অষ্টম শ্রেণির আইসিটি কম্পিউটার নেটওয়াক

অধ্যায় ২
কম্পিউটার নেটওয়াক
পাঠ সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়াদি

 সার্ভার হচ্ছে মোটামুটি শক্তিশালী কম্পিউটার যেটি নেটওয়ার্কের অন্য কম্পিউটারকে নানারকম সেবা দিয়ে থাকে। একটি নেটওয়ার্কে কিন্তু একটি নয় অনেকগুলো সার্ভার থাকতে পারে।
 ক্লায়েন্ট (ঈষরবহঃ) একটা ইংরেজি শব্দ। কেউ যদি অন্য কারো কাছ থেকে কোনো ধরনের সেবা নেয়, তখন তাকে ক্লায়েন্ট বলে।
 যে বস্তু ব্যবহার করে কম্পিউটারগুলো জুড়ে দেওয়া হয় সেটা হচ্ছে মিডিয়া।
 ক্লায়েন্টের কাছে ব্যবহারের জন্য যে সকল সুযোগ-সুবিধা দেওয়া হয়, তার সবই হচ্ছে রিসোর্স।
 যে ক্লায়েন্ট সার্ভার থেকে রিসোর্স ব্যবহার করে, সেই ইউজার (ঁংবৎ) বা ব্যবহারকারী।
¡ জুড়ে দেওয়া কম্পিউটারগুলোর অবস্থানের ওপর ভিত্তি করে কমিউটার নেটওয়ার্ককে নিম্নলিখিত ভাগে ভাগ করা যায় :
ক্স চঅঘ (চবৎংড়হধষ অৎবধ ঘবঃড়িৎশ)
ক্স খঅঘ (খড়পধষ অৎবধ ঘবঃড়িৎশ)
ক্স গঅঘ (গবঃৎড়ঢ়ড়ষরঃধহ অৎবধ ঘবঃড়িৎশ)
ক্স ডঅঘ (ডরফব অৎবধ ঘবঃড়িৎশ)
¡ বাস টপোলজিতে একটা মূল ব্যাকবোন বা মূল লাইনের সাথে সবগুলো কম্পিউটারকে জুড়ে দেওয়া হয়।
¡ রিং টপোলজিতে প্রত্যেকটা কম্পিউটার অন্য দুটো কম্পিউটারের সাথে যুক্ত।
¡ কোনো নেটওয়ার্কের সবগুলো কম্পিউটার যদি একটা কেন্দ্রীয় হাব (ঐঁন)/সুইচ (ঝরিঃপয)-এর সাথে যুক্ত থাকে, তাহলে সেটাকে বলে স্টার টপোলজি।
¡ ট্রি টপোলজিটাকে গাছের মতো দেখা যায়।
¡ মেশ টপোলজিতে কম্পিউটারগুলো একটা আরেকটার সাথে যুক্ত থাকে এবং একাধিক পথে যুক্ত হতে পারে।
¡ নেটওয়ার্কের সবচেয়ে বড় ব্যবহার হচ্ছে তথ্যকে কার্যকরভাবে ব্যবহার করা।
¡ নেটওয়ার্কের ব্যবহার করে সারা পৃথিবীতে সামাজিক নেটওয়ার্কের মাধ্যমে মানুষের সাথে মানুষের এক ধরনের যোগাযোগ শুরু হয়েছে।
¡ সাধারণত তারযুক্ত নেটওয়ার্কে থাকা অনেকগুলো আইসিটি যন্ত্র তথা কম্পিউটার, প্রিন্টার ইত্যাদিকে একসাথে যুক্ত করতে হাব ব্যবহার করা হয়।
¡ সুইচ হাবের মতো একটি ক্ষুদ্র আইসিটি যন্ত্র। বর্তমানে যেকোনো নেটওয়ার্ক তৈরি করতে বেশিরভাগ সময় সুইচ ব্যবহার করা হয়।
¡ জড়ঁঃবৎ শব্দটি এসেছে জড়ঁঃব শব্দ থেকে। রাউটার একটি গুরুত্বপূর্ণ যন্ত্র, যা হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে তৈরি।
¡ মূলত টেলিফোন লাইনের মাধ্যমে ইন্টারনেটের নেটওয়ার্কে যুক্ত থাকার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ যন্ত্র হলো মডেম। গড়ফঁষধঃড়ৎ-এর গড় এবং উবসড়ফঁষধঃড়ৎ হতে উবস এই অংশ দুটির সমন্বয়ে গড়ফবস শব্দটি তৈরি হয়েছে।
¡ দুটো বা অধিকসংখ্যক কম্পিউটারকে একসাথে যুক্ত করতে যে যন্ত্রটি অবশ্যই প্রয়োজন হয়, তা হলো ল্যান কার্ড।
¡ আকাশে একবার জিও স্টেশনারি স্যাটেলাইট বসানো হলে পৃথিবীর একপ্রান্ত থেকে সেখানে সিগন্যাল পাঠানো যায় এবং স্যাটেলাইট সেই সিগন্যালটিকে নতুন করে পৃথিবীর অন্য প্রান্তে পাঠিয়ে দিতে পারে। এই পদ্ধতিতে পৃথিবীর একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে রেডিও, টেলিফোন, মোবাইল ফোন কিংবা ইন্টারনেটে সিগন্যাল পাঠানো যায় এবং ১৯৬৪ সালে প্রথম যখন এভাবে মহাকাশে প্রথমবার জিও স্টেশনারি স্যাটেলাইট স্থাপন করা হয়, তখন যোগাযোগের ক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচিত হয়েছিল।
¡ অপটিক্যাল ফাইবার অত্যন্ত সরু এক ধরনের কাঁচের তন্তু। অপটিক্যাল ফাইবার দিয়ে আলোক সিগন্যাল পাঠানো হয়।

গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর

১. যে ক্লায়েন্ট সার্ভার থেকে রিসোর্স ব্যবহার করে, সে কে?
ক সার্ভার খ ক্লায়েন্ট গ মিডিয়া  ইউজার
২. রিং টপোলজির আকার কেমন?
 গোলাকার বৃত্তের মতো খ ত্রিভুজের মতো
গ চতুর্ভুজের মতো ঘ লম্বা
৩. জড়ঁঃবৎ শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
ক জড়ঁঃ  জড়ঁঃব গ জড়ঁঃবব ঘ জড়ঁঃববৎ
৪. ডর-ঋর কী?
ক তার খ ডাটা গ নেটওয়ার্ক  মডেম
৫. কত সালে মহাকাশে জিও স্টেশনারি স্যাটেলাইট স্থাপন করা হয়?
ক ১৯৫৪  ১৯৬৪ গ ১৯৭১ ঘ ১৯৭৪
৬. কোনটি কম্পিউটার হতে প্রাপ্ত ডিজিটাল সিগন্যালকে এনালগ সিগন্যালে রূপান্তর করে?
ক রাউটার খ সুইচ গ হাব  মডেম
৭. কোন টপোলজিতে সবগুলো কম্পিউটার একটি কেন্দ্রীয় হাবের সাথে যুক্ত থাকে?
ক মেশ  স্টার গ বাস ঘ রিং
৮. নেটওয়ার্ক তৈরিতে কোনটি প্রয়োজন?
 নিক (ঘওঈ) কার্ড খ হার্ড ডিস্ক
গ পেন ড্রাইভ ঘ র‌্যাম
৯. কোনটি মিডিয়া?
ক রাউটার ˜ অপটিক্যাল ফাইবার
গ নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড ঘ প্রটোকল
১০. নিচের কোনটি তার নিজের সাথে সংযুক্ত প্রত্যেকটি আইসিটি যন্ত্রের একটি করে ঠিকানা বরাদ্দ করে?
ক হাব খ রাউটার
˜ সুইচ ঘ প্রটোকল

