নবম-দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান সপ্তম অধ্যায় খতিয়ান সৃজনশীল প্রশ্ন ও উত্তর

সপ্তম অধ্যায়
খতিয়ান

 খতিয়ানের ধারণা
বিভিন্ন ধরনের বস্তু সারিবদ্ধ ও শ্রেণিবদ্ধভাবে সাজিয়ে রাখা হলে সহজেই নির্দিষ্ট বস্তু খুঁজে বের করা যায়। এর মাধ্যমে নির্দিষ্ট বস্তুর পরিমাণ সম্পর্কেও অবগত হওয়া যায়। এ জন্য ব্যবসায়িক লেনদেনগুলো জাবেদায় লিপিবদ্ধের পর স্থায়ী বা পাকাভাবে খতিয়ানে সারিবদ্ধ ও শ্রেণিবদ্ধভাবে পৃথক পৃথক শিরোনামে লিপিবদ্ধ করা হয়।
 খতিয়ানের বৈশিষ্ট্য
 প্রতিটি হিসাবের শিরোনাম দিতে হয়।
 হিসাবের জন্য ‘ঞ’ ছক বা চলমান জের ছক ব্যবহার করা হয়।
 প্রতিটি হিসাবের আলাদাভাবে উদ্বৃত্ত বের করা হয়।
 জাবেদার সাহায্যে পাকা বই খতিয়ান প্রস্তুত করা হয়।
 খতিয়ানের উদ্বৃত্তের সাহায্যে গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয়।
 খতিয়ানের উদ্বৃত্তের সাহায্যে রেওয়ামিল তৈরি করা হয়।
 খতিয়ানের গুরুত্ব
লেনদেনসমূহ সুশৃঙ্খলভাবে খতিয়ানে লিখে রাখা হয় বিধায় হিসাব তথ্য ব্যবহারকারীগণ সহজেই তাদের প্রয়োজনীয় তথ্য খতিয়ান হতে পেতে পারে। খতিয়ান হতে ব্যবসায় প্রতিষ্ঠানের মোট রেভিনিউ, মোট ব্যয়, মোট সম্পদ ও মোট দায়ের পরিমাণ জানা যায়। খতিয়ানের উদ্বৃত্তের সাহায্যে রেওয়ামিল প্রস্তুত করে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয়। এ জন্য খতিয়ানকে সকল বইয়ের রাজা বলা হয়।
 হিসাবের জের টানা বা ব্যালেন্সিং
খতিয়ান প্রস্তুতকরণের ক্ষেত্রে প্রথম ধাপ পোস্টিং এবং পরবর্তী ধাপ ব্যালেন্সিং বা উদ্বৃত্ত নির্ণয়। খতিয়ান হিসাবের দুদিকের যোগফলের পার্থক্য নির্ণয় করাকে জের টানা বা ব্যালেন্সিং বলে। খতিয়ান হিসাবের দুটি দিক আছে। একটি হিসাবের উভয়দিক আপনাআপনি সমান হয়ে গেলে হিসাবটিকে সমতাপ্রাপ্ত বলে।
হিসাবের ডেবিট দিকের যোগফল ক্রেডিট দিকের যোগফল থেকে বেশি হলে যে জের বা উদ্বৃত্ত পাওয়া যায় তাকে ডেবিট ব্যালেন্স বলে। হিসাবের ক্রেডিট দিকের যোগফল ডেবিট দিকের যোগফলের চেয়ে বেশি হলে যে জের পাওয়া যায় তাকে ক্রেডিট ব্যালেন্স বলে।
 সাধারণ খতিয়ান
নগদান হিসাব, ক্রয় হিসাব, বিক্রয় হিসাব, মূলধন হিসাব, আসবাবপত্র হিসাব, দেনাদার হিসাব, পাওনাদার হিসাব প্রভৃতি সাধারণ খতিয়ান। প্রত্যেক প্রতিষ্ঠানে একাধিক দেনাদার ও পাওনাদার বিদ্যমান। সাধারণ খতিয়ান হতে শুধুমাত্র দেনাদার ও পাওনাদার হিসাবকে মূল হিসাব (ঈড়হঃৎড়ষ অপপড়ঁহঃ) নামে অভিহিত করা হয়।
 সহকারী খতিয়ান
সাধারণ খতিয়ানের বাইরে প্রতিটি দেনাদার ও প্রতিটি পাওনাদারের জন্য স্বতন্ত্র খতিয়ান তৈরি করা হয়, যাতে করে নির্দিষ্টভাবে কোন দেনাদার হতে কত টাকা পাওনা এবং কোন পাওনাদারের নিকট কত টাকা দেনা রয়েছে সহজে জানা যায়। প্রতিটি দেনাদার ও পাওনাদারের জন্য প্রস্তুতকৃত খতিয়ানকে সহকারী খতিয়ান বলা হয়।

অনুশীলনীর সৃজনশীল প্রশ্ন ও সমাধান

প্রশ্ন -১  সেলিম এন্ড কোম্পানির ২০১৮ সালের মার্চ মাসের লেনদেনসমূহ ছিল-
মার্চ ১ ৫০,০০০ টাকা নিয়ে ব্যবসায় শুরু করা হলো
মার্চ ৩ ১৫,০০০ টাকা ব্যাংকে জমা দিয়ে হিসাব খোলা হলো
মার্চ ৫ বাকিতে পণ্য ক্রয় ২০,০০০ টাকা
মার্চ ৭ আসবাবপত্র ক্রয় ১০,০০০ টাকা
মার্চ ১০ পণ্য বিক্রয় ৩০,০০০ টাকা
মার্চ ১২ পাওনাদারকে চেক প্রদান ১২,০০০ টাকা
ক. ৫ ও ১২ তারিখের লেনদেনের জাবেদা দাখিলা প্রদান কর।
খ. উপরোক্ত লেনদেনের ভিত্তিতে সেলিম এন্ড কোম্পানির নগদান হিসাব, ব্যাংক হিসাব, ক্রয় হিসাব এবং পাওনাদার হিসাব প্রস্তুত কর।
গ. খতিয়ানের উদ্বৃত্তের ভিত্তিতে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার উপায় প্রদর্শন কর।
 ১নং প্রশ্নের সমাধান 
ক. সেলিম এন্ড কোম্পানির
জাবেদা (সাধারণ)
তারিখ হিসাব শিরোনাম ও ব্যাখ্যা খ. পৃ. ডেবিট টাকা ক্রেডিট টাকা
২০১৮
মার্চ ৫
ক্রয় হিসাব ডেবিট
বিবিধি পাওনাদার হিসাব ক্রেডিট
(বাকিতে পণ্য ক্রয় করা হয়েছে)
২০,০০০

২০,০০০
” ১২ পাওনাদার হিসাব ডেবিট
ব্যাংক হিসাব ক্রেডিট
(পাওনাদারকে চেক প্রদান করা হয়েছে) ১২,০০০

১২,০০০

মোট ৩২,০০০ ৩২,০০০
উত্তর : জাবেদায় যোগফল ৩২,০০০ টাকা।
খ. সেলিম এন্ড কোম্পানির
খতিয়ান (চলমান জের ছক)
নগদান হিসাব হিসাবের কোড নং………
তারিখ বিবরণ জা. পৃ. ডেবিট
টাকা ক্রেডিট
টাকা উদ্বৃত্ত
ডেবিট ক্রেডিট
২০১৮
মার্চ ১
মূলধন হিসাব
৫০,০০০
৫০,০০০
” ৩ ব্যাংক হিসাব ১৫,০০০ ৩৫,০০০
” ৭ আসবাবপত্র হিসাব ১০,০০০ ২৫,০০০
” ১০ বিক্রয় হিসাব ৩০,০০০ ৫৫,০০০
ব্যাংক হিসাব হিসাবের কোড নং………
তারিখ বিবরণ জা. পৃ. ডেবিট
টাকা ক্রেডিট
টাকা উদ্বৃত্ত
ডেবিট ক্রেডিট
২০১৮
মার্চ ৩
নগদান হিসাব
১৫,০০০
১৫,০০০
” ১২ বিবিধ পাওনাদার হিসাব ১২,০০০ ৩,০০০
ক্রয় হিসাব হিসাবের কোড নং………
তারিখ বিবরণ জা. পৃ. ডেবিট
টাকা ক্রেডিট
টাকা উদ্বৃত্ত
ডেবিট ক্রেডিট
২০১৮
মার্চ ৫
বিবিধ পাওনাদার হিসাব
২০,০০০
২০,০০০
বিবিধ পাওনাদার হিসাব হিসাবের কোড নং………
তারিখ বিবরণ জা. পৃ. ডেবিট
টাকা ক্রেডিট
টাকা উদ্বৃত্ত
ডেবিট ক্রেডিট
২০১৮
মার্চ ৫
ক্রয় হিসাব

