দশম অধ্যায়
আর্থিক বিবরণী
অনুশীলনীর বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১. পরিচালন আয়-
র. আসবাবপত্র বিক্রয় রর. ধারে পণ্য বিক্রয়
ররর. নগদে পণ্য বিক্রয়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর রর ও ররর ঘ র, রর ও ররর
২. কোনটি সত্য?
ক মুনাফা মূলধনের পরিবর্তন ঘটায় খ মুনাফা মূলধনের হ্রাস ঘটায়
গ মূলধন শুধুই মুনাফা থেকে আসে মুনাফা মূলধনের বৃদ্ধি ঘটায়
৩. মোট মুনাফা হলো-
ক পরিচালন মুনাফা + পরিচালন ব্যয়
বিক্রয় – ক্রয়
গ বিক্রীত পণ্যের ব্যয় + প্রারম্ভিক মজুদ পণ্য
ঘ নীট মুনাফা – পরিচালনা ব্যয়
৪. অপরিচালন আয়-
র. বিনিয়োগের সুদ রর. বিক্রয়
ররর.শিক্ষানবীশ সেলামি
নিচের কোনটি সঠিক?
ক র ও রর র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৫. বিক্রয় ১৮,০০০ টাকা, প্রারম্ভিক মজুদ ২,৫০০ টাকা, সমাপনী মজুদ ১,৭০০ টাকা, ক্রয় ১৩,৪০০ টাকা এবং ক্রয় পরিবহন ৭০০ টাকা হলে; বিক্রীত পণ্যের ব্যয় কত?
ক ১৬,৬০০ টাকা ১৪,৯০০ টাকা গ ১৫,৯০০ টাকা ঘ ১৮,৩০০ টাকা
৬. অবচয় হলো-
ক স্থায়ী সম্পদের ক্রয়কৃত মূল্য
খ পুরাতন স্থায়ী সম্পদ বিক্রয়লব্ধ অর্থ
ব্যবহারের ফলে স্থায়ী সম্পদের যে অংশ ক্ষয়প্রাপ্ত হয়েছে
ঘ পুরাতন স্থায়ী সম্পদের প্রতিস্থাপন ব্যয়
৭. সম্ভাব্য অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখা হয় যখন-
ক দেনাদার দেউলিয়া হয়ে যায়
খ দেনাদারকে খুঁজে পাওয়া যায় না
গ দেনাদারের নিকট প্রাপ্য অর্থ নিশ্চিত পাওয়া যাবে না
দেনাদারের নিকট প্রাপ্য অর্থ আদায় নাও হতে পারে
৮. যদি মোট মুনাফা ৭০,০০০ টাকা পরিচালন ব্যয় ৩৫,০০০ টাকা, অপরিচালন আয় ১৫,০০০ টাকা হয়, তবে নিট মুনাফা হবে
ক ২০,০০০ টাকা খ ২৫,০০০ টাকা গ ৩৫,০০০ টাকা ৫০,০০০ টাকা
৯. কবির এন্ড ব্রাদার্স এর মোট লাভ হওয়া সত্তে¡ও নীট ক্ষতি হওয়ার কারণ কী?
ক খরচ হ্রাস খ সম্পদ হ্রাস খরচ বৃদ্ধি ঘ সম্পদ বৃদ্ধি
১০. কোনটি বিশদ আয় বিবরণীর পরিচালন ব্যয়?
অফিস খরচ খ মালিক কর্তৃক পণ্য উত্তোলন
গ কাঁচামাল ঘ পণ্য ক্রয়ের ভাড়া
১১. পাওনাদার আর্থিক অবস্থার বিবরণীর কোন অংশে থাকে?
ক চলতি সম্পদ চলতি দায় গ স্থায়ী সম্পদ ঘ দীর্ঘ মেয়াদী দেনা
১২. জনাব রহিমের হিসাবের বইতে বিশ্বনাথের হিসাব ডেবিট ব্যালেন্স ৫০০ টাকা কী বুঝায়?
ক বিশ্বনাথের কাছে রহিমের দেনা ৫০০ টাকা
খ রহিম বিশ্বনাথের থেকে পণ্য কিনেছে ৫০০ টাকা
রহিমের কাছে বিশ্বনাথের দেনা ৫০০ টাকা
ঘ বিশ্বনাথের কাছ থেকে ৫০০ টাকা পাওয়া গেছে
১৩. তারল্যের অনুপাত কোনটি?
ক চলতি দায়-(মজুদ পণ্য + অগ্রিম খরচ)চলতি সম্পত্তি
খ চলতি সম্পত্তি + (মজুদ পণ্য Ñ অগ্রিম খরচ)চলতি দায়
গ চলতি সম্পত্তিচলতি দায়
চলতি সম্পত্তি-(মজুদ পণ্য + অগ্রিম খরচ)চলতি দায়
১৪. নীট অপরিচালন আয়-
ক পরিচালন আয়-অপরিচালন ব্যয় অপরিচালন আয়-অপরিচালন ব্যয়
গ অপরিচালন আয়-পরিচালন ব্যয় ঘ পরিচালন আয়-পরিচালন ব্যয়
১৫. কোনটি পরিচালন আয়?
ক উপভাড়া খ শিক্ষানবিশ সেলামী
বাট্টা প্রাপ্তি ঘ বিনিয়োগের সুদ
১৬. দীর্ঘমেয়াদী দায় কোনটি?
ক পাওনাদার খ প্রদেয় বিল বন্ধকি ঋণ ঘ বকেয়া বেতন
১৭. কোন নীতিতে সমাপনী মজুদ পণ্যের মূল্যায়ন করা হয়?
ক ব্যবসায়িক স্বত্ত¡ নীতি খ ক্রয়মূল্য নীতি
গ সামঞ্জস্যতার নীতি রক্ষণশীলতার নীতি
১৮. কোনটি অনুপার্জিত আয়?
ক কমিশন খ প্রাপ্য কমিশন
গ প্রাপ্ত কমিশন অগ্রিম প্রাপ্ত কমিশন
১৯. মিঃ মতিনের ২০১৮ সালের ব্যবসায়ের নীট মুনাফা ২০,০০০ টাকা, আসবাবপত্র ১,৩০,০০০ টাকা ও পাওনাদার ৩০,০০০ টাকা হলে বিনিয়োজিত মূল্যধনের উপর মুনাফার হার কত?
ক ১০% খ ১৫% গ ১৮% ২০%
২০. হিসাববিজ্ঞানের অন্যতম উদ্দেশ্য
ক ব্যয় নিয়ন্ত্রণ খ লেনদেন লিপিবদ্ধকরণ
গ ডেবিট ও ক্রেডিট বিশ্লেষণ ফলাফল নির্ণয়
২১. জনাব নূরীর কারবারের দেনাদার ১৩,০০০ টাকা, অলিখিত ধারে বিক্রয় ৫,০০০ টাকা ও কুঋণ ২,০০০ টাকা ধরা হলে প্রকৃত দেনাদার কত?
ক ১৩,০০০ টাকা ১৬,০০০ টাকা গ ১৮,০০০ টাকা ঘ ২০,০০০ টাকা
২২. ব্যবসায় থেকে মালিককে পৃথক বিবেচনা করা হিসাববিজ্ঞানের কোন নীতির অন্তর্গত
ক সামঞ্জস্যতা নীতি খ রক্ষণশীলতার নীতি
গ ক্রয়মূল্য নীতি ব্যবসায়িক স্বত্ত¡া নীতি
২৩. মোট মুনাফা বলতে কী বুঝায়?
বিক্রয়ক্রয় খ পরিচালন মুনাফা + পরিচালন ব্যয়
গ বিক্রিত পণ্যের ব্যয় + প্রারম্ভিক মজুদ পণ্য ঘ নিট মুনাফাপরিচালন ব্যয়
২৪. কোনটি চলতি সম্পদ?
ক ভ‚মি খ যন্ত্রপাতি
গ আসবাবপত্র সমাপনী মজুদ পণ্য
২৫. চলতি অনুপাতের আদর্শ মান কোনটি?
২ ঃ ১ খ ১ ঃ ২
গ ১ ঃ ১ ঘ ১ ঃ ৩
২৬. কোনটি সঠিক?
ক মুনাফা মূলধনের পরিবর্তন ঘটায় না খ মুনাফা মূলধনের হ্রাস ঘটায়
গ মূলধন শুধু মুনাফা থেকে আসে মুনাফা মূলধনের বৃদ্ধি ঘটায়
রিফা স্টোর্সের হিসাব বই হতে নিম্নোক্ত তথ্যাদি পাওয়া গেল :
মোট মুনাফা ১০,০০০ টাকা
নিট মুনাফা ৮,০০০ টাকা
নিট বিক্রয় ১,০০,০০০ টাকা
২৭. নিফা স্টোর্সের নিট মুনাফার হার কত?
ক ১২৫% খ ৮০% গ ১০% ৮%
২৮. কোন নীতির ভিত্তিতে আমরা ভবিষ্যতের সকল সম্ভাব্য ব্যয় বা ক্ষতিকে হিসাবভুক্ত করি?
ক সামঞ্জস্যতা নীতি খ হিসাবকাল নীতি
গ বকেয়া ধারণা নীতি রক্ষণশীলতার নীতি
২৯. কোনটি চলতি দায়?
ব্যবসায়িক ঋণ খ বন্ধকী ঋণ গ ব্যাংক ঋণ ঘ সাধারণ সঞ্চিতি
৩০. পরিচালনা ব্যয়
র. মূলধনের সুদ রর. অনাদায়ী পাওনা
ররর. বিমা প্রিমিয়াম
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর রর ও ররর ঘ র, রর ও ররর
৩১. প্রত্যক্ষ পরিচালন ব্যয়গুলো হলো-
র. ক্রয় রর. আমদানি শুস্ক ররর. মজুরি
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
অনুচ্ছেদটি পড়ে ৩২ ও ৩৩ নং প্রশ্নের উত্তর দাও :
মিজান ট্রেডার্স-এর ৩১ ডিসেম্বর ২০১৮ ইং এর খতিয়ান উদ্বৃত্তগুলো নিম্নরূপ :
১০০% বিনিয়োগ (১-৭-১৩) ২০,০০০ টাকা, বিক্রয় ১,০০,০০০ টাকা ও বিনিয়োগের সুদ ৫০০ টাকা।
৩২. উক্ত তথ্য অনুসারে মিজান ট্রেডার্স-এর বিনিয়োগের বকেয়া সুদের পরিমাণ কত?
৫০০ টাকা খ ১,০০০ টাকা গ ১,৫০০ টাকা ঘ ২,০০০ টাকা
৩৩. মিজান ট্রেডার্স-এর প্রত্যক্ষ পরিচালন আয়ের পরিমাণ কত?
১,০০,০০০ টাকা খ ১,০০,৫০০ টাকা
গ ১,০১,০০০ টাকা ঘ ১,০২,০০০ টাকা
নিচের তথ্যটি পড়ে ৩৪ ও ৩৫ নং প্রশ্নের উত্তর দাও :
রেজা এন্ড সন্স এর প্রারম্ভিক মূলধন ১,৫০,০০০ টাকা, বিক্রয়মূল্য ২,০০,০০০ টাকা, নীট মুনাফা ২৫,০০০ টাকা এবং উত্তোলন ৩৫,০০০ টাকা।[দি. বো. ’১৫]
৩৪. রেজা এন্ড সন্স এর নীট মুনাফা অনুপাত হবে
ক ১০% ১২.৫% গ ১৫% ঘ ২০%
৩৫. ‘রেজা এন্ড সন্স’ এর মালিকানা স্বত্বের পরিমাণ কত?
ক ১,৭৫,০০০ টাকা ১,৪০,০০০ টাকা
গ ১,৯০,০০০ টাকা ঘ ২,৬০,০০০ টাকা
নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩৬ ও ৩৭ নং প্রশ্নের উত্তর দাও : –
মিঃ শামীমের কতিপয় হিসাবের জের হল ঃ নগদ ৭৫,০০০ টাকা, মজুদ পণ্য ২০,০০০ টাকা অফিস সরঞ্জাম ২০,০০০ টাকা এবং পাওনাদার ১০,০০০ টাকা।
৩৬. মিঃ শামীমের মূলধনের পরিমাণ কত?
ক ৮৫,০০০ টাকা খ ৯৫,০০০ টাকা
গ ১,০০,০০০ টাকা ১,০৫,০০০ টাকা
৩৭. মিঃ শামীমের চলতি সম্পদের পরিমাণ কত?
