চাষার দুক্ষু
রোকেয়া সাখাওয়াত হোসেন
গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর
১. রোকেয়া সাখাওয়াত হোসেন সভ্যতার সঙ্গে দারিদ্র্য বৃদ্ধির কী কারণ নির্দেশ করেছেন?
ক সচ্ছলতা ছ বিলাসিতা গ অলসতা ঘ আরামপ্রিয়তা
২. ‘নবাবি চাল’ বলতে কী বোঝানো হয়েছে?
ক অলস সময় কাটানো খ অসৎ উপার্জন
গ উৎপাদনহীন অবস্থা ঝ অনুকরণপ্রিয়তা
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩ ও ৪ সংখ্যক প্রশ্নের উত্তর দাও।
নূরুল গ্রামের অবস্থাপন্ন ব্যক্তি। পৈতৃক জমিজমা তার অর্থনৈতিক স্বাবলম্বনের উৎস ছিল। বিদ্যুতের অভাবে কৃষকরা জমিতে সেচ দিতে পারেন না। শিক্ষার্থীদের লেখাপড়া বিঘিœত হয়। কিন্তু নূরুলের ঘরে ছিল এয়ার কন্ডিশন ও বৈদ্যুতিক চুলা। প্রয়োজন না থাকলেও লোক দেখানো সব বিলাস দ্রব্যই তার চাই। এই বিলাসিতার কারণে একে একে সব জমি বিক্রি করে আজ তিনি নিঃস্ব।
৩. নূরুলের বিলাসিতা “চাষার দুক্ষু” প্রবন্ধের যে অংশের সঙ্গে সঙ্গতিপূর্ণ তা হলো
র. কর্মবিমুখ কৃষকসমাজ রর. শিক্ষাহীন কৃষককুল
ররর. কৃষি কাজের সঙ্গে বিচ্ছিন্নতা
নিচের কোনটি ঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঝ র, রর ও ররর
৪. উপর্যুক্ত অবস্থার কারণ কী?
ক পরিশ্রম বিমুখতা ছ সভ্যতার অন্ধ অনুকরণ
গ গ্রামীণ শিল্পে অনাগ্রহ ঘ পশ্চাৎপদতা
মাস্টার ট্রেইনার কর্তৃক যাচাইকৃত বহুনির্বাচনি প্রশ্নোত্তর
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
ক লেখক পরিচিতি : (বোর্ড বই থেকে)
৫. রোকেয়া সাখাওয়াত হোসেন কত সালে জন্মগ্রহণ করেন?
চ ১৮৮০ সালে খ ১৮৮২ সালে
গ ১৮৮৪ সালে ঘ ১৮৮৫ সালে
৬. রোকেয়া কত তারিখে জন্মগ্রহণ করেন?
ক ৮ই ডিসেম্বর ছ ৯ই ডিসেম্বর
গ ১০ই ডিসেম্বর ঘ ১১ই ডিসেম্বর
৭. রোকেয়া কোথায় জন্মগ্রহণ করেন?
ক জয়পুরহাট জেলার পাঁচবিবিতে ছ রংপুর জেলার পায়রাবন্দে
গ পঞ্চগড় জেলার কেশবপুরে ঘ ঠাকুরগাঁও জেলার মদনপুরে
৮. জহিরউদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের কার পিতা ছিলেন?
ক মোহাম্মদ ওয়াজেদ আলীর খ মোতাহের হোসেন চৌধুরীর
জ রোকেয়া সাখাওয়াত হোসেনের ঘ কবীর চৌধুরীর
৯. রোকেয়ার স্বামীর নাম কী?
ক মির্জা সাখাওয়াত হোসেন ছ সৈয়দ সাখাওয়াত হোসেন
গ মীর সাখাওয়াত হোসেন ঘ শেখ সাখাওয়াত হোসেন
১০. সমকালীন মুসলমান সমাজে প্রচলিত কুসংস্কারের বিরুদ্ধে লেখনী ধারণ করেন কে?
ক কবীর চৌধুরী ছ রোকেয়া সাখাওয়াত হোসেন
গ মোহাম্মদ ওয়াজেদ আলী ঘ মোতাহার হোসেন চৌধুরী
১১. মুসলিম নারী জাগরণে অগ্রণী ভূমিকায় অবতীর্ণ হন কে?
ক সিদ্দিকা কবীর খ সুফিয়া কামাল
গ সেলিনা হোসেন ঝ রোকেয়া সাখাওয়াত হোসেন
১২. কোনটি রোকেয়ার রচিত গ্রন্থ?
চ সুলতানার স্বপ্ন খ বিদ্যাসুন্দর
গ মরু ভাস্কর ঘ যুগবাণী
১৩. কত সালে রোকেয়ার জীবনাবসান ঘটে?
ক ১৯৩০ খ ১৯৩১ জ ১৯৩২ ঘ ১৯৩৩
১৪. রোকেয়ার স্বামী পেশায় কী ছিলেন?
ক আইনজীবী খ অধ্যাপক
গ ডেপুটি কালেক্টর ঝ ডেপুটি ম্যাজিস্ট্রেট
১৫. কার অনুপ্রেরণায় রোকেয়ার জ্ঞানার্জনের পথ অধিক সুগম হয়?
ক ভাইয়ের খ বোনের জ স্বামীর ঘ পিতার
১৬. কত বছর বয়সে রোকেয়ার বিয়ে হয়?
ক ১৪ ছ ১৬ গ ১৮ ঘ ২০
১৭. রোকেয়া কোন পথ থেকে কখনই সরে আসেননি?
চ নারী শিক্ষার লক্ষ থেকে খ পুরুষতন্ত্রের বিরুদ্ধ থেকে
গ নারী জাগরণের পথ থেকে ঘ সামাজিক কুসংস্কার থেকে
১৮. ‘সুলতানার স্বপ্ন’ কী ধরনের রচনা?
চ উপন্যাস খ নাটক গ কাব্যগ্রন্থ ঘ কাব্যনাটক
১৯. ‘অবরোধবাসিনী’ গ্রন্থটি কে লিখেছেন?
