নবম-দশম শ্রেণির রসায়ন দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থা বহুনির্বাচনি প্রশ্নোত্তর

নবম-দশম/এসএসসি রসায়ন দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থা এর গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর নিচে দেওয়া হলো।

এসএসসি রসায়ন দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থা বহুনির্বাচনি প্রশ্নোত্তর

গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর

১. কাপে গরম চা রাখলে নিচের কোন প্রক্রিয়াটি ঘটে?
✅ বাষ্পীভবন খ ঊর্ধ্বপাতন
গ ব্যাপন ঘ নিঃসরণ
২. জলীয়বাষ্পকে যখন ঘনীভবন করা হয়, তখন কণাসমূহের ক্ষেত্রে কী ঘটবে?
ক আকার সংকুচিত হবে
খ চলাচল করতে থাকবে
গ একই অবস্থানে থেকে কাঁপতে থাকবে
✅ পরিপার্শ্বে শক্তি নির্গত করবে
৩. নিচের কোন চিত্রটি ঊর্ধ্বপাতনের জন্য প্রযোজ্য?

৪. অজানা কঠিন বস্তু ত-এর তাপীয় বক্ররেখা

চিত্র হতে বোঝা যায়-
র. z বস্তুটির গলনাংক 54°C
রর. z বস্তুটি উদ্বায়ী
ররর. a-b ও c-d রেখা বস্তুটির গলনাংক ও স্ফুটনাংক বোঝায়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ রর ও ররর
✅ র ও ররর ঘ র, রর ও ররর

৫. কোন পদার্থটিকে তাপ দিলে সরাসরি গ্যাসে পরিণত হয়?
✅ ন্যাপথালিন খ চুনাপাথর
গ চিনি ঘ বরফ
৬. কোন মৌলিক গ্যাসটির ব্যাপনের হার বেশি?

✅ H2             O2

M N2          N Cl2

৭. কোনটির আন্তঃআণবিক শক্তি বেশি?
ক সালফিউরিক এসিড ✅ সোডিয়াম ক্লোরাইড
গ কার্বন ডাইঅক্সাইড ঘ পানি
৮. কোনটির আন্তঃআণবিক শক্তি বেশি?

K H2O                                  L CO2

M NH3                           ✅ KCl

৯. নিচের কোনটি ঊর্ধ্বপাতনযোগ্য পদার্থ?
ক ফ্লোরিন খ ক্লোরিন
গ ব্রোমিন ✅ আয়োডিন
১০. নিচের কোন যৌগটির ব্যাপনের হার অপেক্ষাকৃত বেশি হবে?

✅ NH3                                  L NO2

M H2S                           N SO2

১১. কোনটির ব্যাপনের হার বেশি?

K CO2                                  L NH3

M HCl                           ✅ H2

১২. মোম কোন ধরনের পদার্থ?
ক হাইড্রোকার্বন খ কার্বোহাইড্রেট
গ উদ্বায়ী ঘ মৌলিক
১৩. মোমে কার্বনের সাথে কোন মৌলটি থাকে?
ক অক্সিজেন খ হাইড্রোজেন
গ নাইট্রোজেন ঘ সালফার
১৪. কোনটির ব্যাপনের হার সবচেয়ে বেশি?

K N2O3                                 L N2O

M C2H6                          ✅ C2H4

১৫. নিচের কোন পদার্থটির ঊর্ধ্বপাতন ঘটে?
✅ আয়োডিন খ ব্রোমিন
গ ক্লোরিন ঘ ফ্লোরিন
১৬. সরু ছিদ্রপথে উচ্চচাপের কোনো গ্যাসের অণুসমূহের নিম্নচাপ অঞ্চলে বের হয়ে আসার প্রক্রিয়াকে কী বলে?
ক ব্যাপন খ বাষ্পীভবন
গ উর্ধ্বপাতন ✅ নিঃসরণ
নিচের উদ্দীপকের আলোকে ১৭ ও ১৮নং প্রশ্নের উত্তর দাও :

চিত্র : জলীয় বাষ্পের শীতলীকরণের বক্ররেখা
১৭. উদ্দীপকের পদার্থটির ১৮ গ্রামের মধ্যে কতটি অণু উপস্থিত থাকে?

ক 1.67 ´ 1023টি                       খ 0.857 ´ 1023টি 

গ 0.167 ´ 1022টি                 ঘ 6.023 ´ 1023টি 

১৮. উপরের চিত্র হতে আমরা বুঝতে পারি যে,
র. পদার্থটির হিমাংকের তাপমাত্রা 0°C
রর. E-F রেখা পদার্থটির কঠিন অবস্থা
ররর. 5°C তাপমাত্রায় পদার্থটি গ্যাসীয়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর

২.১ পদার্থ ও পদার্থের অবস্থা
¥ জেনে রাখ :
 যার ভর আছে, জায়গা দখল করে এবং জড়তা আছে তাই পদার্থ।
 পদার্থ সাধারণত তিন অবস্থায় থাকে-কঠিন, তরল এবং বায়বীয়।
 পদার্থের আকৃতি, আয়তন, সংকোচনশীলতা, ঘনত্ব, সহজপ্রবাহ, প্রসারণশীলতা ইত্যাদি বৈশিষ্ট্য আছে।
 সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৯. কোনো বস্তুর ভেতরের পদার্থের পরিমাণকে কী বলা হয়? (জ্ঞান)
ক ওজন ✅ ভর
গ মৌল ঘ যৌগ
২০. সকল পদার্থ সাধারণত কয় অবস্থায় বিরাজ করে? (জ্ঞান)
ক ২ ✅ ৩ গ ৪ ঘ ৫
২১. সাধারণ তাপমাত্রায় কোনটি তরল পদার্থ? (অনুধাবন)
ক বরফ খ জলীয়বাষ্প
✅ পানি ঘ লবণ
২২. ইনজেকশনের সিরিঞ্জে পানি ও বাতাস ভরে সুচ খুলে মুখ বন্ধ করে চাপ দিলে নিচের কোনটির পরিবর্তন ঘটে? (অনুধাবন)
ক আকার খ আকৃতি ✅ আয়তন ঘ ভর
২৩. পদার্থের কী কী আছে? (অনুধাবন)
✅ ভর ও আয়তন খ বর্ণ ও গন্ধ
গ স্বাদ ও ওজন ঘ সংকোচন ও প্রসারণ
২৪. সাধারণ অবস্থায় পানি, লবণ ও নাইট্রোজেন কেমন? (উচ্চতর দক্ষতা)
✅ তরল, কঠিন, গ্যাস খ তরল, গ্যাস, কঠিন
গ কঠিন, তরল, গ্যাস ঘ সবই তরল
২৫. কোনটি পদার্থ নয়? (অনুধাবন)
ক বায়ু খ মাটি
✅ শব্দ ঘ পানি
২৬. জলীয় বাষ্পকে ঠাণ্ডা করলে কিসে পরিণত হয়? (জ্ঞান)
ক বরফে খ বাষ্পে
গ কঠিন পদার্থে ✅ পানিতে
২৭. কোনটির সংকোচনশীলতা সবচেয়ে বেশি? (অনুধাবন)
ক লবণ খ পানি
গ দুধ ✅ হাইড্রোজেন
২৮. কোনটির ঘনত্ব সবচেয়ে বেশি? (অনুধাবন)
ক লুব্রিকেটিং তেল খ সয়াবিন তেল
গ দুধ ✅ খাবার লবণ
২৯. জলীয়বাষ্পকে ঠাণ্ডা করলে পানিতে এবং আরও ঠাণ্ডা করলে কিসে পরিণত হবে? (উচ্চতর দক্ষতা)
✅ বরফে খ পানি ঊর্ধ্বপাতিত হবে
গ জলীয়বাষ্পে ঘ জলীয়বাষ্প ঊর্ধŸপাতিত হবে
৩০. কোনটি পদার্থ? (অনুধাবন)
✅ বায়ু খ তাপ
গ আলো ঘ বিদ্যুৎ
৩১. পদার্থ সাধারণত কোন অবস্থায় সিলিন্ডারে ভর্তি করে রাখা হয়? (প্রয়োগ)
ক কঠিন খ তরল
✅ বায়বীয় ঘ প্লাজমা
৩২. কোন পদার্থটি তরল প্রকৃতির? (অনুধাবন)
ক চিনি খ হিলিয়াম
গ অক্সিজেন ✅ লুব্রিকেটিং
৩৩. কোনটি চাপ প্রয়োগে সংকুচিত হয় না? (জ্ঞান)
ক সয়াবিন তেল ✅ চুনাপাথর
গ পারদ ঘ হিলিয়াম
৩৪. কোনটির সহজপ্রবাহ সর্বাধিক? (অনুধাবন)
ক লুব্রিকেটিং খ সয়াবিন তেল
✅ পানি ঘ দুধ
৩৫. পারদ কোন অবস্থায় থাকে? (জ্ঞান)
ক কঠিন ✅ তরল
গ বায়বীয় ঘ তরল স্ফটিক
৩৬. কোনটির আকার, আকৃতি ও আয়তন নির্দিষ্ট থাকে? (প্রয়োগ)
ক ঈঙ২ ভর্তি গ্যাসজার খ পারদ
গ দুধ ✅ মার্বেল পাথর
৩৭. তাপে পদার্থের কোনটির পরিবর্তন ঘটে না? (জ্ঞান)
ক আকার খ আকৃতি
✅ অণুর গঠন ঘ ভৌত অবস্থা
 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৩৮. পদার্থের বৈশিষ্ট্য (অনুধাবন)
র. জড়তা আছে
রর. স্থান দখল করে
ররর. ভর আছে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ✅ র, রর ও ররর
৩৯. সয়াবিন তেল একটি তরল পদার্থ, কারণÑ (উচ্চতর দক্ষতা)
র. নির্দিষ্ট উষ্ণতা ও চাপে এর আয়তন স্থির থাকে
রর. এটি তার ধারকপাত্রের আকার গ্রহণ করে
ররর. এর নির্দিষ্ট ঘনত্ব আছে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ✅ র, রর ও ররর
৪০. চাপ প্রয়োগে সংকোচনশীলÑ (অনুধাবন)
র. পানি
রর. পারদ
ররর. কাঠের টুকরা
নিচের কোনটি সঠিক?
✅ র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
৪১. চাপ প্রয়োগে আকৃতি ও আয়তন অপরিবর্তিত থাকে- (অনুধাবন)
র. পেন্সিল ও পাথরের
রর. কাঠ ও ইটের
ররর. পানি ও দুধের
নিচের কোনটি সঠিক?
✅ র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের উদ্দীপকটি পড় এবং ৪২ ও ৪৩ নং প্রশ্নের উত্তর দাও :