ক ৭৫,০০০ টাকা ৯৫,০০০ টাকা
গ ১,০৫,০০০ টাকা ঘ ১,১৫,০০০ টাকা
এক মালিকানা ব্যবসায়ের আর্থিক বিবরণী
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৩৮. হিসাব বছরের শেষে একজন ব্যবসায়ী কী জানতে চায়? (জ্ঞান)
ক শুধু নিট লাভের পরিমাণ খ শুধু নিট ক্ষতির পরিমাণ
সম্পত্তি ও দায়-দেনার পরিমাণ ঘ শুধু মূলধনের পরিমাণ
৩৯. ব্যবসায়ের লাভ বা ক্ষতি নিরূপণের জন্য যে বিবরণী প্রস্তুত করা হয় তার নাম কী? (জ্ঞান)
ক আয় ব্যয় বিবরণী বিশদ আয় বিবরণী
গ লাভক্ষতি বিবরণী ঘ আর্থিক অবস্থার বিবরণী
৪০. সম্পদ ও দায়-দেনা জানার জন্য যে বিবরণী প্রস্তুত করা হয় তার নাম কী? (জ্ঞান)
ক বিশদ আয় বিবরণী আর্থিক অবস্থার বিবরণী
গ আয় বিবরণী ঘ উদ্বৃত্ত বিবরণী
৪১. আর্থিক অবস্থার বিবরণী পূর্বে কী নামে পরিচিত ছিল? (জ্ঞান)
ক আর্থিক বিবরণী উদ্বৃত্তপত্র
গ সম্পদ ও দায় বিবরণী ঘ আর্থিক ফলাফল বিবরণী
৪২. আয় বিবরণীর বর্তমান নাম কী? (জ্ঞান)
ক শ্রেণিভিত্তিক আয় বিবরণী বিশদ আয় বিবরণী
গ আর্থিক অবস্থার বিবরণী ঘ বিশদ বিবরণী
৪৩. কোনটি গ্রহণের ক্ষেত্রে আর্থিক বিবরণী বিশ্লেষণ করা প্রয়োজন? (অনুধাবন)
ক মুনাফা খ পরিকল্পনা সিদ্ধান্ত ঘ ঋণ
৪৪. প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের জন্য ব্যবসায় প্রতিষ্ঠানে কোনটি করা প্রয়োজন? (জ্ঞান)
ক আর্থিক বিবরণী তৈরি খ আর্থিক ফলাফল নির্ণয়
আর্থিক বিবরণীর বিশ্লেষণ ঘ দায়-দেনা বিশ্লেষণ
৪৫. প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা জানার কাঠামোগত সুশৃঙ্খল ধারাবাহিক প্রক্রিয়াকে কী বলে? (জ্ঞান)
ক আয় বিবরণী খ বিশদ আয় বিবরণী
আর্থিক বিবরণী ঘ আর্থিক অবস্থার বিবরণী
৪৬. আর্থিক বিবরণী কী সরবরাহ করে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে? (জ্ঞান)
ক নগদ তহবিল খ প্রয়োজনীয় সূত্র গ দিক নির্দেশনা আর্থিক তথ্য
৪৭. বৃহদাকার ব্যবসায় প্রতিষ্ঠানে অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে কোনটি? (জ্ঞান)
ক বিশদ আয় বিবরণী খ উদ্বৃত্তপত্র
গ আর্থিক অবস্থার বিবরণী আর্থিক বিবরণী
৪৮. প্রত্যেক ব্যবসায় প্রতিষ্ঠান নির্দিষ্ট সময়ান্তে আর্থিক বিবরণী প্রস্তুত করে কেন? (উচ্চতর দক্ষতা)
ক ব্যবসায়ের সম্পত্তি ও দায়-দেনার অবস্থা মূল্যায়নের জন্য
খ ব্যবসায়ের আর্থিক ফলাফল ও সার্বিক অবস্থা মূল্যায়নের জন্য
গ হিসাব রক্ষকের দক্ষতা, জ্ঞান ও অভিজ্ঞতা মূল্যায়নের জন্য
ব্যবস্থাপনার দক্ষতা ও সার্বিক অবস্থা মূল্যায়নের জন্য
৪৯. ব্যবস্থাপনার দক্ষতা মূল্যায়নের অন্যতম ভিত্তি কোনটি? (জ্ঞান)
ক আয় বিবরণী আর্থিক বিবরণী
গ বিশদ আয় বিবরণী ঘ আর্থিক অবস্থার বিবরণী
৫০. আন্তর্জাতিক হিসাব মান-০১ অনুযায়ী আর্থিক বিবরণী কয়টি অংশে প্রস্তুত করা হয়? (জ্ঞান)
ক ২ খ ৩ গ ৪ ৫
৫১. হিসাব তথ্য ব্যবহারকারীরা অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আর্থিক বিবরণীর সহায়তা নেওয়া হয় কেন? (উচ্চতর দক্ষতা)
প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা ও নগদ প্রবাহ সম্পর্কে তথ্য জানার জন্য
খ মালিকের জ্ঞান, বুদ্ধি ও পরিচালনা ক্ষমতা জানার জন্য
গ মালিকের সম্পদ, দায়-দেনা ও দায় পরিশোধ ক্ষমতা জানার জন্য
ঘ প্রতিষ্ঠানের মোট মুনাফা ও নিট মুনাফার পরিমাণ জানার জন্য
৫২. ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানা যায় কোনটির মাধ্যমে? (জ্ঞান)
ক বিশদ আয় বিবরণী খ আর্থিক অবস্থার বিবরণী
আর্থিক বিবরণী ঘ সম্পদ ও দায় বিবরণী
৫৩. বিশদ আয় বিবরণীর ইংরেজি রূপ কোনটি? (জ্ঞান)
ঝঃধঃবসবহঃ ড়ভ পড়সঢ়ৎবযবহংরাব ওহপড়সব
খ ওহপড়স ঝঃধঃবসবহঃ
গ ঝঃধঃবসবহঃ ড়ভ ঋরহধহপরধষ চড়ংরঃরড়হ
ঘ ইধষধহপব ঝযববঃ
৫৪. আর্থিক অবস্থা বিবরণীর ইংরেজি রূপ কী? (জ্ঞান)
ক ইধষধহপব ঝযববঃ
খ ঋরহধহপরধষ ঝঃধঃবসবহঃ
ঝঃধঃবসবহঃ ড়ভ ঋরহধহপরধষ চড়ংরঃরড়হ
ঘ ঝঃধঃবসবহঃ ড়ভ পড়সঢ়ৎবযবহংরাব ওহপড়সব
৫৫. আর্থিক বিবরণীর অংশ কোনটি? (জ্ঞান)
ক আয়-ব্যয় বিবরণী মালিকানা স্বত্ব বিবরণী
গ লাভ-লোকসান বিবরণী ঘ চ‚ড়ান্ত বিবরণী
৫৬. আর্থিক বিবরণীর ধাপ কোনটি? (জ্ঞান)
ক ক্রয়-বিক্রয় হিসাব খ লাভ-লোকসান হিসাব
নগদ প্রবাহ বিবরণী ঘ ব্যাংক সমন্বয় বিবরণী
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৫৭. আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুতের উদ্দেশ্য (অনুধাবন)
র. সম্পদের পরিমাণ জানা
রর. দায়-দেনার পরিমাণ জানা
ররর. আয়-ব্যয়ের পরিমাণ জানা
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৫৮. আর্থিক বিবরণী তথ্য সরবরাহ করেÑ (অনুধাবন)
র. আর্থিক ফলাফলের
রর. আর্থিক অবস্থার
ররর. নগদ প্রবাহের
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
৫৯. ব্যবসায়ের আর্থিক বিবরণী প্রস্তুত করার মাধ্যমে তথ্য সংগ্রহ করা যায়(অনুধাবন)
র. প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল সম্পর্কে
রর. প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা সম্পর্কে
ররর. প্রতিষ্ঠানের নগদ প্রবাহ সম্পর্কে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
৬০. আর্থিক বিবরণীর মাধ্যমে সম্ভব হয়Ñ (অনুধাবন)
র. ব্যবস্থাপনার দক্ষতা মূল্যায়ন
রর. অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণ
ররর. সার্বিক অবস্থা মূল্যায়ন
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
৬১. আর্থিক বিবরণীতে প্রস্তুত করা হয়Ñ (অনুধাবন)
র. বিশদ আয় বিবরণী
রর. লাভ-লোকসান হিসাব
ররর. আর্থিক অবস্থার বিবরণী
নিচের কোনটি সঠিক?
ক র ও রর র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৬২. আর্থিক বিবরণীর ধাপ (অনুধাবন)
র. বিশদ আয় বিবরণী
রর. মালিকানা স্বত্ব বিবরণী
ররর. আর্থিক অবস্থার বিবরণী
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
বিশদ আয় বিবরণী
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৬৩. মুনাফা জাতীয় আয় ও ব্যয় কোন বিবরণীতে লিপিবদ্ধ করা হয়? (জ্ঞান)
বিশদ আয় বিবরণী খ মালিকানা স্বত্ব বিবরণী
গ আর্থিক অবস্থার বিবরণী ঘ নগদ প্রবাহ বিবরণী
৬৪. বিশদ আয় বিবরণীতে কোন জাতীয় আয় ও ব্যয় লিপিবদ্ধ করা হয়? (জ্ঞান)
মুনাফা জাতীয় খ মূলধন জাতীয়
গ দীর্ঘমেয়াদি জাতীয় ঘ সকল জাতীয়
৬৫. ব্যবসায়ের সেবা আয় হতে সেবা প্রদানের যাবতীয় ব্যয় বাদ দিয়ে নিট মুনাফা নির্ণয় করা হয় কোন ধরনের ব্যবসায়ে? (অনুধাবন)
ক সেবা গ্রহণকারী ব্যবসায়ে সেবা প্রদানকারী ব্যবসায়ে
গ পণ্য ক্রয় বিক্রয়কারী ব্যবসায়ে ঘ অমুনাফাভোগী ব্যবসায়ে
৬৬. বিক্রীত পণ্যের ব্যয় ১৮,০০০ টাকা এবং বিক্রয় মূল্যের ওপর মুনাফার হার ৮% হলে বিক্রয় মূল্য কত? (প্রয়োগ)
ক ১৯,৪৪০ টাকা ১৯,৫৬৫ টাকা
গ ১৯,৬৪০ টাকা ঘ ১৯,৮৯০ টাকা
৬৭. কোন ধরনের প্রতিষ্ঠান পণ্য ক্রয়-বিক্রয় করে না? (জ্ঞান)
ক সাধারণ ব্যবসায় প্রতিষ্ঠান খ একমালিকানা প্রতিষ্ঠান
সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ঘ উৎপাদনকারী প্রতিষ্ঠান
৬৮. সেবাদানকারী প্রতিষ্ঠানের উদাহরণ কোনটি? (জ্ঞান)
ক উৎপাদনকারী প্রতিষ্ঠান বিজ্ঞাপনী সংস্থা
গ একমালিকানা প্রতিষ্ঠান ঘ যৌথ মূলধনি প্রতিষ্ঠান
৬৯. সেবা প্রদানকারী ব্যবসায়ের আয় থেকে সেবা প্রদানের যাবতীয় ব্যয় বাদ দিলে কী পাওয়া যায়? (জ্ঞান)
ক মুনাফা খ মোট মুনাফা গ পরিচালন মুনাফা নিট মুনাফা
৭০. নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
বিক্রয়-বিক্রীত পণ্যের ব্যয় = মোট মুনাফা
খ আয়-সেবা প্রদানের খরচ = নিট মুনাফা
গ পরিচালন মুনাফা + অপরিচালন নিট আয় = নিট মুনাফা
ঘ বিক্রয় পরিচালন ব্যয় = মোট মুনাফা
৭১. পণ্য ক্রয় বিক্রয়কারী ব্যবসায়ের বিক্রয়লব্ধ অর্থ থেকে বিক্রীত পণ্যের ব্যয় বাদ দিলে কী পাওয়া যায়? (জ্ঞান)
মোট মুনাফা খ নিট মুনাফা
গ পরিচালন মুনাফা ঘ অপরিচালন মুনাফা
৭২. পণ্য ক্রয়-বিক্রয়কারী প্রতিষ্ঠানে নিট লাভ কীভাবে নির্ণয় করা হয়? (জ্ঞান)
মোট মুনাফা + পরোক্ষ আয় পরোক্ষ ব্যয়
খ মোট মুনাফা + পরোক্ষ ব্যয় পরোক্ষ আয়
গ মোট মুনাফা + প্রত্যক্ষ আয় পরোক্ষ ব্যয়
ঘ মোট মুনাফা + মোট আয় মোট ব্যয়
৭৩. পণ্য ক্রয় বিক্রয়কারী ব্যবসায়ে নিট মুনাফা নির্ণয়ের জন্য মোট মুনাফার সাথে নিচের কোনটি করতে হয়? (অনুধাবন)
ক প্রত্যক্ষ আয় যোগ ও প্রত্যক্ষ ব্যয় বিয়োগ করতে হয়
খ প্রত্যক্ষ আয় যোগ ও পরোক্ষ আয় বিয়োগ করতে হয়
গ পরোক্ষ আয় যোগ ও প্রত্যক্ষ ব্যয় বিয়োগ করতে হয়
পরোক্ষ আয় যোগ ও পরোক্ষ ব্যয় বিয়োগ করতে হয়
৭৪. একটি সেবাদানকারী প্রতিষ্ঠানের আয় ৫০,০০০ টাকা, বিদ্যুৎ বিল ৫,০০০ টাকা, ডিভিডেন্ড আয় ১,০০০ টাকা, মনিহারি ২,০০০ টাকা হলে নিট মুনাফা কত? (প্রয়োগ)
ক ৪২,০০০ টাকা খ ৪১,০০০ টাকা
৪৪,০০০ টাকা ঘ ৪৬,০০০ টাকা
৭৫. বিক্রীত পণ্যের ব্যয় ১৬,৮০০ টাকা। বিক্রয়মূল্যের ওপর মুনাফার হার ১০% হলে বিক্রয়মূল্য কত? (প্রয়োগ)
ক ১৬,৮০০ টাকা খ ১৮,২০০ টাকা গ ১৮,৪০০ টাকা ১৮,৬৬৭ টাকা
৭৬. মোট লাভ ১০,০০০ টাকা, মজুরি ২,০০০ টাকা, বেতন ৭,০০০ টাকা, আন্তঃপরিবহন ১,০০০ টাকা এবং বহিঃপরিবহন ১,৫০০ টাকা হলে নিট লাভ কত? (প্রয়োগ)
১,৫০০ টাকা খ ৩,০০০ টাকা গ ৮,৫০০ টাকা ঘ ১০,০০০ টাকা
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৭৭. সেবাদানকারী প্রতিষ্ঠানের জন্য সঠিকÑ (অনুধাবন)
র. পণ্য ক্রয়-বিক্রয় করে না
রর. সেবা প্রদান করে
ররর. মুনাফা অর্জন করে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
৭৮. নীলয় ট্রেডার্সের হিসাবরক্ষক বিশদ আয় বিবরণী প্রস্তুত করলে তা দেখে নীলয় ট্রেডার্সের মালিক জানতে পারবেÑ (প্রয়োগ)
র. মোট মুনাফার পরিমাণ
রর. নিট মুনাফার পরিমাণ
ররর. মালিকানা স্বত্বের পরিমাণ
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
বিশদ আয় বিবরণীর উদ্দেশ্য
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৭৯. বিশদ আয় বিবরণীর মাধ্যমে কী জানা যায়? (জ্ঞান)
ক ব্যবসায়ের সম্পদ ও দায় খ ব্যবসায়ের আয় ও দায়
গ ব্যবসায়ের মোট লাভ বা মুনাফা ব্যবসায়ের নিট লাভ বা ক্ষতি
৮০. নিট লাভের অর্থ কে দাবি করতে পারে না? (জ্ঞান)
ক ব্যবসায় প্রতিষ্ঠান খ নিয়ন্ত্রণকারী সংস্থা
গ ঋণদাতা ও পাওনাদার মালিক
৮১. মোট সম্পত্তি ৫,৭০,০০০ টাকা এবং মূলধন ও অন্যান্য দায় ৪,৬০,৫০০ টাকা হলে নিট মুনাফার পরিমাণ কত হবে? (প্রয়োগ)
ক ৮০,৫০০ টাকা খ ৯০,০০০ টাকা গ ৯৯,৫০০ টাকা ১,০৯,৫০০ টাকা
৮২. মালিককে কোন বিষয়টি জানানোর উদ্দেশ্যে বিশদ আয় বিবরণী প্রস্তুত করা হয়? (অনুধাবন)
ক মালিক যেন মোট লাভের অতিরিক্ত দাবি না করে
মালিক যেন নিট লাভের অতিরিক্ত দাবি না করে
গ মালিক যেন প্রয়োজনীয় অর্থ বিনিয়োগ করে
ঘ মালিককে যেন অতিরিক্ত অর্থ উত্তোলন করে নেয়
৮৩. বিশদ আয় বিবরণীর উদ্দেশ্য কোনটি? (অনুধাবন)
ক মুনাফা জাতীয় আয় ও ব্যয়গুলো লিপিবদ্ধ করা
খ ব্যবসায়ের সম্পদ ও দায়-দেনার পরিমাণ জানা
মালিককে নিট লাভের অতিরিক্ত দাবি না করার কথা জানানো
ঘ সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা
৮৪. মালিক ব্যবসা হতে নিট লাভের অতিরিক্ত দাবি করলে কী ভেঙে যায়? (জ্ঞান)
ক বিনিয়োগ খ মুনাফা মূলধন ঘ ঋণ
৮৫. মালিক কর্তৃক নিট লাভের অতিরিক্ত দাবি করলে ব্যবসায়ের কোন সময়ের কার্যক্রম ব্যাহত হয়? (জ্ঞান)
ক বর্তমান ভবিষ্যৎ গ পরিচালনা ঘ ব্যবস্থাপনা
৮৬. ভবিষ্যতের আয় বৃদ্ধি ও ব্যয় হ্রাসের জন্য কী করতে হবে? (অনুধাবন)
ক আয়ের খাত বৃদ্ধি ও ব্যয়ের খাত হ্রাস করতে হবে
বিশদ আয় বিবরণীর আয় ও ব্যয়গুলো বিশ্লেষণ করতে হবে
গ আর্থিক বিবরণীর সম্পদ ও দায়গুলো বিশ্লেষণ করতে হবে
ঘ সম্পদ বৃদ্ধি ও দায় হ্রাসের ব্যবস্থা গ্রহণ করতে হবে
৮৭. বশদ আয় বিবরণীতে কোনটি বিশ্লেষণ করা হয়? (জ্ঞান)
সকল আয় ও ব্যয় খ প্রত্যক্ষ আয় ও ব্যয়
গ পরোক্ষ আয় ও ব্যয় ঘ সম্পদ ও দায়সমূহ
৮৮. বিশদ আয় বিবরণীর আয় ও ব্যয়গুলো বিশ্লেষণ করে কোনটি বাড়ানোর ব্যবস্থা করা যায়? (জ্ঞান)
ক মোট মুনাফা নিট মুনাফা গ মোট সম্পদ ঘ নিট সম্পদ
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৮৯. বিশদ আয় বিবরণী দ্বারা নির্ণীত হয় (অনুধাবন)
র. মোট লাভ বা ক্ষতি
রর. দায় ও সম্পত্তি
ররর. নিট লাভ বা ক্ষতি
নিচের কোনটি সঠিক?
