You are currently viewing ৫ম শ্রেণির গণিত ১১ অধ্যায় সমাধান (পরিমাপ)

৫ম শ্রেণির গণিত ১১ অধ্যায় সমাধান (পরিমাপ)

পঞ্চম/ ৫ম শ্রেণির গণিত ১১তম অধ্যায় সমাধান দেখতে পোস্টটি সম্পূর্ণ পড়ুন। ৫ম শ্রেণির গণিত পরিমাপ অধ্যায়ের অনুশীলনীর সকল প্রশ্নের উত্তর এখানে দেওয়া হয়েছে। অনুশীলনীর প্রশ্ন উত্তরের সাথে সাথে এই একাদশ অধ্যায়ের সংক্ষিপ্ত ও সৃজনশীল প্রশ্নের উত্তর লিংক দেওয়া হয়েছে।

৫ম শ্রেণির গণিত ১১ অধ্যায় পরিমাপ

অনুশীলনীর (১১ক) প্রশ্ন ও সমাধান

১. রাজুর উচ্চতা ১.৩৫ মি এবং তার ভাইয়ের উচ্চতা ৯.৬ ডেসি মি। তাদের দুইজনের উচ্চতার পার্থক্য কত সেন্টিমিটার?
সমাধান :
রাজুর উচ্চতা ১.৩৫ মিটার = ১.৩৫ × ১০ ডেসি মি
= ১৩.৫ ডেসি মি
তার ভাইয়ের উচ্চতা ৯.৬ ডেসি মি
তাদের দুইজনের উচ্চতার পার্থক্য = (১৩.৫ – ৯.৬) ডেসি মি.
= ৩.৯ ডেসি মি
= (৩.৯ × ১০) সেমি
= ৩৯ সেমি
উত্তর : ৩৯ সেমি।

২. একজন দর্জির কাছে ৩৭৫ সেন্টিমিটার সুতি কাপড় আছে এবং তিনি এ কাপড় দিয়ে ১৫টি শার্ট তৈরি করতে চান। তিনি প্রতিটি শার্টের জন্য কত সেন্টিমিটার কাপড় ব্যবহার করতে পারবে?
সমাধান :
১৫টি শার্ট তৈরির জন্য কাপড় আছে ৩৭৫ সেন্টিমিটার
∴ ১টি    ”      ”            ”          ”             ” ৩৭৫÷১৫ ”
= ২৫ সেন্টিমিটার।
উত্তর : ২৫ সেন্টিমিটার।

৩. রেজা প্রতি মিনিটে ৪৫ মিটার করে হাঁটে এবং মিনা প্রতি সেকেন্ডে ৮০ সেন্টিমিটার করে হাঁটে। কে দ্রæত হাঁটে?
সমাধান :
১ মিনিট = ৬০ সেকেন্ড
মিনা ১ সেকেন্ড হাঁটে ৮০ সেন্টিমিটার
∴ ” ৬০     ”      ”         ৮০ × ৬০ সেন্টিমিটার
= ৪৮০০ সেন্টিমিটার
= ৪৮০০÷১০০ মিটার

= ৪৮ মিটার।

মিনা প্রতি মিনিটে হাঁটে ৪৮ মিটার।
এখানে ৪৫ < ৪৮
∴ মিনা দ্রুত হাঁটে।
উত্তর : মিনা।

৪. লতিফ বাজারে গিয়ে ৩.৫ কেজি চাল, ৮ হেগ্রা সবজি এবং ২৪০০ গ্রাম মাংস কিনলেন। তিনি মোট কত কেজি বাজার করলেন?
সমাধান :
৮ হেগ্রা = ৮÷১০ কেজি = ০.৮ কেজি
২৪০০ গ্রাম = ২৪০০÷১০০০ কেজি = ২.৪ কেজি
∴ লতিফের মোট বাজার = (৩.৫ + ০.৮ + ২.৪ ) কেজি
= ৬.৭ কেজি
উত্তর : ৬.৭ কেজি

৫. একটি বইয়ের ওজন ১২৪ গ্রাম। ৮০টি বইয়ের ওজন কত কেজি হবে?
সমাধান :
১টি বইয়ের ওজন ১২৪ গ্রাম
∴ ৮০টি   ”       ”     (৮০ × ১২৪) গ্রাম
= ৯৯২০ গ্রাম = ৯৯২০÷১০০০ কেজি
[∵ ১০০০ গ্রাম = ১ কেজি]
= ৯.৯২ কেজি
উত্তর : ৯.৯২ কেজি।

৬. ৮ জন লোকের ওজন ৪৫১.২ কেজি। তাদের গড় ওজন কত হেক্টোগ্রাম?
সমাধান : ৮ জন লোকের ওজন ৪৫১.২ কেজি
∴ তাদের গড় ওজন = (৪৫১.২ ÷ ৮) কেজি
= ৫৬.৪ কেজি
= (৫৬.৪ × ১০) হেক্টোগ্রাম
[∵ ১ কেজি = ১০ হেক্টোগ্রাম]
= ৫৬৪ হেক্টোগ্রাম
উত্তর : ৫৬৪ হেক্টোগ্রাম।

৭. একটি বোতলে ৭৫ সেন্টিলিটার তেল ছিল। শান্তি ওই বোতল থেকে ১৮০ মিলিলিটার তেল ব্যবহার করার পর বোতলে আর কত লিটার তেল অবশিষ্ট রয়েছে?
সমাধান : বোতলে তেল ছিল ৭৫ সেলি
শান্তি তেল ব্যবহার করেছে = ১৮০মিলি
= ১৮০÷১০ সেলি [∵ ১০ মিলি = ১ সেলি]
= ১৮ সেলি
∴ তেল অবশিষ্ট রয়েছে = (৭৫ -১৮) সেলি
= ৫৭ সেলি
= ৫৭÷১০০ লিটার [ ১০০০ সেলি = ১ লিটার]
= ৫৭ সেলি
উত্তর : ০.৫৭ লি।

৮. একটি বোতলে আমের জুসের পরিমাণ ৩৫০ মিলি। ২৪টি বোতলে জুসের পরিমাণ কত লিটার?
সমাধান :
১টি বোতলে আমের জুসের পরিমাণ ৩৫০ মিলি
∴ ২৪টি       ”        ”        ”            ” (৩৫০ × ২৪) লিটার
= ৮৪০০ মিলি
= ৮৪০০÷১০০০ লি
[১০০০ মিলি = ১লিটার]
= ৮.৪ লিটার
উত্তর : ৮.৪ লিটার।

৯. একটি পরিবার ৮ দিনে ২০ লি খাবার পানি ব্যবহার করে। ওই পরিবার দৈনিক গড়ে কত ডেসিলিটার পানি ব্যবহার করে?
সমাধান : আমরা জানি, ১ লিটার = ১০ ডেসিলিটার
∴ ২০ লিটার = (১০ × ২০) ডেসিলিটার
= ২০০ ডেসি লিটার।
৮ দিনে খাবার পানি ব্যবহার করে ২০০ ডেসিলিটার
১      ”        ”         ”          ”           ” ২০০÷৮ ”
= ২৫ ডেসিলিটার
উত্তর : ২৫ ডেসিলিটার


🔶🔶 পঞ্চম শ্রেণির গণিত সকল অধ্যায়

🔶🔶 পঞ্চম শ্রেণির সকল বিষয়

 

Leave a Reply