২০,০০০

২০,০০০
” ১২ ব্যাংক হিসাব ১২,০০০ ৮,০০০
উত্তর : নগদান হিসাব ৫৫,০০০ টাকা; ব্যাংক হিসাব ৩,০০০ টাকা; ক্রয় হিসাব ২০,০০০ টাকা; বিবিধ পাওনাদার হিসাব ৮,০০০ টাকা।
গ. খতিয়ানের উদ্বৃত্তের ভিত্তিতে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাইকরণ :
সেলিম এন্ড কোম্পানির
রেওয়ামিল
৩১ মার্চ ২০১৮
ক্রমিক নং হিসাবের শিরোনাম নাম খ: পৃ: ডেবিট টাকা ক্রেডিট টাকা
১. নগদান হিসাব ৫৫,০০০
২. ব্যাংক হিসাব ৩,০০০
৩. ক্রয় হিসাব ২০,০০০
৪. বিবিধ পাওনাদার হিসাব ৮,০০০
৫. মূলধন হিসাব ৫০,০০০
৬. আসবাবপত্র হিসাব ১০,০০০
৭. বিক্রয় হিসাব ৩০,০০০
৮৮,০০০ ৮৮,০০০
উত্তর : রেওয়মিলের যোগফল ৮৮,০০০ টাকা।
প্রশ্ন -২ ল্ফ জনাব আরমান একজন মুদি পণ্যের পাইকারি ব্যবসায়ী। ২০১৮ সালের সেপ্টেম্বর মাসের কতিপয় লেনদেন নিম্নরূপ-
সেপ্টেম্বর ১ ফারহান এন্ড ব্রাদার্স-এর নিকট হতে প্রতি ৫০ কেজির বস্তা ২,৫০০ টাকা করে ৫০ বস্তা মিনিকেট চাল ক্রয়। কারবারি বাট্টা ৩%। চালান নং-১২৩।
সেপ্টেম্বর ৫ ইরফান ট্রেডার্স-এর নিকট হতে প্রতি কেজি ১০৫ টাকা করে ২০০ কেজি ডাল ক্রয়। কারবারি বাট্টা ৫%। চালান নং-৪৩২।
সেপ্টেম্বর ১২ ফারহান এন্ড ব্রাদার্সকে ৫ বস্তা চাল নষ্ট হওয়ার কারণে ফেরত প্রদান। ডেবিট নোট নং-১৭৫।
সেপ্টেম্বর ১৮ ইরফান ট্রেডার্সকে ২০ কেজি ডাল নমুনা মাফিক না হওয়ায় ফেরত প্রদান। ডেবিট নোট নং-১৭৬।
ক. উপরোক্ত লেনদেনের ভিত্তিতে ক্রয় জাবেদা প্রস্তুত কর।
খ. উপরোক্ত লেনদেনসমূহের ভিত্তিতে সাধারণ খতিয়ান প্রস্তুত কর।
গ. উপরোক্ত লেনদেনসমূহের ভিত্তিতে সহকারী খতিয়ান প্রস্তুত কর।
 ২নং প্রশ্নের সমাধান 
ক. জনাব আরমানের
ক্রয় জাবেদা
তারিখ ক্রেডিট হিসাব খাত শর্ত চালান নম্বর সূত্র ক্রয় হিসাব ডেবিট
পাওনাদার হিসাব ক্রেডিট
২০১৮
সেপ্টেম্বর ০১ ফারহান এন্ড ব্রাদার্স ১২৩ ১,২১,২৫০
” ০৫ ইরফান ট্রেডার্স ৪৩২ ১৯,৯৫০
১,৪১,২০০

উত্তর : ক্রয় জাবেদার যোগফল ১,৪১,২০০ টাকা।
খ. জনাব আরমানের
খতিয়ান (সাধারণ)
ক্রয় হিসাব হিসাবের কোড নং………
তারিখ বিবরণ জা: পৃ: ডেবিট
টাকা ক্রেডিট
টাকা উদ্বৃত্ত
ডেবিট ক্রেডিট
২০১৮
সেপ্টেম্বর ৩০
বিবিধ পাওনাদার হিসাব (ক নং হতে আনীত)

১,৪১,২০০

১,৪১,২০০
ক্রয় ফেরত হিসাব হিসাবের কোড নং………
তারিখ বিবরণ জা: পৃ: ডেবিট
টাকা ক্রেডিট
টাকা উদ্বৃত্ত
ডেবিট ক্রেডিট
২০১৮
সেপ্টেম্বর ১২
” ১৮
ফারহান এন্ড ব্রাদার্স হিসাব
ইরফান ট্রেডার্স হিসাব

১২,১২৫
১,৯৯৫

১২,১২৫
১৪,১২০
বিবিধ পাওনাদার হিসাব হিসাবের কোড নং………
তারিখ বিবরণ জা: পৃ: ডেবিট
টাকা ক্রেডিট
টাকা উদ্বৃত্ত
ডেবিট ক্রেডিট
২০১৮
সেপ্টেম্বর ১২
” ১৮
ক্রয় ফেরত হিসাব
ক্রয় ফেরত হিসাব
১২,১২৫
১,৯৯৫

১২,১২৫
১৪,১২০

” ৩০ ক্রয় হিসাব (ক নং হতে) ১,৪১,২০০ ১,২৭,০৮০

উত্তর : ক্রয় হিসাব ১,৪১,২০০ টাকা; ক্রয় ফেরত হিসাব ১৪,১২০ টাকা; বিবিধ পাওনাদার হিসাব ১,২৭,০৮০ টাকা।
গ. জনাব আরমানের
সহকারী খতিয়ান
ফারহান এন্ড ব্রাদার্স হিসাব হিসাবের কোড নং………
তারিখ বিবরণ জা: পৃ: ডেবিট
টাকা ক্রেডিট
টাকা উদ্বৃত্ত
ডেবিট ক্রেডিট
২০১৮
সেপ্টেম্বর ১
ক্রয় হিসাব

১,২১,২৫০

১,২১,২৫০
” ১২ ক্রয় ফেরত হিসাব ১২,১২৫ ১,০৯,১২৫
ইরফান ট্রেডার্স হিসাব হিসাবের কোড নং………
তারিখ বিবরণ জা: পৃ: ডেবিট
টাকা ক্রেডিট
টাকা উদ্বৃত্ত
ডেবিট ক্রেডিট
২০১৮
সেপ্টেম্বর ৫
ক্রয় হিসাব

১৯,৯৫০

১৯,৯৫০
” ১৮ ক্রয় ফেরত হিসাব ১,৯৯৫ ১৭,৯৫৫
উত্তর : ফারহানা অ্যান্ড ব্রাদার্স হিসাব ১,০৯,২৫ টাকা; ইরফান ট্রেডার্স হিসাব ১৭,৯৫৫ টাকা।
প্রশ্ন-৩ ল্ফ জনাব মাকসুদের হিসাব বই হতে নিম্নের হিসাবটি সংগৃহীত-
নগদান হিসাব
ডেবিট হিসাবের কোড……… ক্রেডিট
তারিখ বিবরণ জা:
পৃ: টাকা তারিখ বিবরণ জা:
পৃ: টাকা
২০১৮ ২০১৮
জানুয়ারি ১ ব্যালেন্স বি/ডি ২০,০০০ জানুয়ারি ২ ব্যাংক হিসাব ৫,০০০
” ৩ জাহিদ হিসাব ৯,০০০ ” ৫ মনির হিসাব ৭,০০০
” ১৭ বিক্রয় হিসাব ৮,০০০ ” ১৫ বেতন হিসাব ৩,০০০
” ২০ উত্তোলন হিসাব ১,০০০

