একাদশ অধ্যায়
পণ্যের ক্রয়মূল্য, উৎপাদন ব্যয় ও বিক্রয়মূল্য
ক্রয়মূল্য ও বিক্রয়মূল্য নির্ধারণ
প্রকৃত লাভ বা লোকসান নির্ণয়ের জন্য প্রয়োজন হলো পণ্যের ক্রয়মূল্য ও বিক্রয়মূল্য নির্ধারণ করা। পণ্যের ক্রয়মূল্যের সাথে জড়িত খরচগুলোকে যোগ করে পণ্যের ক্রয়মূল্য নির্ধারণ করা হয়। ক্রয়মূল্যের সাথে পণ্যকে বিক্রয় উপযোগী করার যাবতীয় খরচসমূহ এবং প্রত্যাশিত মুনাফা যোগ করে বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়।
জ্জ ক্রয়মূল্য নিরূপণ
বিক্রেতাকে দেয়া প্রদত্ত অর্থের সাথে ক্রেতার গুদাম পর্যন্ত পণ্য পৌঁছানো বাবদ যে সমস্ত আনুষঙ্গিক খরচ সংঘটিত হয়ে থাকে তার যোগফলের সমষ্টিই হচ্ছে ক্রয়মূল্য। ক্রয়মূল্যের (বিক্রেতাকে প্রদত্ত মূল্য) সাথে জাহাজ বা রেল ভাড়া, প্যাকিং খরচ, আমদানি শুল্ক, ডক চার্জ, বিমা খরচ, কুলি খরচ ইত্যাদি যোগ করে প্রকৃত ক্রয়মূল্য নির্ধারণ করা হয়।
নি¤েœর ছকে ক্রয়মূল্য দেখানো হলো :
প্রতিষ্ঠানের নাম
……………. সালের …………….. তারিখের
বিবরণ টাকা টাকা
পণ্য ক্রয়ের জন্য প্রদত্ত অর্থ
যোগ : প্রত্যক্ষ খরচসমূহ
পরিবহন
মজুরি
শুল্ক
কুলি খরচ
প্যাংকিং খরচ
কর
মোট প্রত্যক্ষ খরচ
ক্রয়মূল্য
জ্জ বিক্রয়মূল্য নিরূপণ
ক্রয়কৃত পণ্য বা উৎপাদিত পণ্যকে বিক্রয় উপযোগী করে তোলার জন্য অর্থাৎ ভোক্তার নিকট পৌঁছানো পর্যন্ত ক্রয়মূল্যের সাথে অন্যান্য পরোক্ষ খরচ যেমন : দোকান ভাড়া, কর্মচারীদের বেতন, বিদ্যুৎ, বিজ্ঞাপন, পরিবহন খরচ ইত্যাদি যোগ করে মোট ব্যয় নির্ধারণ করা হয়। এই মোট ব্যয়ের সাথে প্রত্যাশিত মুনাফা যোগ করে বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়।
নি¤েœর ছকে বিক্রয়মূল্য দেখানো হলো :
প্রতিষ্ঠানের নাম
……………. সালের …………….. তারিখের
বিবরণ টাকা টাকা
মোট ক্রয়মূল্য
যোগ : পরোক্ষ খরচসমূহ
কর্মচারীদের বেতন
বিদ্যুৎ বিল
বিজ্ঞাপন খরচ
যাতায়াত খরচ
মোট পরোক্ষ খরচ
ক্রীত পণ্যের মোট ব্যয়
যোগ : প্রত্যাশিত মুনাফা
বিক্রয়মূল্য
জ্জ উৎপাদন ব্যয়ের ধারণা ও তাৎপর্য
স্বাভাবিকভাবে কোনো পণ্য উৎপাদন বা অর্জন করতে যে ব্যয় হয় তার সমষ্টিই হচ্ছে উৎপাদন ব্যয়। কোনো পণ্য বা সেবা সৃষ্টি বা উৎপাদন করতে যে মূল্য ত্যাগ করতে হয় বা খরচ হয় তাকেই উৎপাদন ব্যয় বলা হয়। কোনো ব্যবসায় প্রতিষ্ঠানের মূল লক্ষ্যই হচ্ছে উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণ করার মাধ্যমে প্রত্যাশিত মুনাফা অর্জন করা। সঠিক বিক্রয়মূল্য নির্ধারণ নির্ভর করে সঠিকভাবে কোনো দ্রব্য বা সেবার মোট ব্যয় নির্ধারণের উপর।
জ্জ উৎপাদন ব্যয়ের উপাদান
যে সকল উপকরণ ব্যয় এবং আনুষঙ্গিক উপখরচ নিয়ে পণ্যের বা সেবা কর্মের মোট উপাদান ব্যয় গঠিত হয় তাদের প্রত্যেকটিকে ব্যয়ের উপাদান বলা হয়। ব্যয়ের প্রকৃত উপাদান তিনটি।
জ্জ উৎপাদনের মোট ব্যয়ের বিশে−ষণ
মূখ্য ব্যয় = প্রত্যক্ষ কাঁচামাল + প্রত্যক্ষ শ্রম + প্রত্যক্ষ খরচ
উৎপাদন ব্যয় = মূখ্য ব্যয় + কারখানা উপরিব্যয়
রূপান্তর ব্যয় = প্রত্যক্ষ শ্রম + কারখানা উপরিব্যয়
মোট ব্যয় = উৎপাদন ব্যয় + প্রশাসনিক উপরিব্যয় + বিক্রয় উপরিব্যয়
বিক্রয় মূল্য = মোট ব্যয় + প্রত্যাশিত ব্যয়
জ্জ উৎপাদন ব্যয়ের উপাদানগুলোর সংক্ষিপ্ত বর্ণনা
১. কাঁচামাল :
র. প্রত্যক্ষ কাঁচামাল : যে কাঁচামাল উৎপাদিত পণ্যের প্রধান উপাদান এবং এর খরচ সহজে ও সরাসরিভাবে উৎপাদিত দ্রব্যের ব্যয় রূপে চিিহ্নত করা যায় তাই প্রত্যক্ষ কাঁচামাল। যেমন : বই উৎপাদনে কাগজ, চিনির জন্য ইক্ষু ইত্যাদি।
রর. পরোক্ষ কাঁচামাল : প্রত্যক্ষ কাঁচামাল বাদে অন্যান্য সমস্ত ধরনের মালামালই পরোক্ষ কাঁচামাল। অর্থাৎ যে সব কাঁচামাল উৎপাদনের জন্য সরাসরি জড়িত নয়। যেমন : শার্ট তৈরিতে সুতা ও বোতাম।
২. শ্রম বা মজুরি :
