Author name: Masud Rana

অষ্টম শ্রেণীর সহপাঠ সাড়ে তিন হাত জমি

সাড়ে তিন হাত জমি মূল : লেভ তলস্তয় রূপান্তর : প্রফেসর ড. সরকার আবদুল মান্নান বহুনির্বাচনি প্রশ্নোত্তর নিচের অনুচ্ছেদটি পড়ে ১ থেকে ২ নম্বর প্রশ্নের উত্তর দাও : ঘোড়ায় চড়ে সে জমিজমা দেখতে গিয়ে আনন্দে অভিভ‚ত হয়। তার জমির ঘাসগুলো, ফুলগুলো সবই যেন আলাদা। মন তার আনন্দে ভরে ওঠে। ১. এখানে কার কথা বলা হয়েছে? ক ওভারশিয়ারের খ জমিদারের  পাখোমের ঘ একজন চাষির ২. তার মন আনন্দে ভরে ওঠার কারণ কী? ক তার জমির ঘাস দেখে খ তার জমির ফসল দেখে গ প্রচুর ফসল ফলায়  জমির মালিক হওয়ার আত্মতৃপ্তিতে ৩. একজন মজুর সঙ্গে নিয়ে প্রায় ৩৩২ মাইল পথ পায়ে হেঁটে সাত দিনের দিন পাখোম বাসকিরদের তাঁবুতে গিয়ে হাজির হলো। তার সাথে ছিল ১০০ রুবল। বাসকিরদের দেশে জমি ছিল র. সস্তা রর. ভালো ররর. উর্বর নিচের কেনটি সঠিক? ক র খ রর গ ররর  র ও ররর ৪. বাসকিরদের দেশে যাওয়ার জন্য পাখোমকে কত মাইল পথ হাঁটতে হয়? ক ১৪০ খ ২৭৪ ˜ ৩৩২ ঘ ৪০০ ৫. ‘সাড়ে তিন হাত জমি’ গল্পের মূল রচয়িতা কে? ˜ লেভ তলস্তয় খ উইলিয়াম শেক্সপিয়ার গ ড্যানিয়েল ডিফো ঘ ওয়াশিংটন আরভিং ৬. পাখোম স্বপ্নে প্রথমে কাকে দেখতে পেল? ˜ স্টার্শিনা খ মহাজন গ শয়তান ঘ গরিব চাষি ৭. কোন বোনের স্বামী ছিল পাখোম? ক বড় খ মেজ ˜ ছোট ঘ সেজ ৮. পাখোমের মৃত্যুর মূল কারণ কোনটি? ক অতিরিক্ত পরিশ্রম ˜ অতিরিক্ত লোভ গ শয়তানের কারসাজি ঘ ভাগ্য বিড়ম্বনা নিচের উদ্দীপকটি পড়ে ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাও : সুজন মাঝি আকাশে ঘন কালো মেঘ দেখেও অনেক মাছ পাওয়ার আশায় গভীর সমুদ্রে যায়। কিন্তু মাছ নিয়ে তার আর তীরে ফেরা হয় না। ৯. উদ্দীপকের সুজন মাঝি ‘সাড়ে তিন হাত জমি’ রচনার কোন চরিত্রের প্রতিরূপ? ˜ পাখোম খ স্টার্শিনা গ ওভারশিয়ার ঘ মহাজন ১০. উক্ত চরিত্রে প্রকাশ পেয়েছেÑ র. লোভ রর. স্বার্থচিন্তা ররর. দায়বদ্ধতা নিচের কোনটি সঠিক? ˜ র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর ১১. ‘সাড়ে তিন হাত জমি’ গল্পের শয়তানের সর্বশেষ রূপ কোনটি? ক স্টার্শিনা ˜ চাষি গ মালিক ঘ গ্রাম্য পঞ্চায়েত নিচের উদ্দীপকটি পড়ে ১২ ও ১৩ নং প্রশ্নের উত্তর দাও : দ্বিগুণ করার আশায় জিনের বাদশার হাতে নিজের স্বর্ণালংকার তুলে দিয়ে সর্বস্বান্ত হলেন আলতা বানু। ১২. উদ্দীপকের আলতা বানু ‘সাড়ে তিন হাত জমি’ গল্পের কোন চরিত্রের সদৃশ্য? ক স্টার্শিনা ˜ পাখোম গ মহাজন ঘ ওভারশিয়ার ১৩. উক্ত সাদৃশ্যের ভিত্তি হলোÑ র. লোভ রর. স্বার্থচিন্তা ররর. কৌশল নিচের কোনটি সঠিক? ˜ র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর ১৪. পাখোম টাকা জোগাড়ের জন্য ছেলেকে কোথায় পাঠিয়েছিল? ক ব্যবসায় খ বিদেশে গ চাষাবাদে  চাকরিতে ১৫. কখন পাখোম স্ত্রী-পুত্র নিয়ে নতুন দেশে পাড়ি জমায়? ক গ্রীষ্মের শুরুতে  বসন্তের শুরুতে গ বর্ষার শুরুতে ঘ শীতের শুরুতে ১৬. পাখোমের স্বপ্নে দেখা সাদা কাগজের মতো মুখের লোকটি কে ছিল? ক শয়তান খ ওভারশিয়ার গ মহাজন  পাখোম ১৭. পাখোম শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়েÑ ক অসুস্থ হওয়ায় খ অধিক পরিশ্রমে গ শয়তানের প্রহারে  অতি লোভে ১৮. বাসকিরদের পানীয়ের নাম কী? ক কুসুম খ কুসেম  কুসিম ঘ কুসাম ১৯. কতটুকু জমির মধ্যে পাখোমের সমাধি হলো?  সাড়ে তিন হাত খ সাড়ে চার হাত গ সাড়ে পাঁচ হাত ঘ সাড়ে ছয় হাত ২০. রুবল কোন দেশের মুদ্রার নাম? ক ইতালি খ ফ্রান্স গ জার্মানি  রাশিয়া  সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ২১. পাখোমের বাড়ির কাছের মহিলা কত একর জমির মালিক ছিলেন? (জ্ঞান) ক ২০০ খ ২২০ গ ২৩০  ২৪০ ২২. পাখোমের বাড়ির কাছের মহিলা কাকে জমিদারির ওভারশিয়ার নিযুক্ত করলেন? (জ্ঞান) ক পাখোমকে  অবসরপ্রাপ্ত একজন সৈনিককে গ মহাজনকে ঘ সামারার কৃষককে ২৩. গ্রামের কৃষকরা জমি কেনার জন্য একত্রিত হতে পারল না কেন? (অনুধাবন) ক পাখোমের অত্যাচারে খ ওভারশিয়ার লোকটির অত্যাচারে  শয়তানের ইন্ধনে ঘ স্টার্শিনার কুমন্ত্রণায় ২৪. পাখোমের বাড়িতে অতিথি হিসেবে কে আসে? (জ্ঞান) ক স্টার্শিনা  একজন চাষি গ ওভারশিয়ার ঘ একজন জমিদার ২৫. ভগলার ওপারে গ্রাম্য পঞ্চায়েতে নাম লেখালে কত একর জমি পাওয়া যায়? (জ্ঞান) ক ৫০ খ ৬০ গ ৯০  ১০০ ২৬. সামারায় প্রতি একর জমির দাম কত? (জ্ঞান) ক ১ রুবল  ১.৫০ রুবল গ ২ রুবল ঘ ২.৫০ রুবল ২৭. পাখোম জমিজিরাত বিক্রি করল কেন? (অনুধাবন)  নতুন দেশে যাওয়ার জন্য খ ঋণ পরিশোধ করার জন্য গ ছেলের পড়াশোনার জন্য ঘ স্ত্রীর অসুস্থতার জন্য ২৮. নতুন দেশে সমাজের সদস্য হওয়ার কারণে পাখোম কত একর জমি লাভ করল? (জ্ঞান) ক ৫০  ১০০ গ ১২০ ঘ ১৫০ ২৯. বাসকিরদের দেশে মানুষগুলো কেমন? (অনুধাবন)  সহজ সরল খ অত্যন্ত লোভী গ পরোপকারী ঘ নির্দয় ৩০. ‘জমি যদি পাই তা হলে কাউকে পরোয়া করব না, স্বয়ং শয়তানকেও না’এ উক্তির মধ্য দিয়ে পাখোমের মনের কোন দিকটি প্রকাশিত হয়েছে? (উচ্চতর দক্ষতা)  অহংকার খ লোভ গ ক্ষোভ ঘ দুঃখ ৩১. স্টার্শিনা কোথায় টুপি রেখেছিল? (জ্ঞান) ক পাখির পালকের বিছানায়  শিকান নামে গোলপাহাড়ের উপর গ ভলগা নদীর ওপারে ঘ ভলগা নদীতে চলমান স্টিমারে ৩২. স্টার্শিনা কত রুবলসহ টুপি রেখেছিল? (জ্ঞান)  ১০০ খ ১২০ গ ১৫০ ঘ ২০০ ৩৩. পাখোম কাকে সঙ্গে নিয়ে বাসকিরদের দেশে যাওয়ার জন্য যাত্রা করল? (জ্ঞান) ক স্ত্রী খ পুত্র  মজুর ঘ বন্ধু ৩৪. পাখোম বাসকিরদের দেশে কীভাবে গেল? (জ্ঞান) ক নৌকায় চড়ে খ স্টিমারে চড়ে  পায়ে হেঁটে ঘ ঘোড়ায় চড়ে ৩৫. বাসকিরদের প্রিয় খাবার কী? (জ্ঞান) ক গরুর দুধ  ঘোড়ার দুধ গ গমের রুটি ঘ যবের রুটি ৩৬. বাসকিররা কী দিয়ে কুসিম তৈরি করে? (জ্ঞান) ক গড়–র দুধ  ঘোড়ার দুধ গ ছাগলের মাংস ঘ ভেড়ার মাংস ৩৭. বাসকিরদের নেতার নাম কী? (জ্ঞান)  স্টার্শিনা খ রোশিনা গ এলিনা ঘ রোহিনা ৩৮. বাসকিরদের দেশে জমির দাম দিনপ্রতি কত রুবল? (জ্ঞান) ক ৫০ খ ৬০ গ ৯০  ১০০ ৩৯. বাসকিরদের দেশে পাখোম কীসের বিছানায় শুয়েছিল? (জ্ঞান) ক কাঠের  পাখির পালকের গ চামড়ার ঘ কাপড়ের ৪০. পাখোম স্বপ্নের মধ্যে কার হাসির শব্দ শুনতে পেল? (জ্ঞান)  স্টার্শিনার খ নিজ স্ত্রীর গ নিজ পুত্রের ঘ ওভারশিয়ারের ৪১. ‘সাড়ে তিন হাত জমি’ গল্পে উল্লিখিত পাহাড়টির নাম কী? (জ্ঞান)  শিকান খ রুমোল গ জোহান ঘ সাফা ৪২. জমি দখলের সময় পাখোম ক্লান্তি বোধ করলেও মাটিতে বসল না কেন? (অনুধাবন) ক স্টার্শিনার ভয়ে খ জমি হারানোর ভয়ে  ঘুমিয়ে পড়ার আশঙ্কায় ঘ শরীরে ধুলো লাগার আশঙ্কায় ৪৩. পাখোম কখন শিকান পাহাড়ে পৌঁছাল? (জ্ঞান) ক মধ্যা‎েহ্ন খ

