তৃতীয় শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায় ১০ আমাদের জাতির পিতা পোস্টে এই অধ্যায়ের সকল পরিচ্ছেদের অনুশীলনীর প্রশ্নউত্তর সহ অতিরিক্ত সংক্ষিপ্ত ও কাঠামোবদ্ধ প্রশ্নউত্তর দেওয়া হলো।
তৃতীয় শ্রেণির বা ও বি অধ্যায় ১০ আমাদের জাতির পিতা
>> অধ্যায়টির মূলভাব জেনে নিই
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতা। তিনি ১৯২০ সালের ১৭ই মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়াতে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বাঙালির স্বাধিকার আন্দোলনের নেতা। তাঁর নেতৃত্বেই আমাদের এই দেশ স্বাধীন হয়। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট সপরিবারে নিহত হন এই মহান নেতা। আমরাও তাঁর মতো দেশকে ভালোবাসব, দেশের জন্য কাজ করব।
৩য় শ্রেণির বা ও বি অধ্যায় ১০ অনুশীলনীর প্রশ্ন ও উত্তর
অধ্যায় ১০ পরিচ্ছেদ ১ বঙ্গবন্ধুর শিক্ষা ও সংগ্রামী জীবন
১. বঙ্গবন্ধু কবে জন্মগ্রহণ করেন?
উত্তর : বঙ্গবন্ধু ১৯২০ সালের ১৭ই মার্চ জন্মগ্রহণ করেন।
২. কত বছর বয়সে তাঁর শিক্ষাজীবন শুরু হয়?
উত্তর : সাত বছর বয়সে তাঁর শিক্ষাজীবন শুরু হয়।
৩. তিনি কোন প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখা করেন?
উত্তর : তিনি গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখা করেন।
৪. বিশ্ববিদ্যালয়ে তিনি কোন বিষয়ে ভর্তি হয়েছিলেন?
উত্তর : বিশ্ববিদ্যালয়ে তিনি আইন বিষয়ে ভর্তি হয়েছিলেন।
৫. কত সালে ৬ দফা পেশ করা হয়?
উত্তর : ১৯৬৬ সালে ৬ দফা পেশ করা হয়।
সনের পাশে উল্লেখযোগ্য ঘটনাগুলো লেখ।
১৯২০
১৯২৭
১৯২৯
১৯৬৬
১৯৭০
উত্তর : সনের পাশে উল্লেখযোগ্য ঘটনাগুলো লেখা হলোÑ
১৯২০ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন।
১৯২৭ বঙ্গবন্ধু গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হন।
১৯২৯ বঙ্গবন্ধু গোপালগঞ্জ পাবলিক স্কুলে ভর্তি হন।
১৯৬৬ বঙ্গবন্ধু ছয় দফা পেশ করেন।
১৯৭০ সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পায়।
> বঙ্গবন্ধুর শিক্ষাজীবন নিয়ে আরও তথ্য সংগ্রহ কর।
উত্তর : বঙ্গবন্ধুর শিক্ষাজীবন নিয়ে আরও তথ্য নিচে উপস্থাপন করা হলোÑ
> বঙ্গবন্ধুর শিক্ষাজীবন শুরু হয় ১৯২৭ সালে গিমাডাঙ্গা প্রাইমারি স্কুল থেকে।
> ১৯২৯ সালে বঙ্গবন্ধু গোপালগঞ্জ পাবলিক স্কুলে ভর্তি হন।
> মাধ্যীমক পরীক্ষায় উত্তীর্ণের পর বঙ্গবন্ধু রাষ্ট্রবিজ্ঞান বিষয় থেকে বিএ ডিগ্রী লাভ করে।
> ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে পড়ার সময় বঙ্গবন্ধু চতুর্থ শ্রেণির কর্মচারীদের পক্ষে দাবি ও অধিকার আদায়ের আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কৃত হন।
> সঠিক উত্তরের পাশে টিকচিহ্ন (√) দাও।
বঙ্গবন্ধু কোথায় মাধ্যমিক শিক্ষা লাভ করেন?
