নবম-দশম/এসএসসি রসায়ন তৃতীয় অধ্যায় পদার্থের গঠন এর পাঠ সম্পর্কিত গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর নিচে দেওয়া হলো।
এসএসসি রসায়ন ৩য় অধ্যায় পদার্থের গঠন বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নবম-দশম শ্রেণির রসায়ন তৃতীয় অধ্যায় গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১. নিচের কোন আইসোটোপটি চিকিৎসা ও কৃষি উভয় ক্ষেত্রে ব্যবহৃত হয়?
ক 131I খ 125I
32P গ 153Sm
২. Z একটি মৌল যার প্রোটন সংখ্যা ১১১ এবং নিউট্রন সংখ্যা ১৪১। কোনটি দ্বারা পরমাণুটিকে প্রকাশ করা যায়?
ক ১১১Z খ ১৪১ Z
√ ২৫২Z ঘ ১৪১Z
৩. ‘ঢ’ মৌলটির আপেক্ষিক পারমাণবিক ভর কত?
আইসোটোপ পর্যাপ্ততার শতকরা পরিমাণ
১৪৬ঢ ২৫
১৫৪ঢ ৭৫
[এখানে ঢ প্রতীকী অর্থে; প্রচলিত কোনো মৌলের প্রতীক নয়]
ক ১৪৮ খ ১৫০
√ ১৫২ ঘ ১৫৩
৪.
i. একাধিক যোজনী বিদ্যমান
ii. প্রোটন ও নিউট্রন সংখ্যা ভিন্ন
iii. ইলেকট্রন বিন্যাস স্বাভাবিক নিয়মের
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii
গ ii ও iii √ i, ii ও iii
৫. নাইট্রিক এসিডের আপেক্ষিক আণবিক ভর কত?
ক ৪৪ খ ৫২
√ ৬৩ ঘ ৯৮
৬. Ca2+ আয়নে ইলেকট্রন সংখ্যা কতটি?
ক ২২ খ ২০
√ ১৮ ঘ ১৬
৭. হার্টে পেইসমেকার বসাতে কোনটি ব্যবহৃত হয়?
ক ৩২p খ ৬০co
√ প্লুটোনিয়াম ২৩৮ ঘ ১০৬Ru
৮. Cu এর সর্বশেষ স্তরের ইলেকট্রন বিন্যাস –
ক 3s2 √ 4s1
গ 4so ঘ 3d10
৯. অক্সিজেনের আপেক্ষিক আণবিক ভর কত?
ক ৮ খ ১৬
√ ৩২ ঘ ৬৪
১০. N শেলে (অরবিট) কয়টি উপশক্তিস্তর থাকে?
ক ১ খ ২
গ ৩ √ ৪
১১. H+ আয়নে কতটি নিউট্রন আছে?
√ ০ খ ২
গ ৩ ঘ ১
১২. পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা কত?
ক ১৫ খ ১৭
√ ১৯ ঘ ২১
১৩. ক্রিপ্টনের পারমাণবিক সংখ্যা কত?
ক ৮৬ খ ৫৪
√ ৩৬ ঘ ১৮
১৪. CuSO4 এর আপেক্ষিক আণবিক ভর কত?
ক ১১১.৫ খ ১২৫.০
গ ১৪৩.৫ √ ১৫৯.৫
১৫. 35/17Cl মৌলের নিউট্রন সংখ্যা কত?
ক ১৭ √ ১৮
গ ৩৫ ঘ ৪২
১৬. নিচের কোনটির আয়নিকরণ শক্তি বেশি?
ক Na খ Mg
গ Al √ Si
নিচের উদ্দীপকের আলোকে ১৭ ও ১৮ নং প্রশ্নের উত্তর দাও :
আইসোটোপ -পর্যাপ্ততার শতকরা পরিমাণ
35/17X – 75
35/17X – 25
[X প্রতীকী অর্থে; প্রচলিত কোনো মৌলের প্রতীক নয়]
১৭. X মৌলটির আপেক্ষিক পারমাণবিক ভর কত? ]
ক ৩৪.৫ √ ৩৫.৫
গ ৩৬.০৫ ঘ ৩৭.৪৫
১৮. উদ্দীপক মৌলটির –
i. L শেলে ৭টি ইলেকট্রন বিদ্যমান
ii. প্রোটন ও নিউট্রন সংখ্যা ভিন্ন
iii. একটি পরমাণুর ভর ৫.৮৯ × ১০–২৩ গ্রাম
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii √ ii ও iii ঘ i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাও :
১৯. A মৌলটির কয়টি আইসোটোপ আছে?
ক ২টি √ ৩টি
গ ৪টি ঘ ৫টি
২০. অ মৌলটি –
i. B এর সাথে অক্সাইড গঠন করে
ii. C এর সাথে সমযোজী বন্ধন গঠন করে
iii. AB পানির সাথে এসিড উৎপন্ন করে
নিচের কোনটি সঠিক?
ক i ও ii √ i ও iii গ ii ও iii ঘ i, ii ও iii
তৃতীয় অধ্যায় পদার্থের গঠন সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
২১. নিচের কোন প্রতীকটি ল্যাটিন নাম থেকে নেওয়া হয়েছে? (অনুধাবন)
ক B খ C
√ Cu ঘ Cl
২২. মৌলের পুরো নামের সংক্ষিপ্ত রূপকে কী বলে? (জ্ঞান)
ক সংকেত খ যোজনী
√ প্রতীক ঘ যোজ্যতা
২৩. কোন বাক্যটি সঠিক? (উচ্চতর দক্ষতা)
ক সোডিয়ামের প্রতীক SO √ কপারে প্রতীক Cu
গ আয়রনের প্রতীক I ঘ পটাসিয়ামের প্রতীক P
২৪. সোডিয়ামের একটি পরমাণুর পরিবর্তে কী লেখা হয়? (জ্ঞান)
ক N খ Sa
গ Sd √ Na
২৫. লেডের ল্যাটিন নাম কী? (জ্ঞান)
ক Argentum খ Stannum
গ Hydrargyrum √ Plumbum
২৬. প্রতীক দ্বারা কোনটি জানা যায়? (অনুধাবন)
√ কোনো মৌলের সংক্ষিপ্ত নাম খ কোনো যৌগের নাম
গ কোনো নতুন অণুর নাম ঘ কোনো পরমাণুর সংখ্যা
২৭. নিচের কোন প্রতীকটি সঠিক? (উচ্চতর দক্ষতা)
ক সিলভারের প্রতীক Hg √ সোডিয়ামের প্রতীক Na
গ পটাসিয়ামের প্রতীক P ঘ সোনার প্রতীক G
২৮. নিচের কোন মৌলের প্রতীক ইংরেজি নাম থেকে না নিয়ে ল্যাটিন নাম থেকে নেওয়া হয়েছে? (অনুধাবন
√ K খ Mn
গ Br ঘ Al
২৯. নিচের কোন মৌলের প্রতীকে ইংরেজি নামের প্রথম বর্ণ ব্যবহার হয়েছে? (অনুধাবন)
ক Zinc খ Nickel
√ Boron ঘ Manganese
৩০. নিচের কোন মৌলের প্রতীকে ইংরেজি নামের প্রথম ও তৃতীয় বর্ণ ব্যবহার হয়েছে? (অনুধাবন)
ক Nickel খ Aluminium
গ Ununseptium √ Chromium
৩১. ক সারির সাথে খ সারির মিল কর : (উচ্চতর দক্ষতা)
ক সারি খ সারি
১. ইংরেজি নামের প্রথম ও দ্বিতীয় বর্ণের প্রতীক i. Br
২. ইংরেজি নামের প্রথম ও তৃতীয় বর্ণের প্রতীক ii. Cl
৩. মৌলের ল্যাটিন নামের প্রতীক iii. Cu
৪. Manganese মৌলের প্রতীক রা. Mn
নিচের কোনটি সঠিক?
√ ১-(i), ২-(ii), ৩. -(iii), ৪. – (রা)
খ ১-(ii), ২-(i), ৩. -(iii), ৪. – (রা)
গ ১-(iii), ২-(i), ৩. -(ii), ৪. – (রা)
ঘ ১-(iii), ২-(ii), ৩. -(i), ৪. – (রা)
– বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৩২. মৌলের প্রতীক- (উচ্চতর দক্ষতা)
i. একটি পরমাণু নির্দেশ করে
ii. পারমাণবিক ভর প্রকাশ করে
iii. এতে কেবল একটি মৌলের পরমাণু থাকে
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii গ ii ও iii √ i, ii ও iii
৩৩. ইংরেজি নামের প্রথম ও দ্বিতীয় বর্ণের প্রতীক- (অনুধাবন)
i. Cl ও Zn
ii. Al ও Co
iii. Br ও Ni
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii √ ii ও iii ঘ i, ii ও iii
৩৪. ইংরেজি নামের প্রথম ও তৃতীয় বর্ণের প্রতীক- (অনুধাবন)
i. Cl ও Zn
ii.Cr ও Mn
iii. Br ও Ni
নিচের কোনটি সঠিক?
√ i ও ii খ i ও iii গ ii ও iii ঘ i, ii ও iii
৩৫. মৌলের ল্যাটিন নাম থেকে নেওয়া হয়েছে- (অনুধাবন)
i. Na ও Cu
ii. ক ও চন
iii. Mn ও Ni
নিচের কোনটি সঠিক?
ক র √ i ও ii গ ii ও iii ঘ i, ii ও iii
– অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৬ ও ৩৭ নং প্রশ্নের উত্তর দাও :
শ্রেণিকক্ষে বøাকবোর্ডে সাজিদকে মৌলের ইংরেজি নামের প্রথম ও তৃতীয় বর্ণের একটি প্রতীক লিখতে বলায় সে Al লিখে।
৩৬. সাজিদের লেখা প্রতীকটি ছিল- (অনুধাবন)
ক সঠিক √ ভুল
গ ল্যাটিন নামের ঘ আরবি নামের
৩৭. তাকে মৌলের ইংরেজি নামের প্রথম ও দ্বিতীয় বর্ণের প্রতীক লিখতে বলা হলে সঠিক প্রতীকগুলো হতো- (প্রয়োগ)
i. Al ও Co
ii. Br ও Ni
iii. Cr ও Mn
নিচের কোনটি সঠিক?
√ i ও ii খ i ও iii গ ii ও iii ঘ i, ii ও iii
৩.৩ পরমাণুর কণিকাসমূহ
— জেনে রাখ
– পরমাণুতে প্রোটন, ইলেকট্রন ও নিউট্রন এই তিনটি স্থায়ী কণিকা বিদ্যমান।
– পরমাণুতে প্রোটন ও ইলেকট্রন সংখ্যা সমান থাকে তবে নিউট্রন সংখ্যা কখনো সমান আবার কখনো বেশি থাকে।
– পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস। এতে অবস্থান করে প্রোটন ও নিউট্রন। এদের সমষ্টিকে নিউক্লিয়ন সংখ্যা বা ভরসংখ্যা বলা হয়।
– পরমাণুর প্রোটন সংখ্যাকে বলা হয় পারমাণবিক সংখ্যা যা তার নিজস্ব সত্তা বা পরিচয়।
– প্রোটন ধনাত্মক আধান বিশিষ্ট, ইলেকট্রন ঋণাত্মক আধান বিশিষ্ট আর নিউট্রন আধান নিরপেক্ষ।
– প্রোটনের প্রতীক ঢ়, নিউট্রনের প্রতীক হ আর ইলেকট্রনের প্রতীক ব।
– প্রোটন ও নিউট্রনের আপেক্ষিক ভর সমান।
— সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৩৮. নিয়নের নিউক্লিয়াসে কয়টি প্রোটন থাকে? (অনুধাবন)
ক ২ √ ১০
গ ১৮ ঘ ৩৬
৩৯. কোনটি মৌলিক কণিকা নয়? (অনুধাবন)
ক নিউট্রন খ প্রোটন
√ হাইড্রোজেন অণু ঘ ইলেকট্রন
৪০. স্থায়ী কণিকা একত্রিত হয়ে কোনটি গঠিত হয়? (প্রয়োগ)
ক মৌলিক কণিকা √ পরমাণু
গ অণু ঘ আয়ন
৪১. পরমাণুর ঋণাত্মক কণিকা কোনটি? (জ্ঞান)
ক প্রোটন খ নিউট্রন
√ ইলেকট্রন ঘ নিউক্লিয়াস
৪২. পরমাণুতে স্থায়ী কণিকার সংখ্যা কতটি? (জ্ঞান)
ক ২ √ ৩
গ ৪ ঘ ৫
৪৩. কোনো মৌলের পরমাণুতে ী সংখ্যক প্রোটন, ু সংখ্যক ইলেকট্রন ও ু সংখ্যক নিউট্রন থাকলে ঐ মৌলের ভর সংখ্যা কোনটি? (প্রয়োগ)
ক x + y √ x + z
গy + z ঘ x + y + z
৪৪. পরমাণুর প্রোটন সংখ্যাকে কী বলা হয়? (জ্ঞান)
ক ভর সংখ্যা খ নিউক্লিয়ন সংখ্যা
গ পারমাণবিক ভর √ পারমাণবিক সংখ্যা
৪৫. একটি মৌলের প্রোটন সংখ্যা ২৩ এবং ভর সংখ্যা ৪৭ হলে এর নিউট্রন সংখ্যা কত? (প্রয়োগ)
ক ২০ √ ২৪
গ ৫৩ ঘ ৭০
৪৬. পরমাণুর ধনাত্মক কণিকা কোনটি? (জ্ঞান)
√ প্রোটন খ ইলেকট্রন
গ নিউট্রন ঘ নিউক্লিয়াস
৪৭. ঘ পরমাণুতে কতটি নিউট্রন আছে? (জ্ঞান)
ক ৫টি খ ৬টি
√ ৭টি ঘ ৮টি
৪৮. প্রোটন কোথায় অবস্থান করে? (অনুধাবন)
ক পরমাণুর কেন্দ্রে খ অণুর ভিতরে
√ পরমাণুর নিউক্লিয়াসে ঘ অণুর নিউক্লিয়াসে
৪৯. Mg পরমাণুতে কতটি প্রোটন আছে? (জ্ঞান)
√ ১২টি খ ১৪টি
গ ৭টি ঘ ৫টি
৫০. কোনো পরমাণুর প্রোটন সংখ্যা ৫ হলে ইলেকট্রন সংখ্যা কত হবে? (প্রয়োগ)
√ ৫ খ ৬
গ ৭ ঘ ১০
৫১. পরমাণুর সকল আধান ও ভর কোথায় কেন্দ্রীভূত থাকে? (জ্ঞান)
ক ইলেকট্রনে খ নিউট্রনে
গ প্রোটনে √ নিউক্লিয়াসে
৫২. ভর সংখ্যা কী? (অনুধাবন)
ক পরমাণুতে অবস্থিত ইলেকট্রন ও প্রোটন সংখ্যা
খ পরমাণুতে অবস্থিত নিউট্রন ও ইলেকট্রন সংখ্যা
গ নিউক্লিয়াসে অবস্থিত মোট প্রোটন সংখ্যা
√ নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যা
৫৩. কোনটি নিউক্লিয়াসের চারদিকে ঘূর্ণায়মান? (জ্ঞান)
√ ইলেকট্রন খ প্রোটন
গ নিউট্রন ঘ পজিট্রন
৫৪. নিউট্রন কোথায় অবস্থান করে? (জ্ঞান)
ক পরমাণুর চতুর্দিকে √ পরমাণুর নিউক্লিয়াসে
গ পরমাণুর দ্বিতীয় কক্ষে ঘ পরমাণুর ফাঁকা স্থানে
৫৫. প্রোটন ও নিউট্রনের ক্ষেত্রে কীসের মান একই? (অনুধাবন)
√ আপেক্ষিক খ আপেক্ষিক গুরুত্ব
গ আপেক্ষিক আধান ঘ প্রকৃত আধান
৫৬. কোনটিকে পরমাণুর নিজস্ব সত্ত¡া বলা হয়? (জ্ঞান)
ক নিউক্লিয়ন সংখ্যা √ পারমাণবিক সংখ্যা
গ নিউট্রন সংখ্যা ঘ ভর সংখ্যা
৫৭. কোনটি বিভিন্ন শক্তিস্তরে ঘুরে বেড়ায়? (জ্ঞান)
ক নিউক্লিয়াস খ নিউট্রন
√ ইলেকট্রন ঘ প্রোটন
৫৮. লিথিয়াম পরমাণুর নিউট্রন সংখ্যা কত? (জ্ঞান)
ক ১ খ ২
গ ৩ √ ৪
৫৯. লিথিয়াম পরমাণুর সর্বশেষ শক্তিস্তরে কতটি ইলেকট্রন থাকে? (অনুধাবন)
√ ১ খ ২
গ ৩ ঘ ৪
৬০. কোন পরমাণুর প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যা একই? (প্রয়োগ)
ক Li √ Mg
গ B ঘ Al
৬১. নাইট্রোজেন পরমাণুর প্রোটন সংখ্যা কত? (জ্ঞান)
ক ৪ খ ৫
গ ৬ √ ৭
৬২. প্রোটনের প্রকৃত ভর কত? (জ্ঞান)
ক ৯.১১ × ১০-২৮g খ ১g
√ ১.৬৭ × ১০-২৪ g ঘ ১.৬৭৫ × ১০–২৪g
৬৩. বোরনের ইলেকট্রন সংখ্যা কত? (জ্ঞান)
ক ৩ √ ৫
গ ৬ ঘ ৭
৬৪. স্বাভাবিক অবস্থায় পরমাণুর ক্ষেত্রে কোন জোড়টির মান একই থাকে? (প্রায়োগ)
√ প্রোটন সংখ্যা ও ইলেকট্রন সংখ্যা খ প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যা
গ ইলেকট্রন সংখ্রা ও নিউট্রন সংখ্যা ঘ নিউট্রন সংখ্যা ও পজিট্রন সংখ্যা
৬৫. স্বল্প বায়ুর উপস্থিতিতে কাঠ পোড়ালে স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতির কোন গ্যাস উৎপন্ন হয়?