অষ্টম শ্রেণীর সহপাঠ সাড়ে তিন হাত জমি Read More »

অষ্টম শ্রেণীর সহপাঠ রামায়ণ-কাহিনী

রামায়ণ-কাহিনী (আদি কাণ্ড) উপেন্দ্রকিশোর রায় চৌধুরী বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১. সুবাহুকে মারার জন্য রাম ছুড়েছিলেনÑ ক মানবাস্ত্র  আগ্নেয়াস্ত্র গ ব্রহ্মাস্ত্র ঘ শতঘœী অস্ত্র ২. অহল্যাকে অন্য কেউ দেখতে পায়নি, কারণÑ র. গৌতম তাকে শাপ দিয়েছিলেন রর. তিনি তপস্যার মাধ্যমে নিজেকে আড়াল করে রেখেছিলেন ররর. তিনি রামের জন্য অপেক্ষা করছিলেন নিচের কোনটি সঠিক?  র খ রর গ র ও রর ঘ রর ও ররর ৩. কৈকেয়ীর পুত্রের নাম কী? ˜ ভরত খ ল²ণ গ শত্রæর ঘ রাম ৪. দশরথকে পুত্রেষ্টি যজ্ঞ করার পরামর্শ কে দিয়েছিল? ক বশিষ্ঠমুনি ˜ ঋষ্যসৃঙ্গ মুনি গ গৌতম মুনি ঘ বিশ্বমিত্র মুনি ৫. অহল্যার সাথে কার বিয়ে হয়েছিল? ক ল²ণের খ ভরতের গ রামের ঘ শত্রæঘেœর [বি.দ্রÑ সঠিক উত্তর নেই] সঠিক উত্তরÑগৌতম ৬. সীতাকে পাওয়ার জন্য রামকে প্রমাণ করতে হয়েছে তাঁরÑ ˜ শক্তিমত্তা খ যুদ্ধনৈপুণ্য গ উদারতা ঘ ধৈর্যশীলতা ৭. দশরথের ছোট স্ত্রীর নাম কী? ˜ সুমিত্রা খ কৌশল্যা গ কৈকেয়ী ঘ শকুন্তলা ৮. একবারে একশত লোক মারা পড়ত কোন অস্ত্রের আঘাতে? ক বায়বৎ ˜ শতাগ্নী গ বানপ্রস্থ ঘ ক্ষেপণাস্ত্র ৯. রাজা দশরথের মোট ছেলে কয়টি? ক ২ খ ৩ ˜ ৪ ঘ ৫ ১০. কৈকেয়ীর পুত্রের নাম কী? ক রাম খ ল²ণ ˜ ভরত ঘ শত্রæঘœ নিচের অনুচ্ছেদটি পড়ে ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাও : মাস্টার দা সূর্যসেন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ান। তাঁরই নির্দেশে চট্টগ্রামের ইউরোপিয়ান ক্লাবে সফল অভিযান সম্পন্ন হয়। ১১. উদ্দীপকে উল্লিখিত নেতৃত্বের দিকটি ফুটে উঠেছেÑ ক লক্ষণ ˜ রাম গ বিশ্বামিত্র ঘ অহল্যা ১২. চরিত্রদ্বয়ের ক্ষেত্রে যে কথাটি প্রযোজ্যÑ র. দেবতাদের প্রিয়পাত্র রর. অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামী ররর. বীর সাহসী যোদ্ধা নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর ˜ রর ও ররর ঘ র, রর ও ররর ১৩. রাজা দশরথের স্ত্রী কতজন? ক ২ ˜ ৩ গ. ৪ ঘ ৫ ১৪. রানি কৌশল্যার পুত্রের নাম কী?  রাম খ ল²ণ গ ভরত ঘ শুক্রম ১৫. অহল্যার দুঃখ দূর হয় কার কারণে?  রামের খ ল²ণের গ গৌতম মুনির ঘ বিশ্বামিত্র মুনির ১৬. কোন মুনি দশরথের ছেলেদের নামকরণ করেছিলেন?  বশিষ্ঠ খ ঋষ্যশৃঙ্গ গ বিশ্বামিত্র ঘ শতানন্দ ১৭. রামের ধনুকে গুণ টানার উদ্দেশ্য কী ছিল?  বীরত্ব প্রকাশ খ বিশ্বামিত্রকে মুক্ত করা গ দৈত্যকে ধ্বংস করা ঘ সীতাকে পাওয়া ১৮. সেকালের অযোধ্যা নগর কয় ক্রোশ লম্বা ছিল? ক ৪০ খ ৩০ গ ৩৫  ৪৮ ১৯. দশরথের ছোট স্ত্রীর নাম কী?  সুমিত্রা খ কৌশল্যা গ কৈকেয়ী ঘ শকুন্তলা  সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ২০. দশরথ কোন স্থানের রাজা ছিলেন? (জ্ঞান)  ভারতবর্ষ খ পারস্য গ বাংলাদেশ ঘ নেপাল ২১. অযোধ্যার দেয়ালে সজ্জিত অস্ত্রের নাম কী ছিল? (জ্ঞান)  শতঘœী খ সায়গ্নী গ পঞ্চাশী ঘ তীঘœী ২২. রাজা দশরথ দুঃখ করতেন কেন? (অনুধাবন)  পুত্র সন্তান ছিল না বলে খ রাজ্যে অশান্তি ছিল বলে গ মন্ত্রীরা অধার্মিক ছিলেন বলে ঘ স্ত্রী ছিল না বলে ২৩. পুত্র সন্তানের প্রত্যাশায় রাজা কী করার ইচ্ছা পোষণ করেছিলেন? (জ্ঞান)  যজ্ঞ খ দান গ পূজা ঘ শ্রাদ্ধ ২৪. রাজা কাকে দিয়ে যজ্ঞ করালেন? (জ্ঞান)  ঋষ্যশৃঙ্গ মুনি খ মুনিপুত্র নিমি গ পুরোহিত পীতাম্বর ঘ বশিষ্ঠ মুনি ২৫. সর্বপ্রথম কোন যজ্ঞ শুরু হয়েছিল? (জ্ঞান)  অশ্বমেধ যজ্ঞ খ শৃঙ্খযজ্ঞ গ দেবযজ্ঞ ঘ পুত্রেষ্টি যজ্ঞ ২৬. রাজা দশরথের প্রথম স্ত্রী কে ছিলেন? (জ্ঞান) ক কৈকেয়ী খ সুমিত্রা  কৌশল্যা ঘ শীতলা ২৭. রানি সুমিত্রার কয়টি সন্তান হয়েছিল? (জ্ঞান) ক একটি  দুটি গ তিনটি ঘ চারটি ২৮. ‘কোনো কাজেই তাদের মতো কেউ ছিল না’এখানে কাদের কথা বলা হয়েছে? (অনুধাবন) ক রাজার স্ত্রীগণ খ রাজার মন্ত্রীগণ গ রাজার চাকরবাকর  রাজার পুত্রগণ ২৯. বিশ্বামিত্র মুনি রাজা দশরথের কাছে কোন ছেলেকে চেয়েছিলেন? (অনুধাবন)  রামকে খ লক্ষণকে গ শত্রæঘœকে ঘ ভরতকে ৩০. বিশ্বামিত্র রাজা দশরথের কাছে রামকে চেয়েছিলেন কেন? (অনুধাবন)  যজ্ঞ নির্বিঘœ করার জন্য খ রাজ্য জয় করার জন্য গ সীতাকে বিয়ে দেয়ার জন্য ঘ বনবাসে পাঠানোর জন্য ৩১. বিশ্বামিত্র মুনি রেগে গিয়েছিলেন কেন? (অনুধাবন)  রামকে দিতে রাজি না হওয়ায় খ রাম যেতে রাজি না হওয়ায় গ তার উপযুক্ত পাওনা না দেয়ায় ঘ তাকে চলে যেতে বলায় ৩২. তাড়কা রাক্ষসীর পুত্রের নাম কী? (জ্ঞান) ক সুবাহু  মারীচ গ রাবণ ঘ শতানন্দ ৩৩. বিশ্বামিত্র মুনি কত দিনের জন্য রামকে সঙ্গে নিতে চেয়েছিলেন? (জ্ঞান) ক আট  দশ গ বারো ঘ পনেরো ৩৪. একের পর এক আঘাত করে শত্রæপক্ষের সাথে মারমুখী যুদ্ধে জয়ী হয়ে এলাকাবাসীর সন্তুষ্টি অর্জন করলেন শ্রী নারায়ণ চন্দ্র। রামের কোন বৈশিষ্ট্যটি তার সাথে সাদৃশ্যপূর্ণ? (প্রয়োগ) ক সততা খ পিতৃভক্ত গ ক্ষমা  কৌশল অবলম্বন ৩৫. কশ্যপ মুনি কোথায় থাকতেন? (জ্ঞান) ক বৃদ্ধাশ্রমে  সিদ্ধাশ্রমে গ রামাশ্রমে ঘ শীতলাশ্রমে ৩৬. কশ্যপ মুনির স্ত্রীর নাম কী? (জ্ঞান)  অদিতি দেবী খ শীতলা দেবী গ সুমিত্রা দেবী ঘ মায়া দেবী ৩৭. কোন দেবতা অদিতি এবং কশ্যপ মুনির পুত্র হয়ে জন্মগ্রহণ করেন? (জ্ঞান)  বিষ্ণু খ শিব গ কার্তিক ঘ গণেশ ৩৮. অদিতি এবং কশ্যপ মুনির ছেলের নাম কী ছিল? (জ্ঞান) ক রামণ  বামন গ চন্দ্রন ঘ শীমন ৩৯. সিধু এবং বিধু সৎ ভাই হলেও তাদের পরস্পরের প্রতি ছিল গভীর ভালোবাসা। সিধু এবং বিধুর সাথে মিল রয়েছে কাদের? (প্রয়োগ)  রাম-ল²ণ খ বিশ্বামিত্র-কশ্যপ গ দশরথ-বিশ্বামিত্র ঘ সুমিত্রা-কৈকেয়ী ৪০. মৌনে বসলে বিশ্বামিত্রকে কত রাত চুপ করে থাকতে হয়? (জ্ঞান) ক তিন খ পাঁচ  ছয় ঘ আট ৪১. রাম মারীচের প্রতি কোন অস্ত্র ছুড়েছিলেন? (জ্ঞান)  মানবাস্ত্র খ বায়ব্য গ আগ্নেয়াস্ত্র ঘ শতস্নী ৪২. রাজা জনক কোথায় যজ্ঞ করছিল? (জ্ঞান) ক অযোধ্যায় খ সরযুর তীরে  মিথিলায় ঘ আরাকানে ৪৩. মিথিলার তপোবনটি কার ছিল? (জ্ঞান) ক বিশ্বামিত্রের খ কশ্যপ মুনির  গৌতম মুনির ঘ শতানন্দ মুনির ৪৪. গৌতমের স্ত্রীর নাম কী ছিল? (জ্ঞান) ক মিথিলা  অহল্যা গ শীতলা ঘ প্রীতিলতা ৪৫. অহল্যার শরীরের দিকে দেবতারা তাকাতে পারেন না কেন? (অনুধাবন)  তেজ খ রূপ মাধুর্যে তপস্যার গ কদাকার বলে ঘ মুনিপতœী বলে ৪৬. জনক রাজার কাছে রাখা ধনুকটি কোন দেবতার ছিল? (জ্ঞান) ক বিষ্ণুর  শিবের গ গণেশের ঘ কার্তিকের ৪৭. শিবের ধনুক টেনে আনতে কত জন জোয়ান লেগেছিল? (জ্ঞান) ক দুই হাজার খ তিন হাজার  পাঁচ হাজার ঘ ছয় হাজার ৪৮. জনক রাজার মেয়ের নাম কী ছিল? (জ্ঞান) ক মিতা  সীতা গ ললিতা ঘ গীতা ৪৯. জনক রাজা কেন সীতাকে রামের কাছে তুলে দিয়েছিলেন? (অনুধাবন) ক রাজার ছেলে ছিল বলে  রামের বীরত্ব দেখে গ দেখতে সুন্দর ছিল বলে ঘ সীতাকে পছন্দ করেছিল বলে ৫০. এক ক্রোশ সমান কত হাত? (জ্ঞান)