ক র ও রর র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৯০. বিশদ আয় বিবরণী প্রস্তুতের উদ্দেশ্যে হলো (অনুধাবন)
র. মালিকের দাবির পরিমাণ নির্ণয়
রর. নিট লাভের পরিমাণ নির্ণয়
ররর. নিট ক্ষতির পরিমাণ নির্ণয়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
৯১. মালিক নিট লাভের অতিরিক্ত উত্তোলন করলে (উচ্চতর দক্ষতা)
র. ব্যবসায়ের ভবিষ্যৎ কার্যক্রম ব্যাহত হয়
রর. মূলধন বৃদ্ধি পায়
ররর. মূলধন ভেঙে যায়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৯২. বিশদ আয় বিবরণী বিশ্লেষণের মাধ্যমে (উচ্চতর দক্ষতা)
র. আয়-ব্যয় নিয়ন্ত্রণ করা যায়
রর. আয় বাড়ানো যায়
ররর. ব্যয় কমানো যায়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
বিশদ আয় বিবরণী প্রস্তুত
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৯৩. সেবা প্রদানকারী ব্যবসায়ে কোনো নির্দিষ্ট বছরের আয় থেকে ব্যয়গুলো বাদ দিলে কী পাওয়া যায়? (জ্ঞান)
ক মোট মুনাফা খ নিট মুনাফা নিট আয় ঘ মোট আয়
৯৪. পণ্য ক্রয় বিক্রয়কারী ব্যবসায়ের আয়ের প্রধান উৎস কী? (জ্ঞান)
ক প্রাপ্ত কমিশন খ প্রাপ্ত উপভাড়া
গ শিক্ষানবিস সেলামি পণ্য বিক্রয়লব্ধ অর্থ
৯৫. পণ্য বিক্রয়লব্ধ অর্থ ব্যবসায়ের কী ধরনের আয়? (জ্ঞান)
মূল পরিচালন আয় খ মূল অপরিচালন আয়
গ প্রত্যক্ষ অপরিচালন আয় ঘ পরোক্ষ অপরিচালন আয়
৯৬. বিশদ আয় বিবরণী কয়টি ধাপে প্রস্তুত করা হয়? (জ্ঞান)
ক দুই তিন গ চার ঘ পাঁচ
৯৭. বিশদ আয় বিবরণীর প্রথম ধাপে কী নির্ণয় করা হয়? (জ্ঞান)
মোট মুনাফা খ নিট মুনাফা
গ পরিচালন মুনাফা ঘ অপরিচালন মুনাফা
৯৮. পরিচালন মুনাফা কখন নির্ণয় করা হয়? (অনুধাবন)
ক মোট মুনাফা ও নিট মুনাফা নির্ণয়ের পূর্বে
মোট মুনাফা নির্ণয়ের পরে ও নিট মুনাফা নির্ণয়ের পূর্বে
গ মোট মুনাফা ও নিট মুনাফা নির্ণয়ের পরে
ঘ নিট মুনাফা নির্ণয়ের পরে ও মোট মুনাফা নির্ণয়ের পূর্বে
৯৯. পরিচালন মুনাফা নির্ণয় করা যায় কোনটি দ্বারা? (জ্ঞান)
ক মোট মুনাফা অপরিচালন আয় পরিচালন ব্যয়
মোট মুনাফা + পরিচালন আয় পরিচালন ব্যয়
গ মোট মুনাফা + নিট মুনাফা নিট ব্যয়
ঘ পরিচালন আয় পরিচালন ব্যয়
১০০. বিশদ আয় বিবরণীর দ্বিতীয় ধাপে কী নির্ণয় করা হয়? (জ্ঞান)
ক মোট মুনাফা খ নিট মুনাফা
পরিচালন মুনাফা ঘ অপরিচালন মুনাফা
১০১. সেবাদানকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে কোনটি সঠিক? (অনুধাবন)
আয় ব্যয় = নিট মুনাফা খ আয় ব্যয় = নিট ক্ষতি
গ আয় ব্যয় = মোট মুনাফা ঘ আয় ব্যয় = মোট ক্ষতি
১০২. বিশদ আয় বিবরণীর তৃতীয় ধাপে কী প্রস্তুত করা হয়? (জ্ঞান)
ক পরিচালন আয় খ পরিচালন মুনাফা গ মোট মুনাফা নিট মুনাফা
১০৩. নিচের কোনটি প্রত্যক্ষ পরিচালন আয়? (অনুধাবন)
বিক্রয় খ বাট্টা
গ কমিশন ঘ শিক্ষানবিস সেলামি
১০৪. নিচের কোনটি পরোক্ষ পরিচালন আয়? (জ্ঞান)
ক বিনিয়োগের সুদ খ উত্তোলনের সুদ গ বিক্রয় কমিশন প্রাপ্তি
১০৫. নিচের কোনটি প্রত্যক্ষ পরিচালন ব্যয়? (জ্ঞান)
ক মনিহারি খ বেতন জাহাজ ভাড়া ঘ ব্যাংক চার্জ
১০৬. ডকচার্জ কী? (জ্ঞান)
ক পরোক্ষ খরচ প্রত্যক্ষ খরচ গ আনুষঙ্গিক খরচ ঘ সাময়িক খরচ
১০৭. নিচের কোনটি প্রত্যক্ষ পরিচালন ব্যয়? (জ্ঞান)
কারখানার ভাড়া ও বিদ্যুৎ খ অনাদায়ী পাওনা
গ ডাক ও তার ঘ বিদ্যুৎ খরচ
১০৮. নিচের কোন খরচগুলো একই শ্রেণিভুক্ত? (অনুধাবন)
ক জাহাজ ভাড়া, বেতন, কারখানা ভাড়া খ পরিবহন, মজুরি, মনিহারি, বিমা
গ বেতন, বিদ্যুৎ খরচ, কমিশন প্রদান বিক্রয় পরিবহন, মনিহারি, বিমা
১০৯. অনাদায়ী পাওনা সঞ্চিতি কোন ধরনের ব্যয় হিসেবে লিপিবদ্ধ করা হয়? (জ্ঞান)
ক প্রত্যক্ষ পরিচালন ব্যয় পরোক্ষ পরিচালন ব্যয়
গ মূল পরিচালন ব্যয় ঘ অপরিচালন ব্যয়
১১০. উত্তোলনের সুদ কী? (জ্ঞান)
ক পরিচালন আয় খ পরিচালন ব্যয়
অপরিচালন আয় ঘ অপরিচালন ব্যয়
১১১. নিচের কোনগুলো অপরিচালন আয়ের অন্তর্ভুক্ত? (অনুধাবন)
ক বিনিয়াগের সুদ, উপভাড়া, বাট্টা প্রাপ্তি
উপভাড়া, প্রাপ্ত লভ্যাংশ, উত্তোলনের সুদ
গ শিক্ষানবিস সেলামি, কমিশন প্রাপ্তি, উপভাড়া
ঘ ব্যাংক জমার সুদ, বাট্টা প্রাপ্তি, উপভাড়া
১১২. ‘শিক্ষানবিস সেলামি’ কী? (জ্ঞান)
ক প্রত্যক্ষ পরিচালন আয় পরোক্ষ অপরিচালন আয়
গ বিলম্বিত আয় ঘ প্রত্যক্ষ অপরিচালন আয়
১১৩. নিচের কোনটি অপরিচালন আয়? (জ্ঞান)
ক বিক্রয় উপভাড়া গ বাট্টা প্রাপ্তি ঘ কমিশন প্রাপ্তি
১১৪. শেয়ার থেকে প্রাপ্ত লভ্যাংশ কোন ধরনের আয়? (জ্ঞান)
ক প্রত্যক্ষ পরিচালন আয় খ পরোক্ষ পরিচালন আয়
গ মূল পরিচালন আয় অপরিচালন আয়
১১৫. নিচের কোনটি অপরিচালন ব্যয়? (জ্ঞান)
ক বিজ্ঞাপন খ মজুরি গ বাট্টা প্রদান ব্যাংক চার্জ
১১৬. ইমরান ফ্যাশন হাউজের ২০১৮ সালের মোট মুনাফার পরিমাণ ৮৫,০০০ টাকা, অফিস খরচাবলি ৫,০০০ টাকা, বিক্রয় খরচ ৩,২০০ টাকা, ক্রয় পরিবহন ৭,০০০ টাকা, বিজ্ঞাপন খরচ ৯,০০০ টাকা হলে উক্ত প্রতিষ্ঠানের নিট পরিচালন আয় (ঘঙও) কত? প্রয়োগ)
ক ৬০,৮০০ টাকা ৬৭,৮০০ টাকা গ ৭০,০০০ টাকা ঘ ৭৮,০০০ টাকা
১১৭. ফাহিম ট্রেডার্সের হিসাবরক্ষক তিনটি ধাপে প্রতিষ্ঠানের বিশদ আয় বিবরণী প্রস্তুত করলেন। মুনাফা নির্ণয়ে তিনি নিচের কোন ধারাবাহিকতাটি অনুসরণ করেছেন? (প্রয়োগ)
ক পরিচালন মুনাফা মোট মুনাফা নিট মুনাফা
খ নিট মুনাফা মোট মুনাফা পরিচালন মুনাফা
গ মোট মুনাফা নিট মুনাফা পরিচালন মুনাফা
মোট মুনাফা পরিচালন মুনাফা নিট মুনাফা
১১৮. কোনো নির্দিষ্ট সময়ে যে পণ্য দ্রব্য বিক্রয় করা হয় তার জন্যে ব্যয়িত খরচের যোগফলকে কী বলা হয়? (জ্ঞান)
ক প্রারম্ভিক মজুদ পণ্য খ সমাপনী মজুদ পণ্য
বিক্রীত পণ্যের ব্যয় ঘ মোট ব্যয়
১১৯. জনাব আহসান তার ব্যবসায়ের নিট বিক্রয় হতে বিক্রীত পণ্যের ব্যয় বাদ দিয়ে মোট মুনাফা নির্ণয় করলেন। জনাব আহসান আসলে কী বাদ দিয়েছেন? (উচ্চতর দক্ষতা)
ক যে পণ্য ক্রয় করা হয়েছে তার জন্য ব্যয়িত খরচ
খ যে পণ্য ক্রয় করা হবে তার জন্য ব্যয়িত খরচ
যে পণ্য বিক্রি করা হয়েছে তার জন্য ব্যয়িত খরচ
ঘ যে পণ্য বিক্রি করা হবে তার জন্য ব্যয়িত খরচ
১২০. বিক্রীত পণ্যের ব্যয় কী? (জ্ঞান)
যে পণ্য বিক্রি হয়েছে তার জন্য ব্যয়িত খরচ
খ যে পণ্য বিক্রি হবে তার জন্য ব্যয়িত খরচ
গ যে পণ্য ধারে বিক্রি হয়েছে তার জন্য ব্যয়িত খরচ
ঘ যে পণ্য নগদে বিক্রি হয়েছে তার জন্য ব্যয়িত খরচ
১২১. প্রারম্ভিক মজুদ পণ্য ২০,০০০ টাকা, ক্রয় ৩৮,০০০ টাকা, ক্রয় ফেরত ৩,০০০ টাকা, পরিবহন ২,৫০০ টাকা এবং সমাপনী মজুদ পণ্য ১৩,৫০০ টাকা হলে, বিক্রীত পণ্যের ব্যয় কত? (প্রয়োগ)
ক ৪১,৫০০ টাকা ৪৪,০০০ টাকা গ ৫০,০০০ টাকা ঘ ৬০,৫০০ টাকা
১২২. রাহেলা বানু ২০১৮ সালের ১ জুলাই তারিখে ৪০,০০০ টাকার ঋণ গ্রহণ করেন। সুদের হার ৬% হলে ২০১৮ সালের ৩১ ডিসেম্বর তারিখে ঋণের বকেয়া সুদ কত হবে? (প্রয়োগ)
ক ১,০০০ টাকা খ ১,২০০ টাকা ২,৪০০ টাকা ঘ ৩,৬০০ টাকা
১২৩. বীণা ট্রেডার্সের ক্রয় ৮০,০০০ টাকা, বিক্রয় ১,৬৭,০০০ টাকা, মোট মুনাফা ৮৪,০০০ টাকা, নিট মুনাফা ৪৫,১০০ টাকা হলে বিক্রীত পণ্যের ব্যয় কত? (প্রয়োগ)
ক ৩৮,৯০০ টাকা ৮৩,০০০ টাকা
খ ৮৭,০০০ টাকা ঘ ১,২১,৯০০ টাকা
১২৪. শাহাদাত হোসেনের মোট মুনাফা ৩০,০০০, নিট মুনাফা ৭,৭৫০ টাকা, পরিচালন আয় ৫০০ টাকা, পরিচালন ব্যয় ২৩,৪৫০ টাকা হলে পরিচালন মুনাফার পরিমাণ কত? (প্রয়োগ)
