নবম-দশম

নবম-দশম শ্রেণির ব্যবসায় উদ্যোগ চতুর্থ অধ্যায় মালিকানার ভিত্তিতে ব্যবসায় বহুনির্বাচনী প্রশ্নোত্তর

চতুর্থ অধ্যায় মালিকানার ভিত্তিতে ব্যবসায় অনুশীলনীর বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১. সবচেয়ে প্রাচীন ও জনপ্রিয় সংগঠন কোনটি? ক অংশীদারি  একমালিকানা গ সমবায় ঘ যৌথ মূলধনী ২. অংশীদারি ব্যবসায়ে কখন আস্থা সংকট দেখা দেয়? ক সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব হলে খ চুক্তি লিখিত না হলে গ মুনাফা কম হলে  পারস্পরিক বিশ্বাসযোগ্যতা হারালে নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও : রসুলপুর গ্রামের দরিদ্র গৃহবধূরা নিজেদের ভাগ্যোন্নয়নের জন্য একটি সমিতি গঠন করেন। স্থানীয় এনজিও থেকে কিছু ঋণ নিয়ে বিভিন্ন হস্তশিল্প তৈরি করে শহরে বিক্রয় করেন। একদিন তাদেরই একজন সদস্য শহরে পণ্য নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনায় পড়লে সম্পূর্ণ পণ্য ক্ষতিগ্রস্ত হয়। ফলে তারা বিরাট ক্ষতির সম্মুখীন হলেও পরবর্তীতে সকলে একনিষ্ঠভাবে কাজ করে তাদের উন্নয়নের ধারা বজায় রাখেন। ৩. উদ্দীপকে উল্লিখিত সমিতিটি কোন সমিতির অন্তর্ভুক্ত?  বিত্তহীন খ ভ‚মিহীন গ ব্যবসায়ী ঘ কৃষি ৪. উল্লিখিত সমিতিটি সফল হওয়ার কারণÑ র. পারস্পরিক আস্থা রর. সহযোগিতাপূর্ণ মনোভাব ররর. গণতান্ত্রিক মনোভাব নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর ৫. নিবন্ধনবিহীন অংশীদারি ব্যবসায় সংগঠন কত টাকার বেশি পাওনা আদায়ের জন্য তৃতীয় পক্ষের বিরুদ্ধে মামলা করতে পারে না?  ১০০ খ ৫০০ গ ১০০০ ঘ ২০০০ ৬. শেয়ার ক্রয়ের জন্য একজন ব্যক্তির সর্বনিম্ন বয়সসীমা কত হওয়া প্রয়োজন?  ১৮ বছরের ঊর্ধ্বে খ ১৯ বছরের ঊর্ধ্বে গ ২০ বছরের ঊর্ধ্বে ঘ ২১ বছরের ঊর্ধ্বে ভ‚মিকা  সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ৭. ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য কী? (জ্ঞান) ক জনকল্যাণ খ সামাজিক কল্যাণ  মুনাফা অর্জন ঘ কর্মসংস্থান ৮. মুনাফা অর্জনের উদ্দেশ্য বিভিন্ন প্রকার পণ্য-দ্রব্য ও সেবাকর্মের উৎপাদন, বণ্টন এবং এদের সহায়ক যাবতীয় বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডের সমষ্টিকে কী বলে? (জ্ঞান)  ব্যবসায় খ শিল্প গ বাণিজ্য ঘ প্রত্যক্ষ সেবা ৯. ব্যবসায় কী ধরনের কর্মকাণ্ডের সমষ্টি? (জ্ঞান) ক উৎপাদনমূলক খ বণ্টনমূলক  বৈধ অর্থনৈতিক ঘ সকল অর্থনৈতিক  বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১০. ব্যবসায়ের আওতাভুক্ত হলোÑ (অনুধাবন) র. পণ্যদ্রব্য উৎপাদন করা রর. পণ্যদ্রব্য বণ্টন করা ররর. পণ্যদ্রব্য ভোগ করা নিচের কোনটি সঠিক?  র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর ১১. বিভিন্ন প্রকার ব্যবসায় সংগঠন সৃষ্টি হওয়ার কারণÑ (অনুধাবন) র. মালিকানা রর. ভোক্তাদের বিভিন্নমুখী চাহিদা ররর. ব্যবসায়ীদের নিজস্ব মনোভাব নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর ১২. ব্যবসায় সংগঠনগুলোর মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয়Ñ (অনুধাবন) র. উদ্দেশ্যের ভিত্তিতে রর. বৈশিষ্ট্যের ভিত্তিতে ররর. কার্যক্ষেত্রের ভিত্তিতে নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর  রর ও ররর ঘ র, রর ও ররর ১৩. মালিকানার ভিত্তিতে ব্যবসায় সংগঠনের শ্রেণিবিভাগ হলোÑ (অনুধাবন) র. একমালিকানা ব্যবসায় রর. অংশীদারি ব্যবসায় ররর. সমবায় সমিতি নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর মালিকানার ভিত্তিতে ব্যবসায়ের প্রকারভেদ  সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১৪. ব্যবসায় সংগঠন গড়ে উঠেছে কেন? (অনুধাবন)  মানুষের চাহিদা পূরণে খ রাজনীতি করতে গ জুলুম করতে ঘ বিক্রয় করতে ১৫. মালিকানার ভিত্তিতে ব্যবসায় সংগঠনের মধ্যে মিল খুঁজে পাওয়া যায় কোনটিতে? (জ্ঞান) ক আইনগত বাধ্যবাধকতা খ পরিচালনা গ বিলোপসাধন  উদ্দেশ্য ১৬. বিভিন্ন ধরনের ব্যবসায় সংগঠনকে কিসের ভিত্তিতে ভাগ করা যায়? (অনুধাবন) ক অভিজ্ঞতার ভিত্তিতে খ মূলধনের ভিত্তিতে  মালিকানার ভিত্তিতে ঘ সুনামের ভিত্তিতে একমালিকানা ব্যবসায়ের ধারণা  সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১৭. একমালিকানা ব্যবসায়ের মালিক কত জন? (জ্ঞান)  এক খ দুই গ তিন ঘ চার ১৮. একজন ব্যক্তির মালিকানায় প্রতিষ্ঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায় কী বলে? (জ্ঞান)  একমালিকানা ব্যবসায় খ অংশীদারি ব্যবসায় গ ক্ষুদ্র ব্যবসায় ঘ রাষ্ট্রীয় ব্যবসায় ১৯. পৃথিবীতে সর্বপ্রথম কোন ধরনের ব্যবসায় কার্যক্রম শুরু হয়েছিল? (জ্ঞান) ক অংশীদারি ব্যবসায়  একমালিকানা ব্যবসায় গ সমবায় সমিতি ঘ কোম্পানি সংগঠন ২০. মুনাফা অর্জনের লক্ষ্য নিয়ে যখন কোনো ব্যক্তি নিজ দায়িত্বে মূলধন যোগাড় করে কোনো ব্যবসায় গঠন ও পরিচালনা করে তখন তাকে কী বলে? (জ্ঞান) ক অংশীদারি ব্যবসায়  একমালিকানা ব্যবসায় গ কোম্পানি সংগঠন ঘ সমবায় সমিতি ২১. কোন ব্যবসায়ের গঠন সবচেয়ে সহজ? (অনুধাবন)  একমালিকানা খ অংশীদারি গ কোম্পানি ঘ সমবায় ২২. একমালিকানা কারবারের আয়তন কিরূপ? (অনুধাবন) ক বৃহৎ খ মাঝারি  ক্ষুদ্র ঘ অতিবৃহৎ ২৩. পৌরসভা এলাকায় হস্তশিল্পের দোকান স্থাপনের জন্য কোনটি প্রয়োজন হবে? (প্রয়োগ) ক লবিং খ রাজনৈতিক পরিচয়  ট্রেড লাইসেন্স ঘ অধিক পুঁজি ২৪. ট্রেড লাইসেন্স সরবরাহ করে কে? (জ্ঞান) ক ইউনিয়ন কর্তৃপক্ষ খ জেলা কর্তৃপক্ষ  পৌর কর্তৃপক্ষ ঘ মন্ত্রী ২৫. রহমান একটি চায়ের দোকান দিতে চান। চায়ের দোকানটি কোন ধরনের সংগঠন? (প্রয়োগ)  একমালিকানা খ অংশীদারি গ কোম্পানি ঘ রাষ্ট্রীয় ২৬. সবজির দোকানের মালিকানার ধরন কিরূপ? (উচ্চতর দক্ষতা)  একমালিকানা খ অংশীদারি গ সমবায় ঘ রাষ্ট্রীয়  বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর ২৭. সাধারণভাবে একমালিকানা বলা হয় যখন একজন ব্যক্তির মালিকানায় কোনো ব্যবসায় প্রতিষ্ঠানÑ (অনুধাবন) র. প্রতিষ্ঠিত হয় রর. পরিচালিত ররর. নিয়ন্ত্রিত হয় নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর ২৮. একমালিকানা ব্যবসায় একটিÑ (অনুধাবন) র. প্রাচীন ব্যবসায় রর. জনপ্রিয় ব্যবসায় ররর. বৃহদায়তন ব্যবসায় নিচের কোনটি সঠিক?  র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর ২৯. আমাদের দেশের অধিকাংশ ব্যবসায় প্রতিষ্ঠানই একমালিকানা ব্যবসায়ের ভিত্তিতে গড়ে ওঠেছে। এর পিছনে কারণ হলো (উচ্চতর দক্ষতা) র. এটি জীবিকা অর্জনের সহজ উপায় রর. স্বল্প পুঁজিতে এরূপ ব্যবসায় গড়ে তোলা যায় ররর. দ্রæত বড়লোক হওয়ার সহজ উপায় নিচের কোনটি সঠিক?  র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর ৩০. একমালিকানা ব্যবসায়ে কর্মচারী নিয়োগ করা যায় (উচ্চতর দক্ষতা) র. ব্যবসায়ের চাহিদা বৃদ্ধি পেলে রর. কার্যক্রম বৃদ্ধি পেলে ররর. মুনাফার পরিমাণ বৃদ্ধি পেলে নিচের কোনটি সঠিক?  র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর ৩১. আমাদের দেশে যেসব ব্যবসায় একমালিকানার ভিত্তিতে প্রতিষ্ঠিত সেগুলো হলো (অনুধাবন) র. চায়ের দোকান রর. মুদি দোকান ররর. সবজি দোকান নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর একমালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য  সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ৩২. নিজস্ব ব্যবস্থাপনা কোন ব্যবসায় সংগঠনের বৈশিষ্ট্য? (অনুধাবন)  একমালিকানা খ অংশীদারি গ যৌথ মূলধনী ঘ সমবায় ৩৩. নিজস্ব অর্থসংস্থান কোন ব্যবসায়ের বৈশিষ্ট্য? (জ্ঞান) ক যৌথ মূলধনী খ সমবায় গ অংশীদারি  একমালিকানা ৩৪. একমালিকানা ব্যবসায়ের গঠন সহজ কেন? (অনুধাবন) ক ঝুঁকি মালিক বহন করে  আইনগত

