You are currently viewing তৃতীয় শ্রেণির বিজ্ঞান অধ্যায় ১১ তথ্য ও যোগাযোগ

তৃতীয় শ্রেণির বিজ্ঞান অধ্যায় ১১ তথ্য ও যোগাযোগ

তৃতীয় শ্রেণির বিজ্ঞান অধ্যায় ১১ তথ্য ও যোগাযোগ পোস্টে এই অধ্যায়ের অনুশীলনীর প্রশ্নউত্তর সহ অতিরিক্ত সংক্ষিপ্ত ও কাঠামোবদ্ধ প্রশ্নউত্তর ও ৩য় শ্রেণির বিজ্ঞান বইয়ের শেষে দেওয়া প্রশ্নের উত্তর দেখতে নিচে চোখ রাখুন।

৩য় শ্রেণির বিজ্ঞান অধ্যায় ১১ তথ্য ও যোগাযোগ

>> অধ্যায়টির মূলভাব জেনে নিই
তথ্যের উপর নির্ভর করে আমরা প্রতিদিনের কাজকর্ম সাজাই। তথ্য হলো দরকারি খবর। আমাদের প্রয়োজনেই অন্যকে তথ্য জানানো দরকার। এই তথ্য বিনিময়ের অনেক উপায় রয়েছে। আগে মানুষ পায়ে হেঁটে, ঘোড়ায় চড়ে তথ্য পৌঁছে দিত। কিন্তু এখন টেলিফোন, মোবাইল ফোন, ফ্যাক্স ও মেসেজের মাধ্যমে মুহূর্তেই পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তথ্য আদান-প্রদান করা যায়। তথ্য ও যোগাযোগ ব্যবস্থার এসব আধুনিক মাধ্যম বর্তমান প্রযুক্তির অবদান।

৩য় শ্রেণির বিজ্ঞান অধ্যায় ১১ অনুশীলনীর প্রশ্ন ও উত্তর

১। শূন্যস্থান পূরণ কর।
(১) টেলিভিশনের মতো তথ্য সরবরাহের যন্ত্রকে — বলা হয়।
(২) একে অন্যের সঙ্গে তথ্যের আদান-প্রদানকে — বলে।
(৩) — হচ্ছে জ্ঞান, যা আমরা যোগাযোগের মাধ্যমে পাই।
উত্তর : (১) মাধ্যম বা মিডিয়া, (২) যোগাযোগ, (৩) তথ্য।
২। সঠিক উত্তরটিতে (চ) টিক চিহ্ন দাও।
১) কোন মাধ্যমের সাহায্যে আমরা তথ্যের আদান-প্রদান করতে পারি?
ক. রেডিও খ. টেলিভিশন
চ গ. মোবাইল ফোন ঘ. খবরের কাগজ
২) কোনটি তথ্য পাঠাবার সবচেয়ে প্রাচীন মাধ্যম?
ক. ই-মেইল চ খ. কবুতর
গ. টেলিফোন ঘ. রেডিও

৩। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।
(১) দূরে বসবাসরত লোকজনের কাছে আমরা তথ্য পাঠাবো কীভাবে?
উত্তর : দূরে বসবাসরত লোকজনের কাছে আমরা তথ্য পাঠাবো টেলিফোন অথবা মোবাইল ফোন ব্যবহার করে। আবার ইন্টারনেট ব্যবহার করে ই-মেইলের মাধ্যমেও তথ্য আদান-প্রদান করতে পারি।
(২) তথ্যের পাঁচটি উৎসের নাম লেখ।
উত্তর : তথ্যের পাঁচটি উৎসের নাম হলোÑ
(১) খবরের কাগজ (২) বই (৩) রেডিও (৪) টেলিভিশন (৫) কম্পিউটার।
(৩) তথ্য জানা এবং অন্যকে জানানো গুরুত্বপূর্ণ কেন?
উত্তর : নতুন কিছু শিখতে হলে তথ্য জানতে হয়। সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্যও প্রয়োজনীয় তথ্য জানা জরুরি। এ তথ্য নিজে জানার পাশাপাশি অন্যদেরকে জানাতে হবে। এতে করে বিভিন্ন সমস্যা মোকাবেলা করা সহজ হয়, মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে রক্ষা পায়, সুন্দরভাবে জীবনযাপন করা যায়।
৪। ডানপাশের শব্দের সঙ্গে বামপাশের শব্দের মিল কর।
দেখি রেডিও
খবর শুনি খবরের কাগজ
খবর পড়ি টেলিভিশন
কথা বলি টেলিফোন
উত্তর :
দেখি – টেলিভিশন।
খবর শুনি – রেডিও।
খবর পড়ি – খবরের কাগজ।
কথা বলি – টেলিফোন।

৩য় শ্রেণির বিজ্ঞান অধ্যায় ১১ অতিরিক্ত প্রশ্ন ও উত্তর

>> সত্য হলে ‘স’ এবং মিথ্যা হলে ‘মি’ লেখ :
১) যোগাযোগের মাধ্যমে আমরা তথ্য পেয়ে থাকি।
২) একমাত্র টেলিভিশনের মাধ্যমেই আমরা আবহাওয়ার খবর পেয়ে থাকি।
৩) প্রযুক্তি ব্যবহার করে আমরা মানুষের সাথে যোগাযোগ করতে পারি।
৪) চিঠি লেখা যোগাযোগের একটি প্রক্রিয়া।
৫) প্রযুক্তির যত উন্নতি হবে আমাদের জীবনযাত্রা তত কঠিন হবে।
৬) খবরের কাগজ হলো তথ্য সরবরাহের মাধ্যম বা সিঁড়ি।
উত্তর : ১) স, ২) মি, ৩) স, ৪) স, ৫) মি, ৬) স।
>> বাম পাশের অংশের সাথে ডান পাশের অংশের মিল কর :
ক) তথ্য আদান-প্রদান টেলিভিশন
খ) ই-মেইল স্কুলের নোটিশ বোর্ড
গ) পরীক্ষার সময়সূচি মোবাইল ফোন
ঘ) ক্রিকেট খেলা দেখা তথ্য সরবরাহের মাধ্যমে
ঙ) খবরের কাগজ ইন্টারনেট