র. প্রত্যক্ষ শ্রম বা মজুরি : যে সব কারখানা শ্রমিক কাঁচামাল থেকে পণ্যকে সম্পূর্ণ উৎপাদনের দিকে নিয়ে যায় বা যারা আংশিক উৎপাদন স্তর থেকে আরম্ভ করে উৎপাদনটিকে পূর্ণতা দিয়ে থাকে তাদের মজুরিকে প্রত্যক্ষ মজুরি বলে। যেমন : পাটকলে শ্রমিকের মজুরি।
রর. পরোক্ষ শ্রম বা মজুরি : যেসব শ্রমিক সরাসরিভাবে উৎপাদন কার্যে জড়িত নয় তবে উৎপাদন কাজে সহায়তা করে তাদের শ্রমকে পরোক্ষ শ্রম বা মজুরি বলে। যেমন : গার্মেন্টস কারখানায় হেলপারের মজুরি।
৩. আরোপণযোগ্য খরচ :
র. প্রত্যক্ষ খরচ : প্রত্যক্ষ কাঁচামাল বা মজুরির আওতাভুক্ত না হয়েও যে খরচগুলো পণ্যের সাথে সরাসরি চিিহ্নত করা যায় তাকেই প্রত্যক্ষ খরচ বলে। যেমন : স্থাপত্য নঁকশা প্রণয়ন খরচ।
রর. পরোক্ষ খরচ : যে ব্যয় উৎপাদিত প্রত্যেকটি পণ্যের জন্য আলাদাভাবে চিিহ্নত করা যায় না তাকেই পরোক্ষ ব্যয় বলে। যেমন : একটি টেবিল তৈরি করার পেরেক খরচ।
৪. উপরিব্যয় :
র. কারখানা উপরিব্যয় : কারখানায় ব্যবহৃত প্রত্যক্ষ কাঁচামাল এবং প্রত্যক্ষ শ্রম ব্যতিত উৎপাদনের অন্যান্য যাবতীয় পরোক্ষ খরচকে কারখানা উপরি খরচ বলা হয়। যেমন : কারখানার ভাড়া।
রর. প্রশাসনিক উপরিব্যয় : প্রতিষ্ঠানের পরিচালনা ও অফিস ব্যবস্থাপনার সাথে জড়িত পরোক্ষ খরচসমূহকে প্রশাসনিক খরচ বা উপরিব্যয় বলা হয়। যেমন : অফিস কর্মচারীদের বেতন।
ররর. বিক্রয় উপরিব্যয় : তৈরি মাল বিক্রয় এবং বিতরণের জন্য প্রয়োজনীয় যাবতীয় খরচকে বিক্রয় ও বিলি খরচ বলে। যেমন : বিজ্ঞাপন, প্রচার, গাড়ি ভাড়া বাবদ ব্যয় ইত্যাদি।
অনুশীলনীর সৃজনশীল প্রশ্ন ও সমাধান
প্রশ্ন -১ জনাব আব্দুল হামিদ একজন আম ব্যবসায়ী। তিনি রাজশাহী থেকে আম এনে পাইকারি দরে ঢাকায় বিক্রয় করেন। তথ্যাবলী নিম্নরূপ-
প্রতি ঝুড়ি ৫০০ টাকা দরে ২০০ ঝুড়ি আম ক্রয়
আম ঢাকায় আনা বাবদ পরিবহন ভাড়া ৫,০০০ টাকা
কুলি খরচ প্রতি ঝুড়ি ১০ টাকা
আম ট্রাক থেকে নামানোর পর দেখতে পেলেন ১০ ঝুড়ি আম সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে এবং বিক্রয় অযোগ্য।
ক. মোট প্রত্যক্ষ খরচের পরিমাণ কত?
খ. জনাব আব্দুল হামিদ-এর প্রতি ঝুড়ি আমের মোট ব্যয় কত?
গ. প্রতিটি ঝুড়িতে ৫ কেজি আম থাকলে প্রতি কেজি আম কত টাকায় বিক্রয় করলে মোট ব্যয়ের ২০% লাভ হবে।
১নং প্রশ্নের সমাধান
ক. মোট প্রত্যক্ষ খরচের পরিমাণ নির্ণয় :
বিবরণ টাকা টাকা
পরিবহন ভাড়া ৫,০০০
কুলি খরচ (২০০ ১০) ২,০০০
মোট ৭,০০০
উত্তর : মোট প্রত্যক্ষ খরচের পরিমাণ ৭,০০০ টাকা।
খ. জনাব আব্দুল হামিদের
ক্রীত পণ্যের মোট ব্যয় বিবরণী
বিবরণ টাকা টাকা
আম ক্রয়ের জন্যে প্রদত্ত অর্থ (৫০০ ২০০) ১,০০,০০০
যোগ : প্রত্যক্ষ খরচসমূহ :
পরিবহন ৫,০০০
কুলির মজুরি ২,০০০
৭,০০০
ক্রীত পণ্যের মোট ব্যয় ১,০৭,০০০
প্রতি ঝুড়ি আমের মোট ব্যয় (১,০৭,০০০ ১৯০) ৫৬৩.১৫
নোট : ১০ ঝুড়ি আম নষ্ট হওয়ায় মোট আমের ঝুড়ি রইল (২০০ – ১০) = ১৯০ ঝুড়ি। যদিও আমের ঝুড়ি রয়েছে ১৯০টি তথাপি ব্যয়ের পরিমাণ ২০০ ঝুড়ির সমান হবে।
উত্তর : প্রতি ঝুড়ি আমের মোট ব্যয় ৫৬৩.১৫ টাকা।
গ. জনাব আব্দুল হামিদের
বিক্রয়মূল্য বিবরণী
বিবরণ টাকা টাকা
ক্রীত পণ্যের মোট ব্যয় ১,০৭,০০০
যোগ : প্রত্যাশিত মুনাফা (১,০৭,০০০ ২০%) ২১,৪০০
বিক্রয়মূল্য ১,২৮,৪০০
আমের পরিমাণ (২০০ ১০) ৫ কেজি = ৯৫০ কেজি
প্রতি কেজি আমের বিক্রয়মূল্য (১,২৮,৪০০ ৯৫০) = ১৩৫.১৬ টাকা
উত্তর : প্রতি কেজি আমের বিক্রয়মূল্য ১৩৬.১৬ টাকা।
প্রশ্ন-২ ল্ফ আমিন পেপার প্রতি দিস্তা ১৮ টাকা দরে ১০০ রিম কাগজ ক্রয় করে। এর জন্য মজুরি ৫০০ টাকা এবং গাড়ি ভাড়া ১,০০০ টাকা প্রদান করেন। কাগজ বিক্রয়ের জন্য দোকান ভাড়া বাবদ ২,০০০ টাকা এবং বিক্রয়কর্মীর কমিশন বাবদ ৫০০ টাকা ব্যয় করে। প্রতিষ্ঠানটি প্রতি দিস্তা কাগজে ২ টাকা লাভ করে থাকে।
ক. আমিন পেপার হাউজের প্রতি রিম কাগজের ক্রয়মূল্য কত?