√ CO খ CO২
গ SO২ ঘ SO৩
– বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৬৬. নিউক্লিয়াসে অবস্থিত- (অনুধাবন)
i. প্রোটন ও নিউট্রনের সমষ্টি হলো নিউক্লিয়ন সংখ্যা
ii. প্রোটন সংখ্যাকে বলা হয় পারমাণবিক সংখ্যা
iii. প্রোটন ও নিউট্রনের সমষ্টি ভর সংখ্যা
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii গ ii ও iii √ i, ii ও iii
৬৭. পরমাণুর মূল কণিকায়- (প্রয়োগ)
i. প্রোটনের ভর ১.৬৭ × ১০-২৪g
ii. ইলেকট্রনের ভর ৯.১১ × ১০-২৪g
iii. নিউট্রনের ভর ১.৬৭৫ × ১০-২৪g
নিচের কোনটি সঠিক?
ক i ও ii √ i ও iii গ ii ও iii ঘ i, ii ও iii
৬৮. প্রোটনের- (অনুধাবন)
i. প্রতীক p
ii. আধান ধনাত্মক
iii. ভর নিউট্রনের ভরের প্রায় সমান
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii গ ii ও iii √ i, ii ও iii
৬৯. পারমাণবিক সংখ্যা- (অনুধাবন)
i. প্রোটন সংখ্যার সমান
ii. নিউট্রন সংখ্যার সমান
iii. মৌলের নিজস্ব ধর্ম
নিচের কোনটি সঠিক?
ক i ও ii √ i ও iii গ ii ও iii ঘ i, ii ও iii
৭০. নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যাকে বলা হয়- (অনুধাবন)
i. নিউক্লিয়ন সংখ্যা
ii. ভর সংখ্যা
iii. পারমাণবিক সংখ্যা
নিচের কোনটি সঠিক?
ক র √ i ও ii গ i ও iii ঘ i, ii ও iii
৭১. ভরসংখ্যা নির্ণয়ের সূত্র- (প্রয়াগ)
i. ভরসংখ্যা = প্রোটন সংখ্যা + ইলেকট্রন সংখ্যা
ii. ভরসংখ্যা = প্রোটন সংখ্যা + নিউট্রন সংখ্যা
iii. ভর সংখ্যা = পারমাণবিক সংখ্যা + নিউট্রন সংখ্যা
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii √ ii ও iii ঘ i, ii ও iii
– অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের ছকটি লক্ষ কর এবং ৭২ ও ৭৩নং প্রশ্নের উত্তর দাও :
ঢ এবং ণ নামক দুটি কণার সংযুতি নিম্নরূপ :
কণা ইলেকট্রন সংখ্যা নিউট্রন সংখ্যা প্রোটন সংখ্যা
৭২. x ও y- (প্রয়োগ)
i. y এর ভর সংখ্যা ২৪
ii. x এর ভরসংখ্যা ১১
iii. অধাতব আয়ন
নিচের কোনটি সঠিক?
√ i ও ii খ i ও iii গ ii ও iii ঘ i, ii ও iii
৭৩. উদ্দীপকের অ এর মান কত? (অনুধাবন)
√ ৫ খ ৯
গ ১০ ঘ ১১
নিচের চিত্রের আলোকে ৭৪ – ৭৭নং প্রশ্নের উত্তর দাও :
৭৪. অ-কে কী বলা হয়? (অনুধাবন)
√ ইলেকট্রন খ প্রোটন
গ ভর ঘ নিউট্রন
৭৫. উক্ত মৌলে নিউট্রন সংখ্যা কত? (প্রয়োগ)
√ ৫ টি খ ৬ টি
গ ৭ টি ঘ ৮ টি
৭৬. জিপসামের সংকেত কোনটি?
ক CuSO৪.৫H2O √ CaSO৪.২H2O
গ ZnSO৪.৭H2O ঘ MgSO৪.H2O
৭৭. কোন পদার্থটি বিøচ নামে পরিচিত?
ক Ca(OH)২ খ C১৭H৩৫COONa
√ Ca(OCl)Cl ঘ NaHCO3
৩.৪ পরমাণু পরিচিতি
— জেনে রাখ
– সকল মৌলেরই নিজস্ব প্রোটন সংখ্যা এবং নিউক্লিয়ন সংখ্যা আছে।
– প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলা হয়।
– প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যার সমষ্টিকে ভরসংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা বলা হয়।
– পারমাণবিক সংখ্যাকে ত দ্বারা ও ভরসংখ্যাকে অ দ্বারা প্রকাশ করা হয়।
— সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৭৮. সোডিয়ামের পারমাণবিক সংখ্যা ১১ বলতে কী বোঝায়? (অনুধাবন)
ক এর পরমাণুতে ১১টি ইলেকট্রন আছে
√ এর নিউক্লিয়াসে ১১টি প্রোটন আছে
গ এর পরমাণুতে ১১টি নিউট্রন আছে
ঘ এর পরমাণুতে প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যা ১১
৭৯. 23/11Na+ পরমাণুটিতে নিউট্রনের সংখ্যা কত? (প্রয়োগ)
ক ১১টি √ ১২টি
গ ২৩টি ঘ ৩৪টি
৮০. 35/17Cl পরমাণুর ভরসংখ্যা কত? (প্রয়োগ)
√ ৩৫ খ ১৭
গ ১১ ঘ ১৮
৮১. Al3+ আয়নে কতটি প্রোটন আছে? (প্রয়োগ)
√ ১৩টি খ ১১টি
গ ১২টি ঘ ২০টি
৮২. 35/17Cl এর ক্ষেত্রে নিউট্রনের সংখ্যা কত? (প্রয়োগ)
ক ৩৫ টি খ ১৭টি
√ ১৮টি ঘ ৫২টি
৮৩. কোনো পরমাণুতে ১৭টি প্রোটন ও ১৮টি নিউট্রন থাকলে তার নিউক্লিয়ন সংখ্যা কত হবে? (প্রয়োগ)
√ ৩৫ খ ১৮
গ ১৭ ঘ ১
৮৪. কার্বনের পারমাণবিক সংখ্যা ১২ হলে একটি কার্বন পরমাণুতে ইলেকট্রন সংখ্যা কয়টি? (প্রয়োগ)
ক ৬টি √ ১২টি
গ ২৪টি ঘ ২৫টি
৮৫. কোনো মৌলের পারমাণবিক সংখ্যা ৯ ও ভর সংখ্যা ১৯ হলে এর সংক্ষিপ্ত প্রকাশ কী হবে? (প্রয়োগ)
√ ১৯/৯F খ ৯১/৯F
গ ২৭/৯F ঘ ৯২/৭F
৮৬. 12/6C এর ভর সংখ্যা কত? (অনুধাবন)
ক ৬ √ ১২
গ ১১ ঘ ১৩
৮৭. নিউট্রনের কী নেই? (অনুধাবন)
√ আধান খ ভর
গ সংখ্যা ঘ প্রতীক
৮৮. ১৭Cl পরমাণুতে কতটি প্রোটন আছে? (জ্ঞান)
ক ৮টি খ ১২টি
গ ১৪টি √ ১৭টি
৮৯. 27/13 Al লেখার অর্থ কী? (উচ্চতর দক্ষতা)
√ এ পরমাণুর পারমাণবিক সংখ্যা ১৩ এবং ভরসংখ্যা ২৭
খ এ মৌলতে ২৭টি পরমাণু বিদ্যমান
গ এ পরমাণুর নিউট্রন সংখ্যা ২৭
ঘ এ পরমাণুতে প্রোটন সংখ্যা ১৪
৯০. 13/6C পরমাণুর পারমাণবিক সংখ্যা কত? (অনুধাবন)
ক ৭ √ ৬
গ ৫ ঘ ১৩
৯১. কোন পরমাণুতে ১টি মাত্র প্রোটন আছে? (জ্ঞান)
ক অক্সিজেন খ হিলিয়াম
√ হাইড্রোজেন ঘ লিথিয়াম
৯২. 235/92U এর নিউক্লিয়ন সংখ্যা কত? (অনুধাবন)
ক ৯২ খ ১৪৩
√ ২৩৫ ঘ ৩২৭
৯৩. কোনটিকে নিউক্লিয়ন সংখ্যা বলা হয়? (জ্ঞান)
ক প্রোটন সংখ্যা খ নিউট্রন সংখ্যা
√ ভর সংখ্যা ঘ পারমাণবিক সংখ্যা
৯৪. সিলিকনের পরমাণবিক সংখ্যা কত? (জ্ঞান)
√ ১৪ খ ১৫
গ ১৯ ঘ ২৯
৯৫. পটাসিয়ামের নিউক্লিয়ন সংখ্যা কত? (জ্ঞান)
ক ২৮ খ ৩১
√ ৩৯ ঘ ৫৬
৯৬. ৬৪/২৯Cu-এর নিউট্রন সংখ্যা কত? (জ্ঞান)
ক ১৪ খ ১৬
গ ২৯ √ ৩৫
৯৭. নিয়নের ভর সংখ্যা কত? (জ্ঞান)
√ ২০ খ ১০
গ ১৯ ঘ ৯
৯৮. পারমাণবিক সংখ্যাকে কী দ্বারা প্রকাশ করা হয়? (জ্ঞান)
ক ঘ খ অ
গ গ √ ত
– বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৯৯. কোনো মৌলের ভর সংখ্যা ১২ হলে- (অনুধাবন)
i. প্রোটন সংখ্যা ৬ ও নিউট্রন সংখ্যা ৬
ii. ইলেকট্রন সংখ্যা ১২
iii. প্রোটন সংখ্যা ৬ ও ইলেকট্রন সংখ্যা ৬
নিচের কোনটি সঠিক?
ক র খ রর গ i ও ii √ i ও iii
১০০. ২৪১২ঢ মৌলটির- (উচ্চতর দক্ষতা)
i. ১২টি নিউট্রন রয়েছে
ii. ২৪টি ইলেকট্রন রয়েছে
iii. প্রোটন সংখ্যা ১২ এবং ভর সংখ্যা ২৪
নিচের কোনটি সঠিক?
ক i ও ii √ i ও iii গ ii ও iii ঘ i, ii ও iii
১০১. ‘ত’ দ্বারা চিিহ্নত করা হয়- (উচ্চতর দক্ষতা)
i. প্রোটন সংখ্যা
ii. পারমাণবিক সংখ্যা
iii. ভর সংখ্যা
নিচের কোনটি সঠিক?
