এইচএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ষষ্ঠ অধ্যায় ডেটাবেজ ম্যানজমেন্ট সিস্টেম বহুনির্বাচনি প্রশ্নোত্তর

ষষ্ঠ অধ্যায়
ডেটাবেজ ম্যানজমেন্ট সিস্টেম

গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর

১। ডেটাবেজ মানে হলো-
(ক) উপাত্ত (খ) উপাত্ত সটিং
(গ) উপাত্ত সার্চিং (ঘ) উপাত্ত বিন্যাস
২। মাইক্রোসফট এক্সেস কী ধরনের প্রোগ্রাম?
(ক) ওযার্ড প্রসেসিং প্রোগ্রাম (খ) প্রেচেন্টশন প্রোগ্রাম
(গ) ডেটাবেজ ব্যবস্থাপনা প্রোগ্রাম (ঘ) স্প্রেডশীট প্রোগ্রাম
৩। নিচের কোনটি জউইগঝ সফটওয়্যার?
(ক) গঝ ডড়ৎফ (খ) চধংপধষ
(গ) গঝ ধপপবংং (ঘ) ঠরংঁষ ইধংরপ
৪। উধঃধনধংব শব্দের অর্থ কী?
(ক) তথ্যের সমাবেশ (খ) তথ্যের সংরক্ষণ
(গ) তথ্যের বিন্যাস (ঘ) তথ্যের প্রক্রিয়াকরণ
৫। ডেটাবেজের ক্ষুদ্রত্তম একক কোনটি?
(ক) ফিন্ড (খ) রেকড
(গ) উপাত্ত (ঘ) সেল
৬। ডেটাবেজের বিভিন্ন বিষয়কে অনুসন্ধান করার জন্য তৈরি
করা হয়-
(ক) কুয়েরিতে (খ) টেবিলে
(গ) রিপোর্টে (ঘ) ফার্মে
৭। রিলেশনাল ডেটাবেজের সর্বনি¤œ ফাইলের সংখ্যা-
(ক) ২টি (খ) ৩টি
(গ) ৪টি (ঘ) ৫টি
৮। পরস্পর সম্পর্কযুক্ত একাধিক ফাইলের সমন্বয়ে গঠিত
ডেটাবেজকে বলা হয়-
(ক) সাধারণর ডেটাবেজ (খ) নেটওয়ার্ক ডেটাবেজ
(গ) সম্পর্কযুক্ত ডেটাবেজ (ঘ) হাইপারলিস্ক ডেটাবেজ
৯। ডেটাবেজের প্রত্যেকটি রেকর্ড পৃথকভাবে খুঁজে বের করার
জন্য ব্যবহার করা হয়-
(ক) প্রাইমারি কী (খ) বিশেষ কী
(গ) ফরেন কী (ঘ) সাধারণ কী
১০। রেকর্ড কী?
(ক) ফাইলের সমষ্টি (খ) ফিন্ডের সমষ্টি
(গ) ডেটাবেজের সমষ্টি (ঘ) তথ্যের সমষ্টি
১১। ওরাকল ওফটওয়্যার একটি-
(ক) ডেটাবেজ (খ) স্পেডশিট
(গ) ওয়ার্ড প্রসেসিং (ঘ) গ্রাফি´ প্রোগ্রাম
১২। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক পদ্ধতিতে সার্ভার এবং ওয়ার্ক
স্টেশন দুই জায়গাতেই-হয়।
(ক) প্রক্রিয়াকরণের কাজ
(খ) ইফপুট প্রয়োগের কাজ
(গ) আউটপুট নেওয়ার কাজ
(ঘ) ই-মেইল পাঠানোর কাজ
১৩। তথ্যের মৌলিক একক কোনটি?
(ক) ফিন্ড (খ) রেকর্ড
(গ) উপাত্ত (ঘ) সেল
১৪। নিচের কোনটি ডেটাবেজ প্রোগ্রাম?
(ক) ইধংরপ (খ) ঊীপবষ
(গ) ডৎরবৎ (ঘ) অপপবংং
১৫। ডেটাবেজ বিভিন্ন বিষয়কে অনুসন্ধান করার জন্য তৈরি করা হয়?
(ক) কুয়েরিতে (খ) টেবিলে
(গ) রিপোর্টে (ঘ) ফার্মে
১৬। রিলেশনাল ডেটাবেজের সর্বনি¤œ ফাইলের সংখ্যা-
(ক) ২টি (খ) ৩টি
(গ) ৪টি (ঘ) ৫টি
১৭। কুয়েরি বলতে বোঝায়-
(ক) একটি ডেটাবেজকে নানা ভাবে উপস্থাপন করা
(খ) ডেটাবেজের বিভিন্ন বিষয়কে অনুসন্ধান করার জন্য
তৈরি করা
(গ) ডেটাবেজের তালিকা আকারে উপস্থাপন করা
(ঘ) স্বয়ংক্রিয়ভাবে সংখ্যা বদলানো
১৮। পরস্পর সম্পর্কযুক্ত একাধিক ফাইলের সমন্বয়ে গঠিত
ডেটাবেজকে বলা হয়-
(ক) সাধারণ ডেটাবেজ
(খ) নেটওয়ার্ক ডেটাবেজ
(গ) সম্পর্কযুক্ত ডেটাবেজ
(ঘ) হাইপারিস্ক ডেটাবেজ
১৯। কোনটি ডেটাবেজের প্রোগ্রামের অন্তভুক্ত নয়-
(ক) ওরাকল (খ) ডিবেজ
(গ) ওর্য়াড (ঘ) ফক্সপ্রো
২০। ডেটাবেজ মানে হলো-
(ক) উপাত্ত ঘাটি (খ) উপাত্ত সাটিং
(গ) উপাত্ত সার্চিং (ঘ) উপাত্ত বিন্যাস
২১। মাইক্রোসফট এক্সেল কী ধরনের প্রোগ্রাম?
(ক) ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম (খ) প্রেজেন্টশন প্রোগ্রাম
(গ) ডেটাবেজ ব্যবস্থাপনা প্রোগ্রাম (ঘ) স্প্রেডশীট প্রোগ্রাম
২২। কতগুলো ফিল্ড নিয়ে কী গঠিত হয়?
(ক) রেকর্ড (খ) ডেটাবেজ
(গ) ফাইল (ঘ) কাঠামো
২৩। এনক্রিপ্টকৃত ডেটাকে মূল অবস্থায় ফিরেয়ে আনতে কী করাহয়?
(ক) ডিক্রপ্টিং (খ) কোডিং
(গ) ডিবাগিং (ঘ) মাইনিং
