এইচএসসি বাংলা নূরলদীনের কথা মনে পড়ে যায় বহুনির্বাচনি প্রশ্নোত্তর

নূরলদীনের কথা মনে পড়ে যায়

সৈয়দ শামসুল হক

কবি পরিচিতি
নাম সৈয়দ শামসুল হক
জন্ম ও পরিচয় জন্ম সাল : ১৯৩৫ খ্রিষ্টাব্দ।
জন্মস্থান : কুড়িগ্রাম।
পিতৃ – পরিচয় পিতার নাম : সৈয়দ সিদ্দিক হুসাইন।
শিক্ষাজীবন মাধ্যমিক : ম্যাট্রিক (১৯৫০), ঢাকা কলেজিয়েট স্কুল।
উচ্চমাধ্যমিক : ইন্টারমিডিয়েট (১৯৫২), জগন্নাথ কলেজ।
উচ্চতর শিক্ষা : স্নাতক (সম্মান) ইংরেজি, ঢাকা বিশ্ববিদ্যালয়।
পেশা ও কর্মজীবন সাংবাদিকতা ও লেখালেখি। প্রযোজক- বাংলা বিভাগ, বিবিসি।
সাহিত্য কর্ম উপন্যাস : এক মহিলার ছবি, অনুপম দিন, সীমানা ছাড়িয়ে, নীল দংশন, স্মৃতিসৌধ, মৃগয়ায় কালক্ষেপণ, নির্বাসিতা, নিষিদ্ধ লোবান, খেলারাম খেলে যায় প্রভৃতি।
ছোটগল্প : শীত বিকেল, রক্ত গোলাপ, আনন্দের মৃত্যু, প্রাচীন বংশের নিঃস্ব সন্তান প্রভৃতি।
কাব্যগ্রন্থ : বিরতিহীন উৎস, অপর পুরুষ, পরাণের গহীন ভিতর, একদা এক রাজ্যে, বৈশাখে রচিত পঙক্তিমালা, অগ্নি ও জলের কবিতা, রাজনৈতিক কবিতা প্রভৃতি।
নাটক : পায়ের আওয়াজ পাওয়া যায়, নূরলদীনের সারাজীবন, ঈর্ষা ইত্যাদি।
শিশুকিশোরদের জন্য : সীমান্তের সিংহাসন, অনু বড় হয়, ২৫ সনের বন্দুকে প্রভৃতি।
পুরস্কার ও সম্মাননা বাংলা একাডেমি পুরস্কার, আদমজী সাহিত্য পুরস্কার, অলক্ত স্বর্ণপদক, আলাওল সাহিত্য পুরস্কার, একুশে পদক, নাসিরউদ্দিন স্বর্ণপদক, টেনাশিনাস পদক প্রভৃতি।

গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর

১. নূরলদীনের ডাকে কত খ্রিষ্টাব্দে বাংলার মানুষ জেগে উঠেছিলেন?
চ ১৭৮২ খ ১৭৮৭ গ ১৮৫৭ ঘ ১৯৭১
২. “নূরলদীনের কথা মনে পড়ে যায়” কথাটির তাৎপর্য কী?
র. নূরলদীনের প্রতিবাদী চেতনায় উদ্ভাসন
রর. বিপর্যস্ত অবস্থা থেকে উত্তরণের আহŸান
ররর. বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিফলন
নিচের কোনটি সঠিক?
ক র ও রর ছ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
ক্স কবিতাংশটি পড়ে ৩ ও ৪ সংখ্যক প্রশ্নের উত্তর দাও:
বাংলার আপদে আজ লক্ষ কোটি বীর সেনা
ঘরে ও বাইরে হাঁকে রণধ্বনি, একটি শপথে
আজ হয়ে যায় শৌর্য ও বীরগাথার মহান
সৈনিক, যেন সূর্যসেন, যেন স্পার্টাকাস স্বয়ং সবাই।
৩. উদ্দীপকে সবার সূর্যসেন ও স্পার্টাকাস হওয়ার ব্যাপারটি “নূরলদীনের কথা মনে পড়ে যায়” কবিতার যে দিকটির সঙ্গে সম্পর্কিত তা হলো
র. অধিকার আদায়ে নবজাগরণ
রর. পূর্বসূরির আহŸান ররর. সকলের সমন্বিত প্রয়াস
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঝ র, রর ও ররর
৪. সম্পর্কিত দিকটির প্রেক্ষাপট নির্মাণে কোন চরণটি ব্যবহৃত হয়েছে?
ক ধবল দুধের মতো জ্যোৎ¯œাা তার ঢালিতেছে চাঁদ-পূর্ণিমার।
খ অতীত হঠাৎ হাতে হানা দেয় মানুষের বন্ধ দরোজায়।
গ নূরুলদীনের কথা মনে পড়ে যায়।
ঝ জাগো, বাহে, কোনঠে সবায়?
মাস্টার ট্রেইনার কর্তৃক যাচাইকৃত বহুনির্বাচনি প্রশ্নোত্তর
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
ক কবি পরিচিতি : (বোর্ড বই থেকে)
৫. সৈয়দ শামসুল হক কত খিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
ক ১০৯৫ খ্রিষ্টাব্দে খ ১৯১৫ খ্রিষ্টাব্দে
গ ১৯২৫ খ্রিষ্টাব্দে ঝ ১৯৩৫ খ্রিষ্টাব্দে
৬. সৈয়দ শামসুল হক ১৯৩৫ সালের কোন মাসের কত তারিখে জন্মগ্রহণ করেন?