√ i ও ii খ i ও iii গ ii ও iii ঘ i, ii ও iii
১০২. 27/13 Al প্রতীকে- (উচ্চতর দক্ষতা)
i. অ্যালুমিনিয়ামের প্রোটন সংখ্যা ১৩,
ii. অ্যালুমিনিয়ামের নিউট্রন সংখ্যা ১৪,
iii. অ্যালুমিনিয়ামের নিউক্লিয়ন সংখ্যা ২৭
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii গ ii ও iii √ i, ii ও iii
১০৩. সংক্ষিপ্ত প্রকাশ- (উচ্চতর দক্ষতা)
i. ভর সংখ্যা
ii. পারমাণবিক সংখ্যা ত,
iii. নিউট্রন সংখ্যা (অ-ত)
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii √ ii ও iii ঘ i, ii ও iii
– অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের উদ্দীপকটি পড় এবং ১০৪ ও ১০৫নং প্রশ্নের উত্তর দাও :
কোনো মৌলের একটি পরমাণুতে ৮টি ইলেকট্রন ও ৮টি নিউট্রন রয়েছে।
১০৪. পরমাণুটির ভরসংখ্যা কত? (প্রয়োগ)
ক ১০ √ ১৬ গ ৮ ঘ ২৬
১০৫. মৌলটির- (উচ্চতর দক্ষতা)
i. পারমাণবিক সংখ্যা ৮
ii. নিউক্লিয়াস ধনাত্মক আধানবিশিষ্ট
iii. শক্তিস্তরগুলোর কণিকাসমূহ ঋণাত্মক
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii গ ii ও iii √ i, ii ও iii
নিচের সংকেতের আলোকে ১০৬ ও ১০৭ নং প্রশ্নের উত্তর দাও :
১৯৯ঋ
১০৬. প্রদত্ত সংকেতে কতটি প্রোটন বিদ্যমান? (প্রয়োগ)
√ ৯টি খ ১০টি
গ ১৪টি ঘ ২৮টি
১০৭. প্রদত্ত সংকেতে- (উচ্চতর দক্ষতা)
i. নিউট্রন সংখ্যা ১০টি
ii. পারমাণবিক সংখ্যা ৯
iii. ইলেকট্রন সংখ্যা ৯
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii গ ii ও iii √ i, ii ও iii
৩.৫ আইসোটোপ
— জেনে রাখ
– বিভিন্ন ভরসংখ্যাবিশিষ্ট একই মৌলের পরমাণুকে পরস্পরের আইসোটোপ বলে।
– একই মৌলের পরমাণুর প্রোটন বা ইলেকট্রন সংখ্যা পরিবর্তন হয় না কিন্তু নিউট্রন সংখ্যার পরিবর্তন হয়। এই নিউট্রনের সংখ্যার পরিবর্তনের কারণেই আইসোটোপ সৃষ্টি হয়।
– হাইড্রোজেনের ৭টি আইসোটোপ (১ঐ, ২ঐ, ৩ঐ, ৪ঐ, ৫ঐ, ৬ঐ, ৭ঐ) আছে। এদের মধ্যে তিনটি প্রকৃতিতে পাওয়া যায়। অবশিষ্ট চারটি গবেষণাগারে সংশ্লেষণ করা হয়।
— সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১০৮. একটি আইসোটোপের নিউট্রন সংখ্যা দুই, তার ভর সংখ্যা কত? (প্রয়োগ)
ক ১ খ ২
√ ৩ ঘ ৪
১০৯. আইসোটোপের কোনটি সমান থাকে? (অনুধাবন)
ক ভরসংখ্যা খ নিউট্রন সংখ্যা
√ প্রোটন সংখ্যা ঘ প্রোটন ও নিউট্রন সংখ্যা
১১০. ডিউটেরিয়াম ও ট্রিটিয়াম কোনটির আইসোটোপ? (জ্ঞান)
ক নাইট্রোজেন √ হাইড্রোজেন
গ কার্বন ঘ অক্সিজেন
১১১. নিচের কোনটি গবেষণাগারে সংশ্লেষণ করা হয়? (অনুধাবন)
ক ১ঐ খ ২ঐ
গ ৩ঐ √ ৪ঐ
১১২. কোনটিতে দুইটি নিউট্রন আছে? (অনুধাবন)
ক হাইড্রোজেন খ ডিউটেরিয়াম
√ ট্রিটিয়াম ঘ লিথিয়াম
১১৩. নিচের কোনটি প্রকৃতিতে পাওয়া যায়? (অনুধাবন)
√ ৩ঐ খ ৪ঐ
গ ৬ঐ ঘ ৭ঐ
১১৪. আইসোটোপ সৃষ্টি হয় কোন সংখ্যার ভিন্নতার কারণে? (অনুধাবন)
ক প্রোটন খ ফোটন
গ ইলেকট্রন √ নিউট্রন
১১৫. দুটি আইসোটোপের কোনটি সমান নয়? (অনুধাবন)
ক পারমাণবিক সংখ্যা √ ভর সংখ্যা
গ ইলেকট্রন সংখ্যা ঘ রাসায়নিক ধর্ম
১১৬. ট্রিটিয়ামের ভরসংখ্যা কত? (জ্ঞান)
ক এক খ দুই
√ তিন ঘ চার
১১৭. ভরসংখ্যার ভিন্নতার কারণে কোনটি সৃষ্টি হয়? (অনুধাবন)
ক আইসোমার খ আইসোবার
√ আইসোটোপ ঘ আইসোটোন
১১৮. নিচের কোন যুগল আইসোটোপের উদাহরণ? (উচ্চতর দক্ষতা)
ক 12/6C , ১২৭ঈ খ ঐ২, ঐব
গ ঐ+, ঐ √ 12/6C , ১৪৬ঈ
১১৯. একই মৌলের আইসোটোপগুলোর মধ্যে ধর্মে পার্থক্য থাকে না কেন? (উচ্চতর দক্ষতা)
ক প্রোটন ও ভরসংখ্যা ভিন্ন বলে
খ প্রোটন ও নিউট্রন সংখ্যা সমান বলে
√ একই মৌলের পরমাণু বলে
ঘ তাদের আলাদা ভর সংখ্যা থাকায়
১২০. একই মৌলের আইসোটোপগুলোকে পরস্পর থেকে সহজেই কেন শনাক্ত করা যায়? (অনুধাবন)
ক প্রোটন ও ইলেকট্রন সংখ্যা সমান বলে
খ স্থায়ী আইসোটোপের সংখ্যা বেশি বলে
গ অস্থায়ী আইসোটোপের সংখ্যা কম বলে
√ ভরসংখ্যা আলাদা বলে
১২১. একই মৌলের ভিন্ন ভরযুক্ত পরমাণুসমূহকে ঐ মৌলের কী বলা হয়? (প্রয়োগ)
ক আইসোটোন খ আইসোমার
√ আইসোটোপ ঘ আইসোবার
১২২. কোনগুলো পরস্পর আইসোটোপ? (উচ্চতর দক্ষতা)
ক ৪০১৮অৎ ৪০১৯Ca ৪০২০Ca √ ১৬৮ঙ ১৭৮ঙ ১৮৮ঙ
গ ৪০১৮অৎ ৩৯১৯ক ১৮৮Ca ঘ ৩৭১৭Cl ৪০২০Ca ১৯১৯ক
১২৩. ১৫৭ঘ আইসোটোপে নিউট্রন সংখ্যা কত? (প্রয়োগ)
ক ৭ √ ৮ গ ১৫ ঘ ৯
১২৪. হাইড্রোজেনের কোন আইসোটোপটি তেজস্ক্রিয়তার মাধ্যমে উৎপন্ন হয় এবং প্রকৃতিতে খুব সামান্য পরিমাণে থাকে? (জ্ঞান)
ক হাইড্রোজেন খ প্রোটিয়াম
গ ডিউটেরিয়াম √ ট্রিটিয়াম
১২৫. হাইড্রোজেনের কয়টি আইসোটোপ আছে? (জ্ঞান)
ক ৬টি √ ৭টি
গ ৮টি ঘ ৯টি
১২৬. গবেষণাগারে হাইড্রোজেনের কয়টি আইসোটোপ সংশ্লেষণ করা যায়? (জ্ঞান)
ক ২টি খ ৩টি
√ ৪টি ঘ ৫টি
– বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১২৭. পরমাণুটি- (প্রয়োগ)
i. হাইড্রোজেনের আইসোটোপ
ii. ট্রিটিয়াম পরমাণু
iii. তেজস্ক্রিয়তার মাধ্যমে উৎপন্ন হয়
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii গ ii ও iii √ i, ii ও iii
১২৮. ঐ-এর আইসোটোপসমূহ- (অনুধাবন)
i. প্রকৃতিতে পাওয়া যায় না
ii. ২১উ ও ৩১ঞ
iii. গবেষণাগারে সংশ্লেষণ করা হয়
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii √ ii ও iii ঘ i, ii ও iii
১২৯. আইসোটোপ সমূহের- (অনুধাবন)
i. পারমাণবিক সংখ্যা একই ভর সংখ্যা ভিন্ন
ii. প্রোটন ও ইলেকট্রন সংখ্যা একই নিউট্রন সংখ্যা ভিন্ন
iii. নিউক্লিয়ন সংখ্যা স্থির
নিচের কোনটি সঠিক?
√ i ও ii খ i ও iii গ ii ও iii ঘ i, ii ও iii
১৩০. ১১ঐ+ আয়নে- (অনুধাবন)
i. প্রোটন ও নিউট্রন সংখ্যা সমান
ii. একটি প্রোটন আছে কিন্তু নিউট্রন নেই
iii. প্রোটন ও নিউট্রনের সমষ্টি ১
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii √ ii ও iii ঘ i, ii ও iii
– অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের চিত্রগুলো লক্ষ কর এবং ১৩১ ও ১৩২ নং প্রশ্নের উত্তর দাও :
১৩১. চিত্রের আইসোটোপগুলোর প্রোটন সংখ্যা কত? (অনুধাবন)
√ ১ খ ২
গ ৩ ঘ ৪
১৩২. আইসোটোপগুলোতে- (অনুধাবন)
i. ঐ-এ নিউট্রন ১টি, প্রোটন ১টি
ii. উ-এ নিউট্রন ১টি, ইলেকট্রন ১টি
iii. ঞ-এ প্রোটন১টি, নিউট্রন ২টি
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii √ ii ও iii ঘ i, ii ও iii
নিচের ছকটি দেখ এবং ১৩৩ ও ১৩৪ নং প্রশ্নের উত্তর দাও :
প্রতীক ঢঈ ১৩ঈ ১৪ঈ
নিউট্রন সংখ্যা ৬ ৭ ণ
১৩৩. প্রদত্ত মৌলটির পারমাণবিক সংখ্যা কত? (প্রয়োগ)
√ ৬ খ ৭ গ ২০ ঘ ৩৯
১৩৪. প্রদত্ত মৌলটির- (উচ্চতর দক্ষতা)
i. ঢ এর মান ১২
ii. ণ এর মান ৮
iii. ৬টি ইলেকট্রন রয়েছে
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii গ ii ও iii √ i, ii ও iii
৩.৬ আপেক্ষিক পারমাণবিক ভর
— জেনে রাখ
– আপেক্ষিক পারমাণবিক ভর হলো আইসোটোপসমূহের শতকরা পর্যাপ্ততার পরিমাণের গড়।
– বিজ্ঞানীরা কার্বন ১২ আইসোটোপের ভরের ১১২ অংশকে পারমাণবিক ভরের প্রমাণ হিসেবে গ্রহণ করেছেন।
– আপেক্ষিক পারমাণবিক ভর একটি অনুপাত বলে এর কোনো একক থাকে না।
– পর্যায় সারণিতে পরমাণুসমূহের যে পারমাণবিক ভর দেয়া হয়েছে তা আপেক্ষিক পারমাণবিক ভর।
– কোনো পরমাণুর আইসোটোপ না থাকলে সেগুলোর আপেক্ষিক পারমাণবিক ভর ও ভরসংখ্যা সমান হয়।
— সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৩৫. কোন মৌলের পরমাণুর ভর কার্বন ১২ আইসোটোপের ১১২ অংশ অপেক্ষা ১৬ গুণ ভারি? (অনুধাবন)
ক চ খ ঘ
√ ঙ ঘ Si
১৩৬. Al এর প্রোটন সংখ্যা ১৩, এর একটি পরমাণুর ভর যদি ৪.৪৮২ × ১০-২৩ম হয়, এর আপেক্ষিক পারমাণবিক ভর কত? (প্রয়োগ)
√ ২৭ খ ২৬
গ ২৫ ঘ ১৩
১৩৭. একটি মৌলের দুটো আইসোটোপের প্রাকৃতিক প্রাচুর্যতা
35/17Cl(৭৫%) এবং ৩৭১৭Cl(২৫%) হলে মৌলটির আপেক্ষিক পারমাণবিক ভর কত? (প্রয়োগ)
ক ১৮ খ ২০
√ ৩৫.৫ ঘ ৩৫.৭৫
১৩৮. বর্তমানে নির্ভুলভাবে পারমাণবিক ভর নির্ণয় করার জন্য কোন পরমাণুর ভরকে একক হিসেবে ধরা হয়? (জ্ঞান)
ক হাইড্রোজেন খ অক্সিজেন
√ কার্বন ঘ নাইট্রোজেন
১৩৯. একটি মৌলের আইসোটোপগুলোর শতকরা পর্যাপ্ততার পরিমাণকে গড় করলে যে ভর পাওয়া যায় তাকে কী বলে? (জ্ঞান)
√ আপেক্ষিক পারমাণবিক ভর খ আপেক্ষিক আণবিক ভর
গ পারমাণবিক সংখ্যা ঘ পারমাণবিক ভর
১৪০. ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর কত? (জ্ঞান)
ক ২৫ √ ৩৫.৫
গ ৩৭ ঘ ৭৫
১৪১. ক্লোরিনের কয়টি আইসোটোপ আছে? (জ্ঞান)
√ ২টি খ ৩টি
গ ৭টি ঘ ১০টি
১৪২. আপেক্ষিক পারমাণবিক ভর মূলত কী? (অনুধাবন)
ক একটি সমানুপাত খ একটি জটিল সংখ্যা
√ একটি অনুপাত ঘ একটি গুণানুপাত
১৪৩. আপেক্ষিক পারমাণবিক ভরের কেন একক থাকে না? (উচ্চতর দক্ষতা)
√ এটি একটি অনুপাত বলে
খ এটি একটি সংখ্যা বলে
গ এটিতে ভরসংখ্যা থাকে বলে
ঘ এটিতে শতকরা পরিমাণ হিসাব করা হয় বলে
১৪৪. কখন আপেক্ষিক পারমাণবিক ভর ও ভর সংখ্যা সমান হয়? (উচ্চতর দক্ষতা)
ক যখন কোনো পরমাণুর পারমাণবিক সংখ্যার ভগ্নাংশ থাকে
খ যখন কোনো পরমাণুর আণবিক সংখ্যার ভগ্নাংশ থাকে
গ যখন কোনো পরমাণুর আপেক্ষিক ভর ভগ্নাংশে থাকে
√ যখন কোনো পরমাণুর আইসোটোপ না থাকে
১৪৫. অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর কত? (জ্ঞান)
ক ৮ √ ১৬
গ ১৮ ঘ ৩২
১৪৬. একটি পরমাণুর প্রোটন ও নিউট্রনের ভরের সমষ্টিকে কার্বন ১২ আইসোটোপের ভরের ১১২ অংশ দিয়ে ভাগ করে কী নির্ণয় করা যায়? (অনুধাবন)
√ আপেক্ষিক পারমাণবিক ভর খ আপেক্ষিক আণবিক ভর
গ একটি পরমাণুর ভর ঘ একটি অণুর ভর
১৪৭. হাইড্রোজেনের কতটি আইসোটোপ রয়েছে?