ক. জনাব মাকসুদের উপরোক্ত নগদান হিসাবের উদ্বৃত্ত নির্ণয় কর।
খ. উপরোক্ত হিসাবের ভিত্তিতে জনাব মাকসুদের ২০১৮ সালের জানুয়ারি মাসের জাবেদা দাখিলা প্রদান কর।
গ. চলমান জের ছক অনুসরণপূর্বক বিক্রয় হিসাব, ব্যাংক হিসাব, বেতন হিসাব ও উত্তোলন হিসাব প্রস্তুত কর।
 ৩নং প্রশ্নের সমাধান 
ক. জনাব মাকসুদ
ডেবিট নগদান হিসাব ক্রেডিট
তারিখ বিবরণ জা:
পৃ: টাকা তারিখ বিবরণ জা:
পৃ: টাকা
২০১৮ ২০১৮
জানুয়ারি ১ ব্যালেন্স বি/ডি ২০,০০০ জানুয়ারি ২ ব্যাংক হিসাব ৫,০০০
” ৩ জাহিদ হিসাব ৯,০০০ ” ৫ মনির হিসাব ৭,০০০
” ১৭ বিক্রয় হিসাব ৮,০০০ ” ১৫ বেতন হিসাব ৩,০০০
” ২০ উত্তোলন হিসাব ১,০০০
” ৩১ ব্যালেন্স সি/ডি ২১,০০০
৩৭,০০০ ৩৭,০০০
ফেব্রæয়ারি ১ ব্যালেন্স বি/ডি ২১,০০০
উত্তর : জনাব মাকসুদের নগদান হিসাবের উদ্বৃত্ত ২১,০০০ টাকা।
খ. জনাব মাকসুদের
জাবেদা (সাধারণ)
তারিখ হিসাব শিরোনাম ও ব্যাখ্যা খ: পৃ: ডেবিট টাকা ক্রেডিট টাকা
২০১৮
জানুয়ারি ২
ব্যাংক হিসাব
ডেবিট
৫,০০০
নগদান হিসাব ক্রেডিট ৫,০০০
(ব্যাংকে জমা দেয়া হলো)
” ৩ নগদান হিসাব ডেবিট ৯,০০০
জাহিদ হিসাব ক্রেডিট ৯,০০০
(জাহিদের নিকট থেকে পাওয়া গেল)
” ৫ মনির হিসাব ডেবিট ৭,০০০
নগদান হিসাব ক্রেডিট ৭,০০০
(মনিরকে প্রদান করা হলো )
” ১৫ বেতন হিসাব ডেবিট ৩,০০০
নগদান হিসাব ক্রেডিট ৩,০০০
(নগদে বেতন প্রদান করা হলো)
” ১৭ নগদান হিসাব ডেবিট ৮,০০০
বিক্রয় হিসাব ক্রেডিট ৮,০০০
(নগদে বিক্রয় করা হলো)
” ২০ উত্তোলন হিসাব ডেবিট ১,০০০
নগদান হিসাব ক্রেডিট ১,০০০
(মালিক কর্তৃক নগদ উত্তোলন)
মোট ৩৩,০০০ ৩৩,০০০

উত্তর : জাবেদার যোগফল ৩৩,০০০ টাকা।
গ. জনাব মাকসুদের
খতিয়ান (চলমান জের ছক)
বিক্রয় হিসাব হিসাবের কোড নং………
তারিখ বিবরণ জা: পৃ: ডেবিট
টাকা ক্রেডিট
টাকা উদ্বৃত্ত
ডেবিট ক্রেডিট
২০১৮
জানুয়ারি ১৭
নগদান হিসাব

৮,০০০

৮,০০০
ব্যাংক হিসাব হিসাবের কোড নং………
তারিখ বিবরণ জা: পৃ: ডেবিট
টাকা ক্রেডিট
টাকা উদ্বৃত্ত
ডেবিট ক্রেডিট
২০১৮
জানুয়ারি ০২
নগদান হিসাব
৫,০০০
৫,০০০

বেতন হিসাব হিসাবের কোড নং………
তারিখ বিবরণ জা: পৃ: ডেবিট
টাকা ক্রেডিট
টাকা উদ্বৃত্ত
ডেবিট ক্রেডিট
২০১৮
জানুয়ারি ১৫
নগদান হিসাব
৩,০০০
৩,০০০

উত্তোলন হিসাব হিসাবের কোড নং………
তারিখ বিবরণ জা: পৃ: ডেবিট
টাকা ক্রেডিট
টাকা উদ্বৃত্ত
ডেবিট ক্রেডিট
২০১৮
জানুয়ারি ২০
নগদান হিসাব
১,০০০
১,০০০

উত্তর : বিক্রয় হিসাব ৮,০০০ টাকা; ব্যাংক হিসাব ৫,০০০ টাকা; বেতন হিসাব ৩,০০০ টাকা; উত্তোলন হিসাব ১,০০০ টাকা।
প্রশ্ন -৪ ল্ফ জনাব শহীদ একজন ব্যবসায়ী। সাভারের আশুলিয়ায় তার একটি নার্সারী আছে। সেখানে তিনি নানা ধরনের ফুল, ফল ও ঔষধি গাছের চারা উৎপাদন করেন। ২০১৮ সালের জুলাই মাসে তার ব্যবসায়ে নিম্নোক্ত লেনদেনগুলো সম্পাদিত হয়।
জুলাই ৫ রহিম এর নিকট থেকে গাছ ও বীজ ক্রয় ২৫,০০০ টাকা
” ১০ রাশেদ এন্ড কোং এর নিকট নগদে বিক্রয় ৩৭,০০০ টাকা
” ১৯ গাছ ফেরত দেয়া হলো ২,৫০০ টাকা
” ৩০ কর্মচারীকে বেতন দেয়া হলো ৪,৫০০ টাকা
” ৩১ বিজ্ঞাপন ব্যয় ১,৫০০ টাকা
ক. জনাব শহীদের ৫ ও ১০ জুলাইয়ের লেনদেনগুলো জাবেদায় লিপিবদ্ধ কর।
খ. ক্রয় হিসাব, নগদান হিসাব, ক্রয় ফেরত হিসাব ঞ ছকে খতিয়ানভুক্ত করে জের নির্ণয় কর।
গ. রহিম হিসাব, বিক্রয় হিসাব, বেতন হিসাব ও বিজ্ঞাপন হিসাব চলমান জের ছকে লিপিবদ্ধ কর।
 ৪নং প্রশ্নের সমাধান 
ক. জনাব শহীদ
জাবেদা (সাধারণ)
তারিখ হিসাবের শিরোনাম ও ব্যাখ্যা খ: পৃ: ডেবিট টাকা ক্রেডিট টাকা
২০১৮
জুলাই ৫
ক্রয় হিসাব
ডেবিট
২৫,০০০
পাওনাদার (রহিম) হিসাব ক্রেডিট ২৫,০০০
(রহিমের নিকট থেকে গাছ ও বীজ ক্রয় করা হলো।)
” ১০ নগদান হিসাব ডেবিট ৩৭,০০০
বিক্রয় হিসাব ক্রেডিট ৩৭,০০০
(রাশেদ এন্ড কোং এর নগদে বিক্রয় করা হলো।)
মোট ৬২,০০০ ৬২,০০০