√ ক) গোপালগঞ্জ মিশন হাই স্কুলে
খ) কলকাতা মিশন হাই স্কুলে
গ) ফরিদপুর মিশন হাই স্কুলে
ঘ) ঢাকা মিশন হাই স্কুলে
অধ্যায় ১০ পরিচ্ছেদ ২ বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ
১. বাংলাদেশ কখন স্বাধীনতা অর্জন করে?
উত্তর : বাংলাদেশে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর স্বাধীনতা অর্জন করে।
২. মুক্তিযুদ্ধ কতমাস স্থায়ী হয়েছিল?
উত্তর : মুক্তিযুদ্ধ দীর্ঘ ৯ মাস স্থায়ী হয়েছিল।
৩. মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধু কোথায় বন্দি ছিলেন?
উত্তর : মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধু পশ্চিম পাকিস্তানের কারাগারে বন্দি ছিলেন।
৪. বঙ্গবন্ধু কোন তারিখে দেশে ফিরে আসেন?
উত্তর : বঙ্গবন্ধু ১৯৭২ সালের ১০ই জানুয়ারি স্বাধীন দেশে ফিরে আসেন।
৫. ১৯৭৫ সালে কী হয়েছিল?
উত্তর : ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু একদল ষড়যন্ত্রকারী ও দেশের শত্রæদের হাতে সপরিবারে শহিদ হন।
১৯৭১ সালের উল্লেখযোগ্য ঘটনাগুলো তারিখের পাশে লেখ।
৭ই মার্চ
২৫শে মার্চ
২৬শে মার্চ
১৬ই ডিসেম্বর
উত্তর : ১৯৭১ সালের উল্লেখযোগ্য ঘটনাগুলো তারিখের পাশে লেখা হলোÑ
৭ই মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে জনসভায় বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দেন।
২৫শে মার্চ পাকিস্তানি বাহিনী নিরস্ত্র বাঙালিদের উপর হামলা করে।
২৬শে মার্চ বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন।
১৬ই ডিসেম্বর বাংলাদেশ মুক্তিযুদ্ধে বিজয় লাভ করে।
বঙ্গবন্ধুর ছবি সংগ্রহ করে একটি অ্যালবাম তৈরি কর।
উত্তর : শ্রেণিশিক্ষকের সহায়তায় নিজে চেষ্টা কর।
>> সঠিক উত্তরের পাশে টিকচিহ্ন (√) দাও।
কখন বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা হয়?
ক) ৭ই মার্চ খ) ২৫শে মার্চ
√ গ) ২৬শে মার্চ ঘ) ১৬ই ডিসেম্বর
তৃতীয় শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায় ১০ অতিরিক্ত প্রশ্ন ও উত্তর
>> বাম অংশের সাথে ডান অংশ মিলকরণ
ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
খ) বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে
গ) ১৯৭০Ñএর নির্বাচনে আওয়ামী লীগ
ঘ) ১৯৬৬ সালে বঙ্গবন্ধু
ঙ) ১৯৭১ সালের ২৬ মার্চ আইন বিভাগে ভর্তি হন।
বিপুল ভোটে জয়লাভ করে।
বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা দেন।
আমাদের জাতির পিতা।
ছয় দফা পেশ করেন।
ঢাকা ত্যাগ করেন।
উত্তর :
ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতা।
খ) বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন।
গ) ১৯৭০Ñএর নির্বাচনে আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করে।
ঘ) ১৯৬৬ সালে বঙ্গবন্ধু ছয় দফা পেশ করেন।
ঙ) ১৯৭১ সালের ২৬ মার্চ বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন।
>> শুদ্ধ/অশুদ্ধ নির্ণয়
ক) বঙ্গবন্ধু জন্মগ্রহণ করেন ১৯২৫ সালে।
খ) বঙ্গবন্ধুর মায়ের নাম সায়েরা বানু।
গ) বঙ্গবন্ধু কলকাতা ইসলামিয়া কলেজ থেকে বিএ পাস করেন।
ঘ) জাতির পিতা শহিদ হন ১৫ আগস্ট ১৯৭৫।
ঙ) বঙ্গবন্ধু ৬ দফা পেশ করেন ১৯৬৯ সালে।
উত্তর : ক) ‘অশুদ্ধ’ খ) ‘শুদ্ধ’ গ) শুদ্ধ’ ঘ) শুদ্ধ’ ঙ) ‘অশুদ্ধ’।
>> শূন্যস্থান পূরণ
ক) বঙ্গবন্ধু — সালের ১৭ই মার্চ জন্মগ্রহণ করেন।
খ) বঙ্গবন্ধু কলকাতা ইসলামিয়া কলেজ থেকে — পাস করেন।
গ) বাঙালির অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কারণে বঙ্গবন্ধুকে বহুবার — করতে হয়।
ঘ) বঙ্গবন্ধুর আহŸানে জাতি — ঝাঁপিয়ে পড়ে।
ঙ) আমরা সবাই বঙ্গবন্ধুর মতো দেশকে —।
উত্তর : ক) ১৯২০ খ) বিএ গ) কারাবরণ ঘ) মুক্তিযুদ্ধে ঙ) ভালোবাসব।
সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১. শেখ মুজিবুর রহমান কবে, কোথায় জন্মগ্রহণ করেছিলেন?
