নবম-দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান চতুর্থ অধ্যায় মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন সৃজনশীল প্রশ্ন ও উত্তর

চতুর্থ অধ্যায়
মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন

 লেনদেনের শ্রেণিবিভাগ
ব্যবসায়ের সকল লেনদেন দুই ভাগে বিভক্ত : (১) মূলধন জাতীয় লেনদেন ও (২) মুনাফা জাতীয় লেনদেন।

 মূলধন জাতীয় লেনদেন
যে সমস্ত লেনদেনের ফল বর্তমান বছরেই শেষ হয়ে যায় না অর্থাৎ ফল অধিক সময় ধরে ভোগ করা যায় তাকে মূলধন জাতীয় লেনদেন বলে। এই ধরনের লেনদেন প্রধানত দুই প্রকার (১) মূলধন জাতীয় প্রাপ্তি/আয় এবং (২) মূলধন জাতীয় ব্যয়।
(১) মূলধন জাতীয় প্রাপ্তি / আয় : যে সকল প্রাপ্তি অনিয়মিত, টাকার পরিমাণ বড় এবং এক বছরের অধিক সময় ধরে ভোগ করা যায় তাকে মূলধন জাতীয় প্রাপ্তি বলে। যেমন : মালিক কর্তৃক ব্যবসায়ে মূলধন আনয়ন, ব্যাংক হতে ঋণগ্রহণ, স্থায়ী সম্পত্তির বিক্রয়লব্ধ অর্থ ইত্যাদি। পক্ষান্তরে মূলধন জাতীয় আয় মূলধন জাতীয় প্রাপ্তিরই একটা অংশ। নিয়মিত ব্যবসায়িক আয় ছাড়া অন্যান্য আয়কে মূলধন জাতীয় আয় বলা হয়। যেমন : স্থায়ী সম্পত্তির বিক্রয়জনিত লাভ।
(২) মূলধন জাতীয় ব্যয় : যে সকল ব্যয় অনিয়মিত, টাকার পরিমাণ বড় এবং এক বছরের অধিক সময় ধরে ভোগ করা যায় তাকে মূলধন জাতীয় ব্যয় বলে। স্থায়ী সম্পদ (জমি, আসবাবপত্র, যন্ত্রপাতি ইত্যাদি) ক্রয়, স্থায়ী সম্পদ ক্রয় সম্পর্কিত অন্যান্য খরচ যেমন : সম্পদ ক্রয়ের আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, পরিবহন খরচ, সংস্থাপন ব্যয় প্রভৃতি মূলধন জাতীয় ব্যয় হিসেবে গণ্য।
 মুনাফা জাতীয় লেনদেন
যে সকল লেনদেন হতে স্বল্পমেয়াদি সুবিধা পাওয়া যায়, লেনদেনের টাকার অঙ্কের পরিমাণ অপেক্ষাকৃত ছোট কিন্তু নিয়মিত সংঘটিত হয় তাকে মুনাফা জাতীয় লেনদেন বলে। এ ধরনের লেনদেন প্রধানত দুই প্রকার (১) মুনাফা জাতীয় প্রাপ্তি বা আয় (২) মুনাফা জাতীয় ব্যয়।
(১) মুনাফা জাতীয় প্রাপ্তি বা আয় : যে সকল প্রাপ্তি নির্দিষ্ট সময় পর পর অর্থাৎ নিয়মিত আদায় হয়, যা দ্বারা প্রতিষ্ঠানের দৈনন্দিন যাবতীয় ব্যয় মেটানো হয় এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই উপযোগিতা শেষ হয়ে যায় তাকে মুনাফা জাতীয় প্রাপ্তি বলে। যেমন : পণ্য বিক্রয়লব্ধ অর্থ, বিনিয়োগের সুদ, প্রাপ্ত কমিশন ইত্যাদি। মুনাফা জাতীয় প্রাপ্তি ও মুনাফা জাতীয় আয় একই অর্থবোধক মনে হলেও পার্থক্য বিদ্যমান। অর্থাৎ মুনাফা জাতীয় প্রাপ্তির সম্পূর্ণ অর্থই একটি নির্দিষ্ট সময়ের মুনাফা জাতীয় আয় হয় না। ধরা যাক হিসাবকাল ২০১৪ তে ভাড়া পাওয়া গেল ৫০,০০০ টাকা কিন্তু এর মধ্যে ১০,০০০ টাকা আগামী বছরের। এক্ষেত্রে ২০১৪ সালের মুনাফা জাতীয় প্রাপ্তি ৫০,০০০ টাকা এবং মুনাফা জাতীয় আয় ৪০,০০০ টাকা।
(২) মুনাফা জাতীয় ব্যয় : ব্যবসায়ের দৈনন্দিন কার্য সম্পাদনের জন্য নিয়মিত যে সকল ব্যয় নির্দিষ্ট সময় পর পর সংঘটিত হয় এবং স্বল্প সময়ের মধ্যেই উপযোগিতা নিঃশেষ হয়ে যায় তাকে মুনাফা জাতীয় ব্যয় বলা হয়। যেমন : পণ্য ক্রয়, ভাড়া, বেতন, বিজ্ঞাপন খরচ, মজুরি ইত্যাদি।
 মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের পার্থক্য

 মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন পার্থক্যকরণের প্রয়োজনীয়তা
একজন ব্যক্তি বা ব্যবসায়ীকে প্রতিবছর বা নির্দিষ্ট সময় শেষে ব্যবসায়িক লেনদেনের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা জানতে হয়।
এ সকল আর্থিক ফলাফল ও অবস্থা জানার জন্য ব্যবসায় প্রতিষ্ঠানকে বিশদ আয় বিবরণী, মালিকানা স্বত্ব বিবরণী ও আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে হয়। বিশদ আয় বিবরণী হতে ব্যবসায়ের লাভ বা ক্ষতির পরিমাণ, মালিকানা স্বত্ব বিবরণী থেকে ব্যবসায় হতে মালিকের পাওনার পরিমাণ এবং আর্থিক অবস্থার বিবরণী হতে সম্পদ ও দায়ের পরিমাণ জানা যায়। আর এসব বিবরণী সঠিকভাবে প্রস্তুত করার জন্য মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন সঠিকভাবে চিহ্নিত করা প্রয়োজন।

 মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের প্রভাব
শুধুমাত্র মুনাফা জাতীয় আয় ও ব্যয়ের ভিত্তিতে বিশদ আয় বিবরণী প্রস্তুত করে ব্যবসায়ের লাভ-ক্ষতির পরিমাণ নির্ণয় করা হয়। অপরদিকে শুধুমাত্র মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় ব্যয়ের ভিত্তিতে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করে সম্পদ, দায় ও মালিকানা স্বত্বের পরিমাণ নির্ণয় করা হয়। এই দুই ধরনের লেনদেন সঠিকভাবে আর্থিক বিবরণীতে লিপিবদ্ধ করা না হলে কখনই ব্যবসায়ের প্রকৃত লাভ-ক্ষতি এবং সম্পদ, দায় ও মালিকানা স্বত্বের পরিমাণ জানা যাবে না।
 বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়
মুনাফা জাতীয় হওয়া সত্তে¡ও নির্দিষ্ট হিসাব বছরে সীমাবদ্ধ না থেকে একাধিক বছরসমূহে সুবিধা পাওয়া যায় বলেই এই ব্যয়কে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলা হয়। অত্যাধিক বিজ্ঞাপন ব্যয়, প্রাথমিক খরচাবলি, গবেষণা ব্যয়, কারখানা স্থানান্তর খরচ, পণ্যের গবেষণা খরচ ও উন্নয়ন ব্যয় ইত্যাদি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের উদাহরণ।

অনুশীলনীর সৃজনশীল প্রশ্ন ও সমাধান

প্রশ্ন -১  ২০১৪ সালে সুরাইয়া বেগমের ব্যবসায়ের লেনদেনের কিছু অংশ নিম্নরূপ :
লেনদেনের বিবরণ টাকা
ব্যবসায়ে মূলধন বিনিয়োগ ৫,০০,০০০
যন্ত্রপাতি ক্রয় ১,৫০,০০০
ব্যাংক থেকে ঋণ গ্রহণ ৩,০০,০০০
পণ্য ক্রয় ১০,০০,০০০
কর্মচারীর বেতন প্রদান ৩,৮০,০০০
বিদ্যুৎ ও টেলিফোন বিল প্রদান ১২,০০০
যন্ত্রপাতির অবচয় ১৫,০০০
আগুনে বিনষ্ট পণ্যের পরিমাণ ২,০০০
ভাড়া প্রদান (যার মধ্যে ৩,০০০ টাকা ২০১৫ সনের জন্য) ৪০,০০০
কমিশন প্রাপ্তি (যার মধ্যে ৪,০০০ টাকা ২০১৫ সনের জন্য) ৫০,০০০
পণ্য বিক্রয় ২০,০০,০০০

