আমার পরিচয়
সৈয়দ শামসুল হক
কবি পরিচিতি :
নাম সৈয়দ শামসুল হক
জন্ম পরিচয় জন্ম তারিখ : ১৯৩৫ খ্রিষ্টাব্দের ২৭শে ডিসেম্বর।
জন্মস্থান : কুড়িগ্রাম।
পিতৃ-মাতৃ পরিচয় পিতার নাম : ডা. সৈয়দ সিদ্দিক হুসাইন।
মাতার নাম : সৈয়দা হালিমা খাতুন।
শিক্ষা ঢাকা কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিক, জগন্নাথ কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে বেশ কিছুদিন পড়াশোনা করেন।
উল্লেখযোগ্য রচনা কাব্য : একদা এক রাজ্যে, বৈশাখে রচিত পঙ্ক্তিমালা, অগ্নি ও জলের কবিতা, রাজনৈতিক কবিতা। গল্প : শীত বিকেল, রক্তগোলাপ, আনন্দের মৃত্যু, জলেশ্বরীরর গল্পগুলো।
উপন্যাস : বৃষ্টি ও বিদ্রোহীগণ।
নাটক : পায়ের আওয়াজ পাওয়া যায়, নূরুলদীনের সারা জীবন, ঈর্ষা।
শিশুতোষ গ্রন্থ : সীমান্তের সিংহাসন।
বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
১. আমার পরিচয় কবিতায় উলে−খিত নদীর সংখ্যা কত? ছ
ক. ১২০০ খ. ১৩০০
গ. ১৪০০ ঘ. ১৫০০
২. ‘আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে’ Ñ এখানে ‘চর্যাপদের অক্ষরগুলো’ বলতে কবি কী বুঝিয়েছেন? ঝ
ক. অতীত ঐতিহ্য খ. সাংস্কৃতিক রূপ
গ. ঐতিহাসিক পটভূমি ঘ. সাংস্কৃতিক পরিচয়
নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও :
উপমহাদেশে শাসন ব্যবস্থার μমবিকাশ সম্বন্ধে পড়াতে গিয়ে জনাব মো. কামরুজ্জামান ধারাবাহিকভাবে পাল, সেন, মোগল, পাঠান ইত্যাদি শাসকগোষ্ঠীর শাসনকাল ও শাসন ব্যবস্থা নিয়ে আলোচনা করেন। এ সময়কালের স্থাপত্যের নিদর্শনস্বরূপ বেশকিছু বিষয়ের উলে−খ করেন।
৩. উদ্দীপকের সাথে ‘আমার পরিচয়’ কবিতার সাদৃশ্য রয়েছে Ñ
র. জাতিগত পরিচয়ের রর. ঐতিহাসিক পরিচয়ের
ররর. সাংস্কৃতিক বিবর্তন ধারার
নিচের কোনটি সঠিক? ঝ
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
৪. এরূপ সাদৃশ্যের কারণ কী? চ
ক. সামগ্রিকতা খ. পটভূমি
গ. ঐক্যসূত্র ঘ. ঐতিহ্য
সৃজনশীল প্রশ্নের উত্তর
অনুচ্ছেদগুলো পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :
ইংরেজ শাসকদের কাছ থেকে উপমহাদেশের মুক্তির জন্য মহাত্মা গান্ধী এক সময় এদেশের মানুষকে ঐক্যবদ্ধ করেন। নানাভাবে তাদের মাঝে দেশপ্রেম জাগ্রত করার চেষ্টা করেন। এরই ধারাবাহিক ফসল স্বদেশী আন্দোলন, অহিংস আন্দোলন ইত্যাদি। কালের বিবর্তনে জন্ম পাকিস্তান ও ভারত নামক দুটি পৃথক রাষ্ট্রের এবং পরবর্তীকালে বাংলাদেশের।
ক. বৌদ্ধবিহার কোথায় অবস্থিত? ১
খ. “আমি তো এসেছি ‘কমলার দীঘি’, ‘মহুয়ার পালা’ থেকে” Ñ একথা দ্বারা কবি কী বোঝাতে চেয়েছেন? ২
গ. উদ্দীপকটি ‘আমার পরিচয়’ কবিতার সাথে যেদিক দিয়ে সাদৃশ্যপূর্ণ তা ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকটি ‘আমার পরিচয়’ কবিতার খণ্ডাংশ মাত্র, পূর্ণচিত্র নয় Ñ যুক্তিসহ লেখো। ৪
১ এর ক নং প্র. উ.
ক্ষ বৌদ্ধবিহার পাহাড়পুরে অবস্থিত।
১ এর খ নং প্র. উ.
ক্ষ “আমি তো এসেছি ‘কমলার দীঘি’ ‘মহুয়ার পালা’ থেকে” বলতে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের বিকাশধারার কথা বলা হয়েছে।
বাঙালি জাতি সাংস্কৃতিক বিকাশ ও বিবর্তনের পথ ধরেই এই অবস্থানে এসেছে। ‘কমলার দীঘি’ ও ‘মহুয়ার পালা’ হচ্ছে মৈয়মনসিংহ গীতিকার পালা। এতে বাঙালির আবহমান জীবনধারার চিত্র প্রতিফলিত হয়েছে। সেই সংস্কৃতির ধারাবাহিকতার পথ ধরেই বাঙালি আজকের অবস্থানে এসেছে।
১ এর গ নং প্র. উ.
ক্ষ আন্দোলন-সংগ্রাম ও বিবর্তনের ধারায় যে আজকের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় হয়েছে তার প্রকাশ ঘটেছে উদ্দীপক ও ‘আমার পরিচয়’ কবিতায়।
বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা ও বাঙালি জাতিসত্তার বিকাশ লাভ করেছে আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে। তিতুমীর-হাজী শরিয়ত উল্লাহ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর পর্যন্ত অসংখ্য বিপ্লবী তাতে নেতৃত্ব দিয়েছেন। তাঁদের সেই কীর্তি আমাদের গৌরবোজ্জ্বল পরিচয় বহন করে। সেই ধারাবাহিকতায় আমরা পেয়েছি স্বাধীন স্বদেশ। সৈয়দ শামসুল হক তার ‘আমার পরিচয়’ কবিতায় গভীর মমত্বের সাথে চিত্রিত করেছেন আমাদের সংগ্রামী ইতিহাসের পটভ‚মি।
উদ্দীপকে বর্ণিত হয়েছে ইংরেজবিরোধী আন্দোলন-সংগ্রামের কথা। মহাত্মা গান্ধী উপমহাদেশের মানুষের মাঝে মুক্তির চেতনা ও দেশপ্রেম জাগ্রত করেন। সেই ধারাবাহিকতায় স্বদেশি আন্দোলন, অহিংস আন্দোলনের মতো ঐতিহাসিক ঘটনা ঘটে। তারই পথ ধরে পাকিস্তান, ভারত পরে স্বাধীন বাংলাদেশ নামক রাষ্ট্রের উদ্ভব হয়। উদ্দীপকে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যে বাংলাদেশ প্রতিষ্ঠা লাভ করে সেই বিষয়টি মুখ্য হয়ে উঠেছে। উদ্দীপকের এই দিকটি আমার পরিচয় কবিতার সাথে সাদৃশ্যপূর্ণ।
১ এর ঘ নং প্র. উ.
ক্ষ ‘আমার পরিচয়’ কবিতায় বাঙালি জাতিসত্তা প্রতিষ্ঠার সামগ্রিক ইতিহাস বর্ণিত হলেও উদ্দীপকে শুধু মানুষের মুক্তিসংগ্রামের কথা বলা হয়েছে।
সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক ‘আমার পরিচয়’ কবিতায় বাঙালি জাতীয় পরিচয় ও স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার কথা অত্যন্ত মমতার সাথে তুলে ধরেছেন। রাজনৈতিক ও সাংস্কৃতিকভাবে বাঙালি জাতি কীভাবে সমৃদ্ধ হয়েছে সেই ইতিহাস-ঐতিহ্য অত্যন্ত চমৎকারভাবে তুলে ধরা হয়েছে। চর্যাপদের সময় থেকে শুরু করে আজকের সাহিত্য চেতনা কীভাবে বিকাশ লাভ করেছে তারও সাক্ষ্য দেয় কবিতাটি। ‘আমার পরিচয়’ কবিতা মূলত বাংলাদেশের সামগ্রিক পরিচয়।
ইংরেজদের শোষণ-নির্যাতনে উপমহাদেশের মানুষ পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়ে পড়েছিল। তখন এই অঞ্চলের শান্তির প্রতীক মহাত্মা গান্ধী সবাইকে ঐক্যবদ্ধ করেছিলেন। তিনি সবার মাঝে দেশপ্রেম ও স্বাধীনতার চেতনা জাগ্রত করেছিলেন। সে কারণেই স্বদেশি আন্দোলন ও ‘অহিংস আন্দোলন’ নামে গুরুত্বপূর্ণ জাগরণের সূচনা ঘটে। তারই পরিপ্রেক্ষিতে স্বাধীন রাষ্ট্র ভারত, পাকিস্তান পরবর্তীতে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের অভ্যুদয়ের এই ইতিহাস ছাড়াও ‘আমার পরিচয়’ কবিতায় রয়েছে আরো অনেক বিষয়।
স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার পেছনে রয়েছে এক সমৃদ্ধ ইতিহাস। পুরো পথটি মানুষের সংগ্রাম ও আত্মত্যাগের মহিমায় পূর্ণ। আর যুগে যুগে মানুষের সেই অবিনাশী চেতনা গঠিত হয়েছে গৌরবময় সাংস্কৃতিক চর্চার দ্বারা। আমাদের এসবই ‘আমার পরিচয়’ কবিতায় উঠে এসেছে। কিন্তু আমাদের সাংস্কৃতিক জীবনবোধের পরিচয় আলোচ্য উদ্দীপকে অনুপস্থিত। ‘আমার পরিচয়’ ও উদ্দীপক পর্যালোচনা করলে পাই, উদ্দীপকে শুধু বাঙালির মুক্তি সংগ্রামের কথাই বলা হয়েছে। সাংস্কৃতিক বিকাশ ও বিবর্তনের দিকসমূহ সেখানে আলোচিত হয়নি। তাই উদ্দীপকটি ‘আমার পরিচয়’ কবিতার খণ্ডাংশ মাত্র, পূর্ণচিত্র নয়।
গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন ও উত্তর
একসাথে আছি, একসাথে বাঁচি। আজও একসাথে থাকবই
সব বিভেদের রেখা মুছে দিয়ে, সাম্যের ছবি আঁকবই।
বাঙালির প্রাণ, বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাইবোন
এক হউক, এক হউক, এক হউক হে ভগবান।
ক. বাংলা ভাষা ও সাহিত্যের প্রথম নিদর্শনের নাম কী? ১
খ. এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে। ব্যাখ্যা করো। ২
গ. উদ্ধৃত প্রথম চরণ দুটির সাথে দ্বিতীয় চরণ দুটির সাদৃশ্য ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকের দ্বিতীয় চরণ দুটির মূলভাব ‘আমার পরিচয়’ কবিতার সমগ্র মূলভাবকে ধারণ করে। উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো। ৪
২ নং প্র. উ.
