নবম দশম শ্রেণির রসায়ন ষষ্ঠ অধ্যায় মোলের ধারণা ও রাসায়নিক গণনা বহুনির্বাচনী প্রশ্নত্তর MCQ

নবম দশম/এসএসসি রসায়ন দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থা এর পাঠ সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়াদি,জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর ও অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হলো।

এসএসসি রসায়ন ষষ্ঠ অধ্যায় বহুনির্বাচনী প্রশ্নত্তর

রসায়ন ষষ্ঠ অধ্যায় MCQ

১. প্রমাণ অবস্থায় ২ গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত?
ক ২.২৪ L খ ১১.২ L
√ ২২.৪ L ঘ ৪৪.৮ L
২. নিচের কোনটি ক্যালসিয়াম ফসফেটের সংকেত?
ক CaPO4 খ Ca(PO4)2
গ Ca2(PO4)3 √ Ca3(PO4)2
নিচের উদ্দীপকের আলোকে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও :
৫ গ্রাম হাইড্রোজেন গ্যাসকে ৭৫ গ্রাম ক্লোরিন গ্যাসের মধ্যে চালনা করা হলো।
৩. উদ্দীপকে ব্যবহৃত ক্লোরিন পরমাণুর সংখ্যা কতটি?
√ ১.২৭ × ১০২৪ খ ২.৫৪ × ১০২৪
গ ৬.০২ × ১০২৩ ঘ ৬.৩৬ × ১০২৩
৪. উদ্দীপকের বিক্রিয়ায় অবশিষ্ট থাকে-
√ ১.৪৪ মোল H2 খ ১.৪৪ মোল Cl2
গ ২.৮৯ মোল H2 ঘ ২.৮৯ মোল Cl2

