বিভীষণের প্রতি মেঘনাদ
মাইকেল মধুসূদন দত্ত
কবি পরিচিতি
নাম মাইকেল মধুসূদন দত্ত।
জন্ম পরিচয় জন্ম তারিখ : ২৫ জানুয়ারি, ১৮২৪ খ্রিষ্টাব্দে।
জন্মস্থান : যশোর জেলার কেশবপুর থানাধীন সাগরদাঁড়ি গ্রাম।
পিতৃ-মাতৃ পরিচয় পিতার নাম : মহামতি মুনশী রাজনারায়ণ দত্ত
মাতার নাম : জাহ্নবী দেবী
মাধ্যমিক : এসএসসি (১৯৬৮ খ্রিস্টাব্দে), জিলা স্কুল, বগুড়া।
শিক্ষাজীবন
কলকাতার লালবাজার গ্রামার স্কুল, হিন্দু কলেজ এবং পরবর্তীতে বিশপস কলেজে ভর্তি হন। তিনি ব্যারিস্টারি পড়ার জন্য বিলেতে গিয়েছিলেন।
কর্মজীবন/ পেশা প্রথম জীবনে আইন পেশায় জড়িত হলেও লেখালেখি করেই পরবর্তীতে জীবিকা নির্বাহ করেন।
সাহিত্য কর্ম
কাব্য : তিলোত্তমাসম্ভব কাব্য, মেঘনাদবধ কাব্য, ব্রজাঙ্গনা কাব্য, বীরাঙ্গনা কাব্য, চতুর্দশপদী কবিতাবলি। তাছাড়া ‘ঞযব ঈধঢ়ঃরাব খধফরব’ ও ‘ঠরংরড়হং ড়ভ ঃযব ঢ়ধংঃ’ তাঁর ইংরেজি কাব্যগ্রন্থ।
নাটক : শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী, মায়াকানন।
প্রহসন : একেই কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়ে রোঁ।
ইংরেজি নাটক ও নাট্যানুবাদ : রিজিয়া, রতœাবলি, শর্মিষ্ঠা, নীলদর্পণ।
গদ্য অনুবাদ : হেক্টর বধ।
জীবনাবসান মৃত্যু তারিখ : ২৯ জুন, ১৮৭৩ খ্রিস্টাব্দে।
সমাধিস্থান : কলকাতার লোয়ার সার্কুলার রোড।
গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর
১. শমন-ভবন কী?
ক দেবালয় ছ যমালয় গ যজ্ঞাগার ঘ বাসবালয়
২. ‘হায় তাত উচিত কি তব এ কাজ’ বলতে কী বোঝানো হয়েছে?
ক কুম্ভকর্ণের সহায়তা খ ল²ণের প্রবেশ
জ বিভীষণের সহায়তা ঘ রামচন্দ্রের আজ্ঞা
নিচের উদ্দীকটি পড়ে ৩ ও ৪ সংখ্যক প্রশ্নের উত্তর দাও :
মুক্তিযোদ্ধা কমান্ডার মতিউল একটি সফল অপারেশনের পর তারাপুর গ্রামে বিশ্রাম নিচ্ছিলেন। পার্শ্ববর্তী গ্রামের রাজাকার ইদ্রিস তথ্যটি পাকিস্তানি হানাদার বাহিনীকে জানিয়ে দিল। হানাদার বাহিনী এসে কমান্ডার মতিউলকে মেরে ফেলে। মতিউল প্রতিরোধের সুযোগ পর্যন্ত পেলেন না।
৩. উদ্দীপকের ইদ্রিস চরিত্রটি ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতার কোন চরিত্রের প্রতিনিধিত্ব করেছে?
ক কুম্ভকর্ণের ছ বিভীষণের গ ল²ণের ঘ রামের
৪. উক্ত চরিত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ চরণ-
র. নিজ গৃহপথ, তাত দেখাও তস্করে?
রর. রাঘব দাস আমি; কী প্রকারে/তাঁহার বিপক্ষ কাজ করিব।
ররর. গতি যার নীচ সহ, নীচ সে দুর্মতি।
নিচের কোনটি সঠিক?
চ র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
মাস্টার ট্রেইনার কর্তৃক যাচাইকৃত বহুনির্বাচনি প্রশ্নোত্তর
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
ক কবি পরিচিতি : (বোর্ড বই থেকে)
৫. আধুনিক বাংলা কবিতার অগ্রদূত বলা হয় কাকে?
ক ঈশ্বরচন্দ্র গুপ্ত ছ মাইকেল মধুসূদন দত্ত
গ রবীন্দ্রনাথ ঠাকুর ঘ জীবনানন্দ দাশ
৬. মাইকেল মধুসূদন দত্তের জন্ম কত সালে?
চ ১৮২৪ খ্রিস্টাব্দে খ ১৮২৫ খ্রিস্টাব্দে
গ ১৮২৬ খ্রিস্টাব্দে ঘ ১৮২৭ খ্রিস্টাব্দে
৭. মাইকেল মধুসূদন দত্তের জন্ম জানুয়ারির কত তারিখে?
ক ২৪ তারিখে ছ ২৫ তারিখে
গ ২৬ তারিখে ঘ ২৭ তারিখে
৮. মাইকেল মধুসূদন দত্তের পিতার নাম কী?
ক রাজশেখর দত্ত ছ রাজনারায়ণ দত্ত
গ রামশেখর দত্ত ঘ রামনারায়ণ দত্ত
৯. মাইকেল মধুসূদন দত্তের মায়ের নাম কী?