পাঠ-৮ : নেটওয়ার্কের ধারণা
 সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১১. কমপক্ষে কয়টি কম্পিউটারের মধ্যে নেটওয়ার্কিং করা যায়?
[ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, রংপুর]
ক একটি  দুইটি গ তিনটি ঘ চারটি
১২. দুই বা ততোধিক কম্পিউটারের আন্তঃসংযোগকে কী বলে?
[মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা]
 কম্পিউটার নেটওয়ার্ক খ নেটওয়ার্ক টপোলজি
গ ইন্টারনেট ঘ ই-মেইল
১৩. সার্ভার থেকে তথ্য নেয় কোনটি? [মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা]
 ক্লায়েন্ট খ প্রোটোকল গ ই-মেইল ঘ রিসোর্স
১৪. মিডিয়া থেকে তথ্য কম্পিউটার এবং কম্পিউটার থেকে তথ্য মিডিয়ায় এনে দেয় কোনটি? [ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা]
 ঘবঃড়িৎশ অফধঢ়ঃবৎ খ জবংড়ঁৎপব
গ জড়ঁঃবৎ ঘ ঊ-সধরষ ঝবৎাবৎ
১৫. ঘওঈ কী? [সেন্ট জোসেফস্ উচ্চ বিদ্যালয়, খুলনা]
ক ঘবঃড়িৎশ ওহঃবৎহবঃ ঈধৎফ  ঘবঃড়িৎশ ওহঃবৎভধপব ঈধৎফ
গ ঘবঃড়িৎশ ওহঃবৎহধপব ঈধৎফ ঘ ঘবঃড়িৎশ ওহঃবৎহবঃ ঈধৎফ
১৬. নিচের কোনটি রিসোর্স এর উদাহরণ? [মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা]
 ফ্যাক্স খ রেডিও
গ অপটিক্যাল ঘ কো-এক্সিয়াল ক্যাবল
১৭. একটি কম্পিউটার যখন অন্য একটি কম্পিউটারের সাথে যোগাযোগ করতে চায় তখন কিসের সাহায্য নিতে চায়?
[শহীদ আলী আহাম্মদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
˜ মিডিয়ার খ রিসোর্সের গ ইউজারের ঘ হাবের
১৮. তথ্য সবার কাছে পৌঁছে দেওয়া সহজ হয়েছে কোনটির প্রভাবে?
[শহীদ আলী আহাম্মদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
ক ডেটা খ মোবাইল গ সমাজের ˜ নেটওয়ার্ক
১৯. নেটওয়ার্কের সাথে সম্পর্ক আছে নিচের কোন যন্ত্রটির?
[চট্টগ্রাম সরকারি গার্লস স্কুল, চট্টগ্রাম]
˜ মিডিয়া খ রেডিও গ খবরের কাগজ ঘ টেলিভিশন
২০. নিচের কোনটি মিডিয়ার উদাহরণ? (জ্ঞান)
ক ফ্যাক্স খ প্রিন্টার
˜ অপটিক্যাল ফাইবার ঘ মনিটর
২১. প্রটোকলস কেন তৈরি করা হয়? [চট্টগ্রাম সরকারি গার্লস স্কুল, চট্টগ্রাম]
˜ যাতে তথ্য আদান-প্রদানে কোনো সমস্যা না হয়
খ তথ্য মুছে ফেলতে
গ তথ্য সংরক্ষণ করতে
ঘ তথ্যকে বহন করে নিতে
২২. তথ্য প্রযুক্তির সেবা পেতে নিচের কোনটি প্রয়োজন?
[চট্টগ্রাম সরকারি গার্লস স্কুল, চট্টগ্রাম]
ক হার্ডওয়্যার খ টেলিভিশন গ রেডিও ˜ মোবাইল
২৩. সার্ভার কী কাজ করে? [লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়]
ক গবেষণাগার তথ্য বিশ্লেষণ করে
˜ একই নেটওয়ার্কের অন্য কম্পিউটারকে সেবা প্রদান করে
গ শুধু একটি কম্পিউটারের রিসোর্স শেয়ার করে
ঘ মোবাইলের বিভিন্ন কাজ করে
২৪. কোনো নেটওয়ার্কে কম্পিউটারগুলো জুড়ে দেওয়ার জন্য কোনটি ব্যবহার করা হয়? [লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়]
ক রিসোর্স খ কো-এক্সিয়াল তার
গ সার্ভার ˜ নেটওয়ার্ক অ্যাডাপ্টার
২৫. তথ্য সবার কাছে পৌঁছে দিতে কোনটি ভ‚মিকা রাখে?
[লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়]
ক উপাত্ত ˜ নেটওয়ার্ক গ ইন্টারনেট ঘ টপোলজি
২৬. এক কম্পিউটারের সাথে অন্য কম্পিউটারের যোগাযোগকে কী বলে? (জ্ঞান)
ক টপোলজি ˜ নেটওয়ার্ক গ ইন্টারনেট ঘ রিসোর্স
২৭. দুই বা ততোধিক কম্পিউটারকে কোনো যোগাযোগ মাধ্যম দিয়ে জুড়ে দেয়াকে কী বলে? (জ্ঞান)
 কম্পিউটার নেটওয়ার্ক খ কম্পিউটার প্রোগ্রাম
গ কম্পিউটার সিস্টেম ঘ কম্পিউটার প্রযুক্তি
২৮. কম্পিউটার নেটওয়ার্কের মূল উদ্দেশ্য কী? (উচ্চতর দক্ষতা)
ক রিসোর্স নেওয়া খ রিসোর্স দেওয়া
 রিসোর্স ভাগাভাগি করা ঘ রিসোর্স বিক্রি করা
২৯. নেটওয়ার্কে যে কম্পিউটারটি বিভিন্ন সেবা প্রদান করে সেটিকে কী বলে? (জ্ঞান)
 সার্ভার খ ক্লায়েন্ট গ প্রোটোকল ঘ টার্মিনাল
৩০. সার্ভারের কাজ কোনটি? (অনুধাবন)
 সেবা প্রদান করা খ সেবা গ্রহণ করা
গ সেবা নেওয়া ঘ সেবা থেকে দূরে রাখা
৩১. সার্ভার কম্পিউটারটি সাধারণত কেমন হয়? (অনুধাবন)
ক দুর্বল খ শক্তিশালী
 মোটামুটি শক্তিশালী ঘ বিশাল আকৃতির
৩২. নেটওয়ার্কে যে কম্পিউটারটি অন্য কারো কাছ থেকে কোনো ধরনের সেবা নেয় তাকে কী বলে? (জ্ঞান)
ক সার্ভার  ক্লায়েন্ট গ প্রোটোকল ঘ মিডিয়া
৩৩. নেটওয়ার্কের সাথে সংযুক্ত থাকা একজন কম্পিউটার ব্যবহারকারী সম্পর্কে কোন তথ্যটি সঠিক? (অনুধাবন)
ক সুবিধার তুলনায় অনেক বেশি অসুবিধা ভোগ করে
খ যেসব রিসোর্স তার নেই সেগুলো সহজে ক্রয় করতে পারে
 যেসব রিসোর্স তার নেই সেগুলোও ব্যবহার করতে পারে
ঘ তার তথ্য বা উপাত্ত গোপন রাখার কোনো সুযোগ পায় না
৩৪. একটি নেটওয়ার্কের যন্ত্রপাতি সম্পর্কে সঠিক তথ্য কোনটি? (অনুধাবন)
ক কেবল একটি মাত্র সার্ভার থাকে  এক বা একাধিক সার্ভার থাকে
গ কেবল একটি মাত্র ক্লায়েন্ট থাকে ঘ কেবল একটি মাত্র প্রিন্টার থাকে
৩৫. ই-মেইল পাঠানোর কাজ করে কোন সার্ভার? (জ্ঞান)
ক ঋঞচ ঝবৎাবৎ খ ঐড়ংঃ ঝবৎাবৎ
গ ঙঁঃষড়ড়শ ঊীঢ়ৎবংং  ঊ-সধরষ ঝবৎাবৎ
৩৬. যে জিনিসটা ব্যবহার করে কম্পিউটারগুলো জুড়ে দেওয়া হয় তাকে কী বলে? (জ্ঞান)
ক ক্লায়েন্ট  মিডিয়া গ রিসোর্স ঘ ইউজার
৩৭. কোনো মিডিয়া ব্যবহার না করেও কীভাবে একটি কম্পিউটার নেটওয়ার্কে জুড়ে দেওয়া যায়? (জ্ঞান)
ক অপটিক্যাল ফাইবার ব্যবহার করে
 ওয়্যারলেস পদ্ধতি ব্যবহার করে
গ কো-এক্সিয়েল ক্যাবল ব্যবহার করে
ঘ বৈদ্যুতিক তার ব্যবহার করে
৩৮. নেটওয়ার্কে তার মাধ্যম কোনটি? (জ্ঞান)
 কো-এক্সিয়েল ক্যাবল খ বøুটুথ
গ ইনফ্রারেড ঘ রেডিও ওয়েভ
৩৯. নেটওয়ার্ক অ্যাডাপ্টর নামে পরিচিত কোনটি? (জ্ঞান)
 ঘওঈ খ ঝরিঃপয গ ইৎরফমব ঘ ঐঁন
৪০. কোনটি মিডিয়া থেকে তথ্য নিয়ে কম্পিউটারকে দেয়? (জ্ঞান)
ক ফাইবার অপটিকস ˜ নেটওয়ার্ক অ্যাডাপ্টর
গ কো-এক্সিয়েল ক্যাবল ঘ ইউজার
৪১. কম্পিউটার থেকে তথ্য নিয়ে সেটা নেটওয়ার্কে ছেড়ে দিতে পারে কোনটি? (জ্ঞান)
ক বৈদ্যুতিক তার খ কো-এক্সিয়েল ক্যাবল
গ প্রোটোকল ˜ নেটওয়ার্ক অ্যাডাপ্টর
৪২. সিয়ামের ফ্যাক্স মেশিনটি নেটওয়ার্কের মাধ্যমে অন্যেরা ব্যবহার করতে পারে। তার ফ্যাক্স মেশিনটি কী? (প্রয়োগ)
ক একটি মিডিয়া  একটি রিসোর্স
গ একটি এডাপ্টার ঘ একটি সার্ভার
৪৩. রাব্বি তার কম্পিউটারকে নেটওয়ার্কের সাথে যুক্ত করতে চায়। এজন্য সে মিডিয়া হিসেবে কোনটি ব্যবহার করবে? (প্রয়োগ)
ক নেটওয়ার্ক ইন্টারফেস খ রাউটার
 কো-এক্সিয়াল তার ঘ ল্যান কার্ড
৪৪. কম্পিউটার দিয়ে যদি কেউ সার্ভারে রাখা একটি ছবি আঁকার সফটওয়্যার ব্যবহার করে তবে সফটওয়্যারটিকে কী বলা হবে? (উচ্চতর দক্ষতা)
 রিসোর্স খ সিস্টেম সফটওয়্যার
গ কম্পিউটার নেটওয়ার্ক ঘ মিডিয়া
৪৫. নেটওয়ার্কভুক্ত কম্পিউটারসমূহে উপাত্ত আদান-প্রদানের জন্য নির্ধারিত নীতিমালাকে কী বলে? (জ্ঞান)
 প্রোটোকল খ ওয়েবপেজ গ ইন্টারনেট ঘ রিসোর্স
৪৬. নেটওয়ার্ক প্রোটোকলে বর্ণিত থাকে কোনটি? (জ্ঞান)
 নিয়মনীতি খ মিডিয়ার বর্ণনা গ এনআইসি ঘ ইউজারের বর্ণনা
৪৭. একাধিক কম্পিউটারকে এক সাথে যুক্ত করতে কোনটি অত্যাবশ্যক? (অনুধাবন)
ক প্রত্যেক কম্পিউটারের রাউটার থাকা
খ প্রত্যেক কম্পিউটারের রিসোর্স থাকা
 নির্দিষ্ট কিছু নিয়ম মেনে নেয়া
ঘ নির্দিষ্ট কিছু তথ্য গোপন রাখা
৪৮. নেটওয়ার্ক মিডিয়া ব্যবহৃত হয় কেন? (অনুধাবন)
 তথ্য পারাপার করার জন্য খ তথ্য প্রসেসিং করার জন্য
গ তথ্য নিয়ন্ত্রণ করার জন্য ঘ তথ্য সংরক্ষণ করার জন্য
 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৪৯. কম্পিউটার নেটওয়ার্কে মিডিয়া হিসেবে কাজ করে
[সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
র. অপটিক্যাল ফাইবার রর. নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড
ররর. কো-এক্সিয়াল তার
নিচের কোনটি সঠিক?
ক র ও রর ˜ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৫০. যে ক্লায়েন্ট সার্ভার থেকে রিসোর্স ব্যবহার করে তাকে বলা হয় –
[চট্টগ্রাম সরকারি গার্লস স্কুল, চট্টগ্রাম]
র. প্রটোকল রর. ইউজার ররর. ব্যবহারকারী
নিচের কোনটি সঠিক?
ক র ও রর ˜ রর ও ররর গ র ও ররর ঘ র, রর ও ররর
৫১. নেটওয়ার্ক ইন্টারফেসের কাজ হলো-
[ইউনিভারসিটি ইনজিনিয়ারিং স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা]
র. মিডিয়া হতে তথ্য নিয়ে ক্লায়েন্টকে দেওয়া
রর. ক্লায়েন্ট হতে তথ্য নিয়ে নেটওয়ার্ককে দেয়া
ররর. কম্পিউটারকে বিভিন্ন ধরনের সেবা প্রদান করা
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৫২. কম্পিউটার নেটওয়ার্কে ব্যবহৃত হয় (অনুধাবন)
র. সুইচ রর. রাউটার ররর. সার্ভার
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ˜ র, রর ও ররর
৫৩. রায়হান নেটওয়ার্কের পুরোপুরি ধারণা পেতে চায়। এজন্য তাকে যেসব যন্ত্রপাতি সম্পর্কে জানতে হবে – (প্রয়োগ)
র. সার্ভার রর. মিডিয়া ররর. রিসোর্স
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
৫৪. কম্পিউটার নেটওয়ার্কের ফলে – (অনুধাবন)
র. একই সময়ে এক কম্পিউটার অনেকে ব্যবহার করতে পারে
রর. একজন ব্যবহারকারী একই সময়ে একাধিক কম্পিউটার ব্যবহার করতে পারে
ররর. একজন ব্যবহারকারী কেবল একটি কম্পিউটার ব্যবহার করতে পারে
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৫৫. সার্ভার- (অনুধাবন)
র. একটি শক্তিশালী কম্পিউটার
রর. এটি ক্লায়েন্টকে বিভিন্ন রকম সেবা প্রদান করে
ররর. ক্লায়েন্ট কম্পিউটার থেকে সার্ভিস গ্রহণ করে
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৫৬. সার্ভার কম্পিউটারের ক্ষেত্রে সত্য হচ্ছে- (অনুধাবন)
র. একটি নেটওয়ার্কে একটি নয় অনেক সার্ভার থাকতে পারে
রর. ই-মেইল পাঠানোর কাজটুকু করে দেয় সার্ভার
ররর. ক্লায়েন্ট কম্পিউটার বিভিন্ন রকম সেবা প্রদান করে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
৫৭. নেটওয়ার্কের সাথে সম্পর্কযুক্ত বিভিন্ন যন্ত্রপাতি সম্পর্কে সঠিক তথ্য হলো- (অনুধাবন)
র. সার্ভার নেটওয়ার্কের অন্য কম্পিউটারকে সেবা দেয়
রর. ক্লায়েন্ট সার্ভার থেকে প্রয়োজনীয় তথ্য নিয়ে কাজ করে
ররর. ইউজার সার্ভার থেকে বিভিন্ন রিসোর্স ব্যবহার করে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
৫৮. সার্ভারের বৈশিষ্ট্য হলো- (প্রয়োগ)
র. এটি মোটামুটি শক্তিশালী একটা কম্পিউটার
রর. একটি নেটওয়ার্কের অন্য কম্পিউটারকে সেবা দেয়
ররর. একটি নেটওয়ার্কে একাধিক সার্ভার থাকতে পারে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
৫৯. নেটওয়ার্ক মিডিয়া হলো- (অনুধাবন)
র. কো-এক্সিয়েল ক্যাবল রর. অপটিক্যাল ফাইবার
ররর. এনআইসি
নিচের কোনটি সঠিক?
˜ র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৬০. বাবুল তার এবং বন্ধুদের কম্পিউটারগুলো নেটওয়ার্কভুক্ত করতে চায়। এ কাজে সে মিডিয়া হিসেবে ব্যবহার করতে পারবে- (প্রয়োগ)
র. বৈদ্যুতিক তার রর. কো-এক্সিয়াল তার
ররর. নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৬১. ওয়্যার মাধ্যমগুলো হলো- (উচ্চতর দক্ষতা)
র. ফাইবার অপটিক্স রর. স্টুইস্টেড পেয়ার ক্যাবল
ররর. রেডিও লিংক
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৬২. ওয়্যারলেস মাধ্যমগুলো হলো – (উচ্চতর দক্ষতা)
র. মাইক্রোওয়েভ রর ইনফ্রারেড
ররর. বøু-টুথ
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ˜ র, রর ও ররর
৬৩. রিসোর্স হিসেবে যেসব যন্ত্রপাতি ব্যবহৃত হয় – (অনুধাবন)
র. প্রিন্টার রর. সার্ভার ররর. ছবি আঁকার সফটওয়্যার
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
৬৪. প্রোটোকলে বর্ণিত থাকে- (অনুধাবন)
র. নেটওয়ার্কটি কোন ভাষায় এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারের সাথে কথা বলবে
রর. কোন নিয়মে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউারের সাথে কথা বলবে
ররর. নেটওয়ার্কের কম্পিউটারগুলো কেমনভাবে সাজানো থাকবে
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৭৪ ও ৭৫ নং প্রশ্নের উত্তর দাও :
শশী তার কম্পিউটারকে কয়েকজন বন্ধুর সাথে যুক্ত করল। তার বন্ধুরা তাদের ঘরে বসেই তাদের কম্পিউটারে অনুপস্থিত অনেক তথ্যই শশীর কম্পিউটার থেকে ব্যবহার করল। তাদের কম্পিউটার যুক্ত করতে কিছু তার প্রয়োজন হয়েছিল। [শহীদ বীর উত্তম লেঃ আনোয়ার গার্লস কলেজ, ঢাকা]
৬৫. কম্পিউটার এভাবে যুক্ত করার পদ্ধতিকে কী বলা হয়?
˜ নেটওয়ার্কিং খ প্রিন্টিং গ স্ক্যানিং ঘ প্রটোকল
৬৬. শশীর কম্পিউটার কী হিসেবে ব্যবহৃত হয়েছে?
˜ সার্ভার খ মিডিয়া গ ইউজার ঘ অ্যাডাপ্টার
নিচের অনুচ্ছেদটি পড়ে ৭৬ ও ৭৭ নং প্রশ্নের উত্তর দাও :
রাব্বি, জাবেদ এবং নীতুর কম্পিউটার অপটিক্যাল ফাইবার দিয়ে যুক্ত। তাই তারা প্রয়োজনের সময় সহজেই নিজেদের মধ্যে তথ্য আদান-প্রদান করতে পারে।
৬৭. অনুচ্ছেদে আলোচিত বিষয় কী? (প্রয়োগ)
ক কম্পিউটার প্রোগ্রামিং  কম্পিউটার নেটওয়ার্ক
গ কম্পিউটার সংগঠন ঘ কম্পিউটার লজিক
৬৮. রাব্বির কম্পিউটারের সাথে যদি একটি ফ্যাক্স মেশিন লাগানো হয় তাহলে সেটি ব্যবহার করতে পারবে – (উচ্চতর দক্ষতা)
র. রাব্বি রর. জাবেদ ররর. নীতু
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খর ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৭৮ ও ৭৯ নং প্রশ্নের উত্তর দাও :
হামিদ তার বাসায় নেটওয়ার্ক স্থাপনের জন্য বাজার থেকে ঈধঃ-৫ টুইস্টেড পেয়ার ক্যাবল ও ঊউএঊ মডেম কিনে আনল। প্রত্যেক রুমের কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ক স্থাপন করে তারা ঐ মডেম দিয়ে যেন সবাই ই-মেইল করতে পারে সেই জন্য একটি মেইল সার্ভার তৈরি করল।
৬৯. হামিদের কম্পিউটার নেটওয়ার্কে মিডিয়া কোনটি? (প্রয়োগ)
 টুইস্টেড পেয়ার ক্যাবল খ তার মডেম
গ তার নিজের কম্পিউটার ঘ তার বাবার কম্পিউটার
৭০. হামিদদের তৈরিকৃত সার্ভারটির কাজ হচ্ছে- (প্রয়োগ)
র. ই-মেইল পাঠানো
রর. ই-মেইল গ্রহণ করা
ররর. ক্লায়েন্ট হিসেবে কাজ করা
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
পাঠ-৯ : টপোলজি
 সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৭১. ঐঁন কোন টপোলজিতে থাকে? [মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা]
ক রিং খ মেশ  স্টার ঘ নেস
৭২. স্টার টপোলজি কখন হয়? [মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা]
ক যখন তা স্টারের মতো দেখায়
খ যখন কম্পিউটার ব্যবহার টপোলজি তৈরি করা হয়
 যখন একটি নেটওয়ার্ক হাবের সাথে যুক্ত থাকে
ঘ যখন প্রতিটি কম্পিউটার প্রতিটি কম্পিউটারের সাথে যুক্ত থাকে
৭৩. কোন টপোলজিতে যেকোনো একটি কম্পিউটার নষ্ট হলে পুরো নেটওয়ার্ক অচল হয়ে পড়ে? [ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা]
 রিং খ বাস গ ট্রি ঘ মেশ
৭৪. প্রত্যেক কম্পিউটার প্রত্যেক কম্পিউটারের সাথে যুক্ত থাকে কোন টপোলজিতে? [রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল এ্যান্ড কলেজ]
˜ মেশ টপোলজি খ রিং টপোলজি
গ স্টার টপোলজি ঘ ট্রি টপোলজি
৭৫. রিং টপোলজি দেখতে কেমন? [লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়]
˜ গোলাকার বৃত্তের মতো খ চ্যাপ্টা
গ চারকোনা ঘ ত্রিভুজের মতো
৭৬. কোন টপোলজিতে একটি কম্পিউটার দুটো কম্পিউটারের সাথে যুক্ত থাকে? [রাজবাড়ি সরকারি উচ্চ বিদ্যালয়]
ক মেশ টপোলজিতে ˜ রিং টপোলজিতে
গ স্টার টপোলজিতে ঘ ট্রি টপোলজি
৭৭. কোন জায়গায় ত্রæটি দেখা দিলে ট্রি নেটওয়ার্কটি অচল হয়ে যায়?
[পারুলিয়া এস. এস মাধ্যমিক বিদ্যালয়, সাতক্ষীরা]
˜ রুট বা সার্ভার কম্পিউটারে খ যেকোনো কম্পিউটারে
গ যেকোনো একটি শাখায় ঘ যেকোনো তারে
৭৮. লিপি একটি সহজ নেটওয়ার্ক ব্যবহার করে। তার একটি কম্পিউটার নষ্ট হয়ে গেলেও পুরো নেটওয়ার্কের উপর কোনো প্রভাব পড়ে না। লিপি কোন ধরনের টপোলজি ব্যবহার করে? [নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা]
ক রিং টপোলজি ˜ বাস টপোলজি
গ স্টার টপোলজি ঘ হাইব্রিড টপোলজি
৭৯. কম্পিউটার নেটওয়ার্কে অনেকগুলো কম্পিউটারকে কী করা হয়? (অনুধাবন)
ক বিশেষ কাজের জন্য একত্র করা হয়
খ আলাদা আলাদাভাবে স্থাপন করা হয়
 যোগাযোগের জন্য যুক্ত করা হয়
ঘ একটা মনিটরের সাথে যুক্ত করা হয়
৮০. নেটওয়ার্কিং এর উদ্দেশ্যে একাধিক কম্পিউটারকে যে পদ্ধতিতে জুড়ে দেওয়া হয় তাকে কী বলে? (জ্ঞান)
ক কম্পিউটারের নেটওয়ার্ক প্রযুক্তি
 কম্পিউটারের নেটওয়ার্ক টপোলজি
গ কম্পিউটারের নেটওয়ার্ক সার্ভিস
ঘ কম্পিউটারের নেটওয়ার্ক সিস্টেম
৮১. একটা মূল লাইনের সাথে অনেকগুলো কম্পিউটার জুড়ে দেওয়াকে কী বলে? (অনুধাবন)
ক রিং টপোলজি খ স্টার টপোলজি
 বাস টপোলজি ঘ মেশ টপোলজি
৮২. বাস্তবায়ন সহজ ও ব্যয় অত্যন্ত কম কোন টপোলজির? (অনুধাবন)
ক মেশ খ স্টার  বাস ঘ ট্রি
৮৩. কোন টপোলজিতে একটি কম্পিউটার বাকি সব কম্পিউটারকে একই বার্তা পৌঁছে দেয় কিন্তু শুধু সংশ্লিষ্ট কম্পিউটারকে তথ্য গ্রহণ করে, অন্যরা তথ্যগুলো উপেক্ষা করে? (অনুধাবন)
ক মেশ টপোলজি খ ট্রি টপোলজি
 বাস টপোলজি ঘ রিং টপোলজি
৮৪. কোন টপোলজিতে একটি মূল ব্যাকবোন ব্যবহৃত হয়? (জ্ঞান)
ক স্টার  বাস গ ট্রি ঘ মেশ
৮৫. কোন টপোলজিতে সর্বশেষ সংযুক্ত কম্পিউটারটি প্রথম কম্পিউটারের সাথে যুক্ত থাকে? (অনুধাবন)
 রিং খ বাস গ ট্রি ঘ মেশ
৮৬. কোন টপোলজিতে একটি নির্দিষ্ট দিকে ডাটা ট্রান্সফার হয়? (জ্ঞান)
˜ রিং খ মেশ গ ট্রি ঘ স্টার
৮৭. বাস টপোলজিতে একটা কম্পিউটার কিসের সাথে যুক্ত থাকে? (জ্ঞান)
ক অন্য দুটো কম্পিউটার  মূল ব্যাকবোন
গ কেন্দ্রীয় হাব ঘ অন্য সকল কম্পিউটার
৮৮. নিচের চিত্রটি কোন টপোলজির? (প্রয়োগ)

˜ স্টার খ রিং গ ট্রি ঘ মেশ
৮৯. স্টার টপোলজিতে হাব কী হিসেবে কাজ করে? (অনুধাবন)
ক রাউটার ˜ কেন্দ্রীয় ডিভাইস
গ কম্পিউটার ঘ সুইচ
৯০. কেন্দ্রীয় হাব নষ্ট হলে কী ঘটবে? (অনুধাবন)
ক অন্য কম্পিউটারগুলোতে নেটওয়াক সচল থাকবে
 পুরো নেটওয়ার্ক ব্যবস্থাটাই অচল হয়ে পড়বে
গ কোনো কোনো কম্পিউটারের নেটওয়ার্ক সচল থাকবে
ঘ অন্য কম্পিউটারগুলোতে তথ্য আদান-প্রদান করা যাবে
৯১. ঞৎবব ঞড়ঢ়ষড়মু তে কেন্দ্রীয় ডিভাইসটিকে কী বলা হয়? (জ্ঞান)
ক জড়ঁঃবৎ  ঐঁন গ জড়ড়ঃ ঘ ইধপশনড়হব
৯২. তুলনামূলক সহজ টপোলজি কোনটি? (অনুধাবন)
 স্টার খ রিং গ বাস ঘ মেশ
৯৩. খুব তাড়াতাড়ি একটি কম্পিউটার নেটওয়ার্ক গড়ে তোলা যায় কোন টপোলজিতে? (জ্ঞান)
ক রিং  স্টার গ হাইব্রিড ঘ মেশ
৯৪. নেটওয়ার্কের একটি কম্পিউটার নষ্ট হলে কোন টপোলজিতে বাকি কম্পিউটারগুলোতে নেটওয়ার্ক ব্যবস্থা কার্যকর থাকে? (অনুধাবন)
ক রিং  স্টার গ মেশ ঘ হাইব্রিড
৯৫. কোন টপোলজিকে গাছের সাথে তুলনা করা হয়? (জ্ঞান)
ক স্টার খ রিং ˜ ট্রি ঘ হাইব্রিড
৯৬. লোকাল এরিয়া নেটওয়ার্কের অন্তর্ভুক্ত কোনটি? (উচ্চতর দক্ষতা)
ক ব্যান্ডউইথ খ ক্লাউড কম্পিউটিং
গ স্ট্যাটেলাইট  স্টার টপোলজি
৯৭. নিচের চিত্রটি কোন টপোলজির? (প্রয়োগ)