ক ৪,২০০ টাকা খ ৬,৫৫০ টাকা ৭,০৫০ টাকা ঘ ২২,৯৫০ টাকা
১২৫. ‘বিক্রীত পণ্যের ব্যয়’ নির্ণয় করা যায় কোনটির মাধ্যমে? (জ্ঞান)
ক প্রারম্ভিক মজুদ পণ্য + নিট ক্রয় সমাপনী মজুদ পণ্য
খ (মোট বিক্রয় মোট ক্রয়) + সমাপনী মজুদ পণ্য
প্রারম্ভিক মজুদ পণ্য + (নিট ক্রয় + ক্রয় সংক্রান্ত খরচ) সমাপনী মজুদ পণ্য
ঘ (প্রত্যক্ষ ব্যয় + পরোক্ষ ব্যয়) সমাপনী মজুদ পণ্য
১২৬. জনাব জিয়ার ব্যবসায় হতে ৩১ ডিসেম্বর ২০১৮ সালে নি¤েœাক্ত তথ্যগুলো পাওয়া যায়; প্রারম্ভিক মজুদ পণ্য ২০,০০০ টাকা, ক্রয় ৩৮,০০০ টাকা, ক্রয় ফেরত ৩,০০০ টাকা, ক্রয় সংক্রান্ত অন্যান্য খরচ ১০,০০০ টাকা এবং সমাপনী মজুদ পণ্য ১৮,০০০ টাকা হলে বিক্রীত পণ্যের ব্যয় কত? (প্রয়োগ)
ক ৩০,০০০ টাকা খ ৩৭,০০০ টাকা
৪৭,০০০ টাকা ঘ ৬৮,০০০ টাকা
১২৭. নিচের কোনটি ক্রয় সংক্রান্ত খরচ? (অনুধাবন)
ক বাট্টা প্রদান আমদানি শুল্ক
গ প্যাকিং খরচ ঘ দুর্ঘটনাজনিত খরচ
১২৮. আমদানি শুল্ক কোনটির সাথে জড়িত? (অনুধাবন)
ক পণ্য উৎপাদনের সাথে খ পণ্য বিক্রয়ের সাথে
পণ্য ক্রয়ের সাথে ঘ লাভ-ক্ষতির সাথে
১২৯. প্রিমিয়াম কী? (জ্ঞান)
ক ক্রয় খরচ খ বিক্রয় খরচ
বিমা খরচ ঘ দুর্ঘটনাজনিত খরচ
১৩০. অবচয় কী? (জ্ঞান)
স্থায়ী সম্পদের ক্ষয় খ অস্থায়ী সম্পদের ক্ষয়
গ মোট সম্পদের ক্ষয় ঘ চলতি সম্পদের ক্ষয়
১৩১. ব্যবহারজনিত কারণে স্থায়ী সম্পদের যে ক্ষয় হয় তাকে কী বলে? (জ্ঞান)
ক প্রত্যক্ষ ব্যয় খ ব্যবহারজনিত ক্ষতি
অবচয় ঘ অপচয়
১৩২. জামাল তার ব্যবসায়ের জন্য ২০,০০০ টাকার আসবাবপত্র ক্রয় করেন। আসবাবপত্রের ব্যবহারজনিত মূল্য হ্রাস হয় ১,০০০ টাকা। এ ক্ষেত্রে অবচয় হার কত? (প্রয়োগ)
৫% খ ৭% গ ৮% ঘ ১০%
১৩৩. ধারে পণ্য বিক্রয় থেকে কোনটির সৃষ্টি হয়? (অনুধাবন)
ক পাওনাদার দেনাদার গ প্রদেয় বিল ঘ লাভ
১৩৪. তপন চৌধুরীর অফিস ভাড়া ৪,০০০ টাকা, যাতায়াত খরচ ১,০০০ টাকা, সেবা আয় ১৯,০০০ টাকা, বিদ্যুৎ বিল ২,০০০ টাকা, সুদ আয় ৫০০ টাকা হলে নিট মুনাফা কত? (প্রয়োগ)
ক ১১,৫০০ টাকা খ ১৪,৫০০ টাকা
গ ১৯,৬৪০ টাকা ১২,৫০০ টাকা
১৩৫. ভবিষ্যৎ অনাদায়ী পাওনার বিপক্ষে কী তৈরি করা হয়? (অনুধাবন)
কু-ঋণ সঞ্চিতি খ অনাদায়ী দেনা
গ বিবিধ দেনাদার ঘ সাধারণ সঞ্চিতি
১৩৬. ‘অনাদায়ী পাওনা সঞ্চিতি’ কোন ব্যয়ের অন্তর্ভুক্ত হবে? (জ্ঞান)
পরিচালন ব্যয় খ অপরিচালন ব্যয়
গ প্রত্যক্ষ ব্যয় ঘ প্রত্যক্ষ পরিচালন ব্যয়
১৩৭. অপরিচালন নিট আয় কীভাবে নির্ণয় করা হয়? (অনুধাবন)
ক মোট মুনাফার সাথে অপরিচালন আয় যোগ করে
খ মোট মুনাফার সাথে অপরিচালন ব্যয় বাদ দিয়ে
অপরিচালন আয় থেকে অপরিচালন ব্যয় বাদ দিয়ে
ঘ অপরিচালন ব্যয় থেকে অপরিচালন আয় বাদ দিয়ে
১৩৮. বিশদ আয় বিবরণী প্রস্তুতের কারণ কোনটি? (অনুধাবন)
ব্যবসায়ের লাভ/ক্ষতির পরিমাণ জানা
খ ব্যবসায়ের মোট মুনাফা ও নিট মুনাফা জানা
গ ব্যবসায়ের স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি দায় জানা
ঘ ব্যবসায়ের মোট সম্পদ ও দায়-দেনা জানা
১৩৯. ফারজানা রহমানের মোট মুনাফা ৭২,৩০০ টাকা, পরিচালন ব্যয় ৩৮,১২৫ টাকা, অপরিচালন নিট আয় ২,৪০০ টাকা হলে নিট মুনাফা কত? (প্রয়োগ)
ক ৩১,৭৭৫ টাকা খ ৩৪,১৭৫ টাকা
গ ৩৫,৭২৫ টাকা ৩৬,৫৭৫ টাকা
১৪০. জনাব হায়দার সাহেবের সঞ্চয়পত্রের সুদ ২,৪০০ টাকা, ঋণের সুদ ৩,০০০ টাকা, মূলধনের সুদ ৫,৫০০ টাকা, শিক্ষানবিস সেলামি ১০,০০০ টাকা, অনাদায়ী পাওনা ১,০০০ টাকা হলে অপরিচালন নিট আয় কত? (প্রয়োগ)
অপরিচালন নিট আয় ৩,৯০০ টাকা খ অপরিচালন নিট আয় ২,৯০০ টাকা
গ অপরিচালন নিট আয় ১৫,১০০ টাকা ঘ অপরিচালন নিট আয় ১৩,৯০০ টাকা
১৪১. রপ্তানি শুল্ক ব্যবসায়ে কোন ধরনের ব্যয়? (জ্ঞান)
ক প্রত্যক্ষ পরিচালন ব্যয় পরোক্ষ পরিচালন ব্যয়
গ বিলম্বিত ব্যয় ঘ মূলধনায়িত ব্যয়
১৪২. রপ্তানি শুল্ক কোনটির সঙ্গে জড়িত? (অনুধাবন)
ক পণ্য ক্রয়ের সাথে খ লাভ-ক্ষতির সাথে
গ পণ্য উৎপাদনের সাথে পণ্য বিক্রয়ের সাথে
১৪৩. ব্যবসায় পরিচালনা সংক্রান্ত স্বল্প পরিমাণের বিবিধ খরচের সমষ্টিকে কী বলে? (জ্ঞান)
ক মনিহারি খরচ খ দস্তুরি খরচ গ দপ্তর খরচ কারবারি খরচ
১৪৪. বিজ্ঞাপনের উদ্দেশ্য কী? (অনুধাবন)
ক পণ্যের বিক্রয় মূল্য বৃদ্ধি করা পণ্যের বিক্রয় বৃদ্ধি করা
গ সরবরাহ বৃদ্ধি করা ঘ পণ্যের বিক্রয় মূল্য হ্রাস করা
১৪৫. নিচের কোনটি পরোক্ষ খরচ? (জ্ঞান)
ক আন্তঃপরিবহন নিরীক্ষা খরচ গ ডক চার্জ ঘ আমদানি শুল্ক
১৪৬. কোনো পেশা বা বৃত্তি শিক্ষা দেয়ার বিনিময়ে ব্যবসায় প্রতিষ্ঠান যে অর্থ গ্রহণ করে তাকে কী বলে? (অনুধাবন)
ক বৃত্তিমূলক আয় খ শিক্ষানবিস ভাতা
শিক্ষানবিস সেলামি ঘ ব্যবসায় বহির্ভুত আয়
১৪৭. বিগত বছরের অবিক্রীত পণ্য চলতি বছরে কী হিসাবে বিবেচিত হয়? (জ্ঞান)
প্রারম্ভিক মজুদ পণ্য খ সমাপনী মজুদ পণ্য
গ অবিক্রীত পণ্য ঘ বিক্রীত পণ্য
১৪৮. নিচের কোন হিসাব দুটি একই অর্থবোধক? (অনুধাবন)
ক বিমা সেলামি ও শিক্ষানবিস সেলামি
খ বিনিয়োগের সুদ ও মূলধনের সুদ
গ শিক্ষানবিস ভাতা ও শিক্ষানবিস সেলামি
ক্রয় ফেরত ও বহিঃফেরত
১৪৯. নিচের কোনটি প্রত্যক্ষ খরচ? (জ্ঞান)
ক ভাড়া শুল্ক গ অফিস খরচ ঘ কমিশন
১৫০. নিচের কোনটির কারণে নিট ক্ষতির পরিমাণ বৃদ্ধি পায়? (জ্ঞান)
ক প্রাপ্ত বাট্টা, প্রাপ্ত কমিশন ও উত্তোলনের সুদ
খ বেতন, অনাদায়ী পাওনা ও শিক্ষানবিস সেলামি
অবচয়, প্রদত্ত বাট্টা, ঋণের সুদ ও মনিহারি
ঘ বকেয়া ভাড়া, অবলোপন, বিজ্ঞাপন ও বিনিয়োগের সুদ
১৫১. পণ্যের বিক্রয়মূল্য হতে মুনাফা বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাকে কী বলে? (জ্ঞান)
বিক্রীত পণ্যের মূল্য খ ক্রীত পণ্যের মূল্য
গ মজুদ পণ্যের মূল্য ঘ মোট লাভ
১৫২. মুনাফা ও মূলধনের সম্পর্ক নির্দেশ করে কোনটি? (অনুধাবন)
ক মূলধন শুধুই মুনাফা থেকে আসে মুনাফা মূলধনের বৃদ্ধি ঘটায়
গ মুনাফা মূলধনের পরিবর্তন ঘটায় ঘ মুনাফা মূলধনের হ্রাস ঘটায়
১৫৩. আয়কর কিসের ওপর প্রদান করা হয়? (অনুধাবন)
নিট লাভ খ মোট লাভ গ মোট ব্যয় ঘ মোট আয়
১৫৪. কোনটি অবিক্রীত পণ্যের ওপর ধরা যায় না? (জ্ঞান)
লাভ খ লভ্যাংশ গ ক্ষতি ঘ মূল্য
১৫৫. কোনটি বিক্রয় উপরিব্যয়? (জ্ঞান)
ক অবচয় খ মনিহারি গ টেলিফোন বিজ্ঞাপন
১৫৬. কোনটি চলতি সম্পত্তি? (অনুধাবন)
অর্জিত দালালি খ প্রদেয় দালালি গ দেয় ভাড়া ঘ অগ্রিম উপভাড়া
১৫৭. ‘চুরি ও দুর্ঘটনাজনিত ক্ষতি’ কী ধরনের ব্যয়? (জ্ঞান)
ক প্রত্যক্ষ পরিচালন ব্যয় খ পরোক্ষ পরিচালন ব্যয়
অপরিচালন ব্যয় ঘ সাধারণ ব্যয়
১৫৮. অনাদায়ী পাওনার আরেক নাম কী? (জ্ঞান)
কুঋণ খ কুঋণ সঞ্চিতি
গ দেনাদার বাট্টা সঞ্চিতি ঘ অনাদায়ী পাওনা সঞ্চিতি
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৫৯. প্রত্যক্ষ পরিচালন ব্যয় হলো (অনুধাবন)
র. ডক চার্জ
রর. প্যাকিং খরচ
ররর. জ্বালানি খরচ
নিচের কোনটি সঠিক?
ক র ও রর র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৬০. পরিচালন ব্যয়ের অংশ (অনুধাবন)
র. ম্যানেজার বেতন
রর. স্থায়ী সম্পদের মেরামত
ররর. অনাদায়ী পাওনা সঞ্চিতি
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
১৬১. দেবাশীষ তার ব্যবসায় প্রতিষ্ঠানের মোট অপরিচালন আয় জানতে চান। এজন্য তিনি যে হিসাব খাতগুলো যোগ করবেন (প্রয়োগ)
র. শিক্ষানবিস সেলামি
রর. কমিশন প্রাপ্তি
ররর. উপভাড়া
নিচের কোনটি সঠিক?