ক. বাংলা ভাষা ও সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদ।
খ. বাঙালির স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবিস্মরণীয় ভ‚মিকার স্বীকৃতি দেওয়া হয়েছে আলোচ্য চরণে।
‘আমার পরিচয়’ কবিতায় বাঙালির ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি সব কিছুই তুলে ধরা হয়েছে। প্রসঙ্গক্রমে কবি এখানে স্বাধীনতা সংগ্রামের অগ্রনায়ক ও স্বাধীন বাংলাদেশের স্থাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ‚মিকার কথাও তুলে ধরেছেন। তাঁরই নেতৃত্বেই আমরা অর্জন করি স্বাধীন স্বদেশ। তাঁর সেই মহান কীর্তি স্মরণ করে বলা হয়েছে, ‘এসেছে বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে’।
গ. উদ্দীপকে উদ্ধৃত প্রথম ও দ্বিতীয় চরণদ্বয়ে বাঙালির ঐক্যবদ্ধতার আকাক্সক্ষা প্রকাশ পেয়েছে, যা ‘আমার পরিচয়’ কবিতাতেও লক্ষণীয়।
সৈয়দ শামসুল হক রচিত ‘আমার পরিচয়’ কবিতাটি বাঙালি জাতির ইতিহাস ও ঐতিহ্যের এক অনন্য আখ্যান। ইতিহাসের নানা ভাঙা-গড়ার খেলা বাঙালি জাতিতে সংঘবদ্ধ করেছে। একসাথে সংগ্রাম করে জাতি গঠনের প্রেরণা জুগিয়েছে সেই অনুভ‚তি প্রকাশিত হয়েছে উদ্দীপকে উদ্ধৃত প্রথম দুই চরণে।
বাংলার প্রতিটি মানুষ পরস্পরের অতি আপন। দেশের উন্নতির জন্য এই একতা অত্যন্ত জরুরি। বাঙালির মাঝে ঐক্যের সুর যেন ধ্বনিময় হয় সে প্রার্থনাই করা হয়েছে আলোচ্য উদ্দীপকের দ্বিতীয় কবিতাংশে। উদ্দীপকের প্রথম স্তবকেও আমরা বাঙালির একাত্মতার পরিচয় পাই।
[প্রশ্নটি সঠিক সৃজনশীল আঙ্গিকে রচিত না হওয়ায় পরিপূর্ণভাবে উত্তর দেওয়া যায়নি।]
ঘ. উদ্দীপকের শেষ দুই চরণে বাঙালির যে ঐক্যবদ্ধতার প্রত্যাশা ব্যক্ত হয়েছে ‘আমার পরিচয়’ কবিতায় কবির উদ্দেশ্যও তা-ই।
‘আমার পরিচয়’ কবিতায় কবি বাংলাদেশের অভ্যুদয়ের ধারাবাহিক ইতিহাস তুলে ধরেছেন। ইতিহাসের এই গুরুত্বপূর্ণ বাঁকগুলো বাঙালিকে বিশ্বের বুকে এক আত্মমর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। আমাদের গর্বের ইতিহাসে ও ঐতিহ্য থেকে প্রেরণা নিয়ে ঐক্যবদ্ধ থাকতে পারলেই দেশটাকে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে পারব।
উদ্দীপকের দ্বিতীয় কবিতাংশে প্রকাশিত হয়েছে একটি প্রার্থনা। তা হলোÑ বাঙালি জাতির প্রাণ যেন এক সুতোয় গাঁথা থাকে। অর্থাৎ বাঙালি যেন পরস্পরকে একতার বাঁধনে বাঁধে। ‘আমার পরিচয়’ কবিতায় মূলসুরও এটি।
বাংলাদেশ আজ স্বাধীন, সার্বভৌম একটি দেশ। এদেশের স্বাধীন মর্যাদাশীল জাতিসত্তা গঠনের পেছনে রয়েছে সমৃদ্ধ এক ইতিহাস, শতবর্ষের ঐতিহ্য। সেই ইতিহাস ও ঐতিহ্যের পটভ‚মি ‘আমার পরিচয়’ কবিতার মাধ্যমে বাঙালিকে স্মরণ করিয়ে দিয়েছেন কবি সৈয়দ শামসুল হক। কবিতার মাধ্যমে আমরা বিপুল বাংলাদেশের যে অনবদ্য রূপ পাই তা আমাদের জাতীয়তাবোধকে সমুন্নত করে আমাদের নিজস্ব ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে সচেতন করে তোলে। ফলে আমরা মনে-প্রাণে এক জাতিতে পরিণত হওয়ার অনুপ্রেরণা লাভ করি। প্রতিটি বাঙালির মনে যেন এমন আত্মীয়তার সুর জেগে ওঠে সেই প্রত্যাশা হয়েছে উদ্দীপকের দ্বিতীয় অংশে। এ কারণেই উদ্দীপকটিকে আলোচ্য কবিতার মূলভাবের ধারক বলা যায়।
১৯৫২ সাল। ছাত্র-জনতার ¯েøাগানে ¯েøাগানে রাজপথ উত্তাল। বাংলা ভাষার মর্যাদা ক্ষুণœ হতে তারা দেবে না কিছুতেই। ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’ ¯েøাগানে তাদের মনে সঞ্চারিত হয় অপরিমেয় শক্তি ও দুর্জয় সাহস।
ক. জয়বাংলা কী? ১
খ. জয়বাংলাকে বজ্রকণ্ঠ বলা হয়েছে কেন? ২
গ. উদ্দীপকে বর্ণিত ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’ ¯েøাগানটি ‘আমার পরিচয়’ কবিতার কোন বিষয়টি মনে করিয়ে দেয়? ৩
ঘ. উদ্দীপকটি কী ‘আমার পরিচয়’ কবিতার সমগ্রভাবের প্রকাশক? তোমার মতামত বিশ্লেষণ করো। ৪
৩ নং প্র. উ.
