নবম-দশম শ্রেণির বাংলা ২য় সন্ধি

চতুর্থ পরিচ্ছেদ : সন্ধি
৮২. কোনটি সন্ধির উদ্দেশ্য? [ঢা.বো. ০৯, রা.বো. ০৫, য.বো. ০৩] জ
ক শব্দের মিলন খ বর্ণের মিলন
গ ধ্বনিগত মাধুর্য সম্পাদন ঘ শব্দগত মাধুর্য সম্পাদন
৮৩. সন্ধির প্রধান সুবিধা কী? [ঢা.বো. ০৩] জ
ক পড়ার সুবিধা খ লেখার সুবিধা
গ উচ্চারণের সুবিধা ঘ শোনার সুবিধা
৮৪. কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি? [কু.বো. ১৩] চ
ক অন্যান্য খ প্রত্যেক গ স্বল্প ঘ তন্বী
৮৫. ‘ষোড়শ’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি? [য.বো. ০৫] ছ
ক ষট + অশ খ ষট + দশ
গ ষড় + অশ ঘ ষড় + দশ
৮৬. ‘অন্বেষণ’ শব্দটি কোন সন্ধি? [ঢা.বো. ১৩] চ
ক স্বরসন্ধি খ ব্যঞ্জনসন্ধি
গ বিসর্গসন্ধি ঘ নিপাতনে সিদ্ধ সন্ধি
৮৭. কোনটি বিশেষ নিয়মে সাধিত সন্ধির উদাহরণ? [সি.বো. ০২, চ.বো. ১১, ০২, ঢা.বো. ০৬] জ
ক পরস্পর খ সংরক্ষণ
গ পরিষ্কার/সংস্কার ঘ উল্লাস
৮৮. কোনটির নিয়ম অনুসারে সন্ধি হয় না? [ঢা.বো. ০৯, ব.বো. ০৪, রা.বো. ১১, ০৮] চ
ক কুলটা খ গায়ক গ পশ্বধম ঘ নদ্যম্বু
৮৯. ‘মনীষা’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? [সি.বো. ০৯, য.বো. ০৩, রা.বো. ০৯, ব.বো. ১০, ০৫] জ
ক মন+ঈষা খ মনঃ+ইষা গ মনস+ঈষা ঘ মনো+ঈষা
৯০. ‘গায়ক’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি? [ব.বো. ০৩, কু.বো./চ.বো. ০৬, ০৫, য.বো. ০৭] ঝ
ক গা+ওক খ গা+অক গ গা+য়ক ঘ গৈ+অক
৯১. ‘পরীক্ষা’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি? [য.বো. ১০, ০৭, রা.বো. ০৭, সি.বো. ০৪] চ
ক পরি+ঈক্ষা খ পরী+ঈক্ষা
গ পরী+ইক্ষা ঘ পরি+ইক্ষা
৯২. সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? [ঢা.বো. ১৪] চ
ক ধ্বনিতত্তে¡ খ রূপতত্তে¡ গ বাক্যতত্তে¡ ঘ অর্থতত্তে¡
৯৩. কোন ক্ষেত্রে সন্ধি করার নিয়ম নেই? [সি.বো. ০৯, ব.বো. ০৫] ছ
ক স্বাভাবিক উচ্চারণে সহজপ্রবণ হলে
খ ধ্বনি মাধুর্য রক্ষিত না হলে
গ শ্রæতিমধুর হলে ঘ আয়াসের লাঘব হলে

Leave a Reply