অষ্টম শ্রেণীর সহপাঠ রামায়ণ-কাহিনী Read More »

অষ্টম শ্রেণীর সহপাঠ রিপভ্যান উইংকল

রিপভ্যান উইংকল মূল : ওয়াশিংটন আরভিং অনুবাদ : ফখরুজ্জামান চৌধুরী বহুনির্বাচনি প্রশ্নোত্তর নিচের উদ্দীপকটি পড়ে ১ থেকে ৫নং প্রশ্নের উত্তর দাও : রিপের অনেক দিন কেটে গেল। কিন্তু তার মনে হলো মাত্র এক রাত। বন্ধুদের পরিবর্তন আর তার একাকিত্বে রিপের হৃদয় দমে গেল। লোকজনের ভিড় ঠেলে একজন মহিলা এগিয়ে এলো। তার কোলে একটি শিশু। শিশুটা ভয় পেয়ে কাঁদতে শুরু করল। শিশুটির নাম ও তার মায়ের কণ্ঠস্বর রিপের মনে পুরোনো স্মৃতি জাগিয়ে দিল। ‘তোমার নাম কী গো’?Ñজুনিথ গার্ডনার জিজ্ঞাসা করল। ১. জুনিথ গার্ডনার কে? ক রিপভ্যানের স্ত্রী খ ব্রমভুচারের মেয়ে গ রিপভ্যানের নাতনি  রিপভ্যানের মেয়ে ২. শিশুটি ভয় পেল কেন?  অচেনা বৃদ্ধকে দেখে খ বন্দুক দেখে গ লাঠি দেখে ঘ ছড়ি দেখে ৩. মহিলার কণ্ঠস্বর শুনে রিপের কোন স্মৃতি জেগে উঠল? ক বহুদিনের কথা  স্ত্রী-কন্যার স্মৃতি গ বন্ধুদের কথা ঘ শিশুপুত্রের কথা ৪. কত বছরকে রিপের এক রাত মনে হলো? ক ত্রিশ বছর খ পঁচিশ বছর  বিশ বছর ঘ পনেরো বছর ৫. ‘অক্ষম’ শব্দে ‘ক্ষ’ যুক্ত বর্ণটি কোন কোন বর্ণের সংযোগে হয়েছে? ক ক + ক খ খ + খ  ক + ষ ঘ ক + খ ৬. রিপভ্যানের গ্রামের সবচেয়ে পুরনো অধিবাসী কে? ক রিপভ্যান খ জুনিথ গার্ডনার ˜ পিটার ঘ ভ্যান বুশেল ৭. রিপের পাহাড়ে ঘুমানো একরাত কত বছর ছিল? অথবা এক ঘুমে রিপের কত বছর কাটল? অথবা রিপভ্যানের ঘুম ভাঙল কত বছর পরে? ক আঠার ˜ বিশ গ বাইশ ঘ চব্বিশ ৮. রিপ কোন ঋতুতে পাহাড়ে গিয়েছিল? ক গ্রীষ্ম খ বর্ষা গ হেমন্ত ˜ শরৎ ৯. রিপভ্যান উইংকল-এর নাতির নাম কী? ক জুনিথ খ ডেভার গ মিশেল ˜ রিপ ১০. স্ত্রী সর্বদাই ঝগড়া করত রিপভ্যানেরÑ ক অলসতায় খ কৃপণতায় ˜ উদাসীনতায় ঘ উচ্ছৃঙ্খলতায় ১১. অদ্ভুত আকৃতির লোকটির গায়ে কী ধরনের পোশাক ছিল? ক শার্ট খ জ্যাকেট গ কোট ˜ ব্রিচেস ১২. অদ্ভুত আকৃতির লোকটিরÑ র. মাথায় একঝাঁক ভারী চুল রর. মুখে কাঁচাপাকা দাঁড়ি ররর. পোশাক ওলন্দাজ ধাঁচের নিচের কোনটি সঠিক? ক র ˜ র ও ররর গ রর ও ররর ঘ র ও রর ১৩. রিপভ্যান উইংকল তার দীর্ঘ বিশ বছর জীবনে কাদের কথার প্রমাণ করে এসেছিল? ক জ্যোতিষীদের  ঐতিহাসিকদের গ শয়তানদের ঘ দৈত্য-দানবদের ১৪. রিপভ্যান উইংকল হলোÑ ক পরোপকারী মনোভাবের  আড্ডাবাজ স্বভাবের গ অলস প্রকৃতির ঘ পরনিন্দাকারী ১৫. ক্যাট্সকিল পাহাড়ে কেমন প্রকৃতির প্রাণী বাস করে? ক ভ‚ত খ জিন  অদ্ভুত ধরনের লোক ঘ শ্বাপদ ১৬. ‘রিপভ্যান উইংকল’ গল্পের মূল লেখক কে?  ওয়াশিংটন আরভিং খ মার্ক টোয়েন গ লেভ টলস্টয় ঘ ড্যানিয়েল ডিফো ১৭. রিপভ্যানের পোষা প্রাণীটির নাম কী ছিল?  উল্ফ্ খ টম গ ইতু ঘ টোটন ১৮. রিপ কোন ঋতুতে পাহাড়ে গিয়েছিল? ক বসন্ত খ বর্ষা  শরৎ ঘ গ্রীষ্ম ১৯. রিপভ্যান পাহাড়ে কী শিকারে যায়? ক পাখি খ শূকর  কাঠবিড়ালি ঘ বাঘ  সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ২০. ক্যাট্সকিল পাহাড়গুলো কোন নদীর পশ্চিম দিকে অবস্থিত? (জ্ঞান) ক সীন  হাড্সন গ টেমস ঘ আঞ্জেল ২১. রূপকথার পাহাড়ের নিচের গ্রামে বসবাসকারী লোকটির নাম কী? (জ্ঞান) ক আরভিং  রিপভ্যান গ ওয়াশিংটন ঘ টুইংকেল ২২. রিপভ্যান কোন পরিবারের সদস্য ছিল? (জ্ঞান) ক স্টোন  উইংকল গ কিলিং ঘ আরভিং ২৩. মাইকেল টুইন সারাদিন গ্রামে গ্রামে ঘুরে পাড়ার ছেলেদের নানা ধরনের খেলাধুলায় সাহায্য করে। নিচের কোন চরিত্রটির সাথে তার মিল রয়েছে? (প্রয়োগ)  রিপভ্যান খ রিপের স্ত্রী গ রিপের সাহায্যকারী ঘ পিটার ২৪. ‘পরিশ্রম করে টাকা উপার্জনের চেয়ে উপোস থাকাই শ্রেয়’ এ কথার মধ্য দিয়ে রিপের কোন বৈশিষ্ট্যের পরিচয় ফুটে উঠেছে? (উচ্চতর দক্ষতা)  অলসতা খ একগুঁয়েমি গ অস্থিরতা ঘ অহংকার ২৫. রিপের পোষা প্রাণীটি কী ছিল? (জ্ঞান) ক বিড়াল  কুকুর গ বানর ঘ খরগোশ ২৬. অদ্ভুত লোকটি কীসের ওপর দিয়ে হেঁটে আসছিল? (জ্ঞান)  পাথরের খ নদীর গ বালির ঘ আগুনের ২৭. মদপান করে রিপ কী করেছিল? (জ্ঞান)  ঘুমিয়ে পড়েছিল খ পাগলের মতো প্রলাপ বকছিল গ উন্মাদ হয়ে গিয়েছিল ঘ স্মৃতি হারিয়ে ফেলেছিল ২৮. রিপ ভীত হয়ে পড়েছিল কেন? (অনুধাবন) ক মদপান করেছিল বলে  স্ত্রীর কথা মনে হওয়াতে গ অদ্ভুত লোকদের অদ্ভুত আচরণে ঘ একা একটি উপত্যকায় গিয়েছিল বলে ২৯. রিপ ঘুম থেকে জেগে শিস দিয়ে কাকে ডেকেছিল? (জ্ঞান)  পোষা কুকুরটাকে খ অদ্ভুত লোকগুলোকে গ ছেলেদেরকে ঘ পাহাড়ের ভ‚তকে ৩০. ইউনিয়ন হোটেলের মালিকের নাম কী ছিল? (জ্ঞান)  জোনাথন ডুলিটল খ ক্যাটলার ডুব গ মেথেল অ্যাঞ্জেল ঘ জোনাথন সুইট ৩১. রিপের কোন প্রতিবেশী সৈন্যদলে যোগ দিয়ে মারা গেছে? (জ্ঞান) ক নিকোলাস ডেভার খ জোনাথন ডুলিটল  ব্রম ডুচার ঘ পিটার ৩২. ‘আমি বেঁচে থাকতে তোর বন্ধুর অভাব হবে না’Ñ উক্তিটি কে ভাবত? ক স্ত্রী খ বন্ধু  কুকুরটি ঘ ছেলেগুলো ৩৩. রিপের কথা কে বিশ্বাস করেছিল? ক নিকোলাস খ গার্ডনার  পিটার ঘ ডেম ৩৪. রিপভ্যানের ঘুমিয়ে পড়ার কারণ কী?  মদের নেশা খ সুগন্ধি ফুল গ জাদুর বাস ঘ পরিশ্রম ৩৫. সকালবেলা রিপভ্যান গ্রামে ফিরে কী দেখতে পেল? ক তার স্ত্রী পুত্র মারা গেছে খ গ্রামে কোনো লোক নেই গ বাড়িঘরগুলো ধ্বংস হয়ে গেছে  গ্রামের পরিবেশ বদলে গেছে  বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর ৩৬. গ্রামের সবাই রিপভ্যানকে ভালোবাসত। কারণ সে সবাইকে (অনুধাবন) র. কাজে সাহায্য করত রর. খেলাধুলায় সাহায্য করত ররর. বিভিন্ন ধরনের খেলা শেখাত নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর ৩৭. রিপভ্যান উইংকল ছিল (অনুধাবন) র. অত্যন্ত মিশুক রর. অলস প্রকৃতির ররর. পরিশ্রমপ্রিয় নিচের কোনটি সঠিক?  র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর ৩৮. রিপের স্ত্রী সবসময় ঘ্যানঘ্যান করত রিপের (অনুধাবন) র. অলসতার জন্য রর. অসাবধানতার জন্য ররর. অভাবের জন্য নিচের কোনটি সঠিক?  র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর ৩৯. অদ্ভুত প্রকৃতির লোকগুলোর কারও কারও (অনুধাবন) র. মাথা বড় ছিল রর. মুখ বড় ছিল ররর. চোখ ছোট ছোট ছিল নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর ৪০. রিপভ্যান উইংকল গল্পটিতে রয়েছে (উচ্চতর দক্ষতা) র. রহস্যময়তা রর. ব্যঙ্গবিদ্রƒপ ররর. ক্যাট্সকিল পাহাড়ের রূপকথা নিচের কোনটি সঠিক? ক র ও রর  র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর ৪১. রিপভ্যানের চারিত্রিক বৈশিষ্ট্যের প্রভাবে তার ছেলেরা  (উচ্চতর দক্ষতা) র. বজ্জাত হয়েছিল রর. অলস হয়েছিল ররর. মাছ ধরতে পছন্দ করত নিচের কোনটি সঠিক?  র ও রর খ র ও

