দেশীয় রীতিতে কোটির উপরে আরো কিছু কি আছে?

৬ষ্ঠ শ্রেণির গণিত বিষয়ের দশমিক সংখ্যা পদ্ধতির গল্পে একটি প্রশ্ন দেওয়া হয়েছে যেখানে বলা হচ্ছে দেশীয় রীতিতে কোটির উপরে আরো কিছু কি আছে? এবং ওখানে বল হয়েছে শিক্ষক, অভিভাবক, আত্মিয় স্বজন, বন্ধুর মাধ্যমে জানতে। তাহলে চলো জনে নেওয়া যাক।

দেশীয় রীতিতে কোটির উপরে আরো কিছু কি আছে?

উত্তর: না, দেশীয় রীতিতে কোটির উপরে আর কিছু নাই। তবে কোটির থেকে বড় কোনো সংখ্যা থাকলে তা কিভাবে পড়তে হবে। নিচে একটি উদাহরণ দেওয়া হলো।

সংখ্যায়- ২৩৮৭,৬৪,৬৭,৪৬৮

কথায়: দুই হাজার তিনশত সাতাশি কোটি চৌষট্টি লক্ষ সাতষট্টি হাজার চার শত আটষট্টি।

Leave a Reply