ক ২৫ শে সেপ্টেম্বর খ ২৭ শে অক্টোবর
গ ২৫ শে নভেম্বর ঝ ২৭ শে ডিসেম্বর
৭. সৈয়দ শামসুল হক কোথায় জন্মগ্রহণ করেন?
ক ঢাকায় খ পাবনায় গ বগুড়ায় ঝ কুড়িগ্রাম
৮. সৈয়দ শামসুল হক কোন পেশাকে বেছে নিয়েছিলেন?
ক শিক্ষকতা খ আইন গ ব্যবসা ঝ সাংবাদিকতা
৯. সৈয়দ শামসুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিষয়ের ছাত্র ছিলেন?
চ ইংরেজি সাহিত্য খ বাংলা সাহিত্য
গ রাষ্ট্র বিজ্ঞান ঘ ইতিহাস
১০. কোনটি সৈয়দ শামসুল হক রচিত কাব্যগ্রন্থ?
ক নক্শী কাঁথার মাঠ ছ পরাণের গহীন ভিতর
গ আপন যৌবন বৈরী ঘ সোজন বাদিয়ার ঘাট
১১. সৈয়দ শামসুল হক নিচের কোন পদকটি লাভ করেছেন?
চ একুশে পদক খ আলাওল সাহিত্য পুরস্কার
গ জগত্তারিণী পদক ঘ মুক্তধারা সাহিত্য পুরস্কার
১২. সৈয়দ শামসুল হক কোন প্রতিষ্ঠানের বাংলা বিভাগের প্রযোজক ছিলেন?
ক সিএনএন ছ বিবিসি
গ বাংলাদেশ বেতার ঘ বাংলাদেশ টেলিভিশন
১৩. সৈয়দ শামসুল হকের পিতার নাম কী?
চ সৈয়দ সিদ্দিক হুসাইন খ সৈয়দ জাহান
গ সৈয়দ কবির হোসেন ঘ সৈয়দ কামরুজ্জামান
১৪. সৈয়দ শামসুল হকের মাতার নাম কী?
ক সৈয়দা রায়হান আরা জামান ছ সৈয়দা হালিমা খাতুন
গ সৈয়দা রওশন আক্তার ঘ সৈয়দা নাহিদা নুসরাত
১৫. সৈয়দ শামসুল হক কোন কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন?
ক ঢাকা কলেজ ছ জগন্নাথ কলেজ
গ আনন্দমোহন কলেজ ঘ কারমাইকেল কলেজ
১৬. সৈয়দ শামসুল হক কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন?
ক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছ ঢাকা বিশ্ববিদ্যালয়ে
গ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে
১৭. ‘বৈশাখে রচিত পঙক্তিমালা’ কোন ধরনের রচনা?
ক ছোটগল্প খ উপন্যাস গ নাটক ঝ কবিতাগ্রন্থ
১৮. কোনটি সৈয়দ শামসুল হকের নাটক?
ক একদা এক রাজ্যে খ বৃষ্টি ও বিদ্রোহীগণ
জ পায়ের আওয়াজ পাওয়া যায় ঘ সীমান্তের সিংহাসন
১৯. সৈয়দ শামসুল হকের সাহিত্যকর্মেও কী লক্ষণীয়?
ক প্রেম খ জীবন দর্শন
জ মানুষের জটিল জীবনপ্রবাহ ঘ বাঙালির ইতিহাস ও ঐতিহ্য
খ মূল পাঠ : (বোর্ড বই থেকে)
২০. ‘নিলক্ষা’ আকাশের রং কেমন?
চ নীল খ লাল গ উদার ঘ কালো
২১. ‘নূরলদীনের কথা মনে পড়ে যায়’ কবিতায় কতটি লোকালয়ের কথা উলে­খ আছে?
ক ঊনষাট হাজার ছ ঊনসত্তর হাজার
গ ঊনআশি হাজার ঘ ঊননব্বই হাজার
২২. নিলক্ষা-তীরের জ্যোৎস্না কেমন?
চ ধবল দুধের মতো খ মেঘের মতো
গ সাদা মেঘের মতো ঘ কাশফুলের মতো
২৩. চাঁদ কীসের মতো জ্যোৎস্না ঢালছে?
ক অবিরাম বৃষ্টির মতো খ নির্মল হলুদের মতো
জ ধবল দুধের মতো ঘ সোডিয়াম বাতির মতো
২৪. নিলক্ষার নীলে কীভাবে চাঁদ ওঠে?
ক মস্ত হাসি দিয়ে ছ তীব্র শিস দিয়ে
গ চোখ বাঁকা করে ঘ জ্যোৎস্না ছড়িয়ে
২৫. ‘নূরলদীনের কথা মনে পড়ে যায়’ কবিতায় কবি সকলকে কীভাবে বসতে মিনতি করেছেন?
ক গোল হয়ে খ ঘন হয়ে জ স্থির হয়ে ঘ স্তব্ধ হয়ে
২৬. মানুষের বন্ধ দরজায় হঠাৎ কী হানা দেয়?
চ অতীত খ বর্তমান গ ভবিষ্যৎ ঘ ভাগ্য
২৭. ‘নূরলদীনের কথা মনে পড়ে যায়’ কবিতায় কোনটি ধৃত হয়েছে?
