এইচএসসি বাংলা মাসি-পিসি বহুনির্বাচনী প্রশ্নোত্তর

মাসি-পিসি
মানিক বন্দ্যোপাধ্যায়

গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর

১. কানাইয়ের সাথে গোকুলের কতজন পেয়াদা এসেছিলেন?
ক দুই ছ তিন গ চার ঘ পাঁচ
২. মাসি-পিসি আহ্লাদিকে জগুর কাছে পাঠাতে চায়নি কেন?
চ নির্যাতনের ভয়ে খ স্নেহের আতিশয্যে
গ দারিদ্র্যের কারণে ঘ আহ্লাদি যেতে চায়নি বলে
* উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ সংখ্যক প্রশ্নের উত্তর দাও।
দেখি নাই যারে, চিনি নাই যারে
শুনি নাই নাম কভু
তিনিই আজিকে দেবতা আমার
তিনিই আমার প্রভু।
৩. উদ্দীপকের প্রভু ‘মাসি-পিসি’ রচনার কার সাথে সাদৃশ্যপূর্ণ?
ক লেখকের ছ জগুর গ কৈলেশের ঘ গোকুলের
৪. উভয়ের মধ্যে যে-বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে তা হলো :
ক আধিপত্য খ পাণ্ডিত্য জ স্বৈরাচারী ঘ অহংবোধ
মাস্টার ট্রেইনার কর্তৃক যাচাইকৃত বহুনির্বাচনি প্রশ্নোত্তর
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
ক লেখক পরিচিতি : (বোর্ড বই থেকে)
৫. মানিক বন্দ্যোপাধ্যায় কী হিসেবে বাংলা সাহিত্যে খ্যাতিমান?
ক উপন্যাস ও প্রবন্ধ লেখক খ প্রবন্ধ ও নাটক লেখক
গ নাটক ও উপন্যাস লেখক ঝ উপন্যাস ও ছোটগল্প লেখক
৬. মানিক বন্দোপাধ্যায় কত বছর বেঁচে ছিলেন?
চ ৪৮ বছর খ ৪৯ বছর গ ৫০ বছর ঘ ৫১ বছর
৭. মানিক বন্দ্যোপাধ্যায় বিএসসি পড়েন কোথায়?
ক কলকাতা হিন্দু কলেজে ছ কলকাতা প্রেসিডেন্সি কলেজে
গ আনন্দ মোহন কলেজে ঘ ঢাকা কলেজে
৮. মানিক বন্দ্যোপাধ্যায় বাজি ধরে লিখেছিলেন কোন গল্প?
ক সমুদ্রের দ্বন্দ¡ খ হলুদপোড়া
জ অতসীমামী ঘ টিকটিকি
৯. কত বছর বয়সে মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম লেখা প্রকাশিত হয়?
ক ১৬ বছর খ ১৮ বছর জ ২০ বছর ঘ ২২ বছর
১০. চাকরি ও ব্যবসায়িক কাজে মানিক বন্দ্যোপাধ্যায় কত বছর নিয়োজিত ছিলেন?
চ ৩ বছর খ ৪ বছর গ ৫ বছর ঘ ৬ বছর
১১. ‘পুতুল নাচের ইতিকথা’Ñ মানিক বন্দ্যোপাধ্যায়ের কোন ধরনের রচনা?
ক নাটক ছ উপন্যাস গ পালাগান ঘ ছোটগল্প
১২. ‘দিবারাত্রির কাব্য’Ñ মানিক বন্দ্যোপাধ্যায়ের কী জাতীয় রচনা?
ক ছোটগল্প খ নাটক গ কবিতা ঝ উপন্যাস
১৩. ‘প্রাগৈতিহাসিক’ ছোটগল্পের রচয়িতা কে?
ক রবীন্দ্রনাথ ঠাকুর খ আলাউদ্দিন-আল-আজাদ
গ আতা সরকার ঝ মানিক বন্দ্যোপাধ্যায়
১৪. মানিক বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাসের সংখ্যা কত?
ক প্রায় বিশটি খ প্রায় ত্রিশটি
জ প্রায় চলি­শটি ঘ প্রায় পঞ্চাশটি
১৫. মানিক বন্দ্যোপাধ্যায় মূলত কেমন মানুষ ছিলেন?
চ বিজ্ঞানমনস্ক খ ধর্মমনস্ক
গ প্রকৃতিপ্রেমি ঘ রাজনীতিক
১৬. মানিক বন্দ্যোপাধ্যায় রচিত ছোটগল্পের সংখ্যা কত?
ক প্রায় আড়াইশো ছ প্রায় তিনশো
গ প্রায় সাড়ে তিনশো ঘ প্রায় চারশো
১৭. মানিক বন্দ্যোপাধ্যায়ের সাহিত্য রচনার ব্যাপ্তি কত বছর?
ক ২৬ বছর ছ ২৮ বছর গ ৩০ বছর ঘ ৩২ বছর
১৮. মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম কী?
চ প্রবোধকুমার বন্দোপাধ্যায় খ সুবোধকুমার বন্দোপাধ্যায়
গ বরুণকুমার বন্দোপাধ্যায় ঘ প্রদীপকুমার বন্দ্যোপাধ্যায়
১৯. মানিক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি কোন জেলায়?
ক মানিকগঞ্জ খ নারায়ণগঞ্জ গ শরিয়তপুর ঝ বিক্রমপুর
২০. মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্ম কোথায়?
ক কলকাতার কালীঘাটে ছ বিহারের সাঁওতাল পরগনায়
গ ঢাকার বিক্রমপুরে ঘ চাঁদপুরের জেলে পলি­তে
২১. মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্ম কত খ্রিষ্টাব্দে?
ক ১৯০২ খ্রিস্টাব্দে ছ ১৯০৮ খ্রিস্টাব্দে
গ ১৯১২ খ্রিস্টাব্দে ঘ ১৯২১ খ্রিস্টাব্দে
২২. মানিক বন্দ্যোপাধ্যায়ে কবে মৃত্যুবরণ করেন?
ক ১৯৫৬ খ্রিস্টাব্দের ১ ডিসেম্বর
খ ১৯৫৬ খ্রিস্টাব্দের ২ ডিসেম্বর
জ ১৯৫৬ খ্রিস্টাব্দের ৩ ডিসেম্বর
ঘ ১৯৫৬ খ্রিস্টাব্দের ৪ ডিসেম্বর
২৩. ১৯২৬ সালের সাথে মানিক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক রয়েছেÑ
চ ম্যাট্রিক পাসের ক্ষেত্রে খ আইএসসি পাসের ক্ষেত্রে
গ বি.এসসি পাসের ক্ষেত্রে ঘ এম.এসসি পাসের ক্ষেত্রে
২৪. মানিক বন্দ্যোপাধ্যায় ম্যাট্রিক পাস করেন কোন স্কুল থেকে?