ক সেলিনা হোসেন খ সুফিয়া কামাল
গ জাহানারা ইমাম ঝ রোকেয়া সাখাওয়াত হোসেন
খ মূল পাঠ : (বোর্ড বই থেকে)
২০. ‘বৌ-এর পৈছা বিকায় তবু’-‘পৈছা’ কী?
ক প্রাচীন অলঙ্কার ছ মণিবন্ধনের অলঙ্কার
গ পায়ের অলঙ্কার ঘ নাকের অলঙ্কার
২১. ‘কেবল কলিকাতাটুকু আমাদের’ কী নহে?
ক দেশ খ বাংলা গ গুরুত্বপূর্ণ ঝ ভারতবর্ষ
২২. ‘ধান্য তার বসুন্ধরা যার’Ñকে বলেছেন?
ক কাজী নজরুল ইসলাম খ ঈশ্বরচন্দ্র
জ রবীন্দ্রনাথ ঘ প্যারিচাঁদ
২৩. তাৎপর্যপূর্ণ গদ্যগ্রন্থ ‘মতিচুর’ রচনা করেছেন কে?
ক সুফিয়া কামাল খ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গ রামমোহন রায় ঝ রোকেয়া সাখাওয়াত হোসেন
২৪. ‘চাষার দুক্ষু’ প্রবন্ধটি দারিদ্র্যপীড়িত কৃষকদেরÑ
ক মুক্তির ইশতেহার খ বঞ্চনার দলিল
জ বাস্তবতার প্রতীক ঘ শোষণের উৎস
২৫. গ্রামীণ কুটিরশিল্পকে বাঁচিয়ে রাখার পরামর্শ দিয়েছেনÑ
ক তাঁতিরা খ শুভাকাক্সক্ষী মানুষ
জ লেখিকা ঘ দেশবন্ধুর দল
২৬. পান্তা ভাতে লবণ জোটে না কাদের?
চ কৃষকদের খ নারীদের
গ অভিজাতদের ঘ শহুরেদের
২৭. যান্ত্রিক জিনিসপত্র কাদের জীবন সচ্ছল করে তুলেছে?
ক গ্রামের মানুষের খ বস্তির মানুষের
গ পাহাড়ি মানুষের ঝ শহুরে মানুষের
২৮. কেমন নারীসমাজের মুক্তি ও সমৃদ্ধি রোকেয়ার লক্ষ ছিল?
ক অবুঝ খ অসুখী জ পশ্চাৎপদ ঘ নিরাপদ
২৯. এদেশের মানুষের জীবনযাপনের প্রধান বৃত্তিÑ
ক ভিক্ষাবৃত্তি খ কুটির শিল্প গ দাসীবৃত্তি ঝ কৃষি
৩০. পলিগ্রামে সুশিক্ষা বিস্তারের চেষ্টা হলেÑ
চ সচেতনতা বাড়বে খ চালাক হবে
গ টাউটের সংখ্যা বাড়বে ঘ বিড়ম্বনা বাড়বে
৩১. চাষার দুক্ষু দূর করতে নেতৃবৃন্দের আশু করণীয়Ñ
ক ফসলের মূল্য বৃদ্ধি ছ বিশেষ চেষ্টা যতœ
গ বেশি জমি বরাদ্দ ঘ অর্থ সহায়তা
৩২. ‘জঠর-অনলে দহিতে’ কারা এসেছে?
চ চাষা খ জমিদার গ কৃপণ ঘ ধনী ব্যক্তি
৩৩. তারা সমুদ্রজলে চাল ধুয়ে ভাত বেঁধে খেতো কেন?
ক সমুদ্র কাছে তাই খ জলের অভাবে
গ এ জল পবিত্র ঝ লবণের অভাবে
৩৪. সেইজন্য কোন দিকটা আগে দেখাইলাম?
চ ভালো দিকটা খ সমস্যার দিকটা
গ মন্দের দিকটা ঘ সভ্যতার দিকটা
৩৫. ক্ষেতে ক্ষেতে পুইড়া মরে কারা?
চ কৃষকেরা খ কুমোরেরা গ কামারেরা ঘ তাঁতিরা
৩৬. কত বছর পূর্বে ভারতবাসী অসভ্য-বর্বর ছিল বলে বেগম রোকেয়া সাখাওয়াত শুনেছিলেন?
ক একশ’ ছ দেড়শ’ গ দুইশ’ ঘ আড়াইশ’
৩৭. ‘চাষার দুক্ষু’ প্রবন্ধে নিচের কোন শহরের কথা উলেখ আছে?
ক দিলি খ ত্রিপুরা জ কলকাতা ঘ মেঘালয়
৩৮. ‘চাষার দুক্ষু’ প্রবন্ধে সমাজের মেরুদণ্ড বলে কাদের আখ্যা দেয়া হয়েছে?
চ চাষীদের খ শ্রমিকদের গ শিক্ষকদের ঘ তরুণদের
৩৯. জুট মিলের কর্মচারীরা কত টাকা বেতন পায় বলে ‘চাষার দুক্ষু’ প্রবন্ধে উলেখ আছে?
চ ৫০০-৭০০ টাকা খ ৬০০-৭০০ টাকা
গ ৭০০-৮০০ টাকা ঘ ৮০০-৯০০ টাকা
৪০. ‘চাষার দুক্ষু’ প্রবন্ধে কাদের পাছায় ত্যানা জোটে না বলে আক্ষেপ করা হয়েছে?
ক জুটমিল শ্রমিকদের ছ পাট উৎপাদক কৃষকদের
গ পোশাক শ্রমিকদের ঘ সুদখোর মহাজনদের
৪১. ‘চাষার দুক্ষু’ প্রবন্ধে ‘ধান্য তার বসুন্ধরা যার’Ñউক্তিটি কার?
চ রবীন্দ্রনাথ ঠাকুরের খ কাজী নজরুল ইসলামের
গ জীবনানন্দ দাশের ঘ বুদ্ধদেব বসুর
৪২. ‘চাষার দুক্ষু’ প্রবন্ধে কোন মহাদেশের উলেখ আছে?
ক এশিয়া খ আফ্রিকা গ আমেরিকা ঝ ইউরোপ
৪৩. ইউরোপের মহাযুদ্ধ কত বছর আগের ঘটনা বলে ‘চাষার দুক্ষ’ু প্রবন্ধে উলেখ করা হয়েছে?