ক জাহ্নবী দত্ত খ অর্পণা দত্ত
জ জাহ্নবী দেবী ঘ অর্পণা দেবী
১০. গ্রিক, লাতিন, হিব্র“, ফরাসি, জার্মান, ইতালীয় প্রভৃতি ভাষায় দক্ষতা ছিল কোন কবির?
চ মাইকেল মধুসূদন দত্তের খ রবীন্দ্রনাথ ঠাকুরের
গ কাজী নজরুল ইসলামের ঘ জীবনানন্দ দাশের
১১. মাইকেল মধুসূদন দত্ত কোন কলেজে অধ্যয়ন করেছিলেন?
ক বেথুন কলেজে খ সাগরদাঁড়ি কলেজে
জ হিন্দু কলেজে ঘ প্রেসিডেন্সি কলেজে
১২. মাইকেল মধুসূদন দত্ত কত সালে খ্রিষ্টধর্ম গ্রহণ করেন?
ক ১৮২৪ খ্রিষ্টাব্দে খ ১৮৩৩ খ্রিষ্টাব্দে
গ ১৮৩৪ খ্রিষ্টাব্দে ঝ ১৮৪৩ খ্রিষ্টাব্দে
১৩. মধুসূদনের নামের আগে ‘মাইকেল’ শব্দটি যোগ করেন কখন?
ক অন্নপ্রাশন অনুষ্ঠানের সময় ছ খ্রিষ্টধর্ম গ্রহণের কালে
গ ইংরেজি সাহিত্যচর্চার সময় ঘ বিলেত যাত্রার কালে
১৪. মাইকেল মধুসূদন দত্ত কত সালে নামের আগে ‘মাইকেল’ শব্দটি যোগ করেন?
চ ১৮৪৩ খ্রিষ্টাব্দে খ ১৮৩৪ খ্রিষ্টাব্দে
গ ১৮৩৩ খ্রিষ্টাব্দে ঘ ১৮২৪ খ্রিষ্টাব্দে
১৫. সাহিত্যচর্চার শুরুতে মাইকেল মধুসূদন দত্ত কোন ভাষায় গ্রন্থ রচনা করেন?
ক বাংলা ছ ইংরেজি গ সংস্কৃত ঘ ফারসি
১৬. মাইকেল মধুসূদন দত্তের সাহিত্যে কোন দুটি বিষয়ের আশ্চর্য মিলন ঘটেছে?
ক রোমান্টিক ও মরমী সাহিত্যের
খ ধ্র“পদী ও উপযোগবাদী সাহিত্যের
জ রোমান্টিক ও ধ্র“পদী সাহিত্যের
ঘ ধ্র“পদী ও উত্তরাধুনিক সাহিত্যের
১৭. মধুসূদন-পূর্ব হাজার বছরের বাংলা কবিতা কোন ছন্দে লেখা হতো?
ক মুক্তক খ স্বরবৃত্ত জ পয়ার ঘ গদ্যছন্দ
১৮. মাইকেল মধুসূদন দত্ত কোন ছন্দের প্রবর্তক?
ক অক্ষরবৃত্ত খ মাত্রাবৃত্ত গ স্বরবৃত্ত ঝ অমিত্রাক্ষর
১৯. অমিত্রাক্ষর ছন্দ মূলত কোন ছন্দের নবরূপায়ণ?
ক মন্দাক্রান্তা খ মাত্রাবৃত্ত
জ অক্ষরবৃত্ত ঘ স্বরবৃত্ত
২০. মাইকেল মধুসূদন দত্তের শ্রেষ্ঠ কীর্তি কোনটি?
ক চতুর্দশপদী কবিতাবলি খ বীরাঙ্গনা কাব্য
জ মেঘনাদবধ-কাব্য ঘ ব্রজাঙ্গনা কাব্য
২১. ‘একেই কি বলে সভ্যতা’ কী ধরনের গ্রন্থ?
ক কাব্য খ উপন্যাস গ নাটক ঝ প্রহসন
২২. নিচের কোনটি মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রহসন?
ক ব্রজাঙ্গনা খ বীরাঙ্গনা
গ তিলোত্তমাসম্ভব ঝ একেই কী বলে সভ্যতা
২৩. নিচের কোনটি মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রহসন?
ক বুড়ো সালিকের ঘাড়ে রোঁ খ কৃষ্ণকুমারী
গ তিলোত্তমাসম্ভব ঝ শর্মিষ্ঠা
২৪. মাইকেল মধুসূদনের জন্ম কোন জেলায়?
ক ফরিদপুর ছ যশোর গ কুষ্টিয়া ঘ মাগুরা
২৫. মধুসূদনের জন্ম কোন গ্রামে?
ক কাঁঠালপাড়া খ বীরসিংহ
গ কাঁচড়াপাড়া ঝ সাগরদাঁড়ি
২৬. মধুসূদন কত সালে মৃত্যুবরণ করেন?
ক ১৮৭৬ সাল খ ১৮৭৫ সাল
গ ১৮৭৪ সাল ঝ ১৮৭৩ সাল
২৭. কোনটি মাইকেল মধুসূদন দত্তের প্রয়াণ দিবস?
ক ২৬ জুন খ ২৭ জুন গ ২৮ জুন ঝ ২৯ জুন
খ মূল পাঠ : (বোর্ড বই থেকে)
২৮. ল²ণ কোথায় প্রবেশ করলেন?
ক স্বপ্নপুরে ছ রক্ষঃপুরে গ যমপুরে ঘ অন্তঃপুরে
২৯. রক্ষঃপুরে কে প্রবেশ করলেন?
ক নিকষা খ রাবণ জ ল²ণ ঘ রাঘব
৩০. নিকুম্ভিলা যজ্ঞাগারে পশিল কে?