ক স্টার খ রিং গ ট্রি  মেশ
৯৮. একটা নেটওয়ার্কের সব কম্পিউটার সবগুলো কম্পিউটারের সাথে যুক্ত থাকলে তাকে কী বলে? (জ্ঞান)
ক হাফ মেশ টপোলজি ˜ কমপ্লিট মেশ টপোলজি
গ রিং টপোলজি ঘ স্টার টপোলজি
৯৯. সাহেদ একজন কম্পিউটার অপারেটর। কোন টপোলজি ব্যবহার করলে সাহেদ নেটওয়ার্কভুক্ত যেকোনো কম্পিউটারের সাথে সরাসরি তথ্য আদান-প্রদান করতে পারবে? (প্রয়োগ)
ক বাস খ রিং গ স্টার  মেশ
 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১০০. বিভিন্ন ধরনের নেটওয়ার্ক টপোলজি হলোÑ
[মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা]
র. ট্রি রর. মেশ ররর. এফডিপি
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১০১. মেশ টপোলজির বৈশিষ্ট্য হলোÑ [এস. ভি. সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
র. এতে কোনো কেন্দ্রীয় ডিভাইসের প্রয়োজন নেই
রর. প্রত্যেকটি কম্পিউটার প্রত্যেকটা কম্পিউটারকে ডেটা পাঠাতে পারে
ররর. এতে নেটওয়ার্ক ইনস্টলেশন বেশ জটিল
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ˜ র, রর ও ররর
১০২. ট্রি টপোলজির বেলায় কোনটি সত্য? [আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া]
র. স্টার টপোলজির স¤প্রসারিত রূপ
রর. অনেকগুলো হাব ব্যবহৃত হয়
ররর. অল্প সংখ্যক কম্পিউটারে করতে হয়
নিচের কোনটি সঠিক?
ক র ˜ র ও রর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১০৩. বাস টপোলজির বৈশিষ্ট্য হলো- (অনুধাবন)
র. অনেকগুলো কম্পিউটারকে সহজে জুড়ে দেয়া যায়
রর. প্রতিটি কম্পিউটার মূল ব্যাকবোনের সাথে যুক্ত থাকে
ররর. কম্পিউটারগুলো সর্বদা বৃত্তাকারে যোগাযোগ করে
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১০৪. যেসব টপোলজিতে প্রতিটি কম্পিউটার সর্বনিম্ন দুইটি কম্পিউটারের সাথে সরাসরি যুক্ত থাকে- (অনুধাবন)
র. রিং রর. স্টার ররর. ট্রি
নিচের কোনটি সঠিক?
ক র ও রর  র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১০৫. রিং টপোলজির বৈশিষ্ট্য হলো- (অনুধাবন)
র. কম্পিউটারগুলোর মাঝে বৃত্তাকারে যোগাযোগ হয়
রর. প্রত্যেকটা কম্পিউটার অন্য দুইটা কম্পিউটারের সাথে যুক্ত থাকে
ররর. সবগুলো কম্পিউটার অবশ্যই বৃত্তাকারে অবস্থান করে
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর, ররর ঘ র, রর ও ররর
১০৬. স্টার টপোলজির বৈশিষ্ট্য – (অনুধাবন)
র. একটি মাত্র কেন্দ্রীয় হাব থাকে
রর. কম্পিউটারগুলো স্টারের মতোই সাজাতে হবে
ররর. কেন্দ্রীয় হাব নষ্ট হলে পুরো নেটওয়ার্ক নষ্ট হয়ে যায়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর  র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১০৭. হাব বা সুইচ ব্যবহৃত হয় – (অনুধাবন)
র. বাস টপোলজিতে রর. স্টার টপোলজিতে
ররর. ট্রি টপোলজিতে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর  রর ও ররর ঘ র, রর ও ররর
১০৮. রিং টপোলজি এবং ট্রি টপোলজির মধ্যে মিল হলো উভয় টপোলজিতেÑ (উচ্চতর দক্ষতা)
র. প্রতিটি কম্পিউটার দুইটি কম্পিউটারের সাথে যুক্ত থাকে
রর. নিয়ন্ত্রণকারী কোনো কেন্দ্রীয় কম্পিউটার বা হাব থাকে না
ররর. নেটওয়ার্ক যত বড় হবে তথ্য আদান-প্রদানের গতি তত কমবে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
১০৯. মেশ টপোলজিতে কম্পিউটারগুলো- (অনুধাবন)
র. গাছের ডালের মতো বিন্যস্ত থাকে
রর. একাধিক পথে যুক্ত হতে পারে
ররর. একটা আরেকটার সাথে যুক্ত থাকে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর  রর ও ররর ঘ র, রর ও ররর
 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ১১৯ ও ১২০ নং প্রশ্নের উত্তর দাও :
ঈ১। – ঈ২।
ঈ১ – ঈ২ [এস. ভি. সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
১১০. চিত্রে কোন ধরনের টপোলজি দেখানো হয়েছে?
˜ রিং খ বাস গ ট্রি ঘ মেশ
১১১. এ ধরনের টপোলজির বৈশিষ্ট্যÑ
র. প্রতিটি কম্পিউটার প্রতিটি কম্পিউটারের সাথে যুক্ত
রর. প্রতিটি কম্পিউটার অন্য দুটো কম্পিউটারের সাথে যুক্ত
ররর. এই টপোলজিতে তথ্য নির্দিষ্ট দিকে যায়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর ˜ রর ও ররর ঘ র, রর ও ররর
নিচের অনুচ্ছেদটি পড়ে ১২১ ও ১২২ নং প্রশ্নের উত্তর দাও :
মিরন বাস টপোলজি ব্যবহার করে তার কম্পিউটারটিকে নেটওয়ার্কভুক্ত করেছে। এখন সে নেটওয়ার্কের অন্য কম্পিউটারের সাথে তথ্য আদান-প্রদান করতে পারে।
১১২. মিরন তার কম্পিউটারকে কিসের সাথে যুক্ত করেছে? (প্রয়োগ))
ক অন্য দুইটি কম্পিউটার খ একটা কেন্দ্রীয় হাব
 একটা মূল লাইন ঘ অনেকগুলো হোস্ট
১১৩. মিরন যদি কোনো কম্পিউটারের সাথে যোগাযোগ করতে চায় তাহলে সেই তথ্য যাবে – (উচ্চতর দক্ষতা)
র. নির্দিষ্ট কম্পিউটারের কাছে রর. অন্যান্য কম্পিউটারের কাছে
ররর. কেন্দ্রীয় হাবের কাছে
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
পাঠ-১০ : নেটওয়ার্কের ব্যবহার
 সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১১৪. সভ্যতা বিকাশের পর মানুষের সামাজিকভাবে এক সঙ্গে থাকার বিষয়টিতে কিরূপ পরিবর্তন এসেছে? (অনুধাবন)
ক একেবারেই মুছে গেছে  নতুন মাত্রা পেয়েছে
গ ধামাচাপা পড়ে গেছে ঘ প্রয়োজনীয় হয়ে গেছে
১১৫. নেটওয়ার্ক প্রযুক্তির উন্নয়নের ফলে কী ঘটেছে? (অনুধাবন)
ক অতীতের কাজগুলো বিলুপ্ত হয়ে গেছে
খ অতীতের কাজগুলো বিলুপ্ত হতে বসেছে
 অতীতের কাজগুলো অন্যভাবে করতে শিখেছি
ঘ অতীতের কাজগুলো এখনো অপরিবর্তিত রয়েছে
১১৬. নেটওয়ার্কের সবচেয়ে বড় ব্যবহার কোনটি? (্জ্ঞান)
 তথ্যকে কার্যকরভাবে ব্যবহার করা
খ তথ্যকে কার্যকরভাবে সংরক্ষণ করা
গ তথ্যকে বহুরূপে উপস্থাপন করা
ঘ তথ্যকে যথাযথভাবে উন্নয়ন করা
১১৭. এক সময় তথ্য কিসের মতো ছিল? (জ্ঞান)
ক গোপন রহস্য খ গুপ্তধন  সম্পদ ঘ ঝুঁকি
১১৮. বর্তমান তথ্যকে সবার কাছে দ্রæত পৌঁছে দেওয়া যায় কীভাবে? (অনুধাবন)
 নেটওয়ার্কের মাধ্যমে খ চিঠির মাধ্যমে
গ পরিচিতদের মাধ্যমে ঘ পোস্টারের মাধ্যমে
১১৯. সারা পৃথিবীতে নতুন এক ধরনের কর্মকাণ্ড শুরু হয়েছে কী কারণে? (অনুধাবন)
ক ডাটাবেজে সংরক্ষণের জন্য
খ কাগজ ঘেটে তথ্যকে খোঁজার জন্য
 নেটওয়ার্ক দিয়ে তথ্যকে উপস্থাপন করার জন্য
ঘ তথ্যকে পোস্টারের মাধ্যমে উপস্থাপন করার জন্য
১২০. পৃথিবীর কোথায় একজন সাধারণ মানুষ ও একজন ক্ষমতাশীল মানুষের অধিকার সমান? (জ্ঞান)
ক সম্পদে  তথ্যভাণ্ডারে
গ সরকারি সুবিধায় ঘ ব্যক্তিগত নিরাপত্তায়
১২১. বর্তমানে তথ্যকে কীভাবে উপস্থাপন করা হয়? (অনুধাবন)
 নেটওয়ার্ক দিয়ে খ গ্রাফ আকারে
গ কাগজে ছাপিয়ে ঘ নিরাপত্তাহীনভাবে
১২২. বর্তমানে তথ্য সংরক্ষণ করা হয় কিসে? (জ্ঞান)
ক বইয়ে  ডাটাবেসে গ কাগজে ঘ পোস্টারে
১২৩. উৎড়ঢ়নড়ী কী? (জ্ঞান)
ক একটি হার্ডওয়্যার
খ একটি ওয়েব ব্রাউজার
 একটি সেবা যা তথ্য সংরক্ষণ করে
ঘ একটি স্মার্ট মোবাইলের নাম
১২৪. পৃথিবীর যেকোনো জায়গা থেকে ব্যক্তিগত তথ্যাদি ব্যবহার করা যায় নিম্নের কোন ব্যবস্থার মাধ্যমে? (জ্ঞান)
˜ ড্রপবক্স খ কম্পিউটার গ টপোলজি ঘ প্রোটোকল
 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১২৫. আগের দিনে কোনো একটা তথ্যকে সবার কাছে পৌঁছে দেয়া ছিল- (অনুধাবন)
র. সহজ কাজ রর. কঠিন কাজ ররর. অসম্ভব কাজ
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর  রর ও ররর ঘ র, রর ও ররর
১২৬. নেটওয়ার্কের কারণে তথ্য আজ সবার জন্য উন্মুক্ত। অথচ এই তথ্যকে এক সময়- (উচ্চতর দক্ষতা)
র. সম্পদ হিসেবে বিবেচনা করা হতো
রর. ক্ষমতার ধারক হিসেবে ব্যবহার করা হতো
ররর. সবার কাছে পৌঁছে দেওয়া অসম্ভব কাজ ছিল
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
১২৭. সুমন তার কম্পিউটারটি একটি সার্ভারের সাথে যুক্ত করল। এখন সে সার্ভার থেকে যে সুবিধাগুলো গ্রহণ করতে পারবে- (প্রয়োগ)
র. বিনামূল্যে সফটওয়্যার ব্যবহার
রর. অত্যন্ত কম মূল্যে সফটওয়্যার ব্যবহার
ররর. বিনামূল্যে ব্যক্তিগত তথ্যাদি সংরক্ষণ
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর, ররর  র, রর ও ররর
১২৮. ডাটাবেসে তথ্য রাখার সুফল হচ্ছে – (অনুধাবন)
র. কর্মদক্ষতা বেড়েছে
রর. কাগজের ব্যবহার কমেছে
ররর. পরিবেশ রক্ষার কাজে অনেক বড় পদক্ষেপ
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর, ররর  র, রর ও ররর
১২৯. ভবিষ্যতে ডাটাবেস থেকে তথ্য বের করা যাবে- (অনুধাবন)
র. আইপি অ্যাড্রেস দিয়ে রর. আঙুলের ছাপ স্ক্যান করে
ররর. চোখের রেটিনা স্ক্যান করে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর  রর ও ররর ঘ র, রর ও ররর
 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৩৯ ও ১৪০ নং প্রশ্নের উত্তর দাও :
লিয়াকত সাহেব তার যাবতীয় কাগজপত্র ড্রপবাক্সে সংরক্ষণ করেন। একবার তিনি ব্যবসায়িক আলোচনার কাজে চীনে যান। সেখানে ব্যবসায়িক আলোচনায় বসার পর কিছু কাগজপত্র প্রয়োজন হওয়ায় তিনি ল্যাপটপ ব্যবহার করে তা সংগ্রহ করেন।
১৩০. এক্ষেত্রে লিয়াকত সাহেব কাগজপত্রগুলো কীভাবে পেলেন? (প্রয়োগ)
ক ডাকযোগে খ ফ্যাক্সের মাধ্যমে
গ কম্পিউটার ব্যবহার করে  ইন্টারনেট ব্যবহার করে
১৩১. লিয়াকত সাহেবের ব্যবহৃত স্থানে তথ্য সংরক্ষণ করলে তা- (অনুধাবন)
র. গোপন ও সংরক্ষিত থাকে
রর. যেকোনো স্থান থেকে ব্যবহার করা যায়
ররর. যেকোনো স্থান থেকে প্রক্রিয়াকরণ করা যায়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও রর গ রর, ররর  র, রর ও ররর
পাঠ-১১ : নেটওয়ার্কের ব্যবহার
 সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৩২. ম-সধরষ-এ কোনটি ব্যবহার করা হয়েছে?
[জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুল, সিলেট]
ক কম্পিউটিং খ প্রোটোকল
গ মডেম  ক্লাউড কম্পিউটিং
১৩৩. ক্লাউড কম্পিউটিংয়ের ভাড়া দেয়া সার্ভিসের নাম কী?
[মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা]
ক প্লাটফর্ম ভিত্তিক সেবা খ অবকাঠামোগত সেবা
গ সফটওয়্যার সেবা  নেটওয়ার্ক সেবা
১৩৪. সার্চ ইঞ্জিন সেবা কিসের অবদান? [লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়]
ক গুগল-এর খ মাইস্পেস-এর
˜ ঈষড়ঁফ পড়সঢ়ঁঃরহম ঘ মাইক্রোসফট-এর
১৩৫. নেটওয়ার্কের ব্যবহার কোন নতুন ধারণাটির জন্ম দিয়েছে? (জ্ঞান)
ক কম্পিউটার প্রোগ্রামিং খ কম্পিউটার নেটওয়ার্কিং
 ক্লাউড কম্পিউটিং ঘ ইল্যান্স কম্পিউটিং
১৩৬. ক্লাউড কম্পিউটিং এর বৈশিষ্ট্য কোনটি? (অনুধাবন)
ক অর্থনৈতিক শক্তি অর্জন
খ সবসময় ব্যবহার অনুপযোগী
 অত্যন্ত শক্তিশালী ও দ্রæতগতিসম্পন্ন
ঘ কর্মক্ষেত্রে অল্প ব্যয়ে ইন্টারনেট ব্যবহার
১৩৭. কোনটি ক্লাউন্ড কম্পিউটিং-এর একটি অসুবিধা? (উচ্চতর দক্ষতা)
ক নিজস্ব কোনো হার্ডওয়্যারের প্রয়োজন হয় না
খ অপারেটিং খরচ অনেক বেশি
গ সার্বক্ষণিক ব্যবহার করা যায় না
˜ তথ্যের গোপনীয়তা রক্ষা পায় না
১৩৮. তথ্যপ্রযুক্তির সেবা পেতে প্রতিষ্ঠানকে কী করতে হয়? (অনুধাবন)
ক যন্ত্রপাতি তৈরি করতে হয়  সার্ভার ক্রয় করতে হয়
গ মূল্যহীন সফটওয়্যার কিনতে হয় ঘ দক্ষ মানুষের খোঁজ করতে হয়
১৩৯. তথ্যপ্রযুক্তির দ্রæত উন্নয়নের কারণে বর্তমানে যন্ত্রপাতির মূল্য খুব দ্রæত হ্রাস পাচ্ছে। এরূপ ক্ষতি মোকাবিলায় রিফাত টেক্সটাইল কোন সেবাটি গ্রহণ করতে পারে? (প্রয়োগ)
ক শর্টকোর্স সার্ভিস খ মোবাইল কম্পিউটিং
গ ওয়ানটাইম সার্ভিস  ক্লাউড কম্পিউটিং
১৪০. জনাব হাফিজ ক্লাউড কম্পিউটিং ব্যবহার করতে চান। এজন্য তাকে কতটুকু সেবার মূল্য দিতে হবে? (প্রয়োগ)
ক যতটুকু সেবা তার প্রয়োজন হবে
খ যতটুকু সেবা সে ক্রয়ে বাধ্য হবে
 যতটুকু সেবা সে গ্রহণ করবে
ঘ যতটুকু সেবার মূল্য পরিশোধ করতে পারবে
১৪১. ক্লাউড কম্পিউটিং এর ক্ষেত্রে কোনটি সম্ভব? (উচ্চতর দক্ষতা)
ক ব্যয় বৃদ্ধি  ব্যয় কমানো
গ আর্থিক ক্ষতি থেকে রক্ষা করা ঘ দীর্ঘ সময় রক্ষণাবেক্ষণ
১৪২. কোন মেয়াদের সেবার জন্য ক্লাউড কম্পিউটিং উপযুক্ত? (অনুধাবন)
 সাময়িক খ পাঁচ বছর গ দশ বছর ঘ স্থায়ী
১৪৩. সামাজিক নেটওয়ার্ক ব্যবহার করে নিচের কোনটি করতে পারা যায়? (জ্ঞান)
 একে অন্যের ছবি দেখতে পারে খ ফুটবল খেলতে পারে
গ ই-মেইল করা যায় ঘ তথ্যাদি সার্চ করা যায়
১৪৪. নিচের কোনটি সামাজিক নেটওয়ার্ক? (জ্ঞান)
ক গুগল খ ইয়াহু গ রিং  টুইটার
১৪৫. এই মুহ‚র্তে পৃথিবীর জনপ্রিয় সামাজিক নেটওয়ার্ক কোনটি? (জ্ঞান)
ক ইয়াহু খ গুগল গ জি-মেইল  ফেসবুক
১৪৬. মানুষের বিনোদনের ক্ষেত্রে কোনটি গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখে? (উচ্চতর দক্ষতা)
 টুইটার খ ইয়াহু গ জি-মেইল ঘ ই-মেইল
১৪৭. বর্তমান বিশ্বে যুদ্ধ বিগ্রহের ক্ষেত্রে কী করা হয়? (অনুধাবন)
ক বিপক্ষ দলের নেটওয়ার্ক পুরোপুরি ধ্বংস করে দেয়া হয়
খ যুদ্ধ পরিকল্পনা তৈরিতে নেটওয়ার্ক অকার্যকর রাখা হয়
 অস্ত্রশস্ত্র পাঠানোর আগে নেটওয়ার্ক তৈরি করা হয়
ঘ সৈন্য পাঠানোর পরিবর্তে নেটওয়ার্ক ব্যবহার করা হয়
১৪৮. সামাজিক নেটওয়ার্ক কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? (অনুধাবন)
ক ই-মেইল করতে খ তথ্য অনুসন্ধানে
 মেসেজ দিতে ঘ তথ্য সংরক্ষণে
১৪৯. অতিরিক্ত খরচের হাত থেকে বাঁচায় কোনটি? (অনুধাবন)
ক খঅঘ খ ডঅঘ
 ঈষড়ঁফ পড়সঢ়ঁঃরহম ঘ চঅঘ
১৫০. কোন ক্ষেত্রে নেটওয়ার্কের ব্যবহার নতুন মাত্রা যুক্ত করেছে? (জ্ঞান)
ক রাষ্ট্র পরিচায়নায় ˜ বিনোদন জগতে
গ নিরাপত্তায় ঘ যুদ্ধক্ষেত্রে
১৫১. নতুন পৃথিবীতে কে হবে সবচেয়ে শক্তিশালী? (জ্ঞান)
 যে যত দক্ষতার সাথে তথ্য ব্যবহার করতে পারবে
খ যার বেশি খনিজ সম্পদ আছে
গ যার বেশি পারমাণবিক অস্ত্র আছে
ঘ যার বেশি টাকা আছে
 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৫২. ক্লাউড কম্পিউটিং এর উদাহরণ হলো- [মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা]
র. যড়ঃসধরষ রর. মসধরষ ররর. ুধযড়ড়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
১৫৩. সুইচের সুবিধা হলো- [ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুল, সিলেট]
র. মূল্য কম
রর. পোর্ট সংখ্যা বেশি
ররর. ডেটা আদান-প্রদানে বাধার সম্ভাবনা কম
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর  রর ও ররর ঘ র, রর ও রর
১৫৪. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি থেকে সঠিক সেবা পেতে প্রয়োজনÑ (অনুধাবন)
র. হার্ডওয়্যার রর. সফটওয়্যার ররর. দক্ষ লোক
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
১৫৫. তথ্যপ্রযুক্তির সেবা পেতে অর্থ খরচ করতে হয় – (অনুধাবন)
র. সার্ভার কিনতে
রর. নানা ধরনের যন্ত্রপাতি কিনতে
ররর. দক্ষ মানুষ নিয়োগ দিতে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
১৫৬. রাকিব ক্লাউড কম্পিউটিং সুবিধা ভোগ করতে আগ্রহী। এই সুবিধাটি সে যেসব সার্চ ইঞ্জিন থেকে পেতে পারে- (প্রয়োগ)
র. ুধযড়ড় রর. ঢ়রঢ়রষরপধ
ররর. ঘবঃড়িৎশ ঝড়ষঁঃরড়হ
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৫৭. সামাজিক নেটওয়ার্ক ব্যবহৃত হয়- (অনুধাবন)
র. ভিডিও বিনিময় করতে রর. ই-মেইল প্রেরণে
ররর. মেসেজ দিতে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর ˜ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৫৮. নীতু আজ ক্লাসে বিভিন্ন ধরনের সামাজিক নেটওয়ার্ক সম্পর্কে জানতে পারে। নেটওয়ার্ক ব্যবহার করে সে যেসব কাজ করতে পারবে- (প্রয়োগ)
র. ছবি, ভিডিও ও তথ্য বিনিময়
রর. ই-মেইল আদান-প্রদান
ররর. জটিল গাণিতিক সমস্যা সমাধান
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৫৯. ক্লাউড কম্পিউটিং-এর ব্যবহারের ক্ষেত্র হচ্ছে- (অনুধাবন)
র. আদমশুমারির তথ্য ব্যবস্থাপনায়
রর. আবহাওয়ার তথ্য ব্যবস্থাপনায়
ররর. রোগ ব্যবস্থাপনায়
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৬০. ক্লাউড কম্পিউটিং এর সুবিধা – (অনুধাবন)
র. অল্প সময়ে বাজেট তৈরি
রর. টেকনোলজির ব্যয় কমানো
ররর. স্বল্পমূল্যে লাইসেন্সকৃত সফটওয়্যার কেনা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
১৬১. পৃথিবীতে ক্লাউড কম্পিউটারের প্রচলন ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এর পিছনে যে ধারণাসমূহ কাজ করছে- (প্রয়োগ)
র. ব্যবহারকারীর সাময়িক প্রয়োজন মিটাতে ক্লাউড কম্পিউটিং সর্বোচ্চ সুবিধা প্রদান করে
রর. ব্যবহারকারী কোনোরূপ ঝামেলা ছাড়াই ক্লাউড কম্পিউটিং সেবা গ্রহণ করতে পারে
ররর. তথ্যপ্রযুক্তি সংক্রান্ত যন্ত্রপাতির দ্রæত উন্নয়নে ক্লাউড কম্পিউটিং প্রতিষ্ঠানকে আর্থিক ক্ষতি হতে রক্ষা করে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৭১ ও ১৭২ নং প্রশ্নের উত্তর দাও :
সুমি তার অফিসে ডেটাবেজ সফটওয়্যার ব্যবহার করে কাজ করছিল। সুমির সহকর্মী লাকী ঐ একই কাজ করতে গিয়ে দেখল তার কম্পিউটারে সফটওয়্যারটি নেই। তখন সে সফটওয়্যারটি সুমিকে শেয়ার করে দিতে অনুরোধ করল। [সাতক্ষীরা সদর থানা সমিতি]
১৬২. সুমির কাজটি করতে হলে কোনটির প্রয়োজন হবে?
ক রেডিও ˜ নেটওয়ার্ক গ মোবাইল ঘ সফটওয়্যার
১৬৩. সুমি সফটওয়্যার ছাড়া যা যা শেয়ার করতে পারবেÑ
র. প্রিন্টার রর. রেডিও ররর. ফ্যাক্স
নিচের কোনটি সঠিক?
ক র ও রর ˜ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৭৩ ও ১৭৪ নং প্রশ্নের উত্তর দাও :
এক্সেল কোম্পানি নেটওয়ার্ক ব্যবহার করে তথ্যপ্রযুক্তির নানা সুবিধা ভোগ করার জন্য বেশ কিছু মূল্যবান যন্ত্রপাতি এবং একটি সার্ভার ক্রয় করল। কিন্তু দুই বছর পর তথ্যপ্রযুক্তি উন্নয়নে উক্ত যন্ত্রপাতিসমূহের মূল্য হ্রাস পেলে কোম্পানিটি আর্থিক ক্ষতির সম্মুখীন হয়।
১৬৪. সার্ভার পরিচালার জন্য এক্সেল কোম্পানিকে- (প্রয়োগ)
র. ক্লাউড কম্পিউটিং সেবা নিতে হবে
রর. দক্ষ লোক নিয়োগ দিতে হবে
ররর. মূল্যবান সফটওয়্যার কিনতে হবে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর  রর ও ররর ঘ র, রর ও ররর
১৬৫. এক্সেল কোম্পানির মতো প্রতিষ্ঠানসমূহকে আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারে কোনটি? (উচ্চতর দক্ষতা)
ক কম্পিউটার প্রোগ্রামিং খ কমিউনিকেশন স্যাটেলাইট
গ কম্পিউটার নেটওয়ার্কিং  ক্লাউড কম্পিউটিং
পাঠ-১২ : নেটওয়ার্ক-সংশ্লিষ্ট যন্ত্রপাতি
 সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৬৬. সুইচ তার সাথে সংযুক্ত সকল আইসিটি ডিভাইসের জন্য একটি ঠিকানা বরাদ্দ করে। এই ঠিকানাকে কী বলে? [সেন্ট জোসেফস্ উচ্চ বিদ্যালয়, খুলনা]
ক ওচ অফফৎবংং  গঅঈ অফফৎবংং
গ ংঁনহবঃ গধংশ ঘ খঅড
১৬৭. একই প্রটোকলবিশিষ্ট কয়েকটি নেটওয়ার্ককে যুক্ত করে কোনটি?
[ভি. জে. সরকারি উচ্চ বিদ্যালয়, চুয়াডাঙ্গা]
ক সুইচ  রাউটার গ হাব ঘ লক
১৬৮. রাউটার কোন শর্তের ভিত্তিতে একাধিক কম্পিউটারকে যুক্ত করে?
[ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা]
ক ইন্টারনেট ব্যবহার করতে হবে খ প্রোটোকল ভিন্ন হতে হবে
 প্রোটোকল এক হতে হবে ঘ ই-মেইল ঠিকানা থাকতে হবে
১৬৯. হাবের পরিবর্তে কোনটি ব্যবহার করা যায়? [সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
ক মডেম খ রাউটার গ মোবাইল ˜ সুইচ
১৭০. তারযুক্ত নেটওয়ার্কে থাকা অনেকগুলো কম্পিউটারকে যুক্ত করতে কোনটি ব্যবহার করা হয়? (জ্ঞান)
 হাব খ মোডেম গ স্যাটেলাইট ঘ জিপিএস
১৭১. এক কম্পিউটারকে অন্য কম্পিউটারের সাথে যোগাযোগ করার সুযোগ করে দেয় কোনটি? (জ্ঞান)
ক মনিটর খ প্রিন্টার ˜ হাব ঘ স্ক্যানার
১৭২. হাবের মধ্য দিয়ে যেসব তথ্যাদি স্থানান্তরিত হয় সেগুলো সম্পর্কে কোন তথ্যটি সঠিক? (অনুধাবন)
ক হাব সেগুলো পড়তে পারে খ হাব সেগুলো সংরক্ষণ করে
 হাব সেগুলো পড়তে পারে না ঘ হাব সেগুলো প্রক্রিয়াকরণ করে
১৭৩. কোনো কম্পিউটার হাবে তথ্য পাঠালে হাব সেগুলো কী করে? (অনুধাবন)
ক উক্ত কম্পিউটারে ফেরত পাঠায় খ নির্দিষ্ট কম্পিউটারে পাঠিয়ে দেয়
গ যেকোনো একটি কম্পিউটারে পাঠায়  নেটওয়ার্কের সকল কম্পিউটারে পাঠায়
১৭৪. ছোট নেটওয়ার্কের জন্য অনেক প্রতিষ্ঠানই কোনটি ব্যবহার করে? (জ্ঞান)
ক রিপিটার ˜ হাব গ রাউটার ঘ সুইচ
১৭৫. নেটওয়ার্ক তৈরিতে কোনটি সবচেয়ে বেশি ব্যবহার করা হয়? (জ্ঞান)
ক হাব  সুইচ গ রাউটার ঘ মোডেম
১৭৬. তারের সাথে যুক্ত প্রত্যেকটি আইসিটি যন্ত্রকে পৃথকভাবে শনাক্ত করতে পারে কোনটি? (জ্ঞান)
ক হাব  সুইচ গ এনআইসি ঘ রাউটার
১৭৭. নেটওয়ার্কের নির্র্দিষ্ট কম্পিউটারে ডাটা পাঠাতে পারে কোনটি? (জ্ঞান)
ক এনআইসি খ রাউটার  সুইচ ঘ হাব
১৭৮. কোন ডিভাইসটি তার সাথে সংযুক্ত প্রত্যেক যন্ত্রের জন্য একটি করে ঠিকানা বরাদ্দ করে? (জ্ঞান)
ক রাউটার  সুইচ গ হাব ঘ ব্রিজ
১৭৯. ঠিকানা অনুযায়ী তথ্যের আদান-প্রদান করে কোনটি? (জ্ঞান)
ক ব্রিজ খ হাব গ রাউটার  সুইচ
১৮০. কোনটি সুইচের কাজ? (অনুধাবন)
ক উপাত্তকে পথের নির্দেশনা দেওয়া
 এক ঠিকানার তথ্য অন্য ঠিকানায় পৌঁছে দেওয়া
গ প্রতিটি ডাটা প্যাকেটে গন্তব্য স্থানের ঠিকানা সংযুক্ত থাকে
ঘ নেটওয়ার্কের সকল নোডে একসঙ্গে একই তথ্য প্রেরণ করা
১৮১. হাবের চেয়ে সুইচের অনেক দ্রæত গতিতে কাজ করতে পারার কারণ কী? (অনুধাবন)
 আলাদা আলাদা ঠিকানা ব্যবহার করা
খ উপাত্তকে পথের নির্দেশনা দেওয়া
গ কোনো ঠিকানা ব্যবহার না করা
ঘ উপাত্তকে পথের নির্দেশনা না থাকা
১৮২. কোন ধরনের নেটওয়ার্ক গঠনে হাব ব্যবহার করা হয়? (জ্ঞান)
 ছোট খ মাঝারি গ বড় ঘ বৃহৎ
১৮৩. তুলনামূলক দাম কম কোনটির? (জ্ঞান)
ক সুইচ খ রাউটার ˜ হাব ঘ ব্রিজ
১৮৪. হাবের অসুবিধা কোনটি? (উচ্চতর দক্ষতা)
ক দাম কম খ দাম বেশি
গ ডাটা সংঘর্ষ কমায়  ডাটা ট্রাফিক জ্যাম বৃদ্ধি করে
১৮৫. হাবের গতি কম হওয়া সত্তে¡ও অনেক প্রতিষ্ঠান হাব ব্যবহার করে নেটওয়ার্ক গঠন করে। এর কারণ কী? (উচ্চতর দক্ষতা)
ক অধিক নিরাপত্তা  স্বল্পমূল্য
গ সহজ ব্যবহার ঘ প্রতিষ্ঠানের কাঠামো
১৮৬. মিনা একই নেটওয়ার্কে থাকা কোনো কম্পিউটারে দ্রæত তথ্য পাঠাতে চায়। এজন্য সে কোনটি ব্যবহার করবে? (প্রয়োগ)
