Loading [MathJax]/extensions/tex2jax.js

এইচএসসি

এইচএসসি ব্যবসায় উদ্যোগ প্রথম অধ্যায় ব্যবসায়ের মৌলিক ধারণা সৃজনশীল প্রশ্নোত্তর

অধ্যায়-১ ব্যবসায়ের মৌলিক ধারণা গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নোত্তর প্রশ্ন১ জনাব জাকির হোসেন বিবিএ অনার্স পাস করে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির জন্য চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। অবশেষে বাড়িতে ফিরে নিজেদের তিন বিঘা আয়তনের পুকুরটি সংস্কার করেন। এরপর তাতে বৈজ্ঞানিক উপায়ে স্তরভিত্তিক মাছ চাষ শুরু করেন। পুকুরে পানির উপরের স্তর, মধ্যম স্তর এবং নিæ স্তরের জন্য ভিন্ন ভিন্ন প্রজাতির মাছ চাষ করেন। বর্তমানে জনাব জাকির হোসেন একজন জনপ্রিয় এবং সফল মাছচাষি। তার এ কার্যক্রম এখন অনেকেই অনুসরণ করছেন। [ঢা. বো., চ. বো. ১৭] অ ক. ব্যবসায় কী? ১ অ খ. বাণিজ্য বলতে কী বোঝায়? ২ অ গ. জনাব জাকিরের গৃহীত কার্যক্রম কোন ধরনের শিল্প? ব্যাখ্যা করো। ৩ অ ঘ. জনাব জাকিরের গৃহীত এমন উদ্যোগ কি দেশে বেকারত্ব হ্রাসে ইতিবাচক ভ‚মিকা পালন করবে? মতামত দাও। ৪ ১ নং প্রশ্নের উত্তর অ ক মুনাফা অর্জনের উদ্দেশ্যে বৈধভাবে পরিচালিত যাবতীয় অর্থনৈতিক কাজকে (যেমন : উৎপাদন, ক্রয়, বিক্রয় প্রভৃতি) ব্যবসায় বলে। খ উৎপাদিত পণ্য বা সেবার বণ্টন সংক্রান্ত যাবতীয় (ক্রয়, বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ) কাজই হলো বাণিজ্য। এটি ব্যবসায়ের পণ্য বণ্টনকারী শাখা হিসেবে বিবেচিত হয়। উৎপাদিত পণ্যসামগ্রী বা সেবা ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত স্থানগত, ব্যক্তিগত, সময়গত ও ঝুঁকিগত প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। এসব প্রতিবন্ধকতা দূর করে ভোক্তার কাছে পণ্য পৌঁছে দেওয়াই মূলত বাণিজ্যের কাজ। গ উদ্দীপকের জনাব জাকিরের গৃহীত কার্যক্রম প্রজনন শিল্পের অন্তর্গত। প্রজনন শিল্পের উৎপাদিত সামগ্রী পুনরায় উৎপাদনের কাজে ব্যবহৃত হয়। এ শিল্পের মাধ্যমে প্রাকৃতিক সম্পদ আহরণ এবং লালন-পালন করে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে পরিণত করা হয়। যেমন: নার্সারি, পোল্ট্রি ফার্ম, মৎস্য উৎপাদন প্রভৃতি এ শিল্পের উদাহরণ। উদ্দীপকের জনাব জাকির হোসেন নিজেদের তিন বিঘা আয়তনের পুকুর সংস্কার করেন। তারপর এতে বৈজ্ঞানিক উপায়ে স্তরভিত্তিক মাছ চাষ শুরু করেন। পুকুরে পানির উপরের স্তর, মধ্যম স্তর এবং নিæ স্তরের জন্য ভিন্ন ভিন্ন প্রজাতির মাছ চাষ করেন। চাষকৃত মাছ পরিচর্যা করে তিনি মানুষের ভোগের উপযোগী করে তোলেন। এছাড়া পুকুরে মাছ চাষ করে তিনি সেগুলোর বংশ বৃদ্ধির ব্যবস্থা করেন। এসব কাজ প্রজনন শিল্পের সাথে সামঞ্জস্যপূর্ণ। সুতরাং বলা যায়, জনাব জাকিরের কার্যক্রম প্রজনন শিল্পের অন্তর্গত। ঘ উদ্দীপকের জনাব জাকিরের গৃহীত উদ্যোগ দেশে বেকারত্ব হ্রাসে অবশ্যই ইতিবাচক ভ‚মিকা পালন করবে বলে আমি মনে করি। যেকোনো দেশেই অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায় বা শিল্প গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখে । শিল্পের উন্নয়ন ছাড়া একটি দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। শিল্পের প্রসার ঘটলেই দেশে ব্যবসা-বাণিজ্যের কর্মকাণ্ড বিস্তৃত হয়। উদ্দীপকের জনাব জাকির বিবিএ অনার্স পাস করে চাকরির জন্য চেষ্টা করেও ব্যর্থ হন। তাই তিনি নিজ উদ্যোগে বৈজ্ঞানিক উপায়ে পুকুরে মাছ চাষ শুরু করেন। বর্তমানে জনাব জাকির একজন জনপ্রিয় ও সফল মাছচাষি। তার এ কার্যক্রম এখন অনেকেই অনুসরণ করছেন। নিজ উদ্যোগে গড়ে তোলা ব্যবসায় তথা শিল্প-বাণিজ্যের অগ্রগতির ফলে নিজ কর্মসংস্থানের পাশাপাশি অন্যদের কর্মসংস্থানেরও সুযোগ হয়। দেশের বেকার সমস্যা হ্রাসে এর কোনো বিকল্প নেই। দেশের বেকার যুবসমাজ যদি চাকরির আশায় বসে না থেকে উদ্দীপকের জনাব জাকিরের মতো নিজ উদ্যোগে এরূপ প্রকল্প গড়ে তোলে তাহলে সেখানে অনেকেরই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এতে তারা নিজেদের ও দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে পারবে। সুতরাং, বেকারত্ব হ্রাসে জনাব জাকিরের উদ্যোগ অত্যন্ত ফলপ্রসূ ভ‚মিকা রাখবে বলে আমি মনে করি। মমমপ্রশ্ন২ জনাব সামা একজন ব্যবসায়ী। তিনি ভারত থেকে চাল আমদানি করে প্রক্রিয়াজাতকরণের পর ইংল্যান্ডের বিভিন্ন বিপণিতে বিক্রয় করেন। গত বছর তিনি যে চাল আমদানি করেছেন, তা দুই মাস পর ইংল্যান্ডে বিক্রয় করলে অনেক বেশি লাভ পেতেন। কিন্তু আমদানিকৃত চালের জন্য জায়গার ব্যবস্থা না থাকায় লাভের জন্য অপেক্ষা না করে নির্দিষ্ট সময়ের পূর্বেই তিনি বিক্রয় করতে বাধ্য হলেন। [রা. বো. ১৭] অ ক. ব্যবসায় কী? ১ অ খ. শিল্প বলতে কী বোঝায়? ২ অ গ. জনাব সামা কোন ধরনের বাণিজ্য করেন? ব্যাখ্যা করো। ৩ অ ঘ. জনাব সামা কেন তার পণ্য নির্দিষ্ট সময়ের পূর্বে বিক্রয় করতে বাধ্য হলেন? মতামত দাও। ৪ ২ নং প্রশ্নের উত্তর অ ক মুনাফা অর্জনের উদ্দেশ্যে বৈধভাবে পরিচালিত যাবতীয় অর্থনৈতিক কাজকে (যেমন : উৎপাদন, ক্রয়, বিক্রয়) ব্যবসায় বলে। খ যে প্রক্রিয়ার মাধ্যমে প্রাকৃতিক সম্পদ ও কাঁচামালকে প্রক্রিয়াজাত করে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে রূপান্তর করা হয় তাকে শিল্প বলে। এটি পণ্যদ্রব্য উৎপাদনের সাথে জড়িত। সম্পদের রূপ বা আকার পরিবর্তনের মাধ্যমে শিল্প নতুন উপযোগ সৃষ্টি করে। যেমন: হ্যাচারি, হাঁস-মুরগির খামার, সেতু নির্মাণ প্রভৃতি শিল্পের উদাহরণ। গ উদ্দীপকের জনাব সামা পুনঃরপ্তানি বাণিজ্যের সাথে জড়িত। পুনঃরপ্তানি বাণিজ্যে বিদেশ থেকে পণ্যসামগ্রী আমদানি করে তা পুনরায় অন্য কোনো দেশে রপ্তানি করা হয়। এক্ষেত্রে প্রথমে পণ্য আমদানি করে প্রক্রিয়ার মাধ্যমে গুণগত বা আকৃতির পরিবর্তন করা হয়। এরপর তৃতীয় কোনো দেশে তা রপ্তানি করা হয়। পুনঃরপ্তানি বাণিজ্যে তিনটি দেশের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম সংঘটিত হয়। উদ্দীপকের জনাব সামা একজন চাল ব্যবসায়ী। তিনি ভারত থেকে চাল আমদানি করেন। আমদানিকৃত চাল তিনি প্রক্রিয়াজাতকরণ করেন। অতঃপর তিনি চাল ইংল্যান্ডের বিভিন্ন বিপণিতে বিক্রয় করেন। এভাবে আমদানিকৃত চাল তিনি আবার রপ্তানি করেন। এসব বৈশিষ্ট্য পুনঃরপ্তানি বাণিজ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনাব সামা পুনঃরপ্তানি বাণিজ্যের সাথে জড়িত। ঘ উদ্দীপকের জনাব সামা তার পণ্য গুদামজাতকরণের অভাবে নির্দিষ্ট সময়ের পূর্বে বিক্রয় করতে বাধ্য হলেন। উৎপাদন ও ভোগের মধ্যবর্তী সময়ে বিনষ্ট হওয়া থেকে রক্ষার জন্য ব্যবসায়ীগণ পণ্য সংরক্ষণের জন্য গুদামজাতকরণ ব্যবস্থা গড়ে তোলেন। এটি বাণিজ্যের ক্ষেত্রে সময়গত বাধা দূর করে। উদ্দীপকের জনাব সামা গত বছর যে চাল আমদানি করেছেন, তা দুই মাস পর ইংল্যান্ডে বিক্রয় করলে তিনি অনেক বেশি লাভ পেতেন। কিন্তু, আমদানিকৃত চালের জন্য গুদামজাতকরণের ব্যবস্থা না থাকায়, লাভের জন্য তিনি সংরক্ষণ করতে পারেননি ফলে তিনি অতিরিক্ত মুনাফা অর্জনের সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। বড় ব্যবসায়ীরা বিভিন্ন মাল সংরক্ষণের জন্য গুদামজাতকরণের ব্যবস্থা করেন। এতে পণ্যের গুণগত মান ভালো রাখা যায়। আর নির্দিষ্ট সময় পর্যন্ত পণ্য গুদামে রেখে তারপর মৌসুম অনুযায়ী পণ্য বিক্রয়ের ব্যবস্থা করলে ভালো মুনাফাও অর্জন করা যায়। উদ্দীপকের জনাব সামা চাল গুদামজাতকরণ করতে না পারায় পচে যাওয়া বা নষ্ট হওয়ার আশঙ্কায় ছিলেন। তাই তিনি নির্দিষ্ট সময়ের পূর্বেই চাল বিক্রয় করতে বাধ্য হন। মমমপ্রশ্ন৩ গণি মিয়া একজন কৃষক। তিনি জমি চাষ করার জন্য একজোড়া গরু ক্রয় করলেন। তার স্ত্রী বাজার থেকে কাপড় ক্রয় করে এনে নিজের সন্তানের জন্য জামা তৈরি করলেন এবং কিছু জামা বাজারেও বিক্রি করলেন। [দি. বো. ১৭] অ ক. সামাজিক ব্যবসায় কী? ১ অ খ. ‘মুনাফা হলো ঝুঁকি গ্রহণের পুরস্কার’ ব্যাখ্যা করো। ২ অ গ. গণি মিয়ার গরু ক্রয়ের কাজটি ব্যবসায় কিনা? ব্যাখ্যা করো। ৩ অ ঘ. গণি মিয়ার স্ত্রীর কার্যক্রমটি ব্যবসায়িক দৃষ্টিতে মূল্যায়ন করো। ৪ ৩ নং প্রশ্নের উত্তর অ ক যে ব্যবসায়ে মূলধন বিনিয়োগকারীদের লভ্যাংশ প্রাপ্তির কোনো প্রত্যাশা থাকে না বরং সমাজের কল্যাণ ও দারিদ্র্য দূরীকরণের উদ্দেশ্যে গঠন করা হয় তাকে সামাজিক ব্যবসায় বলে। খ ব্যবসায়ের আয় থেকে ব্যয় বাদ দিলে, যা অবশিষ্ট থাকে তাকে মুনাফা বলে।