ক সেন্ট গ্রেগরী স্কুল থেকে
ছ মেদেনীপুর জেলা স্কুল থেকে
গ বরিশাল পাইলট স্কুল থেকে
ঘ কুচবিহার হাই স্কুল থেকে
২৫. কোন কলেজ থেকে মানিক বন্দ্যোপাধ্যায় আইএসসি পাস করেন?
চ বাঁকুড়া ওয়েসলিয় মিশন কলেজ
খ কলকাতা প্রেসিডেন্সি কলেজ
গ মেদেনীপুর সেন্ট্রাল কলেজ
ঘ কুচবিহার মডার্ন কলেজ
২৬. মানিক বন্দ্যোপাধ্যায় কোন বিষয়ে অনার্স নিয়ে বিএসসি ক্লাসে ভর্তি হন?
ক পদার্থ খ রসায়ন গ জীববিদ্যা ঝ গণিত
২৭. মানিক বন্দ্যোপাধ্যায় গণিতে অনার্সে ভর্তি হনÑ
ক স্কটিস চার্চ কলেজে ছ প্রেসিডেন্সি কলেজে
গ কলকাতা বিশ্ববিদ্যালয়ে ঘ ঢাকা বিশ্ববিদ্যালয়ে
২৮. মানিক বন্দ্যোপাধ্যায়ের অনার্স পাস করা হয়নি কেন?
ক পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় খ দারিদ্র্যের কারণে
জ সাহিত্য সাধনায় অতি মগ্ন হওয়ায়
ঘ রাজনৈতিক আন্দোলনে জড়িয়ে পড়ায়
২৯. ১৯৫৬ সালের ডিসেম্বর মাসের কত তারিখে মানিক বন্দ্যোপাধ্যায় মৃত্যুবরণ করেন?
চ ৩ খ ৫ গ ৭ ঘ ৯
৩০. বিক্রমপুর অঞ্চলটি কোন জেলায় অবস্থিত?
ক নারায়ণগঞ্জ ছ মুন্সিগঞ্জ
গ মানিকগঞ্জ ঘ নরসিংদী
৩১. কথা সাহিত্য বলতে কী বোঝায়?
ক সংগীত খ নাটক জ গল্প-উপন্যাস ঘ কাব্য
৩২. মানিক বন্দ্যোপাধ্যায় মোট কতটি উপন্যাস রচনা করেন?
ক ২০টি খ ২৫টি গ ৬০টি ঝ ৫০টির অধিক
খ মূল পাঠ : (বোর্ড বই থেকে)
৩৩. আহ্লাদির স্বামীর নাম কী?
ক কৈলাশ ছ জগু গ গোকুল ঘ কানাই
৩৪. মাসি-পিসি কীসের ব্যবসা শুরু করে?
ক ফলমূলের খ কাপড়ের গ বিড়ির ঝ তরকারির
৩৫. মাসি-পিসি তরকারি বিক্রির সিদ্ধান্ত নেয়Ñ
ক বন্দরে ছ শহরে গ গঞ্জে ঘ মহল­ায়
৩৬. খড় মাথায় তুলে দিতে কত জনে সাহায্য করেছে?
চ ২ জনে খ ৩ জনে গ ৪ জনে ঘ ৫ জনে
৩৭. খড় স্থানান্তরের কাজ করছে কত জনে?
ক ২ জনে ছ ৩ জনে গ ৪ জনে ঘ ৫ জনে
৩৮. চৌকিদার কে?
ক কৈলেশ খ গোকুল গ বুড়ো রহমান ঝ কানাই
৩৯. নকশা পাড়ের সাদা শাড়ি পরেছে কে?
ক মাসি খ পিসি জ আহ্লাদি ঘ রহমানের মেয়ে
৪০. বাইরে থেকে মাসির উদ্দেশ্যে কে হাঁকাহাঁকি করে?
ক জগু খ কৈলেশ জ কানাই ঘ গকুল
৪১. ‘বেলা আর নেই ‘কৈলেশ’।Ñকথাটি কে বলেছে?
চ মাসি খ পিসি গ আহ্লাদি ঘ রহমান
৪২. ছাই বর্ণ বিশিষ্ট রঙকে কী বলে?
ক ছাই ছ পাণ্ডুর গ গোধুলির রং ঘ মেজেন্ডা
৪৩. ‘খপর’ কোন শব্দের আঞ্চলিক উচ্চারণ?
ক খাপরা ছ খবর গ গোবর ঘ খুপরী
৪৪. গল্পে লেখক ‘প্যাঁচালো’ বলতে কী বুঝিয়েছেন?
চ ব্যভিচারিতা খ নির্দয়তা গ বিতর্ক ঘ আনুগত্য
৪৫. ‘মাসি-পিসি’ গল্পটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়?
ক যুগবানি পত্রিকায় খ কলে­াল পত্রিকায়
জ পূর্বাশা পত্রিকায় ঘ নওরোজ পত্রিকায়
৪৬. ‘মাসি-পিসি’ কী জাতীয় রচনা?
ক ছোটগল্প খ উপন্যাস গ প্রবন্ধ ঝ গল্প
৪৭. ‘ওঠানামার পথে ওরা খড় ফেলে নিয়েছে কাদায়’Ñ কেন?
চ চলাচলের সুবিধার জন্য খ খড় অনেক বেশি বলে
গ কাজে ফাঁকি দেয়ার জন্য ঘ মালিকের প্রতি রাগের কারণে
৪৮. অন্য তিনজনের মাথায় খড়ের বোঝা তুলে দেয়ার জন্য সালতিতে কতজন মানুষ ছিল?
ক একজন ছ দুইজন গ তিনজন ঘ চারজন
৪৯. কদমছাঁটা চুল বলতে কেমন চুলকে বোঝায়?
ক লম্বা চুল খ কোঁকড়ানো চুল
জ ছোট করে ছাঁটা চুল ঘ আধাপাকা চুল
৫০. লেখক প্রঢ়া অর্থে কোন বয়সকে বুঝিয়েছেন?
ক প্রবীণ খ আশিঊর্ধ্ব নারী
জ চলি­শোর্ধ্ব নারী ঘ বিধবা নারী
৫১. ‘মরণ ঠেকাতেই ফুরিয়ে আসছে তাদের জীবনীশক্তি’ Ñএখানে ‘মরণ’ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
ক মৃত্যু খ নিপীড়ন জ দুর্ভিক্ষ ঘ মহামারী
৫২. ভোজনের পাশাপাশি মাসি-পিসির বছরে কত জোড়া থান পরন লাগত?
ক এক জোড়া ছ দু’জোড়া
গ তিন জোড়া ঘ চারজোড়া
৫৩. দুর্ভিক্ষের সময়ে মাসি-পিসিদের থাকাটা বরাদ্দ রেখে খাওয়াটা ছাঁটাই করার কারণÑ
চ আর্থিক সংকট খ সামাজিক সংকট
গ পারিবারিক সংকট ঘ রাজনৈতিক সংকট
৫৪. “তোর মেসো ঠিক ছিল, শাউড়ি-ননদ ছিল বাঘ।” এখানে ‘বাঘ’ কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক ভয়ংকর খ হিংস্র জ নিষ্ঠুর ঘ ক্রুদ্ধ
৫৫. আহ্লাদির পিসে স্বভাবে কার মতো ছিল?
