এইচএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেম ও কম্পিউটার নেটওয়ার্কিং সৃজনশীল প্রশ্ন

দ্বিতীয়- অধ্যায়
কমিউনিকেশন সিস্টেম ও কম্পিউটার নেটওয়ার্কিং

গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন

১। মোকারম সাহেব মেট্রোপলিটন এরিয়ার বিভিন্ন অফিসে ক্যাবল মাধ্যমে নিজস্ব নেটওয়ার্ক তৈরি করেন। এবং তিনি তার হেড অফিসহতে শাখা অফিস নিয়ন্ত্রণ করেন। এতে তার ডেটা স্থানান্তর খুব ধীর হয়ে থাকে। যার ডেটা স্পিড ৩০০ । কিন্তু তিনি জানতে পারলেন বাংলাদেশের রেলওয়ে সারা দেশের সকল রেলস্টেশনে পরিবেশ বান্দব বিশেষ তারের মধ্যে দিয়ে অতি দ্রæত ডেটা আদান প্রদান হয়ে থাকে। মোকাররম সাহেব তার নেটওয়ার্ক ক্যাবল পরিবর্তন করে রেলওয়ের মতো করার চিন্তা করেন।
ক. ডেটা কমিউনিকেশন কী?
খ. শ্রেণিক্ষকে পাঠদানকে কোন ট্রান্সমিশন মোডের সাথে তুলনা করা যায়? ব্যাখ্যা র্ক
গ. উদ্দীপকে মোকাররম সাহেবের সমস্যার কারণ চিহিত পূর্বক ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে মোকাররম সাহেবের সিন্ধান্ত কতটুকু ফলপ্রসু হবে বলে তুমি মনে কর যুক্তিসহ বিশ্লেষন কর ।
২।

 

 

 

ক. নেওয়ার্ক টপোলজি কী?
খ. তার যুক্ত মাধ্যমের মধ্যে অপটিক্যাল ফাইবার ক্যাবল বেশি উপযোগী ব্যাখ্যা র্ক
গ. চিত্র ক তে নেটওয়ার্কের কোন টপোলজি ব্যবহার করা হয়েছে ব্যাখ্যা কর।
ঘ. চিত্র ক এর তুলনায় চিত্র খ তে ব্যাপকভাবে ডেটা আদান প্রদানের সুবিধ বেশি বিশ্লেষন কর।
৩। শিক্ষা মন্ত্রণালয় হতে গ্রামে রএকটি কলেজকে দশটি কম্পিউটার ্একটি প্রিন্টার ও একটি মডেম প্রদান করা হয়। অধ্যক্ষ মহোদয় সবগুলো কম্পিউটারে যেন প্রিন্টারও মডেম ব্যবহার করতে পারে এই ধরনের একটি নেটওয়ার্ক তৈরি করতে নিদের্শ দেন। প্রতিষ্ঠানটি ইন্টারনেট স্পিড গ্রহণ করে । তবে নেটওয়ার্ক প্রতিষ্ঠিত হলেও ভিডিও কনফারেন্স করা যাচ্ছে না ।
ক. সিনক্রোনাস ট্রান্সমিশন কী?
খ. ক্লাউড কম্পিউটিং সেবা গ্রহন করা হয় কেন?
গ. অধ্যক্ষ মহোদয়ের চাহিদা মোতাবেক সর্বোচ্ছ সুবিধা গ্রহণের জন্য কোন ধরনের নেটওয়ার্ক ব্যবস্থা গ্রহণ করা যায় চিত্রেরমাধ্যমে ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপক অনুযায়ী ভিডিও কনফারেন্স করার জন্য কোন ধররে পদক্ষেপ গ্রহণ করা যায় বিশ্লেষন কর।
৪। মি ক তার অফিস রুমেপর কম্পিউটাসমূহ প্রিন্টার ও স্ক্যানার ইত্যাদি শেয়ার করার জন্য সংযুক্ত করেন। তিনি আদমশুমারির কাজ পেলেন। যার জন্য তার আরও বে শি কিছু তথ্য উপাত্ত স্টোরেজ করার প্রয়োজন হওয়ায় এবং যাতে ডেটাসমূহ না হারায় সেজন্য তিনি ইন্টারনেট ভিত্তিক সেবা গ্রহন করার সিদ্ধান্ত নেন।
ক. এসিনক্রানাস ডেটা ট্রান্সমিশন কী?
খ. ব্যান্ডউইডথ বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে কোনধরনের নেটওয়ার্কের নির্দেশ করছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের মি কএর সিদ্ধান্তের যর্থাথতা মুল্যায়ন কর।
৫। জাফর তার বিজ্ঞান বইয়ে যোগাযোগ মাধ্যম সম্পর্কে পড়ছিল। মাধ্যমটিতে শব্দের পাশাপাশি চলমান ছবিও পাঠানো যায়। তবে দুরবর্তী স্থানে যোগাযোগ সম্প্রসারণের জন্য হতে কিলোমিটার দূরত্বের মধ্যে টাওয়ার স্থাপনের প্রয়োজন হয় যার ফ্রিকুয়েন্সি হতে । পরর্বতীতে নতুন উদ্ভাবিত একটি প্রযুক্তির সাথে এর সম্মিলণ ঘটানো হয় যা সমুদ্রের তলদেশ দিয়ে এক মহাদেশকে অন্য মহাদেশের সাথে যুক্ত করছে।
ক. চ্যানেল কী?
খ. ডেটা কমিউনিকেশনে মডেমের ভুমিকা ব্যাখ্যা র্ক
গ. উদ্দীপকের ১ম মাধ্যমটি ব্যাখ্যা কর।
ঘ. ২য় মাধ্যম অপেক্ষাকৃত সুবিধাজনক যুক্তিসহ মুল্যায়ন কর।
৬। একটি বেসরকারি কলেজের প্রতিটি বিভাগে কম্পিউটারের মাধ্যমে আলাদাভাবে কাজ করায় ডেটা আদান প্রদানে বিভিন্ন সমস্যা হয়। কলেজের অধ্যক্ষ সকল বিভাগকে কম্পিউটার নেটওয়ার্কের আওতায় এনে অফিসের যাবতীয় কার্যক্রম এবং শিক্ষা/ পাঠদান অনলাইনে সম্পন্ন করতে পদক্ষেপ গ্রহণ করার আগ্রহ দেখালেন এবং বাস্তবায়নের উদ্যোগ নিলেন।
ক. ডেটা ট্রান্সমিশন স্পিড কী?
খ. জোনে ডেটা নিরাপত্তা ব্যবস্থা কীভাবে করা যায় তা ব্যাখ্যা কর।
গ. উদ্দীকে পরিবর্তিত ব্যবস্থায় ডেটা সংরক্ষনের প্রক্রিয়া ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে কোনধরনের নেটওর্য়াক উপযুক্ত মতামতের পক্ষে যুক্তিসহ বিশ্লেষন কর।
৭।

 

 