চ সাত বছর খ আট বছর গ নয় বছর ঘ দশ বছর
৪৪. ‘চাষার দুক্ষু’ প্রবন্ধে কত বছর পূর্বে চাষার অবস্থা খুব ভালো ছিল না বলে লেখিকা উলেখ করেছেন?
ক ৩০ বছর খ ৪০ বছর জ ৫০ বছর ঘ ৬০ বছর
৪৫. পঞ্চাশ বছর পূর্বে টাকায় কত সের সরিয়ার তেল পাওয়া যেত বলে ‘চাষার দুক্ষু’ প্রবন্ধে উলেখ আছে?
ক ৭ সের ছ ৮ সের গ ৯ সের ঘ ১০ সের
৪৬. ‘চাষার দুক্ষু’ প্রবন্ধে লেখিকার সময় হতে পঞ্চাশ বছর পূর্বে টাকায় কত সের ঘৃত পাওয়া যেত?
চ ৪ সের খ ৫ সের গ ৬ সের ঘ ৭ সের
৪৭. ‘চাষার দুক্ষু’ প্রবন্ধে কৃষক কন্যার নাম কী ছিল?
ক ছমিরন খ আমিরন জ জমিরন ঘ করিমন
৪৮. ‘চাষার দুক্ষু’ প্রবন্ধে কৃষক কন্যার মাথায় তেল দিতে তার মা তাকে কোথায় নিয়ে যেত?
ক কবিরাজ বাড়ি ছ রাজবাড়ী
গ চৌধুরী বাড়ি ঘ সর্দার বাড়ি
৪৯. ‘চাষার দুক্ষু’ প্রবন্ধে লেখিকার সময় হতে কত বছর পূর্বে খাদ্যের বিনিময়ে কৃষক পতœী-কন্যা বিক্রি করত?
ক ২৫/৩০ বছর ছ ৩০/৩৫ বছর
গ ৩৫/৪০ বছর ঘ ৪০/৪৫ বছর
৫০. ‘চাষার দুক্ষু’ প্রবন্ধে কোন অঞ্চলের কৃষক খাদ্যের জন্য তার পতœী-কন্যা বিক্রি করত?
চ বিহার খ আসাম গ ত্রিপুরা ঘ মণিপুর
৫১. কীসের বিনিময়ে কৃষক তার পতœী-কন্যা বিক্রি করত?
ক মশুরির ডালের খ মুগ ডালের
জ খেসারির ডালের ঘ ছোলার ডালের
৫২. ‘চাষার দ্ক্ষুু’ প্রবন্ধে কত সের খেসারির বিনিময়ে কৃষক তার পতœী-কন্যা বিক্রি করত?
চ দুই সের খ তিন সের গ চার সের ঘ পাঁচ সের
৫৩. ‘চাষার দুক্ষু’ প্রবন্ধে নিচের কোন রাজ্যের উলেখ পাওয়া যায়?
চ কণিকা খ মিথিলা গ দেবকোট ঘ চণ্ডিকা
৫৪. ‘কণিকা রাজ্য’ কোথায় অবিস্থত?
ক আসামে খ ত্রিপুরায় জ উড়িয়্যায় ঘ কলকাতায়
৫৫. পখাল ভাতের সাথে উৎকৃষ্ট ব্যঞ্জন কী ছিল?
ক সমুদ্রের মাছ খ পুকুরের মাছ
গ খেসারির ডাল ঝ শুঁটকি মাছ
৫৬. ‘চাষার দুক্ষু’ প্রবন্ধে ব্যঞ্জন শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
চ তরকারি খ বর্ণমালা গ ভাত ঘ লবণ
৫৭. ‘চাষার দুক্ষু’ প্রবন্ধে কণিকা রাজ্যে টাকায় কত সের চাল পাওয়া যেত?
ক ২৫/৩০ সের ছ ২৫/২৬ সের
গ ২০/২৫ সের ঘ ২৪/২৫ সের
৫৮. ‘চাষার দুক্ষু’ প্রবন্ধে সমুদ্র তীরবর্তী কোন গ্রামের কথা উলেখ আছে?
ক আট ভায়া খ নয় ভায়া জ সাত ভায়া ঘ দশ ভায়া
৫৯. ‘চাষার দুক্ষু’ প্রবন্ধে কোন জেলার লোকেরা সবচেয়ে বেশি গরিব বলে উলেখ করা হয়েছে?
ক বগুড়া খ ঠাকুরগাঁও গ নীলফামারি ঝ রংপুর
৬০. ভাতের অভাবে রংপুরের লোকেরা এক সময় কী সিদ্ধ করে খেত?
ক আলু, কুমড়া ছ লাউ, কুমড়া
গ আলু, কচু ঘ গম, ভুট্টা
৬১. ‘চাষার দুক্ষু’ প্রবন্ধে রংপুরের স্ত্রীদের পরিধেয় বস্ত্রের দৈর্ঘ্য কত ছিল বলে উলেখ করা হয়েছে?
ক ৭/৮ হাত ছ ৮/৯ হাত গ ৯/১০ হাত ঘ ১১/১২ হাত
৬২. রংপুরের কৃষকদের পরিধেয় বস্ত্রের নাম কী ছিল?
ক গামছা খ লুঙ্গি জ কৌপিন ঘ নেংটি
৬৩. ‘চাষার দুক্ষু’ প্রবন্ধে শীতকালে গরিব কৃষকরা দিবাভাগে কীভাবে দিন কাটানোর কথা বলেছেন?
ক চাঁদর গায়ে দিয়ে খ আগুনের সেক দিয়ে
জ রৌদ্রে যাপন করে ঘ কম্বল গায়ে দিয়ে
৬৪. ‘মরাই ভরা ধান’ গোয়াল ভরা গুরু’ লেখিকার সময় হতে অন্তত কত বছর আগের কথা?
চ একশ বছর খ দুইশ বছর গ তিনশ বছর ঘ চারশ বছর
৬৫. অসাময় ভাষায় ‘এন্ডি’ বলতে নিচের কোনটিকে বোঝায়?
চ রেশমি সুতা খ পশমি সুতা
গ মিহি সুতা ঘ রঙিন সুতা
৬৬. ‘এন্ডি’ কাপড় কত বছর স্থায়ী হতো?