খ. আমিন পেপার হাউজের মোট ব্যয় নির্ণয় কর।
গ. আমিন পেপার হাউজের প্রতি দিস্তা কাগজের বিক্রয়মূল্য নিরূপণ কর।
২নং প্রশ্নের সমাধান
ক. আমিন পেপার হাউজের
ক্রয়মূল্য বিবরণী
বিবরণ টাকা টাকা
কাগজ ক্রয়ের জন্য প্রদত্ত অর্থ (১৮ ২০ ১০০) ৩৬,০০০
যোগ : প্রত্যক্ষ খরচ :
মজুরি ৫০০
গাড়ি ভাড়া ১,০০০
১,৫০০
মোট ক্রয়মূল্য ৩৭,৫০০
প্রতি রিম কাগজের ক্রয় মূল্য (৩৭,৫০০ ১০০) ৩৭৫
উত্তর : প্রতি রিম কাগজের ক্রয়মূল্য ৩৭৫ টাকা।
খ. আমিন পেপার হাউজের
ক্রীত পণ্যের মোট ব্যয় বিবরণী
বিবরণ টাকা টাকা
কাগজের ক্রয়মূল্য (ক নং হতে আনীত) ৩৭,৫০০
যোগ : পরোক্ষ খরচসমূহ
দোকান ভাড়া ২,০০০
বিক্রয়কর্মীর কমিশন ৫০০
২,৫০০
মোট ব্যয় ৪০,০০০
উত্তর : আমিন পেপার হাউজের মোট ব্যয় ৪০,০০০ টাকা।
গ. আমিন পেপার হাউজের
বিক্রয়মূল্য বিবরণী
বিবরণ টাকা টাকা
মোট ব্যয় [খ নং হতে আনীত] ৪০,০০০
প্রতি দিস্তা কাগজের মোট ব্যয় (৪০,০০০ ২,০০০) ২০
যোগ : দিস্তা প্রতি লাভ ২
প্রতি দিস্তা কাগজের বিক্রয়মূল্য ২২
উত্তর : প্রতি দিস্তা কাগজের বিক্রয়মূল্য ২২ টাকা।
প্রশ্ন -৩ ল্ফ কুমিল্লার শাপলা প্রিন্টার্স, উত্তরা ব্যাংক প্রধান কার্যালয় থেকে ২০১৪ সালে ৫,৫০০ টি ডায়রী প্রস্তুতের একটি কাজ পেল। উপরোক্ত কাজের জন্য নিম্নোক্ত খরচগুলো হয় :
কাগজ ক্রয় ৭০,০০০ টাকা
ছাপার কালি ক্রয় ২৫,০০০ টাকা
প্রত্যক্ষ মজুরী ১২,৫০০ টাকা
আঠা ও সুতা ক্রয় ৫,০০০ টাকা
কারখানা ভাড়া ১০,০০০ টাকা
কারখানার বিদ্যুৎ খরচ ৩,৫০০ টাকা
অফিস ও প্রশাসনিক ব্যয় ১২,০০০ টাকা
আপ্যায়ন খরচ ১,৫০০ টাকা
বিল আদায় খরচ দরপত্র উদ্ধৃত মূল্যের ২%
প্রতিটি ডায়রীর দরপত্র উদ্ধৃত মূল্য ৩৫ টাকা
ক. শাপলা প্রিন্টার্সের মুখ্য ব্যয় কত? ২
খ. শাপলা প্রিন্টার্সের প্রতিটি ডায়রীর উৎপাদন ব্যয় নির্ণয় কর। ৪
গ. শাপলা প্রিন্টার্সের প্রতিটি ডায়রীর লাভ বা ক্ষতি নির্ণয় কর। ৪
৩নং প্রশ্নের সমাধান
ক. শাপলা প্রিন্টার্সের মূখ্য ব্যয় নির্ণয় :
বিবরণ টাকা টাকা
কাগজ ক্রয় ৭০,০০০
ছাপার কালি ২৫,০০০
ব্যবহৃত কাঁচামালের ব্যয় ৯৫,০০০
যোগ : প্রত্যক্ষ মজুরি ১২,৫০০
মুখ্য ব্যয় ১,০৭,৫০০
উত্তর : শাপলা প্রিন্টার্সের মুখ্য ব্যয় ১,০৭,৫০০ টাকা।
খ. শাপলা প্রিন্টার্সের
উৎপাদন ব্যয় বিবরণী
২০১৪ সালের …. তারিখ পর্যন্ত সমাপ্ত বছরের জন্য
বিবরণ টাকা টাকা
মুখ্য ব্যয় (ক নং হতে আনীত) ১,০৭,৫০০
যোগ : কারখানা উপরিব্যয়
আঠা ও সুতা ক্রয় ৫,০০০
কারখানা ভাড়া ১০,০০০
কারখানার বিদ্যুৎ খরচ ৩,৫০০
১৮,৫০০
উৎপাদন ব্যয় ১,২৬,০০০
প্রতিটি ডায়েরীর উৎপাদন ব্যয় (১,২৬,০০০ ৫,৫০০) ২২.৯১
উত্তর : প্রতিটি ডায়েরীর উৎপাদন ব্যয় ২২.৯১ টাকা।
গ. শাপলা প্রিন্টার্সের
বিশদ আয় বিবরণী
২০১৪ সালের ….. তারিখ পর্যন্ত সমাপ্ত বছরের জন্য
বিবরণ টাকা টাকা টাকা
বিক্রয় (৫,৫০০ ৩৫) ১,৯২,৫০০
বাদ : উৎপাদন ব্যয় (খ নং হতে আনীত) ১,২৬,০০০
মোট লাভ ৬৬,৫০০
বাদ : পরিচালন ব্যয়
প্রশাসনিক উপরিব্যয় :
অফিস ও প্রশাসনিক ব্যয় ১২,০০০
আপ্যায়ন খরচ ১,৫০০
১৩,৫০০