ক. ব্যান্ডউইডথ কী?
খ. হাবের পরিবর্ততে সুইচ ব্যবহার করলে কী সুবিধা পাওয়া যায় ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের চিত্র-১ এ হতে তে ডেটা আদান প্রদান ব্যাখ্যা কর।
ঘ. চিত্র-১এবং চিত্র-২ এর মধ্যে সংযোগের ক্ষেত্রে কোন ডিভাইসটি ব্যবহার করা উত্তম উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।
৮। মুনা ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রে নিয়ে তার আমেরিকা প্রবাসী বাবাকে তার পিকনিককে তোলা ছবিগুলো ই মেইল এর মাধ্যমে পাঠান। পরবর্তীতে মুনাদের ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র সকল গ্রামকে ক্যাবল টিভি নেটওয়ার্করের আওতায় নিয়ে আসে। মুনা তার মায়েরসাথে ব্যাংকে গিয়ে ম্যানেজারকে রুমে দেখতে পেল। একটি টিভি স্ক্রিনে ব্যাংকের সকল ডেস্কের কার্যক্রম প্রদর্শিত হচ্ছে।
ক. ডেটা ট্রান্সমিশন মোড কী?
খ. বলতে কী বুঝ?
গ. মানুর ব্যবহৃত নেটওয়ার্কটি ব্যাখ্যা কর।
ঘ. গ্রাম ও ব্যাংকে ব্যবহৃত নেটওয়ার্কেদ্বয়ের মধ্যে কোনটি ব্যয়বহুল ? বিশ্লেষনপূর্বক মতামত দাও।
৯। রফিক ও শফিক দুই বন্ধু হাটতে হাটতে থানার দিকে যাচ্ছিল। তারা লক্ষ্য করল সামনে দাড়িয়ে ্একজন পুলিশ একটি ডিভাইস এর মাধ্যমে কথা বলছে এবং কথা বলা শেষ হলে অপর পক্ষকে কথা বলার সিগনাল দিচ্ছে। একটু সামনে এগোতেই শফিক তার সাথে থাকা ডিভাইসের মাধ্যমে কথা বলে এবং শোনে। রফিক বলল চল বাসায় ফেরাযাক। আমি রেডিওতে আবহাওয়া বার্তায় শুনেছি আজ বৃষ্টি হতে পারে।
ক. ব্রডকাস্ট কী?
খ. সিনক্রোনাাস ট্রান্সমিশন স্টোর ডিভাইস ব্যবহার হয় কেন?ব্যাখ্যা কর।
গ. পুলিশের ব্যবহৃত ডিভাইসটির ডেটা ট্রান্সমিশন মোড এর ধরন ব্যাখ্যা র্ক
ঘ. রফিকও শফিরেক ব্যবহৃত ডিভাইসদ্বয়ের মধ্যে কোনটির ডেটা ট্রান্সমিশন মোড বেশি সুবিধাজনক? বিশ্লেষনপূর্বক মতামত দাও।
১০। সমাজসেবী জনাব মোঃ সফিকুল ইসলাম তর প্রতিষ্ঠিত কলেজ্ েএকটি কম্পিউপারের জন্য ব্যবহৃত ইন্টারনেট সুবিধা সকল শিক্ষার্থীদের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেয়ার লক্ষ্যে স্থাপন করেন। প্রাথমিকভাবে ছাত্র ছাত্রীরা আনন্দিত হলেও পরবর্তীতে তার াএকটি ব্যবহারে বিভক্ত হয়ে উঠে একই সাতে কলে জের কম্পিউটার অপারেটর নানা অভিযোগ করেন।
ক. ব্যান্ডউইডথ কী?
খ. পাসওয়ার্ড এর প্রয়োজনীয়তা ব্যাখ্যা র্ক
গ. উদ্দীপকের ব্যবস্থাটি ছাত্র ছাত্রীদের জন্য ব্যবহার বান্ধব নয় ব্যাখ্যা র্ক
ঘ. উদ্দীপকের ব্যবস্থায় গোপনীয় ডেটা নিশ্চিতভাবে শিক্ষাবোড্যে প্রেরন ক্ষেত্রে তোমার সুপারিশ বিশ্লেষন কর।
১১। একটি কলেজের অফিসসহ প্রতিটি বিভাগে একটি করে কম্পিউটার আছে। বিষয়ের শিক্ষক কলেজের প্রতিটি বিভাগ এবং অফিসের মধ্যে সহজ যোগাযোগ স্থাপনের জন্য সবগুলো কম্পিউটারকে একটি মাত্র নেটওর্য়াকের আওতায় নিয়ে আসেন। এছাড়া তিনি কলেজের শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সকলে সুবিধার কথা চিন্তা করে স্বল্প খরচে বিশ্ব নেটওয়ার্কের সাথেও যুক্ত হতে চান যাতে ইচ্ছানুযায়ী সকলে ইন্টারনেট ব্যবহার করতে পারে ও অন্যান্য কম্পিউার সফটওয়্যার ও হার্ড ওয়্যার ব্যবহার করতে পারে।
ক. ব্রডব্যান্ড কী?
খ. ডেটাচলাচলের ক্ষেত্রে কোন ধরনের ক্যাবল অধিক কার্যকর?
গ. উদ্দীপকের কলেজের কম্পিউটারগুলোতে যুক্ত নেটওয়ার্ক এর ধারণাটি বিশ্লেষন কর।
ঘ. উদ্দীপকের কলেজ শিক্ষকের চিন্তার বাস্তবায়ন সম্ভাব্যতা যাচাই কর।
১২।

 

 

