এইচএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ষষ্ঠ অধ্যায় ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম সৃজনশীল প্রশ্ন
অধ্যায়-ষ্ঠ ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন ১। মোঃ আরিফুল ইসলাম স্যার ক্লাসে পড়াতে গিয়ে বললেন এ কার্যক্রম পরিচালিত হয় দুটি ভাগে। যথা-১. ফ্রন্টএন্ড এবং ২. ব্যাকএন্ড । ফ্রন্টএন্ড প্রিভিলেজ অনুযায়ী ডেটা ম্যানুলেশন এর কাজ করা হয এবং ব্যাকএন্ড এ দায়িত্বে থাকেন একজন দক্ষ লোকতিনি ডেটাবেজের ডেট ডেফিনেশন ও ডেটা কন্ট্রোলের কাজ করেন। ক. এর পূনরুপ কী? খ. ডেটাবেজ রিলেশনের ক্ষেত্রে প্রাইমারি কি এবং ফরেন কী এর ডেটা টাইপ একই হওয়া প্রযোজন কেন? গ. তোমাকে যদি উক্ত দক্ষ লোকের দায়িত্ব দেওয়া হয় তাহেল তোমার কাজগুলি ব্যাখ্য া কর। ঘ. উদ্দীপকের উক্ত দুটি কার্যক্রমের মধ্যে তুলনামূলক পার্থক্য বিশ্লেষন কর। ২। স্বদেশ ইনফরমেশন টেকেনোলজি ওরাকল ডেটাবেজ দিয়ে বিভিন্ন ধরনের কর্পোরেট ডেটাবেজ তৈরি করে । একটি কর্পোরেট ডেটাবেজ তৈরির জন্য স্বদেশ আইটির সিইও একটি মাস্টার টেবিল ও একটি ডিটেল টেবিলের স্ট্রাকচার তৈরি করে তার কোম্পানির নতুন একজন কর্মকর্তাকে এই টেবিলের মধ্যে রিলেশন করতে বললেন। ক. প্রাইমারি কী কাকে বলে? খ. ডিস্ট্রিবিউটেড এ একাধিক ডেটাবেজ ব্যবহৃত হওয়ার সুবিধা বুঝিয়ে লেখ। গ. নতুন কর্মকর্তা কাজটি কিভাবেকরলো? ব্যাখ্যা র্ক ঘ. নতুন কর্মকর্তাটি যে দুিট ফিল্ডের বে শি গুরুত্ব দিয়েছিল ডেটাবেজ তাদের গুরুত্ব বিশ্লেষন কর। ৩। জাফরিন তার বড় ভাই জামীকে বললো ভাইয়অ ফাইল সিস্টেম তো ভালোই ছিল তবু ও তোমরা কেন ডেটাবেজ নিয়ে এত কাজ করো। জামী তখ জাফরীনকে এর প্রাথমিক কাজগুলো বুঝিয়ে বললো। তাছাড়া সে ফাইল সিস্টেম থেকে কেন সুবিধাজনক তাও বুঝিয়ে লেখ। ক. ফরেন কী কাকেবেল? খ. ডেটা এনক্রিপশন করতে হয়? ব্যাখ্যা কর। গ. জামী জাফরিনকে কোন কোন প্রাথমিক কাজের কথা বলেছিল? ব্যাখ্যা র্ক ঘ. উদ্দীপকে উল্লেখিত সিস্টেমদ্বয়ের মধ্যে তুলনামূলক পার্থক্য নিরুপন কর। ৪। মাসুদ রানা স্যার তার শিক্ষার্থীদের ডেটাবেজ সম্পর্কে প্রাকটিক্যাল ক্লাস করাচ্ছিলেন। তিনি ক্লাস শেষে শিক্ষার্থীদের বাড়ির জন্য একটি টেবিল তৈরির কাজ দিলেন। টেবিলটিতে ফিল্ডগুলো থাকবে। তবে কিছু শর্ত দিয়ে দিলেন। শতগুলো ন্মিনরুপঃ ১. অবশ্যই প্রাইমারি কী হবে। ২.ফিল্ডে অবশ্যই ডেটা এন্ট্রি করতে হবে। যদি ডেটা এন্ট্রি না করা হয় তবেসংরক্ষণ কর াযাবে না। ৩. ফিল্ডে সম্বলিত থাকবে। ৪.