চ রংপুুরের কৃষক বিদ্রোহ খ নেত্রকোনার কৃষক বিদ্রোহ
গ যশোরের কৃষক বিদ্রোহ ঘ ময়মনসিংহের কৃষক বিদ্রোহ
২৮. ‘নূরুলদীনের কথা মনে পড়ে যায়’ কবিতায় ‘তীব্র শিস দেয়া চাঁদ’-কীসের প্রতীক?
চ প্রতিবাদের খ মুক্তির গ পূর্ণিমার ঘ শক্তির
২৯. ১১৮৯ সনে বাংলায় কী ঘটেছিল?
ক বিদ্রোহ খ লেখক বিদ্রোহ
গ জমিদার বিদ্রোহ ঝ ফকির বিদ্রোহ
৩০. ‘ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়’- এই পঙ্ক্তির সাথে সাদৃশ্য রয়েছে নিচের কোন পঙ্ক্তির?
ক যখন শকুন নেমে আসে এই বাংলায়
খ যখন আমার দেশ ছেয়ে যায় দালালের আলখেল­ায়
জ যখন আমার কণ্ঠ বাজেয়াপ্ত করে নিয়ে যায়
ঘ যখন আমারই দেশে এ আমার দেহ থেকে রক্ত ঝরে যায়
৩১. ‘নূরলদীনের কথা মনে পড়ে যায়’ কবিতায় নূরলদীন কোন ধরনের চরিত্র?
ক নির্লিপ্ত ছ প্রতিবাদী গ উদাসীন ঘ সামন্তবাদী
৩২. অভাগা মানুষ জেগে ওঠে কীসের আশায়?
ক সংগ্রামের আশায় খ মিছিলের খবরের আশায়
গ প্রতিবাদী হবার আশায়
ঝ নূরলদীনের প্রত্যাবর্তনের আশায়
৩৩. ‘নূরলদীনের কথা মনে পড়ে যায়’ কবিতায় কবির মিনতির মাধ্যমে কোনটি ফুটে উঠেছে?
ক গোপনীয়তা খ ষড়যন্ত্র
জ সংগঠিত হওয়া ঘ মুক্তির বার্তা
৩৪. ‘নূরলদীনের কথা মনে পড়ে যায়’ কবিতায় ‘কালঘুম’ কোন অর্থবাহক?
ক গভীর ঘুম খ অপয়া সময়
গ প্রতিবাদী চেতনা ঝ প্রতিবাদহীন চেতনা
৩৫. ‘কালঘুমের দীর্ঘ দেহ’ বলতে কী বোঝানো হয়েছে?
ক অমাবস্যাময় দীর্ঘ রাত খ গভীর ঘুমে আচ্ছন্ন রাত
গ কৃষ্ণপক্ষের রাত ঝ প্রতিবাদহীন দীর্ঘ সময়
৩৬. ‘নূরলদীনের কথা মনে পড়ে যায়’ কবিতায় ‘মরা আঙিনা’ দ্বারা কী বোঝানো হয়েছে?
চ প্রতিবাদহীন মানসিকতা খ প্রতিবাদী মানসিকতা
গ নিস্তরঙ্গ জীবন ঘ তরঙ্গসংকুল জীবন
৩৭. নূরলদীন কোন অঞ্চলের বাসিন্দা?
ক কুড়িগ্রাম ছ রংপুর গ নীলফামারী ঘ গাইবান্ধা
৩৮. নূরলদীন কত সনে সংগ্রামের ডাক দিয়েছিলেন?
চ ১১৮৯ সনে খ ১২৮৯ সনে
গ ১৩৮৯ সনে ঘ ১৪৮৯ সনে
৩৯. ‘যখন শকুন নেমে আসে’ বলতে কী বোঝানো হয়েছে?
চ অত্যাচার বৃদ্ধি পাওয়া খ হিংস্র প্রাণীর আবির্ভাব
গ মুক্তিকামী মানুষের দমন-পীড়ন
ঘ মুক্তিকামী মানুষের সচেতনতা বৃদ্ধি
৪০. ‘নূরলদীনের কথা মনে পড়ে যায়’ কবিতায় ‘রক্ত ঝরে যাওয়া’ বলতে কী বোঝানো হয়েছে?
চ শাসকগোষ্ঠীর পীড়ন খ দেহ থেকে রক্ত নিঃসরণ
গ আন্দোলন স্তব্ধ করে দেয়া ঘ অপশক্তির উত্থান
৪১. ‘নূরলদীনের কথা মনে পড়ে যায়’ কবিতায় ‘দালাল’ কারা?
ক যারা পণ্য বিনিময় করে ছ দেশদ্রোহীরা
গ মধ্যস্বত্বভোগীরা ঘ মুক্তিপিয়াসী জনতা
৪২. ‘নূরলদীনের কথা মনে পড়ে যায়’ কবিতায় ‘কণ্ঠ বাজেয়াপ্ত’ বলতে কী বোঝানো হয়েছে?
ক কণ্ঠ রুদ্ধ ছ বাক্ স্বাধীনতা হরণ
গ বাক্ স্বাধীনতা পূরণ ঘ মুখ বন্ধ করা
৪৩. ‘নূরলদীনের কথা মনে পড়ে যায়’ কবিতায় ‘ইতিহাসের প্রতিটি পৃষ্ঠায় রক্ত ঝরে যাওয়া’ বলতে কী বোঝানো হয়েছে?