ক. মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ কত?
খ. মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয়ের মোট পরিমাণ কত?
গ. বৎসরান্তে সুরাইয়া বেগমের মালিকানা স্বত্বের পরিমাণ কত?
 ১নং প্রশ্নের সমাধান 
ক. সুরাইয়া বেগমের মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় :
বিবরণ টাকা টাকা
ব্যবসায়ে মূলধন বিনিয়োগ ৫,০০,০০০
ব্যাংক থেকে ঋণ গ্রহণ ৩,০০,০০০
মূলধন জাতীয় মোট প্রাপ্তি ৮,০০,০০০
উত্তর : মূলধন জাতীয় প্রাপ্তি ৮,০০,০০০ টাকা।
খ. সুরাইয়া বেগমের মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয়ের মোট পরিমাণ নির্ণয় :
বিবরণ টাকা টাকা
মুনাফা জাতীয় আয় :
বিক্রয়

২০,০০,০০০
কমিশন প্রাপ্তি ৫০,০০০
বাদ : অগ্রিম ৪,০০০
৪৬,০০০
মুনাফা জাতীয় মোট আয় ২০,৪৬,০০০
মুনাফা জাতীয় ব্যয় :
ক্রয়
১০,০০,০০০
কর্মচারীর বেতন প্রদান ৩,৮০,০০০
বিদ্যুৎ ও টেলিফোন বিল প্রদান ১২,০০০
যন্ত্রপাতির অবচয় ১৫,০০০
আগুনে বিনষ্ট পণ্যের পরিমাণ ২,০০০
ভাড়া প্রদান ৪০,০০০
বাদ : অগ্রিম ৩,০০০
৩৭,০০০
মুনাফা জাতীয় মোট ব্যয় ১৪,৪৬,০০০
উত্তর : মুনাফা জাতীয় আয় ২০,৪৬,০০০ টাকা এবং মুনাফা জাতীয় ব্যয় ১৪,৪৬,০০০ টাকা।
গ. সুরাইয়া বেগমের মালিকানা স্বত্বের পরিমাণ নির্ণয় :
বিবরণ টাকা টাকা
ব্যবসায়ে মূলধন বিনিয়োগ ৫,০০,০০০
যোগ : মুনাফা জাতীয় আয় (খ নং হতে আনীত) ২০,৪৬,০০০
২৫,৪৬,০০০
বাদ : মুনাফা জাতীয় ব্যয় (খ নং হতে আনীত) ১৪,৪৬,০০০
মালিকানা স্বত্বের পরিমাণ ১১,০০,০০০
উত্তর : বৎসরান্তে সুরাইয়া বেগমের মালিকানা স্বত্বের পরিমাণ ১১,০০,০০০ টাকা।
প্রশ্ন-২ ল্ফ জনাব অভিজিৎ দত্তের ব্যবসায়ের ২০১৪ সালের এপ্রিল মাসে নিম্নোক্ত লেনদেনসমূহ সংঘটিত হয়েছে-
এপ্রিল ১ ধানমণ্ডি হতে মতিঝিলে ব্যবসায় স্থানান্তর বাবদ ব্যয় ১২,০০০ টাকা।
এপ্রিল ২ মনিহারি দ্রব্যাদি ক্রয় ১,০০০ টাকা।
এপ্রিল ৪ নতুন মেশিন ক্রয় ৪০,০০০ টাকা।
এপ্রিল ৪ নতুন মেশিন সংস্থাপন ব্যয় ২,৫০০ টাকা।
এপ্রিল ৫ পুরাতন কম্পিউটার মেরামত ব্যয় ১,০০০ টাকা।
এপ্রিল ১২ অফিসের গাড়ির জন্য নতুন ব্যাটারী ও টায়ার ক্রয় ২৫,০০০ টাকা।
ক. বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ কত?
খ. মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ কত?
গ. ৪ তারিখে ক্রীত মেশিন ৪৫,০০০ টাকায় বিক্রয় করা হলে, মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় আয়ের পরিমাণ কত?
 ২নং প্রশ্নের সমাধান 
ক. বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় :
তারিখ বিবরণ টাকা টাকা
২০১৪
এপ্রিল ১ ধানমণ্ডি হতে মতিঝিলে ব্যবসায় স্থানান্তর বাবদ ব্যয়
বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় ১২,০০০
১২,০০০
উত্তর : বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় ১২,০০০ টাকা।
খ. জনাব অভিজিৎ দত্তের মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় :
তারিখ বিবরণ টাকা টাকা
২০১৪
এপ্রিল ৪
নতুন মেশিন ক্রয়
৪০,০০০
এপ্রিল ৪ নতুন মেশিন সংস্থাপন ব্যয় ২,৫০০
এপ্রিল ১২ অফিসের গাড়ির জন্য নতুন ব্যাটারি ও টায়ার ক্রয় ২৫,০০০
মূলধন জাতীয় মোট ব্যয় ৬৭,৫০০
উত্তর : মূলধন জাতীয় ব্যয় ৬৭,৫০০ টাকা।
গ. ক্রীত মেশিন ৪৫,০০০ টাকায় বিক্রির ক্ষেত্রে মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় :
বিবরণ টাকা টাকা
মূলধন জাতীয় প্রাপ্তি :
ক্রীত মেশিন বিক্রয় ৪৫,০০০
মূলধন জাতীয় প্রাপ্তি ৪৫,০০০
বাদ : মূলধন জাতীয় ব্যয়ের (মেশিনের) বহির্মূল্য
মেশিন ক্রয় ৪০,০০০
মেশিন সংস্থাপন ব্যয় ২,৫০০
মূলধন জাতীয় ব্যয়ের বহির্মূল্য ৪২,৫০০
মূলধন জাতীয় আয় ২,৫০০
উত্তর : ক্রীত মেশিনটি ৪৫,০০০ টাকায় বিক্রি করা হলে মূলধন জাতীয় প্রাপ্তি হবে ৪৫,০০০ টাকা ও মূলধন জাতীয় আয় হবে ২,৫০০ টাকা।
প্রশ্ন -৩ ল্ফ জনাব রেহানা সুলতানা ঢাকার উত্তরায় একটি রেস্টুরেন্ট পরিচালনা করেন। তাঁর রেস্টুরেন্টের কতিপয় লেনদেন নিম্নরূপ-
 রেস্টুরেন্টের জন্য ২৫ ডজন তৈজসপত্র ক্রয় ৮০,০০০ টাকা।
 রেস্টুরেন্টের সাজসজ্জা বৃদ্ধিকরণ ব্যয় ২০,০০০ টাকা।
 রেস্টুরেন্টের প্রচারণা বাবদ ব্যয় করা হলো ৩,০০০ টাকা।
 রেস্টুরেন্টের মালামাল আনয়নের ভ্যানগাড়ি মেরামত ১,০০০ টাকা।
 রেস্টুরেন্টের জন্মদিনের অনুষ্ঠান আয়োজন বাবদ বিল আদায় হলো ২২,০০০ টাকা।
 রেস্টুরেন্টের নষ্ট রেফ্রিজারেটর চালুর জন্য নতুন কমপ্রেসার ক্রয় ৮,০০০ টাকা এবং কালার ¯েপ্র খরচ হলো ২,০০০ টাকা।
 রেস্টুরেন্টের কর্মচারীদের বেতন প্রদান ৯,০০০ টাকা।
 গ্রাহকদের সেবা প্রদানের দ্বারা প্রাপ্তি ২৫,০০০ টাকা।
 রেস্টুরেন্ট ভাড়া প্রদান ৫,০০০ টাকা।
ক. জনাব রেহানা সুলতানার মুনাফা জাতীয় আয়ের মোট পরিমাণ কত?
খ. জনাব রেহানা সুলতানার মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় কর।
গ. জনাব রেহানা সুলতানার মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় কর।
 ৩নং প্রশ্নের সমাধান 
ক. জনাব রেহানা সুলতানার মুনাফা জাতীয় আয়ের মোট পরিমাণ নির্ণয় :