ফিল্ডে শুধু থেকে এর মধ্যে এন্ট্রি দিতে পারবে। ক. কুয়েরি কী? খ. ডেটাবেজ রিলেশনে প্রাইমারি কি এর ভুমিকা লেখ। গ. উক্ত ডেটা টবিলে তৈরির প্রক্রিয়াটি ব্যাখ্যা কর। ঘ. উক্ত শর্তগুলো ডেটাবেজ কী ভুমিকা রাখে? ি বশ্লেষন কর। ৫। বাংলাদেশ নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় পত্রের জন্য তৈরিকৃত ডেটাবেজ থেকেএ কজন নাগরিকের তথ্য খুজতে বলা হলো। ক নামক একজন ব্যক্তি ডেটাবেজর টেবিলের তথ্যগুলো সাজিয়ে নিয়ে প্রয়োজনীয় তথ্য খুজে দিল। খ নামক অন্য এক ব্যক্তি শর্ত সাপেক্ষ কমান্ড দিযে সহজেই তথ্য খুজে দিল ি কন্তু এই প্রক্রিয়াদ্বয়ে একটুবেশি সময় নিচ্ছিল। গ নামক অন্য ব্যক্তি বললো একটি গুরুত্বপূণ ফাইল তৈরি করলে তথ্য খোজার প্রক্রিয়া অনেকটা দ্রতুহবে তবে ডেটা এন্ট্রিতে একটু সময়নেব। ক, ডেটা সর্টি কী? খ. এ ডেটা ভেলিডেশনের প্রয়োনীয়তা আছে কী না বুঝিয়ে লেখ। গ. তথ্য খোজার ক্ষেত্রে গ ব্যক্তি যে কৌশলের কথ বলেছে তা ব্যাখ্যা র্ক ঘ. ক ও গ এর কৌশলের মধ্যে পার্থক্য বিশ্লেষন কর। ৬। একটি কর্পোরেট কোম্পানি ইআরপি ডেটাবেজ ডেভেলপের সিদ্ধান্ত নিল। সিদ্ধান্ত মোতাবেক তারা বিভিন্ন ডেটা টেবিল তৈরি করতে লাগল। এদে রএকটি টেবিলের নমুনা নিচে দেওয়া হলো। সফটওয়্যার তৈরির পরে নতুন সমস্যা দেখা দিল। একজন ইউজারের পাসওয়ার্ড অন্য ইউজার জেনে যাচ্ছে। ফলে এক ডিপাটমেন্টের তথ্য বা ডেটা অন্য ডিপার্টমেন্ট দেখতে বা মুছতে পারছে। ফলে ে কাম্পানির নিরাপত্তা বিঘিœত হচ্ছে। ক. ইনডেক্সিং কী? খ. উপরোক্ত টেবিল কোন ফি ল্ডকে তুমি প্রাইমারি কী করবে এবং কেন? গ. টেবিলাটিতে ব্যবহৃত ডেটাটাইপ সমূহের ব্যাখ্যা কর। ঘ. উক্ত সমস্যা তুমি কিভাবে সমাধান করবে? ি বশ্লেষনধর্মী মতামদ দাও। ৭। প্রাইম ব্যাংক নি¤েœ চিত্রে বর্ণিত ব্যবহার করেন। ব্যাংকের সিস্টেম অ্যানালিসট আনিসুজ্জামান উক্ত সিস্টেমটি দেখাশূন করেন। তথ্যের নিরাপত্তার জন্য মাঝে মাঝেই তিনি ডেটাকে এক ধরনের ফরমেট থেকে অন্যধরনের ফরমেটে রুপান্ত করেন। ক. ডেটাবেজ রিলেশনশীপ কী? খ. অবৈধ ব্যবহারকারী এর ঢুকতে পারে না কেন? গ. চিত্রে কী ধরনের ডেটাবেজ ব্যবহার হযেছে বল তুমি মনে কর। ব্যাখ্যা কর। ঘ. আনিসুজ্জামান শেষোক্ত কাজটির গুরুত্ব বিশ্লেষন কর। ৮। একটি কলেজের কর্তৃপক্ষ ছাত্রদের ব্যক্তিগত তথ্য এবং বিভিন্ন পরীক্ষায় ছাত্রদের রেজাল্টের তথ্য দুটি টেবিলের মাধ্যমে সংরক্ষন কে রডেটাবেজ তৈরি করেছে। কর্তৃপক্ষ ছাত্রদের ব্যক্তিগত তথ্য সটিংয়ের মাধ্যমে এবং রেজাল্টের তথ্য ইনডেক্সিং করে সাজিয়ে উপস্থাপন