নবম-দশম শ্রেণির অর্থনীতি অধ্যায় ৪ উৎপাদন ও সংগঠন

চতুর্থ অধ্যায়
 উৎপাদন ও সংগঠন

উৎপাদন বলতে মূলত উপযোগ সৃষ্টি করা বোঝায়। উপকরণ বা প্রাথমিক দ্রব্য ব্যবহার করে নতুন কোন দ্রব্য বা উপযোগ সৃষ্টি করাকে উৎপাদন বলা হয়। উৎপাদন ক্ষেত্রে ভ‚মি, শ্রম, মূলধন ইত্যাদি উপকরণের মধ্যে সমন্বয় ঘটিয়ে উৎপাদন কার্য পরিচালনা করাকে সংগঠন বলা হয়। শিখনফল
 উৎপাদনের ধারণা এবং উৎপাদনের সাথে উৎপাদকের সম্পর্ক
 উৎপাদনের উপকরণসমূহ
 সংগঠন ও এর বিকাশ
 গড় ও প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্ক
 উৎপাদন ব্যয়ের ধারণা
 প্রকাশ্য ব্যয় ও অপ্রকাশ্য ব্যয়
 ব্যক্তিগত ও সামাজিক ব্যয়ের মধ্যে পার্থক্য
 উৎপাদনশীল কর্মকাণ্ড এবং উদ্যোগ
 ক্রমহ্রাসমান উৎপাদন বিধি
অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংক্ষেপে জেনে রাখি

 উৎপাদন ও উৎপাদক : উৎপাদন বলতে মূলত উপযোগ সৃষ্টি করাকে বোঝায়। উৎপাদিত দ্রব্যের বিনিময় মূল্য থাকতে হবে। আবার উপযোগ সৃষ্টি না হলে উৎপাদন বোঝায় না। উপকরণ বা প্রাথমিক দ্রব্য ব্যবহার করে নতুন কোনো দ্রব্য বা উপযোগ সৃষ্টি করাকে উৎপাদন বলে।
উপকরণ সংগ্রহ থেকে বাজারে নিয়ে যাওয়া পর্যন্ত সব কাজ তদারকি করে সংগঠন। সব কিছু সংগঠন দক্ষতার সংগে তদারকি না করতে পারলে নির্দিষ্ট পরিমাণ উপকরণ থেকে সর্বোচ্চ পরিমাণ উৎপাদন পাওয়া সম্ভব হবে না। একই ব্যক্তি সংগঠক এবং উৎপাদক হতে পারে।
 উৎপাদনের উপকরণ : কোনো কিছু উৎপাদনের জন্য যেসব দ্রব্য বা সেবাকর্ম প্রয়োজন হয় সেগুলোকে উৎপাদনের উপকরণ বলে।
উৎপাদনের উপকরণ মূলত চার ধরনের হয়। যেমন : ১. ভ‚মি, ২. শ্রম, ৩. মূলধন এবং ৪. সংগঠন।
 সংগঠন ও তার বৈশিষ্ট্য : ব্যবসায়িক উদ্দেশ্যে উৎপাদনমুখী কার্যক্রম পরিচালনা ও নিয়ন্ত্রণ করাকে সংগঠন বলে। সত্যিকার অর্থে সংগঠন ছাড়া উৎপাদন ও ব্যবসায় নিয়ন্ত্রণ এবং ব্যবস্থাপনা প্রায় অসম্ভব। সংগঠনই হলো ব্যবসায়ের মৌলিক ও প্রধান বিষয়।
 মোট উৎপাদন : বিভিন্ন উপকরণ নিয়োগের দ্বারা যে উৎপাদন পাওয়া যায় তাকে মোট উৎপাদন বলে।
 গড় উৎপাদন : মোট উৎপাদনের পরিমাণকে মোট উপকরণ বা উপাদান দ্বারা ভাগ করলে গড় উৎপাদন পাওয়া যায়।
 প্রান্তিক উৎপাদন : এক একক উৎপাদনের উপকরণ পরিবর্তনের (অর্থাৎ শ্রম বা মূলধন) ফলে উৎপাদনের যে পরিবর্তন হয় তাকে প্রাপ্তিক উৎপাদন বলে।
 ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি : উৎপাদন প্রক্রিয়ায় উৎপাদন কৌশল ও অন্যান্য উপকরণ স্থির রেখে একটি উপকরণ বৃদ্ধির ফলে উৎপাদন প্রাথমিকভাবে ক্রমবর্ধমান হারে বাড়ে। একপর্যায়ে উপকরণটি বাড়ালে উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়ে। উপকরণ ব্যবহারের সাথে উৎপাদন বাড়ার এ নিয়মকে অর্থনীতিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলে।
 উৎপাদন ব্যয় : উৎপাদন ব্যয় কেবল অর্থ ব্যয়ের মাধ্যমে নয় বরং মানসিক ত্যাগের মধ্যেও নিহিত। তাই আমরা আর্থিক উৎপাদন ব্যয় এবং প্রকৃত উৎপাদন ব্যয় চিহ্নিত করতে পারি। তদ্রƒপ প্রকাশ্য ব্যয় এবং অ-প্রকাশ্য ব্যয়ের ধারণাও গুরুত্বপূর্ণ।

 বহুনির্বাচনি প্রশ্নোত্তর 
১. উৎপাদনের উপকরণ কয়টি?
ক ২টি  ৪টি গ ৬টি ঘ ৮টি
২. কোন ধরনের ব্যয় ফার্মের হিসাব বইতে থাকে না?
ক স্থির ব্যয় খ মোট ব্যয় গ প্রকাশ্য ব্যয়  অ-প্রকাশ্য ব্যয়

উপরের চিত্রটি দেখ এবং ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :
৩. সর্বোচ্চ প্রান্তিক উৎপাদন বিন্দুতে শ্রমের পরিমাণ কতটুকু?
ক ঙখ  ঙখ১ গ ঙখ২ ঘ ঙখ৩
৪. গচ রেখার উপরোক্ত আকৃতি থেকে বোঝা যায়
র. উৎপাদন ক্রমবর্ধমান হারে বাড়ে রর. প্রান্তিক উৎপাদন ক্রমশ কমে
ররর. উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়ে
নিচের কোনটি সঠিক?
ক র খ রর  রর ও ররর ঘ র, রর ও ররর

 সৃজনশীল প্রশ্ন ও উত্তর 
প্রশ্ন- ১  সংগঠন ও এর বিকাশ

কবির একজন ব্যবসায়ী। দেশের বিভিন্ন স্থানে তাঁর কয়েকটি ফার্নিচারের দোকান আছে। তিনি ৩০ জন কর্মচারীর সাহায্যে কাঠ থেকে বিভিন্ন ধরনের আসবাবপত্র তৈরি করে দোকানে সরবরাহ করেন। প্রতিটি দোকানের জন্য তিনি আলাদা লোক নিয়োগ করেন। পণ্যের বাজার বিস্তৃত করার জন্য তিনি প্রদর্শনীতে অংশ নিয়ে থাকেন। বাজারে তার আসবাবপত্রের চাহিদা দিন দিন বেড়েই চলছে।
ক. শ্রম কাকে বলে?
খ. ক্রমহ্রাসমান উৎপাদন বিধি বলতে কী বুঝায়?
গ. কবিরের উপযোগ সৃষ্টির প্রক্রিয়াটি তোমার পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা কর।
ঘ. কবিরকে কি একজন সফল সংগঠক বলা যায়? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।

ক উৎপাদন কাজে ব্যবহৃত মানুষের সব ধরনের শারীরিক ও মানসিক পরিশ্রমকে শ্রম বলে।
খ যদি কোনো নির্দিষ্ট পরিমাণ জমিতে ক্রমাগত অধিক শ্রম ও মূলধন নিয়োগ করা হয় তাহলে শ্রম ও মূলধন যে হারে নিয়োগ করা হয় উৎপাদন তা অপেক্ষা কম হারে বৃদ্ধি পায়। উৎপাদন বৃদ্ধির এ প্রবণতাই অর্থনীতিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি নামে পরিচিত। অধ্যাপক মার্শাল বলেন, “বর্ধিত পরিমাণ মূলধন ও শ্রম কৃষিক্ষেত্রে নিয়োগ করলে উৎপাদন সাধারণত আনুপাতিক হার অপেক্ষা কম হারে বৃদ্ধি পায়।” এটিই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদনের মূলকথা।
গ কবিরের উপযোগ সৃষ্টির প্রক্রিয়াটি পাঠ্যবইয়ে বর্ণিত উৎপাদন ও উৎপাদককে ইঙ্গিত করে। উৎপাদন বলতে মূলত উপযোগ সৃষ্টি করা বোঝায়। অর্থাৎ উপকরণ বা প্রাথমিক দ্রব্য ব্যবহার করে নতুন কোনো দ্রব্য বা উপযোগ সৃষ্টি করাকে উৎপাদন বলে। এই উৎপাদিত দ্রব্যের বিনিময় মূল্য থাকা আবশ্যক। উদ্দীপকের কবির একজন ব্যবসায়ী। দেশের বিভিন্ন স্থানে তার কয়েকটি ফার্নিচারের দোকান আছে। তিনি ৩০ জন কর্মচারীর সাহায্যে কাঠ থেকে বিভিন্ন ধরনের আসবাবপত্র তৈরি করে দোকানে সরবরাহ করেন। প্রতিটি দোকানের জন্য তিনি আলাদা লোক নিয়োগ করেন। পণ্যের বাজার বিস্তৃত করার জন্য তিনি প্রদর্শনীতে অংশ নিয়ে থাকেন। বাজারে তার আসবাবপত্রের চাহিদা দিন দিন বাড়ছে। এক্ষেত্রে উদ্দীপকের কবিরকে প্রথমেই কাঠের রূপগত উৎপাদন করতে হয়। অর্থাৎ কাঠের রূপ পরিবর্তনের মাধ্যমে নতুন দ্রব্য উৎপাদন করা তথা কাঠকে সুবিধামতো পরিবর্তন করে খাট, চেয়ার, টেবিল বানানো হয়। এরপর স্থানগত উপযোগের মাধ্যমে পণ্যের বাজারজাতকরণ কাজ সম্পাদন করা হয়। সুতরাং কবিরের উপযোগ সৃষ্টির প্রক্রিয়াটি দ্বারা রূপগত ও স্থানগত উপযোগ সৃষ্টি হয়েছে, যা সঠিক উৎপাদন ও দক্ষ উৎপাদকের সাথে সামঞ্জস্যপূর্ণ।
ঘ সাংগঠনিকভাবে পণ্যের উপযোগ সৃষ্টি করায় কবিরকে একজন সফল সংগঠক বলা যায়। একজন সফল সংগঠক নিজেই উৎপাদনের সকল পরিকল্পনা প্রণয়ন ও নীতি নির্ধারণ করেন এবং সে অনুযায়ী কারবার গঠন ও পরিচালনা করেন। ফলে ব্যবসায় পূর্বনির্ধারিত পরিকল্পনা ও নীতি অনুযায়ী পরিচালনা করা সম্ভব হয়। কবির সাহেব তার কাঠের ব্যবসা পরিচালনা করতে গিয়ে নিজে ব্যবসায়ের সকল নীতি প্রণয়ন করেন এবং সে অনুযায়ী ব্যবসায় পরিচালনা করেন। এজন্য তিনি সফলভাবে ব্যবসায় করতে পারেন। একজন সফল সংগঠক উৎপাদনের জন্য প্রয়োজনীয় উপকরণসমূহ সংগ্রহ করে তাদের মধ্যে সমন্বয় সাধন করেন। তারপর তা উৎপাদন কাজে নিয়োগ করেন। কবির সাহেব তার ব্যবসায় পরিচালনা করতে গিয়ে বিভিন্ন স্থান থেকে বিভিন্ন ধরনের কাঠ, যন্ত্রপাতি এবং প্রয়োজনীয় অন্যান্য উপকরণ সংগ্রহ করে এগুলোর মধ্যে সমন্বয় করেন এবং তা উৎপাদন কাজে ব্যবহার করেন। একজন সফল সংগঠক ব্যবসায়ের উন্নতি ও প্রসারের জন্য নতুন নতুন জিনিস উদ্ভাবন করেন। এর ফলে ব্যবসায়ের ভিত্তি দৃঢ় ও অধিক মুনাফা লাভের পথ প্রশস্ত হয়। কবির সাহেব তার কাঠের বিভিন্ন দোকানে নতুন ধরনের আসবাবপত্র বিক্রির ব্যবস্থা করেন। তিনি আসবাবপত্রের বিভিন্ন প্রদর্শনীতেও অংশগ্রহণ করেন। কবির সাহেবের এসব কাজের ফলে তার ব্যবসায়ের পরিধি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই বলা যায়, কবির সাহেব একজন সফল সংগঠক।

প্রশ্ন- ২  ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি

হোসেন আলী প্রথম বছর তাঁর নিজের এক একর জমিতে একজন শ্রমিক নিয়োগ করে ৫০ কেজি ধান উৎপাদন করেন। অধিক উৎপাদনের জন্য তিনি পরবর্তী বছরগুলোতে অধিক শ্রম নিয়োগ করে যে উৎপাদন পান তা নিচের সারণিতে দেখানো হলো-
শ্রমিকের সংখ্যা ধানের মোট উৎপাদন (প্রতি কেজি ২০ টাকা) ধানের উৎপাদন মূল্য (টাকায়) প্রান্তিক উৎপাদন
১ ৫০ ১০০০ ১০০০
২ ১০০ – –
৩ ১৩০ – –
৪ ১৫০ – –

ক. মোট উৎপাদন কাকে বলে?
খ. ব্যক্তিগত ব্যয় বলতে কী বোঝায়?
গ. উপরের ছকটি পূরণ করে এর মূল ধারণা ব্যাখ্যা কর।
ঘ. সারণিতে উপস্থাপিত বিষয়টি বাংলাদেশের কৃষিক্ষেত্রেও প্রযোজ্য মতামত দাও।

ক বিভিন্ন উপকরণ নিয়োগের প্রভাবে যে উৎপাদন পাওয়া যায় তাকে মোট উৎপাদন বলে।
খ কোনো ফার্ম বা উৎপাদনী প্রতিষ্ঠান বিভিন্ন সম্পদ বা উপকরণ ক্রয়ের জন্য সরাসরি যে পরিমাণ আর্থিক ব্যয় এবং অপরাপর অপ্রকাশ্য ব্যয় করে এদের সমষ্টিকে ব্যক্তিগত ব্যয় বলে। এককথায় উৎপাদনের সাথে জড়িত সব ধরনের প্রকাশ্য ও অপ্রকাশ্য ব্যয়ের যোগফল হচ্ছে ব্যক্তিগত ব্যয়।
গ সারণিতে উল্লিখিত ছকটি পূরণ করে মূলধারণাটি ব্যাখ্যা করা হলো :
শ্রমিকের সংখ্যা ধানের মোট উৎপাদন (প্রতি কেজি ২০ টাকা) ধানের উৎপাদন মূল্য (প্রতি কেজি ২০ টাকা) প্রান্তিক উৎপাদন (টাকায়)
১ ৫০ ১০০০ ১০০০
২ ১০০ ২০০০ ১০০০
৩ ১৩০ ২৬০০ ৬০০
৪ ১৫০ ৩০০০ ৪০০
হোসেন আলীর জমিতে তৃতীয় বারের উৎপাদন থেকে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হয়েছে। বিধিটির মূল ধারণা হলো উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অন্যান্য অবস্থা অপরিবর্তিত রেখে কোনো নির্দিষ্ট আয়তনের জমিতে ক্রমাগত সমকাল অন্তর যেকোনো পরিবর্তনশীল উপকরণ (শ্রম) যে হারে নিয়োগ করা হয় প্রান্তিক উৎপাদন তার চেয়ে কম হারে বৃদ্ধি পায়। উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপকরণ নিয়োগের তুলনায় উৎপাদন বৃদ্ধির এ প্রবণতাই হলো ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি।
ঘ সারণিতে উপস্থাপিত ছকটি অর্থাৎ হোসেন আলীর কৃষি উৎপাদন ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির যে কার্যকারিতা লক্ষ করা গেছে, তা বাংলাদেশের কৃষিতে অত্যন্ত কার্যকর। বাংলাদেশে অধিকাংশ ক্ষেত্রে সনাতন পদ্ধতিতে চাষাবাদ চলে। এদেশের কৃষকরা সেই পুরনো সরঞ্জামাদি দিয়ে চাষাবাদ করে। কৃষকরা দরিদ্র বলে রাসায়নিক সার, বীজ, কীটনাশক, আধুনিক কৃষি যন্ত্রপাতি ইত্যাদি ক্রয় ও ব্যবহার করতে পারে না। এ অবস্থায় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কোনো জমিতে সমপরিমাণ শ্রম ও মূলধন নিয়োগ করলে প্রথম দিকে উৎপাদন ক্রমবর্ধমান হারে বাড়লেও পরবর্তীতে তা ক্রমহ্রাসমান হারে বাড়বে। উদ্দীপকের হোসেন আলীর ক্ষেত্রে উপকরণ নিয়োগ ও উৎপাদন বৃদ্ধির যে প্রবণতা দেখা যায় তা আমাদের কৃষিতে কার্যকর। বাংলাদেশের বেশিরভাগ ক্ষেত্রে জমিতে শ্রম ও মূলধনের নিয়োগ বৃদ্ধির সাথে সাথে উন্নত ও আধুনিক চাষ পদ্ধতি প্রয়োগ করা হয় না। তাই এখানে উচ্চ ফলনশীল বীজ, রাসায়নিক সার, কীটনাশক বা শস্যোৎপাদনের পরিমাণ উদ্দীপকের হোসেন আলীর জমির উৎপাদনের মতো ক্রমবর্ধমান হারে বাড়বে, কিন্তু জমির পরিমাণ ঠিক রেখে উৎপাদনের উপকরণ ধারাবাহিকভাবে বৃদ্ধি করতে থাকলে উৎপাদনের ক্রমবর্ধমান হার একসময় ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পেতে থাকবে। আলোচনার প্রেক্ষিতে বলা যায়, উদ্দীপকের হোসেন আলীর ক্ষেত্রে আমরা সারণিতে উপস্থাপিত যে বিধিটির কার্যকারিতা লক্ষ করেছি তা বাংলাদেশের কৃষিতে পুরোপুরি কার্যকর।