বিবরণ টাকা টাকা
জন্মদিনের অনুষ্ঠানে আয়োজন বাবদ বিল আদায় ২২,০০০
গ্রাহকদের সেবা প্রদানের দ্বারা প্রাপ্তি ২৫,০০০
মুনাফা জাতীয় মোট আয় ৪৭,০০০
উত্তর : জনাব রেহানা সুলতানার মুনাফা জাতীয় আয় ৪৭,০০০ টাকা।
খ. জনাব রেহানা সুলতানার মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় :
বিবরণ টাকা টাকা
রেস্টুরেন্টের প্রচারণা বাবদ ব্যয় ৩,০০০
ভ্যান গাড়ি মেরামত ১,০০০
কর্মচারীদের বেতন প্রদান ৯,০০০
রেস্টুরেন্ট ভাড়া প্রদান ৫,০০০
মুনাফা জাতীয় মোট ব্যয় ১৮,০০০
উত্তর : জনাব রেহানা সুলতানার মুনাফা জাতীয় মোট ব্যয় ১৮,০০০ টাকা।
গ. জনাব রেহানা সুলতানার মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় :
বিবরণ টাকা টাকা
২৫ ডজন তৈজসপত্র ক্রয় ৮০,০০০
সাজসজ্জা বৃদ্ধিকরণ ব্যয় ২০,০০০
কমপ্রেসার ক্রয় ৮,০০০
কালার ¯েপ্র খরচ ২,০০০
মূলধন জাতীয় মোট ব্যয় ১,১০,০০০
উত্তর : জনাব রেহানা সুলনাতার মূলধন জাতীয় ব্যয় ১,১০,০০০ টাকা।
প্রশ্ন-৪ ল্ফ জনাব নাছিমা খানের ব্যবসায় প্রতিষ্ঠানের জুন, ২০১৪ মাসের কতিপয় লেনদেন নিম্নরূপ :
ব্যবসায়ের মূলধন আনয়ন ২,৫০,০০০ টাকা
পণ্য ক্রয় ৭,০০,০০০ টাকা
বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্রয় ৪,০০,০০০ টাকা
বিনিয়োগের সুদ প্রাপ্তি ৪,০০০ টাকা
আসবাবপত্র বিক্রয়জনিত লাভ ২,৪০০ টাকা
আমদানী শুল্ক পরিশোধ ৫,০০০ টাকা
ব্যাংক হতে ঋণ গ্রহণ ৭,৫০,০০০ টাকা
পণ্য বিক্রয় ৩০,০০০ টাকা
শিক্ষানবিস সেলামি ৪০,০০০ টাকা
ক. জনাব নাছিমা খানের নিয়মিত খরচের পরিমাণ কত?
খ. জনাব নাছিমা খানের যে সকল লেনদেন বিশদ আয় বিবরণীতে অন্তর্ভুক্ত হবে তার পরিমাণ নির্ণয় কর।
গ. জনাব নাছিমা খানের মূলধন জাতীয় প্রাপ্তি এবং মুনাফা জাতীয় প্রাপ্তির মোট পরিমাণ নিরূপণ কর।
 ৪নং প্রশ্নের সমাধান 
ক. জনাব নাছিমা খানের নিয়মিত খরচের পরিমাণ নির্ণয় :
বিবরণ টাকা টাকা
পণ্য ক্রয়
আমদানি শুল্ক পরিশোধ ৭,০০,০০০
৫,০০০
মোট খরচ ৭,০৫,০০০
উত্তর : জনাব নাছিমা খানের নিয়মিত খরচ ৭,০৫,০০০ টাকা।
খ. জনাব নাছিমা খানের যে সকল লেনদেন বিশদ আয় বিবরণীতে অন্তর্ভুক্ত হবে তার পরিমাণ নির্ণয় :
বিবরণ টাকা টাকা
পণ্য ক্রয় ৭,০০,০০০
বিনিয়োগের সুদ প্রাপ্তি ৪,০০০
আসবাবপত্র বিক্রয়জনিত লাভ ২,৪০০
আমদানি শুল্ক পরিশোধ ৫,০০০
পণ্য বিক্রয় ৩০,০০০
শিক্ষানবিস সেলামি ৪০,০০০
মোট ৭,৮১,৪০০
উত্তর : জনাব নাছিমা খানের বিশদ আয় বিবরণীতে ৭,৮১,৪০০ টাকার লেনদেন অন্তর্ভুক্ত হবে।
গ. জনাব নাছিমা খানের মূলধন জাতীয় প্রাপ্তি এবং মুনাফা জাতীয় প্রাপ্তির মোট পরিমাণ নির্ণয় :
বিবরণ টাকা টাকা
মূলধন জাতীয় প্রাপ্তি :
ব্যবসায়ে মূলধন আনয়ন ২,৫০,০০০
ব্যাংক থেকে ঋণ গ্রহণ ৭,৫০,০০০
মূলধন জাতীয় মোট প্রাপ্তি ১০,০০,০০০
মুনাফা জাতীয় প্রাপ্তি :
বিনিয়োগের সুদ প্রাপ্তি ৪,০০০
পণ্য বিক্রয় ৩০,০০০
শিক্ষানবিস সেলামি ৪০,০০০
মুনাফা জাতীয় মোট প্রাপ্তি ৭৪,০০০
উত্তর : জনাব নাছিমা খানের মূলধন জাতীয় প্রাপ্তি ১,০০,০০০ টাকা এবং মুনাফা জাতীয় প্রাপ্তি ৭৪,০০০ টাকা।
প্রশ্ন -৫ ল্ফ রহমান ও রতন লাল সাহা দুই বন্ধু মিলে একটি চেইন শপ চালু করেন। উক্ত শপের কিছু সংখ্যক লেনদেন নিচে দেয়া হলো :
২০১৪
মে ৪ : ধারে পণ্য ক্রয় ৫০,০০০ টাকা
মে ৭ : দোকানের সাজসজ্জার পরিবর্তন ব্যয় ১,০০,০০০ টাকা
মে ১০ : পরিবহন ব্যয় ১,৫০০ টাকা
মে ১২ : পণ্য বিক্রয় ১৮,০০০ টাকা
মে ১৫ : বাট্টা প্রদান ৭০০ টাকা
মে ১৬ : ধারে পণ্য বিক্রয় ২২,০০০ টাকা
মে ২০ : দোকানের জন্য ফ্রিজ ক্রয় ৪৫,০০০ টাকা
মে ২২ : বিদ্যুৎ বিল পরিশোধ ১,২০০ টাকা
মে ২৫ : কমিশন প্রাপ্তি ৩,০০০ টাকা
মে ৩০ : লভ্যাংশ প্রাপ্তি ২,০০০ টাকা
ক. উপর্যুক্ত তথ্যাদি হতে মূলধন জাতীয় লেনদেনের মোট পরিমাণ নির্ণয় কর।
খ. উক্ত দোকানের মে মাসের মোট মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় কর।
গ. উক্ত দোকানের মে মাসের মোট মুনাফা জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় কর।
 ৫নং প্রশ্নের সমাধান 
ক. রহমান ও রতন লাল সাহার দোকানের মূলধন জাতীয় লেনদেনের মোট পরিমাণ নির্ণয় :
বিবরণ টাকা টাকা
দোকানের সাজসজ্জার পরিবর্তন ব্যয় ১,০০,০০০
দোকানের জন্য ফ্রিজ ক্রয় ৪৫,০০০
মোট ১,৪৫,০০০
উত্তর : মূলধন জাতীয় লেনদেনের মোট পরিমাণ ১,৪৫,০০০ টাকা।
খ. রহমান ও রতন লাল সাহার দোকানের মে মাসের মোট মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় :
বিবরণ টাকা টাকা
ধারে পণ্য ক্রয় ৫০,০০০
পরিবহন ব্যয় ১,৫০০
বাট্টা প্রদান ৭০০
বিদ্যুৎ বিল পরিশোধ ১,২০০
মুনাফা জাতীয় মোট ব্যয় ৫৩,৪০০
উত্তর : রহমান ও রতন লাল সাহার দোকানের মে মাসের মুনাফা জাতীয় ব্যয় ৫৩,৪০০ টাকা।
গ. রহমান ও রতন লাল সাহার দোকানের মে মাসের মোট মুনাফা জাতীয় আয়ের পরিমাণ :
বিবরণ টাকা টাকা
পণ্য বিক্রয় ১৮,০০০
ধারে পণ্য বিক্রয় ২২,০০০
কমিশন প্রাপ্তি ৩,০০০
লভ্যাংশ প্রাপ্তি ২,০০০
মুনাফা জাতীয় মোট আয় ৪৫,০০০
উত্তর : রহমান ও রতন লাল সাহার দোকানের মে মাসের মুনাফা জাতীয় আয় ৪৫,০০০ টাকা।