ক প্রতিক্ষেত্রে আত্মহুতি খ প্রতিক্ষেত্রে আত্মদান
জ প্রতিটি সংগ্রামে শহিদ হওয়া ঘ ইতিহাসের ঘটনায় ত্যাগ
৪৪. কবি সকলকে কোথায় সমবেত হওয়ার আহŸান জানিয়েছেন?
ক রংপুরে খ কুড়িগ্রামে
জ প্রশস্ত প্রান্তরে ঘ গাইবান্ধায়
৪৫. “সমস্ত নদীর অশ্র“ অবশেষে ব্র‎হ্মপুত্রে মেশে।”- চরণটিতে কীসের ইঙ্গিত আছে?
ক নদী ভাঙনের খ মানবতার
জ ঐক্যের ঘ বিচ্ছিন্নতার
৪৬. ‘নূরলদীনের কথা মনে পড়ে যায়’ কবিতায় ‘স্মৃতির দুধ’ বলতে কী বোঝানো হয়েছে?
চ অতীত স্মৃতি খ ইতিহাস
গ ঐতিহাসিক ঘটনা ঘ ঐতিহাসিকতা
৪৭. কার কথা যেন পাহাড়ি ঢলের মতো নেমে আসে?
চ নূরলদীনের কথা খ ঝর্ণার কলকল ধ্বনি
গ সংগ্রামী চেতনার কথা ঘ বিপ্লবী চেতনার কথা
৪৮. অভাগা মানুষের প্রত্যাশা কোনটি?
চ নির্যাতিত মানুষ খ বিপ্লবী মানুষ
গ সংগ্রামী মানুষ ঘ বেকার শ্রেণি
৪৯. ‘অভাগা মানুষ’ বলতে কাদের বোঝানো হয়েছে?
ক কাল-রাত্রিতে ছ নূরলদীনের প্রত্যাবর্তন
গ বিলাসী জীবন ঘ সমৃদ্ধ জীবন
৫০. নূরলদীন কখন ডাক দেবে বলে কবিতায় উলে­খ করা হয়েছে?
ক নূরলদীনের মুক্তি ছ কাল পূর্ণিমায়
গ ঘোর অমাবস্যায় ঘ ঝাঁঝালো বর্ষায়
৫১. অতীত হঠাৎ কোথায় হানা দেয়?
চ বন্ধ দরজায় খ শূন্য আঙিনায়
গ স্তব্ধ জানালায় ঘ সিক্ত মনের কোণে
৫২. তীব্র শিস দেয়া চাঁদ কোথায় দেখা যায়?
ক নিলক্ষার জলে খ নিলক্ষার মেঘে
জ নিলক্ষার নীলে ঘ নিলক্ষার রঙে
৫৩. ‘ঘন হয়ে আসুন’ বলতে কী বোঝানো হয়েছে?
ক জমাটবদ্ধ হওয়া খ জটলা পাকানো
জ একতাবদ্ধ হওয়া ঘ অধিকার সচেতনতা
৫৪. ‘নূরলদীনের কথা মনে মনে যায়’ কবিতায় শকুন নেমে আসে কোথায়?
ক রুক্ষ ধানক্ষেতে ছ সজীব প্রকৃতিতে
গ সোনার বাংলায় ঘ শূন্যতার মাঝে
৫৫. দীর্ঘ দেহ নিয়ে নূরলদীনকে কোথায় দেখা যায়?
ক বাঁকা ধান ক্ষেতে ছ মরা আঙিনায়
গ মরা সেতুর ওপর ঘ স্বচ্ছ জলের ধারে
৫৬. দেশ দালালের আলখাল­ায় ছেয়ে গেলে কবির কার কথা মনে পড়ে?
ক কৃষকের কথা খ মুক্তিসেনার কথা
গ হানাদারদের কথা ঝ নূরলদীনের কথা
৫৭. স্মৃতির দুধ কীসের সাথে ঝরে পড়ে?
ক বাতাসের সাথে ছ জ্যোৎস্নার সাথে
গ আলোর সাথে ঘ বেদনার সাথে
৫৮. সমস্ত নদীর অশ্র“ অবশেষে কোথায় মেশে?
চ ব্র‏হ্মপুত্র নদে খ যমুনা নদীতে
গ মেঘনা নদীতে ঘ পদ্মা নদীতে
৫৯. নূরলদীনের কথা সারাদেশে কীসের মতো নেমে আসে?
ক স্মৃতির মিনারের মতো ছ পাহাড়ি ঢলের মতো
গ স্রোতের মতো ঘ বিদ্যুৎ চমকানোর মতো
৬০. ‘অভাগা মানুষ যেন জেগে ওঠে আবার’- কেন?
চ সুন্দর ভবিষ্যতের জন্য খ দুমুঠো খাবারে জন্য
গ অধিকার আদায়ের জন্য ঘ বেঁচে থাকার জন্য
৬১. হঠাৎ নিলক্ষার নীলে তীব্র শিস দিয়ে কী দেখা দেয়?
ক জ্বলজ্বলে তারা ছ বড় চাঁদ
গ সূ² ছায়াপথ ঘ বিশাল ধূমকেতু
৬২. ‘নূরলদীনের কথা মনে পড়ে যায়’ কবিতাটি সৈয়দ শামসুল হকের কোন কাব্যানাটক থেকে সংকলিত হয়েছে?