চ জগুর খ কৈলেশের গ গোকুলের ঘ কানাইয়ের
৫৬. গর্ভাবস্থায় মেয়েদের কার কাছে থাকতে হয় বলে মাসি জানায়?
ক মাসি-পিসির কাছে খ বাবা-মার কাছে
গ দাদা-নানির কাছে ঝ মা-মাসির কাছে
৫৭. আহ্লাদি কত মাসের গর্ভবতী?
ক তিন ছ চার গ পাঁচ ঘ ছয়
৫৮. পুলের তলা দিয়ে দ্বিতীয় যে সালতি আসে, তাতে মোট কতজন মানুষ রয়েছে?
চ দুইজন খ তিনজন গ চারজন ঘ পাঁচজন
৫৯. ‘মোটা ময়লা থানের আঁচল দুজনেরই কোমরে বাঁধা’Ñ এখানে ‘থান’ বলতে কী বোঝানো হয়েছে?
ক ওড়না ছ শাড়ি গ গামছা ঘ চাদর
৬০. ‘অল্পবয়সী একটি বৌ। গায়ে জামা আছে, নকশা পাড়ের সস্তা সাদা শাড়ি’Ñ বর্ণনাটি ‘মাসি-পিসি’ গল্পের কাকে নির্দেশ করে?
ক কৈলেশকে খ মাসিকে গ পিসিকে ঝ আহ্লাদিকে
৬১. আহ্লাদি ঘরে এসে পড়ায় মাসি-পিসির মধ্যকার মিল কী হলো?
চ জমজমাট খ সুদৃঢ় গ শক্ত ঘ ভালো
৬২. জগু আহ্লাদিকে কেন নিতে চায়?
ক যৌতুকের লোভে খ ভালোবেসে
জ সম্পত্তির লোভে ঘ আবার নির্যাতন করতে
৬৩. কাদের নজর থেকে আহ্লাদিকে সামলে রাখতে হবে মাসি-পিসির?
চ শ্বশুরঘর খ কৈলেশ-জগুর
গ বড় বাবু-দারোগা ঘ পাড়ার লোকদের
৬৪. আহ্লাদির বাবার বেশির ভাগ সম্পদ কার দখলে গেছে?
ক জগুর ছ গোকুলের
গ দারোগা বাবুর ঘ বড় বাবুর
৬৫. মাসি-পিসির উপর আহ্লাদির সব দায়িত্ব কেন?
চ মা-বাবা নেই বলে
খ তারা আহ্লাদিদের বাড়ি থাকে বল
গ আহ্লাদির বাবা তাদের খেতে দেয় বলে
ঘ জগু আহ্লাদিকে নির্যাতন করে বলে
৬৬. আহ্লাদিকে একা রেখে কোথাও যেতে মাসি-পিসির সাহস হয় না কেন?
চ একা পেয়ে কেউ ক্ষতি করবে বলে
খ জগু তুলে নিয়ে যাবে বলে
গ একা থাকতে আহ্লাদি ভয় পায় বলে
ঘ তারা আহ্লাদিকে অনেক ভালোবাসে বলে
৬৭. দারোগা বাবু কার সাথে বসে আছে বলে কানাই মাসি-পিসিকে জানায়?
ক সরকার বাবুর সাথে খ ইন্সপেক্টর বাবুর সাথে
জ বাবুর সাথে ঘ জগুর সাথে
৬৮. আহ্লাদিকে মাসি-পিসি বদ মতলবে আটকে রেখেছে বলে কার ধারণা?
চ জগুর খ কৈলেশের
গ দারোগার ঘ রহমানের
৬৯. স্বামী নিতে চাইলে বৌকে আটকে রাখা আইনের দৃষ্টিতে কেমন?
ক স্বাভাবিক খ অন্যায়
গ মহাপাপ ঝ শাস্তিযোগ্য অন্যায়
৭০. ‘জেল হয়ে যাবে তোমাদের’Ñ উক্তিটিতে কী প্রকাশ পেয়েছে?
চ আশঙ্কা খ দুঃখ
গ ঘৃণা ঘ আনন্দ
৭১. সরকার বাবুর সঙ্গে মাসি-পিসির ঝগড়া হয়েছে কী নিয়ে?
ক আহ্লাদীর দর নিয়ে ছ বাজারের তোলা নিয়ে
গ তরকারি বিক্রি নিয়ে ঘ বাজারে জায়গা দখল নিয়ে
৭২. মাসি-পিসি মূলত কোন সমাজের কাছে হার মেনেছে?
ক সন্ত্রাসী সমাজ খ মাতৃতান্ত্রিক সমাজ
জ পুরুষতান্ত্রিক সমাজ ঘ বাবুশাসিত সমাজ
৭৩. মাসি-পিসি আহ্লাদিকে কোথায় পাঠাতে নারাজ?
ক স্কুলে খ কাজে
জ শ্বশুরবাড়িতে ঘ শহরে
৭৪. “এতবড় সোমত্ত মেয়া”Ñ আহ্লাদিকে নির্দেশ করে এ কথা কে বলেছে?
ক মাসি ছ কৈলেশ গ পিসি ঘ দারোগা বাবু
৭৫. মাসি-পিসির ঘরে মোট কতজন মানুষ থাকে?
ক দুজন ছ তিনজন গ চারজন ঘ পাঁচজন
৭৬. “খুনসুটি রাখো দিকি কৈলেশ তোমার”Ñ মাসির এ উক্তিটিতে কৈলেশের প্রতি কী প্রকাশ পেয়েছে?
ক øেহ ছ বিরক্তি গ অনুজ্ঞা ঘ ক্ষোভ
৭৭. উজ্জ্বল জ্যোৎøায় কোন লোকটাকে মাসি-পিসির অচেনা মনে হলো?
চ মাথায় লাল পাগড়ি আঁটা লোকটা
খ মাথায় সবুজ পাগড়ি আঁটা লোকটা
গ তিন জন পেয়াদার শেষের জনকে
ঘ তিনজন পেয়াদার প্রথম জনকে
৭৮. বাইরে দিন কাটলেও আহ্লাদির কোনো পরিশ্রম হয়নি কেন?
ক শুয়ে-বসে ছিল বলে
ছ মাসি-পিসি কাজ করতে দেয়নি বলে
গ মাসি-পিসি নিজেরাই নৌকা চালিয়েছে বলে
ঘ আহ্লাদি নিজে থেকে কোনো কাজ করতে চায়নি বলে
৭৯. কে আহ্লাদিকে পাওয়ার হাল এখনো ছাড়েনি?
ক জগু খ কানাই জ গোকুল ঘ ওসমান
৮০. জগু কে?
ক মাসির স্বামী খ পিসির স্বামী
জ আহ্লাদির স্বামী ঘ কৈলেশের আপন ভাই
৮১. জগুর সাথে কৈলেশের কোথায় দেখা হয়েছে বলে উলে­খ করা হয়েছে?
