৩য় শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায় ২ মিলেমিশে থাকা
⇒ অধ্যায়টির মূলভাব জেনে নিই
পরিবারে আমরা মা-বাবা, ভাই-বোনদের নিয়ে একসঙ্গে থাকি। বিদ্যালয়ে আমরা সহপাঠীদের সাথে লেখাপড়া করি, খেলাধুলা করি। বিদ্যালয়ের সব সহপাঠী একই রকম নয়। পড়াশেনাসহ সকল বিষয়ে আমরা একে অন্যকে সহায়তা করব। আমাদের সমাজে রয়েছে বিভিন্ন ধর্মের মানুষ। কেউ মুসলমান, কেউ হিন্দু, আবার কেউ বৌদ্ধ, কেউ বা খ্রিষ্টান। আমরা সব ধর্মের মানুষকে সমান শ্রদ্ধা করব। বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আনন্দ আমরা সবাই মিলে ভাগাভাগি করে নেব।
৩য় শ্রেণির বা ও বি অধ্যায় ২ অনুশীলনীর প্রশ্ন ও উত্তর
শ্রেণিতে তোমার এলাকার মানুষের সামাজিক বৈচিত্র্য সম্পর্কে আলোচনা কর।
- সেখানে কোন কোন বয়সের মানুষ আছে?
- কোন কোন পেশার মানুষ বাস করে?
- কোন কোন ধর্মের মানুষ আছে?
উত্তর : শিক্ষকের সহায়তা নিয়ে সহপাঠীদের মধ্যে বিষয়গুলো নিয়ে আলোচনা কর।
তোমার শ্রেণিতে যে সহপাঠীর পড়া বুঝতে একটু সময় লাগে তাকে তুমি কীভাবে সাহায্য করবে লেখ, কাজটি জোড়ায় কর।
……………………………………………..
……………………………………………..
……………………………………………..
উত্তর : আমার শ্রেণিতে যে সহপাঠীর পড়া বুঝতে একটু সময় লাগে ক্লাস শেষে তাকে পড়াটি বুঝিয়ে দেব। তাকে পড়ায় আরও বেশি মনোযোগী হতে বলব।
তোমার এলাকায় যাকে সাহায্য করা প্রয়োজন এমন একজনের কথা চিন্তা কর। তাকে কীভাবে সাহায্য করা যায় তা দলে অভিনয় করে দেখাও।
উত্তর : শ্রেণিশিক্ষকের সহায়তায় নিজেরা চেষ্টা কর।
⇒ বাম পাশের কথাগুলোর সাথে ডান পাশের কথাগুলোর মিল কর।
ক) আমাদের সমাজে আমরা নারী, পুরুষ ছোট ছোট জাতিগোষ্ঠী বাস করে।
খ) আমাদের সমাজে বাঙালি ছাড়াও বন্ধুদের সাথে আনন্দে মেতে ওঠে।
গ) মিলেমিশে থাকতে হলে আমাদের সবাইকে শ্রদ্ধা করতে হবে।
ঘ) বিভিন্ন উৎসবে শিশুরা ধনী, দরিদ্র একসাথে বাস করি।
উত্তর :
ক) আমাদের সমাজে আমরা নারী, পুরুষ, ধনী, দরিদ্র একসাথে বাস করি।
খ) আমাদের সমাজে বাঙালি ছাড়াও ছোট ছোট জাতিগোষ্ঠী বাস করে।
গ) মিলেমিশে থাকতে হলে আমাদের সবাইকে শ্রদ্ধা করতে হবে।
ঘ) বিভিন্ন উৎসবে শিশুরা বন্ধুদের সাথে আনন্দে মেতে ওঠে।
তোমরা গত ঈদে কী করেছ তা বর্ণনা কর।