ক ৩০ খ ৩৫ জ ৪০ ঘ ৪৫
৬৭. পূর্বে রমণীগণ কী দিয়ে কাপড় কাচত?
ক পাউডার দিয়ে খ সোডা দিয়ে
গ ডিটারজেন্ট দিয়ে ঝ ক্ষার দিয়ে
৬৮. ‘চাষার দুক্ষু’ প্রবন্ধে ট্রামে আসতেÑযেতে কত পয়সা খরচ হতো বলে উলেখ আছে?
ক আট পয়সা ছ দশ পয়সা
গ বারো পয়সা ঘ দশ টাকা
৬৯. আধুনিক সভ্যতায় বিলাসিতার সঙ্গে কী যোগ হয়েছে বলে লেখিকা মনে করেন?
ক ভদ্রতা খ সৌজন্যবোধ
জ অনুকরণপ্রিয়তা ঘ ফ্যাশন
৭০. ইউরোপে ‘এন্ডি’ কাপড় কী নামে পরিচিতি লাভ করে?
ক রংপুর সিল্ক ছ আসাম সিল্ক
গ ঢাকা সিল্ক ঘ কলকাতা সিল্ক
৭১. ‘চাষার দুক্ষু’ প্রবন্ধে কোন মহাদেশীয় গভর্নরের নাম উলেখ করা হয়েছে?
ক এশীয়দের খ আমেরিকানদের
গ আফ্রিকানদের ঝ ইউরোপীয়দের
৭২. ‘চাষার দুক্ষু’ প্রবন্ধে কোন গভর্নরের নাম উলেখ করা হয়েছে?
চ লর্ড কারমাইকেল-এর খ লর্ড মিন্টু-এর
গ লর্ড হার্ডিঞ্জ ঘ লর্ড রিপন-এর
৭৩. লর্ড কারমাইকেল কোন কাপড়ের জন্মস্থান খুঁজে বের করলেন?
ক মসলিন কাপড়ের খ জামদানি শাড়ির
জ রেশমি রুমাল ঘ লুঙ্গির
৭৪. ‘ট্রামওয়ে’ বলতে কী বোঝানো হয়েছে?
ক ট্রেন চলাচলের রাস্তা খ বাস চলাচলের রাস্তা
জ ট্রাম চলাচলের রাস্তা ঘ নৌকা চলাচলের রাস্তা
৭৫. লর্ড কারমাইকেল আবিষ্কৃত রুমালের জন্মস্থান কোথায়?
ক ত্রিপুরায় ছ মুর্শিদাবাদে
গ হায়দারাবাদে ঘ কলকাতায়
৭৬. দেশবন্ধুরা কোন শিল্প রক্ষার প্রতি নজর দিয়েছেন বলে ‘চাষার দুক্ষু’ প্রবন্ধে উলেখ আছে?
ক গার্মেন্টস শিল্প খ কুটিরশিল্প
গ বেতশিল্প ঝ কারুশিল্প
৭৭. অতীতে পলি-রমণীরা বেড়াতে গেলে তাদের হাতে কী থাকত?
চ টেকো খ সিকা গ কাঁথা ঘ সুই
৭৮. ‘চাষার দুক্ষু’ প্রবন্ধে ‘ইংরাজ বাচ্চা’ বলে কাকে সম্বোধন করা হয়েছে?
ক লর্ড উইলিয়ামকে খ জর্জ ওয়াশিংটনকে
গ এ্যাঞ্জোলাখকের্নকে ঝ লর্ড কারমাইকেলকে
৭৯. ‘চাষার দুক্ষু’ প্রবন্ধে কোন অঞ্চলকে ধান ও পাটের জন্য বিখ্যাত বলা হয়েছে?
ক কুমিলা ছ রংপুর গ ঢাকা ঘ ফেনী
৮০. চরকায় সুতা কাটত কারা?
ক কৃষকরা খ শ্রমিকরা গ কৃষাণিরা ঝ রমণীরা
৮১. কোন অঞ্চল রেশমের জন্য বিখ্যাত ছিল?
চ আসাম, রংপুর খ ফেনী, নওগাঁ
গ কুমিলা, ভোলা ঘ সিলেট, ফেনী
৮২. ‘এন্ডি’ ‘চাষার দুক্ষু’ প্রবন্ধে লেখিকার সময়ে সুতাকে নিচের কোনটির সমান বলা হয়েছে?
ক রাবারের ছ ফ্লানেলের গ টানেল ঘ পশমির
৮৩. ‘চাষার দুক্ষু’ প্রবন্ধে লেখিকার সময়ে কৃষকেরা শীত নিবারণ করতে মাঝ রাতে কী করতো?
চ পাঠখড়ি জ্বালাত খ কম্বল গায়ে দিত
গ কাঁথা গায়ে দিত ঘ ঘরে থাকত
৮৪. কোন যুদ্ধের সাথে চাষার দারিদ্র্যের সম্পর্ক অল্প ছিল?
ক বিশ্বযুদ্ধের খ ইরাক যুদ্ধের
গ কারগিল যুদ্ধের ঝ ইউরোপের মহাযুদ্ধের
৮৫. ‘চাষার দুক্ষু’ প্রবন্ধে ধান ভানিবার জন্য নিচের কোনটির কথা বলা হয়েছে?
চ ভারানির খ নারানীর গ দোয়ারীর ঘ চাকরানীর
৮৬. লেখিকার সময় হতে দেড়শ বছর পূর্বে ভারতবাসী অসভ্য-বর্বর ছিল কেন?
চ আধুনিক শিক্ষা, সংস্কৃতি ও প্রযুক্তি থেকে দূরে ছিল বলে
খ আধুনিক সভ্যতাকে অবজ্ঞা করেছিল বলে
গ স্ব-স্ব ধর্মীয় মূল্যবোধকে প্রাধান্য দেয় নি বলে
ঘ তথ্য প্রযুক্তির যথাযথ ব্যবহার শেখেনি বলে
৮৭. আমাদের দেশের চাষাকে সমাজের মেরুদণ্ড বলার কারণ কী?