উত্তর : জাবেদার যোগফল ৬২,০০০ টাকা।
খ. জনাব শহীদের
খতিয়ান (ঞ ছক )
ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট
তারিখ বিবরণ জা: পৃ: টাকা তারিখ বিবরণ জা: পৃ: টাকা
২০১৮ ২০১৮
জুলাই ৫ পাওনাদার (রহিম) হিসাব
২৫,০০০
জুলাই ৩১
ব্যালেন্স সি/ডি
২৫,০০০
২৫,০০০ ২৫,০০০
আগস্ট ১ ব্যালেন্স বি/ডি ২৫,০০০
ডেবিট নগদান হিসাব ক্রেডিট
তারিখ বিবরণ জা: পৃ: টাকা তারিখ বিবরণ জা: পৃ: টাকা
২০১৮ ২০১৮
জুলাই ১০ বিক্রয় হিসাব ৩৭,০০০ জুলাই ৩০ বেতন হিসাব ৪,৫০০
” ৩১ বিজ্ঞাপন হিসাব ১,৫০০
” ৩১ ব্যালেন্স সি/ডি ৩১,০০০
৩৭,০০০ ৩৭,০০০
আগস্ট ১ ব্যালেন্স বি/ডি ৩১,০০০
ডেবিট ক্রয় ফেরত হিসাব ক্রেডিট
তারিখ বিবরণ জা: পৃ: টাকা তারিখ বিবরণ জা: পৃ: টাকা
২০১৮ ২০১৮
জুলাই ৩১ ব্যালেন্স সি/ডি ২,৫০০ জুলাই ১৯ পাওনাদার (রহিম) হিসাব ২,৫০০
২,৫০০ ২,৫০০
আগস্ট ১ ব্যালেন্স বি/ডি ২,৫০০
উত্তর : ক্রয় হিসাব ২৫,০০০ টাকা; নগদান হিসাব ৩১,০০০ টাকা; ক্রয় ফেরত হিসাব ২,৫০০ টাকা।
গ. জনাব শহীদের
খতিয়ান (চলমান জের ছক)
রহিম হিসাব হিসাবের কোড নং………
তারিখ বিবরণ জা. পৃ. ডেবিট
টাকা ক্রেডিট
টাকা উদ্বৃত্ত
ডেবিট ক্রেডিট
২০১৮
জুলাই ৫
ক্রয় হিসাব
২৫,০০০
২৫,০০০
” ১৯ ক্রয় ফেরত হিসাব ২,৫০০ ২২,৫০০
বিক্রয় হিসাব হিসাবের কোড নং………
তারিখ বিবরণ জা. পৃ. ডেবিট
টাকা ক্রেডিট
টাকা উদ্বৃত্ত
ডেবিট ক্রেডিট
২০১৮
জুলাই ১০
নগদান হিসাব
৩৭,০০০
৩৭,০০০
বেতন হিসাব হিসাবের কোড নং………
তারিখ বিবরণ জা. পৃ. ডেবিট
টাকা ক্রেডিট
টাকা উদ্বৃত্ত
ডেবিট ক্রেডিট
২০১৮
জুলাই ৩০
নগদান হিসাব
৪,৫০০
৪,৫০০
বিজ্ঞাপন হিসাব হিসাবের কোড নং………
তারিখ বিবরণ জা. পৃ. ডেবিট
টাকা ক্রেডিট
টাকা উদ্বৃত্ত
ডেবিট ক্রেডিট
২০১৮
জুলাই ৩১
নগদান হিসাব
১,৫০০
১,৫০০
উত্তর : রহিম হিসাব ২২,৫০০ টাকা; বিক্রয় হিসাব ৩৭,০০০ টাকা; বেতন হিসাব ৪,৫০০ টাকা; বিজ্ঞাপন হিসাব ১,৫০০ টাকা।

প্রশ্ন -৫ ল্ফ জনাব হাসেম ২০১৮ সালের ১ জুলাই তারিখে নগদ ৭০,০০০ টাকা এবং ৩০,০০০ টাকার পণ্যদ্রব্য নিয়ে ব্যবসায় শুরু করলেন। উক্ত মাসে তাঁর ব্যবসায়ের অন্যান্য লেনদেন ছিল :
জুলাই ২ জনতা ব্যাংকে হিসাব খোলা হলো ১০,০০০ টাকা।
” ১০ রুমির নিকট বিক্রয় বাবদ চেক প্রাপ্তি ১০,৫০০ টাকা।
” ১৫ বাবুলের নিকট হতে ক্রয় ১২,০০০ টাকা।
” ২০ বাবুলের নিকট পণ্য ফেরত পাঠানো হল ২,০০০ টাকা।
” ২৫ কর্মচারী রায়হানের বেতন অপরিশোধিত রয়েছে, ৪,০০০ টাকা।
” ৩০ দেনাদারের ১,০০০ টাকা আদায়যোগ্য নয়।
ক. ২৫ ও ৩০ তারিখের লেনদেনের জাবেদা দাখিলা প্রদান কর। ২
খ. নগদান হিসাব, ক্রয় হিসাব ‘ঞ’ ছকে খতিয়ানভুক্ত করে জের নির্ণয় কর। ৪
গ. পাওনাদার হিসাব, ব্যাংক হিসাব চলমান জের ছকে লিপিবদ্ধ কর। ৪
 ৫নং প্রশ্নের সমাধান 
ক. জনাব হাসেমের
জাবেদা (সাধারণ)
তারিখ হিসাব শিরোনাম ও ব্যাখ্যা খ. পৃ. ডেবিট টাকা ক্রেডিট টাকা
২০১৮
জুলাই ২৫ বেতন হিসাব ডেবিট ৪,০০০
বকেয়া বেতন হিসাব ক্রেডিট ৪,০০০
(কর্মচারী রায়হানের বেতন অপরিশোধিত রয়েছে।)
” ৩০ অনাদায়ী দেনা হিসাব ডেবিট ১,০০০
দেনাদার হিসাব ক্রেডিট ১,০০০
(দেনাদারের টাকা আদায়যোগ্য নয়।)
মোট ৫,০০০ ৫,০০০
উত্তর : সাধারণ জাবেদার যোগফল ৫,০০০ টাকা।
খ. জনাব হাসেমের
খতিয়ান (‘ঞ’ ছক)
ডেবিট নগদান হিসাব ক্রেডিট
তারিখ বিবরণ জা.পৃ. টাকা তারিখ বিবরণ জা.পৃ. টাকা
২০১৮ ২০১৮
জুলাই ১ মূলধন হিসাব ৭০,০০০ জুলাই ২ ব্যাংক হিসাব ১০,০০০
” ৩১ ব্যালেন্স সি/ডি ৬০,০০০
৭০,০০০ ৭০,০০০