বিক্রয় উপরিব্যয় :
বিল আদায় খরচ (১,৯২,৫০০ ২%) ৩,৮৫০
১৭,৩৫০
নিট লাভ ৪৯,১৫০
প্রতিটি ডায়রীর লাভ (৪৯,১৫০ ৫,৫০০) ৮.৯৪
উত্তর : প্রতিটি ডায়রীর লাভ ৮.৯৭ টাকা।
প্রশ্ন -৪ ল্ফ বরিশালের প্রসিদ্ধ ব্যবসায়ী জনাব নুরুল আলম ঢাকা থেকে প্রতিটি ২৭০ টাকা দরে ১০০০ টি শার্ট ক্রয় করেন। এজন্য গাড়ি ভাড়া বাবদ ১,৫০০ টাকা এবং কুলির মজুরি বাবদ ৫০০ টাকা প্রদান করেন। তিনি তার ক্রয়কৃত প্রতিটি শার্ট ৩০ টাকা লাভে বিক্রয় করতে গিয়ে দেখেন প্রত্যাশিত লাভ হয় না। কিন্তু তার পার্শ্বের ব্যবসায়ী জনাব ইসমাইল হোসেন ৪,০০০ টাকায় একটি কারখানা ভাড়া করে ১,০০,০০০ টাকার কাপড় তৈরি করেন। এজন্যে মজুরি বাবদ ২০,০০০ টাকা, কারখানার বিদ্যুৎ বাবদ ২৬,০০০ টাকা এবং বিক্রয়কর্মীর বেতন বাবদ ৫,০০০ টাকা খরচ করেন। তিনি তার তৈরিকৃত শার্টগুলো মোট ২,০০,০০০ টাকায় বিক্রয় করেন।
ক. উপর্যুক্ত তথ্যের আলোকে জনাব নুরুল আলমের ক্রয়কৃত শার্টের মোট ক্রয়মূল্য নিরূপণ কর।
খ. জনাব ইসমাইল হোসেনের প্রস্তুতকৃত শার্টের মোট ব্যয় নির্ণয় কর।
গ. জনাব নুরুল আলম এবং জনাব ইসমাইলের অর্জিত মুনাফার পার্থক্য নিরূপণ কর।
৪নং প্রশ্নের সমাধান
ক. জনাব নুরুল আলমের
ক্রয়মূল্য বিবরণী
বিবরণ টাকা টাকা
১০০০টি শার্টের ক্রয়ের জন্য প্রদত্ত অর্থ (১,০০০ ২৭০) ২,৭০,০০০
যোগ : প্রত্যক্ষ খরচসমূহ
গাড়ি ভাড়া ১,৫০০
কুলি মজুরি ৫০০
২,০০০
মোট ক্রয়মূল্য ২,৭২,০০০
উত্তর : জনাব নুরুল আলমের ক্রয়কৃত শার্টের মোট ক্রয়মূল্য ২,৭২,০০০ টাকা।
খ. জনাব ইসমাইল হোসেনের
উৎপাদন ব্যয় বিবরণী
বিবরণ টাকা টাকা
কাপড়ের ক্রয় মূল্য ১,০০,০০০
যোগ : প্রত্যক্ষ মজুরি ২০,০০০
মুখ্য ব্যয় ১,২০,০০০
যোগ : কারখানা উপরিব্যয়
কারখানা ভাড়া ৪,০০০
কারখানার বিদ্যুৎ বাবদ খরচ ২৬,০০০
৩০,০০০
উৎপাদন ব্যয় ১,৫০,০০০
যোগ : বিক্রয় উপরিব্যয়
বিক্রয়কর্মীর বেতন ৫,০০০
মোট ব্যয় ১,৫৫,০০০
উত্তর : জনাব ইসমাইল হোসেনের প্রস্তুতকৃত শার্টের মোট ব্যয় ১,৫৫,০০০ টাকা।
গ. জনাব নুরুল আলম এবং জনাব ইসমাইলের অর্জিত মুনাফার পার্থক্য নিরূপণ :
বিবরণ টাকা টাকা
জনাব নুরুল আলমের ১০০০টি শার্ট বিক্রয়ে লাভের পরিমাণ (১,০০০ ৩০) ৩০,০০০
জনাব ইসমাইলের প্রস্তুতকৃত শার্টের লাভ :
বিক্রয়মূল্য ২,০০,০০০
বাদ : মোট ব্যয় [খ নং হতে আনীত] ১,৫৫,০০০
মুনাফা ৪৫,০০০
অর্জিত মুনাফার পার্থক্য (৪৫,০০০ ৩০,০০০) ১৫,০০০
উত্তর : জনাব নুরুল আলম এবং জনাব ইসমাইলের অর্জিত মুনাফার পার্থক্য ১৫,০০০ টাকা।
প্রশ্ন -৫ ল্ফ আশরাফ এন্ড কোং ৩০/০৬/২০১৪ তারিখে সমাপ্ত বছরে মোট ২,০০,০০০ ইট প্রস্তুত করে। ইট প্রস্তুতের খরচগুলো নিম্নরূপ:
টাকা
মাটি ক্রয় ১,৬০,০০০
মাটি বহন খরচ ৪০,০০০
কয়লা খরচ ২,০০,০০০
শ্রমিকের মজুরী ৪০,০০০
ইট খোলার ভাড়া ও বিদ্যুৎ খরচ ৪,০০০
মাটি ছানা করার খরচ ২০,০০০
অফিসের ভাড়া ১২,০০০
বিক্রয় কেন্দ্রে ইট রাখার খরচ ৪,০০০
বিক্রয় কেন্দ্রে ইট আনার খরচ ১০,০০০
বিজ্ঞাপন খরচ ৪,০০০
বিক্রয় কর্মীর বেতন ৬,০০০
ক. ইট প্রস্তুতের মোট পরিচালন ব্যয় কত?