৪২. উদ্দীপকের ক্ষেত্রে- (উচ্চতর দক্ষতা)
র. x অপেক্ষা z এর সংকোচনশীলতা বেশি
রর. y এর আকৃতি নির্দিষ্ট
ররর. z এর ঘনত্ব সবচেয়ে কম
নিচের কোনটি সঠিক?
ক র ও রর ✅ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৪৩. ত এর ক্ষেত্রে কোনটি নির্দিষ্ট? (উচ্চতর দক্ষতা)
ক আকার খ আকৃতি
গ আয়তন ✅ ভর
২.২ কণার গতিতত্ত¡
¥ জেনে রাখ :
 কঠিন, তরল বা গ্যাসীয় সকল অবস্থাতেই পদার্থের কণাসমূহ গতিশীল থাকে। একে গতিতত্ত¡ বলে।
 কঠিন পদার্থের নির্দিষ্ট আয়তন ও আকার আছে। তরলের নির্দিষ্ট আয়তন থাকে কিন্তু আকার থাকে না। বায়বীয় পদার্থের নির্দিষ্ট আয়তন বা আকার নেই।
 কঠিন পদার্থের কণাগুলোর আকর্ষণ বল সবচেয়ে বেশি। এরপর তরল পদার্থের এবং সবশেষে গ্যাসীয় পদার্থের।
 কঠিন পদার্থের আন্তঃআণবিক আকর্ষণ সবচেয়ে বেশি থাকে। তরল পদার্থের কঠিনের চেয়ে কম এবং গ্যাসীয় পদার্থের একেবারেই কম থাকে।
 কঠিন অবস্থায় পদার্থের কণাসমূহের গতিশীলতা সবচেয়ে কম হয়, তরল অবস্থায় গতিশীলতা কঠিনের চেয়ে বাড়ে। গ্যাসীয় অবস্থায় গতিশীলতা সবচেয়ে বেশি থাকে।
 কঠিন পদার্থের ঘনত্ব আন্তঃআণবিক শক্তির কারণে সবচেয়ে বেশি হয়। তরল পদার্থের কঠিনের চেয়ে কম এবং বায়বীয় পদার্থের সবচেয়ে কম হয়।
 কঠিন পদার্থে চাপ দিলে এর আয়তন সংকোচনশীলতা থাকে না বললেই চলে। তরল অবস্থায় স্বল্প মাত্রায় সংকোচনশীল হয় আর বায়বীয় পদার্থে আয়তন সংকোচনশীলতা সবচেয়ে বেশি হয়।
 সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৪৪. পদার্থের অণুসমূহ যে বিশেষ শক্তি দ্বারা পরস্পরের প্রতি আকৃষ্ট থাকে তাকে কী বলে? (জ্ঞান)
✅ আন্তঃআণবিক শক্তি খ রাসায়নিক শক্তি
গ স্থির বৈদ্যুতিক শক্তি ঘ ভ্যানডার ওয়ালস শক্তি
৪৫. নির্দিষ্ট আকার, আয়তন ও কমবেশি দৃঢ়তা থাকে পদার্থের কোন অবস্থায়? (জ্ঞান)
ক তরল খ বায়বীয়
✅ কঠিন ঘ দ্রবণীয়
৪৬. পদার্থের কোন অবস্থায় অণুসমূহ নির্দিষ্ট স্থানে বিরাজ করে না, চলাচল করে? (জ্ঞান)
ক কঠিন ✅ তরল
গ গ্যাসীয় ঘ কলয়েড অবস্থায়
৪৭. পদার্থের কোন অবস্থায় অণুসমূহ মুক্তভাবে চলাচল করে? (জ্ঞান)
ক কঠিন খ তরল
গ দ্রবণ ✅ গ্যাসীয়
৪৮. তরল পদার্থের অণুর অবস্থান কী রকম? (জ্ঞান)
✅ অণুগুলো গুচ্ছ আকারে থাকে খ অণুগুলো দূরে দূরে থাকে
গ অণুগুলো দৃঢ়ভাবে আবদ্ধ থাকে ঘ অণুগুলো খুব কাছাকাছি থাকে
৪৯. নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
ক গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট আয়তন আছে
✅ তরল পদার্থের নির্দিষ্ট আয়তন আছে, কিন্তু নির্দিষ্ট আকার নাই
গ সকল কঠিন পদার্থকে তাপ দিলে তরলে রূপান্তরিত হয়
ঘ কঠিন পদার্থের নির্দিষ্ট আয়তন নেই
৫০. নিচের কোন পদার্থের আন্তঃআণবিক শক্তি সবচেয়ে কম? (অনুধাবন)
✅ কার্বন ডাইঅক্সাইড খ পানি
গ সাধারণ লবণ ঘ কেরোসিন তেল
৫১. আন্তঃআণবিক শক্তি কী? (অনুধাবন)
ক পরমাণুসমূহের পারস্পরিক আকর্ষণ
✅ অণুসমূহের পারস্পরিক আকর্ষণ
গ পরমাণুসমূহের পারস্পরিক বিকর্ষণ
ঘ অণুসমূহের পারস্পরিক বিকর্ষণ
৫২. কোন বাক্যটি সঠিক? (অনুধাবন)
✅ কঠিন পদার্থের নির্দিষ্ট আকার আছে
খ তরল পদার্থের নির্দিষ্ট আকার আছে
গ বায়বীয় পদার্থের নির্দিষ্ট আয়তন আছে
ঘ গ্যাসীয় পদার্থের আকর্ষণ শক্তি নেই
৫৩. কোনো বস্তুর আন্তঃআণবিক শক্তি বেশি হলে তা কেমন পদার্থ? (অনুধাবন)
✅ উচ্চ গলনাংক ও স্ফুটনাংক বিশিষ্ট কঠিন পদার্থ
খ সাধারণ তাপমাত্রায় তরল
গ সাধারণ তাপমাত্রায় গ্যাসীয়
ঘ তার ওজন বেশি
৫৪. বেলুনের মধ্যে থাকা গ্যাসের বৈশিষ্ট্য কী? (প্রয়োগ)
ক নির্দিষ্ট আয়তন বা আকার রয়েছে
খ অণুসমূহের মধ্যকার দূরত্ব অনেক কম, তাই আকর্ষণ শক্তি বেশি
✅ অণুসমূহ প্রায় মুক্তভাবে চলাচল করতে পারে
ঘ সংকোচনশীলতা নেই
৫৫. কোন অবস্থায় অণুসমূহ সবচেয়ে কাছাকাছি থেকে কাঁপতে থাকে? (জ্ঞান)
✅ কঠিন খ তরল
গ বায়বীয় ঘ প্লাজমা
৫৬. তাপশক্তি ব্যবহার করে পদার্থকে এক অবস্থা থেকে অপর অবস্থায় রূপান্তর করা সম্ভব কোন তত্তে¡র উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত? (জ্ঞান)
ক আণবিক তত্ত¡ খ পারমাণবিক তত্ত¡
✅ কণার গতিতত্ত¡ ঘ অ্যাভোগ্যাড্রোর তত্ত¡
৫৭. নিচের কোনটির ঘনত্ব সর্বাধিক? (অনুধাবন)
ক পানি ✅ কাঠের টুকরা
গ দুধ ঘ হিলিয়াম গ্যাস
৫৮. নিচের কোনটিতে অণুসমূহের গতিশীলতা সবচেয়ে কম? (অনুধাবন)
✅ বরফ খ পানি
গ ফুটানো পানি ঘ জলীয়বাষ্প
৫৯. কঠিন উত্তাপ তরল উত্তাপ গ্যাস?
উপরের নিয়মের ব্যতিক্রম কোনটি? (উচ্চতর দক্ষতা)

