নবম-দশম শ্রেণির বাংলা ২য় বাক্যের শ্রেণিবিভাগ

ষষ্ঠ পরিচ্ছেদ : বাক্যের শ্রেণিবিভাগ
১. বাগভঙ্গি কী? ছ
ক শব্দভঙ্গি খ নানা ভঙ্গিতে উচ্চারণ
গ বাক্যভঙ্গি ঘ কী সুন্দর ফুল
২. কোনটি বিস্ময়সূচক বাক্য? [ঢা.বো. ০২] ঝ
ক কী করবে খ সকলের মঙ্গল হোক
গ জয়ী হও ঘ কী সুন্দর ফুল
৩. ‘আমি তোমাকে স্নেহ করি’Ñ এটি কী ধরনের বাক্য? [দি.বো. ১১] জ
ক প্রশ্নসূচক খ বিস্ময়সূচক
গ বিবৃতিমূলক ঘ আদেশমূলক
৪. ‘তোমাকে আজই যেতে হবে’Ñ এটা কী ধরনের বাক্য?
[সি.বো. ১২; চ.বো. ১১] ছ
ক বিস্ময়সূচক খ আদেশসূচক
গ প্রার্থনামূলক ঘ বিবৃতিমূলক
৫. কোনটি আদেশসূচক বাক্য? ছ
ক তোমাকে বসতে বলেছি খ এখানে এসো
গ তুমি কি বসবে ঘ বসলে খুশি হবে
৬. ‘সে কি যাবে’Ñ এটি কী ধরনের বাক্য? ঝ
ক আদেশসূচক খ বিস্ময়সূচক
গ বিবৃতিমূলক ঘ প্রশ্নসূচক
৭. কোনটি প্রশ্নসূচক বাক্য? ঝ
ক কী খেলাই খেললে খ তুমি অবশ্যই খেলবে
গ আমি খেলব না ঘ তুমি কি খেলেছ
৮. ‘কী সাংঘাতিক ব্যাপার’Ñ এটা কী ধরনের বাক্য? জ
ক বিবৃতিমূলক খ প্রশ্নমূলক
গ বিস্ময়সূচক ঘ অনুরোধবাচক
৯. ‘ময়না কথা কয় না’ বাক্যটিÑ [ঢা.বো. ০৭; য.বো. ০৪] চ
ক বিবৃতিমূলক খ প্রশ্নমূলক গ বিস্ময়সূচক ঘ আদেশসূচক
১০. কোনটি বিবৃতিমূলক বাক্য? [সি.বো. ১১] জ
ক দীর্ঘজীবী হও খ আহা আমি তো ভয়ে মরি
গ সে লন্ডনে যাবে না ঘ আমার ভিসাটা করে দাও ভাই
১১. ‘আমি তোমাকে স্নেহ করি’Ñ এটি কোন ধরনের বাক্য?
[দি.বো. ১১] চ
ক বিবৃতিমূলক খ প্রশ্নসূচক
গ বিস্ময়সূচক ঘ আদেশমূলক
১২. বাক্যের বিশেষ বিশেষ অর্থ ও ভাব প্রকাশের জন্যে উচ্চারণের সময় যে ধ্বনিতরঙ্গ সৃষ্টি হয় তাকে কী বলে?
[কু.বো. ০৩] ঝ
ক বিরামচিহ্ন খ পদক্রম গ বাগধারা ঘ স্বরভঙ্গি
১৩. ‘ময়না কথা কয় না’Ñ বাক্যটি কোন শ্রেণির বাক্য? [ঢা.বো. ০৭; কু.বো. ০১; য.বো. ০৪; ব.বো. ১৩] জ
ক প্রশ্নসূচক বাক্য খ বিস্ময়সূচক বাক্য
গ বিবৃতিমূলক বাক্য ঘ আদেশসূচক বাক্য
১৪. “আহা, কি আনন্দ আকাশে বাতাসে!”Ñ কোন ধরনের বাক্য? [চ.বো. ০৫] জ
ক বিবৃতিমূলক খ আদেশসূচক
গ বিস্ময়বোধক ঘ প্রশ্নবোধক
১৫. “তোমাকে নিয়ে কী মুশকিলেই না পড়লাম।”Ñ এ বাক্যটিতে কী অর্থ প্রকাশ পেয়েছে? [রা.বো. ০৮] ছ
ক বিরক্তি খ বিড়ম্বনা গ ক্ষোভ ঘ ঘৃণা
১৬. ‘তোমাকে আজই যেতে হবে’Ñ এটা কী ধরনের বাক্য? ঝ
ক বিস্ময়বোধক খ বিবৃতিমূলক
গ প্রার্থনাসূচক ঘ আদেশসূচক
১৭. ‘কোথায় যাচ্ছে’Ñ এটা কী ধরনের বাক্য? ছ
ক বিস্ময়সূচক খ প্রশ্নমূলক
গ বিবৃতিমূলক ঘ অনুরোধমূলক
১৮. ‘এখানে এসো’Ñ এটা কী ধরনের বাক্য? জ
ক অনুরোধজ্ঞাপক খ বিবৃতিমূলক
গ আদেশমূলক ঘ বিস্ময়সূচক
১৯. ‘বড্ড শুকিয়ে গেছিস রে’Ñ এটি কোন অর্থ প্রকাশ করে? চ
ক আদর বোঝাতে খ দুঃখ প্রকাশে
গ ধিক্কার প্রকাশে ঘ প্রার্থনা

Leave a Reply