ক মেঘনাদ ছ ল²ণ গ বিভীষণ ঘ রাম
৩১. নিকষা সতী কার জননী?
ক রামের খ ল²ণের গ মেঘনাদের ঝ বিভীষণের
৩২. বিভীষণের সহোদর কে?
ক রাম ছ রাবণ গ ল²ণ ঘ মেঘনাদ
৩৩. বিভীষণ মেঘনাদের কী হন?
ক বাবা খ ভাই গ মামা ঝ কাকা
৩৪. মেঘনাদ কোথায় যেতে চেয়েছেন?
ক লঙ্কাপুরে ছ অস্ত্রাগারে গ যজ্ঞাগারে ঘ যমপুরে
৩৫. রামানুজকে মেঘনাদ কোথায় পাঠাতে চেয়েছেন?
ক স্বর্গলোকে খ রক্ষঃপুরে
জ শমন-ভবনে ঘ নিকুম্ভিলায়
৩৬. বিভীষণ নিজেকে কী বলে উলেখ করেছেন?
ক ঈশ্বরদাস ছ রাঘবদাস গ রক্ষঃদাস ঘ ল²ণদাস
৩৭. বিভীষণের বাক্য শুনে মেঘনাদের কী ইচ্ছে হয়েছে?
ক বাঁচিবার ছ মরিবার গ মারিবার ঘ ত্যাজিবার
৩৮. স্থাণুর ললাটে বিধি কাকে স্থাপন করেছেন?
চ বিধুকে খ সিধুকে গ সিন্ধুকে ঘ নদীকে
৩৯. মৃগেন্দ্রকেশরী কাকে মিত্রভাবে সম্ভাষে না?
ক হরিণকে খ বাঘকে জ শৃগালকে ঘ কুকুরকে
৪০. মেঘনাদ কাকে ‘বিজ্ঞতম’ বলেছেন?
ক রামকে খ রাবণকে গ ল²ণকে ঝ বিভীষণকে
৪১. মেঘনাদ কাকে ‘অজ্ঞ’ বলেছেন?
ক পিতৃব্যকে খ রাবণকে গ ল²ণকে ঝ নিজেকে
৪২. মেঘনাদের মতে, ল²ণের আচরণ দেখে লঙ্কার কে হাসবে?
ক নর ছ শিশু গ নারী ঘ বৃদ্ধ
৪৩. ‘ছাড়হ পথ’ কাকে বলা হয়েছে?
ক কুম্ভকর্ণকে খ ল²ণকে জ বিভীষণকে ঘ রাবণকে
৪৪. দেব-দৈত্য-নর রণে বিভীষণ স্বচক্ষে কার পরাক্রম দেখেছেন?
ক রামের ছ মেঘনাদের গ ল²ণের ঘ কুম্ভকর্ণের
৪৫. মেঘনাদের দৃষ্টিতে নন্দন-কাননে কে ভ্রমণ করেছে?
ক কিন্নর ছ দৈত্য গ মানব ঘ পশু
৪৬. মেঘনাদের দৃষ্টিতে প্রফুল কমলে কী বাস করেছে?
ক পতঙ্গ ছ কীট গ ভ্রমর ঘ দৈত্য
৪৭. মলিনবদন লাজে কে উত্তর দিয়েছিলেন?
চ রাবণ-অনুজ খ রাবণ-পুত্র
গ রাঘব-অনুজ ঘ রাঘব-পুত্র
৪৮. ‘নহি দোষী আমি’ Ñ কে বলেছেন?
ক রাবণ ছ বিভীষণ গ ল²ণ ঘ মেঘনাদ
৪৯. পাপপূর্ণ বলা হয়েছে কোনটিকে?
ক রামরাজ্য ছ লঙ্কাপুরী গ স্বর্গরাজ্য ঘ যজ্ঞস্থলী
৫০. কাল সলিলে ডুবেছে কোনটি?
ক বিধূ ছ লঙ্কা গ রথী ঘ স্থানু
৫১. নিশীথে অন্বরে মন্দ্রে কোনটি?
চ জীমূতেন্দ্র খ রতœাকার গ সৌদামিনী ঘ বীরেন্দ্র
৫২. নির্গুণ হলেও কে শ্রেয়?
ক পরজন ছ স্বজন গ নিধন ঘ দুর্জন
৫৩. ‘বাসববিজয়ী’ বলা হয়েছে কাকে?
চ মেঘনাদকে খ ল²ণকে গ রাবণকে ঘ বিভীষণকে
৫৪. বিভীষণের কথা শুনে মেঘনাদের মরতে ইচ্ছে হয়েছিল কেন?
ক শত্র“পক্ষের বিজয় সুনিশ্চিত জেনে
ছ আপনজনের বিশ্বাসঘাতকতা দেখে
গ ল²ণের হাতে মৃত্যু আসন্ন জেনে
ঘ পিত্যৃব্যের মুখে রামের স্তুতি শুনে
৫৫. ‘হে বীরকেশরী’ বলে কাকে নির্দেশ করা হয়েছে?
ক ল²ণকে খ রাবণকে জ বিভীষণকে ঘ রামকে
৫৬. ল²ণকে ক্ষুদ্রমতি নর বলার কারণ কী?
ক তুচ্ছ মানব বংশোদ্ভূত হওয়ায়
খ শারীরিকভাবে খর্বকায় হওয়ায়
গ শত্র“র সঙ্গে হীন আঁতাত করায়
ঝ অস্ত্রহীনকে যুদ্ধে আহŸান করায়
৫৭. মেঘনাদ ল²ণকে ‘দুর্বল মানব’ কেন বলেছেন?