ক. জয়বাংলা হলো মুক্তিযুদ্ধের সময়ে জাতীয় ¯েøাগান হিসেবে অসাধারণ প্রেরণাসঞ্চারী শব্দমালা।
খ. জয়বাংলার প্রেরণাসঞ্চারী ¯েøাগানে বাঙালি স্বাধীনতা অর্জনের শক্তি ও সাহস পেয়েছিল বলে জয়বাংলাকে বজ্রকণ্ঠ বলা হয়েছে।
বাংলাদেশ ১৯৭১ সালে এক রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। এই যুদ্ধে এক অসাধারণ প্রেরণাদায়ী শক্তি ছিল জয়বাংলা ¯েøাগান। এই ¯েøাগানে পুরো জাতি একতাবদ্ধ হয়ে লড়াই করেছে। তাই এই ¯েøাগানকে বজ্রকণ্ঠ বলা হয়েছে।
গ. উদ্দীপকে বর্ণিত ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’ ¯েøাগানটি ‘আমার পরিচয়’ কবিতায় বর্ণিত ভাষা আন্দোলনকে মনে করিয়ে দেয়।
ক্ষ ‘আমার পরিচয়’ কবিতায় কবি শামসুর রহমান আমাদের গৌরবোজ্জ্বল ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও মূল্যবোধ নিখুঁতভাবে তুলে ধরেছেন। তিনি ‘আমার পরিচয়’ শিরোনামে বাঙালির সত্যিকার পরিচয়টিই উপস্থাপন করেছেন। একের পর এক ঘটনা, প্রেক্ষাপট, ইতিহাস, আন্দোলন-সংগ্রাম ও গৌরবের দিকগুলো আমাদের সামনে উপস্থাপন করেছেন। কবি তার কবিতার ইতিহাসের অংশ হিসেবে মুক্তিযুদ্ধ, রাষ্ট্রভাষা আন্দোলনসহ বাঙালির ঐতিহাসিক কীর্তিগুলো তুলে ধরেছেন, যা জাতি হিসেবে আমাদের গৌরবান্বিত করে।
ক্ষ উদ্দীপকে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের উত্তাল দিনের কথা বলা হয়েছে। মায়ের ভাষাকে কেড়ে নিতে চেয়েছিল পাকিস্তানি শাসকগোষ্ঠী। প্রতিবাদে ছাত্র-জনতা সেদিন ¯েøাগানে ¯েøাগানে রাজপথ কাঁপিয়ে দিয়েছিল। বজ্রকঠিন সিদ্ধান্তে তারা অটল হয়েছিল বাংলা ভাষার মর্যাদা তারা রক্ষা করবেই। ¯েøাগানের মধ্য দিয়ে তাদের মাঝে সঞ্চারিত হয়েছিল অপরিমেয় সাহস। বাঙালির জাতীয় জীবনে বাংলা ভাষা আন্দোলন ইতিহাস ঐতিহ্য হিসেবে অবশ্যই বিরাট অংশজুড়ে আছে। ‘আমার পরিচয়’ কবিতায়ও তাই ঐতিহাসিক রাষ্ট্রভাষা আন্দোলনের প্রসঙ্গ তুলে ধরা হয়েছে। এই আন্দোলনের মধ্য দিয়ে যেন আমরা নতুন করে জন্মলাভ করেছি।
ঘ. ‘আমার পরিচয়’ কবিতায় উল্লিখিত হয়েছে বাঙালির সামগ্রিক রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস। উদ্দীপকে শুধু সংগ্রামমুখরতার প্রসঙ্গ উল্লিখিত হওয়ার এটি কবিতার সমগ্রভাবকে প্রকাশ করে না।
ক্ষ বাঙালির সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির পটভ‚মিতে ‘আমার পরিচয়’ কবিতাটি রচিত হয়েছে। কবি যথার্থভাবেই আমার পরিচয় অর্থাৎ, বাঙালির প্রকৃত পরিচয় তুলে ধরেছেন। ঠিক কোথা থেকে আমরা বাঙালিরা এই অবস্থায় এসে পৌঁছালাম তা সুন্দরভাবে তুলে ধরেছেন। আমদের নানা আন্দোলন, সংগ্রাম থেকে শুরু করে লোকজীবন কোনো কিছুই বাদ যায়নি।
ক্ষ উদ্দীপকে উল্লেখ করা হয়েছে বাঙালির গৌরবের অর্জন রাষ্ট্রভাষা আন্দোলন। ভাষার দাবি প্রতিষ্ঠার জন্য ছাত্র-জনতা রাজপথ কাঁপিয়ে প্রবল আন্দোলন গড়ে তোলে। ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’ ¯েøাগান তাদের মনে সাহস ও শক্তি সঞ্চার করে। তাদের আত্মত্যাগে ভাষার মর্যাদা সুপ্রতিষ্ঠিত হয়।
ক্ষ ‘আমার পরিচয়’ কবিতায় কবি বাঙালির পূর্ণ পরিচয় তুলে ধরেছেন। ইতিহাসের গতিধারায় বাঙালির সকল গৌরবের অর্জনের উল্লেখ রয়েছে কবিতায়। তার ঐতিহ্য, জীবনযাত্রা, সংস্কৃতি সব কিছুই কবিতায় স্থান পেয়েছে। বাদ যায়নি কোনো আন্দোলন-সংগ্রামের ইতিহাস। আলোচ্য উদ্দীপকে কেবল রাষ্ট্রভাষা আন্দোলন বিষয়টি বর্ণিত হয়েছে। তাই উদ্দীপকটি ‘আমার পরিচয়’ কবিতায় সমগ্রভাব প্রকাশ করে না। আংশিক ভাব প্রকাশ ঘটে।
ক. ‘মহুয়ার পালা’ কী? ১
খ. ‘কৈবর্তের বিদ্রোহী গ্রাম’ বলতে কী বোঝ? ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকটি ‘আমার পরিচয়’ কবিতার কোন দিকটির প্রতিভাষ্য?Ñব্যাখ্যা করো। ৩
ঘ. ‘আমার পরিচয়’ কবিতায় বাঙালি জাতিসত্তার যে রাজনৈতিক ইতিহাস প্রকাশ পেয়েছে তার সমগ্রকে ধারণ করেছে উদ্দীপকের ছকটি-যৌক্তিক মূল্যায়ন করো। ৪
৪ নং প্র. উ.
ক. মহুয়ার পালা হচ্ছেÑ মৈমনসিংহ গীতিকার একটি পালা।
খ. ‘আমার পরিচয়’ কবিতায় ‘কৈবর্তের বিদ্রোহী গ্রাম’ বলতে বাঙালির সংগ্রামমুখরতার ইঙ্গিত দেওয়া হয়েছে।
আনুমানিক ১০৭০-১০৭৭ খ্রিষ্টাব্দে কৈবর্ত স¤প্রদায়ের লোক দিবৎ-এর নেতৃত্বে যে বিদ্রোহ সংঘটিত হয়েছিল ইতিহাস তা কৈবর্ত বিদ্রোহ নামে পরিচিত। রাজা মহীপালের বিরুদ্ধে অনন্ত-সামন্ত-চক্র মিলিত হয়ে এই কৈবর্ত বিদ্রোহের সূচনা করে। দিব্য বা দিব্বোক এই বিদ্রোহের নেতৃত্ব দেন। বাঙালি জাতির বিদ্রোহের ঐতিহ্য বোঝাতে এই উদাহরণটি উল্লেখ করা হয়েছে ‘আমার পরিচয়’ কবিতায়।
গ. উদ্দীপকে ‘আমার পরিচয়’ কবিতায় উল্লিখিত ইতিহাসের ধারাবাহিকতা সুস্পষ্টভাবে ফুটে উঠেছে।
‘আমার পরিচয়’ কবিতায় তুলে ধরা হয়েছে বাঙালি জাতির গৌরবোজ্জ্বল পরিচয় ও ইতিহাস। আদিকাল থেকে বাঙালি জাতির সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাসের বিভিন্ন প্রেক্ষাপট কবিতায় উল্লেখ করা হয়েছে। ইতিহাসের ঘটনাক্রম অনুযায়ী চর্যাপদ, কৈবর্ত বিদ্রোহ, পালযুগ, বারো ভূঁইয়া, তিতুমীর, হাজী শরিয়ত, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ইত্যাদি বিষয় উল্লিখিত হয়েছে। অর্থাৎ ইতিহাসের এই ধারাবাহিকতা অবলম্বন করেই আজকের বাংলাদেশ।
উদ্দীপকে এই অঞ্চলের বিভিন্ন শাসনামলের ধারাবাহিক ছক অঙ্কন করা হয়েছে। এখানে দেখানো হয়েছে মৌর্য আমল থেকে শুরু হয়ে কীভাবে নানা পটপরিবর্তিত হয়েছে। সেই সব ঐতিহাসিক সময়গুলো পাড়ি দিয়ে আমরা আজকের স্বাধীন বাংলাদেশে এসে উপনীত হয়েছে। প্রতিটি দেশ-জাতি এভাবেই ইতিহাসের গতিধারায় এগিয়ে চলে। ‘আমার পরিচয়’ কবিতায়ও অনুরূপভাবে বাঙালির পরিচয় তুলে ধরতে গিয়ে কবি ইতিহাসের সেই ক্রমধারাটি তুলে ধরেছেন।
ঘ. উদ্দীপকের ছকটিতে প্রকাশিত রাজনৈতিক শাসনামলের ধারাবাহিকতার চিত্রটি ‘আমার পরিচয়’ কবিতায় বর্ণিত বাঙালি জাতিসত্তার যা রাজনৈতিক ইতিহাসকে সফলভাবে ধারণ করেছে।
‘আমার পরিচয়’ কবিতায় তুলে ধরা হয়েছে বাঙালির জাতিসত্তার পরিচয়। এখানে বাংলার প্রাচীন অবস্থা থেকে আধুনিক অবস্থায় পর্যন্ত ইতিহাসের বিভিন্ন ঘটনাপ্রবাহের উল্লেখ করা হয়েছে। অত্যন্ত প্রাসঙ্গিকভাবে বিভিন্ন শাসনামলে সংঘটিত আন্দোলন, সংগ্রাম, বিদ্রোহ, মুক্তিযুদ্ধ ইত্যাদি এই কবিতায় স্থান পেয়েছে। অর্থাৎ বাঙালি জাতিসত্তার রাজনৈতিক ইতিহাসের ধারাটি কবিতায় তুলে ধরেছেন কবি।
উদ্দীপকে প্রকাশিত হয়েছে মৌর্যযুগ থেকে শুরু হয়ে বাঙালির পথপরিক্রমার চিত্র। কীভাবে বিভিন্ন শাসনামল পেরিয়ে বাঙালি আজকের স্বাধীন বাংলাদেশে উপনীত হয়েছে সেটি ছক বন্দি করে একনজরে আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। বর্তমানে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র। কিন্তু এ অবস্থায় আসার ক্ষেত্রে আমরা পেরিয়েছি অনেক চড়াই উৎরাই। যার সাক্ষী ছকে উল্লেখিত শাসনামলগুলো।
‘আমার পরিচয়’ কবিতায় আমরা দেখি বাঙালির পরিচয় তুলে ধরতে গিয়ে কবি বাঙালি জাতি সত্তার উদ্ভব ও ক্রমবিকাশ তুলে ধরেছেন। বাঙালিকে ঐতিহ্যমণ্ডিত জাতি হিসেবে তুলে ধরার প্রয়াস পেয়েছেন। বাঙালির পরিচয় তুলে ধরতে কোনো কিছুই যেন কবির দৃষ্টি এড়ায়নি। অন্যদিকে উদ্দীপকেও বাঙালি জাতিসত্তার পরিচয় তুলে ধরতে প্রাচীন আমল থেকে শুরু করে আজকের বাংলাদেশ পর্যন্ত সকল সময় ও প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। কবিতায় কবি বলেছেন বাঙালির আন্দোলন-সংগ্রাম ও স্বাধিকার চেতনার কথা। উদ্দীপকে বর্ণিত শাসনামলগুলো আমাদের সেই গৌরবোজ্জ্বল ইতিহাসেরই ধারক। তাই বলতে পারি, উদ্দীপকের ছকটিতে প্রকাশিত রাজনৈতিক শাসনামলের চিত্রটি ‘আমার পরিচয়’ কবিতার বাঙালি জাতিসত্তার যে রাজনৈতিক ইতিহাস প্রকাশ পেয়েছে তার সমগ্রকে ধারণ করে।
বাংলা সাহিত্যের ইতিহাস অনেক প্রাচীন। বাংলার পল্লি সাহিত্য অনেক সমৃদ্ধ। কিন্তু বর্তমানে ধীরে ধীরে এ সাহিত্য হারিয়ে যাচ্ছে। গ্রামের পালাগান, বাউল গান, জারি-সারি, ভাটিয়ালি ইত্যাদি এখন বিলুপ্তপ্রায়। আধুনিক সাহিত্যের মূলে রয়েছে পল্লি সাহিত্যের প্রেরণা।
ক. বাঙালি জাতির বীজমন্ত্র কী? ১
খ. ‘একসাথে আছি, একসাথে বাঁচি”- বলতে কী বোঝানো হয়েছে? ২
গ. উদ্দীপকের সাথে ‘আমার পরিচয়’ কবিতার বৈসাদৃশ্য চিহ্নিত করো। ৩
ঘ. উদ্দীপক ও আমার পরিচয় কবিতা একই চেতনা বহন করে- কথাটির যথার্থতা নিরূপণ করো। ৪
৫ নং প্র. উ.
