You are currently viewing ৭ম শ্রেণির ৫ম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট সমাধান ২০২২

৭ম শ্রেণির ৫ম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট সমাধান ২০২২

সকলকে স্বাগতম আজকের ৭ম শ্রেণির ৫ম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট সমাধান ২০২২ পোস্টে। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের জন্য নিয়ে এলাম ৫ম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট ২০২২ এর উত্তর।

৭ম শ্রেণির ৫ম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট ২০২২

তোমরা নিশ্চয়ই অবগত আছ ২০২২ সালে তোমাদের ইতোমধ্যে ৪ সপ্তাহ অ্যাসাইনমেন্ট লেখা হয়েছে। তারই ধারাবাহিকতায় আজকে তোমাদের ৫ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রশ্ন প্রকাশ করা হয়েছে। সেই ৫ম সপ্তাহের অ্যাসাইনমেন্টে তোমাদের দুটি বিষয়ের উত্তর লিখতে হবে। ৫ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট দুটি হচ্ছে

  • গণিত
  • বিজ্ঞান

৭ম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো ২০২১ সাল থেকে সমাধান.নেট সাইটে অ্যাসাইনমেন্ট সমাধান দেওয়া হয়ে থাকে। ২০২২ সালের গত চার সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর নমুনা উত্তর আমরা প্রকাশ করেছি। এবং সামনে তোমাদের যত অ্যাসাইনমেন্ট দেওয়া হবে তার উত্তর এই সাইটে এবং S IS FOR SCHOOL চ্যানেলে দেওয়া হবে।

প্রিয় ৭ম শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা তোমরা কি তোমাদের ৫ম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট ২০২২ এর প্রশ্ন গুলো দেখেছো? যদি না দেখে থাকো তাহলে নিচে দেওয়া প্রশ্নটিই জুম করে তোমরা ভালো করে পড়ে নাও। কারণ অ্যাসাইনমেন্ট লেখার জন্য অবশ্যই তোমাদের প্রশ্ন গুলো দেখতে হবে। প্রশ্ন না দেখলে তোমরা বুঝতে পারবে না তোমরা কোন প্রশ্নের উত্তর লিখছো সেটা কি ভুল না কি সঠিক।

সপ্তম শ্রেণির ৫ম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট ২০২২

আমরা তোমাদের যে এসাইনমেন্ট এর উত্তর গুলো দিয়ে থাকি তার শতভাগ নির্ভুল তাই তোমরা কোনরকম দ্বিধা দ্বন্দ্ব না করে প্রশ্ন গুলো ভালো করে দেখে তার সঙ্গে উত্তরগুলো মিলিয়ে তোমাদের এসাইনমেন্ট খাতায় লেখা শুরু করবে।

চলো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সপ্তম শ্রেণীর ৫ম শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্ট ২০২২ এর প্রশ্ন গুলো দেখে নেওয়া যাক। নিচের ছবিটি জুম করে তোমরা পড়তে পারো।

৭ম শ্রেণির ৫ম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট ২০২২ প্রশ্ন

৭ম শ্রেণির ৫ম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট ২০২২ প্রশ্ন

উপরের প্রশ্নগুলো দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ তোমাদের কি করতে হবে। তোমাদের যাদের ঐকিক নিয়ম ভালো জানা আছে তাদের জন্য আজকের অ্যাসাইনমেন্ট খুব সহজ হবে। নিচে তোমাদের ৫ম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট ২০২২ সপ্তম শ্রেণি এর উত্তর দেওয়া হল।

৭ম শ্রেণির ৫ম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট ২০২২ সমাধান

শ্রেণিঃ সপ্তম/৭ম

বিষয়ঃ গণিত

আাসাইনমেন্ট সপ্তাহ : ৫ম

অ্যাসাইনমেন্ট শুরু

শিরোনাম : দূরত্ব ও গতি বিষয়ক সমস্যা সমাধান ।

(ক) নং প্রশ্নের উত্তরঃ
দূরত্ব = ৫৪ কি.মি.
= ৫৪ × ১১০০০ মিটার [১ কি.মি. = ১,০০০ মিটার]
= ৫৪,০০০ মিটার
১ ঘন্টা = ৬০ মিনিট
= ৬০ × ৬০ সেকেন্ড
= ৩,৬০০ সেকেন্ড
ট্রেনটি ৩,৬০০ সেকেন্ডে অতিক্রম করে ৫৪,০০০ মিটার
”          ১            ”               ”          ”    ৫৪,০০০÷৩,৬০০
= ১৫ মিটার
∴ ট্রেনটির গতিবেগ ১৫ মিটার/সেকেন্ড। (উত্তর:)

 

(খ) নং প্রশ্নের উত্তরঃ
দূরত্ব – ৫৪ কিমি.
= ৫৪ ×১,০০০ মিটার [১ কি.মি. = ১,০০০ মিটার]
= ৫৪,০০০ মিটার
১ ঘন্টা = ৬০ মিনিট
= ৬০ × ৬০ সেকেন্ড
= ৩,৬০০ সেকেন্ড

ট্রেনটি ৩,৬০০ সেকেন্ডে অতিক্রম করে ৫৪,০০০ মিটার
”      ১            ”          ”          ”      ৫৪,০০০÷৩,৬০০