বোর্ড ও সেরা স্কুলের বহুনির্বাচনি প্রশ্নোত্তর
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১. রহিম সাহেব তুলা থেকে সুতা তৈরি করেন। সুতা কোন ধরনের পণ্য? [স. বো. ’১৬]
ক কৃষিপণ্য  শিল্পপণ্য গ প্রাথমিক পণ্য ঘ সবকয়টি
২. শ্রমিকের বেতন কী ধরনের ব্যয়? [স. বো. ’১৬]
 প্রকাশ্য ব্যয় খ অপ্রকাশ্য ব্যয়
গ মোট ব্যয় ঘ প্রকৃত ব্যয়
৩. উৎপাদনের আদি ও মৌলিক উপকরণ কোনটি? [স. বো. ’১৬]
ক মূলধন খ শ্রম  ভ‚মি ঘ শ্রমিক
৪. মূলধনের সুদ কী ধরনের ব্যয়? [স. বো. ’১৫]
 প্রকাশ্য ব্যয় খ অপ্রকাশ্য ব্যয়
গ প্রকৃত উৎপাদন ব্যয় ঘ সামাজিক ব্যয়
৫. মানুষ কর্তৃক উৎপাদিত একমাত্র উৎপাদনের উপকরণ কোনটি? [স. বো. ’১৫]
ক ভ‚মি খ শ্রম
 মূলধন ঘ সংগঠন
৬. উৎপাদন বলতে কী বোঝায়?
[বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয়; সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়]
ক দ্রব্য উৎপাদন করা  দ্রব্যের উপযোগ সৃষ্টি করা
গ দ্রব্য ব্যবহার করা ঘ প্রাকৃতিক সম্পদ বৃদ্ধি করা
৭. লিটু কামার লোহা পিটিয়ে যন্ত্রপাতি তৈরি করে তার কাজটিকে কোন ধরনের উৎপাদন বলা হয়? [ইউনিভার্সিটি ল্যাব. স্কুল এন্ড কলেজ, ঢাকা]
 রূপগত খ স্থানগত গ সেবাগত ঘ সময়গত
৮. দ্রব্যের রূপ পরিবর্তনের মাধ্যমে কোন ধরনের উৎপাদন সৃষ্টি হয়?
[সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়]
 রূপগত খ স্থানগত গ সময়গত ঘ মালিকানাগত
৯. দুধ দিয়ে রসগোল্লা তৈরি কোন ধরনের উৎপাদন প্রক্রিয়ার উদাহরণ?
[ভিকারুননিসা নূন স্কুল ও কলেজ, ঢাকা]
 রূপগত খ স্থানগত গ সময়গত ঘ সেবাগত
১০. শাহনাজ পারভিন গ্রামে বসে বনের কাঠকে খড়ি হিসেবে ব্যবহার করলেও শহরে ঐ কাঠ দিয়ে আসবাবপত্র তৈরি করে বিক্রি করা হয়। এটি কোন ধরনের উৎপাদনের অন্তর্ভুক্ত? [ক্যান্টনমেন্ট হাইস্কুল; যশোর]
 স্থানগত খ রূপগত গ মালিকানাগত ঘ সেবাগত
১১. উৎপাদনের আদি ও মৌলিক উপকরণ কোনটি?
[পুলিশ লাইন্স হাইস্কুল এন্ড কলেজ; বগুড়া হলিক্রস উচ্চ বালিকা বিদ্যালয়]
 ভ‚মি খ শ্রম গ মূলধন ঘ সংগঠন
১২. কৃষকের ধান ভাঙার মেশিন কোন ধরনের উৎপাদন উপকরণ?
[ভিকারুননিসা নূন স্কুল ও কলেজ, ঢাকা]
ক ভ‚মি খ শ্রম  মূলধন ঘ সংগঠন
১৩. উৎপাদন কাজের কোন উপকরণটি ঝুঁকি বহন করে?
[নাটোর বেসরকারি বালিকা বিদ্যালয়]
ক ভ‚মি খ মূলধন গ শ্রম  সংগঠন
১৪. কৃষিপ্রধান দেশ হিসেবে বাংলাদেশে উৎপাদনের উপকরণ হিসেবে বেশি ব্যবহৃত হয় কোনগুলো? [নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়; বিএএফ শাহিন কলেজ ঢাকা]
 ভ‚মি ও শ্রম খ শ্রম ও মূলধন
গ মূলধন ও সংগঠন ঘ শ্রম ও সংগঠন
১৫. জাপানের মতো দেশের উৎপাদনের উপকরণ হিসেবে বেশি ব্যবহৃত কোনগুলো? [সেন্ট জোসেফ হাইস্কুল খুলনা]
ক ভ‚মি ও শ্রম  মূলধন ও সংগঠন
গ সংগঠন ও ভ‚মি ঘ শ্রম ও মূলধন
১৬. ব্যবসায়ের মূল ভিত্তি কী? [বি কে জি সি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জ]
ক শ্রম খ মূলধন গ ভ‚মি  সংগঠন

১৭. উপরের চিত্রে কোন বিধিটি কার্যকর হয়েছে? [সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়;
পঞ্চগড় বিপি সরকারি উচ্চ বিদ্যালয়; বিএএফ শাহীন কলেজ, ঢাকা]
 ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি খ ক্রমহ্রাসমান চাহিদা বিধি
গ ক্রমহ্রাসমান যোগান বিধি ঘ ক্রমহ্রাসমান উপযোগ বিধি
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৮. রফিক সাহেব একজন শিল্প উদ্যোক্তা। এক্ষেত্রে সংগঠক হিসেবে তিনি- [স. বো. ’১৬]
র. ঝুঁকি গ্রহণ করবেন
রর. নীতি নির্ধারণ করবেন
ররর. উৎপাদনের উপকরণ সাজাবেন
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ রর ও ররর গ র ও ররর  র, রর ও ররর
১৯. ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির শর্ত হলো [স. বো. ’১৫]
র. ভোক্তা স্বাভাবিক বিচার বুদ্ধিসম্পন্ন
রর. দ্রব্যের দাম প্রান্তিক উপযোগের সমান
ররর. অন্যান্য অবস্থা অপরিবর্তনীয়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
২০. একজন সংগঠকের কাজ হলো [ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ]
র. উৎপাদনের উপাদানসমূহ পরিচালনা করা
রর. উৎপাদনের পরিকল্পনা করা
ররর. পণ্যের বাজার সৃষ্টি করা
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের চিত্রটি দেখে ২১ ও ২২ নং প্রশ্নের উত্তর দাও :
[স. বো. ’১৫]
২১. উপরের চিত্রে ঈউ রেখাটির নাম কী?
ক প্রান্তিক উৎপাদন রেখা খ সম-উৎপাদন রেখা
 উৎপাদন সম্ভাবনা রেখা ঘ প্রান্তিক উপযোগ রেখা
২২. উক্ত ঈউ রেখা যা নির্দেশ করে, তা হলো
র. দুটি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ
রর. সুযোগ ব্যয়
ররর. ভোক্তার উপযোগ
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
 বিষয়ক্রম অনুযায়ী বহুনির্বাচনি প্রশ্নোত্তর
 ভ‚মিকা  বোর্ড বই, পৃষ্ঠা- ৩৬
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
২৩. উপকরণ ব্যবহার করে উপযোগ সৃষ্টির কাজটি কে করে থাকে? (জ্ঞান)
 সংগঠন খ ব্যক্তি গ সমবায় ঘ পরিকল্পনাকারী
২৪. সংগঠন দক্ষ না হলে কোনটি বৃদ্ধি করা সম্ভব হয় না? (অনুধাবন)
ক উপকরণ  উৎপাদন গ প্রতিষ্ঠান ঘ কাঠামো
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
২৫. শরবত তৈরি করতে প্রয়োজনÑ (অনুধাবন)
র. পানি রর. চিনি
ররর. লেবু
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর

 ৪.১ : উৎপাদন ও উৎপাদক  বোর্ড বই, পৃষ্ঠা- ৩৭
 অর্থনীতিতে উৎপাদন বলতে বোঝায়- নতুন উপযোগ সৃষ্টি করা।
 উৎপাদিত দ্রব্যের অবশ্যই বিনিময়মূল্য থাকতে হবে।
 প্রাথমিক দ্রব্য ব্যবহারের মাধ্যমে নতুন দ্রব্য বা উপযোগ সৃষ্টি করাকে উৎপাদন বলে।
 উৎপাদন ও উপযোগ সৃষ্টিকে ভাগ করা যায় পাঁচ ভাগে।
 দ্রব্যকে রূপ পরিবর্তন করে নতুন দ্রব্য উৎপাদনকে বলে রূপগত উৎপাদন।
 কোন দ্রব্য একস্থান হতে অন্যস্থানে স্থানান্তরের মাধ্যমে এর উপযোগ বৃদ্ধি প্রক্রিয়াকে বলে স্থানগত উৎপাদন।
 মানুষ তার সেবা দ্বারা যে উপযোগ সৃষ্টি করে তাকে বলে সেবাগত উৎপাদন।
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
২৬. কোনো কাজকে উৎপাদন বলার শর্ত কী? (অনুধাবন)
 উপযোগ সৃষ্টি হওয়া খ অভাব পূরণ করা
গ চাহিদা সৃষ্টি করা ঘ যোগান থাকা
২৭. উৎপাদিত দ্রব্যের কোনটি থাকলে তাকে উৎপাদন বলা হয়? (অনুধাবন)
ক ভারসাম্য মূল্য  বিনিময় মূল্য গ চাহিদা ঘ মুনাফা
২৮. উপকরণ ব্যবহার করে উপযোগ সৃষ্টি করাকে কী বলে? (জ্ঞান)
ক যোগান খ উৎপাদক গ সংগঠন  উৎপাদন
২৯. সিমা আটা থেকে রুটি তৈরি করল। একে অর্থনীতিতে কী বলা হয়? (প্রয়োগ)
 উৎপাদন খ যোগান গ চাহিদা ঘ বাজার
৩০. উপকরণ সংগ্রহ থেকে বাজারে নিয়ে যাওয়া পর্যন্ত সব কাজ তদারকি করে কে? (উচ্চতর দক্ষতা)
ক শ্রমিকনেতা  সংগঠক বা উৎপাদক
গ বিনিয়োগকারী ঘ ঋণদানকারী প্রতিষ্ঠান
৩১. একটি সংগঠনের নির্দিষ্ট পরিমাণ উপকরণ থেকে সর্বোচ্চ পরিমাণ উৎপাদন পাওয়া কখন সম্ভব হয় না? (উচ্চতর দক্ষতা)
 দক্ষতার সাথে তদারকি করতে না পারলে
খ উপযোগ সৃষ্টি করতে না পারলে
গ চাহিদা সৃষ্টি না হলে
ঘ শ্রমিক অসন্তোষ বৃদ্ধি পেলে
৩২. জনাব শাহীন তার নিজ এলাকায় একটি শিল্প-কারখানা স্থাপন করেছেন। এখানে অনেক বেকার যুবকদের কাজের সংস্থান হয়েছে। জনাব শাহীনকে কী বলা যায়? (প্রয়োগ)
 উৎপাদক বা সংগঠক খ নীতিনির্ধারক
গ পরিচালক ঘ ব্যবস্থাপক
৩৩. উৎপাদন বা উপযোগ সৃষ্টির প্রক্রিয়াকে কত ভাগে ভাগ করা হয়েছে? (জ্ঞান)
 পাঁচ খ আট গ দশ ঘ বারো
৩৪. কীভাবে রূপগত উপযোগ সৃষ্টি করা যায়? (অনুধাবন)
ক দ্রব্য স্থানান্তর করে  দ্রব্যের রূপ বা আকৃতি পরিবর্তন করে
গ মালিকানা পরিবর্তন করে ঘ নতুন দ্রব্য সৃষ্টি করে
৩৫. মহসিন খান গ্রামাঞ্চল থেকে কাঠ কিনে এনে সেই কাঠ দিয়ে খাট, টেবিল বানিয়ে বাজারে বিক্রি করেন। মহসিন কোন ধরনের উৎপাদনের সাথে জড়িত? (প্রয়োগ)
ক স্থানগত খ সময়গত  রূপগত ঘ সেবাগত
৩৬. দ্রব্যের স্থানান্তরের মাধ্যমে কোন ধরনের উৎপাদন সৃষ্টি হয়? (জ্ঞান)
 স্থানগত খ রূপগত গ সময়গত ঘ সেবাগত
৩৭. কোথায় ফুলের তেমন কদর নেই? (জ্ঞান)
ক বাজারে খ বাড়িতে গ বাগানে  বনে
৩৮. গ্রামে খড়ি হিসেবে ব্যবহৃত কাঠ শহরে আকর্ষণীয় আসবাবপত্রে রূপ পেলে কী বৃদ্ধি পাবে? (উচ্চতর দক্ষতা)
ক যোগান  উপযোগ গ চাহিদা ঘ সঞ্চয়
৩৯. সময়ের ব্যবধানে অনেক জিনিসের উৎপাদন বাড়ে, একে কী বলা হয়? (জ্ঞান)
ক রূপগত উৎপাদন  সময়গত উৎপাদন
গ মালিকানাগত উৎপাদন ঘ স্থানগত উৎপাদন
৪০. সাধারণত কোন মৌসুমে ধান বেশি পাওয়া যায়? (জ্ঞান)
ক ভাদ্র-আশ্বিন  পৌষ-মাঘ
গ বৈশাখ-জ্যৈষ্ঠ ঘ আষাঢ়-শ্রাবণ
৪১. জামিল পৌষ মাসে উৎপাদিত ধান আশ্বিন মাসে বিক্রি করলেন। এতে কোন ধরনের উপযোগ সৃষ্টি হলো? (প্রয়োগ)
ক স্থানগত  সময়গত গ মালিকানাগত ঘ সেবাগত
৪২. মানুষ তার সেবা দ্বারা কোন ধরনের উৎপাদন তৈরি করে? (জ্ঞান)
 সেবাগত খ স্থানগত গ রূপগত ঘ সময়গত
৪৩. জনসংখ্যার আয়তন ও সম্পদের মধ্যে সামঞ্জস্য বিধানের ওপর কী নির্ভর করে? (জ্ঞান)
 উৎপাদনের পরিমাণ খ জাতীয় আয়
গ অর্থনৈতিক অগ্রগতি ঘ শ্রমিকের দক্ষতা
৪৪. রেবেকা সুলতানা প্রাইমারি স্কুলের শিক্ষিকা। তিনি শিক্ষা দিয়ে নতুন মানুষ তৈরি করছেন। এটি কোন ধরনের উৎপাদন? (প্রয়োগ)
ক রূপগত খ স্থানগত  সেবাগত ঘ সময়গত
৪৫. মুরাদ তার বাবার একটি পরিত্যক্ত সম্পত্তি উত্তরাধিকারের ভিত্তিতে পেয়ে সেখানে ধান চাষ করল। এতে কোন ধরনের উৎপাদন সৃষ্টি হলো? (প্রয়োগ)
ক রূপগত  মালিকানাগত
গ সময়গত ঘ স্থানগত
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৪৬. উৎপাদন বলতে বোঝায় (অনুধাবন)
র. দ্রব্যের উপযোগ সৃষ্টি করা
রর. উৎপাদিত দ্রব্যের বিনিময় মূল্য থাকা
ররর. দ্রব্যের অভাব পূরণের ক্ষমতা
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৪৭. উৎপাদনের ফলে উৎপাদিত দ্রব্যের (অনুধাবন)
র. বিনিময় মূল্য থাকতে হবে
রর. ক্রেতা আকর্ষণের ক্ষমতা থাকতে হবে
ররর. অভাব পূরণের ক্ষমতা থাকতে হবে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
৪৮. জনাব রফিক একজন সংগঠক। তার মধ্যে থাকতে হবে (উচ্চতর দক্ষতা)
র. ঝুঁকি গ্রহণের মানসিকতা
রর. তত্ত¡াবধান ক্ষমতা
ররর. পরিচালনগত দক্ষতা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
৪৯. একই ব্যক্তি এক সাথে (উচ্চতর দক্ষতা)
র. শ্রমিক হতে পারেন
রর. সংগঠক হতে পারেন
ররর. উৎপাদক হতে পারেন
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
৫০. রূপগত উৎপাদনের ক্ষেত্রে (অনুধাবন)
র. দ্রব্যের আকৃতি পরিবর্তন করতে হবে
রর. দ্রব্যের উপযোগ সৃষ্টি করতে হবে
ররর. দ্রব্য অন্যত্র স্থানান্তর করতে হবে
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৫১. সেবাগত উৎপাদনের উদাহরণ হলো (অনুধাবন)
র. ডাক্তারের চিকিৎসা করা
রর. শিক্ষকের শিক্ষা দেওয়া
ররর. শিল্প মালিকের বিনিয়োগ করা
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৫২. জনাব মামুন একজন সফল উদ্যোক্তা। তাকে সফল উদ্যোক্তা বলার কারণ (উচ্চতর দক্ষতা)
র. স¤প্রসারিত উৎপাদন পরিকল্পনা গ্রহণ
রর. অধিকভাবে কর্মী ব্যবস্থাপনা করা
ররর. ঝুঁকি গ্রহণ ছাড়াই ব্যবসা পরিচালনা করা
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৫৩. জনাব শিহাব গ্রাম থেকে শহরে কাঠ এনে টেবিল, চেয়ার তৈরি করে আশপাশের এলাকায় বিক্রি করেন। জনাব শিহাবের কাজে ফুটে উঠেছে (প্রয়োগ)
র. রূপগত উৎপাদন
রর. স্থানগত উৎপাদন
ররর. সময়গত উৎপাদন
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৫৪. কমলগঞ্জ স্কুলের শিক্ষক নূরুল হুদা গ্রামের ছেলেমেয়েদের মাঝে শিক্ষা বিতরণ করে তাদেরকে মানুষ হিসেবে তৈরি করছেন। তার কাজটি উৎপাদন, কারণ- (উচ্চতর দক্ষতা)
র. তিনি উপযোগ সৃষ্টি করছেন
রর. তার কাজের বিনিময় মূল্য রয়েছে
ররর. তিনি দেশের সেবায় কাজ করছেন
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৫৫ ও ৫৬ নং প্রশ্নের উত্তর দাও :
ব্যবসায়ী আশিকুর রহমান বহুমুখী ব্যবসার সাথে জড়িত। তিনি গ্রাম থেকে কাঠ কিনে এনে আসবাবপত্র তৈরি করে বাজারে বিক্রি করেন। আবার বরিশাল থেকে মাছ কিনে এনে ঢাকায় বিক্রি করেন। তার এ কাজে প্রায় ২০ জন শ্রমিক সাহায্য করছে। তিনি নিজেই শ্রমিকদের দায়িত্ব যথাযথভাবে বুঝিয়ে দেন।
৫৫. জনাব আশিকুর রহমানের কাজে সৃষ্টি হয়েছে (প্রয়োগ)
র. রূপগত উপযোগ
রর. স্থানগত উপযোগ
ররর. মালিকানাগত উপযোগ
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৫৬. জনাব আশিকুর রহমান একজন সংগঠক, কারণ তিনি (উচ্চতর দক্ষতা)
র. কর্মী পরিচালনা করছেন
রর. ব্যবসায়ের পরিকল্পনা করছেন
ররর. ব্যবসায়ের মুনাফা ভোগ করছেন
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৫৭ ও ৫৮ নং প্রশ্নের উত্তর দাও :
দেলোয়ার হোসেন একজন প্রসিদ্ধ আসবাবপত্র ব্যবসায়ী। নিজ হাতে তিনি আসবাব তৈরি করেন। কাঠ দিয়ে সুন্দর সুন্দর খাট, সোফা, আলমারি তৈরি করে বাজারে সুলভ মূল্যে বিক্রি করেন। এতে তার প্রচুর মুনাফা হয়, যা তাকে স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন করতে সহায়তা করছে।
৫৭. দেলোয়ার হোসেনের কাজটি কোন ধরনের উৎপাদন? (প্রয়োগ)
 রূপগত খ স্থানগত গ সময়গত ঘ মালিকানাগত
৫৮. এ ধরনের উৎপাদনে উপযোগ সৃষ্টি করা হয় (উচ্চতর দক্ষতা)
র. বস্তুর রূপ পরিবর্তন করে
রর. দ্রব্যের স্থান পরিবর্তন করে
ররর. দ্রব্যের আকৃতি পরিবর্তন করে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর  র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

