তৃতীয় শ্রেণির ইসলাম পঞ্চম অধ্যায় নবি-রাসুল (স)
তৃতীয় শ্রেণির ইসলাম পঞ্চম অধ্যায় নবি-রাসুল (স) পোস্টে অনুশীলনীর প্রশ্নউত্তরের সাথে সাথে অতিরিক্ত সংক্ষিপ্ত ও সৃজনশীলন প্রশ্নউত্তর দেওয়া হলো। ৩য় শ্রেণির ইসলাম ৫ম অধ্যায় নবি-রাসুল (স) ⇒ অধ্যায়টির মূলভাব জেনে নিই মহান আল্লাহ তায়ালা যুগে যুগে মানবজাতির হিদায়াতের জন্য এ পৃথিবীতে অসংখ্য নবি-রাসুল পাঠিয়েছেন। তাঁরা সকলেই মানবজাতিকে সৎ কাজের পথ দেখিয়েছেন এবং অসৎ কাজ করতে নিষেধ করেছেন। যারা নবি-রাসুলগণের কথা শুনেছে ও মেনেছে তারা ইহকাল ও পরকালে শান্তি ও নাযাত পেয়েছে। আমরা শেষ নবি হযরত মুহাম্মদ (স)-এর উম্মত। তাঁর দেখানো পথে চললে আমরা দুনিয়া ও আখিরাতে সফলকাম হব। ৩য় শ্রেণির ইসলাম ৫ম অধ্যায় অনুশীলনীর প্রশ্ন ও উত্তর ১. সঠিক উত্তরে টিক (√) চিহ্ন : ক) পৃথিবীর প্রথম নবি কে ছিলেন? ১. ঈসা (আ) ২. মূসা (আ) ৩. নূহ (আ) √ ৪. আদম (আ) খ) মহানবি (স) এর দাদার নাম কী? ১. আবু তালিব ২. হাশিম √ ৩. আবদুল মুত্তালিব ৪. হামজা গ) মহানবি (স) কোন বংশে জন্মগ্রহণ করেন? ১. তামীম ২. কিলাব √ ৩. কুরাইশ ৪. আওস ঘ) আনসার অর্থ কী? ১. দেশ ত্যাগকারী ২. ভীতি প্রদর্শনকারী √ ৩. সাহায্যকারী ৪. অত্যাচারী ঙ) হাজরে আসওয়াদ মানে কী? ১. সাদা পাথর ২. লাল ইট ৩. সবুজ পাথর √ ৪. কালো পাথর চ) হেরাগুহায় ধ্যানমগ্ন অবস্থায় মহানবি (স)-এর নিকট কুরআন মজিদের কয়টি আয়াত নাজেল হয়? ১. ৪টি ২. ৬টি √ ৩. ৫টি ৪. ১০টি ছ) ‘রহমাতুললিল আলামীন’ অর্থ কী? √ ১. সারা জগতের জন্য রহমত বা দয়া ২. সারা জগতের জন্য উপকার ৩. সারা জগতের জন্য আনন্দ ৪. সারা জগতের জন্য উৎসব জ) মহানবি (স) একজন বৃদ্ধ লোকের কাজ করে দেন সেই লোকটি কী কাজ করছিলেন? ১. উট চরাচ্ছিলেন ২. গরুকে খাবার খাওয়াচ্ছিলেন √ ৩. বাগানে পানি দিচ্ছিলেন ৪. বোঝা মাথায় করে নিচ্ছিলেন ঝ) মহানবি (স) কোনদিন আমার কোন কাজের জন্য আমাকে ধমক দেননি- এ কথাটি কে বলেছেন? √ ১. আনাস (রা) ২. আবু বকর (রা) ৩. আলী (রা) ৪. তালহা (রা) ঞ) উটের দাম দিতে কে টালবাহানা করছিল? ১. আবু লাহাব ২. আবু সুফিয়ান √ ৩. আবু জাহল ৪. হারিছ ট) কার সামনে সত্য কথা বলা সবচেয়ে বড় জিহাদ? ১. মিথ্যাবাদীর সামনে ২. চোর-ডাকাতের সামনে ৩. নিন্দুকের সামনে √ ৪. জালিমের সামনে ঠ) কোথায় কেবল সুখ আর সুখ? √ ১. জান্নাতে ২. জাহান্নামে ৩. বারজাখে ৪. হাশরে ২. শূন্যস্থান পূরণ কর : তোমরা ___ দেশের নাম শুনেছ? আমাদের দেশ থেকে বহু ___ আরব দেশ। মরুভ‚মির দেশ। চারদিকে কেবল ___। সেই দেশের একটি প্রসিদ্ধ শহর ___। এখানে অবস্থিত পবিত্র ___। যেখানে হাজিগণ ___ করতে যান। উত্তর : আরব, পশ্চিমে, বালু আর বালু, মক্কা মুয়াজ্জামা, কাবাঘর, হজ। ৩. সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন : ক. নবি-রাসুলগণকে কে পাঠিয়েছেন? উত্তর : নবি-রাসুলগণকে এ পৃথিবীতে মহান আল্লাহ তায়ালা পাঠিয়েছেন। খ. এ পৃথিবীর প্রথম মানুষ কে? উত্তর : এ পৃথিবীর প্রথম মানুষ হযরত আদম (আ)। গ. সর্বশেষ নবি ও রাসুল কে? উত্তর : সর্বশেষ নবি ও রাসুল হলেন আমাদের প্রিয় নবি হযরত মুহাম্মদ (স)। ঘ. আল্লাহ তায়ালার সবচেয়ে বেশি প্রিয় মানুষ কে? উত্তর : আল্লাহ তায়ালার সবচেয়ে বেশি প্রিয় মানুষ হলেন মহানবি হযরত মুহাম্মদ (স)। ঙ. আমাদের মহানবি (স)-এর নাম কী? উত্তর : আমাদের মহানবি (স)-এর নাম হচ্ছে হযরত মুহাম্মদ (স)। চ. আমাদের মহানবি (স) কত সনে, কোন মাসের কত তারিখ জন্মগ্রহণ করেন? উত্তর : আমাদের মহানবি (স) ৫৭০ খ্রিষ্টাব্দে আরবি রবিউল আওয়াল মাসের ১২ তারিখ জন্মগ্রহণ করেন। ছ. আমাদের মহানবি (স)-এর আব্বা ও আম্মার নাম কী? উত্তর : মহানবি (স)-এর আব্বার নাম আবদুল্লাহ। আম্মার নাম আমিনা। জ. আমাদের মহানবি (স)-এর দুধমার নাম কী? উত্তর : মহানবি হযরত মুহাম্মদ (স)-এর দুধমার নাম হালিমা। ঝ. আল-আমীন মানে কী? উত্তর : আল-আমীন মানে হচ্ছে পরম বিশ্বস্ত। ঞ. নবিজি (স)-এর মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়াকে কী বলে? উত্তর : নবিজি (স)-এর মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়াকে হিজরত বলে। ট. হিজরত অর্থ কী? উত্তর : হিজরত অর্থ আল্লাহর সন্তুষ্টির জন্য দেশ ত্যাগ করা। ঠ. আনসার অর্থ কী? উত্তর : আনসার অর্থ সাহায্যকারী। ড. মহানবি (স) কত সনে এবং কোন মাসের কত তারিখ ইন্তিকাল করেন? উত্তর : মহানবি হযরত মুহাম্মদ (স) ৬৩২ খ্রিষ্টাব্দে আরবি রবিউল আউয়াল মাসের ১২ তারিখ ইন্তিকাল করেন। ঢ. মহানবি (স)-এর কতজন ছেলে ও কতজন মেয়ে ছিল? উত্তর : মহানবি (স)-এর চারজন ছেলে ও চারজন মেয়ে ছিল। ণ. মহানবি (স) একটি শান্তি ও সেবাসংঘ গঠন করেন, সেটির নাম কী? উত্তর : মহানবি (স)-এর শান্তি ও সেবাসংঘের নাম হলো হিলফুল ফুযুল। ত. মহানবি (স) যে গুহায় নবুয়ত লাভ করেন, সেই গুহাটির নাম কী? উত্তর : মহানবি (স) যে