নবম শ্রেণি ৪র্থ সপ্তাহের পদার্থবিজ্ঞান অ্যাসাইনমেন্ট সমাধান ২০২২ পোস্টে তোমাদের স্বাগতম। আজকে আমরা তোমাদের পদার্থ বিজ্ঞান চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর উত্তর প্রদান করব।
নবম শ্রেণি ৪র্থ সপ্তাহের পদার্থবিজ্ঞান অ্যাসাইনমেন্ট
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি চতুর্থ সপ্তাহের পদার্থবিজ্ঞান প্রশ্নটি না পেয়ে থাকো তাহলে নিচে দেওয়া ছবিটি জুম করে পড়ে নিতে পারো। এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেই প্রশ্ন গুলো অনুযায়ী আমরা উত্তর টি কে সাজানোর চেষ্টা করেছি এবং সম্পূর্ণ নির্ভুল ভাবে উপস্থাপন করেছি।
প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা চতুর্থ সপ্তাহের বিজ্ঞানে অ্যাসাইনমেন্ট এর উত্তর লিখবে তারা প্রশ্ন গুলো পড়ে কি বুঝতে পেরেছ যে তোমাদের কিভাবে উত্তরটি লিখতে হবে। আজকের পদার্থ বিজ্ঞান চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট একটু বড় হতে চলেছে কারণ এখানে অনেক তথ্য উপস্থাপন করতে হবে।
নবম শ্রেণি ৪র্থ সপ্তাহের পদার্থ অ্যাসাইনমেন্ট ২০২২ প্রশ্ন
নবম শ্রেণীর চতুর্থ সপ্তাহে পদার্থবিজ্ঞান অ্যাসাইনমেন্ট লেখার আগে তোমাদের বলব তোমরা তোমাদের পদার্থ বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় খুব ভালো করে পড়ে নিবেন। তাহলে অ্যাসাইনমেন্ট লেখা তোমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। আমরা এখানে তোমাদের জন্য চতুর্থ সপ্তাহের যে নমুনা উত্তরটি দিয়েছি তা তোমরা কিছুটা পরিবর্তন করে লিখবে।
নবম শ্রেণি ৪র্থ সপ্তাহের পদার্থবিজ্ঞান অ্যাসাইনমেন্ট সমাধান
অ্যাসাইনমেন্ট শুরু
পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশঃ
আধুনিক সভ্যতা হচ্ছে পদার্থ বিজ্ঞানের অবদান। পদার্থ বিজ্ঞানের এই অগ্রগতি এক দিনে হয়নি, শত শত বছর থেকে অসংখ্য বিজ্ঞানী এবং গবেষকের অক্লান্ত পরি্শ্রমে একটু একটু করে আধুনিক পদার্থ বিজ্ঞান বর্তমান অবস্থায় পৌঁছেছে। মনে রাখতে হবে প্রাচীনকালে তথ্যের আদান-প্রদান এত সহজ ছিল না, বিজ্ঞানের গবেষণার ফলাফল একে অন্যকে জানাতে অনেক বেগ পেতে হতো, হাতে লিখে বই প্রস্তুত করতে হতো এবং সেই বইয়ের সংখ্যাও ছিল খুব কম। প্রচলিত বিশ্বাসের বিরুদ্ধে কথা বলতে সাহসের প্রয়োজন ছিল। বিজ্ঞানীদের বন্দী করে রাখা বা পুড়িতে মারার উদাহরণ রয়েছে। তারপরেও জ্ঞানের অন্বেষণ থেমে থাকেনি এবং বিজ্ঞানীরা প্রকৃতি রহস্য উন্মোচন করে আমাদের এই আধুনিক বিজ্ঞান উপহার দিয়েছেন। তাই বলা যেতে পারে পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশটা খুবই জটিল।
পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশের পর্বঃ
- আদি পর্ব
- বিজ্ঞানের উত্থান পর্ব
- আধুনিক বিজ্ঞানের সূচনা
- সাম্প্রতিক পদার্থবিজ্ঞান
পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশে বিভিন্ন বিজ্ঞানীদের নাম, সময়, ও কাজের ছকঃ
বিজ্ঞানীর নাম | সময়কাল | কাজ |
থেলিস | আদি পর্ব | সূর্যগ্রহণ সম্পর্কিত ভবিষ্যদ্বাণীর জন্য বিখ্যাত ছিলেন। তিনি লোডস্টোনের চৌম্বক ধর্ম সম্পর্কেও জানতেন। |
পিথাগোরাস | আদি পর্ব | আগুন, পানি, মাটি ও বায়ু-এ চারটি মৌলের ধারণা দিয়েছিলেন |
ডেমোক্রিটাস | আদি পর্ব | পরমাণুর প্রাথমিক ধারণা দেন |
আর্কিমিডিস | আদি পর্ব | লিভারের নীতি ও তরলে নিমজ্জিত বস্তুর ওপর ক্রিয়াশীল ঊর্ধ্বমুখী বলের সূত্র আবিষ্কার করে ধাতুর ভেজাল নির্ণয় করতে সমর্থ হন। তিনি গোলীয় দর্পণের সাহায্যে সূর্যরশ্মি কেন্দ্রীভ‚ত করে আগুন ধরানোর কৌশলও জানতেন। |
গ্যালিলিও | বিজ্ঞানের উত্থান পর্ব | সরণ, গতি, ত্বরণ, সময় ইত্যাদির সংজ্ঞা প্রদান ও এদের মধ্যে সম্পর্ক নির্ণয় করেন এবং বস্তুর পতনের নিয়ম আবিষ্কার ও সৃতিবিদ্যার ভিত্তি স্থাপন করেন। |