ক ১ খ ২
√ ৩ ঘ ৪
১৪৮. ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর কত?
ক ৩৫ √ ৩৫.৫
গ ৩৭ ঘ ৩৭.৫
১৪৯. ক্লোরিনের আইসোটোপ কয়টি?
√ ২ খ ৩
গ ৪ ঘ ৫
১৫০. অ্যালুমিনিয়ামের প্রোটন সংখ্যা কত?
ক ১০ খ ১১
গ ১২ √ ১৩
১৫১. কোনটিকে পারমাণবিক ভরের প্রমাণ হিসেবে ধরা হয়?
√ ঈ-১২ আইসোটোপের ভরের অংশ
খ হাইড্রোজেনে একটি পরমাণু ভর
গ অক্সিজেনের একটি পরমাণুর ভর
ঘ নাইট্রোজেনের একটি পরমাণুর ভর
১৫২. Na এর আপেক্ষিক পারমাণবিক ভর কত? (জ্ঞান)
ক ১১ খ ১৮
গ ২০ √ ২৩
১৫৩. ৩৫১৭ Cl মৌলের নিউট্রন সংখ্যা কত?
ক ১৭ √ ১৮
গ ৩৫ ঘ ৭০
– বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৫৪. পারমাণবিক ভরকে আপেক্ষিক পারমাণবিক ভর বলার কারণ- (অনুধাবন)
i. এটি দুটি ভরের অনুপাত বলে
ii. এর কোনো একক নেই বলে
iii. এটি প্রকৃত ভর নয় বলে
নিচের কোনটি সঠিক?
ক র খ i ও ii গ i ও iii √ i, ii ও iii
১৫৫. আধুনিক সংজ্ঞানুযায়ী মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর- (উচ্চতর দক্ষতা)
i. মৌলের পারমাণবিক ভর একটি ঈ১২ আইসোটোপের ভরের ১১২ অংশ
ii. মৌলের একটি পরমাণুর ভর ১.৬৬ × ১০-২৪ম
iii. মৌলের একটি পরমাণুর ভর একটি ঈ১২ আইসোটোপের ভরের ১১২ অংশ
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii √ ii ও iii ঘ i, ii ও iii
১৫৬. ক্লোরিনের আইসোটোপ- (উচ্চতর দক্ষতা)
i. ২টি
ii. ৩৫Cl
iii. ৩৭Cl
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii গ ii ও iii √ i, ii ও iii
– অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের উদ্দীপকটি পড় এবং ১৫৭ ও ১৫৮নং প্রশ্নের উত্তর দাও :
পটাসিয়ামের ১০০টি পরমাণুতে ৯৪টি রয়েছে ৩৯১৯ক এবং ৪১১৯ক রয়েছে ৬টি।
১৫৭. পটাসিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর কত? (প্রয়োগ)
ক ২৯ খ ৪০
√ ৩৯.১২ ঘ ৩৯.২২
১৫৮. উদ্দীপকের পরমাণুর আইসোটোপে- (উচ্চতর দক্ষতা)
i. প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন
ii. উভয় মৌলের ইলেকট্রন সংখ্যা সমান
iii. উভয় মৌলের নিউট্রন সংখ্যা অভিন্ন
√ i ও ii খ i ও iii গ ii ও iii ঘ i, ii ও iii
৩.৭ আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আপেক্ষিক আণবিক ভর
— জেনে রাখ
– আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আপেক্ষিক আণবিক ভর নির্ণয় করা যায়।
– যৌগের আণবিক সংকেতে বিদ্যমান প্রতিটি মৌলের পরমাণুর পারমাণবিক ভর ও পরমাণু সংখ্যার গুণফলের সমষ্টিই হলো ঐ যৌগের মোট আণবিক ভর।
– অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের তথ্যটি যৌগ লক্ষ কর এবং ১৫৯ ও ১৬০ নং প্রশ্নের উত্তর দাও :
CO২ এর আপেক্ষিক আণবিক ভর ৪৪
১৫৯. উদ্দীপকের গঠিত হয়েছে- (অনুধাবন)
√ ১টি ঈ ও ২টি ঙ পরমাণু নিয়ে
খ ১টি CO২ অণু নিয়ে
গ ১টি ঈ পরমাণু ও ১টি ঙ২ অণু নিয়ে
ঘ ১টি ঈ কে ঙ দিয়ে গুণ করে
১৬০. উদ্দীপকের যৌগের আপেক্ষিক আণবিক ভর নির্ণয় করা হয়েছে- (প্রয়োগ)
i. ঈ ও ঙ এর আপেক্ষিক পারমাণবিক ভর থেকে
ii. মৌলদ্বয়ের পারমাণবিক ভরকে পরমাণু সংখ্যা দিয়ে গুণ করে
iii. ঈ ও ঙ এর আইসোটোপ থেকে
নিচের কোনটি সঠিক?
ক র √ i ও ii গ i ও iii ঘ i, ii ও iii
৩.৮ তেজস্ক্রিয় আইসোটোপ ও তাদের ব্যবহার
— জেনে রাখ
– প্রাকৃতিক ও কৃত্রিম উপায়ে তৈরি আইসোটোপের সংখ্যা ১৩০০। এদের মধ্যে কিছু সুস্থিত এবং কিছু অস্থিত।
– অস্থিত আইসোটোপগুলো বিভিন্ন ধরনের রশ্মি যেমন- -আলফা, -বিটা, -গামা বিকিরণ করে এবং অন্য মৌলের আইসোটোপে পরিণত হয়। একে তেজস্ক্রিয়তা বলে।
– -গামা রশ্মি জীবন্ত কোষের ক্ষতিসাধন করে।
– নিউক্লিয়ার বিক্রিয়ায় তেজস্ক্রিয় আইসোটোপ তৈরি হয়।
– দেহের হাড় বেড়ে যাওয়া এবং কোথায়, কেন ব্যথা হচ্ছে তা নির্ণয়ের জন্য ঞপ-৯৯স ব্যবহার করা হয়।
– ১৫৩ঝস অথবা ৮৯ঝৎ ব্যবহার করে হাড়ের ব্যথার চিকিৎসা করা হয়।
– টিউমারের উপস্থিতি নির্ণয় ও তা নিরাময়ে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়।
– ৬০Co থেকে নির্গত গামা রশ্মি নিক্ষেপ করে ক্যান্সার কোষকলাকে ধ্বংস করা হয়।
– ১৩১ও থাইরয়েড গ্রন্থির কোষকলা বৃদ্ধি প্রতিহত করে।
– রক্তের লিউকোমিয়া রোগের চিকিৎসায় ৩২চ এর ফসফেট ব্যবহৃত হয়।
– প্লুটোনিয়াম -২৩৮ হার্টে পেইসমেকার বসাতে ব্যবহার করা হয়।
– বিভিন্ন ধরনের ক্যান্সার নিরাময়ে ১৩১ঈং, ১৯২ওৎ, ১২৫ও, ১০৩চফ, ১০৬জঁ ব্যবহৃত হয়।
– কৃষিক্ষেত্রে, খাদ্য সংরক্ষণে, চিকিৎসাক্ষেত্রে, বিদ্যুৎ উৎপাদনে তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার ব্যাপক।
– ক্যান্সারের একটি বিশেষ কারণ তেজস্ক্রিয়তা।
– নিউক্লিয় শক্তি বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হওয়ার পাশাপাশি ধ্বংসাত্মক কাজেও ব্যবহৃত হয়।
— সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৬১. তেজস্ক্রিয় আইসোটোপ কোনটি? (অনুধাবন)
ক ২১ঐ খ 12/6C √ ১৭৬খঁ ঘ রশ্মি
১৬২. তেজস্ক্রিয় আইসোটোপের বৈশিষ্ট্য কোনটি? (জ্ঞান)
ক ী-জধু বিকিরণ √ রশ্মি বিকিরণ
গ রঞ্জন রশ্মি বিকিরণ ঘ অতিবেগুনি রশ্মি বিকিরণ
১৬৩. তেজস্ক্রিয় আইসোটোপের চলাচল চিহ্নিত করতে কোন যন্ত্র ব্যবহৃত হয়? (জ্ঞান)
ক পারমাণবিক চুল্লী খ নিউক্লিয় চুল্লী
√ গাইগার কাউন্টার ঘ পেস মেকার
১৬৪. ক্যানসার কোষ কলাকে ধ্বংসের জন্য কী ব্যবহৃত হয়? (জ্ঞান)
√ ৬০Co খ ৬০২৪Cr
গ ১৩১ও ঘ ১৫৩ঝস
১৬৫. হাড়ের ব্যথার চিকিৎসায় কোনটি ব্যবহার করা হয়? (অনুধাবন)
ক ৬০Co √ ১৫৩ঝস
গ ১২৫ও ঘ ৮৭ঝৎ
১৬৬. পৃথিবীর বয়স নির্ণয় করা হয় কোনটি দ্বারা? (জ্ঞান)
ক ১২ঈ খ ১৩ঈ
√ ১৪ঈ ঘ ১৬ঈ
১৬৭. খাদ্য সংরক্ষণে ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করা হয় কোনটি দ্বারা? (অনুধাবন)
ক ৮০Cr √ ৬০Co
গ ৩২চ ঘ ২১৫ট
১৬৮. যেসব অস্থায়ী আইসোটোপ বিভিন্ন তেজস্ক্রিয় রশ্মি ও কণা বিকিরণ করে তাদের কী বলা হয়? (জ্ঞান)
ক আইসোবার খ আইসোমার
√ তেজস্ক্রিয় আইসোটোপ ঘ তেজস্ক্রিয়তা
১৬৯. কোন রশ্মি সূর্যের আলোর ন্যায় নিরাপদ? (অনুধাবন)
ক -রশ্মি খ -রশ্মি
√ -রশ্মি ঘ রঞ্জন রশ্মি
১৭০. প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয় কখন? (অনুধাবন)
ক আইসোটোপ নির্Mgনের সময় √ আইসোটোপ ক্ষয়ের সময়
গ রান্না প্রক্রিয়া সঠিক না হলে ঘ খাদ্যের সঠিক সংরক্ষণ না হলে
১৭১. বিভিন্ন ধরনের রশ্মি বিকিরণ সহকারে নিউক্লিয়াসের পরিবর্তনকে কী বলা হয়? (জ্ঞান)
ক ইলেকট্রন আসক্তি খ আইসোটোপ
গ আয়নিকরণ বিভব √ তেজস্ক্রিয়তা
১৭২. কোন ধরনের মৌলের নিউক্লিয়াসের স্থিতিশীলতা খুব কম থাকে? (উচ্চতর দক্ষতা)
√ তেজস্ক্রিয় মৌলের খ গ্যাসীয় মৌলের
গ আয়নিত মৌলের ঘ ক্ষারীয় মৌলের
১৭৩. নিচের কোনটি তেজস্ক্রিয় আইসোটোপ? (অনুধাবন)
ক ৩২চন খ ২৩Na গ ১২ঈ √ ১৪ঈ
১৭৪. ব্যাকটেরিয়াসহ অনেক জীবাণু ধ্বংসে কোনটি ব্যবহার করা হয়? (প্রয়োগ)
ক আলফা রশ্মি খ বিটা রশ্মি
গ রঞ্জন রশ্মি √ গামা রশ্মি
১৭৫. বর্তমানে আইসোটোপের সংখ্যা কত ছাড়িয়ে গেছে? (জ্ঞান)
ক ১০০০ খ ১২০০ √ ১৩০০ ঘ ১৫০০
১৭৬. তেজস্ক্রিয় আইসোটোপ কীভাবে তৈরি হয়? (জ্ঞান)
√ নিউক্লিয়ার বিক্রিয়ার মাধ্যমে খ রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে
গ জারণ-বিজারণ বিক্রিয়ার মাধ্যমে ঘ প্রশমন বিক্রিয়ার মাধ্যমে
১৭৭. পারমাণবিক বোমার শক্তির উৎস কোনটি? (জ্ঞান)
√ নিউক্লিয় বিক্রিয়া খ রাসায়নিক বিক্রিয়া
গ তেজস্ক্রিয়তা রশ্মি ঘ গামা রশ্মি
১৭৮. হার্টে পেসমেকার বসাতে কোন আইসোটোপ ব্যবহৃত হয়? (জ্ঞান)
ক থোরিয়াম-২৩৪ খ সিজিয়াম-১৩৭
√ প্লুটোনিয়াম-২৩৮ ঘ আয়োডিন-১৩১
১৭৯. কেমোথেরাপিতে কী ব্যবহৃত হয়? (প্রয়োগ)
ক জারিত পদার্থ √ তেজস্ক্রিয় পদার্থ
গ উচ্চশক্তির আলো ঘ হিমায়িত তরল
১৮০. ৩২১৫ চ আইসোটোপ নিচের কোনটির ক্ষেত্রে ব্যবহৃত হয়? (প্রয়োগ)
ক দেহের হাড় বেড়ে যাওয়ার নির্ণয়ের ক্ষেত্রে
খ টিউমারের উপস্থিতি নির্ণয়ের ক্ষেত্রে
√ রক্তের লিউকোমিয়া রোগের চিকিৎসায়
ঘ থাইরয়েড গ্রন্থির কোষ-কলা বৃদ্ধি প্রতিহত করতে
১৮১. ব্যাটারির ছাই ও গাদের উপর তাপ দিলে কোন গ্যাস উৎপন্ন হয়? (প্রয়োগ)
ক CO২ খ ঘঐ৩ গ SO৩ √ ঐ২ঝ
– বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৮২. তেজস্ক্রিয় আইসোটোপ- (প্রয়োগ)
i. নিউক্লিয় বিক্রিয়ার মাধ্যমে প্রস্তুত হয়
ii. অত্যন্ত গতিসম্পন্ন রশ্মি নির্গত করে
iii. গবেষণাগারে সংশ্লেষিত হয়
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii গ ii ও iii √ i, ii ও iii
১৮৩. হাড়ের চিকিৎসায় ব্যবহৃত হয়- (প্রয়োগ)
i. ৯৯সঞপ
ii. ১৫৩ঝস
iii. ৮৯ঝৎ
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii গ ii ও iii √ i, ii ও iii
১৮৪. খাদ্য সংরক্ষণে ব্যবহার হয়- (অনুধাবন)
i. রশ্মি
ii. ৬০Co
iii. ঈ-১৪
নিচের কোনটি সঠিক?