ক ইন্টারনেট হাব খ নেটওয়ার্ক হাব
গ টঝই হাব  সুইচ
১৮৭. সুইচ কর্তৃক বরাদ্দকৃত ঠিকানাকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভাষায় কী বলে? (জ্ঞান)
˜ গঅঈ ধফফৎবংং খ ওচ ধফফৎবংং
গ খড়পধষ ধফফৎবংং ঘ এষড়নধষ ধফফৎবংং
১৮৮. সুইচ তারের সাথে সংযুক্ত প্রতিটি আইসিটি যন্ত্রকে – (অনুধাবন)
ক সকল তথ্যাদি একই সময় পাঠাতে পারে
খ ইন্টারনেট হাবের সাথে যুক্ত করতে পারে
গ একই রকম ঠিকানা বরাদ্দ করতে পারে
 পৃথকভাবে শনাক্ত করতে পারে
১৮৯. রাউটার এর প্রধান কাজ কী? (জ্ঞান)
ক প্রতিটি কম্পিউটারের ঠিকানা লেখা
খ ডেটা কম্পিউটারের ঠিকানা লেখা
 উপাত্তকে পথ নির্দেশনা দেয়া
ঘ তথ্যকে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দেয়া
১৯০. ইন্টারনেট তৈরি হয় কিসের সমন্বয়ে? (জ্ঞান)
ক অসংখ্য সফটওয়্যার খ ফার্মওয়্যার
গ হার্ডওয়্যার  নেটওয়ার্ক
১৯১. ই-মেইলে পাঠানো ছবি কিসে বিভক্ত হয়? (জ্ঞান)
ক অসংখ্য বিন্দুতে খ ক্ষুদ্র ক্ষুদ্র অংশে
গ অসংখ্য লাইনে  ডাটা প্যাকেটে
১৯২. একটি ডাটা কোনো একটি রাউটার-এ পৌঁছালে পরবর্তী কোন পথে ডাটা প্যাকেট অগ্রসর হবে তা নির্দেশ দেয় কোনটি? (জ্ঞান)
ক হাব খ সুইচ
 রাউটার ঘ অপটিক্যাল ফাইবার
 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৯৩. রাউটারের অসুবিধাসমূহ [এস. ভি. সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
র. দাম বেশি
রর. একই প্রটোকল নেটওয়ার্ক ছাড়া সংযুক্ত হতে পারে না
ররর. ডেটা আদান-প্রদানে বাধার সম্ভাবনা বেশি
নিচের কোনটি সঠিক?
˜ র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৯৪. হাব বলতে আমরা বুঝি- (অনুধাবন)
র. নেটওয়ার্ক হাব রর. ইন্টারনেট হাব
ররর. ইউএসবি হাব
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৯৫. হাবের বৈশিষ্ট্য হলো- (অনুধাবন)
র. অনেকগুলো কম্পিউটারকে একসাথে যুক্ত করে
রর. যেসব তথ্য স্থানান্তরিত হয় সেগুলো পড়তে পারে
ররর. নির্দিষ্ট ঠিকানা অনুযায়ী তথ্য পাঠাতে পারে না
নিচের কোনটি সঠিক?
ক র ও রর  র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৯৬. দিন দিন হাবের ব্যবহার কমে যাওয়ার কারণ হলো – (অনুধাবন)
র. হাবের গতি অন্যান্য যন্ত্রের তুলনার অনেক কম
রর. হাব অন্য যন্ত্রের তুলনায় কম সুবিধা দিতে পারে
ররর. অধিক মূল্যের কারণে ছোট প্রতিষ্ঠানে ব্যবহার অনুপযোগী
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৯৭. হাবের জন্য প্রযোজ্য- (অনুধাবন)
র. নির্দিষ্ট ঠিকানায় তথ্য প্রেরণ করতে পারে
রর. নির্দিষ্ট ঠিাকানার তথ্য প্রেরণ করতে পারে না
ররর. সুইচের তুলনায় ধীরগতি
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খর ও ররর  রর ও ররর ঘ র, রর ও ররর
১৯৮. রামিম একটি নেটওয়ার্ক তৈরি করতে চায়। এক্ষেত্রে সে ব্যবহার করতে পারবে – (প্রয়োগ)
র. হাব রর. সুইচ ররর. রাউটার
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
১৯৯. হাবের তুলনায় সুইচ ব্যবহার করা অনেক বেশি সুবিধাজনক। কারণ সুইচ  (উচ্চতর দক্ষতা)
র. প্রতিটি আইসিটি যন্ত্রকে আলাদাভাবে শনাক্ত করতে পারে
রর. হাবের তুলনায় অনেক কম সময়ে তথ্য আদান-প্রদান করে
ররর. হাবের তুলনায় অনেক কম খরচে বেশি সুবিধা দেয়
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র ও রর ও ররর
২০০. রাউটার একটি গুরুত্বপূর্ণ যন্ত্র যা- (অনুধাবন)
র. হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে তৈরি
রর. নেটওয়ার্ক তৈরির কাজে ব্যবহার করা হয়
ররর. একই প্রোটোকলের দুইটি নেটওয়ার্ককে যুক্ত করে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
২০১. রাউটার ডাটা বা উপাত্তকে পথ নির্দেশনা দেয়- (অনুধাবন)
র. সহজে গন্তব্যে পৌঁছার রর. দ্রæত সময়ে গন্তব্যে পৌঁছার
ররর. কম খরচে গন্তব্যে পৌঁছার
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ২১১ ও ২১২ নং প্রশ্নের উত্তর দাও :
ফারুক সাহেব তার অফিসে ২০টি কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ক স্থাপন করতে চান। তাই তিনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার এনামুল হকের সাথে যোগাযোগ করল। এনামুল হক তাকে বলেন, আপনার নেটওয়ার্কটি স্টার টপোলজিতে করলে ভালো হয়।
২০২. ফারুক সাহেবের অফিসের নেটওয়ার্কটিতে ব্যবহৃত হতে পারে- (প্রয়োগ)
র. হাব রর. সুইচ ররর. গেটওয়ে
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
২০৩. ফারুক সাহেব কেন নেটওয়ার্ক স্থাপন করতে চাইলেন? (উচ্চতর দক্ষতা)
ক নেটওয়ার্কের সৌন্দর্য বৃদ্ধির জন্য
 নির্দিষ্ট ঠিকানা অনুযায়ী তথ্য পাঠানোর জন্য
গ নেটওয়ার্ক অবস্থিত কম্পিউটারগুলোকে সংযুক্ত করার জন্য
ঘ নেটওয়ার্ক অবস্থিত কম্পিউটারগুলোয় গতি বৃদ্ধির জন্য
নিচের অনুচ্ছেদটি পড়ে ২১৩ ও ২১৪ নং প্রশ্নের উত্তর দাও :
রোহানদের বিদ্যালয়ে আজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক শফিক আহমেদ সকল প্রতিযোগীকে প্রথম মাঠের মাঝখানে নিয়ে গেলেন। তারপর মাঠের বিন্যাস অনুযায়ী প্রতিটি খেলার প্রতিযোগীদের তাদের জন্য বরাদ্দকৃত স্থান দেখিয়ে দিলেন।
২০৪. শফিক আহমেদের কাজের ধরনের সাথে কোনটি কাজের মিল আছে? (প্রয়োগ)
ক নেটওয়ার্ক হাব খ টঝই হাব
গ সুইচ  রাউটার
২০৫. শফিক আহমেদের পথ নির্দেশনা প্রতিযোগীদের সাহায্য করবে- (প্রয়োগ)
র. সহজে গন্তব্যে পৌঁছাতে রর. বিভিন্ন পথে গন্তব্যে পৌঁছাতে
ররর. দ্রæত সময়ে গন্তব্যে পৌঁছাতে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
পাঠ-১৩ : নেটওয়ার্ক-সংশ্লিষ্ট আরও কিছু যন্ত্রপাতি
 সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
২০৬. গড়ফঁষধঃড়ৎ ও উবসড়ফঁষধঃড়ৎ এর সংক্ষিপ্ত রূপ কোনটি?
[সেন্ট জোসেফস্ উচ্চ বিদ্যালয়, খুলনা]
ক সড়ফঁষব খ উবসড়ফঁষব  গড়ফবস ঘ অপঁসঁষধঃড়ৎ
২০৭. তারবিহীন ইন্টারনেট সার্ভিস দেয় কোনটি?
[শহীদ আলী আহাম্মদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
˜ ওয়াইফাই খ কম্পিউটার
গ টেলিফোন ঘ অপটিক্যাল ফাইবার
২০৮. প্রথম পর্যায়ে মডেমকে কী বলা হতো? [নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
 ডায়াল আপ খ এনালগ গ ডিজিটাল ঘ ডর-ঋর
২০৯. ডাটা বা উপাত্তকে পথ নির্দেশনা দেওয়া কোনটির প্রধান কাজ?
[মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়]
ক হাব ˜ সুইচ গ মডেম ঘ রাউটার
২১০. ইন্টারনেট ব্যবহারের জন্য বর্তমানে কোনটি না হলেও চলে?
[নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়]
ক কম্পিউটার ˜ মডেম গ সিগন্যাল ঘ ওয়াই-ফাই
২১১. ল্যান কার্ডের সাথে কোনটির মিল আছে? [বরিশাল শিক্ষক সমিতি]
ক কম্পাইলারের খ মোবাইলের ˜ ইন্টারপ্রেটারের ঘ কম্পিউটারের
২১২. টেলিফোন লাইনের মাধ্যমে ইন্টারনেটের নেটওয়ার্কে যুক্ত থাকার জন্য কোনটি প্রয়োজন? (জ্ঞান)
ক হাব খ সুইচ  মডেম ঘ রাউটার
২১৩. গড়ফবস শব্দটি কয়টি শব্দের অংশ বিশেষ নিয়ে গঠিত? (জ্ঞান)
 দুই খ তিন গ চার ঘ পাঁচ
২১৪. মডেমের কাজ কী? (অনুধাবন)
ক ডাটা সংগ্রহ করা খ ডাটা সংরক্ষণ করা
গ ডাটা প্রক্রিয়াকরণ করা  ডাটার সিগন্যাল পরিবর্তন করা
২১৫. মডেম কোথায় অবস্থান করে? (জ্ঞান)
ক হাব ও সুইচের সংযোগস্থলে
খ কম্পিউটার ও স্যাটেলাইটের সংযোগস্থলে
গ কম্পিউটার ও ল্যান কার্ডের সংযোগস্থলে
 কম্পিউটার ও নেটওয়ার্কের সংযোগস্থলে
২১৬. মডুলেশনের কাজ কোনটি? (জ্ঞান)
 ডিজিটাল সিগন্যালকে এনালগ সিগন্যালে পরিণত করা
খ এনালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে পরিণত করা
গ ইলেকট্রিক সিগন্যালকে আলোক সিগন্যালে পরিণত করা
ঘ আলোক সিগন্যালকে ইলেকট্রিক সিগন্যালে পরিণত করা
২১৭. ডিমডুলেশন এর কাজ কোনটি? (জ্ঞান)
ক ডিজিটাল সিগন্যালকে এনালগ সিগন্যালে পরিণত করা
 এনালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে পরিণত করা
গ ইলেকট্রিক সিগন্যালকে আলোক সিগন্যালে পরিণত করা
ঘ আলোক সিগন্যালকে ইলেকট্রিক সিগন্যালে পরিণত করা
২১৮. প্রথম দিকের মডেমগুলোকে কী বলা হয়? (জ্ঞান)
ক উঝখ মডেম খ ডর-ঋর মডেম
 ডায়াল-আপ মডেম ঘ ল্যান কার্ড
২১৯. ডায়াল আপ মডেম বাতিল হয়ে যাওয়ার কারণ কী? (জ্ঞান)
 স্বল্পগতি খ উচ্চগতি গ মডুলেশন ঘ ডিমডুলেশন
২২০. দ্রæতগতির মডেম কোনটি? (জ্ঞান)
ক ডায়াল আপ খ ডায়াল ডাউন
 ডিএসএল ঘ ওয়াই-ফাই
২২১. তথ্য আদান-প্রদানে ল্যান কার্ড কিরূপ ভ‚মিকা পালন করে? (জ্ঞান)
ক মোডুলেটর  ইন্টারপ্রেটার গ ট্রেন্সলেটর ঘ ফায়ারওয়াল
২২২. শামীমকে প্রায়ই বিভিন্ন লোকজনের সাথে তথ্য আদান-প্রদান করতে হয়। দ্রæত গতিতে কাজ করার জন্য সে কোনটি ব্যবহার করবে? (প্রয়োগ)
ক হাব খ টেলিফোন লাইন
 উঝখ মডেম ঘ ডায়াল আপ মডেম
২২৩. মাদারবোর্ডের সাথে যুক্ত থাকে কোনটি? (জ্ঞান)
ক হাব খ সুইচ  ল্যান কার্ড ঘ রাউটার
২২৪. সাব্বির তার এবং তার পাঁচজন বন্ধুর কম্পিউটার এক সাথে যুক্ত করতে চায়। এজন্য তাকে কোন যন্ত্রটি অবশ্যই ব্যবহার করতে হবে? (উচ্চতর দক্ষতা)
ক হাব খ সুইচ গ রাউটার  ল্যান কার্ড
 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
২২৫. ওয়াইফাই হলো- [বিসিআইসি কলেজ]
র. এক ধরনের নেটওয়ার্ক
রর. এক ধরনের ওয়ারলেস ইন্টার সার্ভিস
ররর. ইন্টারনেট যোগাযোগের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ˜ র, রর ও ররর
২২৬. তথ্য প্রাপ্তির পাশাপাশি তথ্য প্রকাশে সহায়তা করেÑ [বিসিআইসি কলেজ]
র. সামাজিক যোগাযোগের ওয়েবসাইট
রর. ঝঊঙ (ঝবধৎপয ঊহমরহব ঙঢ়ঃরসরুধঃরড়হ)
ররর. বøগ
নিচের কোনটি সঠিক?
ক র ও রর ˜ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
২২৭. তারবিহীন ইন্টারনেট সংযোগ সম্ভব- [নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ]
র. ওয়াইফাই ব্যবহার করে রর. ওয়াইম্যাক্স ব্যবহার করে
ররর. ব্রডব্যান্ড ব্যবহার করে
নিচের কোনটি সঠিক?
ক রর ˜ র ও রর গ রর ও ররর ঘ র, রর ও ররর
২২৮. মডেম শব্দটির উৎপত্তির সাথে যে শব্দগুলো জড়িত (অনুধাবন)
র. গড়ফঁষধঃড়ৎ রর. উবসড়ফঁষধঃড়ৎ
ররর. উবসড়ফঁষধঃরড়হ
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
২২৯. মডেমের কাজ হলো- (অনুধাবন)
র. কম্পিউটারের ডিজিটাল সিগন্যালকে এনালগ সিগন্যালে রূপান্তর করা
রর. নেটওয়ার্কের ডিজিটাল সিগন্যালকে এনালগ সিগন্যালে রূপান্তর করা
ররর. নেটওয়ার্কের এনালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর  র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
২৩০. দ্রæত গতির কারণে যেসব মডেমের ব্যবহার দ্রæত বৃদ্ধি পাচ্ছে – (অনুধাবন)
র. ডর-ঋর রর. উঝখ ররর. ডায়াল-আপ
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
২৩১. বর্তমানে যেসব যন্ত্রের মাদার বোর্ডের সাথে ল্যান কার্ড যুক্ত থাকে- (অনুধাবন)
র. কম্পিউটার রর. ল্যাপটপ ররর. আই-ফোন
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
২৩২. ল্যান কার্ডের বৈশিষ্ট্য হলো – (অনুধাবন)
র. এটি তথ্য আদান-প্রদানে ইন্টারপ্রেটারের ভ‚মিকা পালন করে
রর. এটি দুই বা অধিক সংখ্যক কম্পিউটারকে এক সাথে যুক্ত করে
ররর. এটি কম্পিউটারের ডিজিটাল সিগন্যালকে এনাগল সিগন্যালে রূপান্তর করে
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
২৩৩. আধুনিক অফিসগুলোতে তারবিহীন ল্যান কার্ড পছন্দের কারণ- (অনুধাবন)
র. খরচ কম রর. তার লাগে না তাই ঝামেলা নেই
ররর. অত্যন্ত দ্রæত গতির
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ২৪৩ ও ২৪৪ নং প্রশ্নের উত্তর দাও :
মাহি ইন্টারনেটের নেটওয়ার্কের সাথে যুক্ত থাকার জন্য একটি নেটওয়ার্ক যন্ত্র ব্যবহার করে। যন্ত্রটি তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে এনালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে এবং ডিজিটাল সিগন্যালকে এনালগ সিগন্যালে রূপান্তর করে।
২৩৪. উদ্দীপকের বিষয়বস্তু কী? (প্রয়োগ)
ক কম্পিউটার খ হাব  মডেম ঘ ল্যান কার্ড
২৩৫. মাহি উক্ত যন্ত্রটি ব্যবহার করতে পারবে- (উচ্চতর দক্ষতা)
র. কম্পিউটার প্রযুক্তিতে রর. তারবিহীন প্রযুক্তিতে
ররর. তার দ্বারা সংযুক্ত প্রযুক্তিতে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
পাঠ-১৪ : স্যাটেলাইট ও অপটিক্যাল ফাইবার
 সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
২৩৬. স্যাটেলাইট যোগাযোগের ক্ষেত্রে কয়টি সমস্যার মুখোমুখি হতে হয়?
[খুলনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
ক ১  ২ গ ৩ ঘ ৪
২৩৭. পৃথিবীর গতির সমান গতিশীল উপগ্রহকে কী বলে? [নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
˜ জিও স্টেশনারি খ লিও স্টেশনারি
গ অরবিটালিক ঘ উঝখ স্টেশনারি
২৩৮. ডিজিটাল সিগন্যাল কোথা থেকে পাওয়া যায়? [সাতক্ষীরা সদর থানা সমিতি]
˜ কম্পিউটার থেকে খ নেটওয়ার্ক থেকে
গ টেলিফোন লাইনে ঘ মডেম থেকে
২৩৯. বাংলাদেশের তথ্য প্রযুক্তিবিদগণ যে সার্চ ইঞ্জিন তৈরি করেছেন তার নাম কী? [গভ. মডেল গার্লস হাই স্কুল, ব্রাক্ষণবড়িয়া]
ক মৌমাছি খ জোনাকি ˜ পিপীলিকা ঘ গুগল
২৪০. এচঝ -এর পূর্ণরূপ কী? [গভঃ মডেল গার্লস হাই স্কুল, ব্রাক্ষণবড়িয়া]
ক এষড়নধষ ঢ়ধপশবঃ ংুংঃবস খ এরমধনুঃব ঢ়বৎ ংবপড়হফ
˜ এষড়নধষ ঢ়ড়ংরঃরড়হরহম ংুংঃবস ঘ এষড়নধষ ঢ়বৎ ংবৎারপব
২৪১. স্যাটেলাইটে সিগন্যাল পাঠানোর জন্য কী প্রয়োজন হয়?
[গভ. মডেল গার্লস হাই স্কুল, ব্রাক্ষণবড়িয়া]
˜ এন্টেনা খ টেলিফোন গ মোবাইল ফোন ঘ রেডিও লিংক
২৪২. ঋওঋঅ ডড়ৎষফ ঈঁঢ়-২০১৪ খেলাটি ঘরে বসে দেখতে পাওয়া যায় কীসের মাধ্যমে – [নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ]
ক ঙঢ়ঃরপধষ ঋরনবৎ ˜ ঝধঃবষষরঃব
গ এঝগ অহঃবহহধ ঘ গরপৎড় বিন অহঃবহহধ
২৪৩. স্যাটেলাইট কাকে ঘিরে ঘুরতে থাকে? (জ্ঞান)
 পৃথিবী খ চাঁদ গ মঙ্গল গ্রহ ঘ মহাকাশ
২৪৪. স্যাটেলাইট পৃথিবীকে ঘিরে ঘুরছে কেন? (অনুধাবন)
ক স্যাটেলাইট কর্তৃপক্ষের নিয়ন্ত্রণের কারণে
খ সৌর জগতের অলঙ্ঘনীয় নিয়মের কারণে
 পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের কারণে
ঘ প্রকৃতির স্বাভাবিক নিয়মের কারণে
২৪৫. স্যাটেলাইটকে মহাকাশে রাখার জন্য কোনো জ্বালানি বা শক্তি খরচ করতে হয় না কেন? (অনুধাবন)
 পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের কারণে
খ পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের কারণে
গ স্যাটেলাইট নিজেই জ্বালানি তৈরি করে
ঘ স্যাটেলাইটে ফাইবার অপটিকস ব্যবহারের কারণে
২৪৬. পৃথিবী তার অক্ষে কত ঘণ্টায় একবার ঘুরে আসে? (জ্ঞান)
ক ২২ খ ২৩  ২৪ ঘ ২৫
২৪৭. স্যাটেলাইট কত ঘণ্টায় একবার পৃথিবীকে ঘুরে আসে? (জ্ঞান)
ক ২২ খ ২৩  ২৪ ঘ ২৫
২৪৮. যে স্যাটেলাইট ২৪ ঘণ্টায় পৃথিবীকে একবার ঘুরে আসে তাকে কী বলে? (জ্ঞান)
ক টেরিস্ট্রেলিয়াল স্যাটেলাইট  জিও স্টেশনারি স্যাটেলাইট
গ ইনফ্রারের স্যাটেলাইট ঘ ফাইবার স্যাটেলাইট
২৪৯. জিও স্টেশনারি স্যাটেলাইট ভ‚পৃষ্ঠ থেকে কত উপরে স্থাপন করতে হয়? (জ্ঞান)
ক ১৯ কিলোমিটার খ ২৪ কিলোমিটার
 ৩৪ কিলোমিটার ঘ ৩৭ কিলোমিটার
২৫০. স্যাটেলাইটের মাধ্যমে কী করা যায়? (অনুধাবন)
ক অনেকগুলো কম্পিউটারকে এক সাথে যুক্ত করা যায়
 পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সিগন্যাল পাঠানো যায়
গ একই প্রোটোকলে কার্যরত দুইটি নেটওয়ার্ককে সংযুক্ত করা যায়
ঘ অনেকগুলো আইসিটি যন্ত্রকে এক সাথে যুক্ত করা যায়
২৫১. স্যাটেলাইট দিয়ে সিগন্যাল পাঠাতে কী দরকার হয়? (জ্ঞান)
ক জটিল ধরনের ল্যান কার্ড  অনেক বড় এন্টেনার
গ দ্রæত গতির মডেম ঘ জটিল ও মূল্যবান যন্ত্র
২৫২. অপটিক্যাল ফাইবার কী? (জ্ঞান)
ক কাচের প্লেট  কাচের তন্তু
গ কপারের তার ঘ ডিস এন্টিনা
২৫৩. বৈদ্যুতিক তারে কোন সিগন্যাল পাঠানো হয়? (জ্ঞান)
 বৈদ্যুতিক সিগন্যাল খ ওয়্যারলেস সিগন্যাল
গ ম্যাগনেটিক সিগন্যাল ঘ আলোক সিগন্যাল
২৫৪. ওয়্যারলেস সিগন্যাল পাঠানো হয় কোন মাধ্যমে? (জ্ঞান)
ক ক্যাবলের মধ্য দিয়ে ˜ স্যাটেলাইটে
গ ফাইবার অপটিকসে ঘ হাবের মধ্য দিয়ে
২৫৫. অপটিক্যাল ফাইবারে সিগন্যালকে কীভাবে পাঠানো হয়? (অনুধাবন)
ক কাচে পরিণত করে  আলোতে রূপান্তর করে
গ বৈদ্যুতিক সিগন্যাল রূপে ঘ সিসায় পরিণত করে
২৫৬. অপটিক্যাল ফাইবার যে আলোকে সিগন্যাল পাঠানো হয় তা আসলে কী? (জ্ঞান)
ক ওয়ারলেস সিগন্যাল  ইনফ্রারেড আলো
গ টেরিস্ট্রেরিয়াল সিগন্যাল ঘ রেডিও সিগন্যাল
২৫৭. একটি অপটিক্যাল ফাইবারের ভেতর দিয়ে এক সাথে কতগুলো টেলিফোন কল পাঠানো সম্ভব? (জ্ঞান)
ক একশ খ এক হাজার গ এক লক্ষ  কয়েক লক্ষ
২৫৮. বাংলাদেশ বর্তমানে কোন সাবমেরিন ক্যাবলের সাহায্যে বাইরের পৃথিবীর সাথে যুক্ত? (জ্ঞান)
ক ঝঊঅ-ডঊ-গঊ-৪  ঝঊঅ-গঊ-ডঊ-৪
গ ঝঊঅ-ও-ণঙট-৪ ঘ ঝঊঅ-গঊ-ণঙট-৪
২৫৯. এক মহাদেশ থেকে অন্য মহাদেশে সংযোগের জন্য সমুদ্রের তলদেশে যে ক্যাবল ব্যবহৃত হয় তাকে কী বলে? (জ্ঞান)
ক স্যাটেলাইট ক্যাবল  সাবমেরিন ক্যাবল
গ কো-এক্সিয়েল ক্যাবল ঘ টুইস্টেড পেয়ার ক্যাবল
২৬০. এক মহাদেশ থেকে অন্য মহাদেশে ক্যাবল সংযোগ কীভাবে দেওয়া হয়? (জ্ঞান)
ক পোলের সাহায্যে  সমুদ্রের তলদেশ দিয়ে
গ স্যাটেলাইটের মাধ্যমে ঘ রেডিও লিংকের মাধ্যমে
 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
২৬১. পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তথ্য পাঠাতে কার্যকর পদ্ধতি হলো- [ইনজিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা]
র. ঈড়-ধীরধষ ঈধনষব রর. ঝধঃবষষরঃব ররর. ঙঢ়ঃরপধষ ঋরনবৎ
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর  রর ও ররর ঘ র, রর ও ররর
২৬২. ইন্টারনেটে তথ্য খোঁজার সাইটÑ [সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
র. গুগল রর. পিপীলিকা ররর. বিডিজবস
নিচের কোনটি সঠিক?
˜ র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
২৬৩. নেটওয়ার্ক বিস্তৃতির জন্য প্রয়োজনÑ
[জে. বি উচ্চ বিদ্যালয়; সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়া]
র. পৃথিবী রর. অপটিক্যাল ফাইবার ররর. স্যাটেলাইট
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ˜ র, রর ও ররর
২৬৪. স্যাটেলাইট ব্যবহারের ফলেÑ [নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা]
র. যোগাযোগের ক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে
রর. কোনো ধরনের সমস্যার মুখোমুখি হতে হয় না
ররর. কোনো ধরনের জ্বালানি বা শক্তি খরচ করতে হয় না
নিচের কোনটি সঠিক?
ক রর খ র গ রর ও ররর ঘ র, রর ও ররর
২৬৫. স্যাটেলাইট পদ্ধতিতে সিগন্যাল পাঠানো যায়Ñ [বরিশাল শিক্ষক সমিতি]
র. রেডিওতে রর. ইন্টারনেট ররর. মোবাইল ফোনে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ˜ র, রর ও ররর
২৬৬. পৃথিবী থেকে স্যাটেলাইটকে আকাশের এক জায়গায় স্থির বলে মনে হওয়ার কারণ- (অনুধাবন)
র. পৃথিবী তার অক্ষে চব্বিশ ঘণ্টায় ঘুরে আসে
রর. স্যাটেলাইট চব্বিশ ঘণ্টায় একবার পৃথিবীকে প্রদক্ষিণ করে তাই
ররর. স্যাটেলাইট সব সময় স্থির থাকে তাই
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
২৬৭. জিও স্টেশনারি স্যাটেলাইট দিয়ে সিগন্যাল পাঠানো যায়- (অনুধাবন)
র. রেডিওতে রর. ইন্টারনেটে ররর. মোবাইল ফোনে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
২৬৮. স্যাটেলাইট দিয়ে যোগাযোগ করার সমস্যা হলো- (অনুধাবন)
র. সিগন্যাল পাঠাতে অনেক বড় এন্টিনার দরকার হয়
রর. দূরত্ব বেশি হওয়ায় সিগন্যাল পৌঁছাতে সময় বেশি লাগে
ররর. সিগন্যাল কাচের ভেতর দিয়ে যায় বলে সময় বেশি লাগে
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
২৬৯. অপটিক্যাল ফাইবারের বৈশিষ্ট্য হলো- (অনুধাবন)
র. এটি অত্যন্ত সরু এক ধরনের কাঠের তন্তু
রর. এটি সিগন্যালকে আলোতে রূপান্তর করে পাঠায়
ররর. এর ভেতর দিয়ে অনেক বেশি সিগন্যাল পাঠানো সম্ভব
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর  রর ও ররর ঘ র, রর ও ররর
২৭০. অপটিক্যাল ফাইবারের মাধ্যমে সিগন্যাল পাঠানোর সুবিধা হলো (অনুধাবন)
র. সিগন্যাল আলোর গতিতে পৌঁছে যায়
রর. এক সঙ্গে অনেক সিগন্যাল পাঠানো যায়
ররর. পৃথিবীর এক পৃষ্ঠ থেকে অন্য পৃষ্ঠে সিগন্যাল দ্রæত পৌঁছে যায়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর  রর ও ররর ঘ র, রর ও ররর
 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ২৮০ ও ২৮১ নং প্রশ্নের উত্তর দাও :
ফাইবার অপটিকসের মধ্য দিয়ে দ্রæত গতিতে ডাটা চলাচল করে। এর মধ্য দিয়ে একসাথে কয়েক লক্ষ টেলিফোন কল পাঠানো সম্ভব।
২৭১. উক্ত ক্যাবলটির উপাদান কী? (প্রয়োগ)
 কাচের তন্তু খ প্লাস্টিক
গ তামা ঘ অ্যালুমিনিয়াম
২৭২. উক্ত ক্যাবলের মধ্য দিয়ে- (উচ্চতর দক্ষতা)
র. আলোক সিগন্যাল পরিবাহিত হয়
রর. ইনফ্রারেড আলো চলাচল করে
ররর. ইলেকট্রিক সিগন্যাল চলাচল করে
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
নিচের অনুচ্ছেদটি পড়ে ২৮২ ও ২৮৩ নং প্রশ্নের উত্তর দাও :
বর্তমানে পৃথিবীর সকল দেশেই অপটিক্যাল ফাইবারের নেটওয়ার্ক দিয়ে একে অন্যের সাথে সংযুক্ত। বাংলাদেশেও ঝঊঅ-গঊ-ডঊ-৪ নামক সাবমেরিন ক্যাবল দিয়ে বাইরের পৃথিবীর সাথে যুক্ত।
২৭৩. অনুচ্ছেদে উল্লিখিত ক্যাবলটি- (প্রয়োগ)
র. সমুদ্রের তলদেশ দিয়ে নেওয়া হয়
রর. স্যাটেলাইটের তুলনায় দ্রæত সিগন্যাল পৌঁছায়
ররর. মহাকাশে থেকে পৃথিবীকে ঘিরে ঘুরতে থাকে
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
২৭৪. উক্ত ক্যাবলটির কোন ব্যাপারটি অবিশ্বাস্য মনে হলেও সত্য? (উচ্চতর দক্ষতা)
ক এটি সমুদ্রের তলদেশ দিয়েও দ্রæত সিগন্যাল পাঠাতে পারে
খ একটি সিগন্যালকে আলোতে রূপান্তর করে আলো হিসেবে পাঠায়
গ এটিকে মহাকাশে রাখতে কোনো জ্বালানি বা শক্তি খরচ হয় না
 একটি ক্যাবলের ভেতর দিয়ে কয়েক লক্ষ টেলিফোন কল পাঠানো যায়