মাইকেল ফ্যারাডে | বিজ্ঞানের উত্থান পর্ব | চৌম্বক ক্রিয়ার তড়িৎপ্রবাহ উৎপাদন করে যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর প্রক্রিয়া আবিষ্কার করেন। |
রনজেন | বিজ্ঞানের উত্থান পর্ব | এক্সরে আবিষ্কার করেন। |
মার্কনী | বিজ্ঞানের উত্থান পর্ব | বেতার যন্ত্র আবিষ্কার করেন। |
স্যার আইজ্যাক নিউটন | বিজ্ঞানের উত্থান পর্ব | বলবিদ্যা ও বলবিদ্যার বিখ্যাত তিনটি সূত্র আবিষ্কার করেন। ক্যালকুলাসও তার আবিষ্কার। |
আর্নেস্ট রাদারফোর্ড | আধুনিক বিজ্ঞানের সূচনা | পরমাণু বিষয়ক নিউক্লীয় তত্ত্ব প্রদান করেন। |
ম্যাক্সওয়েল | আধুনিক বিজ্ঞানের সূচনা | আলোর তড়িৎ চুম্বকীয় তত্তের বিকাশ ঘটান। |
আলবার্ট আইনস্টাইন | আধুনিক বিজ্ঞানের সূচনা | আপেক্ষিক তত্ত্ব প্রদান করেন। |
নীলস বোর | আধুনিক বিজ্ঞানের সূচনা | হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন স্তরের ধারণা দেন। |
হাবল | সাম্প্রতিক পদার্থবিজ্ঞান | গ্যালাক্সি একে অন্য থেকে দুরে সরে যাচ্ছে তার প্রমাণ দেন। |
সংখ্যারেখায় বিভিন্ন পর্বের গুরুত্বপূর্ণ কাজঃ
পদার্থবিজ্ঞানের অন্ধকার যুগঃ
৪ নম্বর ধাপের সংখ্যারেখা থেকে দেখা যাচ্ছে খ্রিস্টাব্দ ১০৩১ থেকে ১৫৪৩ সময়ব্যাপী কোন আবিষ্কার হয়নি। এই সময়টাকে পদার্থবিজ্ঞানের অন্ধকার যুগ হিসেবে চিহ্নিত করা যায়। কারণ এই সময়টাতে কোনো উল্লেখযোগ্য বিজ্ঞানের জন্ম হয়নি।
অ্যাসাইনমেন্ট শেষ
নবম শ্রেণীর পদার্থ বিজ্ঞান চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট ২০২২ এর নমুনা উত্তরটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে একটি থ্যাংকস জানিও। এরকম সকল বিষয়ের এসাইনমেন্ট উত্তর পেতে তোমরা আমাদের চ্যানেল S IS FOR SCHOOL সাবস্ক্রাইব করো।
আরো পড়ুনঃ
- সকল শ্রেণির সকল বিষয় একসাথে
- ষষ্ঠ/৬ষ্ঠ শ্রেণির ইংরেজি ৪র্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট ২০২২
- সপ্তম/৭ম শ্রেণির ইংরেজি ৪র্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট ২০২২
- অষ্টম/৮ম শ্রেণির ইংরেজি ৪র্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট ২০২২
- ষষ্ঠ/৬ষ্ঠ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৪র্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট ২০২২
- সপ্তম/৭ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৪র্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট ২০২২
- অষ্টম/৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৪র্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট ২০২২
- নবম/৯ম শ্রেণির গণিত ৪র্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট ২০২২
- দশম/১০ম শ্রেণির গণিত ৪র্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট ২০২২
- নবম/৯ম শ্রেণির পদার্থবিজ্ঞান ৪র্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট ২০২২
- দশম/১০ম শ্রেণির পদার্থবিজ্ঞান ৪র্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট ২০২২
- নবম/৯ম শ্রেণির হিসাববিজ্ঞান ৪র্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট ২০২২
- দশম/১০ম শ্রেণির হিসাববিজ্ঞান ৪র্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট ২০২২
- নবম/৯ম শ্রেণির বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৪র্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট ২০২২
- দশম/১০ম শ্রেণির বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৪র্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট ২০২২