উত্তর :
ক) তথ্য আদান-প্রদান — মোবাইল।
খ) ই-মেইল — ইন্টারনেট।
গ) পরীক্ষার সময়সূচি — স্কুলের নোটিশ বোর্ড।
ঘ) ক্রিকেট খেলা দেখা — টেলিভিশন।
ঙ) খবরের কাগজ — তথ্য সরবরাহের মাধ্যম।
>> শূন্যস্থান পূরণ কর :
১) যোগাযোগের মাধ্যমে আমরা — পেয়ে থাকি।
২) তথ্য আদান-প্রদানের প্রক্রিয়া হলো —।
৩) দূরের কারো সাথে কথা বলতে — অথবা — ব্যবহার করি।
৪) — ব্যবহার করে ই-মেইলে তথ্য আদান-প্রদান করা যায়।
৫) আমরা আবহাওয়ার তথ্য পাই — বা — এর মাধ্যমে।
উত্তর : ১) তথ্য, ২) যোগাযোগ, ৩) মোবাইল ফোন, টেলিফোন, ৪) ইন্টারনেট, ৫) রেডিও, টেলিভিশন।

সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

১. তথ্য কী?
উত্তর : তথ্য হচ্ছে কোনো ব্যক্তি, বস্তু বা ঘটনা সম্পর্কে জ্ঞান।
২. তথ্যের বিভিন্ন উৎসের নাম লেখ।
উত্তর : তথ্যের বিভিন্ন উৎস হলোÑ রেডিও, টেলিভিশন, খবরের কাগজ, বই ইত্যাদি।
৩. সুন্দর জীবনযাপনের প্রধান শর্ত কী?
উত্তর : সুন্দর জীবনযাপনের প্রধান শর্ত হলোÑ সঠিক তথ্য নিজে জানা এবং অন্যদের জানানো।
৪. তথ্য আদান-প্রদানের প্রক্রিয়া কী?
উত্তর : তথ্য আদান-প্রদানের প্রক্রিয়া হলো যোগাযোগ।
৫. আমরা কী ভাবে যোগাযোগ করতে পারি?
উত্তর : আমরা নানাভাবে যোগাযোগ করতে পারি যেমনÑ কথা বলা, সংকেত দেখানো, অঙ্গভঙ্গি করা, চিঠি লেখা ইত্যাদি।
৬. আমাদের প্রযুক্তি ব্যবহারের কারণ কী?
উত্তর : আমাদের প্রযুক্তি ব্যবহারের কারণ হলো তথ্যের আদান-প্রদান করা।
৭. দূরের কারো সাথে কথা বলার জন্য আমরা কী ব্যবহার করে থাকি?
উত্তর : দূরের কারো সাথে কথা বলার জন্য আমরা মোবাইল ফোন অথবা টেলিফোন ব্যবহার করে থাকি।

কাঠামোবদ্ধ প্রশ্ন ও উত্তর

ন্ধ সাধারণ
১. যোগাযোগের মাধ্যমে আমরা কী পেয়ে থাকি? অনেক আগে মানুষ কীভাবে যোগাযোগ করতো?
উত্তর : যোগাযোগের মাধ্যমে আমরা তথ্য পেয়ে থাকি।
অনেক আগে মানুষ ছবি আঁকা বা কথা বলার মাধ্যমে যোগাযোগ করতো। অনেক দূরে থাকা লোকজনের সঙ্গে নিজে গিয়ে অথবা কাউকে পাঠিয়ে যোগাযোগ করতো। তারা কবুতরের সাহায্যে বার্তা পাঠিয়ে, ধোঁয়ার সংকেত দিয়ে বা ঢোল বাজিয়েও যোগাযোগ করতো।
ন্ধ যোগ্যতাভিত্তিক
২. তথ্য কাকে বলে? তুমি কেন তথ্য জানবে? সমুদ্র উপক‚লে বসবাসকারী বেশিরভাগ মানুষ কী কারণে তাদের কাছে রেডিও রাখে বলে তুমি মনে কর?
উত্তর : তথ্য হচ্ছে কোনো ব্যক্তি, বস্তু বা ঘটনা সম্পর্কে জ্ঞান।
নতুন কিছু শিখতে, কোনো বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে, ঘূর্ণিঝড় এবং অন্যান্য দুর্যোগ মোকাবিলা করতে আমাকে তথ্য জানতে হবে।
ঝড়, সাইক্লোন, জলোচ্ছ¡াস বা অন্য কোনো দুর্যোগ কখন আসে তা আগে থেকে বলা যায় না। কিন্তু আবহাওয়া বিভাগ এসবের পূর্বাভাস জানতে পারে। রেডিওর মাধ্যমে তা সাথে সাথে জানা বলে সমুদ্র উপক‚লের মানুষজন তাদের সাথে রেডিও রাখে।

——————

Leave a Reply