√ i ও ii খ i ও iii গ ii ও iii ঘ i, ii ও iii
১৮৫. নিউক্লিয়ার বিক্রিয়ায়- (অনুধাবন)
i. তাপ উৎপন্ন হয়
ii. বিদ্যুৎ উৎপন্ন হয়
iii. তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii গ ii ও iii √ i, ii ও iii
১৮৬. কেমোথেরাপির ফলে- (উচ্চতর দক্ষতা)
i. মাথার চুল পড়ে যায়
ii. বমি বমি ভাব হয়
iii. ক্ষতিকর ব্যাকটেরিয়া মারা যায়
নিচের কোনটি সঠিক?
√ i ও ii খ i ও iii গ ii ও iii ঘ i, ii ও iii
১৮৭. এটম বোমা নিক্ষিপ্ত হয়েছিল- (অনুধাবন)
i. হিরোশিমায়
ii. নাগাসাকিতে
iii. ওসাকাতে
নিচের কোনটি সঠিক?
√ i ও ii খ i ও iii গ ii ও iii ঘ i, ii ও iii
– অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের চিত্র লক্ষ কর এবং ১৮৮ ও ১৮৯ নং প্রশ্নের উত্তর দাও :
১৮৮. উদ্দীপকের ছবিতে ৩২চ কী? (অনুধাবন)
ক পটাসিয়ামের একটি আইসোটোপ যার পারমাণবিক সংখ্যা ৩২
খ পটাসিয়ামের একটি আইসোটোপ যার ভর সংখ্যা ৩২
গ ফসফরাসের একটি আইসোটোপ যার পারমাণবিক সংখ্যা ৩২
√ ফসফরাসের একটি আইসোটোপ যার ভর সংখ্যা ৩২
১৮৯. চ-এর ব্যবহার- (প্রয়োগ)
i. রক্তের লিউকোমিয়া রোগের চিকিৎসায়
ii. উদ্ভিদের বেড়ে ওঠার ক্ষেত্রে
iii. থাইরয়েড গ্রন্থির কোষকলা বৃদ্ধি রোধে
নিচের কোনটি সঠিক?
ক র √ i ও ii
গ i ও iii ঘ i, ii ও iii
নিচের অনুচ্ছেদ পড় এবং ১৯০ ও ১৯১ নং প্রশ্নের উত্তর দাও :
চিকিৎসাক্ষেত্রে, কৃষিক্ষেত্রে, খাদ্যদ্রব্য সংরক্ষণে বিভিন্ন তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়। এমন একটি তেজস্ক্রিয় আইসোটোপ হলো ৩২চ।
১৯০. প্রদত্ত আইসোটোপটি কোন মৌলের? (প্রয়োগ)
ক পটাসিয়াম √ ফসফরাস
গ প্লটোনিয়াম ঘ ইউরেনিয়াম
১৯১. উদ্দীপকের ক্ষেত্রগুলো ছাড়াও আইসোটোপ ব্যবহৃত হয়- (অনুধাবন)
i. ধাতব পাতের পুরুত্ব পরিমাপে
ii. খোলাপাত্রে তরল পরিমাপে
iii. পাইপ লাইনে ছিদ্র অšে¦ষণে
নিচের কোনটি সঠিক?
ক i ও ii √ i ও iii গ ii ও iii ঘ i, ii ও iii
নিচের তথ্যটি পড় এবং ১৯২ ও ১৯৩ নং প্রশ্নের উত্তর দাও :
৬০Co একটি তেজস্ক্রিয় আইসোটোপ।
১৯২. উদ্দীপকের মৌলটি কোন মৌলের আইসোটোপ? (অনুধাবন)
ক কার্বন মনোক্সাইড √ কোবাল্ট
গ কোবালমিন ঘ কপার
১৯৩. এ আইসোটোপ থেকে নির্গত কোন রশ্মি পোলট্রি ফার্মে ব্যবহৃত হয়? (প্রয়োগ)
ক আলফা ( ) খ বিটা ()
√ গামা () ঘ ডেল্টা ()
৩.৯ পরমাণুর মডেল
— জেনে রাখ
(ক) রাদারফোর্ড পরমাণু মডেল
– রাদারফোর্ড কর্তৃক ১৯১১ সালে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার সিদ্ধান্তই রাদারফোর্ড পরমাণু মডেল নামে পরিচিত যা সৌরজগৎ গঠনের সাথে সাদৃশ্যপূর্ণ বলে একে সৌর মডেলও বলা হয়।
– এ মডেল অনুসারে পরমাণু প্রোটন, নিউট্রন ও ইলেকট্রন নিয়ে গঠিত। প্রোটন ও নিউট্রন নিউক্লিয়াসের কেন্দ্রে এবং ইলেকট্রন কেন্দ্রের চারদিকে নিউক্লিয়াসকে পরিবেষ্টন করে অবস্থান করে। নিউক্লিয়াসে পরমাণুর সমস্ত ধনাত্মক চার্জ ও প্রায় সমস্ত ভর কেন্দ্রীভ‚ত। একে কেন্দ্র করে ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন ঘূর্ণায়মান থাকায় পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ। ধনাত্মক চার্জবিশিষ্ট নিউক্লিয়াস ও ঋণাত্মক চার্জবিশিষ্ট ইলেকট্রনসমূহ পারস্পরিক স্থির বৈদ্যুতিক আকর্ষণজনিত কেন্দ্রমুখী বল এবং ঘূর্ণায়মান ইলেকট্রনের কেন্দ্র বহির্মুখী বল পরস্পর সমান।
– রাদারফোর্ডের পরমাণু মডেল কক্ষপথের আকার ও আকৃতি, একাধিক ইলেকট্রনের ঘূর্ণন পদ্ধতি, পরমাণুর বর্ণালি গঠনের ব্যাখ্যা প্রদানে অক্ষম এবং ম্যাক্সওয়েলের মতবিরোধী।
(খ) বোর পরমাণু মডেল
– রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রæটি সংশোধনপূর্বক ১৯১৩ সালে নীলস বোর কোয়ান্টাম তত্তে¡র ওপর ভিত্তি করে মডেল প্রদান করেন তা মূলত পরমাণুর শক্তিস্তর, কৌণিক ভরবেগ ও শক্তির বিকিরণ বিষয়ক মতবাদ।
– ইলেকট্রন উচ্চ শক্তিস্তর থেকে নিম্ন শক্তিস্তরে ও নিম্ন শক্তিস্তর থেকে উচ্চ শক্তিস্তরে Mgনকালে যথাক্রমে শক্তি বিকিরণ বা শোষণ করে।
– বোরের মডেলটি একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বর্ণালি, বর্ণালিতে একাধিক সূূ²রেখা ও হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি ব্যাখ্যা করতে পারে না।
— সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৯৪. ইলেকট্রনসমূহ যে পথে নিউক্লিয়াসকে ঘিরে ভ্রমণ করে তাকে কী বলে? (জ্ঞান)
ক ইলেকট্রন পথ √ শক্তিস্তর
গ কুণ্ডলিত পথ ঘ পথ
১৯৫. নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন কীভাবে অবস্থান করে? (অনুধাবন)
ক নির্দিষ্ট কক্ষপথে অবস্থান করে
√ প্রোটন ও নিউট্রন পাশাপাশি অবস্থান করে
গ নিউট্রনসমূহ প্রোটনসমূহকে ঘিরে রাখে
ঘ প্রোটনের মধ্যে নিউট্রন ভাসতে থাকে
১৯৬. রাদারফোর্ডের পরমাণু মডেলের উক্তি কোনটি? (অনুধাবন)
ক পরমাণুর কেন্দ্র বিদ্যুৎ নিরপেক্ষ
খ সৌরজগতের ন্যায় পরমাণু ধনাত্মক আধানবিশিষ্ট
গ পরমাণুর ভরের তুলনায় নিউক্লিয়াসের ভর নগণ্য
√ ধনাত্মক আধানের সমান সংখ্যক ঋণাত্মক আধান নিউক্লিয়াসকে ঘিরে থাকে
১৯৭. রাদারফোর্ড কত সালে নিউক্লিয়াস আবিষ্কার করেন? (জ্ঞান)
ক ১৯১২ সালে খ ১৯১৩ সালে
√ ১৯১১ সালে ঘ ১৯১০ সালে
১৯৮. রাদারফোর্ড পরমাণু কেন্দ্রের কী নামকরণ করেন? (জ্ঞান)
ক নিউট্রন খ মৌলিক কেন্দ্র
√ নিউক্লিয়াস ঘ ভরকেন্দ্র
১৯৯. বোর মডেলের উক্তি কোনটি? (অনুধাবন)
√ নিউক্লিয়াসের চারদিকে বৃত্তাকার স্থির কক্ষপথে ইলেকট্রনসমূহ ঘূর্ণায়মান
খ নিউক্লিয়াসের চারদিকে প্রোটনসমূহের অবস্থান
গ পরমাণুতে প্রোটন ও নিউট্রনের সংখ্যা সমান
ঘ পরমাণু বিদ্যুৎ বা চার্জ নিরপেক্ষ
২০০. যখন কোনো ইলেকট্রন উচ্চতর শক্তিস্তর থেকে নিম্নতর শক্তিস্তরে স্থানান্তরিত হয় তখন কী হয়? (প্রয়োগ)
ক তাপ শোষিত হয় √ শক্তি বিকিরিত হয়
গ পরমাণু বিস্ফোরিত হয় ঘ পরমাণু ক্ষয়প্রাপ্ত হয়
২০১. রাদারফোর্ডের পরমাণু মডেলকে কিসের সাথে তুলনা করা হয়? (অনুধাবন)
√ সৌরজগতের সাথে খ ছায়াপথের সাথে
গ নক্ষত্রপুঞ্জের সাথে ঘ চাঁদের আবর্তনের সাথে
২০২. নিউক্লিয়াসকে কেন্দ্র করে কয়েকটি নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথের কথা প্রথম কোথায় উল্লিখিত হয়েছে? (জ্ঞান)
ক ডাল্টনের পরমাণুবাদে খ রাদারফোর্ডের পরমাণু মডেলে
√ বোরের পরমাণু মডেলে ঘ অ্যাভোগেড্রোর সূত্রে
২০৩. নিউক্লিয়াসের বাইরে বৃত্তাকার কক্ষপথ সমূহকে কী বলা হয়? (জ্ঞান)
ক অরবিটাল খ কোয়ান্টাম
√ শক্তিস্তর ঘ স্পিন
২০৪. নীলস বোরের পরমাণু মডেল থেকে কী জানা যায়? (জ্ঞান)
ক পরমাণুর আকার আকৃতি
খ একাধিক পরমাণুর পারমাণবিক বর্ণালি
গ পারমাণবিক ভর
√ অরবিটের উপস্থিতি
২০৫. পরমাণুর কক্ষপথগুলোকে কী বলা হয়? (জ্ঞান)
ক ঘূর্ণায়মান পথ √ অরবিট
গ ইলেকট্রন বিন্যাস ঘ নিউক্লিয়ন সংখ্যা
২০৬. পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ থাকার কারণ কী? (উচ্চতর দক্ষতা)
√ ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা সমান
খ কোন আধান না থাকা
গ কেন্দ্রমুখী ও কেন্দ্রবিমুখী বল সমান
ঘ ইলেকট্রনের অধিকতর উপস্থিতি
২০৭. কোনটি থেকে পরমাণুতে শক্তিস্তর ও কক্ষপথের ধারণা পাওয়া যায়? (উচ্চতর দক্ষতা)
ক রাদারফোর্ড পরমাণু মডেল √ বোর পরমাণু মডেল
গ ম্যাক্সওয়েলের তত্ত¡ ঘ ডাল্টনের পরমাণুবাদ
২০৮. পরমাণুতে ইলেকট্রনের প্রধান শক্তিস্তর বা শেলগুলোকে ইংরেজি বর্ণমালার কোন অক্ষরগুলোর দ্বারা প্রকাশ করা হয়? (অনুধাবন)
ক অ, ই, ঈ, উ, ঊ, ঋ…. খ চ, ছ, জ, ঝ, ঞ…….