ক NaCl                                 খ CaCl2

✅ NH4Cl                        ঘ NH4NO3

৬০. কোনটির কণাসমূহ দৃঢ়ভাবে পরস্পরের অতি সন্নিকটে থাকে? (অনুধাবন)
ক পানি খ কেরোসিন
✅ খাবার লবণ ঘ কার্বন ডাইঅক্সাইড
৬১. কোন পদার্থটির আন্তঃআণবিক শক্তি সবচেয়ে কম? (অনুধাবন)
ক চুনাপাথর খ পেট্রোল
✅ নাইট্রোজেন ঘ দুধ
৬২. গ্যাসীয় অবস্থায় অণুসমূহ কী করে? (অনুধাবন)
ক পরস্পরের সন্নিকটে থাকে খ পরস্পর থেকে দূরে থাকে
✅ মুক্তভাবে চলাচল করে ঘ দূরত্ব বজায় রেখে চলাচল করে
৬৩. তাপ প্রয়োগে তরল পদার্থের অণুগুলোর ক্ষেত্রে কী ঘটে? (অনুধাবন)
✅ অণুগুলোর গতিশক্তি বৃদ্ধি পায়
খ অণুগুলোর মধ্যকার আকর্ষণ শক্তি বৃদ্ধি পায়
গ অণুগুলোর গতিশক্তি হ্রাস পায়
ঘ অণুসমূহের চলাচল হ্রাস পায়
৬৪. তাপশক্তির প্রভাবে গ্যাসের কণাগুলোর ক্ষেত্রে কীরূপ পরিবর্তন ঘটে? (অনুধাবন)
ক আন্তঃআণবিক শক্তি বৃদ্ধি পায়
খ গতিশক্তি হ্রাস পায়
গ আন্তঃআণবিক শক্তি ও গতিশক্তি সমান হয়
✅ তীব্রবেগে এলোমেলোভাবে ছোটাছুটি করে
৬৫. নিচের কোনটির গতিশক্তি সবচেয়ে বেশি? (অনুধাবন)
ক মোম ✅ বাতাস
গ কেরোসিন ঘ পানি
৬৬. চাপ প্রয়োগে গ্যাসের আয়তন কীভাবে পরিবর্তিত হয়? (অনুধাবন)
ক পরিবর্তন হয় না ✅ হ্রাস পায়
গ শূন্য হয় ঘ বৃদ্ধি পায়
৬৭. আন্তঃআণবিক দূরত্ব বাড়লে আন্তঃআণবিক শক্তি কেমন হয়? (অনুধাবন)
✅ কমে খ বাড়ে
গ দ্বিগুণ হয় ঘ ব্যস্তানুপাতে বাড়ে
৬৮. কঠিন পদার্থের ক্ষেত্রে আন্তঃআণবিক দূরত্ব কেমন? (অনুধাবন)
✅ সবচেয়ে কম খ সবচেয়ে বেশি
গ নেই ঘ তরলের চেয়ে বেশি
৬৯. বায়বীয় পদার্থের বৈশিষ্ট্য কী? (অনুধাবন)
ক নির্দিষ্ট আকার ও আয়তন নেই
খ নির্দিষ্ট আয়তন আছে আকার নেই
✅ নির্দিষ্ট ওজন আছে কিন্তু আকার ও আয়তন নেই
ঘ নির্দিষ্ট আয়তন ও ওজন আছে কিন্তু আকার নেই
৭০. পানিতে তাপ দিলে তা বাষ্পে পরিণত হয় কেন? (অনুধাবন)
ক পানির অণুগুলো ভেঙে হাইড্রোজেন ও অক্সিজেনে পরিণত হয় বলে
খ পানির অণুগুলোর মধ্যকার আন্তঃআণবিক শক্তি বৃদ্ধি পায় বলে
✅ পানির অণুগুলোর মধ্যকার আন্তঃআণবিক শক্তি হ্রাস পায় বলে
ঘ পানির স্ফুটনাংক বৃদ্ধি পায় বলে
৭১. সাধারণ চাপ ও উষ্ণতায় নিচের কোন পদার্থের আকার এবং আয়তন নির্দিষ্ট থাকে? (প্রয়োগ)
✅ চিনি খ অক্সিজেন
গ সয়াবিন তেল ঘ পানি
৭২. সাধারণ অবস্থায় কোন পদার্থের আয়তন নির্দিষ্ট থাকে কিন্তু কোনো নির্দিষ্ট আকার থাকে না? (প্রয়োগ)
ক মার্বেল পাথর ✅ লুব্রিকেটিং তেল
গ ইট ঘ অক্সিজেন
৭৩. নিচের কোন গুচ্ছের আন্তঃআণবিক শক্তি সবচেয়ে বেশি? (প্রয়োগ)
✅ পাথর ও বালি খ মধু ও তেল
গ কেরোসিন ও ডিজেল ঘ অক্সিজেন ও নাইট্রোজেন
৭৪. নিচের কোনটি তরল পদার্থের বৈশিষ্ট্য? (প্রয়োগ)
ক আকার ও আয়তন আছে খ আকার ও আয়তন নেই
✅ আকার নেই আয়তন আছে ঘ আকার আছে আয়তন নেই
৭৫. এক গøাস পানিতে এক চামচ চিনি ঢেলে নাড়লে কিছুক্ষণ পর চিনি অদৃশ্য হয়ে যায়। এই চিনির অণুগুলো কোথায় যায়? (প্রয়োগ)
ক চিনির অণুগুলো পানির সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইডে পরিণত হয়
✅ চিনির অণুগুলো পানির অণুর আন্তঃআণবিক স্থানে ঢুকে যায়
গ চিনির অণুগুলো ভেঙে অসংখ্য আয়নে পরিণত হয়
ঘ চিনির অণুগুলো পানির সাথে বিক্রিয়া করে গøুকোজে পরিণত হয়
৭৬. নিচে কয়েকটি পদার্থের স্ফুটনাংক দেয়া হলো। কোনটির আন্তঃআণবিক শক্তি বেশি হবে? (উচ্চতর দক্ষতা)
স্ফুটনাংক

✅ 1465°C                                         L 100°C

M 215°C                N -259°C
৭৭. নিচের কোন রূপান্তর প্রক্রিয়ায় পানির অণুর গতিশক্তি হ্রাস পায়? (উচ্চতর দক্ষতা)

ক বরফ  পানি খ বরফ  বাষ্প
✅ বাষ্প  বরফ ঘ পানি  বাষ্প
৭৮. একই তাপমাত্রায় চারটি বেলুনকে যথাক্রমে কার্বন ডাই অক্সাইড (অ), মিথেন (ই), নাইট্রোজেন (ঈ) ও অক্সিজেন (উ) দ্বারা পূর্ণ করে আকাশে ছেড়ে দেয়া হলো। কোন বেলুনটি সবচেয়ে দ্রæত নেমে আসবে? (উচ্চতর দক্ষতা)
✅ অ খ ই
গ ঈ ঘ উ
৭৯. কঠিন পদার্থের বেলায় নিচের কোনটি প্রযোজ্য? (উচ্চতর দক্ষতা)
✅ আন্তঃআণবিক শক্তি সবচেয়ে বেশি খ আন্তঃআণবিক শক্তি মাঝামাঝি
গ আন্তঃআণবিক দূরত্ব কম ঘ আন্তঃআণবিক দূরত্ব নেই
৮০. কাঠে পেরেক ঠুকানো সহজ কেন? (উচ্চতর দক্ষতা)
ক অণুর দ্রæত কম্পনের কারণে ✅ অণুর মধ্যে ফাঁক থাকার কারণে
গ অণুর আকর্ষণ শক্তির কারণে ঘ আন্তঃআণবিক শক্তির কারণে
 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৮১. কঠিন পদার্থের বৈশিষ্ট্য হলো- (অনুধাবন)
র. নির্দিষ্ট আকার ও আয়তন থাকে
রর. স্ফুটনাংক ও গলনাংক বেশি হয়
ররর. আন্তঃআণবিক শক্তি বেশি
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ✅ র, রর ও ররর
৮২. গ্যাসীয় পদার্থের বৈশিষ্ট্য- (অনুধাবন)
র. নির্দিষ্ট আকার ও আয়তন রয়েছে
রর. সংকোচনশীলতা রয়েছে
ররর. পাত্র খোলা রাখলে চারদিকে ছড়িয়ে পড়ে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
✅ রর ও ররর ঘ র, রর ও ররর
৮৩. সঠিক বাক্য- (উচ্চতর দক্ষতা)
র. আন্তঃআণবিক শক্তি গতিশক্তি থেকে অনেক কম হলে পদার্থ গ্যাসীয় হবে
রর. আন্তঃআণবিক শক্তি গতিশক্তি থেকে অনেক বেশি হলে পদার্থ কঠিন হবে
ররর. আন্তঃআণবিক শক্তি গতিশক্তির প্রায় সমান হলে পদার্থ তরল হবে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ✅ র, রর ও ররর
৮৪. একটি গ্যাসীয় পদার্থে চাপ প্রদান করে ঠাণ্ডা করা হলেÑ (উচ্চতর দক্ষতা)
র. তরলে পরিণত হবে এবং আন্তঃআণবিক শক্তি কমে যাবে
রর. তরলে পরিণত হবে এবং আন্তঃআণবিক শক্তি বেড়ে যাবে
ররর. তরলে পরিণত হবে এবং আন্তঃআণবিক দূরত্ব কমে যাবে
নিচের কোনটি সঠিক?
ক র খ রর
গ র ও রর ✅ রর ও ররর
৮৫. পদার্থের কণাসমূহ গতিশীল থাকেÑ (প্রয়োগ)
র. কঠিন অবস্থায়
রর. তরল অবস্থায়
ররর. বায়বীয় অবস্থায়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ✅ র, রর ও ররর
৮৬. আন্তঃআণবিক আকর্ষণ শক্তিÑ (উচ্চতর দক্ষতা)
র. কঠিন অবস্থায় সর্বোচ্চ
রর. তরল অবস্থায় মাঝামাঝি
ররর. বায়বীয় অবস্থায় সর্বোচ্চ
নিচের কোনটি সঠিক?
✅ র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
৮৭. তাপ প্রয়োগে পরিণত হয়Ñ (অনুধাবন)
র. জলীয়বাষ্প থেকে পানিতে
রর. বরফ থেকে পানিতে
ররর. পানি থেকে জলীয়বাষ্পে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
✅ রর ও ররর ঘ র, রর ও ররর
৮৮. তরল পদার্থেরÑ (প্রয়োগ)
র. আন্তঃআণবিক আকর্ষণ বল কঠিনের চেয়ে কম
রর. আয়তন স্বল্প মাত্রায় সংকোচনশীল
ররর. কণাসমূহ মোটামুটি দূরত্বে অবস্থান করে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ✅ র, রর ও ররর
৮৯. তাপ প্রয়োগ করা হলে পদার্থেরÑ (অনুধাবন)
র. কণাসমূহ গতিশক্তি অর্জন করে
রর. কণাসমূহ স্থিতিশক্তি অর্জন করে
ররর. কণাসমূহ ইচ্ছামত বিভিন্ন দিকে চলাচল করে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর ✅ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের চিত্রের আলোকে ৯০ ও ৯১ নং প্রশ্নের উত্তর দাও :