ক অবয়বে বীরোচিত নয় বলে খ মানবিক দুর্বলতা আছে বলে
জ নিরস্ত্রকে আক্রমণ করতে এসেছে বলে
ঘ শারীরিকভাবে খর্বকায় বলে
৫৮. ‘মহারথি প্রথা’ নয় কোনটি?
ক সশস্ত্র যুদ্ধের মহড়া ছ অস্ত্রহীনকে যুদ্ধে আহŸান
গ যুদ্ধের পোশাক পরা ঘ যুদ্ধক্ষেত্রে দম্ভ প্রকাশ
৫৯. ‘ডরিবে এ দাস হেন দুর্বল মানবে?’Ñ এখানে ‘দুর্বল মানব’ কে?
ক বিভীষণ খ অরিন্দম গ বাসব ঝ ল²ণ
৬০. ‘নিকুম্ভিলা যজ্ঞাগারে প্রগলভে পশিল দম্ভী’Ñ এখানে ‘দম্ভী’ বলে কাকে বোঝানো হয়েছে?
ক ইন্দ্রজিৎকে খ রাবণকে
গ রাক্ষসকে ঝ মেঘনাদকে
৬১. ‘দুরাচার দৈত্য’ বলে কাকে নির্দেশ করা হয়েছে?
ক ময়দানবকে খ বিভীষণকে জ ল²ণকে ঘ কুম্ভকর্ণকে
৬২. ‘রাবণ-অনুজ’ বলে কাকে বোঝানো হয়েছে?
ক রামকে খ কুম্ভকর্ণকে গ ল²ণকে ঝ বিভীষণকে
৬৩. ‘রাবণ-আত্মজ’ শব্দটি কার সম্পর্কে ব্যবহৃত হয়েছে?
চ মেঘনাদ খ ল²ণ গ রাম ঘ কুম্ভকর্ণ
৬৪. বিভীষণ রাজা বলতে কাকে বুঝিয়েছেন?
ক নিজেকে খ রামকে গ ল²ণকে ঝ রাবণকে
৬৫. লঙ্কার দুরবস্থার জন্য বিভীষণ কোন বিষয়টিকে দায়ী করেছেন?
ক মেঘনাদের ইন্দ্রজয়কে খ রাজার কর্মদোষকে
জ রাবণের যুদ্ধনীতিকে ঘ রামের অভিশাপকে
৬৬. বিভীষণের বিমাতাসুলভ আচরণের জন্য মেঘনাদ কোন বিষয়টিকে দায়ী করেছেন?
ক স্নেহের অভাব ছ সঙ্গদোষ
গ জ্ঞানের অভাব ঘ আত্মাভিমান
৬৭. ‘বাসবত্রাস’ বলে কাকে বোঝানো হয়েছে?
ক ল²ণকে খ রামকে
জ মেঘনাদকে ঘ রাবণকে
৬৮. মেঘনাদকে ‘বাসবত্রাস’ বলার কারণ কী?
ক বাসবের মতোই ভয়ঙ্কর বলে
খ বাসবকে বিতাড়িত করেছে বলে
জ বাসবকে পরাজিত করেছে বলে
ঘ বাসবের শঙ্কাহরণ করেছে বলে
৬৯. রুষিলা ‘বাসবত্রাস’-কেন?
চ রামের পক্ষাবলম্বনের ব্যাখ্যা শুনে
খ মেঘনাদকে আঘাত করার ক্ষোভে
গ মেঘনাদের পথরোধ করার কারণে
ঘ ল²ণকে পথ দেখানোর কারণে
৭০. ‘বীরেন্দ্র বলী’ কাকে বলা হয়েছে?
ক রাবণকে খ ল²ণকে গ রামকে ঝ মেঘনাদকে
৭১. ‘রাক্ষসরাজানুজ’ বলে কাকে সম্বোধন করা হয়েছে?
ক রামকে খ ল²ণকে জ বিভীষণকে ঘ মেঘনাদকে
৭২. ‘হেন সহবাসে, হে পিতৃব্য, বর্বরতা কেন না শিখিবে’Ñ এখানে কোন সাহচর্যের কথা বলা হয়েছে?
ক স্ত্রী-পরিবারের ছ রাম-ল²ণের
গ শিব-পার্বতীর ঘ রাম-রাবণের
৭৩. ‘গুণহীন স্বজন’ শ্রেয় কেন?
ক গুণ মূল্যহীন বলে খ বিপদে ভরসা বলে
জ প্রকৃত বান্ধব বলে ঘ স্বজন নির্গুণ বলে
৭৪. বিভীষণ ও মেঘনাদের মধ্যে কোন সম্পর্কটি বিদ্যমান?
ক পিতা-পুত্র খ অগ্রজ-অনুজ
জ কাকা-ভাইপো ঘ মামা-ভাগ্নে
৭৫. কার সহায়তায় ল²ণ যজ্ঞাগারে প্রবেশের সুযোগ পেয়েছিলেন?
ক রাম ছ বিভীষণ গ ইন্দ্র ঘ রাবণ
৭৬. ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতায় ‘তাত’ কাকে বোঝানো হয়েছে?
ক রাবণকে খ বাসবকে গ কুম্ভকর্ণকে ঝ বিভীষণকে
৭৭. শিক্ষক ছাত্রকে মেঘনাদের পিতৃব্যের নাম জিজ্ঞেস করলেন। ছাত্র কোন নামটি বলবে?
