নবম-দশম শ্রেণির ব্যবসায় উদ্যোগ চতুর্থ অধ্যায় মালিকানার ভিত্তিতে ব্যবসায় বহুনির্বাচনী প্রশ্নোত্তর
চতুর্থ অধ্যায় মালিকানার ভিত্তিতে ব্যবসায় অনুশীলনীর বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১. সবচেয়ে প্রাচীন ও জনপ্রিয় সংগঠন কোনটি? ক অংশীদারি একমালিকানা গ সমবায় ঘ যৌথ মূলধনী ২. অংশীদারি ব্যবসায়ে কখন আস্থা সংকট দেখা দেয়? ক সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব হলে খ চুক্তি লিখিত না হলে গ মুনাফা কম হলে পারস্পরিক বিশ্বাসযোগ্যতা হারালে নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও : রসুলপুর গ্রামের দরিদ্র গৃহবধূরা নিজেদের ভাগ্যোন্নয়নের জন্য একটি সমিতি গঠন করেন। স্থানীয় এনজিও থেকে কিছু ঋণ নিয়ে বিভিন্ন হস্তশিল্প তৈরি করে শহরে বিক্রয় করেন। একদিন তাদেরই একজন সদস্য শহরে পণ্য নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনায় পড়লে সম্পূর্ণ পণ্য ক্ষতিগ্রস্ত হয়। ফলে তারা বিরাট ক্ষতির সম্মুখীন হলেও পরবর্তীতে সকলে একনিষ্ঠভাবে কাজ করে তাদের উন্নয়নের ধারা বজায় রাখেন। ৩. উদ্দীপকে উল্লিখিত সমিতিটি কোন সমিতির অন্তর্ভুক্ত? বিত্তহীন খ ভ‚মিহীন গ ব্যবসায়ী ঘ কৃষি ৪. উল্লিখিত সমিতিটি সফল হওয়ার কারণÑ র. পারস্পরিক আস্থা রর. সহযোগিতাপূর্ণ মনোভাব ররর. গণতান্ত্রিক মনোভাব নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর ৫. নিবন্ধনবিহীন অংশীদারি ব্যবসায় সংগঠন কত টাকার বেশি পাওনা আদায়ের জন্য তৃতীয় পক্ষের বিরুদ্ধে মামলা করতে পারে না? ১০০ খ ৫০০ গ ১০০০ ঘ ২০০০ ৬. শেয়ার ক্রয়ের জন্য একজন ব্যক্তির সর্বনিম্ন বয়সসীমা কত হওয়া প্রয়োজন? ১৮ বছরের ঊর্ধ্বে খ ১৯ বছরের ঊর্ধ্বে গ ২০ বছরের ঊর্ধ্বে ঘ ২১ বছরের ঊর্ধ্বে ভ‚মিকা সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ৭. ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য কী? (জ্ঞান) ক জনকল্যাণ খ সামাজিক কল্যাণ মুনাফা অর্জন ঘ কর্মসংস্থান ৮. মুনাফা অর্জনের উদ্দেশ্য বিভিন্ন প্রকার পণ্য-দ্রব্য ও সেবাকর্মের উৎপাদন, বণ্টন এবং এদের সহায়ক যাবতীয় বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডের সমষ্টিকে কী বলে? (জ্ঞান) ব্যবসায় খ শিল্প গ বাণিজ্য ঘ প্রত্যক্ষ সেবা ৯. ব্যবসায় কী ধরনের কর্মকাণ্ডের সমষ্টি? (জ্ঞান) ক উৎপাদনমূলক খ বণ্টনমূলক বৈধ অর্থনৈতিক ঘ সকল অর্থনৈতিক বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১০. ব্যবসায়ের আওতাভুক্ত হলোÑ (অনুধাবন) র. পণ্যদ্রব্য উৎপাদন করা রর. পণ্যদ্রব্য বণ্টন করা ররর. পণ্যদ্রব্য ভোগ করা নিচের কোনটি সঠিক? র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর ১১. বিভিন্ন প্রকার ব্যবসায় সংগঠন সৃষ্টি হওয়ার কারণÑ (অনুধাবন) র. মালিকানা রর. ভোক্তাদের বিভিন্নমুখী চাহিদা ররর. ব্যবসায়ীদের নিজস্ব মনোভাব নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর ১২. ব্যবসায় সংগঠনগুলোর মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয়Ñ (অনুধাবন) র. উদ্দেশ্যের ভিত্তিতে রর. বৈশিষ্ট্যের ভিত্তিতে ররর. কার্যক্ষেত্রের ভিত্তিতে নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর রর ও ররর ঘ র, রর ও ররর ১৩. মালিকানার ভিত্তিতে ব্যবসায় সংগঠনের শ্রেণিবিভাগ হলোÑ (অনুধাবন) র. একমালিকানা ব্যবসায় রর. অংশীদারি ব্যবসায় ররর. সমবায় সমিতি নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর মালিকানার ভিত্তিতে ব্যবসায়ের প্রকারভেদ সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১৪. ব্যবসায় সংগঠন গড়ে উঠেছে কেন? (অনুধাবন) মানুষের চাহিদা পূরণে খ রাজনীতি করতে গ জুলুম করতে ঘ বিক্রয় করতে ১৫. মালিকানার ভিত্তিতে ব্যবসায় সংগঠনের