২৭৫. নেটওয়ার্কের মাধ্যমে তথ্য বিনিময় করা যায়- (অনুধাবন)
র. নিজের পরিচিতদের মধ্যে
রর. সারা দেশের মানুষের সাথে
ররর. সারা পৃথিবীর মানুষের সাথে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
২৭৬. ক্লাউড কম্পিউটিং ব্যবহারের সুবিধা হলো- (অনুধাবন)
র. সাময়িক প্রয়োজনে সাময়িকভাবে ব্যবহার করা যায়
রর. যতটুকু সেবা গ্রহণ করা হয় শুধু তারই মূল্য পরিশোধ করতে হয়
ররর. সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ব্যবহারকারীর সব কিছু করে দেয়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর, ররর  র, রর ও ররর
২৭৭. নেটওয়ার্ক ব্যবহার করা হয়- (অনুধাবন)
র. রাষ্ট্র পরিচালনায় রর. নিরাপত্তায় ররর. যোগাযোগে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
২৭৮. নেটওয়ার্কভুক্ত একাধিক আইসিটি যন্ত্রকে যুক্ত করতে – (অনুধাবন)
র. হাব ব্যবহার করা হয় রর. সুইচ ব্যবহার করা হয়
ররর. রাউটার ব্যবহার করা হয়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
২৭৯. মডেম ব্যবহৃত হতে পারে- (অনুধাবন)
র. তার দ্বারা সংযুক্ত প্রযুক্তিতে
রর. তারবিহীন প্রযুক্তিতে
ররর. ফাইবার অপটিক্যাল ক্যাবলে
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
২৮০. সিগন্যাল পাঠানো যায়- (অনুধাবন)
র. বৈদ্যুতিক তার দিয়ে রর. স্যাটেলাইট দিয়ে
ররর. অপটিক্যাল ফাইবার দিয়ে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
নিচের অনুচ্ছেদটি পড়ে ২৯০ ও ২৯১ নং প্রশ্নের উত্তর দাও :
সোহাগ বাজার থেকে নেটওয়ার্ক স্থাপনের জন্য একটি হাব কিনে আনল এবং তার বাসায় সহজে একটি কম্পিউটার নেটওয়ার্ক গড়ে তুলল।
২৮১. সোহাগের ব্যবহৃত নেটওয়ার্কটি কোন টপোলজির? (প্রয়োগ)
ক বাস  স্টার গ মেশ ঘ হাইব্রিড
২৮২. উক্ত নেটওয়ার্কটির বৈশিষ্ট্য হলো- (উচ্চতর দক্ষতা)
র. কেন্দ্রীয় হাবটি নষ্ট হলে সমস্ত নেটওয়ার্ক অচল হয়ে যায়
রর. এটা তুলনামূলক সহজ টপোলজি
ররর. একটি কম্পিউটার নষ্ট হলেও বাকি নেটওয়ার্ক সচল থাকে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
নিচের অনুচ্ছেদটি পড়ে ২৯২ ও ২৯৩ নং প্রশ্নের উত্তর দাও :
কিছু কিছু সেবাদানকারী প্রতিষ্ঠান আছে যারা টাকার বিনিময়ে বিভিন্ন ধরনের সেবা প্রদান করে। ব্যবহারকারীর প্রয়োজনটা সাময়িক হলে সে সাময়িকভাবে এটি ব্যবহার করবে এবং যতটুকু ব্যবহার করবে ঠিক ততটুকু সেবার জন্য মূল্য দেবে।
২৮৩. উক্ত সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহ কোন ধরনের টেকনোলজি ব্যবহার করে? (প্রয়োগ)
 ক্লাউড কম্পিউটিং খ ন্যানো কম্পিউটিং
গ ম্যান নেটওয়ার্ক ঘ প্যান নেটওয়ার্ক
২৮৪. এতে ব্যবহারকারীর সুবিধা- (অনুধাবন)
র. খরচ বাঁচে রর. ই-মেইল পাঠাতে পারে
ররর. নিজস্ব সার্ভারের প্রয়োজন হয় না
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর

গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

প্রশ্ন \ ১ \ টপোলজি কী? চিত্রসহ বাস টপোলজি বর্ণনা কর।
উত্তর : কম্পিউটার নেটওয়ার্কে কম্পিউটারসমূহ একটি অন্যটির সাথে সংযুক্ত থাকার পদ্ধতিই টপোলজি।
বাস টপোলজি সবচেয়ে সহজ নেটওয়ার্ক টপোলজি। বাস টপোলজিতে একটা মূল ব্যাকবোন বা মূল লাইনের সাথে সবগুলো কম্পিউটারকে জুড়ে দেওয়া হয়। বাস টপোলজিতে কোনো একটা কম্পিউটার যদি অন্য কোনো কম্পিউটারের সাথে যোগাযোগ করতে চায়, তাহলে সব কম্পিউটারের কাছেই সেই তথ্য পৌঁছে যায়। শুধু সত্যি সত্যি যার সাথে যোগাযোগ করার কথা সেই কম্পিউটার তথ্যটা গ্রহণ করে। অন্য সব কম্পিউটার তথ্যগুলোকে উপেক্ষা করে।

চিত্র : বাস টপোলজি
প্রশ্ন \ ২ \ রাউটার কী? এর কাজ করার পদ্ধতি সম্পর্কে লেখ।
উত্তর : জড়ঁঃবৎ শব্দটি এসেছে জড়ঁঃব শব্দ থেকে। রাউটার একটি গুরুত্বপূর্ণ যন্ত্র, যা হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে তৈরি। এটি নেটওয়ার্ক তৈরির কাজে ব্যবহার করা হয়। ইন্টারনেট অসংখ্য নেটওয়ার্কের সমন্বয়ে তৈরি। একই প্রোটোকলের অধীনে কার্যরত দুটি নেটওয়ার্ককে সংযুক্ত করার জন্য রাউটার ব্যবহৃত হয়। বর্তমানে ইন্টারনেটে অসংখ্য রাউটার রয়েছে।
রাউটার এর প্রধান কাজ ডাটা বা উপাত্তকে পথ নির্দেশনা দেওয়া। ধরি, আমি অস্ট্রেলিয়ায় অবস্থিত আমার কোনো বন্ধুকে ই-মেইলের মাধ্যমে একটা ছবি পাঠাতে চাই। ছবিটি কয়েকটি ডাটা প্যাকেটে বিভক্ত হয়ে ইন্টারনেটের মাধ্যমে বন্ধুর কম্পিউটারে পৌঁছাবে। প্রতিটি ডাটা প্যাকেটে গন্তব্যস্থলের ঠিকানা সংযুক্ত থাকে। ইন্টারনেট যেহেতু জালের মতো গোটা পৃথিবীজুড়ে বিস্তৃত, তাই বিভিন্ন ডাটা প্যাকেট বিভিন্ন পথে গন্তব্যে পৌঁছাতে পারে। একটি ডাটা প্যাকেট কোনো একটি রাউটার এ পৌঁছালে পরবর্তী কোন পথে অগ্রসর হলে ডাটা সহজে এবং দ্রæত গন্তব্যে পৌঁছাবে তার পথনির্দেশ দেয় ঐ রাউটার।
প্রশ্ন \ ৩ \ যোগাযোগ ব্যবস্থায় স্যাটেলাইট ও অপটিক্যাল ফাইবারের ভ‚মিকা ব্যাখ্যা কর।
উত্তর : যোগাযোগ ব্যবস্থায় স্যাটেলাইট ও অপটিক্যাল ফাইবারের ভ‚মিকা। নিচে ব্যাখ্যা করা হলো-
স্যাটেলাইট : স্যাটেলাইট বা উপগ্রহ মহাকাশ থেকে পৃথিবীকে ঘিরে ঘুরতে থাকে। পৃথিবী তার অক্ষে চব্বিশ ঘন্টায় ঘুরে আসে, স্যাটেলাইটকেও যদি ঠিক চব্বিশ ঘন্টায় একবার পৃথিবীকে ঘুরিয়ে আনা যায় তাহলে পৃথিবী থেকে মনে হবে সেটা আকাশের কোনো এক জায়গায় স্থির হয়ে আছে। এ ধরনের স্যাটেলাইটকে বলে জিও স্টেশনারি স্যাটেলাইট। আকাশে একবার জিও স্টেশনারি স্যাটেলাইট বসানো হলে পৃথিবীর একপ্রান্ত থেকে সেখানে সিগন্যাল পাঠানো যায় এবং স্যাটেলাইট সেই সিগন্যালটিকে নতুন করে পৃথিবীর অন্য পৃষ্ঠে পাঠিয়ে দিতে পারে। এ পদ্ধতিতে পৃথিবীর একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে রেডিও, টেলিফোন, মোবাইল ফোন কিংবা ইন্টারনেটে সিগন্যাল পাঠানো যায়।
অপটিক্যাল ফাইবার : অপটিক্যাল ফাইবার অত্যন্ত সরু এক ধরনের কাচের তন্তু। অপটিক্যাল ফাইবারের ভেতর দিয়ে অনেক বেশি সিগন্যাল পাঠানো সম্ভব এবং শুনে অবিশ্বাস্য মনে হতে পারে কিন্তু একটি অপটিক্যাল ফাইবারের ভেতর দিয়ে এক সাথে কয়েক লক্ষ টেলিফোন কল পাঠানো সম্ভব। ইদানীং অপটিক্যাল ফাইবার যোগাযোগ এত উন্নতি হয়েছে যে পৃথিবীর সব দেশেই অপটিক্যাল ফাইবারের নেটওয়ার্ক দিয়ে একে অন্যের সাথে সংযুক্ত। স্যাটেলাইট সিগন্যাল আলোর বেগে যেতে পারে কিন্তু অপটিক্যাল ফাইবারে কাচের ভেতর দিয়ে যেতে হয় বলে সেখানে আলোর বেগ এক-তৃতীয়াংশ কম। তারপরেও পৃথিবীর এক পৃষ্ঠ থেকে অন্য পৃষ্ঠে অপটিক্যাল ফাইবারে সিগন্যাল পাঠাতে হলে সেটি অনেক তাড়াতাড়ি পাঠানো যায়।
প্রশ্ন \ ৪ \ টপোলজি বলতে কী বোঝ? সংক্ষেপে লেখ।
উত্তর : কম্পিউটারসমূহের মধ্যে নেটওয়ার্ক থাকলে তাদের মধ্যে তথ্য বিনিময় বা আদান-প্রদান করা যায়। নেটওয়ার্কভুক্ত কম্পিউটারগুলো একটি আরেকটির হার্ডওয়্যার ও সফটওয়্যার রিসোর্স শেয়ার বা ব্যবহার করতে পারে। তবে সবকিছুর জন্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কম্পিউটারসমূহের একটির সাথে অন্যটির সংযুক্তির বিষয়টি। কম্পিউটার নেটওয়ার্কে কম্পিউটারসমূহ একটি অন্যটির সাথে সংযুক্ত
থাকার পদ্ধতিকে টপোলজি বলে। নেটওয়ার্কে কম্পিউটারগুলো কীভাবে সংযুক্ত আছে। ক্যাবল কীভাবে একটি আরেকটির সাথে যুক্ত আছে। এটিই টপোলজির মূল বিষয়।
প্রশ্ন \ ৫ \ চিত্রসহ রিং টপোলজি বুঝিয়ে বল।
উত্তর : রিং টপোলজি হবে গোলাকার বৃত্তের মতো। এই টপোলজিতে প্রত্যেকটা কম্পিউটার অন্য দুটো কম্পিউটারের সাথে যুক্ত। এ টপোলজিতে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য যায় একটি নির্দিষ্ট দিকে। তবে রিং টপোলজিতে সত্যি সত্যি কম্পিউটারগুলোকে কিন্তু বৃত্তাকারে থাকার দরকার নেই; সেগুলো এলোমেলোভাবে থাকতে পারে। কিন্তু যদি সব সময়েই কম্পিউটারগুলোর মাঝে বৃত্তাকার যোগাযোগ থাকে, তাহলেই সেটা রিং টপোলজি।