এইচএসসি ব্যবসায় উদ্যোগ প্রথম অধ্যায় ব্যবসায়ের মৌলিক ধারণা সৃজনশীল প্রশ্নোত্তর Read More »

এইচএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ষষ্ঠ অধ্যায় ডেটাবেজ ম্যানজমেন্ট সিস্টেম বহুনির্বাচনি প্রশ্নোত্তর

ষষ্ঠ অধ্যায় ডেটাবেজ ম্যানজমেন্ট সিস্টেম গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর ১। ডেটাবেজ মানে হলো- (ক) উপাত্ত (খ) উপাত্ত সটিং (গ) উপাত্ত সার্চিং (ঘ) উপাত্ত বিন্যাস ২। মাইক্রোসফট এক্সেস কী ধরনের প্রোগ্রাম? (ক) ওযার্ড প্রসেসিং প্রোগ্রাম (খ) প্রেচেন্টশন প্রোগ্রাম (গ) ডেটাবেজ ব্যবস্থাপনা প্রোগ্রাম (ঘ) স্প্রেডশীট প্রোগ্রাম ৩। নিচের কোনটি জউইগঝ সফটওয়্যার? (ক) গঝ ডড়ৎফ (খ) চধংপধষ (গ) গঝ ধপপবংং (ঘ) ঠরংঁষ ইধংরপ ৪। উধঃধনধংব শব্দের অর্থ কী? (ক) তথ্যের সমাবেশ (খ) তথ্যের সংরক্ষণ (গ) তথ্যের বিন্যাস (ঘ) তথ্যের প্রক্রিয়াকরণ ৫। ডেটাবেজের ক্ষুদ্রত্তম একক কোনটি? (ক) ফিন্ড (খ) রেকড (গ) উপাত্ত (ঘ) সেল ৬। ডেটাবেজের বিভিন্ন বিষয়কে অনুসন্ধান করার জন্য তৈরি করা হয়- (ক) কুয়েরিতে (খ) টেবিলে (গ) রিপোর্টে (ঘ) ফার্মে ৭। রিলেশনাল ডেটাবেজের সর্বনি¤œ ফাইলের সংখ্যা- (ক) ২টি (খ) ৩টি (গ) ৪টি (ঘ) ৫টি ৮। পরস্পর সম্পর্কযুক্ত একাধিক ফাইলের সমন্বয়ে গঠিত ডেটাবেজকে বলা হয়- (ক) সাধারণর ডেটাবেজ (খ) নেটওয়ার্ক ডেটাবেজ (গ) সম্পর্কযুক্ত ডেটাবেজ (ঘ) হাইপারলিস্ক ডেটাবেজ ৯। ডেটাবেজের প্রত্যেকটি রেকর্ড পৃথকভাবে খুঁজে বের করার জন্য ব্যবহার করা হয়- (ক) প্রাইমারি কী (খ) বিশেষ কী (গ) ফরেন কী (ঘ) সাধারণ কী ১০। রেকর্ড কী? (ক) ফাইলের সমষ্টি (খ) ফিন্ডের সমষ্টি (গ) ডেটাবেজের সমষ্টি (ঘ) তথ্যের সমষ্টি ১১। ওরাকল ওফটওয়্যার একটি- (ক) ডেটাবেজ (খ) স্পেডশিট (গ) ওয়ার্ড প্রসেসিং (ঘ) গ্রাফি´ প্রোগ্রাম ১২। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক পদ্ধতিতে সার্ভার এবং ওয়ার্ক স্টেশন দুই জায়গাতেই-হয়। (ক) প্রক্রিয়াকরণের কাজ (খ) ইফপুট প্রয়োগের কাজ (গ) আউটপুট নেওয়ার কাজ (ঘ) ই-মেইল পাঠানোর কাজ ১৩। তথ্যের মৌলিক একক কোনটি? (ক) ফিন্ড (খ) রেকর্ড (গ) উপাত্ত (ঘ) সেল ১৪। নিচের কোনটি ডেটাবেজ প্রোগ্রাম? (ক) ইধংরপ (খ) ঊীপবষ (গ) ডৎরবৎ (ঘ) অপপবংং ১৫। ডেটাবেজ বিভিন্ন বিষয়কে অনুসন্ধান করার জন্য তৈরি করা হয়? (ক) কুয়েরিতে (খ) টেবিলে (গ) রিপোর্টে (ঘ) ফার্মে ১৬। রিলেশনাল ডেটাবেজের সর্বনি¤œ ফাইলের সংখ্যা- (ক) ২টি (খ) ৩টি (গ) ৪টি (ঘ) ৫টি ১৭। কুয়েরি বলতে বোঝায়- (ক) একটি ডেটাবেজকে নানা ভাবে উপস্থাপন করা (খ) ডেটাবেজের বিভিন্ন বিষয়কে অনুসন্ধান করার জন্য তৈরি করা (গ) ডেটাবেজের তালিকা আকারে উপস্থাপন করা (ঘ) স্বয়ংক্রিয়ভাবে সংখ্যা বদলানো ১৮। পরস্পর সম্পর্কযুক্ত একাধিক ফাইলের সমন্বয়ে গঠিত ডেটাবেজকে বলা হয়- (ক) সাধারণ ডেটাবেজ (খ) নেটওয়ার্ক ডেটাবেজ (গ) সম্পর্কযুক্ত ডেটাবেজ (ঘ) হাইপারিস্ক ডেটাবেজ ১৯। কোনটি ডেটাবেজের প্রোগ্রামের অন্তভুক্ত নয়- (ক) ওরাকল (খ) ডিবেজ (গ) ওর্য়াড (ঘ) ফক্সপ্রো ২০। ডেটাবেজ মানে হলো- (ক) উপাত্ত ঘাটি (খ) উপাত্ত সাটিং (গ) উপাত্ত সার্চিং (ঘ) উপাত্ত বিন্যাস ২১। মাইক্রোসফট এক্সেল কী ধরনের প্রোগ্রাম? (ক) ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম (খ) প্রেজেন্টশন প্রোগ্রাম (গ) ডেটাবেজ ব্যবস্থাপনা প্রোগ্রাম (ঘ) স্প্রেডশীট প্রোগ্রাম ২২। কতগুলো ফিল্ড নিয়ে কী গঠিত হয়? (ক) রেকর্ড (খ) ডেটাবেজ (গ) ফাইল (ঘ) কাঠামো ২৩। এনক্রিপ্টকৃত ডেটাকে মূল অবস্থায় ফিরেয়ে আনতে কী করাহয়? (ক) ডিক্রপ্টিং (খ) কোডিং (গ) ডিবাগিং (ঘ) মাইনিং বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন : (গঁষঃরঢ়ষব ঈড়সষবঃরড়হ গঈছ) ২৪। ডেটাবেজ কুরিয়ারের কাজ হলো- (র) ডেটা অনুসন্ধান করা (রর) ডেটা মুছে ফেলা (ররর) ডেটা সম্পাদন করা নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর ২৫। রিলেশান ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে অসংখ্যা ডেটার মধ্য থাকে-(উচ্চতর দক্ষতা) (র) প্রয়োজনীয় ডেটাকে খুজে পাওয়া যায়। (রর) প্রয়োজনীয় ডেটাকে খুজে পাওয়া যায় না। (ররর) যে গুলো পাওয়া যায় সেগুলো অসম্পূর্ণ। নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর ২৬। ডেটার ব্যবহারের গুরুত্বেপূর্ণ ব্যবহারের ক্ষেত্রগুলো হলো- (র) শিক্ষাক্ষেত্রে (রর) ব্যবসায় ক্ষেত্রে (ররর) ব্যাংক বিমা নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর ২৭। উগইঝ এর কাজ হচ্চে- (র) তৈরিকৃত ডেটাবেজ নতুন করে যুক্ত করা (রর) অপ্রয়োজনীয় রেকর্ড মুছে ফেলা (ররর) শর্ত সাপেক্ষে রেকর্ড অনুসন্ধান করা নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর ২৮। ঝছখ মূলত গঠিত- (র) ঝবষবপঃ (রর) ঋৎড়স (ররর) টহরড়হ নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর ২৯। সর্টিং হল- (র) ফর্মূলা (রর) সাজানো (ররর) বাছাই নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর ৩০। ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম এর প্রধান কাজ হলো- (র) ডেটাবেজ তৈরি করা (রর) ডেটাবেজ সংরক্ষণ (ররর) ডেটাবেজ সংরক্ষণ এবং ব্যবহার নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর ৩১। ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের কার্যবলি- (র) ডেটা স্টেরেজ ম্যানেজমেন্ট (রর) মাল্টিইউজার একসেস কন্ট্রোল (ররর) ডেটাবেজ কমিনিকেশন ইন্টারফেস নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর ৩২। ডেটাবেজ ম্যানেজমেন্ট কাজের অন্তর্ভুক্ত- (র) টঢ়ফধঃব (রর) ঈৎবধঃব (ররর) ঝবধৎপয নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর ৩৩। তোমার কলেজে সকল ছাত্র-ছাত্রীর একটি ডেটাবেস ফাইল আছে। উক্ত ফাইল থেকে সকল ছাত্রীর নাম পৃথক করতে হতে তুমি নিচের কোন অপশন বাছাই করবে? (র) নতুন টেবিল তৈরি করে (রর) কুয়েরি তৈরি করে (ররর) রিপোট তৈরি করে নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর ৩৪। যদি ডেটাবেজে প্রচুর তথ্য সংরক্ষিত থাকে তাহলে- (উচ্চতার দক্ষতা)। (র) ডেটা দ্রæত খুঁজে পেতে ইনডেক্সিং প্রয়োজন (রর) এমনিতেই ডেটা দ্রæত খুঁজে পাওয়া যায় (ররর) ডেটা খুজে বের করা সময়সাপেক্ষে নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর   অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনী প্রশ্ন (ঝরঃঁধঃরড়হ ঝবঃ গঈছ) কোনো অফিসের কর্মকর্তাদের ডেটাবেজে অফিসিয়াল তথ্য সংরক্ষণের জন্য একটি ডেটা ফাইল এবং নিজস্ব তথ্যের জন্য আরেকটি ডেটা ব্যবহৃত হচ্ছে। উপরের উদ্দীপকটি পড়ো এবং ৩৫ ও ৩৬ নং প্রশ্নের উত্তর দাও । ৩৫। ব্যবহৃত ডেটাবেজ কোনটি? (ক) সরল সংগঠন (খ) নেটওর্য়ার্ক সংগঠন (গ) সম্পর্কযুক্ত সংগঠন (ঘ) শাখা প্রশাখা সংগঠন ৩৬। প্রাইমারী কী ফিল্ড কোনটি? (ক) ঘধসব (খ) ওফ ঘড় (গ) অফফৎবংং (ঘ) ইধংরপ ঝধষধৎু নিচের তথ্যের ভিত্তিতে ৩৭-৩৯ নং প্রশ্নের উত্তর দাও মামুনের দোকানে বড় হলেও প্রায়ই তাকে তথ্য সংখট ও তথ্য বিভ্রাটে পড়তে হয়। এজন্য মামুন সাহেব তার দোকানের সকল কাজ কম্পিউটারের প্রোগ্রাম ব্যবহার করে সম্পন্ন করতে চায়। ৩৭। মামুন নিচের কোন প্রোগ্রামটি নির্বাচন করতে পারে? [অনুধাবন] (ক) ঙৎধপষব (খ) গঝ অপপবংং (গ) ঈ (ঘ) ঝছখ ঝবৎাবৎ ৩৮। মামুন নিচের কোনটি অনসরণ করে তার সমস্যাটি সমাধান করতে পারে? [প্রয়োগ] (ক)

এইচএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ষষ্ঠ অধ্যায় ডেটাবেজ ম্যানজমেন্ট সিস্টেম বহুনির্বাচনি প্রশ্নোত্তর Read More »

এইচএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা বহুনির্বাচনি প্রশ্নোত্তর

পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর ১। কম্পিউটারের ভাষার পদ্ধতি হলো- (ক) দশমিক পদ্ধতি (খ) অক্টাল পদ্ধতি (গ) বাইনারি পদ্ধতি (ঘ) হেক্সা পদ্ধতি ২। যান্ত্রিক ভাষাকে কোন স্তরের ভাষার স্তর বলা হয়? (ক) উচ্চস্তরের (খ) মধ্যস্তরের (গ) নি¤œস্তরের (ঘ) অতি উচ্চস্তরের ৩। মেশিনের ভাষাকে রুপান্তরিত প্রোগ্রামকেবলা- (ক) অ্যাসম্বলার (খ) কম্পাইলার (গ)ইন্টারপিন্টর (ঘ) অবজেক্ট প্রোগ্রাম ৪। জবষধঃরড়হধষ ঙঢ়বৎধঃড়ৎ কোনটি? (ক) + (খ) Ñ (গ)  (ঘ) * ৫। কম্পিউটারের প্রক্রিয়াকরণের চিহ্ন হিসেবে প্রদর্শন করে? (ক) (খ) (গ) (ঘ) ৬। কোন বিষয়ে একটি পূণাঙ্গ অন্তর্ভুক্ত থাকে? (উচ্চতর দক্ষতা) (ক) প্রোগ্রামের নির্বাহের সমস্যার তালিকা (খ) প্রোগ্রামের নির্বাহে ফ্লোচার্টের ভূমিকা (গ) প্রোগ্রামের নির্বাহে করণীয় কাজের তালিকা (ঘ) প্রোগ্রামের রচনার প্রয়োজনীয় যৌক্তিকতা ৭। উচ্চস্তরের ভাষায় লিখা প্রোগ্রামকে বলা হয়? (ক) ঝপড়ঁৎপব ঈড়ফব (খ) ঙনলবপঃ ঈড়ফব (গ) ওহংঃৎঁপঃরড়হ (ঘ) ইঈউ ঈড়ফব ৮। প্রোগ্রামের ত্রæটি সংশোধনের পদ্ধতিকে কি বলা হয়? (ক) ঊহপড়ফরহম (খ) অসবহফরহম (গ) উবনঁমমরহম (ঘ) ঈড়ৎৎবপঃরড়হ ৯। প্রোগ্রামের ভুলকে কী বলে? (অনুধাবন) (ক) বাগ (খ) ডিবাগিং (গ) বাগনি (ঘ) বাগি ১০। সি প্রোগ্রামিং ভাষায় ্্ চিহ্ন দিয়ে বুঝানো হয়- (ক) লজিক্যাল এন্ড (খ) লজিক্যাল নট (গ) লজিক্যাল অব (ঘ) লজিক্যাল অর ও নট ১১। ফ্লোচার্টেও বিষয়কে কম্পিউটারের প্রোগ্রামিংয়ের ভাষায় রুপন্তর করাকে বলে- (ক) সুডোকোড (খ) এ্যালগরিদম (গ) কোডিং (ঘ) প্রিন্ট ১২। কোনটি উচ্চস্তরের ভাষা? (ক) পাইথন (খ) এক্সেল (গ) ডিবেস (ঘ) এ্যাডা ১৩। প্রোগ্রাম নির্বাজনিত ত্রæটির কারণ কী? (ক) যুক্তি ভুল (খ) বানান ভুল (গ) গাণিতিক ভুল (ঘ) ভাষার ভুল ১৪। কোনটি ৪র্থ প্রজন্মের ভাষা? (ক) এসকিউএল (খ) এক্সেল (গ) ডিবেস (ঘ) এ্যাডা ১৫। প্রোগ্রামে যুক্তির ভুলকে বলা হয়-(জ্ঞান) (ক) প্রোগ্রাম (খ) লজিক্যাল (গ) গাণিতিক (ঘ) সিস্টেম ১৬। সুডো কোন ধরনের শব্দ?-(জ্ঞান) (ক) ইংরেজি (খ) লজিক্যাল (গ) ইতালিয়ান (ঘ) ল্যাটিন ১৭। নিচের কোনটি সুডো শব্দের অর্থ? (জ্ঞান) (ক) যা সত্য (খ) ছদ্ম (গ) যা মিথ্যা নয় (ঘ) সুডো কোড ১৮। কোনটি গ্রহণ/নির্গমন চিহ্ন? (অনুধাবন) (ক) আয়তক্ষেত্রে (খ) বৃত্তাকার (গ) সামান্তরিক (ঘ) রম্বস ১৯। প্রতিটি প্রোগ্রামিং ভাষার জন্য নিচের কোন বিষয়টি থাকে? (ক) ভিন্ন ভিন্ন ভেরিয়েবল (খ) ভিন্ন ভিন্ন রিলেশান (গ) ভিন্ন ভিন্ন কাম্পাইলার (ঘ) ভিন্ন ভিন্ন ডেটা ২০। ঘোষণাকৃত ভেরিয়েবলকে সকল ফাংশনের বাইওে কী বলা হয়? (ক) অটোমেটিব ভেরিয়েবল (খ) স্ট্যাটিক ভেরিয়েবল (গ) গেøাবাল ভেরিয়েবল (ঘ) রেচিস্টার ভেরিয়েবল ২১। ব্যবহৃত সকল লোকল ভেরিয়েবলই ঈ ঢ়ৎড়মৎধস-এ কী? (ক) জবমরংঃবৎ াধৎরধনষব (খ) অঁঃসধঃরপ াধৎরধনষব (গ) ঝঃধঃরপ াধৎরধনষব (ঘ) ঊীঃবৎহধষ াধৎরধনষব ২২। কখন ফড় যিরষব লুপ ঈড়হফরঃরড়হ পরীক্ষা করা হয়? (ক) লুপের শেষে (খ) লুপের গুরুতে (গ) লুপের মাঝখানে (ঘ) যেকোন সময় ২৩। কোনটি অনবাদক প্রোগ্রাম? (ক) গঝ উঙঝ (খ) কম্পাইলার (গ) গঝ ডঙজউ (ঘ) ঋড়ীঢ়ৎড় ২৪। উচ্চতর ভাষাকে মেশিনে রুপান্তরের জন্য ব্যবহৃত হয়? (ক) কম্পাইলার (খ) প্যাসকেল (গ) এক্সেল (ঘ) বেসিক ২৫। ‘সি’ কোন ধরনের ভাষা? (ক) যান্ত্রিক ভাষা (খ) নি¤œস্তরের ভাষা (গ) উচ্চস্তরের ভাষা (ঘ) ৪র্থ প্রজন্মের ভাষা বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন : (গঁষঃরঢ়ষব ঈড়সষবঃরড়হ গঈছ) ২৬। অনুবাদ প্রোগ্রাম হতে পারে- (র) কম্পাইলার (রর) ইন্টারপ্রেটার (ররর) অ্যাসেম্বেলার নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর ২৭। কম্পিউটারের সম্পর্কিত নিচের তথ্যসমূহের মধ্যে কোনটি সঠিক? (র) কম্পিউটার মানুষের ভাষা বোঝে (রর) কম্পিউটার কাজ করে তা নিজস্ব পদ্ধতিতে (ররর) মেশিন ল্যাংগুয়েজ গঠিত হয় বিদ্যুৎপ্রবাহের দুটি মাত্র সংকেতর সমন্বয়ে নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর ২৮। মেশিন ভাষা ব্যবহার করলে প্রোগ্রাম- (র) নির্বাহে কম সময় লাগে (রর) খুব দক্ষ হয় (ররর) ভুল সংশোধন কষ্টসাধ্য হয় নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর ২৯। যন্ত্র নির্ভও ভাষা হলো- (র) উচ্চস্তরের ভাষা (রর) মেশিন ভাষা (ররর) অ্যাসেম্বিল ভাষা নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর ৩০। ঈ প্রোগ্রামের ভাষায় লুপ নিয়ন্ত্রণের উপায়গুলো হচ্ছে- (র) ভড়ৎ (রর) উড় (ররর) ধৎৎধু নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর ৩১। যে কোন প্রোগ্রামের রচনার জন্য গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে- (র) সমস্যা নির্ধারণ ও বিশ্লেষণ (রর) অ্যালগরিদম ও ফ্লোচার্ট তৈরি (ররর) প্রোগ্রামিক কোডিং ও ডিবাগিং নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর ৩২। কম্পাইলার ব্যবহৃত ল্যাংগুয়েজগুলো- (র) ওরাকল (রর) জাভা (ররর) সি + + নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর ৩৩। প্রোগ্রাম লেখার জন্য কম্পিউটারে ব্যবহারযোগ্য বিভিন্ন ধরনের-(উচ্চতর দক্ষতা) (র) প্রোগ্রামের ভাসা ব্যবহার করা হয় (রর) কী ব্যবহৃত হয় (ররর) চিত্র ব্যবহৃত হয় নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর ৩৪। যে প্রোগ্রামের কম্পিউটারের উৎস প্রোগ্রামিকে যন্ত্র ভাষায় অনুবাদ করে বস্তুপ্রোগ্রামে পরিণত করে সে প্রোগ্রামকে-(উচ্চতর দক্ষতা) (র) অনুবাদ প্রোগ্রাম বলে (রর) অনুদিত প্রোগ্রাম বলে (ররর) রুপান্তরিত প্রোগ্রাম বলে নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর ৩৫। সুকোড হলো- (র) অ্যালগরিদমের ধাপসমূহের চিত্ররুপ? (রর) ছদ্ম প্রোগ্রাম (ররর) কিছু সংখ্যক নির্দেশর সমাহার নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর ৩৬। বর্তমানে ঈ ল্যাংগুয়েজ বহুলভাবে ব্যবহৃত হওয়ার কারণ- (র) এ ভাষা ব্যবহার করে সবধরনের প্রোগ্রাম রচনা করা যায় (রর) এ ভাষা সহজ (ররর) এ ভাষা যুগপোযাগী নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর ৩৭। স্ট্রাকচার্ড প্রোগ্রামিংয়ের জন্য প্রয়োজ্য – (উচ্চতর দক্ষতা) (র) সহজে রক্ষণাবেক্ষণ করা যায় (রর) সহজে অনুধাবন করা যায় (ররর) সহজে রচনাযোগ্য নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনী প্রশ্ন (ঝরঃঁধঃরড়হ ঝবঃ গঈছ) নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩৮ ৩৯ ও ৪০ নং প্রশ্নের উত্তর দাও # রহপষঁফব  ংঃফরড়.য সধরহ () { রহঃ ধ, ন, প; চৎরহঃ (ঊহঃবৎ ঃড়ি হঁসনবৎ: ); ঝপধহভ (%ফ %ফ, ্ধ, ্ন); ঈ=ধ + ন চৎরহঃভ ( ৎবংঁষঃ=%, প) } ৩৮। উপরের প্রোগ্রামটিতে আউটপুট এর জন্য কোন ফাংশনটি ব্যবহার হয়েছে? (ক) সধরহ () (খ) ঢ়ৎরহঃ () (গ) ংপধহভ () (ঘ) মবঃপয () ৩৯। উপরের প্রোগ্রামটিতে %ফ দ্বারা কী বুঝানো হয়েছে? (ক) রহপৎবসবহঃ

এইচএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা বহুনির্বাচনি প্রশ্নোত্তর Read More »

এইচএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিতি বহুনির্বাচনি প্রশ্নোত্তর

চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিতি গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর ১। ওয়েবপেজ তৈরি জন্য ব্যবহৃত ভাষা কোনটি? (ক) টজখ (খ) ডডড (গ) ঐঞগখ (ঘ) ঐঞঞচ ২। প্রতিটি ওয়েবের ঠিকানা শুরুতে কি থাকে? (ক) ঋঞচ (খ) ডডড (গ) ঐঞঞচ (ঘ) টজখ ৩। এইচটি এম এল উদ্ভাবক হলেন- (ক) টির্ম বার্নাস লী (খ) মাইকেল জুকারবার্গ (গ) স্টিভ জবস (ঘ) জন রিচি ৪। ঐঞঞচ এর সাধারণ সঠনের পর্যায হলো- (ক) যঃসষ, যবধফ, নড়ফু, ঃরঃষব (খ) যঃসষ, যবধফ, ঃরঃষব, নড়ফু (গ) যবধফ, যঃসষ, নড়ফু, ঃরঃষব (ঘ) যবধফ, নড়ফু, ঃরঃষব, যঃসষ ৫। ঐঞঞচ এর পূর্ণ নাম- (ক) ঐুঢ়বৎঃবীঃ ঞড়ঢ় চৎড়ঃড়পড়ষ (খ) ঐরময ঞবধপযরপধষ চৎড়ঃড়পড়ষ (গ) ঐুঢ়বৎ ঃবীঃ ঃবীঃ ঞড়ঢ় চৎড়ঃড়পড়ষ (ঘ) ঐুঢ়বৎ ঃবীঃ ঞৎধহংভবৎ চৎড়ঃড়পড়ষ ৬। ডডড হলো- (ক) ডড়ৎষফ ডরফব ডবন (খ) ডরফব ডড়ৎষফ ডবন (গ) ডড়ৎষফ ডরফব ডবনংরঃব (ঘ) ডড়ৎষফ ডবন ডরফব ৭। নিচের কোনটি ঈঝঝ এর পূর্ণরুপ? (ক) ঈড়সঢ়ঁঃৎব ঝযববঃং ঝঃুষব (খ) ঈধংপধফরহম ঝযববঃং ঝঃুষব (গ) ঈধংপধফরহম ঝযববঃং ঝঃুষব (ঘ) ঈধষপঁষধঃরহম ঝযববঃং ঝঃুষব ৮। ঐঞগখ ঊফরঃড়ৎ কোনটি? (ক) ঔধাধ (খ) ঘড়ঃ চধফ (গ) ইধংরপ (ঘ) গঝ ঊীপধষ ৯। অইঈ তে ক্লিক করলে কোন ঞধম এর মাধ্যমে িি.িমড়ড়মষব.পড়স খুলবে? (ক) ধ (খ) ন (গ) ঢ় (ঘ) র ১০। কোন ঞধম-টির ম্যধ্যমে ছোট যবধফরহম প্রকাশ করা হয়? (ক) য২ (খ) য৩ (গ) য৪ (ঘ) য৫ ১১। ▁ীুু এটি কোন ঞধম-টির ম্যধ্যমে করা যায়? (ক) ঃধনষব (খ) র (গ) ঁ (ঘ) যষ ১২। ভড়হঃ ভধপব=ধৎরধষ = ংরুব দ১২দ পড়ষড়ঁৎ = দজবফ’ অইঈ/ভড়হঃ এখানে ধঃঃৎরনঁঃব কয়টি (ক) ১ (খ) ২ (গ) ৩ (ঘ) ৪ ১৩। ইন্টারনেট এক ওয়েবপেজ থেকে অন্য ওয়েবপেজে গমন করাকে কী বলে? (ক) নেভিগেশন (খ) ট্রাভেলিং (গ) ব্রাউজিং (ঘ) সার্চিং ১৪। ইন্টানেটের ওযেব পেজেসমূহ ব্রাউজ করার জন্য কোন প্রোটোকল ব্যবহৃত হয়? (ক) ঈঝঝ (খ) ঞঈচ (গ) ঐঞচ (ঘ) টজখ ১৫। ঐঞগখ-এর কোন হেডিং ট্যাগের লেখা সবচেয়ে ছোট এবং কোনো হেডিং ট্যাগের লেখা সবচেয়ে বড় হয়? (ক) য১ ও য৬ (খ) য৬ ও য১ (গ) য১ ও য২ (ঘ) য২ ও য১ ১৬। নিচে উল্লেখিত অপশনগুলোর মধ্যে কোনটিতে সঠিকভাবে এট্রিবিউট ব্যবহার করা হয়েছে? (ক) /ঃধনষব নড়ৎফবৎ = ১ (খ) ঃধনষব নড়ৎফবৎ = ১ (গ) ঃধনষব নড়ৎফবৎ = ১ ঃধনষব (ঘ) ঃধনষব নড়ৎফবৎ = ১ ঃধনষব/ ১৭। ওহঃবৎহবঃ ঊীঢ়ষড়ৎবৎ কে কি বলা হয়? (ক) চধমব (খ) চৎড়মৎধস (গ) ইৎড়ংিবৎ (ঘ) উধঃধনধংব ১৮। ঐঞগখ-লাইন ব্রেকের জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়? (ক)  যৎ/ (খ)  নৎ/ (গ)  /ঢ় (ঘ)  যষ/ ১৯। ঐঞগখ-এ সাবস্ক্রিপটি টেক্সটটি দেখতে ব্যবহার হয় কোনটি? (ক) ংঁন (খ)  ংঁঢ় (গ) রহং (ঘ)  ংঃৎরশ ২০। ঐ২ এ সাবস্ক্রিপট টেক্সটটি দেখতে ব্যবহার হয় কোনটি? (ক)  ংঁন (খ)  ংঁঢ় (গ)  রসম (ঘ)  নৎ বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন : (গঁষঃরঢ়ষব ঈড়সষবঃরড়হ গঈছ) ২১। ওয়েব পেজে লেখা থাকে? (র) ঐঞগখ ব্যবহার করে (রর) ঝঞগখ ব্যবহার করে (ররর) ঢগখ ব্যবহার করে নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর ২২। ঝঞগখ এ ওয়েব পেইজ তৈরির জন্য ফাইলের এক্সেটেনশ হচ্ছে- (র) .যঃস (রর) .ফড়প (ররর) .যঃসষ নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর ২৩। কোন ট্যাগের শুরু থাকলেও শেষ থাকে না (র)  রসম (রর)  নৎ (ররর)  ঁ নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর ২৪। ডবনংরঃব ঢ়ঁষরংযরহম হলো- (র) উসধরহ হধসব ৎবমরংঃৎধঃরড়হ (রর) ডবনংরঃব ঐড়ংঃরহম (ররর) ডবনংরঃব ইৎড়ংিরহম নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর ২৫। করিম তার কম্পিটারে ঝঞগখ ব্যবহার করে ঐড়সব চধমব এ যুক্ত করতে পারে (র) গ্রাফিক্স (রর) স্থির চিত্র (ররর) চলমান চিত্র নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর ২৬। ওয়েব সার্ভার থেকে বিনঢ়ধমব কম্পিউটারে নিয়ে আসতে যে প্রোগ্রাম ব্যবহার হয় সেটি হচ্ছে ডবন ইৎড়ংিবৎ এর অন্তভুক্ত- (র) ওহঃবৎহবঃ ঊীঢ়ষড়ৎ (রর) ঋরৎবভড়ী (ররর) ঝধভধৎর নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর ২৭। এইচটি এম এল রং নিধারণ পদ্ধতি- (প্রয়োগ) (র) অক্টাল পদ্ধতি (রর) হেক্সাডেসিম্যাল পদ্ধতি (ররর) আরজিবি নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর ২৮। টহরভড়ৎস জবংড়ঁৎপব খড়পধঃড়ৎ হচ্ছে- (র) ইন্টানেটের ডকুমেন্টের ঠিকানা (রর) ঋঞচ ফাইলের ঠিকানা (ররর) ওয়েব পেজের ঠিকানা নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর ২৯। নিচের কোনটি এ্যাংকর ট্যাগ? (র) ধ (রর) নৎ (ররর) রসম নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর ৩০। ওয়েবপেজ পাবলিশিং এর জন্য- (র) ওযেবপেজটি তৈরি করতে হবে (রর) ওযেবপেজটি হোস্টিং করতে হবে (ররর)ওযেবপেজটি জন্য ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হবে নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনী প্রশ্ন (ঝরঃঁধঃরড়হ ঝবঃ গঈছ) নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩১ ও ৩২ নং প্রশ্নের উত্তর দাও একাধিক পেজের মধ্যে লিংক জানার পূর্বে ইউআরএল টজখ সম্পর্কে ধারনা থাকা দরকার। কারণ টজখ হলো লিংক তৈরির প্রাথমিক বিষয়। ইন্টারনেটের ওয়েবের অভস্থান ও ঠিকানার জন্য টজখ ব্যবহার করা হয়। ৩১। টজখ এর পূর্ণরুপ কী? (ক) টহরয়ঁব জবংড়ঁৎপব খড়পধঃরড়হ (খ) টহরভড়ৎস জবংড়ঁৎপব খড়পধঃরড়হ (গ) টহরড়হ জবংড়ঁৎপব খড়পধঃরড়হ (ঘ) টহর জবংড়ঁৎপব খড়পধঃরড়হ ৩২। টজখ এর অংশ হতে পারে- (র) প্রোটোকল (রর) হোস্ট নেম (ররর) ডাইবেক্টরি এবং ফাইল নেম নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩৩ ও ৩৪ নং প্রশ্নের উত্তর দাও ইমরান একটি কোম্পানির মালিক। তিনি সেই কোম্পানির একটা ওয়েবসাইট ডিজাইন করতে চায়। এ জন্য তিনি কয়েকজন ওযেব প্রোগ্রামের কাচে গেলেন এবং সবাইকে ওয়েব ডিজাইন করতে বললেন। ৩৩। প্রোগ্রুামার ওয়েব সাইট ডিজাইন করবে- (র) এইটচটিএস এল ব্যবহার করে (রর) চধংপধষ ব্যবহার করে (ররর) ঈ/ঈ++ ব্যবহার করে নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর ৩৪। এইটচটিএস এল এর প্রধান কয়টি অংশ থাকে? (ক) দুই (খ) তিন (গ) চার (ঘ) সাত নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩৫

এইচএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিতি বহুনির্বাচনি প্রশ্নোত্তর Read More »

এইচএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস বহুনির্বাচনি প্রশ্নোত্তর

তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর ১। সর্বপ্রথম গণনার কাজ খি:পূ: কত বছর আগে শুরু হয়? (ক) ১০০০ (খ) ১৫০০ (গ) ২৫০০ (ঘ) ৩০০০ ২। কম্পিউটার অভ্যন্তীণ কাজ করার জন্য কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়? (ক) দশমিক (খ) বাইনারি (গ) অকটাল (ঘ) হেক্সাডেসিমেন্ট ৩। শূন্য এর উদ্ভব হয় কোন সংখ্যা পদ্ধতি থেকে? (ক) গ্রীক (খ) হিন্দু (গ) রোমান (ঘ) চাইনিস ৪। প্রথম গণনার কাজের জন্য কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়? (ক) ঊঁৎড়ঢ়বধহ (খ) ঊমুঢ়রঃধহ ঐরবৎড়মষুঢ়রপ (গ) উবাধহমধৎর (ঘ) অৎধনরপ ৫। ডিজিটাল সার্কিট বুঝানোর জন্য কোন সংখ্যা পদ্ধতিটি উপযোগী? (ক) দশমিক (খ) বাইনার (গ) অকটাল (ঘ) হেক্সোমিল ৬। বেজ এর উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতি কত প্রকার? (ক) ২ (খ) ৪ (গ) ৮ (ঘ) ১০ ৭। দশমিক থেকে ৯৪ হলে হেক্সাডেসিমেল হবে- (ক) ৬ ঋ (খ) ৬ ঊ (গ) ৫ ঋ (ঘ) ৫ ঊ ৮। কয়টি সংখ্যা পদ্ধতি তুমি বাস্তব জীবনে ব্যবহার কর? (ক) ১ (খ) ২ (গ) ৩ (ঘ) ৪ ৯। ইবিসিডিআইসি কত বিটের কোড? (ক) ৪ (খ) ৮ (গ) ১৬ (ঘ) ৩২ ১০। অক্টাল সংখ্যা পদ্ধতির বৃহত্তম সমতুল্য বাইনারি সংখ্যায় রুপান্তরের কোড কোনটি? (ক) ১ (খ) ৭ (গ) ৮ (ঘ) ৯ ১১। দশমিক সংখ্যার প্রতিটি অঙ্কের সমতুল্য বাইনারি সংখ্যায় রুপান্তরের কোড কোনটি? (ক) অঝঈওও (খ) ইঈউ (গ) টহরঈড়ফব (ঘ) ঊইঈউওঈ ১২। ঊইঈউওঈ কোড এর বিট সংখ্যা কয়টি? (ক) ৪ (খ) ৭ (গ) ৮ (ঘ) ১৬ ১৩। ইঈউ এর পূর্ণরুপ কী? (ক) ইধৎ ঈড়ফবফ উবপরসধষ (খ) ইরহধৎু ঈড়ফবফ উবপরসধষ (গ) ইধৎ ঈড়ফ উবপরসধষ (ঘ) ইরহধৎু ঈড়সঢ়ধপঃ উরংপ ১৪। ৬ঈ এর বাইনারি সংখ্যা হলো- (ক) ১০০১১০০ (খ) ০১১০১১০০ (গ) ০১০০১০১০ (ঘ) ০১০০১১০১ ১৫। ডেসিমেল সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? (ক) ২ (খ) ৮ (গ) ১০ (ঘ) ১৬ ১৬। দশমিক সংখ্যা ৯১ এর বাইনারি রুপ কোনটি? (ক) ১০১১০১১ (খ) ১১০১০১০ (গ) ১১১০০১১ (ঘ) ১১০১১০১ ১৭। ঊইঈউওঈ কোড কত বিটের? (ক) ৩ (খ) ৪ (গ) ৭ (ঘ) ৮ ১৮। বাংলা বর্ণমাল কোন কোডভুক্ত? (ক) ইঈউ (খ) অঝঈওও (গ) টঘওঈঙউ (ঘ) ঊইঈউওঈ ১৯। বাইনারির ১১১১ এর দশমিক সংখ্যায় মান কোনটি? (ক) ১৪ (খ) ১৫ (গ) ১৬ (ঘ) ১৭ ২০। (.৮৭৫)১০ সংখ্যাটির সমকক্ষ বাইনারির নাম লিখ। (ক) (.১১১)২ (খ) (.১১০১)২ (গ) (.০১১)২ (ঘ) (.০১১১)২ ২১। (.৬৬)৮ এর পরের সংখ্যাটির বাইনারির মান কত? (ক) ১১০১১১ (খ) ১০১০০১ (গ) ১১০১০১ (ঘ) ১১১০০১ ২২। ৯৫-এর ইঈউ কোডে মান হলো- (ক) ১১০১১১ (খ) ১১১০০১ (গ) ১১০১১০ (ঘ) ১০০০১ ২৩। বাইনারি ১১১.১ এর দশমিক সংখ্যায় মান কোনটি? (ক) ৫.৫০ (খ) ৭.৫০ (গ) ২.২৫ (ঘ) ৭.২৫ ২৪। বাইনারিতে ১১০.০১ + ১০১.১০ এর মান কত? (ক) ১১০০.১০ (খ) ১১১০.০১ (গ) ১০০১.১১ (ঘ) ১০১১.১১ ২৫। হেক্সাডেসিমেল পদ্ধতিতে ঊ এর সমতুল্য দশমিক মান কত? (ক) ১০০১ (খ) ১১১১ (গ) ১১১০ (ঘ) ১০১০ ২৬। বুলেয়ান এ্যালজারয়ায় চলকের কয়টি মান থাকে? (ক) ১টি (খ) ২টি (গ) ৩টি (ঘ) ৪টি ২৭। (১১০১)২ =(?)১০ (ক) ১৫ (খ) ১৪ (গ) ১৩ (ঘ) ১২ ২৮। হেক্সাডেসিমেল পদ্ধতিতে ঊ এর সমতুল্য দশমিক মান কত? (ক) ১০ (খ) ১১ (গ) ১৩ (ঘ) ১২ ২৯। (উঅউঅ)১৬ অপেক্ষা (ইঅইঅ)১৬ কত ছোট? (ক) (১০১০)১৬ (খ) (২০২০)১৬ (গ) (৩০৩০)১৬ (ঘ) (৪০৪০)১৬ ৩০। ঘঙজ কোন ধরনের আউটপুটের বিপরীত? (ক) ঙজ (খ) অঘউ (গ) ঢ-ঙজ (ঘ) ঢ-ঘঙজ ৩১। অক্টাল সংখ্যা পদ্ধতিতে ১১৭ এর আউটপুটের বিপরীত? (ক) ২৭০ (খ) ২০০ (গ) ১৭০ (ঘ) ১০০ ৩২। ডি-মরগ্যানের উপপাদ্য কোনটি? (ক) ¯ীু =¯ী+ ¯ু (খ) ¯(ী ু)= ▁ীু + ী▁ু (গ) ী  ু = ীু + ীু (ঘ) ী + ু = ী + ু ৩৩। ঘঅউঅ গেটের আউটপুট কোনটির আউটপুটের বিপরীত? (ক) ঘউঅ (খ) ঙজ (গ) ঢ-ঙজ (ঘ) ঢ-ঘঙজ ৩৪। কোনটি মৌলিক লজিক গেইট? (ক) অঘউ (খ) ঘঙজ (গ) ঙজ (ঘ) ঢ-ঙজ ৩৫। টহরপড়ফব কত বিটের? (ক) ৩ (খ) ৪ (গ) ৮ (ঘ) ১৬ ৩৬। ডি-মরগ্যানের অনুযায়ী পাই? (ক) (অই) ̅ = অ ̅ .ই ̅ (খ) অ+ই = ▁ীু + ী▁ু (গ) (অ+ই) ̅= ীু + ীু (ঘ) অ+ই = অ .ই ৩৭। (৩১)১০ সংখ্যাটির সমতুল্য বাইনারি মান- (ক) ১০০১১ (খ) ১১১১১ (গ) ১১০১০ (ঘ) ১০১০১ ৩৮। কোনটি সার্বজনীন লজিক গেইট? (ক) অঘউ (খ) ঘঅঘউ (গ) ঙজ (ঘ) ঘঙঞ ৩৯। ডিজিটাইল ইলেকনিক্স সার্কিট +৫ ভোল্ট নির্দেশ করে- (ক) ০ (খ) ১ (গ) ১০ (ঘ) ১০১ ৪০। ঋ=(অ+ই) সমীকরণটি কোন গেইট নির্দেশ করে? (ক) ঙজ (খ) অঘউ (গ) ঘঙঞ (ঘ) ঘঙজ ৪১। বাইনারি নিয়মে গুণ করা মানে- (ক) বার বার গুণ (খ) বার বার যোগ (গ) বার বার বিয়োগ (ঘ) বার বার ভাগ ৪২। (৭৭)৮ এর পূর্বের মানটি কত? (ক) ৭৬ (খ) ৭৫ (গ) ৬৭ (ঘ) ৭৮ ৪৩। (৭৭)৮ এর পরের মানটি কত? (ক) ৭৪ (খ) ১০১ (গ) ৬৭ (ঘ) ১০০ ৪৪। (১০)১৬ এর পূর্বের মানটি কত? (ক) ৯ (খ) অ (গ) ঊ (ঘ) ঋ ৪৫। কোন কোডের মাধ্যমে দশমিক সংখ্যার প্রতিটি অংকের সমতুল্য বাইনারি সংখ্যায় প্রকাশ করা যায়? (ক) ইঈঝওও (খ) ঊইঈউওঈ (গ) ইঈউ (ঘ) অঝঈওও ৪৬। ১০১ই সংখ্যাটি কোন সংখ্যা পদ্ধতিতে লেখা হয়েছে? (ক) বাইনারি (খ) দশমিক (গ) অক্ট্যাল (ঘ) হেক্সাডেসিমল ৪৭। (২৭৫)১০ সমতুল্য ইঈউ কোড কত? (ক) ০১০১০১১১০১০ (খ) ০০১০০১১১০১০১ (গ) ০০১০০১১০০১০১ (ঘ) ০০১০০১১১০০০১১ ৪৮। যদি চ,ছ, জ এবং ঝ চারটি বুলিয়ান চালক হয় তবে এদের দ্বারা সর্বোচ্চ কয়টি কম্বিনেশন তৈরি করা সম্ভব? (ক) ৪ (খ) ৮ (গ) ১৬ (ঘ) ৩২ আইসিটি শিক্ষক ক্লাশে মিতাকে জিজ্ঞেস করলেন তোমার ক্লাল রোল কত? মিতা উত্তর দিল ৩উ। সংখ্যাটির ৪৯। দশমিক পদ্ধতিতে মিতার রোল কত? (ক) ৬০ (খ) ৬১ (গ) ৯৪ (ঘ) ৯৫ ৫০। বাইনারের পদ্ধতিতে মিতার রোল কত? (ক) ১১১০১১ (খ) ১১১১০১ (গ) ১১০১১১ (ঘ) ১১০০১১ ৫১। ৫টি ইনপুট বিশিষ্ট্য ডিকোডারের আইটপুট লাইন কতটি? (ক) ৮ (খ) ১৬ (গ) ৩২ (ঘ) ৬৪ ৫২। অষঢ়যধহঁসবৎরপ পড়ফব কোনটি? (ক) অ১ (খ) অই (গ) ২৪ (ঘ) + র ৫৩। ৯২১০ = ? (ক) ১০০১০০১০ ইঈই (খ) ১০১০১১২ (গ) ৭২৮ (ঘ) অ২১৬ ৫৪। ১০১২+১০০২=? (ক) ৯২১০ (খ) ১০১১২ (গ) অ১৬ (ঘ) ১৩৮ ৫৫। ঐ/অ -এর ঝটগ এ ব্যবহৃত হয়/ সম্পর্কিত- (ক) + ̅ (খ) (গ)  (ঘ)  ̅ ৫৬। অ +(অ ) ̅ই ̅ ঈ + অ (ই ) ̅ঈ ̅ = ? (ক)( অ) ̅ (খ) ১ (গ) ০ (ঘ) (ই ) ̅ঈ ̅ ৫৭। বুলিয়ান স্বত্বঃসিন্ধ মতে ১+১ = ? (ক) ০ (খ) ১ (গ) ২ (ঘ) ১০ ৫৮। ফ্লিপফ্লপের একটি আউটপুট ঢ হলে অন্যটি হবে- (ক) ী ̅ (খ) ী ̂ (গ) ী ̃ (ঘ) ী ⃗ ৫৯। ঢ. ঢ ̅ = ? (ক) ী (খ) ঢ ̅ (গ) ০ (ঘ) ১

এইচএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস বহুনির্বাচনি প্রশ্নোত্তর Read More »

এইচএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেম এবং নেটওয়ার্কিং বহুনির্বাচনি প্রশ্নোত্তর

দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেম এবং নেটওয়ার্কিং গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর ১। ডেটাকে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করার প্রক্রিয়াকে কী বলে? (ক) ডেটা কমিউনিকেশন (খ) ডেটা ট্রান্সমিশন (গ) সিনক্রোনাস ডেটাট্রামিশন (ঘ) অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন ২। কোন ট্রাকন্সমিশন পদ্ধতিতে পেরক ও একজন প্রাপককের মধ্যে ডেটা আদান-প্রাদান হয়ে থাকে? (ক) ব্রডকাস্ট ট্রান্সমিশন (খ) ইউনিকাস্ট ট্রান্সমিশন মোড (গ) মাল্টিকাস্ট ট্রান্সমিশন (ঘ) ডেটা ট্রান্সমিশন মোড ৩। প্রাপকের সংখ্যা এবং ডেটা গ্রহণের অধিকারের উপর ভিত্তি করে ট্রান্সমিশন মোড কয় ভাগে বিভক্ত? (ক) ৬ (খ) ৫ (গ) ৩ (ঘ) ৭ ৪। ডেটা স্থানান্তরের ক্ষেত্রে একমুখী প্রবাহের নাম কী? (ক) ব্রডাকাস্ট (খ) সিমপ্লেক্স (গ) ফুল-ডুপ্লেক্স (ঘ) হাফ-ডুপ্লেক্স ৫। নিচের কোন পদ্ধতিতে কম্পিউটার সবসময় অন্য কম্পিউটারে ডেটা পাঠায়? (অনুধাবন) (ক) সিমপ্লেক্স (খ) ব্রডকাস্ট (গ) মাল্টিকাস্ট (ঘ) হাফ-ডুপ্লেক্স ৬। সাধারণত কোন ওয়্যারলেসে প্রযুক্তি ব্যবহার হয়? (প্রয়োগ) (ক) আল্ট্রো ভায়োলেট টেলিকমিউনিকেশন (খ) ইলেকক্টো ম্যাগনিটিক ওয়্যারলেস টেলিকমিউনিকেশন (গ) লাইট ইমেলেটিং টেলিকমিউনিকেশন (ঘ) ইনফ্রারেড ৭। নিচের কোনটি কো-এক্সিয়াল ক্যাবলের তারকে ঘিওে জড়নো থাকে? (অনুধাবন) (ক) প্লাস্টিকের আবরণ (খ) সুতার জাল (গ) প্লাস্টিকের ফোমের ইনসুলেশন (ঘ) ফোমের ইনসুলেশন ৮। কো-এক্সিয়াল ক্যাবলের সুবিধা? (উচ্চতার দক্ষতা) (ক) ২ (খ) ৩ (গ) ৪ (ঘ) ৬ ৯। কোনটি কো-এক্সিয়াল ক্যাবলে সুুবিধা? (উচ্চতর দক্ষতা) (ক) টুইস্টেডে পেয়ারের গতি (খ) ডেটা ট্রান্সফার রেট কম (গ) ট্রান্সমিশন লস অপেক্ষাকৃত কম (ঘ) সিগন্যাল ট্রান্সমিট অপেক্ষাকৃত কম ১০। ডেটা ট্রান্সমিণ স্পিডের ক্ষুদ্রত্তম একক কী? (ক) সনঢ়ং (খ) নঢ়ং (গ) শনঢ়ং (ঘ) মনঢ়ং ১১। মোবাইল ফোন কোন পদ্ধতিতে ডেটা কমিনিকেশন করে? (ক) সিমপ্লেক্স (খ) হাফ ডুপ্লেক্স (গ) ফুল ডুপ্লেক্স (ঘ) মাল্টিকাস্ট ১২। কোন ফাইবার অপটিক ক্যাবলের বড় বৈশিষ্ট্য? (ক) ইলেকট্রিক্যাল সিগন্যালের পরিবর্তে রশ্মি ট্র্যান্সমিট করে (খ) ইলেকট্রিক্যাল সিগন্যালের পরিবর্তে আলোক রশ্মি ট্রান্সমিট করে (গ) ইলেকট্রিক্যাল সিগন্যালের পরিবর্তে ক্যাবল ট্রান্সমিট করে (ঘ)ইলেকট্রিক্যাল সিগন্যালের পরিবর্তে ডেটা ট্রান্সমিট করে ১৩। একটি চ্যালেন দিয়ে ৩ সেকেন্ডে ৮১০০ বিট স্থানান্তরিত হলে তার ব্যান্ডউইথ কত? (ক) ১৮০০ নঢ়ং (খ) ২৭০০ নঢ়ং (গ) ৫৪০০ নঢ়ং (ঘ) ৬০০ নঢ়ং ১৪। ভয়েজ ব্যান্ডে বেশি ব্যবহৃত হয় কোনটিতে? (ক) টেলিফোন (খ) ট্যালিগ্রাফে (গ) স্যাটেলাইটে (ঘ) কম্পিউটারে ১৫। কোনটি ফুল ডুপ্লেক্স মোড? (ক) রেডিও (খ) টেলিফোন (গ) ওয়াকিটকি (ঘ) টেলিভিশন ১৬। কোন ভিভাইস হাফ-ডুপ্লেক্স মোডে ডেটা আদান-প্রদান করে? (ক) রেডিও (খ) টেলিফোন (গ) ওয়াকিটকি (ঘ) টেলিভিশন ১৭। ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে প্রেরকের প্রেরিত ডেটা কেবল মাত্র একজন গ্রহণ করতে পারে তাকে কী বলে? (ক) ইউনিকাস্ট (খ) মাল্টিকাস্ট (গ) সিনক্রোনাস (ঘ) এ্যাসনক্রোনাস ১৮। ডেটা ট্রাসন্সমিশনের কোন চ্যালনটিতে খরচ কম? (ক) অপটিক্যাল ফাইবার (খ) টুইস্টেড পেয়ার কেবল (গ) মাইক্রোওয়েব (ঘ) স্যাটালাইট ১৯। কোন ক্যাবলে আলোর পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে ডেটা স্থানান্তরিত হয়? (ক) অপটিক্যাল ফাইবার (খ) ইউ.টি.পি (গ) এস.টি.পি (ঘ) কো-এক্সিয়াল ২০। কোর, ক্লোডিং ও জ্যাকেট দিয়ে নি¤েœর কোনটি তৈরি হয়? (ক) ডেটা-এক্সিয়েল (খ) টুইস্টেড পেয়ার (গ) অপটিক্যাল ফাইবার (ঘ) রাউটার ২১। ফাইবার অপটিকের ফটোডিকটরের কাজ কোনটি? (ক) ডেটা এ্যাস্পিøফিকেশন (খ) উদ্ধারকৃত ডেটা ফিল্টরেশন (গ) ফাইবার অপটিক থেকে ডেটাকে ডিমুলেশন (ঘ) ফাইবার অপটিকস থেকে ডেটাকে উদ্ধার ২২। সর্বোচ্চ গতিতে ডেটা ট্রান্সফার করে কোনটি? (ক) টঞচ (খ) ঝঞচ (গ) ঈড়-ধীরধষ (ঘ) ঋরনবৎ ঙঢ়ঃরপ ২৩। কোন উক্তিটি হার ও সুইচের ক্ষেত্রে প্রয়োজ্য? (ক) ডেটা প্রসেসিংর এর ক্ষেত্রে সুইচ সর্বদা এগিয়ে (খ) পোস্টের সক্রিয়তার দিক থেকে হার সুইচের চেয়ে বেশি (গ) দামের ক্ষেত্রে এদের মধ্যে তেমন কোন পার্থক্য নেই (ঘ) ডেটা সংঘর্ষে বা কলিশনে উভয়ে সমান পারদশী ২৪। নেটওয়ার্কিং এর ক্ষেত্রে কোন ডিভাইসটি সবচেয়ে বেশি সুবিধা দেয়? (ক) হাব (খ) রাউটার (গ) গেটওয়ে (ঘ) সুইচ ২৫। কোন টপোলচি ডঅঘ এর ক্ষেত্রে ব্যবহৃত হয়? (ক) স্টার (খ) রিং (গ) হইবিট (ঘ) বাস ২৬। এ্যানালগ মোবাইল কোন প্রজন্মের? (ক) চতুর্থ (খ) তৃতীয় (গ) দ্বিতীয় (ঘ) প্রথম ২৭। কোনটি চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনের বৈশিষ্ট্য? (ক) আন্তর্জাতিক রোমিং সুবিধা (খ) আইপি নির্ভর ওয়্যাললেস নেটওয়ার্ক সিস্টেম (গ) মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনের সংযোগ (ঘ) সেমিকান্ডক্টও ও মাইক্রোপ্রসেসর প্রযুক্তির ব্যবহার ২৮। ক্লাউড কম্পিউটিং এর সুবিধা কোনটি? (ক) সার্বক্ষনিক ব্যবহার করা যায় (খ) তথ্য কিভাবে সংরক্ষিত হয় তা জানা যায় (গ) স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যার আপডেট করা যায় (ঘ) নিজেস্ব হার্ডওয়্যার প্রয়োজন ২৯। হটস্পট কী? (ক) নির্দিষ্ট উত্তপ্ত এলাকা (খ) তার যুক্ত ইন্টারনেট ব্যবস্থা (গ) তার বিহীন ইন্টারনেট ব্যবস্থা (ঘ) বিশ^ব্যাপি নেটওয়ার্ক ৩০। সর্ববৃহৎ এলাকা জুড়ে কোন নেটওয়ার্কটি তৈরি হয়? (ক) চঘঅ (খ) খঅঘ (গ) গঘঅ (ঘ) ডঅঘ ৩১। মেসটেপোলজির বৈশিষ্ট্য কোনটি? (ক) অনেক বেশি নির্ভরযোগ্য (খ) তুলনামূলক খরচ কম (গ) কম রাউটার দরকার হয় (ঘ) অবকাঠামো দুর্বল ৩২। হার ব্যবহৃত হয় কোন টপোলজিতে? (ক) রিং (খ) স্টার (গ) বাস (ঘ) মেশ ৩৩। বøুট্রুথ এর মাধ্যমে কোন নেটওয়ার্ক তৈরি হয়? (ক) চঘঅ (খ) খঅঘ (গ) গঘঅ (ঘ) ডঅঘ ৩৪। ভূ-পৃষ্ঠের যে রিসিভিং অ্যান্টনা ব্যবহার করা হয় তার নাম কী? (জ্ঞান) (ক) মেটাবলিক (খ) প্যারাবলিক (গ) অ্যান্টিনা (ঘ) মাইক্রোওয়েব ৩৫। ডর-গঅঢ প্রযুক্তি ব্যবহার করা হয় কোনটিতে? (ক) ডগঅঘ (খ) ডডঅঘ (গ) ডখঅঘ (ঘ) ডচঅঘ ৩৬। সবচেয়ে বেশি এরিয়া জুড়ে কমিউনিকেশন করার পদ্ধতি – (ক) ডর-ভর (খ) ডর-সধী (গ) ইষঁঃড়ড়ঃয (ঘ) ঝধঃঃবষরঃব ৩৭। পাহাড়ী এলাকায় নেটওয়ার্ক মাধ্যম কোনটি হলে সুবিধাজনক? (উচ্চতার দক্ষতা) (ক) কো- এক্সিয়াল (খ) অপটিক্যাল ফাইবার (গ) ওয়্যারলেস (ঘ) টুইস্টেট ৩৮। কোন প্রযুক্তি ব্যবহার করে ভিন্ন স্থানে থেকেও মিটিং এর কাজ সম্পন্ন করা যায়? (ক) ই-মেইল (খ) ফেসবুক (গ) টেলিকনফারেন্সিং (ঘ) টুইটার ৩৯। কোন পদ্ধতি ব্যবহার করে কম্পিউটার ও স্মাটফোনে এবই সাথে ইন্টারনেট সংযোগ দেওয়া যাবে? (ক) ইষঁবঃড়ড়ঃয (খ) ডর-ঋর (গ) ডঅঘ (ঘ) খঅঘ ৪০। বাস টপোলজির ব্যাকবোন কোনটি? (ক) হোস্ট কম্পিউটার (খ) হাব (গ) ক্লায়েন্ট কম্পিউটার (ঘ) প্রধান ক্যাবল ৪১। ডেটা কমিউনিকেশনের মৌলিক উপাদান কোয়টি? (ক) ৩ (খ) ৪ (গ) ৫ (ঘ) ৬ ৪২। এঝগ পূর্ণ অর্থরুপ কী? (ক) এষড়নধষ ঝুংঃবস ভড়ৎ গড়নরধষব ঈড়সসঁহরপধঃরড়হ (খ) এষড়নধষ ঝুংঃবস ভড়ৎ গড়নরধষব ঈড়সসঁহরপধঃরড়হ (গ) এবহবৎধষ ঝুংঃবস ভড়ৎ গড়নরধষব ঈড়সসঁহরপধঃরড়হ (ঘ) এবহবৎধষ ঝুংঃবস ভড়ৎ গড়নরধষব ঈড়সসঁহরঃু ৪৩। নিচের কোনটি ঋঞচ-এর পূর্ণরুপ? (অনুধাবন) (ক) ঋৎরংঃ ঞবষবঢ়যড়হব চৎড়মৎধস (খ) ঋৎরংঃ ঞবষবঢ়যড়হব চৎড়মৎধস (গ) ঋরষব ঞৎধহংভবৎ চৎড়ঃড়পড়ষ (ঘ) ঋরষব ঞৎধহংভবৎ চৎড়ঃড়পড়ষ ৪৪। রহিম ও করিম মোবাইলে কথোপকথন করছে। এক্ষেত্রে কোন মোড় কাজ করছে? (ক) সিমপ্লেক্স (খ) হাফ-ডুপ্লেক্স (গ) ফুল-ডুপ্লেক্স (ঘ) মাল্টিকাষ্ট ৪৫। কয়েন্ট সার্ভর নেটওয়ার্ক ব্যবহৃত হয় কোন ক্ষেত্রে- (ক) খঅঘ (খ) গঅঘ (গ) ডঅঘ (ঘ) চঅঘ ৪৬। কয়েকটি ভিন্ন নেটওয়ার্ক যুক্ত করার জন্য ব্যবহৃত ডিভাইস কোনটি? (ক) সুইচ (খ) রাউটার (গ) হাব (ঘ) গেটওয়ে ৪৭। কোন নেটওয়ার্ক টপোজিতে একটি কম্পিউটার নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ সিস্টেম অচল হয়ে যায়? (ক) জওঘএ (খ) ইটঝ (গ) ঝঞঅজ (ঘ) গঈঝঐ ৪৮। কোনটি আইসিটিতে নৈতিকতা নির্দেশ করে? (ক) ইন্টারনেটের যথেচ্ছা ব্যবহার (খ) তথ্যের গোপনীয়তা বজায় (গ) দক্ষ হ্যাকার হওয়া (ঘ) নিরাপত্তার হস্তক্ষেপ করা ৪৯। ঘওঈ-এর পূর্ণরুপ কী? (ক) ঘবঃড়িৎশ ওহঃবৎবঃ

এইচএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেম এবং নেটওয়ার্কিং বহুনির্বাচনি প্রশ্নোত্তর Read More »

এইচএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রথম অধ্যায়  বিশ ও বাংলাদেশ প্রেক্ষিত বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রথম অধ্যায় বিশ ও বাংলাদেশ প্রেক্ষিত   গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর ১। বর্তমান যুগকে বলা হয়? (ক) শিল্প (খ) প্রযুক্তি (গ) কৃষি (ঘ) বাণিজ্য ২। বর্তমানে বিশে^ কিসে শিক্ষাদান সর্বোত্তম? (ক) কম্পিউটার (খ) টেলিভিশন (গ) রেড়িওতে (ঘ) ক্যালকুলেটারে ৩। বিশ^গ্রামের ধারণার প্রবর্তক কে? (ক) মর্শাল ম্যাকলুহান (খ) টিম বার্নরস লী (গ) মর্ক জুকার বাগ (ঘ) বিলগেটস ৪। কিসের ব্যবহারের ফলে দূরত্ব এখন হাতের মুঠোয়? (ক) মোবাইল গেমস (খ) কম্পিউটার (গ) টেলিভিশন (ঘ) ইন্টারনেট ৫। বৈশি^ক যোগাযোগের ব্যবস্থা সমৃদ্ধ স্থানকে কী বলে? (ক) বৈশি^ক ভিলেজ (খ) ভিলেজ (গ) গেøাবাল ভিলেজ (ঘ) বিশ^ ব্রহ্ম্রান্ড ৬। বিশ^কে এখন কিসের সাথে তুলনা করা হয়? (ক) একটি ইউনিয়ন (খ) একটি গ্রাম (গ) একটি উপজেলা (ঘ) একটি জেলা ৭। হারবার্ট মার্শাল ম্যাকলুহান নিচের কোন দেশটির অধিবাসী ছিলেন? (জ্ঞান) (ক) জার্মানির (খ) ফ্রান্স (গ) কানাডা (ঘ) গ্রিক ৮। হারবার্ট মার্শাল ম্যাকলুহান জন্মগ্রহণ করেন-(জ্ঞান) (ক) ১৯১১ সালে ২১ শে জানুয়ারি (খ) ১৯১১ সালে ২১ শে আগস্ট (গ) ১৯১১ সালে ২১ শে জুলাই (ঘ) ১৯১১ সালে ২১ শে নভেম্বর ৯। হারবার্ট মার্শাল ম্যাকলুহান মৃত্যুবরণ করেন-(জ্ঞান) (ক) ১৯৮০ সালে ৩০ শে ডিসেম্বর (খ) ১৯৮০ সালে ৩১ শে ডিসেম্বর (গ) ১৯৮১ সালে ৩০ শে ডিসেম্বর (ঘ) ১৯৮১ সালে ৩১ শে ডিসেম্বর ১০। হারবার্ট মার্শাল ম্যাকলুহান কোন বিশ^বিদ্যালয়েল অধ্যাপক ছিলেন? (ক) আমেরিকার ম্যামপিস বিশ^বিদ্যালয়ের (খ) কানাডার টরেন্টো বিশ^বিদ্যালয়ল (গ) কানাডার ম্যানিটোভা বিশ^বিদ্যালয় (ঘ) আমেরিকার টরেন্টো বিশ^বিদ্যালয়ল ১১। মার্শাল ম্যাকুহান ১৯৬২ সালে গ্রন্থটি রচনা করেন তার নাম হচ্ছে- (ক) ঞযব এঁঃবহনবৎম এধষধীু (খ) ঞযব এড়ষনধষ ঠরষষধমব (গ) টহফবৎংঃধহফরহম গবফরধ (ঘ) ঊহমরহবং ড়ম ঈৎবধঃরড়হ ১২। মার্শাল ম্যাকুহান ১৯৬৪ সালে গ্রন্থটি রচনা করেন তার নাম কী? (ক) ঞযব এঁঃবহনবৎম এধষধীু (খ) ঞযব এড়ষনধষ ঠরষষধমব (গ) টহফবৎংঃধহফরহম গবফরধ (ঘ) ঊহমরহবং ড়ম ঈৎবধঃরড়হ ১৩। “ ণযব এঁঃবহনবৎম এধষধীু: ঞযব গধশরহম ড়ভ ঞুঢ়ড়মৎধঢ়রপ গধহ” নামক বইটির প্রকাশিত হয়- (ক) ১৯৬৬ সালে (খ) ১৯৬৪ সালে (গ) ১৯৬২ সালে (ঘ) ১৯৬৮ সালে ১৪। বিশ^গ্রাম বলতে বুঝায়- (অনুধাবন) (ক) বিশে^র উন্নয়নশীল গ্রামগুলোকে (খ) বিশে^ জুড়ে ইন্টারনেট বিস্তারকৃত জালকে (গ) বিশ^ জুড়ে কম্পিউটার ব্যবহারকে (ঘ) বিশ^জুড়ে যোগাযোগের ব্যবস্থার উন্নয়নকে ১৫। ম্যাকলুহান কোন নামটি প্রবর্তিত সমগ্র ইন্টারনেট ব্যবহারকারীদের সমন্বয়ে গঠিত একীভূত গোযোষ্ঠীর নাম হিসেবে নির্বাচিত করেছেন? (জ্ঞান) (ক) এড়ষনধষ ডধৎসরহম (খ) এড়ষনধষ ঊধৎঃয (গ) এড়ষনধষ ঠরষষধমব (ঘ) এড়ষনধষ ঞড়হি ১৬। বিশ^গ্রাম প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান কোনটির? (অনুধাবন) (ক) স্যাটালাইট (খ) বেডিও (গ) টেলিভিশন (ঘ) ইন্টারনেট ১৭। কৃত্তিম বুদ্ধিমত্তর বহিভূত হচ্ছে- (ক) ঈৎুংঁমবৎু (খ) উবহফৎধষ (গ) জড়নড়ঃরং (ঘ) গুপরহ ১৮। বায়োমেট্রিক ব্যবহার করা হয়- (ক) অধিকার প্রবেশাধিকার নিয়ন্ত্রণ ক্ষেত্রে (খ) ওয়েব পেজ তৈরি করার ক্ষেত্রে (গ) সামাজিকার যোগাযোগ করার ক্ষেত্রে (ঘ) তথ্য আদান প্রাদান করার ক্ষেত্রে ১৯। কোন প্রযুক্তি ব্যবহার করে কার্যকারীভাবে সভার কাজ সম্পন্ন করা যায়? (ক) ই-মেইল (খ) ফে-বুক (গ) টেলিকনফারেন্সং (ঘ)ভিডিও কনফারেন্সিং ২০। কোন প্রযুক্তির সাহায্যে অদূর ভবিষ্যতে স্বয়ংক্রিয়ভাবে মানবদেহের অভ্যন্তরে অস্ত্রোপাচার করা যাবে- (ক) ন্যানো বোটিক্স (খ) ক্রায়োসার্জারি (গ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং (ঘ) বায়োইনফরমেটিক্স ২১। ত্বকের অস্বাভাবিক এবং রোগাক্রান্ত টিস্যু ধ্বংস করা হয় কোন প্রযুক্তিতে? (ক) জেনেটিক ইঞ্জিনিয়ারিং (খ) বায়োইনফরমেটিক্স (গ) ক্রায়োসার্জারি (ঘ) বায়োমেট্রিক্স ২২। ক্রায়োসার্জারীতে কোনটি ব্যবহৃত হয়? (ক) তরল কার্বন ডাই অক্সাইড (খ) তরল অক্সিজেন (গ) তরল হাইড্রোজেন (ঘ) তরল নাইট্রোজেন ২৩। রোবট হচ্ছে একটি- (ক) মহাকাশ গবেষণার যন্ত্র (খ) মানুষের বিকল্প যন্ত্র (গ) কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ যন্ত্র (ঘ) সয়ংক্রিয়ভাবে ব্যবহারের যন্ত্র ২৪। বাস্তব বেচনা উদ্রেককারী বিজ্ঞান নির্ভর কল্পনাকে