নবম-দশম শ্রেণির ব্যবসায় উদ্যোগ চতুর্থ অধ্যায় মালিকানার ভিত্তিতে ব্যবসায় বহুনির্বাচনী প্রশ্নোত্তর Read More »

নবম-দশম শ্রেণির ব্যবসায় উদ্যোগ তৃতীয় অধ্যায় আত্মকর্মসংস্থান বহুনির্বাচনী প্রশ্নোত্তর

তৃতীয় অধ্যায় আত্মকর্মসংস্থান অনুশীলনীর বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১. বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদন-২০১০ অনুযায়ী বাংলাদেশে মোট কর্মহীন লোকের সংখ্যা হচ্ছে- ক ৬ লক্ষ খ ১৬ লক্ষ  ২৬ লক্ষ ঘ ৩৬ লক্ষ ২. আত্মকর্মসংস্থানের উপযুক্ত ক্ষেত্র নির্বাচনে বিবেচনা করতে হয়- র. সঠিক পণ্য রর. মুনাফার নিশ্চয়তা ররর. পণ্যের চাহিদা নিচের কোনটি সঠিক? ক র ও রর  র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর নিচের অনুচ্ছেদটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও : এসএসসি পাস শিখা কম্পিউটারে পারদর্শী। বাড়িতে সে কয়েকটি মেয়েকে কম্পিউটার শেখায়। দিন দিন শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে। তার ইচ্ছা কম্পিউটারে আরও প্রশিক্ষণ গ্রহণ করা যাতে সে এ ক্ষেত্রটিকে কর্মসংস্থানের উপায় হিসেবে গ্রহণ করতে পারে। ৩. নিচের কোন সংস্থা থেকে শিখা প্রশিক্ষণ গ্রহণ করতে পারে? ক বিআরডিবি খ বিআইএম গ বিআইবিএম  নট্রামস ৪. উদ্দীপকে বর্ণিত কাজটিকে ভবিষ্যতে শিখার কর্মসংস্থানের উপায় হিসেবে গ্রহণ করার যৌক্তিক কারণ কোনটি? ক সামাজিক অবস্থান ভালো  বাজার চাহিদা ভালো গ শিক্ষার্থীদের অনুরোধ ঘ কম্পিউটারে অধিক পারদর্শী হওয়া ৫. ব্যবসায়ের সাফল্য লাভের অন্যতম পূর্বশর্ত কোনটি? ক প্রাথমিক মূলধন  সঠিক পণ্য নির্বাচন গ পণ্যের চাহিদা নির্ধারণ ঘ সঠিক কর্মী নির্বাচন ৬. আত্মকর্মসংস্থানের উৎসাহ সৃষ্টিতে করণীয় কী? ক বড় কাজের মূল্যায়ন করে খ শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করে গ সকলকে ব্যাংকে ঋণের সুযোগ দিয়ে  সফল উদ্যোক্তাদেরকে এলাকায় আমন্ত্রণ জানিয়ে নিচের অনুচ্ছেদটি পড়ে ৭ ও ৮ নং প্রশ্নের উত্তর দাও : সুমী গরিব পরিবারের মেয়ে। এইচ.এস.সি পাস করার পর কিছুদিন প্রশিক্ষণ গ্রহণ করে তার নিজ এলাকায় একটি বিউটি পার্লার স্থাপন করেন। বর্তমানে তাদের পরিবারটি সচ্ছলতা ফিরে এসেছে। ৭. সুমীর কাজটি কোন ধরনের? ক কুটিরশিল্প  আত্মকর্মসংস্থান গ শখের কাজ ঘ বিনোদন শিল্প ৮. সুমীর সফলতার কারণÑ র. দুরদর্শিতা রর. দরিদ্রতা ররর. দক্ষতা নিচের কোনটি সঠিক? ক র ও রর  র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর ভ‚মিকা  সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ৯. বাংলাদেশ কোন ধরনের দেশ? (জ্ঞান) ক উন্নত খ স্বল্প উন্নত গ অনুন্নত  উন্নয়নশীল ১০. আদমশুমারি ও গৃহ গণনা ২০১১-এর হিসাব মতে ২০১২ সালের ১৬ জুলাই দেশের অনুমিত লোকসংখ্যা কত? (জ্ঞান) ক ১৪,৭২,৯৭,৩৬৪ জন খ ১৪,৯৭,৭২,৩৬৪ জন  ১৫,২৫,১৮,০১৫ জন ঘ ১৫,৭২,৯৭,৩৬৪ জন ১১. বাংলাদেশের মোট জনসংখ্যার শতকরা কতভাগ লোক গ্রামে বাস করে? (জ্ঞান) ক ৫০ খ ৬০ গ ৭০  ৮০ ১২. অর্থনৈতিক রিভিউ ২০১১-এর পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে কৃষিখাতের অবদান শতকরা কতভাগ? (জ্ঞান) ক ১০  ২০ গ ৩০ ঘ ৪০ ১৩. বিশাল কর্মক্ষম বেকার জনগোষ্ঠীর জন্য কোনটি প্রয়োজন? (অনুধাবন) ক মজুরিভিত্তিক চাকরি খ বেতনভিত্তিক মজুরি গ বিদেশ গমন  আত্মকর্মসংস্থান ১৪. মি. মশিউল আলম একজন অর্থ উপদেষ্টা। দেশের বেকারত্ব রোধে কোন দিকটির প্রতি তার সবচেয়ে বেশি গুরুত্ব প্রদান করা উচিত? (জ্ঞান) ক সরকারি চাকরি খ বেসরকারি চাকরি  আত্মকর্মসংস্থান ঘ বেকার ভাতা  বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১৫. বাংলাদেশের মোট জনসংখ্যার Ñ (অনুধাবন) র. প্রায় ৬০ ভাগ মানুষ শহরে থাকে রর. এক তৃতীয়াংশ হচ্ছে যুবক-যুবতী ররর. একটা বিরাট অংশ কর্মহীন নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর  রর ও ররর ঘ র, রর ও ররর ১৬. বাংলাদেশের অর্থনীতিতেÑ (অনুধাবন) র. কৃষিখাতের অবদান ২০% রর. সেবাখাতের অবদান সবচেয়ে বেশি ররর. শিল্পখাতের তুলনায় সেবাখাতের অবদান বেশি নিচের কোনটি সঠিক?  র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর  অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর নিচের অনুচ্ছেদটি পড়ে ১৭ ও ১৮ নং প্রশ্নগুলোর উত্তর দাও : বাংলাদেশ নিম্ন মাথাপিছু আয়ের একটি উন্নয়নশীল দেশ। দেশে যে হারে বেকারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তার চেয়ে অনেক কম হারে চাকরির সুযোগ বাড়ছে। দেশের বৃহত্তর যুব সমাজ চাকরির পেছনে না ছুটে আত্মকর্মসংস্থানমূলক প্রকল্প গ্রহণের মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে। ১৭. বিশাল বেকার জনগোষ্ঠীর বেকারত্ব দূর করার সঠিক উপায় কোনটি হতে পারে? (প্রয়োগ) ক ব্যবসায় খ বেতনভিত্তিক চাকরি  আত্মকর্মসংস্থানের ব্যবস্থা ঘ সরকারি পদক্ষেপ ১৮. দেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া অসম্ভব যদি বৃহত্তর যুব সমাজ- (উচ্চতর দক্ষতা) র. চাকরির পিছনে ছোটে রর. অধিক ভ‚মি ব্যবহার করে ররর. আত্মকর্মসংস্থানমূলক প্রকল্প গ্রহণ করে নিচের কোনটি সঠিক?  র ও ররর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর আত্মকর্মসংস্থানের ধারণা  সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১৯. কৃষি অফিসারের পরামর্শে ফিরোজপুরের ভান্ডারিয়ায় হাফিজুর রহমান কিসের চাষ শুরু করেন? (জ্ঞান) ক আলুর খ শিমের  করলার ঘ কলার ২০. হাফিজুর রহমান অর্ধেক জমিতে কোন প্রজাতির হাইব্রিড করলা চাষ করেছেন? (জ্ঞান) ক ময়না  টিয়া গ দোয়েল ঘ বুলবুলি ২১. হাফিজুর রহমান করলার পাশাপাশি নানা সবজি আবাদ করে বেকারত্ব ঘুচিয়ে এখন স্বাবলম্বী। তার সাফল্য দেখে কারা উদ্বুদ্ধ হবে বলে মনে করা হয়? (প্রয়োগ) ক কৃষকরা খ ব্যবসায়ীরা  বেকার যুবকরা ঘ ছাত্রছাত্রীরা ২২. পতিত জমি চাষের মাধ্যমে দেশের কোনটি বৃদ্ধি পায়? (উচ্চতর দক্ষতা) ক পুঁজি খ শিল্প গ জমি  উৎপাদন ২৩. জীবিকা অর্জনের বিভিন্ন পেশার মধ্যে কোনটি জনপ্রিয় পেশা? (অনুধাবন) ক ব্যবসায় খ চাকরি  আত্মকর্মসংস্থান ঘ বিদেশ গমন ২৪. নিচের কোনটি আত্মকর্মসংস্থানের আওতাভুক্ত? (অনুধাবন) ক চাকরি খ শিক্ষকতা গ ডাক্তারি  এপিকালচার ২৫. কার সাথে আত্মকর্মস্থানের সম্পর্ক খুব নিবিড়? (জ্ঞান) ক ব্যবসায়ের সাথে  ব্যবসায় উদ্যোগের গ চাকরির ঘ মজুরিভিত্তিক শ্রমের ২৬. কোনো ব্যক্তি যখন নিজের কর্মসংস্থানের পাশাপাশি আরও কয়েকজনের কর্মসংস্থানের চিন্তা করেন এবং এ লক্ষ্যে প্রতিষ্ঠান গড়ে তোলেন তখন তাকে কী বলা হয়? (অনুধাবন) ক চিন্তাবিদ খ অর্থনীতিবিদ  উদ্যোক্তা ঘ গবেষক ২৭. সমাজের লোকজনের কর্মসংস্থানের কথা চিন্তা করেন কে? (জ্ঞান) ক আত্মকর্মসংস্থানকারী খ ব্যবসায়ী গ বিনিয়োগকারী  উদ্যোক্তা  বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর ২৮. আত্ম প্রচেষ্টায় জীবিকা অর্জনে প্রয়োজনÑ (অনুধাবন) র. নিজস্ব জ্ঞান ও দক্ষতা রর. ঋণ করা পর্যাপ্ত সম্পদ ররর. ন্যূনতম পুঁজি গ্রহণ নিচের কোনটি সঠিক? ক র ও রর  র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর ২৯. আত্মকর্মসংস্থানের আওতাভুক্ত হলোÑ (অনুধাবন) র. টেলিভিশন মেরামত রর. হাঁস-মুরগি পালন ররর. বিভিন্ন খুচরা বিক্রয় নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর  অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর নিচের অনুচ্ছেদটি পড়ে ৩০ ও ৩১ নং প্রশ্নের উত্তর দাও : মনির একজন বেকার যুবক। তিনি সরকারি চাকরির চেষ্টা করে ব্যর্থ হয়ে অবশেষে ১,৫০,০০০ টাকা পুঁজি নিয়ে কম্পিউটার কম্পোজের দোকান দিলেন। প্রথম দিকে ব্যবসায়ে লোকসান ও নানা সমস্যা দেখা দিলেও পরবর্তীতে তার ব্যবসায় বেশ ভালোই চলতে লাগল। ৩০. মনির তার বেকারত্ব দূর করে কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন কীভাবে? (প্রয়োগ) ক চাকরির মাধ্যমে খ শেয়ার ব্যবসা করে  আত্মকর্মসংস্থানের মাধ্যমে