মধ্যে মিল খুঁজে পাওয়া যায় কোনটিতে? (জ্ঞান) ক আইনগত বাধ্যবাধকতা খ পরিচালনা গ বিলোপসাধন উদ্দেশ্য ১৬. বিভিন্ন ধরনের ব্যবসায় সংগঠনকে কিসের ভিত্তিতে ভাগ করা যায়? (অনুধাবন) ক অভিজ্ঞতার ভিত্তিতে খ মূলধনের ভিত্তিতে মালিকানার ভিত্তিতে ঘ সুনামের ভিত্তিতে একমালিকানা ব্যবসায়ের ধারণা সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১৭. একমালিকানা ব্যবসায়ের মালিক কত জন? (জ্ঞান) এক খ দুই গ তিন ঘ চার ১৮. একজন ব্যক্তির মালিকানায় প্রতিষ্ঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায় কী বলে? (জ্ঞান) একমালিকানা ব্যবসায় খ অংশীদারি ব্যবসায় গ ক্ষুদ্র ব্যবসায় ঘ রাষ্ট্রীয় ব্যবসায় ১৯. পৃথিবীতে সর্বপ্রথম কোন ধরনের ব্যবসায় কার্যক্রম শুরু হয়েছিল? (জ্ঞান) ক অংশীদারি ব্যবসায় একমালিকানা ব্যবসায় গ সমবায় সমিতি ঘ কোম্পানি সংগঠন ২০. মুনাফা অর্জনের লক্ষ্য নিয়ে যখন কোনো ব্যক্তি নিজ দায়িত্বে মূলধন যোগাড় করে কোনো ব্যবসায় গঠন ও পরিচালনা করে তখন তাকে কী বলে? (জ্ঞান) ক অংশীদারি ব্যবসায় একমালিকানা ব্যবসায় গ কোম্পানি সংগঠন ঘ সমবায় সমিতি ২১. কোন ব্যবসায়ের গঠন সবচেয়ে সহজ? (অনুধাবন) একমালিকানা খ অংশীদারি গ কোম্পানি ঘ সমবায় ২২. একমালিকানা কারবারের আয়তন কিরূপ? (অনুধাবন) ক বৃহৎ খ মাঝারি ক্ষুদ্র ঘ অতিবৃহৎ ২৩. পৌরসভা এলাকায় হস্তশিল্পের দোকান স্থাপনের জন্য কোনটি প্রয়োজন হবে? (প্রয়োগ) ক লবিং খ রাজনৈতিক পরিচয় ট্রেড লাইসেন্স ঘ অধিক পুঁজি ২৪. ট্রেড লাইসেন্স সরবরাহ করে কে? (জ্ঞান) ক ইউনিয়ন কর্তৃপক্ষ খ জেলা কর্তৃপক্ষ পৌর কর্তৃপক্ষ ঘ মন্ত্রী ২৫. রহমান একটি চায়ের দোকান দিতে চান। চায়ের দোকানটি কোন ধরনের সংগঠন? (প্রয়োগ) একমালিকানা খ অংশীদারি গ কোম্পানি ঘ রাষ্ট্রীয় ২৬. সবজির দোকানের মালিকানার ধরন কিরূপ? (উচ্চতর দক্ষতা) একমালিকানা খ অংশীদারি গ সমবায় ঘ রাষ্ট্রীয় বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর ২৭. সাধারণভাবে একমালিকানা বলা হয় যখন একজন ব্যক্তির মালিকানায় কোনো ব্যবসায় প্রতিষ্ঠানÑ (অনুধাবন) র. প্রতিষ্ঠিত হয় রর. পরিচালিত ররর. নিয়ন্ত্রিত হয় নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর ২৮. একমালিকানা ব্যবসায় একটিÑ (অনুধাবন) র. প্রাচীন ব্যবসায় রর. জনপ্রিয় ব্যবসায় ররর. বৃহদায়তন ব্যবসায় নিচের কোনটি সঠিক? র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর ২৯. আমাদের দেশের অধিকাংশ ব্যবসায় প্রতিষ্ঠানই একমালিকানা ব্যবসায়ের ভিত্তিতে গড়ে ওঠেছে। এর পিছনে কারণ হলো (উচ্চতর দক্ষতা) র. এটি জীবিকা অর্জনের সহজ উপায় রর. স্বল্প পুঁজিতে এরূপ ব্যবসায় গড়ে তোলা যায় ররর. দ্রæত বড়লোক হওয়ার সহজ উপায় নিচের কোনটি সঠিক? র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর ৩০. একমালিকানা ব্যবসায়ে কর্মচারী নিয়োগ করা যায় (উচ্চতর দক্ষতা) র. ব্যবসায়ের চাহিদা বৃদ্ধি পেলে রর. কার্যক্রম বৃদ্ধি পেলে ররর. মুনাফার পরিমাণ বৃদ্ধি পেলে নিচের কোনটি সঠিক? র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর ৩১. আমাদের দেশে যেসব ব্যবসায় একমালিকানার ভিত্তিতে প্রতিষ্ঠিত সেগুলো হলো (অনুধাবন) র. চায়ের দোকান রর. মুদি দোকান ররর. সবজি দোকান নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর একমালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ৩২. নিজস্ব ব্যবস্থাপনা কোন ব্যবসায় সংগঠনের বৈশিষ্ট্য? (অনুধাবন) একমালিকানা খ অংশীদারি গ যৌথ মূলধনী ঘ সমবায় ৩৩. নিজস্ব অর্থসংস্থান কোন ব্যবসায়ের বৈশিষ্ট্য? (জ্ঞান) ক যৌথ মূলধনী খ সমবায় গ অংশীদারি একমালিকানা ৩৪. একমালিকানা ব্যবসায়ের গঠন সহজ কেন? (অনুধাবন) ক ঝুঁকি মালিক বহন করে আইনগত