জেএসসি (৮ম শ্রেণি) গণিত অনুশীলনী ৩ (পরিমাপ) বহুনির্বাচনী প্রশ্ন ও সমাধান।
অষ্টম শ্রেণির গণিত অনুশীলনী ৩ (পরিমাপ) বহুনির্বাচনী প্রশ্ন ও সমাধান। ৮ম শ্রেণি গণিত অনুশীলনী ৩ বহুনির্বাচনী প্রশ্ন, সমাধান ও সাজেশন। জেএসসি পরীক্ষার্থীদের গণিতে ভালো ফলাফল করার জন্য প্রত্যেকটা অনুশীলনীর সকল সৃজনশীল প্রশ্নের সাথে সাথে সকল বহুনির্বাচনী প্রশ্নগুলো সমাধান করতে হবে। বহুনির্বাচনী প্রশ্নগুলো জ্ঞানমূলক, অনুধাবন মূলক ও প্রয়োগমূলক হয়ে থাকে। গণিত অনুশীলনী ৩ পরিমাপ ৮ম শ্রেণি গণিত পরিমাপের বহুনির্বাচনী প্রশ্নগুলোকে নিচে দেওয়া হলো। সকল প্রশ্নগুলো পিডিএফ আকাকে ডাউনলোড করতে পোস্টের নিচে দেখুন। জেএসসি গণিত ৩ অধ্যায় বোর্ডে আসা বহুনির্বাচনী ১। ২ মাইল = কত গজ? (জেএসসি রা.বো- ২০১৮) ক) ৬০৮০ গজ খ) ৫২৮০ গজ গ) ৩৫২০ গজ ঘ) ১৭৬০ গজ উত্তরঃ গ) ৩৫২০ গজ ২। একটি বর্গাকার মাঠের পরিসীমা ৮ গজ হলে, মাঠটির ক্ষেত্রফল কত বর্গফুট? (জেএসসি ঢা,বো-২০১৮) ক) ১২ খ) ২৪ গ) ৩৬ ঘ) ৬৪ উত্তরঃ গ) ৩৬ ৩। একটি বাক্সের দৈর্ঘ্য ৩ মিটার, প্রস্থ ২ মিটার এবং উচ্চতা ১ মিটার ৫০ সেমি। বাক্সটির আয়তন কত? (জেএসসি রা.বো-২০১৮,২০১৬) ক) ৬ ঘন মিটার খ) ৬.৫ ঘন মিটার গ) ৭.৫ ঘন মিটার ঘ) ৯ ঘন মিটার উত্তরঃ ঘ) ৯ ঘন মিটার ৪। ৪ ন্যটিকেল মাইল = কত ফুট? (জেএসসি রা.বো- ২০১৮) ক) ২৪৩২০ ফুট খ) ১৮২৮০ ফুট গ) ৭০৪০ ফুট ঘ) ৬৯৬০ ফুট উত্তরঃ ক) ২৪৩২০ ফুট ৫। ১ মাইল = কত কিলোমিটার। (জেএসসি দি.বো- ২০১৮, ঢা.বো, দি.বো -১৬, ব.বো-১৪) ক) ০.৬১ কি.মি খ) ০.৬২ কি.মি গ) ১.৬১ কি.মি ঘ) ১.৬২ কি.মি উত্তরঃ গ) ১.৬১ কি.মি ৬। গ্রিক ভাষায় হেক্টে অর্থ – (জেএসসি দি.বো- ২০১৮, ঢা.বো-১৫, ব.বো-১৪) ক) ১০ গুণ খ) ১০০ গুণ গ) ১/১০ গুণ ঘ) ১/১০০ গুণ উত্তরঃ ১০০ গুণ ৭। একটি ঘরের দৈর্ঘ্য , প্রস্থ ও উচ্চতা যথাক্রমে ৩মি. ২. মি, ও ১ মি। বায়ু পানির তুলনায় ০.০০১২৯ গুণ ভারী। ঘরে কত গ্রাম বায়ু আছে। (জেএসসি দি.বো-১৮) ক) ০.৭৭৪ গ্রাম খ) ৭.৭৪ গ্রাম গ) ৭৭.৪ গ্রাম ঘ) ৭৭৪০ গ্রাম উত্তরঃ ৭৭৪০ গ্রাম ৮। একটি ধনক আকৃতির চৌবাচ্চার এক বাহুর দৈর্ঘ্য ৫ মিটার চৌবাচ্চাটির আয়তন কত? ( জেএসসি কু.