ক মদের দোকানে ছ চায়ের দোকানে
গ মন্দিরের চাতালে ঘ বাজারের মোড়ে
৮২. পিসির মতে জগু বারো মাস কোথায় পড়ে থাকে?
ক বাজারে ছ শুঁড়িখানায়
গ খালে-বিলে ঘ ফকিরের আস্তানায়
৮৩. ‘জগু আর সেই জগু নেই’Ñ উক্তিটি দ্বারা কী বোঝানো হয়েছে?
চ জগুর চরিত্রে পরিবর্তন এসেছে
খ জগুর চরিত্র অপরিবর্তনীয় রয়েছে
গ জগু আরো বেশি খারাপ হয়ে গেছে
ঘ জগু মারা গেছে
৮৪. মাসি-পিসি বুকে নতুন জোর পায় কেন?
ক প্রতিবেশীরা তাদের সাথে আছে বলে
ছ সবাই কানাইয়ের উপর রেগে আছে বলে
গ সবার সঙ্গে একই আচরণ করা হয়েছে বলে
ঘ প্রতিবেশীরা তাদের সান্ত্বনা দিয়েছে বলে
৮৫. কীভাবে আহ্লাদির গর্ভপাত হয়েছিলো?
চ লাথির চোটে খ আছাড় খেয়ে
গ জ্বীনের আছরে ঘ স্বাভাবিকভাবে
৮৬. জগু আহ্লাদিকে কীসের সাথে দিনভর বেঁধে রাখতো?
ক বেড়ার সাথে ছ খুঁটির সাথে
গ গাছের সাথে ঘ চালের সাথে
৮৭. জগু মাসি-পিসির বাড়িতে গেলে কেমন অভ্যর্থনা পায়?
ক গালমন্দ শোনে খ কটু কথা শোনে
গ অসম্মানিত হয় ঝ জামাই আদর পায়
৮৮. ‘বজ্জাত হোক, খুনে হোক, জামাই তো’Ñ এ উক্তিতে কী প্রকাশ পেয়েছে?
ক স্বামীর প্রতি ভালোবাসা খ খুনের প্রতি ঘৃণা
গ মেয়ের প্রতি ভালোবাসা ঝ মেয়ে জামাইয়ের প্রতি দরদ
৮৯. মাসির মতে, মেয়ের জামাই যতবার আসবে, ততবার কী পাবে?
ক অভ্যর্থনা খ খাবার গ অপবাদ ঝ জামাই-আদর
৯০. মায়ের বোন মাসি হলে বাপের বোন হলো কী?
ক ঠাকুরঝি ছ পিসি
গ ঠাম্মা ঘ মাসিমা
৯১. কোন কলেজ থেকে মানিক বন্দ্যোপাধ্যায় আই এসসি পাস করেন?
চ বাঁকুড়া ওয়েসলিয় মিশন কলেজ
খ কলকাতা প্রেসিডেন্সি কলেজ
গ মেদেনীপুর সেন্ট্রাল কলেজ
ঘ কুচবিহার মডার্ন কলেজ
৯২. কৈলেশের সাথে নৌকায় যে বৃদ্ধ থাকে, তার নাম কী?
ক রহিম মিয়া খ করিম মিয়া
জ বুড়ো রহমান ঘ আলিম মিয়া
৯৩. বুড়ো রহমানের মেয়ে কোথায় মারা গেছে?
ক বাবার বাড়িতে খ নৌকাডুবিতে
গ পথে হাড়িচাপায় ঝ শ্বশুরবাড়িতে
৯৪. শ্বশুরবাড়িতে না যাওয়ার জন্য কে দাপাদাপি করে কেঁদেছে?
ক আহ্লাদি খ মাসি
জ রহমানের মেয়ে ঘ পিসি
৯৫. জমির সারাক্ষণ তার স্ত্রীকে নির্যাতন করে, জমিরের সাথে ‘মাসি-পিসি’ গল্পের কার মিল রয়েছে?
ক বুড়ো রহমানের খ কৈলেশের
জ জগুর ঘ দারগা বাবুর
৯৬. আহ্লাদির দিকে কে ছলছল চোখে তাকায়?
ক জগু খ কৈলেশ
জ রহমান ঘ মাসি
৯৭. রহমান তার মেয়েকে জোর করে শ্বশুরবাড়িতে পাঠিয়েছিল কেন?
চ মেয়ের ভালোর জন্য খ মেয়ের মৃত্যুর জন্য
গ সমাজের মুখ রক্ষার জন্য ঘ বিভিন্ন চাপের জন্য
৯৮. জগু বৌ নেওয়ার জন্য কী করবে?
ক মারামারি করবে খ বিচার বসাবে
জ মামলা করবে ঘ প্রার্থনা করবে
৯৯. আহ্লাদি অস্ফুট আর্তনাদের মতো শব্দ করে কেন?
ক মাসির কথা শুনে খ রহমানের দিকে তাকিয়ে
গ কৈলেশের কথা মনে করে ঝ মামলার কথা শুনে
১০০. কার ফ্যাঁকাসে মুখে রহমান নিজের মেয়ের মুখের ছাপ দেখতে পায়?
ক মাসির খ পিসির
জ আহ্লাদির ঘ আহ্লাদির মায়ের
১০১. নিরাশ্রয় বিধবারা কীভাবে বেঁচে থাকে?
ক আরাম-আয়েশে ছ কুড়িয়ে খেয়ে
গ ভিক্ষা করে ঘ ঝগড়া করে
১০২. কোথায় ফলমূলের দাম চড়া?
ক গ্রামের বাজারে খ সবখানে
গ আড়তে ঝ শহরের বাজারে
১০৩. মাসি-পিসি জীবিকার তাগিদে কীসের ব্যবসা শুরু করে?
ক কাপড়ের ব্যবসা ছ শাকসবজির ব্যবসা
গ খড়ের ব্যবসা ঘ হাঁস-মুরগির ব্যবসা
১০৪. মাসি-পিসিরা ঘড়া আর হাঁড়ি-কলসিতে কোথা থেকে জল নিয়ে এসে ভর্তি করে রাখে?
ক পুকুর খ খাল গ নদী ঝ ডোবা
১০৫. দুর্ভিক্ষকে ঠেকিয়েছিল কে?
ক আহ্লাদির মা ছ আহ্লাদির বাবা
গ মাসি ঘ পিসি
১০৬. আহ্লাদির বাবা কী রোগে মারা যায়?
ক আমাশয় খ ডেঙ্গুজ্বর জ কলেরা ঘ কালাজ্বর
১০৭. কলেরায় আহ্লাদি পরিবারের কত জন সদস্যকে হারিয়েছিল?
ক দুইজন ছ তিনজন গ চারজন ঘ পাঁচজন
১০৮. ‘রফিক মিয়ার মেয়ে শ্বশুরবাড়িতে নির্যাতিত হয়ে মারা গেছে’Ñ রফিক মিয়ার সাথে ‘মাসি-পিসি’ গল্পের কার মিল রয়েছে?