নবম-দশম শ্রেণির ব্যবসায় উদ্যোগ তৃতীয় অধ্যায় আত্মকর্মসংস্থান বহুনির্বাচনী প্রশ্নোত্তর Read More »

নবম-দশম শ্রেণির ব্যবসায় উদ্যোগ দ্বিতীয় অধ্যায় ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা বহুনির্বাচনী প্রশ্নোত্তর

দ্বিতীয় অধ্যায় ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা অনুশীলনীর বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১. নিচের কোনটি ব্যবসায় উদ্যোক্তার বৈশিষ্ট্য নয়? ক আত্মবিশ্বাস খ উদ্ভাবনী ক্ষমতা গ পুঁজি সংগ্রহের দক্ষতা  ঝুঁকি এড়ানোর মানসিকতা ২. ব্যবসায় উদ্যোগের প্রতি যুবকদের আগ্রহ বৃদ্ধি করা যায়- র. কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসার ঘটিয়ে রর. গণমাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারণার মাধ্যমে ররর. এটি বাধ্যতামূলক বিষয় হিসেবে চালু করে নিচের কোনটি সঠিক?  র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর নিচের অনুচ্ছেদটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও : এনায়েত স্থানীয় যুব প্রশিক্ষণ কেন্দ্র থেকে মৎস্য চাষের ওপর প্রশিক্ষণ গ্রহণ করে। সে ও তার বড়ভাই মিলে পারিবারিক পুকুরে মৎস্য চাষ শুরু করার সিদ্ধান্ত নেয়। কিন্তু কিছু বন্ধু-বান্ধব ঝুঁকির কথা বলে তাদেরকে নিরুৎসাহিত করার চেষ্টা করে। এতে তারা মোটেও থেমে যায়নি। ৩. এনায়েতদের মৎস্য চাষ শুরু করার কাজকে কী বলা যায়? ক উদ্যোগ  ব্যবসায় উদ্যোগ গ ব্যবসায় ঘ শখ ৪. বন্ধু-বান্ধবদের পরামর্শ না শুনে কাজে এগিয়ে যাওয়ায় এনায়েতের মধ্যে উদ্যোক্তার কোন গুণটি প্রকাশ পেয়েছে- ক ধৈর্যশীলতা খ সাহসিকতা গ উদারতা  চ্যালেঞ্জ গ্রহণ করার মানসিকতা ৫. সাধারণ অর্থে যেকোনো কাজের কর্মপ্রচেষ্টাকে কী বলে? ক শখ খ শিল্প গ ব্যবসায়  উদ্যোগ ৬. ব্যবসায়িক সাফল্য অর্জনে উদ্যোক্তা কোন কাজটি ত্যাগ করেন?  ব্যক্তিগত বিনোদন খ অন্যের অনুকরণ গ ঝুঁকি গ্রহণ ঘ প্রশিক্ষণ গ্রহণ ভ‚মিকা  সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর // ৭. আজকের উন্নত দেশগুলোর অর্থনৈতিক সমৃদ্ধি ও উন্নয়নের ভিত্তি হিসেবে কাদের সক্রিয় ভ‚মিকা রয়েছে? (জ্ঞান) ক সরকারের খ জনগণের  উদ্যোক্তাদের ঘ জমিদারদের ৮. দেশে প্রাপ্ত সকল সম্পদ ও মানবসম্পদের সদ্ব্যবহার করে এবং নিজেদের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে কারা অবদান রেখে চলছে? (জ্ঞান) ক শ্রমিক  উদ্যোক্তা গ সরকার ঘ জনগণ ৯. বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে উদ্যোক্তার প্রয়োজন কেন? (অনুধাবন) ক বৈদেশিক সুনাম অর্জনের জন্য  অর্থনৈতিক উন্নয়নের জন্য গ ব্যবসায়ে অভিজ্ঞতার জন্য ঘ মূলধন সংগ্রহের জন্য ১০. উদ্যোক্তা কী সৃষ্টি করে? (জ্ঞান) ক ব্যবসায় স্থায়িত্ব খ মুনাফা বৃদ্ধির উপায়  কর্মসংস্থান ঘ শিল্পের কাঁচামাল  বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১১. সকল দেশের অর্থনৈতিক উন্নয়নে খুবই গুরুত্বপূর্ণ অবদান রাখে- র. ব্যবসায় উদ্যোগ রর. উদ্যোক্তা ররর. শ্রমিক নিচের কোনটি সঠিক?  র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর ১২. উদ্যোক্তার প্রয়োজনীয়তা অনস্বীকার্য- (অনুধাবন) র. অর্থনৈতিক উন্নয়নে রর. যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে ররর. কর্মসংস্থান সৃষ্টিতে নিচের কোনটি সঠিক? ক র ও রর  র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর উদ্যোগ ও ব্যবসায় উদ্যোগ  সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১৩. প্রতি বছর কত তারিখে বিজয় দিবস উদ্যাপন করা হয়? (জ্ঞান) ক ১৬ই নভেম্বর  ১৬ই ডিসেম্বর গ ১৬ই সেপ্টেম্বর ঘ ১৬ই অক্টোবর ১৪. নিচের কোনটি কষ্টসাধ্য ও সৃজনশীল কাজ? (অনুধাবন) ক যানবাহন মেরামত  নাটক আয়োজন গ খেলাধুলা ঘ ভিক্ষাবৃত্তি ১৫. ঝুঁকি আছে জেনেও লাভের আশায় কষ্টসাধ্য কাজ করতে আগ্রহী হওয়াকে কী বলে? (জ্ঞান)  উদ্যোগ খ উদ্যোক্তা গ ব্যবসায় ঘ ঝুঁকি গ্রহণ ১৬. কোনটি মানুষের বাসনা বাস্তবায়িত করতে অনুপ্রাণিত করে? (জ্ঞান)  উদ্যোগ খ চাকরি গ সমাজ সেবা ঘ রাজনীতি ১৭. কোনো একজন ব্যক্তি বা কয়েকজনের সম্মিলিত প্রচেষ্টার ফসল কী? (জ্ঞান) ক ব্যবসায় উদ্যোগ খ উদ্যোগ  ব্যবসায় ঘ আত্মকর্মসংস্থান ১৮. একটি ব্যবসায় স্থাপনের ধারণা চিহ্নিতকরণ থেকে শুরু করে ব্যবসায়টি স্থাপন ও সফলভাবে পরিচালনাকে কী বলে? (জ্ঞান) ক উদ্যোগ  ব্যবসায় উদ্যোগ গ ব্যবসায় ঘ ব্যবসায় পরিকল্পনা ১৯. যে ব্যক্তি দৃঢ় মনোবল ও সাহসিকতার সাথে ফলাফল অনিশ্চিত জেনেও ব্যবসায় স্থাপন করেন ও সফলভাবে ব্যবসায় পরিচালনা করেন তাকে কী বলে? (জ্ঞান) ক ব্যবসায় উদ্যোক্তা খ শিল্পোদ্যোক্তা  ব্যবসায় উদ্যোক্তা বা শিল্পোদ্যোক্তা ঘ উদ্যোক্তা ২০. ব্যবসায় উদ্যোগের ইংরেজি প্রতিশব্দ কী? (জ্ঞান) ক ঊহঃৎধঢ়ৎবহবঁৎংযরঢ়  ঊহঃৎবঢ়ৎবহবঁৎংযরঢ় গ ঊহঃৎবঢ়বহবঁৎ ঘ ঊীঃৎধঢ়ৎবহঁৎ ২১. ঊহঃৎবঢ়ৎবহবঁৎ-এর অর্থ কী? (জ্ঞান) ক ব্যবসায় উদ্যোগ খ শিল্প উদ্যোগ গ উদ্যোগ  উদ্যোক্তা ২২. ব্যবসায় উদ্যোগ ও ব্যবসায় উদ্যোক্তা শব্দ দুটি একটি অন্যটির সাথে সম্পর্ক কেমন? ক আংশিক জড়িত খ পরিপূরক  অঙ্গাঙ্গিভাবে জড়িত ঘ সমার্থক ২৩. যিনি ব্যবসায় উদ্যোগ গ্রহণ করেন তিনি কে? (জ্ঞান) ক উদ্যোক্তা  ব্যবসায় উদ্যোক্তা গ ব্যবসায়ী ঘ চাকরিজীবী ২৪. আমেরিকার ফোর্ড কোম্পানির প্রতিষ্ঠাতা কে? (জ্ঞান) ক কনোকে ম্যাটসুসিটা  হেনরি ফোর্ড গ রণদা প্রসাদ সাহা ঘ স্যামসন এইচ চৌধুরী ২৫. পৃথিবী বিখ্যাত জাপানের শিল্পোদ্যোক্তা কে? (জ্ঞান) ক হেনরি ফোর্ড খ জনাব আলী  কনোকে ম্যাটসুসিটা ঘ জহুরুল ইসলাম ২৬. ফোর্ড কোন দেশের কোম্পানি? (জ্ঞান) ক জাপান  আমেরিকা গ ভারত ঘ বাংলাদেশ ২৭. ম্যাটসুসিটা কোন দেশের কোম্পানি? (জ্ঞান) ক বাংলাদেশ খ আর্জেন্টিনা  জাপান ঘ জার্মান ২৮. স্যামসন এইচ চৌধুরী কোন দেশের অধিবাসী? (জ্ঞান) ক ভারতের  বাংলাদেশের গ জাপানের ঘ আমেরিকার ২৯. সকল শিল্প প্রতিষ্ঠানের মালিককে কী নামে অভিহিত করা যেতে পারে? (জ্ঞান) ক পরিচালক খ নির্দেশক গ ব্যবস্থাপক  উদ্যোক্তা  বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর ৩০. নাটক আয়োজন একটি  (অনুধাবন) র. কষ্টসাধ্য কাজ রর. সৃজনশীল কাজ ররর. কাল্পনিক কাজ নিচের কোনটি সঠিক?  র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর ৩১. উদ্যোগ গ্রহণের জনহিতকর কাজ হলো- (অনুধাবন) র. স্কুল-কলেজ প্রতিষ্ঠা রর. খেলাধুলার ক্লাব প্রতিষ্ঠা ররর. হাসপাতাল প্রতিষ্ঠা নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর ৩২. ব্যবসায় উদ্যোগ হলো  (অনুধাবন) র. লাভের আশায় পণ্য উৎপাদন করা রর. লাভের আশায় ঝুঁকি নিয়ে অর্থ বিনিয়োগ করা ররর. লাভের আশায় ঝুঁকি নিয়ে শ্রম বিনিয়োগ করা নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর  রর ও ররর ঘ র, রর ও ররর ৩৩. পরস্পর অঙ্গাঙ্গিভাবে জড়িত- (অনুধাবন) র. ব্যবসায় উদ্যোগ রর. ব্যবসায় উদ্যোক্তা ররর. ব্যবসায় পরিবেশ নিচের কোনটি সঠিক?  র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর ৩৪. পৃথিবীর বিখ্যাত উদ্যোক্তারা হলো  (অনুধাবন) র. হেনরি ফোর্ড রর. সত্যজিৎ রায় ররর. কনোকে ম্যাটসুসিটা নিচের কোনটি সঠিক? ক র ও রর  র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর ৩৫. বাংলাদেশের স্বনামধন্য শিল্পোদ্যোক্তারা হলেন  (অনুধাবন) র. জহুরুল ইসলাম রর. রণদা প্রসাদ সাহা ররর. স্যামসন এইচ চৌধুরী নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর ৩৬. জনাব রহমান মুদির দোকানি থেকে ঢণত গ্রুপের মালিক হলেন। তার এ সফলতার পিছনে কাজ করেছেÑ (উচ্চতর দক্ষতা) র. দৃঢ় মনোবল রর. কঠোর পরিশ্রম ররর. উচ্চ পর্যায়ে যোগাযোগ নিচের কোনটি সঠিক? 