প্রশ্ন -৬ ল্ফ জনাব রহমানের ব্যবসায়ে মার্চ, ২০১৪ সালের কতিপয় লেনদেন নিম্নরূপ ঃ
হিসাবের নাম টাকা
ব্যবসায় মূলধন আনয়ন ৪,০০,০০০
পণ্য ক্রয় ৩,৫০,০০০
একটি ফ্রিজ ক্রয় ৪৫,০০০
ফ্যান ক্রয় ২,০০০
প্রদত্ত ঋণের সুদ প্রাপ্তি ৫,০০০
একটি পুরানো ফ্রিজ বিক্রয়জনিত লাভ ২,৫০০
ক্রয় পরিবহন ৫,০০০
ব্যাংক হতে ঋণ গ্রহণ ২,৫০,০০০
কমিশন প্রদান ৩,০০০
পণ্য বিক্রয় ৪,২৫,০০০
ব্যাংক চার্জ ১,০০০
শিক্ষানবিস সেলামি ৪০,০০০

ক. জনাব রহমানের মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ কত? ২
খ. জনাব রহমানের ব্যবসায়ের যে সকল লেনদেন বিশদ আয় বিবরণীতে অন্তর্ভুক্ত হবে তার পরিমাণ নির্ণয় কর। ৪
গ. জনাব রহমানের মূলধন জাতীয় প্রাপ্তি ও মুনাফা জাতীয় প্রাপ্তির পরিমাণের মধ্যে পার্থক্য নির্ণয় কর। ৪
 ৬নং প্রশ্নের সমাধান 
ক. জনাব রহমানের মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় :
বিবরণ টাকা টাকা
ফ্রিজ ক্রয় ৪৫,০০০
ফ্যান ক্রয় ২,০০০
মোট মূলধন জাতীয় ব্যয় ৪৭,০০০
উত্তর : জনাব রহমানের মূলধন জাতীয় ব্যয় ৪৭,০০০ টাকা।
খ. যে সকল লেনদেন জনাব রহমানের বিশদ আয় বিবরণীতে অন্তর্ভুক্ত হবে তার পরিমাণ নির্ণয় :
বিবরণ টাকা টাকা
পণ্য ক্রয় ৩,৫০,০০০
প্রদত্ত ঋণের সুদ প্রাপ্তি ৫,০০০
ক্রয় পরিবহন ৫,০০০
কমিশন প্রদান ৩,০০০
পণ্য বিক্রয় ৪,২৫,০০০
ব্যাংক চার্জ ১,০০০
শিক্ষানবিস সেলামি ৪০,০০০
মোট পরিমাণ ৮,২৯,০০০
উত্তর : জনাব রহমানের বিশদ আয় বিবরণীতে মোট ৮,২৯,০০০ টাকার লেনদেন অন্তর্ভুক্ত হবে।
গ. জনাব রহমানের মূলধন জাতীয় প্রাপ্তি ও মুনাফা জাতীয় প্রাপ্তি পরিমাণের মধ্যে পার্থক্য নির্ণয় :
বিবরণ টাকা টাকা
মূলধন জাতীয় প্রাপ্তি :
ব্যবসায় মূলধন আনয়ন ৪,০০,০০০
ব্যাংক হতে ঋণ গ্রহণ ২,৫০,০০০
মোট মূলধন জাতীয় প্রাপ্তি ৬,৫০,০০০
মুনাফা জাতীয় প্রাপ্তি :
প্রদত্ত ঋণের সুদ প্রাপ্তি ৫,০০০
পণ্য বিক্রয় ৪,২৫,০০০
শিক্ষানবিস সেলামি ৪০,০০০
মোট মুনাফা জাতীয় প্রাপ্তি ৪,৭০,০০০
 মূলধন ও মুনাফা জাতীয় প্রাপ্তির পার্থক্য (৬,৫০,০০০  ৪,৭০,০০০) ১,৮০,০০০
উত্তর : জনাব রহমানের মূলধন জাতীয় প্রাপ্তি ও মুনাফা জাতীয় প্রাপ্তির পরিমাণের মধ্যে পার্থক্য ১,৮০,০০০ টাকা।
প্রশ্ন -৭ ল্ফ জনাব ইদ্রিস আলীর ব্যবসায়ের ২০১৪ সালের মার্চ নিম্নোক্ত লেনদেনসমূহ সংঘটিত হয়েছে :
২০১৪
মার্চ- ১ নতুন মেশিন ক্রয় ৫০,০০০ টাকা।
২ নতুন মেশিন সংস্থাপন ব্যয় ৪,০০০ টাকা।
৪ নিউ মার্কেট হতে ধানমণ্ডি ব্যবসায় স্থানান্তর ব্যয় ১৫,০০০ টাকা।
৮ পুরাতন কম্পিউটার মেরামত ব্যয় ২,০০০ টাকা।
১২ বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্রয় ২০,০০০ টাকা।
১৪ বিদ্যুৎ বিল পরিশোধ ২,০০০ টাকা।
১৬ বিজ্ঞাপন খরচ প্রদান (৩ বছরের জন্য) ১৮,০০০ টাকা।
২০ নতুন ক্রীত মেশিন মেরামত ব্যয় ৩,০০০ টাকা।
ক. বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় কর। ২
খ. মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় কর। ৪
গ. ১ তারিখে ক্রীত মেশিন ৬০,০০০ টাকায় বিক্রয় করা হলে, মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় আয়ের পরিমাণ কত হবে? ৪
 ৭নং প্রশ্নের সমাধান 
ক. বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় :
তারিখ বিবরণ টাকা টাকা
২০০৪
মার্চ ৪
নিউ মার্কেট হতে ধানমণ্ডি ব্যবসায় স্থানান্তর ব্যয়
১৫,০০০
” ১৬ বিজ্ঞাপন খরচ প্রদান (৩ বছরের জন্য) ১৮,০০০
বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় ৩৩,০০০
উত্তর : বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় ৩৩,০০০ টাকা।
খ. মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় :
তারিখ বিবরণ টাকা টাকা
২০১৪
মার্চ ১
নতুন মেশিন ক্রয়
৫০,০০০
” ২ নতুন মেশিন সংস্থাপন ব্যয় ৪,০০০
” ২০ নতুন ক্রীত মেশিন মেরামত ব্যয় ৩,০০০
মোট মূলধন জাতীয় ব্যয় ৫৭,০০০
উত্তর : মূলধন জাতীয় ব্যায়ের পরিমাণ ৫৭,০০০ টাকা।
গ. ক্রীত মেশিন ৬০,০০০ টাকায় বিক্রির ক্ষেত্রে মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় :
বিবরণ টাকা টাকা
মূলধন জাতীয় প্রাপ্তি :
মেশিন বিক্রয় ৬০,০০০
মূলধন জাতীয় প্রাপ্তি ৬০,০০০
বাদ : মূলধন জাতীয় ব্যয়ের (মেশিনের) বহির্মূল
মেশিনের ক্রয়মূল্য ৫০,০০০
নতুন মেশিন স্থাপন ব্যয় ৪,০০০
নতুন ক্রীত মেশিন মেরামত ব্যয় ৩,০০০
মূলধন জাতীয় ব্যয়ের বহির্মূল্য ৫৭,০০০
মূলধন জাতীয় আয় ৩,০০০
উত্তর : মেশিনটি ৬০,০০০ টাকায় বিক্রি করা হলে মূলধন জাতীয় প্রাপ্তি হবে ৬০,০০০ টাকা এবং মূলধন জাতীয় আয় হবে ৩,০০০ টাকা।