অষ্টম শ্রেণীর সহপাঠ রিপভ্যান উইংকল Read More »

অষ্টম শ্রেণীর সহপাঠ মার্চেন্ট অব ভেনিস

মার্চেন্ট অব ভেনিস উইলিয়াম শেক্সপিয়ার বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১. ‘মার্চেন্ট অব ভেনিস’-এর অর্থ  ক ভেনিসের রাজপুত্র  ভেনিসের সওদাগর গ ভেনিসের প্রেমিক ঘ ভেনিসের নাবিক ২. শাইলক ছিলÑ ক ধর্মবিদ্বেষী খ বর্ণবিদ্বেষী গ মানববিদ্বেষী  জাতিবিদ্বেষী ৩. অ্যান্টনিও-এর পক্ষের ছদ্মবেশী তরুণ উকিল ছিলেন প্রকৃতপক্ষেÑ  পোর্শিয়া খ লরেঞ্জো গ ম্যালারিও ঘ নেরিসা নিচের অংশটুকু পড় এবং ৪ থেকে ৬ নং প্রশ্নের উত্তর দাও : অ্যান্টনিওর প্রতি প্রতিশোধ নেওয়ার এ সুবর্ণ সুযোগ শাইলক উপেক্ষা করতে চাইল না। একবাক্যে সে বাসানিওকে টাকা ধার দিতে রাজি হয়ে গেল। মধুর কণ্ঠে বলল, অ্যান্টনিও যখন নিজেই জামিন থাকছেন তখন সুদের প্রশ্ন উঠে না। তবে কিনা একান্ত পরিহাসছলে একটা শর্ত লিখে দিতে হবে। নির্দিষ্ট সময়ে ধার পরিশোধে ব্যর্থ হলে জামিনদারের শরীর থেকে এক পাউন্ড মাংস কেটে দিতে হবে। ৪. বাসানিও-এর ঋণের জামিনদার কে? ক লরেঞ্জো খ পোর্শিয়া গ নেরিসা  অ্যান্টনিও ৫. শাইলক-এর চুক্তির শর্তে প্রকাশ পেয়েছে শাইলকের র. প্রতিহিংসাপরায়ণতা রর. বিদ্বেষপূর্ণ মনোভাব ররর. কুচক্রী দৃষ্টিভঙ্গি নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর গ ররর  র, রর ও ররর ৬. বাসানিওকে টাকা ধার দেওয়ার পেছনে শাইলকের মূল উদ্দেশ্যÑ র. অ্যান্টনিওকে হেয় প্রতিপন্ন করা রর. অ্যান্টনিও এবং বাসানিওর সম্পর্কে ফাটল ধরানো ররর. তার জিঘাংসা চরিতার্থ করা নিচের কোনটি সঠিক? ক র খ রর ও ররর গ রর  র ও ররর ৭. শাইলক কোন ধর্মাবলম্বী লোক ছিল? ক ইসলাম খ হিন্দু গ খ্রিষ্টান ˜ ইহুদি ৮. বাসানিওকে টাকার ব্যবস্থা করে দেয়ায় প্রকাশিত হয়Ñ র. অ্যান্টনিওর পরশ্রীকাতরতা রর. অ্যান্টনিওর উদারতা ররর. অ্যান্টনিওর বন্ধুবাৎসল্য নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর ˜ রর ও ররর ঘ র, রর ও ররর ৯. ‘মার্চেন্ট অব ভেনিস’Ñগল্পের শিক্ষণীয় বিষয়Ñ র. হিংসার পরাজয় রর. মানবিকতার জয় ররর. রক্ষণশীলতার পরাজয় নিচের কোনটি সঠিক? ˜ র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর ১০. ‘মার্চেন্ট অব ভেনিস’ গল্প থেকে যে বিষয়টি অর্জন করতে পারিÑ র. হিংসার পরাজয় রর. মানবিকতার জয় ররর. রক্ষণশীলতার পরাজয় নিচের কোনটি সঠিক? ˜ র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর ১১. ‘মার্চেন্ট অব ভেনিস’ গল্পের মূল প্রতিপাদ্য বিষয় কোনটি? ক ব্যবসায়িক প্রতিযোগিতা খ সা¤প্রদায়িক দ্ব›দ্ব গ প্রেমের পরিণতি ˜ মানবিকতার জয় ১২. ‘মার্চেন্ট অব ভেনিস’ গল্পে একটা উচ্চ হাসির রোল পড়ে গেল কেন? ক তরুণ উকিলের দক্ষতায় ˜ অ্যাংটির রহস্য উদ্ঘাটন হওয়ায় গ অ্যান্টিনিওর মুক্তি পাওয়ায় ঘ শাইলক অপদস্ত হওয়ায় ১৩. ‘মোক্ষম’ শব্দের অর্থ কী? ক বৃহৎ ˜ প্রবল গ আসল ঘ পূর্ণ ১৪. সুদখোর বুড়ো শাইলকের কথায় বাসানিও চমকে উঠল কেন? ক বিনাসুদে টাকা দিতে রাজি হলো বলে খ শাইলকের ব্যবহারের কথা ভেবে ˜ অমানবিক শর্তের কথা শুনে ঘ শাইলকের মধ্যে পরিবর্তন দেখে ১৫. ‘ধর্মাবতার, এখানে ক্ষমার কোনো প্রশ্নই ওঠে না’Ñএর মধ্য দিয়ে শাইলকের কোন মনোভাব প্রকাশিত হয়েছে? ক আত্মকেন্দ্রিকতা ˜ প্রতিশোধপরায়ণতা গ মমত্বহীনতা ঘ স্বার্থপরতা ১৬. শাইলকের দাঁত দেখতে কেমন?  তামাটে খ লালচে গ চকচকে ঘ কালচে ১৭. দ্বিতীয় পেটিকা কে নির্বাচন করেছিল? ক মরক্কোর রাজপুত্র খ গ্রাসিয়ানো গ বাসানিও  আরাগনের যুবরাজ ১৮. অ্যান্টনিওর ঘনিষ্ঠ বন্ধুর নাম কী?  বাসানিও খ শাইলক গ টম ঘ পোর্শিয়া ১৯. তরুণ উকিল পারিশ্রমিকস্বরূপ কী চেয়েছিল?  বাসানিওর আংটি খ স্বর্ণালংকার গ তিন হাজার ড্যাকাট ঘ হিরার অলংকার ২০. ‘আপনে ঠিকই বলেছেন, উকিল সাহেব’Ñ এই ‘উকিল সাহেব’ প্রকৃতপক্ষে কে?  পোর্শিয়া খ নেরিসা গ বাসানিও ঘ লরেঞ্জো ২১. ‘মার্চেন্ট অব ভেনিস’ থেকে যে বিষয়টি অর্জন করতে পারিÑ র. হিংসার পরাজয় রর. মানবিকতার পরাজয় ররর. রক্ষণশীলতার পরাজয় নিচের কোনটি সঠিক? ক র খ র ও রর গ র ও ররর  র, রর ও ররর  সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ২২. ভেনিস কোন দেশের শহর? (জ্ঞান)  ইতালি খ জার্মানি গ ইরান ঘ ইংল্যান্ড ২৩. ‘মার্চেন্ট অব ভেনিস’ গল্পটির লেখক কে? (জ্ঞান) ক উইলিয়াম পিটার  উইলিয়াম শেক্সপিয়ার গ উইলিয়াম হান্টার ঘ জন কিটস ২৪. মার্চেন্ট কথাটির অর্থ কী? (জ্ঞান)  বণিক খ খরিদ্দার গ ভ্রমণকারী ঘ অবসর গ্রহণকারী ২৫. সিমন পারভেজ সবসময় অভাবগ্রস্তদের পাশে গিয়ে দাঁড়ান। ‘মার্চেন্ট অব ভেনিস’ গল্পের কোন চরিত্রটির সাথে তার মিল রয়েছে? (প্রয়োগ)  অ্যান্টনিও খ শাইলক গ পোর্শিয়া ঘ ডিউক ২৬. শাইলক জাতিতে কী ছিল? (জ্ঞান) ক হিন্দু খ খ্রিষ্টান গ বৌদ্ধ  ইহুদি ২৭. শাইলককে অ্যান্টনিও ঘৃণার চোখে দেখত কেন? (অনুধাবন) ক বিধর্মী বলে খ বিত্তবান ছিল বলে  সুদের ব্যবসা করত বলে ঘ অ্যান্টনিওর সমালোচনা করত বলে ২৮. অ্যান্টনিও তরুণ উকিলকে পারিশ্রমিক হিসেবে কী দিলেন? (জ্ঞান) ক তিন হাজার ড্যাকাট খ প্রচুর পরিমাণ স্বর্ণ গ স্বর্ণের হার  বাসানিওর হাতের আংটি ২৯. বিয়ের জন্য পোর্শিয়া মাত্র তিন জন প্রতিদ্ব›দ্বীকে বেছে নিয়েছিল কেন?(অনুধাবন)  বাবার নির্দেশ ছিল তাই খ তিন জনই তার যোগ্য ছিল তাই গ অন্যরা গরিব ছিল বলে ঘ অন্যরা দেখতে অসুন্দর ছিল তাই ৩০. প্রথম কে সুসজ্জিত ঘরে প্রবেশ করেছিল? (জ্ঞান)  মরক্কোর রাজপুত্র খ বাসানিও গ অ্যান্টনিও ঘ আরাগনের যুবরাজ ৩১. পোর্শিয়ার কার সাথে বিয়ে হয়েছিল? (জ্ঞান)  বাসানিও খ অ্যান্টনিও গ মরক্কোর রাজপুত্র ঘ আরাগনের যুবরাজ ৩২. এত সুখের মধ্যেও একটি মর্মন্তুদ খবর রয়েছে। এ খবরটি কী? (উচ্চতর দক্ষতা) ক অ্যান্টনিও মারা গেছে  অ্যান্টনিওর জাহাজগুলো ঝড়ের কবলে পড়ে ডুবে গেছে গ শাইলক অ্যান্টনিওর হাত কেটে ফেলেছে ঘ শাইলকের ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৩. মাংস কাটার জন্য শাইলক কোথায় ছুরি শান দিতে লাগল? (জ্ঞান) ক পাথরে খ হাতের তালুতে  জুতার তলায় ঘ বঁটিতে ৩৪. তরুণ উকিলের সাহায্যে অ্যান্টনিওর বিচারকার্য সমাধা হওয়ার মধ্যে উকিলের কোন গুণটি ফুটে উঠেছে? (উচ্চতর দক্ষতা)  বিচক্ষণতা খ সততা গ দয়াপ্রবণতা ঘ দানশীলতা ৩৫. ‘বীতশ্রদ্ধ’ শব্দের অর্থ কী? (জ্ঞান) ক ভয়হীনতা  আস্থাহীনতা গ উদাসীনতা ঘ শ্রদ্ধাশীলতা ৩৬. পোর্শিয়া তার স্বামীকে কয় গুণ অর্থ দিয়ে ভেনিসে পাঠাল? ক তিন গুণ খ ছয় গুণ গ নয় গুণ  দশ গুণ ৩৭. শাইলকের মেয়ের নাম কী ছিল? [  জেসিকা খ পোর্শিয়া গ নেরিসা ঘ গ্রাসিয়ানো ৩৮. লরেঞ্জো কে ছিলেন? [ভি. জে. সরকারি উচ্চ বিদ্যালয়, চুয়াডাঙ্গা] ক শাইলকের ছেলে খ অ্যান্টনিওর পুত্র  অ্যান্টনিওর বন্ধুপুত্র ঘ বাসানিওর ছেলে ৩৯. ‘ড্যাকাট’ কী? [জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুল, সিলেট]  ইতালীয় মুদ্রা খ জার্মানির মুদ্রা গ ফ্রান্সের মুদ্রা ঘ সুইডেনের মুদ্রা ৪০. ‘মার্চেন্ট অব ভেনিস’ গল্পের বিখ্যাত সওদাগরটি কে? ক বাসানিও খ শাইলক  অ্যান্টনিও ঘ গ্রাসিয়ানো  বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর ৪১. অ্যান্টনিও ছিলেন (অনুধাবন) র. হাসিখুশি রর. বন্ধুবৎসল ররর. অভাবী নিচের কোনটি সঠিক?  র ও রর খ র ও ররর গ রর