ক আমাদের দেশের বেশিরভাগ মানুষ কৃষক বলে
ছ আমাদের দেশের অর্থনীতি কৃষিনির্ভর বলে
গ আমাদের দেশের চাষীরা সমাজের নেতৃত্ব দেন বলে
ঘ আমাদের দেশের চাষীরা সমাজে বসবাস করে বলে
৮৮. ‘চাষার দুক্ষু’ প্রবন্ধের লেখিকার সময়ে জুট মিলের কর্মচারীরা নবাবি হালে চলত কেন?
ক তাদের পূর্বপুরুষরা নবাবি হালে চলত বলে
খ তারা চাকুরি করত বলে
জ তারা ৫০০-৭০০ টাকা বেতন পেত বলে
ঘ জুটমিলের কর্মচারীদের খরচ কম ছিল বলে
৮৯. ‘চাষার দুক্ষু’ প্রবন্ধের লেখিকার সময়ে টাকায় ৮ সের সরিয়ার তেল হলেও কৃষকেরা তা কিনতে পারত না। কেন?
ক সরিষার তেল দরকার ছিল না বলে
খ সরিষার ফলন বেশি হতো না বলে
গ সরিষার তেল সাহেবরা কিনে নিত বলে
ঝ সরিষার তেল কেনার টাকা ছিল না বলে
৯০. ‘চাষার দুক্ষু’ প্রবন্ধের লেখিকার সময়ে জমিরনের মাথায় তেল দিতে রাজবাড়ী যেতে হতো কেন?
ক জমিরন রাজবাড়ির মেয়ে ছিল বলে
খ রাজবাড়িতে তেল বিনামূল্যে পাওয়া যেত বলে
জ জমিরনের তেল কেনার টাকা ছিল না বলে
গ জমিরন সখ করে রাজবাড়িতে যেতেন
৯১. ‘চাষার দুক্ষু’ প্রবন্ধের লেখিকার সময়ে কৃষক খেসারির বিনিময়ে স্ত্রী-কন্যা বিক্রি করত কেন?
ক স্ত্রীÑকন্যার ভরণÑপোষণের ব্যয় বেশি ছিল বলে
খ স্ত্রীÑকন্যার মূল্য কম ছিল বলে।
জ কৃষকের অতি দারিদ্র্যের কারণে
ঘ বিনিময় প্রথা সে সময়ের নিয়ম ছিল বলে
৯২. ‘চাষার দুক্ষু’ প্রবন্ধের লেখিকার সময়ে কৃষকেরা পখাল ভাতের সাথে লবণ দিয়ে খেত কেন?
ক পখাল ভাতের সাথে লবণ খুব সুস্বাদু বলে
খ পখাল ভাত লবণ ছাড়া খাওয়া যায় না তাই
গ পখাল ভাতের সাথে লবণ বেশি লাগে তাই
ঝ পখাল ভাতের সাথে তরকারি পেত না বলে
৯৩. ‘চাষার দুক্ষু’ প্রবন্ধের লেখিকার সময়ে পখাল ভাতের সাথে শুঁটকি মাছ খাওয়ার কারণ কী ছিল?
চ অন্য মাছ কেনার সামর্থ্য ছিল না তাই
খ শুঁটকি মাছ কিনতে টাকা লাগত না তাই
গ পখাল ভাতের সঙ্গে শুঁটকি মাছ সুস্বাদু লাগত তাই
ঘ শুঁটকি মাছ খাওয়া সেকালের রীতি ছিল তাই
৯৪. রংপুর এলাকার লোকেরা লাউ-কুমড়া সিদ্ধ করে খেত কেন?
ক লাউ-কুমড়া সুস্বাদু বলে
ছ চাল কেনার অর্থ ছিল না বলে
গ লাউ-কুমড়া তাদের উৎপাদিত খাবার ছিল বলে
ঘ লাউ-কুমড়া বেশি পুষ্টিকর বলে
৯৫. রংপুরের নারীরা ৮/৯ হাত কাপড় পরত কেন?
ক নারীদের জন্য এটি নির্ধারিত ছিল বলে
খ তারা ছোট কাপড় পরতে পারত না বলে
জ কৃষকরা বহু কষ্টে এ কাপড় কিনে দিত বলে
ঘ বড় কাপড় পরা শরিয়তের বিধান বলে
৯৬. একসময় কৃষক-রমণীরা চরকায় সকলের জন্য বস্ত্র তৈরি করলেও এখন করে না কেন?
ক এখন বস্ত্রের অভাব নেই বলে
খ চরকায় সুতা কাটা কঠিন হয়ে পড়েছে বলে
জ উন্নতমানের রঙিন মিহি কাপড় বের হওয়ায়
ঘ সহজে চরকা পাওয়া যায় না বলে
৯৭. ‘এন্ডি কাপড়’ তৈরিতে এ দেশীয় রমণীদের একচেটিয়া আধিপত্য ছিল কেন?
চ এন্ডি কাপড় তৈরিতে তারা দক্ষ ছিল তাই
খ এন্ডি কাপড় অন্যরা তৈরি করতে পছন্দ করত না বলে
গ এন্ডি কাপড় বোনা কঠিন ছিল বলে
ঘ এন্ডি কাপড় তৈরিতে কারখানা লাগত না বলে
৯৮. ‘চাষার দুক্ষু’ প্রবন্ধের লেখিকার সময়ে রমণীরা বেড়াতে যেতে টেকো হাতে নিত কেন?
ক টেকো হাতে নেয়া বেড়ানোর নীতি ছিল তাই
খ টেকো হাতে নেয়া আভিজাত্যের প্রতীক ছিল বলে
জ টেকো নিয়ে এন্ডি সুতা কাটত
ঘ টেকো খুব প্রয়োজনীয় জিনিস ছিল তাই
৯৯. চাষার বৌ-ঝিরা যাতায়াতের জন্য সাওয়ারী চায় কেন?
চ বিলাসিতা পছন্দ করে বলে
খ হাঁটতে পারে না বলে
গ সাওয়ারী খুব সস্তা ছিল বলে
ঘ হাঁটা-চলার উপযোগী পথ ছিল না বলে
১০০. কৃষক-রমন্দীর ‘এন্ডি কাপড়’ পরত কেন?