আগস্ট ১ ব্যালেন্স বি /ডি ৬০,০০০
ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট
তারিখ বিবরণ জা.পৃ. টাকা তারিখ বিবরণ জা.পৃ. টাকা
২০১৮ ২০১৮
জুলাই ১ মূলধন হিসাব ৩০,০০০ জুলাই ৩১ ব্যালেন্স সি/ডি ৪২,০০০
” ১৫ পাওনাদার হিসাব ১২,০০০
৪২,০০০ ৪২,০০০
২০১৮
আগস্ট ব্যালেন্স বি /ডি ৪২,০০০
উত্তর : নগদান হিসাব ৬০,০০০ টাকা; ক্রয় হিসাব ৪২,০০০ টাকা।
গ. জনাব হাসেমের
খতিয়ান (চলমান জের ছক)
পাওনাদার হিসাব হিসাবের কোড নং ……………
তারিখ বিবরণ জা.
পৃ. ডেবিট
টাকা ক্রেডিট
টাকা উদ্বৃত্ত
ডেবিট ক্রেডিট
২০১৮
জুলাই ১৫ ক্রয় হিসাব ১২,০০০ ১২,০০০
” ২০ ক্রয় ফেরত হিসাব ২,০০০ ১০,০০০
ব্যাংক হিসাব হিসাবের কোড নং ……………
তারিখ বিবরণ জা.
পৃ. ডেবিট
টাকা ক্রেডিট
টাকা উদ্বৃত্ত
ডেবিট ক্রেডিট
২০১৮
জুলাই ২ নগদান হিসাব ১০,০০০ ১০,০০০
” ১০ বিক্রয় হিসাব ১০,৫০০ ২০,৫০০
উত্তর : পাওনাদার হিসাব ১০,০০০ টাকা; ব্যাংক হিসাব ২০,৫০০ টাকা।
প্রশ্ন -৬ ল্ফ জনাব জামাল একজন আসবাবপত্র ব্যবসায়ী। তিনি ২০১৮ সালের ১ জানুয়ারি তারিখে নগদ ১,০০,০০০ টাকা এবং ২৫,০০০ টাকার আসবাবপত্র নিয়ে তাঁর ব্যবসায় শুরু করেন। উক্ত মাসে তাঁর অন্যান্য লেনদেনগুলো নিম্নরূপ ঃ
জানুঃ ০৩ নগদে আসবাপত্র ক্রয় ৫৫,০০০ টাকা।
” ০৫ নাজেমের নিকট চেকে বিক্রয় ২৫,০০০ টাকা।
” ১৫ ব্যাংকে জমা দেয়া হলো ৫,০০০ টাকা।
” ২০ ঋণ গ্রহণ ২৫,০০০ টাকা।
ক. জনাব জামালের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় কর। ২
খ. উপর্যুক্ত ৩ থেকে ২০ তারিখের লেনদেনগুলো জনাব জামালের সাধারণ জাবেদায় লিপিবদ্ধ কর। ৪
গ. চলমান জের ছকে জনাব জামালের নগদান হিসাব ও ব্যাংক হিসাব প্রস্তুত কর। ৪
 ৬নং প্রশ্নের সমাধান 
ক. জনাব জামালের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় :
তািরখ বিবরণ টাকা টাকা
২০১৮
জানু. ১ নগদ ১,০০,০০০
আসবাবপত্র ২৫,০০০
প্রারম্ভিক মূলধন ১,২৫,০০০
উত্তর : জনাব জামানের প্রারিম্ভিক মূলধন ১,২৫,৫০০ টাকা।
খ. জনাব জামালের
জাবেদা (সাধারণ)
তারিখ হিসাব শিরোনাম ও ব্যাখ্যা খ. পৃ. ডেবিট টাকা ক্রেডিট টাকা
২০১৮
জানু. ৩ ক্রয় হিসাব ডেবিট ৫৫,০০০
নগদান হিসাব ক্রেডিট ৫৫,০০০
(ব্যবসায়িক পণ্য হিসেবে আসবাবপত্র নগদে ক্রয় করা হলো।)
” ৫ ব্যাংক হিসাব ডেবিট ২৫,০০০
বিক্রয় হিসাব ক্রেডিট ২৫,০০০
(নাজেমের নিকট চেকে বিক্রয় করা হলো।)
” ১৫ ব্যাংক হিসাব ডেবিট ৫,০০০
নগদান হিসাব ক্রেডিট ৫,০০০
(নগদ অর্থ ব্যাংকে জমা দেয়া হলো।)
” ২০ নগদান হিসাব ডেবিট ২৫,০০০
ঋণ হিসাব ক্রেডিট ২৫,০০০
(ঋণ গ্রহণ করা হলো।)
মোট ৬০,০০০ ৬,০০০
উত্তর : সাধারণ জাবেদার যোগফল ৬০,০০০ টাকা।
গ. জনাব জামালের
খতিয়ান (চলমান জের ছক)
নগদান হিসাব হিসাবের কোড নং …………
তারিখ বিবরণ জা.
পৃ. ডেবিট
টাকা ক্রেডিট
টাকা উদ্বৃত্ত
ডেবিট ক্রেডিট
২০১৮
জানু. ১ মূলধন হিসাব ১,০০,০০০ ১,০০,০০০
” ৩ ক্রয় হিসাব ৫৫,০০০ ৪৫,০০০
” ১৫ ব্যাংক হিসাব ৫,০০০ ৪০,০০০
” ২০ ঋণ হিসাব ২৫,০০০ ৬৫,০০০
ব্যাংক হিসাব হিসাবের কোড নং …………
তারিখ বিবরণ জা.
পৃ. ডেবিট
টাকা ক্রেডিট
টাকা ব্যালেন্স
ডেবিট ক্রেডিট
২০১৮
জানু. ৫ বিক্রয় হিসাব ২৫,০০০ ২৫,০০০
” ১৫ নগদান হিসাব ৫,০০০ ৩০,০০০
উত্তর : নগদান হিসাব ৬৫,০০০ টাকা; ব্যাংক হিসাব ৩০,০০০ টাকা।
প্রশ্ন -৭ ল্ফ জনাব মনসুর আলী একজন পাইকারি ব্যবসায়ী। তার প্রতিষ্ঠানে ২০১৮ সালে সেপ্টেম্বর মাসে কতিপয় লেনদেন নিম্নরূপ ঃ
সেপ্টেম্বর ১ মেসার্স রতন ব্রাদার্স-এর নিকট প্রতি লিটার ১২০ টাকা দরে ৩০০ লিটার সয়াবিন তেল বিক্রয়। কারবারি বাট্টা ৪%। চালান নং ২০৫।
৮ শিকদার এন্ড সন্স-এর নিকট প্রতি বস্তা ২,০০০ টাকা দরে ৫০ বস্তা আটা বিক্রয়। কারবারি বাট্টা ২%। চালান নং ২৪৫।
ক. জনাব মনসুর আলীর প্রতিষ্ঠানের লেনদেনগুলোর মোট কারবারি বাট্টার পরিমাণ কত? ২
খ. উপর্যুক্ত লেনদেনগুলোর ভিত্তিতে জনাব মনসুর আলীর বিক্রয় জাবেদা প্রস্তুত কর। ৪
গ. উপর্যুক্ত লেনদেনসমূহের ভিত্তিতে জনাব মনসুর আলীর সাধারণ খতিয়ান ও সহকারী খতিয়ানসমূহ প্রস্তুত কর। ৪
 ৭নং প্রশ্নের সমাধান 
ক. জনাব মনসুর আলীর প্রতিষ্ঠানের লেনদেনগুলোর মোট কারবারি বাট্টার পরিমাণ নির্ণয় :
তারিখ বিবরণ টাকা টাকা
২০১৮
সেপ্টে. ১ মেসার্স রতন ব্রাদার্সকে প্রদত্ত কারবারি বাট্টা (১২০  ৩০০  ৪%) ১,৪৪০
” ৮ শিকদার এন্ড সন্সকে প্রদত্ত কারবারি বাট্টা (২,০০০  ৫০  ২%) ২,০০০
মোট কারবারি বাট্টা ৩,৪৪০
উত্তর : জনাব মনসুর আলীর প্রতিষ্ঠানের লেনদেনগুলোর মোট কারবারি বাট্টা ৩,৪৪০ টাকা।
খ. জনাব মনসুর আলীর
বিক্রয় জাবেদা
তারিখ ডেবিট হিসাব খাত চালান নম্বর সূত্র দেনাদার হিসাব ডেবিট
বিক্রয় হিসাব ক্রেডিট
২০১৮
সেপ্টে. ১ মেসার্স রতন ব্রাদার্স ২০৫  ৩৪,৫৬০
” ৮ শিকদার এন্ড সন্স ২৪৫  ৯৮,০০০
১,৩২,৫৬০
উত্তর : জনাব মানসুর আলীর বিক্রয় জাবেদার যোগফল ১,৩২,৫৬০ টাকা।
গ. জনাব মনসুর আলীর
সাধারণ খতিয়ান
দেনাদার হিসাব হিসাবের কোড নং ………………
তারিখ বিবরণ জা.
পৃ. ডেবিট
টাকা ক্রেডিট
টাকা উদ্বৃত্ত
ডেবিট ক্রেডিট
২০১৮
সেপ্টে. ৩ বিক্রয় হিসাব ১,৩২,৫৬০ ১,৩২,৫৬০
বিক্রয় হিসাব হিসাবের কোড নং ………………
তারিখ বিবরণ জা.
পৃ. ডেবিট
টাকা ক্রেডিট
টাকা উদ্বৃত্ত
ডেবিট ক্রেডিট
২০১৮
সেপ্টে. ৩০ দেনাদার হিসাব ১,৩২,৫৬০ ১,৩২,৫৬০
জনাব মনসুর আলীর
সহকারী খতিয়ান
মেসার্স রতন ব্রাদার্স হিসাব হিসাবের কোড নং ………………
তারিখ বিবরণ জা.
পৃ. ডেবিট
টাকা ক্রেডিট
টাকা উদ্বৃত্ত
ডেবিট ক্রেডিট
২০১৮
সেপ্টে. ১ বিক্রয় হিসাব ৩৪,৫৬০ ৩৪,৫৬০
শিকদার এন্ড সন্স হিসাব হিসাবের কোড নং ………………
তারিখ বিবরণ জা.
পৃ. ডেবিট
টাকা ক্রেডিট
টাকা উদ্বৃত্ত
ডেবিট ক্রেডিট
২০১৮
সেপ্টে. ৮ বিক্রয় হিসাব ৯৮,০০০ ৯৮,০০০
উত্তর : দেনাদার হিসাব ১,৩২,৪৫০ টাকা; মেসার্স রতন ব্রাদার্স হিসাব ৩৪,৫৬০ টাকা; শিকদার অ্যান্ড সন্স হিসাব ৯৮,০০০ টাকা।
প্রশ্ন -৮ ল্ফ মেসার্স রফিক ট্রেডার্সের ব্যবসায়ে ২০১৮ সালের জুন মাসের ১ তারিখে নগদ ১,০০,০০০ টাকা এবং আসবাবপত্রের ২০,০০০ টাকা উদ্বৃত্ত ছিল। জুন মাসে তার লেনদেনগুলো নিম্নরূপ :
জুন ১০ নগদ বিক্রয় ৫,০০০ টাকা।
” ১৫ আসবাবপত্রের অবচয় ধরে ২,০০০ টাকা।
” ২৫ কম্পিউটার ক্রয় ২০,০০০ টাকা।