বো-১৮) ক) ১২৫ ঘনমিটার খ) ২৫ ঘনমিটার গ) ২০ ঘনমিটার ঘ) ১৫ ঘনমিটার উত্তরঃ ১২৫ঘনমিটার ৯। ২০ মিলিগ্রাম সমান নিচের কোনটি? (জেএসসি চ.বো-১৮) ক) ২ সেন্টিগ্রাম খ) ২ ডেকাগ্রাম গ) ২ ডেসিগ্রাম ঘ) ২ হেক্টোগ্রাম উত্তরঃ ২ সেন্টিগ্রাম ১০। একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল ৭১৪ বর্গমিটার এবং দৈর্ঘ্য ৩৪ মিটার । বাগানের পরিসীমা কত মিটার? ( জেএসসি সি.বো-১৮) ক) ৫৫ খ) ৮৪ গ) ১১০ ঘ) ১৩৬ উত্তরঃ ১১০ JSC math chapter 3 MCQ Question, Solution and suggestion ১১। ১০ শতক = কত বর্গফুট? (জেএসসি সি.বো ১৮) ক) ৪৩৪৬ খ) ৪৩৪৭ গ) ৪৩৫৬ ঘ) ৪৩৬৫ উত্তরঃ ৪৩৫৬ ১২। ৪⁰ C তাপমাত্রায় ১ ঘন সে.মি বিশুদ্ধ পানির ওজন- (জেএসসি ব.বো ১৮) ক) ১গ্রাম খ) ১০০ গ্রাম গ) ১০০০ গ্রাম ঘ) ১০০০০০ গ্রাম উত্তরঃ ১ গ্রাম ১৩। একটি চৌাবাচ্চার দৈর্ঘ্য ৩মি. প্রস্থ ২মি, উচ্চতা ১ মি। চৌবাচ্চার কত লিটার পানি ধরবে? ( জেএসসি ঢা.বো ১৭) ক) ৬০ খ) ৬০০ গ) ৩০০০ ঘ) ৬০০০ উত্তরঃ ঘ ১৪। ১ কি.মি = কত মাইল? (জেএসসি রাবো ১৭, কু.বো ১৫) ক) ১.৬১ খ) ১.৬০৯ গ) ০.৬২১ ঘ) ০.৬১ উত্তরঃ গ ১৫। কোন দেশে প্রথম মেট্রিক পদ্ধতির প্রবর্তন হয়? (জেএসসি দি.বো ১৭) ক) গ্রীক খ) ইংল্যান্ড গ) জাপান ঘ) ফ্রান্স উত্তরঃ ঘ ১৬। একটি ত্রিভূজের ভূমির দৈর্ঘ্য ১৮ সেমি িএবং ক্ষেত্রফল ১০৮ বর্গ সেমি হলে উচ্চতা কত? (জেএসসি দি.বো ১৭) ক) ৩ খ) ৬ গ) ১২ ঘ) ২৪ উত্তরঃ গ ১৭। বড় দৈর্ঘ্য পরিমাপের জন্য যে ফিতা ব্যবহৃত হয় তা কত ফুট লম্বা? ক) ৩০ খ) ১০ গ) ৩০০ ঘ) ১০০ উত্তরঃ ঘ ১৮। কত ডিগ্রি তাপমাত্রায় ১ ঘন সেমি বিশুদ্ধ পানির ভর ১ গ্রাম? (জেএসসি সি.বো ১৭, ঢা.বো য.বো ব.বো ১৫) ক) ১০০ ডিগ্রী খ) ১ ডিগ্রী গ) ৪ ডিগ্রী ঘ) ৩ ডিগ্রী ১৯। ১০০ কাঠা = কত বর্গমিটার? (জেএসসি সি.বো ১৭) ক) ৫৫৮৯ খ) ৫৮৮৯ গ) ৬০৮৯ ঘ) ৬৬৮৯ উত্তরঃ ঘ ২০। এক টুকরা কাগজের দৈর্ঘ্য ২৫ সেমি, প্রস্থ ১৬ সেমি এবং পুরুত্ত ০.২ মিমি হলে এরুপ ১০ টুকরা কাগজের আয়তন কত ঘণ সেমি? (জেএসসি য.বো ১৭) ক) ০.০০৮ খ) ৮.০০ গ) ৮০ ঘ) ৮০০ উত্তরঃ গ ২১। একটি ত্রিভুজ ক্ষেত্রের ভূমি ১.