নবম-দশম শ্রেণির ব্যবসায় উদ্যোগ দ্বিতীয় অধ্যায় ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা বহুনির্বাচনী প্রশ্নোত্তর Read More »

নবম-দশম শ্রেণির ব্যবসায় উদ্যোগ প্রথম অধ্যায় ব্যবসায় পরিচিতি বহুনির্বাচনী প্রশ্নোত্তর

প্রথম অধ্যায় ব্যবসায় পরিচিতি অনুশীলনীর বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১. বিনিময়ের মাধ্যম হিসেবে দু®প্রাপ্য শামুক ঝিনুকের ব্যবহার কোন যুগের বৈশিষ্ট্য? ক প্রাচীন  মধ্য গ মোগল ঘ আধুনিক ২. কোন বন্দরকে চড়ৎঃড় এৎধহফড় নামে অভিহিত করা হতো?  চট্টগ্রাম খ খুলনা গ কলকাতা ঘ সপ্তগ্রাম ৩. বাণিজ্য ভোক্তাদের নিকট পণ্য পৌঁছাতে সহায়তা করে থাকে- র. স্থানগত বাধা দূর করার মাধ্যমে রর. সামাজিক সহায়তা দানের মাধ্যমে ররর. অর্থগত বাধা দূর করার মাধ্যমে নিচের কোনটি সঠিক? ক র ও রর  র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর নিচের অনুচ্ছেদটি পড়ে নি¤েœর ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাও : শাকিলাদের একটি পারিবারিক নার্সারি আছে। সেখানে তারা বিভিন্ন প্রকার ফুল ও ফলের চারা উৎপাদন করে বিক্রি করে। তাদের বাড়ির মাটি চারাগাছ উৎপাদন ও লালনের জন্যও উপযুক্ত। নার্সারিটি পুকুরের নিকট হওয়ায় পানিও সবসময় পাওয়া যায়। ফলে নার্সারির চারাগাছগুলোর মানও বেশ ভালো। ৪. শাকিলাদের নার্সারিটি কোন ধরনের শিল্প? ক উৎপাদন  প্রজনন গ সেবা ঘ নির্মাণ ৫. শাকিলাদের নার্সারির চারাগাছগুলোর মান উন্নত হওয়ার পেছনে প্রধান কারণ কোনটি?  প্রাকৃতিক খ সামাজিক গ অর্থনৈতিক ঘ সাংস্কৃতিক ৬. ব্যবসায়ের ক্রমবিকাশের মধ্যযুগের পর্যায় কোনটি? ক দ্রব্য বিনিময় খ প্রযুক্তির উন্নয়ন  কাগজি মুদ্রার প্রচলন ঘ ব্যাংক ও বিমা ব্যবস্থার স¤প্রসারণ ৭. কোনটি প্রত্যক্ষ সেবামূলক পেশার অন্তর্ভুক্ত নয়? ক চিকিৎসক খ শিক্ষক গ আইনজীবী  মৎস্যজীবী ৮. পানি হতে বিদ্যুৎ তৈরি ও বণ্টন কোন শিল্প? ক নির্মাণ  সেবা গ উৎপাদন ঘ নিষ্কাশন ৯. মি. সিমন বড়–য়া খাগড়াছড়ির পাহাড়িয়া এলাকায় স্বল্প পুঁজি নিয়ে আনারস ও কলাচাষ করে ব্যাপকভাবে সফলতা পান। মি. সিমন বড়–য়ার ব্যবসায়ে সফলতার কারণ কী?  ভ‚মি খ নদনদী গ ঐতিহ্য ঘ পুঁজি ব্যবসায়ের ধারণা  সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১০. ব্যবসায়ের উৎপত্তির মূল কারণ কোনটি? (জ্ঞান) ক মুনাফা অর্জন  মানুষের অভাববোধ গ শিল্পবিপ্লব ঘ বাজার সৃষ্টি ১১. অর্থনৈতিক কর্মকাণ্ড ও লেনদেনকে ঘিরে কিসের উদ্ভব হয়? (জ্ঞান) ক বাণিজ্য খ শিল্প গ সেবা  ব্যবসায় ১২. নিচের কোন কাজটি মুনাফা অর্জনের উদ্দেশ্যে করা হয়? (অনুধাবন) ক বিদ্যালয় পরিষ্কার রাখা  বিউটি পার্লার গ বাড়ির পাশে গাছ লাগানো ঘ বাড়ির পাশের আবর্জনা পরিষ্কার করা ১৩. সাধারণভাবে মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত অর্থনৈতিক কর্মকাণ্ডকে কী বলা হয়? (জ্ঞান) ক বাণিজ্য  ব্যবসায় গ শিল্প ঘ প্রত্যক্ষ সেবা ১৪. ব্যবসায়ের প্রধান লক্ষ্য কী? (জ্ঞান) ক জীবিকা নির্বাহ  মুনাফা অর্জন গ ক্রয়-বিক্রয় ঘ সেবা প্রদান ১৫. ব্যবসায়ের মূল উদ্দেশ্য কী? (জ্ঞান)  মুনাফা অর্জন খ সেবা প্রদান গ পণ্য উৎপাদন ঘ বিনিয়োগ করা ১৬. ব্যবসায়ের সাথে জড়িত পণ্য বা সেবার অবশ্যই কী থাকতে হবে? (জ্ঞান)  আর্থিক মূল্য খ উপযোগ গ কার্যকারিতা ঘ ভোগ যোগ্যতা ১৭. ঝুঁকি ব্যবসায়ের কী? (অনুধাবন) ক উদ্দেশ্য  বৈশিষ্ট্য গ সুবিধা ঘ অসুবিধা ১৮. কিসের আশায় ব্যবসায়ী অর্থ বিনিয়োগ করে? (অনুধাবন) ক ভোগের খ সেবা পাওয়ার  মুনাফা অর্জনের ঘ সুনামের ১৯. ব্যবসায়িক কর্মকাণ্ডের মাধ্যমে মুনাফা অর্জনের পাশাপাশি উদ্যোক্তাকে কোনটি বিবেচনায় রাখতে হয়? (জ্ঞান) ক প্রতিযোগিতা  নৈতিকতা গ পুঁজির সংস্থান ঘ উপযোগ সৃষ্টি ২০. মি. কাইসার কলার মৌসুমে রাসায়নিক দ্রব্যের মাধ্যমে আধা কাঁচা কলা পাকিয়ে বাজারে বিক্রি করে জনগণের চাহিদা মেটান। এটি কোন ধরনের কর্মকাণ্ড? (প্রয়োগ) ক চাহিদা সৃষ্টি খ উপযোগ সৃষ্টি গ জনকল্যাণ  আইনগত দণ্ডনীয় ২১. ব্যবসায়ের গুরুত্বপূর্ণ দিক কোনটি? (অনুধাবন) ক লেনদেনের পৌনঃপুনিকতা খ উপযোগ সৃষ্টি  নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা ঘ ব্যবসায়ের উপকরণ  বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর ২২. অর্থনৈতিক কাজের আওতাভুক্ত হলোÑ (অনুধাবন) র. হাঁস-মুরগি পালন রর. ওষুধ বিক্রয় ররর. বিউটি পার্লার নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর ২৩. যেকোনো অর্থনৈতিক কাজ ব্যবসায়ের অন্তর্ভুক্ত হবে যদি- (অনুধাবন) র. জীবিকা নির্বাহের জন্য করা হয় রর. মুনাফা অর্জনের জন্য করা হয় ররর. বিনোদনের জন্য করা হয় নিচের কোনটি সঠিক?  র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর ২৪. ব্যবসায়ের বহিভর্‚ত হলো- (অনুধাবন) র. পরিবারের সদস্যদের জন্য খাদ্য উৎপাদন রর. মুনাফার আশায় বিউটি পার্লার পরিচালনা ররর. পরিবারের সদস্যদের জন্য সবজি চাষ নিচের কোনটি সঠিক? ক র ও রর  র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর ২৫. মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত কর্মকাণ্ড ব্যবসায় হিসেবে গণ্য হবে যদি ব্যবসায়- (উচ্চতর দক্ষতা) র. বৈধ হয় রর. সঠিকভাবে পরিচালিত হয় ররর. আইনসম্মতভাবে গৃহীত হয় নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর ২৬. ব্যবসায় অন্য সব পেশা থেকে আলাদা। কারণ ব্যবসায়ের রয়েছে- (অনুধাবন) র. আর্থিক মূল্য রর. ঝুঁকি ও অনিশ্চয়তা ররর. লেনদেনের পৌনঃপুনিকতা নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর ২৭. ব্যবসায়িক গুরুত্বপূর্ণ দিক হলোÑ (অনুধাবন) র. নৈতিকতা রর. সততা ররর. সামাজিক দায়বদ্ধতা নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর  অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর নিচের অনুচ্ছেদটি পড়ে ২৮ ও ২৯ নং প্রশ্নের উত্তর দাও : রহমান ও রহিম দুই বন্ধু। রহমানের বাবা চালের ব্যবসায়ী। আর রহিমের বাবা টেলিভিশন নাটকে অভিনয়ের জন্য টাকা পেয়ে থাকে। ২৮. রহমানের বাবা ও রহিমের বাবার কাজকে কিসের ভিত্তিতে পৃথক করা যায়? (প্রয়োগ) ক বিনিময়ের  ব্যবসায়ের গ শিল্পের ঘ বাণিজ্যের ২৯. রহমানের বাবার কাজটি- (উচ্চতর দক্ষতা) র. উপযোগ সৃষ্টির সাথে সম্পৃক্ত রর. মুনাফা অর্জনের সাথে সম্পৃক্ত ররর. অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর ব্যবসায়ের উৎপত্তি ও ক্রমবিকাশ  সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ৩০. কোনটি বৃদ্ধির কারণে দিন দিন অর্থনৈতিক কর্মকাণ্ডের আওতা বাড়ছে? (জ্ঞান)  চাহিদা খ উৎপাদন গ লেনদেন ঘ পণ্য বণ্টন ৩১. প্রাচীন যুগে বিনিময়ের মাধ্যম হিসেবে কোনটি ব্যবহৃত হতো? (অনুধাবন) ক কাগজি মুদ্রা  দ্রব্য গ স্বর্ণ-রৌপ্য ঘ দু®প্রাপ্য ঝিনুক ৩২. কোন কর্মকাণ্ডের ব্যর্থতার জন্য মুদ্রার প্রচলন হয়? (অনুধাবন) ক পণ্য উন্নয়ন খ পণ্য উৎপাদন গ পণ্য বণ্টন  পণ্য বিনিময় ৩৩. ব্যবসায়ের ক্রমবিকাশের ধারাকে কয়টি পর্যায়ে ভাগ করা যায়? (জ্ঞান) ক ২  ৩ গ ৪ ঘ ৫ ৩৪. ব্যবসায়ের ক্রমবিকাশের ধারায় কোন কাজটি প্রাচীনযুগে করা হতো? (জ্ঞান) ক বাজার সৃষ্টি খ মোবাইল ব্যাংকিং  পশু শিকার ঘ টেলিগ্রাম ৩৫. দ্রব্য বিনিময় প্রথা চালু হয় কোন যুগে? (জ্ঞান)  প্রাচীন যুগে খ মধ্য যুগে গ আধুনিক যুগে ঘ মধ্য ও আধুনিক যুগে ৩৬. কোন যুগে অর্থের প্রচলন ঘটে? (জ্ঞান)