উত্তর : ঈদ মানেই খুশি। গত ঈদটি ছিল আমাদের কাছে অনেক খুশির। ঐদিন ঈদগাহে আমরা ঈদের নামাজ আদায় করি। বন্ধুদের সাথে শুভেচ্ছা বিনিময় করি। সবাই দলবেঁধে ঘুরে বেড়াই ও অনেক আনন্দ করি।
পাঠের পড়া থেকে মুসলমান ও হিন্দুদের ধর্মীয় উৎসবের বিশেষ দিকগুলো লেখ, কাজটি জোড়ায় কর।
মুসলমানদের উৎসব হিন্দুদের উৎসব
উত্তর : পাঠের পড়া থেকে আমাদের দুই বন্ধু মিলে করা মুসলমান ও হিন্দুদের ধর্মীয় উৎসবের বিশেষ দিকগুলো নিচের ছকে তুলে ধরা হলো-
মুসলমানদের উৎসব হিন্দুদের উৎসব
ঈদ মুসলমানদের প্রধান উৎসব। পূজা হিন্দুদের প্রধান উৎসব।
মুসলমানগণ বছরে ২টি ঈদ পালন করেন। দুর্গাপূজা, সরস্বতীপূজা, ল²ীপূজা হিন্দুদের প্রধান পূজা।
মুসলমানগণ ঈদগাহে নামাজ আদায় করেন। হিন্দুগণ মন্দিরে পূজা উদ্যাপন করেন।
* তোমার এলাকার হিন্দু ধর্মাবলম্বী যারা তারা কোথায় পূজা করেন?
* মনে কর তোমার একজন অন্য ধর্মের বন্ধু আছে। সে ঈদ বা পূজা উৎসবে যোগ দিলে কী কী করবে? চিন্তা করে একটি বাক্যে লিখে প্রকাশ কর।
উত্তর :
* আমার এলাকার হিন্দু ধর্মাবলম্বী যারা তারা মন্দিরে পূজা করেন।
* আমার একজন হিন্দুধর্মের বন্ধু আছে। সে পূজা উৎসবে যোগ দিলে যা যা করবে তা হলো-
মন্দিরে গিয়ে পূজা দিয়ে সবার সাথে শুভেচ্ছা বিনিময় করবে।
⇒ সঠিক উত্তরের পাশে টিকচিহ্ন (√) দাও।
আমাদের দেশে প্রধান ধর্ম কয়টি?
ক) তিনটি √খ) চারটি
গ) পাঁচটি ঘ) ছয়টি
* তুমি কি কখনো বৌদ্ধ ও খ্রিষ্টানদের ধর্মীয় উৎসব দেখেছ বা যোগদান করেছ?
* বৌদ্ধ ও খ্রিষ্টানদের ধর্মীয় উৎসব সম্পর্কে যা জান তা অন্যদের কাছে বর্ণনা কর।
উত্তর :
* হ্যাঁ, আমি একবার বৌদ্ধ ও দুবার খ্রিষ্টানদের ধর্মীয় উৎসব দেখেছি। একবার আমি খ্রিষ্টানদের একটি ধর্মীয় উৎসবে যোগদান করেছি।
* বৌদ্ধ ও খ্রিষ্টানদের ধর্মীয় উৎসব সম্পর্কে আমি যা জেনেছি তা নিচে বর্ণনা করা হলো-
বৌদ্ধধর্মের প্রধান উৎসব বৌদ্ধপূর্ণিমা। এ দিনটি গৌতম বুদ্ধের জন্মদিন। এ উপলক্ষ্যে বৌদ্ধধর্মের অনুসারীগণ বিশেষ প্রার্থনা করেন।
খ্রিষ্টানদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন। প্রতিবছর ২৫শে ডিসেম্বর যিশুখ্রিষ্টের জন্মদিন পালনের জন্য অনুসারীগণ গির্জায় প্রার্থনা করেন। একে অপরকে উপহার দেন ও আনন্দ করেন।
১. পাঠের বিষয় থেকে বৌদ্ধ ও খ্রিষ্টানদের ধর্মীয় উৎসবের বিশেষ দিকগুলো লেখ, কাজটি জোড়ায় কর।