ক রাবণ খ রাঘব জ বিভীষণ ঘ অরিন্দম
৭৮. ক্লাসের সবচেয়ে মেধাবী ছাত্রের কাছে তুলনামূলকভাবে দুর্বল ছাত্র মেঘনাদের পিতার নাম জানতে চাইল। মেধাবী কোন নামটি বলবে?
ক বিভীষণ ছ রাবণ গ রাঘব ঘ ল²ণ
৭৯. ক্লাসের একজন ছাত্র বাংলার শিক্ষকের কাছে জানতে চাইল, অরিন্দম বলা হয় কাকে? শিক্ষক কোন নামটি বলবেন?
ক রাবণ খ ল²ণ গ বিভীষণ ঝ মেঘনাদ
৮০. ‘ঘরের শত্র“ বিভীষণ’Ñ এ প্রবাদবাক্যটি বিভীষণের কোন আচরণকে কেন্দ্র করে প্রচলিত?
ক স্বজনের প্রতি উদাসীনতা খ পরধর্মের অনুসরণ
জ শত্র“পক্ষের সঙ্গে আঁতাত ঘ দুর্জনের সাহচর্য
৮১. ‘রাঘবদাস আমি’Ñউক্তিটির সঙ্গে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বিশেষ ভূমিকায় অবতীর্ণ কাদের সঙ্গে মিল রয়েছে?
ক হানাদারদের ছ রাজাকারদের
গ মুক্তিযোদ্ধাদের ঘ গেরিলাদের
৮২. ‘চণ্ডালে বসাও আনি রাজার আলয়ে’Ñপঙ্ক্তিটির মধ্য দিয়ে কোন ভাব সর্বাধিক জোরালো হয়েছে?
ক বিস্ময় খ ঘৃণা জ তিরস্কার ঘ ক্রোধ
৮৩. বিভীষণের প্রতি মেঘনাদের বক্তব্যে কোন বিষয়টি প্রাধান্য পেয়েছে?
চ কুলমর্যাদা খ অহংকার গ নৈতিকতা ঘ বীরত্ব
৮৪. মেঘনাদকে ‘রাবণি’ সম্বোধন করা হয়েছে কোন যুক্তিতে?
ক রাঘবকে ঘৃণা করে বলে ছ রাবণের শ্রেষ্ঠ পুত্র বলে
গ রাক্ষসরাজের ভক্ত বলে ঘ ‘রাবণি’ তার ডাক নাম
৮৫. বিভীষণের স্বজনের প্রতি বিশ্বাসঘাতকতার পেছনে কোন বিষয়টি ক্রিয়াশীল ছিল?
ক স্বার্থচিন্তা খ অর্থচিন্তা গ অন্নচিন্তা ঝ ধর্মবোধ
৮৬. আত্মপক্ষ সমর্থনের ক্ষেত্রে বিভীষণ কোন বিষয়টিকে সামনে এনেছেন?
ক ইতিহাস চেতনা খ স্বাজাত্যবোধ
গ প্রতিবাদী চেতনা ঝ নৈতিকতা
৮৭. ‘স্বচক্ষে দেখেছ, রক্ষঃশ্রেষ্ঠ, পরাক্রম দাসের’Ñমেঘনাদের নিজেকে ‘দাস’ বলার পেছনে কোন মনোভাবটি ক্রিয়াশীল?
ক কুলগৌরব ছ বিনয় গ আত্মগ্লানি ঘ সংকোচ
৮৮. রাবণের মধ্যম সহোদর কে?
ক অরিন্দম ছ কুম্ভকর্ণ গ বিভীষণ ঘ রাবণি
৮৯. ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতায় অরিন্দম কে?
ক বিভীষণ ছ মেঘনাদ গ কুম্ভকর্ণ ঘ রক্ষোরথী
৯০. রাবণের মাকে কী নামে অভিহিত করা হয়?
ক সুমিত্রা ছ নিকষা গ বিধু ঘ রাবণি
৯১. মেঘের ডাক বা আওয়াজকে ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতায় কী বলা হয়েছে?
ক গর্জন ছ জীমূতেন্দ্র গ বর্ষণ ঘ জীতেন্দ্র
৯২. কাকে ‘রথী’ বলা হয়?
ক চোর ছ রথচালক গ বীর ঘ ঘোড়াচালক
৯৩. কর্মদোষে কনক-লঙ্কাকে বিপদগ্রস্ত করেছেন কে?
চ লঙ্কার রাজা খ রাঘব-দাস গ রাবণ-পুত্র ঘ কুম্ভকর্ণ
৯৪. রাবণের মাকে কী নামে অভিহিত করা হয়?
চ সুমিত্রা খ নিকষা গ বিধু ঘ রাবণি
গ শব্দার্থ ও টীকা : (বোর্ড বই থেকে)
৯৫. ‘তাত’ শব্দটির অর্থ কী?
ক মাতা ছ পিতা গ ভাই ঘ বোন
৯৬. ‘নন্দন-কানন’ কী?
ক পুত্রের বাগান খ লঙ্কার উদ্যান
জ স্বর্গের উদ্যান ঘ মনোহর ক্ষেত্র
৯৭. ‘বিধু’ শব্দের অর্থ কী?
ক সূর্য ছ চাঁদ গ বৃক্ষ ঘ হস্ত
৯৮. ‘আহবে’ শব্দের অর্থ কী?
ক ক্ষোভে খ অস্ত্রে জ যুদ্ধে ঘ যজ্ঞে
৯৯. ‘দুর্মতি’ শব্দটির অর্থ কী?
ক সৎ বুদ্ধি খ মতিভ্রম জ অসৎ বুদ্ধি ঘ জ্ঞানী
১০০. ‘তস্কর’ শব্দটির অর্থ কী?