অষ্টম শ্রেণীর সহপাঠ মার্চেন্ট অব ভেনিস Read More »

অষ্টম শ্রেণীর সহপাঠ সোহরাব রোস্তম

সোহরাব রোস্তম মূল : মহাকবি আবুল কাসেম ফেরদৌসী রূপান্তর : মমতাজউদদীন আহমেদ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১. ‘সোহরাব ও রোস্তম’ কাহিনীর মূল লেখক কে? ক মালিক মুহম্মদ জায়সী খ ওমর খৈয়াম গ ইমরুল কায়েস  আবুল কাসেম ফেরদৌসী ২. নিচে গল্প থেকে কিছু নাম উল্লেখ করা হলো- র. শাম, জাল, রোস্তম, সোহরাব রর. জাল, সোহরাব, রোস্তম, শাম ররর. সোহরাব, রোস্তম, জাল, শাম বয়ঃক্রমিক অনুসারে কোনটি সঠিক?  র খ রর গ ররর ঘ রর ও ররর উদ্ধৃত অংশটি পড় এবং ৩ থেকে ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও : সাদা রঙের চুলওয়ালা ছেলে অভিশাপ ডেকে আনতে পারে। এই রকম নানা আশঙ্কার কথা শুনে শাম নিজের হাতে নিজের পুত্রকে ফেলে এলেন আল বুরুজ পর্বতে। কিন্তু দেবতারা ছিলেন শিশু জালের প্রতি দয়াশীল। ঈগল পাখির মতো ঠোঁট এবং সিংহের মতো পা-বিশিষ্ট সি-মোরগ পাখি উড়ে ঠোঁটে ঝুলিয়ে জালকে নিয়ে গেল। জাল পাখির বাসায় বড় হতে লাগল। ৩. উদ্ধৃত অংশটি একটিÑ  রূপকথার অংশ খ উপকথার অংশ গ জনশ্রæতিমূলক গল্পাংশ ঘ ঐতিহাসিক গল্পাংশ ৪. উদ্ধৃতাংশে আছে ক সাধারণ মানুষের কথা খ রাজরাজাদের কথা গ সৈন্যসামন্তদের কথা  দেবতাদের কথা ৫. উদ্ধৃতাংশে ব্যক্ত হয়েছে সে সময়কারÑ র. অন্ধ কুসংস্কার রর. ধর্মীয় বিশ্বাস ররর. সামাজিক প্রথা নিচের কোনটি সঠিক  র ও রর খ রর গ ররর ঘ রর ও ররর ৬. ‘মা তহমিনার বুক সেদিন ক্ষণকালের জন্য হলেও কেঁপে উঠেছিল’ Ñউক্তিটিতে কোন বিষয়টির প্রকাশ ঘটেছে? ক শারীরিক অসুস্থতা ˜ ভয় গ অজানা আশঙ্কা ঘ মাতৃস্নেহ ৭. মহাকবি আবুল কাসেম ফেরদৌসীর ‘শাহনামা’ কোন ধরনের গ্রন্থ? ক কাব্যগ্রন্থ ˜ মহাকাব্য গ উপন্যাস ঘ ভ্রমণকাহিনী ৮. সোহরাব পরাস্ত হয়ে যুদ্ধকে অন্যায় যুদ্ধ বলেছেন কেন? ˜ যুদ্ধ প্রথা না মানার জন্য খ যন্ত্রণাকাতর হওয়ার জন্য গ ভীত হওয়ার জন্য ঘ পিতৃ-পরিচয় দেয়ার জন্য ৯. ইরানের স্বাধীনতা উদ্ধারকারী বলা হয় কাকে? ˜ মহাবীর রোস্তমকে খ বীর শামকে গ বীর জালকে ঘ রাজা কায়কাউসকে ১০. ‘শৌর্য’ অর্থ কী? ক সাহস ˜ বীরত্ব গ ইচ্ছা ঘ শক্তি ১১. দুই পর্বতের মধ্যবর্তী সমতল ভ‚মিকে কী বলে? ক দ্বীপ ˜ উপত্যকা গ শৃঙ্গ ঘ পাহাড় ১২. সোহরাবের পিতামহের নাম কী? ক কায়কাউস খ মনুচেহ গ জাল ˜ শাম ১৩. চার হাত-পা বিশিষ্ট সন্তান হওয়ায় মা তাকে কোলে নেন না। উদ্দীপকের মায়ের সাথে সাদৃশ্যপূর্ণ চরিত্র হলোÑ ক ইরিজি খ মনুচেহের ˜ শাম ঘ ফেরিদু ১৪. সোহরাব ও রোস্তমের করুণ পরিণতির জন্য কোনটি দায়ী? ক তহমিনার মিথ্যাচার  রোস্তমের পরিচয় গোপন গ সোহরাবের পিতৃ-আকুলতা ঘ ইরান ও তুরানের শত্রæতা ১৫. কোন সংবাদ শুনে রোস্তম বিমর্ষ হলেন? ক স্ত্রীর অসুস্থতার খ যমজ সন্তান জন্মের  কন্যা সন্তান জন্মের ঘ ইরানের যুদ্ধের ১৬. ঘোড়ার খুরের দাগ অনুসরণ করে রোস্তম কোন শহরে গিয়েছিলেন? ক মাজেন্দ্রান  সামেনগান গ জাবুলিস্তান ঘ তুরান ১৭. বীরযোদ্ধা শামের পুত্রের নাম কী? ক তান খ হাম গ মান  জাল ১৮. রুদাবা অসুস্থ হয়ে পড়েছিল কেন? ক অনেক পরিশ্রম করত বলে খ স্বামীর জন্য দুশ্চিন্তা করত বলে গ ঠিকমতো খাওয়াদাওয়া করত না বলে  মা হতে চলেছে বলে ১৯. রোস্তমের স্ত্রীর নাম কী? ক তাহমিনা খ রুদাবা গ রুকাইয়া  তহমিনা  সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ২০. ফেরিদুর কোন দেশের রাজা ছিলেন? (জ্ঞান)  ইরান খ ইরাক গ আফগানিস্তান ঘ পাকিস্তান ২১. শাম কোন রাজার সৈন্যদলের নামকরা যোদ্ধা ছিলেন? (জ্ঞান) ক ফেরিদুর  মনুচেহে গ ইরিজি ঘ পরীচেহে ২২. বীর শাম দেবতার মন্দিরে মাথা ঠুকেন কেন? (অনুধাবন) ক যুদ্ধ জয়ের আশায় খ শক্তি লাভের আশায়  পুত্র লাভের আশায় ঘ রাজ্য লাভের আশায় ২৩. শাম নিজ পুত্র জালকে কোথায় ফেলে আসলেন? (জ্ঞান) ক নদীতে খ ঘন জঙ্গলে  আলবুরুজ পর্বতে ঘ যুদ্ধের ময়দানে ২৪. আলবুরুজ পর্বত থেকে জালকে কোন পাখি রক্ষা করল? (জ্ঞান)  সি-মোরগ খ ঈগল গ সারস ঘ বক ২৫. বাদশা মনুচেহ জালকে কী উপহার দিলেন? (জ্ঞান) ক তলোয়ার  তেজি ঘোড়া গ সৈন্য ঘ রাজমুকুট ২৬. বীরযোদ্ধা জালের স্ত্রীর নাম কী? (জ্ঞান)  রুদাবা খ তহমিনা গ রাবিয়া ঘ দিলরুবা ২৭. বীর জালের পুত্রের নাম কী? (জ্ঞান)  রোস্তম খ ইরিজি গ মনুচেহ ঘ ফেরিদুর ২৮. মহাবীর রোস্তম কী দিয়ে প্রাতরাশ সম্পন্ন করেন? (জ্ঞান) ক দশটি রুটি  পাঁচটি ছাগলের মাংসের কাবাব গ পাঁচ কেজি দুধ ঘ একটি গরুর মাংসের কাবাব ২৯. বীর রোস্তম কোন দুর্গে প্রবেশ করে পিতামহের হত্যার প্রতিশোধ নিয়েছিল? (জ্ঞান)  অজেয় সোপান্দি খ রোটল গ লালকেল্লা ঘ শাম ৩০. শৈশবে রোস্তমের মধ্যে কীসের লক্ষণ ফুটে উঠেছিল? (অনুধাবন) ক সততার  বীরত্বের গ ভালোবাসার ঘ দৃঢ়তার ৩১. রাজা নওদরকে কে হত্যা করেছিলেন? (জ্ঞান) ক জাল খ শাম  আফরাসিয়াব ঘ রোস্তম ৩২. ঘোড়া রখ্শ কোন বংশের ছিল? (জ্ঞান)  রাক্ষস খ মহিশুর গ খোক্ষস ঘ থ্রেষা ৩৩. জাবুলিস্তান আক্রমণের জন্য রোস্তম কেমন রঙের পোশাক পরিধান করেছিলেন? (জ্ঞান)  রংধনু রেশমি পোশাক খ লৌহ ও চর্মবেষ্টিত পোশাক গ সাদা রঙের পশমের পোশাক ঘ গোলাপি রঙের হালকা পাতলা পোশাক ৩৪. রোস্তমের যুদ্ধে যাওয়া দেখে সবাই স্তম্ভিত হয়েছিল কেন? (অনুধাবন) ক বয়স অল্প বলে খ লোহা ও বর্মের পোশাক পরিচিত ছিল বলে  লোহার বর্ম পরিহিত ছিল না বলে ঘ ক্ষিপ্ত ঘোড়া নির্বাচন করেছিল বলে ৩৫. ইরানের স্বাধীনতা উদ্ধার করেছিলেন কে? (জ্ঞান) ক সেনাপতি শাম খ জাল  মহাবীর রোস্তম ঘ সেনাপতি আফরাসিয়াব ৩৬. রোস্তমের জয়গানে ইরানের জনগণ মুখরিত হয়েছিল কেন? (অনুধাবন)  স্বাধীনতা উদ্ধার করেছিল বলে খ ন্যায়বিচার প্রতিষ্ঠা করেছিল বলে গ সুষ্ঠুভাবে দেশ শাসন করেছিল বলে ঘ গরিব-দুঃখীর দুঃখ দূর করেছিল বলে ৩৭. পাহাড়ি দেশ মাজেন্দ্রান কাদের রাজ্য ছিল? (জ্ঞান)  দৈত্যদের খ দেবতাদের গ জিনদের ঘ মহামানবদের ৩৮. মাজেন্দ্রানের রাজা কার সহায়তায় রাজা কায়কাউসকে বন্দি করে রেখেছিল? (জ্ঞান)  মহাবলী সফেদ দৈত্যের খ জ্ঞানবলী রাজ দৈত্যের গ মহা দৈত্যের ঘ মানিক দৈত্যের ৩৯. তুরানের রাজপ্রাসাদে রোস্তম বিমোহিত হয়েছিলেন কেন? (অনুধাবন) ক হাতির দাঁতের পালঙ্ক দেখে  স্নিগ্ধ সরল সুন্দরীর রূপমাধুর্য দেখে গ নৈশভোজের আয়োজন দেখে ঘ রাজপ্রাসাদের সৌন্দর্য দেখে ৪০. ইরানের ভরসা ছিলেন কে? (জ্ঞান) ক সোহরাব  রোস্তম গ শাম ঘ জাল ৪১. সামেনগানের বীর বলে কে পরিচিত হয়েছিল? (জ্ঞান)  সোহরাব খ রোস্তম গ জাল ঘ শাম ৪২. হামাউনের রূপসী কন্যা কে ছিলেন? (জ্ঞান)  রুদাবা খ তহমিনা গ জুলেখা ঘ মুহরামা ৪৩. সামেনগান কোন রাজ্যের নগর ছিল? (জ্ঞান) ক ইরান  তুরান গ কাজাখিস্তান ঘ তুজবেকিস্তান ৪৪. তহমিনা ছেলেকে রক্ষার জন্য কোন দেবতার কাছে প্রার্থনা জানিয়েছিল? (জ্ঞান) ক সূর্য দেবতা খ বাতাসের দেবতা  অগ্নি দেবতা ঘ শান্তি দেবতা ৪৫. ইরান-তুরান যুদ্ধে রোস্তম দূতের আহŸানে সাড়া দিয়েছিলেন কেন? (অনুধাবন)  কৌত‚হল বশে খ বীরত্ব দেখাতে গ প্রতিপক্ষ দুর্বল ছিল

অষ্টম শ্রেণীর সহপাঠ সোহরাব রোস্তম Read More »