খ. আশরাফ এন্ড কোং-এর ২,০০,০০০ ইটের উৎপাদন ব্যয় নির্ণয় কর।
গ. আশরাফ এন্ড কোং মোট ব্যয়ের উপর ২০% মুনাফায় ইট বিক্রয় করতে চাইলে প্রতি হাজার ইটের বিক্রয়মূল্য কত নির্ধারণ করতে হবে?
৫নং প্রশ্নের সমাধান
ক. ইট প্রস্তুতের মোট পরিচালন ব্যয় নির্ণয় :
বিবরণ টাকা টাকা
প্রশাসনিক উপরিব্যয় :
অফিসের ভাড়া ১২,০০০
বিক্রয় উপরিব্যয় :
বিক্রয় কেন্দ্রে ইট রাখার খরচ ৪,০০০
বিক্রয় কেন্দ্রে ইট আনার খরচ ১০,০০০
বিজ্ঞাপন খরচ ৪,০০০
বিক্রয়কর্মীর বেতন ৬,০০০
২৪,০০০
মোট ৩৬,০০০
উত্তর : ইট প্রস্তুতের মোট পরিচালন ব্যয় ৩৬,০০০ টাকা।
খ. আশরাফ এন্ড কোং-এর
উৎপাদন ব্যয় বিবরণী
২০১৪ সালের ৩০ জুন পর্যন্ত সমাপ্ত বছরের জন্য
বিবরণ টাকা টাকা
মাটি ক্রয় ১,৬০,০০০
মাটি বহন খরচ ৪০,০০০
ব্যবহার উপযোগী কাঁচামালের মূল্য ২,০০,০০০
যোগ : প্রত্যক্ষ খরচসমূহ
কয়লা খরচ ২,০০,০০০
শ্রমিকের মজুরি ৪০,০০০
২,৪০,০০০
মুখ্য ব্যয় ৪,৪০,০০০
যোগ : কারখানা উপরিব্যয়
ইট খোলার ভাড়া ও বিদ্যুৎ খরচ ৪,০০০
মাটি ছানা করার খরচ ২০,০০০
২৪,০০০
উৎপাদন ব্যয় ৪,৬৪,০০০
উত্তর : ২,০০,০০০০ ইটের উৎপাদন ব্যয় ৪,৬৪,০০০ টাকা।
গ.
আশরাফ এন্ড কোং-এর
বিক্রয়মূল্য বিবরণী
বিবরণ টাকা টাকা
উৎপাদন ব্যয় [খ নং হতে আনীত] ৪,৬৪,০০০
যোগ : পরিচালন ব্যয় [ক নং হতে আনীত] ৩৬,০০০
মোট ব্যয় ৫,০০,০০০
যোগ : লাভ (৫,০০,০০০ ২০%) ১,০০,০০০
বিক্রয়মূল্য ৬,০০,০০০
প্রতি হাজার ইটের বিক্রয়মূল্য (৬,০০,০০০ ২,০০,০০০) ১,০০০ ৩,০০০
উত্তর : প্রতি হাজার ইটের বিক্রয়মূল্য ৩,০০০ টাকা।
প্রশ্ন -৬ ল্ফ একজন বৈদ্যুতিক পাখা উৎপাদনকারী ৫০০টি পাখা উৎপাদনে নিম্নোক্ত খরচসমূহ করেন ঃ
হিসাবের নাম টাকা
কাঁচামাল ক্রয় ৫,২৫,০০০
ক্রয় পরিবহন ১০,০০০
মজুরি (প্রতি পাখা) ৫২৫
কারখানা উপরিব্যয় মুখ্য ব্যয়ের ৩%, অফিস ও প্রশাসনিক খরচ ১৭,৬২৫ টাকা, প্রতিটি ফ্যান বিক্রয়ে তারা বিক্রেতাকে ৬০ টাকা করে কমিশন প্রদান করে।
ক. উপর্যুক্ত ফ্যান তৈরির মুখ্য ব্যয় কত? ২
খ. উপর্যুক্ত প্রতিটি ফ্যানের মোট ব্যয় নির্ণয় কর। ৪
গ. উৎপাদনকারীকে শতকরা ১৫% মুনাফা করতে হলে প্রতিটি ফ্যান তাকে কত টাকায় বিক্রয় করতে হবে? ৪
৬নং প্রশ্নের সমাধান
ক. ফ্যান তৈরির মুখ্য ব্যয় নির্ণয় :
বিবরণ টাকা টাকা
কাঁচামাল ক্রয় ৫,২৫,০০০
ক্রয় পরিবহন ১০,০০০
মজুরি (৫০০ ৫২৫) ২,৬২,৫০০
মুখ্য ব্যয় ৭,৯৭,৫০০
উত্তর : ফ্যান তৈরির মুখ্য ব্যয় ৭,৯৭,৫০০ টাকা।
খ. ফ্যান উৎপাদনকারীর
উৎপাদন ব্যয় বিবরণী
বিবরণ টাকা
মূখ্য ব্যয় (ক নং হতে আনীত) ৭,৯৭,৫০০
যোগ : কারখানা উপরিব্যয় : (৭,৯৭,৫০০ ৩%) ২৩,৯২৫
উৎপাদন ব্যয় ৮,২১,৪২৫
যোগ : অফিস ও প্রশাসনিক খরচ ১৭,৬২৫
৮,৩৯,০৫০
যোগ : বিক্রয় উপরিব্যয়
বিক্রেতার কমিশন (৫০০ ৬০) ৩০,০০০
মোট ব্যয় ৮,৬৯,০৫০
প্রতিটি ফ্যানের মোট ব্যয় (৮,৬৯,০৫০ ৫০০) ১,৭৩৮১০
উত্তর : প্রতিটি ফ্যানের মোট ব্যয় ১,৭৩৮১০ টাকা।
গ. ফ্যান উৎপাদনকারীর
বিক্রয়মূল্য বিবরণী
বিবরণ টাকা
মোট ব্যয় (খ নং হতে আনীত) ৮,৬৯,০৫০