এসএসসি রসায়ন ষষ্ঠ অধ্যায় MCQ

৫. CO2 অণু গঠনে ৩ গ্রাম কার্বন কত গ্রাম অক্সিজেনের সাথে যুক্ত হবে?
√ ৮ খ ১২
গ ৩২ ঘ ৪৪
৬. ফসফেট আয়নের যোজ্যতা কত?
ক ১ খ ২
√ ৩ ঘ ৪
৭. প্রমাণ অবস্থায় ১৭ গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন কত?
ক ২৪.২ লিটার √ ২২.৪ লিটার
গ ১২.২ লিটার ঘ ১১.৪ লিটার
৮. কোনটি ত্রিযোজী যৌMgূলক?
ক নাইট্রেট খ সালফেট
গ কার্বনেট √ ফসফেট
৯. তুঁতেতে কত অণু পানি বিদ্যমান?
ক ২ √ ৫
গ ৭ ঘ ১০
১০. 10. Na2CO3 যৌগে ঈ মৌলটির শতকরা সংযুতি কত?
ক ৪৫.২৮% খ ৪৩.৩৯%
গ ১৪.৬৩% √ ১১.৩২%
১১. ধনাত্মক যৌMgূলক কোনটি?
√ ফসফোনিয়াম খ কার্বনেট
গ নাইট্রেট ঘ ফসফেট
১২. ২৫০ মিলি 10. Na2CO3 এর সেমি মোলার দ্রবণ তৈরি করতে কী পরিমাণ দ্রব লাগবে?
ক ১২.৫০ ম √ ১৩.২৫ম
গ ১৩.৫০ম ঘ ১৪.২৪ম
১৩. পানিতে হাইড্রোজেন এর শতকরা পরিমাণ কত?
√ ১১.১১ খ ৮৮.৮৯
গ ২২.১১ ঘ ৩৩.৩৩
১৪. STP-তে ৮.৫g অ্যামোনিয়ার আয়তন কত?
ক ১১.৫ লিটার খ ১১.৫ লিটার
√ ১১.২ লিটার ঘ ১১.১১ লিটার
১৫. H2SO3 এ সালফারের সংযুতি কত?
ক ৩৬.০২% খ ২৯.০২%
√ ৩৯.০২% ঘ ৪০.০২%
১৬. ২ gm খাদ্য লবণে কয়টি অণু আছে?
√ ২.০৫৮ × ১০২২টি খ ২.০৫৮ × ১০২৩টি
গ ২.৫৮ × ১০২৩টি ঘ ২.৫৮ × ১০২২টি
১৭. Fe2O2 + HNO3 ® Fe(NO3)3 + H2O  সমীকরণটির সমতা বিধানে যথাক্রমে কোন কোন সংখ্যা ব্যবহার করতে হবে?
ক ০, ৬, ২, ৩ √ ১, ৬, ২, ৩
গ ২,২, ২, ৩ ঘ ১, ৬, ২, ২
১৮. সালফেট যৌMgূলকটির যোজনী কত?
ক ১ √ ২
গ ৩ ঘ ৪
১৯. কোন মৌলের যোজনী ও যোজনী ইলেকট্রন সমান?
ক O2 খ F2
√ Mg ঘ Ar
২০. বিক্রিয়াটি লক্ষ কর : Al + O2 → Al2O3 বিক্রিয়াটি অনুসারে ২০০ম অ্যালুমিনিয়াম অক্সাইড প্রস্তুতিতে কী পরিমাণ অ্যালুমিনিয়াম প্রয়োজন?
ক ১৪৩.৫০ম √ ১০৫.৮৮ম
গ ১০৪ ম ঘ ৫২.৯৪ ম
২১. ১০ম CaCO3 এ কতটি অণু বিদ্যমান?
ক ৬.০২ × ১০২৩ √ ৬.০২ × ১০২২
গ ৬.০২ × ১০২১ ঘ ৬.০২ × ১০২০
২২. নিচের কোনটি চুনাপাথরের সংকেত?
ক  Na2CO3 খ NH4HCO3
গ NaHCO3 √ CaCO3
২৩. ১০ mL ০.২ মোলার 10. Na2CO3 কে প্রশমিত করতে কত গ্রাম ০.১ মোলার HCl লাগবে?
ক ০.১৪৬gm √ ১.৪৬gm
গ ১০.০gm ঘ ২০.০gm
২৪. নিচের কোনটির যোজনী ২?
ক Na খ F
√ Ca ঘ K
২৫. নিচের কোনটি অ্যালুমিনিয়াম সালফেটের সংকেত?
√ Al2(SO4)3 খ AlSO4
গ Al(SO4)3 ঘ Al2SO4
২৬. অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন কতটি?
ক ২ খ ৪
√ ৬ ঘ ৮
নিচের উদ্দীপকটির আলোকে ২৭ ও ২৮ নং প্রশ্নের উত্তর দাও :
১ gmH2 + ৮৫ gmCl2 Δ—→ উৎপাদন
২৭. সর্বোচ্চ কী পরিমাণ ক্লোরিন হাইড্রোজেনের সাথে যুক্ত হবে?
ক ৩.৩৫ gm খ ৮.৫ gm
√ ৩৫.৫ gm ঘ ৮৫ gm
২৮. বিক্রিয়কে অবশিষ্ট ক্লোরিনের পরিমাণ কত?
ক ৩৫.৫ gm খ ৩৯.৫ gm
গ ৪৩.৫ gm √ ৪৯.৫ gm
নিচের উদ্দীপকটির আলোকে ২৯ ও ৩০ নং প্রশ্নের উত্তর দাও :
দুটি মৌল ঢ এবং ণ যাদের পারমাণবিক সংখ্যা যথাক্রমে ৬ ও ৯২ এবং পারমাণবিক ভর যথাক্রমে ১২ এবং ২৩৫। এক মোল ঢ কে দহন করলে ৩৯৪০০০ জুল শক্তি পাওয়া যায়। অপরপক্ষে এক মোল ণ থেকে নিউক্লিয় বিক্রিয়ার মাধ্যমে ২ × ১০১৩ জুল শক্তি পাওয়া যায়।
২৯. এক মোল ণ এর সমপরিমাণ শক্তি পেতে কত মোল ঢ এর দহন ঘটাতে হবে?
ক ১.৯৭ × ১০৮ মোল খ ৫.০৮ × ১০১০ মোল
√ ৫.০৭ ×১০১০ মোল ঘ ৬.০২ × ১০১৩ মোল
৩০. উদ্দীপকের ঢ মৌলটি-
i. হাইড্রোজেনের সাথে পোলার যৌগ গঠন করে
ii. দহনের ফলে গ্রিন হাউস গ্যাস উৎপন্ন করে
iii. এর একটি রূপভেদ ইলেকট্রনীয় পরিবাহী
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii
√ ii ও iii ঘ i, ii ও iii
নিচের উদ্দীপকের আলোকে ৩১ ও ৩২ নং প্রশ্নের উত্তর দাও :