 ৪.২ : উৎপাদনের উপকরণ  বোর্ড বই, পৃষ্ঠা- ৩৮
 উৎপাদনের মৌলিক উপকরণ হলো ৪টি।
 উৎপাদনে সাহায্য করে এমনসব প্রাকৃতিক সম্পদকে বলে ভ‚মি।
 উৎপাদন কার্যে ব্যবহৃত সব ধরনের শারীরিক ও মানসিক পরিশ্রমকে বলে শ্রম।
 মানুষ কর্তৃক উৎপাদিত একমাত্র উপকরণ হলো মূলধন।
 উৎপাদন কার্য সমন্বয়কারী প্রতিষ্ঠানকে বলে সংগঠন।
 উৎপাদন ক্ষেত্রে সব উপকরণের গুরুত্ব সমান নয়।
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৫৯. উৎপাদনের বিকল্প ব্যবহার বলতে কী বোঝায়? (উচ্চতর দক্ষতা)
 উপকরণসমূহের সর্বোত্তম ব্যবহার খ উপকরণসমূহের অবাধ ব্যবহার
গ উপকরণসমূহের সাধারণ ব্যবহার ঘ উপকরণসমূহের বিশেষ ব্যবহার
৬০. শাহজাহান আলী ধান চাষ করতে গিয়ে ভ‚মি, ধানবীজ, সার, পানি প্রভৃতি ব্যবহার করেন। এগুলোকে কী বলা হয়? (প্রয়োগ)
 উৎপাদনের উপকরণ খ উৎপাদন ব্যয়
গ উৎপাদন প্রভাবক ঘ উৎপাদন সামগ্রী
৬১. বৃহদায়তন শিল্পের প্রধান বৈশিষ্ট্য কোনটি? (অনুধাবন)
ক অধিক উৎপাদন  শ্রমবিভাগ
গ পর্যাপ্ত কাঁচামাল ঘ পণ্যের চাহিদা
৬২. উৎপাদনের মৌলিক উপকরণ মূলত কয়টি? (জ্ঞান)
 চার খ পাঁচ গ ছয় ঘ আট
৬৩. উৎপাদনে সাহায্য করে এমনসব প্রাকৃতিক সম্পদকে কী বলে? (জ্ঞান)
 ভ‚মি খ মূলধন গ সঞ্চয় ঘ উৎপাদন
৬৪. মাটির উর্বরা শক্তি উৎপাদনের কোন উপকরণ নির্দেশ করে? (জ্ঞান)
 ভ‚মি খ মূলধন গ শ্রম ঘ সংগঠন
৬৫. জনাব তুহিন সৌরশক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করছে। এখানে সৌরশক্তি উৎপাদনের কোন ধরনের উপকরণ? (প্রয়োগ)
 ভ‚মি খ শ্রম গ মূলধন ঘ সংগঠন
৬৬. জনাব মৃদুল হক আলুর চাষ করতে গিয়ে বৃষ্টির পানির ওপর নির্ভর করছেন। এটি উৎপাদনের কোন ধরনের উপকরণ? (প্রয়োগ)
ক শ্রম  ভ‚মি গ মূলধন ঘ সংগঠন
৬৭. নিচের কোনটি ভ‚মির অন্তর্ভুক্ত? (জ্ঞান)
ক কাঁচামাল  আবহাওয়া ও জলবায়ু
গ শিক্ষকের শিক্ষাদান ঘ সততা
৬৮. উৎপাদন কাজে নিয়োজিত মানুষের সব ধরনের শারীরিক ও মানসিক পরিশ্রমকে কী বলে? (জ্ঞান)
 শ্রম খ কর্মদক্ষতা
গ সংগঠন ঘ উদ্যোগ
৬৯. বাংলাদেশের হাজার হাজার শ্রমিক পোশাক শিল্পে কায়িক পরিশ্রম দিয়ে দেশের উৎপাদন প্রক্রিয়াকে সচল রাখছে। এসব শ্রমিকের কায়িক পরিশ্রম কোন ধরনের উৎপাদন উপকরণ? (প্রয়োগ)
ক ভ‚মি  শ্রম গ সংগঠন ঘ মূলধন
৭০. উকিলের পরামর্শ উৎপাদনের কোন ধরনের উপকরণ? (অনুধাবন)
 শ্রম খ ভ‚মি গ মূলধন ঘ সংগঠন
৭১. বিশ্বের উন্নত দেশসমূহে উৎপাদন বেশি হয় কেন? (অনুধাবন)
ক অনুক‚ল কর্মপরিবেশের কারণে
 শ্রমিকদের অধিক দক্ষতার জন্য
গ সামাজিক নিরাপত্তা কর্মসূচির জন্য
ঘ বেতন-বোনাস বেশি দেওয়ার জন্য
৭২. মানুষ কর্তৃক উৎপাদিত উৎপাদনের একমাত্র উপকরণ কোনটি? (জ্ঞান)
ক ভ‚মি খ শ্রম  মূলধন ঘ সংগঠন
৭৩. নিচের কোনটি উৎপাদনের সক্রিয় উপকরণ? (অনুধাবন)
 মূলধন খ শ্রম গ সংগঠন ঘ ভ‚মি
৭৪. শিহাব সাত বছরে অর্জিত মুনাফা ভোগ না করে নতুন ব্যবসার কাজে লাগিয়েছে। শিহাবের টাকাকে কী বলা হয়? (প্রয়োগ)
 মূলধন খ যোগান গ চাহিদা ঘ শ্রম
৭৫. উৎপাদনের কোন উপকরণটি ভোগ না করে ভবিষ্যতের জন্য ব্যবহার করা যায়? (জ্ঞান)
 মূলধন খ শ্রম গ ভ‚মি ঘ সংগঠন
৭৬. উকিলের পরামর্শ উৎপাদনের কোন ধরনের উপকরণ? (অনুধাবন)
 শ্রম খ ভ‚মি গ মূলধন ঘ সংগঠন
৭৭. বিশ্বের উন্নত দেশসমূহে উৎপাদন বেশি হয় কেন? (অনুধাবন)
ক অনুক‚ল কর্মপরিবেশের কারণে
 শ্রমিকদের অধিক দক্ষতার জন্য
গ সামাজিক নিরাপত্তা কর্মসূচির জন্য
ঘ বেতন-বোনাস বেশি দেওয়ার জন্য
৭৮. একটি প্রতিষ্ঠানের সার্বিক কাজ পরিচালনাকে কী বলা হয়? (জ্ঞান)
 সংগঠন খ উৎপাদন
গ বিনিয়োগ ঘ যোগান
৭৯. রাতুল একজন সংগঠক। সে উৎপাদন ক্ষেত্রে কী করবে? (উচ্চতর দক্ষতা)
ক মাঠে কাজ করবে  ঝুঁকি বহন করবে
গ শ্রমিকদের বেতন দেবে ঘ ব্যবসায়ের লভ্যাংশ দান করবে
৮০. একজন সংগঠক হিসেবে মহিউদ্দিন সাহেবের প্রধান কাজ কী? (উচ্চতর দক্ষতা)
ক পরিকল্পনা করা খ দায়িত্ব বণ্টন করা
 প্রতিষ্ঠানের ঝুঁকি বহন করা ঘ মালিকানা প্রতিষ্ঠা করা
৮১. সমগ্র উৎপাদন ব্যবস্থায় চারটি উপকরণ উপস্থিত থাকা জরুরি কেন? (অনুধাবন)
ক উৎপাদন বেশি হওয়ার জন্য
 উৎপাদন হিসেবে গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য
গ উৎপাদনের স্বাভাবিকতা বজায় রাখার জন্য
ঘ উৎপাদন প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য
৮২. উৎপাদনে বেশি বা কম উপকরণের প্রয়োজন হয় কীভাবে (উচ্চতর দক্ষতা)
 অবস্থাভেদে খ পরিমাণ অনুযায়ী
গ গুরুত্ব অনুযায়ী ঘ বিনিয়োগ অনুসারে
৮৩. উৎপাদন ক্ষেত্রে সব উপকরণের গুরুত্ব সমান নয় কেন? (অনুধাবন)
ক উৎপাদন কাঠামোর ভিন্নতার কারণে
খ উপকরণসমূহের গুরুত্বের ভিন্নতার কারণে
 উৎপাদন ব্যবস্থার অবস্থাগত ভিন্নতার কারণে
ঘ উৎপাদন উপকারণসমূহের সহজলভ্যতার কারণে
৮৪. বাংলাদেশ কোন ধরনের দেশ? (অনুধাবন)
 কৃষিপ্রধান খ শিল্পপ্রধান
গ অধিক বিনিয়োগের ঘ খনিজসম্পদ প্রদান
৮৫. যুক্তরাষ্ট্রে উৎপাদন ক্ষেত্রে কোনটির ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়? (প্রয়োগ)
ক শ্রম খ ভ‚মি  মূলধন ঘ চাহিদা
৮৬. বর্তমান বাংলাদেশে উৎপাদনের কোন উপাদানটির গুরুত্ব কম? (অনুধাবন)
ক শ্রম  মূলধন গ ভ‚মি ঘ সংগঠন
৮৭. উন্নত দেশে উৎপাদনের কোন উপকরণটির প্রতি বেশি গুরুত্ব দেওয়া হয়? (অনুধাবন)
 মূলধন খ শ্রম গ সংগঠন ঘ ভ‚মি
৮৮. শিল্পপ্রধান দেশ হতে হলে বাংলাদেশকে উৎপাদনের কোন উপকরণের প্রতি বেশি গুরুত্ব দিতে হবে? (উচ্চতর দক্ষতা)
ক শ্রম ও ভ‚মি  মূলধন ও সংগঠন
গ মূলধন ও শ্রম ঘ শ্রম ও সংগঠন
৮৯. কৃষক জমির আলীর পরিবারের সম্পর্কের সাথে জনসংখ্যা সামঞ্জস্যপূর্ণ। এক্ষেত্রে কোনটি বৃদ্ধি পাবে? (উচ্চতর দক্ষতা)
 উৎপাদন খ যোগান গ চাহিদা ঘ শ্রম
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৯০. উৎপাদন উপকরণ হিসেবে ভ‚মির অন্তর্ভুক্ত (অনুধাবন)
র. আবহাওয়া রর. খনিজ দ্রব্য
ররর. কাঁচামাল
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৯১. উৎপাদনের উপকরণ হিসেবে শ্রমের অন্তর্ভুক্ত হবে (অনুধাবন)
র. কাঁচামালের ব্যবহার রর. শিক্ষকের শিক্ষাদান
ররর. নার্সের সেবা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর  রর ও ররর ঘ র, রর ও ররর
৯২. উৎপাদনের উপকরণের মধ্যে পড়ে (অনুধাবন)
র. জমির উর্বরা শক্তি রর. শ্রমিকদের দায়িত্ব বণ্টন
ররর. শিক্ষকের শিক্ষাদান
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
৯৩. উৎপাদনের উপকরণ হিসেবে মূলধন (অনুধাবন)
র. মানুষ কর্তৃক উৎপাদিত রর. মানুষ ব্যবহার করতে পারে না
ররর. নতুন পণ্য উৎপাদনে ব্যয় হয়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর  র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৯৪. জনাব মজিদ উৎপদনের উপকরণ হিসেবে ভ‚মিকে গুরুত্ব দিচ্ছেন। এক্ষেত্রে তিনি নির্বাচন করতে পারেন (প্রয়োগ)
র. খনিজ দ্রব্য রর. সূর্যকিরণ
ররর. কাঁচামাল
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
৯৫. জনাব রিয়াদ তার প্রতিষ্ঠানটিতে নিজস্ব মূলধন ব্যবহার করেছেন। এ মূলধন হতে পারে (প্রয়োগ)
র. প্রয়োজনীয় কাঁচামাল রর. শ্রমিকের দক্ষতা
ররর. আসবাবপত্র
নিচের কোনটি সঠিক?
ক র ও রর  র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৯৬. উৎপাদনের উপকরণ হিসেবে শ্রম হতে পারে (অনুধাবন)
র. শারীরিক রর. মানসিক
ররর. আর্থিক
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৯৭. একজন উৎপাদক হিসেবে শাহীন সমন্বয় সাধন করেন (প্রয়োগ)
র. ভ‚মির ও শ্রমের রর. শ্রম ও মূলধনের
ররর. চাহিদা ও যোগানের
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৯৮. একজন সংগঠক হিসেবে রিফাত শারমিনের কাজ হলো (উচ্চতর দক্ষতা)
র. উৎপাদনের উপকরণসমূহের সমন্বয় ঘটানো
রর. ঝুঁকি নিয়ে উৎপাদন কাজ পরিচালনা করা
ররর. চাহিদা ও যোগানের মধ্যে সমন্বয় সাধন করা
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৯৯. সমগ্র উৎপাদন ব্যবস্থায় যেসব উপকরণসমূহের অংশগ্রহণ অপরিহার্য (অনুধাবন)
র. ভ‚মি রর. মূলধন
ররর. শ্রম ও সংগঠন
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
১০০. অবস্থাভেদে উৎপাদনের উপকরণসমূহের (অনুধাবন)
র. কম প্রয়োজন হয় রর. বেশি প্রয়োজন হয়
ররর. প্রয়োজন হয় না
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১০১. বাংলাদেশ একটি (অনুধাবন)
র. জনবহুল দেশ রর. কৃষিপ্রধান দেশ
ররর. শিল্পসমৃদ্ধ দেশ
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১০২. একটি প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা কথাটি ব্যবহৃত হয় (অনুধাবন)
র. কাজের সমন্বয় বোঝাতে রর. কাজ পরিচালনা বোঝাতে
ররর. কর্মী নিয়োগ বোঝাতে
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১০৩. জনাব শিপন একজন উন্নত দেশের শিল্প উদ্যোক্তা। উৎপাদনের ক্ষেত্রে তিনি বেশি গুরুত্ব দেবেন (প্রয়োগ)
র. ভ‚মির রর. সংগঠনের
ররর. মূলধনের
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর  রর ও ররর ঘ র, রর ও ররর
১০৪. উন্নত দেশের উৎপাদনের ক্ষেত্রে ভ‚মি ও শ্রমের তুলনায় মূলধনের গুরুত্ব দেওয়া হয় বেশি। এ জাতীয় দেশের মধ্যে রয়েছে (প্রয়োগ)
র. ভারত রর. জাপান
ররর. যুক্তরাষ্ট্র
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর  রর ও ররর ঘ র, রর ও ররর
১০৫. উৎপাদনের উপকরণ হচ্ছে উৎপাদনের জন্য প্রয়োজনীয়Ñ (অনুধাবন)
র. দ্রব্য রর. সেবাকর্ম
ররর. অর্থ
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ১০৬ ও ১০৭ নং প্রশ্নের উত্তর দাও :
গাজীপুরের শালবন থেকে শালকাঠ সংগ্রহ করে মিরাজ এবং তার বন্ধু আসবাবপত্রের দোকান দিয়েছেন। তাদের দোকানে আরও দশজন কর্মী কাজ করছেন। মিরাজ এবং তার বন্ধু দোকানের সার্বিক কাজ তদারকি করছেন।
১০৬. অনুচ্ছেদের শালবন উৎপাদনের কোন ধরনের উপকরণ? (প্রয়োগ)
 ভ‚মি খ শ্রম
গ মূলধন ঘ সংগঠন
১০৭. মিরাজ ও তার বন্ধুকে সংগঠক বলা যাবে, যদি তারা (উচ্চতর দক্ষতা)
র. ব্যবসায়ের ঝুঁকি বহন করেন
রর. কাজের সমন্বয় সাধন করেন
ররর. মুনাফা ভোগ করেন
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
নিচের অনুচ্ছেদটি পড়ে ১০৮ ও ১০৯ নং প্রশ্নের উত্তর দাও :
পাথরঘাটার লালদিয়ার চরে বসবাসরত বেশ কিছু জেলে মৎস্য আহরণ করে জীবিকা নির্বাহ করে। নিজেদের জাল এবং নৌকা দিয়ে তারা বঙ্গোপসাগরে মাছ ধরে। এসব মাছ পাথরঘাটা হতে পল্টনে এনে বিক্রি করে যে টাকা পায়, তা দিয়ে সংসারের খরচ চালায় এবং অতিরিক্ত টাকা সঞ্চয় করে।
১০৮. অনুচ্ছেদে বর্ণিত জেলেদের জাল ও নৌকা উৎপাদনের কোন ধরনের উপকরণ? (প্রয়োগ)
ক ভ‚মি  মূলধন গ শ্রম ঘ সংগঠন
১০৯. অনুচ্ছেদের মধ্য থেকে উৎপাদনের ভ‚মি উপকরণ হিসেবে কোনটিকে চি‎িহ্নত করা যায়? (প্রয়োগ)
ক নৌকা খ জেলে  বঙ্গোপসাগর ঘ সঞ্চয়
নিচের অনুচ্ছেদটি পড়ে ১১০ ও ১১১ নং প্রশ্নের উত্তর দাও :
কুমিল্লার গোমতী নদীকে একসময় কুমিল্লার দুঃখ বলা হতো। এই নদীর পানি দুই ধারে প্লাবিত হয়ে জমিতে পলি পড়ায় ফসল ভালো হয়। নদীতে সারা বছর মাছ ধরে এখানকার অনেকেই জীবিকা নির্বাহ করে।
১১০. গোমতী নদীটি উৎপাদনের কোন ধরনের উপকরণ? (প্রয়োগ)
 ভ‚মি খ মূলধন গ শ্রম ঘ সংগঠন
১১১. নদীটিকে এ উপকরণের অন্তর্ভুক্ত করা হয়, কারণ (উচ্চতর দক্ষতা)
র. এটি উৎপাদনে সহায়তা করে
রর. এটি প্রকৃতির দান
ররর. এক্ষেত্রে কোনো উৎপাদন খরচ নেই
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