প্রশ্ন -৮ ল্ফ জনাব রফিকুল ইসলাম একজন ব্যবসায়ী। ২০১৫ সালের জুন মাসে তার ব্যবসায়ের লেনদেনগুলো ছিল নিম্নরূপ :
জুন ১ ব্যাংক হতে ১,০০,০০০ টাকা ঋণ গ্রহণ।
” ৫ নগদে পণ্য বিক্রয় ৫,০০০ টাকা।
” ১২ অফিসের জন্য বাকিতে আলমারি ক্রয় ২০,০০০ টাকা।
” ২৫ কর্মচারী রায়হানকে জুন মাসের বেতন পরিশোধ ৩,০০০ টাকা।
” ২৮ ব্যবসায়ের পুরাতন মোটর গাড়ি বিক্রয় ৭০,০০০ টাকা।
” ৩০ ব্যাংকে জমাকৃত অর্থের উপর সুদ প্রাপ্তি ৫০০ টাকা।
ক. জনাব রফিকুল ইসলামের মূলধন জাতীয় প্রাপ্তি কত? ২
খ. জনাব রফিকুল ইসলামের মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় কর। ৪
গ. উপর্যুক্ত লেনদেনগুলো দ্বারা প্রমাণ কর যে, অ = খ + ঊ. ৪
 ৮নং প্রশ্নের সমাধান 
ক. জনাব রফিকুল ইসলামের মূলধন জাতীয় প্রাপ্তি নির্ণয় :
তারিখ বিবরণ টাকা টাকা
২০১৫
জুন ১ ব্যাংক হতে ঋণ গ্রহণ ১,০০,০০০
” ২৮ অফিসের পুরাতন মোটর গাড়ি বিক্রয় ৭০,০০০
মূলধন জাতীয় মোট প্রাপ্তি ১,৭০,০০০
উত্তর : জনাব রফিকুল ইসলামের মূলধন জাতীয় প্রাপ্তি ১,৭০,০০০ টাকা।
খ. জনাব রফিকুল ইসলামের মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় :
বিবরণ টাকা টাকা
মুনাফা জাতীয় আয় :
পণ্য বিক্রয় ৫,০০০
ব্যাংকে জমাকৃত অর্থের উপর সুদ প্রাপ্তি ৫০০
মুনাফা জাতীয় মোট আয় ৫,৫০০
মুনাফা জাতীয় ব্যয় :
কর্মচারীকে বেতন পরিশোধ ৩,০০০
মুনাফা জাতীয় মোট ব্যয় ৩,০০০
উত্তর : জনাব রফিকুল ইসলামের মুনাফা জাতীয় আয় ৫,৫০০ টাকা ও মুনাফা জাতীয় ব্যয় ৩,০০০ টাকা।
গ. জনাব রফিকুল ইসলামের লেনদেনগুলো দ্বারা অ= খ + ঊ প্রমাণ করে দেখানো হলো :
তারিখ সম্পদ (অ) = দায় (খ) মালিকানা স্বত (ঊ) মন্তব্য
নগদ ব্যাংক আসবাবপত্র মোটরগাড়ি = প্রদেয় হিসাব ব্যাংক ঋণ
২০১৫ =
জুন ১ ১,০০,০০০ = ১,০০,০০০ ঋণ গ্রহণ
উদ্বৃত্ত ১,০০,০০০ = ১,০০,০০০
” ৫ ৫,০০০ = ৫,০০০ রেভিনিউ বা আয়
উদ্বৃত্ত ১,০৫,০০০ = ১,০০,০০০ ৫,০০০
” ১২ ২০,০০০ = ২০,০০০
উদ্বৃত্ত ১,০৫,০০০ ২০,০০০ = ২০,০০০ ১,০০,০০০ ৫,০০০
” ২৫  ৩,০০০ =  ৩,০০০ খরচ
উদ্বৃত্ত ১,০২,০০০ ২০,০০০ = ২০,০০০ ১,০০,০০০ ২,০০০
” ২৮ ৭০,০০০  ৭০,০০০ =
উদ্বৃত্ত ১,৭২,০০০ ২০,০০০  ৭০,০০০ = ২০,০০০ ১,০০,০০০ ২,০০০
” ৩০ ৫০০ = ৫০০ রেভিনিউ বা আয়
উদ্বৃত্ত ১,৭২,০০০ ৫০০ ২০,০০০  ৭০,০০০ = ২০,০০০ ১,০০,০০০ ২,৫০০
মোট ১,২২,৫০০ = ১,২২,৫০০
উপরের উদ্বৃত্ত থেকে দেখতে পাই, অ = খ + ঊ (প্রমাণিত)।