৩১. চিত্র ১.১ নং পাত্রের পানি যোগ করে ৫০০ mL দ্রবণ তৈরি করলে, দ্রবণের মোলারিটি কত হবে?
ক ০.০১ গ খ ০.১ গ গ ০.৫ গ ঘ ১.০ গ
[দ্রষ্টব্য : কঠিন CaCO3 পানিতে অদ্রবণীয় বিধায় মোলারিটি শূন্য (০) হবে।]
৩২. চিত্র : ১.১ ও চিত্র : ১.২নং পাত্রের পদার্থসমূহ :
i. বিক্রিয়া করে ২২ গ্রাম CO2 উৎপন্ন করে
ii. বিক্রিয়া করে এবং এদের মধ্যে CaCO3 লিমিটিং বিক্রিয়ক
iii. বিক্রিয়ার সময় একই ভৌত অবস্থায় থাকে
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii √ ii ও iii ঘ i, ii ও iii

এসএসসি রসায়ন ষষ্ঠ অধ্যায় বহুনির্বাচনী

২৯৭. অ্যাভোগেড্রো সংখ্যার মান কত?
√ ৬˙০২ × ১০২৩ খ ০˙৬২ × ১০২৩
গ ৬˙০২ × ১০২৪ ঘ ৬০.২ × ১০২৩
২৯৮. HCl এর গ্রাম আণবিক ভর কত?
√ ৩৬˙৫gm খ ৩৬˙০ gm
গ ৩৬˙৭gm ঘ ৩৬˙১০gm
২৯৯. ২০০ gm CaCO3 এর মোল সংখ্যা কত?
√ ২ খ ১
গ ৫ ঘ ০.৫
৩০০. রসায়নে মোল শব্দের অর্থ কী?
ক রাসায়নিক বিক্রিয়ার হার √ পদার্থের নির্দিষ্ট পরিমাণ
গ অণুর সংখ্যার পরিবর্তন ঘ পদার্থের পরিবর্তনের মাত্রা
৩০১. ১ সড়ষব O2 এর ভর কত গ্রাম?
ক ১৬ খ ১৮
গ ২২ √ ৩২
৩০২. অ্যামোনিয়াম ফসফেটে পরমাণুর সংখ্যা কত?
ক ১০ খ ১৫
গ ১৮ √ ২০
৩০৩. প্রমাণ তাপমাত্রা ও চাপে ২ লিটার মিথেন অণুর সংখ্যা কত?
ক ৫˙৩৭ × ১০¯২২ খ ৫˙৩৭ × ১০২৩
গ ৫˙৩৭ × ১০২৪ √ ৫˙৩৭৭ × ১০২২
৩০৪. প্রমাণ তাপমাত্রা ও চাপে ১১.২ লিটার অ্যামোনিয়ার ভর কত?
ক ১.৭ম √ ৮.৫ম
গ ১৭ম ঘ ১৭০ম
৩০৫. প্রমাণ তাপমাত্রা ও চাপের মান কত?
ক ১১0C তাপমাত্রা ও ১ atm চাপ খ ১৫0C তাপমাত্রা ও ৩ atm চাপ
গ ২৫0C তাপমাত্রা ও ২ atm চাপ √ ২৫0C তাপমাত্রা ও ১ atm চাপ
৩০৬. ১gm CO2 গ্যাসে অণুর সংখ্যা কত?
ক ১˙২৮ × ১০২২ √ ১˙৩৬ × ১০২২
গ ৩˙০১ × ১০২৩ ঘ ৬˙০২ × ১০২৩
৩০৭. তুঁতের মধ্যে অক্সিজেনের আপেক্ষিক ভর কত?
ক ৩২ খ ৩৬˙৫
গ ৯০ √ ১৪৪
৩০৮. ৩ গ্রাম কার্বন কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে CO2 উৎপন্ন করবে?
√ ৮ গ্রাম খ ১২ গ্রাম
গ ১৬ গ্রাম ঘ ৩২ গ্রাম