 ৪.৩ : সংগঠন ও এর বিকাশ  বোর্ড বই, পৃষ্ঠা- ৩৯
 ব্যবসায় পরিচালনা ও নিয়ন্ত্রণ নির্ভর করে সংগঠনের ওপর।
 ব্যবসায়ের ভিত্তি হলো সংগঠন।
 উৎপাদন ক্ষেত্রে দক্ষতার সাথে কার্য ভাগ করে দেন একজন সংগঠক।
 সাংগঠনিক কাঠামো যত শক্তিশালী হবে ব্যবসায়ের সাফল্য তত বৃদ্ধি পাবে।
 ব্যবসায়ের উদ্দেশ্য ও প্রকৃতি অনুসারে সংগঠনের রূপরেখা তৈরি করতে হয়।
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১১২. সংগঠন বলতে কী বোঝায়? (জ্ঞান)
ক উৎপাদন একত্রীকরণ
খ উৎপাদন বাজারজাতকরণ
 উৎপাদনের উপকরণসমূহের সমন্বয় সাধন ও কাজ পরিচালনা
ঘ শ্রমিকদের দায়িত্ব বণ্টন
১১৩. ব্যবসায়িক উদ্দেশে উৎপাদনমুখী কার্যক্রম নিয়ন্ত্রণ ও পরিচালনা করাকে কী বলে? (জ্ঞান)
 সংগঠন খ উৎপাদন গ বিনিয়োগ ঘ যোগান
১১৪. সংগঠনকে উৎপাদনের মৌলিক উপকরণ বলা হয় কেন? (অনুধাবন)
 সংগঠন ছাড়া উৎপাদন সম্ভব নয় বলে
খ উৎপাদনের প্রথম উপাদান বলে
গ উৎপাদনের গতি প্রকৃতি নির্ধারণ করে বলে
ঘ উৎপাদন বৃদ্ধি করে বলে
১১৫. উৎপাদনের জন্য পরিকল্পনা করেন কে? (জ্ঞান)
 সংগঠক খ ব্যবস্থাপক
গ বিনিয়োগকারী ঘ উৎপাদনকারী
১১৬. উৎপাদন কর্মকাণ্ডে বিভিন্ন জনকে কী করতে হয়? (জ্ঞান)
 দায়িত্ব পালন করতে হয় খ মুনাফা ভোগ করতে হয়
গ মূলধনের যোগান দিতে হয় ঘ কাজে সাহায্য করতে হয়
১১৭. কোনটি ছাড়া উৎপাদন ও ব্যবসায় নিয়ন্ত্রণ অসম্ভব? (জ্ঞান)
 সংগঠন খ শ্রম গ মূলধন ঘ ভ‚মি
১১৮. সংগঠন কী? (জ্ঞান)
 পারস্পরিক দায়িত্ব ও কর্তৃত্ব কাঠামো খ শ্রমিক ব্যবস্থাপনা
গ উৎপাদন কার্যাবলি ঘ বাজার ব্যবস্থাপনা
১১৯. সঞ্চিত আয় যখন উৎপাদন কাজে ব্যয় করা হয়। তখন তাকে কী বলা হয়? (জ্ঞান)
 মূলধন খ ভোগ গ বিনিয়োগ ঘ খরচ
১২০. নিচের কোনটি সাংগঠনিক কাঠামোর কাজ? (অনুধাবন)
 প্রতিষ্ঠানে নিয়মশৃঙ্খলা গড়ে তোলা খ ব্যবসায়ের আয়তন বৃদ্ধি করা
গ উৎপাদনের প্রকৃতি নির্ণয় করা ঘ শ্রমিকদের প্রশিক্ষণ দেয়া
১২১. ব্যবসায়ের সাফল্য নির্ভর করে কোনটির ওপর? (জ্ঞান)
 সাংগঠনিক কাঠামো খ শ্রমিকের দক্ষতা
গ ব্যবসায়ের প্রকৃতি ঘ ব্যবসায়ের আয়তন
১২২. ব্যবসায়ের মৌলিক ও প্রধান বিষয় কোনটি? (জ্ঞান)
 সংগঠন খ ভ‚মি গ শ্রমিক ঘ মূলধন
১২৩. জনাব আব্বাস আলী ‘ঢ’ নামক সংগঠনের উদ্যোক্তা। তিনি প্রথমে কী নির্ধারণ করবেন? (প্রয়োগ)
 ব্যবসায়ের উদ্দেশ্য খ কাজের প্রকৃতি
গ ব্যবসায়ের সাফল্য ঘ শ্রমিকের ধরন
১২৪. একটি আদর্শ সংগঠনের প্রথম ধাপ কী? (অনুধাবন)
 ব্যবসায়ের উদ্দেশ্য নির্ধারণ করা খ ব্যবসায়ের কার্যাবলি বণ্টন করা
গ ব্যবসায়ের ভার অর্পণ করা ঘ ব্যবসায়ের মুনাফা নির্ধারণ করা
১২৫. ব্যবসায়ের উদ্দেশ্য ও প্রকৃতি অনুযায়ী কী তৈরি করতে হয়? (জ্ঞান)
 ব্যবসায়ের সাংগঠনিক রূপ খ ব্যবসায়ের পরিবেশ
গ শ্রমিকদের স্তরবিন্যাস ঘ ব্যবসার স্তরবিন্যাস
১২৬. জনাব জামিল তার গার্মেন্টসে কোন ধরনের কাপড় উৎপাদন করা হবে এবং কতজন শ্রমিক কাজ করবে তা নির্ধারণ করেন। জনাব জামিলকে কী বলা যায়? উচ্চতর দক্ষতা)
 সংগঠক খ ব্যবস্থাপক গ শ্রমিকনেতা ঘ উৎপাদক
১২৭. একটি ভালো সংগঠনের বৈশিষ্ট্য কী? (উচ্চতর দক্ষতা)
ক পণ্যের মূল্য বেশি রাখা
 প্রতিষ্ঠানের কাজ ভাগাভাগি করে নেয়া
গ সব ব্যাপারে একমত পোষণ করা
ঘ পণ্যের মূল্য বৃদ্ধি করা
১২৮. একটি শিল্প কারখানায় কে কী কাজ করবে তা ঠিক করেন কে? (জ্ঞান)
 সংগঠক খ বিনিয়োগকারী
গ শ্রমিকনেতা ঘ উৎপাদনকারী
১২৯. প্রতি বিভাগের কাজে সহায়ক হয়Ñ (জ্ঞান)
ক অণুবিভাগ  উপবিভাগ গ ক্ষুদ্রবিভাগ ঘ সহবিভাগ
১৩০. ব্যবসায়ের প্রতিটি বিভাগ ও উপবিভাগে কর্মীর সুনির্দিষ্ট কর্ম স্থির করা হয় কীভাবে? (অনুধাবন)
 অভিজ্ঞতা, ক্ষমতা ও দক্ষতা অনুযায়ী
খ শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী
গ সামাজিক অবস্থান অনুযায়ী
ঘ নৈতিক চরিত্র অনুযায়ী
১৩১. বাংলাদেশের ঢাকার তাহসিন গার্মেন্টসের তৈরি পোশাক বিশ্ব বাজারে বিশেষ স্থান দখল করেছে। এ থেকে কী বোঝা যায়? (উচ্চতর দক্ষতা)
 বাংলাদেশি শ্রমিকদের দক্ষতা খ গার্মেন্টস শিল্পের গ্রহণযোগ্যতা
গ গার্মেন্টস কর্মীদের বিলাসিতা ঘ বাংলাদেশে পোশাকের ঘাটতি
১৩২. কর্তব্য পালনের উপযুক্ত কার্যনির্বাহী ক্ষমতা অর্পণ করাকে কী বলা হয়? (জ্ঞান)
ক বণ্টন খ কর্তব্য
 ভার অর্পণ ঘ কার্যাবলির ভাগাভাগি
১৩৩. একটি কারখানার কর্মীকে কিসের অধিকার দিতে হবে? (জ্ঞান)
 নির্বিঘেœ কাজ করার খ যখন খুশি ছুটি নেয়ার
গ অধস্তনদের ইচ্ছামতো শাসন করার ঘ ঊর্ধ্বতনদের শ্রদ্ধা করার
১৩৪. কারখানায় দুটি ভিন্নমুখী প্রবাহ অব্যাহত থাকলে সংগঠন সফল হয়। এখানে কী বোঝানো হয়েছে? (উচ্চতর দক্ষতা)
 অধস্তন ও ঊর্ধ্বতনদের সম্পর্কের দিকটি
খ চাহিদা ও যোগানের সমন্বয়ের দিকটি
গ উৎপাদন ও সংগঠনের সম্পর্কের দিকটি
ঘ উৎপাদন ও বাজারের সমন্বয়ের দিকটি
১৩৫. অধস্তন কর্মী কার নিকট কাজের কৈফিয়ৎ দিতে বাধ্য থাকেন? (অনুধাবন)
 উর্ধ্বতন কর্মকর্তা খ মালিক
গ হিসাব রক্ষক ঘ ব্যবস্থাপক
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৩৬. সাধারণত সংগঠন হলো ব্যবসায়িক উদ্দেশ্যে (অনুধাবন)
র. উৎপাদনমুখী কার্যক্রম পরিচালনা করা
রর. কার্যক্রম নিয়ন্ত্রণ করা
ররর. মুনাফা অর্জন করা
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৩৭. সংগঠন ছাড়া প্রায় অসম্ভব (উচ্চতর দক্ষতা)
র. উৎপাদন করা
রর. ব্যবসায়িক কার্যক্রম নিয়ন্ত্রণ করা
ররর. প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা সংক্রান্ত কাজ সম্পন্ন করা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
১৩৮. সংগঠন কর্মীদের মধ্যে সৃষ্টি করে (উচ্চতর দক্ষতা)
র. দায়িত্বানুভ‚তি রর. সহানুভ‚তি
ররর. কর্তৃত্বানুভ‚তি
নিচের কোনটি সঠিক?
ক র ও রর  র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৩৯. সংগঠন কাঠামো সৃষ্টি করা হয় (অনুধাবন)
র. লক্ষ্য অর্জনের জন্য রর. কাজের সমন্বয়ের জন্য
ররর. কর্মী ব্যবস্থাপনার জন্য
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
১৪০. ব্যবসায়ের সাংগঠনিক কাঠামো নির্ভরশীল (উচ্চতর দক্ষতা)
র. ব্যবসায়ের আয়তনের ওপর
রর. ব্যবসায়ের মুনাফার ওপর
ররর. উৎপাদিত পণ্যের প্রকৃতি ও পরিমাণের ওপর
নিচের কোনটি সঠিক?
ক র ও রর  র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৪১. সাংগঠনিক কাঠামোর অন্তর্ভুক্ত বিষয় হলো (অনুধাবন)
র. বিভিন্ন কাজের দায়িত্ব বণ্টন
রর. নিয়মশৃঙ্খলা গড়ে তোলা
ররর. কর্মীর দক্ষতা যাচাই করা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
১৪২. সংগঠন একটি ব্যবসায়ের (অনুধাবন)
র. মূল ভিত্তি রর. মৌলিক বিষয়
ররর. সাধারণ বিষয়
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৪৩. ব্যবসায়ের সাংগঠনিক রূপ তৈরি করতে হয় (অনুধাবন)
র. ব্যবসায়ের উদ্দেশ্য অনুযায়ী
রর. ব্যবসায়ের গ্রহণযোগ্যতা অনুযায়ী
ররর. ব্যবসায়ের প্রকৃতি অনুযায়ী
নিচের কোনটি সঠিক?
ক র ও রর  র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৪৪. একটি সাংগঠনিক চিত্র থেকে ধারণা লাভ করা যায় (উচ্চতর দক্ষতা)
র. প্রাতিষ্ঠানিক বিভিন্ন দায়িত্ব সম্পর্কে
রর. দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পদক্রম সম্পর্কে
ররর. প্রতিষ্ঠানের আয়-ব্যয় সম্পর্কে
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৪৫. জনাব হিসাম একটি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা। তিনি তার অধস্তনদের কর্তব্য বণ্টন করবেন (প্রয়োগ)
র. কর্মীদের দক্ষতা ও অভিজ্ঞতা অনুযায়ী
রর. প্রতিষ্ঠানের নির্দেশানুযায়ী
ররর. নিজের অভিজ্ঞতা অনুযায়ী
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৪৬. ভার অর্পণ বলতে বোঝায় (অনুধাবন)
র. কর্তব্য পালনের ক্ষমতা প্রদান
রর. ঊর্ধ্বতন কর্মকর্তার কাজের ভাগাভাগি
ররর. প্রতিষ্ঠানে জবাবদিহিতা সৃষ্টি
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
১৪৭. শিহাব স্থানীয় একটি এনজিও থেকে ঋণ নিয়ে কর্মসংস্থান গড়ে তোলেন। তার প্রতিষ্ঠানে আরও ২০ জন কর্মী কাজ করছে। শিহাবকে একজন সংগঠক বলা যায়, কারণ (উচ্চতর দক্ষতা)
র. তিনি উৎপাদনের পরিকল্পনা করেন
রর. তিনি কর্মীদের মধ্যে দায়িত্ব ভাগ করে দেন
ররর. তিনি বার্ষিক আয়-ব্যয়ের হিসাব করেন
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

বোর্ড ও সেরা স্কুলের সৃজনশীল প্রশ্ন ও উত্তর
প্রশ্ন- ১  উৎপাদন ও উৎপাদক

গণেশ পদ্মা পাড়ের জেলে। এখন পদ্মায় প্রচুর ইলিশ পাওয়া যায়। ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ। তবুও গণেশের চোখে-মুখে হতাশার ছাপ। সে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যে ভালো দাম পায় না। দিনেশ বাবুর পরামর্শে গণেশ ইলিশ ঢাকায় নিয়ে যায় এবং ভালো দামে বিক্রয় করে।
[স. বো. ’১৬]
ক. উৎপাদন কাকে বলে? ১
খ. ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি কী? ২
গ. গনেশের কাজটি কোন ধরনের উৎপাদন সৃষ্টি করছে? বিশ্লেষণ কর। ৩
ঘ. তুমি কি মনে কর গণেশের সিদ্ধান্ত সঠিক ছিল? যুক্তিসহ মূল্যায়ন কর। ৪

ক উৎপাদন বলতে মূলত উপযোগ সৃষ্টি করাকে বোঝায়। উপকরণ বা প্রাথমিক দ্রব্য ব্যবহার করে নতুন কোনো দ্রব্য বা উপযোগ সৃষ্টি করাকে উৎপাদন বলে।
খ যদি কোনো নির্দিষ্ট পরিমাণ জমিতে ক্রমাগত অধিক শ্রম ও মূলধন নিয়োগ করা হয় তাহলে শ্রম ও মূলধন যে হারে নিয়োগ করা হয় উৎপাদন তা অপেক্ষা কম হারে বৃদ্ধি পায়। উৎপাদন বৃদ্ধির এ প্রবণতাই অর্থনীতিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি নামে পরিচিত। অধ্যাপক মার্শাল বলেন, “বর্ধিত পরিমাণ মূলধন ও শ্রম কৃষিক্ষেত্রে নিয়োগ করলে উৎপাদন সাধারণত আনুপাতিক হার অপেক্ষা কম হারে বৃদ্ধি পায়।” এটিই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদনের মূলকথা।
গ গণেশের কাজটি স্থানগত উৎপাদন সৃষ্টি করছে। কোনো কোনো দ্রব্য এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করলে তার উপযোগ বাড়ে। যেমন, বনের কাঠ সাধারণত বনের আশেপাশের লোকজন জ্বালানি হিসেবে ব্যবহার করে। শহরে আনলে মানুষ এই কাঠ দিয়ে আকর্ষণীয় আসবাবপত্র বানাতে পারে ফলে এর উপযোগ বাড়ে। এ ধরনের উপযোগ সৃষ্টি হচ্ছে স্থানগত উৎপাদন। উদ্দীপকে পদ্মাপাড়ের জেলে গণেশও প্রচুর ইলিশ ধরে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যে ভাল দাম পাচ্ছিল না। পরবর্তীতে সে ইলিশ ঢাকায় নিয়ে যায় এবং ভাল দামে বিক্রি করে। অর্থাৎ পদ্মার পাড় থেকে ঢাকায় আসার ফলে তথা স্থানান্তরের কারণে ইলিশের উপযোগ বাড়ে। আর এ ধরনের উৎপাদনই হচ্ছে স্থানগত উৎপাদন। সুতরাং গণেশের কাজটি স্থানগত উৎপাদন সৃষ্টি করছে।
ঘ হ্যাঁ, আমি মনে করি গণেশের সিদ্ধান্ত সঠিক ছিল। উদ্দীপকের গণেশ পেশায় জেলে। পদ্মা পাড়ের জেলে গণেশের জালে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ। স্পষ্টত সে মুনাফার আশায় অর্থাৎ অর্থনীতির ভাষায় বলা যায়, ব্যবসায়িক উদ্দেশ্যে উৎপাদনমুখী কার্যক্রম পরিচালনা করে। কিন্তু তার চোখে-মুখে হতাশার ছাপ। কারণ সে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যে ভালো দাম পায় না। এমতাবস্থার ভালো দাম পেতে তাকে ভালো সংগঠক হতে হবে। অর্থনীতিতে সংগঠন হচ্ছে উৎপাদনমুখী কার্যক্রম পরিচালনা ও নিয়ন্ত্রণ করা। সত্যিকার অর্থে সংগঠন ছাড়া উৎপাদন ও ব্যবসায় নিয়ন্ত্রণ এবং ব্যবস্থাপনা প্রায় অসম্ভব। অর্থাৎ চুড়ান্ত পর্যায়ে লাভের আশা করা দুরূহ। সংগঠন ব্যবস্থাপনা যত সুন্দর ও সুস্থ হয় ব্যবসায়ে সাফল্য তত বেশি হবে। এক্ষেত্রে গণেশ জনৈক দিনেশ বাবুর পরামর্শ গ্রহণ করে ভালো সংগঠনের পরিচয় দেয়। সে ইলিশের স্থানান্তর ঘটিয়ে উৎপাদিত দ্রব্যের উপযোগ বৃদ্ধি করে অর্থাৎ ইলিশের স্থানগত উৎপাদনের মাধ্যমে ভালো দাম পায়। মধ্যস্বত্বভোগীদের কাছে ইলিশ বিক্রি না করে সে ঢাকায় এনে মাছ বিক্রি করে। এভাবে গণেশ উৎপাদনমুখী কার্যক্রমে সাংগঠনিক দক্ষতার পরিচয় দিয়ে ব্যবসায়িক সাফল্য লাভ করে। অর্থনীতির এ দৃষ্টিকোণ থেকে বলা সমীচীন, গণেশের সিদ্ধান্ত সঠিক ছিল। আমিও তাই মনে করি।

প্রশ্ন- ২  উৎপাদন ও তার উপকরণ

ব্যবসায়ী আদনান সাহেব কাঠের ব্যবসা করেই নিজের অবস্থান পরিবর্তন করতে সক্ষম হয়েছেন। প্রত্যন্ত এলাকা থেকে কাঠ কিনে এনে সেই কাঠ দিয়ে শহরে বিশাল ফার্নিচারের দোকান দিয়েছেন তিনি। প্রায় ২০ জন কর্মী তার দোকানে কাজ করছে। বন-জঙ্গল থেকে কিনে আনা কাঠ দিয়ে কর্মীরা সুন্দর সুন্দর আসবাবপত্র তৈরি করছে, যার চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। স¤প্রতি নিজ দোকানে তৈরিকৃত আসবাবপত্রের একটি প্রদর্শনী করেছেন তিনি।
[লায়ন স্কুল এন্ড কলেজ, রংপুর; দি বার্ডস রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, শ্রীমঙ্গল]
ক. ভ‚মি কী? ১
খ. উৎপাদন বলতে কী বোঝায়? ২
গ. ব্যবসায়ী আদনান সাহেবের কাজে উৎপাদন প্রক্রিয়ার কোন দিকগুলো লক্ষণীয়? ব্যাখ্যা কর। ৩
ঘ. ব্যবসায়ী আদনান সাহেবকে একজন সফল সংগঠক বলা যায় কি? যুক্তিসহ মতামত দাও। ৪