ক. বাঙালির বীজমন্ত্র হচ্ছে – সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।
খ. “একসাথে আছি, একসাথে বাঁচি”- বাক্যটি দ্বারা বাঙালি জাতির ঐক্যবদ্ধ সংগ্রামকে বোঝানো হয়েছে।
বাঙালি সংগ্রামী জাতি। চিরকালই বাঙালি জাতি অন্যায় অবিচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রাম করে বিজয় লাভ করেছে। সংগ্রামের মধ্য দিয়েই স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে এনেছে। একটি ঐক্যবদ্ধ জাতিকে কেউ কখনও রুখতে পারে না। বাঙালির এই সংগ্রামী চেতনা দেশপ্রেমের স্বাক্ষর বহন করে।
গ. উদ্দীপকে আমাদের সংস্কৃতির দৈন্যদশাকে নির্দেশ করা হলেও ‘আমার পরিচয়’ কবিতায় এমন কিছুর উল্লেখ নেই।
‘আমার পরিচয়’ কবিতায় স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ও জাতিসত্তা প্রতিষ্ঠার পেছনে বাঙালির যে সমৃদ্ধ ইতিহাস রয়েছে তা-ই গুরুত্বের সাথে তুলে ধরা হয়েছে। চর্যাপদ থেকে শুরু করে বিভিন্ন আন্দোলন-সংগ্রাম, বিদ্রোহ, ধর্ম ও সাহিত্য-সংস্কৃতি বিকাশ। রবীন্দ্র-নজরুলের কালজয়ী সৃষ্টি, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ইত্যাদি আমাদেরকে এই জায়গায় নিয়ে এসেছে। এক গৌরবের অতীত বাংলাদেশকে আজ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
উদ্দীপকে বাংলা সাহিত্যের অন্যতম অনুযঙ্গ সাহিত্যের দিন দিন হারিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। যে কারণে গ্রামের পালাগান, বাউলগান, জারি-সারি, ভাটিয়ালি ইত্যাদি এখন বিলুপ্তপ্রায়। বর্তমানে যে আধুনিক সাহিত্য রচিত হচ্ছে তা মূলত পল্লি সহিত্যের প্রেরণা থেকেই। ‘আমার পরিচয়’ কবিতায় বাঙালির অতীত ও বর্তমানের মাঝে সেতুবন্ধ রচনা হয়েছে। অন্যদিকে উদ্দীপকে রয়েছে কেবল ইতিহাস ও ঐতিহ্যের বর্তমান হীন দশা।
ঘ. উদ্দীপকটি ‘আমার পরিচয়’ কবিতায় বর্ণিত বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যের চেতনা ধারণ করার দিক থেকে সম্পর্কিত।
‘আমার পরিচয়’ কবিতায় সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক বাঙালি সংস্কৃতি ও সমৃদ্ধ ইতিহাস তুলে ধরেছেন। শিল্প-সাহিত্যে নিজেদের স্বকীয়তা প্রমাণ করেছেন। বাংলার প্রকৃতি আর ইতিহাসের পৃষ্ঠাগুলো নানা বৈচিত্র্যে ভরা। সেই প্রেরণায় বাংলার কবি-সাহিত্যিকরা রচনা করেছেন অসংখ্য কালজয়ী সৃষ্টি।
উদ্দীপকে বাংলা সাহিত্যের প্রাচীন ইতিহাস প্রসঙ্গে আলোচনা করা হয়েছে। যে সাহিত্যের অন্যতম প্রধান শাখা পল্লি সহিত্য তথা মানুষের জীবনঘনিষ্ঠ পালাগান, বাউলগান, জারি-সারি, ভাটিয়ালি আলো তী² করে, শাণিত করে। এসবই মাটি ও মানুষের প্রতি ভালোবাসা থেকে সৃষ্ট। এসব সাংস্কৃতিক ঐতিহ্য আমাদের মাঝে জীবন বোধ সৃষ্টি করেছে। আমাদের মহিমান্বিত করেছে। ‘আমার পরিচয়’ কবিতাতে একই প্রেরণার কথা বলা হয়েছে।
‘আমার পরিচয়’ কবিতা বর্ণনায় আমরা লক্ষ করি বাঙালি জাতি বহু পথপরিক্রমা অতিক্রম করে আজকের এই অবস্থানে এসে দাঁড়িয়েছে। মানুষের প্রতি মমত্ববোধ ও দেশপ্রেমের চেতনা তাদের সমৃদ্ধশালী ও মর্যাদাবান জাতি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। আমাদের শিল্প-সাহিত্য চর্যাপদ, মহুয়ার পালা, কমলার দীঘি, গীতাঞ্জলি, অগ্নিবীণা ইত্যাদি তার উৎকৃষ্ট উদাহরণ। সেই সাংস্কৃতিক ধারাবাহিকতার অন্যতম অংশ য্ক্তু রয়েছে পল্লি সাহিত্যে । গ্রামীণ মানুষের সহজ সরল জীবন প্রেম ভালোবাসা, বিরহ-বিচ্ছেদ ইত্যাদি বিষয় নিয়ে রচিত হয়েছে পল্লি সাহিত্য। এ সাহিত্যে সরাসরি মানবপ্রেম ও দেশপ্রেম থেকে উৎসারিত । ‘আমার পরিচয়’ কবিতাতে যার স্পষ্ট উল্লেখ রয়েছে। কাজেই একথা নিশ্চতভাবেই বলা যায়, উদ্দীপক ও আমার পরিচয় কবিতা একই চেতনা বহন করে।
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
১. ‘আমার পরিচয়’ কবিতার রচয়িতা কে?
উত্তর : ‘আমার পরিচয়’ কবিতার রচয়িতা সৈয়দ শামসুল হক।
২. সৈয়দ শামসুল হক কোন জেলায় জন্মগ্রহণ করেন?
উত্তর : সৈয়দ শামসুল হক কুড়িগ্রাম শহরে জন্মগ্রহণ করেন।
৩. ‘আমার পরিচয়’ কবিতার কবি কোন ভাষায় কথা বলেন?
উত্তর : ‘আমার পরিচয়’ কবিতার কবি বাংলা ভাষায় কথা বলেন।
৪. ‘আমার পরিচয়’ কবিতার কবি হাজার বছর কোথা দিয়ে চলেন?
উত্তর : ‘আমার পরিচয়’ কবিতার কবি হাজার বছর বাংলার আলপথ দিয়ে চলেন।
৫. ‘আমার পরিচয়’ কবিতায় কতটি নদীর কথা বলা হয়েছে?
উত্তর : ‘আমার পরিচয়’ কবিতায় তেরোশত নদীর কথা বলা হয়েছে।
৬. ‘আমার পরিচয়’ কবিতার কবি কিসের অক্ষরগুলো থেকে এসেছেন?
উত্তর : ‘আমার পরিচয়’ কবিতার কবি চর্যাপদের অক্ষরগুলো থেকে এসেছেন।
৭. ‘আমার পরিচয়’ কবিতার কবি কার ডিঙার বহর থেকে এসেছেন?
উত্তর : ‘আমার পরিচয়’ কবিতার কবি সওদাগরের ডিঙার বহর থেকে এসেছেন।
৮. ‘আমার পরিচয়’ কবিতার কবি কাদের বিদ্রোহী গ্রাম থেকে এসেছেন?
উত্তর : ‘আমার পরিচয়’ কবিতার কবি কৈবর্তদের বিদ্রোহী গ্রাম থেকে এসেছেন।
৯. কবি কী নামে চিত্রকলার থেকে এসেছেন?
উত্তর : কবি পালযুগ নামের চিত্রকলার থেকে এসেছেন।
১০. ‘আমার পরিচয়’ কবিতার কবি কোন বৌদ্ধবিহার থেকে এসেছেন?
উত্তর : ‘আমার পরিচয়’ কবিতার কবি পাহাড়পুরের বৌদ্ধবিহার থেকে এসেছেন।
১১. ‘আমার পরিচয়’ কবিতায় বরেন্দ্রভ‚মের কোন স্থানের উল্লেখ রয়েছে?
উত্তর : ‘আমার পরিচয়’ কবিতায় বরেন্দ্রভ‚মের সোনায় মসজিদের উল্লেখ রয়েছে।
১২. ‘আমার পরিচয়’ কবিতার কবি পেছনে কী ফেলে এসেছেন?
উত্তর : ‘আমার পরিচয়’ কবিতার কবি পেছনে হাজার চরণচিহ্ন ফেলে এসেছেন।
১৩. বাঙালি জাতির বীজমন্ত্রটি কী?
উত্তর : ‘আমার পরিচয়’ কবিতায় উল্লিখিত বাঙালি জাতির বীজমন্ত্রটি হলো ‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই’।
১৪. ‘আমার পরিচয়’ কবিতায় উল্লিখিত বাংলা ভাষা ও সাহিত্য-ঐতিহ্যের প্রথম নিদর্শনটি কী?