ক এন্ডি কাপড় দামি ছিল বলে
খ এন্ডি কাপড় রঙিন ছিল বলে
জ এন্ডি কাপড় তারা তৈরি করত বলে
ঘ এন্ডি কাপড় আরামদায়ক ও দীর্ঘস্থায়ী বলে
১০১. ‘আসাম সিল্ক’ কী?
ক আসামে তৈরি জিনিসপত্র খ অসমীয়দের খাবার
জ এন্ডি সুতার বিদেশি নাম ঘ আসামের রাস্তার নাম
১০২. সভ্যতার বিস্তারে দেশি শিল্পের বিলোপ হয়েছে কেন?
ক দেশি শিল্প দীর্ঘস্থায়ী নয় বলে
ছ কলকারখানায় দেশীয় পণ্য উৎপাদিত হয় বলে
গ সভ্যতা শিল্পের পরিপূরক নয় বলে
ঘ দেশীয় শিল্পের উৎপাদন খরচ বেশি বলে
১০৩. চাষার দারিদ্র্য ঘোচানোর উপায় কী?
চ ঘরে ঘরে টেকো, চরকা, গ্রামে গ্রামে পাঠশালা স্থাপন
খ ঘরে ঘরে লাঙল, জোয়াল ও হালের বলদ থাকা
গ কৃষকদের উৎপাদন বিষয়ক উচ্চতর প্রশিক্ষণ দেয়া
ঘ কৃষকের ঘরে ঘরে উৎপাদিত ধান-চাল পৌঁছে দেয়া
১০৪. রসুলপুর গ্রামের অনেকেই সেনাবাহিনীতে চাকরি করেন। বাড়িতে আসলে তাদের নবাবি চাল-চলনে সবাই ঈর্ষান্বিত হয়। তাদের সাথে ‘চাষার দুক্ষু’ প্রবন্ধে কাদের মিল দেখা যায়?
ক ধনী কৃষকদের খ গৃহিণীদের
গ শ্রমিকদের ঝ জুট মিল কর্মচারীদের
১০৫. ভিক্ষুক বলল, আমি ভিক্ষা করে খাই। নতুন জামা পাব কই? পুরনো জামাই তো জোটে না! ভিক্ষুকের কথায় ‘চাষার দুক্ষু’ প্রবন্ধে কাদের চিত্র ফুটে উঠেছে?
ক শ্রমিকদের ছ চাষাদের
গ গৃহিণীদের ঘ সমাজের লোকদের
১০৬. সানিয়ার মাথার চুল লম্বা। তাতে অনেকখানি তেল লাগে। কিন্তু গরিব বলে তার পিতা তেল কিনে দিতে পারে না। ‘চাষার দুক্ষু’ প্রবন্ধের কার সাথে সানিয়ার সাদৃশ্য রয়েছে?
ক আমিরনের খ করিমনের জ জমিরনের ঘ ছমিরনের
১০৭. রহমত মিয়া গরিব কৃষক। ঋণের টাকা পরিশোধ করতে সে মেয়েকে বৃদ্ধ মহব্বত আলীর সাথে বিয়ে দিয়ে কিছু টাকা নিয়েছে। তাতে তার ঋণের বোঝা শেষ হয়েছে। রহমত মিয়ার মতো ‘চাষার দুক্ষু’ প্রবন্ধের কোন অঞ্চলের কৃষকরা খেসারির বিনিময়ে স্ত্রী-কন্যা বিক্রি করত?
ক বিহার ছ আসাম গ ত্রিপুরা ঘ কুমিলা
১০৮. গরিব কৃষক চন্দ্রনাথ সিং। সকাল সকাল পখাল ভাত খেয়ে মাঠে যায় হাল চাষ করতে। এখানে চন্দ্রনাথ সিং ‘চাষার দুক্ষু’ প্রবন্ধের কাদের প্রতিনিধিত্ব করছে?
ক রাজা-জমিদারদের খ জুটমিল শ্রমিকদের
জ গরিব চাষাদের ঘ বিত্তবানদের
১০৯. সাতগাঁও গ্রামের লোকেরা এতোটাই দরিদ্র যে কালেÑভদ্রে তারা তরকারি খেতে পায়। অধিকাংশ সময় তারা লবণ দিয়ে ভাত খায়। এখানে সাতগাঁও গ্রামের বাসিন্দাদের সঙ্গে ‘চাষার দুক্ষু’ প্রবন্ধের কাদের মিল আছে?
চ সাতভায়া নামক সমুদ্র তীরবর্তী গ্রামের লোকদের
খ সমুদ্র তীরবর্তী গোবিন্দপুর গ্রামের লোকদের
গ পাঁচ-ভায়া নামক গ্রামের লোকদের
ঘ চার-ভায়া নামক নদী তীরবর্তী গ্রামের লোকদের
১১০. মঙ্গার সময় অল্প দামে চাল পাওয়া গেলেও কুড়িগ্রামের আবু মিয়ার মেয়েটি না খেয়ে মারা যায়। এখানে কুড়িগ্রামের সাথে ‘চাষার দুক্ষু’ প্রবন্ধের কোন জেলার সাদৃশ্য পাওয়া যায়?
ক নওগাঁ জেলার খ ঠাকুরগাঁও জেলার
জ রংপুর জেলার ঘ নেত্রকোনা জেলার
১১১. সুশিক্ষিতা নাবিলা মির্জা আধুনিক মেয়ে। পোশাকে এবং কথাÑবার্তায় সভ্য। তার ব্যবহার্য সবকিছু বিদেশ থেকে আমদানিকৃত। এখানে নাবিলার মাধ্যমে সভ্যতার কোন দিকটি ফুটে উঠেছে?
ক অনুকরণপ্রিয়তার দিকটি ছ বিলাসিতার দিকটি
গ বড়লোকী ভাব ঘ নবাবি ভাব
১১২. ইমন সাহেব এলাকার সভ্রান্ত ব্যক্তি। তিনি বিলেতে থাকা অবস্থায় বিলেতি সভ্যতায় অভ্যস্ত ছিলেন। তাকে দেখে দেশে অনেকেই বিলেতি ভাব ধরতে চায়। এখানে সভ্যতার কোন দিকটি প্রকাশ পেয়েছে?