ক সাধু ছ চোর গ বীর ঘ জ্ঞানী
১০১. ‘সৌমিত্র’ শব্দ দ্বারা কাকে বোঝানো হয়েছে?
চ ল²ণকে খ রাবণকে গ বিভীষণকে ঘ রামকে
১০২. “এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, বাক্যটির সমার্থক কী?
ক এতক্ষণ পরে মেঘনাদ কথা বলল
ছ বিস্মিত ও বিপন্ন মেঘনাদ বলল
গ এতক্ষণে মেঘনাদ শত্র“কে দেখল
ঘ এতক্ষণে মেঘনাদ গৌরবের কথা বলল
১০৩. রামধনু শব্দটির সন্ধি বিচ্ছেদ কী?
ক রাম+ আনুজ ছ রাম+অনুজ
গ রাম+অনুজ্য ঘ রাম+আনুজ্য
১০৪. ‘শমন-ভবন’ শব্দটির অর্থ কী?
ক শয়নকক্ষ ছ যমালয় গ যুদ্ধক্ষেত্র ঘ রক্ষপুরী
১০৫. ‘যুদ্ধ’ শব্দটির যে প্রতিশব্দটি ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কাব্যাংশে ব্যবহৃত হয়েছে তা হলো
ক লড়াই ছ আহব গ রণ ঘ সংগ্রাম
১০৬. “স্থাপিলা বিধুরে বিধি স্থাণুর ললাটে” চরণটিতে ব্যবহৃত ‘স্থাণু’ শব্দের অর্থ কী?
ক চাঁদ খ আকাশ জ নিশ্চল ঘ ললাট
১০৭. ‘মৃগেন্দ্র’ শব্দটির অর্থ কী?
ক বাঘ ছ পশুরাজ সিংহ
গ শিয়াল পণ্ডিত ঘ হরিণ
১০৮. ‘প্রগল্ভে’ শব্দটি দ্বারা কী বোঝায়?
ক প্রলোভন দেখিয়ে খ প্রাগ্রসর হয়ে
জ নির্ভীক চিত্তে ঘ নিরপেক্ষভাবে
১০৯. ‘ধীমান’ শব্দের অর্থ কী?
ক মূর্খ খ ব্যস্ত জ জ্ঞানী ঘ ঘুমন্ত
১১০. ‘তস্কর’ শব্দটি দ্বারা কী বোঝায়?
ক তুষের ঘর খ তক্ষক জ চোর ঘ চোরাবালি
১১১. ‘রথী’ শব্দটি দ্বারা কী বোঝায়?
ক রথে চরে যে খ রথের মালিক
জ রথচালনার মাধ্যমে যে যুদ্ধ করে ঘ রথের অংশবিশেষ
১১২. “মহামন্ত্র- বলে যথা নম্রশির: ফনী”- বাক্যটির অর্থ কী?
চ মন্ত্রসূত সাপ যেমন মাথা নত করে
খ সাপের ফণা অবস্থা হঠাৎ নত হওয়া
গ মহৌষদের কাছে সাপের বিষ কমে যাওয়া
ঘ ঐশ্বর্যশালীর মাথা নত হওয়া
১১৩. ‘সহিছ’ বলতে কী বোঝায়?
ক সহিত ছ সহ্য করছ গ সুজনতা ঘ সুবিধা নেয়া
১১৪. ‘ভর্ৎস’ শব্দের সঠিক অর্থ কোনটি?
চ ভর্ৎসনা বা তিরস্কার খ ভরত মুনি
গ ভূজঙ্গ ঘ মূল্যবান
১১৫. ‘মজাইলা’ শব্দের সঠিক অর্থ কী?
ক মজে যাওয়া খ নষ্ট করলে
জ বিপদগ্রস্ত করলে ঘ আনন্দফূর্তি করলে
১১৬. ‘এবে’ শব্দের সঠিক অর্থ কোনটি?
ক এবং ছ এখন গ এমন ঘ এভাবে
১১৭. এবে পাপপূর্ণ। শূন্যস্থানে উপযুক্ত শব্দ কোনটি?
ক দেবকুল খ মানবকুল জ লঙ্কাপুরী ঘ নগরী
১১৮. ‘যেমতি’ বলতে কী বোঝায়?
ক এমন ছ যেমন গ তেমন ঘ কেমন
১১৯. “পরদোষে কে চাহে মজিতে? বাক্যের অর্থ কী?
ক অন্যের দোষে কেউ শাস্তি পেতে রাজি নয়
খ অন্যের কাঁধে দোষ দিতে চাওয়া
জ অপরের দোষে বিপদগ্রস্ত হতে কেউ চায় না
ঘ অন্যের দোষে কেউ মরতে চায় না
১২০. ‘রুষিলা’ শব্দটির অর্থ কী?
চ রাগান্বিত হলো খ রেষারেষি করল
গ বর্ষণ করল ঘ থেমে গেল
১২১. নিচের কোনটি ভিন্নার্থক?
ক শব্দ খ মন্ত্র গ ধ্বনি ঝ মন্দ
১২২. আকাশ শব্দটির কোন প্রতিশব্দটি ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কাব্যাংশে ব্যবহৃত হয়েছে?
ক নীলিমা খ আসমান জ অম্বর ঘ গগন
১২৩. নিচের কোন শব্দটি ভিন্নার্থক?
ক বললাম ছ বল গ বীর ঘ বলী
১২৪. সম্পূর্ণ পরিত্যাগ অর্থে ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতাংশে কোন শব্দটি ব্যবহৃত হয়েছে?