ক ঈর্ষা ছ নূরলদীনের সারাজীবন
গ এখানে এখন ঘ গণনায়ক
৬৩. নূরলদীন চরিত্রটি-
চ ঐতিহাসিক খ সমকালীন গ আধুনিক ঘ নেতিবাচক
৬৪. নূরলদীন ছিল
ক অত্যাচারী ছ কৃষকনেতা
গ ব্যবসায়ী ঘ নির্যাতনকারী
৬৫. কবির শিল্প ভাবনায় নূরলদীন ক্রমান্বয়ে কীসে পরিণত হয়েছেন?
ক নেতিবাচক চরিত্রে ছ প্রতিবাদের প্রতীক
গ দুর্দিনের সহযাত্রীতে ঘ নির্যাতকের চরিত্রে
৬৬. কবিতায় ঐ নীলে কত তারার কথা উলে­খ আছে?
ক শত শত ছ হাজার হাজার
গ লক্ষ লক্ষ ঘ কোটি কোটি
৬৭. কবিতায় উলি­খিত জ্যোৎøার রং কেমন?
ক ধূসর ছ ধবল দুধের মতো
গ নীল ঘ সাদা
৬৮. হঠাৎ নিলক্ষার নীলে কী দেখা দেয়?
ক তারা খ মেঘ গ সূর্য ঝ চাঁদ
৬৯. ‘যখন শকুন নেমে আসে’Ñএখানে কাদের কথা বলা হয়েছে?
চ বিদেশি দখলদারিদের খ দেশদ্রোহীদের
গ অশুভ আত্মাদের ঘ ডাকাতদের
৭০. জাগো বাহে কোনঠে সবাই-কথাটিতে কী প্রকাশ পেয়েছে?
ক ঘর থেকে বের হওয়ার আহŸান
ছ অত্যাচারীর বিরুদ্ধে জেগে ওঠার আহŸান
গ মুক্তিযুদ্ধের আহŸান
ঘ সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠার আহŸান
৭১. বর্তমানে ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর গণহত্যা চলছে। এর সাথে কবিতার কোন গণহত্যার সাদৃশ্য আছে?
চ মুক্তিযুদ্ধে গণহত্যার খ গণঅভ্যুত্থানের হত্যার
গ ভাষা আন্দোলনের হত্যার ঘ ব্রিটিশদের গণহত্যার
৭২. ইতিহাসের পাতা থেকে বেরিয়ে এসে নূরলদীন কাদের ভিড়ে মিশে যান?
ক বাংলার গণমানুষ ছ শ্রমজীবী সাধারণ মানুষ
গ অত্যাচারিত শোষিত মানুষ ঘ কৃষিজীবী মানুষ
৭৩. ইতিহাসের প্রতিবাদী নূরলদীনকে মনে পড়ার কারণÑ
ক পাকিস্তানিদের শোষণ
ছ পাকিস্তানিদের হত্যা আর ধ্বংসলীলা
গ সোনালি স্মৃতিচারণ ঘ ব্রিটিশদের শোষণ
৭৪. কবি নূরলদীনের সাহস আর ক্ষোভকে অসামান্য নৈপুণ্যে কীসের সাথে মিশিয়েছেন?
ক ভাষা আন্দোলনের সাথে খ গণঅভ্যুত্থানের সাথে
জ মুক্তিযুদ্ধের সাথে ঘ স্বৈরাচারবিরোধী আন্দোলনের সাথে
গ শব্দার্থ ও টীকা : (বোর্ড বই থেকে)
৭৫. ‘নিলক্ষা’ শব্দের অর্থ কী?
ক নীল রং খ নীল চোখ
গ নীল আকাশ ঝ দৃষ্টিসীমা অতিক্রমী
৭৬. ‘কোনঠে’ শব্দের অর্থ কী?
ক কে ছ কোথায় গ কোন ঘ কীভাবে
৭৭. ‘আলাখাল­া’ শব্দের অর্থ কী?
চ পোশাক খ চরিত্র গ কর্ম ঘ পরিকল্পনা
৭৮. ‘নূরলদীনের কথা মনে পড়ে যায়’ কবিতায় ‘বন্ধ দরজা’ কোন অর্থবাহক?
ক আগলযুক্ত দরজা খ আগলমুক্ত দরজা
জ স্মৃতিহীন নির্বিকারত্ব ঘ খিলযুক্ত দরজা
৭৯. ‘নূরলদীনের কথা মনে পড়ে যায়’ কবিতায় ‘স্তব্ধতা’ শব্দটি কীসের অর্থবাহক?
ক নিশ্চুপ ছ প্রতিবাদহীনতা
গ মুখরতা ঘ বিদ্রোহ
৮০. ‘কোনঠে’ শব্দ দ্বারা কী বোঝা যায়?
ক কোনে ছ কোথায় গ কতদূর ঘ কেমন
৮১. ‘শকুন’ কী অর্থে ব্যবহৃত হয়েছে?
চ হানাদার খ পাখি
গ বাড়ি ফেরার ঘ যুদ্ধের
৮২. ‘প্রপাত’ শব্দের অর্থ কোনটি?