প্রশ্ন -৯ ল্ফ জনাব আতাউর রহমান বেঙ্গল ইঞ্জিনিয়ারিং ফার্ম-এর মালিক। ২০১৫ সালের ৩১ মার্চ বেঙ্গল ইঞ্জিনিয়ারিং ফার্ম এর হিসাবের বই থেকে নিম্নোক্ত তথ্য পাওয়া গেল :
১. ব্যবসায়ে মূলধন আনয়ন ৩,০০,০০০ টাকা
২. পুরাতন যন্ত্রপাতি বিক্রয় ৭৫,০০০ টাকা
৩. ভাড়া প্রদান ৭৫০ টাকা।
৪. বৈদ্যুতিক খরচ (যার মধ্যে আছে নতুন বিদ্যুৎ ক্যাবল ৬,০০০ টাকা) ৮,৭০০ টাকা।
৫. আনয়ন ভাড়া (যার মধ্যে ৫,০০০ টাকা আছে নতুন সিমেন্ট মিক্চার আনয়নে) ৭,৫০০ টাকা।
৬. ড্রিলিং মেশিন ক্রয় ৪,১০০ টাকা।
ক. মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ কত? ২
খ. মূলধন জাতীয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ কত? ৪
গ. জনাব আতাউর রহমানের মালিকানা স্বত্বের পরিমাণ নির্ণয় কর। ৪
 ৯নং প্রশ্নের সমাধান 
ক. জনাব আতাউর রহমানের মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় :
বিবরণ টাকা টাকা
ব্যবসায়ে মূলধন আনয়ন ৩,০০,০০০
পুরাতন যন্ত্রপাতি বিক্রয় ৭৫,০০০
মূলধন জাতীয় মোট প্রাপ্তি ৩,৭৫,০০০
উত্তর : মূলধন জাতীয় প্রাপ্তি ৩,৭৫,০০০ টাকা।
খ. জনাব আতাউর রহমানের মূলধন জাতীয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় :
বিবরণ টাকা টাকা
মূলধন জাতীয় ব্যয় :
নতুন বিদ্যুৎ ক্যাবল এর ব্যয় ৬,০০০
নতুন সিমেন্ট মিক্চার আনয়ন ব্যয় ৫,০০০
ড্রিলিং মেশিন ক্রয় ৪,১০০
মূলধন জাতীয় মোট ব্যয় ১৫,১০০
মুনাফা জাতীয় ব্যয় :
ভাড়া ৭৫০
বৈদ্যুতিক খরচ (৮,৭০০  ৬,০০০) ২,৭০০
আনয়ন ভাড়া (৭,৫০০  ৫,০০০) ২,৫০০
মুনাফা জাতীয় মোট ব্যয় ৫,৯৫০
উত্তর : জনাব আতাউর রহমানের মূলধন জাতীয় ব্যয় ১৫,১০০ টাকা এবং মুনাফা জাতীয় ব্যয় ৫,৯৫০ টাকা।
গ. জনাব আতাউর রহমানের মালিকানা স্বত্বের পরিমাণ নির্ণয় :
বিবরণ টাকা টাকা
ব্যবসায়ে মূলধন আনয়ন ৩,০০,০০০
বাদ : মুনাফা জাতীয় ব্যয় (খ নং হতে আনীত) ৫,৯৫০
মালিকানা স্বত্ব ২,৯৪,০৫০
উত্তর : জনাব আতাউর রহমানের মালিকানা স্বত্ব ২,৯৪,৫০০ টাকা।
প্রশ্ন-১০ ল্ফ সুবর্ণা এন্টারপ্রাইজ একটি পাইকারি ব্যবসায়ের প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি দু’তরফা দাখিলা পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করেন। ২০১৫ সালে প্রতিষ্ঠানটির লেনদেনগুলো ছিল নিম্নরূপ :
মালিক কর্তৃক সরবরাহকৃত মূলধন ৫০,০০০ টাকা
আসবাবপত্র ক্রয় ১৫,০০০ টাকা
বিনিয়োগের সুদ প্রাপ্তি ২,০০০ টাকা
বিদ্যুৎ সংযোগ ব্যয় ১৮,০০০ টাকা
বিজ্ঞাপন বাবদ এনটিভি কে প্রদান ২০,০০০ টাকা
প্রচারের জন্য সাইন বোর্ড লাগানো খরচ ৫,০০০ টাকা
ব্যাংক থেকে ঋণ গ্রহণ ৮,০০০ টাকা
একটি ডেলিভারি ভ্যান ক্রয় ৬০,০০০ টাকা
ক্রয়কৃত ডেলিভারি ভ্যানের পরিবহন খরচ ৩,০০০ টাকা
ক. ২০১৫ সালে সুবর্ণা এন্টারপ্রাইজের বিজ্ঞাপন ব্যয়ের পরিমাণ কত? ২
খ. সুবর্ণা এন্টারপ্রাইজের মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় ব্যয় নির্ণয় কর। ৪
গ. সুবর্ণা এন্টারপ্রাইজের ক্রয়কৃত ডেলিভারি ভ্যানটি ২৫,০০০ টাকায় বিক্রয় করলে মূলধন জাতীয় আয় বা ক্ষতির পরিমাণ কত হবে? ৪
 ১০নং প্রশ্নের সমাধান 
ক. সুবর্ণা এন্টারপ্রাইজের ২০১৫ সালের বিজ্ঞাপন ব্যয়ের পরিমাণ নির্ণয় :
বিবরণ টাকা টাকা
বিজ্ঞাপন বাবদ এনটিভি কে প্রদান ২০,০০০
প্রচারের জন্য সাইনবোর্ড লাগানোর খরচ ৫,০০০
মোট বিজ্ঞাপন ব্যয় ২৫,০০০
উত্তর : সুবর্ণা এন্টারপ্রাইজের ২০১৫ সালের বিজ্ঞাপন ব্যয় ২৫,০০০ টাকা।
খ. সুবর্ণা এন্টারপ্রাইজের মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় :
বিবরণ টাকা টাকা
মূলধন জাতীয় প্রাপ্তি :
মালিক কর্তৃক সরবরাহকৃত মূলধন ৫০,০০০
ব্যাংক থেকে ঋণ গ্রহণ
মূলধন জাতীয় মোট প্রাপ্তি ৮,০০০
৫৮,০০০
মূলধন জাতীয় ব্যয় :
আসবাবপত্র ক্রয়
১৫,০০০
বিদ্যুৎ সংযোগ ব্যয় ১৮,০০০
ডেলিভারি ভ্যান ক্রয় ৬০,০০০
ক্রয়কৃত ডেলিভারি ভ্যানের পরিবহন খরচ ৩,০০০
মূলধন জাতীয় মোট ব্যয় ৯৬,০০০
উত্তর : সুবর্ণা এন্টারপ্রাইজের মূলধন জাতীয় প্রাপ্তি ৫৮,০০০ টাকা ও মূলধন জাতীয় ব্যয় ৯৬,০০০ টাকা।
গ. সুবর্ণা এন্টারপ্রাইজের ক্রয়কৃত ডেলিভারি ভ্যানটি ২৫,০০০ টাকায় বিক্রির ক্ষেত্রে মূলধন জাতীয় আয় বা ক্ষতির পরিমাণ নির্ণয় :
বিবরণ টাকা টাকা
মূলধন জাতীয় প্রাপ্তি :
ডেলিভারি ভ্যান বিক্রয় ২৫,০০০
মূলধন জাতীয় প্রাপ্তি ২৫,০০০
মূলধন জাতীয় ব্যয়ের (ডেলিভারি ভ্যানের) বহির্মূল্য :
ডেলিভারি ভ্যান ক্রয় ৬০,০০০
ক্রয়কৃত ডেলিভারি ভ্যানের পরিবহন খরচ ৩,০০০
মূলধন জাতীয় ব্যয়ের বহির্মূল্য ৬৩,০০০
 মূলধন জাতীয় ক্ষতি (মূলধন জাতীয় ব্যয়ের বহির্মূল্য  মূলধন জাতীয় প্রাপ্তি) ৩৮,০০০
উত্তর : সুবর্ণা এন্টারপ্রাইজের ডেলিভারি ২৫,০০০ টাকায় বিক্রি করা হলে মূলধন জাতীয় ক্ষতি হবে ৩৮,০০০ টাকা।
প্রশ্ন-১১ ল্ফ জনাব মুহিত তার ব্যবসায়ের লেনদেনগুলোকে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনে ভাগ করে লিপিবদ্ধ করেন। ২০১৫ সালের জানুয়ারি মাসে তাঁর প্রতিষ্ঠানের লেনদেনগুলো ছিল নিম্নরূপ :
বিবরণ টাকা
যন্ত্রপাতি সংস্থাপন মজুরি ১০,০০০
ঋণ প্রাপ্তি ১৫,০০০
স্থায়ী সম্পত্তির বিক্রয়লব্ধ অর্থ ৮,০০০
পণ্য বিক্রয়লব্ধ অর্থ ১৫,০০০
বিনিয়োগের সুদ প্রাপ্তি ৬,০০০
কপিরাইট অর্জন ব্যয় ৫,০০০
ঋণের সুদ প্রদান ৭০০
দালানকোঠার মেরামত ব্যয় ১,৫০০
বিজ্ঞাপন বাবদ অত্যধিক ব্যয় ২০,০০০
নতুন পণ্যের গবেষণা ব্যয় ১৫,০০০
আমদানি শুল্ক ১,৫০০
পরিবহন ব্যয় ৩,০০০

ক. জনাব মুহিতের ব্যবসায় প্রতিষ্ঠানে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ কত? ২
খ. মূলধন ও মুনাফা জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় কর। ৪
গ. উপরের লেনদেনের মূলধন জাতীয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ পৃথকভাবে নির্ণয় কর। ৪
 ১১নং প্রশ্নের সমাধান 
ক. জনাব মুহিতের ব্যবসায় প্রতিষ্ঠানের বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় :
বিবরণ টাকা টাকা
বিজ্ঞাপন বাবদ অত্যধিক ব্যয় ২০,০০০
নতুন পণ্যের গবেষণা ব্যয় ১৫,০০০
বিলম্বিত মুনাফা জাতীয় মোট ব্যয় ৩৫,০০০
উত্তর : জনাব মুহিতের ব্যবসায় প্রতিষ্ঠানের বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় ৩৫,০০০ টাকা।
খ. জনাব মুহিতের মূলধন ও মুনাফা জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় :
বিবরণ টাকা টাকা
মূলধন জাতীয় প্রাপ্তি :
ঋণ প্রাপ্তি ১৫,০০০
স্থায়ী সম্পত্তির বিক্রয়লব্ধ অর্থ ৮,০০০
মূলধন জাতীয় মোট প্রাপ্তি ২৩,০০০
মুনাফা জাতীয় প্রাপ্তি :
পণ্য বিক্রয়লব্ধ অর্থ ১৫,০০০
বিনিয়োগের সুদ প্রাপ্তি ৬,০০০
মুনাফা জাতীয় মোট প্রাপ্তি ২১,০০০
উত্তর : জনাব মুহিতের মূলধন জাতীয় প্রাপ্তি ২৩,০০০ টাকা এবং মুনাফা জাতীয় প্রাপ্তি ২১,০০০ টাকা।
গ. জনাব মুহিতের মূলধন জাতীয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় :
বিবরণ টাকা টাকা
মূলধন জাতীয় ব্যয় :
যন্ত্রপাতি সংস্থাপন মজুরি ১০,০০০
কপিরাইট অর্জন ব্যয় ৫,০০০
মূলধন জাতীয় মোট ব্যয় ১৫,০০০
মুনাফা জাতীয় ব্যয় :
ঋণের সুদ প্রদান ৭০০
দালানকোঠার মেরামত ব্যয় ১,৫০০
আমদানি শুল্ক ১,৫০০
পরিবহন ব্যয় ৩,০০০
মুনাফা জাতীয় মোট ব্যয় ৬,৭০০
উত্তর : জনাব মুহিতের মূলধন জাতীয় ব্যয় ১৫,০০০ টাকা এবং মুনাফা জাতীয় ব্যয় ৬,৭০০ টাকা।
প্রশ্ন-১২ ল্ফ জনাব রহমান তাঁর ব্যবসায়ের লেনদেনগুলোর মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনে ভাগ করে লিপিবদ্ধ করেন। ২০১৫ সালের মার্চ মাসে তার প্রতিষ্ঠানের লেনদেনগুলো নিম্নরূপ :
বিবরণ টাকা
মালিক কর্তৃক সরবরাহকৃত মূলধন ২,০০,০০০
বিনিয়োগের সুদ প্রাপ্তি ৫,০০০
একটি মেশিন ক্রয় ২৫,০০০
ব্যাংক থেকে ঋণ গ্রহণ ২০,০০০
ক্রয়কৃত মেশিনের পরিবহন ব্যয় ৩,০০০
ক্রয়কৃত মেশিনের সংস্থাপন ব্যয় ৫,০০০
কর্মচারীদের বেতন প্রদান ৭,০০০
পুরাতন খবরের কাগজ বিক্রয় ১,০০০
মূলধনের সুদ প্রদান ৩,০০০
বিদ্যুৎ সংযোগ ব্যয় ১৫,০০০

