২য় শ্রেণির গণিত ষষ্ঠ অধ্যায় ভাগ
৬ষ্ঠ অধ্যায় ভাগ নিজে করি অংশের উত্তর
১।ভাগ করি:
৮÷২=৪; ৯÷৩=৩; ১২÷২=৬; ২১÷৩=৭;
৪৫÷৫=৯; ৩০÷৬=৫; ৬৪÷৮=৮; ৫৪ ÷৯=৬;
৪২÷৭=৬; ৩৫÷৫=৭; ২৮÷৪=৭; ৬৩÷৭=৯;
২। ভাগ করি :
২) ৬( ৪) ৮( ৬) ১৮( ৮) ১৬ (
৬) ৫৪ ৯) ৩৬ ৩) ১৫( ৫) ৪০(
৯) ৮১( ৪) ২০ ৩) ২৪ ৮) ৭২
৩। ৮টি আম দুইজনকে সমানভাবে ভাগ করে দেওয়া হলো । প্রত্যেকে কয়টি করে আম পাবে ?
সমাধানঃ
২ জন পেল ৮টি আম
১ জন পেল (৮÷২) ৪টি আম
উত্তরঃ ৪টি
৪। ২৪টি লজেন্স চারজনকে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। প্রত্যেকে কয়টি করে লজেন্স পাবে ?
সমাধানঃ
৪ জন পাবে ২৪ টি লজেন্স
১ জন পাবে (২৪÷৪)=৬টি লজেন্স
উত্তরঃ ৬টি
৫। ২৭ টাকা তিনজনকে সমানভাবে ভাগ করে দেওয়া হলো । প্রত্যেকে কত টাকা করে পাবে ?
সমাধানঃ
৩জন পাবে ২৭ টাকা
১ জন পাবে (২৭÷৩) = ৯ টাকা
উত্তরঃ ৯ টাকা
৬। একটি বেঞে ৫ জন বসে । ৪৫ জনের জন্য কয়টি বেঞের প্রয়োজন হবে ?
সমাধানঃ
৫ জন বসে ১টি বেঞ্চে
৪৫ জন বসে (৪৫÷৫) = ৯ টি বেঞ্চে
উত্তরঃ ৯টি
৭। একজন লোক ৩২ টাকা দিয়ে কিছু ডিম কিনলেন । বদি একটি ডিমের দাম 8 টাকা হয়, তবে এই লোক কয়টি ডিম কিনেছেন ?
সমাধানঃ
৪ টাকায় কেনে ১ টি ডিম
৩২ টাকায় কেনে (৩২÷৪) = ৮ টি ডিম
উত্তরঃ ৮টি
৮। প্রত্যেক দলে ৮ জন করে শিক্ষার্থী নিয়ে দল গঠন করা হলো । যদি ৭২ জন শিক্ষার্থী থাকে, তবে কয়টি দল হবে ?
সমাধানঃ
৮ জনে দল গঠন করা হলো ১টি
৭২ জনে দল গঠন করা হলো (৭২÷৮) =৯টি
উত্তরঃ ৯টি
৯। একজন শিক্ষার্থী ৫৪ পৃষ্ঠার একটি বই পড়ছে। যদি সে একদিনে ৬ পৃষ্ঠা পড়ে, তবে এই বই পড়ে শেষ করতে তার কতদিন লাগবে ?
সমাধানঃ
৬ পৃষ্ঠা পড়ে ১ দিনে
৫৪ পৃষ্ঠা পড়ে (৫৪÷৬)=৯ দিনে
উত্তরঃ ৯ দিন
১০। যথাযথ পদ্ধতি অনুসরণ করে নিচের সমস্যাথুলো সমাধান কর :
ক) একটি ঝুড়িতে ১০টি আম আছে। ৫টি ঝুড়িতে কতগুলো আম আছে ?
সমাধানঃ
১টি ঝুড়িতে আম আছে ১০টি
৫টি ঝুড়িতে আম আছে (১০×৫)=৫০টি
উত্তরঃ ৫০টি
খ) একজন লোক ১০টি আম কিনলেন এবং ৫ জন শিশুকে সমানভাবে ভাগ করে দিলেন। প্রত্যেক শিশু কয়টি করে আম পেল ?
সমাধানঃ
৫জন পেল ১০টি আম
১জন পেল (১০÷৫) =২টি আম
উত্তরঃ ২টি
গ) একটি শ্রেণিকক্ষে ২৪ জন শিক্ষার্থী আছে। যদি একটি বেঞ্চে ৪ জন শিক্ষার্থী বসে. তবে ওই শ্রেণিতে কয়টি বেঞ্চ আছে ?
সমাধানঃ
৪জন বসে ১টি বেঞ্চে
২৪ জন বসে (২৪÷৪)=৬টি বেঞ্চে
উত্তরঃ ৬টি
ঘ) একটি শ্রেণিকক্ষে ১২টি বেঞ্চ আছে। যদি শিক্ষার্থীরা ৬টি বেঞ্চে বসে, তবে কতগুলো বেঞ্চ অব্যবহৃত থাকে ?
সমাধানঃ
অব্যবহৃত বেঞ্চের সংখ্যা (১২-৬) = ৬টি
ঙ) একটি প্যাকেটে ৮টি বিস্কুট আছে। একজন বালিকা বিস্কুটের ২টি প্যাকেট কিনল । সে মোট কতগুলো বিস্কুট কিনল ?
সমাধানঃ
১টি প্যাকেটে আছে ৮ টি বিস্কুট
২টি প্যাকেটে আছে (৮×২)=১৬টি বিস্কুট
উত্তরঃ ১৬ টি
চ) একজনের ৮টি বিস্কুট আছে। যদি সে একদিনে ২টি বিস্কুট খায়, তবে সে কতদিনে বিস্কুটগুলো শেষ করবে?
সমাধানঃ
২টি বিস্কুট খায় ১দিনে
৮টি বিস্কুট খায় (৮÷২)=৪দিনে
উত্তরঃ ৪দিন
১১। গাণিতিক বাক্য ৩২ ÷ ৪ =? এর জন্য দুইটি ভিন্ন ধরনের গাণিতিক সমস্যা তৈরি কর।
সমাধানঃ
প্রথম ধরণঃ
মনিকার মোট ৩২ টাকা আছে। সে প্রতিদিন ৪ টাকা করে খরচ করে। তার সব টাকা খরচ করতে কত দিন লাগবে?
দ্বিতীয় ধরণঃ
মিরাজ সারের কাছে ৩২ টি বল ছিল। তিনি ৪জন শিক্ষার্থীর মধ্যে বলগুলো ভাগ করে দিলেন। কে কতটি বল পেল?