অষ্টম শ্রেণীর সহপাঠ রবিনসন ক্রুশো

রবিনসন ক্রুশো ড্যানিয়েল ডিফো বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১. ক্রুশোকে নিয়ে বাবার কী ইচ্ছে ছিল?  ওকালতি করুক খ ব্যবসা করুক গ পর্যটক হউক ঘ নাবিক হউক ২. রবিনসন ক্রুশোর জাহাজটি কীসের কবলে পড়ল? ক ডাকাতের খ বর্বর লোকদের  ঝড়ের ঘ হিংস্র জন্তুর ৩. রবিনসন ঐ দ্বীপের ‘মুকুটহীন রাজা’ বলতে কী বোঝানো হয়েছে? র. দ্বীপের নির্বাচিত অধিপতি রর. দ্বীপের মালিক ররর. দ্বীপের একচ্ছত্র অধিপতি নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর  ররর ঘ রর ও ররর নিচের অংশটুকু পড় এবং ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও : এবারে রবিনসনের ভাবনা-এগুলো মাড়াই করবে কীভাবে? তাছাড়া চাই জাঁতাকল আর রুটি সেঁকবার জন্য তাওয়া। যাই হোক, বুদ্ধিমান রবিন শক্ত কাঠ দিয়ে জাঁতা তৈরি করল, আর নরম মাটি থালার মতো পিটিয়ে আগুনে পুড়িয়ে তৈরি করল তাওয়া। ৪. ‘এগুলো মাড়াই করবে কীভাবে? এগুলো কী? ক গম ও যব খ ধান ও গম  ধান ও যব ঘ যব ও ভুট্টা ৫. জাঁতাকল দিয়ে কী করা হয়?  মাড়াইয়ের কাজ খ ধান ভাঙার কাজ গ ডাল ভাঙার কাজ ঘ চাষাবাদের কাজ ৬. নিঝুম দ্বীপে রবিনসনের কত বছর কেটেছিল? ক ২৪ খ ২৬ গ ২৭ ˜ ২৮ ৭. রবিনসন কত বছর পর দেশে ফেরে? ˜ ২৮ খ ৩১ গ ৩৫ ঘ ৩৭ ৮. মনিবের নিকট থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় রবিনসন চরিত্রের কোন দিকটি ফুটে ওঠে? ক চতুরতা খ স্বার্থপরতা গ সাহসিকতা ˜ বুদ্ধিমত্তা ৯. ফ্রাইডের প্রতি রবিনসনের মুগ্ধ হওয়ার কারণÑ র. ভক্তি রর. ভালোবাসা ররর. বিশ্বস্ততা নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ˜ র, রর ও ররর ১০. রবিনসনের বাবা পুত্রকে লেখাপড়া শিখিয়ে কী করতে চেয়েছিলেন? ক ব্যবসায়ী খ বিচারক গ নাবিক ˜ উকিল ১১. রবিনসন গিনি উপকূলে গিয়ে পাঁচ পাউন্ডের জিনিস কত পাউন্ডে বিক্রয় করল? ক উনিশ ˜ বিশ গ একুশ ঘ বাইশ ১২. রবিনসন কোন শহরের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন? ক প্যারিস ˜ লন্ডন গ ফ্রান্স ঘ করাচি ১৩. রবিনসন ক্যালেন্ডার তৈরি করেছিল কোথায়? ক গাছের গায়ে ˜ পাহাড়ের গায়ে গ মাটির দাগ কেটে ঘ ছাগলের চামড়ায় নিচের উদ্দীপকটি পড় এবং ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর দাও : ছুটি কাটাতে কক্সবাজারে বেড়াতে গিয়ে সমুদ্রে প্রচÐ ঢেউ দেখেও স্পিড বোটে ওঠে রাকিব ও রাব্বি, ঢেউয়ের তোড়ে স্পিড বোট ডুবে গেলে রাকিব সাঁতরে তীরে আসতে সক্ষম হলেও রাব্বিকে আর খুুঁজে পাওয়া যায় না। ১৪. উদ্দীপকের ঘটনাটি কোন রচনার বিষয়বস্তুর সাথে সম্পর্কিত? ˜ রবিনসন ক্রুশো খ সাড়ে তিন হাত জমি গ মার্চেন্ট অব ভেনিস ঘ সোহরাব রোস্তম ১৫. উক্ত বিষয়টি হলোÑ ক সত্য গোপনের পরিণতি হয় ভয়াবহ খ অতি লোভ জীবনের জন্য হুমকিস্বরূপ গ পরের অনিষ্ট চিন্তা নিজের ক্ষতির কারণ ˜ অতি উৎসাহ প্রায়ই দুর্ভাগ্য ডেকে আনে ১৬. রবিনসনকে যিনি ক্রয় করেছিলেন তার কীসের নেশা ছিল? ক গাড়ি চালানো  মাছ ধরার গ পাখি শিকারের ঘ ভ্রমণ করার ১৭. ব্রাজিলে গিয়ে রবিনসন কী করে নিজের অবস্থা ফিরিয়ে এনেছিল? ক ব্যবসা করে  জমিতে চাষাবাদ করে গ মূল মালিককে ঠকিয়ে ঘ সমুদ্রে মাছ ধরে ১৮. রবিনসন কত বছর পর দেশের মাটিতে পা রেখেছিল? ক ৩০ খ ৩২ গ ৩৪  ৩৫ ১৯. পর্তুগিজ জাহাজটি রবিনসনকে কোন বন্দরে নামিয়ে দিল?  ব্রাজিল খ ইয়ার্ক গ লন্ডন ঘ গিলি ২০. রবিনসন মনিবের কাছে প্রিয় হয়ে উঠল কেন?  মাছ ধরতে পারবে বলে খ গান গাইতে পারত বলে গ ভ্রমণের নেশা ছিল বলে ঘ জ্ঞানী ছিল বলে ২১. ‘রবিনসন রাজা আর ওরা সব যেন প্রজা’Ñ এখানে ‘ওরা’ কারা? ক হাঁস-মুরগি  কুকুর-বিড়াল গ ময়না-শালিক ঘ গরু-ছাগল ২২. গিনি উপক‚লে রবিনসন গেল র. পুঁতির মালার ব্যবসা করতে রর. প্লাস্টিকের খেলনার ব্যবসা করতে ররর. ফুলের মালার ব্যবসা করতে নিচের কেনটি সঠিক? ক র খ রর  র ও রর ঘ র, রর ও ররর ২৩. রবিনসন ফ্রাইডের প্রতি খুবই মুগ্ধ ছিল র. ভক্তির কারণে রর. ভালোবাসার কারণে ররর. বিশ্বাসের কারণে নিচের কেনটি সঠিক? ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর ২৪. সর্বশেষ দ্বীপে আসা জাহাজের মানুষদের দেখে রবিনসনের মনে হলো, তারাÑ র. শ্বেতাঙ্গ রর. ইংরেজ ররর. স্বজাতি নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর ২৫. রবিনসন ক্রুশো পৃথিবীর সাথে সম্পর্কহীন এক দ্বীপের ‘মুকুটহীন রাজা’, কারণ, তিনি ছিলেন ঐ দ্বীপের Ñ র. নির্বাচিত অধিপতি রর. মালিক ররর. একচ্ছত্র অধিপতি নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর  রর ও ররর ঘ র, রর ও ররর  সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ২৬. ‘রবিনসন ক্রুশো’ গল্পটির লেখক কে? (জ্ঞান) ক মার্ক টোয়েন  ড্যানিয়েল ডিফো গ উইলিয়াম শেক্সপিয়ার ঘ জন কিটস ২৭. ‘রবিনসন ক্রুশো’ কোন শহরে জন্মগ্রহণ করেন? (জ্ঞান) ক লন্ডন খ ভেনিস  ইয়র্ক ঘ ফ্রাঙ্কফুট ২৮. ‘রবিনসন ক্রুশো’ কেমন পরিবারে জন্মগ্রহণ করেন? (জ্ঞান)  সম্ভ্রান্ত খ দরিদ্র গ উচ্ছৃঙ্খল ঘ নিচু ২৯. রবিনসনের বাবা ছেলেকে কোন পেশায় নিযুক্ত করতে চেয়েছিলেন? (জ্ঞান)  ওকালতি খ শিক্ষকতা গ চিকিৎসা ঘ প্রকৌশল ৩০. ছেলেবেলা থেকে রবিনের কীসের প্রতি ঝোঁক ছিল? (জ্ঞান)  ভ্রমণ করা খ পড়াশোনা করা গ কৃষিকাজ করা ঘ ব্যবসা করা ৩১. বড় হয়ে রবিন কোন জায়গার উদ্দেশ্যে বের হয়ে পড়েছিল? (জ্ঞান)  লন্ডনের খ ভেনিসের গ প্যারিসের ঘ ওয়াশিংটনের ৩২. লন্ডনে আসার কয়েকদিন পর রবিনসন ক্রুশোর কার সাথে পরিচয় হয়েছিল? (জ্ঞান)  জাহাজ মালিকের খ চিংড়ি ব্যবসায়ীর গ স্বর্ণকারের ঘ উড়োজাহাজ মালিকের ৩৩. প্রথমবার রবিনসন ৫ পাউন্ডের জিনিস কত পাউন্ড বিক্রি করেছিল? (জ্ঞান) ক ১০ পাউন্ড খ ১৫ পাউন্ড  ২০ পাউন্ড ঘ ২৫ পাউন্ড ৩৪. রবিনসন এবং তার জাহাজ আটক করেছিল কারা? (জ্ঞান)  মুর জলদস্যু খ উইঘুর জলদস্যু গ হানসু জলদস্যু ঘ মাউরি জলদস্যু ৩৫. জলদস্যুরা রবিনসনকে বিক্রি করে দিয়েছিল কী হিসেবে? (জ্ঞান)  ক্রীতদাস হিসেবে খ নাবিক হিসেবে গ শ্রমিক হিসেবে ঘ বিজ্ঞানী হিসেবে ৩৬. রবিনসনের মনিবের নেশা ছিল কোনটি? (জ্ঞান)  মাছ ধরার খ নৌকা চালানোর গ গান শোনার ঘ বাগান করার ৩৭. জনাব ‘ব’ নামক ব্যক্তিটিকে বিক্রি করে দেয়ার পর সে একজন ভালো মনিবের হাতে পড়ে। ‘রবিনসন ক্রুশো’ গল্পের কোন ব্যক্তির জীবনীর সাথে ‘ব’ ব্যক্তির সাদৃশ্য রয়েছে? (প্রয়োগ)  রবিনসন ক্রুশো খ মুর জলদস্যু গ জাহাজ মালিক ঘ ক্যাপ্টেন ৩৮. রবিনসনকে সমুদ্র বিপদে কারা বাঁচিয়েছিল? (জ্ঞান)  পর্তুগিজরা খ ওলন্দাজরা গ ফরাসিরা ঘ স্পেনীয়রা ৩৯. সমুদ্রে ভাসমান থাকায় কত দিন পরে রবিনসন পর্তুগিজ জাহাজের দেখা পেয়েছিল? (জ্ঞান) ক একদিন  দুদিন গ তিনদিন ঘ চারদিন ৪০. ছোটবেলা থেকেই পড়াশোনার

অষ্টম শ্রেণীর সহপাঠ রবিনসন ক্রুশো Read More »

