দ্বিতীয় শ্রেণির গণিত ৭ম অধ্যায় বাংলাদেশি মুদ্রা ও নোট

২য় শ্রেণির গণিত সপ্তম অধ্যায় বাংলাদেশি মুদ্রা ও নোট

ঈদের দিন ইমা নিচের নোটগুলো উপহার হিসাবে পেল । সে মোট কত টাকা উপহার পায়?

ঈদের দিন ইমা নিচের নোটগুলো উপহার হিসাবে পেল । সে মোট কত টাকা উপহার পায়?

 

বক্সের নোট দিয়ে সমপরিমাণ টাকা তৈরি কর

বক্সের নোট দিয়ে সমপরিমাণ টাকা তৈরি কর

নিচের সমস্যাগুলো সমাধান করি:
ইভা ৩২ টাকায় এক হালি ডিম, ৩০ টাকায় এক প্যাকেট চানাচুর এবং ৬ টাকায় কিছু বিস্কুট কিনল । সে বাজারে কত টাকা খরচ করল? . ৃ
সমাধান :
ডিম কিনল           ৩২টাকা
চানাচুর কিনল :   ৩০ টাকা
বিস্কুট কিনল           ৬টাকা

——————————-

মোটকিনল             ৬৮টাকা
∴সে বাজারে ৬৮ টাকা খরচ করল।

২। রাজুর ১৬ টাকা ছিল এবং তার বাবা তাকে আরও ২০ টাকা দিলেন। রাজু একটি দোকানে গেল এবং ৩২ টাকা দিয়ে খাতা ও কলম কিনল। তার কাছে কত টাকা রইল?
সমাধান :
রাজুর ছিল           ১৬
তার বাবাদিল      ২০ টাকা

————————–
রাজুর মোট       ৩৬ টাকা |

এখন,
দোকানে নিয়ে গেল ৩৬ টাকা
“খাতা ও কলম কিনল ৩২ টাকা

——————————
তার কাছে রইল ৪টাকা।

সুতরাং তার কাছে ৪ টাকা রইল।

 

Leave a Reply