উত্তর : ‘আমার পরিচয়’ কবিতায় উল্লিখিত বাংলা ভাষা ও সাহিত্য-ঐতিহ্যের প্রথম নিদর্শনটি হলো চর্যাপদ।
১৫. চর্যাপদের পাণ্ডুলিপি উদ্ধার করেন কে?
উত্তর : চর্যাপদের পাণ্ডুলিপি উদ্ধার করেন হরপ্রসাদ শাস্ত্রী।
১৬. কৈবর্ত বিদ্রোহের নেতার নাম কী?
উত্তর : কৈবর্ত বিদ্রোহের নেতার নাম দিব্য বা দিব্বোক।
১৭. কত খ্রিষ্টাব্দে বঙ্গে পালযুগের সূচনা হয়?
উত্তর : ৭৫০ খ্রিষ্টাব্দে বঙ্গে পাল যুগের সূচনা হয়।
১৮. পাল বংশের রাজত্ব কত বছর টিকে ছিল?
উত্তর : পাল বংশের রাজত্ব চারশত বছর টিকে ছিল।
১৯. পাহাড়পুরের বৌদ্ধবিহার কোন জেলায় অবস্থিত?
উত্তর : পাহাড়পুরের বৌদ্ধবিহার নওগাঁ জেলায় অবস্থিত।
২০. পাহাড়পুরের বৌদ্ধবিহার আবিষ্কার করেন কে?
উত্তর : পাহাড়পুরের বৌদ্ধবিহার আবিষ্কার করেন স্যার কানিংহাম।
২১. পাহাড়পুরের বৌদ্ধবিহার কে তৈরি করেছিলেন?
উত্তর : পাহাড়পুরের বৌদ্ধবিহার দ্বিতীয় পাল রাজা শ্রী ধর্মপালদেব তৈরি করেছিলেন।
২২. ‘আমার পরিচয়’ কবিতায় উল্লিখিত কমলার দীঘি কী?
উত্তর : ‘আমার পরিচয়’ কবিতায় উল্লিখিত কমলার দীঘি হলো মৈমনসিংহ গীতিকার একটি পালা।
২৩. হাজী শরীয়তউল্লাহ কোন জেলায় জন্মগ্রহণ করেন?
উত্তর : হাজী শরীয়তউল্লাহ মাদারীপুর জেলায় জন্মগ্রহণ করেন।
২৪. ক্ষুদিরাম বসু কোন জেলায় জন্মগ্রহণ করেন?
উত্তর : ক্ষুদিরাম বসু মেদিনীপুর জেলায় জন্মগ্রহণ করেন।
২৫. মাস্টারদা সূর্য সেন কত সালে চট্টগ্রামকে ইংরেজমুক্ত করে স্বাধীনতা ঘোষণা করেন?
উত্তর : মাস্টারদা সূর্য সেন ১৯৩০ সালে চট্টগ্রামকে ইংরেজমুক্ত করে স্বাধীনতা ঘোষণা করেন।
২৬. বাঙালি জাতির পিতা কে?
উত্তর : বাঙালি জাতির পিতা হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
২৭. সৈয়দ শামসুল হকের কোন গ্রন্থ থেকে ‘আমার পরিচয়’ শীর্ষক কবিতাটি চয়ন করা হয়েছে?
উত্তর : সৈয়দ শামসুল হকের ‘কিশোর কবিতা সমগ্র’ থেকে ‘আমার পরিচয়’ শীর্ষক কবিতাটি চয়ন করা হয়েছে।
অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
১. বাঙালি কীভাবে বর্তমান অবস্থানে এসেছে? ব্যাখ্যা করো।
উত্তর : সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির ধারাবাহিকতায় বাঙালি বর্তমান অবস্থানে এসেছে।
আত্মমর্যাদাবোধসম্পন্ন বাঙালি জাতির স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র ও জাতিসত্তা প্রতিষ্ঠার পেছনে আছে এক সমৃদ্ধ ইতিহাস। সহজিয়াপন্থি বৌদ্ধ কবিদের সৃষ্ট চর্যাপদের মধ্যে বাঙালি জাতিসত্তার অসা¤প্রদায়িক জীবনবোধের পরিচয় মুদ্রিত হয়ে আছে। সেই অসাম্প্রদায়িক চেতনার আলোকে বাঙালিরা যুগে যুগে নানা চড়াই-উৎরাই পার করেছে। এর ফলে নানা আন্দোলন, বিপ্লব-বিদ্রোহ আর মতাদর্শের বিকাশ হতে হতে বাঙালি পৌঁছেছে বর্তমান অবস্থানে।
২. কবি চর্যাপদের অক্ষরগুলো থেকে এসেছেন কীভাবে?
উত্তর : চর্যাপদে যে অসা¤প্রদায়িক জীবনবোধের পরিচয় মুদ্রিত হয়েছে তার ধারাবাহিকতায় কবিও এই বাংলায় এসেছেন।
বাঙালি জাতি অসা¤প্রদায়িক এবং স্বাধীন ও সার্বভৌম। কবিও এই বাঙালি জাতিরই একজন। তিনি অসা¤প্রদায়িক চেতনাকে বুকে লালন করেন। আর এই চেতনা এসেছে চর্যাপদের অক্ষরগুলো থেকে। চর্যাপদের অক্ষরগুলোতে অসা¤প্রদায়িক বাঙালির বীজ নিহিত ছিল। এই চেতনার ধারাবাহিকতা থেকে কবি এসেছেন।
৩. বাঙালি জাতিসত্তা সৃষ্টিতে চর্যাপদের ভ‚মিকা কেমন? ব্যাখ্যা করো।
উত্তর : চর্যাপদ অসা¤প্রদায়িকতার বীজ বপনের মাধ্যমে বাঙালি জাতিসত্তা সৃষ্টিতে ভ‚মিকা রেখেছে।
বাঙালি একটি অসা¤প্রদায়িক জাতি। এদেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই একই জাতিসত্তার চেতনায় বিশ্বাসী। আর তা হলো বাঙালি জাতিসত্তা। আর এই জাতিসত্তার বীজ রোপিত হয়েছিল চর্যাপদের মধ্যে। সহজিয়াপন্থী বৌদ্ধ কবিগণ চর্যাপদে বাঙালি জাতিসত্তার অসা¤প্রদায়িক জীবনবোধের পরিচয় তুলে ধরেছেন। তাই বাঙালি জাতিসত্তা সৃষ্টিতে এই চর্যাপদের ভ‚মিকা অপরিসীম।
৪. ‘আমার পরিচয়’ কবিতায় কবি কৈবর্ত বিদ্রোহের উল্লেখ করেছেন কেন?
উত্তর : ‘আমার পরিচয়’ কবিতায় কবি বাঙালি জাতির বিদ্রোহের ইতিহাস বোঝাতে কৈবর্ত বিদ্রোহের উল্লেখ করেছেন।
বাঙালি জাতি সংগ্রামী জাতি। তারা যুগ যুগ ধরে অন্যায়ের প্রতিবাদ করেছে। জীবন বাজি রেখে অন্যায়কে রুখে দিয়েছে ঐক্যবদ্ধভাবে। শাসকদলের শোষণ-নিপীড়নের বিরুদ্ধে বিদ্রোহ করেছে। বাঙালির এই বিদ্রোহের ঐতিহ্যকে ধারণ করে আছে কৈবর্ত বিদ্রোহ। তাই কবি ‘আমার পরিচয়’ কবিতায় এই কৈবর্ত বিদ্রোহের উল্লেখ করেছেন।
৫. ‘আমার পরিচয়’ কবিতায় কবি পাহাড়পুরের বৌদ্ধবিহারের উল্লেখ করেছেন কেন?
উত্তর : ‘আমার পরিচয়’ কবিতায় কবি পাহাড়পুরের বৌদ্ধবিহারের উল্লেখ করে বাঙালির প্রতœতাত্তি¡ক ঐতিহ্যের কথা বোঝাতে চেয়েছেন।
বাঙালি জাতির রয়েছে এক সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য। যুগে যুগে বাংলার রাজারাজড়ারা বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন স্থাপন করে গেছেন। এসব প্রতœতাত্তি¡ক নিদর্শন কালের সাক্ষী হয়ে বাঙালির ঐতিহ্যকে ধারণ করে আছে। আর বাঙালির এই ঐতিহ্য বোঝাতেই ‘আমার পরিচয়’ কবিতায় কবি পাহাড়পুর বৌদ্ধবিহারের উল্লেখ করেছেন।
৬. ‘আমার পরিচয়’ কবিতায় কবি পালযুগের চিত্রকলার উল্লেখ করেছেন কেন?
উত্তর : ‘আমার পরিচয়’ কবিতায় কবি বাঙালির শিল্পের সমৃদ্ধ ইতিহাস বোঝাতে পালযুগের চিত্রকলার উল্লেখ করেছেন।
প্রাচীনকালে বাংলায় পালযুগের প্রায় চারশত বছরের ইতিহাসে শিল্প-সাহিত্যের অসামান্য বিকাশ সাধিত হয়। চিত্রকলায়ও এই সময়ের সমৃদ্ধি অত্যন্ত উল্লেখযোগ্য। সেই সময়ে নির্মিত বিভিন্ন স্থাপত্য নিদর্শনে চিত্রকলায় পাল আমলের কৃতিত্বের স্বাক্ষর রয়েছে। সেই চিত্রকলা বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক ও বাহক। কবি ‘আমার পরিচয়’ কবিতায় পাল আমলের এই সমৃদ্ধ ইতিহাসকে তুলে ধরতেই পাল আমলের চিত্রকলার উল্লেখ করেছেন।
৭. ‘আমার পরিচয়’ কবিতায় উল্লিখিত সূর্য সেন কীভাবে বাঙালি জাতিসত্তার সাথে সম্পৃক্ত?