ক র ও রর র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৬২. পরোক্ষ পরিচালন ব্যয় হলো (অনুধাবন)
র. ভ্রমণ খরচ
রর. স্থায়ী সম্পদের মেরামত
ররর. অবলোপন
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
১৬৩. ক্রয় সংক্রান্ত অন্যান্য খরচের মধ্যে পড়ে (অনুধাবন)
র. ক্রয় পরিবহন
রর. আমদানি শুল্ক
ররর. মজুরি
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
১৬৪. অনাদায়ী পাওনা সঞ্চিতির ক্ষেত্রে সঠিক উক্তি হলো (অনুধাবন)
র. এটি একটি নিশ্চিত ক্ষতি
রর. এটি একটি সম্ভাব্য ক্ষতি
ররর. এটি আদায় হতেও পারে আবার নাও হতে পারে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর রর ও ররর ঘ র, রর ও ররর
১৬৫. বিমা করার উদ্দেশ্যে হলো (অনুধাবন)
র. ঝুঁকির বণ্টন
রর. দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ
ররর. সম্পদ বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৬৬. জনাব ইউসুফ সাহেব একজন ব্যবসায়ী। তিনি পণ্য ক্রয়কালে যেসব খরচগুলো করেন তা হলো (অনুধাবন)
র. আন্তঃপরিবহন খরচ
রর. শিক্ষানবিস ভাতা
ররর. আমদানি শুল্ক ও জাহাজ ভাড়া
নিচের কোনটি সঠিক?
ক র ও রর র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৬৭. একটি প্রতিষ্ঠানে বিশদ আয় বিবরণীর মাধ্যমে জানা যায়Ñ (অনুধাবন)
র. পরিচালন মুনাফা
রর. মোট মুনাফা
ররর. অপরিচালন নিট আয়/ব্যয়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
১৬৮. বিশদ আয় বিবরণী প্রস্তুত করা হয়Ñ (অনুধাবন)
র. একটি নির্দিষ্ট সময়ের জন্য
রর. যেকোনো সময়ের জন্য
ররর. সাধারণত প্রতি বছরের জন্য
নিচের কোনটি সঠিক?
ক র ও রর র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৬৯. সেবাদানকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিশদ আয় বিবরণীতে আয়ের অন্তর্ভুক্ত হয়Ñ (অনুধাবন)
র. সেবা আয়
রর. সুদ আয়
ররর. ডিভিডেন্ট আয়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৭০ ও ১৭১ নং প্রশ্নের উত্তর দাও :
মিস মুন্নীর ব্যবসায়ে হিসাব বই থেকে নিম্নোক্ত হিসাবগুলো পাওয়া যায় : শিক্ষানবিস সেলামি ৫,০০০ টাকা, কমিশন প্রাপ্তি ৩,০০০ টাকা, উপভাড়া ৮,০০০ টাকা, প্রাপ্ত লভ্যাংশ ১,০০০ টাকা, ব্যাংক জমাতিরিক্তের সুদ ৮০০ টাকা, শিক্ষানবিস ভাতা ১,০০০ টাকা, ব্যাংক চার্জ ৫০০ টাকা।
১৭০. মিস মুন্নীর ব্যবসায়ে অপরিচালন নিট আয়/ব্যয়ের পরিমাণ কত? (প্রয়োগ)
অপরিচালন নিট আয় ১১,৭০০ টাকা
খ অপরিচালন নিট ব্যয় ১৪,৭০০ টাকা
গ অপরিচালন নিট আয় ১৭,০০০ টাকা
ঘ অপরিচালন নিট ব্যয় ১,৫০০০ টাকা
১৭১. মিস মুন্নীর ব্যবাসয়ের নিট মুনাফা নির্ণয় করার জন্য হিসাবরক্ষককে- (উচ্চতর দক্ষতা)
র. মোট মুনাফার সাথে অপরিচালন আয় যোগ করতে হবে
রর. মোট মুনাফার সাথে অপরিচালন ব্যয় বাদ দিতে হবে
ররর. মোট মুনাফার সাথে অপরিচালন নিট আয় যোগ করতে হবে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৭২ ও ১৭৩ নং প্রশ্নের উত্তর দাও :
রীনা ট্রেডার্সের ২০১৮ সালের ৩১ ডিসেম্বর তারিখে মনিহারির পরিমাণ ৩,৫০০ টাকা যার মধ্যে ৫০০ টাকা মূল্যের অব্যবহৃত মনিহারি অন্তর্ভুক্ত ছিল।
১৭২. সংশ্লিষ্ট বছরে রীনা ট্রেডার্সের মনিহারি বাবদ খরচের পরিমাণ কত? (প্রয়োগ)
ক ৫০০ টাকা ৩,০০০ টাকা
গ ৩,৫০০ টাকা ঘ ৪,০০০ টাকা
১৭৩. রীনা ট্রেডার্সের ব্যবসায়ে ৫০০ টাকা হিসাবভুক্তির ফলে কী হবে? (উচ্চতর দক্ষতা)
নিট লাভ বৃদ্ধি খ নিট লাভ হ্রাস
গ মোট লাভ বৃদ্ধি ঘ মোট লাভ হ্রাস
একমালিকানা ব্যবসায়ের মালিকানা স্বত্ব বিবরণীর প্রস্তুত প্রণালী
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৭৪. কোনটি নির্ণয়ের জন্য মালিকানা স্বত্ব বিবরণী প্রস্তুত করা হয়? (জ্ঞান)
মালিকানা স্বত্বের সমাপনী উদ্বৃত্ত খ মালিকানা স্বত্বের প্রারম্ভিক উদ্বৃত্ত
গ মালিকের মোট সম্পত্তি ঘ প্রতিষ্ঠানের মোট দায়
১৭৫. মালিকানা স্বত্বের সমাপনী উদ্বৃত্ত নির্ণয়ের সূত্র কোনটি? (অনুধাবন)
প্রারম্ভিক মূলধন + নিট মুনাফা – উত্তোলন
খ সমাপনী মূলধন + নিট মুনাফা – উত্তোলন
গ প্রারম্ভিক মূলধন + নিট ক্ষতি + উত্তোলন
ঘ সমাপনী মূলধন – নিটক্ষতি + উত্তোলন
১৭৬. নিট লাভ কোথায় স্থানান্তর করা হয়? (জ্ঞান)
ক আর্থিক অবস্থার বিবরণীতে সম্পত্তির সাথে
মালিকানা স্বত্ব বিবরণীতে মূলধনের সাথে
গ বিশদ আয় বিবরণীতে ব্যয়ের সাথে
ঘ আর্থিক অবস্থার বিবরণীতে দায়ের সাথে
১৭৭. মালিকানা স্বত্ব বিবরণীতে মূলধন হতে বাদ যায় কোনটি? (জ্ঞান)
উত্তোলন খ নিট লাভ গ অতিরিক্ত মূলধন ঘ মোট আয়
১৭৮. কোনটি মূলধন থেকে বিয়োগ করতে হয়? (জ্ঞান)
ক মূলধনের সুদ খ নিট লাভ গ মোট ক্ষতি নিট ক্ষতি
১৭৯. মালিকানা স্বত্বের সমাপনী উদ্বৃত্ত বের করার জন্য কোনটি যোগ করতে হয়? (জ্ঞান)
ক উত্তোলন খ আয়কর
গ জীবন বিমা প্রিমিয়াম সাধারণ সঞ্চিতি
১৮০. মালিকানা স্বত্ব বিবরণীর মাধ্যমে কী নির্ণয় করা হয়? (জ্ঞান)
ক প্রারম্ভিক মূলধন সমাপনী মূলধন
গ প্রারম্ভিক মজুদ ঘ সমাপনী বিনিয়োগ
১৮১. মালিক ব্যবসায় হতে নগদ অর্থ বা পণ্য উত্তোলন করলে নিচের কোনটি সংঘটিত হবে? (অনুধাবন)
ক মালিকানা স্বত্ব বৃদ্ধি পাবে মালিকানা স্বত্ব হ্রাস পাবে
গ ব্যবসায়ের দায় বৃদ্ধি পাবে ঘ ব্যবসায়ের সম্পদ বৃদ্ধি পাবে
১৮২. ২০১৮ সালের ৩১ ডিসেম্বর তারিখে বিমল সরকারের মূলধন ছিল ৪০,০০০ টাকা, নিট মুনাফা ১০,০০০ টাকা, পণ্য উত্তোলন ২,০০০ টাকা, নগদ উত্তোলন ৫,০০০ টাকা এবং অতিরিক্ত মূলধন ১০,০০০ টাকা হলে সমাপনী মালিকানা স্বত্বের পরিমাণ কত? (প্রয়োগ)
ক ৫০,০০০ টাকা খ ৪৩,০০০ টাকা গ ৬২,০০০ টাকা ৫৩,০০০ টাকা
১৮৩. নিটল মটরসের প্রারম্ভিক মূলধন ১,৮০,০০০ টাকা, অতিরিক্ত মূলধন ৫০,০০০ টাকা, উত্তোলন ৩৫,০০০ টাকা, নিট মুনাফা ৪৫,১৫০ টাকা, আয়কর ৫,০০০, সাধারণ সঞ্চিতি ৮,০০০ টাকা হলে সমাপনী মূলধন কত? (প্রয়োগ)
ক ২,২৭,১৫০ টাকা খ ২,৪০,১৫০ টাকা
২,৪৩,১৫০ টাকা ঘ ২,৬২,১৫০ টাকা
১৮৪. মালিকের মূলধন ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য দায় কেন? (উচ্চতর দক্ষতা)
ক মালিক ও ব্যবসায়ের জন্য পৃথক হিসাব প্রয়োজন নেই
খ মালিক ও ব্যবসায়ের স্বত্বা এক কিন্তু হিসাব ভিন্ন
মালিককে ব্যবসায় হতে পৃথক বিবেচনা করা হয়
নির্দিষ্ট বছরে মালিক ও ব্যবসায়ের মুনাফা ভাগ হয়
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৮৫. মালিকানা স্বত্ব বিবরণী’ প্রস্তুত করতে সমন্বয় করতে হয় (অনুধাবন)
র. নিট লাভ / ক্ষতি
রর. উত্তোলন
ররর. অতিরিক্ত মূলধন
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
১৮৬. মূলধন হতে বাদ যাবে (অনুধাবন)
র. পণ্য উত্তোলন
রর. জীবন বিমা প্রিমিয়াম প্রদান
ররর. ঋণ গ্রহণ
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৮৭. মালিকানা স্বত্বের সমাপনী উদ্বৃত্ত নির্ণয়ের প্রারম্ভিক মূলধনের সাথে যোগ হয় (অনুধাবন)
র. অতিরিক্ত মূলধন
রর. নিট লাভ
ররর. সাধারণ সঞ্চিতি
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৮৮ ও ১৮৯ নং প্রশ্নের উত্তর দাও :
‘মিতালী ট্রেডার্স’ নামক প্রতিষ্ঠানের ৩০ জুন তারিখে নিম্নোক্ত তথ্যগুলো জানা যায় :
প্রারম্ভিক মজুদ পণ্য ১৫,০০০ টাকা, ক্রয় ৩৮,০০০ টাকা, মূলধন ৫০,০০০ টাকা, জীবন বিমা প্রিমিয়াম ৪,০০০ টাকা, মূলধনের সুদ ৮০০ টাকা, উত্তোলন ৬,০০০ টাকা, বিক্রয় ৭০,০০০ টাকা, উত্তোলনের সুদ ১,৫০০ টাকা সমাপনী মজুদ পণ্য ১০,০০০ টাকা এবং নিট ক্ষতি ৫,০০০ টাকা।
১৮৮. ‘মিতালী ট্রেডার্সের’ মালিকানা স্বত্বের সমাপনী উদ্বৃত্তের পরিমাণ কত? (প্রয়োগ)
ক ১০,০০০ টাকা ৩৫,০০০ টাকা গ ৪১,৫০০ টাকা ঘ ৪৫,৫০০ টাকা
১৮৯. মিতালী ট্রেডার্সের হিসাবরক্ষক ভুলবশত জীবন বিমা প্রিমিয়ামকে পরোক্ষ পরিচালন ব্যয় হিসাবে লিপিবদ্ধ করলে আর্থিক অবস্থার বিবরণীতে প্রভাব পড়বেÑ (উচ্চতর দক্ষতা)
র. সমাপনী মূলধনকে কম দেখানো হবে
রর. মোট উত্তোলনকে কম দেখানো হবে
ররর. নিট মুনাফাকে কম দেখানো হবে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর রর ও ররর ঘ র, রর ও ররর
আর্থিক অবস্থার বিবরণী
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৯০. হিসাবকালের শেষ দিনে ব্যবসায়ের সম্পদ দায় ও মূলধন নিয়ে যে বিবরণী প্রস্তুত করা হয় তার নাম কী? (জ্ঞান)
ক বিশদ আয় বিবরণী খ আর্থিক ব্যবসায়িক বিবরণী
আর্থিক অবস্থার বিবরণী ঘ দায় ও সম্পদের বিবরণী
১৯১. কোন বিবরণী থেকে মালিকের মূলধনের পরিমাণ জানা যায়? (জ্ঞান)
ক বিশদ আয় বিবরণী খ লাভ-ক্ষতি বিবরণী
গ আর্থিক বিবরণী আর্থিক অবস্থার বিবরণী
১৯২. স্থায়ী ও চলতি সম্পদের পরিমাণ নির্ণয়ে কোনটি প্রস্তুত করা প্রয়োজন? (জ্ঞান)
ক বিশদ আয় বিবরণী আর্থিক অবস্থার বিবরণী
গ মালিকানা স্বত্ব বিবরণী ঘ নগদ প্রবাদ বিবরণী
১৯৩. আর্থিক অবস্থার বিবরণী থেকে কোনটি জানা যায়? (জ্ঞান)
ক নিট লাভের পরিমাণ
খ মোট ব্যয়ের পরিমাণ
গ মুনাফা জাতীয় আয়ের পরিমাণ
চলতি সম্পদ চলতি দায় মেটাতে যথেষ্ট কী না
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৯৪. আর্থিক অবস্থার বিবরণী সহায়তা করে (উচ্চতর দক্ষতা)
র. ব্যবসায়ের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে
রর. দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি দায় নির্ণয়ে
ররর. মালিকের মূলধনের পরিমাণ জানতে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
১৯৫. প্রতীক সাহেব একজন আড়তদার। হিসাব বছর শেষে তার আর্থিক অবস্থার বিবরণী প্রণয়নের উদ্দেশ্য হলো (অনুধাবন)
র. মালিকের অর্থের পরিমাণ জানা
রর. সম্পদ ও দায় দেনার পরিমাণ জানা
ররর. নিট মুনাফা বিনিয়োজিত মূলধনের কত অংশ তা জনা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
আর্থিক অবস্থার বিবরণীর প্রস্তুত প্রণালী
