নবম-দশম শ্রেণির বাংলা ২য় যতি বা ছেদ-চিহ্নের লিখন কৌশল

পঞ্চম পরিচ্ছেদ : যতি বা ছেদ-চিহ্নের লিখন কৌশল
১. বাংলা ভাষায় যতি বা ছেদ চিহ্ন কয়টি? [ব.বো., য.বো., সি.বো. ০৩; কু.বো. ২০০০, ০৬] ঝ
ক ৭টি খ ৮টি গ ৯টি ঘ ১১টি
২. হৃদয়াবেগ প্রকাশ করতে কোন চিহ্ন লাগে? [য.বো. ১১; রা.বো. ০৬; ব.বো. ১০; চ.বো. ০৩; কু.বো. ০৩] ঝ
ক কমা খ হাইফেন গ প্রশ্নবোধক ঘ বিস্ময়সূচক
৩. সম্বোধন পদের পরে যে চিহ্নটি ব্যবহৃত হয় তার নাম কী?
[রা.বো. ০২, ১০; ব.বো. ০৯, ০৮, ০১; য.বো. ০৯; ঢা.বো. ১৩] ঝ
ক দাঁড়ি খ কোলন গ সেমিকোলন ঘ কমা
৪. বিরামচিহ্ন কেন ব্যবহৃত হয়? [চ.বো. ০২, ০৬; কু.বো. ০৮] ছ
ক বাক্য সংকোচনের জন্যে খ বাক্যের অর্থ স্পষ্টকরণের জন্যে
গ বাক্যের সৌন্দর্যের জন্যে ঘ বাক্যকে অলংকৃত করার জন্যে
৫. বাড়ি বা রাস্তার নম্বরের পরে কোন চিহ্ন বসে? [য.বো. ০২; চ.বো. ১৩; ব.বো. ১৩] ছ
ক হাইফেন খ কমা গ দাঁড়ি ঘ লোপ চিহ্ন
৬. একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোন চিহ্ন বসবে? [রা.বো. ০৯; চ.বো. ১০, ০৪; সি.বো. ১০; য.বো. ১৩, ১২, ০৪] ছ
ক ড্যাশ খ কোলন গ সেমিকোলন ঘ পূর্ণচ্ছেদ
৭. কোন যতি চিহ্নের জন্যে সবচেয়ে বেশি সময় থামতে হয়? [য.বো. ০৭; ঢা.বো. ০২] জ
ক কমা খ সেমিকোলন গ দাঁড়ি ঘ উদ্ধরণ চিহ্ন
৮. বাক্যে কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কী বসে? [ব.বো. ১১; রা.বো. ০৫, ০৬; ঢা.বো. ২০০০, ০৯] চ
ক সেমিকোলন খ কোলন গ ড্যাশ ঘ হাইফেন
৯. সমার্থক ও বিপরীতার্থক শব্দের মধ্যে কোনটি বসে? [য.বো. ০৬] ছ
ক কোলন খ ড্যাশ গ কোলন-ড্যাশ ঘ হাইফেন
১০. ‘কোথায় যাচ্ছ’Ñ এটি কী ধরনের বাক্য? [কু.বো. ০২] ছ
ক আবেগসূচক বাক্য খ প্রশ্নসূচক বাক্য
গ আদেশসূচক বাক্য ঘ বিস্ময়সূচক বাক্য
১১. যৌগিক ও মিশ্রবাক্যে পৃথক ভাবাপন্ন দুই বা তার বেশি বাক্যের সমন্বয় বা সংযোগ বোঝাতে কোন চিহ্ন ব্যবহৃত হয়? [চ.বো. ০৪; সি.বো. ০২; ঢা.বো. ০১] জ
ক কোলন খ সেমিকোলন গ ড্যাশ ঘ হাইফেন
১২. বাংলা ভাষায় যতি চিহ্নের প্রচলন করেন কে? [রা.বো. ৯৬] ছ
ক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় খ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ রবীন্দ্রনাথ ঠাকুর ঘ প্যারীচাঁদ মিত্র
১৩. কোন যতি চিহ্নটির বিরতিকাল পরিমাণ এক সেকেন্ড?