ক. উপর্যুক্ত লেনদেনের ভিত্তিতে মেসার্স রফিক ট্রেডার্সের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় কর। ২
খ. চলমান জের ছকে মুনাফাজাতীয় লেনদেনসমূহের হিসাব তৈরি করে উদ্বৃত্ত দেখাও। ৪
গ. ‘ঞ’-ছকে নগদান হিসাব এবং আসবাবপত্র হিসাব তৈরি কর এবং উদ্বৃত্ত দেখাও। ৪
 ৮নং প্রশ্নের সমাধান 
ক. মেসার্স রফিক ট্রেডার্সের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় :
তারিখ বিবরণ টাকা টাকা
২০১৮
জুন ১ নগদ ১,০০,০০০
আসবাবপত্র ২০,০০০
মোট প্রারম্ভিক মূলধন ১,২০,০০০
উত্তর : প্রারম্ভিক মূলধন ১,২০,০০০ টাকা।
খ. মেসার্স রফিক ট্রেডার্সের
খতিয়ান (চলমান জের ছক)
নগদান হিসাব হিসাবের কোড নং ……………….
তারিখ বিবরণ জা.
পৃ. ডেবিট
টাকা ক্রেডিট
টাকা উদ্বৃত্ত
ডেবিট ক্রেডিট
২০১৮
জুন ১০ বিক্রয় হিসাব ৫,০০০ ৫,০০০

বিক্রয় হিসাব হিসাবের কোড নং ……………….
তারিখ বিবরণ জা.
পৃ. ডেবিট
টাকা ক্রেডিট
টাকা উদ্বৃত্ত
ডেবিট ক্রেডিট
২০১৮
জুন ১০ নগদান হিসাব ৫,০০০ ৫,০০০

অবচয় হিসাব হিসাবের কোড নং ……………….
তারিখ বিবরণ জা.
পৃ. ডেবিট
টাকা ক্রেডিট
টাকা উদ্বৃত্ত
ডেবিট ক্রেডিট
২০১৮
জুন ১৫ পুঞ্জিভ‚ত অবচয় (আসবাবপত্র) হিসাব ২,০০০ ২,০০০

পুঞ্জিভ‚ত অবচয় (আসবাবপত্র) হিসাব হিসাবের কোড নং ……………….
তারিখ বিবরণ জা.
পৃ. ডেবিট
টাকা ক্রেডিট
টাকা উদ্বৃত্ত
ডেবিট ক্রেডিট
২০১৮
জুন ১৫ অবচয় হিসাব ২,০০০ ২,০০০

উত্তর : নগদান হিসাব ৫,০০০ টাকা; বিক্রয় হিসাব ৫,০০০ টাকা; অবচয় হিসাব ২,০০০ টাকা; পুঞ্জিভ‚ত অবচয় (আসবাবপত্র) হিসাব ২,০০০ টাকা।
গ. মেসার্স রফিক ট্রেডার্সের
খতিয়ান (ঞ-ছক)
ডেবিট নগদান হিসাব ক্রেডিট
তারিখ বিবরণ জা. পৃ. ডেবিট টাকা তারিখ বিবরণ জা.পৃ. ক্রেডিট টাকা
২০১৮ ২০১৮
জুন ১ মূলধন হিসাব ১,০০,০০০ জুন ২৫ অফিস সরঞ্জাম হিসাব ২০,০০০
” ১০ বিক্রয় হিসাব ৫,০০০ ” ৩০ ব্যালেন্স সি/ডি ৮৫,০০০

১,০৫,০০০ ১,০৫,০০০
জুলাই ১ ব্যালেন্স বি / ডি ৮৫,০০০
ডেবিট আসবাবপত্র হিসাব ক্রেডিট
তারিখ বিবরণ জা. পৃ. ডেবিট টাকা তারিখ বিবরণ জা.পৃ. ক্রেডিট টাকা
২০১৮ ২০১৮
জুন ১ মূলধন হিসাব ২০,০০০ জুন ৩০ ব্যালেন্স সি / ডি ২০,০০০