উত্তর : শেখ মুজিবুর রহমান ১৭ই মার্চ ১৯২০ সালে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
২. শেখ মুজিবুর রহমান কোন কোন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা লাভ করেন?
উত্তর : শেখ মুজিবুর রহমানের শিক্ষাজীবন শুরু হয় ৭ বছর বয়েসে গিমাডাঙ্গা প্রাইমারি স্কুলে। দুই বছর পর তিনি গোপালগঞ্জ পাবলিক স্কুলে ভর্তি হন। মাধ্যমিক শিক্ষা লাভ করেন গোপালগঞ্জ মিশন হাইস্কুল থেকে। এরপর তিনি কলকাতার ইসলামিয়া কলেজ থেকে বিএ পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন।
৩. বঙ্গবন্ধুকে কেন বহুবার কারাবরণ করতে হয়?
উত্তর : বাঙালির বিভিন্ন অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কারণে বঙ্গবন্ধুকে বহুবার কারাবরণ করতে হয়।
৪. বঙ্গবন্ধুকে জাতির পিতা কেন বলা হয়?
উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন বাংলার মানুষের মুক্তির জন্য লড়াই করেছিলেন। তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। তাঁর নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীন হয়। তাই তাঁকে বলা হয় আমাদের জাতির পিতা।
৫. মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান বর্ণনা কর।
উত্তর : মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদানসমূহ নিচে উল্লেখ করা হলো :
১৯৬৬ সালে বঙ্গবন্ধু ছয় দফা ঘোষণা করেন। এই ছয় দফাতেই বাঙালির স্বাধীনতার বীজ নিহিত ছিল।
৭ মার্চ ১৯৭১ বঙ্গবন্ধু ঢাকার রেসকোর্স ময়দানে ঐতিহাসিক জনসভায় স্বাধীনতার ডাক দেন।
২৬ মার্চ ১৯৭১ বঙ্গবন্ধু প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণা দেন।
বঙ্গবন্ধুর আহŸানে জাতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে।
তাঁর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়।
৬. বঙ্গবন্ধু কেন ছয় দফা দাবি পেশ করেন?
উত্তর : বঙ্গবন্ধু পূর্ববাংলার জনগণের মুক্তির দাবি আদায়ে ছয় দফা দাবি পেশ করেন।
৭. বঙ্গবন্ধু কখন থেকে বাঙালির অধিকার আদায়ের আন্দোলনে জড়িয়ে পড়েন?
উত্তর : ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হওয়ার পর থেকেই বঙ্গবন্ধু বাঙালির অধিকার আদায়ের আন্দোলনে জড়িয়ে পড়েন।
৮. বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ কত সালের নির্বাচনে জয় লাভ করেন?
উত্তর : বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ ১৯৭০ সালের নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে।
৯. কবে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন?