ক উৎপাদন কাজে সাহায্য করে এমনসব প্রাকৃতিক সম্পদই হলো ভ‚মি।
খ উৎপাদন বলতে নতুন কোনো দ্রব্য সৃষ্টি করা বোঝায়।
প্রাথমিক দ্রব্য বা উপকরণ ব্যবহার করে নতুন কোনো দ্রব্য বা উপযোগ সৃষ্টি করাকে সাধারণত উৎপাদন বলে। যেমন- আটা, লবণ, পানি, বেলুন ব্যবহার করে রুটি বানানো হয়। রুটি একটি নতুন উৎপাদিত দ্রব্য, যার উপযোগ রয়েছে। কারণ রুটি খেয়ে মানুষ জীবনধারণ করে। এককথায় উপযোগ রয়েছে, এমন দ্রব্য সৃষ্টি করাই হলো উৎপাদন।
গ ব্যবসায়ী আদনান চৌধুরীর কাজে রূপগত এবং স্থানগত উৎপাদন প্রক্রিয়া দুটি লক্ষণীয়। উৎপাদন বা উপযোগ সৃষ্টির অন্যতম দুটি প্রক্রিয়া হলো রূপগত বা স্থানগত উৎপাদন। দ্রব্যের রূপ পরিবর্তন করে যেমন উপযোগ সৃষ্টি করা যায়, তেমনি একটি দ্রব্য এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করলেও উপযোগ সৃষ্টি হতে পারে। এ দুটি বিষয়ই উদ্দীপকের ক্ষেত্রে দেখা যাচ্ছে। উদ্দীপকে আমরা লক্ষ করি জনাব আদনান সাহেব প্রত্যন্ত গ্রাম থেকে কাঠ কিনে এনে শহরে বিশাল ফার্নিচারের দোকান দিয়েছেন। অর্থাৎ গ্রামে বা বন-জঙ্গলে যে কাঠগুলো খড়ি বা সামান্য লাকড়ি হিসেবে ব্যবহৃত হতো, স্থান পরিবর্তনের ফলে তা বিভিন্ন দামি আসবাবপত্র তৈরির উপকরণ হিসেবে ব্যবহৃত হচ্ছে। এটি হচ্ছে স্থানগত উৎপাদন। আর কাঠের রূপ পরিবর্তন করে যেসব আসবাবপত্র তৈরি করা হচ্ছে, তা হলো রূপগত উৎপাদন। কারণ রূপগত পরিবর্তনে দ্রব্যের রূপ পরিবর্তন করে নতুন দ্রব্য উৎপাদন করা হয়। অর্থাৎ আদনান সাহেবের ফার্নিচারের ব্যবসায় রূপগত ও স্থানগত উৎপাদন প্রক্রিয়া দুটি সুস্পষ্টভাবে প্রতীয়মান হচ্ছে।
ঘ সাংগঠনিকভাবে দ্রব্যের উপযোগ সৃষ্টি করে সাফল্য অর্জন করায় আদনান সাহেবকে একজন সফল সংগঠক বলা যায়। একজন সফল সংগঠক তিনিই, যিনি উৎপাদনের সকল পরিকল্পনা প্রণয়ন ও নির্ধারণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন। তার সিদ্ধান্তেই ব্যবসা সাধিত ও পরিচালিত হয় এবং পরিকল্পনা অনুযায়ী কর্মসূচি বাস্তবায়িত হয়। একজন সফল সংগঠক নিজে ব্যবসায়ে লাভবান হওয়ার পাশাপাশি কর্মী ব্যবস্থাপনায়ও সফলতা লাভ করেন। যেমনটি উদ্দীপকে আদনান সাহেবের ক্ষেত্রে লক্ষণীয়। উদ্দীপকের ব্যবসায়ী আদনান সাহেব নিজের পরিকল্পনা ও সিদ্ধান্ত অনুযায়ী ব্যবসায় পরিচালনা করছেন। তিনি নিজ সিদ্ধান্তে ব্যবসায়ের উপকরণ সংগ্রহ করছেন এবং তা ব্যবহার করে দ্রব্য উৎপাদন করছেন। এক্ষেত্রে তিনি কর্মীদের মধ্যে সমন্বয় সাধন করে প্রয়োজনীয় বা আকাক্সিক্ষত দ্রব্য উৎপাদন করতে সক্ষম হচ্ছেন এবং ব্যবসায়িক সফলতা অর্জন করছেন। একজন সফল সংগঠক ব্যবসায়ের উন্নতি ও প্রসারের জন্য নানা নতুন উপকরণ তৈরি করেন এবং প্রচারের ব্যবস্থা করেন। আদনান সাহেবও তার সংগৃহীত কাঠ দিয়ে আকর্ষণীয় আসবাবপত্র তৈরি করে, তা প্রদর্শনীর ব্যবস্থা করেছেন, যা তার ব্যবসায়িক মুনাফা প্রাপ্তির পথ প্রশস্ত করেছে। একজন সফল সংগঠকের যে গুণাবলি থাকা উচিত বা কর্মকাণ্ড যেমন হওয়া উচিত আদনান সাহেবের মধ্যেও তা লক্ষণীয়। তাই তাকে সফল সংগঠক হিসেবে আখ্যা দেওয়া যায়।

প্রশ্ন- ৩  উৎপাদনের উপকরণ ও তার ব্যবহার

নিম্নবিত্ত ঘরে জন্মগ্রহণ করেও জনাব শিহাব মোরশেদ আজ প্রসিদ্ধ ব্যবসায়ী হিসেবে খ্যাতি লাভ করেছেন। স্ত্রীর পরামর্শ আর সহযোগিতায় দুগ্ধ খামার গড়ে তোলার মধ্য দিয়ে তার যাত্রা শুরু হয়। আজ তিনি দশটি খামার পরিচালনা করছেন। তার প্রতিষ্ঠানে হাজার হাজার নারী-পুরুষ কাজ করছেন। তিনি সঠিকভাবে কর্মী ব্যবস্থাপনা করছেন বলেই কর্মীরা আশানুরূপ কাজ দিতে পারছে। সবার সর্বাত্মক সহযোগিতায় শিহাব আজ তার ব্যবসায়িক উদ্দেশ্য অর্জন করতে সক্ষম হয়েছেন।
[মিরপুর গার্লস আইডিয়াল ল্যাব. ইনস্টিটিউট, ঢাকা]
ক. মূলধন কী? ১
খ. শ্রম বলতে কী বোঝায়? ২
গ. উদ্দীপকে উৎপাদনের কোন উপকরণটির ইঙ্গিত দেওয়া হয়েছে? ব্যাখ্যা কর। ৩
ঘ. জনাব শিহাব মোরশেদ এই উপকরণটির যথার্থ ব্যবহারে সক্ষম হয়েছেন তুমি কি বক্তব্যটি সমর্থন কর? যুক্তি দাও। ৪

ক মানুষ কর্তৃক উৎপাদিত সম্পদের যে অংশ সরাসরি ভোগের কাজে ব্যবহার না করে উৎপাদন কাজে ব্যবহার করা হয়, তা-ই মূলধন।
খ শ্রম বলতে উৎপাদন কাজে ব্যবহৃত মানুষের সব ধরনের শারীরিক ও মানসিক পরিশ্রমকে বোঝায়। শ্রম উৎপাদনের একটি প্রধান উপকরণ। উৎপাদনের ক্ষেত্রে শ্রম হলো চাষি, জেলে, কামার, কুমোর তৈরি পোশাক শিল্পের কর্মীদের কায়িকশ্রম। অফিস-আদালতের কর্মকর্তা-কর্মচারীদের শারীরিক ও মানসিক পরিশ্রমকেও শ্রম বলে। আবার ডাক্তারের সেবা, উকিলের পরামর্শ, সবই শ্রমের অন্তর্ভুক্ত।
গ উদ্দীপকে উৎপাদনের অন্যতম উপকরণ সংগঠনের ইঙ্গিত দেওয়া হয়েছে। ব্যবসায়িক উদ্দেশে উৎপাদনমুখী কার্যক্রম পরিচালনা ও নিয়ন্ত্রণ করাকে সংগঠন বলে। এটি উৎপাদন প্রক্রিয়ায় সমন্বয়কারীর ভ‚মিকা পালন করে। সত্যিকার অর্থে সংগঠন ছাড়া উৎপাদন, ব্যবসায় নিয়ন্ত্রণ এবং ব্যবস্থাপনা সম্ভব নয়। উদ্দীপকে শিহাব মোরশেদের সাংগঠনিক তৎপরতা লক্ষ করা যাচ্ছে। তাকে একজন সফল সংগঠক হিসেবে আমরা দেখতে পাচ্ছি। উৎপাদন ক্ষেত্রে ভ‚মি, শ্রম, মূলধনের সমন্বয় সাধন করে তিনি তার ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছেন, যাকে অর্থনীতিতে সংগঠন বলা হয়। একজন সংগঠক সিদ্ধান্ত গ্রহণ থেকে শুরু করে পরিকল্পনা প্রণয়ন, কার্য-নির্ধারণ, বাস্তবায়ন, কর্মী ব্যবস্থাপনা, কাজ বণ্টন, কাজের তদারকি প্রভৃতি যাবতীয় কাজ সম্পাদন করে থাকেন। আর এসব কাজ সাংগঠনিক পর্যায়েই হয়ে থাকে। উদ্দীপকে শিহাব মোরশেদকেও উল্লিখিত কাজগুলো করতে দেখা যাচ্ছে। সুতরাং এটি প্রতীয়মান, উদ্দীপকে উৎপাদন প্রক্রিয়ার সংগঠন উপকরণটিরই ইঙ্গিত দেওয়া হয়েছে।
ঘ সঠিকভাবে দুগ্ধ খামার পরিচালনা করে ব্যবসায়িক সাফল্য অর্জন করায় এটি নির্দ্বিধায় বলা যায়, শিহাব মোরশেদ সংগঠন উপকরণটির যথার্থ ব্যবহারে সক্ষম হয়েছেন। সংগঠন হচ্ছে একটি ব্যবসায়ের ভিত্তি। একজন সংগঠক দক্ষতার সাথে কাজ করতে পারলেই সংগঠন সাফল্য লাভ করে। উৎপাদন কর্মকাণ্ডের বিভিন্ন কাজ সঠিকভাবে পরিচালনার মাধ্যমে ব্যবসায় লাভবান হওয়া সম্ভব, যেমনটি শিহাব মোরশেদের ক্ষেত্রে লক্ষণীয়। জনাব শিহাব মোরশেদ একজন সংগঠক হিসেবে প্রথমে তার ব্যবসার উদ্দেশ্য ও প্রকৃতি নির্ধারণ করে নিয়েছেন। এরপর ব্যবসায়ের জন্য প্রয়োজনীয় কার্যাবলি নির্ধারণ করে তা কর্মীদের মধ্যে যথাযথভাবে ভাগ করে দিয়েছেন। কর্মীদের দক্ষতা অনুযায়ী তিনি কাজগুলো অর্থাৎ উৎপাদন, ক্রয়-বিক্রয় হিসাব, প্রচার প্রভৃতি বণ্টন করতে পেরেছেন বলেই কর্মীরা যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারছেন। তার সঠিক তদারকির ফলে কর্মীরা আশানুরূপ ফল দিচ্ছে, যা ব্যবসায়ের সাফল্যকে ত্বরান্বিত করছে। একটি সংগঠনের মূল কাজই হলো লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় রূপরেখা তৈরি করা এবং তা সঠিকভাবে বাস্তবায়ন করা। দায়িত্ব বণ্টন, নিয়মশৃঙ্খলা রক্ষা ব্যবসায়িক সংগঠনের সাফল্যের হাতিয়ার হিসেবে কাজ করে। জনাব শিহাব মোরশেদ এ কাজগুলো দক্ষতার সাথে করতে সক্ষম হয়েছেন। উপরিউক্ত আলোচনায় এটি স্পষ্টত প্রতীয়মান হয় যে, সংগঠন স্তরে ব্যবসায়িক সাফল্যের জন্য যেসব কাজ করা অত্যাবশ্যক, জনাব শিহাব তা অত্যন্ত দক্ষতা ও বিচক্ষণতার সাথে করতে সক্ষম হয়েছেন। তাই প্রশ্নোক্ত মন্তব্যটি আমি সমর্থন করি।

প্রশ্ন- ৪  ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি

জাভেদের এক একর জমিতে উৎপাদনে ব্যবহৃত উপকরণ ও উৎপাদনের বিবরণ নিচে দেওয়া হলো :
টাকা মোট উৎপাদন (মণ) প্রান্তিক উৎপাদন (মণ)
১০০০ ৫৫ ৫৫
২০০০ ১১৫ ৬০
৩০০০ ১৬৫ ৫০
৪০০০ ২০৫ ৪০
[ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ, চট্টগ্রাম]
ক. অর্থনীতিবিদ ফ্রেসারের মতে উৎপাদন কী? ১
খ. মূলধনকে উৎপাদনের উৎপাদিত উপকরণ বলা হয় কেন? ২
গ. উপরের সূচিতে প্রদর্শিত বিধিটি রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা কর। ৩
ঘ. জেলেদের সমুদ্রে মাছ ধরার ক্ষেত্রে এ বিধি কতটুকু কার্যকর হবে বলে তুমি মনে কর? মতামত দাও। ৪

ক অর্থনীতিবিদ ফ্রেসারের মতে উৎপাদন হলো উপযোগ সৃষ্টি করা।
খ মূলধন মানুষ কর্তৃক উৎপাদিত একমাত্র উৎপাদনের উপকরণ, যা মানুষ ভোগ না করে নতুন দ্রব্য উৎপাদনে ব্যবহার করে। তাই মূলধনকে উৎপাদনের উৎপাদিত উপকরণ বলা হয়। মানুষের পরিশ্রম এবং প্রাকৃতিক উপকরণ দ্বারা উৎপাদিত সামগ্রী হলো মূলধন। মূলধন মানুষ প্রকৃতি থেকে লাভ করে না। এটি পরিশ্রমের বিনিময়ে অর্জন তথা উৎপাদন করতে হয়। উৎপাদনের মাধ্যমে মূলধন সৃষ্টি হয় বলে একে উৎপাদনের উৎপাদিত উপকরণ বলা হয়।
গ উপরের সূচিতে প্রদর্শিত বিধিটি হলো ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। উৎপাদন প্রক্রিয়ার অন্যান্য উপকরণ স্থির রেখে একটি উপকরণ বৃদ্ধির ফলে প্রাথমিকভাবে ক্রমবর্ধমান হারে উৎপাদন বাড়ে। এক পর্যায়ে উপকরণটির পরিমাণ বাড়ালে উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়ে। উপকরণ ব্যবহারের সাথে উৎপাদন বৃদ্ধির এ নিয়মটিই হলো ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। নিচে উপরের সূচির তথ্যের আলোকে এ বিধিটি রেখাচিত্রে অঙ্কন করে ব্যাখ্যা করা হলো :

চিত্র : ক্রমহ্রসমান প্রান্তিক উৎপাদন বিধি
চিত্রে (ঙঢ) ভ‚মি অক্ষে টাকা এবং (ঙণ) লম্ব অক্ষে প্রান্তিক উৎপাদন লক্ষ করা যাচ্ছে। ঙঢ অক্ষের টাকার পরিমাণ যথাক্রমে ১০০০, ২০০০, ৩০০০ এবং ৪০০০। এ প্রেক্ষিতে প্রান্তিক উৎপাদনের পরিমাণ অধ (৫৫) ইন (৬০) ঈপ (৫০) এবং উফ (৪০) মণ। প্রান্তিক উৎপাদন সংমিশ্রণ বিন্দুগুলো যোগ করলে অর্থাৎ ধ, ন, প, ফ বিন্দুগুলো যোগ করে প্রান্তিক উৎপাদন রেখা (গচ) পাওয়া যায়। প্রান্তিক রেখাটি সর্বোচ্চ উৎপাদনের পর ডানদিকে নিম্নগামী হয়েছে। অর্থাৎ এখানে ক্রমহ্রাসমান উৎপাদন বিধিটি কার্যকর হয়েছে।
ঘ ক্রমহ্রাসমান উৎপাদন বিধিটির কিছু অনুমিত শর্তের সাথে জেলেদের মাছ ধরার কৌশলের সামঞ্জস্যতার ওপর নির্ভর করবে জেলেদের সমুদ্রে মাছ ধরার ক্ষেত্রে এ বিধিটি কার্যকর হবে। অর্থনীতিতে ক্রমহ্রাসমান উৎপাদন বিধিটি হলো- উৎপাদনের উপকরণ বাড়ানোর ফলে মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পাওয়া। কিছু কিছু ক্ষেত্রে এ বিধিটি কার্যকর হয় না। যেমন, পরিবর্তনীয় উপকরণগুলোর খরচ বৃদ্ধির সাথে যদি উন্নত উৎপাদন পদ্ধতি প্রবর্তন করা হয়, তাহলে এ বিধিটি কার্যকর হয় না। আবার প্রাকৃতিক কারণে ভ‚মির উর্বরতা বৃদ্ধি পেলেও বিধিটি কার্যকর হবে না। জেলেদের সমুদ্রে মাছ ধরার ক্ষেত্রে যদি পরিবর্তনীয় উপকরণগুলোর খরচ বৃদ্ধির সাথে উন্নত মাছ ধরার পদ্ধতি প্রবর্তন করা হয়, তাহলে বিধিটি কার্যকর হবে না। তবে এসব উন্নত পদ্ধতি ব্যবহৃত না হলে এ বিধিটি কার্যকর হবে। আবার প্রাকৃতিক কারণে সমুদ্রে মাছের পরিমাণ বৃদ্ধি পেলে বিধিটি প্রযোজ্য হবে না। অন্যথায় কার্যকর হবে। উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে একথা স্পষ্টতই প্রতীয়মান হয়, জেলেদের সমুদ্রে মাছ ধরার ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির কার্যকারিতা নির্ভর করে বিধির অনুমিত শর্তের সাথে মাছ ধরার সামগ্রিক অবস্থার সামঞ্জস্যতার ওপর।

প্রশ্ন- ৫  মোট, গড় ও প্রান্তিক উৎপাদন

কমল বাবু তার এক বিঘা জমিতে ১০ জন শ্রমিক নিয়োগ করে ৬০০ কুইন্টাল গম উৎপাদন করেন। পরবর্তী তিন বছর তিনি যথাক্রমে ১১ জন, ১২ জন এবং ১৫ জন শ্রমিক নিয়োগ করে ৮০০, ১০০০ এবং ১২০০ কুইন্টাল গম উৎপাদন করেন। এভাবে তিনি দিন দিন অর্থনৈতিক সাফল্য অর্জন করে সামনে এগিয়ে যাচ্ছেন।
[বি. কে. জি. সি সরকারি বালিকা বিদ্যালয় হবিগঞ্জ; পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, বগুড়া]
ক. এক শ্রম ঘণ্টা কী? ১
খ. ভার অর্পণ বলতে কী বোঝায়? ২
গ. উদ্দীপকের তথ্যের আলোকে কমল বাবুর বার্ষিক প্রান্তিক উৎপাদন নির্ণয় কর। ৩
ঘ. উদ্দীপকে বর্ণিত তথ্য গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্ক নির্ণয় করে কি? যুক্তিসহ মতামত দাও। ৪