নবম-দশম শ্রেণির ব্যবসায় উদ্যোগ প্রথম অধ্যায় ব্যবসায় পরিচিতি বহুনির্বাচনী প্রশ্নোত্তর Read More »

নবম-দশম শ্রেণির ব্যবসায় উদ্যোগ দ্বাদশ অধ্যায় সফল উদ্যোক্তাদের জীবনী থেকে শিক্ষণীয় সৃজনশীল ও জ্ঞানমূলক প্রশ্নোত্তর

দ্বাদশ অধ্যায় সফল উদ্যোক্তাদের জীবনী থেকে শিক্ষণীয়  জহুরুল ইসলাম (১৯২৮-১৯৯৫) : বাংলাদেশের শিল্প জগতে জহুরুল ইসলাম একটি পরিচিত নাম। তিনি ১৯২৮ সালে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার ভাগলপুরে জš§গ্রহণ করেন। পরিবারের আর্থিক অসচ্ছলতার জন্য ১৯৪৮ সালে সিএন্ডবি ডিপার্টমেন্টের ওয়ার্ক সরকার পদে মাত্র সাতাত্তর টাকা বেতনের চাকরি নেন। তিনি কিছুদিন পর ঐ বিভাগে নি¤œমান সহকারী বা লোয়ার ডিভিশন ক্লার্ক পদ লাভ করেন। আড়াই বছর পর ১৯৫১ সালে তিনি চাকরি ছেড়ে দেন এবং বেঙ্গল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড নামে একটি ব্যবসায় প্রতিষ্ঠা করে তিন-চার হাজার টাকার মতো সামান্য পুঁজি নিয়ে তিনি সম্পূর্ণভাবে ব্যবসায় শুরু করেন। কঠোর পরিশ্রম ও ব্যবসায়ের প্রতি একাগ্রতা ও আন্তরিকতা তাঁকে ধীরে ধীরে একজন সার্থক ব্যবসায় উদ্যোক্তা ও অন্যতম ধনাঢ্য ব্যক্তি হিসেবে পরিণত করে। তিনি ১৯৬০ সালের দিকে চট্টগ্রামে একটি টিম্বার কারখানা ও ঢাকার জিঞ্জিরায় একটি গøাস কারখানা স্থাপন করেন। ঢাকা শহরের জনসংখ্যা বৃদ্ধির ফলে মানুষের আবাসন চাহিদা মেটাতে ১৯৬৪ সালে ইস্টার্ন হাউজিং লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান স্থাপন করেন। বর্তমানে তাঁর প্রতিষ্ঠিত সকল ব্যবসায় প্রতিষ্ঠান ইসলাম গ্রæপ অব কোম্পানিজ নামে পরিচিত, যা ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত হয়। এর আওতায় রয়েছে ইস্টার্ন হাউজিং লি., নাভানা লি., মিলনার্স লি., এসেনশিয়াল প্রোডাক্ট লি.; ঢাকা ফাইবার্স লি.; ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল লি., নাভানা স্পোর্টস লি., ঢাকা রিরোলিং মিলস্ লি., আফতাব অটোমোবাইলস লি., আফতাব ডেইরি ইত্যাদি। ১৯৯৫ সালের ১৯ অক্টোবর এই কর্মবীরের জীবনাবসান হয়।  স্যামসন এইচ চৌধুরী (১৯২৬-২০১২) : বাংলাদেশের শিল্প-বাণিজ্যের ইতিহাসে অবিস্মরণীয় নাম স্কয়ার গ্রæপের চেয়ারম্যান, জনহিতৈষী ব্যক্তিত্ব স্যামসন এইচ চৌধুরী। তার জš§ ১৯২৬ সালের ২৫ সেপ্টেম্বর ফরিদপুর জেলায়। পিতার পেশার কারণে ছোটবেলা থেকেই তিনি ঔষধ নিয়ে নাড়াচাড়া করতেন। অনেক চিন্তা-ভাবনা করে তিনি ফার্মেসি বা ঔষধের দোকানকেই ব্যবসা হিসেবে গ্রহণ করেন। গ্রামের বাজারে দিলেন একটি ছোট দোকান। ১৯৫৮ সালে তিনি ঔষধ কারখানা স্থাপনের একটি লাইসেন্স পান। তিনিসহ আরও তিন বন্ধু মিলে প্রত্যেকের ২০,০০০ টাকা করে মোট ৮০,০০০ টাকায় ১২ জন শ্রমিক নিয়ে স্থাপন করেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস। বর্তমানে সেখানে প্রায় ৩০,০০০ শ্রমিক কর্মরত। শুধু ওষুধ শিল্প নয়, এ শিল্পগ্রæপের ব্যবসায় স¤প্রসারিত হয়েছে প্রসাধন সামগ্রী, টেক্সটাইল, কৃষিপণ্য, তথ্যপ্রযুক্তি, স্বাস্থ্যসেবা ও মিডিয়ায়। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে স্কয়ারের পণ্য। ওষুধের গুণগতমান দেশে বিদেশে স্বীকৃত। পৃথিবীর ৫০টি দেশে রপ্তানি হচ্ছে স্কয়ারের ওষুধ। বিভিন্ন সময়ে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এ শিল্পোদ্যোক্তা তাঁর সাফল্যের ভিত্তি হিসেবে ধৈর্য, অধ্যবসায় ও সততাকেই মূল হিসেবে উল্লেখ করেছেন। ২০১২ সালের ৫ জানুয়ারি ৮৬ বছর বয়সে এ কীর্তিমানের জীবনাবসান হয়।  শাহিদা বেগম গৃহবধূ থেকে উদ্যোক্তা : বরিশালের লিবার্টি জেন্টস টেইলার্সের স্বত্বাধিকারী শাহিদা বেগম। শাহিদা বেগম বাস করেন বরিশাল শহরে। স্বামীর টেইলারিং ব্যবসায় আর চার মেয়ে নিয়ে তার দিনগুলো ভালোই চলছিল। কিন্তু হঠাৎ করেই তার স্বামী অসুস্থ হন। ১৯৯৭ সালে তার স্বামী তাদের সবাইকে রেখে চলে যান পরপারে। শাহিদা যেন চোখে অন্ধকার দেখেন। শাহিদার সামান্য গহনাই সম্বল ছিল। গহনা বিক্রি করে পঞ্চাশ হাজার টাকা দিয়েই ব্যবসায়টি শুরু করেন। দোকানের কর্মচারীরাও তখন ছিল ২ জন। তাদের কাছে টেইলারিং শেখেন। আত্মবিশ্বাস ও কঠিন মনোবল নিয়ে তিনি পুরো পরিস্থিতি সামলে নিয়ে একটি আধুনিক জেন্টস টেইলার্স গড়ে তোলেন। এভাবেই তিনি সাধারণ গৃহবধূ থেকে পুরোপুরি ব্যবসায়ী হয়ে ওঠেন। তিনি ২০০৮ সালে সফল নারী উদ্যোক্তা হিসেবে এসএমই ফাউন্ডেশন থেকে পুরস্কার পেয়েছেন।  আজাদ প্রোডাক্টসের মালিক আবুল কালাম আজাদ : জীবনের প্রথম ব্যবসায় শুরু করেছিলেন মাত্র ৪৫০ টাকা পুঁজি নিয়ে। ধীরে ধীরে সে ব্যবসায় পরিণত হয়েছে বিশাল প্রতিষ্ঠানে। আজকে তিনি দেশের স্বনামধন্য ব্যবসায় প্রতিষ্ঠান আজাদ প্রোডাক্টসের কর্ণধার। নাম আবুল কালাম আজাদ। ১৯৭০ সালের কথা। এসএসসি পরীক্ষার পর বাবার সঙ্গে বাজারে গিয়েছিলেন পাটের বিনিময়ে ইলিশ মাছ ও কাঁঠাল কিনতে। সেখানে নারিকেল বিক্রি করে লাভবান হবার সুযোগ দেখে খালাত ভাইয়ের সহায়তায় মাত্র ৪৫০ টাকা মূলধন নিয়ে ব্যবসায় শুরু করলেন। এটিই ছিল তার জীবনের টার্নিং পয়েন্ট। ছোট নৌকা করে এক হাট থেকে অন্য হাটে নারিকেল আনা নেওয়া করতেন। একসময় আরও কিছু করার আশায় গ্রাম থেকে শহরে পাড়ি জমালেন। শুরু হলো কষ্টের জীবন। বায়তুল মোকাররমের সামনে পোস্টার বিক্রি করতে দেখে নিজেও সে রকম একটি পরিকল্পনা করলেন। প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহ করে শুরু করে দিলেন ছোট পরিসরের ব্যবসায় ‘আজাদ পোস্টার হাউস’। এল রহমান জুয়েলার্সের সামনে একটি খাম্বার সাথে ঝুলিয়ে বিক্রি করতেন পোস্টার। সেদিনের সেই ভ্রাম্যমান দোকান পরিণত হলো বিশাল আজাদ প্রডাক্টসে। আবুল কালাম আজাদের মতে, তার সাফল্যের পেছনে আছে কঠোর পরিশ্রম ও মায়ের দোয়া। তাই নিজের মাসহ পৃথিবীর সকল মায়েদের শ্রদ্ধা জানাতে ২০০৩ সাল থেকে প্রচলন করেছেন ‘রতœগর্ভা মা অ্যাওয়ার্ড।  লুৎফা সানজিদা : সংগ্রামময় জীবনে সফল উদ্যোক্তা : লুৎফা সানজিদা সংগ্রামময় জীবনে সফল উদ্যোক্তা। বন্দরনগরী চট্টগ্রামের হালিশহরের অনিন্দ্য বুটিক এবং পার্লারের মালিক লুৎফা সানজিদা, যিনি মাত্র ১৫ হাজার টাকা দিয়ে ব্যবসায় শুরু করে আজ কোটিপতির তালিকায় নাম লিখিয়েছেন। তিলে তিলে গড়ে তুলেছেন বুটিক ও পার্লার। সংগ্রামই তার জীবনের মূলমন্ত্র। এক কাজিনের নিকট থেকে ৩০ হাজার টাকা ধার নিয়ে ১৯৮৯ সালে তিনি চকভিউ মার্কেটে একটি শোরুম দিয়েছিলেন। সেটিই ছিল তার জীবনের ঘুরে দাঁড়ানোর সময়। শুরু থেকেই দোকানটিতে বেচাকেনা ভালো হতো। ১৯৯৫ সালে তিনি চট্টগ্রামের মাইডাস থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়ে চিটাগাং শপিং কমপ্লেক্সে আরেকটি শোরুম দেন। ব্যবসায় জমে ওঠে। পরিবারে সচ্ছলতা আসতে থাকে। ২০০৪ সালে তিনি একটি বিউটি পার্লার দেন। তিনি প্রতিবন্ধী নারী, স্বামী পরিত্যক্তা ও নির্যাতিতা নারীদের বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করেন।  বগুড়ার নায়েব আলী : চরম হতাশা ও দুর্ভোগের পরও শ্রম, মেধা ও সামান্য পুঁজির সমন্বয় ঘটিয়ে ভাগ্য উন্নয়ন সম্ভব এটা প্রমাণ করেছেন বগুড়ার যুবক নায়েব আলী। জমিজমা বেচে আর ঋণ করে ভাগ্য ফেরাতে বিদেশ গিয়ে আদম ব্যাপারির প্রতারণায় সর্বস্বান্ত হয়েছিলেন তিনি। এলাকার প্রাকৃতিক পরিবেশ এ উপাদানটির কথা মাথায় রেখে নায়েব আলী পরিকল্পনা নেন হাঁস পালনের। পাশের গ্রাম থেকে কিনে আনেন ৩০টি হাঁসের বাচ্চা। মাত্র এক হাজার টাকা পুঁজি নিয়ে ২০০৯ সালে তিনি নিজ গ্রামে গড়ে তোলেন হাঁসের খামার। বর্তমানে তিনি এক হাজার হাঁসের খামারের মালিক। দু’বছর আগে বিদেশ যাওয়ার জন্যে যে অর্থ ঋণ করেছিলেন, খামারের আয় থেকে সে অর্থ পরিশোধ করে দিয়েছেন এবং কিছু জায়গা জমিও কিনেছেন। এছাড়া হাঁসের খামার গড়ে ওঠার কারণে খাদ্য, শামুক ও হাঁসের ডিম বিক্রির মাধ্যমে আরও ১০ জনের কর্মসংস্থানের পথ সৃষ্টি হয়েছে। অনুশীলনীর সৃজনশীল প্রশ্ন ও উত্তর প্রশ্ন-১  নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও : এম. কম পাস করার পর জনাব ইশরাক একটি ঔষধ কোম্পানিতে বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ শুরু করেন। চাকরির নিয়মকানুন, অন্যের অধীনে কাজ করা ইত্যাদি ভালো না লাগায় চাকরি ছেড়ে নিজেই উদ্যোগ গ্রহণ করে একটি ঔষধের ব্যবসায় শুরু করেন। পরবর্তীতে পরিশ্রম, সততা, নিষ্ঠা ইত্যাদি পুঁজি করে ‘রাজ ফার্মা’ নামে একটি ঔষধ প্রস্তুতকারী কোম্পানি প্রতিষ্ঠা করেন। ক. ‘স্কয়ার ফার্মাসিউটিক্যালস’Ñএর প্রতিষ্ঠাতা কে? খ. ঝুঁকি বলতে কী বুঝায়? বর্ণনা কর। গ. উদ্যোক্তার কোন গুণটি ইশরাককে উদ্যোক্তা হতে সাহায্য করেছে?