ক. ফুল ডুপ্লেক্স মোড কী?
খ. ডেটা আদান প্রদানের জন্য নেটওর্য়াক অপরিহার্য বুঝিযে লেখ।
গ. উদ্দীপকের নেটওয়ার্ক টপোলজিটি ব্যাখ্যা কর।
ঘ. খ চিত্রের টপোলজির চিহিত নোড নষ্ট হয়ে গেলে নেটওয়ার্ক কীভাবে সচল রাখবে? তোমার মতামত দাও।
১৩। খাগড়াছড়ি পৌর এলাকাটি প্রায় ১০ থেকে ১২ বর্গ কিঃমি বিস্তৃত। শহরের বিভিন্ন সরকাকরী বেসাকারী প্রতিষ্ঠান নিজ নিজ উদ্যোগে ইন্টারনেট সেবা গ্রহণ করছে যা অত্যন্ত ব্যয়বহুল । পৌরমেয়রের নিকট সমস্যাটি উপস্থাপন করা হলে তিনি জানান যে খাগড়াছড়িতে উচু নিচু পাহাড়ের মধ্যে তারযুক্ত নেটওর্য়াক স্থাপন শ্রমসাধ্য ঝুকিপূর্ণ এবং সময়সাপেক্ষ। এমতাবস্থায় একজন প্রযুক্তিবিদের পরামর্শে পৌরময়ের সমগ্র শহরে একটি সার্ভার এর মাধ্যমে ন্টারনেট সেবা প্রদান করার পরিকল্পনা করছেন।
ক. বøটুথ কী?
খ. শুধু মডুলেশন বা ডিমডুলেশন কার্যকর পদ্ধতি হতে পারে না ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকেবর্ণিত পৌরময়ের কোনধরনের প্রযুক্তির পরিকল্পনা করছেন? ব্যাখ্যা কর।
ঘ. পৌরমেয়রের গৃহীত উদ্যোগটি যৌক্তিক কিনা উদ্দীপকের আলোকে বিশ্লেষন কর।
১৪। একটি বিভিন্ন দেশ থেকে ডেটা কেন্দ্রিয়ভাবে গ্রহণ করে। ডেটা প্রক্রিয়াজাত করণের প্রয়োজনে তারা এমন একটি সিস্টেম গ্রহণ করলেন যেখানে করা যায়। তাদের ম্যানেজমেন্ট নিয়মিত সিস্টেমটি এনালাইসিস করে ব্যবসার অবস্থা পর্যালোচনা করে এবং ব্যবসায় সম্প্রসারণ নতুন নতুন সিদ্ধান্ত গ্রহণ কর্।েতথ্য আদান প্রদান নিবিঘœ করার জন্য তারা দুটি সিস্টেমের কথা চিন্তা করলেন। একটি সিস্টেমে তথ্য প্রেরণের সময় গ্রহণ বা গ্রহনের সময় প্রেরন করা যায় না। অন্য সিস্টেমটিতে তথ্য প্রেরণের সময় গ্রহণ বা গ্রহনের সময় প্রেরণ করা যায়।
ক. ইউনিকোস্ট কী?
খ. ও এর মধ্যে কোনটি বেশি সুবিধাজনক? ব্যাখ্যা কর।
গ. কোম্পানিতে বর্তমানে ব্যবহৃত সিস্টেটি কোনধরনের ? ব্যাখ্যা কর।
ঘ. কোন সিস্টেমটিকে গ্রহণকরা কোম্পানিটির জন্য যৌক্তিক হবে? বিশ্লেষন র্পূবক মতামতদাও।
১৫। ক বিশ্ববিদ্যালয়ে তাদের বিভিন্ন বিভাগের কম্পিউারগুলোর মধ্যে কম তার দিয়ে স্বল্প খরচে নেটওয়ার্ক সংযোগ গড়ে তুলেছে। ২২/১১/২০১৪ তারিখ পদার্থ বিজ্ঞান বিভাগের কম্পিউটার ল্যাব সংস্কার করতে গিয়ে নেটওর্য়াক ক্যাবলটি ক্ষতিগ্রস্থ হয় । পরবর্তীতে জানা গেল যে ঐ দিন অন্যান্য বিভাগের শিক্ষাথীদের নেটওয়ার্ক ব্যবহার করতেপারে নি। অন্যদিকে খ বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ভিন্নতর আরেকটি নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে তোলে। এ ব্যবস্থায় যদি কোন নেটওয়ার্কের যোগাযোগ পথ নষ্ট হয়ে যায় তবে বিকল্প আরও একটি পথ যোগাযোগের জন্য উন্মুক্ত থাকে।
ক. সিরিয়াল ডেটা ট্রান্সমিশন কী?
খ. ওয়াকিটিতে যুগপৎ কথা বলা ও শোনা সম্ভব নয় কেন? ব্যাখ্যা কর।
গ. ক বিশ্ববিদ্যালয়ের নেটওর্য়াক কোন ধরনের ব্যাখ্যা কর ।
ঘ. কোন বিশ্ববিদ্যালয়ের নেটওয়ার্ক ব্যবস্থা অধিক নির্ভরযোগ্য ? বিশ্লেষণ পূর্বক মতামত দাও।
১৬। একটি কলেজের ক, খ এবং গ ক্যাম্পাস তিনটির প্রতিটিতে অবস্থিত বিভিন্ন বিভাগের মধ্যে নিজস্ব নেটওয়ার্ক ব্যবস্থা রয়েছে। এখন প্রতিটি ক্যাম্পাসকে আবার নেটওয়ার্কের আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু ক্যাম্পাসগুলোর ভৌগলিক দূরত্ব বেশি হওয়ায় মাধ্যমে হিসেবে তার ব্যবহার করা যাচ্ছেনা।
ক. কম্পিউটার নেটওয়ার্ক কী?
খ. অপটিক্যাল ফাইবার তৈরিতে মাল্টিকম্পোনেট কাচ ব্যবহার করা হয় ? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে বর্ণিত ক স্থানের নেটওয়ার্কের ধারণা ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের পরিস্থিতিতে মাধ্যম নির্বাচনে তোমার সুপারিশের গুরত্ব বিশ্লেষণ কর।
১৭। একজন প্রকৌশলী তাকে একটি প্রিন্টার কিনে প্রতিষ্ঠানের ব্যয় সাশ্রয়ের পরামর্শ দেয়। পরবর্তীতে মামুন সাহেব সে মোতাবেক একটি প্রিন্টার কিনেই কিছু তারের মাধ্যমে ৫টি কম্পিউটার থেকে প্রিন্ট সুবিধা পাওয়ার ব্যবস্থা গ্রহন করেন।
ক. বø টুথ কী?
খ. অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে সময় বেশি লাগে কেন?
গ. উদ্দীপকে কোন নেটওয়ার্ক টপোলজিকে নিদের্শ করা হয়েছে ? চিত্রসহ ব্যাখ্যা র্ক
ঘ. উদ্দীপকের অবস্থায় নেটওয়ার্ক স্থাপনের যৌক্তিকতা বিশ্লেষন কর।
১৮। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইসিটির ছাত্র তার গ্রামের প্রতিবেশী শুভকে তার বাসার ডিশ টিভি কিভাবে কাজ করে তা বুঝিয়ে বলল। নেটওয়ার্কের সুবিধা বর্ণনা করার ক্ষেত্রে ই ব্যাংকিং ও এটিএম সেবা নিয়ে তারা আলোচনা করে।
ক. কম্পিউটার নেটওয়ার্ক কী?
খ. ন্যানোটেকনোলজি কিভাবে আমাদের উপকারে আসে? ব্যাখ্যা কর।
গ. শুভর বাসায় টিভির যে ট্রান্সমিশন মোড কাজ করে তা ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লেখিত ব্যাংকিং সুবিধার ক্ষেত্রে নিরাপদ ও সাশ্রয়ী কি ধরনের নেটওর্য়াক স্থাপন করা উচিত ? বিশ্লেষন কর।
১৯। মারুফ সাহেব একজ বিলবোর্ড ব্যবসায়ী। সে তারছোট ভাই ফরহাদকে বলল আমার অফিসের কম্পিউটারগুলো পরস্পরের সাথে সংযোগের জন্য যে ক্যাবল ব্যবহার করা হয়েছে তা অর্থ সাশ্রয়ী এবং সহজে স্থাপনযোগ্য । সে ফরহাদের অফিসে গিয়ে দেখল যে তার অফিসে সেদিন কোন কম্পিউটার কাজ করছে না। অনুনসন্ধানে দেখা গেল একটি কম্পিউটারের সংযোগ ক্যাবল নষ্ট। পরের দিন তার বড় ভাই ্এর অফিস গিয়ে দেখল যে ঐ অফিসের সকল কম্পিউটারগুলো একটি কেন্দ্রিয় ডিভাইসের সাথে সংযুক্ত।
ক. মডেম কী?
খ. কোন ট্রান্সমিশনে একই সঙ্গে উভয় দিকে ডেটা আদান – প্রদান করা যায়? ব্যাখ্যা কর।
গ. মারুফ সাহেবের অফিসে ব্যবহৃত ক্যাবলটি কোনধরনের ব্যাখ্যা কর।
ঘ. নেটওয়ার্ক সংযোগের ক্ষেত্রে উদ্দীপকে উল্লেখিত ব্যবস্থাদ্বয়ের মধ্যে কোনটি উত্তম? বিশ্লেষণপূর্বক মতামত দাও।
২০। রহিম আলোর গতিতেএকটি বায়োডাটা কানাডায় পাঠায়। রহিমের বন্ধু শামীম বলল আমার বাড়িতে ব্যবহৃত প্রযুক্তি দ্বারা পাশাপাশি অবস্থিত এক ল্যাপটপ থেকে অন্য ল্যাপটপেছবি প্রেরন করা যায় । অপরদিকে করিম বলল আমার গ্রামের বাড়ি থেকে ল্যাপটপের সাহায্য ডেটা বে বিশ্বের যে কোন স্থানে পাঠানো যায়। কিন্তু বাড়ির বাইরে গেলে নেটওয়ার্ক পাওয়া যায় না। এটি ব াড়ির সবাই ব্যবহার করতেপারে।
ক. মাইক্রোওয়েভ কী?
খ. ডেটা ট্রান্সমিশনের দুর্বল সিগন্যালকে শক্তিশালী করার উপায় ব্যাখ্যা কর।
গ. রহিরে বায়োডাটা প্রেরনের প্রযুক্তিটি ব্যাখ্যা র্ক
ঘ. শামীম এবং করিমের বাড়িতে ব্যবহৃত প্রযুক্তি দুটির মধ্যে কোনটি উত্তম? বিশ্লেষনপূর্বক মতামত দাও।
২১। রহিম সাহেব অফিসের কম্পিউটারগুলোর মধ্যে একটি নেটওর্য়ার্ক গড়ে তুলেছেন। একদিন নেটওয়ার্কের একটি তার বিচ্ছিন্ন হওয়ায় সম্পন্ন নেটওয়ার্কটি অচল হয়ে পড়ল। পরবর্তীতে একজন নেটওয়ার্ক ই্িঞ্জনিয়ারের পরামর্শে ভিন্নতর নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে তোলার সিদ্ধান্ত নিলেন। নতুন নেটওয়ার্ক ব্যবস্থায় যদি নেটওর্য়াকের কোন অংশ অচল হয় তবে বিকল্প আরর পথ যোগাযোগের জন্য উন্মুক্ত থাকে এবং সম্পূর্ণ নেটওয়ার্কের সচল থাকে?
ক. ব্যান্ডউইডথ কী?
খ. মাধ্যম হিসেবে ফাইবার অপটিক ক্যাবল তড়িৎ চৌম্বক প্রভাবমুক্ত ব্যাখ্যা কর।
গ. রহিম সাহেবের অফিসের নেটওয়ার্কটি কোন ধরনের? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীকে উল্লেখিত নতুন নেটওয়ার্ক স্থাপনের যৌক্তিকতা মুল্যায়ন কর।
২২। দেশের প্রতিটি বিভাগীয় শহরে ব্যাংক ক এর একটি করে শাখা রয়েছে। বিভাগীয় প্রতিটি শহরের প্রতিটি শাখায় কম্পিউটারগুলো এর মাধ্যমে এর অন্তর্ভূক্ত। সেখানে ব্যাংক কার্যক্রমে বিঘœ না ঘটিয়ে কম্পিউটার সহজে বাড়ানো কমানোর সুযোগ রয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ ভবিষ্যতে পরিকল্পনার অংম হিসাবে গ্রাহক সেবা বৃদ্ধির জন্য দেশের সকল শাখাকে একই নেটওর্য়াকের আওতায় আনতে চাচ্ছে। সেই লক্ষ্য ১ জন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া হলো
ক. কী?
খ. ্এর দ্রæত প্রবাহিত হয় ব্যাখ্যা কর।
গ. প্রতিটি শাখাতে কোন ধরনের ব্যবহৃত হয়েছে?ব্যাখ্যা কর ।
ঘ. দেশের সকল শাখাকে একই নেটওয়ার্কের মধ্যে আনতে বিশেষজ্ঞের পরামর্শের যৌক্তিকতা কী হতে পারে তোমার মতামত তুলে ধর।
২৩। একটি কলেজের কম্পিউটার ল্যাবে চিত্র-১ অনুযয়ী নেটওয়ার্কিং করা আছে। অধ্যক্ষনতুন ৫০টি কম্পিউটার ৩টি প্রিন্টার ও ১টি স্ক্যানের ল্যাবেসংযোগের নিদেশ দিলেন।