উত্তর : ‘আমার পরিচয়’ কবিতায় উল্লিখিত সূর্য সেন বিদেশি অপশক্তির শোষণের বিরুদ্ধে যুদ্ধ করে বাঙালি জাতির চিরন্তন ঐতিহ্যকে ধারণ করায় তিনি বাঙালি জাতিসত্তার সাথে সম্পৃক্ত।
বাঙালি জাতির রয়েছে গৌরবোজ্জ্বল, সংগ্রামী ইতিহাস। তারা যুগে যুগে বিভিন্ন অপশক্তির বিরুদ্ধে যুদ্ধ করেছে। মাস্টারদা সূর্য সেন বাঙালি চেতনা বুকে ধারণ করা তেমনই এক বাঙালি। তিনি ইংরেজ শাসনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এবং চট্টগ্রামকে স্বাধীন করার ঘোষণা দেন। তাঁর এই কর্মকাণ্ড বাঙালির চিরন্তন মুক্তির আকাক্সক্ষার প্রতিফলন ঘটে। এভাবেই তিনি বাঙালি জাতিসত্তার সাথে সম্পৃক্ত।
৮. ‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই’ কেন?
উত্তর : মানুষ তার জ্ঞান, মেধা ও প্রজ্ঞা দিয়ে অপরের কল্যাণ সাধন করতে পারে বিধায় ‘সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই’ বলা হয়েছে।
প্রতিটি মানুষের মাঝেই বুদ্ধি-বিবেক রয়েছে। বুদ্ধিমান ও বিবেকবান মানুষ নিজের সক্ষমতা দিয়ে অপরের মঙ্গল করার ক্ষমতা রাখে। যুগে যুগে সভ্যতাকে এগিয়ে নিয়েছে এই মানুষই। মানুষে মানুষে স¤প্রীতিই জাতিকে এগিয়ে নিয়ে যায়। এজন্য বলা হয়, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
সাধারণ বহুনির্বাচনি
১. সৈয়দ শামসুল হক কত সালে জন্মগ্রহণ করেন? জ
ক ১৯২৫ সালে খ ১৯৩০ সালে
গ ১৯৩৫ সালে ঘ ১৯৪০ সালে
২. সৈয়দ শামসুল হক কোন জেলায় জন্মগ্রহণ করেন? ঝ
ক পাবনা খ বরিশাল
গ রংপুর ঘ কুড়িগ্রাম
৩. ‘আমার পরিচয়’ কবিতাটির রচয়িতা কে? ছ
ক কাজী নজরুল ইসলাম খ সৈয়দ শামসুল হক
গ নির্মলেন্দু গুণ ঘ শামসুর রাহমান
৪. সৈয়দ শামসুল হক ম্যাট্রিক পাস করেন কোন স্কুল থেকে? ছ
ক কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়
খ ঢাকা কলেজিয়েট স্কুল
গ ল্যাবরেটরি হাই স্কুল
ঘ মতিঝিল আইডিয়াল স্কুল
৫. সৈয়দ শামসুল হক প্রথম দিকে পেশা হিসেবে কোনটি বেছে নেন? ঝ
ক শিক্ষকতা খ অধ্যাপনা
গ আইন ব্যবসায় ঘ সাংবাদিকতা
৬. কোনটি সৈয়দ শামসুল হকের নাটক? চ
ক পায়ের আওয়াজ পাওয়া যায় খ রক্ত গোলাপ
গ আনন্দের মৃত্যু ঘ একদা এক রাজ্যে
৭. কোনটি সৈয়দ শামসুল হকের শিশুতোষ গ্রন্থ? ছ
ক শীত বিকেল খ সীমান্তের সিংহাসন
গ আনন্দের মৃত্যু ঘ বৃষ্টি ও বিদ্রোহীগণ
৮. ‘বৃষ্টি ও বিদ্রোহীগণ’ সৈয়দ শামসুল হকের কী ধরনের রচনা? ঝ
ক কবিতা খ গল্প
গ নাটক ঘ উপন্যাস
৯. ‘আমার পরিচয়’ কবিতায় কবি কোথায় জন্মেছেন বলে উল্লেখ রয়েছে? চ
ক বাংলাদেশে খ ইংল্যান্ডে
গ জাপানে ঘ চীনে
১০. ‘আমার পরিচয়’ কবিতার কবি কোন ভাষায় কথা বলেন? চ
ক বাংলায় খ উর্দুতে
গ আরবিতে ঘ ইংরেজিতে
১১. ‘আমার পরিচয়’ কবিতায় কবি বাংলার আলপথ দিয়ে কত বছর চলেন? জ
ক একশত বছর খ তেরোশত বছর
গ হাজার বছর ঘ লক্ষ বছর
১২. ‘আমার পরিচয়’ কবিতায় কবি পলিমাটি কোমলে কীভাবে চলেন? জ
ক ধীরগতিতে খ খুব দ্রæত
গ চলার চিহ্ন ফেলে ঘ চলার চিহ্ন লুকিয়ে
১৩. তেরোশত নদী কবিকে কী শুধায়? চ
ক কোথা থেকে তুমি এলে?
খ তোমার নাম কী?
গ তুমি কোথায় এসেছ?
ঘ তুমি কীভাবে এলে?
১৪. ‘আমার পরিচয়’ কবিতার কবি চর্যাপদের কী থেকে এসেছেন? চ
ক অক্ষর খ ছন্দ
গ ভাব ঘ আবৃত্তি
১৫. কবি কার ডিঙার বহর থেকে এসেছেন? জ
ক মাঝির খ নাবিকের
গ সওদাগরের ঘ জেলের
১৬. কবি কোন বিদ্রোহী গ্রাম থেকে আসার কথা বলেছেন? চ
ক কৈবর্তের খ পাল যুগের
গ তিতুমীরের ঘ সাঁওতালদের
১৭. কবি কোন যুগের চিত্রকলা থেকে এসেছেন? ছ
ক সেন যুগের খ পাল যুগের
গ গুপ্ত যুগের ঘ মৌর্য যুগের
১৮. ‘আমার পরিচয়’ কবিতায় বাঙালি কোন বৌদ্ধবিহার থেকে এসেছে বলে উল্লেখ আছে? চ
ক পাহাড়পুর খ নালন্দা
গ ময়নামতি ঘ তক্ষশিলা
১৯. ‘আমার পরিচয়’ কবিতায় বাঙালি বরেন্দ্রভ‚মির কী থেকে এসেছে বলে উল্লেখ আছে? ছ
ক বৌদ্ধবিহার খ সোনামসজিদ
গ জাদুঘর ঘ পলিমাটি
২০. ‘আমার পরিচয়’ কবিতায় কাদের সার্বভৌম বলা হয়েছে? জ
ক পাল রাজাদের খ মুঘলদের
গ বারভূঁইয়াদের ঘ সেনদের
২১. ‘আমার পরিচয়’ কবিতায় বাঙালি জাতির কোন বীজমন্ত্রটির কথা বলা হয়েছে? ঝ
ক মানুষ মানুষের জন্য
খ এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
গ আমরা বাঙালি, আমরা এক জাতি
ঘ সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই
২২. ‘আমার পরিচয়’ কবিতায় ব্যবহৃত ‘আলপথ’ শব্দের অর্থ কী? জ
ক সরুপথ খ দীর্ঘ পথ
গ জমির সীমানা ঘ দুর্গম পথ
২৩. বাংলা ভাষা ও সাহিত্য-ঐতিহ্যের প্রথম নিদর্শন কী? ছ
ক গীতাঞ্জলি খ চর্যাপদ
গ অগ্নিবীণা ঘ মহুয়ার পালা
২৪. চর্যাপদের পাণ্ডুলিপি উদ্ধার করেন কে? জ
ক অবন ঠাকুর খ জয়নুল আবেদিন
গ হরপ্রসাদ শাস্ত্রী ঘ রবীন্দ্রনাথ ঠাকুর
২৫. চর্যাপদের পাণ্ডুলিপি কোন দেশ থেকে উদ্ধার করা হয়? চ
ক নেপাল খ ইংল্যান্ড
গ ভুটান ঘ শ্রীলঙ্কা
২৬. চর্যাপদ কখন রচিত হয়? ঝ
ক একশত থেকে তিনশত শতকের মধ্যে
খ তিনশত থেকে পাঁচশত শতকের মধ্যে
গ পাঁচশত থেকে নয়শত শতকের মধ্যে
ঘ ছয়শত থেকে এগারোশ শতকের মধ্যে
২৭. প্রাচীন বাংলার অতি সাধারণ মানুষের প্রাণময় জীবনচিত্র ফুটে উঠেছে কোনটিতে? চ
ক চর্যাপদে খ গীতাঞ্জলিতে
গ অগ্নিবীণায় ঘ মহুয়ার পালায়
২৮. ‘আমার পরিচয়’ কবিতায় কবি সওদাগরের ডিঙার বহর বলতে কী বুঝিয়েছেন? ছ
ক বাংলার নদ-নদীর ঐতিহ্য
খ বাঙালির ব্যবসায়-বাণিজ্যের ঐতিহ্য
গ বাংলার মাঝি-মাল্লার ইতিহাস
ঘ বিদেশিদের বাংলা আক্রমণের ইতিহাস
২৯. চাঁদ সওদাগরের বাণিজ্যের কথা আছে কিসে? চ
ক মঙ্গল কাব্যে খ চর্যাপদে
গ শ্রীকৃষ্ণকীর্তনে ঘ মহুয়ার পালায়
৩০. কৈবর্ত বিদ্রোহের নেতা ছিলেন কে? ছ
ক মহীপাল খ দিব্য
গ তিতুমীর ঘ হাজী শরিয়তউল্লাহ
৩১. ‘আমার পরিচয়’ কবিতায় কৈবর্ত বিদ্রোহের উল্লেখ করা হয়েছে কেন? ছ
ক বাঙালির ব্যবসায়-বাণিজ্যের ঐতিহ্য বোঝাতে
খ বাঙালি জাতির বিদ্রোহের ঐতিহ্য তুলে ধরতে
গ বাঙালির শোষণের ইতিহাস তুলে ধরতে
ঘ বিদেশি শাসকের বিরুদ্ধে প্রতিবাদের ইতিহাস বোঝাতে
৩২. কত সালে বঙ্গে পাল যুগের সূচনা হয়? ছ
ক ৬৫০ সালে খ ৭৫০ সালে
গ ৮৫০ সালে ঘ ৯৫০ সালে