অষ্টম শ্রেণীর সহপাঠ রাজকুমার ও ভিখারির ছেলে

রাজকুমার ও ভিখারির ছেলে মার্ক টোয়েন বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১. টম কী রকম ছেলে? ক ভ্রমণবিলাসী  কল্পনাবিলাসী গ দায়িত্বজ্ঞানহীন ঘ বিদ্যানুরাগী নিচের উদ্দীপকটি পড়ে ২ ও ৩নং প্রশ্নের উত্তর দাও : রবির বাবা হতদরিদ্র মানুষ। পুত্রের প্রতি তার দয়া নেই। রবিকে দিয়ে কত বেশি কাজ করানো যায়, পয়সা রোজগার করা যায় এই তার লক্ষ্য তাই সামান্য অবাধ্য হলেই সে রবিকে শাস্তি দেয়। ২. রবির পিতার সঙ্গে ‘রাজকুমার ও ভিখারির ছেলে’ গল্পের কোন চরিত্রটির কোনো মিল নেই? ক দারোয়ানের খ জন ক্যান্টির  ফাদার এন্ডুর ঘ সৈনিকের ৩. রবির বাবার সঙ্গে ক্যান্টির বাবার যে মিল লক্ষ করা যায় তাহলোÑ ক উভয়েই শিক্ষিত খ উভয়েই বেকার  উভয়েই নিষ্ঠুর ঘ উভয়েই বেহিসেবি ৪. নদীর এপার কহে ছাড়িয়া নিশ্বাস ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস’ Ñউদ্ধৃতাংশের সাথে ‘রাজকুমার ও ভিখারির ছেলে’ গল্পের কোন চরিত্রের মনোভাবের মিল রয়েছে? ˜ এডওয়ার্ড খ হাটফোর্ড গ এন্ড্রু ঘ দারোয়ান ৫. রাজপ্রাসাদে ঢুকে টম রাজকুমারের কথা বিশ্বাস করতে পারছিল না কেন? র. রাজকুমারের ঔদার্যতা দেখে রর. তার প্রতি রাজকুমারের যতেœর কারণে ররর. দারোয়ানের সাথে টমের অভিজ্ঞতার কারণে নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ˜ র, রর ও ররর ৬. চোরের দলের মাতবর রাজকুমারকে কী নাম দিয়েছিল? ক টম ক্যান্টি খ হিউগ্স ˜ ফুফু দি ফাস্ট ঘ এডওয়ার্ড ৭. টম ক্যাটি রাজা হওয়ার পর নরফোকের রাজার মৃত্যুদÐ তুলে নেওয়ায় তার চরিত্রে যে দিকটি প্রকাশ পেয়েছে তা হলোÑ ক দূরদর্শিতা ˜ মহত্ত¡ গ রাজকীয়তা ঘ ভালোবাসা ৮. রাজা এডওয়ার্ডের রাজত্ব কেমন ছিল? ক নিষ্ঠুরতার খ সহজ ও সরল ˜ ন্যায় ও শান্তির ঘ আভিজাত্যসম্পন্ন ৯. ‘বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে’Ñ এর মূলভাবের সঙ্গে কোন গল্পটি সাদৃশ্যপূর্ণ? ক কিশোর কাজী খ সোহরাব রুস্তম গ রবিনসন ক্রুশো ˜ রাজকুমার ও ভিখারির ছেলে ১০. রাজকুমার দরিদ্র টমের পোশাক পরেছিল কেন? ক কৌত‚হল মেটাতে খ সৌজন্যতা দেখাতে ˜ বন্ধুত্ব গড়তে ঘ দরদ বোঝাতে ১১. রাজপ্রাসাদের সৈনিকের দেহ তল্লাশি করে কী পাওয়া গেল? ক সিল  পত্র গ মুদ্রা ঘ পিস্তল ১২. সৈনিক মিল্স হেনডেনের পুরোনো চাকরের নাম কী? ক হিউগ  এন্ড্রু গ এডিথ ঘ হাটফোর্ড ১৩. ‘সরাইখানা’ অর্থ কী? ক ঘর  পান্থশালা গ শিক্ষালয় ঘ রান্নাঘর ১৪. রাজকুমার ও টম কী বদল করেন? ক বাঁশি খ আংটি  পোশাক ঘ জুতা ১৫. আসল রাজকুমার প্রমাণের জন্য কী পরীক্ষা ছিল? ক লোহার পেরেক পরীক্ষা খ ছোট সিলটির সন্ধান  বড় সিলটার সন্ধান ঘ গুপ্ত আলমারির সন্ধান ১৬. রাজকুমার ও টম কী বদল করেছিল?  পোশাক খ আংটি গ জুতা ঘ তরবারি নিচের উদ্দীপকটি পড়ে ১৭ নং প্রশ্নের উত্তর দাও : সিডরে এক বন কর্মকর্তার ছেলে হারিয়ে এক গরিব কাঠুরিয়ার ঘরে আশ্রয় পেয়ে পুত্রবৎ লালিত-পালিত হয়। বহুদিন পর কাঠুরিয়ার সাথে বনে কাঠ কাটতে গেলে ঐ বন কর্মকর্তার সাথে পুত্রের পরিচয় হয় এবং সে পিতার সাথে বাড়ি ফিরে যায়। ১৭. উদ্দীপকে বন কর্মকর্তার ছেলের সাথে ‘রাজকুমার ও ভিখারির ছেলে’ গল্পের রাজার ছেলের সাদৃশ্য রয়েছেÑ র. দুজনই প্রকৃত পরিচয় থেকে বিচ্ছিন্ন রর. দুজনই অবহেলিত ররর. দুজনই শেষে অভিভাবকদের চিনতে পারে নিচের কেনটি সঠিক? ক র খ রর  ররর ঘ র ও ররর নিচের উদ্দীপকটি পড়ে ১৮ ও ১৯ নং প্রশ্নের উত্তর দাও : বাবা-মায়ের আদরের ছেলেটিকে ঘরের বাইরে যেতে দেয়া হয় না। তার সমবয়সিরা যখন দৌড়ে এসে নদীতে ঝাঁপ দেয় তখন তারও ঝাঁপ দিতে ইচ্ছে করে। ছেলেটির সঙ্গে ‘রাজকুমার ও ভিখারির ছেলে’ গল্পে কার মিল পাওয়া যায়? ১৮. ছেলেটির সংগে ‘রাজকুমার ও ভিখারির ছেলে’ গল্পে কার মিল পাওয়া যায়? ক টম খ সৈনিক গ হিউগ  রাজকুমার ১৯. ছেলেটির ইচ্ছা ও রাজকুমারের ইচ্ছা কোন দিক থেকে এক? ক স্বাধীন সজীবনের প্রতি আকর্ষণ  অপরের জীবনের প্রতি আকর্ষণ গ নদীকে ভালো লাগা ঘ দৌড়ানোর আনন্দ  সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ২০. ‘রাজকুমার ও ভিখারির ছেলে’ গল্পটির লেখক কে? (জ্ঞান)  মার্ক টোয়েন খ ওয়াশিংটন আরভিং গ লেভ টলস্টয় ঘ উইলিয়াম শেক্সপিয়ার ২১. টম ক্যান্টি কত শতাব্দীতে জন্মগ্রহণ করেন? (জ্ঞান) ক পঞ্চদশ  ষোড়শ গ সপ্তদশ ঘ অষ্টাদশ ২২. টম ক্যান্টির জন্ম কোথায়? (জ্ঞান)  লন্ডনে খ ডান্ডিতে গ ইরাকে ঘ ইরানে ২৩. টম ক্যান্টি জন্মগ্রহণ করায় তার বাবা-মায়ের মুখে হাসি ফুটল না কেন? (অনুধাবন) ক ছেলে জন্ম নেয়ায়  দরিদ্র হওয়ার কারণে গ সন্তান জন্ম দেয়া অপরাধ ছিল বলে ঘ অনেক সন্তান থাকার কারণে ২৪. টম ক্যান্টি লন্ডনের কোথায় জন্ম নিয়েছিল? (জ্ঞান) ক রাজপ্রাসাদে  বস্তিতে গ পাহাড়ে ঘ গ্রামে ২৫. টম ক্যান্টি বস্তির লোকের কাছে কী শিখেছিল? (জ্ঞান)  ভিক্ষা করা খ পড়াশোনা করা গ চুরি করা ঘ নেশা করা ২৬. গরিব ছেলে মিল্টন ছোটবেলা থেকেই রাজকুমার হওয়ার স্বপ্ন দেখতে থাকে। ‘রাজকুমার ও ভিখারির’ ছেলে গল্পের কোন চরিত্রের সাথে তার সাদৃশ্য রয়েছে? (প্রয়োগ)  টম খ জন গ এন্ড্রু ঘ হাটফোর্ড ২৭. টম ক্যান্টি কী হওয়ার স্বপ্নে বিভোর থাকত? (জ্ঞান) ক রাজা  রাজকুমার গ সন্ন্যাসী ঘ বিজ্ঞানী ২৮. টম কীভাবে ঘুমাত? (জ্ঞান)  মাথার ওপর হাত রেখে খ বামদিকে কাত হয়ে গ ডানদিকে কাত হয়ে ঘ নাকের মধ্যে প্রচÐ শব্দ করে ২৯. টমের বস্তিজীবনের কথা কে শুনেছিল? (জ্ঞান)  রাজকুমার খ হেনরি গ ফাদার এন্ড্রু ঘ জন ৩০. রাজকুমারের নাম কী ছিল? (জ্ঞান)  এডওয়ার্ড খ জন গ অ্যাডাম ঘ টম ৩১. ‘দূর হ ভিখারি এখান থেকে’ দারোয়ান এ কথা কাকে বলেছিল? (জ্ঞান) ক টমকে  রাজকুমারকে গ জনকে ঘ এন্ড্রুকে ৩২. রাজকুমারকে ছেলেমেয়েরা পুকুরে ফেলে দিয়েছিল কেন? (অনুধাবন)  নিজেকে রাজকুমার পরিচয় দেয়ায় খ উচ্চস্বরে গান গাওয়ায় গ উচ্চস্বরে কথা বলায় ঘ নিজেকে ভিখারি পরিচয় দেয়ায় ৩৩. ‘থামো, ছেলেটিকে মেরো না, সে অসুস্থ’ এ কথা কে বলেছিলেন? (জ্ঞান) ক জন ক্যান্টি খ টমের মা  ফাদার এন্ড্রু ঘ রাজকুমার ৩৪. ‘আমি আপনাকে দুঃখ দেয়ার জন্য দুঃখিত’ এ কথা কে বলেছিলেন? (জ্ঞান)  রাজকুমার খ টম গ ফাদার এন্ড্রু ঘ হেনরি ৩৫. ‘ক’ নামক একটি ছেলে নিজের পরিচয় দিতে গিয়ে অত্যন্ত বিনয়ের সাথে বলল আমি জীবনে আপনাকে কখনো দেখিনি। ‘ক’ চরিত্রটির সাথে মিল রয়েছে গল্পের কোন চরিত্রটির? (প্রয়োগ) ক টম ক্যান্টির  রাজকুমারের গ জন ক্যান্টির ঘ ফাদার এন্ড্রুর ৩৬. ‘আমি আপনাকে দুঃখ দিতে চাইনি’ বাক্যটিতে প্রকাশ পেয়েছে (উচ্চতর দক্ষতা)  বিনয় খ একাগ্রতা গ অসহায়ত্ব ঘ দয়া ৩৭. টমের মাকে জন কী নির্দেশ দিয়েছিলেন? (জ্ঞান)  লন্ডন ব্রিজে উপস্থিত হতে খ রাজকুমারকে ছেড়ে দিতে গ মন্দিরে গিয়ে প্রার্থনা করতে ঘ ঘরে বসে থাকতে ৩৮. রাজপ্রাসাদে কার করুণ অবস্থা হয়েছিল? (জ্ঞান)  টমের খ রাজকুমারের গ ফাদারের ঘ জনের ৩৯. লর্ড হাটফোর্ড কে ছিলেন? (জ্ঞান) ক টমের

অষ্টম শ্রেণীর সহপাঠ রাজকুমার ও ভিখারির ছেলে Read More »

Scroll to Top