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন :
(গঁষঃরঢ়ষব ঈড়সষবঃরড়হ গঈছ)
২৪। ডেটাবেজ কুরিয়ারের কাজ হলো-
(র) ডেটা অনুসন্ধান করা
(রর) ডেটা মুছে ফেলা
(ররর) ডেটা সম্পাদন করা
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) রর ও ররর
(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর
২৫। রিলেশান ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে অসংখ্যা ডেটার
মধ্য থাকে-(উচ্চতর দক্ষতা)
(র) প্রয়োজনীয় ডেটাকে খুজে পাওয়া যায়।
(রর) প্রয়োজনীয় ডেটাকে খুজে পাওয়া যায় না।
(ররর) যে গুলো পাওয়া যায় সেগুলো অসম্পূর্ণ।
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) রর ও ররর
(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর
২৬। ডেটার ব্যবহারের গুরুত্বেপূর্ণ ব্যবহারের ক্ষেত্রগুলো হলো-
(র) শিক্ষাক্ষেত্রে (রর) ব্যবসায় ক্ষেত্রে
(ররর) ব্যাংক বিমা
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) রর ও ররর
(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর
২৭। উগইঝ এর কাজ হচ্চে-
(র) তৈরিকৃত ডেটাবেজ নতুন করে যুক্ত করা
(রর) অপ্রয়োজনীয় রেকর্ড মুছে ফেলা
(ররর) শর্ত সাপেক্ষে রেকর্ড অনুসন্ধান করা
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) রর ও ররর
(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর
২৮। ঝছখ মূলত গঠিত-
(র) ঝবষবপঃ (রর) ঋৎড়স
(ররর) টহরড়হ
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) রর ও ররর
(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর
২৯। সর্টিং হল-
(র) ফর্মূলা (রর) সাজানো
(ররর) বাছাই
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) রর ও ররর
(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর
৩০। ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম এর প্রধান কাজ হলো-
(র) ডেটাবেজ তৈরি করা (রর) ডেটাবেজ সংরক্ষণ
(ররর) ডেটাবেজ সংরক্ষণ এবং ব্যবহার
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) রর ও ররর
(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর
৩১। ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের কার্যবলি-
(র) ডেটা স্টেরেজ ম্যানেজমেন্ট
(রর) মাল্টিইউজার একসেস কন্ট্রোল
(ররর) ডেটাবেজ কমিনিকেশন ইন্টারফেস
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) রর ও ররর
(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর
৩২। ডেটাবেজ ম্যানেজমেন্ট কাজের অন্তর্ভুক্ত-
(র) টঢ়ফধঃব (রর) ঈৎবধঃব
(ররর) ঝবধৎপয
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) রর ও ররর
(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর
৩৩। তোমার কলেজে সকল ছাত্র-ছাত্রীর একটি ডেটাবেস ফাইল আছে। উক্ত ফাইল থেকে সকল ছাত্রীর নাম পৃথক করতে হতে তুমি নিচের কোন অপশন বাছাই করবে?
(র) নতুন টেবিল তৈরি করে
(রর) কুয়েরি তৈরি করে
(ররর) রিপোট তৈরি করে
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) রর ও ররর
(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর
৩৪। যদি ডেটাবেজে প্রচুর তথ্য সংরক্ষিত থাকে তাহলে-
(উচ্চতার দক্ষতা)।
(র) ডেটা দ্রæত খুঁজে পেতে ইনডেক্সিং প্রয়োজন
(রর) এমনিতেই ডেটা দ্রæত খুঁজে পাওয়া যায়
(ররর) ডেটা খুজে বের করা সময়সাপেক্ষে
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) রর ও ররর
(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর

 

অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনী প্রশ্ন
(ঝরঃঁধঃরড়হ ঝবঃ গঈছ)

কোনো অফিসের কর্মকর্তাদের ডেটাবেজে অফিসিয়াল তথ্য সংরক্ষণের জন্য একটি ডেটা ফাইল এবং নিজস্ব তথ্যের জন্য আরেকটি ডেটা ব্যবহৃত হচ্ছে।
উপরের উদ্দীপকটি পড়ো এবং ৩৫ ও ৩৬ নং প্রশ্নের
উত্তর দাও ।
৩৫। ব্যবহৃত ডেটাবেজ কোনটি?
(ক) সরল সংগঠন (খ) নেটওর্য়ার্ক সংগঠন
(গ) সম্পর্কযুক্ত সংগঠন (ঘ) শাখা প্রশাখা সংগঠন
৩৬। প্রাইমারী কী ফিল্ড কোনটি?
(ক) ঘধসব (খ) ওফ ঘড়
(গ) অফফৎবংং (ঘ) ইধংরপ ঝধষধৎু
নিচের তথ্যের ভিত্তিতে ৩৭-৩৯ নং প্রশ্নের উত্তর দাও
মামুনের দোকানে বড় হলেও প্রায়ই তাকে তথ্য সংখট ও তথ্য বিভ্রাটে পড়তে হয়। এজন্য মামুন সাহেব তার দোকানের সকল কাজ কম্পিউটারের প্রোগ্রাম ব্যবহার করে সম্পন্ন করতে চায়।
৩৭। মামুন নিচের কোন প্রোগ্রামটি নির্বাচন করতে পারে?
[অনুধাবন]
(ক) ঙৎধপষব (খ) গঝ অপপবংং
(গ) ঈ (ঘ) ঝছখ ঝবৎাবৎ
৩৮। মামুন নিচের কোনটি অনসরণ করে তার সমস্যাটি সমাধান
করতে পারে? [প্রয়োগ]
(ক) সেন্টার রুম পুনবিন্যাস করে
(খ) তথ্য সংরক্ষণে একজন লোক নিয়োগ করে
(গ) জউইগঝ ব্যবহার করে
(ঘ) নিজ হাতে সমস্ত কাজ করে
৩৯। মামুনের ডেটাবেজে অ্যাট্রিবিউট হলো-[উচ্চতর দক্ষতা]
(র) স্টোরে পণ্যের পরিমাণ (রর) পণ্য ক্রয়ের উৎস
(ররর) একক প্রতি পণ্যের মূল্য
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) রর ও ররর
(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৪০ ও ৪১ নং প্রশ্নের
উত্তর দাও ।
একটি ডেটাবেজে একশত জন ছাত্রের তথ্য সংরক্ষিত আছে। প্রতিটি ছাত্রের রোল, নাম , জন্ম তারিখ ও জিপিএ সম্বলিত ৪টি করে ফিল্ড আছে।
৪০। উল্লেখিত ডেটাবেজের সংখ্যা-
(ক) ৪টি (খ) ২৫টি
(গ) ১০০টি (ঘ) ৪০০টি