নবম-দশম শ্রেণির ব্যবসায় উদ্যোগ দ্বাদশ অধ্যায় সফল উদ্যোক্তাদের জীবনী থেকে শিক্ষণীয় সৃজনশীল ও জ্ঞানমূলক প্রশ্নোত্তর Read More »

নবম-দশম শ্রেণির ব্যবসায় উদ্যোগ একাদশ অধ্যায় ব্যবসায়ে নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা সৃজনশীল ও জ্ঞানমূলক প্রশ্নোত্তর

একাদশ অধ্যায় ব্যবসায়ে নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা  ব্যবসায়িক মূল্যবোধ ও নৈতিকতার ধারণা : মূল্যবোধ ও নৈতিকতা শব্দ দুটির ধারণা প্রায় অবিচ্ছেদ্য। যে জ্ঞানবোধ এবং আচরণ সমাজ মূল্যবোধ ও অনুকরণীয় মনে করে তাকেই মূল্যবোধ বলে। আর নৈতিকতার অর্থ মানব আচরণের মানদণ্ড। মূল্যবোধ ও নৈতিকতাবোধ মানুষকে ন্যায়-অন্যায়, ঠিক-বেঠিক, ভালো-মন্দের মধ্যে পার্থক্য চি‎ি‎হ্নত করতে সাহায্য করে। এটি মানুষের জীবনে ইতিবাচক মঙ্গলময় ও কল্যাণময় দিকের নির্দেশনা দেয়।  নৈতিকতা : নৈতিকতা শব্দটি গ্রিক ইথস (ঊঃযড়ং) শব্দ হতে উদ্ভব হয়েছে। যার অর্থ মানব আচরণের মানদণ্ড। নৈতিকতা মানুষের দৈনন্দিন কাজকর্মের সাথে জড়িত। নৈতিকতা মানুষের ভালো-মন্দের বিচার-বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে সহায়তা করে। যেমন : শিক্ষক, ছাত্রছাত্রীদের সুষ্ঠু পাঠ দান করার সাথে সাথে দেখতে হবে ছাত্রছাত্রীরা মনোযোগী না অমনোযোগী, বাড়ির কাজ ঠিকমতো করছে কি না এবং ভুল সংশোধন করে দেয়া শিক্ষকের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। ছাত্রছাত্রীদের নৈতিক দায়িত্বের মধ্যে রয়েছে : যথাসময়ে স্কুলে যাওয়া, বাড়ির কাজ করা এবং শিক্ষকের আদেশ নির্দেশ মেনে চলা ইত্যাদি।  ব্যবসায় নৈতিকতা : একটি ব্যবসায়ের ধারণা চি‎িহ্নত করা থেকে শুরু করে এটি সফলভাবে পরিচালনার সাথে অনেক কাজ জড়িত। এসব কাজ সুন্দর, সুষ্ঠুভাবে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে নৈতিকতা দিকনির্দেশনা হিসেবে কাজ করে। সাথে সাথে ব্যবসায় নৈতিকতা বা নৈতিক মূল্যবোধ ব্যবসায় জগতে আমাদের আচরণকে সঠিক পথে পরিচালনা করে। ব্যবসায় নৈতিকতাগুলো হলো : ১. সততা বজায় রাখা ৫. কৃত্রিম সংকট সৃষ্টি না করা ২. ক্ষতিকর পণ্য উৎপাদন ও বিপণন না করা ৬. বিভিন্ন ব্যবসায়িক ও শিল্প আইন মেনে চলা ৩. গ্রাহকদের সাথে প্রতারণা না করা ৭. পরিবেশের ক্ষতি সাধন না করা ৪. মেয়াদোত্তীর্ণ পণ্যদ্রব্য বিক্রি না করা ৮. জনকল্যাণে অবদান রাখা  ব্যবসায়িক মূল্যবোধ ও নৈতিকতার প্রয়োজনীয়তা : অতিরিক্ত মুনাফা অর্জন বা যেকোনো কারণেই হোক ব্যবসায় অনৈতিক কার্যকলাপ দিন দিন বেড়েই চলেছে। মরা মুরগি কেনা-বেচা, খাদ্যদ্রব্যে ভেজাল, নিম্নমানের পণ্য তৈরি বা বিক্রয়, ওজন কম, ফরমালিনযুক্ত মাছ ও ফলমূল, পণ্যদ্রব্যের গুণাগণ সম্পর্কে মিথ্যা ও অতিরিক্ত তথ্য দেয়া, নির্মাণ কাজে নিম্নমানের দ্রব্য ব্যবহার ইত্যাদি ব্যবসায়ে অনৈতিকতা কার্যকলাপের উদাহরণ। যে সকল বিষয়ে মূল্যবোধর প্রয়োজনীয়তা অপরিসীম তা হলো : ১. সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ হিসেবে অনৈতিক কার্যকলাপ ও আচরণ মানুষের কাছে কাম্য নয়। ২. ব্যবসায়ীর নৈতিক দায়িত্ব হিসেবে রয়েছে পণ্যদ্রব্য বা সেবার সঠিক সরবরাহ নিশ্চিত করা। ৩. ওষুধ প্রস্তুতকারকের নৈতিক দায়িত্ব হলো ওষুধে ভেজাল পরিহার করা। ৪. ব্যবসায়ের উন্নতি ও সমৃদ্ধির জন্য সামাজিক দায়িত্ব পালন অপরিহার্য। ৫. ব্যবসায় সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে নৈতিকতার ভ‚মিকা অপরিসীম।  ব্যবসায় সামাজিক দায়বদ্ধতা : ব্যবসায় সামাজিক দায়বদ্ধতা বলতে মুনাফা অর্জনের সাথে সমাজের কিছু মঙ্গলময় বা কল্যাণমূলক কাজ করাকে বোঝায়। প্রাচীনকাল থেকে ব্যবসায়ের উদ্দেশ্য বলতে মুনাফা অর্জনকেই বোঝাত। বর্তমানে এ ধারণার পরিবর্তন হয়েছে। ব্যবসায় একটি সামাজিক প্রতিষ্ঠান। সমাজকে ঘিরেই এর কার্যক্রম। সমাজে বসবাসকারী মানুষের বিভিন্ন ধরনের ভোগ্যপণ্য এবং অন্যান্য পণ্য বা সেবার চাহিদা নিরুপণ করে তা প্রস্তুত বা সংগ্রহ করে জনগণের কাছে পৌঁছে দেওয়াই ব্যবসায়ের প্রধান কাজগুলোর মধ্যে অন্যতম। সা¤প্রতিককালে কিছু কিছু ব্যবসায় প্রতিষ্ঠান জনসেবামূলক কাজ করে থাকে। যেমন হাসপাতাল প্রতিষ্ঠা, স্কুল স্থাপন, দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদান কাজে এগিয়ে আসা। ব্যবসায় একটি সামাজিক প্রতিষ্ঠান এবং জনগণের সমর্থনের ওপর এর স্থায়িত্ব ও মুনাফা নির্ভরশীল। প্রত্যেক ব্যবসায়ের সামাজিক দায়িত্ব পালন একটি নৈতিক দায়িত্ব।  