নবম/দশম/এসএসসি রসায়ন ৯ অধ্যায় এসিড-ক্ষারক সমতা বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর
এসএসসি পরীক্ষার্থীদের জন্য রসায়ান ৯ অধ্যায় বহুনির্বাচনী প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। বহুনির্বাচনী প্রশ্নগুলো অনুশীলনের জন্য নিচের প্রশ্নগুরো পড়ুন। এসিড ক্ষারক অধ্যায়ের সকল বহুনির্বাচনী প্রশ্নগুলো পিডিএফ আকারে ডাউনলোড করতে নিচে লক্ষ করুন।
রসায়ান ৯ অধ্যায় বহুনির্বাচনী প্রশ্ন
১। নিচের কোনটি ক্ষার?
ক) NaOH
খ) NaCl
গ) Na₂SO₄
ঘ) HCl
২। টারটারিক এসিড থাকায় কোন ফলটি টক লাগে?
ক) লেবু
খ) আপেল
গ) টমেটো
ঘ) তেঁতুল
৩। নিচের কোনটিতে ট্যানিক এসিড থাকে?
ক) তেঁতুল
খ) চা
গ) কোমল পানীয়
ঘ) লেবু
৪। ভিনেগারের রাসয়নিক নাম কী?
ক) ফরমিক এসিড
খ) ইথানয়িক এসড
গ) টারটারিক এসিড
ঘ) সাইট্রিক এসিড
৫। Mg+H₂SO₄ → MgSO₄ +X : X গ্যাসটি কী?
ক) O₂
খ) N₂
গ) H₂
ঘ) উপরের যে কোনটি হতে পারে।
৬। ধাতব কার্বনেট + লঘু ্এসিড → লবণ + পানি+ Y: Y এর সংকেত কোনটি?
ক) CO
খ) CO₂
গ) H₂CO₃
ঘ) CO₃
৭। ধাতব অক্সাইডগুলো সাধারণত কোন প্রকৃতির হয়?
ক) অম্লীয়
খ) ক্ষারীয়
গ) নিরপেক্ষ
ঘ) কোনটিই নয়্
৮। কোনটি শক্তিশালী এসিড?
ক) সাইট্রিক এসিড
খ) কার্বনিক এসিড
গ) ইথানয়িক এসিড
ঘ) হাইড্রোক্লেরিক এসিড
৯। টয়লেট ক্লিনার হিসেবে কোনটি ব্যবহার করা হয়।
ক) PbO
খ) NaOH
গ) NH₃
ঘ) CaO
১০। CuO কী?
ক) ক্ষারক
খ) ক্ষার
গ) লবণ
ঘ) এসিড
১১। নিচের কোনটি ক্ষার?
ক) কস্টিক সোডা
খ) কপার অক্সাইড
গ) আয়রন হাইড্রোক্সাইড
ঘ) সিরকা
১২। কোনটি নীল অধঃক্ষেপ দেয়?
ক) Zn(OH)₂
খ) Cu(OH)₂
গ) Fe(OH)₂
ঘ) Ca(OH)₂
১৩। কোন জলীয় দ্রবণের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা 10⁻⁴ মোল/লিটার হলে দ্রবণের প্রকৃতি নিচের কোনটি?
ক) অম্লীয়
খ) ক্ষারীয়
গ) নিরপেক্ষ
ঘ) উভধর্মী
১৪। কোনটির প্রয়োগে মাটির অত্যাধিক ক্ষারকত্ব নিয়ন্ত্রিত হয়?
ক) (NH₄)₂SO₄
খ) AlPO₄
গ) CaSO₄
ঘ) (NH₄)₃PO₄
১৫। Na₂CO₃ হলো-
ক) তীব্র এসিড ও দুর্বল ক্ষারের লবণ
খ) তীব্র এসিড ও তীব্র ক্ষারের লবণ
গ) তীব্র ক্ষার ও দুর্বল এসিডের লবণ
ঘ) দুর্বল এসিড ও দুর্বল ক্ষারের লবণ
১৬। ধাতু সমূহের কোন ধরনের লবণ দ্রবীভূত থাকলে পানি অস্থায় খর হয়।
ক) সালফেট লবণ
খ) ক্লোরাইড লবণ
গ) নাইট্রেট লবণ
ঘ) বাই-কার্বনেট লবণ
১৭। ব্লিচিং পাউডার জীবাণুকে মারে কোনটির সাহায্যে?