৩৩. বঙ্গে পাল যুগের সূচনা করেন কে? চ
ক গোপাল খ মহীপাল
গ ধর্মপাল ঘ দেবপাল
৩৪. পাল বংশের রাজত্ব টিকে ছিল কত বছর? ঝ
ক একশত বছর খ দুইশত বছর
গ তিনশত বছর ঘ চারশত বছর
৩৫. ‘আমার পরিচয়’ কবিতায় কবি পাল যুগের চিত্রকলার উল্লেখ করেছেন কেন? ছ
ক বাঙালির ব্যবসায়-বাণিজ্যের ঐতিহ্য বোঝাতে
খ বাঙালির শিল্পের সমৃদ্ধ ঐতিহ্য বোঝাতে
গ বাঙালির বিদ্রোহের ইতিহাস বোঝাতে
ঘ বাঙালির শোষণের ইতিহাস তুলে ধরতে
৩৬. পাহাড়পুরের বৌদ্ধ-বিহার কোন জেলায় অবস্থিত? জ
ক রাজশাহী খ কুমিল্লা
গ নওগাঁ ঘ বগুড়া
৩৭. পাহাড়পুরের বৌদ্ধবিহার কত সালে আবিষ্কৃত হয়? চ
ক ১৮৭৯ সালে খ ১৮৮০ সালে
গ ১৮৮১ সালে ঘ ১৮৮২ সালে
৩৮. পাহাড়পুরের বৌদ্ধবিহার আবিষ্কার করেন কে? ছ
ক হরপ্রসাদ শাস্ত্রী খ স্যার কানিংহাম
গ সুফি মোস্তাফিজুর রহমান ঘ লুই আই কান
৩৯. পাহাড়পুর বৌদ্ধবিহার তৈরি করেছিলেন কে? জ
ক গোপাল খ মহীপাল
গ ধর্মপাল ঘ স্যার কানিংহাম
৪০. ‘আমার পরিচয়’ কবিতায় কবি পাহাড়পুর বৌদ্ধবিহারের উল্লেখ করেছেন কেন? ছ
ক বাঙালির ব্যবসায়-বাণিজ্যের ঐতিহ্য বোঝাতে
খ বাঙালির প্রতœতাত্তি¡ক ঐতিহ্যের পরিচয় দিতে
গ বাঙালির মুসলিম ঐতিহ্যের পরিচয় দিতে
ঘ বাঙালির সাহিত্যের ইতিহাস তুলে ধরতে
৪১. ছোট সোনামসজিদ কোন জেলায় অবস্থিত? জ
ক নওগাঁ খ রাজশাহী
গ চাঁপাই-নবাবগঞ্জ ঘ পাবনা
৪২. ‘আমার পরিচয়’ কবিতায় কবি বরেন্দ্রভ‚মের সোনামসজিদের উল্লেখ করেছেন কেন? জ
ক বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্য বোঝাতে
খ বাঙালির প্রতœতাত্তি¡ক ঐতিহ্য বোঝাতে
গ বাঙালির মুসলিম ঐতিহ্য বোঝাতে
ঘ বাঙালির বিদ্রোহের ঐতিহ্য বোঝাতে
৪৩. বাংলার বারোভূঁইয়াদের নেতা ছিলেন কে? ছ
ক কেদার রায় খ ঈসা খাঁ
গ প্রতাপাদিত্য ঘ চাঁদ রায়
৪৪. ‘আমার পরিচয়’ কবিতায় উল্লিখিত ‘কমলার দীঘি’ কী? ছ
ক বাংলার একটি বিখ্যাত দীঘি
খ মৈমনসিংহ গীতিকার একটি পালা
গ পাহাড়পুরে অবস্থিত প্রাচীন দীঘি
ঘ পাল রাজাদের ব্যবহৃত দীঘি
৪৫. তিতুমীর কত সালে জন্মগ্রহণ করেন? জ
ক ১৭৮০ সালে খ ১৭৮১ সালে
গ ১৭৮২ সালে ঘ ১৭৮৩ সালে
৪৬. তিতুমীর কাদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন? চ
ক ইংরেজদের খ মুঘলদের
গ পাকিস্তানিদের ঘ বারো-ভূঁইয়াদের
৪৭. তিতুমীর কত সালে শহিদ হন? ছ
ক ১৮২১ সালে খ ১৮৩১ সালে
গ ১৮৪১ সালে ঘ ১৮৫১ সালে
৪৮. হাজী শরীয়ত উল্লাহ কোন জেলায় জন্মগ্রহণ করেন? ছ
ক ফরিদপুর খ মাদারীপুর
গ শরিয়তপুর ঘ পাবনা
৪৯. হাজী শরীয়ত উল্লাহ দীর্ঘকাল কোথায় অবস্থান করে ইসলাম ধর্ম বিষয়ে অগাধ পাণ্ডিত্য অর্জন করেন? ছ
ক জেদ্দায় খ মক্কায়
গ জেরুজালেমে ঘ বাগদাদে
৫০. হাজী শরীয়ত উল্লাহর আন্দোলনকে কী আন্দোলন বলে? ছ
ক স্বদেশি আন্দোলন খ ফরায়েজি আন্দোলন
গ অসহযোগ আন্দোলন ঘ কৃষক আন্দোলন
৫১. ক্ষুদিরাম বসু কোন জেলায় জন্মগ্রহণ করেন? ছ
ক হুগলি খ মেদিনীপুর
গ মুশির্দাবাদ ঘ নদীয়া
৫২. ক্ষুদিরাম বসু কাকে হত্যা করতে গিয়ে ভুলবশত দুইজন ইংরেজ মহিলাকে হত্যা করেন? চ
ক কিংসফোর্ডকে খ লর্ড বেন্টিঙ্ককে
গ ওয়ারেন হেস্টিংসকে ঘ চার্লস উইলিকিন্সকে
৫৩. কত সালে ক্ষুদিরাম বসুর ফাঁসির আদেশ কার্যকর হয়? ছ
ক ১৯০৫ সালে খ ১৯০৮ সালে
গ ১৯১১ সালে ঘ ১৯১৫ সালে
৫৪. মাস্টারদা সূর্য সেন কোন জেলায় জন্মগ্রহণ করেন? চ
ক চট্টগ্রাম খ ফরিদপুর
গ সিলেট ঘ কুমিল্লা
৫৫. সূর্য সেন কত সালে চট্টগ্রামকে ইংরেজমুক্ত করে স্বাধীনতা ঘোষণা করেন? চ
ক ১৯৩০ সালে খ ১৯৩১ সালে
গ ১৯৩২ সালে ঘ ১৯৩৩ সালে
৫৬. ‘আমার পরিচয়’ কবিতায় উল্লিখিত সূর্য সেনের ফাঁসি হয় কত সালে? জ
ক ১৯৩০ সালে খ ১৯৩২ সালে
গ ১৯৩৪ সালে ঘ ১৯৩৬ সালে
৫৭. জয়নুল আবেদিন কোন জেলায় জন্মগ্রহণ করেন? ছ
ক শরিয়তপুর খ কিশোরগঞ্জ
গ মাদারীপুর ঘ রাজবাড়ী
৫৮. ‘আমার পরিচয়’ কবিতায় উল্লিখিত অবন ঠাকুর কী ছিলেন? ছ
ক ভাস্কর খ চিত্রশিল্পী
গ সাংবাদিক ঘ সমাজসংস্কারক
৫৯. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন জেলায় জন্মগ্রহণ করেন? চ
ক গোপালগঞ্জ খ মাদারীপুর
গ শরিয়তপুর ঘ কিশোরগঞ্জ
৬০. ‘আমার পরিচয়’ কবিতাটি কোন গ্রন্থ থেকে সংকলিত? জ
ক অগ্নি ও জলের কবিতা খ শীত বিকেল
গ কিশোর কবিতা সমগ্র ঘ রক্তগোলাপ
৬১. বারোভ‚ঁইয়াগণ কোন শক্তির বিরুদ্ধে বিদ্রোহ করেন? চ
ক মোগল খ পাল
গ কররানি ঘ সেন
৬২. বাঙালির বিদ্রোহী চেতনার ধারক নিচের কোন ব্যক্তিত্ব? ঝ
ক অবন ঠাকুর খ জয়নুল আবেদিন
গ ধর্মপাল ঘ তিতুমীর
৬৩. পাল যুগের কোন বিষয়টি সবচেয়ে লক্ষণীয়? চ
ক শিক্ষা সাহিত্যের বিকাশ
খ সুশাসন প্রতিষ্ঠা
গ ধর্মীয় সংস্কার
ঘ বিদেশি শক্তির বিরুদ্ধাচরণ
৬৪. বাঙালির জাতিসত্তা গঠনে চর্যাপদ কীভাবে ভ‚মিকা রেখেছে? জ
ক বিপ্লব-বিদ্রোহের অনুপ্রেরণা দিয়ে
খ ব্যবসায়-বণিজ্যের পদ্ধতি শিখিয়ে
গ অসাম্প্রদায়িক জীবনবোধের পরিচয় উল্লেখ করে
ঘ শিক্ষা বিস্তারের পদ্ধতি শিখিয়ে
৬৫. শিল্পাচার্য হিসেবে খ্যাত কে? ছ
ক অবন ঠাকুর খ জয়নুল আবেদিন
গ রবীন্দ্রনাথ ঘ কাজী নজরুল
৬৬. জয়নুল আবেদিন কোন আন্দোলনের পথিকৃৎ? জ
ক রাষ্ট্রভাষা আন্দোলন খ ছয় দফা আন্দোলন
গ শিল্পকলা আন্দোলন ঘ স্বদেশি আন্দোলন
বহুপদী সমাপ্তিসূচক
৬৭. ‘আমার পরিচয়’ কবিতায় কবি এসেছেনÑ
র. বাঙালির হাজার বছরের ঐতিহ্য থেকে
রর. বাংলার আলপথ দিয়ে
ররর. বিদেশি শক্তির সাহায্যে
নিচের কোনটি সঠিক? চ
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
৬৮. ‘আমার পরিচয়’ কবিতায় চর্যাপদের উল্লেখ করা হয়েছেÑ
র. বাঙালির অসা¤প্রদায়িক চেতনার উৎপত্তি জানাতে
রর. বাঙালির বাণিজ্যের ঐতিহ্য বোঝাতে
ররর. বাঙালির প্রাচীন সাহিত্য ঐতিহ্যের ধারণা দিতে
নিচের কোনটি সঠিক? ছ
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
৬৯. চর্যাপদের মধ্যে প্রকাশ পেয়েছেÑ
র. বৌদ্ধ ধর্মের গুণকীর্তন
রর. প্রাচীন বাংলার সাধারণ মানুষের জীবনচিত্র
ররর. অসা¤প্রদায়িক জীবনবোধের পরিচয়
নিচের কোনটি সঠিক? জ
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
৭০. ‘আমার পরিচয়’ কবিতায় কৈবর্ত বিদ্রোহের উল্লেখ করার কারণÑ