ক একজন শ্রমিকের এক ঘণ্টার কাজই হলো এক শ্রম ঘণ্টা।
খ ভার অর্পণ বলতে কর্তব্য পালনের উপযুক্ত কার্যনির্বাহী ক্ষমতা অর্পণ করাকে বোঝায়। প্রতিটি কর্মীকে স্বাধীনভাবে, নির্বিঘেœ এবং যথাযথভাবে কার্যসম্পাদনের অধিকার দিতে হয়। ঊর্ধ্বতন কর্মকর্তা তার কর্তৃত্ব বা ক্ষমতার একটি অংশ অধস্তন কর্মীকে অর্পণ করেন। এই ক্ষমতা অর্পণকেই ভার অর্পণ বলা হয়।
গ এক একক উৎপাদনের উপকরণের পরিবর্তনের (অর্থাৎ শ্রম ও মূলধন) ফলে উৎপাদনের যে পরিবর্তন, তাকে প্রান্তিক উৎপাদন বলে। উদ্দীপকের তথ্যের আলোকে কমল বাবুর বার্ষিক উৎপাদন নির্ণয় করতে নিম্নলিখিত পদ্ধতি অবলম্বন করতে হবে।
প্রথম বছর-
শ্রম একক মোট উৎপাদন প্রান্তিক উৎপাদন
১০ ৬০০ কুইন্টাল ৬০০ কুইন্টাল
দ্বিতীয় বছর- শ্রম বৃদ্ধি থেকে ১১ একক হলে মোট উৎপাদন বৃদ্ধি পেয়ে দাঁড়ায়- ৮০০, তাহলে প্রান্তিক উৎপাদন হবে (৮০০ – ৬০০) = ২০০ কুইন্টাল।
তৃতীয় বছর- শ্রম বৃদ্ধি পেয়ে ১২ একক হয় এবং মোট উৎপাদন বৃদ্ধি পেয়ে ১০০০ কুইন্টাল হয়, এক্ষেত্রে প্রান্তিক উৎপাদন (১০০০ – ৮০০) = ২০০ কুইন্টাল।
আবার চতুর্থ বছরে- শ্রম বৃদ্ধি পেয়ে ১৫ একক হয় এবং মোট উৎপাদন হয় ১৫০০ কুইন্টাল। এক্ষেত্রে প্রান্তিক উৎপাদন হবে (১৫০০ – ১০০০) = ৫০০ কুইন্টাল।
সুতরাং দেখা যাচ্ছে, শ্রম একক অনুযায়ী কমল বাবুর বার্ষিক প্রান্তিক উৎপাদনগুলো যথাক্রমে ১ম বছর- ৬০০ কুইন্টাল, ২য় বছর ২০০ কুইন্টাল, ৩য় বছর ২০০ কুইন্টাল এবং ৪র্থ বছর ৫০০ কুইন্টাল।
ঘ উৎপাদন ব্যবস্থায় গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্ক রয়েছে। উদ্দীপকের তথ্যের আলোকে এ সম্পর্ক প্রমাণ করা সম্ভব। অর্থনীতিতে মোট উৎপাদনের পরিমাণকে মোট উপকরণ দ্বারা ভাগ করলে গড় উৎপাদন পাওয়া যায়।
গড় উৎপাদন = মোট উৎপাদনমোট শ্রম উপকরণ
উদ্দীপকের আলোকে কমল বাবুর প্রতি বছরের গড় উৎপাদন হলো :
১ম বছর = ৬০০১০ = ৬০
২য় বছর = ৮০০১১ = ৭২.৭
৩য় বছর = ১০০০১২ = ৮৩.৩
৪র্থ বছর = ১২০০১৫ = ৮০
অপরদিকে কমল বাবুর প্রতি বছরের প্রান্তিক উৎপাদন হলো ১ম বছর ৬০০, ২য় বছর ২০০, ৩য় বছর ২০০ এবং ৪র্থ বছর ৫০০। সাধারণত গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদনের মধ্যে তিন ধরনের সম্পর্ক রয়েছে। প্রথম পর্যায়ে গড় উৎপাদন প্রান্তিক উৎপাদনের চেয়ে কম হয়। যেমনটি উদ্দীপকের ক্ষেত্রে আমরা লক্ষ করি। প্রথম পর্যায়ে গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন ৬০০। এরপর প্রান্তিক ও গড় উৎপাদন সমান হয় এবং পরবর্তীতে প্রান্তিক উৎপাদন গড় উৎপাদনের চেয়ে কম হয়। অর্থাৎ উদ্দীপকটি গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদনের মধ্যকার একটি সম্পর্ক প্রমাণ করে।
 মাস্টার ট্রেইনার প্রণীত সৃজনশীল প্রশ্ন ও উত্তর
প্রশ্ন- ৬  উৎপাদন ও উপযোগ সৃষ্টি

মোরেলগঞ্জের কৃষক জমির আলী পৌষ-মাঘ মাসে ধানের দাম কম হওয়ায় প্রচুর ধান কিনে মজুদ করে রাখেন। পরবর্তীতে ভাদ্র-আশ্বিন মাসে তিনি এ ধান বিক্রি করেন। এভাবে ধানের ব্যবসায় করে জমির আলী এখন গ্রামের অন্যান্য কৃষক থেকে অনেক ভালো অবস্থায় রয়েছেন। আর্থিকভাবে লাভবান হওয়ায় তিনি জীবনমান বজায় রেখে পরিবার নিয়ে সামাজিকভাবে বসবাস করতে পারছেন।
ক. উৎপাদন কী? ১
খ. শ্রম বলতে কী বোঝ? ২
গ. উদ্দীপকে উৎপাদনের কোন প্রক্রিয়াটি লক্ষণীয়? ব্যাখ্যা কর। ৩
ঘ. এই প্রক্রিয়াটিই উৎপাদনের একমাত্র প্রক্রিয়া নয় মন্তব্যটি প্রতিষ্ঠা কর। ৪

ক মানুষের নিজের বুদ্ধি ও কারিগরি জ্ঞানের সাহায্যে প্রকৃতি প্রদত্ত কোনো বস্তুতে অতিরিক্ত উপযোগ সৃষ্টি করাই হলো উৎপাদন।
খ ভ‚মি বলতে সাধারণত এমন সব প্রাকৃতিক সম্পদ বোঝায়, যা উৎপাদনে সাহায্য করে। উৎপাদনের আদি উপকরণ হলো ভ‚মি। ভ‚মি ছাড়া উৎপাদন প্রক্রিয়া সফল হতে পারে না। ভ‚মি হলো প্রাকৃতিক উপকরণ। অর্থাৎ জমি, মাটি, মাটির উর্বরা শক্তি, খনিজ দ্রব্য, জলজসম্পদ, সূর্যকিরণ, বৃষ্টিপাত, আবহাওয়া প্রভৃতি সব রকম প্রাকৃতিক সম্পদ ভ‚মির অন্তর্ভুক্ত।
গ উদ্দীপকে সময়গত উৎপাদন প্রক্রিয়াটি লক্ষণীয়। উপযোগ সৃষ্টি করার একটি প্রক্রিয়াই মূলত উৎপাদন। এ উৎপাদন প্রক্রিয়া নানা ধরনের হতে পারে। সময়গত উৎপাদন এর মধ্যে অন্যতম। সাধারণত সময়সাপেক্ষ দ্রব্যের যে উপযোগ সৃষ্টি হয়, তাই সময়গত উৎপাদন, যা উদ্দীপকে ধানের উপযোগ সৃষ্টির ক্ষেত্রে দেখা যাচ্ছে। উদ্দীপকের কৃষক জমির আলী পৌষ-মাঘ মাসে যখন প্রচুর ধান উৎপাদন হয়, তখন কম টাকায় ধান কিনে মজুদ করে রেখে দেন। পরবর্তীতে ভাদ্র-আশ্বিন মাস এলে তিনি ঐ ধান বেশি টাকায় বিক্রি করেন। এখানে ধানের সময়গত উপযোগ সৃষ্টি হয়েছে। কারণ সময়ের ব্যবধানে যে জিনিসের উৎপাদন ও উপযোগ বাড়ে, তাই সময়গত উপযোগ। সময়ের ব্যবধানে জমির আলী ক্রয়কৃত ধানের মূল্য বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ উপযোগ বৃদ্ধি পেয়েছে। তাই বলা যায়, উদ্দীপকে উৎপাদনের সময়গত প্রক্রিয়াটিই লক্ষণীয়।
ঘ উদ্দীপকে ইঙ্গিতকৃত প্রক্রিয়াটি ছাড়াও উৎপাদনের আরও চারটি প্রক্রিয়া থাকায় প্রশ্নোক্ত মন্তব্যটিকে সঠিক বলা যায়। উৎপাদন বা উপযোগ সৃষ্টির প্রক্রিয়াকে সাধারণত পাঁচ ভাগে ভাগ করা হয়েছে। যথা : রূপগত, স্থানগত, সময়গত, সেবাগত এবং মালিকানাগত উৎপাদন। এই প্রত্যেকটি প্রক্রিয়ার মাধ্যমেই একজন উৎপাদক বা সংগঠক দ্রব্যের নতুন নতুন উপযোগ সৃষ্টি করে থাকেন। উদ্দীপকে আমরা একজন কৃষকের সময়গত উৎপাদন বা উপযোগ সৃষ্টি করার প্রচেষ্টা লক্ষ করি। উদ্দীপকে ইঙ্গিতকৃত সময়গত উৎপাদন প্রক্রিয়ার মাধ্যমে সময়ের ব্যবধানে দ্রব্যের উপযোগ সৃষ্টি করা হয়েছে। দ্রব্যের উপযোগ সৃষ্টি করার আরও কিছু প্রক্রিয়া রয়েছে। যেমন- রূপগত প্রক্রিয়া, এ প্রক্রিয়ার মাধ্যমে দ্রব্যের রূপ পরিবর্তন করে নতুন দ্রব্য উৎপাদন করা হয়। এছাড়া কোনো দ্রব্য একস্থান থেকে অন্যস্থানে স্থানান্তরের ফলে যে উপযোগ সৃষ্টি হয় তাই স্থানগত উপাদান। যেমন বনের ফুলের কদর না থাকলেও শহরের বাড়ির আঙিনায় রাখলে এর কদর বাড়ে। মানুষ তাদের সেবা দ্বারা যে উৎপাদন সৃষ্টি করে তাকে সেবাগত উৎপাদন বলে। যেমন, শিক্ষক শিক্ষাদান করে শিক্ষিত মানুষ তৈরি করেন। আবার কোনো কোনো দ্রব্য ও সেবার মালিকানা পরিবর্তন করে অতিরিক্ত উৎপাদন সৃষ্টি করা যায়। যেমন, অব্যবহৃত জমি কিনে একজন কৃষক চাষাবাদ করে উৎপাদন করতে পারে। তাই এ কথা নির্দ্বিধায় বলা যায়, উদ্দীপকে ইঙ্গিতকৃত সময়গত উৎপাদন প্রক্রিয়া ছাড়াও উৎপাদনের আরও বিভিন্ন ধরনের প্রক্রিয়া রয়েছে।

প্রশ্ন- ৭  উৎপাদনের উপকরণ

মাসুদ বিজ্ঞান বিষয়ে পড়াশোনা করে এসএসসি পাস করেছেন। অর্থনৈতিক সংকটে পড়ে তিনি পড়াশোনা শেষ করতে পারেননি ঠিকই, কিন্তু তার মেধার যথার্থ ব্যবহার করতে পেরেছেন। বিভিন্ন প্রচারমাধ্যম থেকে সৌরচুল্লি তৈরির পদ্ধতি জেনে প্রকৃতি প্রদত্ত সৌরশক্তি ব্যবহার করে নিজ বাড়িতে সৌরবিদ্যুৎ উৎপাদন করছেন তিনি। তার উৎপাদিত বিদ্যুৎ প্রতিবেশীদের সরবরাহ করে নিজের অর্থনৈতিক সমস্যা মোকাবিলা করছেন তিনি। তাকে দেখে গ্রামের অনেকেই অনুপ্রাণিত হয়েছেন।
ক. উৎপাদনের উপকরণ কী? ১
খ. স্থানগত উৎপাদন বলতে কী বোঝায়? ২
গ. মাসুদের কাজে ব্যবহৃত সৌরশক্তি উৎপাদনের কোন ধরনের উপকরণ? ব্যাখ্যা কর। ৩
ঘ. তুমি কি মনে কর শুধু এই উপকরণটিই বিপ্লব মাসুদের উৎপাদন কাজের জন্য যথেষ্ট? উত্তরের পক্ষে যুক্তি দাও। ৪

ক কোনো কিছু উৎপাদনের জন্য যেসব দ্রব্য বা সেবাকর্ম প্রয়োজন হয়, সেগুলোই উৎপাদনের উপকরণ।
খ স্থানগত উৎপাদন বলতে উৎপাদনের এমন একটি প্রক্রিয়াকে বোঝায়, যেখানে কোনো দ্রব্য এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করলে উপযোগ সৃষ্টি হয়। স্থানগত উৎপাদন প্রক্রিয়ায় দ্রব্যের স্থান পরিবর্তিত হলে উপযোগ বৃদ্ধি পায়। যেমন, বনের কাঠ বনের আশপাশের লোকজন খড়ি হিসেবে ব্যবহার করলেও শহরে আনলেই এই কাঠ দিয়ে আকর্ষণীয় আসবাবপত্র তৈরি করা সম্ভব হয়। ফলে এর উপযোগ বাড়ে। এ ধরনের উৎপাদন পদ্ধতিই হলো স্থানগত উৎপাদন।
গ মাসুদের বিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহৃত সৌরশক্তি উৎপাদনের আদি উপকরণ ভ‚মির অন্তর্ভুক্ত। উৎপাদনে সাহায্য করে এমনসব প্রাকৃতিক সম্পদকে ভ‚মি বলে। যেমন- জমি, মাটি, মাটির উর্বরা শক্তি, খনিজদ্রব্য, বনজ ও জলজ সম্পদ, সূর্যকিরণ, বৃষ্টিপাত, আবহাওয়া প্রভৃতি সবরকম প্রাকৃতিক সম্পদ ভ‚মির অন্তর্ভুক্ত। উদ্দীপকে আমরা সৌরশক্তির ব্যবহার লক্ষ করি, যাকে ভ‚মি বলা হয়। উদ্দীপকে দেখা যায়, মাসুদ তার বিদ্যুৎ উৎপাদন কাজে প্রকৃতি প্রদত্ত সৌরশক্তি অর্থাৎ সূর্যকিরণ ব্যবহার করছেন। সূর্য থেকে প্রাপ্ত কিরণ দিয়ে তিনি বিভিন্ন প্রক্রিয়ায় সৌরচুল্লি তথা বিদ্যুৎ উৎপাদন করে নিজ এলাকার প্রতিবেশীদের সরবরাহ করছেন। অর্থাৎ তিনি সূর্যের আলোর সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করছেন। সূর্যের আলো যেহেতু প্রকৃতির সম্পদ এবং এটি উৎপাদনে সহায়তা করেছে, তাই এটি ভ‚মির অন্তর্ভুক্ত।
ঘ উৎপাদনের আরও তিনটি উপকরণ থাকায় উদ্দীপকে ইঙ্গিতকৃত ভ‚মি উপকরণটিই মাসুদের উৎপাদন কাজের জন্য যথেষ্ট নয় বলে আমি মনে করি। উৎপাদনের চারটি উপকরণ ভ‚মি, শ্রম, মূলধন, এবং সংগঠন। এই চারটি উপকরণের যৌথ অংশগ্রহণের মাধ্যমে একটি উৎপাদন কার্য সম্পাদিত হয়। অর্থাৎ সমগ্র উৎপাদন ব্যবস্থায় চারটি উপকরণের সম্পৃক্ততা থাকতে হবে। এগুলোর মধ্যে যেকোনো একটির অনুপস্থিতি থাকলে উৎপাদন সম্ভব নয়। উদ্দীপকে মাসুদের বিদ্যুৎ উৎপাদন কাজে সৌরশক্তি হিসেবে ভ‚মির উপস্থিতি থাকার পাশাপাশি অন্য উপকরণগুলোরও সম্পৃক্ততা রয়েছে। যেমন, শ্রমের ব্যবহার। বিদ্যুৎ উৎপাদন কাজে বিপ্লবকে যথেষ্ট শ্রম দিতে হচ্ছে। তিনি ছাড়া এ কাজে অন্যরাও কায়িক ও মানসিক শ্রম দিচ্ছেন। তাছাড়া মূলধন ছাড়া তিনি কাজটি শুরু করতে পারেননি। তাকে ন্যূনতম একটি মূলধন নিয়ে পুরো উৎপাদন প্রক্রিয়াটি শুরু করতে হয়েছে। সর্বোপরি তিনি ভ‚মি, শ্রম এবং মূলধন এই তিনটির সমন্বয়ের মাধ্যমে পুরো উৎপাদন ব্যবস্থাটি পরিচালনা করছেন। অর্থাৎ তিনি সংগঠন উপকরণটিও কাজে লাগিয়েছেন। আলোচনায় দেখা যাচ্ছে, উৎপাদনের চারটি উপকরণের সাহায্যেই মাসুদ বিদ্যুৎ উৎপাদন কাজ সম্পাদন করছেন। সুতরাং বলা যায়, উৎপাদন কাজে শুধু ভ‚মি উপকরণই যথেষ্ট নয়।

প্রশ্ন- ৮  উৎপাদক ও সংগঠক

কৃষি ব্যাংক থেকে সহজ শর্তে ৪০,০০০ টাকা ঋণ নিয়ে সেই সব টাকা দিয়ে শ্রীপুরের কৃষক শাহজাহান মিয়া তিন একর জমিতে ১৫০০ কেজি আলু উৎপাদন করেন। উপকরণ হিসেবে তিনি আলু বীজ, ট্রাক্টর, সেচ যন্ত্র, সেচ যন্ত্রের জন্য তেল, বিদ্যুৎ, সার, শ্রমিক, কীটনাশক ইত্যাদি ব্যবহার করেন। আলু উৎপাদনের পর ঐ একই জমিতে তিনি ২০০০ কেজি ডাল উৎপাদন করেন। তিনি প্রতি কেজি আলু ২০ টাকা এবং প্রতি কেজি ডাল ৪০ টাকা দরে বিক্রি করেন। এছাড়া একই জমিতে সবজি চাষ করেও তিনি আরও ১০০০০ টাকা আয় করেন।
ক. ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কী? ১
খ. প্রকাশ্য ব্যয় বলতে কী বোঝায়? ২
গ. কৃষক শাহজাহান মিয়া ৩ একর জমি থেকে বছর শেষে কত টাকা মুনাফা অর্জন করল? ব্যাখ্যা কর। ৩
ঘ. শাহজাহান মিয়াকে একজন ভালো উৎপাদক বলা যায় কি? মতামতের পক্ষে যুক্তি দাও। ৪