ক জগুর খ কৈলেশের
গ দারোয়ানের ঝ রহমানের
১০৯. ‘মাসি-পিসি’ গল্পে পাতাশূন্য গাছটাতে কোন পাখির দল উড়ে এসে বসেছে?
ক টিয়া পাখিরা খ কাকেরা
গ চিলেরা ঝ শকুনেরা
১১০. মাসি-পিসির সমস্ত মন জুড়ে কীসের ভাবনা রয়েছে?
ক ব্যবসার ভাবনা খ নতুন সংসারের ভাবনা
জ আহ্লাদিকে রক্ষার ভাবনা ঘ পালিয়ে যাবার ভাবনা
১১১. আহ্লাদির সব দায়িত্ব মাসি-পিসি কেন নিয়েছে?
ক সাবালিকা বলে খ বিধবা বলে
জ পিতা-মাতা হারা বলে ঘ ধনী বলে
১১২. আহ্লাদিকে মাসি-পিসি শ্বশুরবাড়ি পাঠানোর কথা চিন্তাও করতে পারে না কেন?
ক স্বামী মাতাল বলে খ স্বামী পঙ্গু বলে
গ স্বামী উদাস বলে ঝ স্বামী খুনী বলে
১১৩. স্বামীর বাড়িতে যাওয়ার কথা ভাবতেই আহ্লাদির মনে কী জন্ম নেয়?
চ আতঙ্ক খ আনন্দ গ ভালোবাসা ঘ ঘৃণা
১১৪. আহ্লাদির কয় জন ভাই ছিল?
চ এক জন খ দুই জন গ তিন জন ঘ চার জন
১১৫. আহ্লাদির বাবা মাসি-পিসির খাবার ছাঁটাই করেছিলেন কেন?
ক রাগের কারণে খ পর হওয়ার কারণে
জ দুর্ভিক্ষের কারণে ঘ কোনো কারণ ছাড়াই
১১৬. কাদের সেবা-যতেœ মৃত্যু পথযাত্রী আহ্লাদি বেঁচে গিয়েছিল?
চ মাসি-পিসির খ পিতা-মাতার
গ পাড়া-প্রতিবেশীর ঘ ননদ-শাশুড়ীর
১১৭. বিক্রির জন্য মাসি-পিসি শাকসবজি ও ফলমূল কোথা থেকে সংগ্রহ করতো?
চ গেরস্ত বাড়ি থেকে খ মাঠ থেকে
গ বাজার থেকে ঘ শহর থেকে
১১৮. ‘নিজেকে তার ছ্যাঁচড়া, নোংরা, নর্দমার মতো লাগে’Ñ কার?
ক মাসির খ জগুর জ আহ্লাদির ঘ পিসির
১১৯. আহ্লাদির পিতার মোট সম্পদের কতভাগ গোকুল কেড়ে নিয়েছে?
ক চার ভাগের একভাগ খ চার ভাগের দুই ভাগ
জ চার ভাগের তিন ভাগ ঘ পুরো চারভাগ
১২০. ‘ওরা এসে আহ্লাদিকে নিয়ে যাবে’Ñ কারা?
ক দারোগার লোকেরা খ সরকার বাবুর লোকেরা
গ জগুর লোকেরা ঝ গুন্ডা, সাধু বৈদ্য, ওসমানেরা
১২১. ‘মাসি-পিসি’ গল্পে পাড়ায় রাতে হাঁকাহাঁকি ডাকাডাকি শুরু হয় কেন?
ক ডাকাত আসায় খ পুলিশ আসায়
জ মাসি-পিসির চিৎকারে ঘ বিপিনের মৃত্যুতে
১২২. পাড়ার লোক ছুটে এসে মাসি-পিসি কার কার চৌদ্দপুরুষ উদ্ধার করতে সাহস পায়?
ক গোকুল ও কৈলেশের ছ গোকুল ও দারোগাবাবুর
গ দারোগাবাবু ও জগুর ঘ জগু ও কৈলেশের
১২৩. মাসি-পিসি কেন হাঁকডাক শুরু করেছিল?
চ কানাইকে ভড়কে দেয়ার জন্য
খ গ্রামবাসীর সাহায্য পাওয়ার জন্য
গ আহ্লাদিকে রক্ষা করার জন্য
ঘ গোকুলকে মার দেয়ার জন্য
১২৪. দুর্বৃত্তরা সোনাদের ঘরে মাঝরাতে আগুন দেয় কেন?
ক মেয়েকে বিয়ে দেয়ায়
খ মেয়েকে স্কুলে পাঠানোর
জ মেয়েকে কুটুমবাড়িতে পাঠানোয়
ঘ মেয়েকে ঘরে আটকে রাখার
১২৫. আসন্ন যুদ্ধের জন্য মাসি-পিসি কী করে?
ক কান্নাকাটি খ হাহাকার
গ সলা-পরামর্শ ঝ আয়োজন
১২৬. আহ্লাদিকে পাওয়ার জন্য কে মাসি-পিসিকে পাগল করে তুলেছে?
ক কৈলেশ ছ গোকুল
গ জগু ঘ দারোগাবাবু
১২৭. “মায়ের বাড়া তার এই মাসি-পিসি”  উক্তিটি দ্বারা কী প্রকাশ পেয়েছে?
ক মায়ের মতোই এই মাসি-পিসি
খ মায়ের শত্র“ এই মাসি-পিসি
গ মায়ের চেয়ে কম এই মাসি-পিসি
ঝ মায়ের চেয়ে বেশি এই মাসি-পিসি
১২৮. কখন থেকে মাসি-পিসির মধ্যে বেঁচে থাকার সাহস জাগে?
ক দুর্ভিক্ষের সময় থেকে খ মহামারীর সময় থেকে
গ আহ্লাদির অসুস্থতার সময় থেকে
ঝ ব্যবসা শুরুর পর থেকে
১২৯. কানাই চৌকিদারের সাথে আর কতজন লোক রাতে মাসি-পিসির বাড়িতে আসে?
ক দুইজন ছ চারজন গ ছয়জন ঘ আটজন
১৩০. কানাই চৌকিদারের সাথে কতজন পেয়াদা মাসি-পিসির বাড়িতে আসে?
ক একজন খ দুইজন জ তিনজন ঘ চারজন
১৩১. কানাই চৌকিদারের সাথে আসা যে লোকটাকে মাসি-পিসি চিনতে পারে না, তার মাথায় কী রয়েছে?
চ লাল পাগড়ি খ নীল পাগড়ি
গ বাবড়ি চুল ঘ মস্ত টাক
১৩২. কানাই চৌকিদার মাসি-পিসিকে কোথায় নিয়ে যেতে এসেছে?
ক সরকারবাবুর ঘরে ছ কাছারিবাড়িতে
গ থানায় ঘ গ্রাম্য সালিশে
১৩৩. মাসি-পিসির মতে কখন জগু ঠিক হয়ে যাবে?
ক আহ্লাদি শ্বশুরবাড়ি গেলে খ আহ্লাদির সম্পদ পেলে
গ আহ্লাদি জগুর কাছে ক্ষমা চাইলে
ঝ আহ্লাদির সন্তান হলে
১৩৪. শুক্লপক্ষের দ্বাদশীর রাতে জ্যোৎøা কেমন হয়?