২০,০০০ ২০,০০০
জুলাই ১ ব্যালেন্স বি / ডি ২০,০০০
উত্তর : নগদান হিসাব ৮৫,০০০ টাকা; আসবাবপত্র হিসাব ২০,০০০ টাকা।
প্রশ্ন -৯ ল্ফ মি. রাহাত ২০১৮ সালের মার্চ মাসে নগদ ১,৫০,০০০ টাকা এবং ৫০,০০০ টাকার পণ্য নিয়ে ব্যবসায় শুরু করেন। ঐ মাসে তার ব্যবসায়ের লেনদেনসমূহ নিম্নরূপ :
২০১৮
মার্চ ১ মি. রফিকের নিকট হতে পণ্য ক্রয় ২০,০০০ টাকা।
” ৩ মি. মুন্নার নিকট হতে ১০,০০০ টাকার পণ্য ক্রয়ের ফরমায়েশ পান।
” ৭ ব্যাংকে জমা দান ৩০,০০০ টাকা।
” ১৫ মি. রফিকের পাওনা ২০,০০০ টাকার পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে ১০% বাট্টায় চেক প্রদান করেন।
” ১৬ মি. রাহাতের ম্যানেজারের ২০,০০০ টাকা দামের একটি স্বর্ণের আংটি হারিয়ে গেল।
ক. মি. রাহাতের যে ঘটনাগুলো লেনদেন নয় তার মোট টাকার পরিমাণ কত? ২
খ. মি. রাহাতের লেনদেনগুলোর জাবেদা দাখিলা দেখাও। ৪
গ. মি. রাহাতের ক্রয় এবং ব্যাংক উদ্বৃত্তের পরিমাণ নির্ণয় কর। ৪
 ৯নং প্রশ্নের সমাধান 
ক. লেনদেন নয় এমন ঘটনাগুলোর পরিমাণ নির্ণয় :
তারিখ বিবরণ টাকা টাকা
২০১৮
মার্চ ৩ পণ্য ক্রয়ের ফরমায়েশ পাওয়া গেল ১০,০০০
” ১৬ ম্যানেজারের একটি স্বর্ণের আংটি হারিয়ে গেল ২০,০০০
মোট ৩০,০০০
উত্তর : লেনদেন নয় এমন ঘটনাগুলোর পরিমাণ ৩০,০০০ টাকা।
খ. মি. রাহাতের
জাবেদা (সাধারণ)
তারিখ বিবরণ খ. পৃ. টাকা টাকা
২০১৮
মার্চ ১ নগদান হিসাব ডেবিট ১,৫০,০০০
ক্রয় হিসাব ডেবিট ৫০,০০০
মূলধন হিসাব ক্রেডিট ২,০০,০০০
(নগদ এবং পণ্য নিয়ে ব্যবসায় শুরু করেন।)
” ১ ক্রয় হিসাব ডেবিট ২০,০০০
পাওনাদার (মি. রফিক) হিসাব ক্রেডিট ২০,০০০
(মি. রফিকের নিকট হতে পণ্য ক্রয় করা হলো।)
” ৭ ব্যাংক হিসাব ডেবিট ৩০,০০০
নগদান হিসাব ক্রেডিট ৩০,০০০
(ব্যাংকে জমা দেওয়া হলো।)
” ১৫ পাওনাদার (মি. রফিক) হিসাব ডেবিট ২০,০০০
ব্যাংক হিসাব ক্রেডিট ১৮,০০০
প্রাপ্ত বাট্টা হিসাব ক্রেডিট ২,০০০
(মি. রফিকের পাওনা পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে ২০% বাট্টার চে প্রদান করা হলো।)

মোট ২,৭০,০০০ ২,৭০,০০০
উত্তর : সাধারণ জাবেদার যোগফল ২,৭০,০০০ টাকা।
গ. মি. রাহাতের
খতিয়ান (চলমান জের)
ক্রয় হিসাব হিসাবের কোড নং ……………….
তারিখ বিবরণ জা.
পৃ. ডেবিট
টাকা ক্রেডিট
টাকা উদ্বৃত্ত
ডেবিট ক্রেডিট
২০১৮
মার্চ ১ মূলধন হিসাব ৫০,০০০ ৫০,০০০
” ১ পাওনাদার (মি. রফিক) হিসাব ২০,০০০ ৭০,০০০
ব্যাংক হিসাব হিসাবের কোড নং ……………….
তারিখ বিবরণ জা.
পৃ. ডেবিট
টাকা ক্রেডিট
টাকা উদ্বৃত্ত
ডেবিট ক্রেডিট
২০১৮
মার্চ ৭ নগদান হিসাব ৩০,০০০ ৩০,০০০
” ১৫ পাওনাদার (মি. রফিক) হিসাব ১৮,০০০ ১২,০০০
উত্তর : ক্রয় উদ্বৃত্ত ৭০,০০০ টাকা এবং ব্যাংক উদ্বৃত্ত ১২,০০০ টাকা।
প্রশ্ন -১০ ল্ফ ২০১৮ সালের ১মে তারিখে জনাব রবিউল নগদ ১,০০,০০০ টাকা, ৬০,০০০ টাকার পণ্যদ্রব্য ও ১,৪০,০০০ টাকার ব্যাংক ঋণ নিয়ে ব্যবসায় শুরু করেন। উক্ত মাসে তার ব্যবসায়ে অন্যান্য কয়েকটি লেনদেন ছিল ঃÑ
মে ১০ বহিঃ ফেরত ২,০০০ টাকা।
১৩ ধারে বিক্রয় ১০,০০০ টাকা।
২০ দেনাদার হতে প্রাপ্তি ৫,০০০ টাকা।

ক. জনাব রবিউলের প্রারম্ভিক মূলধন কত? ২
খ. উপর্যুক্ত লেনদেনগুলোর ডেবিট-ক্রেডিট নির্ণয় কর। ৪
গ. উপর্যুক্ত লেনদেনের ভিত্তিতে নগদান হিসাব, বিক্রয় হিসাব, দেনাদার হিসাব ও পাওনাদার হিসাব প্রস্তুত কর। ৪
 ১০নং প্রশ্নের সমাধান 
ক. জনাব রবিউলের প্রারম্ভিক মূলধন নির্ণয় :
তারিখ বিবরণ টাকা টাকা
২০১৮
মে ১ নগদ ১,০০,০০০
পণ্য দ্রব্য ৬০,০০০
প্রারম্ভিক মূলধন ১,৬০,০০০
উত্তর : জনাব রবিউলের প্রারম্ভিক মূলধন ১,৬০,০০০ টাকা।
খ. উপযুক্ত লেনদেনগুলোর ডেবিট-ক্রেডিট নির্ণয় :
তারিখ হিসাব খাত ডেবিট / ক্রেডিট
২০১৮
মে ১ নগদান হিসাব ডেবিট
ক্রয় হিসাব ডেবিট
ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট
মূলধন হিসাব ক্রেডিট
” ১০ পাওনাদার হিসাব ডেবিট
ক্রয় ফেরত হিসাব ক্রেডিট
” ১৩ দেনাদার হিসাব ডেবিট
বিক্রয় হিসাব ক্রেডিট
” ২০ নগদান হিসাব ডেবিট
দেনাদার হিসাব ক্রেডিট
গ. জনাব রবিউলের
সাধারণ খতিয়ান (চলমান জের পদ্ধতি)
নগদান হিসাব হিসাবের কোড নং …………….
তারিখ বিবরণ জা.
পৃ. ডেবিট
টাকা ক্রেডিট
টাকা উদ্বৃত্ত
ডেবিট ক্রেডিট
২০১৮
মে ১ মূলধন হিসাব ১,০০,০০০ ১,০০,০০০
ব্যাংক ঋণ হিসাব ১,৪০,০০০ ২,৪০,০০০
” ১০ দেনাদার হিসাব ৫,০০০ ২,৪৫,০০০
বিক্রয় হিসাব হিসাবের কোড নং …………….
তারিখ বিবরণ জা.
পৃ. ডেবিট
টাকা ক্রেডিট
টাকা উদ্বৃত্ত
ডেবিট ক্রেডিট
২০১৮
মে ১৩ দেনাদার হিসাব ১০,০০০ ১০,০০০
দেনাদার হিসাব হিসাবের কোড নং …………….
তারিখ বিবরণ জা.
পৃ. ডেবিট
টাকা ক্রেডিট
টাকা উদ্বৃত্ত
ডেবিট ক্রেডিট
২০১৮
মে ১৩ বিক্রয় হিসাব ১০,০০০ ১০,০০০
” ২০ নগদান হিসাব ৫,০০০ ৫,০০০
পাওনাদার হিসাব হিসাবের কোড নং …………….
তারিখ বিবরণ খ.
পৃ. ডেবিট
টাকা ক্রেডিট
টাকা উদ্বৃত্ত
ডেবিট ক্রেডিট
২০১৮
মে ১০ ক্রয় ফেরত হিসাব ২,০০০ ২,০০০
উত্তর : নগদান হিসাব ২,৪৫,০০০ টাকা; বিক্রয় হিসাব ১০,০০০ টাকা; দেনাদার হিসাব ৫,০০০ টাকা; পাওনাদার হিসাব ২,০০০ টাকা।
প্রশ্ন -১১ ল্ফ এ্যাডভোকেট শামসুল আলম ১ জানুয়ারি ২০১৮ তারিখে তার আইন ব্যবসায় চালু করেন। প্রথম মাসের লেনদেনগুলো নিম্নরূপ :
২০১৮
জানুয়ারি- ১ আইন পেশায় ৫০,০০০ টাকা বিনিয়োগ করা হলো।
৪ অফিসের জন্য আসবাবপত্র ক্রয় ১০,০০০ টাকা।
৮ মক্কেলদের ধারে আইনি সেবা দেয়া হলো ৮,০০০ টাকা।
১২ মক্কেলদের নিকট থেকে নগদ প্রাপ্তি ২,৫০০ টাকা।
১৬ আসবাবপত্রের অবচয় ধরা হলো ৫০০ টাকা।
২০ অফিস কর্মচারীর বেতন পরিশোধ ২,০০০ টাকা।
ক. এ্যাডভোকেট শামসুল আলমের ৮ ও ১৬ তারিখে লেনদেনগুলো জাবেদা দাখিলা দাও। ২
খ. মাস শেষে এ্যাডভোকেট শামসুল আলমের স্বত্বাধিকারের পরিমাণ নির্ণয় কর। ৪
গ. উপরোক্ত লেনদেনের ভিত্তিতে এ্যাডভোকেট শামসুল আলমের ব্যবসায়ের প্রাপ্য হিসাব ও আসবাবপত্র হিসাব প্রস্তুত কর। ৪
 ১১নং প্রশ্নের সমাধান 
ক. এ্যাডভোকেট শামসুল আলমের
জাবেদা (সাধারণ)
তারিখ হিসাবের নাম ও ব্যাখ্যা খ. পৃ. ডেবিট টাকা ক্রেডিট টাকা
২০১৮
জানু. ৮ প্রাপ্য হিসাব ডেবিট ৮,০০০
সেবা আয় হিসাব ক্রেডিট ৮,০০০
(মক্কেলদের ধারে আইনি সেবা দেয়া হলো।)
” ১৬ অবচয় হিসাব ডেবিট ৫০০
পুঞ্জিভ‚ত অবচয় (আসবাবপত্র) হিসাব ক্রেডিট ৫০০
(আসবাবপত্রের উপর অবচয় ধার্য করা হলো।)
মোট ৮,৫০০০ ৮,৫০০
উত্তর : সাধারণ জাবেদার যোগফল ৮,৫০০ টাকা।
খ. মাস শেষে এ্যাডভোকেট শামসুল আলমের স্বত্বাধিকারের পরিমাণ নির্ণয় :
তারিখ বিবরণ টাকা টাকা
২০১৮
জানু. ১ আইন পেশায় বিনিয়োগ (মূলধন) ৫০,০০০
” ৮ যোগ : ধারে আইনি সেবা দেওয়া হলো (আয়) ৮,০০০
৫৮,০০০
” ১৬ বাদ : আসবাবপত্রের অবচয় ধরা হলো (ব্যয়) ৫০০
৫৭,৫০০
” ২০ বাদ : বেতন প্রদান (ব্যয়) ২,০০০
স্বত্বাধিকারের পরিমাণ ৫৫,৫০০
উত্তর : মাস শেষে শামসুল আলমের স্বত্বাধিকারের পরিমাণ ৫৫,৫০০ টাকা।
গ. এ্যাডভোকেট শামসুল আলমের
খতিয়ান (চলমান জের ছক)
প্রাপ্য হিসাব হিসাবের কোড নং …………
তারিখ বিবরণ জা.
পৃ. ডেবিট
টাকা ক্রেডিট
টাকা উদ্বৃত্ত
ডেবিট ক্রেডিট
২০১৮
জানু. ৮ সেবা আয় হিসাব ৮,০০০ ৮,০০০
” ১২ নগদান হিসাব ২,৫০০ ৫,৫০০