যোগ : প্রত্যাশিত মুনাফা ১৫% ১,৩০,৩৫৭
মোট বিক্রয় মূল্য ৯,৯৯,৪০৭
প্রতিটি ফ্যানের বিক্রয় মূল্য (৯,৯৯,৪০৭ ৫০০) ১,৯৯৮৮১
উত্তর : প্রতিটি ফ্যানের বিক্রয়মূল্য ১,৯৯৮৮১ টাকা।
প্রশ্ন -৭ ল্ফ ঢাকা ম্যানুফ্যাক্চারিং লিমিটেড এর হিসাব বই থেকে ২০১৩ সালের ৩১শে ডিসেম্বর তারিখে নিম্নোক্ত তথ্যাবলী সংগৃহীত হয়েছে:
টাকা
কাঁচামালের মজুদ (১-১-১৩) ১০,০০০
কাঁচামালের মজুদ (৩১-১২-১৩) ৮,০০০
চলতি কার্যের মজুদ (১-১-১৩) ৩,০০০
চলতি কার্যের মজুদ (৩১-১২-১৩) ৪,০০০
তৈরি পণ্যের মজুদ (১-১-১৩) ৬,০০০
তৈরি পণ্যের মজুদ (৩১-১২-১৩) ৩,৫০০
তৈরি পণ্যের বিক্রয় ৭০,০০০
কাঁচামাল ক্রয় ৮,০০০
প্রত্যক্ষ মজুরি ৬,০০০
আন্তঃমুখী বহন খরচ ২,০০০
কারখানা খরচ ৪,০০০
কর্মচারীর বেতন ৬,০০০
বিক্রয়কর্মীর বেতন ৫,৫০০
বিজ্ঞাপন খরচ ৪,৫০০
ক. উপর্যুক্ত তথ্যের ভিত্তিতে মুখ্য ব্যয় নির্ণয় কর। ২
খ. প্রতিষ্ঠানটির উৎপাদিত পণ্যের ব্যয় ও বিক্রীত পণ্যের ব্যয় নির্ণয় কর। ৪
গ. প্রতিষ্ঠানটির বৎসরের শেষে নিট পরিচালন মুনাফা নির্ণয় কর। ৪
৭নং প্রশ্নের সমাধান
ক. ঢাকা ম্যানুফ্যাকচারিং লিমিটেড-এর মুখ্য ব্যয় নির্ণয় :
বিবরণ টাকা টাকা
কাঁচামাল মজুদ (১-১-১৩) ১০,০০০
যোগ : কাঁচামাল ক্রয় ৮,০০০
আন্ত:মুখী বহন খরচ ২,০০০
১০,০০০
ব্যবহার উপযোগী কাঁচামালের মূল্য ২০,০০০
বাদ : কাঁচামালের সমাপনী মজুদ ৮,০০০
ব্যবহৃত কাঁচামালের খরচ ১২,০০০
যোগ : প্রত্যক্ষ মজুরি ৬,০০০
মুখ্য ব্যয় ১৮,০০০
উত্তর : মুখ্য ব্যয় ১৮,০০০ টাকা।
খ. ঢাকা ম্যানুফ্যাক্চারিং লিমিটেড
উৎপাদন ব্যয় বিবরণী
৩১ ডিসেম্বর ২০১৩ তারিখে সমাপ্ত বছরের জন্য
বিবরণ টাকা টাকা
মুখ্য ব্যয় (ক নং হতে আনীত) ১৮,০০০
যোগ : কারখানা উপরিব্যয়
কারখানা খরচ ৪,০০০
উৎপাদন ব্যয় ২২,০০০
যোগ : চলতি কার্যের মজুদ (১-১-১৩) ৩,০০০
২৫,০০০
বাদ : চলতি কার্যের মজুদ (৩১-১২-১৩) ৪,০০০
উৎপাদিত পণ্যের ব্যয় ২১,০০০
ঢাকা ম্যানুফ্যাক্চারিং লিমিটেড
বিক্রীত পণ্যের ব্যয় বিবরণী
৩১ ডিসেম্বর ২০১৩ তারিখে সমাপ্ত বছরের জন্য
বিবরণ টাকা টাকা
তৈরি পণ্যের মজুদ (১-১-১৩) ৬০,০০
যোগ : উৎপাদিত পণ্যের ব্যয় ২১,০০০
২৭,০০০
বাদ : তৈরি পণ্যের মজুদ (৩১-১২-১৩) ৩,৫০০
বিক্রীত পণ্যের ব্যয় ২৩,৫০০
উত্তর : প্রতিষ্ঠানটির উৎপাদিত পণ্যের ব্যয় ২১,০০০ টাকা এবং বিক্রীত পণ্যের ব্যয় ২৩,৫০০ টাকা।
গ. ঢাকা ম্যানুফ্যাক্চারিং লিমিটেড
বিশদ আয় বিবরণী
৩১ ডিসেম্বর ২০১৩ তারিখে সমাপ্ত বছরের জন্য
বিবরণ টাকা টাকা
বিক্রয় ৭০,০০০
বাদ : বিক্রীত পণ্যের ব্যয় ২৩,৫০০
মোট লাভ ৪৬,৫০০
বাদ : পরিচালন ব্যয়
প্রশাসনিক উপরিব্যয় :
কর্মচারীর বেতন ৬,০০০
বিক্রয় উপরিব্যয় :
বিক্রয়কর্মীর বেতন ৫,৫০০
বিজ্ঞাপন খরচ ৪,৫০০
১৬,০০০
নিট পরিচালন মুনাফা ৩০,৫০০
উত্তর : প্রতিষ্ঠানটির নিট পরিচালন মুনাফা ৩০,৫০০ টাকা।
প্রশ্ন -৮ ল্ফ খুলনার গেøারী আর্ট প্রেস, রূপসা ব্যাংক থেকে ২০১৪ সালের ৫,০০০ পিস ক্যালেন্ডার তৈরির একটি কাজ পেল। উপরোক্ত কাজের জন্য নিম্নোক্ত খরচগুলো হয় :
টাকা
কাগজ ক্রয় ১,১০,০০০
