HNO₃ ও H₃PO₄ এসিড দুটির মধ্যে কোনটি তীব্র এসিড?

প্রশ্নঃ  HNO₃ ও H₃PO₄ এসিড দুটির মধ্যে কোনটি তীব্র এসিড?

সমাধানঃ 

এখানে HNO₃ এর কেন্দ্রিয় পরমানু N এর জারনমান = +5
        H₃PO₄ এর কেন্দ্রিয় পরমানু P এর জারনমান = +5
দেখা যাচ্ছে দুটি এসিডের কেন্দ্রিয় পরমানুর ধনাত্মক জারন মান সমান।
কিন্তু আমরা জানি, N পরমানুর আকার P পরমানুর চেয়ে ছোট
    সুতারাং HNO₃ এসিড তীব্রতার এসিড হবে।
    অর্থাৎ HNO₃ > H₃PO₄ 

Leave a Reply