You are currently viewing চতুর্থ শ্রেণির গণিত অধ্যায় ১১ সময় অনুশীলনী প্রশ্নোউত্তর
চতুর্থ শ্রেণির গণিত অধ্যায় ১১

চতুর্থ শ্রেণির গণিত অধ্যায় ১১ সময় অনুশীলনী প্রশ্নোউত্তর

চতুর্থ শ্রেণির গণিত অধ্যায় ১১ সময় অনুশীলনী প্রশ্নোউত্তর সেই সাথে সংক্ষিপ্ত ও সৃজনশীল প্রশ্ন ও উত্তর পেতে পোস্টটি সম্পূর্ণ পড়ুন।

চতুর্থ শ্রেণির গণিত অধ্যায় ১১ সময়

১১.২ অনুশীলনীর প্রশ্ন ও উত্তর

১। সেকেন্ডে প্রকাশ কর :

২ মিনিট = ১২০ সেকেন্ড
১০ মিনিট =         সেকেন্ড
৪ মিনিট =          সেকেন্ড
৫ মিনিট =         সেকেন্ড
১২ মিনিট =         সেকেন্ড
২০ মিনিট =         সেকেন্ড

সমাধানঃ

২ মিনিট = ১২০ সেকেন্ড

ব্যাখ্যাঃ

১ মিনিট ৬০ সেকেন্ড
২ মিনিট = ( ৬০×২) ”
= ১২০ সেকেন্ড

১০ মিনিট = ৬০০ সেকেন্ড

ব্যাখ্যাঃ

১ মিনিট ৬০ সেকেন্ড
১০ মিনিট = ( ৬০×১০) ”
= ৬০০ সেকেন্ড

৪ মিনিট = ২৪০ সেকেন্ড

৫ মিনিট = ৩০০ সেকেন্ড

১২ মিনিট = ৭২০ সেকেন্ড

ব্যাখ্যাঃ
১ মিনিট ৬০ সেকেন্ড
১২ মিনিট = (৬০×১২) ”
= ৭২০ সেকেন্ড

২০ মিনিট = ১২০০ সেকেন্ড

ব্যাখ্যাঃ
১ মিনিট ৬০ সেকেন্ড
২০ মিনিট = (৬০×২০) ”
= ১২০ সেকেন্ড
৬ | ০
  ২ | ০
১২ | ০০

২। দিনে প্রকাশ কর :

২। দিনে প্রকাশ কর :

সমাধানঃ
৪৮ ঘণ্টা = ২ দিন
২ সপ্তাহ = ১৪ দিন
৭২ ঘণ্টা = ৩ দিন
৩ সপ্তাহ = ২১ দিন
১২০ ঘণ্টা = ৫ দিন
৪ সপ্তাহ = ২৮ দিন

৩। একত্রে যোগ কর এবং এদেরকে ঘণ্টা ও মিনিটে রূপান্তর কর :

                     মিনিট         ঘণ্টা এবং  মিনিট
৫০ মিনিট + ৩০ মিনি ৮০ মিনিট ১ ঘন্টা ২০ মিনিট
৩৫ মিনিট + ৩৫ মিনিট ৭০ মিনিট ১ ঘণ্টা ১০ মিনিট
৬০ মিনিট + ৮০ মিনিট ১৪০ মিনিট ২ ঘণ্টা ২০ মিনিট
৯০ মিনিট + ৪৫ মিনিট ১৩৫ মিনিট ২ ঘণ্টা ১৫ মিনিট
১২০ মিনিট + ৬০ মিনিট ১৮০ মিনিট ৩ ঘণ্টা

৪। সালমার বয়স ১০ বছর ৯ মাস এবং মিতার বয়স ১২ বছর ০ মাস। সালমা এবং মিতার বয়সের পার্থক্য কত?

সমাধানঃ

∴ সালমা এবং মিতার বয়সের পার্থক্য ১ বছর ৩ মাস
উত্তর : ১ বছর ৩ মাস।

৫। মাসুদা বেগমের ৩ মাস ৩ সপ্তাহ ১২ দিনের ছুটি পাওনা রয়েছে। তিনি ২ মাস ৪ সপ্তাহ ৩ দিনের ছুটি নিলেন। মাসুদা বেগম আরও কত দিনের ছুটি নিতে পারবেন? (১ মাস = ৩০ দিন)

সমাধানঃ

মাসুদা বেগমের ছুটি পাওনা রয়েছে
= ৩ মাস ৩ সপ্তাহ ১২ দিন
= (৩ × ৩০) দিন + (৩ × ৭) দিন + ১২ দিন
= ৯০ দিন + ২১ দিন + ১২ দিন
= ১২৩ দিন
তিনি ছুটি নিলেন = ২ মাস ৪ সপ্তাহ ৩ দিন
= (২×৩০) দিন + (৪×৭) দিন +৩ দিন
= ৬০ দিন + ২৮ দিন + ৩ দিন
= ৯১ দিন
দিন
   ১২৩
  –   ৯১
     ৩২
মাসুদা বেগম আরও ছুটি পাবেন ৩২ দিন
উত্তর : ৩২ দিন।