 

 

ক. ব্যাকবোন কী?
খ. মেশ টপোলজি কোন ক্ষেত্রে বেশি উপযোগী ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে (চিত্র-১) নেটওয়ার্ক থেকে এর মধ্যে ডেটা আদান প্রদানের প্রক্রিয়া ব্যাখ্যা কর।
ঘ. অধ্যক্ষের নিদের্শ বাস্তবায়নের উদ্দীপে কর চিত্র-১ এবং চিত্র-২ এর মধ্যে কোনটপোলজি বেশি উপযোগী? বিশ্লেষণ কর।
২৪।

 

 

ক. পিকোনেট কী?
খ. পূর্ণ আভ্যন্তরীন প্রতিফলন পদ্ধতিতে ডেটা ট্রান্সমিশন মাধ্যম ব্যাখ্যা কর।
গ. চিত্র-১ ও চিত্র-২ সংযুক্ত করলে কোন ধরনের টপোলজি গঠিত হবে? ব্যাখ্যা কর।
ঘ. স্বল্প ব্যয়ে ল্যাবরেটরিতে ব্যবহারের জন্য উদ্দীকের কোন টপোলজিটি অধিকতর উপযোগী? তুলনামুলক বিশ্লেষনপূর্বক মতামতদাও।
২৫। মি মিজান একজন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক। তিনি নিজস্ব ্ট্রান্সমিশন সুবিধার আওতায় প্রতিষ্ঠানের দশটি ক্লাস রুমে ডিজিটাল পদ্ধতিতে নোটিশ প্রেরন করেন। প্রতি ক্লাসে রুমের টিভি মনিটরের পর্দায় শিক্ষক ও ছাত্র ছাত্রীরা তার ছবি ও কণ্ঠস্বারের মাধ্যমে নোটিশ সম্পকেৃ অবগত হয়। সমস্যা হচ্ছে তাকে দশটি ক্লাসে রুমে দশবার নোটিশ প্রদান করতে হয়। এক্ষেত্রে তিনি এমন ট্রান্সমিশন ব্যবস্থা চান যেখানে একই সাতে সব ক্লাস রুমে নোটিশ প্রদান করা যায় এবং প্রয়োজনেএকটি ক্লাস রুমে নোটিশ সম্প্রচার বন্ধরাখা যায়। তিনি একই ব্যবস্থার আওতায় সপ্তাহে একদিন তার অফিস রুমে বসেই ছাত্র- ছাত্রীদের সাথে মত বিনিময় করতে চান।
ক. রিপিটার কী?
খ. কে কেন পরিপূর্ণ ও প্রতিষ্ঠিত নেটওয়ার্ক বলা হয়? ব্যাখ্যা কর।
গ. মি মিজানের প্রতিষ্ঠানের বিদ্যমান ট্রান্সমিশন মোডটি কী?
ঘ. মি মিাজানের প্রত্যশা পুরনের উপয্কুত ট্রান্সমিশন মোডটি কী হতে পারে? ব্যাখ্যা কর।
২৬। কলেজের কম্পিউটারগুলো একটি নিদির্ষ্ট সংযোগ তারের সাথে সংযুক্ত। কলেজের কম্পিউটারগুলো পরস্পরের সাথে সংযুক্ত । কলেজেও কলেজ তাদের সংযোগ ব্যবস্থায় স্বল্প খরচে একটি ডিভাইস ব্যবহার করে একাধিক নেটওর্য়াককে একত্রিত করে । কলেজের কম্পিউটারগুলোতে বৃত্তাকার সংযুক্ত।
ক.ডেটা ট্রান্সমিশন মোড কী?
খ. স্বল্প দুরত্বে বিনা খরচে ডেটা ট্রান্সফাল সম্ভব ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে ব্যবহৃত ডিভাইসটি ব্যাখ্যা কর।
ঘ. ও কলেজের সংযোগ কাঠামোর মধ্যে কোনটি নির্ভরযোগ্য বিশ্লেষনপূর্ণ মতামত দাও।
২৭। জামাল সাহেব একটি ব্যাংকের ব্যবস্থাপক । তার কম্পিউটারের সাথে জনাব রফিক ও অসিতের কম্পিউটার সংযুক্ত। রফিক সাহেবের কম্পিউটারের সাথে গ্রাহকদের টাকার প্রদানের চারটি কাউন্টারের কম্পিউটারযুক্ত। আবার অসিত সাহেবের কম্পিউটারের সাথে টাকা গ্রহণের তিনটি কাউন্টারের কম্পিউটার সংযুক্ত। মঞ্জুর সাহেব একই ব্যাংকের অন্য শাখায় ব্যবস্থাপক। ্একটি কম্পিউটার নষ্ট হওয়ায় তার ব্যাংকে কয়েক ঘন্টা লেনদেন বন্ধ থাকে। কম্পিউটারটিমেরামতের পর কার্যক্রম স্বাভাবিক হয় । অপর একটি শাখার ব্যবস্থাপক ইব্রাহিম সাহেব। তার শাখায় প্রত্যেকটি কম্পিউটার পরস্পরের সাথে প্রত্যেভাবে যুক্ত।
ক. হাইব্রিড টপোলজি কাকে বলে?.
খ. পৃথিবী ক্রমশ ছোট হয়ে আসছে ব্যাখ্যা কর।
গ. জামাল সাহেবের ব্যাংকে কোন টপোলজি ব্যবহার করা হয়েছে? বুঝিয়ে লেখ।
ঘ. মঞ্জুর সাহেব ও ইব্রাহিম সাহেবের ব্যাংকে ব্যবহৃত টপোলজিদ্বয়ের মধ্যে কোনটি অধিকতর যৌক্তিক? বিশ্লেষনসহ মতামত দাও।
২৮। সামী ও মাহী দুজনে একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছেন। এমনসময় একটি পুলিশ নেম্ েএকটি ডিভাইস এর মাধ্যমে কথা বলছে এবং কথা বলা শেষ হলে অপর পক্ষকে কথা বলার সিগনাল দিচ্ছে। এরপর সামীর বাসায় থেকে তার নিকট মোবাইল ফোনে কল আসলো। কথা বলা শেষ হলে সামী দোকানদারের রেডিওতে আবহাওয়া বার্তা শুনাতে লাগলো। অবশেষে তার াতাড়াতারি বাসায় ফিরলো।
ক. ডেটা কম্উিনিকেশনকী?
খ. ডেটা ট্রান্সমিশনে দুর্বর সিগন্যালকে শক্তিশালী করার উপায় ব্যাখ্যা কর।
গ. পুলিশের ব্যবহৃত ডিভাইসটির ডেটাট্রান্সমিশন মোড এর ধরণব্যাখ্যা কর।
ঘ. সামী ও দোকানাদারের ব্যবহৃত ডিভাইসদ্বয়ের মধ্যে কোনটির ডেটা ট্রান্সমিশন মোড বেশি সুবিধাজনক? বিশ্লেষণপূর্বক মতামতদাও।