৯০. চিত্রে কাপটিকে টেবিলে রাখলে কী দেখা যাবে? (উচ্চতর দক্ষতা)
র. জলীয়বাষ্পের কণা বাতাসে ছড়িয়ে পড়ছে
রর. পদার্থের অবস্থার পরিবর্তন ঘটছে
ররর. গ্যাসীয় কণা ইচ্ছামতো চলাচল করছে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ✅ র, রর ও ররর
৯১. চিত্রের জলীয়বাষ্পের কণাসমূহের মধ্যে আকর্ষণ বল কেমন? (অনুধাবন)
✅ কম খ বেশি
গ নেই ঘ মোটামুটি
নিচের চিত্রের আলোকে ৯২ ও ৯৩ নং প্রশ্নের উত্তর দাও :

৯২. ৩নং অবস্থা থেকে ২নং অবস্থায় রূপান্তর করতে কোনটি প্রয়োজন হবে? (উচ্চতর দক্ষতা)
ক তাপ প্রয়োগ, চাপ প্রয়োগ ✅ তাপ বর্জন, চাপ প্রয়োগ
গ চাপ প্রয়োগ ঘ তাপ বর্জন
৯৩. ১নং অবস্থার ক্ষেত্রে কোনটি সঠিক? (উচ্চতর দক্ষতা)
✅ আন্তঃআণবিক শক্তি সবচেয়ে বেশি
খ আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে বেশি
গ আন্তঃআণবিক শক্তি ও দূরত্ব মধ্যম ধরনের
ঘ আন্তঃআণবিক শক্তি মধ্যম ধরনের কিন্তু দূরত্ব সবচেয়ে বেশি
২.৩ ব্যাপন
¥ জেনে রাখ :
 বায়ু ও অ্যামোনিয়া গ্যাসের মিশ্রণ ক্ষারীয় বলে তাতে লাল লিটমাস পেপার প্রবেশ করালে নীল রঙ ধারণ করে।
 পটাসিয়াম পারম্যাঙ্গানেটের স্ফটিক পানিতে যোগ করলে তা বেগুনি রঙ ধারণ করে।
 ব্যাপন একটি স্বতঃস্ফ‚র্ত প্রক্রিয়া। তাপে ব্যাপন দ্রæত সাড়া দেয়।
 গ্যাসীয় পদার্থ ব্যাপনে দ্রæত ছড়িয়ে পড়ে।
 কঠিন, তরল বা গ্যাসীয় বস্তুর স্বতঃস্ফ‚র্ত ও সমভাবে পরিব্যাপ্ত হওয়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে।
 বস্তুর ভর ও ঘনত্ব যত বেশি হয় ব্যাপন তত হ্রাস পায়।
 সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৯৪. কোনো মাধ্যমে কঠিন, তরল বা গ্যাসীয় বস্তুর স্বতঃস্ফ‚র্ত ও সমভাবে পরিব্যাপ্ত হওয়ার প্রক্রিয়াকে কী বলে? (জ্ঞান)
ক নিঃসরণ ✅ ব্যাপন
গ সালোকসংশ্লেষণ ঘ প্রস্বেদন
৯৫. পাকা কাঁঠালের গন্ধ ঘরের চতুর্দিকে ছড়িয়ে পড়াকে কী বলে? (প্রয়োগ)
✅ ব্যাপন খ নিঃসরণ
গ প্রস্বেদন ঘ সালোকসংশ্লেষণ
৯৬. ব্যাপনের ইংরেজি কী? (জ্ঞান)
ক ঙংসড়ংরং খ অনংড়ৎঢ়ঃরড়হ
✅ উরভভঁংরড়হ ঘ ঞৎধহংঢ়রৎধঃরড়হ
৯৭. ব্যাপনের উৎপত্তির কারণ কী? (অনুধাবন)
ক বিকর্ষণ খ আকর্ষণ
✅ গতিশীলতা ঘ নিঃসরণ
৯৮. একটি বস্তুর ভর এবং ঘনত্ব বেশি হলে ব্যাপনের হার কেমন হবে? (অনুধাবন)
ক বৃদ্ধি পাবে ✅ হ্রাস পাবে
গ সমানুপাতিক হবে ঘ ব্যস্তানুপাতিক হবে
৯৯. নিচের কোন গ্যাসের ব্যাপনের হার সবচেয়ে কম? (অনুধাবন)
ক ঙ২ খ ঐব ✅ ঈঙ২ ঘ ঐ২
১০০. বস্তুর ভর বাড়লে ব্যাপনের হার কী রকম হয়? (অনুধাবন)
ক বেড়ে যায় ✅ কমে যায়
গ একই থাকে ঘ সমানুপাতিক হারে বাড়ে
১০১. ব্যাপনের বেলায় গ্যাসপাত্রের ভেতরে ও বাইরে বায়ুর চাপ কেমন? (অনুধাবন)
ক আলাদা ✅ একই
গ ভেতরে বেশি বাইরে কম ঘ বাইরে বেশি ভেতরে কম
১০২. ময়লার দুর্গন্ধ ছড়িয়ে পড়ে কোন প্রক্রিয়ার মাধ্যমে? (প্রয়োগ)
✅ ব্যাপন খ ব্রাউনীয় গতি
গ অভিস্রবণ ঘ দ্রবণ
১০৩. একটি গøাসে পানি নিয়ে তাতে এক ফোঁটা কালি এমনভাবে যোগ করলে যা পানির তলদেশে থাকে। কিছুক্ষণ পরে দেখলে কালি সমগ্র পানিতে মিশে গেছে। এ ঘটনার নাম কী? (প্রয়োগ)
ক ব্রাউনীয় গতি ✅ ব্যাপন
গ দ্রবণ ঘ রাসায়নিক বিক্রিয়া
১০৪. একটি গøাসে পানি নিয়ে তাতে এক টুকরা কগহঙ৪ ফেলা হলো, যা গøাসের তলদেশে থাকে। কিছুক্ষণ পর দেখা গেল যে, কগহঙ৪ পানিতে ছড়িয়ে গেছে। এ ঘটনার নাম কী? (প্রয়োগ)
ক ব্রাউনীয় গতি ✅ ব্যাপন
গ দ্রবণ ঘ রাসায়নিক বিক্রিয়া
১০৫. একটি সেন্টের বোতলের ছিপি ঘরের এক কোণে খুলে রাখলে সারাঘর সুগন্ধে ভরে যায় কেন? (প্রয়োগ)
ক সেন্ট বাতাসে ভাসে খ সেন্টের অণুগুলোর নিঃসরণ ঘটে
✅ ব্যাপনের কারণে ঘ সাধারণ নিয়মে ঘটে
১০৬. একই আণবিক ভর বিশিষ্ট দুটো গ্যাসের ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য? (প্রয়োগ)
ক কক্ষ তাপমাত্রায় পানিতে এদের দ্রাব্যতা একইরকম
খ তাদের স্ফুটনাংক সমান
গ এক অণুতে তাদের পরমাণু সংখ্যা সমান
✅ কক্ষ তাপমাত্রা ও চাপে তাদের ব্যাপন হার সমান
 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১০৭. ভর ও ঘনত্ব বাড়লে ব্যাপন হারÑ (উচ্চতর দক্ষতা)
র. কমে
রর. বাড়ে
ররর. বন্ধ হয়
নিচের কোনটি সঠিক?
✅ র খ রর গ ররর ঘ র, রর ও ররর
১০৮. ব্যাপন হার (অনুধাবন)
র. আণবিক ভর বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি পায়
রর. তাপমাত্রা বৃদ্ধির সাথে বৃদ্ধি পায়
ররর. ঘনত্ব বৃদ্ধির সাথে কমে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর ✅ রর ও ররর ঘ র, রর ও ররর
১০৯. তাপ প্রয়োগে ব্যাপন হারÑ (অনুধাবন)
র. বাড়ে
রর. কমে
ররর. স্থির থাকে
নিচের কোনটি সঠিক?
✅ র খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১১০. ব্যাপন সংঘটিত হয়Ñ (অনুধাবন)
র. চাপের প্রভাবে
রর. সমভাবে
ররর. স্বতঃস্ফ‚র্তভাবে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর ✅ রর ও ররর ঘ র, রর ও ররর
১১১. ব্যাপন প্রক্রিয়ার উদাহরণÑ (প্রয়োগ)
র. সেন্টের শিশি থেকে গন্ধ নির্গমন
রর. বাতাসে দুর্গন্ধ ছড়ানো
ররর. ল্যাবরেটরিতে ঐ২ঝ এর গন্ধ ছড়ানো
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর ✅ রর ও ররর ঘ র, রর ও ররর
১১২. ব্যাপন হলোÑ (অনুধাবন)
র. মন্থর প্রক্রিয়া
রর. দ্রæত প্রক্রিয়া
ররর. পাত্রের ভেতরে-বাইরে বায়ুচাপ সমান
নিচের কোনটি সঠিক?
ক র ও রর ✅ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের চিত্রের আলোকে ১১৩  ১১৫ নং প্রশ্নের উত্তর দাও :

১১৩. উদ্দীপকের পরীক্ষা কোন প্রক্রিয়ার উদাহরণ? (প্রয়োগ)
✅ ব্যাপন খ নিঃসরণ
গ প্রস্বেদন ঘ সালোকসংশ্লেষণ
১১৪. কোন পরীক্ষায় ব্যাপন দ্রæত ঘটবে? (অনুধাবন)
ক ১নং খ ২নং
✅ ৩নং ঘ ১নং ও ২নং
১১৫. ব্যাপন দ্রæত সংঘটনের কারণ (উচ্চতর দক্ষতা)
র. তাপে ব্যাপন প্রক্রিয়া দ্রæত ঘটে
রর. গরম পানিতে ব্যাপনের হার বেশি
ররর. কপার সালফেট দ্রবণ যুক্ত আছে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ✅ র, রর ও ররর
নিচের চিত্রটি দেখ এবং ১১৬ ও ১১৭ নং প্রশ্নের উত্তর দাও :