ক উৎসর্গ খ উজাড় জ জলাঞ্জলি ঘ সত্য ত্যাগ
১২৫. “পরঃ পরঃ সদা” বাক্যের মর্মার্থ কী?
ক আপন কখনো পর হয় না খ পর কখনো আপন হয় না
জ পর গুণবান হলেও সর্বদা পর ঘ শত্র“ গুণবান হলেও ক্ষতি
ঘ পাঠ পরিচিতি : (বোর্ড বই থেকে)
১২৬. ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কাব্যাংশটুকু ‘মেঘনাদবধ’ কাব্যের কোন সর্গ থেকে সংকলিত হয়েছে?
চ ষষ্ঠ খ সপ্তম গ অষ্টম ঘ নবম
১২৭. ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতাটি কোন ছন্দের অন্তর্ভুক্ত?
চ অক্ষরবৃত্ত খ স্বরবৃত্ত গ মাত্রাবৃত্ত ঘ গদ্যছন্দ
১২৮. ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতার ছন্দ কী নামে সমধিক পরিচিত?
ক মন্দাক্রান্তা খ কলাবৃত্ত জ অমিত্রাক্ষর ঘ মিশ্রবৃত্ত
১২৯. ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কাব্যাংশের প্রতিটি পঙ্ক্তি কত মাত্রায় রচিত?
ক ৮ মাত্রা খ ১০ মাত্রা গ ১২ মাত্রা ঝ ১৪ মাত্রা
১৩০. ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কাব্যাংশটুকু মাইকেল মধুসূদন দত্তের কোন কাব্যের অন্তর্গত?
ক ব্রজাঙ্গনা কাব্য খ বীরাঙ্গনা কাব্য
জ মেঘনাদবধ কাব্য ঘ তিলোত্তমাসম্ভব কাব্য
১৩১. ‘মেঘনাদবধ’ কাব্যটি সর্বমোট কয়টি সর্গে বিন্যস্ত?
ক ৭টি খ ৮টি জ ৯টি ঘ ১০টি
১৩২. ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতাটি কোন ছন্দের অন্তর্ভুক্ত?
চ অক্ষরবৃত্ত খ স্বরবৃত্ত গ মাত্রাবৃত্ত ঘ গদ্যছন্দ
১৩৩. ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতার ছন্দ কী নামে সমধিক পরিচিত?
ক মন্দাক্রান্তা খ কলাবৃত্ত জ অমিত্রাক্ষর ঘ মিশ্রবৃত্ত
১৩৪. ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কাব্যাংশের প্রতিটি পঙ্ক্তি কত মাত্রায় রচিত?
ক ৮ মাত্রা খ ১০ মাত্রা গ ১২ মাত্রা ঝ ১৪ মাত্রা
১৩৫. রাবণের মধ্যম সহোদর কে?
ক অরিন্দম ছ কুম্ভকর্ণ গ বিভীষণ ঘ রাবণি
ঙ বহুপদী সমাপ্তিসূচক প্রশ্নোত্তর :
১৩৬. ল²ণ নিকুম্ভিলা যজ্ঞাগারে প্রবেশে সমর্থ হয়Ñ
র. রাবণের সহায়তায়
রর. মায়া দেবীর আনুক‚ল্যে
ররর. রাবণের অনুজ বিভীষণের সহায়তায়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর জ রর ও ররর ঘ র, রর ও ররর
১৩৭. ‘লঙ্কার কলঙ্ক আজি ভুঞ্জিব আহবে’Ñ পঙ্ক্তিটির গভীরে লুক্কায়িত আছেÑ
র. ঘৃণা রর. প্রতিজ্ঞা ররর. আত্মবিশ্বাস
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর জ রর ও ররর ঘ র, রর ও ররর
১৩৮. ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতায় লঙ্কা বোঝাতে যেসব শব্দগুচ্ছ ব্যবহৃত হয়েছেÑ
র. নন্দন-কানন রর. কনক-লঙ্কা ররর. লঙ্কাপুরী
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর জ রর ও ররর ঘ র, রর ও ররর
১৩৯. ‘বিভীষণ’ নামটির স্থলে কবি যে শব্দগুলো প্রয়োগ করেছেনÑ
র. রক্ষোমণি রর. রক্ষোরথি
ররর. রক্ষঃশ্রেষ্ঠ
নিচের কোনটি সঠিক?
চ র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৪০. মেঘনাদ বিভীষণের সঙ্গে যে ভাষায় কথা বলেছেন তাতে মেঘনাদের ক্ষেত্রে যে বিশেষণগুলো প্রযোজ্যÑ
র. বিনয়ী
রর. আত্মসম্মানবোধসম্পন্ন
ররর. হিতাহিতবোধ রহিত
নিচের কোনটি সঠিক?
চ র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৪১. বিভীষণকে রক্ষোরথি, বিজ্ঞতম প্রভৃতি বিশেষণে অভিহিত করার পেছনে যে বিষয়গুলো ক্রিয়াশীলÑ
র. তোষামোদ রর. স্বাজাত্যবোধ জাগানো
ররর. আত্মসম্মানবোধ জাগানো
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর জ রর ও ররর ঘ র, রর ও ররর
১৪২. ‘হেন সহবাসে, হে পিতৃব্য, বর্বরতা কেন না শিখিবে?’ নিচের যে প্রবাদগুলো এ বক্তব্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণÑ
র. সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ
রর. সঙ্গদোষে লোহা ভাসে
ররর. মাছের মায়ের পুত্রশোক
নিচের কোনটি সঠিক?