ক প্রতিপত্তি ছ জলপ্রপাত গ সাগর ঘ বৃষ্টির ধারা
৮৩. ‘গঞ্জ’ শব্দটির ‘ঞ্জ’ বর্ণে কোন কোন বর্ণ রয়েছে?
ক চ + ঞ খ চ + ঙ জ ঞ + জ ঘ জ + ঞ
৮৪. ‘নদী’র সমার্থক শব্দ কোনটি?
ক নালা খ খাল জ তটিনী ঘ যামিনী
৮৫. ‘সফেদ’ শব্দটি কোন ভাষা থেকে বাংলায় এসেছে?
ক আরবি ছ ফারসি গ ফরাসি ঘ চীনা
৮৬. তীব্র স্বচ্ছ পূর্ণিমায় কার কথা মনে পড়ে যায়?
ক কবির খ পূর্বস্মৃতির জ নূরলদীনের ঘ কৃষকের
৮৭. দীর্ঘ দেহ নিয়ে মরা আঙিনায় কে দেখা দেয়?
ক আকাশের চাঁদ খ তারা
গ সংগ্রাম ঝ নূরলদীন
৮৮. নূরলদীনের বাড়ি কোথায় ছিল?
চ রংপুরে খ বগুড়ায় গ খুলনায় ঘ পাবনায়
৮৯. রংপুরে কত সালে নূরলদীন ডাক দিয়েছিল?
ক ১১৭৮ খ ১১৭৯ জ ১১৮৯ ঘ ১৩৮৯
৯০. যখন শকুন নেমে আসে, তখন কার কথা মনে পড়ে যায়?
চ নূরলদীনের খ মুক্তিসেনার
গ রাজাকারের ঘ হানাদারের
৯১. শকুন কোথায় নেমে আসে?
ক গাছে খ মাটিতে
জ সোনার বাংলায় ঘ ঘরের চালে
৯২. স্মৃতির দুধ কীসের সাথে ঝরে পড়ে?
ক পানির খ অশ্র“র জ জ্যোৎøার ঘ ঘামের
৯৩. কাল পূর্ণিমায় কে ডাক দেবে?
চ নূরলদীন খ দেশবাসী গ কবি ঘ চাষিরা
৯৪. নূরলদীন কী বলে ডাক দেবে?
ক তোমরা এস ছ জাগো বাহে
গ আসো বাহে ঘ জাগো ভাই
৯৫. কবিতায় ‘কালঘুম’ বলতে কী বোঝানো হয়েছে?
ক গভীর ঘুম খ কালো ঘুম জ চিরনিদ্রা ঘ দুঃস্বপ্ন
৯৬. রংপুর বিভাগের কথা বলা হয়েছে কোন কবিতায়?
ক ঐকতান খ সেই অস্ত্র
জ নূরলদীনের কথা মনে পড়ে যায় ঘ সব্যসাচী
৯৭. কবি দালাল বলেছেন কাদের?
ক ব্যবসায়ীদের খ চোরাকারবারিদের
জ দেশদ্রোহীদের ঘ হানাদারদের
৯৮. কবির স্বপ্ন কে লুটে নেয়?
চ বিদেশিরা খ মনের হতাশা
গ ডাকাতরা ঘ কবির জীবনবোধ
৯৯. ‘কালঘুম’ শব্দের অর্থ কী?
চ মৃত্যু খ গভীর ঘুম
গ কাকের ঘুম ঘ ক্ষণস্থায়ী ঘুম
১০০. ‘জ্যোৎস্না’ বলতে বোঝায়Ñ
ক পূর্ণিমার রাত খ অমাবস্যার রাত
জ চন্দ্রালোক ঘ নক্ষত্রালোক
১০১. ‘জনপদ’ শব্দটি কী যোগে গঠিত হয়েছে?
ক সন্ধি খ প্রত্যয় জ সমাস ঘ উপসর্গ
১০২. ‘জনপদ’ শব্দটির ব্যাসবাক্য কোনটি?
চ জন + পদ = জনপদ খ জনের পদ = জনপদ
গ জনের ন্যায় পদ = জনপদ ঘ জনের জন্য পদ = জনপদ
১০৩. ‘লোকালয়’ শব্দের অর্থ কী?
চ লোকের বসতিস্থান খ শহরাঞ্চল
গ খেলার মাঠ ঘ বালুকাময় তীরভূমি
১০৪. নিচের কোনটি ভিন্নার্থক?
ক সফেদ খ সাদা গ ধবল ঝ কৃষ্ণ
১০৫. ‘চাঁদ’ শব্দটির উৎপত্তি কোন ভাষা থেকে?
ক আরবি খ ফারসি জ সংস্কৃত ঘ দেশি
১০৬. ‘শিস’ শব্দটির অর্থ কী?
চ ঠোঁট ও জিহŸার সাহায্যে উৎপন্ন বাঁশির মতো শব্দ
খ এক ধরনের পদ্মফুল
গ ধানের ডগা ঘ বাঁশের কঞ্চি
১০৭. ‘স্তব্ধ’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক স্থির খ অচল জ সচল ঘ বিকল
১০৮. ‘আলখাল­া’ শব্দের অর্থ কী?
চ ঢিলেঢালা লম্বা জামাবিশেষ খ সরু জামাবিশেষ
গ ছোট কাপড় বিশেষ ঘ কোনোটিই নয়
১০৯. ‘অশ্র“পাত’ শব্দের অর্থ কী?