২৯। সৃজন কলেজের কম্পিউটার শিক্ষক ক্লাসে ডেটা কমিউনিকেশনের মাধ্যমে পড়ানোর সময় এমন্ একটি মাধ্যমস্পর্কে আলোচনা করছিল যার মধ্য দিয়ে শব্দের পাশপাশি চলমান ছবিও পাঠানো যায়। তবে দুরবর্তী স্থানে যোগাযোগ সম্প্রসারণের জন্য ১০ হতে ১০০ কিলোমিটার দুরত্বের মধ্যে টাওয়ার স্থাপনের প্রয়োজন হয় যার ফ্রিকুয়েন্সি হতে । পরবর্তীতে এই মাধ্যমটিকে নতুন উদ্ভাবিত অন্য একটি মাধ্যমের সাথে এর সম্মিলন ঘটানো হয়। যা সমুদ্রের তলদেশ দিয়ে এক মহাদেশকে অন্য মহাদেশের সাথে যুক্ত করছে।
ক. মডুলেশন কী?
খ. ওয়াকিটকিতে যুগপৎ কথা বলা ও শোনা সম্ভব নয় কেন? ব্যাখ্যা কর।
গ. ্উদ্দীপকে ১ম মাধ্যমটি ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের প্রথম মাধ্যম ও দ্বিতীয মাধ্যমের মধ্যে সাদৃশ্য ও বৈশাদৃশ্যের বিশ্লেষন কর।
৩০। আনিস তার অফিসে ৫০টি কম্পিউটার একটি প্রিন্টার তিনটি সুইস ও একটি মডেম কিনে নেটওয়ার্ক স্থাপন করলেন। মডেমটিকে যে ইন্টারনেট প্যাকেজে নেওয়া হয়েছিল তার স্প্রীড ছিল । উক্ত নেটওয়ার্কে অফিসিয়াল সমস্ত কাজ করা গেলেও ভিডিও কনফারেন্স করা যাচ্ছে না।
ক. রিংগিং কী?
খ. ক্লাউড কম্পিউটিং সেবাগ্রহণ করা হয় কেন?
গ. আনিসের নেটওয়ার্কটি কোন টপোলজির হবে ব্যাখ্যা কর।
ঘ. আনিস তার অফিসে ভিডিও কনফারেন্স করার জন্য কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারে বিশ্লেষন কর।
৩১। মি. পলাশ তার অফিসের কম্পিউটারসমূহ প্রিন্টার ও স্ক্্যানের ইত্যাদি নেটওর্য়াক স্থাপন করা রজন্য কানেক্টর কিনে নেটওয়ার্ক স্থাপন করলেন। তিনি সাব কন্ট্রান্টে বিভিন্ন কোম্পানর সাথেকাজ শুর ুকরলেন। ডেটাসমূহ যাতেহারিয়ে না যায় সেজন্য তিনি তথ্য উপত্তি স্টোরেজ করার জন্য ইন্টারনেট ভিত্তিক সেবা গ্রহণ করার সিদ্ধান্ত নেন।
ক. মডেম কী?
খ. ব্যান্ডউইথ বলতে কী বোঝায়?
গ. পলাশ কোন ধরনের ক্যাবল ব্যবহার করেছে ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে পলাশ সাহেবের সিদ্ধান্ত কতটুকু ফলপ্রসু হবে বলে তুমি মনে কর যুক্তিসহ বিশ্লেষণ র্ক
৩২। চিত্র

 

 

 

ক. ব্যাকবোন কী ?
খ. পাসওয়ার্ড এর প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।
গ. চিত্র ক তে কোন ধরনের নেটওয়ার্ক করা হয়েছে- ব্যাখ্যা কর ।
ঘ. চিত্র ক এর তুলনায় চিত্র খ তে ব্যাপকভাবে ডেটা আদান প্রদানের সুবিধা বেশি বিশ্লেষণ কর।
৩৩।

 

ক. ক্লাউড কম্পিউটিং কী?
খ. ডেটা চলাচলের ক্ষেত্রে ে কান ধরনের ক্যাবল অধিক কার্যকর?
গ. ক চিহিত নেটওয়ার্কটির অসুবিধা ব্যাখ্যা কর।
ঘ. খ চিত্রের টপোলজি চিহিত নোড নষ্ট হয়ে গেলে নেটওয়ার্কটি কি সচল থাকবে? মতামত দাও।
৩৪। সুমাইয়া তার অফিসের পাশে বসা ব ন্ধুর সাথে বিনা খরচে তথ্য শেয়ারিং করছিল।এমন সময় পাশের বিল্ডিং থেকে তার সহকর্মী একটি ফাইলের তথ্য দেখতে চাইলে সে সিটে বসেই নিজস্ব নেটওর্য়াক ব্যবস্থায় সহকর্মীর কম্পিউটারে তা পাঠিয়ে দেয়। পরবর্তীতে সুমাইয়া ফাইলের তথ্য বিদেশে অবস্থারত বায়ারের কাছে তাৎক্ষণিকভাবে প্রেরণ করে।
ক. কী?
খ. কোন ক্যাবল দ্বারা সবচেয়ে দ্রæত তথ্য পাঠানো যায়.? ব্যাখ্যা কর।
গ. তথ্য শেয়ারিং এ সুমাইয়া কর্তৃক ব্যবহৃত নেটওয়ার্কটি ব্যাখ্যা কর।
ঘ. ফাইলের তথ্য পাঠাতে সুমাইয়া ব্যবহৃত নেটওয়ার্কদ্বয়ের মধ্যে কোনটি উত্তম? বিশ্লেষনপূর্বক মতামতদাও।
৩৫। কম্পিউটারে বসে ্জাফরিন একটি ডকুমেন্ট টাইপ করলো এবং সেটি ব্রডব্যান্ড ইন্টারনেট ্এর মাধ্যমে সুমাইয়া নিকট পাঠিয়ে দিল। সুমাইয়া সেটা প্রিন্ট করলো। সুমাইয়া বড় ভাই জামী বলল প্রিন্টের ক্ষেত্রে ডেটাটি ট্রান্সমিশন হয়েছে ক্যারেক্টার বাই ক্যারেক্টর আকারে এবং ইন্টারনেটের মাধ্যমে পাঠানোর ক্ষেত্রে ট্রান্সমিশন হয়েছে বøক আকার্
েক. বøটুথ কী?
খ. নেটওর্য়াকের ব্যাকবোন হিসেবে অপটিক্যাল ফাইবার সুবিধাজনক কেন? ব্যাখ্যা কর।
গ. জাফরিন যে অনলাইন পরিসেবা গ্রহণ করলো তার সুবিধা অসুবিধা বর্ণনা কর।
ঘ. উদ্দীপকে যে ট্রান্সমিশন মেথডদ্বয় ব্যবহৃত হয়েছে তাদের মধ্যে কোনটি উত্তম? বিশ্লেষনপূর্বক মতামদ দাও।

