অষ্টম শ্রেণীর সহপাঠ সাড়ে তিন হাত জমি
সাড়ে তিন হাত জমি মূল : লেভ তলস্তয় রূপান্তর : প্রফেসর ড. সরকার আবদুল মান্নান বহুনির্বাচনি প্রশ্নোত্তর নিচের অনুচ্ছেদটি পড়ে ১ থেকে ২ নম্বর প্রশ্নের উত্তর দাও : ঘোড়ায় চড়ে সে জমিজমা দেখতে গিয়ে আনন্দে অভিভ‚ত হয়। তার জমির ঘাসগুলো, ফুলগুলো সবই যেন আলাদা। মন তার আনন্দে ভরে ওঠে। ১. এখানে কার কথা বলা হয়েছে? ক ওভারশিয়ারের খ জমিদারের পাখোমের ঘ একজন চাষির ২. তার মন আনন্দে ভরে ওঠার কারণ কী? ক তার জমির ঘাস দেখে খ তার জমির ফসল দেখে গ প্রচুর ফসল ফলায় জমির মালিক হওয়ার আত্মতৃপ্তিতে ৩. একজন মজুর সঙ্গে নিয়ে প্রায় ৩৩২ মাইল পথ পায়ে হেঁটে সাত দিনের দিন পাখোম বাসকিরদের তাঁবুতে গিয়ে হাজির হলো। তার সাথে ছিল ১০০ রুবল। বাসকিরদের দেশে জমি ছিল র. সস্তা রর. ভালো ররর. উর্বর নিচের কেনটি সঠিক? ক র খ রর গ ররর র ও ররর ৪. বাসকিরদের দেশে যাওয়ার জন্য পাখোমকে কত মাইল পথ হাঁটতে হয়? ক ১৪০ খ ২৭৪ ৩৩২ ঘ ৪০০ ৫. ‘সাড়ে তিন হাত জমি’ গল্পের মূল রচয়িতা কে? লেভ তলস্তয় খ উইলিয়াম শেক্সপিয়ার গ ড্যানিয়েল ডিফো ঘ ওয়াশিংটন আরভিং ৬. পাখোম স্বপ্নে প্রথমে কাকে দেখতে পেল? স্টার্শিনা খ মহাজন গ শয়তান ঘ গরিব চাষি ৭. কোন বোনের স্বামী ছিল পাখোম? ক বড় খ মেজ ছোট ঘ সেজ ৮. পাখোমের মৃত্যুর মূল কারণ কোনটি? ক অতিরিক্ত পরিশ্রম অতিরিক্ত লোভ গ শয়তানের কারসাজি ঘ ভাগ্য বিড়ম্বনা নিচের উদ্দীপকটি পড়ে ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাও : সুজন মাঝি আকাশে ঘন কালো মেঘ দেখেও অনেক মাছ পাওয়ার আশায় গভীর সমুদ্রে যায়। কিন্তু মাছ নিয়ে তার আর তীরে ফেরা হয় না। ৯. উদ্দীপকের সুজন মাঝি ‘সাড়ে তিন হাত জমি’ রচনার কোন চরিত্রের প্রতিরূপ? পাখোম খ স্টার্শিনা গ ওভারশিয়ার ঘ মহাজন ১০. উক্ত চরিত্রে প্রকাশ পেয়েছেÑ র. লোভ রর. স্বার্থচিন্তা ররর. দায়বদ্ধতা নিচের কোনটি সঠিক? র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর ১১. ‘সাড়ে তিন হাত জমি’ গল্পের শয়তানের সর্বশেষ রূপ কোনটি? ক স্টার্শিনা চাষি গ মালিক ঘ গ্রাম্য পঞ্চায়েত নিচের উদ্দীপকটি পড়ে ১২ ও ১৩ নং প্রশ্নের উত্তর দাও : দ্বিগুণ করার আশায় জিনের বাদশার হাতে নিজের স্বর্ণালংকার তুলে দিয়ে সর্বস্বান্ত হলেন আলতা বানু। ১২. উদ্দীপকের আলতা বানু ‘সাড়ে তিন হাত জমি’ গল্পের কোন চরিত্রের সদৃশ্য? ক স্টার্শিনা পাখোম গ মহাজন ঘ ওভারশিয়ার ১৩. উক্ত সাদৃশ্যের ভিত্তি হলোÑ র. লোভ রর. স্বার্থচিন্তা ররর. কৌশল নিচের কোনটি সঠিক? র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর ১৪. পাখোম টাকা জোগাড়ের জন্য ছেলেকে কোথায় পাঠিয়েছিল? ক ব্যবসায় খ বিদেশে গ চাষাবাদে চাকরিতে ১৫. কখন পাখোম স্ত্রী-পুত্র নিয়ে নতুন দেশে পাড়ি জমায়? ক গ্রীষ্মের শুরুতে বসন্তের শুরুতে গ বর্ষার শুরুতে ঘ শীতের শুরুতে ১৬. পাখোমের স্বপ্নে দেখা সাদা কাগজের মতো মুখের লোকটি কে ছিল? ক শয়তান খ ওভারশিয়ার গ মহাজন পাখোম ১৭. পাখোম শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়েÑ ক অসুস্থ হওয়ায় খ অধিক পরিশ্রমে গ শয়তানের প্রহারে অতি লোভে ১৮. বাসকিরদের পানীয়ের নাম কী? ক কুসুম খ কুসেম কুসিম ঘ কুসাম ১৯. কতটুকু জমির মধ্যে পাখোমের