ক উৎপাদনের অন্যান্য উপকরণ স্থির থেকে যেকোনো একটি উপকরণ বৃদ্ধির ফলে মোট উৎপাদন বৃদ্ধির নিয়মটিই ক্রমহ্রাসমান উৎপাদন বিধি নামে পরিচিত।
খ প্রকাশ্য ব্যয় বলতে কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠান ভাড়া বা উপকরণ ক্রয়ের জন্য যে দৃশ্যমান ব্যয় করে, এদের সমষ্টি বোঝায়। কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠান কোনো দ্রব্য উৎপাদনের জন্য বাড়ি নির্মাণ করে বা ভাড়া নেয়, প্রয়োজনীয় কাঁচামাল ক্রয় করে, নিয়োজিত শ্রমিকদের মজুরি দেয়, গৃহীত ঋণের সুদ পরিশোধ করে। এক্ষেত্রে প্রতিষ্ঠানটির ব্যয়িত অর্থ দৃশ্যমান। আর এ দৃশ্যমান ব্যয়ের সমষ্টিকে প্রকাশ্য ব্যয় বলা হয়।
গ উদ্দীপকের কৃষক শাহজাহান মিয়া বছর শেষে তার তিন একর জমি থেকে যে মুনাফা লাভ করবে, তা হলো :
উদ্দীপকে দেওয়া তথ্যমতে,
১. আলু থেকে আয় = আলুর পরিমাণ  আলুর দাম
= ১৫০০ কেজি  ২০ টাকা
= ৩০,০০০ টাকা
২. ডাল থেকে আয় = ডালের পরিমাণ  ডালের দাম
= ২০০০ কেজি  ৪০ টাকা
= ৮০,০০০ টাকা
৩. সবজি থেকে আয় ১০,০০০ টাকা
মোট আয় = ৩০,০০০ + ৮০,০০০ + ১০,০০০
= ১,২০,০০০ টাকা
মোট ব্যয় = ৪০,০০০ টাকা
তা হলে মুনাফা (১,২০,০০০ Ñ ৪০,০০০) = ৮০,০০০ টাকা
সুতরাং শাহজাহান মিয়ার বাৎসরিক আয়-ব্যয়ের হিসাব থেকে দেখা যাচ্ছে, তিনি তিন একর জমি থেকে বছর শেষে ৮০,০০০ টাকা মুনাফা অর্জন করেছেন।
ঘ কর্মোদ্যমী এবং দূরদৃষ্টিসম্পন্ন কৃষক হওয়ায় উদ্দীপকের শাহজাহান মিয়াকে একজন ভালো উৎপাদক বলা যায়। একজন ভালো উৎপাদক যেমন উদ্যোগী হন, তেমনি তার মধ্যে থাকে কর্মস্পৃহা। তিনি অত্যন্ত বিচক্ষণতার সাথে উৎপাদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন। তিনি নিজের লাভক্ষতি বিবেচনা করে উৎপাদনের প্রতিটি পর্যায়ে পরিকল্পনামাফিক কাজ করে একটি সন্তোষজনক উৎপাদন ধরে রাখতে চান। আর এ বৈশিষ্ট্যগুলো আমরা উদ্দীপকের শাহজাহানের মধ্যে লক্ষ করি। উদ্দীপকের কৃষক শাহজাহান মিয়া অত্যন্ত বুদ্ধিমান ও দক্ষ সংগঠকের মতো পরিকল্পনামাফিক উৎপাদন কার্যক্রম পরিচালনা করেন। তিনি সচেতন এবং বিচক্ষণ বলেই তার ঋণের টাকা যাতে কাঁধে চেপে না বসে সেজন্য পরিকল্পিতভাবে চাষাবাদ করেন। তিনি তিন একর জমি সারাবছর এমনভাবে চাষাবাদ করেন যাতে সারাবছরই ফসল ফলানো যায় এবং জমি অব্যবহৃত না থাকে। অর্থাৎ তিনি একই জমিতে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করে মুনাফা লাভের চেষ্টা করেন। তিনি প্রয়োজনীয় উপকরণগুলো এমনভাবে সংগ্রহ করে রেখেছেন, যাতে প্রয়োজনে তাকে সমস্যায় পড়তে না হয়। তাছাড়া তিনি এমনকিছু ফসল উৎপাদন করেছেন, যা মানুষের প্রতিদিনের খাদ্য চাহিদার সাথে সংশ্লিষ্ট। ক্ষতির সব ঝুঁকি বহন করার মানসিকতা নিয়ে তিনি উৎপাদনে নেমেছেন এবং উৎপাদিত দ্রব্যগুলো তিনি এমনভাবে বাজারজাত করেছেন যাতে মুনাফা অর্জিত হয়। সর্বোপরি তার উৎপাদন কার্যক্রমে আরও অনেক শ্রমিক অংশ নিয়েছে, যারা ন্যূনতম একটি কর্মসংস্থানের সুযোগ পেয়েছে। আলোচনায় দেখা যায়, একজন ভালো উৎপাদকের যে গুণাবলি থাকা অপরিহার্য শাহজাহান মিয়ার মধ্যে তার সবগুলোই লক্ষণীয়। তাই তিনি নিঃসন্দেহে একজন ভালো উৎপাদক।

প্রশ্ন- ৯  মোট, গড় ও প্রান্তিক উৎপাদন

ধনিয়াভাঙা গ্রামের খ্যাতিমান কৃষক আজগর আলী তার এক একর জমিতে চার বছর ধরে গম উৎপাদন করে আসছেন। প্রথম বছর তিনি একা শ্রম দিয়ে ৫০ কেজি গম উৎপাদন করেন। পরে বেশি উৎপাদনের জন্য তিনি এক একক করে শ্রম বৃদ্ধি করেন। তার গম উৎপাদনের তালিকাটি নিম্নরূপ :
শ্রমের একক গমের মোট উৎপাদন গমের মোট উৎপাদন মূল্য প্রান্তিক উৎপাদন টাকা গড় উৎপাদন টাকা
১ ৫০ কেজি ৫০০ ৫০০ ৫০০
২ ৬০
৩ ৮০
৪ ১০০

ক. মোট উৎপাদন কী? ১
খ. প্রান্তিক উৎপাদন বলতে কী বোঝায়? ২
গ. উদ্দীপকের ছকের খালিঘরগুলো নিয়মানুযায়ী পূরণ কর। ৩
ঘ. উদ্দীপকে ইঙ্গিতকৃত বিধিটি বাংলাদেশের প্রেক্ষিতে প্রযোজ্য কি? মতামত বিশ্লেষণ কর। ৪

ক উৎপাদনের বিভিন্ন উপকরণ নিয়োগের ফলে যে সামগ্রিক উৎপাদন পাওয়া যায়, তাই মোট উৎপাদন।
খ এক একক উৎপাদনের উপকরণের পরিবর্তনের (শ্রম বা মূলধন) ফলে উৎপাদনের যে পরিবর্তন হয় তাই প্রান্তিক উৎপাদন। উপকরণ বা শ্রমিক নিয়োগের ফলে মোট উৎপাদনের যে পরিবর্তন হয়, তাকে প্রান্তিক উৎপাদন বলে। এক্ষেত্রে শ্রম ব্যবহার করলে শ্রমের এবং মূলধন ব্যবহার করলে মূলধনের প্রান্তিক উৎপাদন বলা হয়। যেমন- শ্রম উপকরণ ১০ থেকে বৃদ্ধি পেয়ে ২০ হলে মোট উৎপাদন ১০ থেকে ২০ কুইন্টাল হয়। এক্ষেত্রে প্রান্তিক উৎপাদন হলো (২০-১০) = ১০ কুইন্টাল।
গ নিয়মানুযায়ী নিচে প্রদত্ত সারণির কলামগুলো পূরণ করা হলো :
শ্রমের একক গমের মোট উৎপাদন গমের মোট উৎপাদন মূল্য (১০ টাকা কেজি হিসেবে) প্রান্তিক উৎপাদন টাকা গড় উৎপাদন টাকা
১ ৫০ কেজি ৫০০ ৫০০ ৫০০
২ ৬০ কেজি ৬০০ ১০০ ৩০০
৩ ৮০ কেজি ৮০০ ২০০ ২৬৬.৬
৪ ১০০ কেজি ১০০০ ২০০ ২৫০
এখানে যেভাবে ছকটি পূরণ করা হয়েছে তা হলো- গমের মোট মূল্য = মোট উৎপাদন  প্রতি কেজির দাম অর্থাৎ ৫০  ১০ = ৫০০, ৬০  ১০ = ৬০০, ৮০  ১০ = ৮০০ এবং ১০০  ১০ = ১০০০ টাকা।
আবার, গমের প্রান্তিক মূল্য = গমের মোট উৎপাদন মূল্যের বৃদ্ধি। অর্থাৎ ৫০০, ৬০০-৫০০=১০০, ৮০০-৬০০=২০০, ১০০০-৮০০ = ২০০। গমের গড় উৎপাদন মূল্য = গমের মোট উৎপাদন মূল্য  শ্রম একক।
অর্থাৎ,
৫০০  ১ = ৫০০
৬০০  ২ = ৩০০
৮০০  ৩ = ২৬৬.৬
১০০০  ৪ = ২৫০
উল্লিখিত নিয়মানুযায়ী ছকের কলাম পূরণ করা হয়েছে।
ঘ উদ্দীপকে প্রদত্ত সারণিটি বিশ্লেষণ করলে আমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি লক্ষ করি, যা বাংলাদেশের অর্থনৈতিক কাঠামোতে বিশেষভাবে কার্যকর, সামগ্রিকভাবে নয়। উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উৎপাদনের কোনো উপকরণ বৃদ্ধি করা হলে, মোট উৎপাদন বৃদ্ধি পায়। আর এ নিয়মটিই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি নামে পরিচিত। এ বিধিটি অর্থনীতির সব ক্ষেত্রে সমভাবে কার্যকর হয় না। তবে অনুমিত শর্তগুলো অর্থনৈতিক পরিস্থিতির সাথে সামঞ্জস্যপূর্ণ হলে বিধিটি কার্যকর হয়। যেমন- পরিবর্তনীয় উপকরণগুলোর খরচ বৃদ্ধির সাথে যদি উন্নত উৎপাদন পদ্ধতি প্রবর্তন করা হয়, তবে এ বিধিটি কার্যকর হয় না। আবার প্রাকৃতিক কারণে ভ‚মির উর্বরতা বৃদ্ধি পেলেও বিধিটি প্রযোজ্য হবে না। উল্লিখিত বিষয়গুলো বিবেচনা সাপেক্ষে বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যায় যে, পূর্বের যে কোনো সময়ের তুলনায় বর্তমানে বাংলাদেশে উৎপাদন ব্যবস্থায় আধুনিক চাষাবাদ পদ্ধতির ব্যবহার হচ্ছে। উন্নত বীজ, রাসায়নিক সার, চাষের জন্য ট্রাক্টর, যান্ত্রিক পানি সেচব্যবস্থা, কীটনাশকের ব্যবহারের ফলে আমাদের জমিতে এখন অনেক বেশি উৎপাদন সম্ভব হচ্ছে। তাছাড়া নদী বিধৌত বাংলাদেশে ব্যাপক পলি মাটি পড়ায় মাটির উর্বরা শক্তিও বৃদ্ধি পাচ্ছে, ফলে অল্প পরিশ্রমে অনেক বেশি ফসল উৎপাদন করা সম্ভব হচ্ছে। তাছাড়া এদেশে অযতœ, অবহেলায় বীজ ছড়িয়ে থাকলেও তা থেকে বীজ জন্মায়। উপরিউক্ত আলোচনায় এটা স্পষ্টত প্রতীয়মান হচ্ছে যে, আবহাওয়া ও জলবায়ু কৃষি কাজের অনুক‚ল পদ্ধতির এবং উন্নত চাষ প্রবর্তন হওয়ায় ক্রমহ্রাসমান উৎপাদন বিধিটি বাংলাদেশে সম্পূর্ণভাবে প্রযোজ্য হবে না।

প্রশ্ন- ১০  উৎপাদন ব্যয়

নাটোর শহর থেকে প্রায় ১৭ কিলোমিটার দূরে বনপাড়া থানার শরিফ মিয়া তার দু-একর জমিতে লিচুবাগান করেছেন। বাগানে প্রায় ২০০টি লিচু গাছ রয়েছে। এ বছর বিভিন্ন ধরনের পরিচর্যায় বাগানের পেছনে প্রায় ৩০,০০০ টাকা ব্যয় হয়। লিচুর ফলন খুব ভালো হওয়ায় শরিফ মিয়া তার ছেলেদের নিয়ে দিন-রাত বাগান পাহারা দেন। তারা এ বছর লিচু বাগান থেকে অনেক টাকা মুনাফা করবেন বলে প্রত্যাশা করছেন।
ক. ক্রমহ্রাসমান উৎপাদন বিধিটি কী? ১
খ. সংগঠক কে? ব্যাখ্যা কর। ২
গ. শরিফ মিয়ার লিচুবাগানের উৎপাদন ব্যয় অর্থনীতির দৃষ্টিতে ব্যাখ্যা কর। ৩
ঘ. ‘প্রত্যেকটি উৎপাদনের ক্ষেত্রেই উদ্দীপকে ইঙ্গিতকৃত উৎপাদন ব্যয় অত্যন্ত জরুরি’ বক্তব্যটি বিশ্লেষণ কর। ৪

ক উৎপাদন প্রক্রিয়ায় উৎপাদন কৌশল ও অন্যান্য উপকরণ স্থির রেখে একটি উপকরণ বৃদ্ধির ফলে উৎপাদন বৃদ্ধির নিয়মই ক্রমহ্রাসমান উৎপাদন বিধি।
খ যে ব্যক্তি উৎপাদন ক্ষেত্রে ভ‚মি, শ্রম ও মূলধনের সমন্বয় ঘটিয়ে উৎপাদন কাজ পরিচালনা করেন, তিনিই সংগঠক। সংগঠককে সমন্বয়কারী বলা হয়। একজন সংগঠকই কোনো কিছু উৎপাদনের পরিকল্পনা করেন এবং উৎপাদন উপকরণসমূহকে একত্রীকরণ ও ঝুঁকি নিয়ে কাজ পরিচালনা করেন।
গ শরিফ মিয়ার লিচুবাগানে আর্থিক উৎপাদন ব্যয় এবং প্রকৃত উৎপাদন ব্যয় পরিলক্ষিত হয়। কোনো নির্দিষ্ট সময়ে কোনো একটি দ্রব্য বা সেবা উৎপাদন করতে উৎপাদককে বিভিন্ন ধরনের উপকরণ ব্যবহার করতে হয়। এ উপকরণগুলোর জন্য অর্থ ব্যয় করতে হয়। এ ব্যয়কেই আর্থিক উৎপাদন ব্যয় বলে। অন্যদিকে উৎপাদনের জন্য যে মানবিক শ্রম ত্যাগ করতে হয়, তা-ই হচ্ছে প্রকৃত উৎপাদন ব্যয়। একে অঙ্কে পরিমাপ করা যায় না। যেমন- বিশ্রাম, ঘুম ত্যাগ করা। উদ্দীপকে আমরা শরিফ মিয়ার লিচুবাগানের জন্য যে ৩০,০০০ টাকা ব্যয় হতে দেখি তা আর্থিক উৎপাদন ব্যয়। এই ৩০,০০০ টাকা লিচুবাগানের পরিচর্যায়, কাঁচামাল, শ্রমিকের মজুরি, যন্ত্রপাতি প্রভৃতি ক্ষেত্রে ব্যয় হয়েছে। অন্যদিকে শরিফ মিয়া ও তার ছেলে লিচুবাগানে উৎপাদিত লিচু পাহারা দেওয়ার জন্য যে বিশ্রাম, ঘুম, আরাম ত্যাগ করেছেন, তা সামাজিক দৃষ্টিকোণ থেকে প্রকৃত উৎপাদন ব্যয়। সুতরাং আমরা শরিফ মিয়ার লিচুবাগানে আর্থিক এবং প্রকৃত উৎপাদন ব্যয় লক্ষ করি।
ঘ উদ্দীপকে ইঙ্গিতকৃত আর্থিক উৎপাদন ব্যয় এবং প্রকৃত উৎপাদন ব্যয় প্রতিটি উৎপাদনের ক্ষেত্রেই অত্যন্ত প্রয়োজনীয়। একজন উৎপাদক বা মালিককে উৎপাদন কার্যক্রমটি পরিচালনা করতে আর্থিক সংগতির বিষয়টি বিবেচনার পাশাপাশি শারীরিক সামর্থ্যরে প্রতি খেয়াল রাখতে হয়। কারণ অর্থ ব্যয়ের পর উৎপাদনের ক্ষেত্রে প্রয়োজনীয় শারীরিক শ্রম দিতে না পারলে উৎপাদন ক্ষতির সম্মুখীন হবে। এক্ষেত্রে মুনাফাতো হবেই না বরং বিনিয়োগকৃত টাকাই গচ্চা যাবে। এজন্য মালিককে যথেষ্ট পরিশ্রমী, মেধাবী এবং অর্থের যথাযথ ব্যবহারকারী হতে হয়। যেমনটি উদ্দীপকের শরিফ মিয়ার ক্ষেত্রে আমরা লক্ষ করি। উদ্দীপকের শরিফ মিয়া লিচুবাগানের জন্য ৩০,০০০ টাকা ব্যয় করেছেন। যখন গাছে লিচু ধরেছে তখন যদি তিনি রাত জেগে বাগান পাহারা দিতে না পারতেন, তাহলে লিচু চুরি হওয়ার সম্ভাবনা ছিল বা পাখি, বাদুড়ে খেয়ে ফেলত। ফলে তিনি আর্থিক ক্ষতির সম্মুখীন হতেন। সুতরাং একটি উৎপাদন কার্যে আর্থিক ব্যয়ের পাশাপাশি প্রকৃত ব্যয়ের বিষয়টিই বিবেচনাধীন। আলোচনার প্রেক্ষিতে বলা যায়, উৎপাদন প্রক্রিয়ার সার্বিক সফলতার জন্য আর্থিক এবং প্রকৃত উভয় ব্যয়ই প্রয়োজনীয়।

প্রশ্ন- ১১  সামাজিক ব্যয়

অনেক দিন ধরে হালের বলদ দিয়ে চাষাবাদ করে আসছেন কৃষক হামিদ আলী। কিন্তু তাতে উৎপাদন কিছুটা কম হচ্ছে। তাই বেশি উৎপাদনের লক্ষ্যে হামিদ বন্ধুর পরামর্শমতো যান্ত্রিক উপায়ে চাষাবাদ শুরু করে। তবে এভাবে চাষাবাদ করতে গিয়ে হামিদ আলীর ব্যয় কিছুটা বাড়ছে। তার কাজের ফলে সৃষ্ট অসুবিধা দূরীকরণে তাকে উৎপাদন সংক্রান্ত ব্যয় ছাড়াও অন্যান্য ব্যয় বহন করতে হচ্ছে।
ক. উৎপাদন ব্যবস্থায় সমন্বয়কারী বলা হয় কাকে? ১
খ. অপ্রকাশ্য ব্যয় কী? ব্যাখ্যা কর। ২
গ. হামিদ আলীর অতিরিক্ত অর্থ ব্যয়ের বিষয়টিকে অর্থনীতির ভাষায় কী বলা হয়? ব্যাখ্যা কর। ৩
ঘ. একজন উৎপাদককে অবশ্যই এই বিষয়টি বিবেচনা করে উৎপাদন ব্যবস্থায় অংশ নিতে হয় তুমি কি বক্তব্যটি সমর্থন কর? যুক্তি দাও। ৪