ক হালকা উজ্জ্বল খ অনুজ্জ্বল
জ বেশ উজ্জ্বল ঘ অসম্ভব উজ্জ্বল
১৩৫. ঘরে গিয়ে আবার মাসি যখন কানাই চৌকিদারের সামনে আসে, তখন তার হাতে কী থাকে?
ক রামদা খ ছুরি জ বঁটি ঘ খুন্তি
১৩৬. ঘরে গিয়ে পিসি কী হাতে করে আবার কানাইয়ের সামনে ফিরে আসে?
চ কাটারি খ বঁটি গ চাকু ঘ বল­ম
১৩৭. ‘মেয়েলোকের এতরাতে কাছারি বাড়িতে যেতে লজ্জা করে’ মাসি-পিসি গল্পে এ উক্তিটি কার?
ক আহ্লাদির ছ মাসির গ পিসির ঘ কানুর মায়ের
১৩৮. ভালোয় ভালোয় না গেলে মাসি-পিসিকে কীভাবে ধরে নেয়ার হুকুম আছে?
ক কানে ধরে ছ ধরে বেঁধে টেনে হিঁচড়ে
গ শেকল দিয়ে বেঁধে ঘ বেত দিয়ে পেটাতে পেটাতে
১৩৯. ‘কে এগিয়ে আসবে এসো, বঁটির এক কোপে গলা ফাঁক করে দেবো’Ñ এ উক্তিতে কী প্রকাশ পেয়েছে?
ক অবশ্যই দু’একটাকে কাটবো
খ দু’একটাকে না মেরে শান্তি নেই
জ যদি এগিয়ে আসো, তবে মারা পড়বে
ঘ এগিয়ে না এলে গলা কাটবো
১৪০. কানাই চৌকিদার যখন মাসি-পিসিকে ডাকতে আসে, তখন কোথায় তিন-চারজন ঘুপটি মেরে লুকিয়েছিল?
ক ঘরের পেছনে ছ কাঁঠাল গাছের ছায়ায়
গ ডোবার পানিতে ঘ ফনিমনসার ঝোঁপে
১৪১. ‘মাসি-পিসি’ গল্পে কোন চরিত্রের বাবরি চুল রয়েছে?
চ সাধু বৈদ্যের খ কৈলেশের
গ বুড়ে রহমানের ঘ চৌকিদার কানাইয়ের
১৪২. কানাই চৌকিদারের সাথে লাল পাগড়িওয়ালা যে অচেনা লোকটি মাসি-পিসির বাড়িতে আসে সে আসলে কে?
ক একজন চৌকিদার খ একজন দফাদার
জ একজন কনস্টেবল ঘ একজন দারোগা
গ শব্দার্থ ও টীকা : (বোর্ড বই থেকে)
১৪৩. ‘প্রৌঢ়া’ বলতে কোন বয়সকে নির্দেশ করা হয়েছে?
ক ১৫ Ñ ২০ বছর খ ২০ Ñ ২৫ বছর
জ ৩৫ Ñ ৪০ বছর ঝ ৪৫ Ñ ৫০ বছর
১৪৪. “মাথায় তুলে রাখা” মানেÑ
ক মাথার মধ্যে মারা ছ খুব আদর-যতœ করা
গ বাড়িতে আশ্রয় দেওয়া ঘ ঘৃণা অবহেলা করা
১৪৫. ‘মাসি-পিসি’ গল্পে ‘পাষাণ’ শব্দটি ব্যবহৃত হয়েছে যে অর্থেÑ
ক শিলা খ পাথর জ হৃদয়হীন ঘ বাটখারা
১৪৬. ‘মাসি-পিসি’ গল্পে ‘শকুনেরা’ কীসের প্রতীক?
ক দুঃশাসন খ দীর্ঘশ্বাস
গ হাহাকার ঝ দুঃসময় ও শঙ্কা
১৪৭. ‘পয়সা কামানো’ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
ক রোজগার খ ব্যবসা
গ পতিতাবৃত্তি ঝ গৃহস্থালির কাজ
১৪৮. ‘ইয়ার্কি’ শব্দের আঞ্চলিক উচ্চারণ হিসেবে ‘মাসি-পিসি’ গল্পে যে শব্দটি এসেছে তাহলোÑ
ক কাটারি ছ এর্কি গ মেয়া ঘ লগি
১৪৯. ‘সালতি’ শব্দের অর্থ কী?
ক কাঁঠাল কাঠের সরু ডোঙা ছ শালকাঠ নির্মিত ডোঙা
গ মাথার চুল বিশেষ ঘ সন্ধ্যার প্রদীপের আলো
১৫০. নৌকা চালানোর জন্য ব্যবহৃত বাঁশের দণ্ডকে কী বলা হয়?
চ লগি খ হাতল গ ব্যঞ্জন ঘ লাঠি
১৫১. ‘খুনসুটি’ অর্থÑ
চ ঝগড়াঝাটি খ একগুঁয়ে গ বয়স্ক ঘ হালকা
১৫২. ‘সোমত্ত’ শব্দের অর্থ কী?
ক শাস্তি ছ যৌবনপ্রাপ্ত গ সোমবার ঘ সন্ডা
১৫৩. ‘বেমক্কা’ শব্দের অর্থÑ
ক বেহিসেবী ছ অসংগত গ বেঈমান ঘ বেরসিক
১৫৪. ‘রাত’ শব্দটির সমার্থক শব্দ নয় কোনটি?
ক যামিনী খ বিভাবরী জ দিনমান ঘ নিশি
১৫৫. ‘হাঙ্গামা’ শব্দের অর্থ কী?
ক হানাহানি খ সংঘর্ষ জ বিশৃঙ্খলা ঘ শৃঙ্খলা
১৫৬. ‘মরণ’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
চ জীবন খ মৃত্যু গ ইন্তেকাল ঘ তিরোধান
ঘ পাঠ পরিচিতি : (বোর্ড বই থেকে)
১৫৭. ‘মাসি-পিসি’ গল্পে মাসি-পিসি কীসের প্রতীক?
ক অত্যাচারী নারীর
ছ অস্তিত্ব রক্ষার জন্য সংগ্রামী হয়ে ওঠা নারীর
গ আত্মঅহংকারী নারী ঘ স্বার্থপর নারীর
১৫৮. ‘মাসি-পিসি’ গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
ক যুগবাণী পত্রিকায় খ কলে­াল পত্রিকায়
জ পূর্বাশা পত্রিকায় ঘ নওরোজ পত্রিকায়
১৫৯. ‘মাসি-পিসি’ গল্পটি কোন গল্পগ্রন্থে সংকলিত হয়?
ক প্রাগৈতিহাসিক ছ পরিস্থিতি
গ জননী ঘ মানিক গল্পসমগ্র
১৬০. ‘মাসি-পিসি’ গল্প কত খ্রিষ্টাব্দে প্রথম প্রকাশিত হয়?