আসবাবপত্র হিসাব হিসাবের কোড নং …………
তারিখ বিবরণ জা.
পৃ. ডেবিট
টাকা ক্রেডিট
টাকা উদ্বৃত্ত
ডেবিট ক্রেডিট
২০১৮
জানু. ৪ আসবাবপত্রের অবচয় হিসাব ১০,০০০ ১০,০০০

উত্তর : প্রাপ্য হিসাব ৫,৫০০ টাকা; আসবাবপত্র হিসাব (ক্রেডিট) ১০,০০০ টাকা।
প্রশ্ন -১২ ল্ফ ২০১৮ সালের জুন মাসের আনজু ট্রেডার্সের লেনদেনগুলো নিম্নরূপ :
জুন- ৩ দেনাদারদের নিকট হতে প্রাপ্তি ১,২০,০০০ টাকা।
৭ ধারে পণ্য ক্রয় ৫৩,৫০০ টাকা।
১২ কবির স্টোর থেকে অফিসের জন্য নগদে চেয়ার ও টেবিল ক্রয় ২৫,০০০ টাকা।
২০ পাওনাদারকে চেকে পরিশোধ ১৬,০০০ টাকা।
ক. মাস শেষে দেনার পরিমাণ নির্ণয় কর। ২
খ. লেনদেনগুলোকে জাবেদায় লিপিবদ্ধ কর। ৪
গ. আনজু ট্রেডার্সের নগদান হিসাব ও ক্রয় হিসাবের খতিয়ান প্রস্তুত কর। ৪
 ১২নং প্রশ্নের সমাধান 
ক. মাস শেষে দেনার পরিমাণ নির্ণয় :
তারিখ বিবরণ টাকা টাকা
২০১৮
জুন ৭ ধারে ক্রয় ৫৩,৫০০
” ২০ বাদ : চেকে পরিশোধ ১৬,০০০
দেনার পরিমাণ ৩৭,৫০০
উত্তর : মাস শেষে আনজু ট্রেডার্সের দেনা ৩৭,৫০০ টাকা।
খ. আনজু ট্রেডার্সের
সাধারণ জাবেদা
তারিখ হিসাব শিরোনাম ও ব্যাখ্যা খ. পৃ. ডেবিট
টাকা ক্রেডিট
টাকা
২০১৮
জুন ৩ নগদান হিসাব ডেবিট ১,২০,০০
দেনাদার হিসাব ক্রেডিট ১,২০,০০০
(দেনাদারের নিকট হতে পাওয়া গেল।)
” ৭ ক্রয় হিসাব ডেবিট ৫৩,৫০০
পাওনাদার হিসাব ক্রেডিট ৫৩,৫০০
(ধারে ক্রয় করা হলো।)
” ১২ আসবাবপত্র হিসাব ডেবিট ২৫,০০০
নগদান হিসাব ক্রেডিট ২৫,০০০
(কবির স্টোর থেকে অফিসের জন্য নগদে চেয়ার ও টেবিল ক্রয় করা হলো।)
” ২০ পাওনাদার হিসাব ডেবিট ১৬,০০০
ব্যাংক হিসাব ক্রেডিট ১৬,০০০
(পাওনাদারকে চেকে পরিশোধ করা হলো।)
মোট ১২,৯৪,৫০০ ১২,৯৪,৫০০
উত্তর : জাবেদার যোগফল ১২,৯৪,৫০০ টাকা।
গ. আনজু ট্রেডার্সের (সাধারণ খতিয়ান)
নগদান হিসাব হিসাবের কোড নং …………….
তারিখ বিবরণ জা.
পৃ. ডেবিট
টাকা ক্রেডিট
টাকা উদ্বৃত্ত
ডেবিট ক্রেডিট
২০১৮
জুন ৩ দেনাদার হিসাব ১,২০,০০০ ১,২০,০০০
” ১২ আসবাবপত্র হিসাব ২৫,০০০ ৯৫,০০০
ক্রয় হিসাব হিসাবের কোড নং …………….
তারিখ বিবরণ জা.
পৃ. ডেবিট
টাকা ক্রেডিট
টাকা উদ্বৃত্ত
ডেবিট ক্রেডিট
২০১৮
জুন ৭ পাওনাদার হিসাব ৫৩,৫০০ ৫৩,৫০০
উত্তর : নগদান হিসাব ৯৫,০০০ টাকা, ক্রয় হিসাব ৫০,৫০০ টাকা।

Leave a Reply