বিভিন্ন পক্ষের প্রতি ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা : বর্তমানে প্রতিযোগিতামূলক ব্যবসায় জগতে ব্যবসায়ীকে নিজের মুনাফা বৃদ্ধির উদ্দেশ্য অর্জনের পাশাপাশি অনেক পক্ষের প্রতি দায়িত্ব পালন করতে হয়। এরা হলো রাষ্ট্র, সমাজ, ক্রেতা ও কর্মচারী। এসব পক্ষ কোনো না কোনোভাবে ব্যবসায়ের সাথে সংশ্লিষ্ট।  রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা : জনগণের স্বার্থ রক্ষা করে ব্যবসায় পরিচালিত হোক এটাই রাষ্ট্রের লক্ষ্য। ব্যবসায় স্থাপন ও অগ্রগতির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করে জনগণের চাহিদা মেটানো হলে অর্থাৎ পণ্য বা সেবা প্রদানের পাশাপাশি নিয়মিত কর প্রদান করা হলে সরকার খুশি। ব্যবসায়কে রাষ্ট্রের প্রতি নি¤েœাক্ত দায়িত্ব পালন করতে হয় : ক. সরকারকে নিয়মিত কর ও রাজস্ব প্রদান করা। খ. সরকারের নিয়মনীতি যথাযথভাবে পালন করা। গ. কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখা।  সমাজের প্রতি দায়বদ্ধতা : সমাজ থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণ করেই ব্যবসায়ের উন্নতি ও সমৃদ্ধ ঘটে। তবে ব্যবসায়কে সমাজের প্রতি নিম্নোক্ত দায়িত্ব পালন করতে হয় : ক. সমাজের প্রয়োজন মাফিক মানসম্মত পণ্য উৎপাদন ও সরবরাহ করা। খ. কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। গ. বিভিন্ন জনহিতকর কাজে সহায়তা করা। ঘ. জাতীয় দুর্যোগে জনগণের পাশে দাঁড়ানো। ঙ. পরিবেশ দূষণ থেকে এলাকাকে রক্ষা করা। চ. পণ্যের মজুদদারি না করা।  ক্রেতা ও ভোক্তাদের প্রতি দায়বদ্ধতা : ক্রেতা ও ভোক্তাদের আস্থা এবং সহযোগিতার ওপর ব্যবসায়ের সফলতা নির্ভর করে। তাই ব্যবসায়ীকে নিম্নোক্ত দায়িত্ব পালন করতে হয় : ক. পণ্যের বাজার স্থিতিশীল রাখা। খ. মানসম্মত পণ্য সরবরাহ করা। গ. পণ্যসামগ্রী প্রাপ্তি সহজতর করা। ঘ. পণ্য ও বাজার সংক্রান্ত বিভিন্ন তথ্য সরবরাহ করা।  শ্রমিক-কর্মচারীদের প্রতি দায়বদ্ধতা : শ্রমিক ও কর্মচারীদের অব্যাহত প্রচেষ্টার ফলেই ব্যবসায়ে মুনাফা অর্জিত হয়। তাই তাদের স্বার্থকে অবহেলা করে ব্যবসায় পরিচালনা করা যায় না। ব্যবসায় উন্নতির সাথে তাদের বেতন ভাতা বৃদ্ধি ও বোনাস প্রদান করা এবং তাদের অবস্থার উন্নতির চেষ্টা করা উচিত। একজন ব্যবসায়ীকে তার প্রতিষ্ঠানে শ্রমিক ও কর্মচারীদের প্রতি নিম্নোক্ত দায়িত্ব পালন করতে হয় : ক. উপযুক্ত পারিশ্রমিক ও আর্থিক সুবিধা দান। খ. চাকরির নিরাপত্তা বিধান করা। গ. কাজের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা। ঘ. প্রশিক্ষণ ও পদোন্নতির ব্যবস্থা করা। ঙ. বাসস্থান ও চিকিৎসার ব্যবস্থা করা।  বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রম : ব্যবসায় সামাজিক দায়িত্ব বহু যুগ ধরে অবহেলিত হয়ে আসলেও বর্তমানে দেশে-বিদেশে অনেক প্রতিষ্ঠান সামাজিক কার্যক্রমে এগিয়ে এসেছে। যেমন : ডাচ-বাংলা ব্যাংক, প্রাইম ব্যাংক, ইসলামী ব্যাংক ও বিভিন্ন মোবাইল ফোন কোম্পানি যেমন : টেলিটক, গ্রামীণফোন, রবি, বাংলালিংক, সিটিসেল, এয়ারটেল প্রভৃতি দারিদ্র্য বিমোচন, মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনার খরচ বহন, বৃত্তি প্রদান ও খেলাধুলার উন্নয়নে আর্থিক পৃষ্ঠপোষকতা প্রদান করে সামাজিক উন্নয়নে অবদান রাখছে।  পরিবেশ দূষণ ও ব্যবসায় : ব্যবসায় বিশেষ করে শিল্পোন্নয়নের সবচেয়ে বড় সমস্যা পরিবেশ দূষণ। শিল্প বর্জ্য নির্গত তরল পদার্থ নদীনালায় বয়ে পানি দূষিত করছে। বিষাক্ত পানিতে মাছসহ জলজ প্রাণী বাস করার অনুপযোগী হয়ে গেছে। অন্যদিকে যত্রতত্র ময়লা নিক্ষেপ ও যানবাহনের ধোঁয়া বায়ু দূষিত করে। কারখানা ও জেনারেটরের বিকট আওয়াজে ভয়াবহ শব্দ দূষণ হচ্ছে। এছাড়া শিল্প কারখানা প্রতিষ্ঠার নামে অবাধে গাছ নিধন ও পাহাড় কেটে পরিবেশকে দূষণ করছে। আবাসনের নামে চাষের জমি হরণ, খালবিল ভরাট করে আবাসন তৈরি, নদীভাঙন, নির্বিচারে অনুপযুক্ত যানবাহন চালানো, বহুল শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের ব্যবহার পরিবেশ দূষণের জন্য দায়ী। এতে মানুষের স্বাস্থ্যহানি তো হচ্ছেই, তদুপরি জীববৈচিত্র্য ভয়াবহভাবে হুমকির মুখে পড়ছে। অনুশীলনীর সৃজনশীল প্রশ্ন ও উত্তর প্রশ্ন-১  নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও : সাহিদ স্বচ্ছতার সাথে ব্যবসায় করে সীমিত মুনাফা করেন। অপরদিকে তার বন্ধু নাদিম চাকচিক্যের আড়ালে ভেজাল ও নিম্নমানের পণ্য বিক্রি করে প্রচুর মুনাফা

নবম-দশম শ্রেণির ব্যবসায় উদ্যোগ একাদশ অধ্যায় ব্যবসায়ে নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা সৃজনশীল ও জ্ঞানমূলক প্রশ্নোত্তর Read More »

নবম-দশম শ্রেণির ব্যবসায় উদ্যোগ দশম অধ্যায় ব্যবসায় উদ্যোগ উন্নয়নে সহায়ক সেবা সৃজনশীল ও জ্ঞানমূলক প্রশ্নোত্তর

