নবম-দশম শ্রেণির রসায়ন চতুর্থ অধ্যায় পর্যায় সারণি বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নবম-দশম/এসএসসি রসায়ন চতুর্থ অধ্যায় পর্যায় সারণি এর পাঠ সম্পর্কিত গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর নিচে দেওয়া হলো। এসএসসি রসায়ন চতুর্থ অধ্যায় পর্যায় সারণি বহুনির্বাচনি প্রশ্নোত্তর চতুর্থ অধ্যায় পর্যায় সারণি গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১. আধুনিক পর্যায় সারণির মূল ভিত্তি কী? ক পারমাণবিক সংখ্যা খ পারমাণবিক ভর গ আপেক্ষিক পারমাণবিক ভর √ ইলেকট্রন বিন্যাস ২. A = 1s22s22p63s23p63d34s2; ; মৌলটি পর্যায় সারণির কোন গ্রুপে অবস্থিত? ক Group-2 Group-5 গ Group-11 ঘ Group-13 নিচের সারণি থেকে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও : পর্যায় সারণির কোনো একটি গ্রুপের খণ্ডিত অংশ 19K X Y Z [এখানে X, Y এবং Z প্রতীকী অর্থে; প্রচলিত কোনো মৌলের প্রতীক নয়] ৩. ‘ঢ’ মৌলটি পর্যায় সারণির কোন পর্যায়ের? ক ৩য় খ ৪র্থ √ ৫ম ঘ ৬ষ্ঠ ৪. উল্লিখিত মৌলগুলোর- i. সর্বশেষ স্তরে ১টি ইলেকট্রন আছে ii. পারমাণবিক আকার ক্রমান্বয়ে হ্রাস পায় iii সক্রিয়তা ক্রমান্বয়ে বৃদ্ধি পায় নিচের কোনটি সঠিক? ক i ও ii খ ii ও iii √ i ও iii ঘ i, ii ও iii চতুর্থ অধ্যায় পর্যায় সারণি আরো কিছু বহুনির্বাচনি প্রশ্নোত্তর ৫. পর্যায় সারণিতে সালফারের অবস্থান কোথায়? ক ২য় পর্যায়ের ১২ গ্রুপে খ ৩য় পর্যায়ের ৬ গ্রুপে গ ৪র্থ পর্যায়ের ৪ গ্রুপে √ ৩য় পর্যায়ের ১৬ গ্রুপে ৬. Al্টক তত্তে¡র প্রবর্তক কে? ক ডোবেরাইনার √ Rb নিউল্যান্ড গ ল্যাভয়সিয়ে ঘ ম্যান্ডেলিফ ৭. ২০১২ সাল পর্যন্ত আবিষ্কৃত মৌলের মধ্যে কতটি মৌলকে প্রাথমিক মৌল বলা হয়? √ ১১৮টি খ ১১৪টি গ ৯৮টি ঘ ৮৪টি ৮. একটি মৌলের ইলেকট্রন বিন্যাস ২, ৮, ৮, ১ হলে পর্যায় সারণিতে তার অবস্থান কোথায়? ক ১ম পর্যায়ে ১ গ্রুপে √ ৪র্থ পর্যায়ে ১ গ্রুপে গ ৩য় পর্যায়ের ১ গ্রুপে ঘ ৬ষ্ঠ পর্যায়ের ১ গ্রুপে ৯. নিচের কোনটির যোRbী ২? ক Na খ F √ Ca ঘ K ১০. ম্যাগনেসিয়াম পর্যায় সারণির কোন পর্যায়ে অবস্থিত? ক ১ম খ ২য় √ ৩য় ঘ ৪র্থ ১১. মনে কর একটি মৌলের সুস্থিত আয়ন A2+, এর ইলেকট্রন বিন্যাস 1s2, 2s2, 2p6, 3s2, 3p6 মৌলটির গ্রুপ কোনটি? √ ২ খ ৬ গ ৮ ঘ ১০ ১২. Ca-এর অবস্থান পর্যায় সারণির কোন পর্যায়ে ও কোন গ্রুপে? ক ২, ২ √ ৪, ২ গ ২, ৪ ঘ ২, ৩ ১৩. আয়রন পর্যায় সারণির কোন পর্যায়ে অবস্থিত? ক ২য় খ ৩য় √ ৪র্থ ঘ ৫ম ১৪. কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বোচ্চ? √ Mg খ Si গ Al ঘ S ১৫. কোন মৌলটির পারমাণবিক ব্যাসার্ধ বেশী? ক K খ Si গ Na ঘ Al ১৬. কোনটি নিষ্ক্রিয় ধাতু? ক Na খ Cu গ Sn √ Au ১৭. নিচের কোন মৌলটি মুদ্রা ধাতু? ক Ar √ Ag গ Cd ঘ At ১৮. নিচের কোনটি মুদ্রা ধাতু? √ Au খ Hg গ Na ঘ Zn ১৯. নিচের কোন গ্রুপে অবস্থান্তর মৌল বিদ্যমান? ক গ্রুপ – ১ খ গ্রুপ – ২ √ গ্রুপ – ৩ ঘ গ্রুপ – ১৬ নিচের উদ্দীপকের আলোকে ২০ ও ২১ নং প্রশ্নের উত্তর দাও : পর্যায় গ্রুপ – ১ গ্রুপ – ১৭ 1 2 A 3 D 4 E এখানে A, D ও E কোনো প্রচলিত মৌলের