কাগজের বহন খরচ ২,০০০
যন্ত্রপাতির অবচয় ৫,০০০
শ্রমিকের মজুরি ২০,০০০
কারখানার ভাড়া ১০,০০০
কারখানার বিদ্যুৎ খরচ ৬,৫০০
অফিস ভাড়া ১২,০০০
ব্যবস্থাপকের সম্মানী ২,৫০০
বিক্রয় ও বিতরণ খরচ ২,০০০
প্রতি পিস ক্যালেন্ডারের বিক্রয় মূল্য ৪০ টাকা
ক. গেøারী আর্ট প্রেস-এর মুখ্য ব্যয় কত? ২
খ. গেøারী আর্ট প্রেস-এর প্রতি পিস ক্যালেন্ডারের উৎপাদিত পণ্যের ব্যয় নির্ণয় কর। ৪
গ. গেøারী আর্ট প্রেস-এর প্রতি পিস ক্যালেন্ডারের নিট পরিচালন মুনাফা/ক্ষতি নির্ণয় কর। ৪
৮নং প্রশ্নের সমাধান
ক. গেøারী আর্ট প্রেস এর মুখ্য ব্যয় নির্ণয় :
বিবরণ টাকা টাকা
কাগজ ক্রয় ১,১০,০০০
কাগজের বহন খরচ ২,০০০
শ্রমিকের মজুরি ২০,০০০
মুখ্য ব্যয় ১,৩২,০০০
উত্তর : গেøারী আর্ট প্রেস এর মুখ্য ব্যয় ১,৩২,০০০ টাকা।
খ. গেøারী আর্ট প্রেস
উৎপাদন ব্যয় বিবরণী
২০১৪ সালের সমাপ্ত বছরের জন্য
বিবরণ টাকা টাকা
মুখ্য ব্যয় (ক নং হতে আনীত) ১,৩২,০০০
যোগ : কারখানা উপরিব্যয়
কারখানা ভাড়া ১০,০০০
যন্ত্রপাতি অবচয় ৫,০০০
কারখানার বিদ্যুৎ খরচ ৬,৫০০
২১,৫০০
উৎপাদন ব্যয় ১,৫৩,৫০০
প্রতি পিস ক্যালেন্ডারের উৎপাদিত পণ্যের ব্যয় (১,৫৩,৫০০ ৫,০০০) ৩০৭০
উত্তর : গেøারী আর্ট প্রেসের প্রতি পিস ক্যালেন্ডারের উৎপাদন ব্যয় ৩০৭০ টাকা।
গ.
গেøারী আর্ট প্রেস
বিশদ আয় বিবরণী
২০১৪ সালের সমাপ্ত বছরের জন্য
বিবরণ টাকা টাকা টাকা
বিক্রয় (৫,০০০ ৪০) ২,০০,০০০
বাদ : উৎপাদন ব্যয় (খ নং হতে আনীত) ১,৫৩,৫০০
মোট মুনাফা ৪৬,৫০০
বাদ : পরিচালন ব্যয় :
প্রশাসনিক উপরিব্যয় :
অফিস ভাড়া ১২,০০০
ব্যবস্থাপকের সম্মানী ২,৫০০
১৪,৫০০
বিক্রয় উপরিব্যয় :
বিক্রয় ও বিতরণ খরচ ২,০০০
১৬,৫০০
নিট পরিচালন মুনাফা ৩০,০০০
প্রতি পিস ক্যালেন্ডারের নিট পরিচালন মুনাফা (৩০,০০০ ৫,০০০) ৬
উত্তর : প্রতি পিস ক্যালেন্ডারের নিট পরিচালন মুনাফা ৬ টাকা।
প্রশ্ন -৯ ল্ফ শাপলা গার্মেন্টস শার্ট উৎপাদন ও বিক্রয় করে। ২০০ পিস শার্টের ব্যয় নিম্নরূপ :
টাকা
কাঁচামালের মজুদ (১-১-২০১৪) ১৫,০০০
কাঁচামালের মজুদ (৩১-১২-২০১৪) ১০,০০০
কাঁচামাল ক্রয় ৬০,০০০
প্রত্যক্ষ মজুরি ৪০,০০০
কারখানার উপরিব্যয় (প্রত্যক্ষ মজুরির ৭৫%)
প্রশাসনিক উপরিব্যয় ৮,০০০
বিক্রয় উপরিব্যয় ৭,০০০
ক. ব্যবহৃত কাঁচামালের ব্যয় নির্ণয় কর। ২
খ. ২০০ পিস শার্টের উৎপাদন ব্যয় নির্ণয় কর। ৪
গ. শাপলা গার্মেন্টস মোট ব্যয়ের উপর ২৫% মুনাফা করতে চাইলে প্রতিটি শার্টের বিক্রয়মূল্য কত ধার্য করতে হবে? ৪
৯নং প্রশ্নের সমাধান
ক. ব্যবহৃত কাঁচামালের ব্যয় নির্ণয় :
বিবরণ টাকা টাকা
কাঁচামালের মজুদ (১-১-১৪) ১৫,০০০
যোগ : কাঁচামাল ক্রয় ৬০,০০০
৭৫,০০০
বাদ : কাঁচামালের মজুদ (৩১-১২-১৪) ১০,০০০
ব্যবহৃত কাঁচামালের ব্যয় ৬৫,০০০
উত্তর : ব্যবহৃত কাঁচামালের ব্যয় ৬৫,০০০ টাকা।
খ. শাপলা গার্মেন্টস-এর
উৎপাদন ব্যয় বিবরণী
২০১৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য
বিবরণ টাকা টাকা
ব্যবহৃত কাঁচামালের ব্যয় (ক নং হতে আনীত) ৬৫,০০০