[চ.বো. ৯৭; কু.বো. ০৯]
বা, কোন যতি চিহ্নে ‘এক সেকেন্ড’ থামাতে হয়? জ
ক কমা খ হাইফেন গ কোলন ঘ সেমিকোলন
১৪. ‘কোলন ড্যাশে’ কতটুকু থামতে হয়? [সি.বো. ১২; চ.বো. ১১] ছ
ক ১ বলার দ্বিগুণ খ এক সেকেন্ড
গ থামার প্রয়োজন নেই ঘ এক উচ্চারণে যে সময় লাগে
১৫. কোনটির বিরতিকাল কোলন ড্যাশ-এর বিরতিকালের সমান? [রা.বো. ০১] ঝ
ক কমা খ হাইফেন গ সেমিকোলন ঘ কোলন
১৬. কোন যতি বা ছেদ চিহ্নে থামার প্রয়োজন আছে? [কু.বো. ১০] ঝ
ক ইলেক খ হাইফেন গ বন্ধনী চিহ্ন ঘ উদ্ধরণ চিহ্ন
১৭. ‘’ এ চিহ্ন কী বোঝাতে ব্যবহৃত হয়? [কু.বো. ৯৪] চ
ক ধাতু খ শব্দ গ বর্ণ ঘ ক্রিয়া
১৮. ব্যাকরণিক চিহ্ন কোনটি? [ঢা.বো. ৯৩] ঝ
ক :- খ ” গ ( ) ঘ 
১৯. ‘ইলেক’ চিহ্নের বিরতিকাল কতটুকু? [সি.বো. ১১]
বা, ইলেক বা লোপ ( ’ ) যতি চিহ্নটিতে কতক্ষণ থামতে হয়? ঝ
ক এক বলতে যে সময় লাগে খ এক বলার দ্বিগুণ সময়
গ এক সেকেন্ড ঘ থামার প্রয়োজন নেই
২০. বাক্যে (,) থাকলে কতক্ষণ থামতে হয়? [কু.বো. ০২; সি.বো. ১৩] চ
ক এক বলতে যে সময় লাগে খ ৪ মিনিট
গ ২ মিনিট ঘ ৩ মিনিট
২১. সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখাবার জন্যে কোন চিহ্ন ব্যবহৃত হয়? [রা.বো. ১২; কু.বো. ০৪; সি.বো. ১৩] ছ
ক কমা খ হাইফেন গ সেমিকোলন ঘ উদ্ধরণ
২২. বাক্যে কোন যতিচিহ্নের প্রয়োগে থামার প্রয়োজন নেই? [রা.বো. ১১, ০৭; ঢা.বো. ১১, ০৮, ০৪; কু.বো. ১১, ০১; চ.বো. ০১, ০৮; য.বো. ১০, ০১, ০৫, ০৬; দি.বো. ০৯; সি.বো. ০৭; ব.বোা. ০৭, ০৪] ছ
ক কমা খ হাইফেন/ইলেক
গ উদ্ধরণ চিহ্ন ঘ কোলন
২৩. বাক্যে পরিসমাপ্তি বোঝাতে কোন চিহ্ন ব্যবহৃত হয়? [সি.বো. ০৪] ঝ
ক কমা খ কোলন
গ সেমিকোলন ঘ দাঁড়ি বা পূর্ণচ্ছেদ
২৪. হৃদয়াবেগ প্রকাশ করতে কোন চিহ্ন ব্যবহৃত হয়? [য.বো. ১১] ঝ
ক () খ – গ ? ঘ !
২৫. উদাহরণ বা দৃষ্টান্ত প্রয়োগ করতে গেলে কোন চিহ্ন ব্যবহার করতে হয়? [সি.বো. ০৫] ছ
ক ড্যাশ খ কোলন ড্যাশ গ প্রশ্নবোধক ঘ বিস্ময়সূচক
২৬. কোনটি কোলন ড্যাশ? [কু.বো. ৯৯] ছ
ক : খ :- গ – ঘ ?
২৭. লেখার সময় বাক্যের মধ্যে বিরতি দেখানোর জন্য যেসব চিহ্নের ব্যবহার করা হয়, সেগুলোকে কী বলে? [ঢা.বো. ৯৪] জ
ক দাঁড়ি খ হাইফেন
গ ছেদ/যতি/বিরাম ঘ উদ্ধরণ চিহ্ন
২৮. কোনটিতে এক সেকেন্ড থামতে হয়? [রা.বো. ১২; দি.বো. ১১] ছ
ক কমা খ দাঁড়ি গ সেমিকোলন ঘ হাইফেন
২৯. বিস্ময় চিহ্নের বিরতিকাল কতটুকু? [ঢা.বো. ০৭, ০৬] ছ
ক এক বলতে যে সময় প্রয়োজন খ এক সেকেন্ড
গ এক বলার দ্বিগুণ সময় ঘ থামার প্রয়োজন নেই
৩০. কোনো পদের বর্ণ বিশেষের লোপ বোঝাতে কোন চিহ্ন ব্যবহৃত হয়? [রা.বো. ৯৯] চ
ক ইলেক খ ড্যাশ চিহ্ন গ কোলন ঘ সেমিকোলন
৩১. কোন বন্ধনী চিহ্নটি বিশেষ ব্যাখ্যামূলক অর্থে সাহিত্যে ব্যবহৃত হয়ে থাকে? [ব.বো. ০৬; রা.বো. ১৩] চ
ক () খ { } গ [ ] ঘ –
৩২. বন্ধনী চিহ্ন সাহিত্যে কী অর্থে ব্যবহৃত হয়? [চ.বো. ৯৯] জ
ক ধাতু বোঝাতে খ অর্থমূলক
গ ব্যাখ্যামূলক ঘ উৎপন্ন বোঝাতে
৩৩. নিচের উদাহরণগুলোর মধ্যে কোনটিতে ব্যাকরণিক চিহ্নের প্রয়োগ হয়েছে? [কু.বো. ০৫] চ
ক গঙ্গা  গাঙ খ লাল, হলুদ, নীল ও সাদা
গ এম এ, পি এইচ ডি ঘ যেমন : জুঁই, চামেলী, বেলি
৩৪. কোন বানানটি শুদ্ধ? [য.বো. ০৬] জ
ক মুহুর্ত খ মূহুর্ত গ মুহূর্ত ঘ মূহূর্ত

Leave a Reply