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৯৬. আর্থিক অবস্থার বিবরণীতে কয় স্তরে তথ্য লিপিবদ্ধ করা হয়? (জ্ঞান)
দুই খ তিন গ চার ঘ পাঁচ
১৯৭. আর্থিক অবস্থার বিবরণীর প্রথম স্তরে কোনটি লিপিবদ্ধ করা হয়? (জ্ঞান)
ক দায়সমূহ খ ব্যয়সমূহ সম্পদসমূহ ঘ মূলধন
১৯৮. আর্থিক অবস্থার বিবরণীতে দ্বিতীয় স্তরে কী দেখানো হয়? (জ্ঞান)
ক চলতি সম্পদ খ চলতি দায়
গ সম্পদ সমূহ দায়সমূহ ও মূলধন
১৯৯. আর্থিক অবস্থার বিবরণীতে মোট দায়ের পরই কোনটি দেখানো হয়? (জ্ঞান)
ক সম্পত্তিসমূহ খ ব্যয়সমূহ
মালিকানা স্বত্বের সমাপনী উদ্বৃত্ত ঘ দায়ের উদ্বৃত্ত
২০০. শান্তা এন্টারপ্রাইজের চলতি দায় ৩৬,৫০০ টাকা, মোট দায় ৮৬,৫০০ টাকা এবং মালিকানা স্বত্ব ১,৩৫,২০০ টাকা হলে মোট সম্পদ কত? (প্রয়োগ)
ক ১,২৩,০০০ টাকা খ ১,৭১,৭০০ টাকা
২,২১,৭০০ টাকা ঘ ২,৫৮,২০০ টাকা
২০১. বিপুল রায় রাহাত এন্টারপ্রাইজের হিসাবরক্ষক পদে যোগ দিলে উক্ত প্রতিষ্ঠানের মালিক তাকে স্থায়ী অগ্রাধিকার পদ্ধতিতে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে বলেন। এজন্য বিপুল রায়ের করণীয় কী? (প্রয়োগ)
স্থায়ী সম্পদকে আগে লিপিবদ্ধ করা
খ চলতি সম্পদকে আগে লিপিবদ্ধ করা
গ চলতি দায়কে আগে লিপিবদ্ধ করা
ঘ দীর্ঘমেয়াদি দায়কে আগে লিপিবদ্ধ করা
২০২. আর্থিক অবস্থার বিবরণীতে কোন ধরনের সম্পদ আগে লিপিবদ্ধ হয়? (জ্ঞান)
ক যেগুলো দ্রæত স্থায়ী সম্পদে পরিণত করা যায়
যেগুলো দ্রæত টাকায় রূপান্তর করা যায়
গ যেগুলো দ্রæত বিক্রি করে দেওয়া যায়
ঘ যেগুলো দ্রæত মূলধনে পরিণত হয়
২০৩. সম্পদ ও দায়সমূহ সাধারণত কোন পদ্ধতিতে সাজানো হয়? (জ্ঞান)
ক স্থায়ী অগ্রাধিকার পদ্ধতি তরল অগ্রাধিকার পদ্ধতি
গ মিশ্র পদ্ধতি ঘ সম্পদ অগ্রাধিকার পদ্ধতি
২০৪. তারল্য অগ্রাধিকার পদ্ধতিতে সর্ব প্রথম কী দেখানো হয়? (জ্ঞান)
চলতি সম্পদ খ স্থায়ী সম্পদ গ স্বল্পমেয়াদী দায় ঘ দীর্ঘমেয়াদী দায়
২০৫. স্থায়ী অগ্রাধিকার পদ্ধতিতে কোনটি প্রথমে বসে? (জ্ঞান)
ক চলতি সম্পদ স্থায়ী সম্পদ গ স্থায়ী ব্যয় ঘ স্থায়ী আয়
২০৬. স্থায়ী অগ্রাধিকার পদ্ধতিতে কোনটি পরে লিপিবদ্ধ করা হয়? (জ্ঞান)
চলতি সম্পদ ও দায় খ স্থায়ী সম্পদ ও দায়
গ চলতি আয় ঘ চলতি মূলধন
২০৭. মোট লাভ বিক্রয় মূল্যের ৭১২% মোট লাভ ৯,৩৭৫ টাকা হলে বিক্রয় মূল্য কত? (প্রয়োগ)
ক ১,০০,০০০ টাকা ১,২৫,০০০ টাকা
গ ১,৫০,০০০ টাকা ঘ ২,০০,০০০ টাকা
২০৮. চলতি ও স্থায়ী অগ্রাধিকার পদ্ধতি দুটির মধ্যে সম্পর্ক কী? (অনুধাবন)
ক দুটি একই অর্থবোধক খ দুটির মূলনীতি একই
দুটি বিপরীতধর্মী ঘ দুটির কার্যক্রম একই
২০৯. কল্যাণ এন্টারপ্রাইজের মূলধন ১,০০,০০০ টাকা, অতিরিক্ত মূলধন ২০,০০০ টাকা, নগদ তহবিল ৪০,০০০ টাকা, দেনাদার ১৭,০০০ টাকা, স্থায়ী সম্পত্তির ৭০,০০০ টাকা হলে সম্পদ ও দায়ের পার্থক্য কত? (প্রয়োগ)
৭,০০০ টাকা খ ৪৭,০০০ টাকা
গ ২৭,০০০ টাকা ঘ ১৩,০০০ টাকা
২১০. ব্যবসায়ের কোন ধরনের সম্পদের দুর্ঘটনাজনিত ক্ষতি পূরণের জন্য বিমা করা হয়? (অনুধাবন)
ক স্থায়ী সম্পদ খ অস্থায়ী সম্পদ
গ চলতি সম্পদ চলতি ও স্থায়ী সম্পদ
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
২১১. স্থায়ী সম্পদের মধ্যে অন্তর্ভুক্ত হলো (অনুধাবন)
র. ভ‚মি
রর. ব্যাংক জমা
ররর. দালান কোঠা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
২১২. আর্থিক অবস্থার বিবরণীর দ্বিতীয় স্তরে অন্তর্ভুক্ত হয় (অনুধাবন)
র. সম্পদসমূহ
রর. দায়সমূহ
ররর. মূলধন
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর রর ও ররর ঘ র, রর ও ররর
২১৩. চলতি দায়ের উদাহরণ (অনুধাবন)
র. ঋণপত্র
রর. বকেয়া বেতন
ররর. পাওনাদার
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর রর ও ররর ঘ র, রর ও ররর
২১৪. আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদ ও দায় সাজানোর পদ্ধতি হলো (অনুধাবন)
র. তরল অগ্রাধিকার পদ্ধতি
রর. স্থায়ী অগ্রাধিকার পদ্ধতি
ররর. মূলধন অগ্রাধিকার পদ্ধতি
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
২১৫. স্থায়ী অগ্রাধিকার পদ্ধতির ক্ষেত্রে প্রযোজ্য হলোÑ (অনুধাবন)
র. স্থায়ী সম্পদ আগে লিপিবদ্ধ করা হয়
রর. যেগুলো দ্রুত টাকায় রূপান্তর করা যায় সেগুলো পরে লিপিবদ্ধ করা হয়
ররর. এটি তরল অগ্রাধিকার পদ্ধতির বিপরীত
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
২১৬. স্থায়ী অগ্রাধিকার পদ্ধতির মূলভাব হলো (অনুধাবন)
র. সম্পত্তি ও দায়ের স্থায়ীত্ব অনুযায়ী লিপিবদ্ধকরণ
রর. সম্পত্তির স্থায়ীত্ব ও দায়ের অস্থায়ীত্বের ভিত্তিতে লিপিবদ্ধকরণ
ররর. তরল অগ্রাধিকার পদ্ধতির বিপরীতভাবে লিপিবদ্ধকরণ
নিচের কোনটি সঠিক?
ক র ও রর র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
২১৭. তরল অগ্রাধিকার পদ্ধতির ক্ষেত্রে সঠিক উক্তি হলোÑ (অনুধাবন)
র. স্থায়ী ও তরল সম্পদ একত্রে লিপিবদ্ধ হয়
রর. চলতি সম্পদ আগে লিপিবদ্ধ করা হয়
ররর. স্থায়ী সম্পদ পরে লিপিবদ্ধ হয়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর রর ও ররর ঘ র, রর ও ররর
২১৮. মি. রাজা একজন ব্যবসায়ী। তিনি তার প্রতিষ্ঠানে সাধারণ সঞ্চিতি রাখার সিদ্ধান্ত নেন- (প্রয়োগ)
র. ভবিষ্যতে দায় পরিশোধের জন্য
রর. প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা মজবুত করার জন্য
ররর. প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করার জন্য
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
২১৯. তরল অগ্রাধিকার পদ্ধতির ক্ষেত্রে সঠিক উক্তি হলো (অনুধাবন)
র. স্থায়ী ও তরল সম্পদ একত্রে লিপিবদ্ধ হয়
রর. চলতি সম্পদ আগে লিপিবদ্ধ করা হয়
ররর. স্থায়ী সম্পদ পরে লিপিবদ্ধ হয়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর রর ও ররর ঘ র, রর ও ররর
সম্পদ ও দায়ের শ্রেণিবিভাগের প্রয়োজনীয়তা
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
২২০. চলতি সম্পদের বৈশিষ্ট্য কোনটি? (অনুধাবন)
এ সম্পদ সর্বোচ্চ এক বছরের মধ্যে নগদে রূপান্তরযোগ্য
খ এ ধরনের সম্পদ দীর্ঘকাল ধরে ব্যবসায়ে ব্যবহৃত হয়
গ এ ধরনের সম্পদ বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করা হয়
ঘ স্থায়ী অগ্রাধিকার পদ্ধতিতে এ সম্পদকে প্রথমে লেখা হয়
২২১. যে সকল সম্পদ দ্রæত নগদ অর্থে রূপান্তরযোগ্য তাদের কী বলা হয়? (জ্ঞান)
ক স্থায়ী সম্পদ চলতি সম্পদ গ ক্ষণস্থায়ী সম্পদ ঘ অদৃশ্য সম্পদ
২২২. ‘মজুদ পণ্য’ ব্যবসায়ের কী? (জ্ঞান)
ক চলতি দায় খ ব্যয় চলতি সম্পদ ঘ স্থাীয় সম্পদ
২২৩. স্বল্পকালীন স্থায়ী এবং দ্রæত নগদ অর্থ রূপান্তরযোগ্য সম্পত্তিকে কী বলা হয়? (জ্ঞান)
ক স্থায়ী সম্পত্তি চলতি সম্পত্তি
গ ক্ষণস্থায়ী সম্পত্তি ঘ অদৃশ্য সম্পত্তি
২২৪. যে সকল সম্পদ দীর্ঘকাল ধরে ব্যবসায় ব্যবহৃত হয় তাকে কী বলে? (জ্ঞান)
ক চলতি দায় স্থায়ী সম্পদ
গ অস্পর্শনীয় সম্পদ ঘ স্পর্শনীয় সম্পদ
২২৫. ‘বিক্রয়ের জন্য ক্রয় করা হয় না’ এটি কিসের বৈশিষ্ট্য? (অনুধাবন)
ক ব্যয়ের খ পণ্যের
গ চলতি সম্পদের স্থায়ী সম্পদের
২২৬. ‘বকেয়া খরচ’ কী ধরনের দায়? (জ্ঞান)
স্বল্পমেয়াদি খ দীর্ঘমেয়াদি গ বিলম্বিত ঘ মুনাফা জাতীয়
২২৭. কোনটি চলতি দায়? (জ্ঞান)
বকেয়া বেতন খ বন্ধকি ঋণ গ ঋণপত্র ঘ মূলধন
২২৮. বকেয়া খরচাবলি আর্থিক বিবরণীতে কী হিসেবে লিপিবদ্ধ হবে? (জ্ঞান)
ক চলতি সম্পদ খ স্থায়ী সম্পদ
স্বল্পমেয়াদি দায় ঘ দীর্ঘমেয়াদি দায়
২২৯. দীর্ঘমেয়াদি দায়ে লিপিবদ্ধ করা হবে কোনটি? (অনুধাবন)
ক যে ঋণ দীর্ঘমেয়াদের জন্য দেয়া হয়েছে
যে ঋণ দীর্ঘমেয়াদের জন্য নেয়া হয়েছে
গ যে ঋণ দীর্ঘমেয়াদে পরিশোধ করা হয়েছে
ঘ যে ঋণ দীর্ঘমেয়াদের জন্য নেয়া হবে
২৩০. দীর্ঘমেয়াদি দায়ের ক্ষেত্রে কোনটি সঠিক? (জ্ঞান)
দীর্ঘ সময়ের জন্য নেওয়া হয়েছে
খ এক বছরের জন্য নেওয়া হয়েছে
গ এক হিসাবকালের জন্য নেওয়া হয়েছে
ঘ স্বল্পসময়ের জন্য নেওয়া হয়েছে
২৩১. ‘মিরাজ এন্টারপ্রাইজ’-এর মূলধন ১,০০,০০০ টাকা, অতিরিক্ত মূলধন আনয়ন ২০,০০০ টাকা, নগদ তহবিল ৩০,০০০ টাকা, দেনাদার ১৫,০০০ টাকা এবং স্থায়ী সম্পত্তি ১,৫০,০০০ টাকা হলে সম্পত্তি ও দায়ের পার্থক্য কত হবে? (প্রয়োগ)
ক ৬৫,০০০ টাকা খ ৭০,০০০ টাকা ৭৫,০০০ টাকা ঘ ৮৫,০০০ টাকা
২৩২. ‘বন্ধকি ঋণ’ কী? (জ্ঞান)
ক চলতি দায় খ সম্পদ গ আয় দীর্ঘমেয়াদি দায়
২৩৩. কোনটি স্বল্পমেয়াদি দায়? (জ্ঞান)
ক ঋণপত্র খ বন্ধকি ঋণ গ মূলধন প্রদেয় বিল
২৩৪. এক বছরের মধ্যে পরিশোধযোগ্য দায় কোনগুলো? (অনুধাবন)
ক পাওনাদার, প্রদেয় বিল, ব্যাংক ঋণ
ব্যাংক জমাতিরিক্ত, বকেয়া খরচ, প্রদেয় বিল
গ বন্ধকি ঋণ, ব্যবসায়িক ঋণ, পাওনাদার
ঘ প্রদেয় বিল, পাওনাদার, ব্যাংক ঋণ
২৩৫. ট্রেডমার্ক কী? (জ্ঞান)
ক আয় খ ব্যয় গ দায় সম্পদ
২৩৬. সুনাম কোন ধরনের হিসাব? (জ্ঞান)
সম্পদ খ দায় গ আয় ঘ ব্যয়
২৩৭. কোনটি অস্পর্শনীয় সম্পত্তি বহির্ভুত? (জ্ঞান)
দেনাদার খ সুনাম গ প্যাটেন্ট ঘ ট্রেডমার্ক
২৩৮. সুনাম ব্যবসায়ের সম্পদ কেন? (উচ্চতর দক্ষতা)
ক ব্যক্তিগত পরিচিতি তৈরি করে মুনাফা অর্জনে সহায়তা করে
গ পাওনা আদায়ে সহায়তা করে ঘ অনেক কষ্টে অর্জিত হয়
২৩৯. অদৃশ্যমান সম্পত্তি ও ভুয়া সম্পত্তির মধ্যে পার্থক্য কী? (অনুধাবন)
ভুয়া সম্পত্তির বিক্রয় মূল্য থাকে না খ অদৃশ্যমান সম্পত্তির বিক্রয় হয় না
গ এদের মধ্যে কোন পার্থক্য নেই ঘ এরা একটি অন্যটির পরিপূরক
২৪০. ট্রেডমার্ক কোন ধরনের হিসাব? (জ্ঞান)
ক দায় হিসাব সম্পদ হিসাব গ আয় হিসাব ঘ ব্যয় হিসাব
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
২৪১. দীর্ঘমেয়াদি দায় (অনুধাবন)
র. ঋণপত্র
রর. বন্ধকি ঋণ
ররর. মূলধন
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
২৪২. ব্যবসায়ের অস্পর্শীয় সম্পদ হলো (অনুধাবন)
র. সুনাম রর. অপচয়
ররর. প্যাটেন্ট
নিচের কোনটি সঠিক?