ক. জনাব রহমানের মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় কর। ২
খ. জনাব রহমানের মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নিরূপণ কর। ৪
গ. জনাব রহমানের ক্রয়কৃত মেশিনটি ৩৭,০০০ টাকায় বিক্রয় করলে মূলধন জাতীয় আয় বা ক্ষতির পরিমাণ কত হবে? ৪
 ১২নং প্রশ্নের সমাধান 
ক. জনাব রহমানের মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় :
বিবরণ টাকা টাকা
কর্মচারীদের বেতন প্রদান ৭,০০০
মূলধনের সুদ প্রদান ৩,০০০
মুনাফা জাতীয় মোট ব্যয় ১০,০০০
উত্তর : জনাব রহমানের মুনাফা জাতীয় ব্যয় ১০,০০০ টাকা।
খ. জনাব রহমানের মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় :
বিবরণ টাকা টাকা
মূলধন জাতীয় প্রাপ্তি :
মালিক কর্তৃক সরবরাহকৃত মূলধন ২,০০,০০০
ব্যাংক থেকে ঋণ গ্রহণ ২০,০০০
মূলধন জাতীয় মোট প্রাপ্তি ২,২০,০০০
মূলধন জাতীয় ব্যয় :
একটি মেশিন ক্রয় ২৫,০০০
ক্রয়কৃত মেশিনের পরিবহন ব্যয় ৩,০০০
ক্রয়কৃত মেশিনের সংস্থাপন ব্যয় ৫,০০০
বিদ্যুৎ সংযোগ ব্যয় ১৫,০০০
মূলধন জাতীয় মোট ব্যয় ৪৮,০০০
উত্তর : জনাব রহমানের মূলধন জাতীয় প্রাপ্তি ২,২০,০০০ টাকা এবং মূলধন জাতীয় ব্যয় ৪৮,০০০ টাকা।
গ. জনাব রহমানের ক্রয়কৃত মেশিন ৩৭,০০০ টাকায় বিক্রির ক্ষেত্রে মূলধন জাতীয় আয় বা ক্ষতির পরিমাণ নির্ণয় :
বিবরণ টাকা টাকা
মূলধন জাতীয় প্রাপ্তি :
মেশিন বিক্রয় ৩৭,০০০
মূলধন জাতীয় প্রাপ্তি ৩৭,০০০
বাদ : মূলধন জাতীয় ব্যয়ের (মেশিনের) বহির্মূল্য
মেশিন ক্রয় ২৫,০০০
ক্রয়কৃত মেশিনের পরিবহন ব্যয় ৩,০০০
ক্রয়কৃত মেশিনের সংস্থাপন ব্যয় ৫,০০০
মূলধন জাতীয় ব্যয়ের বহির্মূল্য ৩৩,০০০
মূলধন জাতীয় আয় ৬,০০০
উত্তর : জনাব রহমানের ক্রয়কৃত মেশিনটি ৩৭,০০০ টাকায় বিক্রয় করলে মূলধন জাতীয় আয় হবে ৬,০০০ টাকা।
প্রশ্ন -১৩ ল্ফ মি. জাহাঙ্গীর তার ব্যবসায়ে দু’তরফা দাখিলা পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করেন। ২০১৫ সালের জানুয়ারি মাসে তার ব্যবসায়ের লেনদেনগুলো ছিল নিম্নরূপ :
লেনদেনের বিবরণ টাকা
মূলধন প্রাপ্তি ২,০০,০০০
মাল ক্রয় ৩০,০০০
যন্ত্রপাতি ক্রয়ের জাহাজ ভাড়া ১০,০০০
ভাড়া প্রাপ্তি ৪,০০০
লভ্যাংশ প্রাপ্তি ১০,০০০
আমদানি শুল্ক ৫,০০০
পুরাতন খবরের কাগজ বিক্রয় ৩,০০০
গহনা বিক্রয়লব্ধ অর্থ ২০,০০০
দালান নির্মাণ ৫০,০০০
কপিরাইট ২০,০০০