ক) জারণের মাধ্যমে
খ) বিজারণের মাধ্যমে
গ) থিতানোর মাধ্যমে
ঘ) প্রশমনের মাধ্যমে
এসএসসি রসায়ান ৯ অধ্যায় বহুনির্বাচনী প্রশ্ন
১৮। চুনের পানি-
- i) ক্ষার জাতীয় পদার্থ
- ii) এর রাসায়নিক সংকেত Ca(OH)₂
- iii) CO₂ এর সাথে বিক্রিয়া করে অদ্রবণীয় CaCO₃ উৎপন্ন করে।
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৯। NH₄OH ও H₂SO₄ এর বিক্রিয়া –
- i) একটি প্রশমণ বিক্রিয়া
- ii) থেকে সাদা দানাদার পদার্থ উৎপন্ন হয়
- iii) হতে প্রাপ্ত উৎপাদের জলীয় দ্রবণের pн এর মান 7 এর কম।
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
২০। BOD –
- i) মানে জৈব রাসায়নিক অক্সিজেন চাহিদা।
- ii) পানির বিশুদ্ধতার পরিমাপ।
- iii) এর মান বেশি হলে পানি দূষিত।
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
২১। চুনাপাথরের উপর লঘু নাইট্রিক এসিড যোগ করলে নিচের কোন যৌগটি উৎপন্ন হবে?
ক) CO₂
খ) H₂
গ) O₂
ঘ) SO₂
২২। নিচের কোনটির উপস্থিতির জন্য অ্যামোনিয়া গ্যাসের জলীয় দ্রবণ ক্ষারীয় প্রকৃতির হয়?
ক) NH₄⁺
খ) OH⁻
গ) NH₃
ঘ) H₂O
২৪। লেবু বা কমলায় কোন এসিড থাকে?
ক) কার্বনিক এসিড
খ) টারটারিক এসিড
গ) ইথানয়িক এসিড
ঘ) সাইট্রিক এসিড
২৫। তেঁতুলে কোন এসিড থাকে?
ক) কার্বনিক এসিড
খ) টারটারিক এসিড
গ) ইথানয়িক এসিড
ঘ) সাইট্রিক এসিড
২৬। ভিনেগারে কোন এসিড থাকে?
ক) কার্বনিক এসিড
খ) টারটারিক এসিড
গ) ইথানয়িক এসিড
ঘ) সাইট্রিক এসিড
২৭। চায়ে কোন এসিড থাকে?
ক) কার্বনিক এসিড
খ) টারটারিক এসিড
গ) ইথানয়িক এসিড
ঘ) ট্যানিক এসিড
২৮। মানুষের পাকস্থলীতে কোন এসিড তৈরি হয়।
ক) কার্বনিক এসিড
খ) হাইড্রোক্লোরিক এসিড
গ) ইথানয়িক এসিড
ঘ) ট্যানিক এসিড
২৯। কোন এসিড আমরা খাই?
ক) নাইট্রিক এসিড
খ) ইথানয়িক এসিড
গ) সালফিউরিক এসিড
ঘ) হাইডোক্লোরিক এসিড
৩০। ভিনেগার ও লেবুর রস সক্রিয় ধাতুর সাথে বিক্রিয়া করে কোন গ্যাস উৎপন্ন করে?
ক) কার্বন ডাউ অক্সাইড
খ) নাইট্রোজেন
গ) হাইড্রোজেন
ঘ) অ্যামোনিয়া
৩১। ধাতব অক্সাইড গুলো সাধারণত কোন প্রকৃতির হয়?
ক) অম্লীয়
খ) ক্ষারীয়
গ) নিরপেক্ষ
ঘ) কোনটিই নয়
৩২। নিচের কোন এসিডটি নীল লিটমাসকে লাল করেনা?
ক) সালফিউরিক এসিড
খ) নাইট্রিক এসিড
গ) কার্বনিক এসিড
ঘ) অনার্দ্র অক্সালিক এসিড
৩৩। জলীয় দ্রবণে নিচের কোনটি হাইড্রোজেন আয়ন দান করে?
ক) ইথানয়িক এসিড
খ) সাইট্রিক এসিড
গ) সালফিউরিক এসিড
ঘ) কস্টিক সোডা
৩৪। কোনটি সবল/শক্তিশালী এসিড?
ক) সাইট্রিক এসিড
খ) কার্বনিক এসিড
গ) ইথানয়িক এসিড
ঘ) হাইড্রোক্লোরিক এসিড
৩৫। কোনটি জলীয় দ্রবণে সম্পুর্ণরুপে আয়নিত হয়?