চিত্র : রিং টপোলজি

প্রশ্ন \ ৬ \ কম্পিউটারের নেটওয়ার্ক টপোলজি কী? স্টার টপোলজির সুবিধা ও অসুবিধাগুলো লেখ।
উত্তর : কম্পিউটারের নেটওয়ার্ক টপোলজি : কম্পিউটারের নেটওয়ার্ক টপোলজি হচ্ছে নেটওয়ার্কভুক্ত কম্পিউটারসমূহের অবস্থানগত এবং সংযোগ বিন্যাসের কাঠামো। নেটওয়ার্ক টপোলজিকে সাধারণভাবে নেটওয়ার্কের সংগঠন বলা হয়।
স্টার টপোলজির সুবিধা ও অসুবিধা : স্টার টপোলজিতে একটি কেন্দ্রীয় ডিভাইস এর সাথে অন্য কম্পিউটারগুলো সংযুক্ত থাকে। কেন্দ্রীয় ডিভাইসটি হতে পারে একটি হাব বা সুইচ। নিচে স্টার টপোলজির সুবিধা ও অসুবিধা বর্ণনা করা হলো :
স্টার টপোলজির সুবিধা :
১. ডাটা চলাচলের গতি বেশি।
২. নতুন একটি কম্পিউটার সংযোগ দেয়ার প্রয়োজন হলে শুধু সংযোগ দিলেই চলে।
৩. কেন্দ্রীয়ভাবে এ নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করা যায় বলে ত্রæটি নিরূপণ করা সহজ।
৪. এ ধরনের টপোলজিতে কোনো একটি কম্পিউটার নষ্ট হয়ে গেলেও পুরো সিস্টেম অচল হয়ে যায় না।
স্টার টপোলজির অসুবিধা :
১. এ টপোলজিতে সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে হাব বা সুইচ নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ সিস্টেম অচল হয়ে যায়।
২. এ টপোলজিতে প্রতিটি কম্পিউটার ক্যাবলের মাধ্যমে হাবের সাথে সংযুক্ত বলে প্রচুর ক্যাবলের প্রয়োজন হয় যা অত্যন্ত ব্যয়বহুল।
প্রশ্ন \ ৭ \ নেটওয়ার্কিং এ ব্যবহৃত যন্ত্রপাতিগুলো সংক্ষেপে ব্যাখ্যা কর। [রংপুর জিলা স্কুল]
উত্তর : দুটি কিংবা তার বেশি কম্পিউটারকে যোগাযোগের কোনো মাধ্যম দিয়ে জুড়ে দিলে তারা যদি নিজেদের ভেতর তথ্য কিংবা উপাত্ত দেয়া নেয়া করতে পারে, তাহলে তাকে কম্পিউটার নেটওয়ার্ক বলে। এ ধরনের পরিবেশ সৃষ্টি করতে বেশ কিছু যন্ত্রপাতি ব্যবহার করা হয়। নিচে নেটওয়ার্কিং এ ব্যবহৃত যন্ত্রপাতিগুলো সংক্ষেপে ব্যাখ্যা করা হলোÑ
সার্ভার : সার্ভার হচ্ছে মোটামুটি শক্তিশালী কম্পিউটার যেটি নেটওয়ার্কের অন্য কম্পিউটারকে নানারকম সেবা দিয়ে থাকে।
ক্লায়েন্ট : যেসব কম্পিউটার সার্ভার থেকে কোনো ধরনের তথ্য নেয় তাকে ক্লায়েন্ট বলে।
মিডিয়া : যে জিনিসটা ব্যবহার করে কম্পিউটারগুলো জুড়ে দেওয়া হয় সেটা হচ্ছে মিডিয়া।
নেটওয়ার্ক এডাপ্টার : একটা কম্পিউটারকে সোজাসুজি নেটওয়ার্কের সাথে জুড়ে দেয়া যায় না। সেটা করার জন্য কম্পিউটারের সাথে একটি নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড লাগাতে হয়। সেই কার্ড মিডিয়া থেকে তথ্য নিয়ে কম্পিউটারকে দিতে পারে। আবার কম্পিউটার থেকে তথ্য নিয়ে সেটা নেটওয়ার্কে ছেড়ে দিতে পারে।
রিসোর্স : ক্লায়েন্টের কাছে ব্যবহারের জন্য যে সকল সুযোগ-সুবিধা দেওয়া হয়, তার সবই হচ্ছে রিসোর্স।
ইউজার : যে ক্লায়েন্ট সার্ভার থেকে রিসোর্স ব্যবহার করে, সেই ইউজার বা ব্যবহারকারী।
প্রটোকলস : ভিন্ন ভিন্ন কম্পিউটারকে এক সাথে যুক্ত করে দিতে হলে এক কম্পিউটারের সাথে অন্য কম্পিউটারের যোগাযোগ করার জন্য কিছু নির্দিষ্ট নিয়ম মেনে তথ্য আদান-প্রদান করতে হয়। এই নিয়মগুলোই হচ্ছে প্রটোকল।
প্রশ্ন \ ৮ \ বাস টপোলজি ব্যবহারের ৫টি সুবিধা লেখ।
উত্তর : বাস টপোলজি ব্যবহারের ৫টি সুবিধা হলোÑ
১. বাস টপোলজি স্থাপন করা খুব সহজ।
২. এই টপোলজিতে নতুন কম্পিউটার সহজেই নেটওয়ার্কভুক্ত করা যায়।
৩. এই টপোলজিতে কোনো হোস্ট কম্পিউটার প্রয়োজন হয় না।
৪. বাস টপোলজিতে কোনো একটি কম্পিউটার নষ্ট হলে অন্য কম্পিউটার গুলোতে নেটওয়ার্ক সংযোগ সচল থাকে।
৫. অনেকগুলো কম্পিউটার এক সাথে জুড়ে দেয়ার ক্ষেত্রে অন্যান্য টপোলজি অপেক্ষা এটি অধিক কার্যকর।
প্রশ্ন \ ৯ \ ক্লায়েন্ট বলতে কী বোঝ? সংক্ষেপে আলোচনা কর।
উত্তর : ক্লায়েন্ট (ঈষরবহঃ) একটি ইংরেজি শব্দ। কেউ যদি অন্য কারও কাছ থেকে কোনো ধরনের সেবা নেয়, তখন তাকে ক্লায়েন্ট বলে। কম্পিউটার নেটওয়ার্কেও ক্লায়েন্ট শব্দটির অর্থ মোটামুটি একই রকম। সার্ভার থেকে যেসব কম্পিউটার কোনো ধরনের তথ্য নেয় তাকে ক্লায়েন্ট বলে। যেমন- কোনো কম্পিউটার থেকে নেটওয়ার্ক ব্যবহার করে ই-মেইল পাঠাতে হবে। এক্ষেত্রে কম্পিউটার হবে ক্লায়েন্ট। নেটওয়ার্কের যে কম্পিউটারটি ‘ই-মেইল পাঠানোর কাজটুকু করে দেবে সেটি সার্ভার’-এ ক্ষেত্রে ই-মেইল সার্ভার।
প্রশ্ন \ ১০ \ সামাজিক নেটওয়ার্ক সম্পর্কে বর্ণনা কর।
উত্তর : সামাজিক নেটওয়ার্ক হলো ইন্টারনেটের মাধ্যমে ব্যক্তিগত যোগাযোগ। নেটওয়ার্কের মাধ্যমে আমরা ইন্টারনেট ব্যবহারকারী হিসেবে পৃথিবীর অন্যান্য ইন্টারনেট ব্যবহারকারীদের সাথে যোগাযোগ করতে পারি। নিজেদের মধ্যে ছবি, ভিডিও, গুরুত্বপূর্ণ ফাইল ও বিভিন্ন লিংকসহ আরও অনেক কিছু শেয়ার করতে পারি। এই কমিউনিটি নেটওয়ার্কগুলো পুরোপুরি ফ্রি, কিন্তু সেগুলো ব্যবহার করার আগে রেজিস্ট্রেশন করতে হয়। বর্তমান বিশ্বে সামাজিক নেটওয়ার্কের প্রভাব অত্যন্ত বেশি। এখানে সমমনা লোকজন অনেকের সাথে বিভিন্ন লিংক ও নানা তথ্য শেয়ারের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি ও একত্রিত হতে পারে। এ মুহ‚র্তে পৃথিবীর জনপ্রিয় সামাজিক নেটওয়ার্কের মাঝে রয়েছে ফেসবুক ও টুইটার।
প্রশ্ন \ ১১ \ নতুন পৃথিবীতে ক্ষমতাবান কারা? ব্যাখ্যা কর।
উত্তর : বর্তমান রাষ্ট্র পরিচালনা নিরাপত্তা এমনকি যুদ্ধ বিগ্রহেও নেটওয়ার্ক ব্যবহৃত হয়। নতুন পৃথিবীতে সম্পদ হচ্ছে তথ্য। সা¤প্রতিক সব বড় যুদ্ধেই একটি দেশ তার সেনাবাহিনীর অস্ত্রশস্ত্র-গোলাবারুদ পাঠানোর আগে প্রথমে সেখানে এটি নেটওয়ার্ক তৈরি করে নিয়েছে। তথ্য যে যত দক্ষতার সাথে ব্যবহার করতে পারবে, এ নতুন পৃথিবীতে সেই হবে তত শক্তিশালী। আর তথ্য ব্যবহার করার জন্য দরকার শক্তিশালী নেটওয়ার্ক। তাই ভবিষ্যতে আমরা নেটওয়ার্কের ক্ষেত্রে নতুন নতুন পদ্ধতির ব্যবহার দেখব সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই বলা যায়, নতুন পৃথিবী অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সমৃদ্ধ পৃথিবীতে ক্ষমতাবান তারাই যারা তাদের তথ্যসমূহকে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে দক্ষতার সাথে ব্যবহার করতে পারবেন।
প্রশ্ন \ ১২ \ ওয়াই-ফাই ও ফেসবুক কী? দৈনন্দিন জীবনে ইন্টারনেটের ব্যবহার আলোচনা কর।
উত্তর : ওয়াই-ফাই : ওয়াই-ফাই হচ্ছে জনপ্রিয় তারবিহীন প্রযুক্তি যাতে রেডিও ওয়েভ ব্যবহার করে কোনো ইলেকট্রনিক ডিভাইসকে উচ্চগতিসম্পন্ন ইন্টারনেটের সংযোগ কিংবা কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে ডেটা আদান-প্রদান করা হয়।
ফেসবুক : ফেসবুক হচ্ছে একটি সামাজিক নেটওয়ার্ক ব্যবস্থা যার সাহায্যে মানুষের সাথে মানুষের এক ধরনের যোগাযোগ রক্ষা হয়।
দৈনন্দিন জীবনে ইন্টারনেটের ব্যবহার : ইন্টারনেটের কল্যাণে পৃথিবী আজ মানুষের হাতের মুঠোয়। নিচে দৈনন্দিন জীবনে ইন্টারনেটের ব্যবহার আলোচনা করা হলো :
তথ্য আদান-প্রদান : ইন্টারনেট হচ্ছে তথ্যের সর্ববৃহৎ ভাণ্ডার। বর্তমানে এটি তথ্যের আদান-প্রদানের মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে।
শিক্ষাক্ষেত্রে : শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের গুরুত্ব অপরিসীম। অনলাইনে বিশ্বের বড় বড় লাইব্রেরি থেকে যেকোনো বই অধ্যয়ন করা যায়। বর্তমানে ইন্টারনেট ব্যবস্থায় অনেক শিক্ষা প্রতিষ্ঠানে একজন ছাত্র ক্লাসে সরাসরি উপস্থিত না হয়েও অনলাইনে ক্লাসে অংশগ্রহণ করতে পারে।
গবেষণামূলক কাজ : গবেষণামূলক কাজের জন্য প্রয়োজনীয় যেকোনো তথ্য ইন্টারনেট থেকে সংগ্রহ করা যায় এবং তা ডাউনলোড করে ব্যবহার করা যায়।
ভিডিও কনফারেন্সিং : বর্তমানে ইন্টারনেট ব্যবহার করে ভিডিও কনফারেন্স করা যাচ্ছে। এর ফলে অনেক দূরে থেকেও পরস্পরের সাথে মুখোমুখি যোগাযোগ সম্ভব।
প্রশ্ন \ ১৩ \ ই-টিকেট ও পিপীলিকা কী? মডেম-এর ব্যবহার উল্লেখ কর।
উত্তর : ই-টিকেট : মোবাইল ফোন বা অনলাইনের মাধ্যমে নিজের সুবিধামতো সময়ে স্টেশনে না গিয়েও নির্দিষ্ট গন্তব্যের টিকেট কাটার পদ্ধতিকে ই-টিকেট বলে।
পিপীলিকা : পিপীলিকা হলো বাংলাদেশের তৈরি একটি বাংলা সার্চ ইঞ্জিন।
মডেম : মডেমের ব্যবহার নিচের উল্লেখ করা হলো :
১. প্রেরক কম্পিউটারের প্রেরিত ডিজিটাল সিগন্যালকে এনালগে রূপান্তরিত করে।
২. গ্রাহক কম্পিউটারে প্রেরিত ডিজিটাল সিগন্যালকে ডিজিটালে রূপান্তরিত করে।
৩. কম্পিউটারকে নেটওয়ার্কের সাথে যুক্ত করতেই এটিই প্রধান উপকরণ।
৪. প্রেরিত সিগন্যালকে বিস্তৃত নেটওয়ার্কে সঠিক ঠিকানায় পৌঁছে দেয়।
প্রশ্ন \ ১৪ \ বাস টপোলজি ব্যবহারের ৫টি অসুবিধা উল্লেখ কর।
উত্তর : বাস টপোলজি ব্যবহারের ৫টি অসুবিধা হলো :
১. ডেটা আদান-প্রদানের গতি কম।
২. এই টপোলজিতে শুধুমাত্র নির্ধারিত কম্পিউটারে তথ্য পাঠানো যায় না।
৩. এই টপোলজিতে মূল ব্যাকবোনের কোনো সমস্যা হলে পুরো নেটওয়ার্ক ব্যবস্থা অচল হয়ে পড়ে।
৪. এই টপোলজিতে কোনো কোনো সমস্যা দেখা দিলে তা নিরূপণ করা কঠিন কাজ।
৫. এই টপোলজিতে প্রত্যেকটা কম্পিউটারকে মূল ব্যাকবোনের সাথে যুক্ত করতে অনেক ক্যাবল প্রয়োজন হয় যা অত্যন্ত ব্যয়বহুল।
প্রশ্ন \ ১৫ \ ড্রপবক্স কী? স্যাটেলাইট সম্পর্কে বিস্তারিত বিবরণ দাও।
উত্তর : ড্রপবক্স : তথ্য বা ডকুমেন্টস সব সময় নিজের কাছে না রেখে ইন্টারনেটে একটি নির্দিষ্ট স্থানে রেখে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন সময় বিভিন্ন স্থান থেকে ব্যবহার করা যায়। এ ধরনের একটি জনপ্রিয় সেবার নাম ড্রপবক্স।
স্যাটেলাইট : স্যাটেলাইট বা উপগ্রহ মহাকাশে থেকে পৃথিবীকে ঘিরে থাকে। পৃথিবী তার কক্ষে চব্বিশ ঘন্টায় ঘুরে আসে। স্যাটেলাইটকেও যদি ঠিক চব্বিশ ঘন্টায় একবার পৃথিবীকে ঘুরিয়ে আনা যায় তাহলে পৃথিবী থেকে মনে হবে সেটা বুঝি আকাশের কোনো এক জায়গায় স্থির আছে। এ ধরনের স্যাটেলাইটকে বলা হয় জিও স্টেশনারি স্যাটেলাইট। যেকোনো উচ্চতায় জিও স্টেশনারি স্যাটেলাইট রাখা যায় না। এটা রাখার জন্য ৩৪ হাজার কিলোমিটার উপরে একটা নির্দিষ্ট কক্ষপথে রাখতে হয়। আকাশে একবার জিও স্টেশনারি স্যাটেলাইট বসানো হলে পৃথিবীর একপ্রান্ত থেকে যেখানে সিগন্যাল পাঠানো যায় স্যাটেলাইট সেই সিগন্যালটিকে নতুন করে পৃথিবীর অন্য পৃষ্ঠে পাঠিয়ে দিতে পারে।
এই পদ্ধতিতে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে রেডিও, টেলিফোন, মোবাইল ফোন কিংবা ইন্টারনেটে সিগন্যাল পাঠানো যায়।
প্রশ্ন \ ১৬ \ ফায়ারওয়াল, ল্যান কার্ড সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।
উত্তর : ফায়ারওয়াল : নেটওয়ার্ক দিয়ে সবাই সবার সাথে যুক্ত। প্রত্যেকটি কম্পিউটারের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা আছে। এই নিরাপত্তা ব্যবস্থার দেয়াল ভেঙে কেউ যেন ঢুকতে না পারে তা চেষ্টা করা হয়। নিরাপত্তার এই অদৃশ্য দেওয়াল ফায়ারওয়াল নামে পরিচিত।
ল্যান কার্ড : দুটো বা অধিকসংখ্যক কম্পিউটারকে একসাথে যুক্ত করতে যে যন্ত্রটি প্রয়োজন হয়, তা হলো ল্যান কার্ড। কোনো নেটওয়ার্ক গড়ে তুলতে ল্যান কার্ডের প্রয়োজন। নেটওয়ার্কের সাথে যুক্ত এক আইসিটি যন্ত্র থেকে অন্য যন্ত্রে কোনো তথ্য বা উপাত্ত পাঠাতে কিংবা গ্রহণ করতে ল্যান কার্ডের প্রয়োজন।
প্রশ্ন \ ১৭ \ চিত্রসহ ট্রি টপোলজি বুঝিয়ে লেখ।
উত্তর : স্টার টপোলজির স¤প্রসারিত রূপ হচ্ছে ট্রি টপোলজি। এই টপোলজিতে একাধিক কানেক্টিং ডিভাইস হিসেবে হাব বা সুইচ ব্যবহার করে নেটওয়ার্কভুক্ত সকল কম্পিউটারকে একটি বিশেষ স্থানে সংযুক্ত করা হয়। একে বলা হয় সার্ভার বা রুট। ট্রি সংগঠনে এক বা একাধিক স্তরে নেটওয়ার্কভুক্ত কম্পিউটারগুলো রুট-এর সাথে যুক্ত থাকে। নতুন স্তর তৈরি করে ট্রি টপোলজির নেটওয়ার্ক স¤প্রসারণ বেশ সুবিধাজনক। অফিস ব্যবস্থাপনার কাজে এ নেটওয়ার্কের গঠন বেশি উপযোগী। রুট বা সার্ভার কম্পিউটারে কোনো ত্রæটি দেখা দিলে ট্রি নেটওয়ার্ক অচল হয়ে যায়। অন্যান্য টপোলজির তুলনায় ট্রি টপোলজি অপেক্ষাকৃত জটিল।