৫ মিটার, উচ্চতা ৮০ সেমি. হলে ত্রিভূজটির ক্ষেত্রফল কত বর্গ মিটার? (জেএসসি য.বো ১৭) ক) ০.৬ খ) ১.২ গ) ৬০ ঘ) ১২০ উত্তরঃ ক ২২। একটি আয়তাকার ঘনবস্তুর তল কতটি? (জেএসসি য.বো ১৭) ক) ২ খ) ৪ গ) ৬ ঘ) ৮ উত্তরঃ গ ২৩। ৮০০০ লিটার বিশুদ্ধ পানির ওজন কত? (জেএসসি ব.বো ১৭) ক) ১ কেজি খ) ৮ কেজি গ) ৮০০০ কেজি ঘ) ৮০০০ গ্রাম উত্তরঃ গ ২৪। দশমাংশ শব্দটি গ্রহীত হয় কোন ভাষা থেকে? (জেএসসি চ.বো ১৬) ক) গ্রিক খ) ল্যটিন গ) বাংলা ঘ) ইংরেজি উত্তরঃ খ ২৫। বাংলাদেশে কত সালে মেট্রিক পদ্ধতি চালু করা হয়? (জেএসসি ব.বো ১৬) ক) ১জুলাই ১৯৮০ খ) ১ জুলাই ১৯৮১ গ) ১ জুলাই ১৯৮২ ঘ) ২ জুলাই ১৯৮৩ উত্তরঃ গ ২৬। বর্গের পরিসীমা নিচের কোনটি? (জেএসসি ঢা.বো ১৬, চ.বো ১৬) ক) ৪ × এক বাহুর দৈর্ঘ্য খ) ৪ × এক কর্ণ গ) ৩ × এক বাহু ঘ) ২ (দৈর্ঘ্য + প্রস্থ) উত্তরঃ ক ২৭। ১ ন্যটিকেল মাইল , ১ মাইল থেকে কত ফুট বেশী? (জেএসসি চ.বো ১৬) ক) ৮০০ খ) ৪৩২০ গ) ৫২৮০ ঘ) ৬০৮০ উত্তরঃ ক ২৮। এক মেট্রিক টন = কত কিলোগ্রাম? (জেএসসি য.বো ১৫) ক) ১০ খ) ১০০ গ) ১০০০ ঘ) ১০০০০ উত্তরঃ গ ২৯। সোনা পানির তুলনায় ১৯.৩ গুণ ভারী। ১ ঘন সেমি পানির ওজন ১গ্রাম হলে ১০ ঘন সেমি সোনার ওজন কত গ্রাম? ( য.বো ১৬) ক) ১ খ) ১.৯৩ গ) ১৯.৩ ঘ) ১৯৩ উত্তরঃ ঘ ৩০। ২৫০ মিলি আয়তনের পানির ওজন কত কেজি? (জেএসসি য.বো ১৬) ক) ০.২৫ খ) ০.৫ গ) ২৫ ঘ) ২৫০ উত্তরঃ ক ৩১। ২ বিঘা = কত বর্গগজ? (জেএসসি কু.বো ১৬) ক) ৭২০ খ) ১৪৪০ গ) ১৬০০ ঘ) ৩২০০ উত্তরঃ ঘ ৩২। √৫ মিটার ধারবিশিষ্ট ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত বর্গমিটার? [জেএসসি চ.বো ১৫) ক) ৫ খ) ২০ গ) ৩০ ঘ) ১৫০ উত্তরঃ গ ৩৩। এক বর্গগজ =কত বর্গমিটার? [ জেএসসি য.বো ১৬, সি.বো ১৫] ক) ০.২৪ খ) ০.৫৩ গ) ০.৬৪ ঘ) ০.৮৪ ৩৪। ১ শতকে কত বর্গফুট? (জেএসসি চ.বো ১৫) ক) ১৩৩.৭৮ খ) ৩২৪.০ গ) ৭২০ ঘ) ৪৩৫.৬ উত্তরঃ ঘ ৩৫। আয়তাকার ক্ষেত্রের পরিসীমার সূত্র কোনটি? (জেএসসি চ.বো ১৫) ক) দৈর্ঘ্য × প্রস্থ খ) ২ (দৈর্ঘ্য +প্রস্থ) গ) দৈর্ঘ্য + প্রস্থ ঘ) ১/২ (দৈর্ঘ্য + প্রস্থ) উত্তরঃ খ ৩৬।
জেএসসি (৮ম শ্রেণি) গণিত অনুশীলনী ৩ (পরিমাপ) বহুনির্বাচনী প্রশ্ন ও সমাধান। Read More »