১১৬. উদ্দীপকের প্রক্রিয়াটি কী? (অনুধাবন)
✅ ব্যাপন খ নিঃসরণ
গ প্রস্বেদন ঘ সালোকসংশ্লেষণ
১১৭. উদ্দীপকের প্রক্রিয়াটি- (উচ্চতর দক্ষতা)
র. বস্তুর ভর ও ঘনত্বের ওপর নির্ভরশীল
রর. নিম্নচাপের স্থান থেকে উচ্চচাপের স্থানের দিকে ঘটে
ররর. কঠিন, তরল ও গ্যাসীয় বস্তুর বেলায় ঘটে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর ✅ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
২.৪ নিঃসরণ
¥ জেনে রাখ :
 সরু ছিদ্র পথে কোনো গ্যাসের অণুসমূহের উচ্চচাপ থেকে নিম্নচাপ অঞ্চলে বেরিয়ে আসার প্রক্রিয়াকে নিঃসরণ বলে।
 একটি গ্যাস বা বায়ু ভরা বেলুনে ছিদ্র করলে এতে থাকা অণুসমূহ ছিদ্রপথে বেরিয়ে পড়ে যতক্ষণ না চাপমুক্ত হয়।
 যখন ছিদ্রস্থলে বেলুনের ভেতরের চাপ এবং বাইরের চাপ সমান হয় তখন নিঃসরণ ব্যাপনে রূপান্তরিত হয়।
 ব্যাপন ও নিঃসরণ বস্তুর ভর এবং ঘনত্বের ওপর নির্ভরশীল। বস্তুর ভর এবং ঘনত্ব যত বেশি হবে ব্যাপন ও নিঃসরণের হার তত হ্রাস পাবে।
 সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১১৮. পাকা কাঁঠালের ত্বকের ছিদ্রপথে গন্ধ বের হয়ে আসাকে কী বলে? (জ্ঞান)
ক ব্যাপন ✅ নিঃসরণ
গ প্রস্বেদন ঘ সালোকসংশ্লেষণ
১১৯. নিঃসরণের ইংরেজি কী? (জ্ঞান)
✅ ঊভভঁংরড়হ খ উরভভঁংরড়হ
গ ঙংসড়ংরং ঘ ঞৎধহংঢ়রৎধঃরড়হ
১২০. ময়লার দুর্গন্ধ পচনশীল বস্তুর ভেতর থেকে বেরিয়ে আসে কোন প্রক্রিয়ায়? (অনুধাবন)
ক অভিস্রবণ খ পরিস্রাবণ
গ ব্যাপন ✅ নিঃসরণ
১২১. হাসপাতালে কোন গ্যাস রাখা হয়? (প্রয়োগ)
ক ঐ২ খ ঈঐ৪
✅ ঙ২ ঘ ঈ৪ঐ১০
১২২. গাড়ির চাকার টিউবের ছিদ্রপথে বাতাস বের হওয়া কোন প্রক্রিয়ার উদাহরণ? (প্রয়োগ)
ক ব্যাপন খ প্রস্বেদন
গ অভিস্রবণ ✅ নিঃসরণ
১২৩. ছিদ্র বড় হওয়ার সাথে সাথে স্বতঃস্ফ‚র্ততা কীরূপ হয়? (অনুধাবন) ()
✅ বেশি খ কম
গ অসীম ঘ তাপপরিবর্তনশীল
১২৪. প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কী? (জ্ঞান)
ক মিথানল ✅ মিথেন
গ ইথানল ঘ ইথেন
১২৫. সি.এন.জি. কীভাবে প্রস্তুত করা যায়? (প্রয়োগ)
ক অধিক তাপ প্রয়োগে খ অধিক তাপ অপসারণে
✅ অধিক চাপ প্রয়োগে ঘ অধিক চাপ অপসারণে
১২৬. কোনটিকে প্রধানত যানবাহনের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়? (অনুধাবন)
✅ ঈঐ৪ খ ঈ২ঐ৫ঙঐ
গ ঈ২ঐ৬ ঘ ঈ৩ঐ৮
১২৭. সিলিন্ডারসমূহে ছিদ্র হলে গ্যাস কোন প্রক্রিয়ায় নির্গত হয়? (অনুধাবন)
ক ব্যাপন ✅ নিঃসরণ
গ অভিস্রবণ ঘ পরিস্রাবণ
১২৮. কোনটির মাধ্যমে বিপজ্জনক অবস্থার সৃষ্টি হতে পারে? (জ্ঞান)
ক প্রস্বেদন খ অভিস্রবণ
✅ নিঃসরণ ঘ ব্যাপন
 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১২৯. নিঃসরণÑ (অনুধাবন)
র. এক ধরনের ব্যাপন
রর. নিম্নচাপ অঞ্চল থেকে উচ্চচাপ অঞ্চলে যায়
ররর. চাপমুক্ত অবস্থায় ব্যাপনে রূপান্তরিত হয়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর ✅ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৩০. নিঃসরণের ক্ষেত্রে ছিদ্র যত বড় হয় (অনুধাবন)
র. স্বতঃস্ফ‚র্ততা বাড়ে
রর. দ্রæত চাপমুক্ত হয়
ররর. অভিস্রবণে রূপান্তরিত হয়
নিচের কোনটি সঠিক?
ক র খ রর ✅ র ও রর ঘ র, রর ও ররর
১৩১. রিকাইনারি থেকে প্রাপ্ত গ্যাসÑ (অনুধাবন)
র. প্রোপেন
রর. বিউটেন
ররর. মিথেন
নিচের কোনটি সঠিক?
✅ র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৩২. ব্যাপন ও নিঃসরণ হার হ্রাস পাবেÑ (প্রয়োগ)
র. ভর ও ঘনত্ব বেশি হলে
রর. ভর ও ঘনত্ব কম হলে
ররর. ভর ও ঘনত্ব সর্বাধিক হলে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর ✅ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের উদ্দীপকটি পড়ে ১৩৩ ও ১৩৪ নং প্রশ্নের উত্তর দাও :
ঈঐ৪, ঙ২, ঈ৪ঐ১০ ও ঈ৩ঐ৮ গ্যাসের আণবিক ভর যথাক্রমে ১৬, ৩২, ৫৮ ও ৪৪। গ্যাসগুলোকে একই আকৃতির বেলুনে ভর্তি করা হলো।
১৩৩. সূচ দিয়ে ছিদ্র করলে কোন গ্যাসের বেলুন আগে চুপসে যাবে? (প্রয়োড়)
ক ঈঐ৪ ✅ ঙ২
গ ঈ৪ঐ১০ ঘ ঈ৩ঐ৮
১৩৪. গ্যাসগুলোর ক্ষেত্রে- (অনুধাবন)
র. ঈঐ৪ গ্যাসের ঘনত্ব সবচেয়ে কম
রর. ঈ৪ঐ১০ গ্যাসের ঘনত্ব সবচেয়ে বেশি
ররর. সকল গ্যাসের ব্যাপন হার
নিচের কোনটি সঠিক?
ক র ও রর ✅ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
২.৫ মোমের জ্বলন ও পদার্থের তিন অবস্থা
¥ জেনে রাখ :
 মোম যখন জ্বলতে থাকে তখন পদার্থের তিনটি অবস্থাই একসাথে দেখা যায়।
 মোম গলতে শুরু করলে এর মধ্যের সুতাটি তা শোষণ করে নেয়।
 সুতার অগ্রভাগের মোম গ্যাসীয় অবস্থা প্রাপ্ত হয়।
 মোম একটি হাইড্রোকার্বন অর্থাৎ জৈব যৌগ।
 বাতাসের উপস্থিতিতে মোমের দহনের ফলে ঈঙ২, ঐ২ঙ, তাপ ও আলো উৎপন্ন হয়।
 সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৩৫. মোমের জ্বলন কোন ধরনের পরিবর্তন? (অনুধাবন)
ক ভৌত খ রাসায়নিক
✅ ভৌত ও রাসায়নিক ঘ স্থায়ী
১৩৬. মোমের জ্বলনের সময় কোন বিক্রিয়াটি ঘটে? (উচ্চতর দক্ষতা)
ক মোম + ঙ২ঈঙ২ + ঐ২ঙ + তাপ
খ মোম + ঙ২ঈঙ২ + ঐ২ঙ  তাপ + আলো
গ মোম + ঙ২ঈঙ + ঐ২ঙ + তাপ + আলো
✅ মোম + ঙ২ঈঙ২ + ঐ২ঙ + তাপ + আলো
 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের চিত্রের আলোকে ১৩৭ ও ১৩৮ নং প্রশ্নের উত্তর দাও :