যোগ : প্রত্যক্ষ মজুরি ৪০,০০০
মুখ্য ব্যয় ১,০৫,০০০
যোগ : কারখানা উপরিব্যয় (৪০,০০০ ৭৫%) ৩০,০০০
২০০ পিস শার্টের উৎপাদন ব্যয় ১,৩৫,০০০
উত্তর : ২০০ পিস শার্টের উৎপাদন ব্যয় ১,৩৫,০০০ টাকা।
গ. শাপলা গার্মেন্টস-এর
বিক্রয়মূল্য বিবরণী
বিবরণ টাকা টাকা
উৎপাদন ব্যয় (খ নং হতে আনীত) ১,৩৫,০০০
যোগ : পরিচালন ব্যয়
প্রশাসনিক উপরিব্যয় ৮,০০০
বিক্রয় উপরিব্যয় ৭,০০০
১৫,০০০
মোট ব্যয় ১,৫০,০০০
যোগ : প্রত্যাশিত মুনাফা (১,৫০,০০০ ২৫%) ৩৭,৫০০
বিক্রয়মূল্য ১,৮৭,৫০০
প্রতিটি শার্টের বিক্রয়মূল্য (১,৮৭,৫০০ ২০০) ৯৩৭.৫০
উত্তর : প্রতিটি শার্টের বিক্রয়মূল্য ৯৩৭৫০ টাকা।
প্রশ্ন -১১ ল্ফ শাপলা ফুড প্রোডাক্টস-এর ২০১৪ সালের ডিসেম্বর মাসের নিচের তথ্যাবলি সংগৃহীত হয়েছে :
(১) কাঁচামাল ১,০০,০০০ টাকা;
(২) মজুরি ৮০,০০০ টাকা;
(৩) প্রত্যক্ষ খরচ ২০,০০০ টাকা;
(৪) কারখানা উপরিব্যয় মুখ্য ব্যয়ের ২০%;
(৫) প্রশাসনিক ও বিক্রয় উপরিব্যয় মুখ্য ব্যয়ের ২৫%;
(৬) চলতি কাজের প্রারম্ভিক মজুদ ২০,০০০ টাকা;
(৭) চলতি কাজের সমাপনী মজুদ ১০,০০০ টাকা;
(৮) উৎপাদিত পণ্যের প্রারম্ভিক মজুদ ৭০,০০০ টাকা;
(৯) উৎপাদিত পণ্যের সমাপনী মজুদ ২০,০০০ টাকা;
(১০) বিক্রয় ৫,০০,০০০ টাকা।
ক. মুখ্য ব্যয় নির্ণয় কর। ২
খ. উৎপাদিত পণ্যের ব্যয় নির্ণয় কর। ৪
গ. ‘শাপলা ফুড প্রোডাক্টস’-এর বিক্রিত পণ্যের ব্যয় এবং নিট পরিচালন মুনাফা নির্ণয় কর। ৪
১১নং প্রশ্নের সমাধান
ক. শাপলা ফুড প্রোডাক্টস এর মুখ্য ব্যয় নির্ণয় :
বিবরণ টাকা টাকা
কাঁচামাল ১,০০,০০০
মজুরি ৮০,০০০
প্রত্যক্ষ খরচ ২০,০০০
মুখ্য ব্যয় ২,০০,০০০
উত্তর : মুখ্য ব্যয় ২,০০,০০০ টাকা।
খ. শাপলা ফুড প্রোডাক্টস-এর
উৎপাদিত পণ্যের ব্যয় বিবরণী
৩১ ডিসেম্বর ২০১৪ তারিখের সমাপ্ত বছরের জন্য
ব্যয়ের উপাদান টাকা টাকা
মুখ্য ব্যয় (ক নং হতে আনীত) ২,০০,০০০
যোগ : কারখানা উপরিব্যয় (২,০০,০০০ ২০%) ৪০,০০০
উৎপাদিত ব্যয় ২,৪০,০০০
যোগ : চলতি কাজের প্রারম্ভিক মজুদ ২০,০০০
২,৬০,০০০
বাদ : চলতি কাজের সমাপনী মজুদ ১০,০০০
উৎপাদিত পণ্যের ব্যয় ২,৫০,০০০
উত্তর : শাপলা ফুড প্রোডাক্টস এর উৎপাদিত পণ্যের ব্যয় ২,৫০,০০০ টাকা।
গ. শাপলা ফুড প্রোডাক্টস-এর
বিক্রীত পণ্যের ব্যয় বিবরণী
২০১৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য
বিবরণ টাকা
তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ ৭০,০০০
যোগ : উৎপাদিত পণ্যের ব্যয় (খ নং হতে আনীত) ২,৫০,০০০
বিক্রয়যোগ্য পণ্য ৩,২০,০০০
বাদ : তৈরি পণ্যের সমাপনী মজুদ ২০,০০০
বিক্রীত পণ্যের ব্যয় ৩,০০,০০০
শাপলা ফুড প্রোডাক্টস
বিশদ আয় বিবরণী
৩১ ডিসেম্বর ২০১৪ তারিখে সমাপ্ত বছরের জন্য
বিবরণ টাকা
বিক্রয় ৫,০০,০০০
বাদ : বিক্রীত পণ্যের ব্যয় ৩,০০,০০০
মোট লাভ ২,০০,০০০
বাদ : প্রশাসনিক ও বিক্রয় উপরিব্যয় (২,০০,০০০ ২৫%) ৫০,০০০
নিট পরিচালন মুনাফা ১,৫০,০০০
উত্তর : শাপলা ফুড প্রোডাক্টস এর বিক্রীত পণ্যের ব্যয় ৩,০০,০০০ টাকা এবং নিট পরিচালন মুনাফা ১,৫০,০০০ টাকা।