বৌদ্ধদের উৎসব খ্রিষ্টানদের উৎসব
উত্তর : পাঠের বিষয় থেকে বৌদ্ধ ও খ্রিষ্টানদের ধর্মীয় উৎসবের বিশেষ দিকগুলো নিচের ছকে তুলে ধরা হলো-
বৌদ্ধদের উৎসব খ্রিষ্টানদের উৎসব
বৌদ্ধপূর্ণিমা বৌদ্ধদের প্রধান উৎসব। বড়দিন খ্রিষ্টানদের প্রধান উৎসব।
গৌতম বুদ্ধের জন্মদিনে এ উৎসব পালিত হয়। ২৫শে ডিসেম্বর যিশুখ্রিষ্টের জন্মদিনে এ উৎসব পালিত হয়।
এ উৎসবে অনুসারীগণ বিশেষ প্রার্থনা করেন। খ্রিষ্টানরা এদিন গির্জায় প্রার্থনা করেন।
মাঘীপূর্ণিমা বৌদ্ধদের অন্যতম উৎসব। গুড ফ্রাইডে ও ইস্টার সানডে ইত্যাদি খ্রিষ্টানদের অন্যতম উৎসব।
* যে কোনো ধর্মীয় উৎসবের ছবি জোগাড় কর।
* তোমার এলাকায় উদ্যাপিত তোমার প্রিয় উৎসব নিয়ে একটি ছবি আঁক ও একটি বাক্য লেখ।
উত্তর : খ্রিষ্টানদের ধর্মীয় উৎসবের ছবি নিচে দেওয়া হলো :
ছবি : বড়দিন
* আমার এলাকায় উদ্যাপিত আমার প্রিয় উৎসব হলো দুর্গাপূজা। নিচে দুর্গাপূজার ছবি একে দেখানো হলো :
ছবি : দুর্গাপূজা
দুর্গাপূজা সম্পর্কে নিচে একটি বাক্য লেখা হলো :
এ উৎসবে হিন্দুগণ মন্দিরে গিয়ে প্রার্থনা করেন ও সবাই সবার সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
⇒ সঠিক উত্তরের পাশে টিকচিহ্ন (√) দাও।
মাঘীপূর্ণিমা কোন ধর্মের উৎসব?
ক) ইসলামধর্ম খ) হিন্দুধর্ম
√গ) বৌদ্ধধর্ম ঘ) খ্রিষ্টধর্ম
৩য় শ্রেণির বা ও বি অধ্যায় ২ অতিরিক্ত প্রশ্ন ও উত্তর
⇒ বাম অংশের সাথে ডান অংশের মিলকরণ
ক) মিলেমিশে লেখাপড়া করতে হলে দরকার
খ) আমাদের দেশে নানা
গ) বড়দিনে শিশুরা
ঘ) ঈদ মুসলমানদের
ঙ) বিশেষ চাহিদাসম্পন্ন শিশু বা মানুষের বিশেষ যতেœর প্রয়োজন।
নানা আনন্দে মেতে ওঠে।
একে অন্যকে সহায়তা করা।
ধর্মের মানুষ বাস করে।
সবচেয়ে বড় উৎসব।
উত্তর :
ক) মিলেমিশে লেখাপড়া করতে হলে দরকার একে অন্যকে সহায়তা করা।
খ) আমাদের দেশে নানা ধর্মের মানুষ বাস করে।
গ) বড়দিনে শিশুরা নানা আনন্দে মেতে ওঠে।
ঘ) ঈদ মুসলমানদের সবচেয়ে বড় উৎসব।
ঙ) বিশেষ চাহিদাসম্পন্ন শিশু বা মানুষের বিশেষ যতেœর প্রয়োজন।
⇒ শুদ্ধ/অশুদ্ধ নির্ণয়
ক) আমাদের সমাজে শারীরিক ও মানসিকভাবে অসুবিধাগ্রস্ত শিশু রয়েছে।
খ) অটিস্টিক শিশুরা তার সমবয়সী শিশুদের সাথে মিশতে বা খেলতে চায়।