ক উৎপাদন ব্যবস্থায় সংগঠনকে সমন্বয়কারী বলা হয়।
খ অপ্রকাশ্য ব্যয় হলো উদ্যোক্তার নিজের শ্রমের মূল্য, অন্যান্য ব্যয়, স্বনিয়োজিত সম্পদের খরচ। যেমন নিজের বাড়িতে ব্যবসায় প্রতিষ্ঠান, কারখানা স্থাপন, অফিস বানানো ইত্যাদি। অপ্রকাশ্য ব্যয় ফার্মের হিসাব বইয়ে থাকে না। যেমন, ব্যক্তিমালিকানাধীন ফার্মের ক্ষেত্রে ব্যক্তি নিজের বেতন পৃথকভাবে হিসাব না করে মুনাফাকে তার সেবার পারিশ্রমিক হিসেবে গণনা করেন। এক্ষেত্রে মালিকের যেকোনো ভাতাদি অপ্রকাশ্য ব্যয় হিসেবে গণ্য হয়।
গ উদ্দীপকের হামিদ আলীর অতিরিক্ত অর্থ ব্যয়ের বিষয়টিকে অর্থনীতির ভাষায় সামাজিক ব্যয় সুযোগ বলা হয়। কোনো পণ্যের নির্দিষ্ট পরিমাণ উৎপাদন করতে অন্য একটি পণ্যের যে পরিমাণ ত্যাগ করতে হয়, সেই ত্যাগকৃত পণ্যের উৎপাদনের জন্য নিয়োজিত সম্পদের ব্যয়কে সামাজিক ব্যয় বলে। অর্থাৎ সামাজিক সুযোগ ব্যয়কে নির্দেশ করে, যেটি হামিদ আলী উৎপাদনের ক্ষেত্রে অতিরিক্ত অর্থ ব্যয়ের ক্ষেত্রেও প্রযোজ্য। উদ্দীপকের হামিদ আলী একটু বেশি উৎপাদনের আশায় যান্ত্রিক পদ্ধতিতে চাষাবাদ শুরু করে। এক্ষেত্রে তার ব্যয়ভার আগের থেকে বেড়ে যায়। অর্থাৎ যান্ত্রিক পদ্ধতির চাষাবাদে তাকে যন্ত্রপাতির ত্রæটি দূরীকরণ, সার, কীটনাশক ব্যবহার, জনগণের অসুবিধা প্রভৃতি ক্ষেত্রে অতিরিক্ত কিছু টাকা ব্যয় করতে হয়। এ ব্যয়িত টাকাই হচ্ছে সামাজিক ব্যয়। কারণ কোনো পণ্যের এক একক তৈরি করতে অন্য কোনো পণ্য উৎপাদনে নিয়োজিত সম্পদ ব্যবহার ত্যাগ করতে হয়, এটি হলো সামাজিক ব্যয়। অর্থাৎ হামিদ আলীর অতিরিক্ত অর্থ ব্যয়ের বিষয়টি সামাজিক সুযোগ ব্যয় ধারণাটিকেই প্রতিষ্ঠিত করে।
ঘ একজন ভালো উৎপাদককে অবশ্যই এই বিষয় অর্থাৎ সামাজিক ব্যয় ধারণাটি মাথায় রেখে উৎপাদন ব্যবস্থায় অংশ নিতে হবে বলে আমি মনে করি। সামাজিক ব্যয় ধারণাটি একজন উৎপাদকের অতিরিক্ত সুযোগ-সুবিধা লাভের প্রেক্ষিতে তৈরি হয়। যেমন, কোনো পণ্যের অতিরিক্ত এক একক তৈরি করতে অন্য কোনো পণ্যে নিয়োজিত সম্পদ ব্যবহার ত্যাগ করতে হয়, একে সামাজিক সুযোগ ব্যয় বলে। উদ্দীপকের হামিদ আলী সনাতন পদ্ধতির চাষাবাদ রেখে যান্ত্রিক পদ্ধতির চাষাবাদ ব্যবস্থা চালু করেছেন। তিনি অতিরিক্ত উৎপাদনের জন্যই এ সিদ্ধান্ত নিয়েছেন। এক্ষেত্রে যান্ত্রিক পদ্ধতির অসুবিধার দিকটি বিবেচনা করেই তাকে সিদ্ধান্ত নিতে হবে। কারণ, যান্ত্রিক পদ্ধতির নেতিবাচক পরিস্থিতি কাটিয়ে উঠতে না পারলে তিনি আশানুরূপ ফলাফল পাবেন না। তাছাড়া এই ব্যয়টির সাথে সামাজিক কল্যাণের বিষয়টিও জড়িত রয়েছে। যেমন, যান্ত্রিক পদ্ধতি পরিবেশ দূষিত করতে পারে, যা জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ। তাই জনস্বাস্থ্য উন্নয়নে অবশ্যই প্রয়োজনীয় ব্যয় একজন উৎপাদকের করতে হবে। যেমন, কেউ যদি সিগারেট উৎপাদন করতে চায় তাহলে সিগারেটের কারণে কর্মীদের শারীরিক সমস্যা হতে পারে এবং এ সমস্যা উত্তরণে উৎপাদক বা মালিককে অবশ্যই উদ্যোগ নিতে হবে। সুতরাং প্রত্যেক উৎপাদকের জন্যই সামাজিক সুযোগ ব্যয় ধারণাটি বিবেচনাধীন। আলোচনার প্রেক্ষিতে প্রশ্নোক্ত মন্তব্যটি সমর্থন করে আমি বলতে চাই- সামাজিক ব্যয় ধারণাটি উৎপাদকের জন্য বিবেচনা করা এজন্য প্রয়োজনীয় যে, এটি জনকল্যাণের সাথে সম্পৃক্ত একটি বিষয়।

 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর 
প্রশ্ন \ ১ \ সাধারণ অর্থে উৎপাদন কাকে বলে?
উত্তর : সাধারণ অর্থে উৎপাদন বলতে কোনো কিছু সৃষ্টি করাকে বোঝায়।
প্রশ্ন \ ২ \ উপযোগ সৃষ্টির প্রক্রিয়া কয় প্রকার?
উত্তর : উপযোগ সৃষ্টির প্রক্রিয়া পাঁচ প্রকার।
প্রশ্ন \ ৩ \ উৎপাদনের প্রধান উপকরণ কয়টি?
উত্তর : উৎপাদনের প্রধান উপকরণ চারটি।
প্রশ্ন \ ৪ \ উৎপাদনের আদি ও প্রধান উপকরণ কোনটি?
উত্তর : উৎপাদনের আদি ও প্রধান উপকরণ হলো ভ‚মি।
প্রশ্ন \ ৫ \ উৎপাদনের কোন উপকরণে যোগান স্থায়ীভাবে সীমাবদ্ধ।
উত্তর : উৎপাদনের ভ‚মি উপকরণের যোগান স্থায়ীভাবে সীমাবদ্ধ।
প্রশ্ন \ ৬ \ একজন শ্রমিক কিসের বিনিময়ে শ্রম বিক্রি করে?
উত্তর : একজন শ্রমিক মজুরির বিনিময়ে শ্রম বিক্রি করে।
প্রশ্ন \ ৭ \ উৎপাদনের উৎপাদিত উপাদান কী?
উত্তর : উৎপাদনের উৎপাদিত উপাদান মূলধন।
প্রশ্ন \ ৮ \ ‘মূলধন হলো উৎপাদনের উপাদান’ উক্তিটি কার?
উত্তর : ‘মূলধন হলো উৎপাদনের উপাদান’ উক্তিটি অর্থনীতিবিদ বম-বাওয়ার্কের।
প্রশ্ন \ ৯ \ উৎপাদন ব্যবস্থায় যে ব্যক্তি সংগঠনের কাজ করেন তাকে কী বলা হয়?
উত্তর : উৎপাদন ব্যবস্থায় যে ব্যক্তি সংগঠনের কাজ করেন তাকে উদ্যোক্তা বলে।
প্রশ্ন \ ১০ \ রূপগত উৎপাদন কী?
উত্তর : দ্রব্যের রূপ পরিবর্তনের মাধ্যমে নতুন দ্রব্য উৎপাদন করাই রূপগত উৎপাদন।
প্রশ্ন \ ১১ \ স্থানগত উৎপাদন কী?
উত্তর : কোনো দ্রব্য এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করলে যে উপযোগ সৃষ্টি হয়, তাই স্থানগত উৎপাদন।
প্রশ্ন \ ১২ \ সময়গত উৎপাদন কী?
উত্তর : সময়ের ব্যবধানে কোনো জিনিসের উপযোগ বা উৎপাদন বৃদ্ধি পাওয়াই সময়গত উৎপাদন।
প্রশ্ন \ ১৩ \ সেবাগত উৎপাদন কী?
উত্তর : মানুষ তার সেবা দ্বারা যে উৎপাদন সৃষ্টি করে তাই সেবাগত উৎপাদন।
প্রশ্ন \ ১৪ \ মালিকানাগত উৎপাদন কী?
উত্তর : কোনো অর্থনৈতিক দ্রব্য ও সেবার মালিকানা পরিবর্তন করে অতিরিক্ত উৎপাদন সৃষ্টি করাই মালিকানা উৎপাদন।
প্রশ্ন \ ১৫ \ গড় উৎপাদনের সূত্রটি লেখ।
উত্তর : গড় উৎপাদনের সূত্রটি হলো
গড় উৎপাদন =মোট উৎপাদনমোট শ্রম উপকরণ
প্রশ্ন \ ১৬ \ মূলধন কী?
উত্তর : মূলধন হলো মানুষ কর্তৃক উৎপাদিত উৎপাদনের একমাত্র উপকরণ, যা মানুষ ভোগ না করে নতুন দ্রব্য উৎপাদনে ব্যবহার করে।
প্রশ্ন \ ১৭ \ সংগঠক কে?
উত্তর : উৎপাদন ক্ষেত্রে ভ‚মি, শ্রম, মূলধন প্রভৃতি উপকরণের সমন্বয় ঘটিয়ে যিনি উৎপাদন কাজ পরিচালনা করেন, তিনিই সংগঠক।
প্রশ্ন \ ১৮ \ ব্যবসায়ের মূল ভিত্তি কী?
উত্তর : ব্যবসায়ের মূল ভিত্তি হলো সংগঠন।
প্রশ্ন \ ১৯ \ আর্থিক উৎপাদন ব্যয় কী?
উত্তর : কোনো নির্দিষ্ট সময়ে কোনো একটি দ্রব্য বা সেবা উৎপাদন করতে গিয়ে উৎপাদককে বিভিন্ন ধরনের উপকরণ বাবদ যে ব্যয় করতে হয়, তাই আর্থিক ব্যয়।
প্রশ্ন \ ২০ \ প্রান্তিক উৎপাদন কী?
উত্তর : এক একক উৎপাদনের উপকরণ পরিবর্তনের ফলে উৎপাদনের যে পরিবর্তন হয় তাই প্রান্তিক উৎপাদন।

 অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর 
প্রশ্ন \ ১ \ মূলধন কীভাবে গঠিত হয়?
উত্তর : মানুষের উৎপাদিত উপকরণ থেকে মূলধন সৃষ্টি হয়। মূলধন হলো মানুষ কর্তৃক উৎপাদিত একমাত্র উৎপাদনের উপকরণ। এই উপকরণ মানুষ ভোগ না করে সঞ্চয় করে এবং ভবিষ্যৎ উৎপাদনে ব্যয় করে। অর্থাৎ মানুষের উৎপাদিত উপকরণের যে অংশ মানুষ ভোগ না করে নতুন দ্রব্য উৎপাদনের জন্য রেখে দেয় তাই হলো মূলধন।
প্রশ্ন \ ২ \ সময়মতো উৎপাদন বলতে কী বোঝায়?
উত্তর : সময়মতো উৎপাদন বলতে সময়ের ব্যবধানে কোনো জিনিসের উৎপাদন ও উপযোগ বৃদ্ধিকে বোঝায়।
একটি দ্রব্যের উৎপাদন সময়ের ব্যবধানে বৃদ্ধি পেতে পারে। যেমন পৌষ মাঘ মাসে ধানের মৌসুমে ফলন বেশি হয় বলে এ সময়ে ধানের দাম কম থাকে। তবে এ সময়ে ধান মজুদ করে ভাদ্র-আশ্বিন মাসে বিক্রি করলে বেশি দাম পাওয়া যায়। এ ধরনের উৎপাদনই হলো সময়মতো উৎপাদন।
প্রশ্ন \ ৩ \ মালিকানা উৎপাদন কীভাবে সৃষ্টি করা হয়?
উত্তর : অব্যবহৃত বা ব্যবহৃত জমি কিনে চাষাবাদ করে ফসল ফলানোর মাধ্যমে মালিকানা উৎপাদন সৃষ্টি করা যায়। কোনো কোনো অর্থনৈতিক দ্রব্য ও সেবার মালিকানা পরিবর্তন করে অতিরিক্ত উৎপাদন সৃষ্টি করা যায়। একে মালিকানা উৎপাদন বলে।
প্রশ্ন \ ৪ \ সংগঠন বলতে কী বোঝায়?
উত্তর : সংগঠন বলতে ভ‚মি, শ্রম, মূলধন ইত্যাদি উপকরণের মধ্যে উপযুক্ত সমন্বয় ঘটিয়ে উৎপাদন কাজ পরিচালনা করাকে বোঝায়।
সংগঠনকে সমন্বয়কারী বলা হয়। অর্থাৎ একজন উদ্যোক্তার বিভিন্ন কাজ, যেমন : কোনো কিছু উৎপাদনের পরিকল্পনা প্রণয়ন, ভ‚মি, শ্রম, মূলধন একত্রীকরণ ও তাদের মধ্যে সমন্বয় সাধন ও ঝুঁকি নিয়ে উৎপাদন কাজ পরিচালনা করাই সংগঠন।

প্রশ্ন \ ৫ \ সেবাগত উপযোগ বলতে বোঝায়?
উত্তর : সেবাগত উপযোগ বলতে মানুষের সেবা দ্বারা সৃষ্ট উৎপাদন বোঝায়। মানুষ অনেক সময় নিজের শারীরিক ও মানসিক শ্রমের দ্বারা সমাজের সেবা করে থাকে। ফলে এক ধরনের উৎপাদন সৃষ্টি হয়। যেমন : শিক্ষক শিক্ষাদান করে শিক্ষিত মানুষ তৈরি করেন। আবার ডাক্তার চিকিৎসা দিয়ে মানুষের শরীরকে সুস্থ রাখেন বা উৎপাদন ক্ষমতা অক্ষুণœ রাখে বা বৃদ্ধি করে।
প্রশ্ন \ ৬ \ সংগঠন হচ্ছে ব্যবসায়ের ভিত্তি ব্যাখ্যা কর।
উত্তর : ব্যবসায়িক উদ্দেশ্যে উৎপাদনমুখী কাজকর্ম পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য সংগঠন গড়ে তোলা হয়। তাই সংগঠনই ব্যবসায়ের ভিত্তি হিসেবে কাজ করে। আধুনিক বিশ্বে উৎপাদন কর্মকাণ্ড পরিচালনায় নানামুখী কাজ করতে হয়। এ কাজগুলো দক্ষতা অনুযায়ী কর্মীদের মাঝে ভাগ করে দেওয়া হয়। আর এ জটিল কাজটি করেন একজন সংগঠক। এভাবে কর্মীদের সহায়তায় উৎপাদন ও ব্যবসার কার্যাবলি সম্পাদিত হয়। এ কাজ সম্পাদনে কর্মীদের মধ্যে কর্তৃত্ব ও দায়িত্ব সৃষ্টি হয়। আর এভাবেই সংগঠন একটি ব্যবসা বা উৎপাদন পরিচালনা করে থাকে।
প্রশ্ন \ ৭ \ ভ‚মি প্রকৃতির দান- ব্যাখ্যা কর।
উত্তর : ভ‚মি প্রকৃতির দান। অর্থাৎ অর্থনীতির ভাষায় ভ‚মি বলতে যেসব উপাদানকে বোঝানো হচ্ছে তা সবই প্রকৃতি প্রদত্ত। যেমন : জমি, মাটি, উবরা শক্তি, খনিজ সম্পদ, সূর্যকিরণ, বৃষ্টিপাত, আবহাওয়া প্রভৃতি। এসব প্রাকৃতিক উপাদানকে ব্যবহার করে উৎপাদন প্রক্রিয়া পরিচালিত হয় যাকে অর্থনীতিতে ভ‚মি বলে। তাই বলা হয় ভ‚মি প্রকৃতির দান।
প্রশ্ন \ ৮ \ ভ‚মি বলতে কী বোঝায়?
উত্তর : ভ‚মি বলতে উৎপাদন কাজে সাহায্য করে এমনসব প্রাকৃতিক সম্পদ বোঝায়। ভ‚মি উৎপাদনের আদি ও মৌলিক উপকরণ। ভ‚মি ছাড়া উৎপাদন প্রক্রিয়া পরিচালনা সম্ভব নয়।
প্রশ্ন \ ৯ \ মূলধন বলতে কী বোঝায়?
উত্তর : মূলধন বলতে মানুষ কর্তৃক উৎপাদিত একমাত্র উৎপাদন উপকরণ বোঝায়, যা ভোগ না করে নতুন দ্রব্য উৎপাদনে ব্যবহারে করা হয়। মূলধন উৎপাদনের অন্যতম একটি উপকরণ। মূলধনের সাহায্যে একজন সংগঠক বা উৎপাদক নতুন দ্রব্য উৎপাদনের কাজ শুরু করেন। মূলধনের অন্তর্ভুক্ত বিষয় হলো কাঁচামাল যন্ত্রপাতি, কারখানা অফিসের আসবাবপত্র প্রভৃতি।
প্রশ্ন \ ১০ \ সংগঠক কে? ব্যাখ্যা কর।
উত্তর : যে ব্যক্তি উৎপাদন ক্ষেত্রে ভ‚মি, শ্রম ও মূলধনের সমন্বয় ঘটিয়ে উৎপাদন কাজ পরিচালনা করেন, তিনিই সংগঠক। সংগঠককে সমন্বয়কারী বলা হয়। একজন সংগঠকই কোনো কোনো কিছু উৎপাদনের পরিকল্পনা করেন এবং উৎপাদন উপকরণসমূহকে একত্রীকরণ ও ঝুঁকি নিয়ে কাজ পরিচালনা করেন।

 

 

Leave a Reply