৩০৯. CaCO3(s) ¾® CaO(s) + CO2(g); 50g CaCO3(s নির্গত হবে?
√ ২২ম ক ৪৪ম
গ ৫৬ম ঘ ১০০ম
৩১০. ৩.০১ × ১০২৩ টি কার্বন পরমাণু = কত?
ক ৬ মি. গ্রাম খ ১২ মি. গ্রাম
√ ৬ গ্রাম ঘ ১২ গ্রাম
৩১১. ৫ম H2 এবং ১০ম N2 মিশালে পাত্রে অবশিষ্ট থাকবে-
ক N2 গ্যাস খ H2 গ্যাস
√ N2 ও H2 উভয় গ্য্যাস ঘ NH3 গ্যাস
৩১২. ২ গ্রাম Mg কে দহন করলে উৎপন্ন উৎপাদের পরিমাণ কত হবে?
ক ৪.৩৩ গ্রাম খ ৭.৩৩ গ্রাম
√ ৩.৩৩ গ্রাম ঘ ২.৩৩ গ্রাম
৩১৩. ০.১ সড়ষব Naঙঐ এর ভর কত?
ক ৪০ম খ ৪০০ম
√ ৪ম ঘ .৪ম
৩১৪. ৩১.৬ম Na2S2O3 = কত মোল?
ক ০.৭৫ খ ০.২৫
গ ০.৫ √ ০.২
৩১৫. রসায়ন পরীক্ষাগারে শিক্ষক এক ছাত্রকে ২৫০ মিলি ০.২৫ মোলার ঘনমাত্রার Na2SO4 দ্রবণ প্রস্তুত করতে বললেন। কতটুকু Na2SO4 এর প্রয়োজন হবে?
√ ৮.৮৭৫ গ্রাম খ ১৭.৭৫ গ্রাম
গ ৩৫.৫ গ্রাম ঘ ৭১ গ্রাম
৩১৬. আধা লিটার ০.১ মোলার ঘনমাত্রার 10. Na2CO3-এর ভর কত?
ক ০.৫৩ গ্রাম খ ১.০৬ গ্রাম
√ ৫.৩ গ্রাম ঘ ৫৩ গ্রাম
৩১৭. বøু ভিট্রিয়লে কেলাস পানির পরিমাণ কত?
ক ৬.০৭% √ ৩৬.০৭%
গ ৪০.৭৫% ঘ ৮৭.৯৩%
৩১৮. 318. CuSO4. 5H2O তে কেলাস পানির শতকরা সংযুতি কত?
ক ১১.৫% √ ৩৬.০৭%
গ ৫১.৫৩% ঘ ৮১.৩%
৩১৯. কোন যৌগটির আণবিক ও স্থূল সংকেত একই?
ক ইথেন √ প্রোপেন
গ বিউটেন ঘ হেক্সেন
৩২০. ১০ গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করতে কত গ্রাম অক্সিজেন প্রয়োজন?
ক ২ গ্রাম √ ৪ গ্রাম
গ ৬ গ্রাম ঘ ৮ গ্রাম
৩২১. ১২৫ গ্রাম তুঁতে থেকে কত গ্রাম কপার সালফেট উৎপন্ন হয়?
ক১২.২ গ্রাম খ ৩২.০২ গ্রাম
√ ৭৯.৯ গ্রাম ঘ১০১.৫ গ্রাম
৩২২. ১ gm ভর নির্দেশ করে-
i. ১.৩৭ × ১০২২টি CO2 অণু
ii. ৬.০২ × ১০১১ টি H2 অণু
iii. ৬.০২ × ১০২১ টি CaCO3
নিচের কোনটি সঠিক?
ক i ও ii √ i ও iii গ ii ও iii ঘ i, ii ও iii
৩২৩. H2CO3 যৌগটিতে-
i. ঙ এর শতকরা সংযুক্তি ৭৭.৪২%
ii. ঐ এর শতকরা সংযুক্তি ৩.৩৩%
iii. নীল লিটমাস দ্রবণ যোগ করলে লাল হবে
নিচের কোনটি সঠিক?
ক i ও ii √ i ও iii গ ii ও iii ঘ i, ii ও iii
৩২৪. ১ লিটার ১গ দ্রবণ তৈরি করতে প্রয়োজন-