উত্তর : ১৯৭১ সালের ২৬শে মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন।
১০. বঙ্গবন্ধুর জীবন থেকে আমরা কী শিক্ষা পাই?
উত্তর : বঙ্গবন্ধুর জীবন থেকে আমরাও দেশকে ভালোবাসার ও দেশের জন্য কাজ করার শিক্ষা পাই।
কাঠামোবদ্ধ প্রশ্ন ও উত্তর
ন্ধ সাধারণ
১. বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের উল্লেখযোগ্য ৫টি ঘটনা সালসহ উল্লেখ কর।
উত্তর : অকুতোভয় ছিল বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন। এদেশের মানুষের জন্য রাজনীতি করতে গিয়ে তাঁকে বহুবার কারাবরণ করতে হয়েছে। নিচে তাঁর রাজনৈতিক জীবনের উল্লেখযোগ্য ৫টি ঘটনা সালসহ উল্লেখ করা হলো :
১) ১৯৬৬ সালে বঙ্গবন্ধু পূর্ববাংলার জনগণের মুক্তির সনদ ছয় দফা পেশ করেন।
২) ১৯৭০ সালের নির্বাচনে তাঁর দল আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করে।
৩) ১৯৭১ সালের ৭ই মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে ঐতিহাসিক জনসভায় বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দেন।
৪) ২৬শে মার্চ ১৯৭১ প্রথম প্রহরে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন।
৫) ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু একদল ষড়যন্ত্রকারীর হাতে সপরিবারে শহিদ হন।
ন্ধ যোগ্যতাভিত্তিক
২. গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় তাঁর জন্ম। পিতা শেখ লুৎফর রহমান। মাতা সায়েরা বেগম। এখানে কার কথা বলা হয়েছে? তাঁর শিক্ষাজীবনের ৪টি প্রতিষ্ঠান সম্পর্কে লেখ।
উত্তর : এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা বলা হয়েছে। তাঁর শিক্ষাজীবনের ৪টি প্রতিষ্ঠান সম্পর্কে নিচে দেওয়া হলো।
১. বঙ্গবন্ধুর শিক্ষাজীবন শুরু হয় গিমাডাঙ্গা প্রাইমারি স্কুলে।
২. তিনি মাধ্যমিক শিক্ষা লাভ করেন গোপালগঞ্জ মিশন হাই স্কুল থেকে।
৩. তিনি কলকাতা ইসলামিয়া কলেজ থেকে বিএ পাস করেন।
৪. ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন।
যাচাই করি (নমুনা প্রশ্ন) অধ্যায় ১০ : আমাদের জাতির পিতা
অল্প কথায় উত্তর দাও :
১. বঙ্গবন্ধু কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর : বঙ্গবন্ধু গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
২. কোথায় ও কখন বঙ্গবন্ধু তাঁর ঐতিহাসিক ভাষণ দেন?
উত্তর : বঙ্গবন্ধু ১৯৭১ সালের ৭ই মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) ঐতিহাসিক ভাষণ দেন।
৩. মুক্তিযুদ্ধে আমরা কাদের পরাজিত করি?
উত্তর : মুক্তিযুদ্ধে আমরা পাকিস্তানিদের পরাজিত করি।
৪. কীভাবে বঙ্গবন্ধু শহিদ হন?
উত্তর : ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু একদল ষড়যন্ত্রকারী ও দেশের শত্রæদের হাতে সপরিবারে শহিদ হন।
>> প্রশ্নগুলোর উত্তর দাও :
১. আমরা বঙ্গবন্ধুর জীবন থেকে কী শিখতে পারি?
উত্তর : আমরা বঙ্গবন্ধুর জীবন থেকে দেশপ্রেম শিখতে পারি।
২. বঙ্গবন্ধুকে কেন আমাদের জাতির পিতা বলা হয়?
উত্তর : বঙ্গবন্ধু এদেশের এবং দেশের মানুষের মুক্তির জন্য আজীবন সংগ্রাম করেছেন। তাঁর নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীন হয়। তাই বঙ্গবন্ধুকে জাতির পিতা বলা হয়।