গ) আমাদের দেশের প্রধান ধর্ম পাঁচটি।
ঘ) ঈদ মুসলমানদের সবচেয়ে বড় উৎসব।
ঙ) খ্রিষ্টানদের প্রধান উৎসব বৌদ্ধ পূর্ণিমা।
উত্তর : ক) শুদ্ধ খ) অশুদ্ধ গ) অশুদ্ধ ঘ) শুদ্ধ ঙ) অশুদ্ধ।
⇒ শূন্যস্থান পূরণ
ক) বিভিন্ন ___ হলেও আমরা একে অন্যের ধর্মীয় উৎসবে যোগ দিই।
খ) আমাদের সমাজে বেশ কিছু শিশু আছে যারা শারীরিক ও ___ অসুবিধাগ্রস্ত।
গ) ধর্মীয় অনুষ্ঠানে সবাই সবার সাথে ___ বিনিময় হয়।
ঘ) উৎসবে শিশুরা ___ মেতে উঠে।
ঙ) ___ মুসলমানদের সবচেয়ে বড় উৎসব।
উত্তর : ক) ধর্মের খ) মানসিকভাবে গ) শুভেচ্ছা ঘ) আনন্দে ঙ) ঈদ
সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১. সহপাঠীদের মধ্যে কী কী ভিন্নতা থাকতে পারে?
উত্তর : আমাদের বিদ্যালয়ের সহপাঠীরা সবাই এক নয়। আমাদের মাঝে নানা রকম ভিন্নতা থাকতে পারে। যেমন- কেউ মেয়ে। কেউ ছেলে। কেউ বয়সে বড়। কেউ ছোট। কেউ চোখে কম দেখতে পায়। কেউ কম শুনতে পায়। কেউ যে কোনো পাঠ তাড়াতাড়ি শেখে। আবার কেউ একটু দেরিতে বোঝে।
২. সহপাঠীরা কীভাবে একে অন্যকে সহযোগিতা করবে?
উত্তর : আমরা সবাই একসাথে লেখাপড়া করি। তাই কারো কোনো সমস্যা হলে একজন অন্যজনকে সহায়তা করব। মেয়ে, ছেলে, শারীরিক অসুবিধা বা অন্য কোনো সমস্যার কারণে কাউকে আলাদা করব না। বিশেষ চাহিদাসম্পন্ন সহপাঠীদের প্রতি বিশেষ যতœ নেব। যাদের পড়া বুঝতে সমস্যা হয় তাদের পড়া বুঝিয়ে দেব।
৩. তোমার ধর্মীয় উৎসবগুলোর নাম লেখ।
উত্তর : আমি মুসলমান। ঈদ-উল-ফিতর ও ঈদ-উল-আযহা আমার ধর্মের সবচেয়ে বড় উৎসব। এছাড়াও আমরা শব-ই-বরাত, শব-ই-কদর, ঈদ-এ-মিলাদুন্নবী প্রভৃতি ধর্মীয় উৎসব পালন করি।
[একইভাবে অন্যান্য ধর্মের অনুসারীরা নিজ নিজ ধর্মীয় উৎসবের নাম লিখবে]
হিন্দুধর্মের শিক্ষার্থীরা লিখবে : আমি হিন্দুধর্মের অনুসারী। আমরা সারা বছরই নানা পূজার আয়োজন করি। এর মধ্যে প্রধান পূজাগুলো হচ্ছে দুর্গাপূজা, সরস্বতী ও ল²ীপূজা।
বৌদ্ধধর্মের শিক্ষার্থীরা লিখবে : আমার ধর্ম বৌদ্ধ। বৌদ্ধপূর্ণিমা আমাদের প্রধান উৎসব। এছাড়াও আমরা মাঘীপূর্ণিমা উৎসব পালন করি।
খ্রিষ্টানধর্মের শিক্ষার্থীরা লিখবে : আমি খ্রিষ্টান। বড়দিন আমাদের প্রধান উৎসব। এছাড়াও আমরা ‘গুড ফ্রাইডে’ ও ‘ইস্টার সানডে’ পালন করি।
৪. ধর্মীয় উৎসবে আমরা বন্ধুদের সাথে কীভাবে আনন্দ করি?