চ র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৪৩. ‘প্রলয়ে যেমতি বসুধা, ডুবিছে লঙ্কা এ কালসলিলে’- পঙ্ক্তিতে যে অলংকারগুলো ব্যবহৃত হয়েছেÑ
র. যমক রর. উপমা ররর. রূপক
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর জ রর ও ররর ঘ র, রর ও ররর
১৪৪. ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতায় মেঘনাদের যে পরিচয় পাওয়া যায়Ñ
র. বাসব-বিজয়ী রর. অরিন্দম ররর. ইন্দ্রজিৎ
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঝ র, রর ও ররর
১৪৫. রামের অনুজের নামÑ
র. রামানুজ রর. ল²ণ ররর. কুম্ভকর্ণ
নিচের কোনটি সঠিক?
চ র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৪৬. রঘুবংশের শ্রেষ্ঠ সন্তান হলেনÑ
র. রাবণ রর. রাম ররর. রাঘব
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর জ রর ও ররর ঘ র, রর ও ররর
১৪৭. মধুসূদন দত্তের রচিত সাহিত্যের প্রধান সুর হলো
র. দেশপ্রেম
রর. স্বাধীনতার চেতনা
ররর. নারী-জাগরণ
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঝ র, রর ও ররর
১৪৮. ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কাব্যাংশে প্রকাশিত হয়েছেÑ
র. মাতৃভ‚মির প্রতি ভালোবাসা
রর. মাতৃভ‚মির প্রতি বিশ্বাসঘাতকতা
ররর. দেশদ্রোহিতার বিরুদ্ধে ঘৃণা
নিচের কোনটি ঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঝ র, রর ও ররর
চ অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর :
অনুচ্ছেদটি পড় এবং ১৪৯-১৫১ নং প্রশ্নের উত্তর দাও :
সম্পত্তি নিয়ে সৈয়দ বংশের সৈয়দ আলী ও শেখ পরিবারের নাদু শেখের মধ্যে বিরোধ চলার এক পর্যায়ে নাদু শেখের ভাই আদু শেখ সৈয়দ আলীর পক্ষ নেয়।
১৪৯. উদ্দীপকের আদু শেখ ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতার কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে?
ক মেঘনাদ খ ল²ণ
জ বিভীষণ ঘ রাবণ
১৫০. উদ্দীপক ও ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতার মূলবক্তব্যের বিষয় কী?
ক আদর্শের দ্ব›দ্ব খ আত্মরক্ষার কৌশল
গ বিরোধিতার স্বরূপ ঝ স্বজনের বিশ্বাসঘাতকতা
১৫১. উদ্দীপকের নাদু শেখ তার ভাই আদু শেখকে লক্ষ করে যে পঙ্ক্তিগুলো উদ্ধৃত করতে পারতÑ
র. উচিত কি তব এ কাজ
রর. ছাড় দ্বার, যাব অস্ত্রাগারে
ররর. জ্ঞাতিত্ব, ভ্রাতৃত্ব, জাতিÑ এ সকলে দিলা জলাঞ্জলি
নিচের কোনটি সঠিক?
ক র ও রর ছ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
অনুচ্ছেদটি পড় এবং ১৫২-১৫৪ নং প্রশ্নের উত্তর দাও :
আত্মীয়তার সম্পর্কে কংস কৃষ্ণের মামা হলেও জন্মের পরপরই কংস কৃষ্ণকে হত্যা করতে উদ্যত হয়। কারণ সে জানতে পেরেছিল, একসময় কৃষ্ণ তার অপকর্মের পথে বাধা হয়ে দাঁড়াবে।
১৫২. উদ্দীপকের কংসের কৃষ্ণ-নিধন চেষ্টার পেছনে ছিল আত্মরক্ষার ভাবনা। ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতায় স্বজনের প্রতি বৈরী আচরণে কোন বিষয়টি যুক্তি হিসেবে দাঁড় করিয়েছিলেন?
ক স্বার্থরক্ষা ছ ধর্মরক্ষা গ বংশরক্ষা ঘ কুলরক্ষা
১৫৩. উদ্দীপকের কৃষ্ণ ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতার কার সমান্তরাল?
ক ল²ণ খ রাবণ জ মেঘনাদ ঘ রাম
১৫৪. উদ্দীপকের কংসকে কেন্দ্র করে একটি প্রচলিত বাগধারা হচ্ছে ‘কংস মামা’। ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতার প্রতিফলনে অনুরূপ কোন প্রবাদটি প্রচলিত?
ক রাবণের চিতা ছ ঘরের শত্র“ বিভীষণ
গ কুম্ভকর্ণের ঘুম ঘ লঙ্কাকাণ্ড
অনুচ্ছেদটি পড় এবং ১৫৫-১৫৬ সংখ্যক প্রশ্নের উত্তর দাও :
১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী এদেশের হাজার হাজার নিরস্ত্র মানুষকে অন্যায়ভাবে হত্যা করে। বাঙালি আজও তাদের ঘৃণাভরে স্মরণ করে।
১৫৫. উদ্দীপকে বর্ণিত হত্যার সঙ্গে ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কাব্যের কার হত্যার মিল পাওয়া যায়?
ক রাঘব ছ মেঘনাদ গ বিভীষণ ঘ কুম্ভকর্ণ
১৫৬. উদ্দীপকে বর্ণিত বাঙালি জাতির মনের কথা মেঘনাদের যে ভাষ্য দিয়ে প্রকাশ করা হয়Ñ
র. উচিত কি তব এ কাজ
রর. জ্ঞাতিত্ব, ভ্রাতৃত্ব, জাতিÑ এ সকলে দিলা জলাঞ্জলি
ররর. বৃথা এ সাধনা ধীমান, রাঘবদাস আমি
নিচের কোনটি সঠিক?
চ র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর