এইচএসসি বাংলা নেকলেস বহুনির্বাচনী প্রশ্নোত্তর

নেকলেস

গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর

১. এক সন্ধ্যায় মাদাম লোইসেলের স্বামী মঁসিয়ে কী হাতে ঘরে ফিরলেন?
ক সুন্দর গয়নার বাক্স ছ একটি বড় খাম
গ উজ্জ্বল রৌপ্য পাত্র ঘ কারুকার্যপূর্ণ পর্দা
২. মাদাম লোইসেলের সর্বদা দু:খ কারণ, সে-
ক নেকলেস হারিয়ে ফেলেছে ছ কাঙ্খিত জীবন পায়নি
জ রান্নাঘরে কাজ করে ঘ দামি পোশাক পরতে পারে না
ক্স অনুচ্ছেদটি পড়ে ৩ ও ৪ সংখ্যক প্রশ্নের উত্তর দাও :
তন্বী সাধারণ পরিবারের একটি মেয়ে। সাজগোজের বড় শখ তার। কিন্তু প্রসাধনী ক্রয়ের সামর্থ্য তার বাবা-মায়ের নেই। তবে বড়লোকের ছেলের সঙ্গে তার বিয়ে হয়। স্বামী প্রায়ই গরিবের মেয়ে বলে ধিক্কার দিয়ে তন্বীকে শারীরিক নির্যাতন করে। নির্যাতনের মাত্রা অসহনীয় পর্যায়ে চলে গেলে বাবা-মায়ের ভাঙা কুটিরেই তিনি ফিরে আসেন। তন্বী উপলব্ধি করেন, বিত্ত-বৈভবই মানুষের প্রকৃত পরিচয় নয়।
৩. উদ্দীপকে ‘নেকলেস’ গল্পের যে ভাবের প্রতিফলন ঘটেছে তা হলোÑ
র. উচ্চাশা রর. পরশ্রীকাতরতা
ররর. লোভ-লালসা
নিচের কোনটি ঠিক?
ক র ও রর ছ র ও ররর গ রর ও রর ঘ র, রর ও ররর
৪. ৩নং প্রশ্নে উলি­খিত ভাবের প্রতিফলন যে বাক্যে প্রকাশ পেয়েছে তা হলো
চ যত সব সুরুচিপূর্ণ ও বিলাসিতার বস্তু আছে, সেগুলির জন্যই তার জন্ম হয়েছে।
খ মুরগির পাখনা খেতে খেতে মুখে সিংহ-মানবীর হাসি নিয়ে কান পেতে শুনবে চুপি চুপি বলা প্রণয়লীলার কাহিনী।
গ সুখী করার, কাম্য হওয়ার, চালাক ও প্রণয়যাচিকা হবার কতই না তার ইচ্ছা।
ঘ আমার কোনো মণিমুক্তা, একটি দামি পাথর কিছুই নেই যা দিয়ে নিজেকে সাজাতে পারি।

মাস্টার ট্রেইনার কর্তৃক যাচাইকৃত বহুনির্বাচনি প্রশ্নোত্তর
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
ক লেখক অনুবাদক পরিচিতি : (বোর্ড বই থেকে)
৫. ‘নেকলেস’ গল্পটি কে লিখেছেন?
ক গুস্তাভ দ্য মোপাসাঁ খ গুস্তাভ ফ্লবেয়ার
জ গী দ্য মোপাসাঁ ঘ লরা লি পয়টিভিন
৬. গী দ্য মোপাসাঁ ১৮৫০ খ্রিষ্টাব্দের কত তারিখে জন্মগ্রহণ করেন?
ক ৫ই মে খ ৫ই জুন গ ৫ই জুলাই ঝ ৫ই আগস্ট
৭. গী দ্য মোপাসাঁ ফ্রান্সের কোন শহরে জন্মগ্রহণ করেন?
চ নর্মান্ডি খ প্যারিস গ নান্টেস ঘ স্টার্সবার্গ
৮. কত সালে গী দ্য মোপাসাঁ নিম্ন মাধ্যমিক স্কুলে ভর্তি হন?
ক ১৮৫৩ সালে খ ১৮৫৭ সালে
গ ১৮৬৩ সালে ঝ ১৮৬৭ সালে
৯. পারিবারিক বন্ধু গুস্তাভ ফ্লবেয়ার মোপাসাঁর সাহিত্য জীবনে কীসের ভূমিকায় অবতীর্ণ হন?
ক সহপাঠীর ভূমিকায় ছ অভিভাবকের ভূমিকায়
গ সহলেখকের ভূমিকায় ঘ সহকর্মীর ভূমিকায়
১০. মোপাসাঁর সাহিত্য জীবন শুরু কী রচনার মাধ্যমে?
চ কবিতা খ গল্প গ উপন্যাস ঘ নাটক
১১. কাব্যচর্চা দিয়ে সাহিত্য জীবন শুরু করলেও মোপাসাঁ কী হিসেবে সমধিক খ্যাতি অর্জন করেন?
চ গল্পকার খ ঔপন্যাসিক গ নাট্যকার ঘ প্রাবন্ধিক
১২. গী দ্য মোপাসাঁ ১৮৯৩ খ্রিষ্টাব্দের কত তারিখে মৃত্যুবরণ করেন?
চ ৬ই জুলাই খ ১১ই জুলাই
গ ১৭ই জুলাই ঘ ২১ শে জুলাই
১৩. পূর্ণেন্দু দস্তিদার চট্টগ্রামের কোন উপজেলায় জন্মগ্রহণ করেন?
চ পটিয়া খ হাটহাজারী
গ সীতাকুণ্ড ঘ সাতকানিয়া
১৪. পূর্ণেন্দু দস্তিদার ১৯০৯ খ্রিষ্টাব্দের কত তারিখে জন্মগ্রহণ করেন?
ক ২০শে মে ছ ২০শে জুন
গ ২০শে জুলাই ঘ ২০শে আগস্ট
১৫. পূর্ণেন্দু দস্তিদারের মাতার নাম কী?
চ কুমুদিনী দস্তিদার খ কুসুমকুমারী দস্তিদার
গ বিনোদিনী দস্তিদার ঘ রাজমোহিনী দস্তিদার
১৬. পূর্ণেন্দু দস্তিদারের পিতার নাম কী?
চ চন্দ্রকুমার দস্তিদার খ চন্দ্রনাথ দস্তিদার
গ বিমল দস্তিদার ঘ সুবিমল দস্তিদার
১৭. পূর্ণেন্দু দস্তিদার পেশাগত জীবনে কী ছিলেন?
ক অধ্যাপক খ প্রকৌশলী গ ব্যবসায়ী ঝ আইনজীবী
১৮. লেখক হিসেবে পূর্ণেন্দু দস্তিদারের খ্যাতি কী হিসেবে ছিল?
ক সমাজ সচেতন লেখক খ সমাজ উন্নয়ন লেখক
জ সমাজ ভাবুক লেখক ঘ সমাজ প্রগতিশীল লেখক
১৯. পূর্ণেন্দু দস্তিদার ১৯৭১ খ্রিষ্টাব্দের কত তারিখে মৃত্যুবরণ করেন?
ক ৯ই মার্চ ছ ৯ই মে গ ৯ই জুন ঘ ৯ই আগস্ট
২০. কোথায় যাওয়ার পথে পূর্ণেন্দু দস্তিদার মৃত্যুবরণ করেন?
ক মায়ানমার খ মালয়েশিয়া জ ভারত ঘ পাকিস্তান
২১. কোন বিদ্রোহে অংশ নেয়ার কারণে পূর্ণেন্দু দস্তিদার কারাবরণ করেছিলেন?
ক কারাবিদ্রোহ খ চাকমা বিদ্রোহ
জ চট্টগ্রামে যুব বিদ্রোহ ঘ নোয়াখালী বিদ্রোহ
২২. পূর্ণেন্দু দস্তিদার কার নেতৃত্বে চট্টগ্রাম যুব বিদ্রোহে অংশ নিয়েছিলেন?
ক প্রীতিলতার ছ মাস্টার দা সূর্যসেন-এর
গ বিনোদবিহারী-এর ঘ অনির্বান বড়–য়া-র
২৩. কোনটি পূর্ণেন্দু দস্তিদার-এর প্রকাশিত গ্রন্থ?
ক নেকড়ে অরণ্য খ সংকর সংকীর্তন
গ সমুদ্রের স্বাদ ঝ কবিয়াল রমেশ শীল
২৪. কোনটি পূর্ণেন্দু দস্তিদার-এর অনুবাদ গ্রন্থ?
ক জুলভার্ন খ সংকর সংকীর্তন
জ শেখভের গল্প ঘ কবিয়াল রমেশ শীল
২৫. পূর্ণেন্দু দস্তিদার জীবনের সর্বশেষ সফরে ভারত যাচ্ছিলেন কেন?
ক চিকিৎসার জন্য ছ মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য
গ রাষ্ট্রীয় সফরে ঘ আত্মীয়ের সাথে দেখা করতে
খ মূল পাঠ : (বোর্ড বই থেকে)
২৬. মাদাম লোইসেলের পিতা পেশায় কী ছিলেন?
ক হকার খ শিক্ষক জ কেরানি ঘ আইনজীবী
২৭. মাদাম লোইসেল তার শ্রেণির অন্যতম হিসেবে কেমন ছিল?
ক কৃপণ খ রাগী গ বঞ্চিত ঝ অসুখী
২৮. মাদাম লোইসেলের স্বামী পেশায় কী ছিলেন?
ক আইনজীবী ছ শিক্ষা পরিষদ অফিসের কেরানি
গ রাজকর্মচারী ঘ ব্যবসায়ী
২৯. কোন বস্তু মাদাম লোইসেলের খুব প্রিয়?
ক টুপি খ গোলাপ ফুল
গ হাতের চুড়ি ঝ জড়োয়া গহনা
৩০. ‘নেকলেস’ গল্পে কোন মাছের উলে­খ রয়েছে?
ক শ্যামন খ রূপচাঁদা গ ইলিশ ঝ রোহিত
৩১. ও কী ভালো মানুষ!Ñকার সম্পর্কে মসিঁয়ে লোইসেল একথা বলেছে?
ক শিক্ষামন্ত্রী খ ফোরস্টিয়ার
জ মাদাম লোসিয়েল ঘ জেনি
৩২. মাদাম লোইসেল চরিত্রটি কেমন?
ক বাস্তববাদী খ স্পষ্টভাষী
জ কল্পনাপ্রবণ ঘ আবেগপ্রবণ
৩৩. মাদাম লোইসেলের ধারণা কোন ধরনের বস্তুর জন্যই তার জন্ম হয়েছে?
ক কমমূল্যের খ রুচিহীন জ সুরুচিপূর্ণ ঘ মূল্যহীন
৩৪. “দরিদ্র কৃষকের কন্যা হেনা নিজ অবস্থার জন্য অত্যন্ত ব্যথিত।”-হেনার সাথে ‘নেকলেস’ গল্পের কার সাদৃশ্য রয়েছে?
ক মসিঁয়ে ছ মাদাম লোইসেল
গ ফোরসটিয়ার ঘ জেনি
৩৫. ‘থাকবে তাতে বিভিন্ন চমৎকার আসবাব’-এখানে কীসের কথা বলা হয়েছে?
ক পার্শ্বকক্ষ খ বাসকক্ষ গ খাবারঘর ঝ বৈঠকখানা
৩৬. মাদাম লোইসেল ভাবত তার কতজন গৃহভৃত্য থাকবে?
চ দুইজন খ তিনজন গ চারজন ঘ পাঁচজন
৩৭. ‘অদম্য কামনায় তার বুক দুরু দুরু করে।’-এই ‘অদম্য কামনা’ কীসের জন্য?
ক হার গলায় পরার ছ হার ধার পাওয়ার
গ স্বামীকে খুশি করার ঘ সবাইকে অবাক করে দেওয়ার
৩৮. খ্রিস্টান মিশনারিদের দ্বারা পরিচালিত স্কুলকে কী বলা হয়?
ক মনুমেন্ট ছ কনভেন্ট গ চার্চ ঘ বিদ্যাপীঠ
৩৯. “তার দাম দিতে দশ বছর লেগেছে।”-এখানে কীসের কথা বলা হয়েছে?
চ হার খ ফ্রক গ জুতো ঘ কঙ্কন
৪০. “লোইসেল পরম আবেগে তাকে বুকে চেপে ধরে।”-এর মধ্য দিয়ে কোন বিষয়টি প্রকাশ পেয়েছে?
চ আনন্দ খ হতাশা গ দুঃখ ঘ নিরাশা
৪১. “যেকোনো মেয়ের অন্তরে এই পরিপূর্ণ বিজয় কত মধুর।”-এই ‘পরিপূর্ণ বিজয়’ কোনটির সাথে তুলনীয়?
ক প্রিয়জনের বিজয় খ শিক্ষার বিজয়
জ সৌন্দর্যের বিজয় ঘ ভালোবাসার বিজয়
৪২. কোন দিকটি ‘নেকলেস’ গল্পটিকে জনপ্রিয় করে তোলে?
ক প্রাঞ্জলতা সূচনা খ সহজ সরল ভাষা
গ আকর্ষণীয় ঘটনা
ঝ অপ্রত্যাশিত কিন্তু অত্যন্ত আকর্ষণীয় সমাপ্তি
৪৩. ফরাসি ভাষায় ‘নেকলেস’ গল্পটির নাম কী?
ক খধ চধৎব ছ খধ চধৎঁৎব
গ ইব চধৎঁৎব ঘ খর চধৎঁৎব
৪৪. ‘খধ চধৎঁৎব’ সর্বপ্রথম কত সালে প্রকাশিত হয়?
ক ১৮৮০ সালে খ ১৮৮২ সালে
গ ১৮৮৬ সালে ঝ ১৮৮৪ সালে
৪৫. ‘খধ এধঁষড়রং’ কী?
চ একটি ফরাসি পত্রিকা খ একটি বই
গ একধরনের পোশাক ঘ রাজকীয় অনুষ্ঠান
৪৬. “ঈদে স্বামীর কাছে এমন পোশাকই রিনি চেয়েছে যা তার স্বামীর সাধ্যের মধ্যে। সে চায় না তাকে পোশাক দিতে গিয়ে তার স্বামীর কষ্ট হোক।”Ñকোন দিক থেকে রিনি ও মাদাম লোইসেলের মধ্যে বৈসাদৃশ্য লক্ষণীয়?
ক লোভ ছ স্বামীর প্রতি ভালোবাসা
গ উচ্চাকাক্সক্ষা ঘ নিজ অবস্থান সচেতনতা
৪৭. “ঐ দুঃখজনক দেনা শোধ করা প্রয়োজন”Ñএখানে দেনাকে ‘দুঃখজনক’ বলা হয়েছে কেন?
ক দেনাটা তাদের কোনো কাজে আসেনি বলে
ছ দেনা করেও তারা দুঃখ ঘোচাতে পারেনি বলে
গ দেনা করেও মাদাম ফোরস্টিয়ারের কথা রাখতে পারেনি বলে
ঘ দেনা করেও তারা বিপদ থেকে রক্ষা পায়নি বলে
৪৮. মাদাম লোইসেলের স্বামী সন্ধ্যাবেলায় কী করে?
ক স্ত্রীর কাজে সাহায্য করে
ছ কয়েকজন ব্যবসায়ীর হিসাবের খাতা ঠিক করে
গ অন্য একটি অফিসে কাজ করে
ঘ একটি নৈশ বিদ্যালয়ে শিক্ষকতা করে
৪৯. প্যালেস রয়েলে মসিঁয়ে ও মাদাম লোইসেল যে হীরার কণ্ঠহার দেখল তার দাম কত ছিল?
চ চলি­শ হাজার ফ্রঁাঁ খ পঞ্চাশ হাজার ফ্রঁাঁ
গ পঁয়তালি­শ হাজার ফ্রঁাঁ ঘ ষাট হাজার ফ্রঁাঁ
৫০. মাদাম লোইসেলের নৃত্যের মধ্যে কী লক্ষ্য করা যায়?
ক অভিজ্ঞতা ছ আবেগ ও উৎসাহ
গ ভয় ও উদ্বেগ ঘ জড়তা
৫১. ‘হতাশভাবে তারা একে অপরের দিকে তাকিয়ে থাকে।’ কেন?
চ হার হারিয়ে ফেলার কারণে
খ সোনার কাঁকন হারিয়ে ফেলার কারণে
গ মুক্তার গাউন ছিঁড়ে ফেলার কারণে
ঘ দামি গাউন ছিঁড়ে ফেলার কারণে
৫২. মেয়েটি হঠাৎ আর্তনাদ করে ওঠে কেন?
ক নিজের বিকৃত রূপ দেখে খ হাতের কঙ্কন খুঁজে না পেয়ে
গ পোশাক ছিঁড়ে গেছে বলে ঝ হারখানা গলায় না দেখে
৫৩. মাদাম লোইসেল দারিদ্র্যের ভয়াবহতা বুঝতে পারে কীভাবে?
ক স্বামী চাকরি হারালে খ পিতা চাকরি হারালে
জ দুঃখজনক দেনার কারণে ঘ পিতার মৃত্যুর কারণে
৫৪. নেকলেস গল্পের লেখকের বর্ণনা অনুযায়ী নিয়তির ভুলে কেরানির পরিবারে কার জন্ম হয়েছে?
ক মি. লোইসেলের ছ মাদাম লোইসেলের
গ মাদাম ফোরস্টিয়ারের ঘ কমিশনারের
৫৫. মাদাম লোইসেলের স্বামী পেশায় কী ছিলেন?
চ কেরানি খ স্বর্ণকার গ পাহারাদার ঘ মজুতদার
৫৬. ‘সর্বদা তার মনে দুঃখ।’Ñনেকলেস গল্পে কার দুঃখের কথা বলা হয়েছে?
ক মি. লোইসেল ছ মাদাম লোইসেল
গ ফোরস্টিয়ার ঘ ব্রেটন
৫৭. কোনগুলো মাদাম লোইসেলের কাছে প্রিয় ছিল?
চ ফ্রক, জড়োয়া গহনা খ ফ্রক, রুপার গহনা
গ সুরুয়ার পাত্র, জড়োয়া গহনা ঘ আরামকেদারা, ফ্রক
৫৮. মাদাম লোইসেলের সহপাঠিনীর অবস্থা কেমন ছিল?
ক দরিদ্র খ মধ্যবিত্ত জ ধনী ঘ নিম্ন মধ্যবিত্ত
৫৯. এক সন্ধ্যায় মি. লোইসেল কী হাতে নিয়ে ঘরে ফিরল?
চ খাম খ ফুল গ গহনা ঘ পোশাক
৬০. মাদাম লোইসেলের হাতে আসা খামটির মধ্যে কী ছিল?
চ আমন্ত্রণলিপি খ দরখাস্ত
গ প্রমোশন পত্র ঘ বিজ্ঞাপন
৬১. মাদাম লোইসেলকে আমন্ত্রণটি কে করেছিল?
ক অর্থমন্ত্রী খ সংস্কৃতিমন্ত্রী
গ কৃষিমন্ত্রী ঝ জনশিক্ষামন্ত্রী
৬২. মি. লোইসেল প্রাপ্ত আমন্ত্রণপত্র অনুযায়ী কত তারিখে জনশিক্ষামন্ত্রীর বাসগৃহে নিমন্ত্রণ ছিল?
চ ১৮ই জানুয়ারি খ ১৮ই ফেব্র“য়ারি
গ ১৮ই মার্চ ঘ ১৮ই এপ্রিল
৬৩. মি. লোইসেল আমন্ত্রণপত্র তার স্ত্রীকে দেবার পর কী দেখে নির্বাক ও হতবুদ্ধি হয়ে গেল?
চ স্ত্রীকে অখুশি দেখে
খ স্ত্রীকে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে দেখে
গ স্ত্রীকে অত্যন্ত উৎফুল­ দেখে
ঘ স্ত্রীকে বিড়বিড় করে বকতে দেখে
৬৪. মাদাম লোইসেলের দামি পোশাক না থাকায় অভিমানে কার্ডটি কাকে দিতে বললো?
চ সহকর্মীকে খ বান্ধবী ফোরস্টিয়ারকে
গ দূরসম্পর্কের আত্মীয়কে ঘ ধনী কোনো আত্মীয়কে
৬৫. মাদাম লোইসেল আমন্ত্রণে যাবার জন্য কত ফ্রাঁ দিয়ে পোশাক কিনতে চাইল?
ক পাঁচশত ছ চারশত গ তিনশত ঘ সাতশত
৬৬. মি. লোইসেল তার স্ত্রীকে মণিমুক্তাখচিত দামী গহনার পরিবর্তে কী দিয়ে সাজতে পরামর্শ দিলেন?
ক রুপার গহনা দিয়ে খ সোনার গহনা দিয়ে
গ কাগজের ফুলের গহনা দিয়ে
ঝ সত্যিকারের ফুলের গহনা দিয়ে
৬৭. মাদাম লোইসেলকে তাঁর স্ত্রী দশ ফ্রাঁর বিনিময়ে কটি গোলাপ ফুল পাবার কথা বলে?
ক দুটি খ তিনটি জ চারটি ঘ পাঁচটি
৬৮. জড়োয়া গহনা ধার নেবার জন্য মি. লোইসেল তার স্ত্রীকে কার কাছে যেতে বলে?
চ বান্ধবীর খ বোনের গ সহকর্মীর ঘ আত্মীয়ের
৬৯. মাদাম লোইসেল স্যাটিনের বাক্সথেকে কীসের হার দেখতে পেল?
ক সোনার খ রুপার জ হীরার ঘ মুক্তার
৭০. বল-নাচের অনুষ্ঠান শেষে মাদাম লোইসেল কখন বাড়ি ফিরল?
চ ভোর চারটায় খ বিকাল পাঁচটায়
গ রাত বারোটায় ঘ রাত দুইটায়
৭১. বাড়ি ফেরার পথে গাড়ি না পেয়ে মাদাম লোইসেল ও তার স্বামী কোন নদীর দিকে হাঁটতে থাকে?
ক সিন ছ বিন গ টাইগ্রিস ঘ ফোরাত
৭২. বাড়ি ফিরে আয়নার সামনে গিয়ে মাদাম লোইসেল কেন আর্তনাদ করে উঠলো?
চ হারটি গলায় না দেখে খ হারটি ভেঙে গেছে দেখে
গ হারটি নকল দেখে ঘ হারটির অর্ধেকটা নেই দেখে
৭৩. হারটি খুঁজতে গিয়ে মি. লোইসেল পরদিন কখন ফিরে এলো?
ক সকাল ছয়টার দিকে ছ সকাল সাতটার দিকে
গ সকাল আটটার দিকে ঘ সকাল নয়টার দিকে
৭৪. হারটি হারিয়ে গেলে সেটি ফেরত দেয়ার ব্যাপারে মি. লোইসেল তার স্ত্রীকে কী পরামর্শ দিয়েছিল?
ক হারটি ফেরত দিতে দেরি হবে
ছ হারটি মেরামত করতে দেয়া হয়েছে
গ হারটি ছিনতাইকারী হরণ করেছে
ঘ হারটি অসাবধানে হারিয়ে গেছে
৭৫. মি. লোইসেল তার স্ত্রীর চেয়ে কত বছরের বড় ছিল?
ক তিন বছরের খ চার বছরের
জ পাঁচ বছরের ঘ ছয় বছরের
৭৬. প্যালেস রয়েলে মি. ও মাদাম লোইসেল কীসের হার দেখেছিল?
ক সোনার খ রুপার জ হীরার ঘ মুক্তার
৭৭. হীরার কণ্ঠ হারটির দাম কত ছিল?
ক ত্রিশ হাজার ফ্রাঁ ছ পঁয়ত্রিশ হাজার ফ্রাঁ
গ চলি­শ হাজার ফ্রাঁ ঘ একচলি­শ হাজার ফ্রাঁ
৭৮. হারটি কয়দিন বিক্রি না করার জন্য মি. ও মাদাম লোইসেল স্বর্ণকারকে অনুরোধ করল?
ক দুই দিন ছ তিন দিন গ চার দিন ঘ পাঁচ দিন
৭৯. লোইসেল তার বাবার মৃত্যুর পর কত হাজার ফ্রাঁ পেয়েছিল?
ক সতেরো হাজার ছ আঠারো হাজার
গ উনিশ হাজার ঘ ষোলো হাজার
৮০. মি. লোইসেল ও মাদাম লোইসেলের দুঃখের জীবন কত দিন যাবৎ চললো?
ক আট বছর খ নয় বছর
জ দশ বছর ঘ বারো বছর
৮১. দুঃখের জীবন অতিবাহিত করার পর মাদাম লোইসেলকে কেমন দেখাত?
ক মধ্যবয়স্ক ছ বয়স্ক
গ তরুণী ঘ আগের মতোই
৮২. মাদাম লোইসেলের অবস্থা দশ বছর পর কেমন হয়েছিল?
চ গৃহস্থ ঘরের শক্ত, কর্মঠ ও অমার্জিত ঘরের মেয়ের মতো
খ মধ্যবিত্ত ঘরের কর্মঠ মেয়ের মতো
গ নিম্নবিত্ত ঘরের দরিদ্র, কর্মঠ মেয়ের মতো
ঘ নিম্নমধ্যবিত্ত ঘরের দরিদ্র ও অমার্জিত ঘরের মেয়ের মতো
৮৩. দুঃখের জীবনে সে কীভাবে কথা বলতো?
ক মৃদু স্বরে ছ চড়া গলায় গ ধীরে ধীরে ঘ কর্কশ স্বরে
৮৪. মাদাম ফোরস্টিয়ারের সাথে চামপস্ এলিসিসে মাদাম লোইসেলের কী বারে দেখা হয়েছিল?
ক শনিবার ছ রবিবার গ সোমবার ঘ মঙ্গলবার
৮৫. চামপস-এলিসিসে ফোরস্টিয়ারকে কেমন দেখাচ্ছিল?
চ যুবতী, সুন্দরী ও আকর্ষণীয়া খ বয়স্ক ও বিষণœ
গ মধ্য বয়সী ও আকর্ষণীয়া ঘ পূর্বের ন্যায় যুবতী
৮৬. মাদাম লোইসেলকে তার বান্ধবী চিনতে না পারায় সে নিজেকে কী বলে সম্বোধন করেছিল?
ক আমি তোমার ঘনিষ্ঠ বান্ধবী ছ আমি মাতিলদা লোইসেল
গ আমি তোমার পরিচিত ঘ আমি লোইসেলের স্ত্রী
৮৭. বান্ধবী বিস্ময়ে চেঁচিয়ে ওঠে কী বলেছিল?
ক ‘হায়, আমার বান্ধবী মাতিলদা ছ ‘হায়, আমার বেচারী মাতিলদা
গ ‘হায়, মাদাম লোইসেল ঘ ‘হায়, আমার প্রিয় মাতিলদা
৮৮. ‘মাদাম লোইসেল’ ধার করা হারটি সম্পর্কে পরবর্তীতে কী জানতে পারে?
চ হারটি ছিল নকল খ হারটি ছিল অল্পদামী
গ হারটি ছিল দামী ঘ হারটি ছিল মহামূল্যবান
৮৯. হারটির দাম কত ফ্রাঁর বেশি হবে না বলে মাদাম লোইসেল জানতে পারে?
ক চারশত ফ্রাঁ ছ পাঁচশত ফ্রাঁ গ ছয়শত ফ্রাঁ ঘ তিনশত ফ্রাঁ
৯০. মাদাম লোইসেলের মনে সর্বদা দুঃখ বিরাজ করতো কেন?
ক পার্টিতে যেতে না পারায় খ সহপাঠিনীরা ধনী হওয়ায়
গ সাধারণ পরিবারের মেয়ে হওয়ায়
ঝ আকাক্সক্ষার সঙ্গে প্রাপ্তির অমিল হওয়ায়
৯১. বল নাচের অনুষ্ঠানে যাওয়ার জন্য মাদাম লোইসেল কেন উৎসাহ দেখায় নি?
চ দামী পোশাক ও গহনা না থাকায়
খ আর্থিক অবস্থা ভালো না হওয়ায়
গ স্বামী সামান্য বেতনের চাকুরে হওয়ায়
ঘ আমন্ত্রণটি অনাকাক্সিক্ষত হওয়ায়
৯২. ‘হিসাবি কেরানির কাছ থেকে সঙ্গে সঙ্গে এক আতঙ্কিত প্রত্যাখ্যান যেন না আসে।’Ñ বাক্যটিতে আতঙ্কিত প্রত্যাখ্যান কীসের?
চ সামর্থ্যরে সঙ্গে পোশাক ক্রয়ের বিষয়
খ পছন্দ ও রুচি অনুযায়ী পোশাক ক্রয়ের বিষয়
গ নির্দিষ্ট সময়ের মধ্যে পোশাক তৈরির বিষয়
ঘ মাদাম লোইসেলের সাথে কেরানির সম্পর্কের বিষয়
৯৩. পোশাক কিনতে চারশত ফ্রাঁ লাগবে শুনে মি. লোইসেলের মুখ ম্লান হয়ে গেল কেন?
ক লোইসেলের সামর্থ্য ছিল না বলে
খ চারশত ফ্রাঁ ধার করতে হবে বলে
গ নতুন পোশাক কেনা লোইসেলের পছন্দ নয় বলে
ঝ বন্দুক কেনার জন্য সঞ্চয়ের টাকা খরচ করতে হবে বলে
৯৪. ‘বল-নাচের অনুষ্ঠানে মাদাম লোইসেলের জয়জয়কার।’ এখানে কোন জয়জয়কারের কথা বলা হয়েছে?
ক মাদাম লোইসেলের জড়োয়া গহনা
খ মাদাম লোইসেলের পারিবারিক আভিজাত্য
গ মাদাম লোইসেলের চমৎকার নৃত্য পরিবেশনা
ঝ মাদাম লোইসেলের সৌন্দর্য ও সুরুচিপূর্ণ ব্যক্তিত্ব
৯৫. ‘বল-নাচের’ পোশাকে অপরূপ সৌন্দর্যের সঙ্গে ঐটির দারিদ্য সুপরিস্ফুট হয়ে ওঠেছিল। বাক্যটিতে ‘ঐটি’ বলতে কোন জিনিসটার কথা বলা হয়েছে?
ক কম দামি পোশাক ছ সাধারণ চাদর
গ ফুলের গহনা ঘ কম দামি গহনা
৯৬. “ঐ ভয়ানক বিপর্যয়ে মেয়েটি সারাদিন এক বিভ্রান্ত অবস্থায় কাটাল।”Ñ এখানে ভয়ানক বিপর্যয়টি কীসের?
ক নতুন পোশাক কেনার বিপর্যয়
খ গহনা কেনার বিপর্যয়
গ হারটি ভেঙে ফেলার বিপর্যয়
ঝ হারটি হারিয়ে ফেলার বিপর্যয়
৯৭. হারটি হারিয়ে গেলে মি. লোইসেলের মধ্যে কী ধরনের ভাবনা হয়েছিল?
ক স্ত্রীর প্রতি দোষারোপের মনোভাব
ছ মাদামের বান্ধবীকে সত্যি বলার মনোভাব
গ যেকোনো মূল্যে হারটি ফেরত দেবার ব্যবস্থা
ঘ সঞ্চয়ের টাকা থেকে নতুন হার কেনার ব্যবস্থা
৯৮. হারিয়ে যাওয়া হারের মতো নতুন হার কিনে ফেরত দিতে গেলে মাদাম লোইসেল কেন ভয় পাচ্ছিল?
ক হারটি বেশি দামি নয় ভেবে
খ নতুন হারটির নকশা ভালো নয় ভেবে
গ নতুন হারটি ঠিক আগেরটির মতো নয় ভেবে
ঝ হারটি দেখে ফোরস্টিয়ার চিনতে পারবে ভেবে
৯৯. দশ বছর পরে মাদাম লোইসেলকে কেন বয়স্কা বলে মনে হতো?
চ অতিরিক্ত পরিশ্রম ও দুশ্চিন্তায়
খ কঠিন অসুখ হয়েছিল বলে
গ স্বামীর অসিহষ্ণু মনোভাবের জন্য
ঘ সব সময় নিজেকে অপরাধী মনে হওয়ায়
১০০. হীরার হার কেনার পর মাদাম লোইসেল ও তার স্বামী কীভাবে ঋণ পরিশোধ করেছিল?
ক সঞ্চিত অর্থ ব্যয় করে
খ আত্মীয়ের কাছ থেকে ঋণ করে
জ কঠিন পরিশ্রম ও সাধারণ জীবনযাপন করে
ঘ লোইসেলের পিতার কাছ থেকে প্রাপ্ত অর্থ পেয়ে
১০১. মাদাম লোইসেল তার ‘কনভেন্ট’-এর সহপাঠিনীর সঙ্গে দেখা করার পর কষ্ট পেত কেন?
চ বান্ধবী ধনী হওয়ায় হীনম্মন্যতার জন্য
খ বান্ধবীর খারাপ আচরণের জন্য
গ একসাথে কম সময় কাটানোর জন্য
ঘ বান্ধবীর মতো গহনা না থাকার জন্য
১০২. ‘নেকলেস’ গল্পে ‘খেলো’ শব্দটি দ্বারা কী বোঝানো হয়েছে?
ক নিকৃষ্ট বা মূল্যহীন খ সাধারণ বা খারাপ
জ অতি সামান্য বা কম দামী ঘ সাধারণ বা কৃত্রিম
১০৩. ‘বাড়ি ফিরবার পথে মাদাম লোইসেল আটপৌরে চাদর দ্বারা নিজেকে আবৃত করেছিল।’-‘আটপৌরে’ বলতে কী বুঝ?
ক বিবর্ণ ছ অতি সাধারণ
গ বৈচিত্র্যহীন ঘ নিম্নমানের
১০৪. “ভাগ্যের লিখন না যায় খণ্ডন’Ñ উক্তিটির সাথে ‘নেকলেস’ গল্পের কোন চরিত্র দুটির মিল রয়েছে?
ক ফোরস্টিয়ার ও লোইসেল খ লোইসেল ও ব্রেটন
জ লোইসেল ও মাদাম লোইসেল
ঘ ফোরস্টিয়ার ও মাদাম লোইসেল
১০৫. “ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না”Ñ উক্তিটি ‘নেকলেস’ গল্পের কোন লাইনের সাথে সামঞ্জস্যপূর্ণ?
ক সুখী করার, কাম্য হওয়ার, কতই না তার ইচ্ছে
খ সে কি ঐ মেয়েটির সঙ্গে কথা বলবে? হ্যাঁ, অবশ্যই বলবে
জ যদি সে গলার সেই হারখানা না হারাত তাহলে কেমন হতো?
ঘ তার রূপের বিজয়গর্বে, সাফল্যের গৌরবে সে আর কিছুই ভাবে না
১০৬. ‘যাক প্রাণ, তবু রক্ষা হোক মান’Ñ ‘নেকলেস’ গল্পের কোন চরিত্র দুটির মধ্যে উক্তিটির আদর্শগত মিল রয়েছে?
ক ফোরস্টিয়ার ও লোইসেল
ছ লোইসেল ও মাদাম লোইসেল
গ ব্রেটন ও লোইসেল ঘ লেখক ও লোইসেল
১০৭. আভিজাত্যের অদম্য বাসনায় নিঃস্ব হলো মেয়েটি। স্বামীর অসহিষ্ণু মনোভাব তাকে করল ঘর ছাড়া।Ñ উলি­খিত ঘটনাটির সাথে নিচের কোন চরিত্রটির মানসিকতার অমিল রয়েছে?
চ লোইসেল খ ফোরস্টিয়ার গ মাদাম জর্জ ঘ ব্রেটন
১০৮. ‘মাদাম লোইসেল’ চরিত্রটির মধ্যে কী ধরনের চারিত্রিক বৈশিষ্ট্য লক্ষ করা যায়?
ক ভদ্র ও নম্র খ কৌশলী ও উদার
জ বিলাসী ও পরিশ্রমী ঘ নির্মম ও কৌশলী
১০৯. “বিরক্তি, দুঃখ, হতাশা ও নৈরাজ্যে সমস্ত দিন ধরে সে কাঁদত”Ñ মাদাম লোইসেলের এ ধরনের মনোভাবের জন্য কৃত কারণ কী ছিল?
চ দারিদ্র্য খ পারিবারিক সমস্যা
গ ঈর্ষাপরায়ণ ঘ প্রতিশোধ স্পৃহা
১১০. ‘নেকলেস’ গল্পে মি. লোইসেল সম্পর্কে কোনটি যথার্থ?
চ সৎ, কর্মনিষ্ঠ, ধৈর্যশীল খ পরিশ্রমী, সৎ, কৌতূহলী
গ অসহিষ্ণু, সৎ, উচ্চাকাক্সক্ষী ঘ ধৈর্যশীল, পরিশ্রমী, বিলাসী
১১১. ‘নেকলেস’ গল্পের নামকরণ ‘মাদাম লোইসেলের করুণ পরিণতি’ রাখা হলে নিচের কোন যুক্তিটি সমর্থনযোগ্য?
ক দারিদ্র্য খ উচ্চাকাক্সক্ষা
জ কেন্দ্রীয় চরিত্র ঘ বিলাসী মনোভাব
১১২. ‘মাদাম লোইসেলের’ চরিত্র বিশ্লেষণে নিচের কোন শব্দটি সমর্থনযোগ্য?
ক নির্মম ছ উচ্চাকাক্সক্ষী
গ প্রতিশোধপরায়ণ ঘ অনাড়ম্বর
১১৩. ‘নেকলেস’ গল্পে মূলত কোন বিষয়টির প্রতিফলন ঘটেছে?
ক লোভ করা মহাপাপ খ পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি
গ বিলাসিতা জীবনের সব নয়
ঝ উচ্চাকাক্সক্ষা ও লোভের পরিণাম ভয়াবহ
১১৪. ‘মেঘ দেখে কেউ করিসনে ভয়
আড়ালে তার সূর্য হাসে।”Ñ চরণ দুটির সঙ্গে ‘নেকলেস’ গল্পটির সাদৃশ্যপূর্ণ বিষয় কোনটি?
ক মাদাম লোইসেলের পোশাক কেনা
ছ কঠোর পরিশ্রম ও ঋণ পরিশোধ
গ ছত্রিশ হাজার ফ্রাঁ দিয়ে হার কেনা
ঘ বান্ধবীর কাছ থেকে জড়োয়া গহনার ব্যবস্থা করা
১১৫. চামপস্ এলিসিসে ভ্রমণরতা মেয়েটির নাম কী ছিল?
ক মাদাম লোইসেল ছ মাদাম ফোরস্টিয়ার
গ মাদাম জেনেলিয়া ঘ মাদাম এলিসিয়া
১১৬. “মুকুতা মাণিক্য নিধি
আমারে দিও না বিধি
চাহিনা এ জগতের রাজত্ব সম্মান।”
কবিতাংশের সাথে ‘নেকলেস’ গল্পের কোন চরিত্রটির অমিল রয়েছে?
ক মি. লোইসেলের ছ মাদাম লোইসেলের
গ মাদাম ফোরস্টিয়ারের ঘ মাদাম জেনিলিয়ার
১১৭. “কি অনন্যসাধারণ এ জীবন আর তার মধ্যে কত বৈচিত্র্য।” বাক্যটির সঙ্গে মিল রয়েছে নিচের কোন চরণটির?
চ মানবজীবন প্রবহমান নদীর মতো।
খ এক জীবনে আর কী বা ঘটবে?
গ ক্ষুদ্র জীবনের আশাও বড় নয়!
ঘ আশা ছাড়া মানুষ বাঁচতে পারে না।
১১৮. ‘মানুষকে যুদ্ধক্ষেত্রের সাহসী সৈনিকের মতোই সংসারে ঘাত-প্রতিঘাত মোকাবেলা করে বাঁচতে হয়।’Ñ উক্তিটির বাস্তব অবস্থা ‘নেকলেস’ গল্পে কাদের মধ্যে প্রতিফলিত হয়েছে?
ক লোইসেল ও ব্রেটন
খ ফোরস্টিয়ার ও লোইসেল
জ মি. লোইসেল ও মাদাম লোইসেল
ঘ ফোরস্টিয়ার ও মাদাম লোইসেল
১১৯. “আয় বুঝে ব্যয় কর।”Ñ প্রবাদটির ভুল ভাবনা অনুপস্থিত রয়েছে নিচের কোন চরিত্রটির মধ্যে?
চ মাদাম লোইসেল খ মি. লোইসেল
গ ফোরস্টিয়ার ঘ মাদাম জেনিলিয়ার
১২০. ‘একটুখানি ভুলের তরে অনেক বিপদ ঘটে
ভুল করেছে যারা সবাই ভুক্তভোগী বটে।”
চরণ দুটি ‘নেকলেস’ গল্পের কোন ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ?
ক মাদাম লোইসেলের নতুন পোশাক কেনা
খ মি. লোইসেলের সারারাত ধরে হার খোঁজা
জ মাদাম লোইসেলের গহনা ধার ও সেটি হারিয়ে ফেলা
ঘ মাদাম লোইসেলের দারিদ্র্যের জীবন কাটানো
গ শব্দার্থ ও টীকা : (বোর্ড বই থেকে)
১২১. ‘প্যারি’ কী?
ক এক ধরনের নৃত্য খ এক ধরনের পোশাক
গ ফ্রান্সের অধিবাসী ঝ প্যারিসের ফরাসি নাম
১২২. ‘স্যাটিন’ বলতে কী বোঝানো হয়?
ক প্যারিসের একটি শহর ছ রেশমি বস্ত্র
গ পাট বস্ত্র ঘ অলংকার
১২৩. কত সাল পর্যন্ত ফ্রাঁ ফ্রান্সে প্রচলিত ছিল?
ক ২০০০ সাল ছ ২০০২ সাল
গ ২০০৪ সাল ঘ ২০০৬ সাল
১২৪. সৌজন্য প্রদর্শন ও সম্মান জানানোর জন্য কোন দেশে পুরুষদের মসিঁয়ে সম্বোধন করা হয়?
ক মিশর খ ইরাক গ চীন ঝ ফ্রান্স
১২৫. বর্তমানে ফ্রান্স ‘ইউরো’ মুদ্রা ব্যবহার করে কেন?
ক জাতিসংঘের সদস্য হওয়ায়
খ কমনওয়েলথের সদস্যপদ লাভ করায়
গ আইসিসির সদস্য হওয়ায়
ঝ ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ায়
১২৬. “জনের গলায় সুন্দর লকেটটি হলো ক্রুশের লকেট।” উদ্দীপকের জন কোন ধর্মাবলম্বী?
ক বৌদ্ধ খ জৈন জ খ্রিস্টান ঘ হিন্দু
১২৭. ইউরোপ আমেরিকাসহ পৃথিবীর বহু দেশে কোন নৃত্য প্রচলিত?
চ বল খ বেলি
গ ধ্র“পদী পাঠ পরিচিতি ঘ ভরত
ঘ পাঠ পরিচিতি : (বোর্ড বই থেকে)
১২৮. একটি নিম্ন মাধ্যমিক স্কুলে পড়ার সূত্রে কোন বিখ্যাত ঔপন্যাসিকের সাথে মোপাসাঁর পরিচয় ঘটে?
ক লিও তলস্তয় খ ম্যাক্সিম গোর্কি
গ ফিওদর দস্তয়েভস্কি ঝ গুস্তাভ ফ্লবেয়ার
১২৯. কী হিসেবে মোপাসাঁ বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন?
চ গল্পকার খ নাট্যকার গ কবি ঘ সাংবাদিক
১৩০. ফ্লবেয়ারের বাসায় মোপাসাঁর কোন বিশ্ববিখ্যাত লেখকের সঙ্গে পরিচয় ঘটে?
ক শেলী জ ইভান তুর্গনেভ
গ ফিওদর দস্তয়েভস্কি ঘ বায়রন
১৩১. কীভাবে মোপাসাঁ এমিল জোলা ও ইভান তুর্গনেভসহ অনেক বিশ্ববিখ্যাত লেখকের সাথে পরিচিত হন?
ক চাকরির সুবাদে খ সাহিত্য সমিতিতে গিয়ে
জ ফ্লবেয়ারের বাসায় গিয়ে ঘ পিতার মাধ্যমে
১৩২. সাহিত্যসাধনার ক্ষেত্রে মোপাসাঁর দৃষ্টিভঙ্গি কেমন?
ক নাস্তিক খ পক্ষপাতী গ ধর্মীয় ঝ নিরপেক্ষ
১৩৩. মোপাসাঁর রচনা কোন ধরনের?
ক ব্যক্তিনিষ্ঠ খ ভাবপ্রবণ জ বস্তুনিষ্ঠ ঘ রোমান্টিক
১৩৪. পূর্ণেন্দু দস্তিদার কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?
ক ১৯০৬ খ্রি. খ ১৯০৫ খ্রি. গ ১৯০৭ খ্রি.ঝ ১৯০৯ খ্রি.
১৩৫. চট্টগ্রাম যুব বিদ্রোহ কার নেতৃত্বে পরিচালিত হয়?
ক মঙ্গল পান্ডে ছ মাস্টার দা সূর্যসেন
গ প্রীতিলতা ঘ কবিয়াল রমেশ শীল
ঙ বহুপদী সমাপ্তিসূচক প্রশ্নোত্তর :
১৩৬. “বিপদে মোরে রক্ষা কর
এ নহে মোর প্রার্থনা
বিপদে আমি না যেন করি ভয়।”
কাবিতাংশের সাথে ‘নেকলেস’ গল্পের যে উক্তিটির মিল রয়েছেÑ
র. ঐ জড়োয়া গহনা ফেরত দেয়ার ব্যবস্থা আমাদের করতে হবে
রর. ঘরকন্নার কঠিন সব কাজ ও রান্নাঘরের বিরক্তিকর কাজকর্ম সে শিখে নিল
ররর. সিঁড়ির প্রত্যেক ধাপে শ্বাস নেয়ার জন্য থেমে থেমে সে জল তোলে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঝ র, রর ও ররর
১৩৭. “সর্বদা মাদাম লোইসেলের মনে দুঃখ বিরাজ করত।”Ñএর কারণ হচ্ছেÑ
র. দারিদ্র্য ও বিবর্ণ জিনিসপত্রের জন্য
রর. আকাক্সক্ষা ও প্রাপ্তির মিল না থাকায়
ররর. হতশ্রী দেয়াল ও জীর্ণ চেয়ারের জন্য
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঝ র, রর ও ররর
১৩৮. মাদাম লোইসেল তার সহপাঠিনীর সঙ্গে দেখা করে ফিরে কষ্টে থাকতÑ
র. বান্ধবী ধনী হওয়ায়
রর. বান্ধবীর আচরণে কষ্ট পাওয়ায়
ররর. মাদাম লোইসেলের নিজের আর্থিক অবস্থার কথা ভেবে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর ছ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৩৯. ‘ধনী মেয়েদের মাঝখানে পোশাক-পরিচ্ছদে ঐ রকম খেলা দেখানোর মতো আর বেশি কিছু অপমানজনক নেই।’Ñউক্তিটির মধ্যে কী প্রকাশ পেয়েছে?
র. হতাশা ও অভিমান রর. হতাশা ও ক্ষোভ
ররর. অভিমান ও নির্লিপ্ততা
নিচের কোনটি সঠিক?
চ র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৪০. ‘হে দারিদ্র্য তুমি মোরে করেছ মহান
তুমি মোরে দানিয়াছ খ্রীষ্টের সম্মান।”Ñচরণ দুটির বিপরীত প্রতিফলন ‘নেকলেস’ গল্পের কার মধ্যে লক্ষ করা যায়?
র. ফোরস্টিয়ার রর. মাদাম লোইসেল
ররর. মি. লোইসেল
নিচের কোনটি সঠিক?
চ র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৪১. “মাদাম লোইসেল দারিদ্র্যের জীবনের ভয়াবহতা বুঝতে পারে।”Ñ উক্তিটির সঙ্গে সাদৃশ্যপূর্ণÑ
র. লোভ করা মহাপাপ রর. যেমন কর্ম তেমন ফল
ররর. ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঝ র, রর ও ররর
১৪২. “মাদাম লোইসেলকে দেখলে এখন বয়স্কা বলে মনে হয়।”Ñএর পিছনে রয়েছেÑ
র. দুশ্চিন্তা রর. কঠিন রোগ ররর. কঠোর পরিশ্রম
নিচের কোনটি সঠিক?
ক র ও রর ছ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৪৩. ‘সামান্য একটি বস্তুতে কি করে একজন ধ্বংস হয়ে যেতে আবার বাঁচতেও পারে!Ñ উক্তিটির মধ্যে প্রকৃতপক্ষে মাদাম লোইসেলের প্রতিফলন ঘটেছেÑ
র. ক্ষোভের রর. হতাশার
ররর. অনুশোচনাবোধের
নিচের কোনটি সঠিক?
ক র ও রর ছ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৪৪. ‘নেকলেস’ গল্পে মি. লোইসেলের চরিত্রে প্রকাশ পেয়েছেÑ
র. স্ত্রীর প্রতি ভালোবাসা রর. কষ্টসহিষ্ণু মনোভাব
ররর. কঠোর পরিশ্রমী
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঝ র, রর ও ররর
১৪৫. পূর্ণেন্দু দস্তিদার ছিলেন একজনÑ
র. কলামিস্ট রর. লেখক
ররর. রাজনীতিবিদ
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর জ রর ও ররর ঘ র, রর ও ররর
১৪৬. পূর্ণেন্দু দস্তিদার-এর ক্ষেত্রে প্রযোজ্য তথ্য হলোÑ
র. তিনি ছিলেন বিপ্লবী
রর. তিনি পেশাগত জীবনে চিকিৎসক ছিলেন
ররর. তিনি ব্রিটিশ বিরোধী সংগ্রামে নিয়োজিত ছিলেন
নিচের কোনটি সঠিক?
ক র ও রর ছ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৪৭. গুস্তাভ ফ্লবেয়ার নির্দেশনা ও সহযোগিতায় মোপাসাঁ প্রবেশ করেনÑ
র. জ্ঞানের জগতে রর. সাহিত্যের জগতে
ররর. সাংবাদিকতার জগতে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর জ রর ও ররর ঘ র, রর ও ররর
১৪৮. ফ্লবেয়ারের বাসায় মোপাসাঁর পরিচয় ঘটেÑ
র. এমিল জোলার সঙ্গে
রর. দস্তয়বস্কির সঙ্গে
ররর. ইভান তুর্গনেভের সঙ্গে
কোনটি সঠিক?
ক র ও রর ছ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৪৯. মোপাসাঁর রচনার বৈশিষ্ট্য হলোÑ
র. বস্তুনিষ্ঠতা
রর. নিরপেক্ষতা
ররর. মননশীলতা
নিচের কোনটি সঠিক?
চ র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৫০. গী দ্য মোপাসাঁর সাহিত্যে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছেÑ
র. বিস্ময়কর জীবনবোধ
রর. পরিমিত রুচিশীলতা
ররর. অসাধারণ সংযম
কোনটি সঠিক?
ক র ও রর ছ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৫১. মোপাসাঁ বিন্দুমাত্র প্রভাবিত হন নিÑ
র. ধর্মীয় বিশ্বাস দ্বারা
রর. সামাজিক বিশ্বাস দ্বারা ররর. রাজনৈতিক বিশ্বাস দ্বারা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর খ রর ও ররর ঝ র, রর ও ররর
চ অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর :
ক্স অনুচ্ছেদটি পড় এবং ১৫২ ও ১৫৩ নং প্রশ্নের উত্তর দাও।
মানুষের নিয়তি অনেক সময় মানুষকে চির দুঃখী করে তোলে। নিয়তিকে খণ্ডানো মানুষের আয়ত্তের বাইরে থাকে বলেই মনে করা হয়।
১৫২. উদ্দীপকটির সাথে ‘নেকলেস’ গল্পের কোন চরিত্রটি সাদৃশ্যপূর্ণ?
ক ব্রেটন খ ফোরস্টিয়ার
গ মি. লোইসেল ঝ মাদাম লোইসেল
১৫৩. উলি­খিত চরিত্রটির মধ্যে কোন বিষয়টির জন্য ভাগ্যের নির্মম পরিণতি ঘটেছে?
র. লোভের রর. নিয়তির ররর. উচ্চাকাক্সক্ষার
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঝ র, রর ও ররর
ক্স অনুচ্ছেদটি পড় এবং ১৫৪ ও ১৫৫ নং প্রশ্নের উত্তর দাও।
শ্রীময়ী মধ্যবিত্ত পরিবারের গৃহবধূ। ধনী বান্ধবীর বিয়ের অনুষ্ঠানে সে আমন্ত্রিত হয়। এরকম অনুষ্ঠানে যাওয়ার মতো তার কোনো জড়োয়া গহনা নেই। তবুও সে পরিবারের আর্থিক অবস্থার কথা ভেবে ঢাকাই শাড়ির সাথে মাটির গহনা পরে যাবে বলে মনস্থির করে।
১৫৪. উদ্দীপকের ‘শ্রীময়ী’ মানসিকতার দিক থেকে ‘নেকলেস’ গল্পে কোন চরিত্রটির বিপরীত?
ক মি. লোইসেল ছ মাদাম লোইসেল
গ ফোরস্টিয়ার ঘ মাদাম জেনিলিয়ার
১৫৫. উদ্দীপকে ‘নেকলেস’ গল্পের করুণ পরিণতির জন্য শিক্ষণীয় বিষয় হিসেবে সমর্থনযোগ্যÑ
র. আয় বুঝে ব্যয় কর রর. লোভ করা মহাপাপ
ররর. উচ্চাকাক্সক্ষা ধ্বংসের কারণ হতে পারে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঝ র, রর ও ররর
ক্স অনুচ্ছেদটি পড় এবং ১৫৬ ও ১৫৭ নং প্রশ্নের উত্তর দাও :
‘সততা সর্বোৎকৃষ্ট পন্থা।’
১৫৬. উদ্দীপকটি আদর্শ ‘নেকলেস’ গল্পের কোন ঘটনার মধ্যে প্রতিফলিত হয়েছে?
ক কঠোর পরিশ্রম করা
খ নিজ টাকায় পার্টির জন্য পোশাক কেনা
গ জড়োয়া গহনার বদলে ফুলের গহনা পরতে বলা
ঝ হারটি হারিয়ে গেলে পুনরায় ফেরতের ব্যবস্থা করা
১৫৭. উদ্দীপকটির বাস্তব প্রতিফলন কোন চরিত্রগুলোর মধ্যে লক্ষ করা যায় ?
র. মাদাম লোইসেল রর. মি. লোইসেল
ররর. ফোরস্টিয়ার
নিচের কোনটি সঠিক?
চ র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
ক্স অনুচ্ছেদটি পড় এবং ১৫৮ ও ১৫৯ নং প্রশ্নের উত্তর দাও :
ইফতেখার সাহেব সামান্য বেতনের সরকারি চাকুরে। ঈদ উপলক্ষে স্ত্রীর আবদার শুনে আঁৎকে ওঠে। এত দামি আসবাবের শখ পূরণ করা তার সামান্য বেতনে সম্ভব নয়। স্ত্রীকে তিনি বলেন আমার যা সামর্থ্য সেভাবেই চলা উচিত।
১৫৮. উদ্দীপকের ইফতেখার সাহেবের স্ত্রী ও ‘নেকলেস’ গল্পে ‘মাদাম লোইসেল’ চরিত্র দুটিতে কী প্রকাশ পেয়েছে?
চ উচ্চাকাক্সক্ষা ও লোভ খ উচ্চাকাক্সক্ষা ও নির্লিপ্ততা
গ লোভ ও হিংসা ঘ উচ্চাকাক্সক্ষা ও অভিমান
১৫৯. উদ্দীপকটি ‘নেকলেস’ গল্পের জন্য শিক্ষণীয় বিষয় হলোÑ
র. আয় বুঝে ব্যয় করা উচিত
রর. লোভ করা ভালো নয়
ররর. উচ্চাকাক্সক্ষা প্রশ্রয় না দেয়াই শ্রেয়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঝ র, রর ও ররর

Leave a Reply