ক) ক) সাইট্রিক এসিড
খ) কার্বনিক এসিড
গ) ইথানয়িক এসিড
ঘ) হাইড্রোক্লোরিক এসিড
৩৬। নিচের কোনটি বিদুৎ পরিবহন করে না?
ক) বিশুদ্ধ সালফিউরিক এসিড
খ) নাইট্রিক এসিড
গ) কার্বনিক এসিড
ঘ) হাইড্রোক্লোরিক এসিড
৩৭। টয়লেট ক্লিনার হিসেবে কোনটি ব্যবহার হয়?
ক) PbO
খ) NaOH
গ) NH₃
ঘ) CaO
৩৮। পানিতে দ্রবীভূত ক্ষারককে কী বলে?
ক) ক্ষার
খ) এসিড
গ) লবণ
ঘ) পানি
৩৯। ধাতুর অক্সাইডকে বা হাইড্রোক্সাইডকে কী বলা হয়?
ক) ক্ষারক
খ) লবণ
গ) এসিড
ঘ) ক্ষার
৪০। কোনটি ক্ষারক কিন্তু ক্ষার নয়?
ক) সোডিয়াম অক্সাইড
খ) ক্যালসিয়াম অক্সাইড
গ) কপার অক্সাইড
ঘ) পটাসিয়াম অক্সাইড
৪১। CuO কী?
ক) ক্ষারক
খ) লবণ
গ) এসিড
ঘ) ক্ষার
৪২। একটি ধাতব লবণের দ্রবণের সাথে কস্টিক সোডার বিক্রিয়া ঘটিয়ে সবুজ বর্ণের অধঃক্ষেপ পাওয়া গেল। পরীক্ষাকৃত আয়ন কোনটি?
ক) Cu⁺
খ) Fe²⁺
গ) Fe³⁺
ঘ) Al³⁺
৪৩। NH₄Cl ও Ca(OH)₂ এর মিশ্রণকে তাপ দিলে কোন গ্যাস উৎপন্ন হয়?
ক) CaO
খ) N₂
গ) Cl₂
ঘ) NH₃
৪৪। অ্যামেনিয়ার জলীয় দ্রবণে pꟸ পেপার কোন বর্ণ নির্দেশ করে?
ক) লাল
খ) হলুদ
গ) সবুজ
ঘ) নীল
৪৫। ত্বক ও চোখের জন্য কোনটি অধিক ক্ষতিকর?
ক) লবণ
খ) ক্ষার
গ) খর পানি
ঘ) অ্যালকোহল
৪৬। আপেল কোন প্রকৃতির খাদ্য?
ক) অম্লীয়
খ) ক্ষারীয়
গ) নিরপেক্ষ
ঘ) উভধর্মী
৪৭। ব্লিচিং পাউডার জীবাণুকে মারে কোনটির সাহায্যে?
ক) জারণের মাধ্যমে
খ) বিজারনের মাধ্যমে
গ) থিতানোর মাধ্যমে
ঘ) প্রশমনের মাধ্যমে
৪৮। আর্সেনিক যুক্ত পানিকে ফোটালে-
ক) পানি আর্সেনিক যুক্ত হয়।
খ) পানি খরতা মুক্ত হয়।
গ) আরো ক্ষতিকর হয়।
ঘ) মৃদু পানিতে পরিণত হয়।
৪৯। গাড় হাইড্রোক্লোরিক এসিডের বোতলের মুখ খুললে-
- i) হালকা কুয়াশা সৃষ্টি হয়
- ii) তীব্র ঝাঁঝালো গন্ধ পাওয়া যায়
- iii) বিস্ফোরিত হয়ে প্রচণ্ড শব্দ উৎপন্ন করে।
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৫০। অ্যামোনিয়া গ্যাসের জলীয় দ্রবণ-
- i) লাল লিটমাসের বর্ণ পরিবর্তন করে।
- ii) কাচ পরিষ্কারক হিসেবে ব্যবহৃত হয়।
- iii) এসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
ডাউনলোড সম্পূর্ণ পিডিএফ
এসএসসি রসায়ান ৯ অধ্যায় এসিড ক্ষারকের সকল বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তরগুলো পিডিএফ আকারে ডাউনলোড করতে নিচে মেইল সহ কমেন্ট করুন।
এই সাইটের ফেজবুক পেজে লাইক দিয়ে রাখুন।
Valo… Thanks
good job
ans den