চতুর্থ শ্রেণির গণিত অধ্যায় ৮ সাধারণ ভগ্নাংশ অনুশীলনী প্রশ্নোউত্তর

You are currently viewing চতুর্থ শ্রেণির গণিত অধ্যায় ৮ সাধারণ ভগ্নাংশ অনুশীলনী প্রশ্নোউত্তর

চতুর্থ শ্রেণির গণিত অধ্যায় ৮ সাধারণ ভগ্নাংশ অনুশীলনী প্রশ্নোউত্তর সহ অষ্টম অধ্যায়ের সংক্ষিপ্ত ও সৃজনশীল প্রশ্নোউত্তর নিচে দেওয়া হলো।

৪র্থ শ্রেণির গণিত ৮ অধ্যায় সাধারণ ভগ্নাংশ

৮.৫ অনুশীলনী-(১) প্রশ্ন ও উত্তর

৪র্থ শ্রেণির গণিত ৮ অধ্যায় সাধারণ ভগ্নাংশ

৮.৮ অনুশীলনী-(২) প্রশ্ন ও উত্তর

চতুর্থ শ্রেণির গণিত অষ্টম অধ্যায় সাধারণ ভগ্নাংশ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর

 সাধারণ
১. ভগ্নাংশ কাকে বলে?
উত্তর : একটি বস্তুকে কয়েকটি সমান অংশে ভাগ করে তার কতকগুলো অংশ নিয়ে প্রকাশ করার মাধ্যমকে ভগ্নাংশ বলে।
২. লব ও হর কাকে বলে?
উত্তর : কোনো ভগ্নাংশের ওপরের সংখ্যাটিকে বলে লব এবং নিচের সংখ্যাটিকে বলে হর। যেমন- ৩  লব৪  হর।
৩. প্রকৃত ভগ্নাংশ কাকে বলে?
উত্তর : ১ এর চেয়ে ছোট ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ বলে। অর্থাৎ যে সকল ভগ্নাংশের লব হর অপেক্ষা ছোট, সেগুলো প্রকৃত ভগ্নাংশ।
৪. অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে?
উত্তর : ১ এর সমান অথবা ১ এর চেয়ে বড় ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ বলে।
৫. সমতুল ভগ্নাংশ কাকে বলে?
উত্তর : দুইটি ভগ্নাংশের মান সমান হলে, ভগ্নাংশ দুইটি সমতুল ভগ্নাংশ।
৬. সমতুল ভগ্নাংশ কীভাবে পাওয়া যায়?
উত্তর : একটি ভগ্নাংশের হর ও লবকে একই সংখ্যা দ্বারা গুণ অথবা ভাগ করলে ভগ্নাংশটির সমতুল ভগ্নাংশ পাওয়া যায়।
৭. ভগ্নাংশের লঘিষ্ঠ আকার বলতে কী বোঝায়?
উত্তর : কোনো ভগ্নাংশের লঘিষ্ঠ আকার বলতে বোঝায়, যেন ভগ্নাংশটির হর ও লবে ১ ব্যতীত আর কোনো সাধারণ উৎপাদক না থাকে।
৮. লব অথবা হর দেখে সহজে কীভাবে ভগ্নাংশের তুলনা করা যায়?
উত্তর : হর একই হলে যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি বড়। লব একই হলে যে ভগ্নাংশের হর ছোট সেই ভগ্নাংশটি বড়।
৯. সমহরবিশিষ্ট ভগ্নাংশ কাকে বলে?
উত্তর : যে সকল ভগ্নাংশের হর একই, সেগুলো সমহরবিশিষ্ট ভগ্নাংশ।
১০. সমহরবিশিষ্ট ভগ্নাংশ কীভাবে পাওয়া যায়?
উত্তর : প্রত্যেক ভগ্নাংশের হর দ্বারা হরগুলোর ল.সা.গু. কে ভাগ করে সেই ভাগফল দ্বারা লব ও হরকে গুণ করে সমহরবিশিষ্ট ভগ্নাংশ পাওয়া যায়।
 যোগ্যতাভিত্তিক
১১. দুইটি প্রকৃত ভগ্নাংশের উদাহরণ দাও।
উত্তর : ৩/৪ ও ৫/৭ দুইটি প্রকৃত ভগ্নাংশ।
১২. দুইটি অপ্রকৃত ভগ্নাংশ লেখ।
উত্তর : ৩/৩ ও ১৫/৭ ।
১৩. ১/২, ২/৪, ৪/৮ ভগ্নাংশগুলোর নাম কী?
উত্তর : সমতুল ভগ্নাংশ।
১৪. কোনো ভগ্নাংশের লব ৫ ও হর ৭ হলে, ভগ্নাংশটি কী?
উত্তর : ৫/৭
১৫. সমহরবিশিষ্ট ভগ্নাংশের উদাহরণ দাও।
উত্তর : ৪/৭, ৫/৭, ৩/৭ ভগ্নাংশগুলো সমহরবিশিষ্ট।
১৬. ৪৪/৮৮ ভগ্নাংশটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে কী হবে?
উত্তর : ৪৪÷ ৮৮ = ৪÷৮ = ১/২।
১৭. ১/৭, ৩/৭, ৫/৭ ভগ্নাংশগুলোকে প্রতীক ব্যবহার করে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে লেখ।
উত্তর : ১/৭ < ৩/৭ < ৫/৭।

৪র্থ শ্রেণির গণিত ৮ম অধ্যায় কাঠামোবদ্ধ প্রশ্নের উত্তর (যোগ্যতাভিত্তিক)

নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
দুইটি ভগ্নাংশের লব ৬ ও ৯ এবং হর ১২ ও ১৮।
(ক) ভগ্নাংশ দুইটি গঠন কর। ২
(খ) ভগ্নাংশ দুইটি লঘিষ্ঠ আকারে প্রকাশ কর। ২
(গ) প্রত্যেকটি ভগ্নাংশের একটি করে সমতুল ভগ্নাংশ বের কর। ২
(ঘ) ভগ্নাংশ দুইটির তুলনা কর। ২

Share to help others:

Leave a Reply