৩৬।

 

ক. প্রটোকল কী?
খ. ডেটা ট্রান্সমিশনে একইসময়ে উভয়দিকে তথ্য আদান প্রদান করা যায়? বুঝিয়ে লেখ।
গ. উদ্দীপকে ৫নং কম্পিউটার নষ্ট হয়ে গেলে কী অসুবিধা হবে?ব্যাখ্যা র্ক
ঘ. উদ্দীপকে কত ধরনের টপোলজি ব্যবহার করে নেটওয়ার্ক তৈরি করা হয়েছে? বিশ্লেষণ কর।
৩৭। কাদের সাহেবের ছেলে আমেরিকায় পড়াশুনা করেন। কাদের সাহেব শুনলেন এখন এক প্রকার মোবাইল পাওয়া যায় যা দিয়ে আমেরিকায় থাকা ছেলের ছবিসহ তার সাথে কথা বলতে পারবেন। তিনি ছেলের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষায় এ ধরনের একটি সুযোগের অপেক্ষায় ছিলেন।
ক. ব্যান্ডউইডথ কী?
খ. ক্লাউড কম্পিউটিং সেবা গ্রহন করা হয় কেন?
গ. কাদের সাহেব তার ছেলের সাতে যোগাযোগ যে প্রযুক্তির সাহায্য নিলেন তা ব্যাখ্যা কর।
৩৮।

 

 

ক. নেটওয়ার্ক টপোলজি কী?
খ. সুইচ রাউটারের বিকল্প না ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত সংগঠনে পরস্পরের মধ্যে দ্রæত ডেটা আদান প্রদান কী পরিবর্তন করতে হবে? ব্যাখ্যা কর।
ঘ. চিত্রে ৫ ও ৮ নং কম্পিউটারের মধ্যে ডেটা আদান প্রদান প্রক্রিয়া যুক্তিসহ বিশ্লেষণ কর।
৩৯।্একটি কলেজের এবং ক্যাম্পাস তিনটির প্রতিটিে ত অবস্থিত বিভাগের মধ্যে নিজস্ব নেটওয়ার্ক ব্যবস্থা রয়েছে। এখন প্রতিটি ক্যাম্পাসের আবার এ্কই নেটওয়ার্কের আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু ক্যাম্পাসগুলোর দূরত্ব বেশি হওয়ায় মাধ্যমহিসেবে তার ব্যবহার করা হচ্ছেনা।
ক. কী?
খ. ব্যান্ডউইডথ ডেটা ট্রান্সফারের গতিতে কী ভুমিক রাখে- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপক বর্ণিত স্থানের নেটওয়ার্কের ধরন ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের পরিস্থিতে নেটওয়ার্কের মাধ্যমে তার ব্যবহৃত না করার কারণ হিসেবেতোমার যুক্তি বিশ্লেষণ কর।
৪০। রনি একদিন বাড়িতে বসে টিভিতে একটি গানের অনুষ্ঠান দেখছিল। অপর দিকে পাশের বাসায় রিয়াদ টিভিতে বসে লাইভ ক্রিকেট খেলা উপভোগ করছিল। তাদের টিভির সংযোগ একই প্রতিষ্ঠানের নিকট থেকে নেওয়া। রনির পাশেই তার বন্ধরাজু রাউটার ব্যবহার করে ল্যাপটপে তারবিহীন ইন্টারনেট সংযোগ ব্যবহার করেছিল। রনি রাজুকে বলল তার ইন্টারনেট সংযোগটিতে দ্ইু দিকেই ডেটা ট্রান্সমিশন হয় কিন্তু একই সময়ে নয়।
ক. মাইক্রোওয়েভ কী?
খ. ব্যান্ডউইডথ বলতে কী বুঝ?
গ.রনি ও রিয়াদের টিভিতে অনুষ্ঠান সম্প্রচারে কোনধরনের ক্যাবল ব্যবহৃত হয়েছে তার ব্যবহার কতটা সুবিধাজনক ? ব্যাখ্যা কর।
ঘ. রাজুর ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে যে প্রযুক্তি ব্যবহার করা হয়েছে সেটি বিশ্লেষণ কর ।
৪১। প্রতিষ্ঠান ক প্রযুক্তির সাহায্যে তাদের সকল নোটিশ কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ব্রডকাস্ট করে।
ক, ডেটা ট্রান্সমিশন মোড কী?
খ. কোনটপোলজিতে ডেটা এক কম্পিউটার থেকে পর্যায়ক্রমে পরবর্তী কম্পিউটারে প্রবাহিত হয় ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে নোটিশ ব্রডকাস্টের জন্য যে প্রযুক্তির প্রয়োগ হয়েছে তা ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত মোড ব্যতীত আর কোন মোড ব্যবহার করা বেশি কার্যকর সাশ্রয়ী এবং গোপনীয়? ি বশ্লেষণ কর।
৪২। ক্যান্টনমেন্ট কলেজের অফিসের কম্পিউটারগুলোর মধ্যে নেটওয়ার্ক তৈরি করা হলো। একটি তার বিচ্ছিন্ন হওয়ায় সম্পূর্ণ নেটওয়াকটি অচল হয়ে পড়লো। পরবর্তীতে একজন অভিজ্ঞ ব্যক্তির তত্ত¡াবধানে ভিন্নতর আরেকটি নেটওয়ার্ক তৈরি করা হলো। নতুন নেটওয়ার্ক ব্যবস্থায় নেটওয়ার্কের কোন একটি অংশ অচল হলেও যোগাযোগের জন্য বিকল্প আর ও পত উন্মুক্ত থাকে। যে কারণে নেটওয়ার্কটিও সচল থাকে।
ক. ভয়েস ব্যান্ড কী?
খ. স্বল্প দূরত্বে বিনা খরচে ডেটা ট্রান্সফার সম্ভব ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের প্রথম নেটওয়ার্কটিতে কোনধরনের টপোলজি ব্যবহৃত হয়েছে ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের নতুন নেটওয়ার্কটির যৌক্তিকতা মুল্যায়ন কর।
৪৩। আবির তার অফিস রুমের কম্পিউটারসমূহ প্রিন্টার ও স্ক্যানার ইত্যাদি শেয়ার করার জন্য সংযুক্ত করেন। তিনি আদমশুমারি কাজ পেলেন। যার জন্য তার আরও বেশি কিছু তথ্য উপাত্ত স্টোরেজ করার প্রয়োজন হওয়ায় এবং ডেটাসমূহ যাতেনা হারায় সেজন্য তিনি ইন্টারনেট ভিত্তিক সেবা গ্রহন করার সিদ্ধাÍ নেন।
ক. কী?
খ. ওয়াকি টকি হাফ ডুপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোড ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে কোনধরনের নেটওয়ার্ককে নিদের্শ করছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের আবিরের সিদ্ধান্তের যথার্থতা মুল্যায়ন কর।
৪৪। সানি তার বাবার পুরাতন মোবাইল সেটটিতে টেলিটকের একটি সীম কিছুদিন ধরে ব্যবহার করছে। এই ফোন সেটটি ব্যবহার করে সে কথা বলা ছাড়াও ও করতে পারে। পরীক্ষায় পাওয়ায় সে তার বাবাকে দ্রতু গতিতে ইন্টারনেট ব্রাউজ করা যায় ও ভিডিও কনফারেন্স করা যায় এমন ্একটি ফোন সেট কিনে দিবার জন্য অনুরোধ করে।
ক. কী?
খ. সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনে কেন হেডার ইনফরমেশন ব্যবহার করা হয়?
গ. সানির বাবার পুরাতন মোবাইল সেটটি কোন প্রযুক্তির ব্যাখ্যা কর।
ঘ. সানির কাঙ্খিত মোবাইল সেট ক্রয়ের যৌক্তিকতা বিশ্লেষন পূর্বক তোমার মতামত দাও।
৪৫। সাব্বির বাড়িতে চারটি কম্পিউটার নিয়েএকটি তৈরি করতেচায়। সে বাজারে গিয়ে একটি ডিভাইস কিনল। বিষয়ে অভিজ্ঞ একজন বললেন এর পরিবর্ততে অন্য একটটি কিনলে মানসম্মত হতো।
ক. নেটওয়ার্ক কী?
খ. মোবাইল ফোনের ডেটা ট্রান্সমিশন মোড ব্যাখ্যা কর।
গ. আইটি বিশেষজ্ঞের মতামত অনুসারে নেটওয়ার্ক ধারনাটি- ব্যাখ্যা র্ক
ঘ. উক্ত নেটওয়ার্কটিতে কোন টপোলজি ব্যবহৃত হবে মতামতসহ বিশ্লেষণ কর।
৪৬।