প্রতীক নয়, প্রতীকী অর্থে ব্যবহৃত হয়েছে। ২০. উদ্দীপকের A, D ও E মৌলের – i. আয়নিকরণ বিভব ii. পারমাণবিক আকারের ক্রম E > D > A iii তড়িৎ ঋণাত্মকতা D > E নিচের কোনটি সঠিক? ক i ও ii খ ii ও iii √ i ও iii ঘ i, ii ও iii ২১. ঊউ যৌগটি নিচের কোন দ্রাবকে দ্রবণীয়? √ পানি খ অ্যালকোহল গ কেরোসিন ঘ কার্বন টেট্রাক্লোরাইড চতুর্থ অধ্যায় পর্যায় সারণি সমন্মিত কিছু বহুনির্বাচনি প্রশ্নোত্তর ২৮৮. অবস্থাান্তর মৌলসমূহ পর্যায় সারণির কোন গ্রুপে অবস্থিত? ক গ্রুপ-১ থেকে গ্রুপ-৭ √ গ্রুপ-৩ থেকে গ্রুপ-১১ গ গ্রুপ-৮ থেকে গ্রুপ-১৭ ঘ গ্রুপ-৫ থেকে গ্রুপ-১১ ২৮৯. কে পারমাণবিক সংখ্যা আবিষ্কার করেন? ক রাদারফোর্ড খ ডাল্টন গ বোর √ মোসলে ২৯০. কোনটি উপধাতু? √ B খ Na গ Al ঘ P ২৯১. নিচের কোনটির আয়নিকরণ শক্তি সবচেয়ে কম? ক Be √B গ C ঘ V ২৯২. কঠিন অবস্থায় থাকে- ক O2 √ চ গ Br ঘ Cl ২৯৩. হ্যালোজেন মৌলের তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধির কোন ক্রমটি সঠিক? √ F > Cl > Br > I খ F > Br > Cl > I গ Cl > F > Br > I ঘ Cl > F > Br > I ২৯৪. পর্যায় সারণিতে আর্সেনিকের অবস্থান কোন গ্রুপে? ক গ্রুপ ১৩ খ গ্রুপ ১৪ √ গ্রুপ ১৫ ঘ গ্রুপ ১৬ ২৯৫. পর্যায় সারণির ২নং গ্রুপের মৌলসমূহের জারণ সংখ্যা কত? ক ০ খ -১ গ +১ √ +২ ২৯৬. একটি মৌলের তৃতীয় শক্তিস্তরে ৩টি ইলেকট্রন আছে। এর গ্রুপ কত? √ III খ VII গ IV ঘ XIII ২৯৭. ২০১২ সাল পর্যন্ত সর্বমোট শনাক্তকৃত মৌলের সংখ্যা কতটি? ক ৯৮ খ ১১২ গ ১১৪ √ ১১৮ ২৯৮. ১০৯ পারমাণবিক সংখ্যার মৌল কোনটি? ক Sg √ Mt গ Bh ঘ Hs ২৯৯. আর্গনের পারমাণবিক ভর কত? ক ৩৮ খ ৩৯ √ ৪০ ঘ ৪৩ ৩০০. কোনটির ব্যাসার্ধ সবচেয়ে কম? ক Na+ √ Mg২+ গ Cl ঘ Ar ৩০১. চুনাপাথরের ধনাত্মক মৌলটি কোন পর্যায়ের অন্তর্ভুক্ত? ক ২য় খ ৩য় √ ৪র্থ ঘ ১ম ৩০২. কোনটির গলনাঙ্ক সবচেয়ে কম? ক Na খ K গ Rb √ Cs ৩০৩. পর্যায় সারণির ৬ষ্ঠ পর্যায়ে কয়টি মৌল আছে? √ ১১ খ ১২ গ ১৩ ঘ ১৪ ৩০৪. লেড (চন) পর্যায়ে সারণির কোন গ্রুপের মৌল? ক ৮ খ ১৮ √ ৩২ ঘ ৩৩ ৩০৫. মুদ্রা ধাতু পর্যায় সারণির কোন গ্রুপে অবস্থিত? √ ১১ খ ১২ গ ১৩ ঘ ১৪ ৩০৬. ল্যাভয়সিয়ে কত সালে প্রথম মৌলসমূহকে তিন ভাগে ভাগ করে? ক ১৭৭৯ খ ১৭৯৯ √ ১৭৮৯ ঘ ১৮৭৯ ৩০৭. ব্যতিক্রমী পর্যায় কোনগুলো? √ ৬ ও ৭ খ ৭ ও ৮ গ ৩ ও ৪ ঘ ৫ ও ৬ ৩০৮. ডোবেরাইনারের ত্রয়ী সূত্র প্রকাশিত হয় কত সালে? ক ১৮১৯ খ ১৮৩৯ √ ১৮২৯ ঘ ১৯২৯ ৩০৯. পর্যায় সারণির Rbক কে? ক ডাল্টন খ ডোবেরাইনার √ মেন্ডেলিফ ঘ মেয়ার ৩১০. অপধাতু কোনটি? ক Mg খ Na √ Si ঘ Al ৩১১. কোন মৌলের পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম? [ঢা. বো. ’১৫] ক Na √ S গ Rb ঘ Mg ৩১২. পর্যায় সারণির বাম দিকের মৌলগুলো কী? √ ধাতু খ অধাতু গ অপধাতু ঘ নিষ্ক্রিয় মৌল ৩১৩. পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পেলে একই গ্রুপে আকার কেমন হবে? ক কমে যাবে √ বাড়বে গ অপরিবর্তিত থাকে ঘ পারমাণবিক সংখ্যার সাথে সম্পৃক্ত নয় ৩১৪. কোন মৌলটি সবচেয়ে কম সক্রিয়? ক
নবম-দশম শ্রেণির রসায়ন চতুর্থ অধ্যায় পর্যায় সারণি বহুনির্বাচনি প্রশ্নোত্তর Read More »