১৩৭. ঢ স্থানে মোম কোন অবস্থা প্রাপ্ত হয়? (অনুধাবন)
ক কঠিন খ তরল
✅ গ্যাসীয় ঘ কঠিন ও তরল
১৩৮. চিত্রের ঘটনা ঘটার সময়Ñ (উচ্চতর দক্ষতা)
র. পদার্থের তিনটি অবস্থা একসাথে ঘটতে থাকে
রর. সুতা যতক্ষণ থাকে মোম ততক্ষণ জ্বলে
ররর. ঈঙ২, ঐ২ঙ, তাপ ও আলো উৎপন্ন হয়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ✅ র, রর ও ররর
নিচের বিক্রিয়াটি লক্ষ কর এবং ১৩৯ ও ১৪০ নং প্রশ্নের উত্তর দাও :
মোম + ঙ২  ঢ + ঐ২ঙ + তাপ + আলো
১৩৯. ঢ যৌগটির সংকেত কোনটি? (অনুধাবন)
✅ ঈঙ২ খ ঈঙ
গ ঈঐ৪ ঘ ঐ২
১৪০. উদ্দীপকের বিক্রিয়াটিতে- (উচ্চতর দক্ষতা)
র. তাপ উৎপন্ন হয়
রর. দহন ঘটে
ররর. ভৌত ও রাসায়নিক পরিবর্তন ঘটে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ✅ র, রর ও ররর
২.৬ গলন ও স্ফুটন
¥ জেনে রাখ
 কোনো কঠিন পদার্থের তরলে পরিণত হওয়ার ঘটনাকে গলন বলে। গলন চলাকালীন অবস্থায় পদার্থের তাপমাত্রা স্থির থাকে।
 কোনো তরল পদার্থের বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে স্ফুটন বলে। স্ফুটন চলাকালীন অবস্থায় পদার্থের তাপমাত্রা স্থির থাকে।
 পদার্থের গলন ও স্ফুটন নির্দিষ্ট চাপে নির্দিষ্ট তাপমাত্রায় ঘটে থাকে।
 স্বাভাবিক চাপে (১ ধঃস) যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হয় সেই তাপমাত্রাকে সেই পদার্থের গলনাংক বলে।
 স্বাভাবিক চাপে (১ ধঃস) যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ গ্যাসীয় অবস্থা প্রাপ্ত হয় সেই তাপমাত্রাকে সেই পদার্থের স্ফুটনাংক বলে।
 সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৪১. বরফের গলনাংক কত? (জ্ঞান)
ক ১০০ঈ ✅ ০ঈ গ ৪ঈ ঘ ৬ঈ
১৪২. যে তাপমাত্রায় কঠিন হতে তরলের সৃষ্টি হয় তাকে কী বলা হয়? (জ্ঞান)
ক তাপমাত্রা খ স্ফুটনাংক
✅ গলনাংক ঘ উত্তাপ
১৪৩. গলন ও স্ফুটন চলাকালীয় অবস্থায় পদার্থের তাপমাত্রা কেমন থাকে? (অনুধাবন )
✅ স্থির থাকে খ সর্বোচ্চ হয়
গ সর্বনিম্ন হয় ঘ ১০০ঈ হয়
১৪৪. কোনো তরল পদার্থের বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে কী বলে? (জ্ঞান)
ক গলন ✅ স্ফুটন গ গলনাংক ঘ স্ফুটনাংক
১৪৫. কোনো কঠিন পদার্থের তরলে পরিণত হওয়ার ঘটনাকে কী বলে? (জ্ঞান)
✅ গলন খ স্ফুটন গ গলনাংক ঘ স্ফুটনাংক
১৪৬. যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ ফুটতে থাকে এবং বাষ্পে পরিণত হয়, তাকে কী বলা হয়? (জ্ঞান)
ক গলন খ বিগলন গ গলনাংক ✅ স্ফুটনাংক
১৪৭. কঠিন তরল গ্যাস; নিচের কোন পদার্থটি উপরের প্রক্রিয়াটির ব্যতিক্রম আচরণ করে? (অনুধাবন)
ক আয়রন খ অক্সিজেন
✅ কর্পূর ঘ পটাসিয়াম ক্লোরাইড
১৪৮. কঠিন পদার্থকে তাপ দিয়ে গলনাঙ্কে পৌঁছালে কী ঘটে? (অনুধাবন)
ক গ্যাসে পরিণত হয়
✅ তরলে পরিণত হয়
গ কণাসমূহের গতিশক্তি হ্রাস পায়
ঘ কণাসমূহের আন্তঃআণবিক দূরত্ব কমে যায়
১৪৯. তরলকে তাপ দিয়ে স্ফুটনাংকে নিলে কী ঘটে? (অনুধাবন)
ক তরলের কণাগুলোর গতিশক্তি হ্রাস পায়
খ তরলের কণাগুলোর আন্তঃআণবিক আকর্ষণ বৃদ্ধি পায়
✅ তরলের গতিশক্তি, আন্তঃআণবিক শক্তিকে অতিক্রম করে
ঘ তরলের কণাসমূহ বিক্ষিপ্তভাবে ছোটাছুটি করে
১৫০. চাপ পরিবর্তনে স্ফুটনাঙ্কের কেমন পরিবর্তন হয়? (অনুধাবন)
ক কমে খ বাড়ে
গ পরিবর্তন হয় না ✅ পরিবর্তিত হয়
১৫১. চাপ কমলে স্ফুটনাঙ্কের কেমন পরিবর্তন হয়? (অনুধাবন)
✅ কমে খ বাড়ে
গ দ্বিগুণ হারে কমে ঘ দ্বিগুণ হারে বাড়ে
১৫২. প্রমাণ চাপ বলতে কী বোঝায়? (অনুধাবন)
✅ এক বায়ুমণ্ডলীয় চাপ
খ ৭৬০ পস উচ্চতাবিশিষ্ট পারদ স্তম্ভের চাপ
গ ৭৬০ স উচ্চতার পারদ স্তম্ভের চাপ
ঘ ২৭৩ বায়ুমণ্ডলীয় চাপ
১৫৩. গলনাঙ্কে পৌঁছালে কী হয়? (অনুধাবন)
ক তরল পদার্থ ফুটতে শুরু করে খ তরল পদার্থ বাষ্পে পরিণত হয়
✅ কঠিন পদার্থ তরলে পরিণত হয় ঘ কঠিন পদার্থ বাষ্পে পরিণত হয়
১৫৪. কঠিন তরল গ্যাস; এটি কী প্রকাশ করে? (প্রয়োগ)
ক পদার্থের রাসায়নিক অবস্থা খ পদার্থের ভৌত অবস্থা
গ পদার্থের প্রকৃতি ও ধরন ✅ পদার্থের অবস্থা পরিবর্তন
১৫৫. স্ফুটনাংক কিসের ওপর নির্ভরশীল? (উচ্চতর দক্ষতা)
ক তাপের ওপর খ চাপের ওপর
গ শক্তির ওপর ✅ আন্তঃআণবিক শক্তির ওপর
১৫৬. স্বাভাবিক চাপ বলতে কী বোঝায়? (জ্ঞান)
ক ঙধঃস খ ১ ধঃস গ ২৫ ধঃস ঘ ১০০ ধঃস
১৫৭. কোনটির গলনাংক সর্বাধিক? (অনুধাবন)
ক ঈ৮ঐ১৮ খ ঈ৯ঐ২০ গ ঈ১৬ঐ৩৪ ঘ ঈ২০ঐ৪২
১৫৮. পানির হিমাংক কত? (জ্ঞান)
ক ০ঈ খ ১০ঈ গ ২৫ঈ ঘ ১০০ঈ
১৫৯. কোন প্রক্রিয়ায় আন্তঃআণবিক আকর্ষণশক্তি দুর্বলতর হয়? (অনুধাবন)
ক ঘনীভবন খ শীতলীকরণ গ কেলাসন ঘ বাষ্পীভবন
 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৬০. নিচের গ্রাফ চিত্রে পানির গলন ও স্ফুটন লক্ষ কর- (উচ্চতর দক্ষতা)

এক্ষেত্রে-
র. ঈ – উ হচ্ছে বরফ ও পানি
রর. উ – ঊ তে পানি ফুটছে
ররর. অ – ই তে বরফ গলছে
নিচের কোনটি সঠিক?
ক র ✅ রর গ র ও রর ঘ র, রর ও ররর
১৬১. গলন ও স্ফুটন- (উচ্চতর দক্ষতা)
র. নির্দিষ্ট চাপে ঘটে
রর. নির্দিষ্ট তাপমাত্রায় ঘটে
ররর. তাপমাত্রার ওপর নির্ভরশীল নয়
নিচের কোনটি সঠিক?
✅ র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৬২. নির্দিষ্ট চাপে ও তাপমাত্রায় ঘটেÑ (অনুধাবন)
র. গলন
রর. স্ফুটন
ররর. বাষ্পীভবন
নিচের কোনটি সঠিক?
✅ র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৬৩. সুপ্ততাপেÑ (অনুধাবন)
র. তাপমাত্রার পরিবর্তন হয়
রর. তাপমাত্রার পরিবর্তন হয় না
ররর. পদার্থের অবস্থার পরিবর্তন হয়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর ✅ রর ও ররর ঘ র, রর ও ররর
 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের চিত্রের আলোকে ১৬৪ ও ১৬৫ নং প্রশ্নের উত্তর দাও :

১৬৪. উদ্দীপকের যৌগটির স্ফুটনাংক কত? (প্রয়োগ)
ক -২০ঈ ✅ ৬০ঈ গ ৮০ঈ ঘ ১০০ঈ
১৬৫. উপরের চিত্রের ক্ষেত্রে (উচ্চতর দক্ষতা)
র. উ  ঊ ও ই  ঈ তে তাপমাত্রা স্থির থাকে
রর. উ  ঊ তে তরল ফুটছে ও ই  ঈ তে কঠিন পদার্থ গলছে
ররর. ঈ  উ তরল ও ঊ  ঋ বাষ্প
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ✅ র, রর ও ররর
নিচের চিত্রের আলোকে ১৬৬ ও ১৬৭ নং প্রশ্নের উত্তর দাও :