র. বাঙালির বিদ্রোহের ঐতিহ্য বোঝানো
রর. বাঙালির প্রতিবাদী মানসিকতার কথা বলা
ররর. বাঙালির ব্যর্থতার ইতিহাস বর্ণনা
নিচের কোনটি সঠিক? চ
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
৭১. কবি পাহাড়পুরের বৌদ্ধবিহারের কথা বলেছেনÑ
র. আমাদের প্রতœতাত্তি¡ক ঐতিহ্যের পরিচয় দিতে
রর. বাংলার প্রাচীন ইতিহাস তুলে ধরতে
ররর. কবির বাড়ি ঐ অঞ্চলে হওয়ায়
নিচের কোনটি সঠিক? চ
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
৭২. ‘আমার পরিচয়’ কবিতায় উল্লিখিত সোনামসজিদ Ñ
র. শিল্পসৌন্দর্যমণ্ডিত স্থাপত্যকর্ম
রর. মুসলিম ঐতিহ্যের সুমহান নিদর্শন
ররর. পাল যুগের শ্রেষ্ঠ নিদর্শন
নিচের কোনটি সঠিক? চ
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
৭৩. বারোভূঁইয়ারা বাংলার সার্বভৌমত্বের প্রতীক। কারণÑ
র. তারা কখনো পরাজিত হয়নি
রর. তারা মোগল আধিপত্য মেনে নেয়নি
ররর. তারা সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করে
নিচের কোনটি সঠিক? জ
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
৭৪. কবি বাঙালির ইতিহাসের ক্রমধারায় হাজী শরীয়তউল্লাহর উল্লেখ করেছেনÑ
র. মানুষকে অধিকার সম্পর্কে সচেতন করায়
রর. ইসলাম ধর্মের প্রচারে কাজ করায়
ররর. বিদেশি শাসন-শোষণ থেকে মানুষকে মুক্ত করার আন্দোলন করায়
নিচের কোনটি সঠিক? ছ
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
৭৫. ক্ষুদিরামকে বাঙালি জাতি শ্রদ্ধা করেÑ
র. ব্রিটিশবিরোধী আন্দোলন করায়
রর. দুইজন ইংরেজ মহিলাকে হত্যা করায়
ররর. মুক্তির প্রেরণা ধারণ করায়
নিচের কোনটি সঠিক? ছ
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
৭৬. মাস্টারদা সূর্য সেন ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধে নিয়োজিত ছিলেনÑ
র. বাংলাকে শোষণমুক্ত করার জন্য
রর. চট্টগ্রাম অঞ্চলকে স্বাধীন করার প্রত্যয়ে
ররর. ইংরেজবিদ্বেষী হওয়ায়
নিচের কোনটি সঠিক? চ
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
৭৭. কবি শিল্পাচার্য জয়নুল আবেদিনের কথা উল্লেখ করেছেনÑ
র. দেশের ইতিহাস ঐতিহ্য নিয়ে শিল্পকর্ম রচনা করায়
রর. বাংলাদেশে শিল্পকলা আন্দোলনের পথিকৃৎ হওয়ায়
ররর. ইংরেজদের বিরুদ্ধে শিল্পকর্ম সৃষ্টি করায়
নিচের কোনটি সঠিক? চ
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
৭৮. বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে এসেছে। কারণÑ
র. রাষ্ট্রভাষার আন্দোলন সফল হয়েছিল
রর. ভাষা আন্দোলনের পথ ধরেই স্বাধীনতা এসেছিল
ররর. এ আন্দোলনে বাঙালি প্রাণ দিয়েছিল
নিচের কোনটি সঠিক? জ
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
৭৯. বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতার প্রতীক। কারণÑ
র. তিনি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন
রর. তিনি ছিলেন মুক্তিযুদ্ধের প্রেরণার উৎস
ররর. তাকে বাঁচানোর জন্য বাঙালি যুদ্ধ করেছে
নিচের কোনটি সঠিক? চ
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
৮০. ‘আমার পরিচয়’ কবিতায় ‘জয় বাংলা’ ¯েøাগানকে বজ্রকণ্ঠ বলা হয়েছেÑ
র. এটি ঐক্য ও সংহতির প্রতীক হওয়ায়
রর. বঙ্গবন্ধু বলতেন বলে
ররর. যুদ্ধের সময় এটি প্রেরণাসঞ্চারী ¯েøাগান হিসেবে কাজ করে বলে
নিচের কোনটি সঠিক? ছ
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
অভিন্ন তথ্যভিত্তিক
নিচের উদ্দীপকটি পড়ে ৮১ ও ৮২ নম্বর প্রশ্নের উত্তর দাও।
রুম্মন টিভিতে একটি ম্যাগাজিন অনুষ্ঠান দেখছিল। অনুষ্ঠানে একজন অতিথিকে আমন্ত্রণ জানিয়ে পুরস্কৃত করা হয়। কারণ ঐ ব্যক্তি বাংলা ভাষা ও সাহিত্য-ঐতিহ্যের প্রথম গ্রন্থটি মুখস্থ করেছে। লোকটি দর্শকদের গ্রন্থটির কিছু অংশ আবৃত্তি করে শোনায়।
৮১. উদ্দীপকে ‘আমার পরিচয়’ কবিতায় উল্লিখিত কোন গ্রন্থের কথা বলা হয়েছেÑ চ
ক চর্যাপদ খ গীতাঞ্জলি
গ অগ্নিবীণা ঘ মঙ্গলকাব্য
৮২. উদ্দীপকের লোকটির আবৃত্তি করা গ্রন্থে প্রকাশ পেয়েছেÑ
র. প্রাচীন বাংলার সাধারণ মানুষের জীবনচিত্র
রর. অসা¤প্রদায়িক জীবনবোধের পরিচয়
ররর. বাঙালির প্রাচীন বিদ্রোহের ঐতিহ্য
নিচের কোনটি সঠিক? চ
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
নিচের উদ্দীপকটি পড়ে ৮৩ ও ৮৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
ইংরেজরা বাংলার কৃষকদের দিয়ে জোর করে নীলচাষ করিয়ে নিত। এতে কৃষকরা দীর্ঘমেয়াদে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ইংরেজদের এই অন্যায়ের প্রতিবাদে একসময় ফুঁসে ওঠে কৃষকসমাজ। তারা ইংরেজদের অন্যায়ের প্রতিবাদ করে।
৮৩. উদ্দীপকে ‘আমার পরিচয়’ কবিতায় বর্ণিত কোন দিকটির সাদৃশ্য ফুটে ওঠে? ছ
ক রাষ্ট্রভাষার সংগ্রাম খ কৈবর্ত বিদ্রোহ
গ সার্বভৌম বারোভূঁইয়া ঘ সওদাগরের ডিঙার বহর
৮৪. এ ধরনের বিদ্রোহের ফলেÑ
র. বাঙালি জাতির বিবর্তনের বিচিত্র বাঁক পরিবর্তন ঘটেছে
রর. বাঙালি জাতিসত্তার ইতিহাস সমৃদ্ধ হয়েছে
ররর. বাঙালি জাতি অসা¤প্রদায়িক চেতনা লাভ করেছে
নিচের কোনটি সঠিক? ঝ
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
নিচের উদ্দীপকটি পড়ে ৮৫, ৮৬ ও ৮৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।
সাবাস বাংলাদেশ!
এ পৃথিবী অবাক তাকিয়ে রয়
জ্বলে-পুড়ে-মরে ছারখার
তবু মাথা নোয়াবার নয়।
৮৫. উদ্দীপকের ভাব কোন কবিতার সাথে সাদৃশ্যপূর্ণ? জ
ক আমার সন্তান খ আমি কোনো আগন্তুক নই
গ আমার পরিচয় ঘ মানুষ
৮৬. উক্ত সাদৃশ্য কিসে পরিলক্ষিত হয়? চ
ক প্রতিবাদী মনোভাব পোষণে
খ মানবতাবাদী জীবনবোধ ধারণে
গ গভীর দেশপ্রেমের অনুভবে
ঘ অসা¤প্রদায়িক মনোভাব পোষণে
৮৭. কবিতার যে চরণে উক্ত ভাব প্রকাশিতÑ ছ
র. আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে
রর. আমি তো এসেছি জয়নুল আর অবন ঠাকুর থেকে
ররর. এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে
নিচের কোনটি সঠিক? ঝ
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর