫৯. আবেগ প্রকাশের জন্য বাক্যে কোন চি‎হ্ন বসে? ক দাঁড়ি খ সেমিকোলন গ কমা  বিস্ময় চি‎হ্ন ২৬০. তারিখ লিখতে কোন চি‎হ্ন বসে? ক দাঁড়ি খ কোলন  কমা ঘ প্রশ্নচি‎হ্ন ২৬১. বিস্ময়চি‎হ্ন কোনটি? ক ? খ “ ”  ! ঘ ; ২৬২. বাড়ি বা রাস্তার নম্বরের পরে কোন চি‎হ্ন বসে? ক হাইফেন  কমা গ দাঁড়ি ঘ লোপ চি‎হ্ন ২৬৩. বাক্যের শেষে দাঁড়ির পর কতক্ষণ থেমে পরের বাক্য পড়তে হয়?  ১ সেকেন্ড খ ১১২ সেকেন্ড গ ২ সেকেন্ড ঘ ২১২ সেকেন্ড ২৬৪. বাক্যের পরিসমাপ্তি বোঝাতে কোন চি‎হ্ন ব্যবহৃত হয়? ক কমা খ কোলন গ সেমিকোলন  দাঁড়ি ২৬৫. বাংলা ভাষায় যতি চি‎েহ্ন্র প্রচলন করেন কে? ক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়  ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গ রবীন্দ্রনাথ ঠাকুর ঘ প্যারীচাঁদ মিত্র ২৬৬. বাক্যের কোথাও ১ (এক) বলতে যে সময় লাগে, সে পরিমাণ থামতে যে চি‎হ্ন ব্যবহৃত হয় তার নাম- র. কমা রর. সেমিকোলন ররর. উদ্ধৃতি চি‎হ্ন নিচের কোনটি ঠিক? ক র খ র ও রর  র ও ররর ঘ র, রর ও ররর ২৬৭. সংশ্লিষ্ট পদের পর নিচের দিকে ব্যবহৃত হয় কোনটি?  কমা খ দাঁড়ি গ কোলন ঘ ড্যাশ ২৬৮. ( : ) বন্ধনীর ভেতরের চি‎হ্নটির নাম কী? ক সেমিকোলন  কোলন গ বিস্ময়চি‎হ্ন ঘ কোলন ড্যাশ ২৬৯. ১ (এক) সেকেন্ড কাল পরিমাণ বিরতি নিতে হয়- র. প্রশ্নবোধক চি‎েহ্ন রর. বিস্ময়চি‎েহ্ন ররর. ড্যাশচি‎েহ্ন নিচের কোনটি ঠিক? ক র খ র ও রর গ র ও ররর  র, রর ও ররর ২৭০. কোন চি‎হ্নটির বিরতিরকাল পরিমাণ ১ (এক) সেকেন্ড? । খ ; গ “ ” ঘ ( ) ২৭১. কোনো বাক্যের সমাপ্তিতে যে চিহ্ন ব্যবহৃত হয় তার নাম- র. দাঁড়ি রর. কোলন ররর. পূর্ণচ্ছেদ নিচের কোনটি ঠিক? ক র খ র ও রর  র ও ররর ঘ র, রর ও ররর ২৭২. জটিল বাক্যের অন্তর্গত প্রত্যেক খণ্ডবাক্যের পরে বিরামচি‎েহ্ন কোনটি বসে? ক বিস্ময়চি‎হ্ন ( ! )  কমা (, ) গ কোলন ( : ) ঘ হাইফেন ( – ) ২৭৩. ধাতুদ্যোতক চি‎‎হ্ন কোনটি? ক  খ  গ =  

সপ্তম শ্রেণির বাংলা ২য় বিরামচিহ্ন বহুনির্বাচনী প্রশ্নউত্তর Read More »

Scroll to Top