চ ১৯৪৬ খ্রিস্টাব্দে খ ১৯৪৭ খ্রিস্টাব্দে
গ ১৯৪৮ খ্রিস্টাব্দে ঘ ১৯৪৯ খ্রিস্টাব্দে
১৬১. ১৩৫২ বঙ্গাব্দের কোন সংখ্যায় ‘মাসি-পিসি’ গল্পটি প্রথম প্রকাশিত হয়?
ক শ্রাবণ খ ভাদ্র গ ফাল্গুন ঝ চৈত্র
১৬২. ‘মাসি-পিসি’ গল্পের কাহিনি রচিত হয়েছে মূলত কোন চরিত্রের আবহে?
ক জগু খ মাসি গ পিসি ঝ আহ্লাদি
১৬৩. ‘মাসি-পিসি’ গল্পটি কোন গল্পগ্রন্থের অন্তর্ভুক্ত?
চ পরিস্থিতি খ সরীসৃপ
গ প্রাগৈতিহাসিক ঘ হলুদপোড়া
১৬৪. মাসি-পিসির বর্তমান পাঠ গ্রহণ করা হয়েছে কোথা থেকে?
ক মানিক রচনাবলি ৩য় খণ্ডজস
খ মানিক রচনাবলি ৪র্থ খণ্ড
জ মানিক রচনাবলি ৫ম খণ্ড
ঘ মানিক রচনাবলি ৬ষ্ঠ খণ্ড
ঙ বহুপদী সমাপ্তিসূচক প্রশ্নোত্তর :
১৬৫. মানিক বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যে খ্যাতি লাভ করেছেনÑ
র. উপন্যাস লিখে
রর. কবিতা লিখে
ররর. ছোটগল্প লিখে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ রর ও ররর
জ র ও ররর ঘ র, রর ও ররর
১৬৬. মানিক বন্দ্যোপাধ্যায় ছিলেনÑ
র. বিজ্ঞানমনস্ক
রর. বাস্তববাদী
ররর. স্বপ্নবিলাসী
নিচের কোনটি সঠিক?
চ র খ রর গ র ও ররর ঘ ররর
১৬৭. মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস হলোÑ
র. অতসীমামী
রর. জননী
ররর. পদ্মানদীর মাঝি
নিচের কোনটি সঠিক?
ক র ছ রর ও ররর গ র ও রর ঘ র, রর ও ররর
১৬৮. ‘সড়গড়’ যে অর্থে ব্যবহৃত হয়েছেÑ
র. রপ্ত
রর. অভ্যস্ত
ররর. স্মৃতিগত
নিচের কোনটি সঠিক?
ক র খ র ও ররর গ র ও ররর ঝ র, রর ও ররর
১৬৯. ‘মাসি-পিসি’ গল্পে খালে ভাটা আসার কারণেÑ
র. পানি কমে গেছে
রর. ভাঙা ইট পাটকেল বেরিয়ে পড়েছে
ররর. ওজনে ভারি আবর্জনা বেরিয়ে পড়েছে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ রর ও ররর গ র ও ররর ঝ র, রর ও ররর
১৭০. জগু যে প্রকৃতির মানুষÑ
র. স্বল্পভাষী
রর. নির্দয়
ররর. লোভী
নিচের কোনটি সঠিক?
ক র খ রর গ র ও ররর ঝ রর ও ররর
১৭১. জগু আহ্লাদিকে যেভাবে নির্যাতন করতোÑ
র. লাথি মারতো
রর. কলকোপোড়া ছ্যাঁকা দিত
ররর. বেঁধে রেখে দিত
নিচের কোনটি সঠিক?
ক র খ রর গ র ও রর ঝ র, রর ও ররর
১৭২. এই সমাজে আহ্লাদি হলোÑ
র. নির্যাতিতা
রর. অত্যাচারিতা
ররর. স্বামী পরিত্যক্তা
নিচের কোনটি সঠিক?
ক র খ র ও রর গ ররর ঝ র, রর ও ররর
১৭৩. মাসি-পিসিকে বলা যায়Ñ
র. বিধবা
রর. প্রৌঢ়া
ররর. গরিব

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ রর ও ররর গ র ও ররর ঝ র, রর ও ররর
১৭৪. গল্প ও উপন্যাস ছাড়াও মানিক বন্দোপাধ্যায় লিখেছেনÑ
র. পালাগান
রর. প্রবন্ধ
ররর. ডায়েরি
নিচের কোনটি সঠিক?
ক র ও রর ছ রর ও ররর গ র ও ররর ঘ র, রর ও ররর
১৭৫. মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প হলোÑ
র. জননী
রর. টিকটিকি
ররর. হলুদ পোড়া
নিচের কোনটি সঠিক?
ক র ও রর ছ রর ও ররর গ র ও ররর ঘ র, রর ও ররর
১৭৬. সালতি বলা হয়Ñ
র. শাল কাঠের ডোঙা
রর. তাল গাছের কাঠের সরু ডোঙা
ররর. আম কাঠের নৌকাকে
নিচের কোনটি সঠিক?
চ র ও রর খ রর ও ররর গ র ও ররর ঘ র, রর ও ররর
১৭৭. ‘মাসি-পিসি’ গল্পের আহ্লাদিÑ
র. স্বামীর সংসারে সুখী
রর. স্বামীর সংসারে নির্যাতিত
ররর. মাসি-পিসির আদরে লালিত
নিচের কোনটি সঠিক?
ক র ও রর ছ রর ও ররর গ র ও ররর ঘ র, রর ও ররর
১৭৮. চারিত্রিক বৈশিষ্ট্যের দিক দিয়ে জগুÑ
র. হৃদয়হীন নিষ্ঠুর
রর. মাতাল
ররর. লোভী
নিচের কোনটি সঠিক?
ক র খ র ও রর গ র ও ররর ঝ র, রর ও ররর
১৭৯. মহামারীতে আহ্লাদি হারায়Ñ
র. বাবাকে
রর. মাকে
ররর. ভাইকে
নিচের কোনটি সঠিক?
ক র খ র ও রর গ র ও ররর ঝ র, রর ও ররর
১৮০. মাসির মতে জগু হলোÑ
র. বজ্জাত
রর. খুনে
ররর. মাতাল
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ রর ও ররর গ র ও ররর ঝ র, রর ও ররর
১৮১. পূর্বে মাসির সঙ্গে পিসিরÑ
র. সম্পর্ক ভালো ছিল না
রর. রেষারেষি, কোন্দল ছিল
ররর. ব্যবসায়িক সম্পর্ক ছিল
নিচের কোনটি সঠিক?
চ র ও রর খ র ও রর গ র ও ররর ঘ র, রর ও ররর
১৮২. জগু শ্বশুরবাড়ি বেড়াতে এলেÑ
র. ভালোমন্দ খাবার দেয়া হয়
রর. গালমন্দ করা হয়
ররর. জামাই আদর পায়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ রর ও ররর গ র ও ররর ঝ র, রর ও ররর
১৮৩. চারিত্রিক বৈশিষ্ট্যের দিক থেকে অনেকটা সমধর্মীÑ
র. মাসি-পিসি
রর. জগু-গোকুল
ররর. কানাই-ওসমান
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ র ও ররর ঝ র, রর ও ররর
১৮৪. মাসি-পিসি বাঁটি ও কাটারি হাতে কানাইদের সামনে আসে কেন?