ক র ও রর র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
২৪৩. সুনাম, ট্রেডমার্ক, গ্রন্থ স্বত্ব, রয়্যালিটি হলো (অনুধাবন)
র. অদৃশ্যমান সম্পদ
রর. দৃশ্যমান সম্পদ
ররর. অস্পর্শনীয় সম্পদ
নিচের কোনটি সঠিক?
ক র ও রর র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
২৪৪. চলতি সম্পদের উদাহরণ হলো (অনুধাবন)
র. মজুদ পণ্য
রর. দেনাদার
ররর. নগদ ও ব্যাংকে জমা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ২৪৫ ও ২৪৬নং প্রশ্নের উত্তর দাও :
মিসেস পারভিন ব্যবসায় প্রতিষ্ঠান থেকে ২০১৮ সালের ৩১ ডিসেম্বর তারিখে নি¤েœাক্ত হিসাবগুলো পাওয়া যায়
ক্রয় ৬০,০০০ টাকা, সুনাম ৮০,০০০ টাকা, মূলধন ৭০,০০০ টাকা, বিক্রয় ১,২০,০০০ টাকা, আসবাবপত্র ২০,০০০ টাকা, বিমা সেলামি ৫,০০০ টাকা, ব্যাংক জমাতিরিক্ত ১০,০০০ টাকা, নগদ তহবিল ২০,০০০ টাকা, ঋণপত্র ৩০,০০০ টাকা, যন্ত্রপাতি ৩৫,০০০ টাকা, রয়্যালিটি ১৫,০০০ টাকা, বন্ধকি ঋণ ১০,০০০ টাকা এবং সমাপনী মজুদ পণ্য ২০,০০০ টাকা।
২৪৫. মিসেস পারভীন যদি স্থায়ী অগ্রাধিকার পদ্ধতি অনুযায়ী সম্পদ ও দায় সাজালে সবার শেষে কোন দায়টি আসবে? (প্রয়োগ)
ক ঋণপত্র খ বন্ধকি ঋণ
গ মূলধন ব্যাংক জমাতিরিক্ত
২৪৬. মিসেস পারভিনের সম্পদ ও দায়ের পার্থক্য কত? (প্রয়োগ)
৭০,০০০ টাকা খ ১,৩০,০০০ টাকা
গ ১,৪০,০০০ টাকা ঘ ১,৫০,০০০ টাকা
আর্থিক বিবরণী প্রস্তুতকরণে হিসাববিজ্ঞানের নীতিমালার প্রয়োগ
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
২৪৭. কোন নীতি অনুযায়ী ব্যবসায়ের মালিক ব্যবসায় হতে পৃথক? (জ্ঞান)
ক রক্ষণশীলতার নীতি খ সামঞ্জস্যতার নীতি
ব্যবসায়িক স্বত্বা নীতি ঘ চলমান প্রতিষ্ঠান নীতি
২৪৮. একটি ব্যবসায় প্রতিষ্ঠানের সামগ্রিক হিসাব কার নামে রাখা হয়? (জ্ঞান)
ক মালিকের নামে ব্যবসায় প্রতিষ্ঠানের নামে
গ পরিচালনা পর্ষদের নামে ঘ স্বত্বাধিকারের নামে
২৪৯. মালিক কর্তৃক প্রদত্ত মূলধন ব্যবসায়ের জন্য কী? (জ্ঞান)
ক আয় খ ব্যয় গ সম্পদ দায়
২৫০. কোন নীতি অনুযায়ী মালিকের মূলধন ব্যবসায়ের জন্যে একটি দায়? (জ্ঞান)
ক চলমান প্রতিষ্ঠান ব্যবসায়িক স্বত্বা গ হিসাবকাল ঘ বস্তুনিষ্ঠতা
২৫১. চলমান প্রতিষ্ঠান ধারণার মূল কথা কী? (জ্ঞান)
ক প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট মেয়াদ থাকবে
খ সাধারণত একটি প্রতিষ্ঠানের মেয়াদ পাঁচ বছর
প্রতিষ্ঠান বছরের পর বছর চলবে
ঘ স্থায়ী সম্পত্তির অবচয় ধরার প্রয়োজন নেই
২৫২. আয় ও ব্যয়কে মূলধন ও মুনাফা জাতীয় দুই শ্রেণিতে ভাগ করা হয় কোন নীতি অনুযায়ী? (জ্ঞান)
ক ব্যবসায়িক স্বত্বা চলমান প্রতিষ্ঠান গ হিসাবকাল ঘ ক্রয়মূল্য
২৫৩. কোন নীতি অনুসরণ করার কারণে ব্যবসায় প্রতিষ্ঠানকে স্থায়ী সম্পদের অপচয় ধরতে হয়? (অনুধাবন)
ক রক্ষণশীলতার নীতি চলমান প্রতিষ্ঠান ধারণা
গ সামঞ্জস্যতার নীতি ঘ ব্যবসায়িক স্বত্বা নীতি
২৫৪. কোন নীতি ব্যতিত আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত সম্ভব নয়? (জ্ঞান)
ক ব্যবসায়িক স্বত্বা খ হিসাবকাল
চলমান প্রতিষ্ঠান ঘ রক্ষণশীলতা
২৫৫. চলমান নীতি অনুযায়ী ব্যবসায় প্রতিষ্ঠানের আয়ুষ্কাল কত? (জ্ঞান)
ক এক বছর খ দীর্ঘ বছর গ নির্দিষ্ট কাল পর্যন্ত অনন্ত
২৫৬. চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী নিচের কোন বাক্যটি সঠিক? (অনুধাবন)
ক ব্যবসায়ের মালিক ব্যবসায় প্রতিষ্ঠান হতে পৃথক
খ হিসাবকাল ব্যবসায়ের অনন্ত আয়ুষ্কালের ক্ষুদ্র অংশ
গ মুনাফাকে যতদূর সম্ভব কম দেখাতে হবে
ব্যবসায়ের নির্দিষ্ট কোনো আয়ুষ্কাল নেই
২৫৭. চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী ব্যবসায় প্রতিষ্ঠানের আয়ুষ্কাল অনন্ত। হিসাববিজ্ঞানের এই নীতি কোন ধরনের প্রতিষ্ঠানে প্রযোজ্য? (উচ্চতর দক্ষতা)
ক অমুনাফাভোগী ব্যবসায় প্রতিষ্ঠানে
খ সেবাপ্রদানকারী ব্যবসায় প্রতিষ্ঠানে
নির্দিষ্ট মেয়াদি ব্যবসায় প্রতিষ্ঠান ছাড়া অন্যান্য প্রতিষ্ঠানসমূহে
ঘ এই নীতির বহির্ভুত প্রতিষ্ঠান নেই
২৫৮. কোন নীতি অনুযায়ী প্রতিষ্ঠানের অনন্ত আয়ুষ্কালকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা হয়? (জ্ঞান)
ক সামঞ্জস্যতার নীতি খ রক্ষণশীলতার নীতি
গ চলমান প্রতিষ্ঠান ধারণা হিসাবকাল ধারণা
২৫৯. কোন ধারণার ওপর ভিত্তি করে বিশদ আয় বিবরণী প্রস্তুত করা হয়? (জ্ঞান)
ক হিসাবকাল ধারণা বকেয়া ধারণা
গ চলমান প্রতিষ্ঠান ধারণা ঘ বস্তুনিষ্ঠতা ধারণা
২৬০. অগ্রিম বাড়ি ভাড়া ৮০০ টাকা। এক্ষেত্রে বিশদ আয় বিবরণীতে বাড়ি ভাড়া হিসাবখাত থেকে ৮০০ টাকা বাদ দিতে হবে কোন ধারণা অনুযায়ী? (প্রয়োগ)
ক চলমান ধারণা হিসাবকাল ধারণা গ বকেয়া ধারণা ঘ সামঞ্জস্যতা ধারণা
২৬১. হিসাববিজ্ঞানের বকেয়া ধারণা অনুযায়ী নিচের কোনটি হবে? (অনুধাবন)
প্রদত্ত খরচের সাথে বকেয়া খরচ যোগ করে দেখাতে হয়
খ প্রাপ্ত আয়ের সাথে সম্ভাব্য আয় যোগ করে দেখাতে হয়
গ অগ্রিম আয়কে সংশ্লিষ্ট হিসাব খাতে যোগ করে দেখাতে হয়
ঘ অগ্রিম ব্যয়কে সংশ্লিষ্ট হিসাব খাতে যোগ করে দেখাতে হয়
২৬২. বিশদ আয় বিবরণীতে প্রদত্ত খরচের সাথে কোনটি যোগ করা হয়? (জ্ঞান)
ক অগ্রিম খরচ খ অগ্রিম আয় গ বকেয়া আয় বকেয়া খরচ
২৬৩. বিশদ আয় বিবরণীতে প্রদত্ত খরচ থেকে কোনটি বিয়োগ করা হয়? (জ্ঞান)
অগ্রিম খরচ খ বকেয়া আয় গ অগ্রিম আয় ঘ বকেয়া খরচ
২৬৪. ‘হিসাবকালে আয় বা ব্যয়ের পরিমাণ মুখ্য কিন্তু আয়-ব্যয় বাবদ নগদ কত আসল বা গেল তা মূখ্য নয়’। কোন নীতির ক্ষেত্রে উক্তিটি সঠিক? (জ্ঞান)
ক চলমান প্রতিষ্ঠান বকেয়া ধারণা
গ হিসাবকাল ঘ ব্যবসায়িক স্বত্বা
২৬৫. রক্ষণশীলতার নীতি অনুযায়ী কোনটিকে যথাসম্ভব কম দেখাতে হয়? (জ্ঞান)
ক আয় খ ব্যয় মুনাফা ঘ ক্ষতি
২৬৬. বিশদ আয় বিবরণীতে সম্ভাব্য ব্যয় ও ক্ষতিকে আয় বিবরণীতে লিপিবদ্ধ করা হয় কোন নীতি অনুযায়ী? (জ্ঞান)
ক হিসাবকাল খ ব্যবসায়িক স্বত্বা
গ চলমান প্রতিষ্ঠান রক্ষণশীলতার
২৬৭. রক্ষণশীলতার নীতি অনুযায়ী আর্থিক অবস্থার বিবরণীতে সম্ভাব্য আয়কে দেখানো যায় না। সম্ভাব্য আয়কে লিপিবদ্ধ করলে কী ঘটবে? (উচ্চতর দক্ষতা)
ক উক্ত সম্ভাব্য আয় আর্জিত হলে মূলধন হ্রাস পাবে
খ উক্ত সম্ভাব্য আয়ের জন্য মুনাফার পরিমাণ কমে যাবে
গ উক্ত সম্ভাব্য আয়ের ফলে মালিকানা স্বত্ব হ্রাস পাবে
উক্ত সম্ভাব্য আয় না ঘটলে মূলধন ভেঙে যাবে
২৬৮. সম্ভাব্য অনাদায়ী পাওনা বিশদ আয় বিবরণীতে ক্ষতি হিসাবে দেখানো হয় কোন নীতি অনুযায়ী? (জ্ঞান)
ক বকেয়া ধারণা খ সামঞ্জস্যতা
গ চলমান প্রতিষ্ঠান রক্ষণশীলতা
২৬৯. সমাপনী মজুদ পণ্যের মূল্য কীভাবে নিরূপণ করা হয়? (জ্ঞান)
ক বাজার মূল্য ও বিক্রয় মূল্যের মধ্যে যেটি কম থাকে
খ বাজার মূল্য ও উৎপাদন খরচের মধ্যে যেটি বেশি থাকে
বাজার মূল্য এবং ক্রয় মূল্যের মধ্যে যেটি কম থাকে
ঘ বাজার মূল্য এবং ক্রয়মূল্যের মধ্যে যেটি বেশি থাকে
২৭০. সমাপনী মজুদ পণ্য মূল্যায়নের নীতি কোনটি? (অনুধাবন)
ক সর্বদাই ক্রয় মূল্য
খ সর্বদাই বাজার মূল্য
ক্রয়মূল ও বাজার মূল্য এর মধ্যে যেটি কম
ঘ ক্রয়মূল্য ও বাজার মূল্য এর মধ্যে যেটি বেশি
২৭১. কোন নীতি অনুসরণ করে স্থায়ী সম্পদ লিপিবদ্ধ করতে হয়? (জ্ঞান)
ক রক্ষণশীলতার নীতি ক্রয়মূল্য নীতি
গ বস্তুনিষ্ঠতা ধারণা ঘ চলমান প্রতিষ্ঠান ধারণা
২৭২. স্থায়ী সম্পদ আর্থিক অবস্থার বিবরণীতে ক্রয়মূল্য লিপিবদ্ধ করা হয় কোন নীতি অনুযায়ী? (জ্ঞান)
ক চলমান প্রতিষ্ঠান খ সামঞ্জস্যতা
ক্রয়মূল্য ঘ বস্তুনিষ্ঠতা
২৭৩. ক্রয়মূল্য নীতি অনুযায়ী স্থায়ী সম্পদকে লিপিবদ্ধ করার নিয়ম কোনটি? (অনুধাবন)
যে মূল্যে সম্পদটি ক্রয় করা হয়েছে
খ যে মূল্যে সম্পদটি ক্রয় করা যাবে
গ যে মূল্যে সম্পদটি বিক্রি করা হয়েছে
ঘ যে মূল্যে সম্পদটি বিক্রি করা যাবে
২৭৪. আর্থিক অবস্থার বিবরণীতে স্থায়ী সম্পদকে সর্বদা ক্রয়মূল্যে দেখানো হয়। এরূপ সম্পদকে বাজার মূল্যে না দেখানোর কারণ কী? (উচ্চতর দক্ষতা)
ক স্থায়ী সম্পদকে ব্যবসায়ের প্রয়োজনে নগদে রূপান্তর করা যায় না
স্থায়ী সম্পদ বিক্রির জন্য নয় ব্যবহারের জন্য ক্রয় করা হয়
গ প্রতি বছর স্থায়ী সম্পদের মূল্য বৃদ্ধি বা হ্রাস পায়