উত্তর : আমরা বন্ধুরা সবাই নিজ নিজ ধর্মীয় উৎসবে অংশ নিই। ভিন্ন ধর্মের হলেও অন্য বন্ধুদের ধর্মীয় উৎসবগুলোতে আমরা অংশগ্রহণ করি। আনন্দগুলো একসাথে ভাগ করে নিই। সবার সাথে শুভেচ্ছা বিনিময় করি। আর এভাবেই সব ধর্মের প্রতি আমরা শ্রদ্ধা জানাই।
৫. ‘ইস্টার সানডে’ কী?
উত্তর : ‘ইস্টার সানডে’ হচ্ছে খ্রিষ্টানদের একটি ধর্মীয় উৎসব।
৬. বৌদ্ধপূর্ণিমা কী উপলক্ষ্যে পালন করা হয়?
উত্তর : গৌতম বুদ্ধের জন্মদিন উপলক্ষ্যে বৌদ্ধপূর্ণিমা পালন করা হয়।
৭. প্রতিবছর ২৫শে ডিসেম্বর কার জন্মদিন পালন করা হয়?
উত্তর : প্রতিবছর ২৫শে ডিসেম্বর যিশুখ্রিষ্টের জন্মদিন পালন করা হয়।
কাঠামোবদ্ধ প্রশ্ন ও উত্তর
ন্ধ সাধারণ
১. বৌদ্ধ এবং খ্রিষ্টানদের ধর্মীয় উৎসব সম্পর্কে ৫টি বাক্য লেখ।
উত্তর : বৌদ্ধ ও খ্রিষ্টানরা নানা ধর্মীয় উৎসব পালন করে। নিচে তাদের ধর্মীয় উৎসব সম্পর্কে ৫টি বাক্য লেখা হলো :
১) বৌদ্ধপূর্ণিমা বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব।
২) গৌতম বুদ্ধের জন্মদিন উপলক্ষ্যে বৌদ্ধপূর্ণিমা উৎসব পালন করা হয়।
৩) খ্রিষ্টানদের প্রধান উৎসব বড়দিন।
৪) প্রতিবছর ২৫শে ডিসেম্বর যিশুখ্রিষ্টের জন্মদিন উপলক্ষ্যে বড়দিন উৎসব পালন করা হয়।
৫) বৌদ্ধরা বিশেষ প্রার্থনা এবং খ্রিষ্টানরা কেক কেটে, ক্রিসমাস ট্রি সাজিয়ে তাদের উৎসব পালন করে।
২. দুর্বল শিক্ষার্থীদের সাথে আমরা কেমন ব্যবহার করব? বিদ্যালয়ের শিক্ষার্থীদের ৫টি ধরন উল্লেখ কর।
উত্তর : দুর্বল শিক্ষার্থীদের আমরা সবসময় সহায়তা করব। তাদেরকে কখনও ছোট করে দেখব না।বিদ্যালয়ে নানা ধরনের শিক্ষার্থীরা থাকে। এদের ৫টি ধরন হলো-
১) কেউ মেয়ে।
২) কেউ ছেলে।
৩) কেউ বয়সে বড়।
৪) কেউ ছোট।
৫) কেউ চোখে কম দেখতে পায়।
ন্ধ যোগ্যতাভিত্তিক
৩. তুমি ২৫শে ডিসেম্বর তারিখে লক্ষ করলে তোমার এক খ্রিষ্টান বন্ধু সুন্দর জামাকাপড় পরেছে। সে তোমাকে তাদের বাড়িতে যাওয়ার আমন্ত্রণ জানাল। এ দিনটিতে তোমার বন্ধুটি কোন উৎসব পালন করছে? তার পরিবার কীভাবে দিনটি উদ্যাপন করবে সে সম্পর্কে ৪টি বাক্য লেখ।
উত্তর : আমার বন্ধুটি খ্রিষ্টান ধর্মের অনুসারী। এ দিনটিতে আমার বন্ধু যিশু খ্রিষ্টের জন্মদিন অর্থাৎ বড়দিন পালন করছে। তার পরিবার যেভাবে এদিনটিকে উদ্যাপন করবে সে সম্পর্কে ৪টি বাক্য নিচে লেখা হলো:
১) তার পরিবারের সবাই এদিন গির্জায় প্রার্থনা করবেন।