ক সংস্কৃতিপ্রীতি খ আধুনিকতা
গ মোসাহেবী ঝ অনুকরণপ্রবণতা
১১৩. প্রতœতাত্তি¡ক রহমত মোলা একটি মূর্তি আবিষ্কার করলেন। তিনি সেটিকে মৌর্য যুগের কীর্তি বলে চিিহ্নত করলেন। রহমত মোলার সাথে ‘চাষার দুক্ষু’ প্রবন্ধের কার মিল আছে?
ক জমিরনের খ আমিরনের
গ জুট মিল কর্মচারীর ঝ লর্ড কারমাইকেলের
১১৪. ‘এখন আমাদের সভ্যতা ও ঐশ্বর্য রাখিবার স্থান নেই।’Ñ এখানে ঐশ্বর্য কী অর্থে ব্যবহৃত হয়েছে?
চ ধন-সম্পদের প্রাচুর্য খ প্রাকৃতিক সৌন্দর্য
গ যোগাযোগের উন্নতি ঘ আত্মীয়তার বন্ধন
১১৫. ‘সভ্যতার কড়াকড়ি’ বলতে কী বোঝানো হয়েছে?
চ বিশ্বায়নের প্রক্রিয়া খ সভ্য মানুষের বৃদ্ধি
গ ধর্মীয় অবক্ষয় গ অর্থনৈতিক বৃদ্ধি
১১৬. ‘লবণ সস্তা হলেও লবণ জুটত না’Ñ এটা কীসের ইঙ্গিত?
চ চরম দারিদ্র্য ও অর্থাভাবের খ লবণ উৎপাদন কম হওয়ার
গ লবণের অপর্যাপ্ততার ঘ লবণ ছাড়া ভাত খাওয়ার
১১৭. সুতা পাকাবার যন্ত্রের নাম কী?
ক টেকুয়া ছ টোকো গ কাটুয়া ঘ কোটা
১১৮. মোটা রেশমি কাপড়কে কী বলা হয়?
ক ক্যানভাস ছ এন্ডি গ জামদানি ঘ মসলিন
১১৯. বেলোয়ারের চুড়ি সম্পর্কে নিচের কোন কথাটি সঠিক?
চ উৎকৃষ্ট স্বচ্ছ কাচে প্রস্তুত খ উৎকৃষ্ট মোটা কাচে প্রস্তুত
গ উৎকৃষ্ট হাতির দাঁত দিয়ে প্রস্তুত ঘ উৎকৃষ্ট বেত দিয়ে প্রস্তুত
১২০. স্ত্রীলোকদের মণিবন্ধনের প্রাচীন অলংকারকে কী বলে?
ক দানা ছ পৈছা গ টেকো ঘ কৌপিন
১২১. ‘সমগ্র ভারতের বিষয় ছাড়িয়া কেবল বঙ্গদেশের আলোচনা করিলেই যথেষ্ট হইবে’Ñকথাটার রহস্য হলোÑ
ক চাষার দারিদ্র্যের ভারে বঙ্গদেশ পর্যুদস্ত
খ ইউরোপের মহাযুদ্ধ বঙ্গদেশকে ছারখার করে দিয়েছে
গ সভ্যতার প্রভাবে বঙ্গচাষার অবস্থা শোচনীয় ও করুণ
ঝ বঙ্গদেশের চাষার দুক্ষুই দৃষ্টান্ত হিসেবে অদ্বিতীয়
১২২. সমুদ্র জলের সাথে অবিচ্ছিন্ন সম্পর্ক হলোÑ
ক আবর্জনার খ বালির জ লবণের ঘ মাছ
১২৩. ‘চাষার দুক্ষু’ প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে?
চ রোকেয়া রচনাবলি খ রোকেয়া পত্রাবলি
গ প্রবন্ধ সংগ্রহ ঘ শ্রেষ্ঠ প্রবন্ধ
১২৪. ‘চাষার দুক্ষু’ প্রবন্ধে কোনটি ফুটে উঠেছে?
ক চাষার সমৃদ্ধি ছ চাষাদের দুর্দশা
গ চাষাদের সুখ-দুক্ষু ঘ চাষাদের সচ্ছলতা
গ শব্দার্থ ও টীকা : (বোর্ড বই থেকে)
১২৫. ‘পখাল ভাত’ শব্দের অর্থ কী?
ক গরম ভাত ছ পান্তা ভাত
গ চুলোর ভাত ঘ রাতের খাবার
১২৬. ‘মহী’ এর প্রতিশব্দ হলোÑ
চ পৃথিবী খ আকাশ গ পর্বত ঘ চাঁদ
১২৭. ‘চাষার দুক্ষু’ প্রবন্ধে ‘ছেইলা’ শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
ক ছেলে অর্থে ছ সন্তানসন্ততি অর্থে
গ মসলা কাটা অর্থে ঘ সমাজের দুর্দশা অর্থে
১২৮. ‘অভ্র’-এর সমার্থক শব্দ হলোÑ
ক বাতাস চ আকাশ গ শূন্য ঘ মেঘ
১২৯. ‘ছেইলা’ শব্দটি ‘চাষার দুক্ষু’ প্রবন্ধে কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক পরিবার খ মেয়ে গ সমাজ ঝ সন্তানসন্ততি
১৩০. ‘বায়স্কোপ’ শব্দের অর্থ কী?
চ চলচ্চিত্র খ নাটক গ যাত্রাপালা ঘ অলৌকিকতা
১৩১. পাট উৎপাদনকারী কৃষকদের সাথে ‘মানবেতর’ শব্দটির সম্পর্কÑ
চ ঘনিষ্ঠ খ কষ্টকর গ নিন্দনীয় ঘ হতাশাব্যঞ্জক
১৩২. ‘ধান ভানতে শিবের গীত’ বলতে বোঝানো হয়েছেÑ
চ এক কথা বলতে গিয়ে অন্য কথার অবতারণা
খ এক কথার মধ্যেই সীমাবদ্ধ থাকা
গ ধান ভানা আর শিবের গীত এক নয়
ঘ এক কথার পরিবর্তে অন্য কথার সূচনা
১৩৩. ‘কৌপীন’ কীসের সাথে তুলনীয়?