র. তাদের ভড়কে দেয়ার জন্য
রর. আহ্লাদিকে বাঁচানোর জন্য
ররর. গোকুলকে উচিত শিক্ষা দেয়ার জন্য
নিচের কোনটি সঠিক?
ক র খ র ও রর জ রর ও ররর ঘ র, রর ও ররর
১৮৫. মাসি-পিসিকে কাছারিবাড়িতে নিয়ে যাওয়ার কারণÑ
র. সেখানে নিয়ে তাদের অপমান করা
রর. আহ্লাদিকে তুলে নিয়ে যাওয়া
ররর. জগুর মনোবাসনা পূর্ণ করা
নিচের কোনটি সঠিক?
ক র খ র ও রর জ রর ও ররর ঘ র, রর ও ররর
১৮৬. মাসি এবং পিসির মধ্যে যে দিকটি বিশেষভাবে সাদৃশ্যপূর্ণÑ
র. তারা সমবয়সী
রর. শ্বশুরঘরে নির্যাতন
ররর. সন্তান জন্মদানে কদরবৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
চ র ও রর খ র ও রর গ র ও ররর ঘ র, রর ও ররর
১৮৭. ‘মাসি-পিসি’ গল্পে দুর্ভিক্ষের সময়Ñ
র. মাসি-পিসি আহ্লাদিকে রক্ষা করেছে
রর. মাসি-পিসি নিজেদের খাবারের ব্যবস্থা করেছে
ররর. আহ্লাদি স্বামীর বাড়ি থেকে ফেরত এসেছে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ রর ও ররর গ র ও ররর ঝ র, রর ও ররর
১৮৮. মাসি-পিসি দুজনেরইÑ
র. এক অবস্থা
রর. সমান বয়স
ররর. এক ঘরে বাস
নিচের কোনটি সঠিক?
ক র খ র ও ররর গ রর ও ররর ঝ র, রর ও ররর
১৮৯. “বজ্জাত হোক, খুনে হোক, জামাই তো”-মাসির এই ভাবনার কারণÑ
র. সমাজ পুরুষতান্ত্রিক
রর. মাসিপিসির অসহায়ত্ব
ররর. সামাজিকতা
নিচের কোনটি সঠিক?
ক র ছ র ও ররর গ র ও ররর ঘ র, রর ও ররর
১৯০. মাসি-পিসি আহ্লাদিকে জগুর কাছে পাঠাতে চায় নাÑ
র. খুন হওয়ার ভয়ে
রর. সম্পত্তি দখলের ভয়ে
ররর. গর্ভপাতের ভয়ে
নিচের কোনটি সঠিক?
ক র খ ররর জ র ও ররর ঘ র, রর ও ররর
১৯১. মাসি-পিসি শহরের বাজারে নিয়ে যায়Ñ
র. তরিতরকারি
রর. বাগানের ফলমূল
ররর. হোগলা
নিচের কোনটি সঠিক?
চ র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৯২. মাসি এবং পিসির এক দেহ এক মন হয়ে যাওয়ার কারণÑ
র. ব্যবসায়িক সম্পর্ক
রর. আহ্লাদির দেখাশোনার ভার
ররর. নিজেদের বেঁচে থাকার সংগ্রাম
নিচের কোনটি সঠিক?
ক র খ র ও রর গ র ও ররর ঝ র, রর ও ররর
১৯৩. পিসির স্বামী ছিলো জগুর মতো, কারণÑ
র. সে মাল টানতো
রর. সে পিসিকে মারতো
ররর. সে শুঁড়িখানায় যেত
নিচের কোনটি সঠিক?
চ র ও রর খ রর ও ররর গ র ও ররর ঘ র, রর ও ররর
১৯৪. পূর্বে মাসির উপর পিসির অহংকার করার কারণÑ
র. আহ্লাদির বাবা তার আপন ভাই
রর. পিসি এই বাড়িরই মেয়ে
ররর. অর্থনৈতিকভাবে পিসি কিছুটা ভালো ছিল
নিচের কোনটি সঠিক?
চ র ও রর খ র ও রর গ র ও ররর ঘ র, রর ও ররর
১৯৫. “একজনের বয়স হয়েছে, আধপাকা চুল, রোগা শরীর”Ñএখানে কার কথা বলা হয়েছে?
র. বৃদ্ধ লোকটির
রর. রহমানের
ররর. কৈলেশের
নিচের কোনটি সঠিক?
ক র খ রর জ র ও রর ঘ র, রর ও ররর
১৯৬. জগু আহ্লাদির উপর যে নির্যাতন করতÑ
র. লাথি ঝাঁটা মারত
রর. কলকেপোড়া ছ্যাঁকা দিত
ররর. খুঁটির সাথে বেঁধে রাখত দিন-রাত
নিচের কোনটি সঠিক?
ক র ও রর ছ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৯৭. কানাই চৌকিদার মাসি-পিসির বাড়িতে আসার মূল কারণ হলোÑ
র. মাসি-পিসির অন্যায়ের শাস্তি দেওয়া
রর. মাসি-পিসিকে ঘর থেকে বের করা
ররর. আহ্লাদির ক্ষতি করা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ রর ও ররর গ র ও ররর ঝ র, রর ও ররর
১৯৮. চারিত্রিক বৈশিষ্ট্যের দিক দিয়ে জগুÑ
র. হৃদয়হীন নিষ্ঠুর
রর. মাতাল
ররর. লোভী
নিচের কোনটি সঠিক?
ক র ছ রর ও ররর গ র ও ররর ঘ র, রর ও ররর
১৯৯. মাসি-পিসির ডাকাডাকিতে পাড়ায়Ñ
র. ডাকাডাকি শুরু হয়
রর. অনেকে ছুটে আসে
ররর. অনেকে জানালা খুলে উঁকি দেয়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ রর ও ররর গ র ও ররর ঝ র, রর ও ররর

চ অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর :
* নিচের উদ্দীপকটি পড়ে ২০০  ২০২ নং প্রশ্নের উত্তর দাও।
চারিদিকে বন্যার পানি আর পানি। বিধবা রহিমা তার দুই সন্তানকে একরকম অনাহারেই রেখেছে। কোথাও কোন সাহায্য পায় না। এক পর্যায়ে সে লজ্জাসরম ফেলে কাজের সন্ধানে বেরিয়ে পড়ে বেঁচে থাকার তাগিদে।
২০০. মাসি-পিসি কীসের ব্যবসা শুরু করেন?
ক ডিমের খ নারকেলের গ আমের ঝ সবজির
২০১. উদ্দীপকের রহিমা গল্পের কোন চরিত্রের প্রতিনিধি?
চ মাসি-পিসি খ আহ্লাদি
গ রহমান ঘ কৈলাশ

Leave a Reply