”      ৩২            ”        ”     ”  (৫৪,০০০× ৩২)÷৩,৬০০

= ৪৮০ মিটার
ট্রেনটির অতিক্রান্ত দূরত্ব = ট্রেনের দৈর্ঘ্য + সেতুর দৈর্ঘ্য
= ৪৮০ মিটার
∴ সেতুর দৈর্ঘ্য = ৪৮০ – ট্রেনের দৈর্ঘ্য
= (8৮০ – ১২০) মিটার
= ৩৬০ মিটার
= ৩৬০/১০০ কিমি.
= ০. ৩৬ কিমি.
∴ নির্ণেয় সেতুটির দৈর্ঘ্য = ০.৩৬ কি. মি. (উত্তর)

 

(গ) নং প্রশ্নের উত্তরঃ
খ’ হতে পাই
সেতুর দৈর্ঘ্য – ৩৬০ মিটার
১ ঘন্টা =৩৬০ মিনিট
= ৩,৬০০ সেকেন্ড
এখন,
ট্রেনটি ২৪ সেকেন্ডে অতিক্রম করে ৩৬০ মিটার
”      ১    ”      ”        ”  ৩৬০÷২৪
” ৩৬০০    ”      ”        ”  (৩৬০×৩৬০০)÷২৪
= ৫৪০০০ মিটার
= ৫৪ কি.মি. [১ কি.মি. = ১০০০ মি.]
∴ ট্রেনটির গতিবেগ ৫৪ কি.মি./ঘন্টা। (উত্তর:)

 

(ঘ) নং প্রশ্নের উত্তরঃ

দূরত্ব = ৫৪ কি.মি.
=৫৪ × ১,০০০ মিটার | ১ কি.মি.= ১,০০০ মিটার]
= ৫৪,০০০ মিটার
১ ঘন্টা ল ৬০ মিনিট
– ৬০ × ৬০ সেকেন্ড
= ৩,৬০০ সেকেন্ড
সেতুর দৈর্ঘ্য = ৩৬০ মিটার [ গ’ হতে পাই]

ট্রেনটি ৩,৬০০ সেকেন্ডে অতিক্রম করে ৫৪,০০০ মিটার
”      ১            ”          ”          ”      ৫৪,০০০÷৩,৬০০

”      ৩৬            ”        ”     ”  (৫৪,০০০× ৩২)÷৩,৬০০

= ৫৪০ মিটার |
ট্রেনটির অতিক্রান্ত দূরত্ব = ট্রেনের দৈর্ঘ্য + সেতুর দৈর্ঘ্য
= ৫৪০ মিটার

∴ ট্রেনটির দৈর্ঘ্য = ট্রেনের দৈর্ঘ্য – সেতুর দৈর্ঘ্য
= (৫৪০ – ৩৬০) মিটার
= ১২০ মিটার
. নির্ণেয় ট্রেনটির দৈর্ঘ্য = ১২০ কি. মি. (উত্তর)

অ্যাসাইনমেন্ট শেষ

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যদি উপরের অ্যাসাইনমেন্ট এর উত্তরটি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই একটা ধন্যবাদ জানিয়ে যাবে। সেই সাথে আমাদের ফেসবুক পেইজে একটি লাইক দিয়ে রাখবে কারণ অ্যাসাইনমেন্ট এর প্রশ্ন ও উত্তর দুইটাই খুব দ্রুত আমাদের পেজে প্রকাশ করা হয়। সেই সাথে তোমরা আমাদের ইউটিউব চ্যানেল S IS FOR SCHOOL সাবস্ক্রাইব করে রাখ।

আরো পড়ুনঃ 

⇒ সকল সপ্তাহের সকল অ্যাসাইনমেন্ট

৬ষ্ঠ শ্রেণির ৫ম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট

⇒ ৭ম শ্রেণির ৫ম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট

⇒ ৮ম শ্রেণির ৫ম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট

⇒ ৬ষ্ঠ শ্রেণির ৫ম সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্ট

⇒ ৭ম শ্রেণির ৫ম সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্ট

⇒ ৮ম শ্রেণির ৫ম সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্ট

⇒ ৯ম শ্রেণির ৫ম সপ্তাহের ইংরেজি অ্যাসাইনমেন্ট

⇒ ৯ম শ্রেণির ৫ম সপ্তাহের রসায়ন অ্যাসাইনমেন্ট

⇒ ৯ম শ্রেণির ৫ম সপ্তাহের ব্যবসায় উদ্যোগ অ্যাসাইনমেন্ট

⇒ ৯ম শ্রেণির ৫ম সপ্তাহের ভূগোল ও পরিবেশ অ্যাসাইনমেন্ট

⇒ ১০ম শ্রেণির ৫ম সপ্তাহের ইংরেজি অ্যাসাইনমেন্ট

⇒ ১০ম শ্রেণির ৫ম সপ্তাহের রসায়ন অ্যাসাইনমেন্ট

⇒ ১০ম শ্রেণির ৫ম সপ্তাহের ব্যবসায় উদ্যোগ অ্যাসাইনমেন্ট

⇒ ১০ম শ্রেণির ৫ম সপ্তাহের ভূগোল ও পরিবেশ অ্যাসাইনমেন্ট

Leave a Reply