এইচএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা বহুনির্বাচনি প্রশ্নোত্তর

পঞ্চম অধ্যায়

প্রোগ্রামিং ভাষা

গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর

১। কম্পিউটারের ভাষার পদ্ধতি হলো-
(ক) দশমিক পদ্ধতি (খ) অক্টাল পদ্ধতি
(গ) বাইনারি পদ্ধতি (ঘ) হেক্সা পদ্ধতি
২। যান্ত্রিক ভাষাকে কোন স্তরের ভাষার স্তর বলা হয়?
(ক) উচ্চস্তরের (খ) মধ্যস্তরের
(গ) নি¤œস্তরের (ঘ) অতি উচ্চস্তরের
৩। মেশিনের ভাষাকে রুপান্তরিত প্রোগ্রামকেবলা-
(ক) অ্যাসম্বলার (খ) কম্পাইলার
(গ)ইন্টারপিন্টর (ঘ) অবজেক্ট প্রোগ্রাম
৪। জবষধঃরড়হধষ ঙঢ়বৎধঃড়ৎ কোনটি?
(ক) + (খ) Ñ
(গ)  (ঘ) *
৫। কম্পিউটারের প্রক্রিয়াকরণের চিহ্ন হিসেবে প্রদর্শন করে?
(ক) (খ)
(গ) (ঘ)
৬। কোন বিষয়ে একটি পূণাঙ্গ অন্তর্ভুক্ত থাকে? (উচ্চতর দক্ষতা)
(ক) প্রোগ্রামের নির্বাহের সমস্যার তালিকা
(খ) প্রোগ্রামের নির্বাহে ফ্লোচার্টের ভূমিকা
(গ) প্রোগ্রামের নির্বাহে করণীয় কাজের তালিকা
(ঘ) প্রোগ্রামের রচনার প্রয়োজনীয় যৌক্তিকতা
৭। উচ্চস্তরের ভাষায় লিখা প্রোগ্রামকে বলা হয়?
(ক) ঝপড়ঁৎপব ঈড়ফব (খ) ঙনলবপঃ ঈড়ফব
(গ) ওহংঃৎঁপঃরড়হ (ঘ) ইঈউ ঈড়ফব
৮। প্রোগ্রামের ত্রæটি সংশোধনের পদ্ধতিকে কি বলা হয়?
(ক) ঊহপড়ফরহম (খ) অসবহফরহম
(গ) উবনঁমমরহম (ঘ) ঈড়ৎৎবপঃরড়হ
৯। প্রোগ্রামের ভুলকে কী বলে? (অনুধাবন)
(ক) বাগ (খ) ডিবাগিং
(গ) বাগনি (ঘ) বাগি
১০। সি প্রোগ্রামিং ভাষায় ্্ চিহ্ন দিয়ে বুঝানো হয়-
(ক) লজিক্যাল এন্ড (খ) লজিক্যাল নট
(গ) লজিক্যাল অব (ঘ) লজিক্যাল অর ও নট
১১। ফ্লোচার্টেও বিষয়কে কম্পিউটারের প্রোগ্রামিংয়ের ভাষায়
রুপন্তর করাকে বলে-
(ক) সুডোকোড (খ) এ্যালগরিদম
(গ) কোডিং (ঘ) প্রিন্ট
১২। কোনটি উচ্চস্তরের ভাষা?