চতুর্থ শ্রেণির গণিত অধ্যায় ১১ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর

 সাধারণ
১. ১ মিনিটে কত সেকেণ্ড?
উত্তর : ৬০ সেকেণ্ড।
২. ১ ঘণ্টায় কত মিনিট?
উত্তর : ৬০ মিনিট।
৩. ২৪ ঘণ্টায় কত দিন?
উত্তর : ১ দিন।
৪. ১ সপ্তাহ = কত দিন?
উত্তর : ৭ দিন।
৫. ১ বছরে কত মাস?
উত্তর : ১২ মাস।
 যোগ্যতাভিত্তিক
৬. ১ ঘন্টায় কত সেকেন্ড?
উত্তর : ৩৬০০ সেকেন্ড।
১ ঘণ্টা = ৬০ × ৬০ = ৩৬০০ সেকেন্ড।

৭. ৩ মিনিটে কত সেকেন্ড?
উত্তর : ১৮০ সেকেন্ড।
৩ মিনিট = ৩ × ৬০ = ১৮০ সেকেন্ড।

৮. ৩৬০ সেকেন্ডে কত মিনিট?
উত্তর : ৬ মিনিট।
৩৬০ সেকেন্ড = ৩৬০৬০ = ৬ মিনিট [১ মিনিট = ৬০ সে]
৯. ৪৮ ঘণ্টায় কত দিন?
উত্তর : ২ দিন।
৪৮ ঘণ্টা = ২৪ ঘণ্টা + ২৪ ঘণ্টা
= ১ দিন + ১ দিন = ২ দিন
১০. ২৪০ মিনিটে কত ঘণ্টা?
উত্তর : ২৪০ মিনিট
২৪০ মিনিট = ২৪০৬০ = ৪ ঘণ্টা [১ ঘণ্টা = ৬০ মিনিট]
১১. ৪৯ দিনে কত সপ্তাহ?
উত্তর : ৭ সপ্তাহ।
৪৯ দিন = (৪৯  ৭) = ৭ সপ্তাহ

১২. ২১০ দিনে কত মাস?
উত্তর : ৭ মাস।
২১০ দিন = ২১০৩০ মাস = ৭ মাস [১ মাস = ৩০ দিন]
১৩. ৮ দিন ১৩ ঘণ্টার সাথে ২ দিন ৫ ঘণ্টা যোগ করলে কত হবে?
উত্তর : ১০ দিন ১৮ ঘণ্টা।
১৪. ৩ ঘণ্টা ১৫ মিনিটে কত মিনিট?
উত্তর : ১৯৫ মিনিট।
৩ ঘণ্টা + ১৫ মিনিট
= ( ৩ × ৬০) মিনিট + ১৫ মিনিট
= ১৮০ মিনিট + ১৫ মিনিট
= ১৯৫ মিনিট

চতুর্থ শ্রেণির গণিত অধ্যায় ১১ কাঠামোবদ্ধ প্রশ্নোত্তর (যোগ্যতাভিত্তিক)

১। মাসুদা বেগমের ৩ মাস ৩ সপ্তাহ ১২ দিনের ছুটি পাওনা রয়েছে। তিনি ২ মাস ৪ সপ্তাহ ৩ দিনের ছুটি নিলেন।
(১ মাস = ৩০ দিন)
(ক) মাসুদা বেগমের ছুটি পাওয়া সময়কে মাস ও দিনে প্রকাশ কর।
(খ) মাসুদা বেগমের ছুটি নেয়ার সময়কে মাস ও দিনে প্রকাশ কর।
(গ) তিনি আরও কত মাস ও দিন ছুটি নিতে পারবেন?
(ঘ) মাসুদা বেগমের অবশিষ্ট ছুটির সময়কে ঘণ্টায় রূপান্তর কর।
সমাধানঃ
(ক) মাসুদা বেগমের ছুটি পাওনা রয়েছে
= ৩ মাস ৩ সপ্তাহ ১২ দিন
= ৩ মাস + (৩ × ৭) দিন + ১২ দিন
= ৩ মাস + ২১ দিন + ১২ দিন
= ৩ মাস + ৩৩ দিন
= ৩ মাস + ১ মাস + ৩ দিন
= ৪ মাস ৩ দিন
(খ) তিনি ছুটি নিলেন = ২ মাস ৪ সপ্তাহ ৩ দিন
= ২ মাস + (৪ × ৭) দিন + ৩ দিন
= ২ মাস + ২৮ দিন + ৩ দিন
= ২ মাস + ৩১ দিন
= ২ মাস + ১ মাস + ১ দিন
= ৩ মাস ১ দিন
(গ) মাস দিন
৪ ৩
৩ ১
১ ২
মাসুদা বেগম আরও ছুটি পাবেন ১ মাস ২ দিন
(ঘ) মাসুদা বেগমের অবশিষ্ট ছুটি হলো ১ মাস ২ দিন।
১ মাস ২ দিন = ৩০ দিন + ২ দিন
= ৩২ দিন
= (৩২ × ২৪) ঘণ্টা
[১ দিন = ২৪ ঘণ্টা]
= ৭৬৮ ঘণ্টা

 

Leave a Reply