√ ক, খ, গ, ঘ, ঙ, চ…… ঘ ং, ঢ়, ফ, ভ, ম
২০৯. বোর পরমাণু মডেল নিচের কোন মৌলটির বর্ণালি ব্যাখ্যা করতে পারে? (অনুধাবন)
√ হাইড্রোজেন খ অক্সিজেন
গ নাইট্রোজেন ঘ নিয়ন
২১০. রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা কোনটি? (উচ্চতর দক্ষতা)
ক পরমাণুর বিদ্যুৎ নিরপেক্ষতা √ পারমাণবিক বর্ণালি
গ নিউক্লিয়াসের উপস্থিতি ঘ ইলেকট্রনের কক্ষপথ
২১১. পরমাণুর ক্ষেত্রে কোনটি সত্য? (উচ্চতর দক্ষতা)
ক ইলেকট্রন ও প্রোটন সংখ্যা সমান নয়
খ প্রোটনের ভরই পরমাণুর সমস্ত ভর
√ কেন্দ্রমুখী ও কেন্দ্রাবিমুখী বল সমান
ঘ সকল ইলেকট্রনের ঘূর্ণন সমান
২১২. একটি পরমাণুর প্রায় সমস্ত ভর কোথায় কেন্দ্রীভ‚ত থাকে? (জ্ঞান)
ক ফাঁকা স্থানে খ শক্তিস্তরে
√ নিউক্লিয়াসে ঘ অরবিটালে
২১৩. তৃতীয় শক্তিস্তরকে ইংরেজি কোন বর্ণ দ্বারা প্রকাশ করা হয়? (অনুধাবন)
ক ক খ খ
√ গ ঘ ঘ
২১৪. বোর মডেলে কী বলা হয়েছে? (অনুধাবন)
ক ইলেকট্রন বৃত্তাকার কক্ষপথে স্থায়ীভাবে অবস্থান করে
√ ইলেকট্রন নির্দিষ্ট শক্তি শোষণ করে নিম্ন শক্তিস্তর থেকে উচ্চতর শক্তিস্তরে উন্নীত হয়
গ ইলেকট্রন নির্দিষ্ট শক্তি শোষণ করে উচ্চ শক্তিস্তর থেকে নিম্নতর শক্তিস্তরে অবনমিত হয়
ঘ ইলেকট্রন নির্দিষ্ট শক্তি বিকিরণ করে উচ্চতর শক্তিস্তরে উপনীত হয়
২১৫. বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা কোনটি? (অনুধাবন)
ক স্থির বৃত্তাকার কক্ষপথ
√ বর্ণালি রেখা
গ ইলেকট্রনের শক্তি শোষণ ও বিকিরণ
ঘ ইলেকট্রন ও নিউক্লিয়াসের আকর্ষণ বল
২১৬. রাদারফোর্ডের মডেলের সাথে সৌরজগতের মিলের ব্যর্থতা কোন ক্ষেত্রে? (উচ্চতর দক্ষতা)
ক ইলেকট্রন ও গ্রহের ঘূর্ণন
√ গ্রহগুলোর চার্জশূন্যতা ও পরমাণুতে চার্জের উপস্থিতি
গ ইলেকট্রনের অবস্থান ও গ্রহগুলোর অবস্থান
ঘ চার্জিত কণা ও নিউক্লিয়াসের আকর্ষণ এবং গ্রহ ও সূর্যের আকর্ষণ বল
– বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
২১৭. রাদারফোর্ডের পরমাণু মডেল ব্যাখ্যা করতে ব্যর্থ হয়- (অনুধাবন)
i. পারমাণবিক বর্ণালি
ii. ইলেকট্রনের কক্ষপথের বৈশিষ্ট্য
iii. নিউক্লিয়াস ও ইলেকট্রনের মধ্যে আকর্ষণ
নিচের কোনটি সঠিক?
√ i ও ii খ i ও iii গ ii ও iii ঘ i, ii ও iii
২১৮. রাদারফোর্ড পরমাণু মডেল অনুসারে- (উচ্চতর দক্ষতা)
i. পরমাণুর নিউক্লিয়াস সকল ভর বহন করে
ii. পরমাণুতে সমান সংখ্যক ইলেকট্রন ও নিউট্রন আছে
iii. ইলেকট্রনসমূহ সর্বদা নিউক্লিয়াসের চারদিকে ঘূর্ণায়মান
নিচের কোনটি সঠিক?
ক i ও ii √ i ও iii গ ii ও iii ঘ i, ii ও iii
২১৯. রাদারফোর্ডর পরমাণু মডেল অনুযায়ী- (অনুধাবন)
i. ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারদিকে ঘূর্ণায়মান
ii. পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ
iii. পরমাণুর কেন্দ্রস্থলে প্রোটন থাকে
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii গ ii ও iii √ i, ii ও iii
২২০. রাদারফোর্ডের পরমাণু মডেলটিতে- (প্রয়োগ)
i. পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ
ii. কেন্দ্রমুখী বল ও কেন্দ্রবিমুখী বল পরস্পর সমান
iii. নিউক্লিয়াসে ধনাত্মক চার্জ বিশিষ্ট ভারি বস্তু বিদ্যমান
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii গ ii ও iii √ i, ii ও iii
২২১. বোর পরমাণু মডেলের বক্তব্য- (অনুধাবন)
i. শক্তিস্তরকে হ দ্বারা সূচিত করা হয়
ii. ইলেকট্রন সবসময় শক্তি শোষণ করে
iii. ইলেকট্রন উচ্চতর শক্তিস্তর থেকে নিম্নতর কক্ষপথে গেলে শক্তি বিকিরণ করে
নিচের কোনটি সঠিক?
ক i ও ii √ i ও iii গ ii ও iii ঘ i, ii ও iii
– অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের চিত্র থেকে ২২২ ও ২২৩নং প্রশ্নের উত্তর দাও :
২২২. ১নং চিত্রের পরমাণু মডেল- (উচ্চতর দক্ষতা)
i. সৌরজগতের সাথে তুলনাযোগ্য
ii. প্রোটন নিউক্লিয়াসে অবস্থিত
iii. ইলেকট্রন প্রোটনকে পরিবেষ্টন করে আছে
নিচের কোনটি সঠিক?
ক i ও ii গ i ও iii গ ii ও iii √ i, ii ও iii
২২৩. ২নং চিত্রের পরমাণু মডেল- (উচ্চতর দক্ষতা)
i. রাদারফোর্ড পরমাণু মডেল
ii. ইলেকট্রনসমূহ নিউক্লিয়াসের চারদিকে বৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকে
iii. ইলেকট্রন নিম্নতর কক্ষপথ থেকে উচ্চতর কক্ষপথে শক্তি শোষণ করে
নিচের কোনটি সঠিক?
ক i ও ii গ i ও iii √ ii ও iii ঘ i, ii ও iii
নিচের বৃত্তচিত্র দেখ এবং ২২৪ ও ২২৫নং প্রশ্নগুলোর উত্তর দাও :
২২৪. উদ্দীপকের শেষ শক্তিস্তরকে কী দ্বারা প্রকাশ করা হয়? (অনুধাবন)
ক ক খ খ
গ গ √ ঘ
২২৫. উদ্দীপকের পরমাণু মডেলে- (উচ্চতর দক্ষতা)
i. পারমাণবিক বর্ণালি ব্যাখ্যা করা যায় না
ii. ইলেকট্রনসমূহ বৃত্তাকার পথে ঘোরে
iii. সৌরজগতের সাথে সাদৃশ্য রয়েছে
নিচের কোনটি সঠিক?
√ রর গ i ও ii গ ররর ঘ i ও iii
৩.১০ শক্তিস্তরে ইলেকট্রন বিন্যাস
— জেনে রাখ
– পরমাণুর প্রতিটি শক্তিস্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা ২হ২
– ২হ২ সূত্রানুযায়ী ক, খ. গ ও ঘ শেলে ইলেকট্রন ধারণক্ষমতা যথাক্রমে ২, ৮, ১৮ ও ৩২টি।
– ১ থেকে ১৮ পারমাণবিক সংখ্যাবিশিষ্ট মৌলসমূহ ২হ২ সূত্র মেনে চলে।
– নিম্ন শক্তিস্তর ইলেকট্রন দ্বারা পূর্ণ হলে পরবর্তী শক্তিস্তরে ইলেকট্রন Mgন করে।
– ক(১ং), খ(২ং, ২ঢ়), গ(৩ং, ৩ঢ়, ৩ফ), ঘ (৪ং, ৪ঢ়, ৪ফ, ৪ভ) এসব উপশক্তিস্তরে প্রধান শক্তিস্তর বিভক্ত।
– পরমাণুর ইলেকট্রন বিন্যাসের সময় ইলেকট্রনসমূহ বিভিন্ন অরবিটালে তাদের শক্তির নিম্নক্রম থেকে উচ্চক্রম অনুসারে প্রবেশ কর।
– পরমাণুর স্থিতিশীলতা অর্জনের জন্য ইলেকট্রনসমূহ বিভিন্ন অরবিটালে সজ্জিত হয়।
– অরবিটালসমূহের শক্তিক্রম হলো : ১ং < ২ং < ২ঢ় < ৩ং < ৩ঢ় < ৪ং < ৩ফ < ৪ঢ় < ৫ং < ৪ফ < ৫ঢ় < ৬ং < ৪ভ < ৫ফ < ৬ঢ় < ৭ং < ৫ভ < ৬ফ < ৭ঢ় < ৮ং
— সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
২২৬. ৩৫Br-এর ইলেকট্রন বিন্যাসে সর্বশেষে কোন অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে? (অনুধাবন)
ক ৩ফ √ ৪ং গ ৪ফ ঘ ৪ঢ়
২২৭. ২৪Cr-এর ইলেকট্রন বিন্যাসে ৩ফ অরবিটালে কয়টি ইলেকট্রন প্রবেশ করবে? (প্রয়োগ)
ক ২টি খ ৪টি √ ৫টি ঘ ৭টি
২২৮. একটি ক্ষারীয় মৌল ত-এর পারমাণবিক সংখ্যা ৫৭ হলে এর ঘ শেলে কতটি ইলেকট্রন থাকে? (প্রয়োগ)
ক ২টি খ ৮টি √ ১৮টি ঘ ৩২টি
২২৯. নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস কোনটি? (জ্ঞান)
ক ২, ৩ √ ২, ৫
গ ২, ৭ ঘ ২, ৮
২৩০. পরমাণুর যে কোনো প্রধান শক্তিস্তরে ইলেকট্রনের ধারণ ক্ষমতা কত? (জ্ঞান)
ক হ২ √ ২হ২
গ ২(হ+২)২ ঘ (২হ+হ)২
২৩১. ২,৮, ২ ইলেকট্রন বিন্যাসটি কোন মৌলের? (অনুধাবন)
ক Na খ ক গ Mn √ Mg
২৩২. কোনটি ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস? (জ্ঞান)
√ ২,৮, ২ খ ২,৪, ২ গ ২,৮, ১ ঘ ২,২, ৪
২৩৩. খ শেলের উপস্তর সংখ্যা কয়টি? (জ্ঞান)
ক ১টি √ ২টি গ ৩টি ঘ ৪টি
২৩৪. ঘ শেলের উপস্তর সংখ্যা কয়টি? (প্রয়োগ)
ক ১টি খ ২টি গ ৩টি √ ৪টি
২৩৫. উপস্তর কোন শেলের অন্তর্গত? (অনুধাবন)
ক ক খ খ গ গ √ ঘ
২৩৬. প্রধান কোয়ান্টাম সংখ্যা হ এর মান ৩ হলে কোন শক্তিস্তর পাওয়া যায়? (অনুধাবন)
ক ক খ খ √ গ ঘ ঘ
২৩৭. অরবিটালে ইলেকট্রন Mgনের সঠিকক্রম কোনটি? (অনুধাবন)
ক ১ং < ২ং < ২ঢ়< ৩ং < ৩ফ < ৪ং খ ১ং < ২ং < ৩ং < ২ঢ় < ৩ঢ় < ৪ং
√ ১ং < ২ং < ২ঢ় < ৩ং < ৩ঢ় < ৪ং ঘ ৪ং < ৩ঢ় < ১ং < ২ং < ২ঢ় < ৩ং
২৩৮. অরবিটাল দ্বারা কী প্রকাশ করা হয়? (অনুধাবন)
√ ইলেকট্রনের অবস্থান খ প্রোটনের অবস্থান
গ পরমাণুর অবস্থান ঘ পরমাণুর ব্যাপ্তি
২৩৯. ৬ফ অরবিটালের পূর্বে কোন অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে? (অনুধাবন)
ক ১ং খ ৩ফ
গ ৫ফ √ ৫
২৪০. নিচের কোন উপশক্তিস্তরে সবার আগে ইলেকট্রন প্রবেশ করে? (প্রয়োগ)
ক ৪ং খ ৪ঢ়
√ ৩ঢ় ঘ ৩ফ
২৪১. Na এর ইলেকট্রন বিন্যাস কোনটি? (অনুধাবন)
ক ১ং২২ং২২ঢ়৬ √ ১ং২২ং২২ঢ়৬৩ং১
গ ১ং২২ং২২ঢ়৬3s2৩ঢ়৫ ঘ ১ং২২ং২২ঢ়৬3s2৩ঢ়৬
২৪২. প্রধান কোয়ান্টাম সংখ্যা হ = ১ও হ = ২ হলে অরবিট চিিহ্নত হয় কী দ্বারা? (অনুধাবন)
√ ক ও খ দ্বারা খ খ ও গ দ্বারা
গ গ ও ঘ দ্বারা ঘ ক ও গ দ্বারা
২৪৩. সমশক্তিসম্পন্ন অরবিটালসমূহ অর্ধপূর্ণ বা সম্পূর্ণরূপে পূর্ণ হলে ইলেকট্রন বিন্যাস কী অর্জন করে? (অনুধাবন)
√ সুস্থিতি খ অধিস্থিতি
গ স্থিতিহীন ঘ শক্তিহীন
২৪৪. রুবিডিয়ামের (৩৭জন) ইলেকট্রন বিন্যাস কোনটি? (অনুধাবন)
√ ২, ৮, ১৮, ৮, ১ খ ২, ৮, ১৮, ১৮, ৮, ১
গ ২, ৮, ১৮, ৩২, ৮, ১ ঘ ২, ৮, ১৮, ১৮, ৩২, ৮, ১
২৪৫. ঋৎ(৮৭) পরমাণুর ঘ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত? (প্রয়োগ)
ক ৮ খ ১৮
√ ৩২ ঘ ৫০
২৪৬. কোন মৌলের ঘ কক্ষপথে ৮টি ইলেকট্রন বিদ্যমান? (উচ্চতর দক্ষতা)
ক ঈফ(৪৮) খ অৎ(১৮)
গ Cl(১৭) √ কৎ(৩৬)
২৪৭. ক(১৯) এর ইলেকট্রন বিন্যাস কোনটি? (অনুধাবন)
√ ২, ৮, ৮, ১ খ ২, ৮, ৭, ২
গ ২, ৭, ৭, ৩ ঘ ২, ৮, ৮, ০,১
২৪৮. ঋব(২৬) এর ইলেকট্রন বিন্যাস কোনটি? (প্রয়োগ)
ক ২, ৮, ১৬ খ ২, ৮, ৮, ৬, ২
√ ২, ৮, ১৪, ২ ঘ ২, ৮, ১০, ৬
২৪৯. নিচের কোন মৌলের ইলেকট্রন বিন্যাস ২, ৮, ৭ ? (অনুধাবন)
ক চ(১৫) খ অৎ(১৮)
√ Cl(১৭) ঘ ঙ(৮)
২৫০. Zn-এর ঘ শক্তিস্তরে ইলেকট্রন সংখ্যা কতটি? (প্রয়োগ)
√ ২টি খ ৮টি
গ ১৮টি ঘ ৩টি
২৫১. দ্বিতীয় প্রধান শক্তিস্তরকে কী দ্বারা প্রকাশ করা হয়? (জ্ঞান)
ক গ খ ঘ
গ ক √ খ
২৫২. পরমাণুর কোন শেলে সর্বোচ্চ ৩২টি ইলেকট্রন থাকতে পারে? (অনুধাবন)
√ ঘ শেলে খ গ শেলে
গ খ শেলে ঘ ক শেলে
২৫৩. কোন শেলে সর্বোচ্চ ১৮টি ইলেকট্রন থাকতে পারে? (অনুধাবন)
ক ১ম খ ২য়
√ ৩য় ঘ ৪র্থ
২৫৪. দ্বিতীয় শেলে সর্বোচ্চ ইলেকট্রন ধারণক্ষমতা কয়টি? (অনুধাবন)
√ ৮টি খ ১৬টি
গ ১২টি ঘ ১৮টি
২৫৫. অক্সিজেন মৌলের পরমাণুতে একটি প্রোটন প্রবেশ করানো সম্ভব হলে এটি কোন মৌলের পরমাণুতে পরিণত হবে? (উচ্চতর দক্ষতা)
ক কার্বন খ নাইট্রোজেন
গ অক্সিজেন √ ফ্লোরিন
২৫৬. স্ক্যান্ডেনিয়ামের (২১) সর্বশেষ স্তরে ইলেকট্রন সংখ্যা কত? (প্রয়োগ)
√ ৩ খ ২
গ ৮ ঘ ১৪
২৫৭. পরমাণুর উপস্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? (জ্ঞান)
ক ৬ √ ১৪
গ ১০ ঘ ২
২৫৮. গ বা তৃতীয় প্রধান শক্তিস্তরে উপস্তরের বিন্যাস কোনটি? (অনুধাবন)
ক ৩ং, ৩ঢ়, ৪ং খ ৩ং, ৩ঢ়, ৩ভ
√ ৩ং, ৩ঢ়, ৩ফ ঘ গং, গঢ়, গফ
২৫৯. ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে ঘিরে মোট কতটি নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করতে পারে? (জ্ঞান)
ক ৩টি √ ৭টি
গ ৫টি ঘ ৯টি
– বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
২৬০. ম্যাগনেসিয়ামের (১২) ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে- (উচ্চতর দক্ষতা)
i. শক্তিস্তর তিনটি
ii. গ শক্তিস্তরে ২টি ইলেকট্রন আছে
iii. খ শক্তিস্তরে ২টি ইলেকট্রন আছে
নিচের কোনটি সঠিক?