(ক) পাইথন (খ) এক্সেল
(গ) ডিবেস (ঘ) এ্যাডা
১৩। প্রোগ্রাম নির্বাজনিত ত্রæটির কারণ কী?
(ক) যুক্তি ভুল (খ) বানান ভুল
(গ) গাণিতিক ভুল (ঘ) ভাষার ভুল
১৪। কোনটি ৪র্থ প্রজন্মের ভাষা?
(ক) এসকিউএল (খ) এক্সেল
(গ) ডিবেস (ঘ) এ্যাডা
১৫। প্রোগ্রামে যুক্তির ভুলকে বলা হয়-(জ্ঞান)
(ক) প্রোগ্রাম (খ) লজিক্যাল
(গ) গাণিতিক (ঘ) সিস্টেম
১৬। সুডো কোন ধরনের শব্দ?-(জ্ঞান)
(ক) ইংরেজি (খ) লজিক্যাল
(গ) ইতালিয়ান (ঘ) ল্যাটিন
১৭। নিচের কোনটি সুডো শব্দের অর্থ? (জ্ঞান)
(ক) যা সত্য (খ) ছদ্ম
(গ) যা মিথ্যা নয় (ঘ) সুডো কোড
১৮। কোনটি গ্রহণ/নির্গমন চিহ্ন? (অনুধাবন)
(ক) আয়তক্ষেত্রে (খ) বৃত্তাকার
(গ) সামান্তরিক (ঘ) রম্বস
১৯। প্রতিটি প্রোগ্রামিং ভাষার জন্য নিচের কোন বিষয়টি থাকে?
(ক) ভিন্ন ভিন্ন ভেরিয়েবল (খ) ভিন্ন ভিন্ন রিলেশান
(গ) ভিন্ন ভিন্ন কাম্পাইলার (ঘ) ভিন্ন ভিন্ন ডেটা
২০। ঘোষণাকৃত ভেরিয়েবলকে সকল ফাংশনের বাইওে কী বলা হয়?
(ক) অটোমেটিব ভেরিয়েবল (খ) স্ট্যাটিক ভেরিয়েবল
(গ) গেøাবাল ভেরিয়েবল (ঘ) রেচিস্টার ভেরিয়েবল
২১। ব্যবহৃত সকল লোকল ভেরিয়েবলই ঈ ঢ়ৎড়মৎধস-এ কী?
(ক) জবমরংঃবৎ াধৎরধনষব (খ) অঁঃসধঃরপ াধৎরধনষব
(গ) ঝঃধঃরপ াধৎরধনষব (ঘ) ঊীঃবৎহধষ াধৎরধনষব
২২। কখন ফড় যিরষব লুপ ঈড়হফরঃরড়হ পরীক্ষা করা হয়?
(ক) লুপের শেষে (খ) লুপের গুরুতে
(গ) লুপের মাঝখানে (ঘ) যেকোন সময়
২৩। কোনটি অনবাদক প্রোগ্রাম?
(ক) গঝ উঙঝ (খ) কম্পাইলার
(গ) গঝ ডঙজউ (ঘ) ঋড়ীঢ়ৎড়
২৪। উচ্চতর ভাষাকে মেশিনে রুপান্তরের জন্য ব্যবহৃত হয়?
(ক) কম্পাইলার (খ) প্যাসকেল
(গ) এক্সেল (ঘ) বেসিক
২৫। ‘সি’ কোন ধরনের ভাষা?
(ক) যান্ত্রিক ভাষা (খ) নি¤œস্তরের ভাষা
(গ) উচ্চস্তরের ভাষা (ঘ) ৪র্থ প্রজন্মের ভাষা

বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন :
(গঁষঃরঢ়ষব ঈড়সষবঃরড়হ গঈছ)
২৬। অনুবাদ প্রোগ্রাম হতে পারে-
(র) কম্পাইলার (রর) ইন্টারপ্রেটার
(ররর) অ্যাসেম্বেলার
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) রর ও ররর
(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর
২৭। কম্পিউটারের সম্পর্কিত নিচের তথ্যসমূহের মধ্যে কোনটি
সঠিক?
(র) কম্পিউটার মানুষের ভাষা বোঝে
(রর) কম্পিউটার কাজ করে তা নিজস্ব পদ্ধতিতে
(ররর) মেশিন ল্যাংগুয়েজ গঠিত হয় বিদ্যুৎপ্রবাহের দুটি মাত্র
সংকেতর সমন্বয়ে
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) রর ও ররর
(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর
২৮। মেশিন ভাষা ব্যবহার করলে প্রোগ্রাম-
(র) নির্বাহে কম সময় লাগে
(রর) খুব দক্ষ হয়
(ররর) ভুল সংশোধন কষ্টসাধ্য হয়
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) রর ও ররর
(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর
২৯। যন্ত্র নির্ভও ভাষা হলো-
(র) উচ্চস্তরের ভাষা (রর) মেশিন ভাষা
(ররর) অ্যাসেম্বিল ভাষা
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) রর ও ররর
(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর
৩০। ঈ প্রোগ্রামের ভাষায় লুপ নিয়ন্ত্রণের উপায়গুলো হচ্ছে-
(র) ভড়ৎ (রর) উড়
(ররর) ধৎৎধু
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) রর ও ররর
(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর
৩১। যে কোন প্রোগ্রামের রচনার জন্য গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে-
(র) সমস্যা নির্ধারণ ও বিশ্লেষণ
(রর) অ্যালগরিদম ও ফ্লোচার্ট তৈরি
(ররর) প্রোগ্রামিক কোডিং ও ডিবাগিং
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) রর ও ররর
(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর
৩২। কম্পাইলার ব্যবহৃত ল্যাংগুয়েজগুলো-
(র) ওরাকল (রর) জাভা
(ররর) সি + +
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) রর ও ররর
(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর
৩৩। প্রোগ্রাম লেখার জন্য কম্পিউটারে ব্যবহারযোগ্য বিভিন্ন
ধরনের-(উচ্চতর দক্ষতা)
(র) প্রোগ্রামের ভাসা ব্যবহার করা হয়
(রর) কী ব্যবহৃত হয় (ররর) চিত্র ব্যবহৃত হয়
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) রর ও ররর
(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর
৩৪। যে প্রোগ্রামের কম্পিউটারের উৎস প্রোগ্রামিকে যন্ত্র ভাষায় অনুবাদ করে বস্তুপ্রোগ্রামে পরিণত করে সে প্রোগ্রামকে-(উচ্চতর দক্ষতা)
(র) অনুবাদ প্রোগ্রাম বলে
(রর) অনুদিত প্রোগ্রাম বলে
(ররর) রুপান্তরিত প্রোগ্রাম বলে
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) রর ও ররর
(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর
৩৫। সুকোড হলো-
(র) অ্যালগরিদমের ধাপসমূহের চিত্ররুপ?
(রর) ছদ্ম প্রোগ্রাম
(ররর) কিছু সংখ্যক নির্দেশর সমাহার
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) রর ও ররর
(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর
৩৬। বর্তমানে ঈ ল্যাংগুয়েজ বহুলভাবে ব্যবহৃত হওয়ার কারণ-
(র) এ ভাষা ব্যবহার করে সবধরনের প্রোগ্রাম রচনা করা যায়
(রর) এ ভাষা সহজ
(ররর) এ ভাষা যুগপোযাগী
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) রর ও ররর
(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর

৩৭। স্ট্রাকচার্ড প্রোগ্রামিংয়ের জন্য প্রয়োজ্য – (উচ্চতর দক্ষতা)
(র) সহজে রক্ষণাবেক্ষণ করা যায়
(রর) সহজে অনুধাবন করা যায়
(ররর) সহজে রচনাযোগ্য
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) রর ও ররর
(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনী প্রশ্ন
(ঝরঃঁধঃরড়হ ঝবঃ গঈছ)

নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩৮ ৩৯ ও ৪০ নং প্রশ্নের
উত্তর দাও
# রহপষঁফব  ংঃফরড়.য
সধরহ ()
{
রহঃ ধ, ন, প;
চৎরহঃ (ঊহঃবৎ ঃড়ি হঁসনবৎ: );
ঝপধহভ (%ফ %ফ, ্ধ, ্ন);
ঈ=ধ + ন
চৎরহঃভ ( ৎবংঁষঃ=%, প)
}
৩৮। উপরের প্রোগ্রামটিতে আউটপুট এর জন্য কোন ফাংশনটি
ব্যবহার হয়েছে?
(ক) সধরহ () (খ) ঢ়ৎরহঃ ()
(গ) ংপধহভ () (ঘ) মবঃপয ()
৩৯। উপরের প্রোগ্রামটিতে %ফ দ্বারা কী বুঝানো হয়েছে?
(ক) রহপৎবসবহঃ
(খ) ঋড়ৎসধঃব ংঢ়পরভরবৎ
(গ) ঠধৎরধনষব (ঘ) পড়হংঃধহঃ
৪০। উপরের প্রোগ্রামটিতে রহঃ দ্বারা কী বুঝানো হয়েছে?
(ক) উধঃধ ঃুঢ়ব (খ) ঠধৎরধনষব
(গ) ভঁহপঃরড়হ (ঘ) পড়হংঃধহঃ
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৪১, ৪২ ও ৪৩ নং প্রশ্নের
উত্তর দাও।
শিক্ষক ক্লাসে সি ভাষায় ৫ সেঃমিঃ ভূমি ১০সেঃমিঃ উচ্চতায় ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য প্রোগ্রাম লিখতে বললেন। নাফিম প্রোগ্রাম ভুল ফলাফল প্রদর্শন করল এবং নাবিলের প্রোগ্রামের রান করার পর কোড নম্বরসহ ত্রæটি প্রদর্শন করল। নাফিম প্রোগ্রাম সঠিক নির্বাহজনিত ত্রæটি পদর্শন করল।
৪১। সি ভাষায় লেখা প্রোগ্রামকে বলা হয়-
(ক) সোর্স কোড (খ) অকজেক্ট কোড
(গ) অ্যাসকি কোড (ঘ) ইউনিকোড
৪২। নাফিম তৈরি প্রোগ্রামে কী ধরনের ভুল হতে পারে বলে তুমি
মনে করো-
(ক) চিহ্নাদির ত্রæটি (খ) যুক্তিসংক্রান্ত ত্রæটি
(গ) নির্বাহজনিত ত্রæটি (ঘ) ডেটাসংক্রান্ত ত্রæটি
৪৩। কার প্রোগ্রামের ত্রæটি সংশোধন করা সবচেয়ে সহজ বলে
তুমি মনে কর?
(ক) নাফিসের প্রোগ্রাম (খ) নাবিলের প্রোগ্রাম
(গ) নাফিম ও নাফিসের প্রোগ্রাম
(ঘ) নাফিম ও নাবিলের প্রোগ্রাম
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৪৪ ও ৪৫ নং প্রশ্নের উত্তর দাও।
আইসিটির শিক্ষক শ্রেণিকক্ষেউচ্চস্তরের ভাষা সম্পর্কে আলোচনা করলেন। তিনি শিক্ষার্থীদের বললেন সি একটি জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা। শিক্ষার্থীদের সি প্রোগ্রামে ভাষা একটি বৃত্তর ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রাম
৪৪। শিক্ষার্থীদের সময় বাঁচানোর জন্য কোন ধরনের অনুবাদক
প্রোগ্রাম ব্যবহার করা সুবিধাজনক হবে?
(ক) ইন্টারপ্রিন্টার (খ) কম্পাইলার
(গ) অ্যাসেম্বলার (ঘ) ডিবাগিং
৪৫। সি প্রোগ্রামের ভাষায় লেখা প্রোগ্রামকে বলা-
(ক) গন্তব্য প্রোগ্রাম (খ) উৎস প্রোগ্রাম
(গ) ইউনিকোড (ঘ) আসকি কোড
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৪৬ ও ৪৭ নং প্রশ্নের উত্তর দাও।
সুমী একজন দক্ষ প্রোগ্রামার। তার প্রোগ্রামিং ভাষার সিন্ট্যাক্স এমন, সে খুব সহজেই কিছু লাই কোড লিখই তার চিন্তাভাবনার রুপদান করতে পারে।
৪৬। সুমীর প্রোগ্রামিং ভাষার মূল দর্শন নিচের কোনটি? (প্রয়োগ)
(ক) প্রোগ্রাম কোড কঠিন হবে
(খ) যেকোনো প্রোগ্রামে রুপান্তরিত করা যাবে
(গ) প্রোগ্রাম কোড সহজবোধ হবে
(ঘ) অনুবাধ সহজ হবে
৪৭। সুমীর প্রোগ্রামের ভাষার প্রোগ্রাম করার সুযোগ আছে কোন মডেল-
(র) ঈড়হপঁৎৎবহঃ মডেল-
(রর) ওসঢ়বৎধঃরাব মডেল-
(ররর) ঋঁহপঃরড়হধষ মডেল-
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) রর ও ররর
(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর

বহুনির্বাচনী প্রশ্নের উত্তর

১.গ ২.গ ৩.ঘ ৪.গ ৫.ক ৬.গ ৭.ঘ
৮.গ ৯.ক ১০.ক ১১.গ ১২.ক ১৩.ঘ ১৪.ক
১৫.খ ১৬.খ ১৭.খ ১৮.গ ১৯.গ ২০.গ ২১.গ
২২.খ ২৩.খ ২৪.ক ২৫.গ ২৬.ঘ ২৭.গ ২৮.গ
২৯.গ ৩০.খ ৩১.ঘ ৩২.গ ৩৩.খ ৩৪.গ ৩৫.গ
৩৬.ঘ ৩৭.ঘ ৩৮.খ ৩৯.খ ৪০.ক ৪১.ক ৪২.গ
৪৩.খ ৪৪.খ ৪৫.খ ৪৬.গ ৪৭.গ —– —–

 

Leave a Reply