ক নয়নজল খ চোখের জল গ নেত্রজল ঝ সবকয়টি
১১০. ‘স্তব্ধ’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক স্থির খ অচল জ সচল ঘ বিকল
ঘ পাঠ পরিচিতি : (বোর্ড বই থেকে)
১১১. ‘নূরলদীনের কথা মনে পড়ে যায়’ কবিতার পটভূমি কোনটি?
চ কৃষক বিদ্রোহ খ মুক্তিযুদ্ধ
গ নীলবিদ্রোহ ঘ বঙ্গভঙ্গ
১১২. ‘নষ্ট ক্ষেত, নষ্ট মাঠ, নদী নষ্ট, বীজ নষ্ট, বড় নষ্ট যখন সংসার’- চরণটিতে কী ফুটে উঠেছে?
ক পরিবেশ দূষণ খ সাংসারিক জটিলতা
জ বিরুদ্ধ পরিবেশ ঘ প্রাকৃতিক দুর্যোগ
১১৩. ‘অতি অকস্মাৎ স্তব্ধতার দেহ ছিঁড়ে কোন ধ্বনি?’- চরণটিতে কীসের ইঙ্গিত পাওয়া যায়?
চ জাগরণের খ বিপর্যয়ের গ ধ্বংসের ঘ মৃত্যুর
১১৪. নূরলদীন চরিত্রটি-
চ ঐতিহাসিক খ সমকালীন গ আধুনিক ঘ নেতিবাচক
ঙ বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর :
১১৫. সৈয়দ শামসুল হক লিখেছেন অসংখ্যÑ
র. গল্প রর. কবিতা ররর. উপন্যাস
নিচের কোনটি সঠিক?
ক র খ র ও রর গ র ও ররর ঝ র, রর ও ররর
১১৬. সৈয়দ শামসুল হকের সাহিত্যকর্মের মূল প্রবণতা-
র.রোমান্টিকতায় রর. মনস্তাত্তি¡ক বিশ্লেষণে
ররর. মানুষের জটিল জীবন প্রবাহে
নিচের কোনটি সঠিক?
ক র খ র ও রর জ র ও ররর ঘ র, রর ও ররর
১১৭. সৈয়দ শামসুল হকের উলে­খযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছে
র. প্রতিধ্বনিগণ রর. রজ্জুপথে চলেছি
ররর. বৈশাখে রচিত পঙক্তিমালা
নিচের কোনটি সঠিক?
ক র খ র ও রর গ র ও ররর ঝ র, রর ও ররর
১১৮. সৈয়দ শামসুল হক রচিত কাব্যনাটক হচ্ছে
র. গণনায়ক রর. নূরলদীনের সারাজীবন
ররর. পায়ের আওয়াজ পাওয়া যায়
নিচের কোনটি সঠিক?
ক র খ র ও রর গ র ও ররর ঝ র, রর ও ররর
১১৯. সৈয়দ শামসুল হক যেসব পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন
র. বাংলা একাডেমি পুরস্কার
রর. আদমজী সাহিত্য পুরস্কার
ররর. জাতীয় চলচ্চিত্র পুরস্কার
নিচের কোনটি সঠিক?
ক র খ র ও রর গ র ও ররর ঝ র, রর ও ররর
১২০. ‘নূরলদীনের পুনরাগমন’ নির্দেশ করে
র. আদর্শের পুনরুজ্জীবন রর. জনমনে নূরলদীনের প্রভাব
ররর. সংগ্রামী-চেতনা অবিনাশী
নিচের কোনটি সঠিক?
ক র খ র ও রর গ র ও ররর ঝ র, রর ও ররর
১২১. নূরলদীনের মতে, যা নষ্ট, তা হলো-
র. ক্ষেত, মাঠ রর. নদী, বীজ ররর. সংসার, চাঁদ
নিচের কোনটি সঠিক?
ক র ছ র ও রর গ র ও ররর ঘ র, রর ও ররর
১২২. ‘অতি অকস্মাৎ স্তব্ধতার দেহ ছিঁড়ে কোন ধ্বনি?- এখানে ‘ধ্বনি’ হচ্ছে-
র. আওয়াজ রর. বিদ্রোহের ররর. প্রতিবাদ
নিচের কোনটি সঠিক?
ক র খ র ও রর জ র ও ররর ঘ র, রর ও ররর
১২৩. ‘গোল হয়ে আসুন সকলে’- চরণটিতে ফুটে উঠেছে
র. একতাবদ্ধ হওয়ার আহŸান রর. প্রতিরোধ তৈরি করার আহŸান
ররর. সংঘবদ্ধ হওয়ার আহŸান
নিচের কোনটি সঠিক?
ক র খ র ও রর গ র ও ররর ঝ র, রর ও ররর
১২৪. ‘নূরলদীন হলেন-
র. বিপ্লবের প্রতীক রর. সংগ্রামের প্রতীক
ররর. প্রতিবাদী চেতনার প্রতীক
নিচের কোনটি সঠিক?
ক র খ র ও রর গ র ও ররর ঝ র, রর ও ররর
১২৫. ‘রংপুরে নূরলদীন একদিন ডাক দিয়েছিলেন ১১৮৯ সনে’ এখানে ‘ডাক দেয়া’ বলতে বোঝানো হয়েছে
র. সংগ্রামের আহŸান রর. বিপ্লবের আহŸান
ররর. মুক্তির আহŸান
নিচের কোনটি সঠিক?