সমাধি হলো? সাড়ে তিন হাত খ সাড়ে চার হাত গ সাড়ে পাঁচ হাত ঘ সাড়ে ছয় হাত ২০. রুবল কোন দেশের মুদ্রার নাম? ক ইতালি খ ফ্রান্স গ জার্মানি রাশিয়া সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ২১. পাখোমের বাড়ির কাছের মহিলা কত একর জমির মালিক ছিলেন? (জ্ঞান) ক ২০০ খ ২২০ গ ২৩০ ২৪০ ২২. পাখোমের বাড়ির কাছের মহিলা কাকে জমিদারির ওভারশিয়ার নিযুক্ত করলেন? (জ্ঞান) ক পাখোমকে অবসরপ্রাপ্ত একজন সৈনিককে গ মহাজনকে ঘ সামারার কৃষককে ২৩. গ্রামের কৃষকরা জমি কেনার জন্য একত্রিত হতে পারল না কেন? (অনুধাবন) ক পাখোমের অত্যাচারে খ ওভারশিয়ার লোকটির অত্যাচারে শয়তানের ইন্ধনে ঘ স্টার্শিনার কুমন্ত্রণায় ২৪. পাখোমের বাড়িতে অতিথি হিসেবে কে আসে? (জ্ঞান) ক স্টার্শিনা একজন চাষি গ ওভারশিয়ার ঘ একজন জমিদার ২৫. ভগলার ওপারে গ্রাম্য পঞ্চায়েতে নাম লেখালে কত একর জমি পাওয়া যায়? (জ্ঞান) ক ৫০ খ ৬০ গ ৯০ ১০০ ২৬. সামারায় প্রতি একর জমির দাম কত? (জ্ঞান) ক ১ রুবল ১.৫০ রুবল গ ২ রুবল ঘ ২.৫০ রুবল ২৭. পাখোম জমিজিরাত বিক্রি করল কেন? (অনুধাবন) নতুন দেশে যাওয়ার জন্য খ ঋণ পরিশোধ করার জন্য গ ছেলের পড়াশোনার জন্য ঘ স্ত্রীর অসুস্থতার জন্য ২৮. নতুন দেশে সমাজের সদস্য হওয়ার কারণে পাখোম কত একর জমি লাভ করল? (জ্ঞান) ক ৫০ ১০০ গ ১২০ ঘ ১৫০ ২৯. বাসকিরদের দেশে মানুষগুলো কেমন? (অনুধাবন) সহজ সরল খ অত্যন্ত লোভী গ পরোপকারী ঘ নির্দয় ৩০. ‘জমি যদি পাই তা হলে কাউকে পরোয়া করব না, স্বয়ং শয়তানকেও না’এ উক্তির মধ্য দিয়ে পাখোমের মনের কোন দিকটি প্রকাশিত হয়েছে? (উচ্চতর দক্ষতা) অহংকার খ লোভ গ ক্ষোভ ঘ দুঃখ ৩১. স্টার্শিনা কোথায় টুপি রেখেছিল? (জ্ঞান) ক পাখির পালকের বিছানায় শিকান নামে গোলপাহাড়ের উপর গ ভলগা নদীর ওপারে ঘ ভলগা নদীতে চলমান স্টিমারে ৩২. স্টার্শিনা কত রুবলসহ টুপি রেখেছিল? (জ্ঞান) ১০০ খ ১২০ গ ১৫০ ঘ ২০০ ৩৩. পাখোম কাকে সঙ্গে নিয়ে বাসকিরদের দেশে যাওয়ার জন্য যাত্রা করল? (জ্ঞান) ক স্ত্রী খ পুত্র মজুর ঘ বন্ধু ৩৪. পাখোম বাসকিরদের দেশে কীভাবে গেল? (জ্ঞান) ক নৌকায় চড়ে খ স্টিমারে চড়ে পায়ে হেঁটে ঘ ঘোড়ায় চড়ে ৩৫. বাসকিরদের প্রিয় খাবার কী? (জ্ঞান) ক গরুর দুধ ঘোড়ার দুধ গ গমের রুটি ঘ যবের রুটি ৩৬. বাসকিররা কী দিয়ে কুসিম তৈরি করে? (জ্ঞান) ক গড়–র দুধ ঘোড়ার দুধ গ ছাগলের মাংস ঘ ভেড়ার মাংস ৩৭. বাসকিরদের নেতার নাম কী? (জ্ঞান) স্টার্শিনা খ রোশিনা গ এলিনা ঘ রোহিনা ৩৮. বাসকিরদের দেশে জমির দাম দিনপ্রতি কত রুবল? (জ্ঞান) ক ৫০ খ ৬০ গ ৯০ ১০০ ৩৯. বাসকিরদের দেশে পাখোম কীসের বিছানায় শুয়েছিল? (জ্ঞান) ক কাঠের পাখির পালকের গ চামড়ার ঘ কাপড়ের ৪০. পাখোম স্বপ্নের মধ্যে কার হাসির শব্দ শুনতে পেল? (জ্ঞান) স্টার্শিনার খ নিজ স্ত্রীর গ নিজ পুত্রের ঘ ওভারশিয়ারের ৪১. ‘সাড়ে তিন হাত জমি’ গল্পে উল্লিখিত পাহাড়টির নাম কী? (জ্ঞান) শিকান খ রুমোল গ জোহান ঘ সাফা ৪২. জমি দখলের সময় পাখোম ক্লান্তি বোধ করলেও মাটিতে বসল না কেন? (অনুধাবন) ক স্টার্শিনার ভয়ে খ জমি হারানোর ভয়ে ঘুমিয়ে পড়ার আশঙ্কায় ঘ শরীরে ধুলো লাগার আশঙ্কায় ৪৩. পাখোম কখন শিকান পাহাড়ে পৌঁছাল? (জ্ঞান) ক মধ্যােহ্ন খ
অষ্টম শ্রেণীর সহপাঠ সাড়ে তিন হাত জমি Read More »