ক. মি. জাহাঙ্গীরের নিয়মিত খরচের পরিমাণ কত? ২
খ. উপর্যুুক্ত লেনদেনগুলোর ভিত্তিতে মুনাফা জাতীয় আয় এবং মূলধন জাতীয় প্রাপ্তি নির্ণয় কর। ৪
গ. উপরিউক্ত লেনদেন হতে মূলধন জাতীয় ব্যয় অপেক্ষা মূলধন জাতীয় প্রাপ্তি কত বেশি তা নির্ণয় কর। ৪
 ১৩নং প্রশ্নের সমাধান 
ক. মি. জাহাঙ্গীরের নিয়মিত খরচের পরিমাণ নির্ণয় :
বিবরণ টাকা টাকা
মাল ক্রয় ৩০,০০০
আমদানি শুল্ক ৫,০০০
মোট নিয়মিত খরচ ৩৫,০০০
উত্তর : মি. জাহাঙ্গীরের নিয়মিত খরচ ৩৫,০০০ টাকা।
খ. মি. জাহাঙ্গীরের মুনাফা জাতীয় আয় ও মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় :
বিবরণ টাকা টাকা
মুনাফা জাতীয় আয় :
ভাড়া প্রাপ্তি ৪,০০০
লভ্যাংশ প্রাপ্তি ১০,০০০
পুরাতন খবরের কাগজ বিক্রয় ৩,০০০
মুনাফা জাতীয় মোট আয় ১৭,০০০
মূলধন জাতীয় প্রাপ্তি :
মূলধন প্রাপ্তি ২,০০,০০০
গহনা বিক্রয়লব্ধ অর্থ ২০,০০০
মুনাফা জাতীয় মোট প্রাপ্তি ২,২০,০০০
উত্তর : মি. জাহাঙ্গীরের মুনাফা জাতীয় আয় ১৭,০০০ টাকা এবং মূলধন জাতীয় প্রাপ্তি ২,২০,০০০ টাকা।
গ. মূলধন জাতীয় ব্যয় অপেক্ষা মূলধন জাতীয় প্রাপ্তির বেশি পরিমাণ নির্ণয় :
বিবরণ টাকা টাকা
মূলধন জাতীয় প্রাপ্তি (খ হতে আনীত) ২,২০,০০০
বাদ : মূলধন জাতীয় ব্যয়
যন্ত্রপাতি ক্রয়ের জাহাজ ভাড়া ১০,০০০
কপিরাইট ২০,০০০
দালান নির্মাণ ৫০,০০০
মূলধন জাতীয় মোট ব্যয় ৮০,০০০
মূলধন জাতীয় ব্যয় থেকে মূলধন জাতীয় প্রাপ্তি বেশি ১,৪০,০০০
উত্তর : মূলধন জাতীয় ব্যয় অপেক্ষা মূলধন জাতীয় প্রাপ্তি ১,৪০,০০০ টাকা বেশি।
প্রশ্ন -১৪ ল্ফ জনাব আমিন ২০১৫ সালের ১ জানুয়ারি তারিখে তার ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য একটি পুরাতন অকেজো মোটর গাড়ি ক্রয় করেন। গাড়িটি চালু করার জন্য মেরামত বাবদ ব্যয় করেন ২,০০০ টাকা এবং পরিবহন বাবদ ব্যয় করেন আরও ৫০০ টাকা। এ ছাড়া উক্ত মাসে তার ব্যবসায় প্রতিষ্ঠানে লেনদেনগুলো ছিল :
অতিরিক্ত মূলধন ১,০০,০০০ টাকা; বিনিয়োগের সুদ প্রাপ্তি ৫০০ টাকা; বেতন প্রদান ১০,০০০ টাকা; ঋণ গ্রহণ ৫,০০০ টাকা; পুরাতন আসবাবপত্র বিক্রয়জনিত লাভ ২,০০০ টাকা; পুরাতন খবরের কাগজ বিক্রয় ২০০ টাকা; ভাড়া প্রাপ্তি ৫,০০০ টাকা; লভ্যাংশ প্রাপ্তি ৩,০০০ টাকা; পণ্য ক্রয় ২০,০০০ টাকা; আসবাবপত্র ক্রয় ১০,০০০ টাকা; যন্ত্রপাতির অবচয় ৫০০ টাকা; ক্রয় পরিবহন ১,৫০০ টাকা; দালান নির্মাণ ২,০০,০০০ টাকা; পুরাতন যন্ত্রপাতি ক্রয় ১৫,০০০ টাকা।
ক. মূলধনায়িত ব্যয়ের পরিমাণ কত? ২
খ. মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ কত? ৪
গ. মূলধন জাতীয় আয় ও মুনাফা জাতীয় আয়ের পরিমাণ কত? ৪
 ১৪নং প্রশ্নের সমাধান 
ক. জনাব আমিনের মূলধনায়িত ব্যয়ের পরিমাণ নির্ণয় :
বিবরণ টাকা টাকা
ব্যবসায়ের জন্য অকেজো গাড়ি ক্রয় করে মেরামত বাবদ খরচ ২,০০০
অকেজো গাড়ির পরিবহন ব্যয় ৫০০
মূলধনায়িত মোট ব্যয় ২,৫০০
উত্তর : জনাব আমিনের মূলধনায়িত ব্যয় ২,৫০০ টাকা।
খ. জনাব আমিনের মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় :
বিবরণ টাকা টাকা
বেতন প্রদান ১০,০০০
পণ্য ক্রয় ২০,০০০
যন্ত্রপাতির অবচয় ৫০০
ক্রয় পরিবহন ১,৫০০
মুনাফা জাতীয় মোট ব্যয় ৩২,০০০
উত্তর : জনাব আমিনের মুনাফা জাতীয় ব্যয় ৩২,০০০ টাকা।
গ. জনাব আমিনের মূলধন জাতীয় আয় ও মুনাফা জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় :
বিবরণ টাকা টাকা
মূলধন জাতীয় আয় :
পুরাতন আসবাবপত্র বিক্রয়জনিত লাভ ২,০০০
মূলধন জাতীয় মোট আয় ২,০০০
মুনাফা জাতীয় আয় :
বিনিয়োগের সুদ প্রাপ্তি ৫০০
পুরাতন খবরের কাগজ বিক্রয় ২০০
ভাড়া প্রাপ্তি ৫,০০০
লভ্যাংশ প্রাপ্তি ৩,০০০
মুনাফা জাতীয় মোট আয় ৮,৭০০
উত্তর : জনাব আমিনের মূলধন জাতীয় আয় ২,০০০ টাকা।
প্রশ্ন-১৫ ল্ফ জনাব হারুন জানুয়ারি ১, ২০১৫ তারিখে আইন ব্যবসায়। তার প্রথম মাসের লেনদেনগুলো নি¤œরূপ :
জানুয়ারি ১ আইন পেশায় ৫০,০০০ টাকা বিনিয়োগ করেন।
জানুয়ারি ২ অফিস ভাড়া পরিশোধ করা হলো ১০,০০০ টাকা।
জানুয়ারি ৩ ধারে ল বই ক্রয় ২০,০০০ টাকা।
জানুয়ারি ১০ মক্কেলদের নগদে আইনি সেবা প্রদান ১০,০০০ টাকা।
জানুয়ারি ১৫ ব্যক্তিগত তহবিল থেকে কর্মচারীদের বেতন প্রদান ৮,০০০ টাকা।
জানুয়ারি ২০ ঋণ নেওয়া হলো ২০,০০০ টাকা।
জানুয়ারি ২৪ ধারে আইনি সেবা দেয়া হলো ৮,০০০ টাকা।
ক. আইন ব্যবসায়ে বিনিয়োগের পরিমাণ কত? ২
খ. বিবরণী ছকে হিসাব সমীকরণের ওপর লেনদেনের প্রভাব দেখাও। ৪
গ. মূলধন জাতীয় প্রাপ্তি ও মুনাফা জাতীয় প্রাপ্তির ব্যবধান কত? ৪
 ১৫নং প্রশ্নের সমাধান 
ক. জনাব হারুনের আইন ব্যবসায়ে বিনিয়োগের পরিমাণ নির্ণয় :
তারিখ বিবরণ টাকা টাকা
২০১৫
জানুয়ারি ১ আইন পেশায় বিনিয়োগ ৫০,০০০
জানুয়ারি ১৫ ব্যক্তিগত তহবিল থেকে কর্মচারীদের বেতন প্রদান ৮,০০০
বিনিয়োগের মোট পরিমাণ ৫৮,০০০
উত্তর : আইন ব্যবসায়ে বিনিয়োগের পরিমাণ ৫৮,০০০ টাকা।
খ. জনাব হারুনের
২০১৫ সালের জানুয়ারি মাসের লেনদেনসমূহের প্রভাব হিসাব সমীকরণে বিবরণী ছকে দেখানো হলো :
তারিখ সম্পদ = দায় মালিকানা
স্বত মন্তব্য
নগদ প্রাপ্য হিসাব ল বই = পাওনাদার ঋণ
২০১৫
জানু. ১
৫০,০০০

=
৫০,০০০
মূলধন বিনিয়োগ
উদ্বৃত্ত ৫০,০০০ = ৫০,০০০
জানু. ২  ১০,০০০ =  ১০,০০০ খরচ
উদ্বৃত্ত ৪০,০০০ = ৪০,০০০
জানু. ৩ ২০,০০০ = ২০,০০০
উদ্বৃত্ত ৪০,০০০ ২০,০০০ = ২০,০০০ ২০,০০০
জানু. ১০ ১০,০০০ = ১০,০০০ রেভিনিউ
উদ্বৃত্ত ৫০,০০০ ২০,০০০ = ২০,০০০ ৫০,০০০
জানু. ১৫ + ৮,০০০
 ৮,০০০ মূলধন বিনিয়োগ খরচ
উদ্বৃত্ত ৫০,০০০ ২০,০০০ = ২০,০০০ ৫০,০০০
জানু. ২০ ২০,০০০ = ২০,০০০
উদ্বৃত্ত ৭০,০০০ ২০,০০০ = ২০,০০০ ২০,০০০ ৫০,০০০
জানু. ২৪ ৮,০০০ = ৮,০০০ রেভিনিউ
উদ্বৃত্ত ৭০,০০০ ৮,০০০ ২০,০০০ = ২০,০০০ ২০,০০০ ৫৮,০০০
মোট ৯৮,০০০ = ৯৮,০০০
উত্তর : হিসাব সমীকরণের যোগফল ৯৮,০০০ টাকা।
গ. জনাব হারুনের মূলধন জাতীয় প্রাপ্তি ও মুনাফা জাতীয় প্রাপ্তির ব্যবধান নির্ণয় :
বিবরণ টাকা টাকা
মূলধন জাতীয় প্রাপ্তি :
মূলধন বিনিয়োগ ৫০,০০০
ব্যক্তিগত তহবিল থেকে কর্মচারীদের বেতন প্রদান ৮,০০০
ঋণ নেওয়া হলো ২০,০০০
মূলধন জাতীয় মোট প্রাপ্তি ৭৮,০০০
মুনাফা জাতীয় প্রাপ্তি :
মক্কেলদের নগদে আইনি সেবা প্রদান ১০,০০০
মুনাফা জাতীয় মোট প্রাপ্তি ১০,০০০
 মূলধন জাতীয় প্রাপ্তি ও মুনাফা জাতীয় প্রাপ্তির ব্যবধান (৭৮,০০০  ১০,০০০) ৬৮,০০০
উত্তর : মূলধন জাতীয় প্রাপ্তি ও মুনাফা জাতীয় প্রাপ্তির ব্যবধান ৬৮,০০০ টাকা।

Leave a Reply