  1. 98 g H2SO4
  2. 40g Na2OH

iii. 106 g Na2CO3

নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii গ ii ও iii √ i, ii ও iii
৩২৫. ২ লিটাররের দ্রবণ সেমিমোলার হবে-
i. ৫৮.৫ gm NaCl যোগ করলে
ii. ২১২ gm 10. Na2CO3 যোগ করলে
iii. ১০০ gm, CaCO3 যোগ করলে
নিচের কোনটি সঠিক?
ক i ও ii √ i ও iii গ ii ও iii ঘ i, ii ও iii
৩২৬. ডেসিমোলার দ্রবণ হলো-
i. ০.১ গ H2SO4
ii. গ১০ 10. Na2CO3
iii. N2HCl
নিচের কোনটি সঠিক?
√ i ও ii খ i ও iii গ ii ও iii ঘ i, ii ও iii
৩২৭. ১ মোল পরমাণু সমান-
i. ১.০০৮ gm ঐ পরমাণু
ii. ৬.০২৩ × ১০২৩ টি ঐ পরমাণু
iii. ২৪.৮ লিটার ঐ পরমাণু (২৫.ঈ এ)
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii গ ii ও iii √ i, ii ও iii
৩২৮. ৬.০২ × ১০২৩ টি অণু থাকে-
i. ২ম হাইড্রোজেনে
ii. ২৮ম নাইট্রোজেনে
iii. ২০ম সোডিয়াম হাইড্রক্সাইডে
নিচের কোনটি সঠিক?
√ i ও ii খ i ও iii গ ii ও iii ঘ i, ii ও iii
৩২৯. নাইট্রোজেনের পারমাণবিক ভর ১৪ এবং আণবিক ভর ২৮; এর-
i. ১৪ম ভরে পরমাণু থাকে ৬.০২ × ১০২৩ টি
ii. ২৮ম ভরে অণু থাকে ৬.০২ × ১০২৩ টি
iii. ৬.০২ × ১০২৩ টি পরমাণুর ভর ২৮ম
নিচের কোনটি সঠিক?
√ i ও ii খ i ও iii গ ii ও iii ঘ i, ii ও iii
৩৩০. প্রমাণ তাপমাত্রা ও চাপে ৩২ গ্রাম অক্সিজেন ও ৬৪gm সালফার ডাইঅক্সাইড এর আয়তন-
i. সমান
ii. দ্বিগুণ
iii. ২২.৪ লিটার
নিচের কোনটি সঠিক?
ক i ও ii √ i ও iii গ ii ও iii ঘ i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩৩১ ও ৩৩২ নং প্রশ্নের উত্তর দাও :
একটি পাত্রে পানিতে অক্সিজেন পরমাণুর সংখ্যা ১.৫০৫ × ১০২৪
৩৩১. পাত্রে কত মোল অক্সিজেন পরমাণু আছে?
√ ২.৫ খ ৫
গ ১০ ঘ ১৮
৩৩২. পাত্রটির পানির ভর কত?
√ ৪৫ম খ ৯০ম
গ ১৮০ম ঘ ৩৬০ম
নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩৩৩ ও ৩৩৪ নং প্রশ্নের উত্তর দাও :
প্রমাণ অবস্থায় ৩৬ gm কার্বন ও ২২.৪ লিটার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে CO2 উৎপন্ন হয়।
৩৩৩. কার্বনের পরিমাণ কত?
ক ১M খ ২M
√ ৩M ঘ ৪M
৩৩৪. লিমিটিং বিক্রিয়ক-
i. C
ii. O2
iii. CO2
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii √ ii ও iii ঘ i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩৩৫ ও ৩৩৬ নং প্রশ্নের উত্তর দাও :
৫ গ্রাম হাইড্রোজেন গ্যাসকে ৭৫ গ্রাম ক্লোরিন গ্যাসের মধ্যে চালনা করা হলো।
৩৩৫. উদ্দীপকে ব্যবহৃত ক্লোরিন পরমাণুর সংখ্যা কতটি?
ক ১.২৭ × ১০২৪ খ ২.৫৪ × ১০২৪
গ ৬.০২ × ১০২৩ √ ৬.৩৬ × ১০২৩
৩৩৬. উদ্দীপকের বিক্রিয়ায় অবশিষ্ট থাকে-
√ ১.৪৪ মোল H2 খ ১.৪৪ মোল Cl2
গ ২.৮৯ মোল H2 ঘ ২.৮৯ মোল Cl2
নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩৩৭ ও ৩৩৮ নং প্রশ্নের উত্তর দাও :
CH2O স্থুল সংকেত বিশিষ্ট অ যৌগের বাষ্প ঘনত্ব ৯০।
৩৩৭. অ যৌগটি-
i. পানিতে দ্রবণীয়
ii. তড়িৎ বিশ্লেষ্য
iii. এর আণবিক সংকেত C6H12O6
নিচের কোনটি সঠিক?
ক i ও ii √ i ও iii
গ ii ও iii ঘ i, ii ও iii
৩৩৮. উক্ত যৌগটিতে-
i. কার্বনের পরিমাণ ৪০%
ii. অক্সিজেনের পরিমাণ ৫৩.৩৩%
iii. কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের সর্বনিম্ন অনুপাত ১ : ২ : ১
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii
গ ii ও iii √ i, ii ও iii