২) পরস্পরকে উপহার দেবেন।
৩) সবাই মিলে আনন্দ করবেন
৪) খাওয়া দাওয়া করবেন।
৪. তোমার সহপাঠী মিনা শারীরিকভাবে অসুবিধাগ্রস্ত। তার সাথে আচরণের ৫টি নিয়ম লেখ।
উত্তর : আমার ক্লাসের মিনা শারীরিকভাবে অসুবিধাগ্রস্ত। তার সাথে আচরণের ৫টি নিয়ম নিচে তুলে ধরা হলো:
১) তার সাথে সব সময় ভালো আচরণ করব।
২) তাকে পড়া বুঝতে সাহায্য করব।
৩) খেলার সময় তাকে আমাদের সাথে নেব।
৪) বন্ধুদের সাহায্য নিয়ে মিনার প্রতি বিশেষ যতœ নেব।
৫) প্রয়োজনে তাকে খাতা, কলম দিয়ে সাহায্য করব
যাচাই করি (নমুনা প্রশ্ন) অধ্যায় ২ : মিলেমিশে থাকা
অল্প কথায় উত্তর দাও :
১. বাংলাদেশের কয়েকটি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নাম লেখ।
উত্তর : চাকমা, মারমা, সাঁওতাল, মনিপুরি প্রভৃতি হলো বাংলাদেশের কয়েকটি ক্ষুদ্র জাতিগোষ্ঠী।
২. মুসলমানদের দুইটি প্রধান ধর্মীয় উৎসব কী?
উত্তর : মুসলমানদের দুইটি প্রধান ধর্মীয় উৎসব হলো ঈদ-উল-ফিতর ও ঈদ-উল-আযহা।
৩. হিন্দুধর্মের প্রধান পূজার নাম লেখ।
উত্তর : হিন্দুধর্মের প্রধান পূজার নাম দুর্গাপূজা।
৪. বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব কোনটি?
উত্তর : মাঘী পূর্ণিমা বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব।
৫. কত তারিখে খ্রিষ্টানদের প্রধান ধর্মীয় উৎসব পালিত হয়?
উত্তর : ২৫ ডিসেম্বর তারিখে খ্রিষ্টানদের প্রধান ধর্মীয় উৎসব ‘বড়দিন’ পালন করা হয়।
>> প্রশ্নগুলোর উত্তর দাও :
১. শ্রেণিকক্ষে একে অপরকে সহায়তা করা প্রয়োজন কেন?
উত্তর : একই শ্রেণিতে যারা পড়াশোনা করে তাদের সবাই একই রকম নয়। অনেকের অনেক রকম সমস্যা থাকে। অনেকের প্রয়োজন হয় বিশেষ যতœ ও সহায়তা। আমরা তাদের সাহায্য করলে তাদের কষ্ট দূর হবে। তারা সুন্দরভাবে লেখাপড়া করতে পারবে। শ্রেণিকক্ষে সবার মাঝে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হবে। অন্যকে সাহায্য করলে নিজের সমস্যায় অন্যদের সাহায্য পাব। তাই শ্রেণিকক্ষে একে অপরকে সহায়তা করা প্রয়োজন।
২. বাংলাদেশে আমরা কীভাবে আমাদের ধর্মীয় উৎসব পালন করি?
উত্তর : বাংলাদেশে আমরা স্বাধীনভাবে যে যার ধর্মীয় উৎসব পালন করি। ভিন্ন ধর্মের হলেও একে অন্যের ধর্মীয় উৎসবে অংশ নিই। উৎসবগুলোতে আমরা অনেক আনন্দ করি। সবার সাথে শুভেচ্ছা বিনিময় করি।