ক পাঞ্জাবি খ ছেঁড়া কাপড়জল্যাঙ্গট ঘ লুঙ্গি
১৩৪. ‘কৌপীন’ শব্দের অর্থ কী?
ক রেশমি কাপড় ছ চীরবসন
গ সুতা ঘ যন্ত্র
১৩৫. টেকো কী?
চ সুতা পাকাবার যন্ত্র খ মোটা রেশমি কাপড়
গ স্বচ্ছ কাচে প্রস্তুত চুড়ি ঘ ল্যাঙ্গট
ঘ পাঠ পরিচিতি : (বোর্ড বই থেকে)
১৩৬. ‘চাষার দুক্ষু’ প্রবন্ধের রচয়িতা কে?
চ বেগম রোকেয়া খ কাজী নজরুল ইসলাম
গ রবীন্দ্রনাথ ঠাকুর ঘ অমীয় চক্রবর্তী
১৩৭. ‘চাষার দুক্ষু’ কোন ধরনের রচনা?
ক উপন্যাস খ ছোটগল্প জ প্রবন্ধ ঘ কাব্য
১৩৮. বেগম রোকেয়ার লেখালেখির জগৎ উৎসর্গীকৃত হয়েছে কীসের জন্য?
চ নারীমুক্তির জন্য খ সমাজ সচেতনতা বৃদ্ধির জন্য
গ কৃষকের মুক্তির জন্য ঘ শোষিতদের মুক্তির জন্য
১৩৯. ‘চাষার দুক্ষু’ প্রবন্ধে প্রাবন্ধিক কাদের দুঃখ-দুর্দশা বর্ণনা করেছেন?
ক নারীদের ছ চাষিদের গ শোষিতদের ঘ জেলেদের
১৪০. ‘চাষার দুক্ষু’ প্রবন্ধে কোনটি ফুটে উঠেছে?
ক চাষার সমৃদ্ধি ছ চাষাদের দুর্দশা
গ চাষাদের সুখ-দুক্ষু ঘ চাষাদের সচ্ছলতা
১৪১. ‘চাষার দুক্ষু’ প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে?
চ রোকেয়া রচনাবলি খ রোকেয়া পত্রাবলি
গ প্রবন্ধ সংগ্রহ ঘ শ্রেষ্ঠ প্রবন্ধ
১৪২. ইউরোপের মহাযুদ্ধ কত বছর আগের ঘটনা বলে ‘চাষার দুক্ষু’ প্রবন্ধে উলেখ করা হয়েছে?
চ সাত বছর খ আট বছর গ নয় বছর ঘ দশ বছর
১৪৩. ‘চাষার দুক্ষু’ প্রবন্ধে কৃষক কন্যার নাম কী ছিল?
ক ছমিরন খ আমিরন জ জমিরন ঘ করিমন
১৪৪. ‘চাষার দুক্ষু’ প্রবন্ধে কৃষক কন্যার মাথায় তেল দিতে তার মা তাকে কোথায় নিয়ে যেত?
ক কবিরাজ বাড়ি ছ রাজবাড়ী
গ চৌধুরী বাড়ি ঘ সর্দার বাড়ি
১৪৫. ‘চাষার দুক্ষু’ প্রবন্ধে লেখিকার সময় হতে কত বছর পূর্বে খাদ্যের বিনিময়ে কৃষক পতœী-কন্যা বিক্রি করত?
ক ২৫/৩০ বছর ছ ৩০/৩৫ বছর
গ ৩৫/৪০ বছর ঘ ৪০/৪৫ বছর
১৪৬. ‘চাষার দুক্ষু’ প্রবন্ধে কোন অঞ্চলের কৃষক খাদ্যের জন্য তার পতœী-কন্যা বিক্রি করত?
ক বিহার ছ আসাম গ ত্রিপুরা ঘ মণিপুর
১৪৭. কীসের বিনিময়ে কৃষক তার পতœী-কন্যা বিক্রি করত?
ক মশুরির ডালের খ মুগ ডালের
জ খেসারির ডালের ঘ ছোলার ডালের
১৪৮. ‘চাষার দুক্ষু’ প্রবন্ধে কত সের খেসারির বিনিময়ে কৃষক তার পতœী-কন্যা বিক্রি করত?
চ দুই সের খ তিন সের গচার সের ঘ পাঁচ সের
ঙ বহুপদী সমাপ্তিসূচক প্রশ্নোত্তর :
১৪৯. রোকেয়ার পিতা ছিলেনÑ
র. বহুভাষার সুপণ্ডিত
রর. মেয়েদের শিক্ষার ব্যাপারে রক্ষণশীল
ররর. ছেলেমেয়েদের লেখাপড়ার ব্যাপারে সচেতন
নিচের কোনটি সঠিক?
চ র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র,রর ও ররর
১৫০. রোকেয়া সাখাওয়াত হোসেনের গদ্য রচনার বৈশিষ্ট্যÑ
র. হৃদয়গ্রাহী রর. পাণ্ডিত্যপূর্ণ ররর. মননশীল
নিচের কোনটি সঠিক?
চ র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র,রর ও ররর
১৫১. ‘চাষার দুক্ষু’ প্রবন্ধের মূল উপজীব্য হলোÑ
র. গ্রামীণ কৃষকের দুরবস্থা
রর. কৃষকের দুরবস্থা বৃদ্ধির কারণ ররর. দার্শনিক আলোচনা
নিচের কোনটি সঠিক?
চ র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৫২. ‘চাষার দুক্ষু’ প্রবন্ধে ‘সভ্যতার নিদর্শন’ বলতে বোঝানো হয়েছেÑ
র. অভ্রভেদী পাঁচতলা বাড়ি রর. ধনাঢ্য ব্যক্তি
ররর. ইলেকট্রিক টেকনোলজি
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঝ র, রর ও ররর
১৫৩. ‘চাষার দুক্ষু’ প্রবন্ধে ‘সমাজের মেরুদণ্ড দুর্বল’ বলতে বোঝানো হয়েছেÑ
র. কৃষকের আর্থিক দৈন্যকে
রর. কৃষকের খাদ্যাভাব ও বস্ত্রাভাবকে
ররর. কৃষক পরিবারের অশান্তিকে
নিচের কোনটি সঠিক?
চ র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর