You are currently viewing ৬ষ্ঠ শ্রেণির অ্যাসাইনমেন্ট বিজ্ঞান ৯ম সপ্তাহ উত্তর ২০২২

৬ষ্ঠ শ্রেণির অ্যাসাইনমেন্ট বিজ্ঞান ৯ম সপ্তাহ উত্তর ২০২২

৬ষ্ঠ শ্রেণির অ্যাসাইনমেন্ট বিজ্ঞান ৯ম সপ্তাহ উত্তর পোস্টে সকলকে স্বাগতম। তোমরা এখানে তোমাদের ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান ৫ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধান ২০২২ পেয়ে যাবে। সেই সাথে তোমরা ৫ম সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্ট লেখার গাইডলাইন পেয়ে যাবে।

প্রিয় ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি তোমাদের ৫ম সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্ট প্রশ্নগুলো পেয়ে থাকো তাহলে তোমরা সেখান থেকে প্রশ্নগুলো দেখে নাও। কিন্তু তোমরা যদি অ্যাসাইনমেন্ট ২০২২ এর ৫ম সপ্তাহের বিজ্ঞান প্রশ্নগুলো না পেয়ে থাকো তাহলে তোমরা নিচে দেওয়া ছবি থেকে প্রশ্নগুলো দেখে নাও।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর গত ২/৩/২০২২ তারিখে তোমাদের ৫ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে। সেই অ্যাসাইনমেন্টের প্রশ্ন অনুযায়ী তোমাদের ৫ম সপ্তাহে ২টি অ্যাসাইনমেন্ট লিখতে হবে। যার একটি গণিত যা আমরা তোমদের জন্য এর উত্তর প্রকাশ করেছি। এবং অন্যটি হলো বিজ্ঞান, যার উত্তর আমরা এই পোস্টের মাধ্যমে প্রকাশ করছি।

৬ষ্ঠ শ্রেণির অ্যাসাইনমেন্ট বিজ্ঞান ৯ম সপ্তাহ প্রশ্ন

৬ষ্ঠ শ্রেণির অ্যাসাইনমেন্ট বিজ্ঞান ৯ম সপ্তাহ প্রশ্ন

 

উপরের প্রশ্নগুলো পড়লে তোমরা বুঝতে পারবে তোমাদের চোখের গঠন, চোখের কাজ, কানের কাজ ও যত্ন এবং স্বাদ অঙ্গের কাজ ও যত্ন সর্ম্পকে লিখতে হবে। আমরা তোমাদের যে ৬ষ্ঠ শ্রেণির ৫ম সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্টটির নমুনা উত্তর প্রদান করছি তা শতভাগ নির্ভূল। চলো তাহলে উত্তরটি দেখে নেওয়া যাক।

৬ষ্ঠ শ্রেণির বিজ্ঞান ৯ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট উত্তর ২০২২

 

অ্যাসাইনমেন্ট শুরু

”ক” প্রশ্নের উত্তর

চোখের অন্তঃগঠনের চিহ্নিত চিত্ৰ

চোখের অন্তঃগঠনের চিহ্নিত চিত্ৰ
চিত্রঃ চোখের অন্তঃগঠনের চিহ্নিত চিত্ৰ

 

”খ” প্রশ্নের উত্তর

চোখের লেন্স, রেটিনা ও আইরিশের কাজঃ

চোখের লেন্সের কাজঃ

  • পিউপিলের পেছনে একটি উত্তর লেন্স দেখতে সাহায্য করে ।
  • লেন্স চোখের প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে ।
  • উপযোজনে অংশগ্রহণ করে ।

চোখের রেটিনার কাজ:

  • এটি হল চোখের আলোক সংবেদী অংশ হিসেবে কাজ করে।
  • এটা আলোকরশ্মিকে তড়িৎ সংকেতে রূপান্তর করে দর্শন স্রাযুর মাধ্যমে মস্তিস্কে পাঠায় ।
  • রেটিনা বস্তর প্রতিবিস্ব গঠন করে ।
  • আলোক গ্রাহক হিসেবে কাজ করে উজ্জল আলোতে দেখতে সাহায্য করে।

চোখের আইরিশের কাজঃ

  • আইরিশের কাজ হল কণিকা কে ছোট-বড় করে চোখে আলো প্রবেশ করতে সাহায্য করা।
  • আইরিশের পেশি সংকোচন প্রসারণের ফলে পিউপিল ছোট বড় হতে পারে ।
  • আলোকরশি রেটিনায় প্রবেশ করতে সাহায্য করে।

”গ” প্রশ্নের উত্তর

অন্তঃ কর্ণের কাজ ও কানের যত্বঃ

অন্তঃ কর্ণের কাজঃ

  • অন্তঃ কর্ণের ইউট্রিকুলাস প্রকোষ্ঠটি তিনটি অর্ধবৃত্তাকার নালি দিয়ে গঠিত যা সৃক্ষম লোমের মতো স্লায়ু ও রস ধারণ করে।
  • নালির ভিতরের রস নড়ে বা আন্দোলিত হয়ে স্বায়ুগুলো উদ্দীপনা তৈরি করে।
  • উদ্দীপনা মস্তিষ্কে পৌছাকে সাহায্য করে।