রসায়ন ষষ্ঠ অধ্যায় বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর

৩৩৯. CO2 যৌগে-
i. মোলার আয়তন ২২.৪ লিটার
ii. ঈ ও ঙ এর পারমাণবিক ভর যথাক্রমে ৬ ও ৮
iii. ঈ ও ঙ মোল সংখ্যার অনুপাত ১ : ২
নিচের কোনটি সঠিক? (উচ্চতর দক্ষতা)
ক i ও ii খ i ও iii
গ ii ও iii √ i, ii ও iii
৩৪০. মোলের ক্ষেত্রে- (উচ্চতর দক্ষতা)
i. ১ মোল হাইড্রোজেন পরমাণু = ১.০০৮ গ্রাম = ৬.০২ × ১০২৩ টি পরমাণু
ii. ১ মোল অক্সিজেন পরমাণু = ১৬ গ্রাম = ৬.০২ × ১০২৩ টি পরমাণু
iii. ১ মোল কার্বন ডাইঅক্সাইড অণু = ৪৪ গ্রাম = ৬.০২ × ১০২৩ টি অণু
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii
গ ii ও iii √ i, ii ও iii
৩৪১. প্রমাণ তাপমাত্রা ও চাপে ৩২ গ্রাম অক্সিজেন ও ১৭ গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন- (প্রয়োগ)
i. সমান
ii. ভরের সমানুপাতিক
iii. ২২.৪ লিটার
নিচের কোনটি সঠিক?
ক i ও ii √ i ও iii গ ii ও iii ঘ i, ii ও iii
৩৪২. H2 + O2 → H2ঙ এ বিক্রিয়ার সমতাকরণের জন্য প্রয়োজন-
(উচ্চতর দক্ষতা)
i. ঐ এবং ঙ-এর পরমাণুর সংখ্যা বিক্রিয়ক ও উৎপাদে সমান করা
ii. ঐ এবং ঙ-এর পরমাণুর সংখ্যার হ্রাস-বৃদ্ধি ঘটানো
iii. পূর্ণসংখ্যা গুণক হিসেবে ব্যবহার করা
নিচের কোনটি সঠিক?
ক i ও ii √ i ও iii
গ ii ও iii ঘ i, ii ও iii
৩৪৩. ২Mg(ং) + O2(ম) → ২Mgঙ(ং) সমীকরণ থেকে বের করা যায়- (অনুধাবন)
i. বিক্রিয়ক ও উৎপাদের অণুর সংখ্যা
ii. বিক্রিয়ক ও উৎপাদের মোল সংখ্যা
iii. বিক্রিয়ক ও উৎপাদের ঘনমাত্রা
নিচের কোনটি সঠিক?
√ i ও ii খ i ও iii
গ ii ও iii ঘ i, ii ও iii
৩৪৪. N2 + ৩H2 → ঢ; ২৮ গ্রাম N2 ৬ গ্রাম H2-এর সাথে বিক্রিয়া করে ৩০ গ্রাম ঢ উৎপন্ন হলে- (প্রয়োগ)
i. H2 লিমিটিং বিক্রিয়ক
ii. ঢ = ২NH3
iii. উৎপাদের শতকরা অনুপাত ৮৮.২%
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii
√ ii ও iii ঘ i, ii ও iii

অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩৪৫ ও ৩৪৬ নং প্রশ্নের উত্তর দাও :
একটি আবদ্ধ পাত্রে ১২ গ্রাম H2-এর সাথে ২৮ গ্রাম N2 যোগ করা হলো। উপযুক্ত পরিবেশে পাত্রে ঢ যৌগ উৎপন্ন হলো।
৩৪৫. পাত্রে কত মোল N2 যোগ করা হয়? (অনুধাবন)
ক ০.১২ মোল খ ০.৫২ মোল
√ ১ মোল ঘ ২ মোল
৩৪৬. প্রাপ্ত ঢ-এর প্রমাণ অবস্থায় আয়তন কত? (প্রয়োগ)
√ ২২.৪ লিটার খ ১৫.৭ লিটার
গ ১১.২ লিটার ঘ ৪৪.৮ লিটার
নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩৪৭-৩৪৯ নং প্রশ্নের উত্তর দাও :
শিক্ষক তৌফিককে পরীক্ষাগারে ৯০ গ্রাম Caঙ প্রস্তুত করে আনতে বলেন। তৌফিক ঝঃড়রপযরড়সবঃৎু অনুযায়ী পর্যাপ্ত পরিমাণ চুনাপাথর নিয়ে উত্তপ্ত করে। কিন্তু পরে দেখে উৎপন্ন Caঙ এর পরিমাণ ৮৪ম.
৩৪৭. তৌফিক কত গ্রাম চুনাপাথর উত্তপ্ত করেছিল? (প্রয়োগ)
ক ১৩২.৫gm খ ১৩৪.৫gm
√ ১৬০.৭gm ঘ ২১৩.৮gm
৩৪৮. উৎপাদের শতকরা পরিমাণ কত? (প্রয়োগ)
ক ২১.৪% খ ৩১.৫%
গ৮৫.৬% √ ৯৩.৩%
৩৪৯. তৌফিকের সংঘটিত বিক্রিয়ায় প্রমাণ অবস্থায় কত লিটার CO2 উৎপন্ন হয়েছে? (উচ্চতর দক্ষতা)
ক ২২.৪ লিটার খ ৩৩.৬ লিটার
গ ৩৫.৪ লিটার √ ৩৬ লিটার
নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩৫০ ও ৩৫১ নং প্রশ্নের উত্তর দাও :
কোনো যৌগে কার্বনের সংযুতি ৯২.৩১% এবং হাইড্রোজেনের সংযুতি ৭.৬৯% ।
৩৫০. যৌগে ঈ ও ঐ পরমাণু সংখ্যার অনুপাত কত? (অনুধাবন)
√ ১ : ১ খ ১ : ২
গ ২ : ১ ঘ ৩ : ১
৩৫১. যৌগের স্থূল সংকেত- (উচ্চতর দক্ষতা)
i. ঈঐ
ii. এ সংকেত একাধিক যৌগের হতে পারে
iii. এ থেকে আণবিক সংকেত বের করা যায়
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii
গ ii ও iii √ i, ii ও iii

Leave a Reply