করেন। অনাকাঙ্খিত ব্যক্তি কর্তৃক ডেটাবেজটি যেন নষ্ট না হয় সেজন্য বিশেষ ব ্যবস্থা গ্রহণ করেছেন। ক. ডেটাবেজ কী? খ. ডেটাবেজ নিরাপত্তায় এনক্রিপশন জরুরি কেন? গ. কর্তৃপক্সের গৃহীত বিশেষ ব্যবস্থা কী হতে পারে বলে তুমি মনে কর? ব্যাখ্যা কর । ঘ. উদ্দীপকে উল্লেখিত তথ্য উপস্থাপন পদ্ধতি দুটি তুলনামূলক বিশ্লেষণ কর। ৯। ক. কী? খ. ফিল্ড ও রেকর্ড এক নয় ব্যাখ্যা কর । গ. উদ্দীপকে উপস্থাপিত টেবিল দুটিতে কী ধরনের বিলেশন হতে পারে? ব্যাখ্যা কর। ঘ. উদ্দীপকে উপস্থাপিত টেবিল দুটিতে কেন রিলেশন হবে না তার সপক্ষে যুক্তি দাও। ১০। একটি ডেটাবেজ ২টি টেবিলআছে টেবিলে ও নামের ৬টি ফিল্ড আছে উভয় টেবিলে ফিল্ডটি প্রাইমারি কি? ফলাফল শীট করার জন্য উভয় টেবিলে সম্পর্ক করা হলো। যারা ও এ এর বেশি নম্বর পেয়েছে অথবা ও তে এর বেশি নম্বর পেয়েছে তাদেরকে আলাদা করা হলো। ক.ডেটাবেজ অ্যাট্রিবিউট কী? খ. টেবিল রিলেশনের জন্য প্রাইমারি কি অত্যাবশাকীয় কেন? গ. উদ্দীপকে ফলাফল শীট করার জন্র কোন ধরনের রিলেশন কর া হয়েছে? বিশ্লেষন কর। ঘ. উদ্দীপকের শর্ত অনুযায়ী ডেটা পৃথক করার জন্য যে কমান্ডটি ব্যবহার করা হয়েছে তা বিশ্লেষনপূর্বক মতামত দাও। ১১। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্বাচনের জন্য ক এ লাকার ভোটার লিস্ট হালনাগাদ করার পরিকল্পনা করছে। একজন্য প্রয়োজনীয তথ্যগুলি সরবরাহ করার জন্য তথ্য সংগ্রহকারীকে একজন ভোটারের নাম পিতার নাম বয়স র্ধম জন্ম তারিখ জন্মস্থান সংগ্রহ করার জন্য বললেন। উক্ত তথ্যগুলি দিয়ে একটি ডেটাবেজ ফাইল তৈরি করা হলো। অন্যদিকে নমা বয়স ও জন্ম তারিখ ব্যবহার করে জনসংখ্যা পরিসংখ্যান করর জন্য অপর একটি ফাইল তৈরি কর াহলো। ক. কী খ. প্রাইমারি কি ও ফরেন কী একন য় ব ুঝিয়ে লিখ। গ. উদ্দীপকে বর্ণিত নির্বাচনের জন্য ডেটাবেজ ফাইলের ফিল্ডের ডেটা টাইপের ব্যাখ্যা কর। ঘ. উদ্দীপকে বর্ণিতদুটি ফাইলের মধ্যে কীভাবেরিলেশন তৈরি করা যায়? তোমার মতামত বিশ্লেষন কর। ১২। একটি শিক্ষা প্রতিষ্ঠানে ডেটাবেজ তৈরির জন্য শিক্ষার্থীর আইডি নাম পিতার নাম ঠিকানা জন্ম তারিক সেকশনইত্যাদি ফিল্ড সংযুক্ত আছে। ক. রেকর্ড কী? খ. দুটি টেবিলের মধ্যে রিলেশেন তৈরি প্রধান র্শত লিখ। গ. উদ্দীপকে উল্লিখিত ফিল্ড নিযৈ শিক্ষার্থীদের একটি ডেটাবেজ তৈরিরপ্রক্রিয়া ব্যাখ্য ার্ক ঘ. উদ্দীপকের যে কোনো দটি রেকর্ড সংযোজন করা রজন্য কমান্ড বিশ্লেষন কর। ১৩। জড়ষষ ঘধসব এচঅ ১০১ ঢ ৫ ১০২ ণ ৪ ১০৩ ত ৩ জবম ঘড় জড়ষষ ঋধঃযবৎং ঘধসব ১০০১ ১০১ অ ১০০২ ১০২ ই ১০০৩ ১০৩ ঈ