√ i ও ii খ i ও iii গ ii ও iii ঘ i, ii ও iii
২৬১. ১৯ পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের জন্য (উচ্চতর দক্ষতা)
i. সর্বশেষ ইলেকট্রন ৩ফ শক্তিস্তরে উপস্থিত
ii. ৪ং শক্তিস্তর পরিপূর্ণ হয়
iii. শক্তিক্রম ১ং < ২ং < ২ঢ় < ৩ং < ৩ঢ় < ৪ং
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii √ ii ও iii ঘ i, ii ও iii
– অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং ২৬২ ও ২৬৩ নং প্রশ্নের উত্তর দাও:
উৎপল তৃতীয় পর্যায়ের একটি মৌল নিয়ে দেখল যে মৌলটির তৃতীয় কক্ষপথে ং অরবিটাল পূর্ণ হলেও ঢ় অরবিটালে ২টি ইলেকট্রন রয়েছে।
২৬২. মৌলটির পারমাণবিক সংখ্যা কত? (উচ্চতর দক্ষতা)
ক ১৩ √ ১৪
গ ১৫ ঘ ১৬
২৬৩. উদ্দীপকের মৌলটির- (উচ্চতর দক্ষতা)
i. অরবিটালের শক্তিক্রম : ১ং <২ং <২ঢ় <৩ং < ৩ঢ়
ii. গ শেলে দুটি উপস্তর আছে
iii. ৪র্থ শেলে ইলেকট্রন প্রবেশ করেনি
নিচের কোনটি সঠিক?
ক র খ i ও ii গ i ও iii √ i, ii ও iii
নিচের ছকটি লক্ষ কর এবং ২৬৪ ও ২৬৫ নং প্রশ্নের উত্তর দাও :
২৬৪. ছকটি কী প্রকাশ করেছে? (অনুধাবন)
ক মৌলসমূহের ইলেকট্রন বিন্যাস
খ শক্তিস্তরে ইলেকট্রন বিন্যাস
√ অরবিটালসমূহের শক্তিক্রম
ঘ ইলেকট্রনের ধারাক্রম
২৬৫. উদ্দীপকের ছক অনুযায়ী- (উচ্চতর দক্ষতা)
i. ৩ফ অরবিটালের পূর্বে ৪ং অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে
ii. ৬ং অরবিটালের পরে ৫ঢ় অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে
iii. ২ং এর পর সঠিক ধারাক্রম ২ঢ় < ৩ং
নিচের কোনটি সঠিক?
ক i ও ii √ i ও iii গ ii ও iii ঘ i, ii ও iii
২৬৬. নীলস বোর কত সালে তার বিখ্যাত পরমাণু মডেল প্রকাশ করেন?
ক ১৭৯৮ খ ১৯১১
√ ১৯১৩ ঘ ১৮০৩
২৬৭. পরমাণুতে নিউক্লিয়াসের অবস্থানের ধারণা দেন কোন বিজ্ঞানী?
ক ডাল্টন √ রাদারফোর্ড
গ ম্যাক্সওয়েল ঘ নীলসবোর
২৬৮. বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা কোনটি?
√ এটি পরমাণুসমূহের বর্ণালীরেখা ব্যাখ্যা করতে পারে না
খ এটি হাইড্রোজেন ও এর বর্ণালী রেখার ব্যাখ্যা দিতে সক্ষম না
গ এটি ইলেকট্রনের অবস্থান সম্পর্কে সঠিক ধারণা দিতে সক্ষম না
ঘ এটি পরমাণুর ভর সম্পর্কে সঠিক ধারণা দিতে সক্ষম না
২৬৯. পরমাণুতে শক্তিস্তরের ধারণা দেন কোন বিজ্ঞানী?
√ নীলস্ বোর খ রাদারফোর্ড
গ ম্যাক্সওয়েল ঘ মেন্ডেলিফ
২৭০. প্রথম ও তৃতীয় বর্ণের প্রতীক কোনটি?
√ অঃ খ Br
গ Cr ঘ Na
২৭১. লেড এর প্রতীক কী?
ক খফ খ খব
√ চন ঘ চফ
২৭২. কোন কণিকা তড়িৎ নিরপেক্ষ?
ক ইলেকট্রন খ প্রোটন
√ নিউট্রন ঘ পজিট্রন
২৭৩. ইলেকট্রনের আপেক্ষিক আধান কত?
ক +১ √ -১
গ +২ ঘ ০
২৭৪. সালফারের পারমাণবিক সংখ্যা কত?
ক ১৪ √ ১৬
গ ১৮ ঘ ২০
২৭৫. একটি নিউট্রনের প্রকৃত ভর কত?
√ ১.৬৭৫ × ১০-২৪ম খ ১.৫৬ × ১০২৪ম
গ ৯.১১ × ১০-২৪ম ঘ ৯.৬৭ × ১০২৪ম
২৭৬. প্রোটনের প্রকৃত আধান কোনটি?
ক ১.৬৭ × ১০-২৪ম √ ১.৬০ × ১০-১৯
গ ১.৬৭৫ × ১০-২৪ম ঘ ০ (শূন্য)
২৭৭. ইলেকট্রনের প্রকৃত আধান কত?
ক ১.৬০ × ১০-১৯ঈ খ ১.৭০ × ১০-১৯ঈ
গ ১.৮০ × ১০-১৯ঈ √ – ১.৬০ × ১০-১৯ঈ
২৭৮. ইলেকট্রনের প্রকৃত ভর কত?
ক ১.৬৭ × ১০-২৪ম √ ৯.১১ × ১০-২৮ম
গ ১.৬৭৫ × ১০-২৪ম ঘ ৯.১১ × ১০-২৪ম
২৭৯. পারমাণবিক সংখ্যা কী?
√ প্রোটন সংখ্যা খ ইলেকট্রন সংখ্যা
গ নিউট্রন সংখ্যা ঘ প্রোটন ও ইলেকট্রন সংখ্যা
২৮০. একটি ইলেকট্রন একটি প্রোটন থেকে কতগুণ হালকা?
ক ১৮৩৯ খ ১৮১৯
√ ১৮৪০ ঘ ১৯০১
২৮১. ১১ ঐ-এ নিউট্রন সংখ্যা কত?
ক ১ খ ২
√ ০ ঘ ১২
২৮২. অ্যালুমিনিয়াম প্রোটন সংখ্যা ১৩ এবং নিউক্লিয়ন সংখ্যা ২৭ হলে এর নিউট্রন সংখ্যা কত?
ক ১৩ √ ১৪
গ ২৭ ঘ ৪০
২৮৩. ভর সংখ্যাকে ইংরেজি কোন অক্ষর দ্বারা প্রকাশ করা হয়?
√ অ খ ই
গ চ ঘ ত
২৮৪. ট্রিটিয়ামের প্রতীক কোনটি?
ক ১১ঐ খ ২১ঐ
√ ৩১ঐ ঘ ঐ১৯৯ঋ
২৮৫. ১৩৬অ কোন মৌলের আইসোটোপ?
ক অ্যালুমিনিয়াম খ নাইট্রোজেন
গ অক্সিজেন √ কার্বন
২৮৬. ডিউটেরিয়াম-এর ভর সংখ্যা কত?
ক ১ √ ২
গ ৩ ঘ ৪
২৮৭. কোন মৌলে নিউট্রন নেই?
ক লিথিয়াম খ অক্সিজেন
গ হিলিয়াম √ হাইড্রোজেন
২৮৮. ৩৭Cl এর পর্যাপ্ততার দিক থেকে শতকরা পরিমাণ কত?
ক ৭৫% √ ২৫%
গ ৩৫% ঘ ৩৫.৬%
২৮৯. পটাসিয়ামের পারমাণবিক ভর কত?
ক ১৯ খ ৩৮
√ ৩৯ ঘ ৪০
২৯০. কার্বন ১২ আইসোটোপের ১১২ অংশের ভর কত?
ক ৪.৪৮২ × ১০-২৩মস √ ১.৬৬ × ১০-২৪মস
গ ৯.১১ × ১০-২৮মস ঘ ১.৬ × ১০-১৯মস
২৯১. আয়োডিনের পারমাণবিক ভর কোনটি?
ক ৯৬ খ ১১২
গ ১২৪ √ ১২৬.৯
২৯২. ১৪ঘ-৯৯.৬৩%, ১৫ঘ-০.৩৭% মৌলটির আপেক্ষিক পারমাণবিক ভর কত?
ক ১৪ খ ১৪.০১
√ ১৪.০০৩৭ ঘ ১৪.৩৭
২৯৩. নাইট্রিক এসিডের (ঐঘঙ৩) আপেক্ষিক আণবিক ভর কত?
ক ৪০ খ ৩৬.৫
√ ৬৩ ঘ ৯৮
২৯৪. ঐ২SO৪ এর আপেক্ষিক ভর ৯৮ হলে, একটি অণুর ভর কত?
ক ১.৬২ × ১০২২ম √ ১.৬২ × ১০-২২ম
গ ৫.৯০ × ১০২৫ম ঘ ১.৬২ × ১০-২৩ম
২৯৫. ঙ২ এর আণবিক ভর কত?
ক ৮ খ ১৬
গ ২০ √ ৩২
২৯৬. কার্বনিক এসিডের (ঐ২CO৩) আপেক্ষিক আণবিক ভর কত?
√ ৬২ খ ৬৩
গ ৯৮ ঘ ১০০
২৯৭. ঐ২SO৪ এর আপেক্ষিক আণবিক ভর কত?
ক ৩৫.৫ √ ৯৮
গ ৭৩ ঘ ৮৯
২৯৮. ক্যালসিয়াম কার্বনেটের (CaCO৩) আণবিক ভর কত?
√ ১০০ খ ১০৬
গ ১১০ ঘ ১২০
২৯৯. ঐCl এর আপেক্ষিক আণবিক ভর কত?
ক ৩৫.৫ খ ২
গ ৭৩ √ ৩৬.৫
৩০০. ৯৯সঞপ থেকে কোন রশ্মি নির্Mgনের মাধ্যমে ৯৯ঞপ উৎপন্ন হয়?
ক রশ্মি খ রশ্মি
√ রশ্মি ঘ ঢ-ৎধু
৩০১. ৩২চ আইসোটোপ ব্যবহৃত হয় কোন কাজে?