কানের যত্নঃ কান আমাদের একমাত্র শ্রবণ ইন্দ্রিয় । কানের যে কোনো সমস্যার কারণে আমরা কালা/বধির হয়ে যেতে পারি । তাই আমাদের কানের যত্ন নিতে হবে। কানের যত্ন নেওয়ার জন্য করণীয় বিষয়সমূহ।

১। সময়মত কান পরিষ্কার করতে হবে।।
২। কানে যেন পানি না ঢোকে সেদিকে লক্ষ রাখতে হবে।।
৩। কানে কোনো কিছু প্রবেশ করলে সাথে সাথে ডাক্তারের কাছে যেতে হবে।
৫। লাউড স্পিকারে গান শোনা থেকে বিরত থাকতে হবে।

”গ” প্রশ্নের উত্তর

স্বাদ ইন্দ্রিয়ের কাজ ও এর যত্ন ব্যাখ্যা

জিভ বা জিহ্বা দিয়ে আমরা খাদ্যবস্তুর টক , ঝাল , মিষ্টি , তিতা স্বাদ গ্রহণ করে থাকি। এটা আমাদের স্বাদ ইন্দ্রিয়। নিচে এর কাজ ও যত্ন ব্যাখ্যা করা হলো –

জিহ্বার কাজঃ

  1. খাদ্যের স্বাদগ্রহণ করা।
  2. খাবার গিলতে সাহায্য করা।
  3. খাদ্যবস্তুকে নেড়েচেড়ে দাঁতের নিকট পৌঁছে দেয়।
  4. ফলে খাদ্যবস্তু চিবানো সহজতর হয়।
  5. খাদ্যবস্তুকে লালার সাথে মিশ্রিত করতে সাহায্য করে।
  6. জিহ্বা আমাদের কথা বলতে সাহায্য করে ।

জিহ্বার যত্নঃ

খাদ্য পরিপাকের জন্য জিহ্বা একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। জিহ্বার যত্ন নিতে হলে যা করতে হবে।

  • দাঁত ব্রাশ করার সময় নিয়মিত জিহ্বা পরিষ্কার করা। শিশুদের নিয়মিত জিহ্বা পরিষ্কার করা উচিত তা না হলে জিহ্বায় ছত্রাকের সংক্রমণ হতে পারে।
  • অনেক রোগের কারণে জিহ্বার উপর সাদা বা হলদে পর্দা পড়ে। জ্বর হলে সাধারণত এটা হয়। এ সময় পানিতে লবণ গুলে কুলকুচি করলে ভালো ফল পাওয়া যায়।
  • শিশুদের জিহ্বা নিয়মিত পরিষ্কার না করলে জিহ্বার উপর দইয়ের মতো দেখতে ছোট ছোট দাগ দেখা দেয়। এটা এক প্রকার ছত্রাকের সংক্রমণ থেকে হয়।
  • মুখ জিহ্বায় ঘা হলে অতি তাড়াতাড়ি ডাক্তারের পরামর্শ নিতে হবে।

অ্যাসাইনমেন্ট শেষ

একটি ধন্যবাদ জানিয়ে যেতে ভূল করোনা যেন। অ্যাসাইনমেন্টটি শেয়ার করে তোমাদের বন্ধুদের জানিয়ে দাও। তাহলে তোমাদের বন্ধুরা উপকৃত হবে।

আরো পড়ুনঃ 

⇒ সকল সপ্তাহের সকল অ্যাসাইনমেন্ট

⇒ ৬ষ্ঠ শ্রেণির ৫ম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট

⇒ ৭ম শ্রেণির ৫ম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট

⇒ ৮ম শ্রেণির ৫ম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট

⇒ ৬ষ্ঠ শ্রেণির ৫ম সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্ট

⇒ ৭ম শ্রেণির ৫ম সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্ট

⇒ ৮ম শ্রেণির ৫ম সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্ট

 ৯ম শ্রেণির ৫ম সপ্তাহের ইংরেজি অ্যাসাইনমেন্ট

⇒ ৯ম শ্রেণির ৫ম সপ্তাহের রসায়ন অ্যাসাইনমেন্ট

⇒ ৯ম শ্রেণির ৫ম সপ্তাহের ব্যবসায় উদ্যোগ অ্যাসাইনমেন্ট

⇒ ৯ম শ্রেণির ৫ম সপ্তাহের ভূগোল ও পরিবেশ অ্যাসাইনমেন্ট

১০ম শ্রেণির ৫ম সপ্তাহের ইংরেজি অ্যাসাইনমেন্ট

⇒ ১০ম শ্রেণির ৫ম সপ্তাহের রসায়ন অ্যাসাইনমেন্ট

⇒ ১০ম শ্রেণির ৫ম সপ্তাহের ব্যবসায় উদ্যোগ অ্যাসাইনমেন্ট

⇒ ১০ম শ্রেণির ৫ম সপ্তাহের ভূগোল ও পরিবেশ অ্যাসাইনমেন্ট

 

Leave a Reply