১৬৬. উদ্দীপকের যৌগের স্ফুটনাঙ্ক কত? (প্রয়োগ)
ক ১০০ঈ খ ১০ঈ গ ৪০ঈ ✅ ৭০ঈ
১৬৭. উদ্দীপকের ক্ষেত্রে (উচ্চতর দক্ষতা)
র. উ  ঊ রেখাটি তরল ও গ্যাস
রর. ই  ঈ রেখাটি তরল ও কঠিন
ররর. ঊ  ঋ রেখাটি কঠিন
নিচের কোনটি সঠিক?
✅ র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
২.৭ ঊর্ধ্বপাতন
¥ জেনে রাখ :
 কোনো কঠিন পদার্থকে সরাসরি বাষ্পে এবং বাষ্পকে সরাসরি তরলে রূপান্তরকরণকে ঊর্ধ্বপাতন বলে।
 ঊর্ধ্বপাতন পদ্ধতিতে উদ্বায়ী পদার্থকে অনুদ্বায়ী পদার্থ থেকে পৃথক করা যায়।
 ঊর্ধ্বপাতন : কঠিন পদার্থ বাষ্প
 ন্যাপথালিন, আয়োডিন, কর্পূর, কঠিন ঈঙ২ ইত্যাদি পদার্থের ঊর্ধ্বপাতন হয়।
 সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৬৮. কঠিন পদার্থকে উত্তপ্ত করলে সরাসরি বাষ্পে রূপান্তরিত হওয়ার প্রক্রিয়াকে কী বলে? (জ্ঞান)
ক গলন খ বাষ্পীভবন
✅ ঊর্ধ্বপাতন ঘ রাসায়নিক পরিবর্তন
১৬৯. নিচের কোনটি উদ্বায়ী পদার্থ? (অনুধাবন)
ক তুঁতে খ বালি ✅ ইথার ঘ লবণ
১৭০. কোনটি ঊর্ধ্বপাতিত পদার্থ? (অনুধাবন)
ক ঈধঈষ২ ✅ ঘঐ৪ঈষ গ ঘধঈষ ঘ ঋবঈষ৩
১৭১. কোন পদার্থটি তাপ প্রয়োগে সরাসরি বাষ্পে পরিণত হয়? (অনুধাবন)
ক ঘধঈষ (ং) খ ঐ২ঙ (ং)
✅ ও২(ং) ঘ ঈঁঝঙ৪. ৫ঐ২ঙ(ং)
১৭২. কোনটি ঊর্ধ্বপাতনের ক্ষেত্রে প্রযোজ্য? (অনুধাবন)
ক গ্যাসতরল খ তরলগ্যাস
✅ কঠিনগ্যাস ঘ কঠিনতরল
১৭৩. কোনগুলো ঊর্ধ্বপাতনযোগ্য পদার্থ? (অনুধাবন)
ক নিশাদল, পারদ, তুঁতে খ খাবার লবণ, তুঁতে, নিশাদল
✅ ইথার, নিশাদল, আয়োডিন ঘ ইথার, নিশাদল, খাবার লবণ
১৭৪. আয়োডিন ও চক পাউডার একসাথে মিশে গেলে তা কোন প্রণালির সাহায্যে পৃথক করা যায়? (প্রয়োগ)
ক ছাকন ✅ ঊর্ধ্বপাতন গ বাষ্পীভবন ঘ পাতন
১৭৫. কঠিন পদার্থ তরল গ্যাস
নিচের কোন পদার্থটি উপরের প্রক্রিয়াটির ব্যতিক্রম? (উচ্চতর দক্ষতা)
ক সালফার খ অক্সিজেন
✅ আয়োডিন ঘ তুঁতে
১৭৬. কঠিন পদার্থ বাষ্প এই প্রক্রিয়া নিচের কোনটিতে সংঘটিত হয়? (উচ্চতর দক্ষতা)
ক খাবার লবণ খ মরিচা
গ ক্যালসিয়াম ক্লোরাইড ✅ নিশাদল
১৭৭. উর্ধ্বপাতনের ক্ষেত্রে কোনটি ঘটে?
ক কঠিন তরল খ তরল  গ্যাস
✅ কঠিন  গ্যাস ঘ তরল  কঠিন
১৭৮. উর্ধ্বপাতিত হয় কোনটি? (অনুধাবন)
ক ঈঙ২ খ ঘধঈষ ✅ ও২ ঘ ঝঙ২
১৭৯. কোন মিশ্রণটিকে উর্ধ্বপাতন প্রক্রিয়ায় পৃথক করা সম্ভব? (প্রয়োগ)
ক লবণ ও চিনি খ পানি ও চিনি
গ বরফ ও কপার সালফেট ঘ বরফ ও কর্পূর
 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৮০. আয়োডিন, নিশাদল ও ন্যাপথালিন- (অনুধাবন)
র. ঊর্ধ্বপাতিত হবে
রর. তাপে তরল থেকে বাষ্পে পরিণত হবে
ররর. তাপে কঠিন থেকে বাষ্পে পরিণত হবে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর ✅ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৮১. খোলাপাত্রে রেখে দিলে উড়ে যায়- (অনুধাবন)
র. অ্যামোনিয়া রর. আয়োডিন
ররর. ন্যাপথালিন
নিচের কোনটি সঠিক?
ক র খ র ও রর ✅ রর ও ররর ঘ র, রর ও ররর
 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদ পড় এবং ১৮২ ও ১৮৩ নং প্রশ্নের উত্তর দাও :
রিনির বাবা তাদের আলমারিতে পোকার আক্রমণ থেকে রক্ষা পেতে কিছু যৌগ রাখলেন। কিছুদিন পরে দেখা গেল যৌগগুলো অদৃশ্য হয়ে গেছে।
১৮২. আলমারিতে রাখা যৌগটি কী? (প্রয়োগ)
✅ ন্যাপথালিন খ খাবার লবণ
গ বেনজয়িক এসিড ঘ অ্যামোনিয়াম ক্লোরাইড
১৮৩. আলমারিতে রাখা যৌগগুলো (উচ্চতর দক্ষতা)
র. ঊর্ধ্বপাতন প্রক্রিয়ায় বিশোধিত হয়
রর. কঠিন থেকে গ্যাসীয় অবস্থা প্রাপ্ত হয়
ররর. কঠিন বাষ্প এ প্রক্রিয়া সংঘটিত হয়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ✅ র, রর ও ররর