গুহায় নবুয়ত লাভ করেন, সেই গুহাটির নাম হেরাগুহা। থ. মহানবি (স) কত বছর বয়সে নবুয়ত লাভ করেন? উত্তর : মহানবি (স) চল্লিশ বছর বয়সে নবুয়ত লাভ করেন। দ. মহানবি (স)-এর একজন বিখ্যাত সাহাবি ও খাদিমের নাম কী? উত্তর : মহানবি (স)-এর একজন বিখ্যাত সাহাবি ও খাদিমের নাম হলো হযরত আনাস (রা)। ধ. নবি-রাসুলগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে? উত্তর : নবি-রাসুলগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন মহানবি হযরত মুহাম্মদ (স)। ন. এক ব্যক্তি একটা উট নিয়ে মক্কায় আসে, সে কোন গোত্রের? উত্তর : যে ব্যক্তি একটা উট নিয়ে মক্কায় আসে, সে ছিল ইরাশ গোত্রের। ৪. বর্ণনামূলক প্রশ্নোত্তর : ক. ছোটবেলায় মহানবি (স) এর স্বভাব-চরিত্র কেমন ছিল? উত্তর : মহানবি (স) ছোটবেলা থেকেই খুব সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন। কোনোদিন কারও সাথে মারামারি করতেন না। কাউকে গালি দিতেন না। তিনি সবাইকে ভালোবাসতেন। দুঃখী মানুষের কষ্ট দূর করতেন। সত্য ছাড়া কখনো মিথ্যা বলতেন না। সব সময় কথা দিয়ে কথা রাখতেন। এজন্য সবাই তাঁকে ভালোবাসত, বিশ্বাস করত। ‘আল-আমীন’ বলে ডাকত। আল-আমীন অর্থ ‘পরম বিশ্বস্ত’। খ. মহানবি (স)-এর জন্মের সময় আরব দেশের লোকেরা কেমন ছিল? উত্তর : মহানবি (স)-এর জন্মের সময় আরব দেশের লোকেরা খুবই খারাপ চরিত্রের ছিল। তারা নিজেরা মারামারি করত, চুরি-ডাকাতি করত, রাস্তায় চলাচলকারী লোকদের টাকা-পয়সা কেড়ে নিত। গরিব-দুঃখী, ইয়াতিম ও দুর্বল মানুষকে কষ্ট দিত। এমনকি তারা এক আল্লাহকে মানত না। আল্লাহর সাথে শরিক করত। বহু দেব-দেবীর পূজা করত। গ. মহানবি (স) হাজরে আসওয়াদ কাবার দেয়ালে কীভাবে স্থাপন করেন? উত্তর : মহানবি (স) যখন একজন অল্প বয়সী তরুণ তখন কুরাইশরা পবিত্র কাবাঘর ভেঙে নতুন করে তৈরি করে। কিন্তু কাবার দেয়ালে পবিত্র হাজরে আসওয়াদ বসানোর সময় তারা সমস্যায় পড়ে। কুরাইশ গোত্র বিভিন্ন শাখায় বিভক্ত ছিল। প্রত্যেকটি শাখা গোত্রের দাবি ছিল তারাই হাজরে আসওয়াদটি কাবার দেয়ালে বসাবে। সবাই নিজেদের দাবিতে অটল থাকে। বিষয়টি মারামারি ও খুন-খারাবিতে রূপ নেওয়ার আশঙ্কা দেখা দেয়। অবশেষে সকলে আল-আমীন মুহাম্মদ (স)-এর ওপর এই বিরোধ মীমাংসার ভার দেয়। মুহাম্মদ (স) একটি চাদর বিছান। নিজ হাতে হাজরে আসওয়াদটি
তৃতীয় শ্রেণির ইসলাম পঞ্চম অধ্যায় নবি-রাসুল (স) Read More »