চিত্র : ট্রি টপোলজি
প্রশ্ন \ ১৮ \ চিত্রসহ মেশ টপোলজি বুঝিয়ে লেখ।
উত্তর : মেশ টপোলজির ক্ষেত্রে নেটওয়ার্কের অধীনস্থ প্রত্যেক কম্পিউটার অন্যসব কম্পিউটারের সঙ্গে সরাসরি যুক্ত থাকে। এতে প্রতিটি ওয়ার্কস্টেশনের মধ্যে আলাদা আলাদা লিংক বা বাস থাকে। তাই প্রতিটি ওয়ার্কস্টেশন সরাসরি যেকোনো ওয়ার্কস্টেশনের সাথে ডাটা আদান-প্রদান করতে পারে। এই টপোলজিতে নেটওয়ার্ক ইনস্টলেশন ও কনফিগারেশন বেশ জটিল। সংযোগ লাইনগুলোর দৈর্ঘ্য বেশি হওয়ায় এতে খরচ বেশি হয়।

চিত্র : মেশ টপোলজি
প্রশ্ন \ ১৯ \ মডেম কী? মডেমের কাজ করার পদ্ধতি লেখ।
উত্তর : মডেম : মডেম হচ্ছে টেলিফোন লাইনের মাধ্যমে ইন্টারনেটের নেটওয়ার্কে যুক্ত থাকার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ যন্ত্র। গড়ফঁষধঃড়ৎ-এর গড় এবং উবসড়ফঁষধঃড়ৎ হতে উবস এই অংশ দুটির সমন্বয়ে গড়ফবস শব্দটি তৈরি হয়েছে।
মডেমের কার্যপদ্ধতি : ইন্টারনেটের মাধ্যমে ডাটা বা উপাত্ত পাঠানোর জন্য বহনকারী সিগন্যাল দরকার হয়। মডেম এমন একটি নেটওয়ার্ক যন্ত্র যা কম্পিউটার হতে প্রাপ্ত ডিজিটাল সিগন্যালকে এনালগ সিগন্যালে রূপান্তরিত করে গড়ফঁষধঃড়ৎ ঘবঃড়িৎশ কে প্রেরণ করে। আবার নেটওয়ার্ক হতে প্রাপ্ত এনালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে পরিণত করে কম্পিউটারে প্রেরণ করে। মডেম কম্পিউটার ও নেটওয়ার্কের সংযোগস্থলে অবস্থান করে।
প্রশ্ন \ ২০ \ ঝধঃবষষরঃব বলতে কী বুঝ? ঙঢ়ঃরপধষ ভরনবৎ-এর সিগন্যাল প্রেরণের কৌশল লেখ। [ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা]
উত্তর : ঝধঃবষষরঃব বলতে একটি বস্তু অন্য আরেকটি বস্তুকে কেন্দ্র করে প্রদক্ষিণ করাকে বোঝায়। এটি পৃথিবী থেকে প্রায় ৩৬ হাজার কি.মি. উপরে সম্পূর্ণ বৃত্তাকার কক্ষপথ রচনা করে পৃথিবীকে প্রদক্ষিণ করে।
ঙঢ়ঃরপধষ ভরনবৎ-এর সিগন্যাল পাঠানোর কৌশল : অপটিক্যাল ফাইবার অত্যন্ত সরু এক ধরনের কাচের তন্তু। বৈদ্যুতিক তারে বৈদ্যুতিক সিগন্যাল পাঠানো হয়। স্যাটেলাইট ওয়্যারলেস সিগন্যাল পাঠানো হয়। আর অপটিক্যাল ফাইবারে সিগন্যালটিকে আলোতে রূপান্তরিত করে পাঠানো হয়। অপটিক্যাল ফাইবারে যে আলোকে সিগন্যাল হিসাবে পাঠানো হয়, সেটি ইনফ্রারেড আলো এবং এই আলো আমাদের চোখে দৃশ্যমান নয়। একটি অপটিক্যাল ফাইবারের ভেতর দিয়ে এত বেশি সিগন্যাল পাঠানো সম্ভব যে অনেকের কাছে তা অবিশ্বাস্য মনে হতে পারে। কারণ একটি অপটিক্যাল ফাইবারের ভেতর দিয়ে একসাথে কয়েক লক্ষ টেলিফোন কল পাঠানো সম্ভব।
স্যাটেলাইট সিগন্যাল আলোর বেগে যেতে পারে কিন্তু অপটিক্যাল ফাইবারে পাঠানো সংকেতকে কাচের ভেতর দিয়ে যেতে হয় বলে সেখানে আলোর বেগ এক-তৃতীয়াংশ কম। তারপরও পৃথিবীর এক পৃষ্ঠ থেকে অন্য পৃষ্ঠে অপটিক্যাল ফাইবারে সিগন্যাল পাঠাতে হলে সেটি অনেক তাড়াতাড়ি পাঠানো যায়।
প্রশ্ন \ ২১ \ ল্যানকার্ড সম্পর্কে আলোচনা কর।
উত্তর : দুটো বা অধিকসংখ্যক কম্পিউটারকে এক সাথে যুক্ত করতে যে যন্ত্রটি অবশ্যই প্রয়োজন হয়, তা হলো ল্যান কার্ড। নেটওয়ার্কের সাথে যুক্ত এক আইসিটি যন্ত্র থেকে অন্য যন্ত্রে কোনো তথ্য বা উপাত্ত পাঠাতে কিংবা গ্রহণ করতে ল্যান কার্ডের প্রয়োজন হয়। এক্ষেত্রে ল্যান কার্ডের ভ‚মিকা ইন্টারপ্রেটারের। বর্তমানে পাওয়া যায় এমন প্রায় সব কম্পিউটার বা ল্যাপটপ বা আইসিটি যন্ত্রের মাদারবোর্ডের সাথেই ল্যান কার্ড সংযুক্ত অবস্থায় থাকে। তারপরও কিছু আইসিটি যন্ত্রে আলাদা করে ল্যান কার্ড সংযুক্ত করতে হয়। প্রযুক্তির উন্নয়নের ফলে এখন তারবিহীন ল্যান কার্ড খুবই সাধারণ। আধুনিক অফিসগুলোতে তারবিহীন ল্যান কার্ডই এখন সবার পছন্দ।
প্রশ্ন \ ২২ \ সুইচ কী? সুইচ কীভাবে কাজ করে তা লেখ।
উত্তর : সুইচ : সুইচ একটি ক্ষুদ্র আইসিটি যন্ত্র। সুইচ তারের সাথে যুক্ত প্রত্যেকটি আইসিটি যন্ত্রকে পৃথকভাবে শনাক্ত করতে পারে। তাই সুইচ দিয়ে তৈরির নেটওয়ার্কের যেকোনো আইসিটি যন্ত্র সরাসরি অন্য যন্ত্রের সাথে যোগাযোগ করতে পারে।
সুইচের কার্য পদ্ধতি : সুইচ তার সাথে সংযুক্ত প্রত্যেকটি আইসিটি যন্ত্রের একটি করে ঠিকানা বরাদ্দ করে এবং ঐ ঠিকানা অনুযায়ী তথ্যের আদান-প্রদান করে। অর্থাৎ কোনো একটি ঠিকানা থেকে অন্য কোনো ঠিকানায় উপাত্ত বা ডাটা পাঠাতে চাইলে সুইচ এক ঠিকানার তথ্য অন্য ঠিকানায় পৌঁছে দেয়। এ বরাদ্দকৃত ঠিকানাকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভাষায় গঅঈ ধফফৎবংং নামে ডাকা হয়। আলাদা আলাদা ঠিকানা ব্যবহারের কারণে সুইচ হাবের চেয়ে অনেক দ্রæত গতিতে কাজ করতে পারে। এজন্য নেটওয়ার্ক তৈরিতে সুইচই এখন সবার পছন্দ।
প্রশ্ন \ ২৩ \ অপটিক্যাল ফাইবার ও সাবমেরিন ক্যাবল সম্পর্কে আলোচনা কর। [মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা]
উত্তর : অপটিক্যাল ফাইবার : একসময় পৃথিবীর সব তথ্যই পাঠানো হতো তারের ভেতর বৈদ্যুতিক সংকেত অথবা তারবিহীন ওয়্যারলেস সংকেত হিসেবে। এখন সারা পৃথিবীতেই তথ্য উপাত্ত পাঠানোর জন্য একটি সম্পূর্ণ নতুন প্রযুক্তি গড়ে উঠেছে সেটি হচ্ছে অপটিক্যাল ফাইবার প্রযুক্তি। অপটিক্যাল ফাইবার আসলে কাচের অত্যন্ত স্বচ্ছ তন্তু, সেটি চুলের মতো সরু এবং তার ভেতর দিয়ে আলোর সংকেত হিসেবে তথ্য এবং উপাত্ত পাঠানো যায়। অপটিক্যাল ফাইবারে সিগন্যাল হিসেবে যে আলোকে পাঠানো হয়, সেটি ইনফ্রারেড আলো এবং এই আলো আমাদের চোখে দৃশ্যমান নয়। আর এ কারণেই এটি খুব অল্প সময়ে সারা পৃথিবীতে যোগাযোগের মাধ্যম হিসেবে জায়গা করে নিতে পেরেছে।
সাবমেরিন ক্যাবল : ইদানীং অপটিক্যাল ফাইবার যোগাযোগে এত উন্নতি হয়েছে যে পৃথিবীর সব দেশেই অপটিক্যাল ফাইবারের নেটওয়ার্ক দিয়ে একে অন্যের সাথে সংযুক্ত। অনেক সময়েই এই অপটিক্যাল ফাইবার পৃথিবীর এক মহাদেশ থেকে অন্যদেশে নেবার সময় সেটিকে সমুদ্রের তলদেশ দিয়ে নেওয়া হয়। এ ধরনের ফাইবারকে বলে সাবমেরিন ক্যাবল। বাংলাদেশ এখন যে সাবমেরিন ক্যাবলের সাহায্যে বাইরের পৃথিবীর সাথে যুক্ত তার নাম ঝঊঅ-গঊ-ডঊ-৪.
প্রশ্ন \ ২৪ \ রিসোর্স বলতে কী বোঝ? ব্যাখ্যা কর।
উত্তর : একটি কম্পিউটার নেটওয়ার্কে ক্লায়েন্টের কাছে ব্যবহারের জন্য যে সকল সুযোগ-সুবিধা দেওয়া হয়, তার সবই হচ্ছে রিসোর্স। একটা কম্পিউটারের সাথে যদি একটা প্রিন্টার কিংবা একটা ফ্যাক্স লাগানো হয় সেটা হচ্ছে রিসোর্স। কম্পিউটার দিয়ে কেউ যদি সার্ভারে রাখা একটা ছবি আঁকার সফটওয়্যার ব্যবহার করে সেটাও রিসোর্স। যারা নেটওয়ার্ক ব্যবহার করে, তারা শুধু যে রিসোর্স গ্রহণ করে তা নয়, কারো কাছে যদি কোনো গুরুত্বপূর্ণ তথ্য থাকে বা মজার ছবি থাকে এবং সেটা যদি নেটওয়ার্কের মাধ্যমে অন্যরাও ব্যবহার করতে থাকে তাহলে তার কম্পিউটারও একটা রিসোর্স হয়ে যাবে।
প্রশ্ন \ ২৫ \ প্রটোকল বলতে কী বোঝ? ব্যাখ্যা কর।
উত্তর : প্রটোকল কম্পিউটার নেটওয়ার্কের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। এটি ছাড়া একটি সফল কম্পিউটার নেটওয়ার্ক গড়ে তোলা অসম্ভব। ভিন্ন ভিন্ন কম্পিউটারকে এক সাথে যুক্ত করে দিতে হলে এক কম্পিউটারের সাথে অন্য কম্পিউটারের যোগাযোগ করার জন্য কিছু নির্দিষ্ট নিয়ম মেনে তথ্য আদান-প্রদান করতে হয়। যারা নেটওয়ার্ক তৈরি করেন তারা আগে থেকেই ঠিক করে নেন, ঠিক কোন ভাষায়, কোন নিয়ম মেনে এক কম্পিউটার অন্য কম্পিউটারের সাথে যোগাযোগ করবে। এই নিয়মগুলোই হচ্ছে প্রটোকল।

প্রশ্ন \ ২৬ \ স্টার ও মেশ টপোলজির মধ্যে ৫টি পার্থক্য লেখ। [ক্যান্টনমেন্ট বোর্ড আন্তঃবিদ্যালয়, ঢাকা]
উত্তর : স্টার ও মেশ টপোলজির মধ্যে ৫টি পার্থক্য হলো :
স্টার টপোলজি মেশ টপোলজি
১. স্টার টপোলজিতে সবগুলো কম্পিউটার একটা কেন্দ্রীয় হাবের সাথে যুক্ত থাকে। ১. মেশ টপোলজিতে কম্পিউটারগুলো একটা আরেকটার সাথে যুক্ত থাকে।
২. স্টার টপোলজিতে মোটামুটি শক্তিশালী একটি কম্পিউটারকে হাব হিসেবে ব্যবহার করতে হয়। ২. মেশ টপোলজিতে কোনো কেন্দ্রীয় হাব ব্যবহার করার প্রয়োজন পড়ে না।
৩. স্টার টপোলজিতে কেন্দ্রীয় হাব থেকে অন্য কম্পিউটারগুলো নিয়ন্ত্রণ করা হয় বলে যেকোনো ত্রæটি সহজে নিরূপণ করা যায়। ৩. মেশ টপোলজিতে কোনো ধরনের ত্রæটি দেখা দিলে তা সহজে নিরূপণ করা যায় না।
৪. স্টার টপোলজিতে হাব নষ্ট হলে পুরো নেটওয়ার্ক ব্যবস্থা অচল হয়ে পড়ে। ৪. মেশ টপোলজিতে কোনো কম্পিউটার নষ্ট হলে অন্যগুলো সচল থাকে।
৫. স্টার টপোলজিতে নতুন কোনো কম্পিউটার সংযোগ করা খুব সহজ কাজ। ৫. মেশ টপোলজিতে নতুন কোনো কম্পিউটার সংযোগ করা বেশ জটিল কাজ।

প্রশ্ন \ ২৭ \ ঈষড়ঁফ ঈড়সঢ়ঁঃরহম কী? এর প্রভাবে কী কী ধরনের পরিবর্তন সূচিত হয়েছে? বর্ণনা কর। [ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা]
উত্তর : ঈষড়ঁফ ঈড়সঢ়ঁঃরহম : ঈষড়ঁফ ঈড়সঢ়ঁঃরহম হচ্ছে তথ্যপ্রযুক্তির জগতে নতুন সৃষ্টি হওয়া এমন এক ধরনের সেবা যার আওতায় যেকোনো ব্যবহারকারী বা যেকোনো প্রতিষ্ঠান নেটওয়ার্ক ব্যবহার করে কম্পিউটারের সেবা প্রদানকারী প্রতিষ্ঠান থেকে যেকোনো ধরনের সেবা গ্রহণ করতে পারে।
ঈষড়ঁফ ঈড়সঢ়ঁঃরহম-এর প্রভাবে সূচিত পরিবর্তনসমূহ :
১. কম্পিউটার অপারেটিং এবং নেটওয়ার্ক ব্যবহার খরচ অনেক কমে গেছে।
২. ব্যবহারকারী স্বল্পমূল্যে সীমাহীন স্টোরে সুবিধা ভোগ করতে পারছে।
৩. স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যার আপডেট এবং রক্ষণাবেক্ষণ করা সম্ভব হচ্ছে।
৪. ব্যবহারকারী খুব সহজে তথ্যাধিকার লাভ করতে পারছে।
৫. প্রয়োজনীয় সফটওয়্যারের ব্যবহার খরচ অনেক কমে এসেছে।
৬. যেকোনো তথ্য সহজে সংরক্ষণ করে অধিক নিরাপত্তার সহিত ব্যবহার ও সংরক্ষণ করা যাচ্ছে।

 

Scroll to Top