ঘ স্থায়ী সম্পদকে বিক্রি করলে ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হয়
২৭৫. স্থায়ী সম্পত্তির ক্রয়মূল্য বলতে কোনটি বোঝায়? (জ্ঞান)
ক সম্পত্তির মূল্য
খ সম্পত্তির মূল্য + অবচয়
গ সম্পত্তির ক্রয় মূল্য + আনুষঙ্গিক খরচ
সম্পত্তির মূল্য + ব্যবহার উপযোগী করার আনুষঙ্গিক খরচ
২৭৬. হিসাববিজ্ঞানের কোন নীতি অনুসরণ করে প্রতি বছর একই পদ্ধতিতে হিসাব রাখা হয়? (জ্ঞান)
ক চলমান প্রতিষ্ঠান ধারণা সামঞ্জস্যতার নীতি
গ বস্তুনিষ্ঠতা ধারণা ঘ বকেয়া ধারণা
২৭৭. বিভিন্ন বছরের হিসাবসমূহের সঠিক তুলনা করতে হলে কোনটি করতে হবে? (অনুধাবন)
হিসাব সংরক্ষণে সামঞ্জস্যতার নীতি অনুসরণ
খ হিসাব সংরক্ষণে ক্রয়মূল্য নীতি অনুসরণ
গ হিসাব সংরক্ষণে রক্ষণশীলতার নীতি অনুসরণ
ঘ হিসাব সংরক্ষণে ব্যবসায়িক স্বত্বা নীতি অনুসরণ
২৭৮. বস্তুনিষ্ঠার নীতি বলতে কোনটি বোঝায়? (জ্ঞান)
ক হিসাববিজ্ঞানের নীতি অনুযায়ী লেনদেন লিপিবদ্ধকরণ
হিসাবরক্ষকের জ্ঞান, অভিজ্ঞতা ও বুদ্ধি অনুযায়ী লেনদেন লিপিবদ্ধকরণ
গ হিসাবের ধরন অনুযায়ী লেনদেন লিপিবদ্ধকরণ
ঘ আয়-ব্যয় অনুযায়ী লেনদেন লিপিবদ্ধকরণ
২৭৯. মজুরি ৫০০ টাকা বকেয়া রয়েছে। এটি বিশদ আয় বিবরণীতে দেখাতে হবে কোন নীতি অনুযায়ী? (প্রয়োগ)
ক হিসাবকাল খ সামঞ্জস্যতা
বকেয়া ধারণা ঘ চলমান প্রতিষ্ঠান
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
২৮০. ব্যবসায়ের আর্থিক অবস্থা জানার জন্য প্রস্তুত করা হয় (অনুধাবন)
র. বিশদ বিবরণী
রর. আর্থিক অবস্থার বিবরণী
ররর. বিশদ আয় বিবরণী
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর রর ও ররর ঘ র, রর ও ররর
২৮১. ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক বিবরণীতে প্রতিষ্ঠানের সার্বিক অবস্থার সঠিক চিত্র ফুটিয়ে তুলতে হিসাবরক্ষক যে নীতিগুলো অনুসরণ করবেন তা হলো (প্রয়োগ)
র. রক্ষণশীলতার নীতি
রর. ক্রয়মূল্য নীতি
ররর. সামঞ্জস্যতার নীতি
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ রর ও ররর গ র ও ররর র, রর ও ররর
২৮২. বিশদ আয় বিবরণীর ক্ষেত্রে সঠিক উক্তি হলো (অনুধাবন)
র. প্রদত্ত খরচের সাথে বকেয়া খরচ যোগ করতে হয়
রর. প্রাপ্ত আয় থেকে অগ্রিম আয় বিয়োগ করতে হয়
ররর. প্রদত্ত খরচ থেকে অগ্রিম খরচ বিয়োগ করতে হয়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
আর্থিক বিবরণী প্রস্তুতকরণে বিবেচ্য সমন্বয়সমূহ
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
২৮৩. কোথায় আর্থিক বিবরণীর উপাদান পাওয়া যায়? (জ্ঞান)
ক জাবেদায় খ নগদান বইতে রেওয়ামিলে ঘ খতিয়ানে
২৮৪. অপূর্ণাঙ্গ হিসাব খাতগুলোকে পূর্ণাঙ্গ করার জন্য কোনটি প্রয়োজন হয়? (অনুধাবন)
ক জাবেদা দাখিলা সমন্বয় দাখিলা গ সমাপনী দাখিলা ঘ বিপরীত দাখিলা
২৮৫. প্রারম্ভিক ও সমাপনী মজুদের মধ্যে মনিহারি অন্তর্ভুক্ত আছে যথাক্রমে ৩,০০০ টাকা ও ৪,০০০ টাকা। রেওয়ামিলে মনিহারি ক্রয়ের পরিমাণ দেওয়া আছে ১১,০০০ টাকা। এ বছর মনিহারি বাবদ কত টাকা বিশদ আয় বিবরণীতে দেখাতে হবে? (প্রয়োগ)
১০,০০০ টাকা খ ১১,০০০ টাকা গ ১৪,০০০ টাকা ঘ ১৮,০০০ টাকা
২৮৬. ‘মালিক ব্যক্তিগত ব্যবহারের জন্য ৪,০০০ টাকার পণ্য ব্যবসায় থেকে নিয়েছেন’ এটি কী হিসাবে বিবেচিত হবে? (অনুধাবন)
ক দায় উত্তোলন গ আয় ঘ ব্যয়
২৮৭. মালিক কর্তৃক পণ্য উত্তোলন প্রকৃতপক্ষে কী? (জ্ঞান)
মালিকের ব্যক্তিগত খরচ খ ব্যবসায়ের খরচ
গ ব্যবসায়ের দায় ঘ ব্যবসায়ের সম্পদ
২৮৮. মালিক কর্তৃক পণ্য উত্তোলন বিশদ আয় বিবরণীতে কী করতে হবে? (জ্ঞান)
ক ব্যয় হিসাবে প্রদর্শন ক্রয় হতে বিয়োগ
গ আয় হিসাবে প্রদর্শন ঘ পরিচালন ব্যয় হিসাবে প্রদর্শন
২৮৯. মালিক কর্তৃক উত্তোলন আর্থিক অবস্থার বিবরণীতে কী করতে হয়? (জ্ঞান)
ক দায় হিসাবে প্রদর্শন খ সম্পদ হিসাবে প্রদর্শন
মালিকের মূলধন থেকে বিয়োগ ঘ মালিকের মূলধনের সাথে যোগ
২৯০. মূলধনের সুদ ব্যবসায়ের ব্যয় হলেও উত্তোলনের সুদ ব্যবসায়ের কী? (জ্ঞান)
ব্যবসায়ের আয় খ ব্যবসায়ের দায় গ মালিকের আয় ঘ মালিকের ব্যয়
২৯১. স্থায়ী সম্পত্তির অবচয় বিশদ আয় বিবরণীতে কী হিসাবে অন্তর্ভুক্ত হয়? (জ্ঞান)
ক অপরিচালন ব্যয় খ প্রত্যক্ষ ব্যয় পরিচালন ব্যয় ঘ সম্ভাব্য ব্যয়
২৯২. রেওয়ামিলে প্রদত্ত যন্ত্রপাতির পরিমাণ ৮০,০০০ টাকা। এর ওপর ১৫% অবচয় ধার্য করতে হবে। তাহলে এ বছর অবচয়ের পরিমাণ কত হবে? (প্রয়োগ)
ক ৮০,০০০ টাকা খ ৬৮,০০০ টাকা ১২,০০০ টাকা ঘ ১০,০০০ টাকা
২৯৩. স্থায়ী সম্পত্তির অবচয় আর্থিক অবস্থার বিবরণীতে কী করা হয়? (উচ্চতর দক্ষতা)
ক সম্পত্তি হিসাবে প্রদর্শিত হয়
খ মূলধন হিসাবে প্রদর্শিত হয়
গ অবচয় নামে সম্পত্তি থেকে বিয়োগ করতে হয়
পুঞ্জিভ‚ত অবচয় নামে সম্পত্তি থেকে বিয়োগ করতে হয়
২৯৪. অপরিশোধিত ব্যয় সংশ্লিষ্ট হিসাবকালের জন্য কী? (জ্ঞান)
ক আয় ও দায় খ খরচ ও ব্যয় খরচ ও দায় ঘ আয় ও ব্যয়
২৯৫. সাময়িকভাবে আর্থিক অবস্থার বিবরণীতে দেখানো হয় কোনটি? (অনুধাবন)
ক মূলধন জাতীয় ব্যয় খ মূলধন জাতীয় প্রাপ্তি
গ মুনাফা জাতীয় ব্যয় বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়
২৯৬. পুরাতন কুঋণ ৫০০ টাকা; বিবিধ দেনাদার ৫,০০০ টাকা। কুঋণ ৭৫০ টাকায় বৃদ্ধি করতে হবে। ৫% হারে অবশিষ্ট দেনাদারের ওপর কুঋণ সঞ্চিতি হলে নতুন কুঋণ সঞ্চিতি কত হবে? (প্রয়োগ)
ক ২৩৫.৫০ টাকা ২৩৭.৫০ টাকা গ ২৪০.৫০ টাকা ঘ ২৪৫.৩০ টাকা
২৯৭. বিমা সেলামির পরিমাণ ২,৪০০ টাকা রেওয়ামিলে দেয়া আছে এবং সমন্বয়ে বলা হয়েছে বিমা সেলামি প্রতি বছর ৩১ মার্চ পর্যন্ত দেয়া হয়। বাৎসরিক বিমার পরিমাণ ২,৪০০ টাকা বিশদ আয় বিবরণীতে কত টাকা হবে? (প্রয়োগ)
ক ১,৬০০ টাকা ১,৮০০ টাকা গ ২,৪০০ টাকা ঘ ৩,০০০ টাকা
২৯৮. দেনাদারের ওপর বাট্টা সঞ্চিতি নির্ণয়ের নিয়ম কোনটি? (অনুধাবন)
(দেনাদার নতুন অনাদায়ী পাওনা নতুন অনাদায়ী পাওয়া সঞ্চিতি) শতকরা হার
খ (দেনাদার অনাদায়ী পাওনা) শতকরা হার
গ দেনাদার শতকরা হার অনাদায়ী পাওনা সঞ্চিতি
ঘ দেনাদার শতকরা হার
২৯৯. নতুন কুঋণ ৩,০০০ টাকা, রেওয়ামিলে বিবিধ দেনাদার ২০,০০০ টাকা, ৫% হারে কুঋণ সঞ্চিতি ও ২% হারে বাট্টা সঞ্চিতি হলে বাট্টা সঞ্চিতি কত হবে? (প্রয়োগ)
৩২৩ টাকা খ ৩৪০ টাকা গ ৩৮০ টাকা ঘ ৪২০ টাকা
৩০০. মূলধনের সুদ মালিকের আয় কিন্তু কারবারের কী? (জ্ঞান)
খরচ খ দায় গ আয় ঘ সম্পদ
৩০১. ০১-০৭-২০১৮ সালে ১০% হারে গৃহীত ঋণের পরিমাণ ছিল ২,০০,০০০ টাকা। ২০১৮ সালের ৩১ ডিসেম্বর তারিখে প্রদেয় ঋণের সুদের পরিমাণ কত? (প্রয়োগ)
ক ১০,০০০ টাকা খ ১৫,০০০ টাকা
২০,০০০ টাকা ঘ ৩০,০০০ টাকা
৩০২. কোনটি স্থায়ী বা দীর্ঘমেয়াদি দায়? (জ্ঞান)
মূলধন খ ব্যাংক জমাতিরিক্ত গ প্রদেয় বিল ঘ পাওনাদার
৩০৩. ৩১ ডিসেম্বর ২০১৮ সালের রেওয়ামিলে ১২% হারে বন্ধকি ঋণ (৩১-০৬-২০১৮) ৫০,০০০ টাকা লেখা আছে। ঋণের সুদ কত হবে? (প্রয়োগ)
ক ২,০০০ টাকা ৩,০০০ টাকা গ ৪,০০০ টাকা ঘ ৬,০০০ টাকা
৩০৪. ১ জুলাই ১৫,০০০ টাকা ৫% হারে ঋণ নেয়া হলে ৩১ ডিসেম্বর আর্থিক বিবরণীতে কত টাকা সুদ দেখাতে হবে? (প্রয়োগ)
ক ৩৬০ টাকা ৩৭৫ টাকা গ ৬৫০ টাকা ঘ ৭৫০ টাকা
৩০৫. সাদিক স্টোরের রেওয়ামিলের ডেবিট দিকে সুনাম ২৫,০০০ টাকা দেওয়া আছে। সমন্বয়ে বলা আছে সুনামের ১/১০ অংশ অবলোপন করতে হবে। এক্ষেত্রে অবলোপনকৃত টাকার পরিমাণ কত হবে? (প্রয়োগ)
২,৫০০ টাকা খ ২২,৫০০ টাকা
গ ২৫,০০০ টাকা ঘ ২৭,৫০০ টাকা
৩০৬. ২০১৮ সালের ১ এপ্রিল ব্যবসায়ের জন্য ১,০০০ টাকা ধার করা হলো সুদের হার ১১% হলে ২০১৮ সালের সুদ খরচ কত টাকা? (প্রয়োগ)
ক ৫৫ টাকা খ ৭২.৫০ টাকা ৮২.৫০ টাকা ঘ ১১০ টাকা
৩০৭. রেওয়ামিলে ১০% ঋণ ৩০,০০০ টাকা এবং সমন্বয় বর্ণিত ৬ মাসের সুদ বকেয়া আছে। আর্থিক বিবরণীতে কত টাকা ঋণ বাবদ বসবে? (প্রয়োগ)
ক ২৮,৫০০ টাকা ৩০,০০০ টাকা গ ৩১,৫০০ টাকা ঘ ৩৩,০০০ টাকা
৩০৮. ১ জানুয়ারি ২০১৮ সালে ৬% হারে ঋণের পরিমাণ ৫,০০০ টাকা। ১ জুলাই ২০১৮ সালের ১,০০০ টাকা ঋণ পরিশোধ করা হয়। ২০১৮ সালের সুদের পরিমাণ কত হবে? (প্রয়োগ)
ক ২৪০ টাকা ২৭০ টাকা গ ৩০০ টাকা ঘ ৩৬০ টাকা