দশম অধ্যায় ব্যবসায় উদ্যোগ উন্নয়নে সহায়ক সেবা  উদ্যোগ উন্নয়নে সহায়ক সেবার ধারণা : নতুন ব্যবসায় বা শিল্প স্থাপন একটি সৃজনশীল ও গঠনমূলক কাজ। কিন্তু এর সাথে ঝুঁকিও জড়িত। ফলে সহজেই কেউ এ কাজে এগিয়ে আসতে চায় না। এজন্য প্রয়োজন বিভিন্ন ধরনের সহায়তা। উদ্যোগ গ্রহণের এসব সহায়তা একজন সম্ভাবনাময় উদ্যোক্তাকে ব্যবসায় বা শিল্প স্থাপন ও তা সফলভাবে পরিচালনায় অনুপ্রাণিত করে। প্রকৃতি অনুযায়ী এসব সহায়তাকে উদ্দীপনামূলক, সমর্থনমূলক ও সংরক্ষণমূলক এ তিন ভাগে ভাগ করা যায়।  সহায়তার বিভিন্ন উৎস : ক্স বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা ক্স বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড ক্স বাণিজ্যিক ব্যাংক ক্স বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা সংস্থা ক্স বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ ক্স যুব উন্নয়ন অধিদপ্তর ক্স মহিলা অধিদপ্তর ক্স বেসরকারি উন্নয়ন সংস্থা  বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫৭ সালে যুক্তফ্রন্ট সরকারের শ্রম, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর দায়িত্ব পালনকালে গণপরিষদে একটি ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশন প্রতিষ্ঠার বিল উপস্থাপন করেন। এরই ফলে ১৯৫৭ সালের ৩০ মে পূর্ব পাকিস্তানের ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশন (ইপসিক) প্রতিষ্ঠিত হয়, যা স্বাধীনতার পর বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা (বিসিক) নাম ধারণ করে। বর্তমানে শিল্প মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা (বিসিক) দেশের ক্ষুদ্র ও কুটির শিল্পে নিয়োজিত সরকারি খাতের প্রধান সহায়তাকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে।  বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড : বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) সম্পূর্ণ রাষ্ট্রীয় মালিকানাধীন একটি বাণিজ্যিক ব্যাংক। বাংলাদেশ শিল্প ব্যাংক ও বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা একত্র হয়ে ৩ জানুয়ারি ২০১০ সাল থেকে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড নামে এর নতুন কার্যক্রম শুরু করে। বাণিজ্যিক ব্যাংকিং ছাড়াও বিডিবিএল সরকারি ও বেসরকারি শিল্পে আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান করে থাকে।  বাণিজ্যিক ব্যাংক : দেশের চারটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক (সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী) এবং বাংলাদেশ কৃষি ব্যাংক সারা দেশে বিরাজমান তাদের শাখাগুলোর মাধ্যমে শিল্প ও ব্যবসায় উদ্যোক্তাদের আর্থিক সেবা প্রদান করে আসছে। বিশেষ করে নিবিড় শ্রমঘন ও কর্মসংস্থানমুখী অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং ব্যবসায় প্রতিষ্ঠানসমূহের দ্রæত প্রসারের জন্য বিভিন্ন সহায়তা কর্মসূচি গ্রহণ করেছে। ব্যবসায় বা প্রকল্পের ধরন অনুযায়ী ঋণসীমা সর্বনি¤œ ৫০ হাজার থেকে সর্বোচ্চ ১০ কোটি টাকা। ঋণের মেয়াদ ব্যবসায় বা প্রকল্পের ওপর নির্ভর করে নির্ধারিত হয়।  বেসিক ব্যাংক লিমিটেড : বেসিক ব্যাংক বাংলাদেশে প্রচলিত ১৯১৩ সালের কোম্পানি আইনের অধীনে ১৯৮৮ সালে নিবন্ধিত হয় এবং ১৯৮৯ সালের ৩১ জানুয়ারি থেকে ব্যাংকিং কার্যক্রম শুরু করে। বর্তমানে এটি ব্যাংকিং কোম্পানি আইন ১৯৯১ অনুযায়ী পরিচালিত হচ্ছে। ক্ষুদ্রশিল্পের অর্থায়নের প্রয়োজনীয়তা উপলব্ধি করে এ ব্যাংক প্রতিষ্ঠা করা হলেও বর্তমানে ব্যাংকটি বাণিজ্যিক ও উন্নয়নমূলক ব্যাংকিং কার্যক্রম উভয়ই পরিচালনা করে থাকে।  বাংলাদেশ শিল্প কারিগরি সাহায্য কেন্দ্র : দেশের শিল্পায়ন এবং অর্থনৈতিক পরিবর্তন প্রক্রিয়ায় বিশেষ করে শিল্পক্ষেত্রে উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে সংস্থাটি প্রতিষ্ঠিত হয়। এ সংস্থাটির প্রদত্ত সহায়তাগুলো হলো কারিগরি ও ব্যবস্থাপনা দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ, নতুন ডিজাইনের যন্ত্রপাতির সাথে পরিচিত করানোর ও যন্ত্রপাতি স্থাপনে উদ্ভূত সমস্যা সমাধানে উপদেশ প্রদান। চারটি আঞ্চলিক কেন্দ্রের মাধ্যমে বিটাক তার কার্যক্রম পরিচালনা করছে। কেন্দ্রগুলো হলো- ঢাকা, চট্টগ্রাম, চাঁদপুর ও খুলনা।  বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ : জাতীয় শিল্পায়নে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে ১৯৭৩ সালে বিসিএসআইআর প্রতিষ্ঠিত হয়। দেশে শিল্পকারখানা প্রতিষ্ঠা ও উন্নয়নের সাথে সম্পর্কযুক্ত বিজ্ঞান, শিল্প ও প্রযুক্তি বিষয়ক সমস্যাবলির ওপর গবেষণা করা, গবেষণায় উৎসাহিত করা ও গবেষণা পরিচালনায় পরামর্শ প্রদান করাও পরিষদের অন্যতম উদ্দেশ্য।  যুব উন্নয়ন অধিদপ্তর : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব অধিদপ্তর যুবক ও যুব মহিলাদের আত্মকর্মসংস্থানের ক্ষেত্রে নানা ধরনের কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। দেশের বিভিন্ন অঞ্চলে অবস্থিত অনেকগুলো প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে যুব অধিদপ্তর শিক্ষিত ও স্বল্প শিক্ষিত যুবকদেরকে ক্ষুদ্র ব্যবসায়, কৃষি খামার, মৌমাছি পালন, গবাদিপশু পালন, মৎস্য চাষ, কম্পিউটার শিক্ষা, অফিস ব্যবস্থাপনা, সেলাই ও এমব্রয়ডারি ইত্যাদি ক্ষেত্রে প্রশিক্ষণ দিয়ে থাকে।  মহিলা অধিদপ্তর : শহর ও গ্রামের মহিলাদের সৃজনশীলতা বিকাশ, আত্মকর্মসংস্থান ও ক্ষমতায়নের লক্ষ্যে মহিলা অধিদপ্তর নারী ও উদ্যোক্তাদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ, ঋণ প্রদানসহ বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করে থাকে। প্রশিক্ষণের মধ্যে রয়েছে হাঁস-মুরগি ও গবাদিপশু পালন, হস্ত শিল্প, বুটিকের কাজ, বুনন শিল্প, সেলাই ইত্যাদি।  বেসরকারি সংস্থা : উদ্যোক্তা উন্নয়নে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করছে। এ সংস্থাগুলো মূলত গ্রামীণ ও বিত্তহীন ও স্বল্পবিত্তদের উদ্যোগী হওয়ার ব্যাপারে সাহায্য-সহযোগিতা করে থাকে। বাংলাদেশে অসংখ্য এনজিওর মধ্যে ব্র্যাকের ভ‚মিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।  ব্র্যাক : স্বাধীনতার পর ১৯৭২ সালে স্যার ফজলে হাসান আবেদের নেতৃত্বে এ সংস্থাটি প্রতিষ্ঠিত হয়। শুরুতে ত্রাণ ও পুনর্বাসন নিয়ে কাজ করলেও বর্তমানে দারিদ্র্য বিমোচন ও নারীর ক্ষমতায়নের লক্ষ্য নিয়ে এ সংস্থাটি দেশের ৬৪টি জেলায় এ কার্যক্রম পরিচালনা করছে। ২০১০ সালের হিসাব মতে, বাংলাদেশ তথা পৃথিবীর সর্ববৃহৎ এনজিও বা বেসরকারি উন্নয়ন সংস্থা হচ্ছে ব্র্যাক।  প্রশিকা : বাংলাদেশের ক্ষুদ্র ব্যবসায় বিকাশে প্রশিকা গুরুত্বপূর্ণ অবদান রাখছে। কৃষি শিল্প, তাঁত শিল্প, সিল্ক উৎপাদন, হস্ত শিল্প, গবাদিপশু পালন, মৌমাছি পালন, চারা উৎপাদনসহ অনেক নতুন পেশা তৈরি করছে প্রশিকা।  ঠেঙ্গামারা মহিলা যুব সংঘ : উত্তরবঙ্গের জেলা বগুড়াকে কেন্দ্র করে ১৯৮০ সালে ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ কাজ শুরু করলেও বর্তমানে সারা দেশেই এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। মূলত দরিদ্র ও বিত্তহীন মহিলাদের ঋণ সহায়তা প্রদান, প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থানে সহায়তা করার পাশাপাশি টিএমএসএস দোকান পরিচালনা, হাঁস-মুরগির খামার পরিচালনা, মাছ চাষ, নার্সারি পরিচালনা ও কুটির শিল্প পরিচালনাসহ ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ কর্মসূচি পরিচালনা করে থাকে। অনুশীলনীর সৃজনশীল প্রশ্ন ও উত্তর প্রশ্ন-১  নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও : ব্যবসায় স্থাপন ও পরিচালনা সংক্রান্ত জটিলতা ও ঝুঁকির কথা চিন্তা করে জনাব মেহরাজ এ কাজে এগিয়ে আসতে চায়নি। কিন্তু বিভিন্ন গণমাধ্যমে এ সংক্রান্ত সরকারি ও বেসরকারি সহায়তার কথা শুনে তিনি ঢাকার অদূরে সাভারে একটি গার্মেন্টস ফ্যাক্টরি স্থাপন করেন। কঠোর পরিশ্রম ও আন্তরিকতার সাথে কাজ করে অল্পদিনেই সফলতা লাভ করেন। স¤প্রতি প্রতিযোগী অন্যান্য প্রতিষ্ঠানে উন্নতমানের যন্ত্রপাতির ব্যবহারের ফলে তাঁর পক্ষে প্রতিযোগিতায় টিকে থাকা দুরূহ হয়ে পড়েছে। ক. বাংলাদেশের জনসংখ্যার শতকরা কত ভাগ নারী? খ. বিসিক-এর প্রধান কাজটি কী? ব্যাখ্যা কর। গ. জনাব মেহরাজ গার্মেন্টস ফ্যাক্টরি স্থাপনে আগ্রহী হলেন কেন? ব্যাখ্যা কর। ঘ. বর্তমান পরিস্থিতিতে জনাব মেহরাজের সহায়তার প্রয়োজন আছে কি? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।  ১নং প্রশ্নের উত্তর  ক. বাংলাদেশের জনসংখ্যার শতকরা প্রায় ৫০ ভাগ নারী। খ. বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা (বিসিক) এর প্রধান কাজ হলো ক্ষুদ্র ও কুটির শিল্পখাতের উন্নয়নের জন্য বিনিয়োগ পরামর্শ দান । শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ এই সংস্থাটি দেশের ক্ষুদ্র ও কুটির শিল্পের স¤প্রসারণে নিয়োজিত সরকারি খাতের প্রধান সহায়তাকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে। বর্তমানে বিসিক তার ৭৪টি শিল্পনগরী কার্যালয়ের মাধ্যমে তাদের এই বিনিয়োগ পরামর্শ দান কার্যক্রম পরিচালনা করছে। গ. জনাব মেহরাজ সরকারি ও বেসরকারি সহায়তার কথা শুনে গার্মেন্টস ফ্যাক্টরি স্থাপনে আগ্রহী

নবম-দশম শ্রেণির ব্যবসায় উদ্যোগ দশম অধ্যায় ব্যবসায় উদ্যোগ উন্নয়নে সহায়ক সেবা সৃজনশীল ও জ্ঞানমূলক প্রশ্নোত্তর Read More »

Scroll to Top