 

 

 

ক, ব্রিজ ( কী?
খ. কে কেন পরিপূর্ণ ও প্রতিষ্ঠিত নেটওর্য়াক বলা হয়?ব্যাখ্যা কর
গ. উদ্দীপকের ২নং চিত্রে নেটওয়ার্কের কোন টপোলজি অনুসরণ কর াহয়েছে?ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের ১নং ও ৩নং চিত্রের টপোলজির মধ্যে কোনটি অধিক সুবিধাজনক ? বিশ্লেষন কর।
৪৭।

 

 

ক. অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন কী?
খ. শুধু মডুলেশন বা ডিমডুলেশন কার্যকর পদ্ধতি হতে পারে না কেন?
গ. উদ্দীপকের বর্ণিত চিত্র যে ধারনা প্রকাশ করে তার সুবিধা ও অসুবিধা ব্যাখ্যা কর।
ঘ. তথ্য ওযোগোযোগ প্রযুক্তি বিষয়ে চিত্রে উল্লিখিত ধারণাটি এখনসময়ে দাবি বিশ্লেষন কর।
৪৮।

 

ক. রোমিং কী?
খ. নতুন নোড যুক্ত করা হলে বাস টপোলজিতে ডেটা ট্রান্সমিশনে কী প্রভাব পড়ে ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের চিত্র-১ এর বর্ণনা দাও্
ঘ. উদ্দীকের চত্রি -১ ও চিত্র-২ ্এর মধ্যে কোনটির ব্যবহার অধিক সুবিধাজনক ?যুক্তিসহ মতামত বিশ্লেষন কর।
**৪৯। মতিঝিলে জনতা ব্যাংেেকর প্রধান কার্যালয়ে তাদের আইসিটি বিভাগের কেন্দ্রীয় সার্ভার ও নেটওয়ার্কের অন্যান্য যন্ত্রপাতি অবস্থিত। মতিঝিলের জায়গার দাম অত্যাধিক বেশি হওয়ায় ব্যাংকের কর্তৃপক্ষ বিকল্প পন্থায় আইসিটি বিভাগের সম্প্রসারন করার নিদের্শনা জারি করেন। আইসিটি বিভাগের সম্প্রসারন করার দায়িত্ব পড়েছে জনাব হেকমত আলী যিনি উক্ত বিভাগের প্রধান। জনাব হেকমত জনাব আলী ক্লাউড কম্পিউটটিংয়ের সুবিধা গ্রহন করার কথা ভাবছেন।
ক. ক্লাউড কম্পিউটিং কী?
খ. কোন নেটওয়ার্ক প্রযুক্তি সবচেয়ে নির্ভরযোগ্য ডেটা আদান প্রদান করতে পারে এবং কেন?
গ. উদ্দীপক বর্ণিত প্রতিষ্ঠানে যোগাযোগ মাধ্যম হিসেবে ওয়্যারলেস নেটওয়ার্কের কার্যক্রম ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠান আইসিটি বিভাগে সম্প্রসারণ ক্লাউড কম্পিউটংয়ের কোন সার্ভিস মডেলটি উপযুক্ত এবং কেন? তোমার মতামতের সপক্ষে ব্যাখ্যা দাও।
৫০। ঢাকা কলেজের অধ্যক্ষ উক্ত সকল বি ভ াগেক কম্পিউার নেটওয়ার্কের আওতায় এনে যাবতীয অফিসের কার্যক্রম এবং শিক্ষা/পাঠ দান পদ্ধতি অনলাইনে করার পদক্ষেপ গ্রহ করার আগ্রহ দেখালেন। এ বিষযে একজনঅভিজ্ঞ পরমার্শক তাকে নেটওর্য়ার্কের টপোলজি ও অন্যান্য কারিগরি বিষয় ব্যাখ্যা করতে অধ্যক্ষ আরও আগ্রহী হযে তা বাস্তবায়নের উদ্যোগে নিলেন।
ক. কম্পিউপার নেটওয়ার্ক কী?
খ. চারটি জনপ্রিয় নেটওয়ার্ক টপোলজির নাম ে লখ।
গ. উক্ত নেটওয়ার্কের জন্য ব্যবহৃত হার্ডওয়্যারে সমূহের কাজ ব্যাখ্যা কর।
ঘ. উক্ত কলেজের নেটওয়ার্কের জন্য কোন টপোলজি উপযুক্ত বলে তুমি মনে কর। সপক্ষে যুক্তি দাও।
৫১।

 

ক. সেলুলার ফোন কী?
খ. তুলনায় মোবাইলের ২টি উল্লেখযোগ্য সুবিধা লেখ।
গ. উদ্দীপকে উল্লিখিত টপোলজির কার্যপদ্ধতি ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের প্রতিটি কম্পিউটার পরস্পরের সাথে সংযুক্ত হলে যে টপোলজি তৈরি হয় তার চিত্র অংকন করে দুটি টপোলজি র মধ্যে তুলনামূলক বিশ্লেষন কর।
৫২। অগ্রগামী স্কুলে সকল নোটিশ ব্রডকাস্টিং মেশিনর সাহায্য প্রতিটি শ্রেণিকক্ষে সম্প্রচার করা হয়। ফলে কাগজে নোটিস লিখে পিয়ন দিয়ে প্রতিটি শ্রেণিকক্ষে পাঠানোর ঝামেলা নেই। তাছাড়া জরুরি যেকোনো তথ্য অতি দ্রæত শিক্ষক ও ছাত্রছাত্রীদের কাছে পৌছে যায়।
ক. ব্যান্ডউইডথ কী?
খ. ডেটা ট্রান্সিমিশন মোড বলতে কী বুঝ?
গ. বর্ণিত উদ্দীপকে কোনধরনের ডেটা ট্রান্সমিশন মোড ব্যবহার করা হয়েছে তার বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।
ঘ. এই মোডে ব্যতীত আর কীভাবে ডেটা ট্রান্সমিশন আরও বেশি কার্যকর ও সাশ্রয়ী করা যায়? যুক্তি দাও।
৫৩।

 