কী বলে? (ক) ক্রায়োসার্জারি (খ) বায়োমেট্রিক (গ) ভার্চুয়াল রিয়েলিটি (ঘ) বায়ো ইনফরমেটিক্স ২৫। ন্যানো টেকনোলোজী ব্যবহৃত হয় কোনটি? (ক) টিস্যু কালচার (খ) ফুলারিন (গ) ইনসুলিন (ঘ) জিনম ২৬। জীব জীজ্ঞানে তথ্য ও যোগাযোগের প্রযুক্তির ব্যবহারকে কী বলে? (ক) বায়োমেট্রিক (খ) বায়োইনফরমেটিক্স (গ) ক্রায়োসার্জারি (ঘ) ন্যানোটেকনোলজি ২৭। উচ্চ ফলনশীল শস্য উৎপাদনের কোন প্রযুক্তিতে ব্যবহৃত হয়? (ক) জেনেটিক ইঞ্জিনিয়ারিং (খ) বায়োইনফরমেটিক্স (গ) ক্রায়োসার্জারি (ঘ) ন্যানোটেকনোলজি ২৮। খাদ্যজাত দ্রব্যের মান সঠিক রাখার জন্য প্যাকেটের ভিরত প্রলেপ প্রযুক্তি হলো- (ক) ন্যানোটেকনোলজি (খ) বায়োইনফরমেটিক্স (গ) বায়োমেট্রিক্স (ঘ)জেনেটিক ইঞ্জিনিয়ারিং ২৯। কোনটি ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত হয়? (ক) ত্রিমাত্রিক সিমুলেশন (খ) হ্যান্ড জিওমেট্রিক (গ) বায়োলজিক্যাল (ঘ) দ্বিমাত্রিক সিমুলেশন ৩০। কোনটি মানুষকে অদ্বিতীয়ভাবে সনাক্ত করার প্রযুক্তি? (ক) বায়োইনফরমেট্রিক (খ) বায়োমেট্রিক (গ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং (ঘ) আর্টিফিসিয়াল ইনটেজেন্স ৩১। ফ্রিল্যান্সার কে? (ক) র্দীর্ঘমেয়াদি চুক্তিতে কর্মরত ব্যক্তি (খ) যিনি নিয়ম মাফিক ১০টা-৫টা অফিস করেন (গ) যিনি স্বাধীন ভাবে অফিসের কাজ করেন (ঘ) সুনির্দিষ্ট কাজের লাইসেন্স নিয়ে কাজ করেন ৩২। কোন প্রযুক্তির ব্যবহারের করে বিভিন্ন স্থানে মির্টিং এর কাজ করে সম্পন্ন করা যায়? (ক) ই-মেইল (খ) ফেসবুক (গ) টেলি কনফারমেন্সিং (ঘ) টুইটার ৩৩। অঙ্গুলের ছাপ ব্যবহার করা হয় কোন পদ্ধতিতে? (ক) জেনটিক ইঞ্জিনিয়ারিং (খ) বায়োমেটিক্স (গ) বায়োইনফরমেটিক্স (ঘ) ন্যানো টেকনোলজি ৩৪। ইটস্পট কী? (ক) নির্দিষ্ট উত্তপ্ত এলাকা (খ) তার যুক্ত ইন্টারনেট (গ)তার বিহীন ইন্টারনেট ব্যবস্থা (ঘ)বিশ^ব্যাপী নেটওয়ার্ক ৩৫। আমরা কোন প্রযুক্তির মাধ্যমে ঘরে বসে চাঁদের বিচরণের বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারি? (ক) রোবটিক্স (খ) ভার্চুয়াল রিয়েলিটি (গ) বায়েঅমেটিক্স (ঘ) বায়োইনফরমেটিক্স ৩৬। ক্রাযোসার্জারি ব্যবহৃত হয়- (ক) প্লাস্টিক সার্জারিতে (খ) হার্টের বাইপাসে (গ) চোখের লেন্স প্রতিস্থপনে (ঘ) লিভার ক্যান্সারে ৩৭। জীব সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনায় কম্পিউটার প্রযুক্তির প্রয়োগ হলো- (ক) বায়োমেটিক্স (খ)জেনেটিক ইঞ্জিনিয়ারিং (গ) রোবটিক্স (ঘ)বায়োইনফরমেটিক্স ৩৮। কৃত্রিম বুদ্ধিমত্তায় প্রধানত ব্যবহৃত হয় কোনটি? (ক) চজঙখঙএ (খ) চঐঘঐঙঘ (গ) ঐঘগখ (ঘ) ঈঙইঙখ ৩৯। কোনটি উঘঅ এর নতুন সিকুয়েন্স তৈরির প্রযুক্তি? (ক) বায়োমেটিক্স (খ) ন্যানো কেটনোলজি (গ) বায়োইনফরমেট্রিক্স (ঘ) জেনটিক ইঞ্জিনিয়ারিং ৪০। কোনটি বায়োমেট্রিক্সের উপাদান? (ক) রোবট (খ) পাসওয়ার্ড (গ) বুদ্ধিমত্তা (ঘ) হ্যান্ডজিমমেট্রিক ৪১। কোনটি বিশ^গ্রাম ধারণার সাথে সম্পর্কিত? (ক) অনলাইনে কেনাকাটা (খ) গ্রামের বিস্তৃতি (গ) মানুষের বিভাজন (ঘ) দূরত্বের বিস্তৃতি ৪২। ই-গর্ভন্সে কী? (ক) নেটওয়ার্কে যুক্ত সরকারি প্রতিষ্ঠান (খ) প্রতিষ্ঠানের সকল তথ্য অবিকৃতি রাখা (গ) তত্যের অবাধ প্রবাহ বাধা প্রদান করা (ঘ) মন্ত্রণালয়ের নির্দশ গোপন রাখা ৪৩। মানুষের চিন্তা চেতনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার প্রযুক্তিটি কী? (ক) বায়োমেট্রিক্স (খ) বায়োইনফরমেট্রিক্স (গ) কৃত্তিম বুদ্ধিমত্তা (ঘ) ভার্চুয়াল রিয়ালিটি ৪৪। বিজ্ঞানের কোন শাখায় উঘঅ পরিবর্তন করা হয়? (ক) ক্রায়োসার্জারি (খ) বায়োমেট্রিক্স (গ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং (ঘ) বায়োইনফমেটিক্স ৪৫। গ্রামের ছেলে ডা. মামুন ফ্লোরিডায় চাকুরী নিয়ে চলে গেল, ছোট একটি যন্ত্রের মাধ্যমে বন্ধুরা মামুনের ছবিদে দেখতে দেখতে কথোপকথন শুরু করল। যোগাযোগের প্রযুক্তিটিই হচ্ছে- (ক) টেলিকনফারেন্সিং (খ)ভিডিও কনফারেন্সিং (গ) টেলিমেডিসিন (ঘ) ই-মেইল ৪৬। অন্যের ধ্যান-ধারণা, গবেষণা, কৌশল, গ্রাফিক্স ইত্যাদি উৎস উল্লেখ না করে নিজের নামে চালিয়ে দেওয়াকে কৌশলকে কে কি বলে? (ক) কপিরাইট (খ)সফটওয়্যার পাইরেসি (গ) প্লেজিয়াম (ঘ) ডেটা পাইরেসি ৪৭। ১ ন্যানোমিটার সমান কত? (ক) ১০-৯ মিটার (খ) ১০-৯ মিলিমিটার (গ) ১০-৯ মাইক্রোমিটার (ঘ) ১০-৯ পিকোমিটার ৪৮। এক ন্যানো সমান কত? (ক) এক কোটি ভাগের এক ভাগ (খ) দশ কোটি ভাগের এক ভাগ (গ) এক শত কোটি ভাগের এক ভাগ (ঘ)

এইচএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রথম অধ্যায়  বিশ ও বাংলাদেশ প্রেক্ষিত বহুনির্বাচনি প্রশ্নোত্তর Read More »