৪১। রোল নম্বর ফিল্ডটি হতে পারে-
(র) ঞবীঃ ঃুঢ়ব
(রর) ঘঁসবৎরপ ঃুঢ়ব (ররর) খড়মরপধষ
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) রর ও ররর
(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর
নিচের তথ্যের আলোকে ৪২ ও ৪৩ নং প্রশ্নের উত্তর দাও
জনাব ইকবাল একটি বেসরকারি ব্যাংকের প্রধান শাখার কম্পিউটাওে এনালিস্ট। তিনি বিভিন্ন শাখার কম্পিউটারের সাথে প্রধান প্রধান কম্পিউটাগুলোর নিটওয়ার্ক করে সকল তথ্য সংরক্ষণ করে রাখেন। প্রতিটি শাখা অফিসের নেটওয়ার্কভুক্ত কম্পিউটারগুলোর সাথে ম্যানজারের কম্পিউটারের সাথে ডেটাবেজে ফাইল শেয়ার করার সুবিধা রয়েছে।
৪২। জনাব ইকবালের ব্যবহার করা সিস্টেমটি হলো- (ক) ডেটাবেজ ইনডেক্সিং
(খ) রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট
(গ) কর্পোরেট ডেটাবেজ (ঘ) ডেটাবেজ রিলেশন
৪৩। কর্পোরেট ডেটাবেজের ক্ষেত্রে জনাব ইকবাল মূলত যে
কাজগুলো করেন-
(র) কর্পোরেট ডেটাবেজ ডিজাইন
(রর) ডেটার নিরাপত্তা বিধান
(ররর) ডেটাবেজে ব্যাকআপ এবং রিকভািির ডিজাইন
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) রর ও ররর
(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর
নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৪৪ এবং ৪৫ নং প্রশ্নের উত্তর
দাও ঃ
ডেটার সিকিউরিটি বা নিরাপত্তা একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর এ নিরাপত্তা নিশ্চিত করার জন্য ডেটাকে এনক্রিপ্ট বা ডিক্রিপ্ট করা প্রয়োজন।
৪৪। ডেটা ডিক্রপ্ট করার প্রয়োজন।
(ক) চারটি (খ) পাঁচটি
(গ) তিনটি (ঘ) ছয়টি
৪৫। ডেটা এনক্রিপ্ট করার অংশ-
(র) প্লেইনটেক্সট (রর) কী
(ররর) ডেটা এনক্রিপশন অ্যালগরিদম
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) রর ও ররর
(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর
নিচের তথ্যের আলোকে ৪৬ ও ৪৭ নং প্রশ্নের উত্তর দাও
মাসুদ সাহেব তার দোকানে ওঈঞ ডিভাইস বিক্রয় এবং কম্প্উিটার বিষয়ে প্রশিক্ষণ দেন। তিনি তাদের ক্রেতাদের নাম, ঠিকানা, বয়স ও ক্রমিক নং এবং প্রশিক্ষণার্থীদের নাম, ঠিকানা, জন্ম তারিখ, ক্রমিন নং সংলক্ষণ করেন।
৪৬। মাসুদ সাহেবের যে ডেটাবেজ ব্যবহার করেন সেটির মোট
কয় ধরনের ডেটা রয়ছে? [প্রয়োগ]
(ক) ২ (খ) ৫
(গ) ৪ (গ) ৩
৪৭। ক্রেতার ও প্রশিক্ষণার্থীদের ডেটার ক্ষেত্রে প্রয়োজ্য হলো-
(উচ্চতর দক্ষতা)
(র) সংখ্যাবচাক ডেটার শুধু একটিতে বিদ্যামন
(রর) বর্ণবাচক ডেটা উভয়ক্ষেত্রে বিদ্যামন
(ররর) অঁঃড় ডেটা টাইপ উভয়টিতে অনুপস্থিত
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) রর ও ররর
(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর

বহুনির্বাচনী প্রশ্নের উত্তর
১.ক ২.গ ৩.গ ৪.ক ৫.ক ৬.ক ৭.ক
৮.ক ৯.ক ১০.খ ১১.ক ১২.ক ১৩.ক ১৪.ঘ
১৫.ক ১৬.ক ১৭.খ ১৮.গ ১৯.গ ২০.ক ২১.গ
২২.ক ২৩.ক ২৪.ঘ ২৫.ঘ ২৬.ঘ ২৭.ঘ ২৮.গ
২৯.খ ৩০.ঘ ৩১.ঘ ৩২.ক ৩৩.গ ৩৪.খ ৩৫.গ
৩৬.খ ৩৭.খ ৩৮.গ ৩৯.ঘ ৪০.খ ৪১.ক ৪২.গ
৪৩.ঘ ৪৪.গ ৪৫.খ ৪৬.ঘ ৪৭.খ —– —–

 

 

Leave a Reply