১৮৪. ঘরবাড়িতে রান্নার কাজে কোন গ্যাস ব্যবহার করা হয়?
ক হাইড্রোজেন খ অক্সিজেন গ ইথেন ✅ মিথেন
১৮৫. ঐ২ এর চেয়ে ঈঙ২ এর নিঃসরণের হার কম কেন?
ক ঈঙ২ এর চেয়ে ঐ২ ভারী বলে
✅ ঐ২ এর চেয়ে ঈঙ২ ভারী বলে
গ ঐ২ ও ঈঙ২ উভয়ের ভর একই বলে
ঘ ঈঙ২ এর চেয়ে ঐ২ এর ঘনত্ব বেশি বলে
১৮৬. নিঃসরণ প্রক্রিয়ায় গ্যাসের অণুসমূহ কী করে?
✅ উচ্চচাপে অঞ্চলে হতে নিম্নচাপ অঞ্চলে যায়
খ নিম্নচাপ থেকে উচ্চচাপ অঞ্চলে যায়
গ অনেক বড় ছিদ্র পথে বের হয়
ঘ স্বতঃস্ফ‚র্তভাবে বেরিয়ে যায়
১৮৭. কোন গ্যাসকে অধিক চাপ প্রয়োগে ঈঘএ তে পরিণত করা হয়?
ক ঈঙ২ ✅ ঈঐ৪ গ ঈ২ঐ৬ ঘ ঐব
১৮৮. কোন গ্যাসের নিঃসরণের হার সবচেয়ে বেশি?
ক ঘঐ৩ ✅ ঈ২ঐ৬ গ ঙ২ ঘ ঈঙ২
১৮৯. সিলিন্ডার থেকে কোনটি দ্রæত নির্গত হবে?
✅ মিথেন খ প্রোপেন গ বিউটেন ঘ অক্সিজেন
১৯০. বস্তুর ভর ও ঘনত্ব বেশি হলে নিঃসরণের হার কী হয়? (জ্ঞান)
ক বৃদ্ধি পায় ✅ হ্রাস পায় গ অপরিবর্তিত ঘ সামান্য
১৯১. গলনাঙ্ক ও স্ফুটনাঙ্কের ক্ষেত্রে কোনটি নির্দিষ্ট থাকে?
✅ চাপ ও তাপমাত্রা খ তাপমাত্রা ও আয়তন
গ চাপ ও ঘনমাত্রা ঘ চাপ ও আয়তন
১৯২. তাপ, আলো প্রভৃতি কী?
ক পদার্থ ✅ শক্তি গ ক্ষমতা ঘ বল
১৯৩. নিচের কোনটি তরল পদার্থ?
ক ঈধঈঙ৩ খ ঈ৬ঐ১২ঙ৬ গ ঈঙ২ ✅ ঐম
১৯৪. কোনটির প্রসারণশীলতা সবচেয়ে বেশি?
ক চিনি খ পানি গ পারদ ✅ অক্সিজেন
১৯৫. পারদের কোনটি নির্দিষ্ট?
ক আকৃতি, আয়তন খ আকৃতি, ভর
✅ আয়তন, ভর ঘ আকৃতি, আয়তন ও ভর
১৯৬. কোন অবস্থায় পদার্থের কণাগুলো গতিশীল?
ক কঠিন খ তরল গ গ্যাসীয় ✅ সকল অবস্থায়
১৯৭. পানি থেকে তাপ অপসারণ করলে কী হবে?
✅ বরফ খ তরল গ অর্ধতরল ঘ জলীয়বাষ্প
১৯৮. কোন পদার্থের আন্তঃআণবিক শক্তি বেশি?
ক মধু খ কেরোসিন ✅ চিনি ঘ নাইট্রোজেন
১৯৯. তাপ প্রয়োগে পদার্থে সংঘটিত পরিবর্তন কোনটি?
ক তরল  কঠিন  বাষ্প ✅ কঠিন  তরল  বাষ্প
গ কঠিন  বাষ্প  তরল ঘ বাষ্প  কঠিন  তরল
২০০. কোন পদার্থটির আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে বেশি?
ক পাথর ✅ কার্বন ডাইঅক্সাইড
গ লোহা ঘ পেট্রোল
২০১. কোনটিতে অণুর গতিশীলতা সবচেয়ে কম?
✅ বরফ খ পানি গ ফুটানো পানি ঘ জলীয় বাষ্প
২০২. পটাসিয়াম পারম্যাঙ্গানেটকে পানিতে দ্রবীভ‚ত করলে কী বর্ণ ধারণ করবে?
✅ বেগুনি খ নীল গ লাল ঘ হলুদ
২০৩. কোনটি স্বতঃস্ফ‚র্ত প্রক্রিয়া?
ক সালোকসংশ্লেষণ খ জলীয় বাষ্প
✅ ব্যাপন ঘ পারমাণবিক ভর
২০৪. কোনটির ব্যাপন হার সবচেয়ে বেশি?
ক ঐব ✅ ঐ২ গ ঙ২ ঘ ঈঙ২
২০৫. ব্যাপনের ক্ষেত্রে কোনটিতে কম সময় লাগবে?
ক বায়ুতে পেট্রোলের খ পানিতে চিনির
গ পানিতে গøুকোজের ✅ বায়ুতে অ্যামোনিয়ার
২০৬. গন্ধ বের হয় কোন প্রক্রিয়ায়?
ক ব্যাপন খ অনুব্যাপন ✅ নিঃসরণ ঘ অভিস্রবণ
২০৭. ফুলের সুগন্ধ ছড়িয়ে পড়ে কোন প্রক্রিয়ায়?
ক অভিস্রবণ খ বাষ্পমোচন গ প্রস্বেদন ✅ ব্যাপন
২০৮. মোম যখন জ্বলতে থাকে তখন পদার্থের কয়টি অবস্থা একসাথে দেখা যায়?
ক ১ খ ২ ✅ ৩ ঘ ৪
২০৯. মোমের দহনের ফলে কোনটি উৎপন্ন হয়?
ক ঈঙ২ খ ঐ২ঙ
✅ ঈঙ২(ম) ও ঐ২ঙ(ম) ঘ ঈঙ২(ম) ও ঐ২ঙ(ষ)
২১০. মোম কী?
✅ জৈব যৌগ খ কর্বোহাইড্রেট গ অজৈব যৌগ ঘ জ্বালানি
২১১. জ্বলন্ত মোমে সুতার অগ্রভাগে মোম কোন অবস্থা প্রাপ্ত হয়?
ক কঠিন খ তরল ✅ গ্যাসীয় ঘ অর্ধতরল
২১২. মোম + ঙ২  অ + ঐ২ঙ + তাপ + আলো; বিক্রিয়াটিতে উৎপন্ন অ যৌগ কোনটি?
ক ঈঐ৪ ✅ ঈঙ২ গ ঈঙ ঘ ঈ৬ঐ১২ঙ৬
২১৩. পদার্থের গলনাঙ্ক কোনটির উপর নির্ভর করে?
✅ নির্দিষ্ট চাপ ও তাপমাত্রা খ পদার্থের পরিমাণ
গ পদার্থের আণবিক ভর ঘ বস্তুর ভর ও ঘনত্ব
২১৪. কোনটি শীতলীকরণে গ্যাসীয় অবস্থা থেকে কঠিনে রূপান্তরিত হয় না?
ক ন্যাপথালিন খ কর্পূর
গ কঠিন কার্বন ডাইঅক্সাইড ✅ ডাইক্লোরোফ্লোরো মিথেন
২১৫. কঠিন  গ্যাস প্রক্রিয়াটি কোন বস্তুতে ঘটে না?
ক কঠিন কার্বন ডাইঅক্সাইড খ আয়োডিন
✅ গøুকোজ ঘ কর্পূর
২১৬. ঘঐ৩, ঈঙ ও ঐ২ঝ প্রভৃতির বৈশিষ্ট্য হলো, নির্দিষ্ট-
র. আকৃতি আছে রর. আয়তন আছে
ররর. ভর আছে
নিচের কোনটি সঠিক?
ক রর ✅ ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
২১৭. পানি থেকে বরফ সৃষ্টিতে-
র. আন্তঃআণবিক দূরত্ব হ্রাস পায়
রর. আন্তঃআণবিক আকর্ষণ শক্তি কমে যায়
ররর. অণুগুলোর গতিশক্তি কমে যায়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর ✅ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
২১৮. ঐ২, ঐব ও ঈঙ২ গ্যাসের ক্ষেত্রে-
র. ঈঙ২ এর ব্যাপন সময় সবচেয়ে বেশি
রর. ঐ২ এর সবচেয়ে কম
ররর. ঐব এর সবচেয়ে বেশি
নিচের কোনটি সঠিক?
ক র ✅ র ও রর গ র ও ররর ঘ র, রর ও ররর
২১৯. মোম একটি-
র. হাইড্রোকার্বন
রর. কার্বোহাইড্রেট
ররর. জৈব যৌগ
নিচের কোনটি সঠিক?
ক র ও রর ✅ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
২২০. মোমের দহনে উৎপন্ন হয়Ñ
র. কার্বন ডাইঅক্সাইড
রর. জলীয়বাষ্প
ররর. তাপ ও আলো
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ✅ র, রর ও ররর
অজানা ঢ বস্তুটির তাপীয় অবস্থা পর্যবেক্ষণ কর এবং ২২১ ও ২২২ নং প্রশ্নের উত্তর দাও :

২২১. ঢ বস্তুর গলনাংক কত?
✅ ১০০ঈ খ -৫০০ঈ গ ৩০০ঈ ঘ ৭০০ঈ
২২২. ৭০০ঈ তাপমাত্রায় বস্তুটির অবস্থা কীরূপ?
ক কঠিন খ কঠিন + তরল
গ গ্যাসীয় ✅ তরল + গ্যাসীয়

 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
২২৩. হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন প্রভৃতির- (প্রয়োগ)
র. ভর আছে
রর. জায়গা দখল করে
ররর. জড়তা আছে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ✅ র, রর ও ররর
২২৪. কোনো বস্তুর ব্যাপন ও নিঃসরণের সাথে বস্তুর ভর ও ঘনত্বের মধ্যে সম্পর্ক- (উচ্চতর দক্ষতা)
র. বস্তুর ভর বাড়লে ব্যাপন হ্রাস পায়
রর. বস্তুর ভর কমলে নিঃসরণ বৃদ্ধি পায়
ররর. বস্তুর ঘনত্ব কমলে ব্যাপন ও নিঃসরণ উভয়ই বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ✅ র, রর ও ররর
 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের চিত্রের আলোকে ২২৫ ও ২২৬ নং প্রশ্নের উত্তর দাও :

২২৫. চিত্রের কোনটি পদার্থের বায়বীয় অবস্থা? (অনুধাবন)
ক ১ নং খ ১ নং ও ২ নং
গ ২নং ও ৩ নং ✅ ৩ নং
২২৬. উদ্দীপকের চিত্রেÑ (উচ্চতর দক্ষতা)
র. ১ নং এর আকার ও আয়তন নির্দিষ্ট থাকে
রর. ২ নং যে পাত্রে রাখা যায় সে পাত্রের আকার ধারণ করে
ররর. ৩ নং এর অণুসমূহ মুক্তভাবে চলাচল করে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ✅ র, রর ও ররর
নিচের ডায়াগ্রাম হতে ২২৭ ও ২২৮ নং প্রশ্নের উত্তর দাও :

২২৭. কোনটি স্বাভাবিক তাপমাত্রা ও চাপে ১নং অবস্থায় থাকে? (অনুধাবন)
✅ চিনি খ পারদ গ পানি ঘ মিথেন
২২৮. পানিকে ২নং অবস্থা থেকে ৩নং অবস্থায় রূপান্তর করা হলে- (উচ্চতর দক্ষতা)
র. আন্তঃআণবিক শক্তি হ্রাস পাবে রর. আন্তঃআণবিক দূরত্ব বেড়ে যাবে
ররর. অণুগুলোর গতিশক্তি কমে যাবে
নিচের কোনটি সঠিক?
ক র ✅ র ও রর গ রর ও ররর ঘ র, রর ও ররর
নিচের চিত্রের আলোকে ২২৯ ও ২৩০ নং প্রশ্নের উত্তর দাও :

২২৯. বেলুনটি চুপসে যাবে কখন? (অনুধাবন)
ক গ্যাসের অণুসমূহ দেয়ালে চাপ দিলে
✅ গ্যাসের অণুসমূহ ছিদ্রপথে বেরিয়ে গেলে
গ ব্যাপন প্রক্রিয়া সংঘটিত হলে
ঘ ভর এবং ঘনত্ব বেড়ে গেলে
২৩০. চিত্রের ছিদ্রপথেÑ (উচ্চতর দক্ষতা)
র. উচ্চচাপ থেকে নিম্নচাপ অঞ্চলে গ্যাস বেরিয়ে আসছে
রর. নিঃসরণ প্রক্রিয়া ঘটছে
ররর. ছিদ্র বড় হলে গ্যাসের স্বতঃস্ফ‚র্ততা কমবে
নিচের কোনটি সঠিক?
✅ র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
নিচের চিত্রের আলোকে ২৩১ ও ২৩২ নং প্রশ্নের উত্তর দাও :

২৩১. উদ্দীপকের প্রক্রিয়াটির নাম কী? (প্রয়োগ)
ক গলন খ স্ফুটন গ ব্যাপন ✅ ঊর্ধ্বপাতন
২৩২. উদ্দীপকের বস্তুটির ক্ষেত্রে তাপীয় বক্ররেখার কয়টি ধাপ সৃষ্টি হবে? (প্রয়োগ)
ক ২ ✅ ৩ গ ৪ ঘ ৫


আরো পড়ুন

Leave a Reply