ক র খ র ও রর গ র ও ররর ঝ র, রর ও ররর
১২৬. ‘নূরলদীনের কথা মনে পড়ে যায়’ কবিতায় ‘শকুন’ যে অর্থের দ্যোতনা দেয়, তা হলো-
র. অত্যাচারী শাসকের রর. সামাজিক অপশক্তির
ররর. হিংস্র প্রাণীর
নিচের কোনটি সঠিক?
চ র খ র ও রর গ র ও ররর ঘ র, রর ও ররর
১২৭. ‘নূরলদীনের কথা মনে পড়ে যায়’ কবিতায় ‘স্বপ্ন লুট হওয়া বলতে বোঝানো হয়েছে-
র. স্বপ্নভঙ্গ রর. আশাভঙ্গ ররর. স্বপ্নহীনতা
নিচের কোনটি সঠিক?
ক র ছ র ও রর গ র ও ররর ঘ র, রর ও ররর
১২৮. কবি সকলকে আহŸান করেছেন-
র. গোল হয়ে আসতে রর. ঘন হয়ে আসতে
ররর. স্থির হয়ে আসতে
নিচের কোনটি সঠিক?
চ র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১২৯. কবির নূরলদীনের কথা মনে পড়ে যায়, যখন
র. কালঘুম নেমে আসে বাংলায়
রর. শকুন নেমে আসে ররর. কবির স্বপ্ন লুট হয়
নিচের কোনটি সঠিক?
ক র খ র ও রর গ র ও ররর ঝ র, রর ও ররর
১৩০. নিলক্ষার নীলে তীব্র শিস দেয়া চাঁদকে দেখা যায়, যখন
র. নদী নষ্ট রর. বীজ নষ্ট ররর. সংসার নষ্ট
নিচের কোনটি সঠিক?
ক র খ র ও রর গ র ও ররর ঝ র, রর ও ররর
১৩১. “অতীত হঠাৎ হাতে হানা দেয় মানুষের বন্ধ দরোজায়”- ‘এখানে অতীত’ বলতে বোঝানো হয়েছে
র. বাঙালির সংগ্রামশীলতা রর. বাঙালির উদ্বুদ্ধ চেতনা
ররর. বাঙালির হৃদয় নিংড়ানো যন্ত্রণা
নিচের কোনটি সঠিক?
ক র ছ র ও রর গ র ও ররর ঘ র, রর ও ররর
১৩২. ‘কালঘুম যখন বাংলায়’ এই ‘কালঘুম’ হলোÑ
র. জাতির প্রতিবাদহীনতা রর. জাতির নির্র্লিপ্ততা
ররর. জাতির অলসতা
নিচের কোনটি সঠিক?
ক র ছ র ও রর গ র ও ররর ঘ র, রর ও ররর
১৩৩. ‘যখন শকুন নেমে আসে এই বাংলায়’- এখানে ‘শকুন’ বলতে যা বোঝানো হয়েছে
র. শাসকগোষ্ঠী রর. শোষণকারী
ররর. সামন্তবাদী গোষ্ঠী
নিচের কোনটি সঠিক?
ক র খ র ও রর জ রর ও ররর ঘ র, রর ও ররর
১৩৪. “যখন আমার স্বপ্ন লুট হয়ে যায়” এখানে ‘স্বপ্ন লুট হওয়া’ বলতে যা বোঝায়
র. শাসকদের শোষণ-যন্ত্রণা রর. প্রত্যাশা পূরণে বাধা
ররর. ব্যক্তি স্বাধীনতা হরণ
নিচের কোনটি সঠিক?
ক র খ র ও রর জ র ও ররর ঘ র, রর ও ররর
১৩৫. “যখন আমারই দেশে এ আমার দেহ থেকে রক্ত ঝরে যায়” এ ‘রক্ত ঝরা’র সাথে সম্পর্ক রয়েছে
র. ১৯৫২ সালের ভাষা আন্দোলন
রর. ১৯৭১ সালে স্বাধীনতা সংগ্রাম
ররর. ১৯৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন
নিচের কোনটি সঠিক?
ক র খ র ও রর গ রর ও ররর ঝ র, রর ও ররর
১৩৬. ‘কালঘুম’ বলতে বোঝায়-
র. মৃত্যু রর. চিরনিদ্রা ররর. দুঃস্বপ্নের ঘুম
নিচের কোনটি সঠিক?
ক র ছ র ও রর গ র ও ররর ঘ র, রর ও ররর
১৩৭. ‘বাহে’ যেসব এলাকার সম্বোধনবাচক শব্দ
র. ঢাকা রর. রংপুর ররর. দিনাজপুর
নিচের কোনটি সঠিক?
ক র খ র ও রর জ রর ও ররর ঘ র, রর ও ররর
১৩৮. সৈয়দ শামসুল হকের নূরলদীনকে মনে পড়ে, যখন
র. বাংলা মৃত্যুপুরীতে রূপ নেয়
রর. দালালের আলখাল­ায় দেশ ছেয়ে যায়
ররর. বাঙালি স্বপ্ন ও বাক্-স্বাধীনতা হারায়
নিচের কোনটি সঠিক?
ক র খ র ও রর গ র ও ররর ঝ র, রর ও ররর

Leave a Reply