ক. নেটওয়ার্ক কী?
খ. যেকোনো ৪টি নেটওয়র্ক টপোলজির নাম লেখ।
গ. চিত্রে প্রদর্শিত প্রতিটি সংগঠনের একটি করে সুবিধা ও অসুবিধা ব্যাখ্যা কর।
ঘ. তোমার কলেজের জন্য তুমি চিত্রের কোন নেটওয়ার্কটি ব্যবহারের পরামর্শ দেবে এবং কেন? বিশ্লেষন র্ক
৫৪। ফজুলল সাহেব তার অফিসে সর্বোচ্চ গতিসম্পন্ন তারের সাহায়্যে বিভিন্ন বিভাগের কম্পিউটারগুলোকে যুক্ত করে নেটওয়ার্ক গড়ে তোলেন। তিনি বিভিন্ন বিভাগের কম্পিউটারগুলোর সাথে অসমান বিরতিতে ডেটা আদান প্রদান করে থাকেন।
ক. ডেটা কমিউনিকেশ কী?
খ. সম্প্রচারের জন্য ব্যবহৃত মোড ব্যাখ্যা র্ক
গ. ফজলুল সাহেবের ব্যবহৃত ডেটা ট্রান্সমিশন পদ্ধতি ব্যাখ্যা কর।
ঘ. ফজলুল সাহেবের অফিসে ব ্যবহৃত মাধ্যমে অধিকতর সুবিধাজনক বিশ্লেষন কর।
৫৫। মিথিলার বাবা ১৯৮৫ সালের দিকে একটি মোবাইল ফোন ব্যবহার করতেন যা চলন্ত অবস্থায় কথা বললে কিছুকষন পরপর সংযোগ বিচ্ছিন্ন হয়েযেত। মিথিলা এ কথা শুনে আশ্চর্য হয়ে গেল। বর্তমানে মিথিলার মোবাইল ফোনটিতে এমন ঘটনা না বরং কথা বলা রসাথে সাথে ছবিও দেখা যায়।
ক. ব্যান্ডউইডথ কী?
খ. ডেটাট্রান্সমিশনের সময় বিরতি সবসময় সমান হয ব্যাখ্যা কর।
গ. মিথিলার বাবার ব্যবহৃত মোবাইল ফোনটি যে প্রজন্মের তার বৈশিষ্ট্য লেখ।
ঘ. মিথিলা ও তার বাবার মোবাইল ফোন প্রযুক্তিগত দিক থেকে ভিন্ন বিশ্লেষন র্ক
৫৬। রায়হান সাহেবের ছেলে লন্ডনে পড়াশোনা করেন। তিনি ল্যান্ডফোনের সাহায্য মাঝেমধ্যে ছেলের সাথে যোগাযোগ করতে পারলেও বিভিন্ন জায়গায় কাজে কর্ম থাকা অবস্থায় যোগাযোগ করতে পারেনা। তিনি শুনলেন এখন একপ্রকার মোবাইল পাওয়া যায় যা দিয়ে ল ন্ডনে থাকা ছেলের ছবিসহ তার সাথে কথা বলতে পারবেন। তিনিছেলের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষায় এ রকম একটি মোবাইল ফোন ক্রয় করে ব্যবহার করা শুরু করলেন।
ক. মোবাইল প্রজন্ম কী?
খ. সর্বোচ্চ ১০ মিটার দুরত্বের মধ্যে অবস্থিত একাধিক ডিভাইসে ডেটাআদান প্রদানে ব্যবহৃত তারবিহীন প্রযুক্তি কোনটি ? ব্যাখ্যা কর।
গ. রায়হান সাহেবতার ছেলেরসাথে যোগাযোগেযে ধরনের মোবাইল ফোনের সাহায্য নিতে আগ্রহী তা ব্যাখ্যা কর।
ঘ. রায়হান সাহেবের ব্যবহৃত নতুন প্রযুক্তির প্রয়োজনীযতা বিশ্লেষন করে তোমার মতামতদাও।
৫৭। আলিফ ট্রেডার্স এ তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য ৮টি কম্পিউটার রয়েছে। এগুলো পরস্পর নেটওর্য়াকিং এর মাধ্যমে সংযুক্ত। নেটওয়ার্কি করায় তাদের ফাইল শেয়ারি ং করা অনেক সহজসাধ্য হয়ে গে্েছ। দুিট উন্নতমানের প্রিন্টার ব্যবহার করে তারা তাদের সকল কম্পিউটার থেকেই প্রিন্ট সুবিধাও পেতে পারে।
ক.নেটওয়ার্ক টপোলজি কী?
খ. নেটওয়ার্ক টপোলজির প্রকারভেদ আলোচনা র্ক
গ. আলিফ ট্রের্ডাস এর মতো প্রতিষ্ঠানের ক্ষেত্রে কোন টপোলজিটি উত্তম ? ব্যাখ্যা র্ক
ঘ. চিত্রের মাধ্যমে রিং টপোলজির কার্যক্রম বিশ্লেষন কর।
৫৮।

 

 

ক. এর পূর্ণ রুপ লেখ।
খ. চিত্রে প্রদর্শিত সংগঠনের প্রধান দুটি বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
গ. কলেজের কম্পিউটার ল্যাবে চিত্রের কোন নেটওয়ার্কটি উপযোগী এবং কেন? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে ও সংগঠনের তুলনামূলক পার্থক্য বিশ্লেষণ কর।
৫৯। সমিরদের বাসায় দুটি কম্পিউটার ্একটি প্রিন্টার ও একটি মডেমআছে। সামির যখন ইন্টারনেট ব্যবহার করতে তখনতার ভাইও ইন্টারনেট ব্যবহার করতে চায়। সমিরকে যখন কিছু প্রিন্ট করত হয় তখন তার ভাইয়ের ঘর থেকে প্রিন্টারটি নিয়ে আসতে হয়। ্এই অসুবিধা থেকে বাচার জন্য তাদের বাবা তাদেরকে একটা লোকাল এরিয়া নেটওর্য়াক তৈরি করার পরামর্শ দিল।
ক.কম্পিউটার সুইচ কী?
খ. লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করতে কী ক্যাবল এবং কেন ব্যবহার করতে হবে?
গ. লোকাল এরিয়া নেটওয়ার্ক সমির কীভাবে তৈরি করল? ব্যাখ্যা র্ক
ঘ. এই নেটওয়ার্ক তৈরিতে ব্যবহৃত ডিভাইস ও টপোলজি বিশ্লেষন কর।
৬০। ব্র্যাক ব্যাংকের প্রধান অফিসের সার্ভারের সাথে ঢাকা শহরের বিভিন্ন শাখায় অফিসের কম্পিউটারগুলো নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত রয়েছে। ফলে ব্যাংকটি ব্যবহারকারীদের দ্রæত গতিতে এবং নির্ভুল ভাবে সেবাপ্রদান করতে পারছে। ্উক্ত ব্যাংরেক গ্রহকগ ব্যাংক কর্তৃক অনলাইন সেবা থাকায় ঘরে বসেই বিভিন্ন ধরনের বিল পরিশোধ করতে পারছে। তাই প্রতিষ্ঠানটি তাদের প্রতিটি জেলায় অবস্থিত শাখা অফিসে ব্যবহৃত কম্পিউটারগুলোর সাথে কেন্দ্রিয় অফিসের কম্পিউটারগুলোর নেটওর্য়াকের মাধ্যমে সংযুক্ত হওয়ার পরিকল্পনা করছে।
ক. কম্পিউটার নেটওয়ার্ক কী?
খ. নেটওর্য়াকিং করার জন্য কী কী উপাদান প্রয়োজন হবে?
গ. ব্র্যাক ব্যাংকটি তাদের সকল জেলার শাখা অফিসের কম্পিউটারগুলেকে নেটওয়ার্কের আওতায় আনতে গেলে কী ধরনে টপোলজি অনুসরণ করা প্রয়োজন ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকটিতে ব্যবহৃত ব্যাংক প্রতিষ্ঠানটি কেন্দ্রিয় ডেটাবেজের সাথেসংযুক্ত হতে পারলে গ্রাহকরা কোন ধরনের সুবিধা ভোগ করতে পারবেন। বিশ্লেষন কর।

Leave a Reply