ক খাদ্য সংরক্ষণে খ বিদ্যুৎ উৎপাদনে
গ পতঙ্গ দমনে √ কৃষি ক্ষেত্রে
৩০২. থাইরয়েড গ্রন্থির কোষ-কলা বৃদ্ধি প্রতিহত করে নিচের কোন আইসোটোপ?
√ ১৩১ও খ ১২৫ও
গ ৩২চ ঘ ৮৯ঝৎ
৩০৩. পৃথিবীর বয়স নির্ণয়ে ব্যবহৃত হয় কোনটি?
ক চ খ Co
√ ঈ ঘ ও
৩০৪. ১৫৩ঝস ব্যবহৃত হয় কোথায়?
ক কৃষি ক্ষেতে √ হাড়ের ব্যাথার চিকিৎসায়
গ হাড়ের সমস্যা নির্ণয়ে ঘ ক্যান্সার নিরাময়ে
৩০৫. কোন আইসোটোপ ক্ষতিকর ব্যাকটেরিয়াকে মেরে ফেলে?
√ ৬০Co খ ১৩১ঈং
গ ১৯২ঞ ঘ ১৩১চন
৩০৬. হার্টে পেসমেকার বসাতে কোন আইসোটোপ ব্যবহৃত হয়?
ক ৩২চ খ ১০৩চফ
গ ১৯৫Co √ ২৩৮চঁ
৩০৭. ক্যান্সার রোগ নির্মূলে কোন আইসোটোপ ব্যবহৃত হয়?
ক ৬০Co খ ১৩১ও
গ ৩২চ √ ২৩৮চঁ
৩০৮. খাদ্য সংরক্ষণে কোন মৌলের আইসোটোপ ব্যবহার করা যায়?
√ Co খ ও
গ চ ঘ চঁ
৩০৯. কোনটি জীবন্ত কোষের ক্ষতি সাধন করে?
ক -রশ্মি খ -রশ্মি
√ -রশ্মি ঘ ঢ-রশ্মি
৩১০. রক্তের লিউকোমিয়া রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় কোনটি?
ক ১৩১ও √ ৩২চ এর ফসফেট
গ ১৩৭ঈং ঘ ৯৯ঞপ
৩১১. ফসিল-মমির বয়স নির্ধারণে ব্যবহৃত হয় কোনটি?
ক ৬০Co ক ৩২চ
গ ঈ-১৭ √ ঈ-১৪
৩১২. কোন ধরনের আইসোটোপের সংখ্যা বেশি?
ক সুস্থিত খ নিস্ক্রিয়
গ প্রাকৃতিক √ অস্থিত
৩১৩. হাড়ের চিকিৎসায় ব্যবহার করা হয় কোনটি?
ক ১২৫ও খ ৯৯ঞপ
√ ৮৯ঝৎ ঘ ৩২চ
৩১৪. ৯৯সঞপ ৯৯ ঞপ + ?
ক -রশ্মি খ -রশ্মি
√ -রশ্মি ঘ রঞ্জন রশ্মি
৩১৫. সোডিয়ামের আইসোটোপ কোনগুলো?
ক ৯৯ঞয, ২২২ঞয √ ২৩২ঞয, ২৩৫ঞয
গ ২৩৫ঞয, ২৩৬ঞয ঘ ২৩৪ঞয, ২৩৫ঞয
৩১৬. ফসফরাসের ইলেকট্রন বিন্যাস কোনটি?
ক ২, ৮, ২ খ ২, ৮, ৪
√ ২, ৮, ৫ ঘ ২, ৮, ৩
৩১৭. পরমাণুর কোন সেলে সর্বোচ্চ ১৮টি ইলেকট্রন থাকতে পারে?
ক ক খ খ
√ গ ঘ ঘ
৩১৮. ঘ শক্তিস্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে কয়টি?
√ ৩২ খ ১৮
গ ৮ ঘ ৪
৩১৯. পটাসিয়ামের ঘ শেলে কয়টি ইলেকট্রন আছে?
ক ৬টি খ ৪টি
গ ২টি √ ১টি
৩২০. সর্ববহিঃস্থ স্তরে দুইটি ইলেকট্রন থাকবে কোনটির?
√ Mg খ Cl
গ অৎ ঘ ঈ
৩২১. গ শেলে সর্বোচ্চ ইলেকট্রন থাকে কয়টি?
ক ২ খ ৮
√ ১৮ ঘ ৩২
৩২২. নিচের কোনটি অসম্ভব?
ক ২ং খ ৩ঢ়
গ ২ঢ় √ ২ফ
৩২৩. ‘ফ’ উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত?
ক ২ খ ৬
গ ৮ √ ১০
৩২৪. ইলেকট্রন আগে প্রবেশ করবে কোন অর্বিটালে?
ক ৫ফ √ ৪ভ
গ ৭ং ঘ ৬ঢ়
৩২৫. আইসোটোপের-
i. রাসায়নিক ধর্ম ভিন্ন
ii. পরমাণু একই মৌলের
iii. ভর সংখ্যা একই থাকে
নিচের কোনটি সঠিক?
ক র খ রর √ i ও ii ঘ ii ও iii
৩২৬. নিচের কোনটিতে দুইটি নিউট্রন বিদ্যমান?
i. হিলিয়াম
ii. ট্রিটিয়াম
iii. লিথিয়াম
নিচের কোনটি সঠিক?
ক র √ রর গ i ও ii ঘ ii ও iii
৩২৭. ৬৪২৯ ঢ এবং ৬৪৩০ ণ এর ক্ষেত্রে-
i. এদের ভৌত ও রাসায়নিক ধর্ম ভিন্ন
ii. এরা পরস্পরের আইসোটোপ
iii. এরা একই পর্যায় ও শ্রেণিভুক্ত মৌল
নিচের কোনটি সঠিক?
√ র খ রর গ i ও ii ঘ ii ও iii
৩২৮. পরমাণুর খ শেলের উপস্তরগুলো হলো-
i. ২ং
ii. ২ঢ়
iii. ২ফ
নিচের কোনটি সঠিক?
√ i ও ii খ i ও iii
গ ii ও iii ঘ i, ii ও iii
৩২৯. গাইগার কাউন্টার ব্যবহৃত হয়-
i. তেজস্ক্রিয় আইসোটোপ কাউন্ট করতে
ii. উদ্ভিদে ৩২চ এর ব্যবহার কৌশল জানতে
iii. আইসোটোপের পরিমাণ নির্ণয়ে
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii
গ ii ও iii √ i, ii ও iii
৩৩০. ৬০Co ব্যবহৃত হয়-
i. খাদ্য দ্রব্য সংরক্ষণে
ii. ক্যান্সার কোষ ধ্বংস করতে
iii. হার্টে পেসমেকার বসাতে
নিচের কোনটি সঠিক?
√ i ও ii খ i ও iii
গ ii ও iii ঘ i, ii ও iii
৩৩১. রাদারফোর্ডের পরমাণু গঠনের সীমাবদ্ধতা হলো-
i. এই মডেলে বর্ণালী গঠনের ব্যবস্থা আছে
ii. একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে নিউক্লিয়াসকে ঘিরে ইলেকট্রনের পরিক্রমণ এ মডেলে নেই
iii. আবর্তনশীল ইলেকট্রনের কক্ষপথ সম্পর্কে কোনো সুনির্দিষ্ট ধারণা নেই
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii √ ii ও iii ঘ i, ii ও iii
৩৩২. ৫৬২৬ণ উদ্দীপক মৌলটির-
i. একাধিক যোজনী বিদ্যমান ii. প্রোটন ও নিউট্রন সংখ্যা ভিন্ন
iii. ইলেকট্রন বিন্যাস অস্বাভাবিক নিয়মে
নিচের কোনটি সঠিক?
√ i ও ii খ i ও iii গ ii ও iii ঘ i, ii ও iii
নিচের ছকটি লক্ষ কর এবং ৩৩৩ ও ৩৩৪ নং প্রশ্নের উত্তর দাও:
(i) ৪অ (ii) ২০ই (iii) ৬৪২৯ঈ
(রা) ৫৩উ
[এখানে অ, ই, ঈ, উ প্রতীকী অর্থে] [খুলনা মডেল স্কুল এন্ড কলেজ]
৩৩৩. উদ্দীপকের (রা) মৌলের সর্বশেষ স্তরের ইলেকট্রন বিন্যাস কোনটি?
√ ৫ং২৫ঢ়৫ খ ৫ং২৫ঢ়৬৫ফ১ গ ৫ং২৫ঢ়৬৫ফ৫ ঘ ৬ং২৬ঢ়৫
৩৩৪. কোন কোন মৌলের সর্বশেষ স্তরে সমান সংখ্যক ইলেকট্রন বিদ্যমান?
√ (i), (ii) খ (i), (iii) গ (ii), (iii) ঘ (ii), (রা)
– বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৩৩৫. নিচের বাক্যগুলো লক্ষ কর : (উচ্চতর দক্ষতা)
i. বোরনের প্রতীক ই
ii. অ্যালুমিনিয়ামের প্রতীক Al
iii. ক্রোমিয়ামের প্রতীক Cr
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii গ ii ও iii √ i, ii ও iii
৩৩৬. ১৬৮ঙ এর অর্থ- (অনুধাবন)
i. এতে ১টি প্রোটন বিদ্যমান
ii. এতে ৮টি ইলেকট্রন আছে
iii. এতে ৮টি নিউট্রন আছে
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii √ ii ও iii ঘ i, ii ও iii
৩৩৭. একটি নাইট্রোজেন অণুর- (প্রয়োগ)
i. দুইটি নাইট্রোজেন পরমাণু রয়েছে
ii. নাইট্রোজেনের আণবিক ভর প্রকাশ করে
iii. আণবিক ভর = নাইট্রোজেনের পারমাণবিক ভর × ৭
নিচের কোনটি সঠিক?
√ i ও ii খ i ও iii গ ii ও iii ঘ i, ii ও iii
৩৩৮. আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আপেক্ষিক আণবিক ভর নির্ণয়ে যেসব বিষয় জানা দরকার- (উচ্চতর দক্ষতা)
i. মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর
ii. মৌল ও যৌগের সংকেত
iii. রাসায়নিক বিক্রিয়া
নিচের কোনটি সঠিক?
√ i ও ii খ i ও iii গ ii ও iii ঘ i, ii ও iii
৩৩৯. অস্থিত আইসোটোপ থেকে- (প্রয়োগ)
i. , , রশ্মি নির্গত হয়
ii. তেজস্ক্রিয় রশ্মি বিকিরিত হয়
iii. বিষক্রিয়া ছড়িয়ে পড়ে
নিচের কোনটি সঠিক?
√ i ও ii খ i ও iii গ ii ও iii ঘ i, ii ও iii
৩৪০. বোর পরমাণু মডেল অনুযায়ী- (অনুধাবন)
i. ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে কতিপয় বৃত্তাকার পথে পরিভ্রমণ করে
ii. প্রোটন ও নিউট্রন নিউক্লিয়াসের কেন্দ্রে অবস্থান করে
iii. ইলেকট্রন নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ করে নিম্নতর শক্তিস্তর থেকে উচ্চতর শক্তিস্তরে উন্নীত হয়
নিচের কোনটি সঠিক?
ক i ও ii √ i ও iii গ ii ও iii ঘ i, ii ও iii
৩৪১. 27/13 Al এর –
i. পারমাণবিক সংখ্যা ১৩
ii. ভরসংখ্যা ২৭
iii. নিউট্রন সংখ্যা ২৭
নিচের কোনটি সঠিক? (প্রয়োগ)
√ i ও ii খ i ও iii গ ii ও iii ঘ i, ii ও iii
– অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের ছকের মৌলের প্রতীকগুলো লক্ষ কর এবং ৩৪২ ও ৩৪৩ নং প্রশ্নের উত্তর দাও :
Cl Al Ni Na Cu ক চন Zn ঐভ ঝৎ Cr
৩৪২. ছকের প্রতীকগুলোর মধ্যে প্রথম ও দ্বিতীয় বর্ণের প্রতীক কোনগুলো? (অনুধাবন)
ক চন ও Zn খ ঐভ ও ঝৎ
√ Al ও Ni ঘ Cl ও Cr
৩৪৩. ছকের প্রতীকগুলোর মধ্যে ল্যাটিন নাম থেকে এসেছে- (প্রয়োগ)
i. Zn ও ঐ
ii. Na ও Cu
iii. ক ও চন
নিচের কোনটি সঠিক?
ক i ও ii √ ii ও iii গ i ও iii ঘ i, ii ও iii
নিচের ছকটি লক্ষ কর এবং ৩৪৪ ও ৩৪৫ নং প্রশ্নের উত্তর দাও:
মৌল ভরসংখ্যা (অ) পারমাণবিক সংখ্যা (ত)
ণ ৯ ৪
ত ১১ ৫
৩৪৪. ণ মৌলের ইলেকট্রন সংখ্যা কত? (প্রয়োগ)
ক ৯ √ ৪
গ ৫ ঘ ১৩
৩৪৫. ত মৌলে নিউট্রন সংখ্যা কত? (প্রয়োগ)
ক ১ খ ৩
গ ৪ √ ৬
নিচের মৌলের ইলেকট্রন বিন্যাস লক্ষ কর এবং ৩৪৬ ও ৩৪৭ নং প্রশ্নের উত্তর দাও :
১ং২ < ২ং২ < ২ঢ়৬ < 3s2 < ৩ঢ়৬ < ৩ফ১ < ৪ং২
৩৪৬. উদ্দীপকের মৌলটির পারমাণবিক সংখ্যা কত? (অনুধাবন)
√ ২১ খ ২২ গ ২৩ ঘ ২৪
৩৪৭. উদ্দীপকের মৌলটির- (উচ্চতর দক্ষতা)
i. অরবিটালের শক্তিক্রম : ১ং < ২ং < ২ঢ় < ৩ং < ৩ঢ় < ৪ং < ৩ফ
ii. ঘ শেলে উপস্তর সংখ্যা ১টি
iii. খ শেল সর্বোচ্চ ইলেকট্রন ধারণ করেছে
নিচের কোনটি সঠিক?
√ i ও ii খ i ও iii গ ii ও iii ঘ i, ii ও iii